Blog

  • Migraines: মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? এ জন্য কে দায়ী জানেন?

    Migraines: মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? এ জন্য কে দায়ী জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রচণ্ড মাথাব্যথা, তীব্র, দীর্ঘ বা ঘন ঘন এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর। সঙ্গে শ্বাসকষ্টও হয় কারও কারও। এটাই মাইগ্রেনের (Migraines) প্রাথমিক লক্ষণ। যাইহোক, এটি অবিশ্বাস্যভাবে বেদনাদায়ক, মাইগ্রেনের (Migraines) সমস্যায় যাঁরা ভুগছেন তাঁরা নিশ্চয় জানেন। যে কোনও স্থানে, যেকোনও সময়ে এই যন্ত্রণা (Migraines) শুরু হতে পারে। যদিও বিভিন্ন কারণ রয়েছে যেগুলি মাইগ্রেনের (Migraines) জন্য দায়ী। তবে একটি নতুন গবেষণা অনুসারে, এর অন্যতম কারণ হল আপনার খাদ্যাভ্যাস।

    নিউট্রিশনাল নিউরোসায়েন্সের সমীক্ষা

    নিউট্রিশনাল নিউরোসায়েন্সের একটি সমীক্ষায় প্রথম দেখা যায়, ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পুষ্টি পরীক্ষার সমীক্ষায় অংশগ্রহণকারী ৮,৯৫৩ জনের মধ্যে ১,৮৩৮ জনই মাইগ্রেনের (Migraines) সমস্যায় ভুগছিলেন। সম্ভাব্য কারণগুলি অনুসন্ধানের সময়, গবেষকরা খাদ্যাভাসকেই চিহ্নিত করেছেন। এক্ষেত্রে খাদ্যাভাসের সঙ্গে সংযোগ খুঁজে পেতে, প্রগনোস্টিক নিউট্রিশনাল ইনডেক্স বা পিএনআই ব্যবহার করেছেন গবেষকরা।

    সমীক্ষার ফল অনুযায়ী, মাঝারি এবং গুরুতর অপুষ্টিতে ভোগা ব্যক্তিদের মধ্যে তীব্র মাথাব্যথা (Migraines) সব থেকে বেশি ছিল। গবেষকরা আরও উল্লেখ করেছেন যে, তীব্র মাথাব্যথা (Migraines) এবং মাইগ্রেনের রোগীদের ডায়েটে ভিটামিন এবং পুষ্টি যেমন ডায়েটারি ফাইবার, টোটাল ফোলেট, রিবোফ্লাভিন, সেলেনিয়াম, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম, সেই সঙ্গে ভিটামিন এ, ভিটামিন বি 6, ভিটামিন বি 12 এর অভাব থাকে। ভিটামিন সি এবং ভিটামিন কে- এর অভাবও লক্ষণীয়। গবেষকরা সবশেষে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ডায়েটের কারণেই মাইগ্রেনের (Migraines) ঝুঁকি বেশি থাকে।

    আরও পড়ুন: ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চান? খাদ্যতালিকায় রাখুন এই সাত সবজি

    “রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে খুব কমে গেলেও মাইগ্রেন (Migraines)হতে পারে”- এটাই বিশেষজ্ঞদের মত। “খাদ্য গ্রহণের মধ্যে দীর্ঘ ব্যবধান থাকলে বা খাবার এড়িয়ে গেলে, বিশেষত কার্বোহাইড্রেট বাদ দিলে, এটি রক্তে শর্করার মাত্রা হ্রাস করতে পারে।

    পুষ্টিবিদদের মতে  “কিছু ভিটামিনের ঘাটতি (বেশিরভাগ বি ভিটামিন) এবং ম্যাগনেসিয়ামের অভাবের কারণেও মাইগ্রেন (Migraines) হয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

     

     

    .

  • FIFA World Cup 2022:  লিকোভিচের হাতেই আটকে গেল জাপান! শেষ আটে ক্রোয়েশিয়ার সামনে ব্রাজিল

    FIFA World Cup 2022: লিকোভিচের হাতেই আটকে গেল জাপান! শেষ আটে ক্রোয়েশিয়ার সামনে ব্রাজিল

    মাধ্যম নিউজ ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচ, টানটান উত্তেজনা। কাতার বিশ্বকাপে এই প্রথম ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়াকে টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে গেল জাপান। তবে আর এগোতে পারেনি সূর্যোদয়ের দেশ। ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিকোভিচের হাতেই শেষ হয়ে গেল জাপানের স্বপ্নের দৌড়। আল জানাউব স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জাপানকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। জয়ের নায়ক ডমিনিক লিভাকোভিচ। 

    আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    গোল্ডেন গ্লাভস

    পেনাল্টি সেভের হ্যাটট্রিক। ডমিনিক লিভাকোভিচের গোল্ডেন গ্লাভস আটকাল তিনটে পেনাল্টি শট। শুরুতেই পরপর মিনামিনো এবং মিতোমার শট বাঁচান। ০-২ তে পিছিয়ে পরে জাপান। দ্বিতীয় শট লিভায়া পোস্টে মারায় লড়াইয়ে ফিরে এসেছিল জাপান। গোল করে দলকে দৌড়ে রাখেন আসানো। কিন্তু মায়া ইয়োশিদার শট আবার ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন ক্রোট কিপার। লিভাকোভিচের দুই হাত শেষ আটে তুলল রাশিয়া বিশ্বকাপের রানার্সদের। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন নিকোলা ভ্লাসিচ, মার্সেলো ব্রোজোভিচ এবং মারিও পাসালিচ।‌

    আরও পড়ুন: ৪-১ গোলে সাউথ কোরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

    জাপানের লড়াই

    এক দল গ্রুপ পর্ব পেরবে, অনেকেই ভাবেননি। কারণ গ্রুপে জার্মানি, স্পেনের মতো মহাশক্তিশালী দেশ। অথচ দুই প্রবল পরাক্রমী প্রতিপক্ষকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল জাপান। এদিন গত বিশ্বকাপের রানার্স, ইউরোপের পাওয়ার হাউস ক্রোয়েশিয়ারও চোখে চোখ রেখে লড়াই করে জাপান।  শুরুতে এগিয়েও গিয়েছিল তাঁরা। কিন্তু ইভান পেরিসিচ গোল করে ম্যাচে সমতায় ফেরান ক্রোটদের। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফয়সালা হয়নি। যার জেরে ম্যাচের ৯০ মিনিট ফলাফল ছিল ১-১। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ম্যাচের ফয়সালা না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। সেখানেই জাপানের স্বপ্নভঙ্গ। এশিয়ার দলটিকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে পা রেখেছে ক্রোয়েশিয়া। শেষ আটে ব্রাজিলের মুখোমুখি মদ্রিচ,পেরিসিচরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Religious Conversion: জোর করে ধর্মান্তকরণ অপরাধ! নয়া আইন প্রণয়নে সুপ্রিম দুয়ারে গুজরাট সরকার

    Religious Conversion: জোর করে ধর্মান্তকরণ অপরাধ! নয়া আইন প্রণয়নে সুপ্রিম দুয়ারে গুজরাট সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: সকলেই স্বচ্ছন্দে নিজেদের ধর্ম পালন করতে পারেন। কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার করে জোর করে অন্যদের ধর্মান্তকরণের অনুমতি দেওয়া যায় না। সুপ্রিম কোর্টে এই কথা জানাল গুজরাট সরকার। ইতিমধ্যেই ধর্মান্তকরণ বিরোধী আইন কার্যকর করেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার। এই আইনের বলে শাস্তিও দিয়েছে যোগী প্রশাসন। এবার এই ধর্মান্তকরণ বিরোধী আইন কার্যকর করতে সক্রিয় গুজরাটের (Gujarat) বিজেপি সরকার।

    গুজরাট সরকারের আনা আইন

    ‘লাভ জেহাদ’ আটকাতে রাজ্যে ধর্মান্তকরণ-বিরোধী আইন পাশ করিয়েছে গুজরাটের বিজেপি সরকার। সেই আইনের যে ধারায় ধর্মান্তকরণের কাজ করার আগে ধর্মগুরুদের জেলাশাসক বা প্রশাসনের কর্তাব্যক্তিদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল, সেই ৫ নম্বর ধারাটির উপরে স্থগিতাদেশ দিয়েছে গুজরাট হাইকোর্ট। কিন্তু ওই ধারাটি বাদ গেলে আইন থাকা না-থাকা সমান, বলে মনে করে গুজরাট সরকার। তাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় মোদির রাজ্য।

    আরও পড়ুন: রাজীব হত্যা মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র, কেন জানেন?

    সুপ্রিম কোর্টে তারা জানিয়ে দেয়, ধর্মপালনের স্বাধীনতা রয়েছে সকলের। কিন্তু ধর্মান্তকরণ অপরাধ। গুজরাটে আনা নতুন আইনে বলা হয়েছে, ধর্ম বদল করে ভিন ধর্মে বিয়ে করতে হলেও সংশ্লিষ্ট জেলাশাসকের অনুমতি নিতে হবে। তিনি দুই পক্ষের মত আছে কিনা জেনে সেই বিয়ের অনুমতি দেবেন। কিন্তু গুজরাট সরকারের সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। সেই স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য় সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য। এই মামলায় সোমবার আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ের আবেদনে শুনানির সময়ে কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দেয়, এই বিষয়টি বেশ উদ্বেগজনক। সংবিধানের বিরোধী। ভারতে থাকতে গেলে, এই দেশের সংস্কৃতি মেনে চলতে হবে। ধর্ম পরিবর্তনের জন্য কাউকে বাধ্য করা যাবে না। 

    সুপ্রিম বার্তা

    এদিন শীর্ষ আদালতের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, জোর করে ধর্মান্তকরণ করা অসাংবিধানিক। সেই সঙ্গে ধর্মান্তকরণ বিরোধী আইন (Anti Conversion Law) প্রসঙ্গে কেন্দ্রের কাছে হলফনামা তলব করে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে প্রত্যেকটি রাজ্য সরকারের কাছ থেকে কেন্দ্রকে তথ্য সংগ্রহ করার কথাও বলা হয়। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে আদালতের কাছে সমস্ত তথ্য পেশ করতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Exit Poll: গুজরাটে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত, হিমাচল যাবে কার দখলে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

    Exit Poll: গুজরাটে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত, হিমাচল যাবে কার দখলে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই সম্পন্ন হয়েছে গুজরাটের শেষ দফার ভোট গ্রহণ। এছাড়াও ১২ নভেম্বর এক দফায় হওয়া হিমাচল প্রদেশের নির্বাচনের ফলও স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। গতকাল, অর্থাৎ ৪ ডিসেম্বর দিল্লির পুরভোটও সম্পন্ন হয়েছে। এই তিন হাই ভোল্টেজ নির্বাচনের ফলের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। কিছুক্ষণ আগেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফল। কার দখলে যাচ্ছে গুজরাট-হিমাচলের মসনদ? দিল্লির পুরসংস্থাই বা শাসন করবে কারা? কোন দিকে ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষার (Exit Poll)?

    আরও পড়ুন: রাজ্যের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ না পৌঁছনোর সমস্যা মেটাতে বিশেষ কমিটি গঠন হাইকোর্টের  

    প্রথমেই বলে রাখা দরকার, গুজরাটে দু দফায় ১৮২ আসনে, হিমাচল প্রদেশে ১ দফায় ৬৮ আসনে এবং দিল্লি পুরভোটের ক্ষেত্রে ১ দফায় ২৫০ আসনে নির্বাচন হয়েছে। গুজরাটের ক্ষেত্রে ম্যাজিক ফিগার ৯২, হিমাচল প্রদেশের ক্ষেত্রে ৩৫ এবং দিল্লির ক্ষেত্রে ১২৬। অর্থাৎ কোনও দল একাই সিংহাসন দখল করতে চাইলে এই সংখ্যক আসনে তাদের জয়লাভ (Exit Poll) করতে হবে 

    গুজরাট বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষাগুলির (Exit Poll) ইঙ্গিত, ফের রেকর্ড আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ম্যাজিক ফিগারের থেকেও বেশি আসনে জয়লাভ করতে পারে তারা। কংগ্রেস ম্যাজিক ফিগার থেকে বহু দূরে থাকবে। গুজরাটে এবার সম্ভবত খাতা খুলতে চলেছে আপ। কিন্তু বহু প্রচার সত্ত্বেও তারা এক অঙ্কের সংখ্যা পেরোতে পারবে না। অন্যদিকে হিমাচল প্রদেশে লড়াই হবে হাড্ডাহাড্ডি। গুজরাট ও হিমাচলে ফল প্রকাশিত হবে ৮ ডিসেম্বর, দিল্লি নগর নিগমে ভোটের ফল প্রকাশিত হবে ৭ ডিসেম্বর।

    গুজরাট ভোটের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে বিজেপি পেতে পারে ১৩২টি আসন, কংগ্রেস এবং তাদের শরিক মিলিয়ে পেতে পারে ৩৮টি আসন। 

    গুজরাট ভোটের ক্ষেত্রে কী বলছে সংবাদমাধ্যমগুলির বুথ ফেরত সমীক্ষা?

    আজ তক- অ্যাক্সিস মাই ইন্ডিয়া: বিজেপি (১২৯-১৫১), কংগ্রেস (১৬-৩০), আপ (৯-২১), অন্যান্যরা (২-৬) 

    এবিপি নিউজ- সি ভোটার: বিজেপি (১২৮-১৪০), কংগ্রেস (৩১-৪৩), আপ (৩-১১), অন্যান্যরা (২-৬)

    ইন্ডিয়া টিভি- ম্যাটরিজ: বিজেপি (১১২-১২১), কংগ্রেস (৫১-৬১), আপ (৪-৭), অন্যান্যরা (১-৩)

    নিউজ ২৪- চাণক্য: বিজেপি (১৫০), কংগ্রেস (১৯), আপ (১১), অন্যান্যরা (২)

    রিপাবলিক টিভি- পি মার্ক: বিজেপি (১২৮-১৪৮), কংগ্রেস (৩০-৪২), আপ (৯-২১), অন্যান্যরা (২-৬)

    হিমাচলের লড়াই হবে হাড্ডাহাড্ডি। কংগ্রেস না বিজেপি কে শেষ হাসি হাসবে তা এখনই বলা যাচ্ছে না। 

    হিমাচলের ক্ষেত্রে কী বলছে সংবাদমাধ্যমগুলির বুথ ফেরত সমীক্ষা?

    আজ তক- অ্যাক্সিস মাই ইন্ডিয়া: বিজেপি (২৪-৩৪), কংগ্রেস (৩০-৪০), আপ (০), অন্যান্যরা (৪-৮) 

    এবিপি নিউজ- সি ভোটার: বিজেপি (৩৩-৪১), কংগ্রেস (২৪-৩২), আপ (০), অন্যান্যরা (০-৪) 

    ইন্ডিয়া টিভি- ম্যাটরিজ: বিজেপি (৩৫-৪০), কংগ্রেস (২৬-৩১), আপ (০), অন্যান্যরা (০-৩)

    নিউজ ২৪- চাণক্য: বিজেপি (৩৩), কংগ্রেস (৩৩), আপ (০), অন্যান্যরা (২) 

    রিপাবলিক টিভি- পি মার্ক: বিজেপি (৩৪-৩৯), কংগ্রেস (২৮-৩৩), আপ (০-১), অন্যান্যরা (১-৪)

    দিল্লির রাশ থাকবে আপের হাতেই।  

    দিল্লির ক্ষেত্রে কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

    আজ তক- অ্যাক্সিস মাই ইন্ডিয়া: বিজেপি (৬৯-৯১), কংগ্রেস (৩-৭), আপ (১৪৯-১৭১), অন্যান্যরা (৫-৯) 

    নিউজ এক্স- জন কি বাত: বিজেপি (৭০-৯২), কংগ্রেস (৪-৭), আপ (১৫৯-১৭৫), অন্যান্যরা (০-১) 

    টাইমস নাও- ইটিজি: বিজেপি (৮৪-৯৪), কংগ্রেস (৬-১০), আপ (১৪৬-১৫৬), অন্যান্যরা (০-৪)

    জি নিউজ- বার্ক: বিজেপি (৮২-৯৪), কংগ্রেস (৮-১৪), আপ (১৩৪-১৪৬), অন্যান্যরা (১৪-১৯) 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

     

  • SSC Recruitment Scam: ২১ হাজার নিয়োগে দুর্নীতি, কারচুপি ৯ হাজার ওএমআর শিটে, হাইকোর্টে সিট

    SSC Recruitment Scam: ২১ হাজার নিয়োগে দুর্নীতি, কারচুপি ৯ হাজার ওএমআর শিটে, হাইকোর্টে সিট

    মাধ্যম নিউজ ডেস্ক: মোট ২১ হাজার পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই দুর্নীতি করতে গিয়ে ৯ হাজার ওএমআর শিট বিকৃত করা হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টে এমনই দাবি করল সিট। এসএসসি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির জাল যে কত বড় তা ব্যাখ্যা করতে গিয়ে একথা বলে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে হাইকোর্ট (Calcutta High Court) যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তথা সিট গঠন করে দিয়েছিল তারা এদিন রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টেই এই কথা বলা হয়েছে।

     আদালতে শুনানি

    সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে উপস্থিত হন সিবিআইয়ের সিটের নবনিযুক্ত প্রধান অশ্বিনী সাংভি। গ্রুপ-ডি র দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় তাঁকে উপস্থিত থাকতে বলেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি সাংভিকে বলেন, “যা সাহায্য লাগবে আদালতে এসে জানাবেন, আদালত সবরকম সাহায্য করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না। জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন।” 

    আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি প্রার্থী এবং প্রাপককে তলব সিবিআই- এর

    আদালতে এদিন সাংভি জানান, এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে, তার মধ্যে ৯ হাজার ওএমআর শিট বিকৃত করা হয়েছে। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট,সর্বত্রই দুর্নীতি দেখা গিয়েছে। সিবিআইকে উদ্দেশ্য করে এদিন বিচারপতি বলেন, “যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে তারা শুধু ফলাফলের আশায় বসে আছেন। তারা জানতে চায় না সিবিআই কী করল, স্কুল সার্ভিস কমিশন কী করল? তারা চায় শুধু নিয়োগপত্র”। বিচারপতির কথায়, “এই দুর্নীতির তদন্ত – বিচার অনেকটা পথ পেরিয়ে এসেছে। এবার তদন্ত – বিচার তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে।” সাংভি আদালতে দাবি করেন,সিবিআই গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করার পরই ওএমআর শিটের বিষয়টি সামনে আসে এবং তদন্ত অন্য মাত্রা পায়। সাংভি জানান ইতিমধ্যেই, সিবিআই সব নথি এসএসসিকে দিয়েছি। এখন তাদের ঠিক করতে হবে যে তারা কী ভাবে এই ত্রুটি সংশোধন করবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • FIFA WC Quarterfinal RACE: আজ খেলতে পারেন নেইমার! ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া

    FIFA WC Quarterfinal RACE: আজ খেলতে পারেন নেইমার! ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের প্রি কোয়ার্টার (FIFA WC) ফাইনালে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে এশিয়ার দেশটি। স্বভাবতই দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা চনমনে। উল্টোদিকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হয়েও কিছুটা চাপে তিতের ব্রাজিল। আসলে গ্রুপের শেষ ম্যাচে তাদের হারতে হয়েছিল কামেরুনের কাছে। স্বভাবতই ব্রাজিল কোচ সাবধানী ও সতর্ক। তবে কয়েক মাস আগে এই দক্ষিণ কোরিয়াকে পাঁচ গোলে হারিয়েছিল সেলেকাওরা। জোড়া গোল উপহার দিয়েছিলেন নেইমার। কিন্তু সেটা ছিল প্রীতি ম্যাচ। আর এটা বিশ্বকাপ (FIFA WC)। তাই লড়াইয়ের প্রেক্ষাপট ও গুরুত্ব ভিন্ন। ব্রাজিল দলে রয়েছে একাধিক চোট সমস্যা। তবে নেইমার সুস্থ হয়ে উঠেছেন। সব ঠিক থাকলে আজ, সোমবার কোরিয়ার বিরুদ্ধে তিনি হয়তো শুরু থেকে খেলবেন। আর ব্রাজিলের গোল করার লোকের অভাব কিছুটা মিটতে পারে।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    কালো ঘোড়া জাপান

    এবারের বিশ্বকাপে এশিয়ার দলগুলি ভালো পারফর্ম করেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও জাপান। দিনের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে জাপান। এবারের বিশ্বকাপের কালো ঘোড়া জাপান। গ্রুপের লড়াইয়ে তারা জার্মানি, স্পেনের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। শেষ করেছে গ্রুপ শীর্ষে। ফলে গতবারের রানার্স ক্রোয়েশিয়া, কিছুটা হলেও চাপে। বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তবে শেষ দুবার জিতেছে ক্রোয়েশিয়া।  তবে এবার পরিসংখ্যান বদল হতে পারে। সামুরাই এর দেশ কিন্তু কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার প্রবল দাবিদার। গতি জাপানের বড় ভরসা। উল্টোদিকে ক্রোয়েশিয়া এবারও সেমি ফাইনালের দাবিদার। তবে তাদের টপকাতে হবে জাপানের বাধা। লুক মড রিচের মতো অভিজ্ঞ ফুটবলার ক্রোয়েশিয়ার অন্যতম সম্পদ।

    গতকালের ম্যাচের ফলাফল:

    ফ্রান্স ৩ : পোল্যান্ড ১

    ইংল্যান্ড ৩ : সেনেগাল ০

    আজকের ম্যাচ:

    জাপান-ক্রোয়েশিয়া (রাত সাড়ে ৮টা)

    ব্রাজিল-দক্ষিণ কোরিয়া (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Suvendu Adhikari: ভূপতিনগর কাণ্ডে এনআইএ-র তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি শুভেন্দুুর

    Suvendu Adhikari: ভূপতিনগর কাণ্ডে এনআইএ-র তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি শুভেন্দুুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় এর আগেই এনআইএ তদন্তের দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু এবারে তিনি এই বিষয়ে জানিয়ে সরাসরি চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। চিঠিতে তিনি রাজ্যের একের পর এক বিস্ফোরণের কথা তুলে ধরেছেন। এমনকি চিঠিতে তিনি অভিযোগ করেছেন, রাজ্যে শুধু বোমা নয়, বন্দুক, গুলিও মজুত করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, ভূপতিনগর কাণ্ডে সরকারের বিরুদ্ধে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। ফলে তিনি ভূপতিনগরের বোমা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ-র তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন।

    ভূপতিনগরের বোমা বিস্ফোরণ

    শনিবার শাসকদলের সর্বভারতীয় সাধারণ-সম্পাদকের সভার আগেই বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। বিস্ফোরণে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না-সহ তিনজনের মৃত্যু হয়। আহত আরও দুই। তীব্রতা এতটাই বেশি ছিল যে উড়ে গেছে গোটা বাড়িটাই। আর এই নিয়েই শুরু হয় রাজনৈতিক চাপানউতর।

    সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর তার আগেই শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ। ফলে এই নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। এই ঘটনায় এনআইএ-র দাবি করা হয়েছে ও অমিত শাহকে এই বিষয়ে চিঠিও লিখেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    আরও পড়ুন: ভাঙড়ে বোমা কারখানার হদিশ, তৃণমূল না আইএসএফ কারা বানাত?

    একাধিক অভিযোগ চিঠিতে

    শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) চার পাতার চিঠিতে উঠে এসেছে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তিনি চিঠিতে লিখেছেন, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে বোমা, বারুদ, অস্ত্র মজুত করা হচ্ছে। তাই ভূপতিনগরের বিস্ফোরণে এনআইএ-র তদন্তের পাশাপাশি তিনি রাজ্যে বোমা, অস্ত্র মজুতের বিষয়েও ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

    এরপর তিনি (Suvendu Adhikari) মন্তব্য করেছেন যে, রাজ্য বোমা তৈরির ‘কুটির শিল্পে’ পরিণত হয়েছে। এ প্রসঙ্গে তিনি তৃণমূল সাংসদ সৌগত রায়ের একটি ভাষণের উল্লেখ করেছেন। চিঠিতে উদ্ধৃতি তুলে দিয়ে তিনি দেখিয়েছেন, ওই ভাষণে সাংসদ সৌগত রায় বোমা তৈরির ফর্মুলা বলছেন। এছাড়াও তিনি চিঠিতে অভিযোগ করেছেন যে, পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদল রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। রাজ্য জুড়ে একাধিক বিস্ফোরণের কথাও উল্লেখ করেছেন চিঠিতে।

    শুভেন্দু লিখেছেন, এই ধরনের বিস্ফোরক পদার্থ দেশের সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক। ফলে ভূপতিনগরের বিস্ফোরণে এনআইএ-র তদন্তের পাশাপাশি, রাজ্যের পরিস্থিতিকে নজরে রেখেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

  • Kolkata Weather: পারদ ওঠা-নামার মাঝেই নিম্নচাপের পূর্বাভাস, বাংলায় কি প্রভাব পড়বে?

    Kolkata Weather: পারদ ওঠা-নামার মাঝেই নিম্নচাপের পূর্বাভাস, বাংলায় কি প্রভাব পড়বে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের আজ সামান্য হলেও তাপমাত্রা বাড়ল। প্রায় কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল তাপমাত্রা ১৫ -এর ঘরে এসেছিল। কিন্তু আজ এই তাপমাত্রা সামান্য বেড়ে গিয়েছে। অর্থাৎ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরী আছে।

    কলকাতার আবহাওয়া

    গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আর আজ তা বেড়ে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। শীতের আমেজ থাকবে দিনভর। তবে সন্ধ্যা ও রাতে হালকা শীতের আমেজ বাড়বে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৯১ শতাংশ। কলকাতার আকাশ আজ মূলত পরিস্কার থাকবে।

    আরও পড়ুন: শহরে ফিরল শীতের আমেজ! আজ মরশুমের শীতলতম দিন

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় জাঁকিয়ে শীত আসতে এখনও দিন দশেক দেরী। আগামী রবিবার পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও তাপমাত্রা ১৫ অথবা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। পশ্চিমাঞ্চলের জেলায় এই তাপমাত্রা আগামি কয়েক দিন ১১ অথবা ১২ ডিগ্রির ঘরে থাকবে।

    উত্তরবঙ্গে স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা ছিল ও আপাতত সেই তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে চলে আসতে পারে। তবে আগামী ২-৩ দিনে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচের দিকে তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    নিম্নচাপের ভ্রুকুটি

    আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা রয়েছে। গতকাল, রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্ত সোমবারে নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আজকের পর এটি আরও শক্তিশালী হবে। এরপর আগামী দু-তিন দিনে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এর অভিমুখ হবে তামিলনাড়ু -পন্ডিচেরি উপকূল। দক্ষিণ ভারত অভিমুখী হওয়ায় সরাসরি এর কোনও প্রভাব পড়বে না বাংলায়। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা উপকূল এবং দক্ষিণ ভারতের রাজ্যে।

  • Israel attacks Gaza: গাজায় বোমা হামলা চালাল ইসরায়েল

    Israel attacks Gaza: গাজায় বোমা হামলা চালাল ইসরায়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় রবিবার বোমা নিক্ষেপ করল ইসরায়েল সেনা (Israel attacks Gaza)। শনিবার গাজা থেকে ইসরায়েলে একটি রকেট নিক্ষেপের প্রতিক্রিয়ায় এই হামলা চালায় ইসরায়েল। 

    সংবাদ সংস্থার তরফে জানা গিয়েছে, ইসরায়েল (Israel attacks Gaza) সামরিক বাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, রবিবার ভোরে হামাসের একটি অস্ত্র তৈরির কারখানা এবং ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

    আরও পড়ুন: সিবিআইয়ের জালে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ, কোথায় ধরা পড়ল জানেন? 

    শনিবার ইসরায়েলের (Israel attacks Gaza) মাটিতে এক মাসের মধ্যে প্রথম রকেট আক্রমণ হয়েছে। যদিও এখন অবধি কেউ এই হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে ছোড়া রকেটটি শনিবার সন্ধ্যায় ইসরায়েলের সীমানার কাছে একটি খোলা জায়গায় অবতরণ করেছে। তবে এতে কোনও হতাহত বা কোনও সম্পত্তি নষ্ট হয়নি।

    ইসরায়েল সেনার হাতে ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু 

    এর আগে শুক্রবার ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক, আম্মার মুফলেহকে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করেন একজন ইসরায়েলি (Israel attacks Gaza) সেনা। এ নিয়ে, গত সপ্তাহ থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।   

    ফিলিস্তিনি বিদেশমন্ত্রক মুফলেহের গুলিকে ‘মৃত্যুদণ্ডের’ সমান বলে নিন্দা করেছে। ফিলিস্তিনিরা সোশ্যাল মিডিয়ায় আরবি ভাষায় হ্যাশট্যাগ “হুওয়ারা এক্সিকিউশন” ব্যবহার করে ইসরায়েলি সেনার (Israel attacks Gaza) অন্যায়ের জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন।  

    এদিকে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতির প্রধান জোসেপ বোরেল একটি বিবৃতি প্রকাশ করে বলেছেন, “অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার ক্রমবর্ধমান মাত্রা নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন।” 

    বোরেল আরও বলেন, “গত সপতাহে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকালের ইসরায়েলি (Israel attacks Gaza) নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে ফিলিস্তিনি ব্যক্তি আম্মার মিফলেহের মর্মান্তিক হত্যাকাণ্ড ছিল তার সর্বশেষ উদাহরণ। এই বিষয়গুলির অবশ্যই তদন্ত হওয়া উচিৎ এবং ইসরায়েলকে জবাবদিহি করতে হবে।” 

    প্রসঙ্গত, গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের অধিকৃত অঞ্চলে ইসরায়েলি (Israel attacks Gaza) নিরাপত্তা বাহিনী হাতে চলতি বছর এ পর্যন্ত অন্তত ২০৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস ২০২১ সালে ইসরায়েলের সঙ্গে ১১ দিনের যুদ্ধ চালিয়েছিল। এতে ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়। ফলে উপত্যকার পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতি নেয় সেই সময়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     
      

  • Lucknow: মর্মান্তিক! মালাবদলের সময়েই মারা গেলেন এক কনে, কী এমন হল?

    Lucknow: মর্মান্তিক! মালাবদলের সময়েই মারা গেলেন এক কনে, কী এমন হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। চারিদিকে আনন্দের পরিবেশ। মালাবদলের অনুষ্ঠান সবে শুরু হবে। কিন্তু এই ধুমধাম করে বিয়ের আনন্দ এক নিমেষের মধ্যে মিলিয়ে গেল চোখের জলে। জয়মালা বা বরমাল্য পরিণত হল মৃতদেহের মালায়। মালাবদলের সময় আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সদ্য কুড়িতে পা রাখা এক কনে। যা দেখে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে, লখনউয়ের (Lucknow) মালিহাবাদের (Malihabad) ভাদোয়ানা (Bhadwana) গ্রামে। আনন্দের মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। এক মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকলেন বিয়েবাড়িতে হাজির অতিথিরা।

    কী ঘটেছিল?

    সূত্রের খবর অনুযায়ী, সানাই, বাজনা, পটকা, আলোর রোশনাই-এর মাঝে বিয়ের অনুষ্ঠানের সব রীতি হচ্ছিল। এরপর সময় আসে মালাবদলের। উপস্থিত প্রত্যেকের মুখে হাসি। কিন্তু পরমুহূর্তেই তা পরিণত হয়ে যায় কান্নায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কনের নাম শিবাঙ্গী শর্মা। মালাবদলের সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কনের।  

    মালিহাবাদ থানা জানিয়েছে, তারা ঘটনাটি সামাজিক মাধ্যম সূত্র জানতে পেরে ওই এলাকায় পুলিশ পাঠিয়েছিল (Lucknow)। স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে, গ্রামের বাসিন্দা রাজপালের মেয়ে শিবাঙ্গীর সঙ্গে বিবেক নামে এক যুবকের বিয়ে হচ্ছিল। কনেকে মণ্ডপে নিয়ে এলে তিনি বরকে মালা পরানোর সময়েই মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে উপস্থিত বহু লোকই সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করছিলেন।

    কনেকে সেই অবস্থায় দেখে হইচই পড়ে যায়। এরপর তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ট্রমা সেন্টারে রেফার করা হলেও রাস্তায় যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ফলে বিয়ের মণ্ডপে এমন ঘটনা সত্যিই মর্মান্তিক। যে মেয়েকে বধূ রূপে বরণ করে ঘরে তোলার কথা ছিল, তাঁকেই মণ্ডপ থেকে তুলে নিয়ে যাওয়া হল শশ্মানে (Lucknow)।  

    সূত্রের খবর অনুযায়ী, জানা গিয়েছে, মেয়েটি গত ১৫-২০ দিন ধরে অসুস্থ ছিলেন এবং তাঁর জ্বর ছিল। ডাক্তার বলেছিলেন তাঁর রক্তচাপ কম, কিন্তু এক সপ্তাহ আগে সে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু বিয়ের দিন সে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে মালিহাবাদ সিএইচসিতে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁর রক্তচাপ কম পাওয়া যায়। তাঁকে ওষুধ দেওয়া হয়েছিল এবং তার রক্তচাপ স্বাভাবিক হলে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিয়ের সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান (Lucknow)।

LinkedIn
Share