Blog

  • Anubrata Mondal: “পাপ বাপকেও ছাড়ে না, তিহারে গিয়ে…”, কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ সুকান্তর

    Anubrata Mondal: “পাপ বাপকেও ছাড়ে না, তিহারে গিয়ে…”, কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে অনুব্রতকে (Anubrata Mondal) দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার এমনই নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অনুব্রত মণ্ডলকে তিহার জেলে রেখে জেরা করা হবে। অনুব্রতর হয়ে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। কিন্তু সেই সওয়াল কোনও কাজেই দিল না। কেষ্টকে যেতেই হচ্ছে দিল্লি। গতকাল রাউস অ্যাভিনিউ আদালত সবপক্ষের সওয়াল জবাব শোনার পর অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিয়েছে। আর এরপরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তীব্র আক্রমণ করলেন কেষ্টকে। তিনি বললেন, “অনেকদিন লোককে চরাম চরাম আর গুড় বাতাসা খাইয়েছেন। আসানসোল জেলে তো রাজার হালে ছিলেন। এবার একটু তিহার জেলের জল-হাওয়া খান।”

    আরও পড়ুন: অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, অনুমতি রাউস অ্যাভেনিউ আদালতের

    কেষ্টকে কড়া ভাষায় আক্রমণ সুকান্তর

    এই মুহূর্তে একাধিক মামলায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। একদিকে গরুপাচার মামলা অপরদিকে ভোট পরবর্তী মামলা। সবমিলিয়ে জেরবার অবস্থা। গতকাল গরুপাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বড় ধাক্কা খেল। অনুব্রত মণ্ডলকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্ট পেয়ে গিয়েছে ইডি। আর এর পরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দিয়েছেন মোক্ষম খোঁচা ‘বীরভূমের বাঘ’-কে (Anubrata Mondal) ।

    তিনি বলেছেন, “অনুব্রত মণ্ডল যে কাজ করেছেন তাতে তো ওনার তিহারেই যাওয়ার কথা। কতদিন আর পয়সা খরচ করে আটকে রাখবেন। তিহারে একটু বিহার করে আসুন কিছুদিন। এতদিন তো লোককে চড়াম চড়াম, গুড় বাতাসা অনেক কিছুই খাইয়েছেন। এবার তিহারের জল-বাতাস খেয়ে আসুন। পাপ বাপকেও ছাড়ে না। আমরা আগেই বলেছি, যত বড় চোর হোক বা যত বড় ধেড়ে ইঁদুর হোক কেউ ছাড়া পাবে না। এই অন্যায় যারা করেছে, গরুর টাকা, চাকরির টাকা, কয়লার টাকা খেয়েছে, জেলে যেতেই হবে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Awas Yojana: রাজ্য জুড়ে আবাস তালিকায় দুর্নীতি! বিজেপির প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল পুরুলিয়া-বাঁকুড়া

    PM Awas Yojana: রাজ্য জুড়ে আবাস তালিকায় দুর্নীতি! বিজেপির প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল পুরুলিয়া-বাঁকুড়া

    মাধ্যম নিউজ ডেস্ক: আবাস যোজনার (PM Awas Yojana) তালিকায় দুর্নীতির অভিযোগে দিকে দিকে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি।  জেলায় জেলায় আবাস প্রকল্পের তালিকা নিয়ে অভিযোগ উঠে আসছে, আর এই দুর্নীতির বিরুদ্ধে লড়তেই এবার পথে নামল বিজেপির কর্মীরা। গতকাল পুরুলিয়ার বেলকুঁড়ি এলাকায় এই বিক্ষোভে নেমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপির কর্মীদের। শুধুমাত্র পুরুলিয়া নয়, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা সহ আরও অনেক জেলায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এমনকি অভিযোগ উঠেছে, ঝাঁ চকচকে বাড়ি রয়েছে, এমন তৃণমূল নেতারও নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। আর এর ফলেই সাধারণ মানুষ সহ বিজেপির নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

    পুরুলিয়ায় বিক্ষোভ

    পুরুলিয়া ১ নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েতের বেলকুঁড়ি ও চাকড়া গ্রামের বহু মানুষকে চক্রান্ত করে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত লাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তবালা মাহাতোকে বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ দেখানো হয় বিডিও অফিসেও। এদিন বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেয় বিজেপি। আর তা দিতে গিয়েই পুলিশি বাধার মুখে পড়েন বিজেপি কর্মীরা। এরপর বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গরীব মানুষদের তালিকা থেকে সরানো হয়েছে ও তার জায়গায় তৃণমূল নেতাদের নাম দেওয়া হয়েছে তালিকায়।

    বাঁকুড়ায় বিক্ষোভ

    বাঁকুড়াতেও সেই একই অভিযোগ। ফলে গতকাল বাঁকুড়ার রানিবাঁধের বিডিও অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, সম্প্রতি প্রকাশিত আবাস যোজনার (PM Awas Yojana) তালিকায় ব্যাপক গরমিল রয়েছে। তাঁদের অভিযোগ, রানিবাঁধ ব্লকের পুড্ডি, বারিকুল, রাজাকাটা, রুদড়া, রাওতড়া-সহ মোট আটটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রামে প্রকৃত গৃহহীনদের নাম বাদ দিয়ে পাকা বাড়ির মালিকদের নাম তালিকায় রয়েছে। বিজেপি নেতার বক্তব্য, “যাদের তিন তলা, চার তলা বাড়ি রয়েছে, বাইক রয়েছে, তারাই বাড়ি পাচ্ছে। আসলে যাঁদের প্রয়োজন, তাঁরা পাচ্ছেন না।” ফলে এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

    আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ বর্ধমানেও

    পূর্ব বর্ধমানের মেমারী ১ নম্বর ব্লকের দুর্গাপুর গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা। সেখানে গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল নেতার ঝাঁ চকচকে দোতলা বাড়ি। অথচ আবাস যোজনার (PM Awas Yojana) তালিকায় রয়েছে তাঁর মায়ের নাম। স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে স্বজন-পোষণের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তাঁরা বলেন, পরিকল্পিতভাবে আবাস যোজনার তালিকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে।

    দক্ষিণ ২৪ পরগনায় অভিযোগ

    এখানেও একই অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) তালিকায় ফের স্বজন-পোষণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতাপনগরের গাড়াল অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য সঞ্জয় নস্করের স্ত্রীর নাম রয়েছে আবাস-তালিকায়। অন্যদিকে তাঁর টাইলস বসানো দোতলা বাড়ি থাকলেও কী করে তাঁর নাম আবাস যোজনায় আসে, তা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা।

    মুর্শিদাবাদে অভিযোগ

    প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) সমীক্ষায় কারচুপির অভিযোগ তুলে মুর্শিদাবাদের ভগবানগোলার সুলতানপুরে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ওই ICDS কর্মী প্রকৃত প্রাপকদের নাম কেটে দিয়ে পাকা বাড়ির মালিকদের নাম আবাস-তালিকায় রেখেছেন।

    মালদাতেও একই কাণ্ড

    প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) তালিকায় নাম রয়েছে তৃণমূল প্রধানের স্বামী ও শাশুড়ির। অভিযোগ এদের ঝাঁ চকচকে পাকা বাড়ি, তবুও নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। মালদার চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে আবাস তালিকায় স্বামী ও শাশুড়ির নাম ঢুকিয়েছেন তৃণমূল প্রধান মাস্তারা খাতুন।

    আর এত সব অভিযোগ ওঠার পরে শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছেন বিজেপির কর্মীরা। তাঁরা মানবাজার ১ বিডিওকে স্মারকলিপি দিতে যাওয়ার পথে বিজেপির মিছিল থেকে আবাস যোজনাতে কারচুপি করা হচ্ছে, তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত — এই সব স্লোগান তুলে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, তালিকা (PM Awas Yojana) সংশোধন করে শুধু যোগ্যদের নামই রাখতে হবে। বিজেপির নেতৃত্বে এই কর্মসূচিতে ছিলেন দলের শাঁকা ও নতুনডি পঞ্চায়েতের বিজেপির প্রধান, সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য।

     

  • FIFA World Cup 2022: মেসি ম্যাজিকে উচ্ছসিত বলিউড, অভিনন্দন সোশ্যাল মিডিয়ায়

    FIFA World Cup 2022: মেসি ম্যাজিকে উচ্ছসিত বলিউড, অভিনন্দন সোশ্যাল মিডিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: দুমাস ব্যাপী বিশ্বকাপ (FIFA World Cup 2022) উৎসব শেষ হয়েছে কাল। কাপ উঠেছে আর্জেন্টিনার হাতে। শেষ বেলায় মেসির জয়ে উচ্ছসিত বিশ্ব। মেসিকে অভিনন্দন জানিয়েছেন সকলে। বাদ যায়নি বলিউডও। মেসির জয়ে আনন্দ ভাগ করে নিয়েছেন কিং খান থেকে রনবীর সিং। সোশ্যাল মিডিয়ায় ‘মেসি ম্যাজিক’- এর উল্লাস প্রকাশ করলেন। ফাইনালের সমাপ্তি অনুষ্ঠানে কাতারে উপস্থিত ছিলেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, কার্তিক আরিয়ান, নোরা ফাতেহির মতো তারকারা। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। মারাদোনার পর কাপ মেসি। ইতিহাসের সাক্ষী হল গোটা বিশ্ব। উচ্ছসিত বলিউড। সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনন্দনের ঝড়। 

    কে কী বললেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • SSC Scam: নিজাম প্যালেসে এসএসসির ২ প্রাক্তন চেয়ারম্যান-সহ ৬ জনকে তলব সিবিআই- এর

    SSC Scam: নিজাম প্যালেসে এসএসসির ২ প্রাক্তন চেয়ারম্যান-সহ ৬ জনকে তলব সিবিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) সংস্থার ২ প্রাক্তন চেয়ারম্যান-সহ ৬ জনকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। মুখোমুখি বসিয়ে করা হয় জেরা। সোমবার গোয়েন্দা সংস্থার তলব পেয়ে সকালে নিজাম প্যালেসে যান এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপকুমার সুর। এছাড়াও এসএসসির আরও ৪ আধিকারিককেও তলব করেছে সিবিআই। তারাও আজ নিজাম প্যালেসে যান।    

    হাইকোর্টের ভর্ৎসনার পর শনিবারই এসএসসির (SSC Scam) প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নিয়েছে সিবিআই। গোয়েন্দাদের দাবি, গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতেও সুবীরেশের হাত রয়েছে। কিন্তু এখনও এ বিষয়ে মুখ খোলেননি সুবীরেশ। কোনও প্রশ্নের উত্তর দিতে নারাজ তিনি। এই পরিস্থিতিতে সুবীরেশের মুখ খোলাতে চেয়ারম্যানদের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করেন গোয়েন্দারা। তাঁর অধীনে যে চার আধিকারিক কাজ করতেন তাঁদেরও মুখোমুখি বসানো হয়। সোমবার দুপুরে সিবিআই দফতরে পৌঁছন চিত্তরঞ্জনবাবু। 

    সংবাদমাধ্যমকে চিত্তরঞ্জনবাবু জানান, তাঁকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। এদিন দুপুরে সুবীরেশকে (SSC Scam) মেডিক্যাল পরীক্ষা করাতে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যান সিবিআই গোয়েন্দারা। সূত্রের খবর, সেখান থেকে ফেরার পর তাঁকে প্রদীপ সুরের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়।

    আরও পড়ুন: লালন শেখ হত্যা মামলায় এবার মানবাধিকার কমিশন, নির্দেশ কেন্দ্রের

    কলকাতা হাইকোর্টের নির্দেশে গত শনিবার সুবীরেশ ভট্টাচার্যকে (SSC Scam) সিবিআই হেফাজতে পাঠায় আলিপুর আদালত। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য  সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। গ্রেফতারির পর থেকেই সুবীরেশ তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ করে এসেছেন সিবিআই আধিকারিকরা। সুবীরেশের নির্দেশেই নবম–দশম নিয়োগে সাদা খাতার নম্বর বাড়ানো হয়েছিল। সেই প্রমাণ ইতিমধ্যেই এসেছে গোয়েন্দাদের হাতে।

    ২০১৪- র জানুয়ারি থেকে ২০১৮- র জুলাই পর্যন্ত এসএসসির চেয়ারম্যান (SSC Scam) ছিলেন সুবীরেশ। তাঁর আগে, ২০১৩-র অক্টোবর থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত চেয়ারম্যান ছিলেন প্রদীপকুমার শূর এবং ২০১১র জুন মাস থেকে ২০১৩-র অক্টোবর পর্যন্ত চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। চিত্তরঞ্জন মণ্ডল সংবাদমাধ্যমের সামনে বলেন, “অনেক সুপারিশ চালককে দিয়ে নেতারা পাঠিয়েছে। প্যাডের পর প্যাড। প্রচুর সুপারিশ। বিভিন্ন জায়গা থেকে প্রচন্ড চাপ ছিল।”  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bharat Jodo: হয় কোভিড-বিধি মানুন, নয়তো ভারত জোড় যাত্রা বন্ধ করুন, রাহুলকে চিঠি মাণ্ডব্যর

    Bharat Jodo: হয় কোভিড-বিধি মানুন, নয়তো ভারত জোড় যাত্রা বন্ধ করুন, রাহুলকে চিঠি মাণ্ডব্যর

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে (China) চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। কেবল চিন নয়, বিশ্বের আরও কয়েকটি দেশেও থাবা বসিয়েছে করোনা। ভারতে অবশ্য এখনও পর্যন্ত করোনার তেমন প্রকোপ দেখা যায়নি। তবে কথায় বলে, সাবধানের মার নেই। তাই সাবধানে থাকাই উচিত। সেজন্য রাজ্যগুলিকে সচেতন করে চিঠি দিয়েছে কেন্দ্র। এমতাবস্থায় লোকলস্কর নিয়ে যথারীতি ভারত জোড় (Bharat Jodo) যাত্রা চালিয়ে যাচ্ছেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী।

    মনশুখ মাণ্ডব্য…

    এবার রাহুলকে সচেতন করে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনশুখ মাণ্ডব্য। ভারত জোড় যাত্রা চলা কালে রাহুল যাতে কোভিড ১৯ বিধি মেনে চলেন, সেজন্য রাহুলের পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেও চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার লেখা হয়েছে চিঠিটি। তাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, ভারত জোড় যাত্রা কর্মসূচি পালন করার সময় কোভিড গাইডলাইন মেনে চলুন কঠোরভাবে। বর্তমানে ভারত জোড় (Bharat Jodo) যাত্রা যাচ্ছে রাজস্থান দিয়ে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে জোর দিতে হবে। যাঁরা করোনা ভ্যাকসিন নিয়েছেন, কেবলমাত্র তাঁরাই এই যাত্রায় যোগ দিতে পারবেন। যদি এই নিয়মবিধি একান্তই মেনে চলা না যায়, তাহলে যেন আপাতত স্থগিত করে দেওয়া হয় ভারত জোড় যাত্রা। ওই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, যদি একান্তই করোনাবিধি মেনে চলা না যায়, তাহলে যেন আপাতত স্থগিত রাখা হয় ভারত জোড় যাত্রা। জাতীয় স্বার্থেই এটা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

    আরও পড়ুন: ফের বাড়তে পারে করোনা! পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশ কেন্দ্রের

    এ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস। দলের সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন, আমি বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই গুজরাট নির্বাচনের সময় কী প্রধানমন্ত্রী মোদি কোভিড বিধি অনুসরণ করেছিলেন? তিনি বলেন, আমার মনে হয় মনশুখ মাণ্ডব্য রাহুল গান্ধীর ভারত জোড় (Bharat Jodo) যাত্রা পছন্দ করছেন না। কিন্তু মানুষ পছন্দ করছেন। এবং এই যাত্রায় যোগ দিচ্ছেন। অধীর বলেন, মানুষের দৃষ্টি ঘোরাতেই মাণ্ডব্যকে নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, কন্যাকুমারিকায় শুরু হয়েছে ভারত জোড় যাত্রা। যাবে কাশ্মীর পর্যন্ত। মঙ্গলবার এই পদযাত্রা হয়েছে রাজস্থানে, অশোক গেহলটের রাজ্যে। বুধবার সেটি প্রবেশ করে হরিয়ানায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Imran Khan: প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর যৌনালাপের অডিও প্রকাশ্যে, ভুয়ো বলে দাবি দলের

    Imran Khan: প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর যৌনালাপের অডিও প্রকাশ্যে, ভুয়ো বলে দাবি দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। আরও একবার বিতর্কে নাম জড়াল তাঁর। ভাইরাল হয়েছে ইমরানের সেক্স অডিও টেপ। অডিও ক্লিপে ইমরানকে অন্য এক মহিলার সঙ্গে যৌন কথাবার্তা বলতে শোনা যায়। অডিও ক্লিপটি পাকিস্তানি সাংবাদিক সৈয়দ আলি হায়দারি তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। যদিও ইমরানের দলের তরফে দাবি করা হয়েছে, এই অডিও ক্লিপটি ভুয়ো। ইমরানের ভাবমূর্তি নষ্ট করার জন্যে ইচ্ছাকৃত এই কাজ করা হয়েছে।

    কী ঘটেছে?    

    ওই অডিও ক্লিপে এক জনকে এক মহিলার সঙ্গে যৌন উদ্দীপক ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে। ইমরান (Imran Khan) নামটিও সেই ক্লিপে শোনা গিয়েছে বেশ কয়েকবার। আর তাতেই উত্তাল হয়েছে পাক রাজনীতি। 

    এই বছরের শুরুতেই ইমরান খানকে (Imran Khan)আস্থা ভোটে হারিয়ে এখন পাকিস্তানের ক্ষমতায় রয়েছে শাহবাজ় শরিফের জোট সরকার। আর তার পর থেকেই ইমরানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছে শাসক দল। ইমরানের বিরুদ্ধে কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে পালানোর অভিযোগও করেছে তারা। এরপর থেকেই একের পর এক গুরুতর অভিযোগে জর্জরিত ইমরান।
     
    কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছে, ফাঁস হওয়া কথোপকথন পাকিস্তানের প্রধানমন্ত্রীর (Imran Khan) কার্যালয় থেকে এসেছে। ওই অডিও ক্লিপে ইমরান নামের এক জনকে এক মহিলার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শোনা গিয়েছে।  

    পাক সাংবাদিক হামজা আজ়হার সালাম একটি ট্যুইটে লিখেছেন, “খান সাহেব (Imran Khan) তার ব্যক্তিগত জীবনে যা খুশি তাই করতে পারেন, তবে আমি আশা করব, তিনি এরপর সমগ্র জাতির সামনে নিজেকে রোল মডেল মুসলিম নেতা হিসাবে উপস্থাপন করা বন্ধ করবেন।’’

    আরও পড়ুন: তাঁর মতো ‘বোকা’ পেলে ছেড়ে দেবেন ট্যুইটারের সিইও পদ, জানালেন ইলন মাস্ক 

    একটি ফেসবুক ভিডিওতে সাংবাদিক মনসুর আলি খান দাবি করেছেন, ওই অডিওতে যে মহিলার গলা শোনা যাচ্ছে, তাঁকে তিনি চেনেন। যদিও তিনি ওই মহিলার নাম প্রকাশ্যে আনেননি।
    আরেক পাক সাংবাদিক নায়লা ইনায়াত ট্যুইটারে লেখেন, “ইমরান খান (Imran Khan) এই অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর ইমরান হাশমি হয়ে গিয়েছেন।”    

    ইমরান খানের (Imran Khan) দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ যদিও ক্লিপটিকে ‘ভুয়ো’ বলে দাবি করেছেন। দলের নেতা আরসলান খালিদ বলেন, “ইমরানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ভুয়ো অডিও এবং ভিডিও তৈরির বাইরে কিছু চিন্তা করতে পারে না।” প্রসঙ্গত, অক্টোবর মাসেও ইমরানের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। সেই অডিও ক্লিপে ইমরানকে সরকার বদলানোর পরিকল্পনা করতে শোনা যায়। সে সময়ও ওই অডিও ক্লিপটি ভুয়ো বলে দাবি করে পিটিআই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Lionel Messi: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    Lionel Messi: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    মাধ্যম নিউজ ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ। তবে এবারে মেসি ছাড়াও মেসি ভক্তদেরও স্বপ্ন ছিল যে, মেসির হাত ধরেই যেন আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফি জেতে। আর শেষে তাই হল। জয়ের পরেই আর্জেন্টিনার জনগণ তাঁরই অপেক্ষায় ছিল। ফলে তাঁদের সেই অপেক্ষার অবসান হল। বিশ্বকাপ জয়ের একদিন পর আর্জেন্টিনায় পৌঁছল মেসি ব্রিগেড। মঙ্গলবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে পৌঁছয় মেসিদের বিমান। দোহা থেকে রোম হয়ে তাঁরা পৌঁছন আর্জেন্টিনা। মেসিদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন সমর্থকরা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে আর্জেন্টিনায় একদিনের জাতীয় ছুটির ঘোষণাও করেছে সে দেশের প্রশাসন।

    আর্জেন্টিনায় পা রাখলেন মেসিরা

    ২০ ডিসেম্বর, মঙ্গলবার, গভীর রাত ৩টে নাগাদ এয়ারবাস ‘এ ৩৩০-২০০’ আর্জেন্টিনার মাটি স্পর্শ করেছে। নীল – সাদায় মোড়া পুরো বিমান, বিমানে লাগানো বিরাট ছবি লিওনেল মেসির (Lionel Messi) এবং তাঁর দুই পাশে রড্রি ডি পল এবং লাউতারো মার্টিনেজের ছবি। এরপরেই বিমানের গেট খুলতেই বেরিয়ে আসলেন ফুটবল যুবরাজ মেসি ও তাঁর ব্রিগেড। হাতে বিশ্বকাপ নিয়ে, গলায় বিজয়ীর মেডেল পরে বিমান থেকে বের হলেন তিনি। তাঁর পরনে ছিল আর্জেন্টিনার নীল শর্টস এবং একই রঙের টি-শার্ট। তাঁর পিছনে ধীরে ধীরে বের হলেন কোচ লিওনেল স্কালোনি। তারপর একে একে দলের বাকি সদস্যরা নামেন। রেড কার্পেট পেতে বরণ করা হয় লিওনেল মেসির দলকে। এদিন তাঁদের আসার খুশিতে আগে থেকেই বিমানবন্দর ও তার বাইরে ভিড় জমেছিল।

    উৎসব আর্জেন্টিনার রাজধানীতে…

    বিমানবন্দরেই অপেক্ষা করছিল হুডখোলা বিশেষ বাস। সেখানে লেখা ‘বিশ্বচ্যাম্পিয়ন’। এর পর সেই বাসে করে বিমানবন্দরের বাইরে বার হন মেসিরা (Lionel Messi)। আর্জেন্টিনার ফুটবল সংস্থা ট্যুইট করে জানিয়েছিল, “মঙ্গলবার বুয়েনস আয়ার্সের ওবেলিস্কে গিয়ে উৎসব করবে বিশ্বকাপজয়ী ফুটবল দল। সেখানে উপস্থিত থাকবেন সমর্থকরাও।”

    এদিন আর্জেন্টিনার রাস্তায় জনসমুদ্র দেখা যায়। পুরো দেশ যেন নীল সাদা রংয়ে ঢেকে গিয়েছিল। রাস্তায় উদ্দাম নাচ থেকে শুরু করে রাত জেগে সেলিব্রেশন সবকিছুই চলেছে এদিন। সাধারণ মানুষ এবং সমর্থকদের জন্য আগে থেকেই রাস্তার দুই ধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। তাঁদের দেখতে, উৎসবে মেতে উঠতে এতই জনগণ ভিড় করেছিল যে, তা বলার মত নয়। আর্জেন্টিনার কনভয়কে ঘিরে ছিল পুলিশের গাড়ি এবং অংসখ্য পুলিশের বাইক।

    জাতীয় ছুটির ঘোষণা

    দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খুশিতে আর্জেন্টিনা দল বুয়েনস আয়ার্সের ওবেলিস্কে আনন্দে মেতে ওঠে সমর্থকদের সঙ্গে। আর এই খুশির দিনে দেশবাসী যাতে মন খুলে আনন্দ করতে পারে সেইজন্য একদিনের জাতীয় ছুটির ঘোষণাও করা হয়েছে। বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস। আজ শুধু বিশ্বজয়ের আনন্দের দিন। 

  • Covid-19 in China: আগামী বছর চিনে কোভিডে মৃতের সংখ্যা হবে ১০ লক্ষের বেশি! চাঞ্চল্যকর দাবি বিশেষজ্ঞের

    Covid-19 in China: আগামী বছর চিনে কোভিডে মৃতের সংখ্যা হবে ১০ লক্ষের বেশি! চাঞ্চল্যকর দাবি বিশেষজ্ঞের

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিড ঘিরে ভয়াবহ পরিস্থিতি অব্যাহত চিনে (Covid-19 in China)। হু হু করে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ফলে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। চিনে সদ্য কোভিডের কঠোর বিধি তুলে নেওয়া হয়েছে। ‘জিরো কোভিড’ নীতি আরও কিছুটা শিথিল করা হচ্ছে। তারপর থেকেই এক লাফে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে চিনে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি চিন কঠোর কোভিড বিধি তুলে নেয়, তাহলে সম্ভবত ২০২৩ সালের শেষে গিয়ে ১০ লক্ষের বেশি কোভিডে মৃতের সংখ্যা হতে পারে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, মাত্র তিন মাসের মধ্যেই চিনের ৬০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হবেন।

    চিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

    সূত্রের খবর অনুযায়ী, গতকাল, ১৯ ডিসেম্বর নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা হয়েছে ৪,৬৬৬। যেখানে ১৮ ডিসেম্বরই এই সংখ্যা ছিল ১,৯৫৯। বর্তমানে চিনের মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৮৩,১৭৫। আক্রান্তের সংখ্যার পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। কোভিড নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ডিসেম্বর মাসের ৩ তারিখ পর্যন্ত কোভিডে সেদেশে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিন্তু এরপরেই গতকাল ৭ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সেদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫,২৪২ (Covid-19 in China)।

    চিনে করোনায় মৃতের সংখ্যা হতে পারে ১০ লক্ষ!

    মার্কিন প্রতিষ্ঠান ‘হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভোলিউশন’ জানিয়েছে, চিনে জিরো কোভিড (COVID 19) পলিসি এবং লকডাউন শুরু না করলে আগামী বছরের মধ্যে মৃতের সংখ্যা হতে পারে ১০ লক্ষেরও বেশি। আরও জানানো হয়েছে, ২০২৩ সালের ১ এপ্রিলের মধ্যে ৩,২২০০০ জনের মৃত্যু হতে পারে শুধু কোভিডে। পরিসংখ্যান বলছে, চিনে ওই সময়ে বেড়ে যেতে পারে কোভিড আক্রান্তের সংখ্যা। সেই সময়ই কোভিডের ‘পিক’ হতে পারে। আইএইচএমই ডিরেক্টর ক্রিস্টোফার মারে বলছেন, কেউ ভাবতে পারেনি যে জিরো কোভিড নীতিতে এতদিন পর্যন্ত তাঁরা আটকে থাকবেন (Covid-19 in China)।

    আরও পড়ুন: কোভিড-১৯ ম্যান মেড! উহানের ল্যাব থেকেই ছড়িয়েছিল ভাইরাস, দাবি বিজ্ঞানীর

    উল্লেখ্য, চিনের জিরো কোভিড পলিসি শুরু করার পরেই তীব্র প্রতিবাদ, আন্দোলনে নামে সেদেশের সাধারণ মানুষ। তাই শেষ পর্যন্ত চিনা প্রশাসনের তরফে লকডাউনের সিদ্ধান্ত বাতিল করা হয়। আর লকডাউন এবং জিরো কোভিড পলিসি শিথিল করার পরেই ফের নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে খবর।

    চিনের জনসংখ্যার ৬০ শতাংশই কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা

    আরও এক বিশেষজ্ঞের মতে, চিনের মোট ১.৪ বিলিয়ন জনসংখ্যার ৬০ শতাংশই কোভিডে আক্রান্ত হবে। চিনের সবথেকে যা উদ্বেগের কারণ তা হল ভ্যাকসিন। সূত্রের খবর অনুযায়ী, চিন সরকার কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ নিলেও সেদেশের মানুষরা তা নিতে অনিচ্ছুক। যার মধ্যে রয়েছে ৮০ বছর ও ৮০-র বেশি বয়সী বয়স্করা। ফলে এই আবহে চিনের বয়স্করা কোভিডে বেশি প্রভাবিত হবে বলে জানা গিয়েছে (Covid-19 in China)।

  • Project Vartak: চিনকে চাপে রাখতে অরুণাচল সীমান্তে পরিকাঠামো গড়ছে ভারত!

    Project Vartak: চিনকে চাপে রাখতে অরুণাচল সীমান্তে পরিকাঠামো গড়ছে ভারত!

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তে চোখ রাঙাচ্ছে লাল ফৌজ। মাঝে মধ্যেই চেষ্টা চালাচ্ছে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার। অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই চিন(China) পরিকাঠামোও গড়ে তুলেছে বলে খবর। এসবেরই জবাব দিতে ফের একবার আস্তিন গোটাচ্ছে ভারতীয় সেনা। লাল ফৌজকে যোগ্য জবাব দিতে অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিকাঠামো গড়ছে ভারতও (India)। তাওয়াংয়ের ঘটনার পর এবার এ ব্যাপারে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ভারটক (Project Vartak)। এই প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়র ব্রিগেডিয়ার রামন কুমার সংবাদ মাধ্যমকে জানান বর্ডার রোডস অর্গানাইজেশন রাস্তার উন্নয়ন করছে, সংস্কার করা হচ্ছে রাস্তাঘাট। পশ্চিম অসম এবং পশ্চিম অরুণাচল প্রদেশে ইতিমধ্যেই এ কাজ শুরু হয়েছে।

    রামন কুমার বলেন…

    প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়র ব্রিগেডিয়ার রামন কুমার বলেন, আমাদের ন্যাশনাল হাইওয়ে রয়েছে, সিঙ্গল লেন রোডস, ডাবল লেন রোডস এবং অন্যান্য ধরনের রাস্তা আছে। আমরা তাওয়াং জেলার প্রত্যন্ত এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই। এলাকার আর্থ-সামাজিক পরিকাঠামোর উন্নয়নও করতে চাই আমরা। তিনি জানান, দুটি টানেলের কাজও চলছে। একটি হল সেলা টানেল, অন্যটি নেচিপু টানেল। শীতকালে বরফ পড়ে। তখন যাতায়াতে সমস্যা হয়। সেই সমস্যার সমাধান করতেই তৈরি করা হচ্ছে দুটি টানেল। তিনি বলেন, সেলা টানেলের কাজ চলছে। এটি সেলা পাসের চারশো মিটার নীচে। টানেলের কাজ শেষ হয়ে গেলে এই এলাকার লোকজন শীতকালে বরফ পড়ার সময়ও অনায়াসে একস্থান থেকে অন্যত্র যাতায়াত করতে পারবেন টানেলের মাধ্যমে।

    আরও পড়ুন: ফের একবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে পারেন মমতা, কেন জানেন?

    চিফ ইঞ্জিনিয়র ব্রিগেডিয়ার রামন কুমার বলেন, আমরা নেচিপু টানেলেও কাজ করছি। এটা নেচিপু পাসের কাছেই। টানেল দুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে সেনার পাশাপাশি সাধারণ যানবাহনও চলাচল করতে পারবে। টানেলের মাধ্যমে যাতায়াত হবে অনায়াস। তিন বলেন, এটা যে কেবল সেনা এবং এলাকাবাসীর উপকারে লাগবে তা নয়, উন্নত হবে এলাকার পর্যটন শিল্পও। রাস্তার পরিকাঠোমা উন্নয়নের পাশাপাশি প্রত্যন্ত এলাকায়ও যাতে মোবাইল কানেকটিভিটি মেলে, সেজন্য তাওয়াং এবং সীমান্তের অন্যত্র বসানো হচ্ছে মোবাইল টাওয়ারও। প্রসঙ্গত, ডিসেম্বরের ৯ তারিখে তাওয়াংয়ে হাতাহাতি হয় ভারতীয় সেনা ও লাল ফৌজের।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Calcutta High Court: ১০০ দিনের কাজে মৃত ব্যক্তির নামে জব কার্ড-টাকা, মামলা দায়ের হাইকোর্টে

    Calcutta High Court: ১০০ দিনের কাজে মৃত ব্যক্তির নামে জব কার্ড-টাকা, মামলা দায়ের হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য সরকারের বিরুদ্ধে জবকার্ডে কারচুপির অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। প্রকাশ্যে এসেছে একাধিক দুর্নীতির অভিযোগ। মামলায় উঠে এল বিস্ফোরক তথ্য। মৃত ব্যক্তিদের নামেও তৈরি করা হয়েছে জব কার্ড। এমনই আভিযোগ করা হয়েছে। কল্যাণী ব্লকে একশো দিনের কাজের তালিকায় এমন কিছু ব্যক্তির নাম রয়েছে, যাঁদের মধ্যে কেউ ২০১১ সালেই মারা গিয়েছেন, তো কেউ ২০১৪ সালে। ২০১৫ সালে মারা গিয়েছেন এমন কারো নামও রয়েছে তালিকায়। এমন অভিযোগ করা হয়েছে মামলায়। এরই মধ্যে একটি ঘটনা, ২০১৯ সালে পুকুর খোঁড়ার কাজ করে টাকা তোলা হয়েছে অমল আচার্যর নামে। অথচ তিনি নাকি ২০১৫ সালেই মারা গিয়েছেন।      

    অভিযোগে এমন অনেক ঘটনার উদাহরণ তুলে ধরা হয়েছে। আরও একটি ঘটনা, একশো দিনের কাজে মদনপুর পুকুর খুঁড়েছেন মনোরঞ্জন বিশ্বাস নামে এক ব্যক্তি। অথচ তিনি ২০১৪ সালে মারা গিয়েছেন। তাঁর নামের অ্যাকাউন্টেও টাকা জমা পড়েছে। এমনকী পুলিশে কর্মরত এক ব্যক্তি এই প্রকল্পে টাকা তুলছেন বলেও অভিযোগ করা হয়েছে। মামলাকারীর বক্তব্য সব তথ্য রাজ্যকে দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সেই বিষয়ে কান দেয়নি বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে।

    হাইকোর্টের নির্দেশ?

    হাইকোর্ট জেলাশাসককে নির্দেশ দিয়েছেন, তিন মাসের মধ্যে এই সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে। হাইকোর্ট (Calcutta High Court) আরও নির্দেশ দিয়েছে, এই মামলা নিস্পত্তি করা হলেও, আগামী দিনে জেলাশাসকের সেই রিপোর্ট নিয়ে মামলাকারীর কোনও অসন্তোষ থাকলে, ফের তিনি আদালতের কাছে আবেদন করতে পারবেন।

    আরও পড়ুন: নিজাম প্যালেসে এসএসসির ২ প্রাক্তন চেয়ারম্যান-সহ ৬ জনকে তলব সিবিআই- এর

    প্রসঙ্গত, একশো দিনের কাজে বেনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই সরব হচ্ছিল রাজ্যের বিরোধী দলগুলি। একশো দিনের কাজে বেনিয়মের অভিযোগে আগেই হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরেও আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একাধিক মামলা দায়ের হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share