Blog

  • Delhi Liquor Scam: দিল্লি মদ কেলেঙ্কারিতে সিবিআইয়ের জেরার মুখে কেসিআর কন্যা কে কবিতা

    Delhi Liquor Scam: দিল্লি মদ কেলেঙ্কারিতে সিবিআইয়ের জেরার মুখে কেসিআর কন্যা কে কবিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় (Delhi Liquor Scam) সিবিআই জেরার মুখে পড়ে তেলঙ্গানা মুখ্যমন্ত্রী কেসিআর-এর কন্যা কে কবিতা। গতকাল, রবিবার বেলা ১১ টা নাগাদ হায়দ্রাবাদে কবিতার বানজারা হিলসের বাসভবনে সিবিআই গিয়ে পৌঁছয় ও টানা ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। গতকালের জেরা পর্ব ঘিরে বাড়ির সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কেসিআর কন্যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি দিল্লি মদ কেলেঙ্কারিতে যুক্ত রয়েছেন ও এই মামলায় কবিতা প্রায় ১০০ কোটি টাকা দিয়েছে আম আদমি পার্টি-কে। সূত্রের খবর, গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময়ে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।

    সিবিআই জেরার মুখে কে কবিতা…

    দিল্লি মদ কেলেঙ্কারিতে (Delhi Liquor Scam) কবিতার নাম উঠে এসেছে গত ৩০ নভেম্বর। এরপরেই ১১ ডিসেম্বর তাঁকে জেরা করা হবে বলে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। আর এর উত্তরে কবিতাও জানিয়েছিলেন যে, ১১ ডিসেম্বর তিনি তাঁর বাড়িতে থাকবেন ও দিল্লি আবগারি মামলার তদন্তে সহযোগিতা করবেন। অবশেষে গতকাল, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাসভবনে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, কবিতাকে কিছু তথ্যের পাশাপাশি তাঁর মোবাইল ফোনও জমা দিতে বলেছে সিবিআই। টিআরএস সূত্রের খবর, টিআরএস শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল, অযথা বাসভবনের বাইরে ভিড় না করার জন্য। দলের তরফেও সিবিআইকে এই মামলায় সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল।

    আরও পড়ুন: দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় উঠে এল কেসিআরের মেয়ে কে কবিতার নাম

    অন্যদিকে এই মামলায় (Delhi Liquor Scam) কবিতার বিরুদ্ধে ইডিও তদন্ত করছে। তাই ইডি সূত্রে জানা গিয়েছে, কবিতা তাঁর মোবাইল ফোন একাধিক বার পরিবর্তন করেছেন। অন্যদিকে, জেরার একদিন আগেই শনিবার তাঁর বাড়ির চারপাশে কবিতার সমর্থনে পোস্টার ছেয়ে যায়। তেলঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস-এর কর্মী-সমর্থকরা তাঁর ছবি নিয়ে স্লোগান দিয়ে মিছিল করে। পোস্টারে লেখা রয়েছে, “এক যোদ্ধার মেয়ে কখনও ভয় পাবে না। আমরা কবিতার সঙ্গে রয়েছি।”

    মামলাটি কী?

    দিল্লির আবগারি দুর্নীতির মামলায় ইডি দিল্লি আদালতে রিপোর্ট পেশ করে। সেখানে কে কবিতার নাম উঠে আসে। এই মামলায় অন্যতম অভিযুক্ত হলেন অমিত অরোরা। ফলে তাঁকে গ্রেফতার করা হয়েছে ও তাঁর বক্তব্যের ভিত্তিতেই কেন্দ্রীয় সংস্থা ইডি দাবি করেছে যে, কেসিআরের মেয়ে কে কবিতা “সাউথ গ্রুপ” এর একজন বিশিষ্ট সদস্য ছিলেন ও তিনি অন্য এক ধৃত ব্যবসায়ী বিজয় নায়ারের মাধ্যমে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতাদের অন্তত ১০০ কোটি টাকা দিয়েছিলেন। এখনও পর্যন্ত কবিতা সহ মদ কেলেঙ্কারিতে সাত অভিযুক্তের নাম উঠে এসেছে। এর মধ্যে দিল্লির ডেপুটি সিএম মণীশ সিসোদিয়ার ঘনিষ্ঠ সহযোগী, বিজয় নায়ার এবং হায়দ্রাবাদের ব্যবসায়ী অভিষেক বোয়নাপল্লির নাম রয়েছে।

  • Suvendu Adhikari: নন্দীগ্রামের ১৭টি পঞ্চায়েতের মধ্যে ১২টি বিজেপির! বিস্ফোরক ঘোষণা শুভেন্দুর

    Suvendu Adhikari: নন্দীগ্রামের ১৭টি পঞ্চায়েতের মধ্যে ১২টি বিজেপির! বিস্ফোরক ঘোষণা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: নন্দীগ্রাম থেকে বড় ভবিষ্যৎবাণী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। রবিবার নন্দীগ্রামের (Nandigram) সভা থেকে আগামী পঞ্চায়েত ভোট নিয়ে হুঙ্কার দিলেন সেখানকার ভূমিপুত্র। তিনি বলেন, ‘১৭টি পঞ্চায়েতের (Panchayat) মধ্যে ১২টি বিজেপির ঝুলিতে যাবে। ১৭টির মধ্যে ১২টি পঞ্চায়েতের প্রধান হবে বিজেপির। আর বাকি পাঁচটির প্রধান কে হবেন, সেটিও বিজেপির সদস্যরাই ঠিক করবেন।’ না! এখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা। তিনি আরও জানান,২টি পঞ্চায়েত সমিতিও বিজেপির ঝুলিতে যাবে। 

    কুণালকে হুঁশিয়ারি শুভেন্দুর

    রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন গোকুলনগরে, তখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জনসংযোগ সারলেন সোনাচূড়ায় ! আর তাঁদের চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জ ঘিরেই ফের তেতে উঠল নন্দীগ্রামের মাটি। নন্দীগ্রামের গোকুলনগরে ৩৬০০ বুথ কর্মীকে নিয়ে পঞ্চায়েতের প্রস্তুতি বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেই সময় নন্দীগ্রামের সোনাচূড়ায় পূর্ব নির্ধারিত জনসংযোগ কর্মসূচি – চাটাই বৈঠকে যোগ দেন কুণাল ঘোষ। তাৎপর্যপূর্ণ বিষয়, সম্প্রতি কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়া, নেতা ও কর্মীদের একাংশ ফের বিজেপিতে ফিরে যান শুভেন্দু অধিকারীর হাত ধরে। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, যত চাটাই সভা হবে, দলে ততই ছাঁটাই হবে।

    আরও পড়ুন: আজ হাজরায় শুভেন্দুর মেগা সমাবেশ! কাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বিরোধী দলনেতার

    গাড়ি নয় বাইকে করে প্রচার করুন

    পঞ্চায়েতের প্রতিটি বুথকে বিজেপির দুর্গ করে তুলতে হবে, এই বার্তা দিয়ে এদিনের সভামঞ্চ থেকে শুভেন্দু ঘোষণা করেন যে, পঞ্চায়েত ভোটের প্রচারে গ্রামে গ্রামে গাড়ি করে নয়, পঞ্চায়েত ভোটে বাইক ও টোটো চড়ে ঘুরবেন তিনি। কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতা শুভেন্দুর হুঁশিয়ারি, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি প্রকৃত গরীব মানুষজন বাড়ি না পেয়ে  শাসক দল ঘনিষ্ঠরা বাড়ি পান তাহলে প্রতিবাদ হবে’। বিজেপি সূত্রের খবর, আগামী ১৯ ডিসেম্বর দিল্লিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী  পঞ্চায়েতে শাসক দলের বিভিন্ন দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ একাধিক বিষয় নিয়ে  আলোচনা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suvendu Adhikari: আজ হাজরায় শুভেন্দুর মেগা সমাবেশ! কী খোলসা করবেন? তুমুল জল্পনা

    Suvendu Adhikari: আজ হাজরায় শুভেন্দুর মেগা সমাবেশ! কী খোলসা করবেন? তুমুল জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বর ধামাকার নির্ঘণ্ট ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর রাজ্যে ‘পালাবদলের’ দিন। আজ, সোমবার তার শুরু। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হাজরায় সভা রয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 

    সুকান্ত-শুভেন্দু পাশাপাশি

    এদিন কেন্দ্রীয় নেতাদের বাদ দিয়েই বিজেপি তৃণমূলের খাস তালুক হাজরায় মেগা সমাবেশের আয়োজন করেছেন যা রাজ্য বিজেপির কাছে চ্যালেঞ্জ। এই সভায় দশ হাজার জমায়েতের হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উত্তর কলকাতার জমায়েত হবে ম্যাডক্স স্কোয়ারে। দক্ষিণ কলকাতা জেলার কর্মীরা সরাসরি হাজরা মোড়ে আসবেন। আর দক্ষিণ ২৪পরগনা থেকে যাঁরা আসবেন তাঁরা দক্ষিণ শহরতলির কোথাও জমায়েত হবে বলে জানা গিয়েছে।

    হটুগঞ্জের ঘটনার প্রতিবাদে সভা

    ৩ ডিসেম্বর, ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভায় যোগ দিতে যাওয়ার পথে, হটুগঞ্জে বিজেপি কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদেই আজ মমতার এলাকায় সভা করবেন শুভেন্দু-সুকান্ত। আগামীকাল হাজরা মোড়ে পাল্টা সভা করবে তৃণমূল। এদিন হাজরার জনসভায় মঞ্চে পাশাপাশি দেখা যাবে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। ভোটের বাংলায় দুই শীর্ষ নেতার ভোকাল টনিকের অপেক্ষায় এখন রাজ্যের গেরুয়া শিবির। তবে শুধু পদ্মশিবিরই নয়, হাজরার সভায় বাড়তি নজর শাসক দলেরও। শুভেন্দুর সভা নিয়ে প্রথমে আইনি জটিলতা থাকলেও বৃহস্পতিবার হাইকোর্ট জানায় হাজরায় ১২ ডিসেম্বর ও কাঁথিতে ২১ ডিসেম্বর শুভেন্দু সভা করতে পারবেন। তবে মেনে চলতে হবে শব্দবিধি। 

    ডিসেম্বর হুঁশিয়ারি

    গত কয়েকমাস ধরেই, বারে বারে ডিসেম্বর নিয়ে নতুন নতুন সব হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফলে ডিসেম্বর নিয়ে কৌতুহলের পারদও বেড়েছে পাল্লা দিয়ে! আর এবার তো সরাসরি তারিখও বলে দিয়েছেন তিনি! এই আবহে এই দিনটির দিকে তাকিয়ে ছিলেন সকলেই। এদিকে, আজই ৩ দিনের মেঘালয় সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata)। আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয় ও ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। গত ২ বছর ধরে ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বিস্তারের চেষ্টা চালাচ্ছে তৃণমূল। এবার তাদের লক্ষ্য মেঘালয়।

    আরও পড়ুন: বর্ধমান স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি টাকার সোনা, গ্রেফতার ২

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ramakrishna Sarada Mission: সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসান

    Ramakrishna Sarada Mission: সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসান

    মাধ্যম নিউজ ডেস্ক: অমৃতলোকে পাড়ি দিলেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা (Sarada Math president) প্রব্রাজিকা ভক্তিপ্রাণা (Pravrajika Bhaktiprana)। রবিবার রাত ১১টা ২৪ মিনিট নাগাদ তিনি ইহলোক ছেড়ে চলে যান।  দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে কয়েক দিন ধরে ভক্তিপ্রাণা মাতাজি চিকিৎসাধীন ছিলেন। ৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ সন্ন্যাসিনীকে। হাসপাতালে আইসিইউতে ছিলেন তিনি। জানা যাচ্ছে, ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে ছিল। তীব্র জ্বরেও আক্রান্ত ছিলেন। রবিবার দুপুর থেকে তাঁর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক হয়ে যায়।  বিকেলে তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ১০২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতে তাঁর দেহ আনা হয় টালিগঞ্জে মাতৃ ভবনে। সকাল ১০টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে সারদা মঠে। 

    কর্মযোগী

    ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সহ অধ্যক্ষা পদে নিযুক্ত হন প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। ২০০৯ সালে সঙ্ঘের তৃতীয় অধ্যক্ষা প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণার মৃত্যুর পরে, ওই বছরের ২ এপ্রিল ওই পদে বসেন ভক্তিপ্রাণা মাতাজি। টানা ১৩ বছর তিনি অধ্যক্ষা পদের দায়িত্ব সামলেছেন। সারা জীবন সমাজ ও মানব কল্যাণের জন্য কাজ করেছেন ভক্তিপ্রাণা মাতাজি। তার আগে দীর্ঘ সময় তিনি টালিগঞ্জের মাতৃভবন হাসপাতালের সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর হাত ধরেই ওই হাসপাতাল ১০ শয্যার প্রসূতি সদন থেকে ১০০ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত হয়। সেখানে সকলের কাছে তিনি ছিলেন ‘বড় মা’ নামে পরিচিত। ধাত্রী বিদ্যায় পারদর্শী মাতাজি আপন স্নেহে ও মমতায় সারদা মাতৃভবনকে মা ও শিশুদের চিকিৎসার নির্ভরযোগ্য হাসপাতাল হিসেবে সমাজের বুকে প্রতিষ্ঠা করেছিলেন।

    আরও পড়ুন: সারদা মায়ের জন্মভিটেতেও পুজো হয় দেবী জগদ্ধাত্রীর! জানেন এর পিছনের গল্প?

    পূর্বাশ্রম

    ১৯২০ সালের অক্টোবরে কলকাতাতে জন্মগ্রহণ করেন তিনি।   ছোটবেলা থেকেই ঈশ্বরের প্রতি ভক্তি ছিল অগাধ। যোগাযোগ ছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গেও। সারদেশ্বরী আশ্রম ও হিন্দু বালিকা বিদ্যালয়ের পাঠ শেষ করে তিনি নার্সিং প্রশিক্ষণ নেন। ১৯৫০ সালে টালিগঞ্জের মাতৃভবন হাসপাতালে নার্স হিসেবে কাজে যোগ দেন। ১৯৫৩ সালে ভক্তিপ্রাণা মাতাজীকে ব্রহ্মচর্যে দীক্ষা দেন শ্রী রামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্য তথা রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্থ অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ। অনেকের কাছে তিনি পরিচিত ছিলেন পূর্বাশ্রমের নাম কল্যাণীদি হিসেবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।     

  • Gujarat: সুর বদল গুজরাটের আপ বিধায়কের! বিজেপিতে যোগ দিতে চলেছেন ভূপত ভায়ানি?

    Gujarat: সুর বদল গুজরাটের আপ বিধায়কের! বিজেপিতে যোগ দিতে চলেছেন ভূপত ভায়ানি?

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে (Gujarat) বড় ধাক্কা খেতে পারে আম আদমি পার্টি! গুজরাট বিধানসভায় (Gujarat Assembly Elections 2022) প্রথমবার খাতা খুলেছে আম আদমি পার্টি (AAM Admi Party)। নরেন্দ্র মোদির রাজ্যে ব্যাপক প্রচার করেও আপ জেতে মাত্র ৫টি আসনে। তবে এতেও স্বস্তি নেই। কারণ সূত্রের খবর মারফত জানা গিয়েছে, আপের জয়ী পাঁচ বিধায়কই এখন বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এদের মধ্যে যাঁর নাম বেশি শোনা যাচ্ছে তিনি হলেন গুজরাটের (Gujarat) ভিসাভাদারের আপ বিধায়ক ভূপত ভায়ানি। ফলে গুজরাট বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের ৭২ ঘণ্টা না পেরোতেই শুরু হয়ে গিয়েছে দল বদলের খেলা।

    সংবাদমাধ্যমে কী বলতে শোনা গেল আপ বিধায়ককে?

    সদ্য নির্বাচিত আপ বিধায়ক ভূপত ভায়ানি সংবাদমাধ্যমে বললেন, “আমি বিজেপিতে যোগদান করিনি… আমি জনগণকে জিজ্ঞাসা করব আমার বিজেপিতে যোগ দেওয়া উচিত কি না।” এদিন তিনি আরও জানান, তাঁর নির্বাচনী এলাকার মানুষ, তাঁর সমর্থক এবং কৃষকদের সঙ্গে দেখা করার পরে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, “আমার এলাকার সমস্যাগুলো যাতে সমাধান করতে পারি সেজন্য সরকারে যোগ দিতে চাই। সরকারের সঙ্গে যোগাযোগ না থাকলে কাজ করব কিভাবে?”

    আরও পড়ুন: হিমাচলে মুখ্যমন্ত্রী পদে সুখবিন্দর সিং সুখুর নাম চূড়ান্ত, তিনি কে জানেন?

    ভূপত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদি ও আরএসএস-এর

    গুজরাট (Gujarat) নির্বাচেনর ফলাফলের পরেই সুর বদল আপ বিধায়কের! প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে ভূপত ভায়ানি বলেন, “আমি নরেন্দ্র মোদিকে পছন্দ করি। তিনি দেশের অহংকার। সমস্ত গুজরাটিরা প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে গর্বিত। আমিও গর্বিত।” গুজরাট নির্বাচনে বিজেপির জয় নিয়ে তিনি বলেছেন যে, “আমি এই আদেশকে সম্মান করি, এটি একটি ঐতিহাসিক ম্যান্ডেট। আগে আমি বিজেপিতেই ছিলাম আর বিজেপি আমার পরিবার। তবে এখন পর্যন্ত আমি আপে আছি, বিজেপিতে যোগ দেইনি।”

    ভিসাভাদার আসন থেকে নির্বাচিত বিধায়ক

    ভূপত ভায়ানি সম্প্রতি শেষ হওয়া রাজ্য (Gujarat) বিধানসভা নির্বাচনে জুনাগড় জেলার ভিসাভাদার আসনে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন। ভায়ানি বিজেপিতে যোগ দিলে রাজ্য বিধানসভায় বিজেপির শক্তি বেড়ে দাঁড়াবে ১৫৭। আরও চার জন আপ বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে।

    ফলে জুনাগড়ের ভিসাভাদার থেকে নির্বাচিত আপ বিধায়ক ভূপত ভায়ানির দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে। অন্যদিকে নির্বাচনী প্রচারে আপ নিজেদের বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছিল। নির্বাচনের ফলে খুশি আপ। তারা বলছে, এটি কেজরিওয়ালের সৎ রাজনীতির জয়। আপ জানিয়েছে, আগামী বছর তারা ছত্তিশগড়, কর্ণাটক, রাজস্থান এবং মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে বেশিরভাগ আসনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছে। কিন্তু তার আগেই গুজরাটের (Gujarat) নব-নির্বাচিত আপ বিধায়কদের দলবদলের জল্পনায় অস্বস্তি বাড়ল আম আদমি পার্টির।

  • Congress Leader Arrested: ‘মোদিকে খুন করতে প্রস্তুত হোন’, মন্তব্যের জেরে গ্রেফতার কংগ্রেস নেতা

    Congress Leader Arrested: ‘মোদিকে খুন করতে প্রস্তুত হোন’, মন্তব্যের জেরে গ্রেফতার কংগ্রেস নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মোদিকে (PM Modi) খুন করতে প্রস্তুত হোন’ মন্তব্যের জেরে গ্রেফতার মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা (Congress Leader Arrested) রাজা পাতেরিয়া। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে। মধ্যপ্রদেশের দামো জেলার হাতার বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই কংগ্রেস নেতাকে। রাজা পাতেরিয়াকে তাঁর বাড়ি থেকে পুলিশের জিপে তোলার ভিডিও প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, সোমবার একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এই কংগ্রেস (Congress) নেতা। তাঁর সেই বার্তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর পরেই কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী পাতেরিয়ার বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। পরে করা হয় গ্রেফতার।

    রাজা পাতেরিয়া উবাচ…

    ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী রাজা পাতেরিয়া বলছেন, মোদি নির্বাচনকে শেষ করে দেবেন। ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে বিভাজন করবেন মোদি। দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের জীবন বিপন্ন। সংবিধান বাঁচাতে হবে মোদিকে হত্যা করতে প্রস্তুত হোন। এর পরেই এই কংগ্রেস নেতা বলেন, মোদিকে হত্যা করতে আপনারা তৈরি থাকুন। তাঁকে নির্বাচনে পরাস্ত করার অর্থে হত্যা করার কথা বলছি। মধ্যপ্রদেশের এই প্রাক্তন মন্ত্রীর এহেন সংলাপ প্রকাশ্যে আসতেই পুলিশে অভিযোগ দায়ের করে মধ্যপ্রদেশ সরকার। পান্না জেলার পাওয়ি থানায় দায়ের হয় অভিযোগ। মঙ্গলবার কাকভোরে গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রীকে (Congress Leader Arrested)।

    আরও পড়ুন: গুজরাতসহ গোটা দেশকে ধ্বংস করেছে কংগ্রেস, প্রচার মঞ্চ থেকে নরেন্দ্র মোদি

    মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিশানা করেন রাহুল গান্ধীকে। তিনি বলেন, যাঁরা ভারত জোড় যাত্রার ভান করছেন, তাঁদের প্রকৃত মুখটা বেরিয়ে আসছে। তিনি বলেন, এরকম মন্তব্য করা গুরুতর অপরাধ। এটা কংগ্রেসের নীতি কিনা, সে ব্যাপারে রাহুল গান্ধীর জবাব দেওয়া উচিত। তিনি বলেন, এর ফল বিপজ্জনক হতে পারে। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। বিবৃতি জারি করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস লড়াইয়ের ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এঁটে উঠতে পারছে না। তাই তারা প্রধানমন্ত্রীকে হত্যার কথা বলছে। এটা ঘৃণার প্রকাশ। তিনি বলেন, কংগ্রেসের প্রকৃত সত্তা বেরিয়ে আসছে। আইন ব্যবস্থা নেবে। মধ্যপ্রদেশের মন্ত্রী বিজেপির নরোত্তম মিশ্র বলেন, মাহাত্মা গান্ধীর আদর্শ ভুলে কংগ্রেস ইটালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনির পথে চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Lalan Sheikh: লালনের মৃত্যুতে অস্বস্তিতে সিবিআই, দিল্লি থেকে রিপোর্ট তলব, বাড়ানো হল কেন্দ্রীয় নিরাপত্তা

    Lalan Sheikh: লালনের মৃত্যুতে অস্বস্তিতে সিবিআই, দিল্লি থেকে রিপোর্ট তলব, বাড়ানো হল কেন্দ্রীয় নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh) মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। গতকালের ঘটনার পর বগটুই ফের খবরের শিরোনামে। লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রামপুরহাট। এদিকে পরিস্থিতি যাতে আরও শোচনীয় হয়ে না পড়ে তার জন্য সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে সিবিআই হেফাজতে থাকাকালীন লালনের মৃ্ত্যুতে অস্বস্তিতে সিবিআই। ফলে রাতেই দিল্লির সিবিআই দফতর থেকে সেই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয় বগটুই তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিকদের থেকে। এর পাশাপাশি, এই ঘটনায় বিভাগীয় তদন্তও শুরু করেছে সিবিআই।

    কড়া নিরাপত্তা রামপুরহাটে

    রামপুরহাটের যে অস্থায়ী ক্যাম্পে লালনকে (Lalan Sheikh) রাখা হয়েছিল ও যেখানে তার মৃত্যু হয়েছে, সেখানে সোমবার রাতেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যাতে কোনও অশান্তি না হয় তাই সেই জায়গা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাখা হয়েছে। এছাড়াও আজ, মঙ্গলবার সকালে রামপুরহাটে পৌঁছেছেন আরও কয়েকজন সিবিআই আধিকারিক। রামপুরহাট মেডিক্যাল কলেজেও নিরাপত্তা বাড়িয়েছে বীরভূম জেলা পরিষদ। বগটুই গ্রামেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার কিছুক্ষণের পর থেকেই এলাকা পুরো থমথমে হয়ে রয়েছে।

    আরও পড়ুন: নিরাপত্তায় ছিল রাজ্য পুলিশ! ভূমিকা খতিয়ে দেখা হোক, লালনকাণ্ডে শুভেন্দু

    অন্যদিকে বগটুইতে লালনের বাড়ির সামনে নতুন করে যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, তা নিশ্চিত করতে আলাদা করে নিরাপত্তা দেওয়া হয়েছে পরিবারকেও। আজ লালনের দেহের ময়নাতদন্ত করা হবে। তার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

    লালন শেখের মৃত্যুতে চাপে সিবিআই

    সূত্রের খবর, সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন লালনের (Lalan Sheikh) মৃত্যু হয়েছে। আর তাতেই উঠছে প্রশ্ন। যদিও সিবিআইয়ের দাবি, লালন আত্মঘাতী হয়েছে। কিন্তু পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। ফলে স্বভাবতই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিবিআই-এর অন্দরেও উঠছে প্রশ্ন। সত্যিই লালনের মৃত্যুর ঘটনায় কারও গাফিলতি রয়েছে কি না, নিজেদের অভ্যন্তরীণ তদন্তে তাও খুঁজে বের করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ঘটনার সময় যেসব সিবিআই আধিকারিক অফিসে উপস্থিত ছিলেন, তাদের বয়ান নথিভুক্ত করা হবে। সোমবার রাতেই লালন শেখের (Lalan Sheikh) মৃত্যুর ঘটনায় প্রাথমিক রিপোর্ট সিবিআই-এর পক্ষ থেকে দিল্লির সদর দফতরে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

  • Saptahik Rashifal: আপনার ভাগ্য কী বলছে? সাপ্তাহিক রাশিফল ১১-১৭ ডিসেম্বর

    Saptahik Rashifal: আপনার ভাগ্য কী বলছে? সাপ্তাহিক রাশিফল ১১-১৭ ডিসেম্বর

    সাপ্তাহিক রাশিফল মেষ রাশি (Aries Saptahik Rashifal): 

    এই রাশির জাতকদের এই সপ্তাহটি তেমন ভাল কাটবে না। এই সময়ের মধ্যে আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। চাকরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আপনার সমন্বয়ের অবনতি হতে পারে। চাকরি পরিবর্তনের জন্য তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের শুরুটা ব্যবসায়ীদের ভাল কাটবে, কিন্তু তার পরের সময়টা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। কাজে বাধা আসতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। আর্থিক দুশ্চিন্তা থাকবে। আয় কম হবে, তাই সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে। কোনও ধরনের আঘাত হতে পারে। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা খুব গুরুত্বপূর্ণ হবে, অন্যথায় আপনি বিরক্ত হবেন। ডায়াবেটিস রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা আসতে পারে। জিনিসপত্র সাবধানে রাখুন। রোমান্টিক সম্পর্কে সতর্ক থাকুন। বিদেশ যাত্রার জন্য শুভ সময়। অতীতের কোনো ঘটনা আপনাকে বিচলিত করতে পারে। ঘরের নির্মাণ কাজ করা যাবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দেবে। প্রেম জীবনের জন্য সময় ভালো যাবে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় সাফল্য পাবে।

    সাপ্তাহিক রাশিফল বৃষ রাশি (Taurus Saptahik Rashifal):  

    নিজেকে প্রাণবন্ত করে তুলুন। বিয়ের জন্য অনুকূল সময়। অংশীদারি ব্যবসায় লাভবান হতে পারেন। পারিবারিক শান্তির অভাব হবে। দাম্পত্য ও পারিবারিক জীবনে মতানৈক্য এড়িয়ে চলুন। প্রেমে আপনার সাফল্য নির্ভর আপনার মানসিক দৃষ্টিভঙ্গির ওপর। আর্থিক অবস্থা ভালো থাকবে।‌ আপনার কাজে মনোযোগ দিন। সহকর্মীদের অন্ধভাবে বিশ্বাস করবেন না। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের জন্য এই সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। এই সময়ে আপনি আপনার পিতা-মাতার কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। আর্থিক দিক দিয়ে এই সময়টি ভাল কাটতে পারে। এই সময়ে আপনাকে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক সমর্থন দেখতে পাবেন। আপনার সম্পদও বাড়তে পারে। আপনি যে কোনও ভাল স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। ব্যয় হ্রাস পাবে এবং প্রচুর আয় হবে। আপনার আয় বৃদ্ধির গতি দেখে আপনি নিজেই অবাক হবেন। বিবাহিত জীবনে কিছুটা উত্তাপ বাড়তে পারে তবে প্রেম জীবনের জন্য সময় খুব ভালো। আপনারা দুজনেই আপনাদের ভালবাসা উপভোগ করবেন এবং একসঙ্গে যে কোনও ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান-পতন থাকবে। চাকরিতে সাফল্য পাবেন। ব্যবসায়িক ব্যক্তিদের কিছু নতুন ক্ষেত্রে মনোযোগ দিতে হবে।

    সাপ্তাহিক রাশিফল মিথুন রাশি (Gemini Saptahik Rashifal):  

    সপ্তাহে চাকরির পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। চাকরিজীবীদের কাজের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বসও আপনার ওপর নজর রাখবেন। আপনি যদি ভুল করেন, তবে আপনাকে দেওয়া দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে বা আপনাকে আপনার চাকরিও হারাতে হতে পারে। ব্যবসায়ীরা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আয় ভালো হবে কিন্তু আপনার উপর অনেক কাজের চাপ থাকবে কিন্তু এটাই আপনার গুণ যে আপনি আপনার কাজের চাপও উপভোগ করবেন। হাত থেকে অর্ডার চলে যেতে পারে এবং বড় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন। কোনও আশা পূরণ হতে পারে। বন্ধুর কাছ থেকে সবরকমের সহযোগিতা পাবেন। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। যানবাহন ব্যবহারে সতর্ক থাকার চেষ্টা করবেন। নিজেদের প্রতি বেশি মনোযোগ দিতে হবে এবং আপনিও দেবেন। কীভাবে আপনার ব্যক্তিত্বকে উন্নত করা যায় এবং কীভাবে আরও ভাল এবং স্মার্ট দেখা যায় সেদিকে আপনার মনোযোগ থাকবে। বিবাহিত জীবনে সুখ থাকবে এবং আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে দূরে কোথাও চলে যাবেন। প্রেম জীবনে কিছু সমস্যা হতে পারে। আপনার অতি স্মার্টনেস আপনাকে শুধু কষ্ট দিতে পারে। ছাত্রদের পড়াশোনায় আরও মনোযোগের প্রয়োজন হবে কারণ আপনার মন ঘুরপাক খাবে। আয় হবে স্বাভাবিক। পারিবারিক জীবনে সুখ থাকবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। ঘরোয়া দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করুন। স্বাস্থ্য ভাল থাকবে না।

    সাপ্তাহিক রাশিফল কর্কট রাশি (Cancer Saptahik Rashifal): 

    সপ্তাহটি আপনার জন্য ভাল। কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। পারিবারিক কারণে টেনশনে থাকতে পারেন। অর্থনৈতিক ব্যাপারে সতর্ক থাকতে হবে। আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে সফলতা পাবেন। কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। শারীরিক ও মানসিক দিকে সুশৃঙ্খল জীবনযাপন করার চেষ্টা করুন। সপ্তাহের শুরুতে খরচ ও স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে। মানসিক চাপ বাড়বে। ঠান্ডা বা জ্বরের অভিযোগ থাকতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে, যা আপনাকে বিরক্ত করবে। আপনার উপর কাজের চাপও থাকবে এবং আপনার মন কাজে কম বোধ করতে পারে তবে আপনাকে মনোযোগ দিতে হবে, অন্যথায় চাকরিতে সমস্যা হতে পারে। এতে সফলতা আসবেই। ব্যবসায়ীদের সময়টি খুব ভাল কাটবে। সরকারি চাকরিজীবীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর কাজের চাপ বাড়তে পারে। কিছু মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে, তবে ভাগ্যের পূর্ণ সমর্থন থাকবে এবং আটকে থাকা কাজও হবে। আপনি প্রেম জীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য পাবেন। আপনি আপনার সঙ্গীর সমর্থন পাবেন। শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় ভালো সাফল্য পাবেন।  পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

    সাপ্তাহিক রাশিফল সিংহ রাশি (Leo Saptahik Rashifal): 

    আপনার ক্রমবর্ধমান আয় আপনাকে আনন্দ দেবে এবং আপনার মুখ উজ্জ্বল হবে। খরচ কম হবে কিন্তু আপনি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনবেন। পরিবারের কারও স্বাস্থ্যের অবনতি হতে পারে, যার কারণে আপনার সমস্যা হবে, তবে আপনি জমি এবং সম্পত্তির বিষয়ে সাফল্য পাবেন। কোনও সম্পত্তি অধিগ্রহণ করা যেতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেম জীবনের জন্য সময় ভালো যাবে। প্রেমে মজা থাকবে আর রোমান্সও থাকবে। বিবাহিতরা গৃহস্থ জীবনে সুখী হবেন এবং শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কও ভালো থাকবে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় কিছু বাধার সম্মুখীন হবে। সম্পর্কের জটিলতা তৈরি হতে পারে। মানসিক প্রশান্তি বজায় রাখার চেষ্টা করবেন। কর্মস্থলে আপনার সুনাম ও মর্যাদা বাড়বে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল কাটবে না। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি স্বাভাবিক কাটবে। চাকরিজীবীদের মুলতুবি কাজের বোঝা কমতে পারে। ব্যবসায়ীদের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। প্রিয়জনের সাহায্যে আপনার কোনও বড় সমস্যাও সমাধান হতে পারে। থাইরয়েডের রোগীরা সময়মতো ওষুধ খান। 

    সাপ্তাহিক রাশিফল কন্যা রাশি (Virgo Saptahik Rashifal): 

    সপ্তাহের শুরুতে মীন রাশির জাতক জাতিকাদের দারুণ সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার কাজের উপর থাকবে এবং আপনার চাকরিতে আপনার অবস্থানকে আরও শক্তিশালী করার দিকে মনোনিবেশ করবে। ব্যবসাও দ্রুত বৃদ্ধি পাবে। কিছু নতুন সংযোগ যোগ করা হবে এবং আপনি ব্যবসায় নতুন সংযোগ খুঁজে পেতে সক্ষম হবেন। খরচ কম হবে এবং আয় ভালো হবে এবং আপনার কোনও কাজই থেমে থাকবে না। বিবাহিত জীবনে রোমান্সের মুহূর্ত আসবে। প্রেম জীবনের লোকেরাও তাদের সম্পর্কের মধ্যে রোমান্স অনুভব করবে এবং একে অপরকে প্রচুর সময় দেবে। শিক্ষার্থীরা পড়াশোনার সুবিধা পাবেন। আপনি একটি টাইম টেবিল তৈরি করে পড়াশোনা করতে চান। বাড়িতে লোকজন আসা-যাওয়া করতে থাকবে। স্বাস্থ্য দুর্বল হবে। পারিবারিক জীবনে বিবাদ বাড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে, বিশেষ করে বাবার সঙ্গে। ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা কাজে মনোযোগ দিন। অর্থের দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিক কাটবে। আজ আপনার পেটের কোনও সমস্যা হতে পারে। নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে ভালো থাকবেন। পেশাগত কাজে সফলতা আসতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। এ সপ্তাহে আপনার কাজের চাপ বাড়বে। সামাজিক অগ্রগতি ও যোগাযোগ বাড়বে। উচ্চশিক্ষার জন্য বেশ সম্ভবনাময় সপ্তাহ।

    সাপ্তাহিক রাশিফল তুলা রাশি (Libra Saptahik Rashifal): 

    ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে। চাকরিজীবীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ছোটো ভাই বা বোন এই সময়ে বড় সাফল্য পেতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। এই সময়ে আপনার স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে। সপ্তাহের শুরুতে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। মানসিক চাপ দূর হবে। আত্মবিশ্বাস বাড়বে। কিছু স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করবে তবে আপনি সেগুলি থেকে বেরিয়ে আসবেন। চাকরিতে ভালো সাফল্য পাবেন। ব্যবসায় চ্যালেঞ্জ থাকবে। প্রেম জীবনের জন্য সময় খুব ভালো যাবে কিন্তু বিবাহিত জীবনে সমস্যার সম্মুখীন হতে হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় সুবর্ণ সুযোগ পাবেন। নিজের প্রতি বিশ্বাস বৃদ্ধি করুন। যোগাযোগ ও তথ্য বিভ্রাট তৈরি হতে পারে। ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহারে সতর্ক থাকুন। অর্থলেনদেন বা আদানে সতর্ক থাকুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভবনা আছে। ভ্রমণে সতর্ক থাকুন। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বিদেশিক সূত্রে লাভবান হতে পারেন।

    সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক রাশি (Scorpio Saptahik Rashifal): 

    সপ্তাহের শুরুটা দুর্বল হবে। ওষুধের ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময়ের মধ্যে তাঁরা ভাল ফল পেতে পারেন। শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। এই সময়ে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পেতে পারেন। গৃহ সংক্রান্ত বিষয়ে গোলযোগ তৈরি হতে পারে। আর্থিক বিনিয়োগে সতর্ক থাকুন। কারও অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। উচ্চশিক্ষায় ও গবেষণার সঙ্গে যুক্তদের জন্য বেশ সম্ভবনাময় সপ্তাহ। অংশীদারি ব্যবসায় সফলতা পাবেন। সবার প্রতি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। মানসিক চাপে ভুগবেন। কেউ কেউ খুব বেশি চিন্তা করবে, যা স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। অপ্রয়োজনীয় খরচ আপনার টেনশন বাড়াবে কিন্তু আয় ভালো হবে। পরীক্ষায় ভালো ফল পাবেন। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। বিবাহিতদের পারিবারিক জীবন ভালো থাকবে এবং প্রেমিকার সঙ্গে প্রচুর রোমান্স উপভোগ করবেন, প্রেমের জীবন সম্পর্কে কি বলব। চাকরিতে চ্যালেঞ্জ বাড়বে। ব্যবসায়ীরা লাভবান হবেন।

    সাপ্তাহিক রাশিফল ধনু রাশি (Sagittarius Saptahik Rashifal): 

    যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের সপ্তাহের শুরুটি খুব ভাল হতে চলেছে। টার্গেট ভিত্তিক চাকরি করা ব্যক্তিদের এই সপ্তাহটি ভাল কাটতে পারে। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। খরচ বাড়তে পারে। আর্থিক লেনদেন ও বিনিয়োগে যথেষ্ট সচেতন থাকুন। পারস্পরিক সম্পর্ক ভালো যাবে না। প্রিয়জন কেউ আপনাকে মানসিক কষ্ট দিতে পারে। কর্মপরিবেশ অনুকূল রাখতে ইতিবাচক মনোভাব বজায় রাখুন। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। ব্যবসায় ভালো সাফল্য আসবে। আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে। চাকরিতে আপনার অভিজ্ঞতার সুফল পাবেন। আয় দুর্বল হবে তবে মনের কিছু ইচ্ছা পূরণ হবে। খরচ বাড়তেই থাকবে। পারিবারিক পরিবেশ ইতিবাচক হবে। প্রেম জীবনে উত্তেজনা বাড়বে। একে অপরকে বোঝা কঠিন হবে। সপ্তাহটি স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই সময় আপনার দাঁতের সমস্যা হতে পারে। শিক্ষার্থীরা গভীরভাবে অধ্যয়ন করতে সহজ হবে।

    সাপ্তাহিক রাশিফল মকর রাশি (Capricorn Saptahik Rashifal): 

    এই সপ্তাহে ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। চাকরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল কাটতে চলেছে। অফিসে কেউ আপনাকে কষ্ট দিতে পারে, কিন্তু আপনি এই ধরনের ছোট সমস্যায় ভয় পাবেন না। এগুলো থেকে বেরিয়ে এসে বিজয়ীর মতো খুশি দেখাবে। চাকরিতে আপনার আধিপত্য বাড়বে এবং যারা ব্যবসা করেন তাদেরও সাফল্যের ভালো সম্ভাবনা রয়েছে। ছোট ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি লাভজনক হতে চলেছে। বৈদেশিক ব্যবসায় লাভ হবে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আপনাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ শুভ। শিক্ষার্থীদের জন্য অনুকূল সময়। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন। সিদ্ধান্তহীনতার কারণে জটিলতা তৈরি হতে পারে। আপনি কিছু নিয়ে একটু চিন্তিত থাকবেন। ভাগ্য আপনার সহায় হবে। ধর্মীয় কাজে আগ্রহী হবেন। বড় পুজোর আয়োজন করতে পারেন। ভাইবোন ও বন্ধুদের পূর্ণ সমর্থন থাকবে। বাড়িতে কোনও অনুষ্ঠান হতে পারে। প্রেম জীবনের জন্য সময় ভালো। বিবাহিতদের পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা থাকতে পারে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় সাফল্য পাবে।

    সাপ্তাহিক রাশিফল কুম্ভ রাশি (Aquarius Saptahik Rashifal): 

    এই সপ্তাহটি ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার প্রেম জীবনের উন্নতিতে আরও জোর দেবেন এবং রোমান্টিকও দেখাবেন। বিবাহিতদেরও পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা থাকবে। আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন।  চাকরিজীবীদের জন্য এই সময়টা উত্থান-পতনে পূর্ণ হতে চলেছে। আপনি অলস বোধ করতে পারেন এবং কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না। আপনার কিছু কাজ অসমাপ্ত থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে সতর্ক থাকুন। যারা ব্যবসা করছেন তারা বাইরে কাজ করে সফলতা পাবেন। স্বাস্থ্য উত্থান-পতনে পূর্ণ থাকবে। আয় স্বাভাবিক হবে তবে আপনি যে কোনও সঞ্চয় প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় উপকৃত হবে। পোশাক ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক বা ব্যক্তিগত কোনও সমস্যা বা ঝামেলায় অস্থিরতা দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় সতর্ক হোন। ব্যয় বাড়তে পারে। গোপন শত্রু বাড়বে। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।

    সাপ্তাহিক রাশিফল মীন রাশি (Pisces Saptahik Rashifal): 

    যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, এই সময়ে তাঁরা সাফল্য পেতে পারেন। বিদেশি কোম্পানিতে কর্মরতদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। যাঁরা লভ ম্যারেজ করতে চান, এই সময়ের মধ্যে তাঁরা পরিবারের কাছ থেকে অনুমোদন পেতে পারেন। অর্থের দিক দিয়ে এই সপ্তাহটি ভাল কাটবে। চোখের যত্ন নিন, বিশেষ করে আপনি যদি দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, তবে আপনাকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সবধরনের অস্থিরতা ও মতানৈক্য এড়িয়ে চলুন। অংশীদারি ব্যবসায় সতর্কতা প্রয়োজন। সিদ্ধান্তহীনতার জন্য কাজে সফলতা আসতে জটিলতা তৈরি হতে পারে। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। পারিবারিক বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করুন। কর্মক্ষেত্র মোটামুটি শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ। ব্যবসায় ভালো লাভ হবে। আয় বাড়বে এবং প্রচুর অর্থ আপনার কাছে আসবে। ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। ভাগ্যের কারণে আপনার হাতে কিছু বড় কাজ হতে পারে, যার কারণে আপনি ভাল আর্থিক সুবিধা পাবেন। এখানে এবং সেখানে কথা বলা এড়িয়ে চলুন। প্রেম জীবনের জন্য সময় ভালো। বিবাহিতদের ঘরোয়া জীবনও ভালো যাবে। আপনার জীবন সঙ্গী সত্যিকারের পথপ্রদর্শক হিসেবে কাজে আসবে। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পড়াশোনা করে উপকৃত হবে।

  • Mohan Bhagwat: প্রতিটি গ্রামে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি করে শাখা থাকা উচিত, দাবি ভাগবতের

    Mohan Bhagwat: প্রতিটি গ্রামে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি করে শাখা থাকা উচিত, দাবি ভাগবতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের প্রতিটি গ্রামে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি করে শাখা থাকা উচিত। প্রত্যন্ত গ্রামও যেন সংগঠনের আওতায় থাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে একথা বললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান (RSS) মোহন ভাগবত। সংগঠনের প্রতিটি সদস্যকে দেশের উন্নতির জন্য কাজ করতে হবে, বলেও জানান তিনি।

    কী বললেন সঙ্ঘ প্রধান

    অসম ইউনিটের কর্মী শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রবিবার সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেন,  “সমস্ত ভেদাভেদ ভুলে, জাতি-ধর্মের পার্থক্য না করে সকল মানুষের জন্য কাজ করতে হবে। মানুষকে অগ্রাধিকার দিতে হবে। এটিই হিন্দুত্বের মূল মন্ত্র। সমগ্র সমাজের জন্য কাজ করতে গেলে সঙ্ঘ সেবকদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তাই দেশের প্রতিটি গ্রামে সংগঠনের একটি শাখা থাকা উচিত, বলে জানান মোহন ভাগবত।”

    আরও পড়ুন: বর্ণ ও জাতিভেদ প্রথা লুপ্ত হোক, চান আরএসএস প্রধান মোহন ভাগবত

    আরএসএস-এর অসম ইউনিটের তিনদিনের রুদ্ধদ্বার শিবিরের শেষে ভাগবত বলেন, “ভারতের গর্ব এবং ঐতিহ্যের প্রতি পূর্ণ আস্থা রেখে সঙ্ঘ সেবকদের কাজ করতে হবে। দেশের আদর্শ হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তাই এই ঐক্যের কথা মাথায় রেখে দেশের সকল নাগরিকদের জন্য জাতির কল্যাণে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমাদের জাতির জন্য সবকিছু করতে প্রস্তুত থাকতে হবে। ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার ১৯২৫ সালে মানব সম্পদ বিকাশের লক্ষ্যে আরএসএস প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মতামতের পার্থক্য থাকতে পারে কিন্তু মনের নয়।” প্রসঙ্গত, ১৯২৫ সালেই আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল। মোহন ভাগবত আগেও বলেছিলেন, ভারতীয়রা এক। এখানে যাঁরা বসবাস করেন তাঁরা সবাই হিন্দু বলে জানান তিনি। যাঁরা ভারতকে তাদের ‘মাতৃভূমি’ বলে মনে করে এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতি নিয়ে বাঁচতে চায় এবং ধর্ম, সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস এবং আদর্শ যাই হোক না কেন, এই পথে এগোনোর চেষ্টা করেন, তারা সকলেই হিন্দু, বলে ঘোষণা করেছিলেন ভাগবত।

    আরও পড়ুন: সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না আরএসএস, সাফ জানালেন প্রচার প্রমুখ

    মোহন ভাগবতের কথায়, আরএসএস তার শতবর্ষ উদযাপন করতে চলেছে। প্রতি বছর তরুণ প্রজন্মকে আকর্ষণ করে এই সংগঠন। নতুন নতুন সেবকরা দেশ গঠনের কাজে ব্রতী হয়। একটা দুর্বল সমাজ কখনও রাজনৈতিক স্বাধীনতার ফল ভোগ করতে পারে না। তাই সমাজকে শক্ত করতে হবে, বলে জানান ভাগবত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share