Blog

  • Manik Bhattacharya: ট্রাঙ্কে করে এল নথি, নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডি-র

    Manik Bhattacharya: ট্রাঙ্কে করে এল নথি, নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে আদালতে ১৬০ পাতার চার্জশিট পেশ করল ইডি। বুধবার দুপুরে ইডির কর্তারা একটি ট্রাঙ্কে করে চার্জশিট এবং তার সমর্থনে নথিপত্র নিয়ে হাজির হন আদালতে। আর্থিক প্রতারণা আইন অনুসারে, গ্রেফতারির ৬০ দিনের মধ্যে চার্জশিট দিতে হয়। ফলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যের মামলায় বিরুদ্ধে কবে চার্জশিট পেশ করা হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এরপর আজ অবশেষে ৫৭ দিনের মাথায় বিশেষ ইডি আদালতে চার্জশিট জমা দিল তদন্তকারীরা। বিচারক শুভেন্দু  সাহার কাছে জমা দেওয়া হয় চার্জশিট।

    চার্জশিট পেশ ইডির

    ইডি সূত্রে খবর, ৬০ পাতার চার্জশিটের সমর্থনে ওই ট্রাঙ্কে প্রায় ৬০০০ পাতার নথি রয়েছে। ওই একই সূত্রে এ-ও জানা গিয়েছে যে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই চার্জশিটে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক (Manik Bhattacharya) ছাড়াও আরও ৫ জনের নাম রয়েছে। এর মধ্যে মানিকের স্ত্রী, পুত্র, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল ছাড়াও চার্জশিটে অভিযুক্তের তালিকায় রয়েছে ২টি সংস্থার নাম। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নাম আগেই উঠে এসেছিল।

    চার্জশিটে কী কী তথ্য উঠে এল?

    সূত্রের খবর অনুযায়ী, চার্জশিটে ইডি জানিয়েছে, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) অফলাইন রেজিস্ট্রেশন, অনলাইন ক্লাস ও ডিএলএড প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের নামে কোটি কোটি টাকা সরিয়েছেন। ডিএলএড কোর্সে অফলাইন ভর্তির জন্য পড়ুয়াদের কাছ থেকে প্রায় ২১ কোটি টাকার বেশি নেওয়া হয়েছিল বলে অভিযোগ। টাকা গিয়েছে মানিকের ছেলের কোম্পানিতে। চার্জশিটের সঙ্গে সাক্ষীদের বয়ানও আদালতে পেশ করতে চলেছে ইডি।

    আবার মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিএড এবং ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে চার্জশিটে। কিছু দিন আগে মানিকের স্ত্রীর সঙ্গে এক মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ৩ কোটি টাকা পাওয়া গিয়েছিল। এসব তথ্যও উল্লেখ রয়েছে চার্জশিটে। ফলে এবারে চার্জশিটে মানিকের স্ত্রী, ছেলের নাম উঠে আসায় আরও অস্বস্তিতে পড়লেন মানিক (Manik Bhattacharya)।

    আদালতে জামিনের আবেদন করলেন মানিক

    এদিকে ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে এদিন মানিককে (Manik Bhattacharya) ফের আদালতে পেশ করা হয়। আদালতে জামিনের আবেদন করেন মানিক। কিন্তু ইডি জানায় এই দুর্নীতিতে এখনও পর্যন্ত ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এসেছে। ফলে অভিযুক্তকে হেফাজতে রেখেই তদন্ত চালানো হবে।

  • INR: উন্নয়নশীল দেশের তুলনায় ভারতের অর্থ ব্যবস্থা মজবুত! জানাল বিশ্ব ব্যাঙ্ক

    INR: উন্নয়নশীল দেশের তুলনায় ভারতের অর্থ ব্যবস্থা মজবুত! জানাল বিশ্ব ব্যাঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে রয়েছে মন্দার অশনি সংকেত। তার জেরে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়িয়ে চলেছে। পাশাপাশি কমছে মুদ্রার দর। সাঁড়াশি আক্রমণে নাভিশ্বাস ওঠার উপক্রম অর্থ ব্যাবস্থার। চলতি বছরে বিভিন্ন দেশের মুদ্রার দরে ক্রমশ পতন হচ্ছে। সেই তুলনায় ভারতীয় টাকার পতন কম হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাঙ্কের অর্থনীতিবিদ ধ্রুব শর্মা। তিনি বলেছেন, “এবছর ভারতীয় টাকার দর কমেছে ১০ শতাংশ। শুনে মনে হবে অনেক বড় সংখ্যা। তবে উন্নয়নশীল দেশগুলির সঙ্গে বিচার করলে দেখা যাবে তুলনায় ভারতীয় মুদ্রার পতন কম হয়েছে।

    ভারতীয় অর্থনীতির শক্ত ভিত

    উল্লেখ্য, টাকার সবচেয়ে বড় পতন হয়েছে চলতি বছরে। অক্টোবরে যা ৮৩ টাকা টপকে গিয়েছিল ডলারের বিনিময় মূল্যের নিরিখে। এখন টাকার দর ৮২-৮২.৫০- র মধ্যে ঘোরাফেরা করছে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেড নিয়মিত সুদের হার বাড়ানোর জন্যই টাকার দর পড়েছে। আসলে আমেরিকায় মুদ্রাস্ফীতির দর আকাশ ছোঁয়া। তার ফলে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি থেকে বাঁচতেই ক্রমশ সুদের হার বাড়িয়ে চলেছে ফেড। যার প্রভাব পড়ছে গোটা বিশ্বের অর্থনীতিতে।

    আরও পড়ুন: শুরু সংসদের শীতকালীন অধিবেশন, ১৬ বিল পেশ করবে কেন্দ্র, কোনগুলি জানেন?

    মঙ্গলবার প্রকাশিত ‘ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট’-এর পূর্বাভাস— চলতি ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশে দাঁড়াতে পারে। গত অক্টোবরে প্রকাশিত রিপোর্টে যা ৬.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে ধ্রুব শর্মা বলেছেন, “গত দশ বছরে ভারতীয় অর্থনীতি অনেক শক্তিশালী হয়েছে। গত এক দশকের বিভিন্ন আর্থিক পদক্ষেপ ভারতকে বিশ্ব অর্থনীতির প্রথম সারিতে নিয়ে এসেছে। বিদেশি নির্ভরতা কমেছে। করোনা কালে যে ধাক্কা নেগেছিল, তা কাটিয়ে উঠেছে ভারত। অন্য উন্নয়নশীল দেশের তুলনায় ভারতের অর্থ ব্যাবস্থা মজবুত। অভ্যন্তরীণ চাহিদা ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে যাবতীয় ধাক্কা সামলে উঠতে সফল ভারতীয় অর্থনীতি।”

     

     

     

  • Income Tax Slab: নয়া বাজেটে পরিবর্তন হতে পারে আয়কর স্ল্যাবের!

    Income Tax Slab: নয়া বাজেটে পরিবর্তন হতে পারে আয়কর স্ল্যাবের!

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা (Covid-19) পরিস্থিতি কাটিয়ে উঠেছে দেশ। অতিমারির এই পরিস্থিতিতে অর্থনীতির হাঁড়ির হাল হয়েছিল গোটা বিশ্বেই। তার পর থেকে ক্রমেই ছন্দে ফিরছে তামাম বিশ্বের বিভিন্ন দেশ। ভারতও (India) ঘুরে দাঁড়াচ্ছে। এহেন আবহে নতুন বছরের গোড়ার দিকে পেশ হবে ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেট। এই বাজেটে আয়করের স্ল্যাবের (Income Tax Slab) পরিবর্তন হতে পারে। ট্যাক্স এক্সপার্টদের মতে, এটা হতে পারে বিশেষ করে যাঁরা উচ্চ হারে কর প্রদান করেন, তাঁদের ক্ষেত্রে।

    বাজেট…

    যাঁরা বাজেট নিয়ে চর্চা করেন, তাঁদেরই একজন জানান, বর্তমানে কর দেওয়ার যে স্ল্যাব রয়েছে, সেই স্ল্যাব মেনেই কর দেন আয়কর দাতারা। বর্তমানে আয়করের যে স্ল্যাব রয়েছে, তার উচ্চতম স্ল্যাব হল ভারতীয় মুদ্রায় ৫ কোটি টাকার বেশি। এর মধ্যে সারচার্জ এবং সেসও অন্তর্ভুক্ত রয়েছে। শতাংশের হিসেবে এটি দাঁড়ায় ৪২.৭৪৪। এই যে স্ল্যাবটি রয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে এটি পরিবর্তিত হয়নি। তাই যাঁরা উচ্চতম হারে কর প্রদান করেন, তাঁদের ক্ষেত্রে ৩০ শতাংশ থেকে ছাড় দিয়ে ২৫ শতাংশ করা হতে পারে। ক্রয় ক্ষমতা বাড়াতেই বাজেটে এটা করা হতে পারে। কারণ আমরা জানি, ক্রয় ক্ষমতা বাড়লে বাজার চাঙা হয়। করোনা অতিমারি পরিস্থিতিতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ ট্যাক্স রেট (Income Tax Slab) বাড়িয়ে ভারতীয় মুদ্রায় করা হতে পারে ১০ থেকে ২০ লক্ষ টাকা। সেক্ষেত্রে প্রস্তাবিত সর্বোচ্চ স্ল্যাব রেট (সারচার্জ ও সেস ধরে) হ্রাস পেতে পারে ৩৫.৬২ শতাংশ।

    ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বিশেষজ্ঞদের মতে, আগামী বছর বাজেট হতে পারে নিম্নরূপ।

    বার্ষিক ২০ লাখের বেশি আয়ের কর ছাড়ের পরিমাণ কমানো উচিত ৩০ থেকে ২৫ শতাংশ। যাঁদের আয় ১০ থেকে ২০ থেকে লাখের মধ্যে তাঁদের ক্ষেত্রে ছাড় হওয়া উচিত ৩০ থেকে ২০ শতাংশ। নয়া কর ব্যবস্থায় যাঁদের আয় ১০ থেকে ২০ লক্ষ টাকা, তাঁদের স্ল্যাব কমানো উচিত ৩০ থেকে ২০ শতাংশ। নয়া কর ব্যবস্থায় যাঁদের আয় ২০ লক্ষ টাকার ওপরে, তাঁদের স্ল্যাব (Income Tax Slab) কমানো উচিত ৩০ থেকে ২৫ শতাংশ।

     

     

  • Vande Bharat Express: এবার বাংলাতেও বন্দে ভারত এক্সপ্রেস?

    Vande Bharat Express: এবার বাংলাতেও বন্দে ভারত এক্সপ্রেস?

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব শীঘ্রই দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে বাংলা। এমনটাই জানালেন দার্জিলিং- এর সাংসদ রাজু বিস্ত। তিনি বলেন, “শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস।” সোমবার শিলিগুড়ির একটি অনুষ্ঠানে রাজু বিস্ত বলেন, “যখন শিয়ালদা-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করা হবে, তখন মানুষ অনেক দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। যা এই অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনা করবে।” সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শিলিগুড়ির বিজেপি সাংসদ শংকর ঘোষ এবং উচ্চপদস্থ আধিকারিকরা। তবে রেলের তরফে সরকারিভাবে এখনও জানানো হয়নি যে কবে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল বা উত্তর-পূর্ব সীমান্ত রেলের ভাগ্যে বন্দে ভারত এক্সপ্রেস জুটবে। চলতি বছর আরও তিনটি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। মুম্বই সেন্ট্রাল-গান্ধীনগর, অম্ব অন্দৌরা-নয়াদিল্লি এবং মাইসুরু- বেঙ্গালুরু-চেন্নাই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস।

    আরও পড়ুন: ‘অগ্নি’ পরীক্ষার আগেই ভারত মহাসাগরে হাজির চিনের সেই ‘গুপ্তচর’ জাহাজ, কেন জানেন?

    আগামী বছরের মধ্যে ৭৫টি বন্দে ভারত 

    উল্লেখ্য, চলতি বছর দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২০২৩ সালের ১৫ অগাস্ট এর মধ্যে সারা ভারত জুড়ে চলবে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালানোর ঘোষণা করেন। ২০১৯ সাল থেকে ভারতে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। আপাতত দেশজুড়ে বিভিন্ন রুটে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। যারমধ্যে নয়া সংযোজন মাইসুরু-চেন্নাই রুটের বন্দে ভারত এক্সপ্রেস। বাকি বন্দে ভারত এক্সপ্রেসগুলি চলে মুম্বই-আহমেদাবাদ, নয়া দিল্লি-বারাণসী, নয়াদিল্লি- বৈষ্ণোদেবী কাটরা এবং নয়াদিল্লি-উনা রুটে। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যেকার যাতায়াতের সময় অনেকটাই কমবে। বর্তমানে কলকাতা থেকে এনজেপি পৌঁছতে সময় লাগে ৮ থেকে ১০ ঘণ্টা। বন্দে ভারতে সময় লাগবে ৫ থেকে ৬ ঘণ্টা। অর্থাৎ প্রায় ২  থেকে ৩ ঘণ্টা সময় বাঁচবে।

    বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) সর্বোচ্চ ২০০ কিলোমিটার বেগে চলতে পারে। ট্র্যাক ও সিগন্যাল পারমিট থাকলেই একমাত্র এই গতিবেগে পৌঁছনো সম্ভব। ট্রেনটিতে ১৬টি কামরা রয়েছে। শতাব্দী এক্সপ্রেসের মতোই আসন ক্ষমতা রয়েছে এই ট্রেনের। বন্দে ভারতে উভয় প্রান্তে অ্যারোডাইনামিক্যালি ডিজাইন করা ড্রাইভার কেবিন রয়েছে।

    প্রযুক্তি এবং নিরাপত্তার দিক থেকে ট্রেনটিতে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। চেন্নাইয়ের ইনটিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই ট্রেন (Vande Bharat Express)। এই ট্রেনের ব্রেকিং সিস্টেমে বিশেষ নজর দেওয়া হয়েছে। পাওয়ার কনসামশন কমিয়ে যাতে এর ব্যবহার সম্ভব হয় সেদিকেই নজর দিয়েছে আইসিএফ। শুধু অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারই নয়, বন্দে ভারতে যাত্রী নিরাপত্তা ও যাত্রী স্বচ্ছন্দ্যকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

     
     
  • FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চূড়ান্ত! কবে, কখন, কে কার মুখোমুখি হবে দেখে নিন…

    FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চূড়ান্ত! কবে, কখন, কে কার মুখোমুখি হবে দেখে নিন…

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ প্রি-কোয়ার্টার ম্যাচ। চূড়ান্ত হল ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৮ দল (FIFA World Cup)। প্রি-কোয়ার্টার ফাইনাল জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, মরক্কো ও পর্তুগাল। ৯ ডিসেম্বর থেকে কোয়ার্টার ফাইনাল শুরু হবে। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ ১৪ এবং ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং চ্যাম্পিয়নশিপ খেলা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। জানুন, কোয়ার্টার ফাইনালে কে, কার বিরুদ্ধে খেলবে? কবে, কোথায় দেখবেন সেই খেলা?

    ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল

    বিশ্বকাপের (FIFA World Cup) প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। ৯ ডিসেম্বর এই খেলা হবে। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলবে দু’দল। ভারতীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। প্রি-কোয়ার্টারে ক্রোয়েশিয়া জাপানকে ৩-১ গোলে হারিয়েছিল। অন্যদিকে ব্রাজিল সাউথ কোরিয়াকে ৪-১ গোলে পরাজিত করেছিল (FIFA World Cup)।

    নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা

    কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার মধ্যে। ১০ ডিসেম্বর এই খেলা হবে। ভারতীয় সময় অনুসারে রাত ১২ টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। প্রি-কোয়ার্টারে নেদারল্যান্ডস মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়েছিল। এরপর আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে আসে (FIFA World Cup)।

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    মরক্কো বনাম পর্তুগাল

    কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে মরক্কো ও পর্তুগাল। এই খেলা হবে ১০ ডিসেম্বর। ভারতীয় সময় অনুসারে এই খেলা রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। কাতারের আল থুমামা স্টেডিয়ামে খেলবে দু’দল। প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়েছে মরক্কো। অন্য দিকে পর্তুগাল ৬-১ গোলে সুইৎজারল্যান্ডকে হারিয়েছে (FIFA World Cup)।

    ইংল্যান্ড বনাম ফ্রান্স

    শেষ কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। ১১ ডিসেম্বর ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে এই খেলা শুরু হবে। কাতারের আল বায়েত স্টেডিয়ামে খেলবে দু’দল। প্রি-কোয়ার্টারে ফ্রান্স ৩-১ গোলে পোল্যান্ডকে হারায়। এরপর সেনেগালকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

    কোথায় দেখবেন এই খেলা?

    কোয়ার্টার ফাইনালের (FIFA World Cup) প্রতিটি ম্যাচ ভারতের Sports18 এবং Sports18 HD টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এবং Jio Cinema-এর অ্যাপ এবং ওয়েবসাইট উভয়েই লাইভ স্ট্রিমিং করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Fifa World Cup: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    Fifa World Cup: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ছকের বাইরে বেরিয়েই বাজিমাত পর্তুগালের। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালের প্রথম একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোচ ফার্নান্ডো স্যান্টোসের এমন সিদ্ধান্ত অবাক করেছিল অনেককেই। কিন্তু রোনাল্ডোকে ছাড়াই অনবদ্য শুরু করল পর্তুগাল। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দিল গঞ্জালো রামোস। ৬-১ ব্যবধানে সুইৎজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। অন্য ম্যাচে টাইব্রেকারে মরক্কোর কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল স্পেন।

    পর্তুগাল-সুইৎজারল্যান্ড

    ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কী ভাবে আটকাতে হবে তার পরিকল্পনা করেছিল সুইসরা। কিন্তু প্রথম একাদশে রোনাল্ডোকে রাখলেনই না পর্তুগালের কোচ ফার্নান্ডো সান্টোস। রোনাল্ডোর বদলে তিনি মাঠে নামালেন ২১ বছরের গঞ্জালো রামোসকে। বিশ্বকাপে প্রথম বার খেলতে নেমে ছটফট করলেন রামোস। তাঁকে আটকাতে পারল না সুইৎজারল্যান্ডের রক্ষণ। চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন রামোস। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দিলেন নয়া তারকা। একটি করে গোল করলেন পেপে, গুয়েরেরো ও লিয়াও। সুইৎজারল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন আকাঞ্জি।  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হীন পর্তুগাল ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। সুইৎজারল্যান্ডও খুব একটা নিজেদেরকে গুটিয়ে রাখেনি। লুসেইল স্টেডিয়ামে আক্রমণ-প্রতি আক্রমণে চলে খেলা। তবে গোলের মুখ খুলতে বেশি সময় নেয়নি ফার্নান্ডো স্যান্টোসের দল। ম্যাচের ১৭ মিনিটেই থ্রু থেকে প্রথম পোস্ট দিয়ে রকেট গতির শট জালে জড়িয়ে দেন গঞ্জালো রামোস। প্রথম গোল করার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পর্তুগাল। আর পিছন ফিরে তাকাতে হয়নি। পুরো ম্যাচে দাপট দেখিয়ে শেষ আটে চলে গেল পর্তুগীজরা।

    আরও পড়ুন: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    স্পেন-মরক্কো

    টাইব্রেকারে ফের হারল স্পেন। এনরিকের আশঙ্কা সত্যি করে আবারও টাইব্রেকারে ব্যর্থ হলেন বুসকেটসরা। এর আগে বিশ্বকাপের টাইব্রেকারে চার বারের মধ্যে তিন বারই হেরেছিল স্পেন। সেই তালিকায় যোগ হল ২০২২ সালটাও। কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) মঞ্চে দ্বিতীয়বার টাইব্রেকারে গড়াল ম্যাচ। গতকাল ক্রোয়েশিয়া বনাম জাপানের পর এদিন স্পেন বনাম মরক্কো। টাইব্রেকারে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের (World Cup 2022) কোয়ার্টার ফাইনালে (Quarter Final) পৌঁছে গেল মরক্কো (Morocco)। স্পেনের মত শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ আফ্রিকান দেশ হিসেবে শেষ আটে পৌঁছে গেল মরক্কো। এর আগে ক্যামরুন ১৯৯০ সালে, সেনেগাল ২০০২ সালে ও ঘানা ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।  প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময় গোলশূন্য ছিল ম্যাচ। এরপর টাইব্রেকারে ৩-০ গোলে স্পেনকে হারিয়ে দেয় মরক্কো। অন্যদিকে রাউন্ড অফ সিক্সটিনে এসে শেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই হারতে হয়েছে স্পেনকে। এর মধ্যে গত বিশ্বকাপে রাশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে হারতে হয়েছিল। এবার মরক্কোর বিরুদ্ধেও পেনাল্টিতে হারতে হল।  গত ইউরোতে টাইব্রেকারে হারতে হয়েছিল স্পেনকে। তাই দলকে ১হাজারের বেশি পেনাল্টি অনুশীলন করিয়েছেন স্পেনের কোচ। তবু শেষ রক্ষা হল না। এ দিন স্পেন টাইব্রেকারে একটি শটও গোলে মারতে পারেনি। মরক্কো একটি মিস করলেও বাকি তিনটি শট গোলে মেরে ম্যাচ জিতে যায়। মরক্কো আফ্রিকার প্রথম দেশ যারা বিশ্বকাপের মঞ্চে পেনাল্টিতে জয় পেল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ টি দেশ! নিয়মে পরিবর্তন, জানাল ফিফা

    FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ টি দেশ! নিয়মে পরিবর্তন, জানাল ফিফা

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ মধ্যগগনে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের মতো ফেভারিট দলগুলি দাপটে শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে কাপ কাদের হতে উঠবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ১৮ ডিসেম্বর ফাইনাল। তবে ফিফা বসে নেই। পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

    ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি

    ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসবে তিনটি দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। খেলবে ৪৮ টি দেশ। কাতারের ৩২ দলের শেষ বিশ্বকাপ হচ্ছে। তবে পরের বিশ্বকাপে দল বাড়লে কী ফরম্যাটে খেলা হবে তাই নিয়ে রয়েছে যথেষ্ট কৌতুহল। ফিফা তিনটি ফরম্যাট নিয়ে চিন্তা ভাবনা করছে। এক, ৪৮ টি দলকে ভাগ করা হবে ১৬টি গ্রুপে। অর্থাৎ প্রত্যেক গ্রুপে তিনটি করে দল খেলবে। পরের রাউন্ডে যাবে দুটি দল। দুই, ৪৮টি দলকে ভাগ করা হতে পারে ১২টি গ্রুপে। প্রত্যেক গ্রুপে চারটি করে দল খেলবে। সেরা দুটি দল পরের রাউন্ড তথা রাউন্ড অব ৩২ তে উঠবে। এভাবে ২৪টি দল সরাসরি উন্নীত হবে পরের রাউন্ডে। এবার বাকি আটটি দলকে বেছে নেওয়া হবে সেরা তৃতীয় স্থান অর্জনের ভিত্তিতে। তৃতীয় ফরম্যাট, ৪৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করতে হবে। ২৪টি দলকে আবার চারটি গ্রুপে ভাগ করা হবে। তারপর ১৬টি দলকে নিয়ে হবে পরের রাউন্ড। এবার দুই গ্রুপের সেরা দল ফাইনালে মুখোমুখি হবে।

    আরও পড়ুন: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, আগামী ফুটবল বিশ্বকাপ হবে আরও বড়। এ বারের থেকে কয়েক কোটি বেশি মানুষ বিশ্বকাপের সঙ্গে জুড়বেন। কারণ টুর্নামেন্টের ফরম্যাট পরিবর্তনের দিকে ঝুঁকছে ফিফা। ২০২৬ সালের বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে হবে ১০৪। নকআউটে খেলবে মোট ৩২টি দেশ! বর্তমানে ১৬টি দেশ নকআউটের ম্যাচ খেলছে।পরিবর্তন শুধু ফরম্যাটেই নয়, ম্যাচের নিয়মেও হবে। গ্রুপ স্টেজের ম্যাচ টাই হলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল বেছে নেওয়া হবে। বর্তমানে গ্রুপ স্টেজের ম্যাচে টাইব্রেকারের নিয়ম নেই। একমাত্র নকআউটের ম্যাচগুলিতে টাই হলে অতিরিক্ত সময়ের খেলা হয়ে থাকে। এক্ষেত্রে পয়েন্টে পরিবর্তন আসতে পারে। নির্ধারিত সময়ে ম্যাচ জিতলে তিন পয়েন্ট। আর পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল পাবে ২ পয়েন্ট। পেনাল্টি শুটে পরাজিত দলের ঝুলিতে যাবে ১ পয়েন্ট।

  • FIFA World Cup: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    FIFA World Cup: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার রাতের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪ গোল দিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল (Brazil)। স্বভাবতই উচ্ছ্বাসে ফেটে পড়েছে স্টেডিয়াম। আর এই জয়ের পরেই ব্রাজিল কিংবদন্তী ফুটবলার পেলেকে শ্রদ্ধা জানাল ব্রাজিল। স্টেডিয়াম ৯৭৪-এ পেলের ছবি এবং নাম লেখা ব্যানার হাতে দাঁড়ালেন ব্রাজিলের ফুটবলাররা। তাঁদের সঙ্গে যোগ দিলেন দর্শকরাও। গ্যালারিতে দাঁড়িয়ে পেলের সুস্থতার প্রার্থনা করলেন তাঁরা। অন্যদিকে পেলে হাসপাতাল থেকেই তাঁর দলকে শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাচ শুরুর আগেই ব্রাজিলের ফুটবলারদের উৎসাহ দিয়েছেন ট্যুইটারে পোস্টের মাধ্যমে।

    পেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ব্রাজিলের

    ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে ভর্তি হাসপাতালে। বয়স ৮২, ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে নানা ভালো-মন্দ খবর আসছে সামনে। সোমবার রাতে ব্রাজিলের জয়ে সামিল হলেন পেলেও। ব্রাজিলের ফুটবলার থেকে শুরু করে গ্যালারির দর্শকরাও পেলের নাম লেখা ব্যানার হাতে নিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানায়। পুরো স্টেডিয়াম যেন ‘ফুটবল সম্রাট’ পেলের পোস্টারে সেজে উঠেছিল। গ্যালারি থেকে ব্রাজিল সমর্থকরাও পেলের ছবি তুলে ধরেন। ১০ নম্বর জার্সি পরা ফুটবল সম্রাটের ছবির সঙ্গে লেখা, ‘পেলে গেট ওয়েল সুন’। এদিন সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

    পেলের শুভেচ্ছা বার্তা ব্রাজিলিয়ান ফুটবলারদের

    গতকালের ম্যাচ শুরুর আগেই তরুণ বয়সের একটি ছবি ট্যুইটারে পোস্ট করেন পেলে। ক্যাপশনে লেখেন, “১৯৫৮ সালে একদিন আমি রাস্তায় হাঁটছিলাম। বাবাকে একটা কথা দিয়েছি, সেই বিষয়ে ভাবছিলাম। আমি জানি আজকের ম্যাচে যারা নামবে, তাঁরাও এরকম প্রতিশ্রুতি দিয়েছে। প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামতে চলেছে। হাসপাতাল থেকেই আমি খেলা দেখব, প্রত্যেককে উৎসাহিত করব। অনেক শুভেচ্ছা রইল।”

    প্রসঙ্গত, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ফুসফুসের সংক্রমণের চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৮২ বছরের ফুটবলার। গত ২৪ ঘণ্টায় নতুন করে পেলের শারীরিক পরিস্থিতির কোনও অবনতি হয়নি। গতকাল তাঁর মেয়েরাও জানান যে, তিনি খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবেন।

  • North Bengal: পৃথক রাজ্যের দাবিতে কেপিপি-র রেল রোকো অভিযান! ময়নাগুড়ি স্টেশনে থমকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

    North Bengal: পৃথক রাজ্যের দাবিতে কেপিপি-র রেল রোকো অভিযান! ময়নাগুড়ি স্টেশনে থমকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথক রাজ্যের দাবিতে ফের উত্তরবঙ্গ জুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি শুরু করল ‘কামতাপুর পিপল্‌স পার্টি’ (কেপিপি)। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কামতাপুর রাজ্যের দাবি নিয়ে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের ১২ ঘন্টার রেল অবরোধ কর্মসূচি চলছে। এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। থমকে গিয়েছে রেল পরিষেবা। ট্রেন চলাচলে বিঘ্নের কারণে অসুবিধায় পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গের একাধিক স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

    বিঘ্ন পরিষেবা

    আন্দোলনের জেরে ময়নাগুড়িতে (Moynaguri) আটকে পড়ল কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ১২ ঘণ্টা রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে এই সংগঠন। ফলে এই রুটে যাতায়াতকারী সমস্ত ট্রেনের যাত্রীদেরই যে আজ দুর্ভোগ পোহাতে হবে তা একপ্রকার নিশ্চিত বলেই মনে করছেন যাত্রীরা। মঙ্গলবার সকালে ত্রিপুরা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটকে পড়ে ময়নাগুড়িতে। এই পথে একাধিক প্যাসেঞ্জার ট্রেন, ডেমু (DEMU) ট্রেন চলে। ফলে এই ট্রেনগুলিও সমস্যায় পড়েছে। সমস্যা পড়তে হয়েছে পদাতিক এক্সপ্রেসের যাত্রীদেরও। শুধু ময়নাগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গ জুড়েই রেল রোকো চলছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কেপিপির আন্দোলনের জেরে আলতাগ্রাম স্টেশনে আটকে পড়েছে মালগাড়ি। রেল লাইনে বসে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেশনে স্টেশনে মোতায়েন করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী। সকাল থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। অনেকে স্টেশনে এসে ঘুরে যাচ্ছেন। অনেকে বাস ধরে গন্তব্যে যাচ্ছেন। অবরোধের জেরে কোচবিহার (Cooch behar), মালদহেও (Maldah) রেল চলাচল বিপর্যস্ত। আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। খাবার, জলটুকুও মিলছে না বলে অভিযোগ। সকাল থেকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। 

    আরও পড়ুন: “তাসের ঘরের মত ভেঙে পড়বে তৃণমূল সরকার”, বললেন নিশীথ প্রামাণিক

    আন্দোলনকারীদের দাবি

    কামতাপুর পিপলস পার্টির জলপাইগুড়ি জেলা কমিটির তরফে বিশ্বনাথ রায় বলেন, “কামতাপুর আলাদা রাজ্যের জন্য আমরা অনেকদিন ধরেই আবেদন নিবেদন করে এসেছি। স্বরাষ্ট্রদফতর থেকে নবান্ন, বহু জায়গায় গিয়েছি। তাই এবার আমরা বড়সড় আন্দোলনে নামলাম। কামতাপুর রাজ্য করতেই হবে। তাই এই রেল রোকোর ডাক। আমরা কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টি মিলে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের উদ্যোগে এই কর্মসূচি নিয়েছি। এই দাবি তো আমাদের আজকের নয়।” সব বাধা অতিক্রম করেই তাঁরা ১২ ঘণ্টা রেল রোকো কর্মসূচি চালাবেন বলে জানান, সংগঠনের সদস্যরা। চাঁদের অনেককে পুলিশ আটক করেছে বলেও দাবি করেন তাঁরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ।  

  • Kolkata Medical College: পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ, মামলা দায়ের হাইকোর্টে

    Kolkata Medical College: পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ, মামলা দায়ের হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে একের পর এক বিক্ষোভ আন্দোলন লেগেই রয়েছে। আর এবারে বিক্ষোভে বসেছেন কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) ডাক্তারি পড়ুয়ারা। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিক্ষোভে বসেছেন তাঁরা। হাসপাতাল সূত্রে খবর, রাতভর ঘেরাও করে রাখা হয়েছে কলকাতা হাসপাতালের সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং বিভাগীয় প্রধানদের। ৭ বছর পর ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানিয়েছেন ছাত্ররা। অন্যদিকে মঙ্গলবার সকালে হাসপাতালের নার্সরা তাঁদের বিভাগীয় প্রধানদের ছাড়িয়ে নিয়ে যেতে পাল্টা বিক্ষোভে সামিল হয়েছেন। ফলে বিক্ষোভ পাল্টা বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা মেডিক্যাল কলেজ। আর এই বিক্ষোভের জেরে তুমুল অচলাবস্থা তৈরি হয়েছে। ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা। তাই নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন রোগীর পরিবার। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার জরুরি শুনানির আর্জি জানানো হয়েছে। বুধবার মামলার শুনানি হওয়ার কথা। 

    উত্তাল মেডিক্যাল কলেজ

    ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে হাসপাতালের অধ্যক্ষ, এবং বিভাগীয় প্রধানদের ঘেরাও করে রাখা হয়েছে। গতকাল দুপুর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। ৭ বছরের পর ছাত্র সংসদের নির্বাচন দাবি করে বিক্ষোভে বসেছেন তাঁরা। পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নার্সিং স্টাফরা। তাঁদের দাবি হাসপাতালের নার্সিং হেডকে অবিলম্বে ঘেরাও মুক্ত করতে হবে।

    ঘটনাটি কী?

    সূত্রের খবর অনুযায়ী, ২০১৬ সালে শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। এরপর নির্বাচনের দাবি করা হলে ২২ ডিসেম্বর ভোটের দিন ঠিক হলেও তা নিয়ে চূড়ান্ত নিশ্চয়তা পাননি ডাক্তারি পড়ুয়ারা। এরপর গতকাল হঠাৎই কোনও কারণ ছাড়া জানানো হয় এই নির্বাচন হচ্ছে না। তখন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ও পড়ুয়ারা বিক্ষোভের রাস্তাকেই বেছে নেয়। গতকাল দুপুর ৩টে থেকে বিক্ষোভ শুরু হয় ও রাতভর তা চলে। প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখান ডাক্তারি পডুয়ারা। অন্যদিকে আজ সকালে, এই বিক্ষোভের পাল্টা বিক্ষোভ দেখান নার্সরাও।

    আরও পড়ুন: পৃথক রাজ্যের দাবিতে কেপিপি-র রেল রোকো অভিযান! ময়নাগুড়ি স্টেশনে থমকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

    নার্সদের কী দাবি?

    ছাত্র বিক্ষোভে যখন উত্তাল মেডিক্যাল কলেজ চত্বর, তখন ময়দানে নামেন নার্সিং স্টাফরাও। কারণ ডাক্তারি পড়ুয়ারা আটকে রেখেছেন নার্সিং সুপার শর্মিষ্ঠা চক্রবর্তীকে। তাঁরা বলেন, “‌আমাদের ম্যাডামকে ছেড়ে দিতে হবে। নার্সিং সুপারকে ছেড়ে দিতে হবে। ম্যাডাম ডাক্তারদের মধ্যে পড়েন না। ওনাকে আটকে রাখা অনৈতিক। না হলে হাসপাতাল আজকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।”

    রোগী পরিষেবা বিঘ্নিত 

    এই বিক্ষোভে বসার ফলে পরিষেবা বিঘ্নিত হবে কি না তা নিয়ে জিজ্ঞেস করা হলে, এক নার্স জানান, হাসপাতালের ভিতরে এক জন করে নার্স রেখে এসেছেন তাঁরা। এক বিক্ষোভকারী জানিয়েছেন, যাঁদের ডিউটি নেই, তাঁরাই বিক্ষোভে শামিল হচ্ছেন। পরিষেবার কোনও গাফিলতি হচ্ছে না বলেই দাবি করেন তিনি।

    সূত্রের খবর অনুযায়ী, কিছু রোগীর পরিবারকে সুপারের ঘরের সামনে হাজির হতে দেখা গিয়েছে। স্বাস্থ্য পরীক্ষানিরীক্ষা করানোর জন্য কিছু কাগজপত্রে সুপারের সই লাগবে, সেগুলি নিয়েই সুপারের ঘরের সামনে অপেক্ষা করছেন তাঁরা। ফলে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। আর এতেই রোগীর পরিবারের তরফে হাইকোর্টে মামলা দায়ের করা হল।

     

LinkedIn
Share