Blog

  • ICICI Bank Fraud: আইসিআইসিআই ঋণ-দুর্নীতি কাণ্ডে ধৃত ছন্দা কোচারদের ১৪ দিনের জেল হেফাজত

    ICICI Bank Fraud: আইসিআইসিআই ঋণ-দুর্নীতি কাণ্ডে ধৃত ছন্দা কোচারদের ১৪ দিনের জেল হেফাজত

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিআইসিআই ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ছন্দা কোচার, তাঁর স্বামী দীপক কোচার ও ভিডিওকন গোষ্ঠীর কর্ণধার বেণুগোপাল ধূতকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে রাখা হবে।

    কী এই দুর্নীতি

    এই ঋণ দুর্নীতি কাণ্ডে  গত  শুক্রবার, আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) প্রাক্তন সিইও ছন্দা কোচার (Chanda Kochhar) ও তাঁর স্বামী দীপক কোচারকে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, ছন্দা ওই বেসরকারি ব্যাঙ্কের মাথায় থাকাকালীন ভিডিওকন গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন। ২০১২ সালে ভিডিওকন গ্রুপকে ৩ হাজার ২৫০ কোটি টাকা ঋণ দেওয়ার পরিপ্রেক্ষিতে সিবিআই তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগ এনেছে। এমন অভিযোগও উঠেছে যে, ছন্দা কোচারের স্বামী এবং তাঁর পরিবারের সদস্যরা এর জেরে লাভবান হয়েছেন। বৃহস্পতিবার অভিযুক্তদের বিশেষ আদালতে পেশ করা হয়। সিবিআইয়ের আইনজীবী অভিযুক্তদের তদন্তকারী সংস্থার হেফাজতে রাখার আবেদন না করায় বিচারক তাঁদের ১০ জানুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, ২০১৯ সালে সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। এফআইআরে কোচার ও ধূতদের লোন-প্রতারণা কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে বলা হয়। 

    আরও পড়ুন: ভুয়ো শংসাপত্র দিয়েও হয়েছে শিক্ষক নিয়োগ, হাইকোর্টে স্বীকার করলেন মহকুমা শাসকরা

    সিবিআইয়ের যুক্তি

    সিবিআইয়ের দাবি, ২০০৯ সালের জুন থেকে ২০১১ সালের অক্টোবর পর্যন্ত আইসিআইসিআই ব্যাঙ্ক মোট ৬টি লোনের অনুমোদন দিয়েছিল। সিবিআইয়ের দাবি, ভিডিওকনকে এই লোন পাইয়ে দেওয়ার ফলে একটি ফ্ল্যাটও কোচারদের পারিবারিক ট্রাস্টের নামে করা হয়েছিল। ১৯৯৬ সালে ওই ফ্ল্যাটটির মূল্য ছিল 5.25 কোটি টাকা। কিন্তু ২০১৬ সালে সেই ফ্ল্যাটই মাত্র ১১ লাখ টাকায় কোচারদের দেওয়া হয়েছিল বলে অভিযোগ সিবিআইয়ের। সিবিআই নিজের লিখিত বক্তব্যে জানিয়েছে, ব্যাঙ্কের একজন কর্মচারী হিসেবে ছন্দা কোচারের উপরে ব্যাঙ্ক ফান্ড সুরক্ষিত রাখার দায়িত্ব ছিল। আইসিআইসিআই ব্যাঙ্কের নিয়মবিধি মেনে সেই দায়িত্ব পালন করতে হত ছন্দাকে কিন্তু তা না করায় কোচারদের বিরুদ্ধে প্রিভেনশন অব করাপশন অ্যাক্টের অধীনে মামলা দায়ের করা হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Election Commission of India: রাজ্যের বাইরে থেকেও দেওয়া যাবে ভোট! ‘রিমোট ভোটিং’ চালু জাতীয় নির্বাচন কমিশনের

    Election Commission of India: রাজ্যের বাইরে থেকেও দেওয়া যাবে ভোট! ‘রিমোট ভোটিং’ চালু জাতীয় নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: পড়াশোনা বা চাকরির জন্যে রাজ্যের বাইরে আছেন, ফলে নিজের জায়গায় গিয়ে ভোট দিতে পারছেন না? তবে এবারে আর চিন্তা নেই, এই সমস্যার সমাধান নিয়ে এসেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজের লোকসভা বা বিধানসভা কেন্দ্র ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় ভোট না পারার সমস্যা সমাধানে ব্যবস্থা নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এবার থেকে রিমোট ভোটিং (Remote Voting) পদ্ধতিতে ভোট গ্রহণ করা যাবে বলে খবর জাতীয় নির্বাচন সূত্রে খবর। বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কমিশনের তরফ থেকে। এই পদ্ধতি বোঝাতে সব রাজনৈতিক দলকে ডেকেছে কমিশন। আগামী ১৬ জানুয়ারি সব দলের কাছে ওই পদ্ধতি বর্ণনা করা হবে।

    রিমোট ভোটিং চালু করার সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের

    কমিশন সূত্রে খবর, একটি বিশেষ ধরনের ইভিএম, মাল্টি কনস্টিটুয়েন্সি ইভিএম প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে যে কোনও জায়গা থেকে নিজের কেন্দ্রে ভোট দেওয়া যাবে। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী লোকসভা নির্বাচন (২০২৪) থেকে এমন ‘রিমোট ভোটিং’-এর বন্দোবস্ত করতে চাইছে নির্বাচন কমিশন। আগামী ১৬ জানুয়ারি রাজনৈতিক দলগুলির সামনে এই ইভিএম কী ভাবে কাজ করে, তা হাতে কমলে দেখাবেন কমিশনের পদস্থ কর্তারা। তাঁদের দাবি, এই মেশিনের মাধ্যমে একসঙ্গে ৭২টি কেন্দ্রের ভোট দেওয়া যাবে। পাশাপাশি, এই ইভিএম চালানোর জন্য কোনও কানেকটিভির প্রয়োজন হবে না বলে জানিয়েছে কমিশন।

    রিমোট ভোটিং চালু করার উদ্দেশ্য কী?

    নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০১৯-র লোকসভা নির্বাচনে ৬৭.৪ শতাংশ ভোট পড়েছিল। সেই বার দেশের প্রায় ৩০ কোটি মানুষ ভোট দিতে পারেননি। ভোটের দিন নিজের নির্বাচনী কেন্দ্রে ছিলেন না তাঁরা। কমিশনের এক কর্তা জানিয়েছেন, বহু মানুষই কাজ ও উচ্চ শিক্ষার প্রয়োজনে ভিন রাজ্যে যান। ভোটের দিন এদের সকলের বাড়ি ফিরে আসা সবসময় সম্ভব নয় না। কারণ এটা খরচ সাপেক্ষ। এই জায়গা থেকেই নতুন এই ইভিএম তৈরির পরিকল্পনা করা হয়েছিল। সমস্ত ভোটারই যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, সেটা নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

    রাজনৈতিক দলের বিরোধিতা

    জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ নিয়েও দেশের অনেক রাজনৈতিক দল বিরোধিতা করেছে। এই পদক্ষেপ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা। তাঁদের কথায়, কোনও ব্যক্তি নিজের কেন্দ্র ছেড়ে অন্যত্র গিয়ে ভোট দিলে ওই কেন্দ্রে তাঁর ভোট কোনও ভুয়ো ভোটার দিতে পারেন। এক্ষেত্রে বড় ধরণের ব়্যাগিংয়ের সম্ভাবনা থাকছে বলে দাবি করেছেন তাঁরা। যদিও এই বিষয়ে কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

    সূত্রের খবর অনুযায়ী, এই পদ্ধতি নিয়ে সব রাজনৈতিক দলগুলির কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে মতামত জানাতে হবে। সেই মত পর্যালোচনা করেই নতুন পদ্ধতি কার্যকর করার সিদ্ধান্ত নেবে কমিশন।

  • Subrata Saha: প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ছুটি ঘোষণা

    Subrata Saha: প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ছুটি ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলে গেলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা (Subrata Saha)। বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক ছিলেন তিনি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত সাহা। মন্ত্রীর প্রয়াণে এদিন রাজ্যের সব সরকারি দফতরে বেলা দুটোর পর ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। 

    সুব্রত সাহা…

    দিন কয়েক আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গলব্লাডার স্টোন অপারেশন হয় সুব্রতর। পরে ফেরেন মুর্শিদাবাদের বাড়িতে। বুধবার আচমকাই আক্রান্ত হন হৃদরোগে। এদিন চিকিৎসার জন্য সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। সেখানেই বেলা ১১টা নাগাদ প্রয়াত হন সাগরদিঘির (Sagardighi) বিধায়ক।

    আরও পড়ুন: ভুয়ো জব কার্ড আছে প্রায় চার লক্ষ ৯ হাজার! সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

    ২০১১ সালে সাগরদিঘির বিধায়ক নির্বাচিত হন সুব্রত সাহা (Subrata Saha)। টানা তিনবার ওই কেন্দ্রের বিধায়ক হন তিনি। এক সময় কংগ্রেস করতেন সুব্রত। পরে দল বদলে যোগ দেন তৃণমূলে। তাঁর মৃত্যুতে শোকাহত রাজ্যের রাজনৈতিক মহল। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্যুইটবার্তায় তিনি লেখেন, রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে বহরমপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির তিনবারের বিধায়ক সুব্রতবাবু পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘ দিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক এবং সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার (Subrata Saha) প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • 2023 Sports Events: ২০২৩ সালে বিশ্বব্যাপী এই ইভেন্টগুলোয় নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা, জানেন তো?

    2023 Sports Events: ২০২৩ সালে বিশ্বব্যাপী এই ইভেন্টগুলোয় নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা, জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের মতো ২০২৩ সালেও দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় (2023 Sports Events) দেখার সুযোগ মিলবে। ভারতবর্ষের মতো দেশ বিশ্ব ফুটবলে ১০৬ নম্বরে থাকলেও যে উন্মাদনা ফুটবল বিশ্বকাপ জুড়ে দেখা গেছে, তাতে বোঝা যায় খেলার প্রতি এই দেশের আগ্রহ ঠিক কতটা রয়েছে। এই বছর আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ইভেন্ট (2023 Sports Events) অনুষ্ঠিত হবে। কিছু ইভেন্টের আয়োজক থাকছে আমাদের দেশ।  বিশ্বকাপ প্রতিযোগিতা থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সবকিছুই থাকছে চলতি বছরে। গত কয়েক বছরে এই সমস্ত ইভেন্ট বন্ধ হয়ে গেছিল করোনার জন্য কিন্তু আবার তা শুরু হতে চলেছে।

    চলতি বছর কোন কোন প্রতিযোগিতায় (2023 Sports Events) ভারতীয় ক্রীড়াবিদদের দেখার সুযোগ পাব সেগুলি একবার চোখ বুলিয়ে নেব—

    পুরুষদের হকি বিশ্বকাপ (Mens Hockey World Cup)

    বছরের শুরুটাই হবে হকির বিশ্বকাপ প্রতিযোগিতার মধ্যে দিয়ে। সবথেকে বড় কথা এই বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করছে ভারত। যেটি অনুষ্ঠিত হবে ওড়িশায়, চলতি মাসের ১৩ থেকে ২৯ তারিখ অবধি। প্রসঙ্গত ২০১৮ এর হকি বিশ্বকাপও ওড়িশাতে হয়েছিল, যেখানে ভারত নেদারল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে পরাস্ত হয়েছিল। কিন্তু তারপর থেকে ভারতীয় টিম যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে এবং ২০২১-এর অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল আনতে সক্ষম হয়েছে। ২০২২ এর কমনওয়েলথ গেমসে ভারত রুপো এনেছে। ভারত Group-D তে আছে। যেখানে রয়েছে ইংল্যান্ড এবং স্পেনের মতো প্রতিপক্ষ। ভারতের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি হবে এবং সেটা স্পেনের বিপক্ষে।

    এশিয়ান গেমস (Asian Games)

    এশিয়ান গেম ভারতীয় অ্যাথলিটদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট (Sports Events) । এই এশিয়ান গেম ২০২৪ অলিম্পিক্সের জন্য একটি রিহার্সাল বলা যেতে পারে। 

    ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup)

    ক্রিকেটে ভারতের টিম সর্বদাই ফেভারিট থাকে। চলতি বছরে তিন ধরনের বিশ্বকাপ দেখার সুযোগ ভারতীয়রা পাবেন। একটি হচ্ছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটি ফেব্রুয়ারি মাসে হবে তারপরে একদিনের ক্রিকেট বিশ্বকাপ যেটি অক্টোবর মাসে হবে এবং মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যেটা চলতি মাসেই শুরু হবে।

    অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (Athletics World Championships)

    অগাস্ট মাসে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ১৯ অগাস্ট থেকে ২৭ অগাস্ট ২০২৩ অবধি এই প্রতিযোগিতা চলবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

    এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ (Asian Wrestling Championships)

    এটিরও আয়োজক থাকছে আমাদের দেশ ভারত এবং এই প্রতিযোগিতা (Sports Events) হবে দিল্লিতে। মার্চের ২৮ তারিখ থেকে এপ্রিলের ২ তারিখ অবধি চলবে প্রতিযোগিতা। 

    ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ (World Wrestling Championships)

    এখনও পর্যন্ত ওয়ার্ল্ড রেসলিং প্রতিযোগিতার তারিখ ঠিক করা সম্ভব হয়নি। তবে মনে করা হচ্ছে এটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। প্রতিযোগিতা হবে সার্বিয়াতে। 

    বক্সিং (Boxing) এর বিশ্ব প্রতিযোগিতা

    মহিলাদের জন্য বক্সিং এর বিশ্ব প্রতিযোগিতা হবে মার্চে এবং পুরুষদের জন্য মে মাসে। মহিলাদের বক্সিং বিশ্বকাপ আয়োজন করবে ভারত। প্রসঙ্গত, ২০০৬, ২০১৮ এর পরে এবছরও আবার ভারত এই প্রতিযোগিতায় আয়োজক দেশ থাকছে। অন্যদিকে মে মাসে পুরুষদের বক্সিং প্রতিযোগিতা হবে উজবেকিস্তানে। মে মাসের ১ থেকে ১৪ তারিখ অবধি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • River Cruise: বেনারস থেকে বাংলাদেশ হয়ে অসম! পৃথিবীর দীর্ঘতম রিভার ক্রুজ উদ্বোধন করবেন মোদি

    River Cruise: বেনারস থেকে বাংলাদেশ হয়ে অসম! পৃথিবীর দীর্ঘতম রিভার ক্রুজ উদ্বোধন করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৩ জানুয়ারি বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ (River Cruise) উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রুজটি উত্তর প্রদেশের বেনারস (অধূনা বারাণসী) থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড় পৌঁছবে। ৫০ দিনের এই ক্রুজ যাত্রা হবে এক অনন্য অনুভূতি। গঙ্গা, ভাগীরথী, হুগলি, ব্রহ্মপুত্র এবং পশ্চিম উপকূলের খাল সহ ২৭টি নদীর প্রণালীর মধ্যে দিয়ে মোট ৩২০০ কিলোমিটার যাত্রা করবে।

    কী বলেছেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ ডিসেম্বর বলেছিলেন, “এই ক্রুজটি (River Cruise) হবে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং অনন্য ক্রুজ। ভারতের ক্রমবর্ধমান পর্যটনকে আরও উন্নত করবে এই ক্রুজ। আমি পশ্চিমবঙ্গের জনগণকে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করার জন্য আবেদন জানাচ্ছি।” শুক্রবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনের সময় একথা বলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই ১৩ তারিখে ক্রুজটি উদ্বোধন করার ঘোষণাও করেন তিনি।    

    জানা গিয়েছে, এই ক্রুজটি (River Cruise) মোট ৫০টি ঐতিহ্যবাহী পর্যটন স্থান পরিদর্শন করবে। তীর্থযাত্রীদের জন্যে এই ভ্রমণ আদর্শ। এর মধ্যে রয়েছে বেনারসের গঙ্গা আরতি, কাজিরঙ্গা জাতীয় উদ্যান এবং সুন্দরবন। এই ক্রুজটি ১১০০ কিলোমিটার পথ বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ক্রুজটি একটি বেসরকারি সংস্থা পরিচালনা করবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের পুরো মনযোগ উন্নয়ন ও জলপথের দিকে। এ বিষয়ে কেন্দ্র আরও গুরুত্বপূর্ণ কিছু পরিকল্পনা নিয়েছে। এই ক্রুজটি সফলভাবে পরিচালনার জন্য নেভিগেশন সুবিধা এবং জেটির ব্যবস্থা করা হচ্ছে।

    আরও পড়ুন: কোনও ভুল করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! সরকারের নোটবন্দির সিদ্ধান্তেই সিলমোহর সুপ্রিম কোর্টের 
     
    বন্দর, নৌ-পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি বলেন, “উপকূলীয়-নদী পরিবহন, ক্রুজ (River Cruise) পরিষেবা উন্নত করাই এখন কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “কেন্দ্রীয় সরকার দেশে ১০০টি জলপথ তৈরির পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি এসব নৌপথে ক্রুজ জাহাজ পরিচালনার বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে।” 

    আগেকার সময়ে জলপথে বাণিজ্যের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী (River Cruise) আরও বলেন, “আগে জলপথ ব্যবহার করা হত বাণিজ্য ও পর্যটনের জন্য। সেজন্য নদীর ধারে জনবসতি গড়ে ওঠে। শিল্পও গড়ে ওঠে নদীর ধারে। সেই জলপথকে ব্যবহার করেই পর্যটকদের নতুন ‘উপহার’ দিতে চলেছে কেন্দ্র।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kabul Blast: নববর্ষের সকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল কাবুল, বহু হতাহতের আশঙ্কা

    Kabul Blast: নববর্ষের সকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল কাবুল, বহু হতাহতের আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: নববর্ষে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল কাবুল (Kabul Blast)। সামরিক বিমানবন্দরের (Military Airfield) বাইরের ওই বিস্ফোরণে হতাহতের সংখ্যা প্রচুর। তবে বিস্ফোরণের অভিঘাতে কতজনের মৃত্যু হয়েছে, আহতই বা কতজন, তা জানা যায়নি। জানা গিয়েছে, রবিবার সকালে বিমানবন্দরের বাইরে একটি জায়গায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই সময় ওই জায়গায় ছিলেন বহু মানুষ। বিস্ফোরণের অভিঘাতে তাঁদের অনেকেরই মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। তালিবান শাসিত আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র আবদুল নাফি বলেন, আজ সকালে কাবুলের সামরিক বিমানঘাঁটির কাছে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে আমাদের নাগরিকদের মৃত্যু ঘটেছে। অনেকে জখমও হয়েছেন। বিস্ফোরণের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। তিনি জানান, বিস্ফোরণের দায় স্বীকার করে এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি কোনও জঙ্গি সংগঠন।

    তালিবান সরকার…

    কাবুলের (Kabul Blast) ক্ষমতায় রয়েছে তালিবান সরকার। তালিবান কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০২১ সালের অগাস্টে ক্ষমতায় ফেরার পর আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তার পরেও ঘটে গিয়েছে কুড়িটিরও বেশি বোমা বিস্ফোরণের ঘটনা। হামলাও হয়েছে প্রচুর। অনেকের দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে ইসলামিক স্টেটের স্থানীয় গোষ্ঠীর হাত।

    আরও পড়ুন: ‘মোদি বিশ্বের কণ্ঠস্বর, উন্নয়নশীল দেশগুলির স্বর ভারত’, বললেন জয়শঙ্কর

    চিনা নাগরিকদের কাছে ভীষণ জনপ্রিয় কাবুলের লোঙ্গান হোটেলটি। গত ১২ ডিসম্বর ওই হোটেলে হামলা চালায় কয়েকজন বন্দুকবাজ। জখম হন অন্তত পাঁচজন চিনা ব্যবসায়ী। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তালিবান বাহিনী। যদিও ততক্ষণাৎ কাউকে গ্রেফতার করতে পারেনি বাহিনী। সেই হামলার দায় স্বীকার করেছিল আইএস। তবে রবিবারের বিস্ফোরণের দায় স্বীকার করে এদিন বিকেল পর্যন্তও বিবৃতি দেয়নি কোনও গোষ্ঠী।

    সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন সকাল ৮টা নাগাদ বিস্ফোরণের (Kabul Blast) কান ফাটানো আওয়াজ শোনা যায়। ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে দেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তালিবান বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। শুরু হয় চিরুনি তল্লাশি। জানা গিয়েছে, সামরিক বিমানবন্দর এলাকা ছেড়ে কাউকে বেরতে দেওয়া হচ্ছে না। ঢুকতেও পারছেন না বাইরের কেউ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sandeep Singh: যৌন হয়রানির অভিযোগ মহিলা কোচের, পদত্যাগ করলেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী

    Sandeep Singh: যৌন হয়রানির অভিযোগ মহিলা কোচের, পদত্যাগ করলেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পদত্যাগ করলেন হরিয়ানার (Haryana) ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং (Sandeep Singh)। তাঁর দাবি, তাঁর ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা চলছে। এদিকে, সন্দীপের বিরুদ্ধে এদিন চণ্ডীগড় থানায় যৌন হয়রানি (Sexual Harassment), ভয় দেখানো এবং আটকে রাখার অভিযোগ দায়ের হয়েছে। এর ঠিক একদিন আগেই সন্দীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন মহিলা জুনিয়র কোচ। তার পরিপ্রেক্ষিতেই এদিন মন্ত্রিত্বে ইস্তফা দেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী।

    অভিযোগ অস্বীকার…

    তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপ। তিনি বলেন, আমার ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা চলছে। আমি আশা করি, আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, তদন্তে তা প্রমাণ হবে। আমি ক্রীড়া দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছি। যতদিন না তদন্ত রিপোর্টে আমি নির্দোষ প্রমাণিত হচ্ছি, ততদিন পর্যন্ত মন্ত্রিত্বে ফিরব না। এদিকে, ওই মহিলা কোচ বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের অফিসে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, মনোহরলাল খট্টর সরকার এখনই যেন সন্দীপকে (Sandeep Singh) মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন। অভিযোগের সত্যতা প্রমাণ করতে বিশেষ তদন্তকারী দল নিয়োগ করেন। কেবল ওই মহিলা কোচই নন, প্রায় একই দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা। অভিযোগ প্রমাণে তদন্তের দাবি তুলেছেন তিনিও।

    আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

    ওই মহিলা কোচের দাবি, সন্দীপ তাঁকে একটি জিমে দেখেছিলেন। তারপর ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তার পর থেকে মন্ত্রী তাঁর সঙ্গে নানাভাবে সাক্ষাৎ করার চেষ্টা করেন। ওই মহিলা কোচ বলেন, তিনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন। বলেছিলেন, আমার ন্যাশনাল গেমস সার্টিফিকেট বকেয়া রয়েছে। এই কারণে তিনি আমার সঙ্গে দেখা করতে চান। তিনি বলেন, শেষমেশ আমি তাঁর বাড়ি কাম ক্যাম্প অফিসে তাঁর (Sandeep Singh) সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হই। সেখানে অন্যান্য নথিপত্রও নিয়ে যাই। তাঁর অভিযোগ, সেখানে যাওয়ার পরেই মন্ত্রী তাঁকে যৌন হেনস্থা করেন। প্রসঙ্গত, সন্দীপ সিং বিজেপি বিধায়ক। তিনি কুরুক্ষেত্রের পেহা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তিনি একজন পেশাদার হকি খেলোয়াড়ও। ভারতীয় হকি দলের অধিনায়কও ছিলেন তিনি। ২০১৮ সালে তাঁর একটি বায়োপিক রিলিজ হয়। নাম ছিল ‘সুরমা’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Russia-Ukraine War: বর্ষবরণের রাতেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

    Russia-Ukraine War: বর্ষবরণের রাতেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষবরণের রাতেও যুদ্ধ থামল না রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine War)। সারা বিশ্ব জুড়ে যখন বর্ষবরণের উৎসব চলছে, সেই সময় নতুন করে ইউক্রেনের উপর হামলা চালাল রাশিয়া (Russia)। দীর্ঘ সময় ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলছে যুদ্ধ। এই যুদ্ধ ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলের। সূত্রের খবর অনুযায়ী, নতুন বছরের প্রথম দিনেই নতুন করে ইউক্রেনের কিভের উপর ফের মিসাইল হামলা করা হয়। একের পর এক এলাকা ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইউক্রেন। শুধু কিভ নয়, জানা যাচ্ছে মাইকোলাইভ এলাকাতেও রাশিয়া গতকাল আক্রমণ করেছে (Russia-Ukraine War)।

    বর্ষবরণের রাতেও ইউক্রেনে মিসাইল হামলা

    কিভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, মধ্যরাত পেরোনোর আধঘণ্টার মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে একের পর এক এলাকা। কিভের অন্তত দুই জায়গায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। কিভ ছাড়া মাইকোলাইভ এলাকাতেও আক্রমণ শানিয়েছে রাশিয়া। মেয়র জানিয়েছেন, প্রায় ১১ টি মিসাইল হামলার ঘটনা জানা গিয়েছে। সেখানে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায় বলেও জানা গিয়েছে। এতে বেশ কয়েকজনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। কমপক্ষে একজন মারা গেছেন বলে জানিয়েছেন মেয়র এবং শহর কর্তৃপক্ষ জানিয়েছে যে ২২ জন আহত হয়েছেন (Russia-Ukraine War)।

    আরও পড়ুন: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, কী বললেন নরেন্দ্র মোদি?

    জাতির উদ্দেশে আবেগঘন বার্তা জেলেনস্কির

    গতকাল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সেখানেই তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে বলেন, “আমরা লড়ছি এবং লড়াই চালিয়ে যাব। শুধু একটা শব্দের জন্যেই এই লড়াই চলবে। সেটা হল জয়। ইউক্রেনবাসীকে শুধু একটা কথাই বলতে চাই। তাঁরা অনবদ্য। দেখুন আমরা কী কী করেছি। আমরা কী কী করতে পারি। গোটা দেশ একসঙ্গে লড়াইতে নেমেছে। আমরা একটি দল হিসাবে লড়াই করি। আমি আপনাদের সকলের প্রশংসা করি। আমি ইউক্রেনের প্রতিটি অঞ্চলকে ধন্যবাদ জানাতে চাই।”

    পুতিনের বক্তব্য

    গতকাল জাতির উদ্দেশে বক্তব্য রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russia-Ukraine War)। তিনি আবার ইউক্রেনের ওপর হামলাকে ‘নৈতিক’ ও ‘ঐতিহাসিক দিক’ বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “রাশিয়াকে দুর্বল ও বিভক্ত করতে ইউক্রেনকে অস্ত্র হিসেবে ব্যবহারের নোংরা চক্রান্ত করছে পশ্চিমী দেশগুলি। মস্কো কখনই তা হতে দেবে না।” ফলে এই পরিস্থিতি আর কতদিন একইভাবে বজায় থাকবে, তাই নিয়ে প্রশ্ন বিশ্ববাসীর।

  • BJP: ২০২৪-এর লোকসভার সেমিফাইনাল! চলতি বছরে ৯টি রাজ্যে বিধানসভা ভোট

    BJP: ২০২৪-এর লোকসভার সেমিফাইনাল! চলতি বছরে ৯টি রাজ্যে বিধানসভা ভোট

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ এর লোকসভা ভোটের দামামা বাজিয়ে দেবে ২০২৩ এ ভারতের ৯টি রাজ্যের বিধানসভা ভোট। যেখানে শাসক দল বিজেপির (BJP) সঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসের লড়াই হবে।

    আরও পড়ুন: এখন থেকে উপত্যকায় দেশের সুরক্ষার দায়িত্বে পুরুষদের সঙ্গে থাকবেন মহিলা সিআরপিএফরাও

    আসুন আমরা জেনে নেব ২০২৩ সালে কোন কোন রাজ্যগুলিতে ভোট হবে

    ১) উত্তর-পূর্ব ভারত দখলের লড়াই

     ২০২৩ সালের ফেব্রুয়ারি মার্চ নাগাদ উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হলো মেঘালয়, ত্রিপুরা এবং নাগাল্যান্ড।  নভেম্বরের মাঝামাঝি সময়ে মিজোরাম রাজ্য ভোট হতে পারে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি (BJP)  ক্ষমতায় রয়েছে। নাগাল্যান্ড এবং মেঘালয়ে ভারতীয় জনতা পার্টির (BJP)  জোট ক্ষমতায় রয়েছে। মিজোরামে অবশ্য লড়াই হবে কংগ্রেসের সঙ্গে সেখানকার শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্টের।

    ২) কর্নাটক

    কর্নাটক রাজ্যের ভোট অনুষ্ঠিত হবে ২০২৩ সালের মে মাস নাগাদ। এখানেও লড়াই হবে মূলত বিজেপির (BJP) সঙ্গে কংগ্রেসের। আবার দক্ষিণ কর্নাটকে কংগ্রেসের বদলে একটা ফ্যাক্টর হতে পারে জনতা দল (সেকুলার)।

    ৩) তেলঙ্গানা
     
    ভারতের সব থেকে নবীনতম এই রাজ্যে  ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ ভোট হবে।

    ৪) মধ্যপ্রদেশ

     মধ্যপ্রদেশের ও নির্বাচন হবে ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ এবং এখানে লড়াই হবে মূলত শাসক দল বিজেপির (BJP)  সঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসের।

    ৫) রাজস্থান এবং ছত্তিসগড়
     
    ২০২৩ এর বিধানসভা ভোট হবে এই দুটি রাজ্যে। দুটি রাজ্যেই বর্তমানে ক্ষমতায় রয়েছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। তাই এই দুটি রাজ্যকে জিতে তারা পুনরায় ক্ষমতা দখল করতে চায়। কিন্তু রাজস্থানে শচীন পাইলটের সঙ্গে অশোক গেহলটের লড়াইও বেশ জমে উঠেছে। কংগ্রেস বনাম বিজেপি (BJP) তো হবেই এখানে, তার সঙ্গে শচীন পাইলট বনাম অশোক গেহলট হয় কি না সেদিকেই নজর থাকবে দেশের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • New Year Celebration: স্বাগত ২০২৩! বর্ষবরণের আনন্দে মাতোয়ারা পুরো দেশ

    New Year Celebration: স্বাগত ২০২৩! বর্ষবরণের আনন্দে মাতোয়ারা পুরো দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত তখন ১২ টা। চারিদিক ভরে গেল আতশবাজির শব্দে। নতুন বছরকে স্বাগত জানাল পুরো দেশবাসী। নাইট ক্লাব-পাবগুলিতে গানবাজনা, খাওয়া-দাওয়া। পাড়ায় পাড়ায় ডিজে, বক্স চালিয়ে চলছে নাচ, গান। আর সেই সঙ্গে আতসবাজি ও শব্দবাজির তাণ্ডব। দেশবাসী যেন ফের পুরনো ছন্দে ফিরে এল। ৩১ ডিসেম্বর রাত থেকেই ১ জানুয়ারি অর্থাৎ নতুন বছরের শুরু পর্যন্ত সারা বিশ্বের মানুষকে উদযাপনে মেতে উঠতে দেখা যায় (New Year Celebration)।

    ২ বছর পর ফের চুটিয়ে আনন্দ দেশবাসীর

    কোভিড মহামারী কাটিয়ে নতুন করে বাঁচতে উৎসূক গোটা বিশ্ব। ফলে আলো ও বাজির রোশনাইয়ের সঙ্গে ২০২৩-কে স্বাগত জানাল ভারত। টানা ২ বছর পর, বিশ্ব করোনা প্রোটোকল ছাড়াই নববর্ষ (New Year) উদযাপন করছে। কোভিড ফের মাথা চাড়া দিয়ে উঠছে। সরকারও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। চিন সহ বাইরের দেশে ক্রমবর্ধমান করোনার গ্রাফ উল্লেখ করা হয়েছে। কিন্তু দেশবাসী সেদিকে না তাকিয়ে বর্ষবরণের আনন্দে মেতেছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা সহ দেশের সব শহরেই উৎসবের পরিবেশ। আবার এ দেশের আগেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় নববর্ষকে আগমন জানানো হয়ে গিয়েছিল। সেখানেও দেখা গিয়েছিল চোখধাঁধানো আতসবাজি (New Year Celebration)।

    কলকাতায় বর্ষবরণ

    নতুন বছরকে স্বাগত জানাতে গোটা বিশ্বের সঙ্গে যোগ দিল কলকাতাও। শনিবার বর্ষশেষের দিনে আলো ঝলমল পার্ক স্ট্রিট, উচ্ছ্বাসে মাতোয়ারা ইকো পার্ক, চিড়িয়াখানা থেকে শীতের ময়দান সর্বত্রই মানুষের ভিড় দেখা যায়। চিড়িয়াখানা, ইকো পার্ক, ভিক্টোরিয়ায় যে যাত্রার শুরু, পার্ক স্ট্রিটে সেই ভিড়েই বর্ষবরণ। রাত বাড়তেই মানুষের ঢল নামে পার্ক স্ট্রিটে। বর্ষবরণের প্রাক্কালে নাচে-গানে ২০২২-কে বিদায় জানাতে ভিড় কলকাতার পাব সহ বিভিন্ন স্থানে। এর পর রাত ১২ টা বাজতেই বাজির আওয়াজে কেঁপে উঠল উত্তর থেকে দক্ষিণ। নাচ-গান, খাওয়া-দাওয়া, আতসবাজির মাধ্যমে কলকাতাবাসী পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাল। নতুন বছরের শুরুর পাশাপাশি ফের নতুন আশায় বুক বেঁধেছে বিশ্ববাসী (New Year Celebration)। 

     

LinkedIn
Share