Blog

  • Tunisha Sharma: তুনিশাকে ব্ল্যাকমেল করত শীজানের পরিবার! বিস্ফোরক দাবি মৃতার মায়ের

    Tunisha Sharma: তুনিশাকে ব্ল্যাকমেল করত শীজানের পরিবার! বিস্ফোরক দাবি মৃতার মায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: তুনিশার (Tunisha Sharma) মৃত্যু আত্মহত্যা নয়, লভ জিহাদ-এর ফল, তুনিশা হিজাব পরতেও শুরু করেছিলেন, এমন দাবি করেছিলেন তুনিশার কাকা পবন শর্মা। আবার শীজানের বিরুদ্ধেও চরিত্র নিয়ে একাধিক দাবি করা হয়েছে। আর এবারে আরও এক বিস্ফোরক দাবি করলেন তুনিশার মা ভনিতা শর্মা। তিনি সংবাদমাধ্যমে শীজানের পরিবারের বিরুদ্ধে অভিযোগ করে জানান, শীজানের পরিবার তুনিশাকে ব্ল্যাকমেল করত ও তাঁকে জোর করে উর্দু শিখতে বলত।

    মৃতার মায়ের বিস্ফোরক দাবি

    গত ২৪ ডিসেম্বর তাঁর সিরিয়ালের সেটে উদ্ধার হয় অভিনেত্রীর (Tunisha Sharma) দেহ। তাঁর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রেমিক শীজান খানকে। পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে। আর এর পর থেকেই একাধিক অভিযোগ করা হয়েছে শীজানের বিরুদ্ধে। মৃতার মা জানিয়েছেন, শীজানের সঙ্গে তাঁর মেয়ে সম্পর্কে থাকাকালীন তুনিশার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছিল। তাঁদের কাছ থেকে দূরে সরতে শুরু করেছিলেন তুনিশা। এমনকী তুনিশা নাকি উর্দুও শিখতে শুরু করেছিলেন।

    তিনি জানিয়েছেন, তাঁর একটি মাত্র সন্তান ছিল। তাঁকেও হারিয়ে ফেললেন। তাঁর মেয়েকে মাসের পর মাস ব্যবহার করেছে। তিনি সরাসরি কথাও বলেছিলেন মেয়ের প্রেমিকের সঙ্গে। কিন্তু কোনো লাভ হয়নি। শীজানকে তিনি ছাড়বেন না। তিনি আরও জানিয়েছেন, তুনিশার মা বিচার চান, জানতে চান সে দিন কী হয়েছিল তাঁর কুড়ি বছরের মেয়েটার সঙ্গে? এমন চরম সিদ্ধান্ত কেন নিয়ে ফেলেন তিনি?

    শীজানের পরিবারের বিরুদ্ধে অভিযোগ মৃতার মায়ের

    অভিনেত্রীর (Tunisha Sharma) মা ভনিতা শর্মা বলেছেন, “তুনিশাকে ফাঁদে ফেলা হয়েছিল। তাঁকে শীজানের পরিবারের সদস্যরা ব্ল্যাকমেল করেছিল। তাঁকে উর্দু শেখানো হয়েছিল, এবং সেও উর্দু বলতে শুরু করেছিল।” তুনিশা শর্মার মা ভনিতা শর্মার দাবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। 

  • National Ganga Council: জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদি

    National Ganga Council: জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বন্দে ভারত রেলের উদ্বোধন তো ছিলই, তার সঙ্গে একগুচ্ছ কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু মা হীরাবেনের প্রয়াণে সফর বাতিল হলেও বহাল থাকল প্রধানমন্ত্রীর কর্মসূচি। এদিন কোনও কথা বললেন না, ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদি। এর পরেই জাতীয় গঙ্গা পরিষদের দ্বিতীয় বৈঠকেও (National Ganga Council) যোগ দিলেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠকে নেতৃত্ব দেন তিনি।

    ভার্চুয়ালি অংশ নিলেন একাধিক কর্মসূচিতে

    মায়ের শেষকৃত্য সেরেই ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রো রুটের মত প্রকল্পের সূচনা করেন তিনি। এর পর বৈঠকে নেতৃত্ব দেন। গঙ্গা নদী এবং এর উপনদীগুলির দূষণ প্রতিরোধ এবং পুনর্জীবন প্রকল্পগুলি তত্ত্বাবধানের সামগ্রিক দায়িত্ব রয়েছে জাতীয় গঙ্গা পরিষদের উপর। এই পরিষদের আওতায় ‘নমামি গঙ্গে’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল, গঙ্গার দূষণ কার্যকরভাবে হ্রাস করা, গঙ্গা সংরক্ষণ এবং পুনর্জীবনের জন্য বিভিন্ন মন্ত্রক ও রাজ্যের মধ্যে সমন্বয় করা। ২০১৪ সালের জুনে এই প্রকল্পের জন্য ২০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার (National Ganga Council)।

    ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG) -এর কার্যনির্বাহী কমিটির ৪৬তম সভায় কার্যনির্বাহী বৈঠকে আদি গঙ্গার সংস্কারে ৬৫৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায়। আর এই প্রকল্পের অধীনেই ব্রীজি রোড, বাঁশদ্রোণী, গল্ফগার্ডেনে তিনটি বিজ্ঞানসম্মত আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৫০ কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন, ১২ টি নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন, ১১ টি পাম্পিং স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ করা হবে। সেমি অটোমেটিক নতুন ৬ টি পেন স্টক গেট বসানো হবে। ৬৮ টি পুরনো গেটের সংস্কার ও৪ টে ট্রেসল ব্রিজ তৈরি করা হবে। আর এগুলোর ফলে প্রায় ৬ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন।  প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়ালি এই সব সংস্কার কাজের জন্য একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন (National Ganga Council)।

    কে কে উপস্থিত ছিলেন?

    জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে (National Ganga Council) এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ও পরিষদের অন্যান্য সদস্যরা। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিবর্তে এই বৈঠকে যোগ দেন তার ডেপুটি তেজস্বী যাদব।

  • International Space Station: মুম্বই, বেঙ্গালুরুর ওপর দিয়ে উড়ে গেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, কেমন দেখাল ভারতকে?

    International Space Station: মুম্বই, বেঙ্গালুরুর ওপর দিয়ে উড়ে গেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, কেমন দেখাল ভারতকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই (Mumbai), বেঙ্গালুরুর (Bengaluru) ওপর দিয়ে উড়ে গেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (International Space Station)। এই উড়ন্ত ল্যাবরেটরিটি ভূপৃষ্ঠের চারশো কিলোমিটার ওপর দিয়ে উড়ে চলেছে। এক দেশের ওপর দিয়ে উড়ে গিয়ে ভ্রমণ করছে অন্য দেশ। জানা গিয়েছে, সম্প্রতি এই উড়ন্ত ল্যাবরেটরিটি উড়ে গিয়েছে ভারতের ওপর দিয়ে। গোটা ভারতের ওপর দিয়ে অবশ্য উড়ে যায়নি উড়ন্ত এই ল্যাবরেটরিটি। সেটি উড়ে গিয়েছে কেবল মুম্বই ও বেঙ্গালুরুর ওপর দিয়ে।

    নাসা…

    সম্প্রতি নাসা এ সংক্রান্ত একটি ভিডিও রিলিজ করেছে। তাতে দেখা যাচ্ছে, পাকিস্তানের সীমান্তের কাছ থেকে উত্তর-পশ্চিম উপকূল অঞ্চল দিয়ে ভারতে ঢুকছে ওই উড়ন্ত ল্যাবরেটরি। উড়ে যাওয়ার সময় জিরো গ্র্যাভিটি এই ল্যাবটি আরও কয়েকটি শহরের সঙ্গে সঙ্গে অতিক্রম করেছে সাতারা, সাঙ্গালি এবং পুণেও।

    ২২ ডিসেম্বর এটি উড়ে যায় ভারতের (India) ওপর দিয়ে। তখনই স্পেস স্টেশন (International Space Station) থেকে তোলা হয় ছবি। ট্যুইট-বার্তায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের টিম জানান, আজ ভারতের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় আকাশ ছিল পরিষ্কার। পাকিস্তান সীমান্তের কাছ দিয়ে উত্তর-পশ্চিম উপকূল অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করলাম। মুম্বই ও বেঙ্গালুরুর ওপর দিয়ে উড়ে গেলাম। সেসব শহরের ওপর দিয়ে এই উড়ন্ত ল্যাবরেটরিটি উড়ে গিয়েছে, তার একটি মানচিত্র প্রকাশ করেছে নাসা।

    আরও পড়ুন: ‘মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব’, হীরাবেন মোদির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, মন্ত্রী, নেতানেত্রীর

    ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি (International Space Station) গত তিন দশক ধরে গবেষণামূলক কাজে লিপ্ত রয়েছে। পৃথিবীর বাইরে এটিই মানুষের একমাত্র স্থায়ী ঠিকানা। গত তিন দশক ধরে মহাকাশে একাই ছিল এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি। সম্প্রতি একটি মহাকাশ স্টেশন স্থাপন করেছে চিনও। তার পর থেকে মহাকাশে গবেষণার কাজ করছে এই দুই মহাকাশ স্টেশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India Covid: চিন সহ ৬ দেশ থেকে ভারতে এলে বাধ্যতামূলক আরটি-পিসিআর টেস্ট, জানুন বিস্তারিত

    India Covid: চিন সহ ৬ দেশ থেকে ভারতে এলে বাধ্যতামূলক আরটি-পিসিআর টেস্ট, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ফের শুরু করোনার দাপট। সব চেয়ে ভয়ঙ্কর অবস্থা চিনের (China)। সে দেশে প্রতিদিন করোনায় মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। অন্ত্যেষ্টিস্থলে জমছে লাশের পাহাড়। যদিও সরকারের দাবি, করোনায় কারও মৃত্যু হয়নি। যাঁরা মারা যাচ্ছেন, তাঁরা অন্য কোনও কারণে। তবে চিন সরকারের কথা বিশ্বাস করছেন না সে দেশের সিংহভাগ নাগরিকই। কেবল চিন নয়, ভারতেও (India Covid) হদিশ মিলেছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7) সংক্রমিতের। তার জেরে দেশে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা।

    ভিন দেশ থেকে এলে…

    বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য শুরু হয়েছে ফের কড়াকড়ি। চিন সহ ছটি দেশ থেকে ভারতে (India) আসার আগে জমা দিতে হবে করোনার আরটি-পিসিআর পরীক্ষার (RT-PCR Test) রিপোর্ট। নতুন বছরের প্রথম দিন থেকেই চালু হচ্ছে এই নিয়ম। ওই রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে ভারতে প্রবেশের ছাড়পত্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে ভারতে আসতে গেলে জমা দিতে হবে করোনার আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট।

    আরও পড়ুন: নতুন বছরের আগেই ‘কল্পতরু’ মোদি, রাজ্যে আনছেন ৭,৮০০ কোটি টাকার প্রকল্প

    করোনা অতিমারি পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ান চালু হওয়ার পর ভিন দেশ থেকে আসা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল আরটি-পিসিআর  পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নভেম্বর থেকে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য আরটি-পিসিআর পরীক্ষার নিয়ম শিথিল করে কেন্দ্র। বিশ্বের বিভিন্ন দেশে করোনার বাড়বাড়ন্তের জেরে ফের লাগু হচ্ছে ওই নিয়ম।

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, চিন সহ ওই ছয় দেশ থেকে ভারতে (India Covid) আসার আগে এয়ার সুবিধা পোর্টালে গিয়ে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট আপলোড করতে হবে। এর পাশাপাশি বিমান বন্দরে দূরত্ববিধি বজায় রাখা, মাস্ক ব্যবহার করার নিয়মও আগের মতোই বলবৎ করা হয়েছে। চলছে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষাও। বিদেশ থেকে ভারতে ফেরা করোনা সংক্রমিতদের রাখা হয়েছে কোয়ারেন্টিনে। জোর দেওয়া হচ্ছে কনটাক্ট ট্রেসিংয়ের ওপরও। প্রসঙ্গত, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে (India Covid) নতুন করে ২৬৮ জন করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, সব মিলিয়ে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ হাজার ৫৫২।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Heeraben Modi: শেষযাত্রায় মায়ের দেহ নিজের কাঁধে তুলে নিলেন, মুখাগ্নি করলেন মোদি

    Heeraben Modi: শেষযাত্রায় মায়ের দেহ নিজের কাঁধে তুলে নিলেন, মুখাগ্নি করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখ স্থির। চোয়াল শক্ত। ভগ্ন হৃদয়ে মায়ের দেহ নিজের কাঁধে বহন করলেন নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে মাতৃবিয়োগ হয় প্রধানমন্ত্রীর। ১০০ বছর বয়সে মারা যান মা হীরাবেন। বিগত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাতৃবিয়োগের খবর, নিজেই ট্যুইট করে জানান প্রধানমন্ত্রী। তারপরই, সকালেই পৌঁছে যান আহমেদাবাদে। আজই গান্ধীনগরে সম্পন্ন হয় মা হীরাবেনের শেষকৃত্য। 

    মায়ের শেষযাত্রা

    এদিন প্রধানমন্ত্রীকে দেখা যায় আহমেদাবাদে মায়ের দেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ি থেকে বেরোতে। তাঁর পাশে এবং পিছনে পরিবার, আত্মীয়স্বজনরা। এরপর, হীরাবেনের দেহ তোলা হয় একটি শববাহী গা়ড়িতে। সেখানেও উঠতে দেখা যায় খোদ প্রধানমন্ত্রীকে। পরে, মায়ের দেহ নিয়ে প্রধানমন্ত্রীর কনভয় রওনা দেয় গান্ধীনগরের দিকে। সেখানেই তাঁর শেষকৃত্য হয়। ভাই প্রহ্লাদকে সঙ্গে নিয়ে মায়ের মুখাগ্নি করেন নরেন্দ্র মোদি।

    গত মঙ্গলবার আচমকা অসুস্থ হওয়ায় হীরাবেনকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এদিন সকালে তিনি মারা যান। একটি আবেগঘন পোস্টের মাধ্যমে মায়ের মৃত্যুর খবর ট্যুইট করেন প্রধানমন্ত্রী। হীরাবেনের মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা শোকবার্তা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকবার্তা প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।


    কর্মে অবিচল

    এদিন একগুচ্ছ পূর্ব-নির্ধারিত কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গে এক ঝটিকা সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। বন্দে ভারতের সূচনা থেকে হেস্টিংসে গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, মায়ের আকস্মিক প্রয়াণে রাজ্য সফর বাতিল করেন মোদি। তবে, আহমেদাবাদ থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখান থেকেই সবুজ পতাকা নাড়িয়ে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করেন। গঙ্গা কাউন্সিলের বৈঠক সহ একাধিক কর্মসূচিতেও অংশ নেন।

  • Heeraben Modi: প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, মাতৃবিয়োগের খবর ট্যুইটে জানালেন প্রধানমন্ত্রী

    Heeraben Modi: প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, মাতৃবিয়োগের খবর ট্যুইটে জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি (Heeraben Modi)। বয়স হয়েছিল ১০০ বছর। গত মঙ্গলবার আচমকা অসুস্থ বোধ করায় তাঁকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালের কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকালে আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন।

    আবেগঘন পোস্ট প্রধানমন্ত্রীর

    মাতৃবিয়োগের (Heeraben Modi) খবর নিজেই ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। মায়ের মৃত্যুতে তিনি একটি আবেগঘন পোস্ট করেন। প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘‘ঈশ্বরের চরণে থামল একটি গৌরবময় শতাব্দী। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।’’

    অপর একটি ট্যুইটে মোদি লিখেছেন, ‘‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’’

    পূর্বনির্ধারিত কর্মসূচি ভার্চুয়াল মাধ্যমে

    এদিনই আহমেদাবাদ যান প্রধানমন্ত্রী মোদি (Modi)। শুক্রবারই গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়। কলকাতায় প্রধানমন্ত্রীর এদিন বেশ কিছু কর্মসূচি ছিল। এর মধ্যে মাতৃবিয়োগ হওয়ায়সেগুলিতে সশরীরে থাকতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমেও উপস্থিত ছিলেন কর্মে অবিচল প্রধানমন্ত্রী।

     

  • PM Modi: কর্মে বিরতি নয়, ভার্চুয়ালি থাকবেন রাজ্যের সব অনুষ্ঠানে! মায়ের শেষযাত্রায় প্রধানমন্ত্রী

    PM Modi: কর্মে বিরতি নয়, ভার্চুয়ালি থাকবেন রাজ্যের সব অনুষ্ঠানে! মায়ের শেষযাত্রায় প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মা ছিলেন তাঁর অনুপ্রেরণা। মায়ের মধ্যেই ঈশ্বরকে দেখেছিলেন। মা বরাবর তাঁকে কাজকেই প্রাধান্য দিতে বলেছেন। তাই মায়ের মৃত্যুর পরও কাজ বিরতি নিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মায়ের শেষযাত্রায় অংশ নেওয়ার পরই ভার্চুয়ালি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর থেকে এই খবর জানানো হয়েছে। দেশের প্রতি নিষ্ঠা, দেশবাসীর প্রতি কর্তব্য এবং রাষ্ট্রধর্ম পালন, প্রধানমন্ত্রী হিসেবে বার বার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন নরেন্দ্র মোদি। এবারও তার ব্যতিক্রম নয়।

    ভার্চুয়ালি কাজে যোগ

    প্রসঙ্গত আজ সরকারি বেশ কিছু কর্মসূচি নিয়ে ঝটিকা সফরে কলকাতা আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করা ছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের কথা ছিল হাওড়া স্টেশন থেকে। হাওড়ায় অনুষ্ঠানের পরে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও ছিল তাঁর। তবে শতায়ু মায়ের প্রয়াণের খবরে সকালবেলাতেই তিনি আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, মাতৃবিয়োগ সত্ত্বেও ‘কর্মে’ বিরতি নয়! ভার্চুয়ালি কলকাতার একগুচ্ছ অনুষ্ঠানে থাকবেন মোদি। সবকটি অনুষ্ঠানই তার পূর্বনির্ধারিত সূচি মেনেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দেবেন। ট্যুইটারে এদিন মোদি লেখেন, ‘শততম জন্মদিনে যখন দেখা করেছিলাম, তখন মা একটা কথা বলেছিলেন। যা আমি চিরকাল মনে রাখব। মা বলেছিলেন, “বুদ্ধি দিয়ে কাজ কর, পবিত্রতার সঙ্গে জীবনযাপন কর।” মায়ের সেই আদেশ পালন করে চলেছেন তিনি। মাতৃবিয়োগ সত্ত্বেও দেশের প্রতি দায়িত্ব বজায় রাখছেন। 

    আরও পড়ুন: প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, মাতৃবিয়োগের খবর ট্যুইটে জানালেন প্রধানমন্ত্রী

    শেষযাত্রায় মোদি

    বরাবরই মায়ের জীবনকেই অনুপ্রেরণা হিসেবে দেখেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর নিজের বাসভবন ঘুরিয়ে দেখিয়েছিলেন মাকে। যখনই গুজরাটে গিয়েছেন, মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে মাকে নিয়ে কথা বলতে গিয়ে চোখ ভিজে গিয়েছে তাঁর। মায়ের মৃত্যুর পর শোকবার্তাতেও সেই ভাব প্রকাশিত। সকালে মায়ের চলে যাওয়ার খবর নিজেই দিয়েছেন সকলকে। তারপর দিল্লি থেকে সোজা গান্ধীনগরে পৌঁছে গিয়েছেন। ভাইয়ের বাড়ি থেকে শেষযাত্রায় অংশ নিয়েছেন। কাঁধে বয়েছেন, মায়ের দেহ। ছিলেন শববাহী শকটেও। 

  • Women’s T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, আছেন বাংলার রিচা, দীপ্তি

    Women’s T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, আছেন বাংলার রিচা, দীপ্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women T20 World Cup 2023) জন্য ভারতীয় স্কোয়াড (Indian Womens Squad) ঘোষণা হয়ে গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। এবারে দক্ষিণ আফ্রিকায় (South Africa) অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women T20 World Cup 2023)। আর এবারের এই ভারতীয় মহিলাদের স্কোয়াডে নাম যুক্ত হয়েছে বাংলার দুই কন্যার। দলে সুযোগ পেয়েছেন বাংলার দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। ফলে ফের এক বার পশ্চিমবঙ্গের কন্যারা রাজ্যের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করল।

    কবে থেকে খেলা শুরু?

    আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women T20 World Cup 2023)। আয়োজক দক্ষিণ আফ্রিকা ছাড়াও সরাসরি এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘বি’-তে আছে ভারত। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আয়ারল্যান্ড। প্রত্যেক গ্রুপের প্রথম দুটো দল সেমিফাইনালে খেলবে। প্রথম সেমিফাইনাল হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। পরদিন দ্বিতীয় সেমিফাইনাল হবে। দুটি সেমিফাইনালই হবে কেপটাউনে। আগামী ২৬ ফেব্রুয়ারি কেপটাউনে হবে ফাইনাল খেলা।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সূচি

    ১) ১২ ফেব্রুয়ারি, ২০২৩: ভারত বনাম পাকিস্তান, কেপটাউন।

    ২) ১৫ ফেব্রুয়ারি, ২০২৩: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, কেপটাউন।

    ৩) ১৮ ফেব্রুয়ারি, ২০২৩: ভারত বনাম ইংল্যান্ড, পোর্ট এলিজাবেথ।

    ৪) ২০ ফেব্রুয়ারি, ২০২৩: ভারত বনাম আয়ারল্যান্ড, পোর্ট এলিজাবেথ।

    বিশ্বকাপে কে কে রয়েছেন দলে?

    ঘোষিত ভারতীয় মহিলা দলে রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, জেমিমা রডরিগেজ, হরলীন দেওয়াল, দীপ্তি শর্মা, দেভিকা বৈদ্য, রানা যাদব, রেনুকা ঠাকুর, অঞ্জলি সর্বানি, পূজা ভাস্ত্রাকার, রাজেশ্বরী গায়কোয়াড, শিখা পাণ্ডে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। স্মৃতি মন্ধানা ভাইস ক্যাপ্টেন। উইকেট কিপার ব্যাটার হিসেবে রিচার সঙ্গে রয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া। তবে এবারে দলে তেমন কোনও চমক না থাকলেও অপ্রত্যাশিতভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে নেওয়া হয়েছে ৩৩ বছরের শিখাকে। প্রায় ১৪ মাস পর তিনি দলে ফিরেছেন।

    ভারতের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

    টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women T20 World Cup 2023) শুরু হওয়ার আগে মহিলা ভারতীয় দল একটি ত্রিদেশীয় সিরিজে খেলবে। সেটিতে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজও থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে খেলে প্রস্তুতি সারবেন হরমন, স্মৃতিরা। এই সিরিজটি ১৯ জানুয়ারি শুরু হবে এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল হবে।

  • Vande Bharat: কবিগুরুর শান্তিনিকেতনে থামবে বন্দে ভারত! বোলপুরে স্টপেজ দিয়ে নয়া সূচি প্রকাশ রেলের

    Vande Bharat: কবিগুরুর শান্তিনিকেতনে থামবে বন্দে ভারত! বোলপুরে স্টপেজ দিয়ে নয়া সূচি প্রকাশ রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকবির কর্মক্ষেত্র শান্তিনিকেতনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ চেয়ে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বাংলার নাগরিক ও জনপ্রতিনিধি হিসাবে তিনি রেলমন্ত্রীর কাছে এই দাবি করছিলেন। সেই দাবি মেনেই বোলপুরে স্টপেজ দেওয়া হল বন্দে ভারত এক্সপ্রেসের। বৃহস্পতিবার প্রকাশিত হল নতুন পরিবর্তিত স্টপেজের তালিকা। 

    কখন থামবে বোলপুরে

    বৃহস্পতিবারই নতুন সূচি প্রকাশ করা হয়েছে রেলের পক্ষ থেকে। তাতে দেখা গিয়েছে বোলপুরেও দাঁড়াবে বন্দে বারত এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই চলবে বন্দে ভারত। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য সেমি হাইস্পিড এই ট্রেন ছাড়বে সকাল ৫টা ৫৫ মিনিটে, বোলপুরে দাঁড়াবে ৭টা ৪৩ মিনিট থেকে ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত, নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২৫ মিনিটে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য এক্সপ্রেস রওনা দেবে বিকেল ৩ টে ৫- এ, এবং বোলপুর পৌঁছবে মিনিটে ৮টা ২২মিনিটে। হাওড়া ঢুকবে রাত্রি ১০টা ৩৫ মিনিটে। 

    কী লিখেছিলেন সুকান্ত

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামিকাল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করতে চলেছেন। তার আগে বৃহস্পতিবার এই ট্রেনের সফরসূচি নিয়ে রেলমন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বছরভর দেশবিদেশের অসংখ্য পড়ুয়া এবং পর্যটক শান্তিনিকেতনে আসেন। কিন্তু বোলপুর শান্তিনিকেতনে নেই বিমান যোগাযোগ। তাই বন্দে ভারত ট্রেন বোলপুর-শান্তিনিকেতনে দাঁড়ালে উপকৃত হবেন বহু মানুষ। বোলপুর-শান্তিনিকেতনে স্টপেজ দেওয়া হলে সমাজের প্রতিটি ক্ষেত্র থেকেই মানুষ সাধুবাদ জানাবেন বলেও রেলমন্ত্রীকে চিঠিতে লিখেছেন সুকান্ত।

    প্রথম দিনের পরিকল্পনা

    বাণিজ্যিক যাত্রা শুরুর আগে বন্দে ভারত এক্সপ্রেস সূচনার দিন বেশ কয়েকটি স্টেশনে থামবে। ডানকুনি, কামারকুণ্ডুর মতো ছোট স্টেশনেও দাঁড়াতে পারে বন্দে ভারত। বর্ধমান পৌঁছনোর আগে শক্তিগড়ের মতো আরও চার থেকে পাঁচটি স্টেশনে দাঁড়াতে পারে সেমি-হাইস্পিড ট্রেনটি। এই প্রতিটি স্টেশনেই নতুন ট্রেনকে স্বাগত জানানোর আয়োজন করেছে বিজেপি। কোন সাংসদ বা কোন বিধায়ক কোথায় থাকবেন, তা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের উপরে।

    আরও পড়ুন: শুধুই কী যাত্রী স্বাচ্ছন্দ্য? অন্যদের থেকে কোথায় আলাদা বন্দে ভারত এক্সপ্রেস?

    দলীয় সূত্রে খবর, মোদিকে সম্মান জানাতে বিজেপি কর্মীরা মোদির মুখোশ পরে শুক্রবার চা বিক্রি করবেন মালদা টাউন স্টেশনে। প্ল্যাটফর্মে চা বিক্রির জন্য অনুমতি নিয়ে রেখেছে বিজেপি। জানা গিয়েছে, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু হাওড়া থেকে ট্রেনে করে মালদা যাবেন। সেখানে স্টেশনেই বক্তৃতা দেওয়ার কথা তাঁর। তাঁর সঙ্গে ট্রেনে করে মালদা যাওয়ার কথা সেই জেলার চার বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা, শ্রীরূপা মিত্র চৌধুরী, জুয়েল মুর্মু এবং চিন্ময় দেববর্মনের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Suvendu Adhikari: ভুয়ো জব কার্ড আছে প্রায় চার লক্ষ ৯ হাজার! সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

    Suvendu Adhikari: ভুয়ো জব কার্ড আছে প্রায় চার লক্ষ ৯ হাজার! সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ ভুয়ো জব কার্ড তৈরি করে একশো দিনের টাকা নয়ছয় করেছে রাজ্য সরকার। এমনই দাবি করলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান,কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে এই বিষয়ে তথ্য-পরিসংখ্যান দিয়েছেন তিনি ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ নিয়ে আদালতে জনস্বার্থ মামলাও চলছে, এর পরে তাঁরা এই কেলেঙ্কারির সিবিআই তদন্ত চাইবেন।

    শুভেন্দুর কথা

    শুভেন্দু বলেন, ‘আমরা চাই আধার কার্ডের সঙ্গে একশো শতাংশ সংযোগ থাকা ত্রুটিমুক্ত জব কার্ডের তালিকা প্রস্তুত করে একশো দিনের বকেয়া টাকা রাজ্যকে দেওয়া হোক।’ গত ১ বছর ধরে একশো দিনের কাজে রাজ্যকে অর্থ দেওয়া বন্ধ রেখেছে বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের। সম্প্রতি, সংসদে এক প্রশ্নের জেরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, একশো দিনের কাজে রাজ্যকে  বকেয়া ২ হাজার ৭০০ কোটি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরেই গত ১৯ ডিসেম্বর দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। সেখানেই তারা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাজ্যকে একশো দিনের কাজে বকেয়া টাকা দেওয়ার আগে,  ভুয়ো জব কার্ড থেকে রাজ্যের ভাঁড়ারে যাওয়া টাকার হিসাব নেওয়ার জন্য দাবি জানান। 

    আরও পড়ুন: ১৪৫৮ পদে নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, জানুন বিস্তারিত

    শুভেন্দুর অভিযোগ, ভুয়ো জব কার্ড আছে প্রায় চার লক্ষ ৯ হাজার। তৃণমূলের নেতারা ১৮ বছরের নীচে বয়স হওয়া সত্ত্বেও বহু নামে, বেনামে জব কার্ড তৈরি করে সেই কার্ডের ভিত্তিতে টাকা তুলতেন। একই পরিবারের একাধিক ব্যক্তির নামে জব কার্ড তৈরি করে একশো দিনের টাকা আত্মস্যাৎ করার ঘটনাও সামনে এসেছে। কাজের জন্য ভিন রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এমনকী মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা যিনি প্রকৃতপক্ষে বাংলাদেশি, তার নামেও জব কার্ড করে একশো দিনের অর্থ লুঠ করেছে তৃণমূল। এখন, জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তি করতে গিয়েই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে। বিজেপি সূত্রের খবর, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ যাতে বাংলার গ্রামে-গঞ্জে প্রভাব না ফেলতে পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাই কেলেঙ্কারি বা নয়ছয়ের অভিযোগ নিয়ে বিজেপির পাল্টা প্রচার চললেও ‘ন্যায্য বরাদ্দ’ বন্ধ করার রাস্তায় হাঁটতে চায় না কেন্দ্রীয় সরকার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share