Blog

  • Delhi Murder: দিল্লিতে শ্রদ্ধাকাণ্ডের ছায়া! স্বামীর দেহ দশ টুকরো করে ফ্রিজে রাখল স্ত্রী-পুত্র

    Delhi Murder: দিল্লিতে শ্রদ্ধাকাণ্ডের ছায়া! স্বামীর দেহ দশ টুকরো করে ফ্রিজে রাখল স্ত্রী-পুত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শ্রদ্ধা ওয়ালকার হত্যার ছায়া দেশের রাজধানী দিল্লিতে (Delhi Murder)। স্বামীর পরকীয়ার ‘শাস্তি’ দিতে ভয়ঙ্কর পথ বাছলেন স্ত্রী।  স্বামী পরকীয়া করছেন সন্দেহে স্বামীকে খুন করে দেহ দশ টুকরো করলেন স্ত্রী ও ছেলে। ঘটনাটি ঘটেছে দিল্লির পাণ্ডবনগর এলাকায়। সোমবার অভিযুক্ত মহিলা ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। তাঁদের বিরুদ্ধে ঠোস প্রমাণ রয়েছে পুলিশের হাতে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, মৃতের ছেলে দিল্লির পাণ্ডবনগর এলাকায় দেহর টুকরো ছড়াচ্ছে।

    আরও পড়ুন: শীতকালে ঘুরে আসুন এই জায়গাগুলো থেকে

     

    কী ঘটে?   

    দিল্লির পাণ্ডবনগরে স্ত্রী পুনম ও ছেলে দীপককে নিয়ে থাকতেন অঞ্জন দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুন মাসে পূর্ব দিল্লির (Delhi Murder) পাণ্ডবনগর এলাকা থেকে কাটা দেহাংশ উদ্ধার হয়েছিল। কিন্তু কার দেহাংশ সেই বিষয়ে কোনও তথ্য ছিল না পুলিশের কাছে। তারপরে তদন্ত চালাতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর এই সত্যি।
      
    সম্প্রতি আরও রোমহর্ষক শ্রদ্ধা ওয়ালকার হত্যা মামলার (Delhi Murder) তদন্তে সফল হয়েছে দিল্লি পুলিশ। গত মে মাসে একই কায়দায় শ্রদ্ধাকে খুন করে, তার দেহ ৩৫ টুকরো করে দিল্লিজুড়ে ছড়িয়ে দিয়েছিল তার প্রেমিক আফতাব। কয়েক সপ্তাহ আগে অপরাধীকে গ্রেফতার করে খুনের কিনারা করেছিল পুলিশ। সেই একই কায়দায় পাণ্ডবনগর এলাকা থেকে উদ্ধার হওয়া দেহাংশের রহস্যভেদ করতে তদন্ত শুরু করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।
     

     
    সোমবার মৃতের স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা দিয়েছে, স্ত্রী পুনমের সন্দেহ ছিল অঞ্জন পরকীয়া শুরু করেছেন। আর সন্দেহের বশবর্তী হয়ে তাঁর খাবারের ঘুমের ওষুধ মিশিয়ে দেন  পুনম ও ছেলে দীপক। তারপর ঠান্ডা মাথায় ঘরের মধ্যে খুন (Delhi Murder) করা হয় তাঁকে। দেহ দশ টুকরো করে ফ্রিজে রেখে দেন মা-ছেলে। পরে সময় সুযোগ বুঝে পাণ্ডবনগর চত্বর ও তার আশেপাশে দেহের টুকরো ছড়াতে শুরু করেন দীপক। সিসিটিভি ফুটেজে সেই ছবিই প্রমাণ হিসেবে পেয়েছে পুলিশ। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।      
  • Love Jihad: ফের লাভ জেহাদ! হিন্দু নাবালিকাকে ‘অপহরণের ছক’, গ্রেফতার মুসলিম যুবক

    Love Jihad: ফের লাভ জেহাদ! হিন্দু নাবালিকাকে ‘অপহরণের ছক’, গ্রেফতার মুসলিম যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার লাভ জেহাদের (Love Jihad) ঘটনা সামনে এসেছে। এবারে ১৫ বছর বয়সী এক হিন্দু নাবালিকার ব্রেনওয়াশ করে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক মুসলিম যুবকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপাত জেলার। সূত্রের খবর অনুযায়ী, মুসলিম যুবকটির নাম সোহেল আনসারি। জানা গিয়েছে, মেয়েটি নবম শ্রেণিতে পড়ে ও যুবকটি মেয়েটির থেকে ১০ বছরের বড়। পরে মেয়েটিকে উদ্ধার করা হয় ড্রেনের পাইপ থেকে। ইতিমধ্যেই ছেলেটিকে অপহরণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

    কী ঘটেছিল?

    সূত্রের খবর অনুযায়ী, মেয়েটির সঙ্গে যুবকটির ভালোবাসার সম্পর্ক ছিল। আর তারা দুজনেই পালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু মেয়েটি বুঝতে পারে যে, তার বা-মা তাদের পালানোর কথাটি জেনে গিয়েছে। আর সেই ভয়ে যুবকটির সঙ্গে না পালিয়ে, সে একাই অন্য এক জায়গায় গিয়ে লুকিয়ে ছিল। পরে খুঁজতে গিয়ে তাকে এক ড্রেনের পাইপ থেকে উদ্ধার করা হয়। জানা যায়, প্রায় ৯ ঘণ্টা সে সেখানে লুকিয়ে ছিল। ঘটনাটি ঘটে ২৩ নভেম্বর।

    আরও পড়ুন: এবার অসমে লাভ জেহাদের শিকার হিন্দু নাবালিকা! কিশোরীকে গণধর্ষণ চার যুবকের

    সেদিন সে স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে বাড়িতে ফিরে না এলে সে নিখোঁজ বলে জানানো হয় পুলিশকে (Love Jihad) । এরপরেই তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ। মেয়েটিকে উদ্ধারের পর জিজ্ঞেস করে জানা যায়, সে বাড়িতে ফিরে গেলেই তার বাবা-মা তাকে বকাবকি করবে ও আর সেই ভয়েই বাড়ি না গিয়ে ড্রেনের পাইপে লুকিয়ে ছিল।

    অভিযোগ উঠেছে যে, সোহেল মেয়েটির ব্রেনওয়াশ করে তাকে নিয়ে পালানোর ফন্দি এঁটেছিল (Love Jihad) । পুলিশ সূত্রে খবর, ২৩ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সিংগাওয়ালি আহির থানায় তার নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়েছিল। এরপর তার অনুসন্ধানের জন্য পাঁচটি থানা থেকে পুলিশের একটি টিম মোতায়েন করার পাশাপাশি কুকুরও মোতায়েন করা হয়েছিল।

    জানা গেছে, অপহরণের অভিযোগে ওই মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোহেলের বিরুদ্ধে আইপিসি ধারা ৩৬৩-এর পাশাপাশি যৌন অপরাধের বিরুদ্ধে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের ধারা ৭/৮ এবং তফসিলি জাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের ধারা ৩(২)৫এ- এর অধীনে সিংগাওয়ালি আহির থানায় মামলা দায়ের করা হয়েছে (Love Jihad) ।

  • Suvendu Adhikari: “রাজ্য মন্ত্রিসভার সবাই চোর, পুরো ক্যাবিনেটের গ্রেফতারি চাই”! বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: “রাজ্য মন্ত্রিসভার সবাই চোর, পুরো ক্যাবিনেটের গ্রেফতারি চাই”! বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তাল বিধানসভা। গোটা ক্যাবিনেটের গ্রেফতারির দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বিধানসভায় নিয়োগ দুর্নীতির বিষয়ে আলোচনা এবং মুলতুবির প্রস্তাব দেয় বিজেপি। কিন্তু সেটা বিচারাধীন বিষয় বলে নাকচ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার পরে বিধানসভায় শুরু হয় হট্টগোল। বিধানসভার ভিতরে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিক্ষোভ প্রদর্শনের সময়ই রাজ্য মন্ত্রিসভার সদস্যদের গ্রেফতারের দাবিতে সরব হন শুভেন্দু। 

    উত্তাল বিধানসভা 

    বেনামি আবেদন মামলা, ইস্যুতে তোলপাড় বিধানসভা। সোমবার এই নিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভায় মুলতুবি প্রস্তান আনেন তাঁরা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। মুলতুবি প্রস্তাব খারিজ করে দেওয়ার পরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এদিন বিধানসভার বাইরে এসে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “আমরা আজকে একটা মুলতুবির প্রস্তাব দিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুরো মন্ত্রিসভা অযোগ্যদের চাকরির সুপারিশ করে হাইকোর্টে পাঠিয়েছিল। মন্ত্রিসভার দায়বদ্ধতা থাকে বিধানসভার কাছে। আমাদের বলা হল বিচারাধীন বিষয়, পড়তে দেওয়া হবে না। আমি নিশ্চিত এটা বড় দুর্নীতি। একটা মন্ত্রিসভা মেধাদের বাদ দিয়ে অযোগ্যদের সুপারিশ করেছে। মুখ্যমন্ত্রী সহ ৪০ জন মন্ত্রীর জেলে যাওয়া উচিত।” 

    আরও পড়ুন: জামিনের আবেদনই করলেন না, আরও ১৪ দিন জেল হেফাজতেই কেষ্ট

    হাইকোর্টের কথা

    প্রসঙ্গত, গত শুক্রবারই বেনামি আবেদন মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনের সওয়াল জবাবের সময়ে কড়া ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার হাইকোর্টে মণীশ জৈন সরাসরি জানিয়েছেন, এই শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত মন্ত্রিসভার। মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিচারপতি প্রশ্ন করেন, “রাজ্য কেন বেআইনিভাবে নিযুক্তদের পাশে দাঁড়াচ্ছে? গণতন্ত্র কি আদৌ সঠিক লোকের হাতে রয়েছে? সন্দেহ রয়েছে।”

    শুভেন্দুর দাবি

    হাইকোর্টের এই কথা তুলে ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, “মন্ত্রিসভা সংবিধানের কাছে দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার এই সিদ্ধান্ত হাইকোর্ট চেপে ধরেছে। এই অযোগ্যদের নিয়োগের সুপারিশ কারা করল? পুরো মন্ত্রিসভার গ্রেফতারি চাই।” শীতকালীন অধিবেশনের শুরু থেকেই একাধিক ইস্যুতে উত্তপ্ত থেকেছে রাজ্য বিধানসভা। এদিন মানিকচকের তৃণমূল বিধায়ককে তোপ দেগে শুভেন্দু বলেন, “গতকাল মানিকচকের বিধায়ক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন তাঁরা নাকি মহিলাদের বস্ত্রহরণ করেন। আগামিকাল মহিলা বিধায়করা এ বিষয়ে নিন্দা প্রস্তাব আনবেন।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Riteish-Genelia: রিতেশ-জেনেলিয়ার ছেলে রিয়ানের জন্মদিনে হাজির ঐশ্বর্য-করিনারা, সঙ্গে এক ঝাঁক সেলেব শিশু

    Riteish-Genelia: রিতেশ-জেনেলিয়ার ছেলে রিয়ানের জন্মদিনে হাজির ঐশ্বর্য-করিনারা, সঙ্গে এক ঝাঁক সেলেব শিশু

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মদিন সবার জন্যই এক বিশেষ দিন। তার উপর আবার যার জন্মদিন, সে যদি সেলেব শিশু হয়, তা হলে তো আর কোনও কথাই নেই। সে একেবারে হইহই ব্যাপার হয়ে যায়। গতকাল রিতেশ দেশমুখ (Ritesh Deshmukh) এবং জেনেলিয়া ডিসুজার (Genelia Deshmukh) বড় ছেলে রিয়ান পা দিল সাত বছরে (Riteish-Genelia)। সেই উপলক্ষে শনিবার ধুমধাম করে বার্থ ডে পার্টির আয়োজন করেছিলেন দেশমুখ পরিবার (Riteish-Genelia)। আর যথারীতি সেখানে বাবা-মায়েদের সঙ্গে উপস্থিত ছিল একঝাঁক বলিউডি সেলেব শিশু।

    মুম্বইয়ে তারকা দম্পতির (Riteish-Genelia) ছেলের জন্মদিন পার্টিতে আমন্ত্রিত ছিল বলিউডের একগুচ্ছ তারকা। কে নেই সেখানে! ঐশ্বর্য রায় বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা থেকে দুই ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে হাজির করিনা কাপুর খান। আয়ুষ্মান খুরানার ছেলে বিরাজবীর থেকে শাহিদের ছেলেমেয়ে জেইন এবং মিশা, সোহা আলি খান ও তাঁর মেয়ে ইনায়া- হাজির হন বি টাউনের তাবড় তাবড় সেলেবরা। দেখে নিন তাঁদেরই এক ঝলক।

    বার্থ ডে পার্টিতে চাঁদের হাট

    প্রথমেই যাঁর কথা বলব, তিনি হলেন বচ্চন-বধূ ঐশ্বর্য। রিতেশ-জেনেলিয়ার ছেলের জন্মদিন পার্টিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। যে কোনও পার্টিতেই ঐশ্বর্যের লুক নজর কাড়ে নেটিজেনের। এ দিনও তার অন্যথা হয়নি। ঐশ্বর্য এবং আরাধ্যা, মা-মেয়ে দুজনেই এ দিন সোয়েটশার্ট পরেছিলেন। রিয়ান দেশমুখের জন্মদিনের অনুষ্ঠানে স্টাইলিশ লুকে পৌঁছান তাঁরা।

    পার্টিতে উপস্থিত হন মীরা রাজপুত ও মেয়ে মিশা।

    পার্টিতে জেনেলিয়া ডিসুজা এবং রিতেশ দেশমুখকে পাপারাজ্জিদের জন্য পোজ দিতে দেখা যায়।

    আরও পড়ুন: লতা মঙ্গেশকরের কোলের শিশুটিকে চিনতে পারছেন? আজ তাঁরই ৭০ তম জন্মবার্ষিকী

    উপস্থিত হন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ ও তাঁর ছেলে বিরাজবীর, মেয়ে বরুষ্কা।

    মেয়ে ইনায়ার সঙ্গে দেখা যায় সোহা আলি খানকে।

    সলমনের বোন অর্পিতাকেও দেখা যায় পার্টিতে।

    নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদিকে তাঁদের মেয়ে মেহর এবং গুরিকের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

    প্রযোজক একতা কাপুরও গিয়েছিলেন পার্টিতে।

    দেখা যায় সইফ ও করিনার ছোট ছেলে জেহকেও।

  • Sukanta Majumdar: ‘মুখ্যমন্ত্রী বিজেপির কাছে সারেন্ডার করেছেন’, বললেন সুকান্তও

    Sukanta Majumdar: ‘মুখ্যমন্ত্রী বিজেপির কাছে সারেন্ডার করেছেন’, বললেন সুকান্তও

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী (CM) বিজেপির (BJP) কাছে সারেন্ডার করেছেন। রবিবার এ কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মন কি বাত অনুষ্ঠানে যোগ দিতে বোলপুরের কাছারিপট্টিতে গিয়েছিলেন সুকান্ত। ওই অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীরও। তবে অসুবিধা থাকায় মিঠুন হাজির হতে পারেননি। যোগ দিয়েছিলেন সুকান্ত। সেখানেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি।

    সংবিধান দিবস…

    শনিবার দেশজুড়ে পালিত হয় সংবিধান দিবস। তার আগের দিন বিধানসভায় এই উপলক্ষে হয় অনুষ্ঠান। বক্তৃতা দেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। পরে মুখ্যমন্ত্রী তাঁকে চায়ের নেমতন্ন করেন। তিন বিধায়ককে নিয়ে শুভেন্দু মুখ্যমন্ত্রীর ঘরেও যান। মমতা-শুভেন্দুর এই সাক্ষাৎকার প্রসঙ্গে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, মুখ্যমন্ত্রী বিজেপির কাছে সারেন্ডার করেছেন। বিজেপি বিধায়কদের নিয়ে দিল্লি যাবেন বলেছিলেন মমতা। সে প্রসঙ্গে সুকান্ত বলেন, কোনও সরকারি অনুষ্ঠানে বিজেপি বিধায়কদের ডাকা হয় না। এখন মুখ্যমন্ত্রী বলছেন, বিজেপি বিধায়কদের নিয়ে দিল্লি যাব। সুকান্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকে খত দিয়েছেন!

    আরও পড়ুন: ‘বাংলায় আল্ট্রা ইমার্জেন্সি পরিস্থিতি’, রাজ্য সরকারকে ট্যুইট-বাণ শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর বাড়ি যাওয়ার কথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়ে রাজ্যে শুরু হয়েছে নয়া জল্পনা। এদিন সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar)। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর ভাই তৃণমূলের সাংসদ। তিনি তাঁর দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছেন। সুকান্ত বলেন, আমরা থার্ড পার্টি। আমরা কী বলব এতে? তিনি বলেন, এটা দলের বিষয় নয়। এদিন পৌষমেলা নিয়েও দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত (Sukanta Majumdar)। বিজেপির রাজ্য সভাপতি বলেন, দু বছর পৌষমেলা বন্ধ ছিল। বিজেপির ঘোষিত স্ট্যান্ড পৌষমেলা আগের মতোই হোক। আমরা বোলপুরের মানুষের সঙ্গে আছি। তিনি বলেন, প্রয়োজনে তাঁদের সঙ্গে রাস্তায় নেমে লড়াই করব।

    রবিবার সুকান্ত (Sukanta Majumdar) যা বললেন, শনিবার তার নান্দীমুখের কাজটি করে রেখেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর সৌজন্যের রাজনীতি এক পাশে সরিয়ে রেখে ঠাকুরবাড়ির জনসভায় শুভেন্দু বলেন, নন্দীগ্রামে ওঁকে হারিয়েছি। গণতান্ত্রিক উপায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাব। রবিবার মন কি বাতের সময় শুভেন্দু উপস্থিত ছিলেন নন্দীগ্রামে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: সৌদি আরবের ফুটবলারদের রোলস রয়েস গাড়ি পাওয়ার খবর ভুয়ো? কী বললেন কোচ হার্ভে রেনার্ড

    FIFA World Cup: সৌদি আরবের ফুটবলারদের রোলস রয়েস গাড়ি পাওয়ার খবর ভুয়ো? কী বললেন কোচ হার্ভে রেনার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল সৌদি আরব (FIFA World Cup)। বিশ্ববাসীর তাক লাগিয়ে দিয়েছিল সৌদিরা। এমন জয়ে এক দিনের ছুটিও ঘোষণা করেছিলেন সৌদির রাজা সলমন। আবার খবরে এও উঠে এসেছিল যে, সৌদি ফুটবলারদের নাকি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি উপহার দেবেন দেশের প্রিন্স মহম্মদ বিন সলমন। কিন্তু আদেও কি গাড়ি দেওয়া হচ্ছে সৌদির ফুটবলারদের? এ নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। আর এরপরেই উঠে এল আরেক তথ্য। কোনও গাড়িই দেওয়া হচ্ছে তাঁদের। এই খবর নাকি ভুয়ো। আর এটি দাবি করেছেন বিশ্বকাপে (FIFA World Cup) সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ড।

    হার্ভে রেনার্ড কী বললেন?

    সূত্রের খবরে জানা গিয়েছিল, আর্জেন্টিনাকে হারানোর জন্য (FIFA World Cup) সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন ঘোষণা করেছেন, আর্জেন্টিনাকে হারানোর জন্য সৌদি দলের প্রত্যেক ফুটবলারকে দামি রোলস রয়েস গাড়ি উপহার দেওয়া হবে, যখন তাঁরা কাতার থেকে ফিরে আসবেন। কিন্তু এ ধরনের খবরকে পুরোপুরি অস্বীকার করেছেন সৌদি আরবের ফুটবল দলের কোচ হার্ভে রেনার্ড। তিনি জানিয়েছেন, এ ধরনের কোনও খবর তিনি জানেন না। এমনকি তিনি এই খবরের সত্যতা স্বীকার করেননি। সৌদির কোচ জানিয়েছেন, শুধুমাত্র একটি খেলাই খেলেছে দল। গ্রুপ পর্যায়ের আরও দুটি খেলা আছে। আর তাঁদের নজর এখন পরের ম্যাচেই (FIFA World Cup)।

    আরও পড়ুন: নতুন জীবন পেল আর্জেন্টিনা! বিশ্বকাপে এগিয়ে যেতে এবারে কী করতে হবে মেসিদের?

    প্রসঙ্গত, আর্জেন্টিনার (FIFA World Cup) বিপক্ষে জয় পাওয়ার পিছনের অন্যতম খেলোয়াড় আল শেহরিও এ ধরনের খবরকে পুরোপুরি মিথ্যা বলেছেন। তিনি জানান, তাঁরা দেশের জন্য খেলতে এসেছেন। এবং তাঁরা নিজেদের সেরাটা দেবেন এটাই আসল পুরস্কার। আরও জানা গিয়েছে, সৌদি দলের বিলাসবহুল গাড়ি পাওয়ার খবরটি প্রথম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন এক পাকিস্তানি ডেন্টিস্ট। আর তার পরেই এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ে।

    অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরব ঐতিহাসিক জয় (FIFA World Cup) পাওয়ায় এই জয় উদযাপনের জন্য সৌদি আরব ছুটি ঘোষণা করেছিল। কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে জয় পেলেও শনিবার কিন্তু পোল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে যায় সৌদি। আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে নামতে চলেছে সৌদি আরব। আপাতত সৌদি দল গ্রুপ ম্যাচে কোথায় শেষ করে, সেদিকেই নজর বিশ্ববাসীর।

  • PM Modi: জি-২০ শীর্ষ সম্মলেন ভারতের নেতৃত্ব দেওয়াটা একটা সুযোগ, গর্বের মুহূর্ত, বললেন মোদি

    PM Modi: জি-২০ শীর্ষ সম্মলেন ভারতের নেতৃত্ব দেওয়াটা একটা সুযোগ, গর্বের মুহূর্ত, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: জি-২০ শীর্ষ সম্মলেন (G 20 Summit) নেতৃত্ব দেওয়াটা ভারতের (India) জন্য বিরাট সুযোগ। রবিবার মন কি বাত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ছিল ৯৫তম মন কি বাত অনুষ্ঠান। সেখানেই ভারতের বিরাট সুযোগের কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত এই সুযোগ এমন একটা সময়ে পেয়েছে, যখন চলছে অমৃতকাল। এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংকল্প এক বিশ্ব, এক সংকল্পের। যে কথা বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম শ্লোকে।

    জি ২০…

    এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, জি ২০ শীর্ষ সম্মেলনে নেতৃত্ব দেওয়াটা আমাদের কাছে একটা বিরাট সুযোগ। আমাদের আলোকপাত করতে হবে কীভাবে বিশ্বের ভাল হবে, সেই দিকে। কীভাবে ফিরবে শান্তি, ঐক্য এবং বিকাশ। প্রধানমন্ত্রী বলেন, এই সব কিছুর সমাধান রয়েছে ভারতে। তিনি বলেন, আমরা এই মন্ত্র বিশ্বকে দিয়েছি, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।

    এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের মানুষ আমাকে চিঠি লিখে জানিয়েছেন, ভারত এই সুযোগ পাওয়ায় তাঁরা কতটা খুশি। এটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ। এদিনের এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই যে সুযোগ আমাদের কাছে এসেছে, আমরা অবশ্যই এটাকে কাজে লাগাব। আমাদের ফোকাস থাকবে বিশ্বের ভাল ও কল্যাণের দিকে।

    আরও পড়ুন: দারিদ্রের বিরুদ্ধে প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত, প্রযুক্তি সম্মেলনে বললেন মোদি

    প্রধানমন্ত্রীর (PM Modi) মুখে এদিন ভারতের মহাকাশ অভিযান এবং ইসরোর সাফল্যের কথাও শোনা গিয়েছে। শনিবারই ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারত। এটি দুই প্রতিবেশী দেশের সম্পর্কের শক্তিকেই প্রকাশ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। ১৮ নভেম্বর বিক্রম-এস রকেট উৎক্ষেপণ হয়েছিল। এদিন সে প্রসঙ্গ টেনে মোদি বলেন, বিক্রম-এস সব ভারতীয়কেই গর্বিত করেছে। প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ভারত ক্রায়োজেনিক রকেট প্রযুক্তিকে অস্বীকার করেছিল। কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা কেবল ভারতীয় প্রযুক্তিরই উন্নতি ঘটননি, আজ এর সাহায্যে মহাকাশে অসংখ্য উপগ্রহও পাঠাতে পারছি আমরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Primary TET: টেট পরীক্ষায় বসতে পারবে স্পেশ্যাল বিএডরাও, নির্দেশ হাইকোর্টের

    Primary TET: টেট পরীক্ষায় বসতে পারবে স্পেশ্যাল বিএডরাও, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক:  এবার টেটে (Primary TET) বসতে পারে স্পেশ্যাল বিএড প্রার্থীরা। চাকরিপ্রার্থীদের আর্জি মেনে নিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ এবং টেট পরীক্ষায় বসার আবেদন নিয়ে আদালতে দ্বারস্থ হয় স্পেশাল বিএড’রা। নিয়োগ এবং পরীক্ষায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হন প্রায় ৫০ জন প্রার্থী। আপাতত আসন্ন টেট পরীক্ষায় বসার অনুমতি পেল স্পেশাল বিএডরা। এই প্রথম বিএডদের পাশাপাশি পরীক্ষায় বসবে স্পেশাল বিএড। প্রাথমিকে নিয়োগের আবেদনের শুনানি ৬ ডিসেম্বর।   

    উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার এই নির্দেশ দেন। বিএড-রা যদি প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষায় বসতে পারেন, তাহলে বিএড স্পেশালরা নয় কেন? এই প্রশ্ন তুলে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের বক্তব্য, বিভিন্ন রাজ্যে বিএড ও বিএড স্পেশালদের একই গণ্য করা হয়। কিন্তু এই রাজ্যে সেটি হয় না বলে অভিযোগ মামলাকারীদের। এই নিয়ে মামলায় শুক্রবার বিএড স্পেশাল চাকরিপ্রার্থীদের প্রাথমিক টেটে বসার সুযোগ দিল হাইকোর্ট।

    আরও পড়ুন: ‘‘মমতাকে গণতান্ত্রিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব’’, চ্যালেঞ্জ শুভেন্দুর  

    শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছে, বিএড স্পেশাল যে ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছেন, তাঁদের প্রত্যেককে অ্যাডমিট কার্ড দিতে হবে। আগামী ৬ ডিসেম্বর এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে। উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষা রয়েছে। প্রায় ৬ বছর পর টেট পরীক্ষায় আয়োজন হচ্ছে রাজ্যে। কিন্তু এই পরীক্ষায় স্পেশাল বিএড-এর জন্য কোনও অপশন দেওয়া হচ্ছিল না। যাঁরা আবেদন করেছেন, তাঁদের বিএড হিসেবেই আবেদন করতে হয়েছে। এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, বিএড স্পেশালরা টেট পরীক্ষায় বসতে পারবেন না। সেই নিয়েই মামলা করা হয়েছিল আদালতে।

    স্পেশ্যাল বিএড কী? 

    বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের পড়ানোর জন্য প্রশিক্ষিতদের স্পেশ্যাল বিএড বলে। তাঁদের দাবি, দেশের একাধিক রাজ্য রয়েছে, যেখানে বিএড এবং বিএড স্পেশালদের একই সারিতে রাখা হয়। এমন অবস্থায় তাঁদের প্রশ্ন, টেটে বিএড উত্তীর্ণরা অংশ নিতে পারলে, বিএড স্পেশালরা কেন অংশ নিতে পারবেন না? তাঁদের বক্তব্য, টেট পরীক্ষায় তাঁদেরও সুযোগ দেওয়া হোক। এমনকী তাঁদের দাবি, প্রাথমিক স্কুলগুলিতে অনেক ক্ষেত্রেই স্পেশাল স্টুডেন্ট থাকে। সেক্ষেত্রে বিএড স্পেশালরা যদি সুযোগ পান, তাহলে স্পেশাল স্টুডেন্টদের (Primary TET) পড়ানোর ক্ষেত্রেও সুবিধা পাওয়া যাবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     
  • Suvendu Adhikari: ‘‘মমতাকে গণতান্ত্রিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব’’, চ্যালেঞ্জ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘মমতাকে গণতান্ত্রিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব’’, চ্যালেঞ্জ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: নন্দীগ্রামে ওঁকে হারিয়েছি। গণতান্ত্রিক উপায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রাক্তন মুখ্যমন্ত্রী (CM) বানাব। কথাগুলি যিনি বললেন, তিনি রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যান শুভেন্দু। সেখানেই এই চ্যালেঞ্জ নেন তিনি।

    সিএএ…

    দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনের আগে সিএএ নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। এদিন বিজেপির ডাকে সিএএ (CAA) নিয়ে জনসমাবেশে যোগ দিতে ঠাকুরনগরে যান শুভেন্দু (Suvendu Adhikari)। এই ঠাকুরনগর মতুয়া সম্প্রদায়ের প্রধান তীর্থক্ষেত্র। সেই ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়িতে পুজো দেন নন্দীগ্রামের বিধায়ক। পরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, যেমন কথা তেমন কাজ। সিএএ আইন পাশ হয়েছে। আপনারা দেখছেন সিএএ আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, আপনারা শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুরের ওপর ভরসা রাখুন। সিএএ হবেই। রাজ্যের বিরোধী দলনেতার মুখে সিএএ-র আশ্বাস পেয়ে প্রবল হাততালি পড়ে সমাবেশে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার হবে বলেও এদিন জানিয়ে দেন শুভেন্দু।

    এদিনের সমাবেশে পুরানো একটি সভার প্রসঙ্গ টেনে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, উনি (মুখ্যমন্ত্রী) কিছুদিন আগে বলেছিলেন, বাংলার টাকা আটকাতে বিরোধী দলনেতা চিঠি দেন। কাল (শুক্রবার) সে কথা গিলেছেন। স্নেহের ভাই বলে উল্লেখ করেছেন। শুভেন্দু বলেন, আসলে মুখ্যমন্ত্রী বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন। এর পরেই নন্দীগ্রামের বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি। গণতান্ত্রিকভাবে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে বলে গেলাম।

    আরও পড়ুন: ‘বাংলায় আল্ট্রা ইমার্জেন্সি পরিস্থিতি’, রাজ্য সরকারকে ট্যুইট-বাণ শুভেন্দুর

    শুক্রবারই সৌজন্যের রাজনীতির সাক্ষী ছিল বিধানসভা। সংবিধান দিবস উপলক্ষে এদিন ভাষণ দিচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। পরে তাঁকে চায়ের নেমতন্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক লাহিড়ি এবং মনোজ টিগ্গাকে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, চা খাওয়া হয়নি। তাঁর ভাষায়, এটি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরাশায়ী করেছিলেন শুভেন্দু। তার পর থেকে দুজনের মুখ দেখাদেখি এক প্রকার বন্ধই ছিল। শুক্রবার কেটেছিল জট। তবে শনিবার ফের শুভেন্দু স্পষ্ট করে দিলেন তাঁর অবস্থান। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি। গণতান্ত্রিকভাবে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Saptahik Rashifal: আপনার ভাগ্য কী বলছে? সাপ্তাহিক রাশিফল ২৭ নভেম্বর-০৩ ডিসেম্বর

    Saptahik Rashifal: আপনার ভাগ্য কী বলছে? সাপ্তাহিক রাশিফল ২৭ নভেম্বর-০৩ ডিসেম্বর

    সাপ্তাহিক রাশিফল মেষ রাশি (Aries Saptahik Rashifal): 

    চাকরিজীবীদের এই সময় অনেক পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীরা খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। আয় ভাল হবে, কিন্তু ব্যয় বৃদ্ধির কারণে আপনি সঞ্চয় করতে পারবেন না। এই সময়ে আপনি মানসিকভাবে ভাল থাকবেন না। আপনার স্বাস্থ্যও খুব দুর্বল হবে। নিজের প্রতি আস্থাশীল থাকুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করুন। বিনিয়োগে লাভবান হবেন। আপনার কোনও আশা-আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনা আছে। তবে মানসিক অবসাদ নিরাময়ের জন্য বিনোদনমূলক কাজে সময় কাটান। প্রেমে যোগাযোগ শুভ।

    সাপ্তাহিক রাশিফল বৃষ রাশি (Taurus Saptahik Rashifal):  

    চাকরিজীবীদের সময়টি ভাল কাটবে না। সপ্তাহের শেষে আপনাকে একসঙ্গে অনেকগুলি কাজ সামলাতে হতে পারে। এই সময়ে পরিবারের কারোর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা সাফল্য পাবেন। ব্যবসায়ীদের এই সময় অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। কর্মস্থলের পরিবেশ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখুন। সবধরনের ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে শেয়ার করবেন না। রাগ, জেদ, অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। প্রেমে যোগ শুভ। যানবাহনে চলাচলে সতর্ক থাকার চেষ্টা করুন। কোথাও যাত্রা করার সময় খুব সতর্ক থাকুন। হঠাৎ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে বা আপনার জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে আইনি বাধা আসার সম্ভাবনাও রয়েছে। 

    সাপ্তাহিক রাশিফল মিথুন রাশি (Gemini Saptahik Rashifal):  

    এ সপ্তাহে আপনি স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন। চাকরিজীবীদের অফিসে মান-সম্মান বাড়তে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হতে পারে। সপ্তাহের শেষে হাতে বড় অর্ডার আসতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভাল কাটবে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। গৃহের পরিবেশ সুখী ও শান্তিময় থাকবে। সহানুভূতিশীল মানসিকতার জন্য প্রশংসিত হবেন। পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে। প্রেমের সম্পর্ক ভাল যাবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। চেনাশোনা মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিবাহিত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। যারা প্রেম করে বিয়ে করতে চান, এই সময়টি তাদের পরিবারের সঙ্গে কথা বলার জন্য উপযুক্ত। আপনার সম্পর্ক অনুমোদন পেতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

    সাপ্তাহিক রাশিফল কর্কট রাশি (Cancer Saptahik Rashifal): 

    অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। এই সময়ে আপনি আপনার বসের কাছ থেকে কাজ সংক্রান্ত কিছু ভাল পরামর্শও পাবেন। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে এবং আপনার আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে। এই সময়ে আপনি নতুন কাজ শুরু করার পরিকল্পনাও করতে পারেন। অর্থের অবস্থা ভাল থাকবে। আপনার পরিচিত পরিমণ্ডলে আপনার গুরুত্ব ও জনপ্রিয়তা বাড়বে। প্রতিকূল পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করুন। সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়িক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। সামাজিক কোনও অনুষ্ঠানে যোগদান করতে পারেন। আপনার কর্মদক্ষতার যথেষ্ট মূল্যায়ন পাবেন। আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। এই সময়ে ভাই বা বোনের কাছ থেকে সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

    সাপ্তাহিক রাশিফল সিংহ রাশি (Leo Saptahik Rashifal): 

    অনিশ্চিত বিষয়ে যত্নশীল হোন। শিক্ষার্থীদের জন্য বেশ ভাল সময়। ব্যবসায়িক সফলতা পাবেন। কারও দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ ক্ষতিকর হবে। নিজের মতে অটুট থাকলে লাভবান হবেন। অতিরিক্ত ব্যয়ের ব্যাপারে সতর্ক হতে হবে। বিবাহিত জীবনে অশান্তি হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অফিসে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ভাল ফলাফল পাবেন না। এই সময়ে আপনার আত্মবিশ্বাসও কমে যেতে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে।

    সাপ্তাহিক রাশিফল কন্যা রাশি (Virgo Saptahik Rashifal): 

    দ্বৈত মনোভাব আপনার উন্নতির ক্ষেত্রে অন্তরায় হতে পারে। যারা চাকরির অপেক্ষায় রয়েছেন, এই সপ্তাহটি তাদের খুব ভাল কাটবে। সপ্তাহের শুরুতে আপনি একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে পারেন। ব্যবসায়ীরা তাদের সঠিক সিদ্ধান্তের জন্য ভাল ফল পাবেন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সন্তানের কোনও বিষয় আনন্দদায়ক হবে। শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে আরও মনোযোগী হওয়া প্রয়োজন। পেশাগতভাবে ব্যস্ততা বাড়বে। একটু উদ্যোগী হলে কোনও অপ্রত্যাশিত সূত্র থেকে লাভ হতে পারে। জমি সংক্রান্ত বিনিয়োগ শুভ নয়। এই সপ্তাহে আপনার কাজে বৃদ্ধি হবে। আপনি ঋণ পরিশোধে সফল হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তারা পিতার সহায়তায় ভাল লাভ করতে পারেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়টি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। এই সময়ে বড় কোনও সমস্যা হবে না। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

    সাপ্তাহিক রাশিফল তুলা রাশি (Libra Saptahik Rashifal): 

    কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভাল কাটবে। আপনার কাজে আসা বাধা দূর হবে এবং সমস্ত কাজ সম্পন্ন হবে। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। বিপণন ও কর্পোরেট কাজের জন্য ভালো সময়। এই সময়ে বিনিয়োগ করার দুর্দান্ত সুযোগ পেতে পারেন। পারিবারিক সম্পর্কে সমঝোতা দরকার। বিনিয়োগ সংক্রান্ত যোগাযোগ শুভ। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। সব বিষয়ে নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।  শারীরিক ও মানসিক দিক থেকে ভালো থাকবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। ঘরোয়া সমস্যার সমাধান হতে পারে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি খুব ভাল কাটবে।

    সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক রাশি (Scorpio Saptahik Rashifal): 

    এই সপ্তাহটি শিক্ষার্থীদের খুব ভাল কাটতে চলেছে। পড়াশোনায় মনোযোগ থাকবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ ভাল অফার পেতে পারেন। চাকরিজীবীরা বসের দেওয়া কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। কর্মস্থলে আপনার গুরুত্ব ও মর্যাদা বাড়বে। ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। এই সময়ে পারিবারিক খরচ কিছুটা বাড়তে পারে। সামাজিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব ও মর্যাদা বাড়বে। প্রতিটি কাজ সময়মত সম্পন্ন করার চেষ্টা করুন। সাংসারিক শান্তি বজায় রাখার জন্য পজিটিভ থাকার চেষ্টা করুন। বৈদেশিক যোগাযোগ শুভ। আর্থিক ও বিনিয়োগে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। ভালোবাসায় শুভযোগ। ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া করবেন না, এতে আপনাদের সম্পর্ক দুর্বল হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

    সাপ্তাহিক রাশিফল ধনু রাশি (Sagittarius Saptahik Rashifal): 

    চাকরিজীবীদের সপ্তাহের শুরুটা খুব ভাল হবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। এছাড়াও, এই সময়ের মধ্যে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তারা আজ ভাল সুযোগ পাবেন। কাছের কারুর সাহায্যে সাফল্য পেতে পারেন। এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সহকর্মীর সঙ্গে আন্তরিক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্বাধীন পেশায় যুক্তদের জন্য বেশ সম্ভবনাময় সপ্তাহ। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সফলতা আসার সম্ভবনা আছে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি উপভোগ করবেন। বাড়ির পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কিছু বিষয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। আর্থিক যোগাযোগ শুভ। খরচ বাড়তে পারে। এই সময় আপনাকে ঋণ পরিশোধও করতে হবে। যাদের কিডনি বা গলব্লাডারে পাথরের সমস্যা আছে, এই সময়ের মধ্যে তাদের সমস্যা আরও বাড়তে পারে।

    সাপ্তাহিক রাশিফল মকর রাশি (Capricorn Saptahik Rashifal): 

    চাকরিজীবীরা এই সময়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সপ্তাহটি আপনার জন্য সম্ভাবনাময়। কোনও সুখবর আপনাকে আশাবাদী করবে। তবে নেতিবাচক চিন্তাভাবনা যেন আপনাকে প্রভাবিত না করে সেদিকে খেয়াল রাখুন। কর্মস্থলে নিজের সম্মান বাড়বে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। পারিবারিক কাজে ভ্রমণের সম্ভাবনা আছে। রোমান্টিক সম্পর্কে সমঝোতা দরকার। বিবাহিতদের এই সপ্তাহ খুব ভাল কাটবে। দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক লাভ হবে। সপ্তাহের শেষে বাড়ির মেরামতের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। সুস্থ থাকতে হলে প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।

    সাপ্তাহিক রাশিফল কুম্ভ রাশি (Aquarius Saptahik Rashifal): 

    এই সপ্তাহটি খুচরা ব্যবসায়ীদের জন্য খুব লাভজনক হতে পারে। এই সময়ে ভাল আর্থিক লাভ হতে পারে। চাকরিজীবীদের সমস্যা বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। সপ্তাহের শেষে আপনি পারিবারিক ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। যেকোনও পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করুন। মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভূমি সংক্রান্ত ক্রয়-বিক্রয়ে লাভবান হওয়ার সম্ভবনা আছে। সাংসারিক ও পারিবারিক বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। আপনার কোনো প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভবনা আছে।

    সাপ্তাহিক রাশিফল মীন রাশি (Pisces Saptahik Rashifal): 

    চাকরিজীবীরা অফিসে তাদের প্রতিভা দেখানোর ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। অর্থ নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। আপনার চিন্তাভাবনাকে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করুন, সফলতা পাবেন। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ীদের এই সময়টি বেশ ভাল কাটবে। আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে পারেন। পরিবারে সবার মতামতকে গুরুত্ব দিন। স্পষ্ট কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। বৈদেশিক সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। ভাইদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। এই সময়ে আপনার মানসিক চাপ বাড়তে পারে, যা আপনার শারীরিক স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলবে।

LinkedIn
Share