Blog

  • Kolkata Christmas Festival 2022: দুবছর পরে ফের চেনা ছন্দে কলকাতা, বড়দিনে আলোর মেলা

    Kolkata Christmas Festival 2022: দুবছর পরে ফের চেনা ছন্দে কলকাতা, বড়দিনে আলোর মেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবছরের মহামারী শেষে এবার নিজের স্বমহিমায় ফিরছে কলকাতার বড় দিনের উৎসব (Kolkata Christmas Festival 2022)। গত দু বছর শহর শীতের উৎসবের জাঁক জমক হারিয়েছিল। কিন্তু আলোর রঙে সাজবে শহর। ২১ ডিসেম্বর অ্যালেনপার্কে ১২ তম কার্নিভালের উদ্বোধন হবে। 

    কলকাতায়, পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক এবং ক্যাথিড্রাল রোড যথারীতি আলোর মালায় সেজে উঠবে। ঐতিহ্যশালী বোব্যারাকও সাজবে নতুন সাজে। পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, “দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর এবং বারুইপুরের গির্জা এবং আলিপুরদুয়ার, আসানসোল, হাওড়া, বিধাননগর এবং ঝাড়গ্রামের পুলিশ কমিশনারেটগুলিকেও ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি আলো দিয়ে সাজানো হবে।” 

    আরও পড়ুন: মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব    

    পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ এবং কলকাতার পার্ক হোটেল একটি বিশেষ আলোক সজ্জার (Kolkata Christmas Festival 2022) আয়োজন করবে, যেখানে ঘোড়ার গাড়ির ওপর বসে থাকবে সান্তাক্লজ। 

    প্রাক্তন বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের ভাইস-চেয়ারম্যান শেন ক্যালভার্ট এ বিষয়ে বলেন, “বো ব্যারাকের আলোগুলি রিমোট কন্ট্রোল-চালিত হবে এই বছর৷ আমরা অ্যাংলো-ইন্ডিয়ানদের জীবন যাত্রার আসল সৌন্দর্য তুলে ধরতে চাই।”  

    পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের এনকুয়্যারি কিয়স্ক এবং অ্যালেন পার্কে একটি প্রাথমিক চিকিৎসা স্টল রাখা হবে। আগের বছর মহামারী থাকা সত্ত্বেও, পার্ক স্ট্রিট কার্নিভালে দর্শকদের উপস্থিতি প্রত্যাশার থেকে অনেক বেশি ছিল। তাই এই বছর আয়োজকরা আরও মানুষের উপস্থিতির আশা রাখছেন।

    মহামারীর জন্যে যে দু বছর খাবার স্টলগুলির অনুমতি দেয়নি প্রশাসন, এ বছর সেগুলিও ফিরবে। এক সংগঠক বলেন, “এখানে প্রায় ৩০টি খাবারের স্টল থাকবে এবং সবগুলি বুক করা হয়েছে। অংশগ্রহণকারীদের স্টলের জন্য কোনো টাকা দিতে হবে না। দর্শকরা শুধু ক্রিসমাস কেক এবং চকলেটই নয়, চাইনিজ, গোয়ান এবং অ্যাংলো ইন্ডিয়ান সহ বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারবেন।”

    খাবারের স্টলগুলি খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, নেপালি এবং গোয়ান সম্প্রদায়ের মহিলারা পরিচালনা করবেন। প্রতি বছরের মতো এবারও অ্যালেনপার্কে অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান। শীঘ্রই সঙ্গীতশিল্পীদের নাম ঘোষণা করা হবে। ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৪ এবং ২৫ ডিসেম্বর ছাড়া যখন অ্যালেনপার্ক বন্ধ থাকবে। বাসকারস মিউজিক্যাল প্রোগ্রামটি ক্যামাক স্ট্রিটে ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।   

    কলকাতা পুলিশ ২৬ ডিসেম্বর একটি বিশেষ অনুষ্ঠান করবে। চার্চের গায়করা ইংরেজি হিন্দি এবং বাংলা গান পরিবেশন করবেন সেদিন। পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের তথ্য কিয়স্ক এবং অ্যালেন পার্কে একটি প্রাথমিক চিকিৎসা স্টল স্থাপন করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: ১৭ কেজি ক্ষীর দিয়ে মেসির মূর্তি! হাওড়ার এক মিষ্টির দোকানে এক টুকরো আর্জেন্টিনা

    FIFA World Cup: ১৭ কেজি ক্ষীর দিয়ে মেসির মূর্তি! হাওড়ার এক মিষ্টির দোকানে এক টুকরো আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্টেডিয়াম অনেক দূর, তাতে কি! মেসিকে দেখতে এবার হাওড়ায় মিষ্টির দোকানেই ভীড় জমাচ্ছেন হুজুগে বাঙালিরা। না, মেসি বাংলায় আসেননি, বানানো হয়েছে ‘মেসি মিষ্টি’, আর সেটি দেখতেই মানুষ যাচ্ছে সেই মিষ্টির দোকানে। অবাক হচ্ছেন? তবে এতে অবাক হওয়ার কিছুই নেই। আসলে আর্জেন্টিনা-মেসি জ্বরে কাবু বাংলার ছোট থেকে বুড়ো। তেমনই এক মেসি পাগল মিষ্টিওয়ালা দেখা গেল হাওড়ায়। মিষ্টির দোকানের নাম মা গন্ধেশ্বরী সুইটস। দোকানের মালিকের নাম কেষ্ট হালদার। তিনি মেসির এমনই ভক্ত যে, ক্ষীর দিয়ে বানিয়ে ফেললেন মেসি (FIFA World Cup)।

    ক্ষীর দিয়ে তৈরি মেসি

    হাওড়ার নেতাজী সুভাষ রোডের “মা গন্ধেশ্বরী সুইটস” বিশ্বকাপ ফাইনালের আগে বানিয়ে ফেলেছেন ১৭ কেজি ক্ষীর দিয়ে ৩ ফুটের মেসির মূর্তি। বানানো হয়েছে আস্ত বিশ্বকাপ ট্রফিও। এরই সঙ্গে বানানো হয়েছে আর্জেন্টিনার জার্সির রঙে রসগোল্লা, সন্দেশ। তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে সন্দেশ, আর্জেন্টিনার জার্সির আদলে সন্দেশ, ফুটবলের আকারে সন্দেশ সহ নানা স্বাদের মিষ্টি। তা দেখতে দোকানে ভীড় জমাচ্ছেন এলাকার বহু মানুষ এবং সকলেই ছবি তুলছেন সেখানে।

    ফুটবল ঘিরে বাঙালির উত্তেজনা বরাবরই তুঙ্গে। তার উপর এখন চলছে ফিফা বিশ্বকাপ। আরব দেশই হোক না কেন, তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না. তা কখনও সম্ভন নয়। তাই বরাবরের মত ফুটবল বিশ্বকাপ নিয়ে এবারও চরম উৎসাহ-উদ্দীপনা চলছে পশ্চিমবঙ্গে। আর এই উত্তেজনাতেই মিষ্টির দোকানের মালিকের এমন উদ্যোগ।

    আরও পড়ুন: মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব

    মিষ্টির দোকানের মালিক মেসির জয় নিয়ে দৃঢ়বিশ্বাসী

    মালিক কেষ্ট হালদার আর্জেন্টিনার অন্ধভক্ত, তিনি বলেন,  “এবার মেসির হাত ধরে বিশ্বকাপ আসবে। সেমিফাইনালে মেসি যেভাবে খেলেছেন, পায়ের জাদু দেখিয়ে দিয়েছেন। আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আমি গর্বিত।” তিনি দৃঢ়বিশ্বাসী যে, আজ মেসি তাঁর পায়ের জাদু দেখাবেই। তাঁর হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি। মেসি প্রথমার্ধেই দুটি গোল করবেন বলে তিনি আশাবাদী। সেই আশা নিয়েই মেসি ভক্তদের জন্য এই মেসির ক্ষীরের মূর্তি উৎসর্গ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই এলাকার আর্জেন্টিনার সমর্থকরা জানিয়েছেন, তাঁরা চান যে, মেসি যেন ফাইনালে সেরা ফর্ম নিয়ে জ্বলে ওঠেন (FIFA World Cup)।

    আর কিছুক্ষণ পরেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

    বিশ্বকাপে আজ কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা (FIFA World Cup)। হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের ফলাফল কী হবে তা এখনও জানা নেই। কিন্তু হাওড়ায় আর্জেন্টিনার সমর্থকরা চান, মেসির হাত ধরেই যেন তাঁদের প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া একে একে অনেক প্রিয় দল এবার বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। ফলে এখন একমাত্র মেসি ম্যাজিকের দিকেই তাকিয়ে বাংলার মানুষ সহ পুরো বিশ্ববাসী।

  • Jharkhand Crime: ঝাড়খণ্ডে যুবতীকে খুন করে ৫০ টুকরো, গ্রেফতার তাঁর স্বামী

    Jharkhand Crime: ঝাড়খণ্ডে যুবতীকে খুন করে ৫০ টুকরো, গ্রেফতার তাঁর স্বামী

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে (Delhi) ৩৫ টুকরো করা হয়েছিল শ্রদ্ধা ওয়ালকারের দেহ। রাজস্থানের জয়পুরে কাকিমাকে খুন করে দেহ ১০ টুকরো করেছেন এক শিক্ষিত যুবক! এবার প্রায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল ঝাড়খণ্ডে (Jharkhand)। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে স্ত্রীকে খুন করে ৫০ টুকরো করল জনৈক যুবক। জানা গিয়েছে, মৃত মহিলার নাম রুবিকা পাহাদিন। তাঁর স্বামী দিলদার আনসারিই তাঁকে খুন করেছে বলে অভিযোগ। দিলদারকে আটক করেছে পুলিশ।

    রুবিকা-দিলদার…

    পুলিশ সূত্রে খবর, রুবিকা দিলদারের দ্বিতীয় স্ত্রী। বছর দুয়েক ধরে তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। সম্প্রতি বিয়ে করেছিলেন। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ সাহেবগঞ্জের সান্থালি মোমিন তোলা এলাকা থেকে এক মহিলার টুকরো টুকরো দেহাংশ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করেছিল, বিয়ের প্রস্তাব দিয়ে ওই মহিলাকে ফাঁকা, শুনশান জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে খুন করা হয় তাঁকে। টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় দেহ। ওই যুবতীর পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করতে গেলে দেহাংশ উদ্ধারের কথা জানায় পুলিশ। দেহ শনাক্ত করেন মৃতের পরিবারের লোকজন।

    আরও পড়ুন: রাজস্থানে শ্রদ্ধাকাণ্ডের ছায়া! কাকিমাকে খুন করে ১০ টুকরো করলেন যুবক

    সাহেবগঞ্জের পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে বলেন, বছর বাইশের এক যুবতীর দেহের ১২টি টুকরো পাওয়া গিয়েছে সাহেবগঞ্জ এলাকা থেকে। ওই যুবতী আদিবাসী সম্প্রদায়ের। এখনও শরীরের বেশ কিছু অংশ খুঁজে পাওয়া যায়নি। সেগুলির খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ওই যুবতীর স্বামী দিলদার আনসারিকে আটক করেছে। যাঁকে হত্যা করা হয়েছে, তিনি দিলদারের দ্বিতীয় স্ত্রী। নৃশংস এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিশের।

    ঘটনার কড়া নিন্দা করেছেন বিজেপির ঝাড়খণ্ড মুখপাত্র প্রতুল সহদেব। তিনি বলেন, হেমন্ত সরকারে আমলে কন্যা সন্তানদের ওপর নৃশংসতার ঘটনা বাড়ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু ফ্রাসট্রেটেড মানুষ এই ঘটনা ঘটিয়ে চলেছে। তার পরেও সরকার ঠুঁটো হয়ে বসে রয়েছে। কিছুই করছে না। তিনি বলেন, যদি সরকার দৃঢ় কোনও পদক্ষেপ না করে, তাহলে আমরা পথে নামব। সরকারকে যোগ্য জবাবও দেব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: ‘যারা উন্নয়নের বিপক্ষে, তাদের লালকার্ড দেখানো উচিত’, শিলংয়ে বললেন মোদি

    PM Modi: ‘যারা উন্নয়নের বিপক্ষে, তাদের লালকার্ড দেখানো উচিত’, শিলংয়ে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: যারা উন্নয়নের পক্ষে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে, তাদের লালকার্ড (Red Card) দেখানো উচিত আমাদের। পূবে তাকাও (Look East) এবং পূবে কাজ কর (Act East)-এর বদলে নয়া নীতি হল পূবে কাজ কর এবং প্রথমে কর উত্তর পূর্বে। রবিবার মেঘালয়ের শিলংয়ে (Shillong) এই কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নর্থ-ইস্টার্ন কাউন্সিলের একটি বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি ভাষণ দেন। সেই সময়ই তিনি উত্তর পূর্ব ভারতের দিকে বেশি করে নজর দেওয়ার ওপর জোর দেন। প্রসঙ্গত, ১৯৭২ সালে উদ্বোধন হয়েছিল নর্থ ইস্টার্ন কাউন্সিলের। এই কাউন্সিলের এবার সুবর্ণ জয়ন্তী উৎসব। সেই উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি এবং নর্থ-ইস্টার্ন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।

    মোদি উবাচ…

    এদিন ওই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নর্থ ইস্টার্ন কাউন্সিলের যখন সুবর্ণ জয়ন্তী চলছে, তখন দেশে চলছে আজাদি কা অমৃত মহোৎসব। নর্থ ইস্টার্ন অঞ্চলের আটটি রাজ্যকে প্রধানমন্ত্রী অষ্টলক্ষ্মী বলে উল্লেখ করেন প্রায়ই। এদিন তিনি বলেন, সরকারের উচিত এই অঞ্চলে আটটি ফাউন্ডেশন পিলার তৈরি করা। এই আটটি পিলার কী, তা নিজেই ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। বলেন, এই আটটি পিলার হল শান্তি, ক্ষমতা, পর্যটন, ৫ জি কানেক্টিভিটি, সংস্কৃতি, প্রাকৃতিক আবাদ, স্পোর্টস ও পোটেনসিয়াল।

    আরও পড়ুন: “অনার কিলিং- এর নামে প্রতিবছর এ দেশে শয়ে শয়ে মানুষ খুন হয়”, উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

    উত্তর-পূর্বের রাজ্যগুলি যে তাঁর কাছে অবহেলিত নয়, এদিন তাও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার সরকারের কাছে উত্তর-পূর্ব ও তার সীমান্ত এলাকা দেশের শেষ এলাকা নয়। এটা প্রতিরক্ষা ও সমৃদ্ধির গেটওয়ে। এই রাজ্যগুলি থেকে যে অন্যান্য দেশের সঙ্গে ভারতের ব্যবসা হয় এবং নিরাপত্তা বজায় থাকে, তাও এদিন মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নর্থ-ইস্টে উন্নয়নের করিডর বানানোর ওপর জোর দিচ্ছি আমরা, সীমান্ত নিয়ে দ্বন্দ্বের জন্য নয়। মোদি বলেন, চলতি বছর উত্তর-পূর্বে পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্র ৭ লক্ষ কোটি টাকা ব্যয় করছে। আট বছর আগে এর পরিমাণ ছিল ২ লক্ষ কোটি টাকারও কম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Anti Hijab Protest: হিজাব বিরোধী আন্দোলনের সমর্থনে শাস্তি! গ্রেফতার অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী

    Anti Hijab Protest: হিজাব বিরোধী আন্দোলনের সমর্থনে শাস্তি! গ্রেফতার অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ইরানে সরকার-বিরোধী আন্দোলন ও বিক্ষোভে (Anti Hijab Protest) সামিল হওয়ার শাস্তি! ইরান পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে হিজাব বিরোধী বিক্ষোভের জেরে এবার অস্কারজয়ী অভিনেত্রী তারনেহ আলিদোস্তিকে গ্রেফতার করল ইরান সরকার। গতকাল শনিবার তাঁকে গ্রেফতার করা হয় বলে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে। গত ৮ ডিসেম্বর, সোশ্যাল মিডিয়ায় ইরানের হিজাব বিরোধী আন্দোলনের (Anti Hijab Protest) সমর্থনের পোস্ট করেছিলেন তিনি। এরপরেই জানা গিয়েছে, তারানেহকে দেশজুড়ে আন্দোলন সম্পর্কে ‘মিথ্যা ছড়ানোর’ অভিযোগে আটক করা হয়েছে।

    হিজাব বিরোধী আন্দোলনের সমর্থনে গ্রেফতার ইরান অভিনেত্রী

    এর আগেও সরকার বিরোধী (Anti Hijab Protest) আন্দোলনকে সমর্থন করায় ইরানে এক ব্যক্তি মহসেন শেখারিকে গ্রেফতার করা হয়েছিল ও তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবার সরকারের হাতে আটক অভিনেত্রীও। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, ৩৮ বছর বয়সি অভিনেত্রী তারনেহ আলিদোস্তিকে আটক করা হয়েছে। ২০১৬ সালের অস্কারজয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’ -এ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন তারনেহ। ২০১৬ সালে ছবিটি অস্কারও পায়। এবার তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিকৃত তথ্য প্রকাশ করে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে।

    আরও পড়ুন: প্রতিবাদী মহিলাদের বুক-যৌনাঙ্গ লক্ষ্য করে গুলি! প্রকাশ্যে ইরান সরকারের বর্বরতা

    অভিনেত্রী তারনেহর পোস্ট

    আলিদোস্তি গত ৮ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছিলেন, “আপনাদের নীরবতা মানে অত্যাচার ও অত্যাচারীর সমর্থন করা।” উল্লেখ্য, যে দিন আলিদোস্তি এই পোস্ট করেন, সে দিনই ইরানে সরকার-বিরোধী আন্দোলনে (Anti Hijab Protest) মহসেন শেখারিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি আরও লেখেন, “এই নৃশংসতা যে আন্তর্জাতিক সংস্থাগুলি দেখেও মুখ বুজে রয়েছে, তারা প্রত্যেকে মানবতার নামে লজ্জা।” এই পোস্টের কারণেই আলিদোস্তিকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

    উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের কবলে মাহশা আমিনির মৃত্যুর ঘটনার পরেই প্রতিবাদে গর্জে ওঠে ইরানের জনগণ (Anti Hijab Protest) । মহসেন শেখারিকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে ১২ ডিসেম্বর, ২৩ বছর বয়সী প্রতিবাদকারী মাজিদ্রেজা রাহনাভার্ডকেও প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। এই সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত আরও নয়জনকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার লোককে আটক করা হয়েছে এবং আন্দোলনে থাকার জন্য ৪০০ জনকে ১০বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে ইরান সরকার। অভিনেত্রী আলিদোস্তিও মাহশা-মৃত্যুর পর থেকেই সরকারের বিরুদ্ধে সরব, ফলে তাঁকেও রেহাই দিল না ইরান সরকার।

  • Russia-Ukraine War: ৭০টিরও বেশি মিসাইল হামলা রাশিয়ার! মৃত ৪, ইউক্রেন জুড়ে ‘ব্ল্যাকআউট’

    Russia-Ukraine War: ৭০টিরও বেশি মিসাইল হামলা রাশিয়ার! মৃত ৪, ইউক্রেন জুড়ে ‘ব্ল্যাকআউট’

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যু্দ্ধ (Russia-Ukraine War) যেন শেষ হওয়ার নাম নিচ্ছে না। ইউক্রেনে আক্রমণ আরও জোরদার করেছে রাশিয়া। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ উত্তর, দক্ষিণ ও পশ্চিমের শহরগুলোতে রুশ বাহিনী ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। সেইসঙ্গে চলেছে মস্কোর ড্রোন আক্রমণও। আর এই আক্রমণের জেরে রাজধানী কিয়েভ সহ সমগ্র ইউক্রেন জুড়ে ‘ব্ল্যাকআউটের’ প্রভাব পড়েছে জল সরবরাহ এবং অন্যান্য পরিষেবায়। এই হামলাকে রাশিয়ার সব থেকে বড় হামলার মধ্যে একটি ধরা হয়েছে। ইউক্রেনের দাবি, এই মিসাইল হামলার ফলে মোট ৪জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

    ইউক্রেনে মিসাইল হামলা

    সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এরপরেই প্রায় ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হামলা করে রুশ বাহিনী। ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে, মধ্য ক্রিভি রিহ-তে একটি অ্যাপার্টমেন্টে মিসাইল হানায় তিনজন মারা গিয়েছেন। এছাড়াও খেরসনের দক্ষিণেও রাশিয়ার হামলায় আরেকজনের মৃত্যু হয়েছে। রুশ হামলায় সবগুলো তাপ ও জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ব্যাপক ব্ল্যাকআউট হয়েছে এবং বিদ্যুৎ, জল সরবরাহও মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।

    জেলেনস্কির বার্তা

    এর আগে বৃহস্পতিবার কিয়েভকে সতর্ক করে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, নতুন বছরের শুরুর দিকে মস্কো সর্বাত্মক আক্রমণের পরিকল্পনা করেছে। আবার শুক্রবার ইউক্রেনের তরফে দাবি করা হয়, শীতের মধ্যেই কিভ দখলের লক্ষ্যে নতুন প্রস্তুতি শুরু করেছে প্রায় ২ লক্ষ রুশ ফৌজ। ফলে জেলেনস্কি ইউক্রেনবাসীদের সতর্কে থাকতে বলেছেন। অন্যদিকে মস্কো থেকে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীকে নিষ্ক্রিয় করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে (Russia-Ukraine War)।

    আরও পড়ুন: বাংলাদেশের অর্থনীতির হাঁড়ির হাল, কেন হল জানেন?

    জেলেনস্কির সাহায্যের আবেদন

    রাশিয়ার (Russia-Ukraine War) হামলা তীব্র করার পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কাছে আরও ব্যাপক হামলার জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। ইউক্রেনের পরিকাঠামোর ওপরে ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে শুরু করেছে রুশ বাহিনী। রাশিয়ার সঙ্গে মোকাবিলা করতে তিনি পশ্চিমী দেশগুলির কাছে আরও সাহায্য, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আবেদন জানিয়েছেন।

    হার মানতে নারাজ ইউক্রেন

    প্রেসিডেন্ট আরও বলেছেন, ইউক্রেন শক্তিশালী। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, মস্কো যতই মিসাইল হামলা চালাক না কেন, শক্তির ভারসাম্যে তেমন কোনও পরিবর্তন হবে না। তাঁর দাবি, ২৪ ফেব্রুয়ারি হামলার এক বছর হতে চললেও এতদিনে ইউক্রেনের সামান্য অংশই দখল করতে পেরেছে রাশিয়া। অন্যদিকে কিয়েভের এক বাসিন্দা বলেন, “তারা আমাদের ধ্বংস করতে চায়, এবং আমাদের দাস বানাতে চায়। কিন্তু আমরা আত্মসমর্পণ করব না। আমরা সহ্য করব।” আবার ইউক্রেনবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বিদ্যুৎ ব্যবহারে দেশবাসীকে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি (Russia-Ukraine War) ।

  • Nitin Gadkari: ২০২৪- এর মধ্যে ভারতের রাস্তা হবে যুক্তরাষ্ট্রের মতো, দাবি সড়ক পরিবহণ মন্ত্রীর

    Nitin Gadkari: ২০২৪- এর মধ্যে ভারতের রাস্তা হবে যুক্তরাষ্ট্রের মতো, দাবি সড়ক পরিবহণ মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি সড়ক পরিবহণ ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। পাশাপাশি, বৈদ্যুতিক যানবাহন সংক্রান্ত অগ্রগতিতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতাবস্থায়, গত শুক্রবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari) জানান যে, ২০২৪ সাল শেষ হওয়ার আগে ভারতের সড়ক পরিকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের সমান হবে।

    কী বলেন নিতিন? 

    এফআইসিসিআই- এর ৯৫ তম বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে নিতিন গড়কড়ি বলেন, “আমরা দেশে বিশ্বমানের সড়ক পরিকাঠামো তৈরি করেছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে, ২০২৪ সাল শেষ হওয়ার আগে আমাদের সড়ক পরিকাঠামো আমেরিকার সমান মানের হবে।” পাশাপাশি, লজিস্টিকের খরচের বিষয়ে, নিতিন গড়কড়ি (Nitin Gadkari) জানান, ২০২৪ সালের শেষ নাগাদ এটি ৯ শতাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেন্দ্র।” 

    কেন্দ্রীয়মন্ত্রী (Nitin Gadkari) বলেন, “আমাদের লজিস্টিক খরচ একটা বড় সমস্যা। বর্তমানে এই খরচ ১৬%। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, ২০২৪ সালের শেষ নাগাদ আমরা সেই খরচ ৯ শতাংশে নামিয়ে আনব।” মন্ত্রী আরও বলেন, “আমরা অন্যান্য বিকল্পগুলি গ্রহণ করে নির্মাণ কাজে স্টিলের ব্যবহার কমানোর চেষ্টা করছি। আমরা জানি যে নির্মাণ শিল্প কেবল পরিবেশ দূষণই ঘটায় না বরং বিশ্বের ৪০ শতাংশেরও বেশি পণ্য ও সম্পদ ব্যবহার করে।”

    আরও পড়ুন: ভারতে হামে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, মৃত্যু ৪০ জনের   

    নিতিন (Nitin Gadkari) বলেন, “আমরা সম্পদের ব্যয় কমানো এবং নির্মাণের মান উন্নত করার দিকে নজর দিচ্ছি। সিমেন্ট এবং ইস্পাত নির্মাণের প্রধান উপকরণ। তাই আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে নির্মাণ কাজে স্টিলের ব্যবহার কমানোর চেষ্টা করছি।”  

    তিনি (Nitin Gadkari) আরও বলেন, “বর্তমানে ভারত নিজেকে শক্তি রপ্তানিকারক হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সবুজ হাইড্রোজেন অদূর ভবিষ্যতে শক্তির একটি প্রধান উৎস হবে। এই সবুজ হাইড্রোজেন ভবিষ্যতে বিমান চলাচল, রেলপথ, সড়ক পরিবহণ, রাসায়নিক এবং সার শিল্পে শক্তির একটি প্রধান উৎস।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

       

  • FIFA World Cup: মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব

    FIFA World Cup: মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, রবিবাসরীয় সন্ধ্যায় ফুটবলে বিশ্বজয়ের শেষ লড়াইয়ে নামতে চলেছে আর্জেন্টিনা-ফ্রান্স। ভারতীয় সময় রাত সাড়ে আটটায় লুসাইল স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবেন মেসি এবং এমবাপে। বলাই বাহুল্য, একটি হাইভোল্টেজ ফাইনাল দেখতে চলেছে ফুটবল বিশ্ব। হতে চলেছে দুই মহাতারকার লড়াই। দুই ফুটবল প্রতিভার লড়াই। কার হাতে উঠবে বিশ্বকাপ (Qatar World Cup 2022)। কে জিতবেন গোল্ডেন বুট। কে টুর্নামেন্টের সেরা হবেন! ফাইনালের আগে সেই আলোচনায় উত্তাল ফুটবলবিশ্ব।

    কে পাবে গোল্ডেন বুট

    ২ ফুটবলারই এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট পাওয়ার অন্য়তম দাবিদার। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২ জনই পাঁচটি করে গোল করেছেন। ফাইনালে যদি কোনও প্লেয়ারই গোল করতে না পারেন, তবে কীভাবে গোল্ডেন বুট দেওয়া হবে? সেক্ষেত্রে পেনাল্টি থেকে যে বেশি গোল করেছেন, তাঁকেই গোল্ডেন বুট দেওয়া হবে। এখনও পর্যন্ত মেসি ৩টি গোল করেছেন পেনাল্টি থেকে। সেখানে এমবাপের পাঁচটি গোলের একটিও পেনাল্টি থেকে নয়। সেক্ষেত্রে মেসিই এগিয়ে এই অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে। কিন্তু যদি আউটফিল্ড গোল ও পেনাল্টি দুটোতেই সমান থাকেন দু জন। তবে অ্যাসিস্ট কার বেশি, সেই নিরিখে গোল্ডেন বুটের বিজয়ী বেছে নেওয়া হবে। অবশ্য ২ ফুটবলারই চাইবেন ফাইনালে গোল করে সংখ্যাটা বাড়িয়ে নিতে। 

    আরও পড়ুন: একমাসের আলোর ঝলকানি অতীত! বিশ্বকাপ ফাইনালের আগেই ভাঙা হাটে পরিণত কাতার

    দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। এবার মেসির শরীরী ভাষা বুঝিয়ে দিয়েছে, তিনিই কেন সেরা। প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাননি ডি মারিয়া ও ডিবালা। ফর্মে ছিলেন না লাউতারো মার্টিনেজের মতো ফুটবলার। তিন সেরা ফুটবলার রিজার্ভ বেঞ্চে। কিন্তু মেসি একাই খেলা তৈরি করেছেন। নিজে গোল করেছেন, করিয়েওছেন। মেসির হাত ধরে তৈরি হয়েছে আর্জেন্টিনার নতুন তারকা আলভারেজ, এঞ্জো ফার্নান্ডেজরা।অন্যদিকে এমবাপের কাছেও লড়াইটা সোজা ছিল না। গ্রিজম্য়ান ও তাঁর উপরেই অধিকাংশ ম্যাচে গোলের দায়িত্ব ছিল। ফরাসি সমর্থকরা চেয়েছেন, এমবাপে গোল করুন। ফাইনালে মেসির ফুটবল স্কিলের সঙ্গেই মূলত লড়াই তাঁর। ফুটবল বিশ্বের তাবড় তাবড় বিশেষজ্ঞরা এমবাপের উপরেই বাজি ধরছেন। মেসির শেষ ম্যাচে যদি এমবাপে গোল করে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে পারেন, সেটাই হবে ফরাসি ফুটবলারের সবথেকে বড় প্রাপ্তি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Avatar 2: মুক্তি পেয়েছে অবতার ২, প্রযুক্তির ব্যবহার তাক লাগিয়েছে দর্শকদের

    Avatar 2: মুক্তি পেয়েছে অবতার ২, প্রযুক্তির ব্যবহার তাক লাগিয়েছে দর্শকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মুক্তি পেয়েছে অবতারের দ্বিতীয় পার্ট (Avatar 2)। বহু প্রতীক্ষিত এই ছবির নাম অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার। ছবিটি পরিচালনা করেছেন কিংবদন্তী পরিচালক জেমস ক্যামেরুন। ছবিটিতে উন্নত প্রযুক্তির ব্যবহার তাক লাগিয়েছে দর্শকদের। ছবিটির দুর্দান্ত সিনেমাটোগ্রাফিও প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। ছবির গ্রাফিক্স ও ভিজুয়াল রিপ্রেজেন্টেশনও অসাধারণ। ৩ডি ফুটেজের সঙ্গে রয়েছে কম্পিউটার জেনারেটেড ইমেজারি গ্রাফিক্স। 

    কী কী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ছবিটিতে?

    ছবিটিতে (Avatar 2) অনেক কম্পিউটার জেনারেটেড ইমেজারি ব্যবহার করা হয়েছে। এর আগে এই প্রযুক্তি একমাত্র দেখা গিয়েছিল রবার্ট জেমেকিস পরিচালিত ছবি বেউলফ-এ। শুটিংয়ের সময় জেমস ক্যামেরুন যখনই কোনও অভিনেতার দিকে ক্যামেরা তাক করেছেন তাঁকে সেই একই সময়ে মনিটরে অবতার হিসাবেই দেখা গিয়েছে।

    অবতারদের জগতকে আরও সুন্দর দেখাতে রিয়েল টাইম মোশন ক্যাপচার ব্যবহার হয়েছে এই ছবিতে (Avatar 2)। এই প্রযুক্তি ব্যবহারের কারণে ছবির শুটিংয়ের সময় পরিচালক রিয়েল টাইমে অবতারের দুনিয়া দেখতে পেয়েছেন।

    আরও পড়ুন: ঐশর্য রাইয়ের জাল পাসপোর্ট! উত্তরপ্রদেশের গ্রেফতার তিন

    জেমস ক্যামেরুন-সহ এই ছবির (Avatar 2) অন্যান্য কলা কুশলীরা ছবিটি তৈরির জন্যে ১ বছরেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রতিটি শটকে নিখুঁত করতে বিশেষ নজর দেওয়া হয়েছিল। ছবিতে গ্রাফিক্সে আলো ও ছায়ার ব্যবহারও অসাধারণ। এই কাজে ব্যবহার হয়েছে ১০০০ টিবি হার্ড ড্রাইভ স্টোরেজ।

    এই ছবির শুটিং- এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ছবিতে (Avatar 2) শুটিংয়ের সময় অভিনেতারা নিজেদের মাথায় একটি ক্যামেরা অ্যাটাচ করেছিলেন। এই জন্য ব্যবহার হয়েছে বিশেষ ক্যামেরা রিগ। মুখের ডিজিটাল শট ক্যাপচার করার জন্য এই রিগ ব্যবহার হয়েছিল। এই রিগ মুখের সূক্ষ্ম নড়াচড়াও ক্যাপচার করতে সক্ষম হয়েছে।

    এই ছবিতে (Avatar 2) কোথাও নতুন সংলাপ ঢোকানোর প্রয়োজনে অথবা সংলাপ স্বচ্ছ করার জন্য অ্যাডিশনাল ডায়ালগ রিপ্লেসমেন্ট প্রযুক্তি ব্যবহার হয়েছে। ছবিটিতে ৩ ডি ফিউশন ক্যামেরাও ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি এই ছবিকে অন্য মাত্রা দিয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bilkis Bano: সুপ্রিম কোর্টে খারিজ বিলকিস বানোর আর্জি

    Bilkis Bano: সুপ্রিম কোর্টে খারিজ বিলকিস বানোর আর্জি

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court) খারিজ হয়ে গেল বিলকিস বানোর (Bilkis Bano) আর্জি। সাজার মেয়াদ শেষের আগেই মুক্তি দেওয়া হয় বিলকিসের ধর্ষকদের। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিলকিস। তাঁর তরফে রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টের কাছে বিলকিসের আইনজীবী শোভার দাবি ছিল, ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের মেয়াদ শেষের আগেই মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। আজ, শনিবার বিলকিস বানোর সেই আর্জি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত।

    বিলকিস ধর্ষণ মামলা…

    ১৫ অগাস্ট বিলকিস ধর্ষণ মামলায় ১১ জন সাজাপ্রাপ্তকে ছেড়ে দেয় গুজরাট সরকার। যাদের মুক্তি দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই ১৫ বছরেরও বেশি সময় জেলে ছিল। ঘটনার প্রতিবাদে সরব হন দেশের বিরোধী দলগুলির নেতারা। এরই মধ্যে দেশের শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করেন বিলকিস। আর্জিতে তাঁর দাবি, শীর্ষ আদালতের নির্দেশ লঙ্ঘন করে ওই ১১ জন ধর্ষককে ছেড়ে দিয়েছে গুজরাট সরকার। যা সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে।

    আরও পড়ুন: ২০২৪-লোকসভা নির্বাচনে রাজ্য থেকে অনেক বেশি আসন চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

    প্রসঙ্গত, ২০০২ সালে গোধরাকাণ্ডের পর গুজরাটে (Gujarat) শুরু হয় হিংসা। ৩ মে দাহোড় জেলার দেবগড়ে ভয়াবহ হামলা হয়। গ্রামের বাসিন্দা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে (Bilkis Bano) গণধর্ষণ করা হয়। আছড়ে মেরে ফেলা হয় তাঁর তিন বছরের মেয়েকে। তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যকে হত্যা করা হয়। এই অপরাধকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে কঠোর সাজার পক্ষে সওয়াল করেছিল সিবিআই (CBI)। ২০০৮ সালের ২১ জানুয়ারি মোট ১২ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। মামলা চলাকালীন একজনের মৃত্যু হয়। মুক্তি দেওয়া হয় ১১ জনকে।

    বিলকিসের (Bilkis Bano) পিটিশনে বলা হয়েছে, দেশ যখন ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন করছিল, তখন সব সাজাপ্রাপ্তকে আগাম মুক্তি দেওয়া হয়েছে। প্রকাশ্যে তাদের মালা পরানো হয়েছিল। দেওয়া হয়েছিল সংবর্ধনা। মিষ্টি বিতরণ করা হয়েছিল। তা থেকেই বর্তমান মামলাকারী (বিলকিস), পুরো দেশ ও দুনিয়া জানতে পারে যে দেশের অন্যতম জঘণ্য অপরাধে দণ্ডিতদের আগাম মুক্তি দেওয়া হয়েছে। যে ঘটনায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share