Blog

  • Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ৮-১৪ জানুয়ারি

    Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ৮-১৪ জানুয়ারি

    সাপ্তাহিক রাশিফল মেষ রাশি (Aries Saptahik Rashifal): 

    কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভাল কাটবে। আপনার কাজে আসা বাধা দূর হবে এবং সমস্ত কাজ সম্পন্ন হবে। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। বিপণন ও কর্পোরেট কাজের জন্য ভালো সময়। এই সময়ে বিনিয়োগ করার দুর্দান্ত সুযোগ পেতে পারেন। পারিবারিক সম্পর্কে সমঝোতা দরকার। বিনিয়োগ সংক্রান্ত যোগাযোগ শুভ। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। সব বিষয়ে নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।  শারীরিক ও মানসিক দিক থেকে ভালো থাকবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। ঘরোয়া সমস্যার সমাধান হতে পারে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি খুব ভাল কাটবে।

    সাপ্তাহিক রাশিফল বৃষ রাশি (Taurus Saptahik Rashifal):  

    এই সপ্তাহটি শিক্ষার্থীদের খুব ভাল কাটতে চলেছে। পড়াশোনায় মনোযোগ থাকবে। যারা চাকরি খুঁজছেন, তারা আজ ভাল অফার পেতে পারেন। চাকরিজীবীরা বসের দেওয়া কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। কর্মস্থলে আপনার গুরুত্ব ও মর্যাদা বাড়বে। ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। এই সময়ে পারিবারিক খরচ কিছুটা বাড়তে পারে। সামাজিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব ও মর্যাদা বাড়বে। প্রতিটি কাজ সময়মত সম্পন্ন করার চেষ্টা করুন। সাংসারিক শান্তি বজায় রাখার জন্য পজিটিভ থাকার চেষ্টা করুন। বৈদেশিক যোগাযোগ শুভ। আর্থিক ও বিনিয়োগে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। ভালোবাসায় শুভযোগ। ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া করবেন না, এতে আপনাদের সম্পর্ক দুর্বল হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

    সাপ্তাহিক রাশিফল মিথুন রাশি (Gemini Saptahik Rashifal):  

    চাকরিজীবীদের সপ্তাহের শুরুটা খুব ভাল হবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। এছাড়াও, এই সময়ের মধ্যে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তারা আজ ভাল সুযোগ পাবেন। কাছের কারুর সাহায্যে সাফল্য পেতে পারেন। এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সহকর্মীর সঙ্গে আন্তরিক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্বাধীন পেশায় যুক্তদের জন্য বেশ সম্ভবনাময় সপ্তাহ। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সফলতা আসার সম্ভবনা আছে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি উপভোগ করবেন। বাড়ির পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কিছু বিষয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। আর্থিক যোগাযোগ শুভ। খরচ বাড়তে পারে। এই সময় আপনাকে ঋণ পরিশোধও করতে হবে। যাদের কিডনি বা গলব্লাডারে পাথরের সমস্যা আছে, এই সময়ের মধ্যে তাদের সমস্যা আরও বাড়তে পারে।

    সাপ্তাহিক রাশিফল কর্কট রাশি (Cancer Saptahik Rashifal): 

    চাকরিজীবীরা এই সময়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সপ্তাহটি আপনার জন্য সম্ভাবনাময়। কোনও সুখবর আপনাকে আশাবাদী করবে। তবে নেতিবাচক চিন্তাভাবনা যেন আপনাকে প্রভাবিত না করে সেদিকে খেয়াল রাখুন। কর্মস্থলে নিজের সম্মান বাড়বে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। পারিবারিক কাজে ভ্রমণের সম্ভাবনা আছে। রোমান্টিক সম্পর্কে সমঝোতা দরকার। বিবাহিতদের এই সপ্তাহ খুব ভাল কাটবে। দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক লাভ হবে। সপ্তাহের শেষে বাড়ির মেরামতের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। সুস্থ থাকতে হলে প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।

    সাপ্তাহিক রাশিফল সিংহ রাশি (Leo Saptahik Rashifal): 

    এই সপ্তাহটি খুচরা ব্যবসায়ীদের জন্য খুব লাভজনক হতে পারে। এই সময়ে ভাল আর্থিক লাভ হতে পারে। চাকরিজীবীদের সমস্যা বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। সপ্তাহের শেষে আপনি পারিবারিক ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। যেকোনও পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করুন। মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভূমি সংক্রান্ত ক্রয়-বিক্রয়ে লাভবান হওয়ার সম্ভবনা আছে। সাংসারিক ও পারিবারিক বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। আপনার কোনো প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভবনা আছে।

    সাপ্তাহিক রাশিফল কন্যা রাশি (Virgo Saptahik Rashifal): 

    চাকরিজীবীরা অফিসে তাদের প্রতিভা দেখানোর ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। অর্থ নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। আপনার চিন্তাভাবনাকে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করুন, সফলতা পাবেন। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ীদের এই সময়টি বেশ ভাল কাটবে। আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে পারেন। পরিবারে সবার মতামতকে গুরুত্ব দিন। স্পষ্ট কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। বৈদেশিক সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। ভাইদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। এই সময়ে আপনার মানসিক চাপ বাড়তে পারে, যা আপনার শারীরিক স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলবে।

    সাপ্তাহিক রাশিফল তুলা রাশি (Libra Saptahik Rashifal): 

    চাকরিজীবীদের এই সময় অনেক পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীরা খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। আয় ভাল হবে, কিন্তু ব্যয় বৃদ্ধির কারণে আপনি সঞ্চয় করতে পারবেন না। এই সময়ে আপনি মানসিকভাবে ভাল থাকবেন না। আপনার স্বাস্থ্যও খুব দুর্বল হবে। নিজের প্রতি আস্থাশীল থাকুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করুন। বিনিয়োগে লাভবান হবেন। আপনার কোনও আশা-আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনা আছে। তবে মানসিক অবসাদ নিরাময়ের জন্য বিনোদনমূলক কাজে সময় কাটান। রোমান্টিক যোগাযোগ শুভ।

    সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক রাশি (Scorpio Saptahik Rashifal): 

    চাকরিজীবীদের সময়টি ভাল কাটবে না। সপ্তাহের শেষে আপনাকে একসঙ্গে অনেকগুলি কাজ সামলাতে হতে পারে। এই সময়ে পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা সফলতা পাবেন। ব্যবসায়ীদের এই সময় অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। কর্মস্থলের পরিবেশ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখুন। সবধরনের ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে শেয়ার করবেন না। রাগ, জেদ, অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স শুভ। যানবাহনে চলাচলে সতর্ক থাকার চেষ্টা করুন। কোথাও যাত্রা করার সময় খুব সতর্ক থাকুন। হঠাৎ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে বা আপনার জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে আইনি বাধা আসার সম্ভাবনাও রয়েছে। এই সময়ে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

    সাপ্তাহিক রাশিফল ধনু রাশি (Sagittarius Saptahik Rashifal): 

    এ সপ্তাহে আপনি স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন। চাকরিজীবীদের অফিসে মান-সম্মান বাড়তে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হতে পারে। সপ্তাহের শেষে হাতে বড় অর্ডার আসতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভাল কাটবে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। গৃহের পরিবেশ সুখী ও শান্তিময় থাকবে। সহানুভূতিশীল মানসিকতার জন্য প্রশংসিত হবেন। পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে। রোমান্টিক সম্পর্ক ভালো যাবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। চেনাশোনা মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিবাহিত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। যারা প্রেম করে বিয়ে করতে চান, এই সময়টি তাদের পরিবারের সঙ্গে কথা বলার জন্য উপযুক্ত। আপনার সম্পর্ক অনুমোদন পেতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

    সাপ্তাহিক রাশিফল মকর রাশি (Capricorn Saptahik Rashifal): 

    অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। এই সময়ে আপনি আপনার বসের কাছ থেকে কাজ সংক্রান্ত কিছু ভাল পরামর্শও পাবেন। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে এবং আপনার আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে। এই সময়ে আপনি নতুন কাজ শুরু করার পরিকল্পনাও করতে পারেন। অর্থের অবস্থা ভাল থাকবে। আপনার পরিচিত পরিমণ্ডলে আপনার গুরুত্ব ও জনপ্রিয়তা বাড়বে। প্রতিকূল পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করুন। সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়িক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। সামাজিক কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন। আপনার কর্মদক্ষতার যথেষ্ট মূল্যায়ন পাবেন। আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। এই সময়ে ভাই বা বোনের কাছ থেকে সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

    সাপ্তাহিক রাশিফল কুম্ভ রাশি (Aquarius Saptahik Rashifal): 

    অনিশ্চিত বিষয়ে যত্নশীল হোন। শিক্ষার্থীদের জন্য বেশ ভালো সময়। ব্যবসায়িক সফলতা পাবেন। কারো দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ ক্ষতিকর হবে। নিজের মতে অটুট থাকলে লাভবান হবেন। অতিরিক্ত ব্যয়ের ব্যাপারে সতর্ক হতে হবে। বিবাহিত জীবনে অশান্তি হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অফিসে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ভাল ফলাফল পাবেন না। এই সময়ে আপনার আত্মবিশ্বাসও কমে যেতে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। 

    সাপ্তাহিক রাশিফল মীন রাশি (Pisces Saptahik Rashifal): 

    দ্বৈত মনোভাব আপনার উন্নতির ক্ষেত্রে অন্তরায় হতে পারে। যারা চাকরির অপেক্ষায় রয়েছেন, এই সপ্তাহটি তাদের খুব ভাল কাটবে। সপ্তাহের শুরুতে আপনি একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে পারেন। ব্যবসায়ীরা তাদের সঠিক সিদ্ধান্তের জন্য ভাল ফল পাবেন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সন্তানের কোনও বিষয় আনন্দদায়ক হবে। শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে আরো মনোযোগী হওয়া প্রয়োজন। পেশাগতভাবে ব্যস্ততা বাড়বে। একটু উদ্যোগী হলে কোনও অপ্রত্যাশিত সূত্র থেকে লাভ হতে পারে। জমি সংক্রান্ত বিনিয়োগ শুভ নয়। এই সপ্তাহে আপনার কাজে বৃদ্ধি হবে। আপনি ঋণ পরিশোধে সফল হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তারা পিতার সহায়তায় ভালো লাভ করতে পারেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়টি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। এই সময়ে বড় কোনও সমস্যা হবে না। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

  • Partha Chatterjee: ফের পার্থ-অর্পিতাকে এক মাসের জেল হেফাজতে পাঠাল আদালত

    Partha Chatterjee: ফের পার্থ-অর্পিতাকে এক মাসের জেল হেফাজতে পাঠাল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ফের এক মাসের জেল হেফাজতে পাঠাল আদালত। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে জেল হেফাজতে। ওইদিন আবার মামলাটির শুনানি হবে।  

    শনিবার পার্থ ও অর্পিতাকে ভার্চুয়ালি আদালতে পেশ করে ইডি। পার্থ (Partha Chatterjee) এবং অর্পিতা নিজেরদের শারীরিক অবস্থার কথা জানিয়ে আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন। জেল পরিষেবার দুরবস্থা নিয়েও এদিন অভিযোগ করেন অর্পিতা। কিন্তু কোনও কথাই শুনলেন না বিচারক। মঞ্জুর হল না জামিন।  

    কী বলেন দুই অভিযুক্ত? 

    এদিন পার্থর (Partha Chatterjee) কিছু বলার আছে নাকি জানতে চান বিচারক। উত্তরে পার্থ জানান, তাঁর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না জেলে। অর্পিতাও বলেন, “শরীর ভাল নেই। জেল কর্তৃপক্ষ, চিকিৎসক সবাইকে সবটা বললেও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না।” এদিন জেলের সেল নিয়েও সমস্যার কথা জানান অর্পিতা। তিনি বলেন, “অতটুকু জায়গায় থাকতে অসুবিধা হচ্ছে।” যদিও এসব কথায় কান দেননি বিচারক। দুজনের চিকিৎসায় যাতে ত্রুটি না হয়, তা খতিয়ে দেখতে বলেন তিনি।

    আরও পড়ুন: আদালতে আত্মসমর্পণ করলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী ও ছেলে 

    প্রাথমিক স্কুলে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে গত ২২ জুলাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থের (Partha Chatterjee) বাড়িতে তল্লাশি চালায় ইডি। তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়। এর পর ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ। তখন থেকেই প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বন্দি রয়েছেন আলিপুর সেন্ট্রাল জেলে। গ্রেফতারির পর থেকেই শারীরিক কারণ দেখিয়ে আদালতের কাছে জামিনের আবেদন করে আসছেন পার্থ। কিন্তু এখনও সেই আবেদন মঞ্জুর হয়নি।  

    চলতি সপ্তাহেই সিবিআই (Partha Chatterjee) আদালতে দাবি করেছে, এজেন্ট নিয়োগ করে টাকার বিনিময়ে নিয়োগ করেছেন পার্থরা। অযোগ্য প্রার্থীদের ফোন করে টাকার বিনিময়ে নিয়োগের প্রস্তাব দিতেন সেই এজেন্টরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • China Covid: করোনার প্রকৃত তথ্য প্রকাশ না করায় এবার চিনের সমালোচনা করল হু-ও

    China Covid: করোনার প্রকৃত তথ্য প্রকাশ না করায় এবার চিনের সমালোচনা করল হু-ও

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা (Covid 19) সম্পর্কে তথ্য গোপনের অভিযোগে সরব হয়েছেন চিনের (China) বাসিন্দাদের একাংশ। প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ মারণ ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারালেও, প্রকৃত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলেই তাঁদের অভিযোগ। এবার প্রায় একই অভিযোগ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO)। তাদের অভিযোগ, গোটা অতিমারি পরিস্থিতিতে তথ্য গোপন করেছে চিন (China Covid)। সম্প্রতি করোনায় যেসব সংক্রমিতের মৃত্যু হচ্ছে, তারও সঠিক তথ্য প্রকাশ করছে না বেজিং।

    যথা পূর্বং…

    বিশ্বের মধ্যে প্রথম চিনের উহান শহরেই ছোবল মারে করোনা। সেখান থেকে ছড়িয়ে পড়ে তামাম বিশ্বে। মারণ এই ভাইরাসের ছোবলে গত তিন বছরে বিশ্বে প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এর পর গোটা বিশ্বে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও, চিন রয়ে গিয়েছে যথা পূর্বং, তথা পরং। সম্প্রতি বিশ্বের নানা দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। তবে সব চেয়ে বেশি করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে চিনে। করোনা সংক্রমণে সে দেশে ফি দিন মৃত্যুও হচ্ছে বহু মানুষের। চিনের হাসপাতালগুলিতে করোনা সংক্রমিতের লম্বা লাইন। অন্তেষ্টিক্রিয়াস্থলে লাশের স্তূপ। হাসপাতালের চিকিৎসকরাও জানাচ্ছেন, প্রতিদিনই সংক্রমিত ও মৃতের হার বাড়ছে। তার পরেও চিন সরকার জানাচ্ছে, করোনায় (China Covid) মৃত্যুর হার খুবই কম। এর জেরেই চিনের বাসিন্দাদের একাংশ সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে সোচ্চার হয়েছেন।

    আরও পড়ুুন: ‘বিজেপি ছাড়ুন, নাহলে…’, লস্কর-ই-খালসার হুমকি আরএসএস এবং সেনাকেও

    এবার একই অভিযোগ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তাদের অভিযোগ, চিন করোনায় মৃতের প্রকৃত সংখ্যা জানাচ্ছে না। করোনার মৃত্যুর যে সংজ্ঞা তারা নিরূপণ করেছে, তাও ঠিক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ছেব্রেসাস বলেন, আমরা চিনকে নিরন্তর বলেই চলেছি করোনা সংক্রান্ত সঠিক তথ্য প্রকাশ করতে। প্রতিদিন হাসপাতালে কত করোনা (China Covid) সংক্রমিত রোগী ভর্তি হচ্ছেন, মারাই বা যাচ্ছেন কতজন, সে সংক্রান্ত তথ্য দিতে। সংক্রমণ কত দ্রুত ছড়াচ্ছে, সে তথ্যও জানতে চাওয়া হয়েছে। তিনি বলেন, চিনের বাসিন্দাদের স্বাস্থ্য নিয়ে হু চিন্তিত। বেজিংকে বারংবার বোঝানো হচ্ছে টিকাকরণের গুরুত্ব কতখানি। এর মধ্যে রয়েছে বুস্টার ডোজও। হু-র কর্তাদের মতে, চিন প্রকৃত তথ্য দিলে বিশ্বের অন্যান্য দেশ আগাম প্রস্তুত হওয়ার সময় পাবে। কিন্তু চিন প্রকৃত দিচ্ছে না বলেই অভিযোগ।

     

      দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Anjali Kumari: সুলতানপুরী ঘটনার প্রধান প্রত্যক্ষদর্শীর মাদকপাচার যোগ? চাঞ্চল্যকর তথ্য

    Anjali Kumari: সুলতানপুরী ঘটনার প্রধান প্রত্যক্ষদর্শীর মাদকপাচার যোগ? চাঞ্চল্যকর তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: সুলতানপুরীর ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। অঞ্জলিমৃত্যু ঘটনার (Anjali Kumari) প্রধান প্রত্যক্ষদর্শী নিধি, এর আগে মাদকপাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশসূত্রে জানা গিয়েছে, আগ্রা রেলওয়ে স্টেশন থেকে ড্রাগসহ গ্রেফতার করা হয়েছিল নিধিকে। তেলেঙ্গানা থেকে ড্রাগ নিয়ে এসেছিলেন তিনি।

    এদিকে শুক্রবার অমিত খান্নার (Anjali Kumari) ভাই অঙ্কুশ খান্না সুলতানপুরী থানায় আত্মসমর্পণ করেছেন। এর আগে তিনি গাড়িচালকের বিষয়ে ভুল তথ্য দিয়েছিলেন এবং প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন। ঘটনার ষষ্ঠ অভিযুক্ত আশুতোষ বুদ্ধ বিহার থেকে গ্রেফতার হওয়ার পরই অমিত আত্মসমর্পণ করেন। 

    মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা 

    ঘাতক গাড়ির মালিকের আত্মীয় আশুতোষ ভরদ্বাজ। অঙ্কুশ বিরুদ্ধে (Anjali Kumari) অভিযোগ তিনি খুনিকে লুকোনোর চেষ্টা করেছেন। অঙ্কুশই তাঁদের আরেক ভাই দীপককে এই খুনের দায় নিজের কাঁধে নিতে রাজী করিয়েছিলেন। বলতে বলেছিলেন যে, তিনিই গাড়ি চালাচ্ছিলেন। কারণ অমিতের ড্রাইভিং লাইসেন্স ছিল না।

    দিল্লি পুলিশ ইতিমধ্যেই অমিত খান্না, দীপক খান্না, কৃষাণ, মিঠুন এবং মনোজ মিত্তলকে গ্রেফতার করেছে। নিহত অঞ্জলি কুমারীর পরিবারের জন্যে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার।

    প্রসঙ্গত, বর্ষবরণের রাতে দিল্লির সুলতানপুরীর (Anjali Kumari) রাস্তা দিয়ে স্কুটি করে বাড়ি ফিরছিলেন ২০ বছরের অঞ্জলি সিংহ নামে এক তরুণী। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী নিধি। একটি গাড়ি ওই স্কুটিতে ধাক্কা মারে। অঞ্জলি ছিটকে গিয়ে ওই গাড়ির তলায় পড়ে যান। এই অবস্থাতেই তাঁকে ১৩ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। মৃত্যু হয় ওই তরুণীর। এরপরে ওই গাড়ির তলা থেকে তরুণীর দেহ সরিয়ে ফেলে দিয়ে পালান অভিযুক্তরা। ঘটনার বিভৎসতায় কেঁপে উঠেছে গোটা দেশ।

    আরও পড়ুন: দিল্লির সুলতানপুরীর ঘটনায় এবার গ্রেফতার গাড়ির মালিক, এখনও অধরা ১

    পরবর্তীতে অঞ্জলির (Anjali Kumari) দেশের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, অঞ্জলির সারা দেহে ধুলো লেগেছিল। তরুণীর দেহে পোড়া দাগ রয়েছে। এই ধরনের দাগকে ‘ব্রাশ বার্ন’ বলা হয়। গাড়িটি চলতে থাকায় রাস্তার সঙ্গে চামড়ায় ঘষা লেগে এই পোড়া দাগ তৈরি হয়েছে। পায় ৪০টি ক্ষত রয়েছে দেহে। তবে যৌন হেনস্থার কোনও প্রমাণ পাওয়া যায়নি শরীরে। ঘটনাটিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Jammu-Kashmir: কুলগামে শিক্ষিকা খুনে অভিযুক্ত আরবাজ মীর! ‘বিশেষ সন্ত্রাসবাদী’ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

    Jammu-Kashmir: কুলগামে শিক্ষিকা খুনে অভিযুক্ত আরবাজ মীর! ‘বিশেষ সন্ত্রাসবাদী’ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: লস্কর কমান্ডার আরবাজ আহমেদ মীরকে ‘বিশেষ সন্ত্রাসবাদী’ হিসাবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। মীর বর্তমানে পাকিস্তানে আছে। ২০২২-এর মে মাসে কুলগামে স্কুল শিক্ষিকা রজনী বালাকে হত্যার প্রধান অভিযুক্ত এই মীর। শুক্রবার মীরকে ‘বিশেষ সন্ত্রাসবাদী’ ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বলা হয় সীমান্তের ওপার থেকে ক্রমাগত সন্ত্রাসের পরিকল্পনা করে যাচ্ছে মীর।  উপত্যকায় জঙ্গিদের মধ্যে অস্ত্র সরবরাহ করে মীর। বিস্ফোরক মজুত করতেও তার জুড়ি মেলা ভার।

    নিষিদ্ধ পিএএফএফ

    কুলগামের গুফবাল গ্রামের মনোজ আহমেদ মীরের ছেলে আরবাজ। অল্প বয়স থেকেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। আরবাজ ছাড়াও শুক্রবার (৭ জানুয়ারি), বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ বা ইউএপিএ (UAPA)-এর আওতায় ‘পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট’ বা পিএএফএফকে (PAFF) একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কাশ্মীরের এই শাখা সংগঠনটি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের ছায়া সংগঠন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাই এই সংগঠন এবং এর সমস্ত শাখা সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার, একই আইনের অধীনে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ (TRF)-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

    আরও পড়ুন: চিন-পাকিস্তান সীমান্তে সড়ক-সুড়ঙ্গে জোর ভারতের, মজুত রাখা যাবে ক্ষেপণাস্ত্র-গোলাবারুদও!

    স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএএফএফ হল মৌলানা মাসুদ আজহারের নেতৃত্বাধীন জইশ-ই-মহম্মদের একটি ছায়া সংগঠন। ভারতীয় নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক নেতা, জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য রাজ্যের অসামরিক নাগরিকদের ক্ষতি করতে পারে এই সংগঠন।  ২০১৯ সালে এই সংগঠন উদ্ভূত হয়েছিল। অন্যান্য রাজ্য থেকে আসা জম্মু-কাশ্মীরে কর্মরত অসামরিক নাগরিকদের ক্রমাগত ভয় দেখায় এই সংগঠন। শুধু তাই নয়, স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও জম্মু-কাশ্মীর এবং ভারতের অন্যান্য বড় শহরে নাশকতার হুমকি দিয়েছে তারা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Cash Recovery: অধ্যাপকের বাড়িতে মিলল রাশি রাশি টাকা, পরিমাণ কত জানেন?

    Cash Recovery: অধ্যাপকের বাড়িতে মিলল রাশি রাশি টাকা, পরিমাণ কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ফের বিপুল পরিমাণ নগদ উদ্ধার (Cash Recovery)। এর আগে টাকা মিলেছিল টালিগঞ্জে, বেলঘরিয়ায় এবং গার্ডেনরিচে। এবার তাড়া তাড়া নোট উদ্ধার হল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) খড়দহে, এক অধ্যাপকের ফ্ল্যাটে। এদিন উদ্ধার হল প্রায় ৩২ লক্ষ টাকা। উদ্ধার করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। বৃহস্পতিবার রাত থেকে খড়দহের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ।

    বান্ডিল বান্ডিল টাকা…

    শুক্রবার খড়দহের নাথুপাল ঘাট রোড এলাকায় শিরোমণি আবাসনে হানা দেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। এই আবাসনেরই একতলায় প্রায় আড়াই বছর ধরে স্ত্রী-সন্তানকে নিয়ে বাস করছেন অধ্যাপক অমিতাভ দাস। তাঁর ফ্ল্যাট থেকেই মেলে বিপুল অঙ্কের নগদ (Cash Recovery)। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কমিশন হিসেবে ওই টাকা নেওয়া হয়ে থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ছাত্রছাত্রীদের বিভিন্ন কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে, ভুয়ো সার্টিফিকেট বের করে দিয়েই এই টাকা তুলেছিলেন অধ্যাপক।

    আরও পড়ুুন: আবাস যোজনার তালিকায় নাম দোতলা বাড়ির মালিকের! ঘুরে দেখল কেন্দ্রীয় দল

    অধ্যাপকের এই কাজের সঙ্গে আর কেউ যুক্ত কিনা, এর নেপথ্যে কোনও চক্র রয়েছে কিনা, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অধ্যাপকের পরিবারের সদস্যদের। এদিন যে টাকা  উদ্ধার (Cash Recovery) হয়, তার সিংহভাগ নোটই ছিল ২০০০ টাকার। টাকা গুণতে নিয়ে আসা হয় ব্যাঙ্ক কর্মীদের। ঠিক কী কারণে গোয়েন্দারা ওই ফ্ল্যাটে তল্লাশি চালালেন, এদিন রাত পর্যন্ত তা স্পষ্ট নয়। ওই ফ্ল্যাটের অন্য আবাসিকদের দাবি, এর আগে সন্দেহজনক কিছু চোখে পড়েনি তাঁদের।

    প্রসঙ্গত, গত জুলাইয়ের শেষ দিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির জালে ধরা পড়ে মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। দফায় দফায় অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ ৫০ লক্ষ টাকা (Cash Recovery) বাজেয়াপ্ত করে ইডি। গার্ডেনরিচের ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে ১৭ কোটি টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। তার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের নগদ উদ্ধার। এবং সেটা এ রাজ্যেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • UGC: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির নেওয়ার জন্য কুয়েটকে বেছে নেওয়ার আহ্বান জানাল ইউজিসি

    UGC: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির নেওয়ার জন্য কুয়েটকে বেছে নেওয়ার আহ্বান জানাল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)- এর চেয়ারম্যান এম জগদেশ কুমার সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কুয়েট-পিজি-কে বেছে নেওয়ার আবেদন জানালেন। এখনও অবধি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য কুয়েটকে বেছে নেওয়ার বিষয়টি বিকল্প ছিল। বিশ্ববিদ্যালয়গুলি ইচ্ছে করলে এতদিন নিজস্ব প্রবেশিকা পরীক্ষাও নিতে পারত।  

    ইউজিসি (UGC) প্রধান বিশ্বাস করেন যে কুয়েট সারা দেশে প্রার্থীদের জন্য একটি অভিন্ন এবং ন্যায়সঙ্গত প্ল্যাটফর্ম। বিশেষ করে উত্তর-পূর্ব, গ্রামীণ এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীদের জন্যে এই পরীক্ষাই সবচেয়ে সুবিধাজনক বিকল্প। কুয়েট-পিজির মাধ্যমে প্রার্থীরা বহু সংখ্যক কেন্দ্রীয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। এই পরীক্ষা অনেক বেশি পড়ুয়াকে কভার করতে পারে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি কে কুয়েট-ইউজি/পিজি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: আদালতের নির্দেশে রক্ষাকবচ রইল না অভিষেক-শ্যালিকার, পদক্ষেপ করতে পারবে ইডি? 

    কী বলেছেন ইউজিসি প্রধান? 

    সংবাদমাধ্যমকে এম জগদেশ কুমার (UGC) এই বিষয় বলেন, “কুয়েট সারাদেশের প্রার্থীদের, বিশেষ করে উত্তর-পূর্ব, গ্রামীণ এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম এবং সবাইকে সমান সুযোগ প্রদান করে। বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে পড়ুয়াদের আরও ভালো সংযোগ স্থাপনে সহায়তা করে। একটি একক পরীক্ষা প্রার্থীদের অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্যে আবেদন করার সুযোগ দেয়।”  

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

    তিনি (UGC) আরও বলেন, “ন্যাশনাল টেস্টিং এজেন্সি- কে কুয়েট-ইউজি এবং পিজি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। কুয়েট- ইউজি- র মতো সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কুয়েট-পিজি- তেও যোগদান করা উচিত। এটি দেশের পড়ুয়াদের ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ করে দেবে। আমি সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে পিজি প্রোগ্রামে ভর্তির জন্য কুয়েট-পিজি- র স্কোর ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি।”   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনার তালিকায় নাম দোতলা বাড়ির মালিকের! ঘুরে দেখল কেন্দ্রীয় দল

    Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনার তালিকায় নাম দোতলা বাড়ির মালিকের! ঘুরে দেখল কেন্দ্রীয় দল

    মাধ্যম নিউজ ডেস্ক: দোতলা বাড়ির মালিক জরিফ শেখ। মালদহের কালিয়াচকের বাঙ্গিটোলা এলাকায় তাঁর বাড়ি। পেশায় কাঠের মিস্ত্রি জরিফের বাড়িতে শুক্রবার পৌঁছে গেল কেন্দ্রীয় সরকারের তিন সদস্যের প্রতিনিধি দল (Central Investigation Team)। কারণ জরিফের নাম উঠেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পের তালিকায়। এদিন সকালে চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পেশায় রেলকর্মী কুলেশ মণ্ডলের বাড়িতেও গিয়েছিলেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। কারণ তাঁর নামও রয়েছে ওই তালিকায়। কেবল এই দুজন নন, আরও অনেকে বাড়িতেই গেলেন এই প্রতিনিধি দলের সদস্যরা। এঁদের মধ্যে যাঁদের ওই তালিকায় নাম থাকার কথা নয়, অথচ রয়েছে, এবং তালিকায় যাঁদের নাম থাকার কথা ছিল, অথচ নেই, তাঁদের বাড়িতেও। কথা বললেন বাড়ির মালিকদের সঙ্গেও। তিন সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক শক্তিকান্ত সিংহ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার চাহাত সিংহ এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গৌরব আহুজা।

    দুর্নীতির অভিযোগ…

    বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে মালদহে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। শুক্রবার সকালে মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের চরিঅনন্তপুর, কামারপুর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে যান। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।

    আরও পড়ুুন: আবাস দুর্নীতিতে অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে, বললেন সুকান্ত

    প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জেলায় আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। মালদহের বিভিন্ন ব্লকেও আবাস যোজনা প্রকল্পে স্বজনপোষণ, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েকটি ব্লকে এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তারই প্রেক্ষিতে কেন্দ্রের গ্রামোন্নয়ন দফতরের ওই প্রতিনিধি দল আসে মালদহে। এদিন পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায়ও আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে যায় কেন্দ্রের প্রতিনিধিদের অন্য একটি দল।

    কামারপুর এলাকায় বাড়ি হিমাংশু রায়ের। আবাস যোজনায় আবেদন করেও বাড়ি পাননি তিনি। হিমাংশু বলেন, আমার বাড়িতে কেন্দ্রীয় সরকারের একটি দল এসেছিল। আমি গরিব মানুষ। আবেদন করেও আবাস যোজনা প্রকল্পের কোনও সুবিধা পাইনি। সে কথা অফিসারদের জানিয়েছি। তিনি বলেন, ওঁরা আমাদের বাড়ির অবস্থা দেখে গিয়েছেন। এতদিন পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হচ্ছিল না। এবার হয়তো কেন্দ্রের অফিসারদের সমস্যার কথা জানিয়ে সুফল মিলতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Bengal Weather Update: শীতের দাপট থাকবে আরও পাঁচ-ছয় দিন! সকাল থেকেই ভিড় চিড়িয়াখানা, ইকো পার্কে

    Bengal Weather Update: শীতের দাপট থাকবে আরও পাঁচ-ছয় দিন! সকাল থেকেই ভিড় চিড়িয়াখানা, ইকো পার্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতে জবুথবু কলকাতা। কুয়াশার চাদর সরিয়েই জেগে উঠছে শহরবাসী। শুক্রবার মরসুমের শীতলতম দিন দেখেছিল শহর। শনিবার শহরের তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে উত্তুরে হাওয়ার প্রভাব থাকলেও সেই কনকনে ঠান্ডার অনুভূতি কিছুটা কমেছে। শনিবার শহরের তাপমাত্রা আবার বেড়ে ১২ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যদিও এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসে।

    শীতাতুর পরিবেশ

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। রোদ ঝলমলে দিন। সপ্তাহান্তে শীতের রোদ গায়ে মেখেই পিকনিক করতে যেতে পারবেন শীতবিলাসীরা। এদিন সকাল থেকেই ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। গত ক’দিন ধরেই ঠান্ডায় জবুথবু কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ক’দিন ঠান্ডার আমেজ বহাল থাকতে পারে শহরে। পাশাপাশি শীতের কাঁপুনি ভাব টের পাওয়া যাবে বিভিন্ন জেলাতেও। প্রসঙ্গত, শুক্রবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে পারদপতন হয়েছিল পুরুলিয়ায়। কালিম্পংয়ের থেকেও বেশি ঠান্ডা পড়েছে পশ্চিমাঞ্চলের এই জেলাতে। কালিম্পংয়ে যেখানে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। সামনেই মকর সংক্রান্তি। এই সময়টা এমনিই তাপমাত্রার পারা পতন হয়। সেইমতোই আগামী অন্তত ৫-৬ দিন শীতের আমেজ থাকবে, আশ্বাস হাওয়া অফিসের।

    আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির আশপাশে হলেও,আপাতত তুষারপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও হেরফের হবে না। কুয়াশার তেমন কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার

    Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতিতে (Contai Municipality Tender Scam) অভিযুক্ত ঠিকাদার রামচন্দ্র পণ্ডা। গ্রেফতারের পর পুলিশ নাকি তাঁকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বয়ান দিতে হুমকি দিয়েছিল। শুভেন্দু ঘনিষ্ঠ কাঁথি পুরসভার ঠিকাদার রামচন্দ্র পান্ডার আরও অভিযোগ টেবিলে রিভলভার রেখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে (Suvendu Adhikari) বয়ান দিতে জোর করেছিল পুলিশ। কিছু না বললে পরপর মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল।

    রামচন্দ্রকে গ্রেফতার

    গত ২৮ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল রামচন্দ্র পাণ্ডাকে। দারুয়া ফ্রেন্ডস সমবায় সমিতির সভাপতি কাকলি পাণ্ডার অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর পুলিশ গ্রেফতার করেছিল রামচন্দ্রকে। তাঁর আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে জামিন চাওয়ার পাশাপাশি অভিযোগ করেন, শাসকদল তৃণমূল কংগ্রেস কাকলি পাণ্ডার উপর চাপ তৈরি করে মিথ্যে অভিযোগ করতে বাধ্য করে। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় রামচন্দ্রকে। তাঁর গ্রেফতার নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জামিনও মিলেছে কাঁথি (Kanthi) পুরসভার ঠিকাদার তথা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ রামচন্দ্র পাণ্ডার (Ramchandra Panda)। 

    মিথ্যা অভিযোগ 

    গত বুধবার সশরীরে কলকাতা হাইকোর্টে হাজির হন কাকলি পাণ্ডা। তিনি বলেন, কেউ বা কারা তাঁকে জোর করে একটা কাগজে সই করিয়ে নেয়। তারপর থানায় তুলে নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করতে বাধ্য করে। এরপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেইসঙ্গে রামচন্দ্র পাণ্ডার জামিন মঞ্জুর করা হয়। এখানেই থামেনি আদালত। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ বলে, রামচন্দ্র পাণ্ডা ও কাকলি পাণ্ডাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে রাখতে হবে।

    আরও পড়ুন: এবার ‘ভুয়ো’ এফআইআর! কাঁথি টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই-নির্দেশ হাইকোর্টের

    কী বললেন রামচন্দ্র

    জামিন পাওয়ার পরই  রামচন্দ্র পণ্ডা বলেন, তদন্তে বসিয়ে বাজে প্রশ্ন করা হয়। শুভেন্দু অধিকারীর টাকা কোথায় তা জানতে চাওয়া হয়। রীতিমতো থ্রেট করে কাঁথি থানার আইসি বলেন,নবান্ন থেকে বড় অফিসাররা এসেছেন। সেই তিনজন অফিসার এসে বসে টেবিলে রিভলভার রাখেন, রিভলভার দেখিয়ে বলা হয় টাকা কোথায় না বললে ৮৭ টা কেস দেওয়া হবে। ৮৭ টা কেসে ৭ দিন করে জেল খাটানো হবে বলেও শাঁসানো হয়েছে। এরকম কিছু ঘটেনি, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেন কাঁথির এসডিপিও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share