Blog

  • Covid Vaccine: এখন থেকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন নেজাল ভ্যাকসিন, দাম কত জানেন?

    Covid Vaccine: এখন থেকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন নেজাল ভ্যাকসিন, দাম কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত বায়োটেকের তৈরি নেজাল ভ্যাকসিনকে (Covid Vaccine) ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোউইন অ্যাপে বুক করতে হবে সেই ভ্যাকসিন। সংগ্রহ করতে হবে বেসরকারি হাসপাতাল থেকে। মঙ্গলবার নেজাল ভ্যাকসিনের দাম ঠিক করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, জিএসটি সহ নেজাল ভ্যাকসিনের একটি ডোজের দাম পড়বে এক হাজার টাকা। ভারত  বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিনকে গত সপ্তাহেই অনুমোদন দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। একটি ভায়াল থেকে দু’জন পাবেন ডোজ। মূলত বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে ভ্যাকসিনটি। জানা গিয়েছে, দুই নাকে চার ফোঁটা করে মোট আট ফোঁটায় নিতে হবে ডোজটি। সেক্ষেত্রে এই আট ফোঁটার দাম পড়বে জিএসটি সহ ১০০০ টাকা। জিএসটি ছাড়া দাম ৮০০ টাকা। তবে এই দাম দিতে হবে বেসরকারি হাসপাতাল থেকে নিলে। সরকারি জায়গা থেকে নিলে ভ্যাকসিনের দাম দিতে হবে ৩২৫ টাকা।

    এই ভ্যাকসিনকে যুক্ত করা হয়েছে কোউইন অ্যাপের সঙ্গে। শুক্রবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আগেই ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিনকে (Covid Vaccine) ছাড়পত্র দেওয়া হয়েছিল। জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছিল এই ভ্যাকসিনকে। বিশ্বের প্রথম নেজাল ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের ‘ইনকোভ্যাক’।

    বিশ্বের করোনা পরিস্থিতি 

    কোইউন অ্যাপের মাধ্যমে এই ভ্যাকসিন (Covid Vaccine) নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সবাই। গত শুক্রবার থেকেই সরকারিভাবে করোনা টিকা হিসেবে মান্যতা দেওয়া হয়েছে এই ভ্যাকসিনকে। এই টিকায় কোনও রকম সূঁচ ব্যবহার করা হবে না। ভারতে প্রথমবার এই ধরনের টিকা দেওয়া শুরু হচ্ছে। ভারত সরকারের নিয়ম অনুসারে ১৮ বছরের বেশি বয়সীরা এই টিকা নিতে পারবেন। প্রথমে বেসরকারি হাসপাতালে এই টিকা দেওয়া শুরু হলেও পরে সরকারি হাসপাতালেও পাওয়া যাবে এই টিকা। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে ভারত বায়োটেক এই নয়া ভ্যাকসিন তৈরি করেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে। এই ভ্যাকসিন নেওয়া সহজ হলেও, অন্যান্য ভ্যাকসিনের মতো একই রকম সুরক্ষা মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন: আজ থেকেই কোউইন অ্যাপে মিলবে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন 

    চিন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভারতেও আক্রান্তের হদিশ মিলেছে। বাংলাতেও আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ লক্ষ ৭৯ হাজার ৯৩২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৭৫ লক্ষ ৯৩ হাজার ৪৬৩। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Cold Wave: রাজস্থানে তুষারপাত! হাড় কাঁপানো শীতে জবুথবু উত্তর, পশ্চিম ভারত

    Cold Wave: রাজস্থানে তুষারপাত! হাড় কাঁপানো শীতে জবুথবু উত্তর, পশ্চিম ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনের ছুটি মানে পশ্চিমবঙ্গবাসীর কাছে পিকনিক বা চিড়িয়াখানা ঘুরতে যাওয়া। শীতের আমজে জমিয়ে বড়দিনটা উপভোগ করে বাঙালি। কিন্তু এবার ঠিকঠাক যেন জমল না! কারণ গত ২৫ ডিসেম্বর থেকেই বাংলাতে শীত উধাও। তবে এর ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে উত্তর এবং পশ্চিম ভারতে। হাড় কাঁপানো শীতে (Cold Wave) ইতিমধ্যে জবুথবু উত্তর এবং পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্য। স্কুল-কলেজে গ্রীষ্মকালীন ছুটির কথা শোনা যায়, উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে এ বছর তীব্র শীতের (Cold Wave) জন্য শীতকালীন ছুটি ঘোষণা করে দিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের সরকারগুলি। রাজধানী দিল্লিতে আজ মঙ্গলবারই সবথেকে শীতলতম দিন বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে।

    ব্যাপক পতন হয়েছে পারদে, ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘুরছে রাজধানীর তাপমাত্রা। দিল্লি টেক্কা দিয়েছে নৈনিতালকেও। এদিন নৈনিতালের তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, কুয়াশার চাদরে মুড়ে গেছে সম্পূর্ণ উত্তর এবং পশ্চিম ভারত। যেখানে সাধারণ গাড়ি থেকে ট্রেন চালাতে তো অসুবিধা হচ্ছেই, দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন চালকরা। তার সঙ্গে সঙ্গে বিমান ওঠানামাতেও সমস্যা হচ্ছে, বিভিন্ন রাজ্যের বিমানবন্দরের তরফ থেকে এদিন জানানো হয় যে বিমান ওঠানামার সময়ও পরিবর্তিত হতে পারে সেজন্য সংস্থার সঙ্গে যেন যাত্রীরা নিয়মিত যোগাযোগ রাখেন। এই প্রবল ঠান্ডা আর শৈত্য প্রবাহের (Cold Wave) জন্য ইতিমধ্যে সমগ্র উত্তর ভারত জুড়ে জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই সতর্কতা আরও কিছুদিন জারি থাকবে। তাদের মতে আগামী তিনদিন নাকি এই তীব্র শৈত্যপ্রবাহ চলবে। দিল্লি রাজস্থান পাঞ্জাব এবং হরিয়ানাতে। 

    শৈত্য প্রবাহে (Cold Wave) কাঁপছে মরুরাজ্য

    মরু রাজ্য রাজস্থানে শীতের দাপট সব থেকে বেশি। শৈত্য প্রবাহের (Cold Wave) প্রতিযোগিতায় রাজস্থানে হারিয়ে দিয়েছে শিমলাকে। সিমলায় সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে রাজস্থানের সিকর শহরের তাপমাত্রা এদিন নেমে গেছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস জানাচ্ছে সিকর শহরের মতোই হিমাঙ্কের প্রায় কাছাকাছি নেমে গেছিল কারাউলির তাপমাত্রা। শনিবার রাতে সেখানকার তাপমাত্রা ছিল ০.৭ ডিগ্রি সেলসিয়াস ‌। প্রসঙ্গত , যে শিকড় শহরে শীতলতম তাপমাত্রার রেকর্ড হয়েছে সেখানে গ্রীষ্মকালে অর্থাৎ মে-জুন মাসে কখনও কখনও তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। তবে পুরনো রেকর্ড বলছে যে জানুয়ারিতে নাকি শিকড় শহরের তাপমাত্রা হিমাঙ্কের নিচেও নেমেছে বেশ কয়েকবার অর্থাৎ মরু রাজ্যেও বরফপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Gujarat: মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে মৃত্যু, গুজরাটে বিএসএফ জওয়ান খুনের মামলায় গ্রেফতার ৭

    Gujarat: মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে মৃত্যু, গুজরাটে বিএসএফ জওয়ান খুনের মামলায় গ্রেফতার ৭

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে (Gujarat) বিএসএফ জওয়ানকে পিটিয়ে খুনের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল গুজরাটি পুলিশ। নিজের মেয়ের আপত্তিকর মুহূর্তের ভিডিও ইন্টারনেটে আপলোড করার প্রতিবাদ করেছিলেন মেলজিভাই বাঘেলা নামের ওই বিএসএফ জওয়ান। আর সে কারণেই তাঁকে পিটিয়ে খুন করা হয়।

    কী ঘটেছে? 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বিএসএফ জওয়ান গুজরাটের (Gujarat) চাকলাসি গ্রামের বাসিন্দা। ছুটিতে তিনি নিজের বাড়িতে এসেছিলেন। মেয়ের এক সহপাঠীর বাড়িতে গিয়ে তার আপত্তিকর ভিডিও অনলাইনে আপলোড করার প্রতিবাদ করেছিলেন তিনি। এর পর ওই ১৫ বছরের কিশোরের পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ওই সেনা জওয়ান। কিছু সময় পরে তা হাতাহাতিতে গিয়ে পৌঁছয়। অভিযোগ, ওই কিশোর এবং তার পরিবারের লোকজন ঘিরে ধরে বিএসএফ জওয়ানকে মারধর করেন। মারতে মারতে মেরে ফেলা হয় তাঁকে। এই খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা দায়ের করেছে পুলিশ। কিশোরের পরিবারের মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

     


      

    জানা গিয়েছে, ওই কিশোর বিএসএফ (Gujarat) জওয়ানের মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ত। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, ওই কিশোর সহপাঠিনীর আপত্তিকর ভিডিও অনলাইনে পোস্ট করে। এর পর কিশোরীর বাবা গত শনিবার রাতে স্ত্রী, দুই ছেলে এবং ভাইপোকে নিয়ে হাজির হন ওই কিশোরের বাড়িতে। তার পরেই এই খুনের ঘটনা ঘটে এই মর্মান্তিক ঘটনা।

    আরও পড়ুন: ঝটিকা সফরে শুক্রবার শহরে প্রধানমন্ত্রী! বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদি

    গুজরাটের (Gujarat) খেড়া জেলার নাদিয়াদে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাড়ির লোকজনকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। আঘাত করা হয় ধারাল অস্ত্র দিয়েও। ওই বিএসএফ জওয়ানের ছেলেকেও ভীষণ মারধর করা হয়। আপাতত ওই তরুণ গুরুতর আহত। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই বিএসএফ জওয়ানের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Vande Bharat: সময়ের আগেই পৌঁছল গন্তব্যে, ট্রায়াল রানেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস

    Vande Bharat: সময়ের আগেই পৌঁছল গন্তব্যে, ট্রায়াল রানেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য পেতে চলেছে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। সোমবার হয়ে গেল তারই ট্রায়াল রান। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই চলছে ৬টি বন্দে ভারত এক্সপ্রেস। সাত নম্বর ট্রেনটি পাবে পশ্চিমবঙ্গ। সোমবার ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রায়াল রান শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি দুপুর ১টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছয়। শুধুমাত্র মালদহ টাউন স্টেশনে দাঁড়ায় ট্রেনটি। আগামী ৩০ ডিসেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ির বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

    এই ট্রেনে (Vande Bharat) হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে ঠিক কতটা সময় লাগবে? তা জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। তিনি বলেন, “মাত্র সাড়ে সাত ঘণ্টায় হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। আপাতত সেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খানা থেকে মালদার মধ্যে ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।” 
     
    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আরও বলেন, “আগামীদিনে আরও কম সময় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। সেজন্য রেল ট্র্যাকের উন্নতি করা হচ্ছে। পরিবর্তন করা হচ্ছে ট্র্যাকের। পরিকাঠামো আরও উন্নত করছে রেল। যত তাড়াতাড়ি সম্ভব, তত আরও কম সময় বন্দে ভারত (Vande Bharat) চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে কোনওরকম ঝুঁকি নেওয়া হবে না। যাত্রীদের সুরক্ষার উপর সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে।”

    আরও পড়ুন: কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি

    রবিবারই হাওড়ায় আসে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। রাজ্যে এই ট্রেন প্রথম। ট্রেনটি রাখা হয়েছিল লিলুয়ার সর্টিং ইয়ার্ডে। সোমবার সকালে হাওড়া স্টেশন থেকে শুরু হয় ট্রেনটির ট্রায়াল রান। নীল-সাদা রঙের এই অত্যাধুনিক দ্রুত গতির ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাতায়াত করবে সপ্তাহে ৬ দিন।

    এই ট্রায়াল রানের একটি সূচি তৈরি করা হয়েছিল। যেখানে জানানো হয়েছিল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) নেবে ৭ ঘন্টা ৩০ মিনিট। মূলত ৫৭০ কিলোমিটার এই দীর্ঘ পথ অতিক্রম হবে ৮ ঘণ্টারও কম সময়ে। দুপুর ১: ২৫ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস জলপাইগুড়িতে গিয়ে উপস্থিত হবে। আর তারপর ফের তিনটে পাঁচ মিনিটে জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবে।

    কী কী সুবিধা পাবেন এই ট্রেনের যাত্রীরা?

    জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) যাত্রীরা পাবেন একাধিক পরিষেবা। যেমন ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ পরিবেশন করা হবে ট্রেনে। রয়েছে চা-স্ন্যাক্সের ব্যবস্থা। এই এক্সপ্রেস ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত ১৬টি চেয়ার কার কোচ রয়েছে। এছাড়াও রয়েছে ইকোনোমি এবং এক্সিকিউটিভ ক্লাস। জানা গিয়েছে, এই এক্সিকিউটিভ ক্লাসের চেয়ারগুলি সম্পূর্ণ ১৮০° পর্যন্ত ঘুরতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bomb Cyclone: ভয়ঙ্কর তুষার ঝড় বম্ব সাইক্লোনে বিধ্বস্ত মার্কিন মুলুক! জানেন কেন এই নাম?

    Bomb Cyclone: ভয়ঙ্কর তুষার ঝড় বম্ব সাইক্লোনে বিধ্বস্ত মার্কিন মুলুক! জানেন কেন এই নাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার টেক্সাস থেকে কানাডার কিউবেক পর্যন্ত প্রায় ৩,২০০ কিলোমিটার এলাকা জুড়ে তুষারঝড়ের দাপট চলছে। এই শীতের মরসুমে বিদ্যুৎ ছাড়াই কাটাচ্ছে কানাডার অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড।  ‘বম্ব সাইক্লোনের’ কবলে পড়েছেন আমেরিকায় অন্তত ২০ কোটি বাসিন্দা। বড়দিনের আগে থেকেই ‘বম্ব সাইক্লোনের’ দাপটে জবুথবু মার্কিন মুলুর। এই প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা জারি করা হয়েছে কানাডাতেও। জো বাইডেনের দেশে এই তুষার ঝড়ের ফলে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। চলছে প্রবল তুষারপাতও। সঙ্গে ঝোড়ো হাওয়া। বহু জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্ক থেকে ৪৮ ডিগ্রি নীচে। 

    বম্ব সাইক্লোন কী

    ভয়ঙ্কর তুষার ঝড়ই বম্ব সাইক্লোন। বম্ব সাইক্লোন হল এমন একটি সাইক্লোন যেখানে ভূপৃষ্ঠের সংলগ্ন বাতাস তাড়াতাড়ি বায়ুমণ্ডলে প্রবেশ করে। যার ফলে ব্যারোমেট্রিক চাপ কমতে শুরু করে। ২৪ ঘন্টার মধ্যে কমপক্ষে ২৪ মিলিবারের ব্যারোমেট্রিক চাপে আকস্মিক হ্রাস ঘটায়। বায়ু এরপর কুণ্ডলীকৃত হয়ে ঝড়ের রূপে ঘূর্ণি তৈরি করে। ঝড়ের কেন্দ্রভাগে বায়ুর চাপ কমপক্ষে ২৪ ঘণ্টার জন্য প্রতি ঘণ্টায় ১ মিলিবার হারে হ্রাস পেলে তাকে ‘বম্ব সাইক্লোন’ বলা যায়। সাধারণত স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ প্রায় ১,০১০ মিলিবার থাকে। তবে আমেরিকা জুড়ে এই ঝড়ের যে দাপট চলছে, তাতে বায়ুর চাপ ১,০০৩ থেকে ৯৬৮ মিলিবার পর্যন্ত হ্রাস পাওয়ার পূর্বাভাস রয়েছে।

    কেন এই নামকরণ

    এই ঝড়ে চাপের তারতম্যের সঙ্গে বোমা বিস্ফোরণের সময়ের চাপের তারতম্যকে তুলনা করে ঝড়ের নাম দেওয়া হয়েছে বম্ব সাইক্লোন। এছাড়া ঝড়ের শক্তি ও বোমার শক্তিকে ঘিরেও এই নামকরণ। ১৯৮০ সালের একটি গবেষণাপত্রে এই শব্দ দু’টি প্রথম বার ব্যবহার করেছিলেন আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-র আবহাওয়াবিদ ফ্রেডরিক স্যান্ডার্স এবং জন আর গ্যায়াকুম। ঘূর্ণিঝড়ের মরসুমে ঝড়ের তীব্রতা বোঝাতে তাঁরা এই নামকরণ করেছিলেন।

    আরও পড়ুন: বিপর্যস্ত আমেরিকার একাংশ! ৮ ফুট বরফের স্তরে ঢাকা বহু শহর, বম্ব সাইক্লোনে মৃত ৩৪

    ‘বম্ব সাইক্লোন’ দেখা দেয় কেন? 

    ঘূর্ণিঝড়ের তুলনায় ‘বম্ব সাইক্লোন’ হওয়ার জন্য সমুদ্রের জলের প্রয়োজন নেই বলে জানিয়েছেন ড্যানিয়েল। তবে এগুলি স্থলভাগের পাশাপাশি সমুদ্রের উপরেও দেখা দিতে পারে। মূলত শরতের শেষে এবং বসন্তের শুরুতে সবচেয়ে বেশি ‘বম্ব সাইক্লোনের’ দেখা মেলে। ওই সময় হিমশীতল আটলান্টিকের বাতাসের উপর উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় বায়ু ঝাঁপিয়ে পড়ে এই ঝড়ের সৃষ্টি করে। সাধারণত, ঠান্ডা এবং শুষ্ক বায়ু উত্তর দিক থেকে নীচে নামে উষ্ণ ও আর্দ্র বায়ু গ্রীষ্মমণ্ডল থেকে উপরে উঠে আসে। এই দুই বিপরীতমুখী বাতাসের সংঘর্ষে ‘বম্ব সাইক্লোন’ তৈরি হয়। এই ঝড় নিম্নচাপের কেন্দ্রের চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সঞ্চালিত হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Covid 19: কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি

    Covid 19: কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার (Covid 19) চোখরাঙানি আবার শুরু হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রী রাজ্যগুলোর সঙ্গে বৈঠক করেছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বড়দিনের উৎসব আর আলোর রোশনাইয়ে ফিকে হয়ে যাচ্ছে মানুষের মহামারির গুরুত্ব! বড়দিনের উৎসবে সেজে উঠেছে কলকাতা। কিন্তু কলকাতার সরকারি হাসপাতালগুলো কি করোনা মোকাবিলায় সবরকমভাবে সেজে উঠতে পেরেছে?

    করোনার (Covid 19) দ্বিতীয় ঢেউ দেখিয়েছিল, হাসপাতালে অক্সিজেন প্লান্ট কতখানি জরুরি। কৃত্রিম অক্সিজেন ছিল একমাত্র হাতিয়ার। রোগীকে সুস্থ করতে কৃত্রিম অক্সিজেনের ব্যাপক চাহিদা দেখা দিয়েছিল। তাই কেন্দ্রের তরফে হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্র সরকার সরকারি হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরির জন্য আলাদা আর্থিক বরাদ্দ ও করে।

    কাজ কতখানি এগিয়েছে?

    রাজ্যের সব হাসপাতাল তো দূর অস্ত। কলকাতার (Covid 19) সব সরকারি হাসপাতালেও পর্যাপ্ত কৃত্রিম অক্সিজেন সরবরাহ থাকে না। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কৃত্রিম অক্সিজেনের জন্য এখনও সরকারি হাসপাতালের ভরসা বেলেঘাটা আইডি হাসপাতাল। সেখানেই রয়েছে অক্সিজেন প্লান্ট। কিন্তু বেলেঘাটা আইডি হাসপাতাল হলো সংক্রামক রোগের চিকিৎসার হাসপাতাল। তাই ডেঙ্গি হোক কিংবা করোনা, সবচেয়ে বেশি রোগীর চাপ থাকে এই বেলেঘাটা আইডি-তেই। তাই নিজের হাসপাতালের রোগীদের চাহিদা মিটিয়ে, আরেক হাসপাতালে কৃত্রিম অক্সিজেন পাঠানো বেশ কঠিন হয়ে যায়।

    কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেও অক্সিজেন প্লান্ট তৈরির পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, কাজ অনেকটাই বাস্তবায়িত হলেও চাহিদা পূরণের জন্য এখনো স্বয়ংসম্পূর্ণ হয়নি। এনআরএস, এসএসকেএম কিংবা আরজিকরের মতো প্রথম সারির মেডিক্যাল কলেজ হাসপাতালগুলো এখনও কৃত্রিম অক্সিজেন তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। 
    বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, যদি ফের করোনা (Covid 19) পরিস্থিতি ২০২০-২১ সালের মতো হয়, তাহলে রাজ্যে আরও ভয়ঙ্কর অবস্থা হবে। 

    চিকিৎসকদের আশঙ্কা, রাজ্যে সচেতনতা একেবারে তলানিতে ঠেকেছে। চিনে করোনার (Covid 19) প্রকোপ বাড়তেই কেন্দ্র সতর্ক করেছে। মাস্ক ব্যবহার অপরিহার্য ঘোষণা করেছে। কিন্তু কলকাতায় মাস্ক উধাও। অতিরিক্ত জনসমাগমেও রাশ টানার পরামর্শ দিয়েছে কেন্দ্র। কিন্তু কেন্দ্রের পরামর্শকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রাজ্য। বড়দিনের উৎসব হচ্ছে স্বাভাবিক ছন্দেই। পার্ক স্ট্রিট থেকে ব্যান্ডেল চার্চ, গত দুদিন শহর থেকে জেলা, সর্বত্র উপচে পড়া ভিড়। কোথাও মাস্ক পরার রেওয়াজ নেই। প্রশাসনের তরফেও কোথাও নজরদারি নেই। তাই করোনা সংক্রমণ বাড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। 

    সংক্রমণ বাড়লে রাজ্য সামাল দিতে পারবে তো?

    স্বাস্থ্য কর্তারা অবশ্য বলছেন, ইতিমধ্যেই সরকারি হাসপাতালগুলোতে বেড বাড়ানো হয়েছে। আলাদা করে করোনার জন্য প্রস্তুত করার নির্দেশ ও দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের টিকা ঘাটতি অন্যতম সমস্যা বলে মনে করছেন স্বাস্থ্য ভবনের কর্তারা। তারা জানাচ্ছেন, করোনার চতুর্থ ডোজ নেওয়ার প্রবণতা অধিকাংশ মানুষের নেই। তবে, চাহিদা তৈরি হলেও জোগান দেওয়ার ক্ষমতা আপাতত রাজ্যের নেই। বাগবাজারের সেন্ট্রাল স্টোর কর্তৃপক্ষ জানিয়েছেন, কোভ্যাকসিন ছাড়া আর কোনও করোনার (Covid 19) টিকা তাদের কাছে মজুত নেই। ফলে, টিকা না পেলে করোনা প্রতিরোধ আরও কঠিন হয়ে যাবে।

    আরও পড়ুন: “মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে”, শীজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার মা

    আপাতত উৎসবে মজে থাকা বাঙালির আগামী বছর কেমন কাটবে সে নিয়ে দুশ্চিন্তায় বিশেষজ্ঞ মহল। কারণ, রাজ্যের সরকারি হাসপাতালে করোনা (Covid 19) প্রস্তুতি ছিটেফোঁটাও নেই। সময় মতো কেন্দ্রকে টিকার প্রয়োজনীয়তাও জানাতে পারেনি রাজ্য। তাই সবরকম টিকা ও ভাণ্ডারে নেই। চিকিৎসকেরা জানাচ্ছেন, জনসচেতনতাই রেহাই দিতে পারে। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার আর অকারণ ভিড় এড়িয়ে চলাই করোনার ঢেউ আটকাতে পারে। কিন্তু বড়দিনের জনপ্লাবন সেটা নিয়েও প্রশ্ন তুলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Judges’ Retirement Age: অবসরের বয়স বাড়ালে ‘অদক্ষ’ বিচারপতিরাও লাভবান হবেন, মত আইন মন্ত্রকের

    Judges’ Retirement Age: অবসরের বয়স বাড়ালে ‘অদক্ষ’ বিচারপতিরাও লাভবান হবেন, মত আইন মন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরিজীবন কত বছর বয়স পর্যন্ত হওয়া উচিত? এই নিয়ে নানা সময় নানা প্রশ্ন উঠেছে। আরও একবার এই প্রশ্ন উঠে এল সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা নিয়ে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের অবসরের বয়স বাড়ানোর একাধিকবার দাবি করা হয়েছে। কিন্তু এই বিষয়ে আইন মন্ত্রক থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়ালে ‘অদক্ষ’ বিচারপতিদের কর্মজীবনের মেয়াদ বেড়ে যেতে পারে ও এর পাশাপাশি সরকারি কর্মীরাও একই দাবি জানাতে পারেন (Judges’ Retirement Age)।

    অবসরের বয়সসীমা বাড়ানো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

    বিজেপি সাংসদ সুশীল মোদির নেতৃত্বাধীন কর্মিবর্গ, আইন ও বিচার বিভাগ সংক্রান্ত সংসদীয় কমিটিতে আইন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বকেয়া মামলার সংখ্যা কমানো ও বিচার বিভাগে স্বচ্ছতা আনার প্রস্তাবের প্রেক্ষিতেই বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোর বিষয়টি বিবেচনা করা উচিত। সূত্রের খবর, বিভিন্ন সদস্যের তরফে বলা হয়েছে, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বৃদ্ধি করলে তাঁরা আর সুপ্রিম কোর্টে আসতে চাইবেন না। ফলে মেধাবী আইনজীবীদের থেকে বঞ্চিত হবে শীর্ষ আদালত (Judges’ Retirement Age)।

    আরও পড়ুন: গুজরাট বিধানসভায় বিপুল জয় বলে দিয়েছে লোকসভা নির্বাচনে কী হবে! অভিমত অমিত শাহের

    সম্প্রতি, সংসদে আইনমন্ত্রী কিরেন রিজিজু জানান, বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোর কোনও প্রস্তাব বিবেচনা করছে না কেন্দ্র। কমিটিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স বাড়ালে বিভিন্ন সরকারি বিভাগ ও কমিশনের কর্মীরাও অবসরের বয়স বাড়ানোর দাবি জানাবেন। আবার, অবসরের বয়স বাড়ানোর ফলে নির্দিষ্ট কিছু ‘অযোগ্য’রা বর্ধিত বছরের চাকরির ক্ষেত্রে সুবিধা পাবেন। ফলে এ সব বিষয় বিবেচনা করেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি (Judges’ Retirement Age)।

    অবসরের বয়স বাড়ানোর ক্ষেত্রে অতীতের কিছু সুপারিশ

    ২০১০ সালে হাইকোর্টের বিচারকদের অবসরের বয়স ৬৫ বছরের বেশি বাড়ানোর জন্য দাবি করা হয়েছিল।

    প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স ৬৮ বছর পর্যন্ত বাড়ানোর কথা বিবেচনা করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছিলেন।

    আইন ও বিচার সংক্রান্ত পার্ল প্যানেল তাদের প্রতিবেদনে ২০১৮ সালে অবসরের বয়স বাড়ানোর বিষয়ে সমর্থন করেছিল।

    উল্লেখ্য, বর্তমানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা যথাক্রমে ৬২ ও ৬৫ বছর বয়সে অবসর নেন।

  • Christmas 2022: অকাল গরম ও করোনার আশঙ্কাকে উপেক্ষা করেই বড়দিনের আনন্দে ভাসলেন শহরবাসী

    Christmas 2022: অকাল গরম ও করোনার আশঙ্কাকে উপেক্ষা করেই বড়দিনের আনন্দে ভাসলেন শহরবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’বছর তেমন আনন্দ করতে না পারলেও এ বছর বড়দিনে চুটিয়ে মজা করলেন রাজ্যবাসী। দু’বছর করোনার দাপট থাকার ফলে মানুষ বেরতে না পারায়, এ বছর যে ভিড় উপচে পড়বে, তা আগেই অনুমান করা হয়েছিল। ফলে ২৫ ডিসেম্বর বড়দিনের আগের থেকেই উৎসবের আবহ জমজমাট। রঙিন আলোর সাজে সেজে ওঠে পার্ক স্ট্রিট। রাত বাড়তেই ভিড় আরও বাড়ে। ২৪ ডিসেম্বর থেকেই মানুষের ভিড় মহানগরে। ২৫ ডিসেম্বর সকাল থেকে রেল স্টেশন, মেট্রো স্টেশনগুলিতেও ছিল থিকথিকে ভিড়। অন্যদিকে করোনা নিয়ে নতুন করে উদ্বেগ শুরু হলেও, গতকালের বাঁধভাঙা উল্লাসে কোথায় যেন তলিয়ে গেল (Christmas 2022)।

    উষ্ণতম বড়দিন

    ভিড়ের পাশাপাশি গতকাল বাংলার ইতিহাসের উষ্ণতম বড়দিন দেখল রাজ্যবাসী। গত কয়েক বছরে বড়দিনের সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। বেলার দিকে সেই তাপমাত্রা বেড়ে হয়েছিল প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এ বার সেই তাপমাত্রাই ছিল ২৮.৭ ডিগ্রির আশপাশে। শেষ কবে বড়দিনে এত গরম ছিল, মনে করতে পারছেন না বিশেষজ্ঞেরাও। তবে এ সব বিষয় তোয়াক্কা না করেই সারি সারি মানুষ দেখা যায় পার্ক স্ট্রিট চত্বরে। এই ‘অকাল গরম’ উপেক্ষা করেই দিনভর ভিড় জমেছিল শহরের বিভিন্ন প্রান্তে (Christmas 2022)।

    আরও পড়ুন: শহরে উধাও শীত! ঘূর্ণাবর্তের জেরে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ৬ ডিগ্রিরও বেশি!

    করোনার আশঙ্কাকে তোয়াক্কা না করেই শহরের বিভিন্ন প্রান্তে জনস্রোত

    বিশ্বের নানা জায়গা থেকে করোনা বৃদ্ধির খবর আসছে। প্রতিবেশী চিনে সংক্রমণ বাড়ছে। কিন্তু এসব শুনেও কলকাতাবাসী পিছিয়ে থাকলেন না। খুশির জোয়ারে ভাসলেন তারা। কারোর মুখেই দেখা যায়নি মাস্ক, সামাজিক দূরত্ব তো দূরেই থাক। এই শহর আনন্দ ভালোবাসে। আবেগ ভালোবাসে। ফলে তাই-ই দেখা গেল। বড়দিনের সকালে কচিকাঁচাদের নিয়ে কেউ ভিড় জমালেন চিড়িয়াখানায়, কেউ ঘুরলেন জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাটে। ময়দানেও ছিল পিকনিকের মেজাজ। একই ছবি সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা, বিড়লা তারামণ্ডলের সামনেও দেখা গেল। এ দিন প্রথমে সেন্ট পলস ক্যাথিড্রালের প্রবেশপথ খোলা থাকলেও বেলার দিকে ভিড়ের চাপে ভিতরের দরজা কিছু ক্ষণের জন্য বন্ধ করে দিতে হয়। একসময় ভিড়ের চাপে পুলিশকে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় অ্যালান পার্কের গেটও। এরপর রাত বাড়তেই দেখা যায় পার্ক স্ট্রিটে জনজোয়ার (Christmas 2022)।

    ভিড় সামলাতে কড়া নজরদারি

    দীর্ঘক্ষণ ধরে লোকের ভিড়ের জেরে পার্ক স্ট্রিটকে করে দেওয়া হয়েছিল ওয়াকিং স্ট্রিট (Christmas 2022)। রাত বাড়তে ভিড় কিছুটা কমার পর অবশ্য চালু হয় গাড়ি চলাচল। ছিল কড়া পুলিশি প্রহরা। লালবাজার সূত্রে খবর, মোট ১১ টি সেক্টরে ভাগ করে পুলিশি নজরদারি চলে পার্ক স্ট্রিটে। ১৩ টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ২০টি নজরদারি বাইক রাখা হয়েছিল। বাইক বাহিনীর দাপাদাপি, মদ্যপান করে গাড়ি চালানো, বড়দিনের রাতে এসব রুখতে কড়া হাতে মোকাবিলার প্রস্তুতি নিয়েছিল পুলিশ।

  • Atal Bihari Vajpayee Biopic: অবিকল বাজপেয়ী! ‘ম্যায় অটল হুঁ’ সিনেমার ফার্স্ট লুকেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির

    Atal Bihari Vajpayee Biopic: অবিকল বাজপেয়ী! ‘ম্যায় অটল হুঁ’ সিনেমার ফার্স্ট লুকেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৮তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবারে এই বিশেষ দিনে অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিও এক বড় খবর দিলেন। তিনিই হতে চলেছেন পর্দার অটল বিহারী বাজপেয়ী। প্রকাশ্যে আনলেন তাঁর প্রথম লুক। বড়পর্দায় উঠে আসবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবনকাহিনী (Atal Bihari Vajpayee Biopic)। আর এই খবর আগেই শোনা গিয়েছিল। তবে আসল চমক পাওয়া গেল রবিবার। প্রকাশ্যে এল ‘ম্যায় অটল হুঁ’ (Main Atal Hoon) সিনেমার ফার্স্ট লুক। আর তাতেই চমকে দিলেন পঙ্কজ ত্রিপাঠি।

    বড়পর্দায় আসতে চলেছে অটলজির জীবনকাহিনী

    প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের বিখ্যাত নেতাদের একজন। তিনি বিশ্বজুড়ে আলোচনায় ছিলেন। রাজনৈতিক জীবন ছাড়াও , অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিগত জীবন এবং সংগ্রাম তাঁর ভক্তদের সবসময় অনুপ্রাণিত করে। আর এবার দেশের প্রবীণ প্রধানমন্ত্রীর জীবনকাহিনী (Atal Bihari Vajpayee Biopic) দেখা যাবে বড়পর্দায়। আর এই বিষয়টি তাঁর জন্মদিনেই প্রকাশ্যে আনা হল। সিনেমার নাম ‘ম্যায় অটল হুঁ’।

    প্রকাশ্যে প্রথম লুক

    ভানুশালী স্টুডিওস লিমিটেড এবং লিজেন্ড স্টুডিও তাদের আগামী ছবি ‘ম্যায় অটল হুঁ’-র প্রথম লুক প্রকাশ্যে এনেছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। প্রযোজনা সংস্থার পাশাপাশি তিনিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর নতুন রূপ। ক্যাপশনে লিখেছেন, “না কভি কহি ডগমগায়া, না কভি কহি শর ঝুঁকায়া, ম্যায় এক অনোখা বল হুঁ, ম্যায় অটল হুঁ।” তিনি আরও লিখেছেন, “আমি জানি যে ‘অটল’ জি’র ব্যক্তিত্ব পর্দায় ফুটিয়ে তোলার জন্য আমার ব্যক্তিত্বের সংযম নিয়ে কাজ করা প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস যে, আমি নয়া উদ্যম এবং মনোবলের ভিত্তিতে আমার নতুন ভূমিকার প্রতি সুবিচার করতে সক্ষম হব।”   

    [insta]https://www.instagram.com/reel/Cmk-kaHoBgd/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CmlBd3gIM1b/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রসঙ্গত, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর বায়োপিকটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কার জয়ী রবী যাদব। আগামী বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা এই সিনেমাটি। পঙ্কজ ত্রিপাঠি তাঁর ট্যুইটারেও তাঁর অনেক লুক প্রকাশ্যে এনেছেন। অটল বিহারী বাজপেয়ীর লুকে ভারতবাসীর নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠি। 

  • Lionel Messi: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    Lionel Messi: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিসিসিআইয়ের সচিব জয় শাহ পেলেন মেসির (Lionel Messi) অটোগ্রাফ দেওয়া একটি জার্সি। এই অপ্রত্যাশিত উপহারে স্বভাবতই খুশি হয়েছেন অমিত শাহের পুত্র। এই গ্রহের সবথেকে জনপ্রিয় ফুটবলার তিনি। কয়েকদিন আগেই ৩৬ বছর পরে আর্জেন্টিনার স্বপ্ন সার্থক হয়েছে, ফাইনালে ফ্রান্সকে ৪-২ গোলের ব্যবধানে হারাতে পেরেছে মেসি (Lionel Messi) বাহিনী। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে ভারতবর্ষেও অগণিত মেসি (Lionel Messi) সমর্থক প্রার্থনা করেছিলেন যাতে তাঁর হাতে বিশ্বকাপ ওঠে। বিশ্বকাপে ফাইনালের দিন সকাল থেকেই নানা জায়গায় প্রার্থনা-যজ্ঞ অনুষ্ঠিত হতে থাকে, টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে এমবাপে ফ্রান্সকে কিছুটা দাঁড় করিয়ে ফেলেছিলেন তখন আবার ভারতবর্ষে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয় যে এবারও বুঝি তবে অধরা থেকে যাবে বিশ্বকাপ। কিন্তু শেষ হাসিটা মেসিই (Lionel Messi) হাসলেন।

    প্রজ্ঞান ওঝার ইনস্টাগ্রাম পোস্ট

    জয় শাহকে পাঠানো কিংবদন্তি ফুটবলারের পাঠানো জার্সি উপহার সামনে আসে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞা ওঝার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই। ছবিতে এদিন মেসির (Lionel Messi) অটোগ্রাফ দেওয়া জার্সি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিসিসিআই সচিব জয় শাহ এবং প্রজ্ঞান ওঝাকে। এই ছবি নিজের ইনস্টাগ্রাম আকাউন্টে পোস্ট করেন প্রজ্ঞান ওঝা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় পোস্টটি এবং অসংখ্য অনুরাগী এই পোস্ট নিয়ে কমেন্ট করতে শুরু করেন। বিশ্ব ফুটবলে এই মুহূর্তে ভারতবর্ষের স্থান ১০৬ হলেও বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনা এদেশে ব্রাজিল বা আর্জেন্টিনার থেকে কোনও অংশে কম নয়, প্রসঙ্গত, জনসংখ্যার দিক থেকে  আর্জেন্টিনার মোট জনসংখ্যার থেকে অনেক বেশি ভারতীয় এদেশে ফুটবল অনুরাগী রয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share