Blog

  • African Cheetah: দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১০০ চিতা আসতে চলেছে ভারতে, ১২টি আসবে ফেব্রুয়ারিতেই

    African Cheetah: দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১০০ চিতা আসতে চলেছে ভারতে, ১২টি আসবে ফেব্রুয়ারিতেই

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও ১০০ চিতা আসতে চলেছে ভারতে (African Cheetah)! সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে। ইতিমধ্যেই সাক্ষর হয়ে গিয়েছে চুক্তি। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই ১০০টি চিতার প্রথম ১২টিকে ভারতে আনা হবে।             

    কেন্দ্রীয় মন্ত্রক এক বিবৃতিতে (African Cheetah) জানিয়েছে, “আগামী আট থেকে ১০ বছরের জন্য বছরে ১২টি করে চিতাকে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। চিতাদের জন্য একটি নিরাপদ বাসস্থান তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে চিতাগুলিকে কোথায় রাখা হবে তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, এ আগে আনা আটটি চিতাকেই রাখা হয়েছে গুজরাটের কুনো জাতীয় উদ্যানে। ভারতে এক সময় চিতা থাকলেও নির্মম ভাবে শিকারের কারণে পরে তা বিলুপ্ত হয়ে যায়। ভারতে আবার নতুন করে চিতার বংশবৃদ্ধির জন্য গত বছর সেপ্টেম্বরে আফ্রিকা থেকে আটটি চিতা মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে আনা হয়। তাদের মধ্যে সাশা নামের মহিলা চিতা সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছে। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, তরফে চিতাটির  চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরীক্ষা করে দেখা গিয়েছে, সাশার কিডনিতে সংক্রমণ হয়েছে। জল না খাওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।  

    কুনো জাতীয় উদ্যানের বিভাগীয় বন আধিকারিক প্রকাশ কুমার বর্মা জানিয়েছেন, অসুস্থ চিতাটি এখন পুরোপুরি সুস্থ রয়েছে।

    এর আগে আটটি চিতা, পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ, গত বছরের ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের (African Cheetah) শেওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়। সরকার ১৯৫২ সালে দেশে চিতা বিলুপ্ত ঘোষণা করে। ১৯৭০ এর দশক থেকে শুরু করে, ভারত সরকারের প্রজাতিগুলিকে দেশে তার ঐতিহাসিক পরিসরে পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার ফলে নামিবিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

    শিকারের কারণে বিলুপ্ত চিতা 

    সরকারি নথিপত্র জানাচ্ছে, ভারতে শেষ চিতাটি (African Cheetah) মারা যায় ১৯৪৮ সালে। ছত্তীসগঢ়ে। তার পাঁচ বছর পর ১৯৫২ সালে ভারতে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ঘোষণা করে তদানীন্তন কেন্দ্রীয় সরকার। সেই সময় থেকে গত ৭০ বছর ধরে চিতা ছিল না এ দেশে। 

    বিভিন্ন প্রজাতির ১০০টি চিতা এ বার আনা হচ্ছে দক্ষিণ আফ্রিকা অথবা নামিবিয়া (African Cheetah) থেকে। পাঁচ বছরের পরিকল্পনার প্রথম বছরেই। এদের মধ্যে ১০/১২টি একেবারেই অল্পবয়স্ক চিতা। যাতে তাদের থেকে চিতার বংশবৃদ্ধি ঘটে পর্যাপ্ত পরিমাণে। চিতাগুলি দক্ষিণ আফ্রিকা বা নামবিয়া থেকে এ দেশে আনতে বিদেশমন্ত্রকও সাহায্য করছে বলে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জানিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • iNCOVACC: বাজারে চলে এল দেশে তৈরি করোনার প্রথম নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক, দাম কত জানেন?

    iNCOVACC: বাজারে চলে এল দেশে তৈরি করোনার প্রথম নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক, দাম কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসেই বাজারে চলে এল দেশে তৈরি করোনার নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক (iNCOVACC)। এদিন আনুষ্ঠানিকভাবে ওই ভ্য়াকসিন  বাজারে ছাড়লেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়।  নভেম্বরে ওই ভ্যাকসিনের অনুমতি মেলে বিশেষ ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ও বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের জন্য। 

    ইনকোভ্যাক-এর দাম

    গত ডিসেম্বরেই সংস্থার তরফে ইনকোভ্যাক-এর প্রতিটি ডোজের দাম জানানো হয়েছিল। ভারত বায়োটেকের তথ্য অনুযায়ী,  কোভিড-১৯-এর প্রথম ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক (iNCOVACC)-এর প্রতিটি ডোজ সরকারের কাছে ৩২৫ টাকা এবং বেসরকারি টিকা কেন্দ্রে ৮০০ টাকায় বিক্রি করা হবে। তিন পর্যায়ে ট্রায়াল শেষ করা পর এটিকে অনুমোদন দেয় কেন্দ্র। এরপর এটির উৎপাদন শুরু করা হয়। প্রথম ডোজ হিসেবে ভ্য়াকসিনটি কতটা কার্যকারী তা প্রথমে দেখা হয়েছিল। যারা আগেও কোভ্যাকসিন ও কোভিশিল্ড নিয়েছেন তাদের বুস্টার ডোজ হিসেবেও একটি পরীক্ষা করে দেখা হয়েছে। 

    আরও পড়ুন: আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক! দিল্লি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

    কেন্দ্রের সক্রিয়তা

    কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক (iNCOVAC) -কে শর্তসাপেক্ষে আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, এখন দেশে ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউই এই ভ্যাকসিন নিতে পারবেন। জানা যাচ্ছে, যাঁরা করোনার দুটি টিকা নিয়েছেন, কিন্তু তৃতীয় বুস্টার ডোজ নেননি, তাঁরা এটাকে বুস্টার ডোজ হিসাবে নিতে পারবেন। প্রসঙ্গত, সারা বিশ্ব যখন করোনায় (Corona) জর্জরিত ছিল, তখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কোভিড প্রতিষেধক কোভ্যাক্সিন বাজারে নিয়ে আসে ভারত বায়োটেক। দু-বছরের মধ্যে ফের কোভিড প্রতিষেধক নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine) বাজারে নিয়ে এল এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তবে শুধু কোভিড ভ্যাকসিন নয়। আরও অন্যান্য রোগেরও ভ্যাকসিন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে ভারত বায়োটেক (Bharat Biotech)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Naatu Naatu: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ‘নাটু নাটু’র সুরকার এম এম কিরবানি

    Naatu Naatu: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ‘নাটু নাটু’র সুরকার এম এম কিরবানি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পাচ্ছেন এম এম কিরাবানি। একদিকে যখন ‘নাটু নাটু’ নিয়ে সারা পৃথিবী উত্তাল, ঠিক তখনই দেশের মাটিতেই বড় সম্মান পেলেন এই গানের সঙ্গীত পরিচালক। গত কয়েক মাস ধরে দক্ষিণের এই সুরকার বারবার শিরোনাম দখল করেছেন। এর আগেও যুগান্তকারী সুর দিয়েছেন, গান বানিয়েছেন তিনি। কিন্তু এস এস রাজামৌলীর ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’র সৃষ্টির পর নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। একের পর এক সম্মান পাচ্ছেন তিনি। সারা বিশ্বে তাঁর এই গান সকলের মন কেড়েছে।

    দেশেও সম্মানিত

    পুরো নাম কদুরি মরকঠমণি কিরবানি। ১৯৬১ সালে অন্ধ্রপ্রদেশের কোভভুর শহরে  জন্ম এই শিল্পীর। সুরকার হিসাবে দীর্ঘ দিন দক্ষিণ ভারতের সিনেমায় কাজ করছেন তিনি। এর পাশাপাশি গায়কের ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছে। সঙ্গীত রচয়িতা, প্লেব্যাক সিঙ্গার এবং গীতিকার যিনি প্রধানত তেলুগু সিনেমায় কাজ করেছেন। তবে তিনি তামিল, মালয়ালাম, কন্নড় এবং হিন্দি সিনেমার জন্যও গান তৈরি করেছেন। প্রায় তিন দশকের পেশা জীবনে কিরাবাণী বিভিন্ন ভাষায় ১৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন।

     

    ২০১৫ সালে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ থেকে শুরু করে ২০১৭-র ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এবং ২০২২-এর ‘আরআরআর’-এ খুড়তুতো ভাই এস এস রাজামৌলীর সঙ্গে গাঁটছড়া বেঁধে সবথেকে বেশি স্বীকৃতি অর্জন করেছেন। রাজামৌলীও এদিন ট্যুইট করে তাঁর এই সম্মানকে শ্রদ্ধা জানান। রাজামৌলীর স্ত্রী রামা রাজামৌলীর বোন শ্রীভল্লিকেই বিয়ে করেছেন কিরাবানি। শ্রীভল্লি নিজে একজন সফল প্রযোজক। তাঁদের ছেলে কালা ভৈরবও সঙ্গীত জগতেই পা রেখেছেন। কাজ করেছেন বাবার সঙ্গে।

    আরও পড়ুুন: মুখোমুখি জেরায় একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানালেন তাপস-কুন্তল, একে অপরকে দোষারোপ

    কিরবানি ১৯৯৭ সালে তেলুগু চলচ্চিত্র ‘অন্নময়’-এর জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ১১টি নন্দী পুরস্কার, ১টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও ৮টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন। ২০২৩ সালের পদ্মসম্মানের তালিকায় তিনি ছাড়াও রয়েছেন রবিনা ট্যান্ডন। তিনিও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এছাড়া রয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী জাকির হুসেন। তিনি পেয়েছেন পদ্ম বিভূষণ সম্মান। 

      দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Layoff: এবার কর্মী ছাঁটাইয়ের পথে আইবিএম, চাকরি যেতে পারে ৩৯০০ জনের

    Layoff: এবার কর্মী ছাঁটাইয়ের পথে আইবিএম, চাকরি যেতে পারে ৩৯০০ জনের

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগল, মেটার পর এবার কর্মী ছাঁটাই- এর পথে হাঁটতে চলেছে আইবিএম (Layoff)। বছরের শুরুতেই ৩৯০০ জন কর্মীকে ছাঁটাই করতে পারে বহুজাতিক সংস্থাটি। নিজেদের প্রত্যাশিত আয়ের টার্গেট পূরণে ব্যর্থ হয়ে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আইবিএম। জানা গিয়েছে আইবিএম তাঁর বার্ষিক যে আর্থিক সম্পদ বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল চতুর্থ ত্রৈমাসিকে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

     

    কী জানিয়েছে আইবিএম? 

    সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া (Layoff) সাক্ষাৎকারে সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার জেমস ক্যাভানভ জানিয়েছেন, “গত দু থেকে আড়াই বছর আমরা বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের নিয়োগ করেছিলাম। কর্মী নিয়োগের পরেও সংস্থায় রাজস্বে প্রচুর পরিমাণ ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। তাই, সংস্থার স্বার্থে এবং রাজস্ব সংগ্রহে ভারসাম্য আনতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”  

    সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, আইবিএম (Layoff) তাদের মোট সম্পত্তি বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে। আপাতত সংস্থা সেই সব ক্ষেত্রে জোর দেবে, যেখান থেকে বেশি রাজস্ব সংগ্রহ করা যেতে পারে। কর্মী ছাঁটাইয়ের ফলে আইবিএমের কিছু পরিমাণ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবু তারা সেই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে প্রস্তুত। কর্মী ছাঁটাইয়ের পরেও আইবিএম গ্রাহক পরিষেবা সংক্রান্ত গবেষণা এবং গ্রাহক সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায়, তার জন্য কর্মী নিয়োগ বজায় থাকবে। সংস্থার কোন কোন ক্ষেত্রে কর্মী ছাঁটাই করা হবে, সে ব্যাপারে সংস্থার তরফ থেকে সুনির্দিষ্টভাবে কিছু হলা হয়নি।

    আরও পড়ুন: মুখোমুখি জেরায় একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানালেন তাপস-কুন্তল, একে অপরকে দোষারোপ 
     
    প্রসঙ্গত, বিশ্ব জুড়ে আর্থিক মন্দার (Layoff) আশঙ্কায় ইতোমধ্যেই বহু সংস্থা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। কর্মী ছাঁটাই করেছে ট্যুইটার, গুগল, মেটা। কর্মী ছাঁটাই করেছে মার্কিন সংবাদ সংস্থাগুলিও। কগনিজ্যান্ট টেকনোলজি সলিউশন কর্প গত নভেম্বরে তাদের আর্থক বৃদ্ধির পূর্বাভাস হ্রাস করেছে।    

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Republic Day: প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে মোদির ‘আত্মনির্ভর’ ভারত, জানুন বিস্তারিত

    Republic Day: প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে মোদির ‘আত্মনির্ভর’ ভারত, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ২৬ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস (Republic Day)। এদিন দিল্লির (Delhi) কর্তব্যপথে হয়েছে প্যারেড। আজ যেটি কর্তব্যপথ নামে পরিচিত, এক সময় সেটাই ছিল রাজপথ। গত বছর হয় নয়া নামকরণ। এদিন এই কর্তব্যপথেই হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্যারেড। এবার ৭৪তম প্রজাতন্ত্র দিবস। কর্তব্যপথে প্রদর্শিত হয়েছে আত্মনির্ভরতার বিভিন্ন নিদর্শন। রাজধানীর ইন্ডিয়া গেটের কাছের রাস্তাটি দীর্ঘদিন রাজপথ নামে পরিচিত ছিল। গত বছর তার নয়া নামকরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন নাম হয় কর্তব্যপথ। এদিন এই কর্তব্যপথেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা করেন।

    প্রজাতন্ত্র দিবস…

    গত বছর প্রজাতন্ত্র দিবসের অনেক পরে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী। তাই এবারই প্রথম রাষ্ট্রপতি হিসেবে তিনি অংশ নেন প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে। এদিন সকাল সাড়ে দশটায় শুরু হয়েছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সামরিক শক্তির পাশাপাশি প্রদর্শিত হয় সাংস্কৃতিক বৈচিত্র্যও। এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেয়া এল সিসি। বর্তমানে দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব। সেই আবহে এবার পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। দিল্লি পুলিশের হিসেব, এদিন প্রায় ৬৫ হাজার মানুষ প্রজাতন্ত্র দিবসের প্যারেড চাক্ষুষ করছেন। এজন্য কিউআর কোডের মাধ্যমে অনেক আগেই তাঁরা নাম নথিভুক্ত করেছিলেন। এদিনের অনুষ্ঠান ঘিরে ব্যবস্থা করা হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তার। মোতায়েন করা হয়েছে ৬ হাজার জওয়ান। কর্তব্যপথে নজরদারি চালানোর জন্য বসানো হয়েছে হাই রেজ্যুলিউশনের ১৫০ সিসিটিভি ক্যামেরা।

    আরও পড়ুুন: আর্থিক অপচয়ের অভিযোগ! গুজরাট জেলে বন্দি তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল ইডি

    এতদিন প্যারেডে গান স্যালুট দেওয়া হত ব্রিটিশদের তৈরি কামান দিয়ে। এবার দেওয়া হয়েছে ১০৫ মিমি ইন্ডিয়ান ফিল্ড গান-এর মাধ্যমে। এবারই প্রথম প্যারেডে (Republic Day) পা মেলালেন মিশরের আর্মড ফোর্সও। প্রদর্শিত হয়েছে ভারতে তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র। প্রতি বছরের মতো এবারও কর্তব্যপথে বের হবে ট্যাবলো। ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তরফে বের হবে ওই ট্যাবলো। ছটি মন্ত্রকের তরফেও বের করা হবে ট্যাবলো। এর মধ্যে থাকবে পশ্চিমবঙ্গের দুর্গা ট্যাবলোও। এদিন বায়ু সেনা প্রদর্শন করবে তাদের কসরত। এ বার প্রজাতন্ত্র দিবসে ছিল অন্য চমকও। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Padma Awards: মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হল ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে, তালিকায় আর কোন বাঙালি?

    Padma Awards: মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হল ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে, তালিকায় আর কোন বাঙালি?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছরের মতো এবারও সাধারণতন্ত্র দিবসের সকালে ঘোষণা করা হল পদ্ম পুরস্কার (Padma Awards) প্রাপকদের তালিকা। বাঙালির ঝুলিতেও এল পুরষ্কার। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হল ওআরএসের জনক দিলীপ মহলানবিশকে। গত বছর বাংলা থেকে পদ্ম পুরস্কার পেয়েছিলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সংগীতশিল্পী রশিদ খান।  

    ১৯৭১ সাল থেকে ভারত-বাংলাদেশসহ সারা বিশ্বে অন্তত ৭ কোটিরও বেশি মানুষের প্রাণ রক্ষা করেছে তাঁর তৈরি ওআরএস। বেশিরভাগই শিশু। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় শরণার্থী শিবিরে ভয়াবহ কলেরা মহামারি দেখা দেয়। সেই সময় এই রোগের একমাত্র চিকিৎসা ছিল স্যালাইন দেওয়া। কিন্তু স্যালাইনের ভয়ঙ্কর ঘাটতি দেখা যায়। উপায় না দেখে, জনস হপকিন্স ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেডিকেল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের সহায়তায়, ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস তৈরি করেছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ তথা ক্লিনিক্যাল বিজ্ঞানী ডা. দিলীপ মহলানাবিশ। ওআরএস ব্যবহারের ফলে দু সপ্তাহের মধ্যে সেই শিবিরগুলিতে মৃত্যুর হার ৩০ শতাংশ থেকে ৩.৬ শতাংশে নেমে আসে। কীভাবে লবণ এবং গ্লুকোজ মিশিয়ে ওআরএস তৈরি করা হয়, তার বর্ণনা একটি গোপন বাংলাদেশী রেডিও স্টেশনে সম্প্রচার করা হয়েছিল। 

    আরও পড়ুন: আর্থিক অপচয়ের অভিযোগ! গুজরাট জেলে বন্দি তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল ইডি 

    বাংলার ঝুলিতে এসেছে আরও এক পদ্ম পুরস্কার (Padma Awards)। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন জলপাইগুড়ির সারিন্দা বাদক ১০২ বছরের মঙ্গলকান্তি রায়। 

    আর কারা পেলেন পুরষ্কার 

    এছাড়াও তালিকায় (Padma Awards) রয়েছেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা, শিক্ষাবিদ ও সমাজসেবী সুধা মূর্তির মতো বিখ্যাত ব্যক্তিত্বরা। মরণোত্তর সম্মান  প্রদান করা হচ্ছে কিংবদন্তী বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা ও রাজনীতিবিদ মুলায়ম সিং যাদবকে। মোট ১০৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।

    পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন, তবলা বাদক জাকির হোসেন (পদ্মবিভূষণ), সুধা মূর্তি (পদ্মভূষণ), রবিনা টন্ডন (পদ্মশ্রী), প্রীতিকনা গোস্বামী (পদ্মশ্রী)।      

    আর রয়েছেন রয়েছেন তেলঙ্গানার (Padma Awards) প্রাক্তন অধ্যাপক বি রামাকৃষ্ণ রেড্ডি, দক্ষিণ ভারতের প্রবীণ লোকশিল্পী মুনিভেঙ্কাটাপ্পা, নাগা সংগীতশিল্পী এবং উদ্ভাবক মোয়া সুবং যিনি একটি বিশেষ ধরণের যন্ত্র ‘বামভূম’ তৈরি করেছেন। পদ্মশ্রী পেয়েছেন ইস্ট খাসি হিলসের বাসিন্দা দোতারা বাদক রিসিংবর কুরকালাং। মিজো লোকসংগীত শিল্পী কে সি রুনরেমসাংগি, কর্নাটকের লোকনৃত্য শিল্পী রানি মাচাইয়া, ছত্তিশগড়ের কাঠশিল্পী অজয় কুমার মান্ডাভি, হিমাচলপ্রদেশের জৈব কৃষিকাজে বিপ্লব ঘটানো নেকরাম শর্মা, ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যাপক জানুম সিং সয়, বিহারের বস্ত্রশিল্পী কপিলদেব প্রসাদ, রাজস্থানের পিথোরা শিল্পী পরেশ রাথওয়া, গুজরাটের কলমকারি শিল্পী ভানুবাই চৈতারা, জম্মু কাশ্মীরের সন্তুর বাদক গুলাম মহম্মদ জাজ, মহারাষ্ট্রের রঙ্গভূমি শিল্পী পরশুরাম কোমাজি খুনে, ছত্তিশগড়ের নাট্যশিল্পী দোমার সিং কুঁয়র।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Saket Gokhale: আর্থিক অপচয়ের অভিযোগ! গুজরাট জেলে বন্দি তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল ইডি

    Saket Gokhale: আর্থিক অপচয়ের অভিযোগ! গুজরাট জেলে বন্দি তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে এবার টাকা নয়ছয়ের অভিযোগে  গ্রেফতার করল ইডি (ED)। জালিয়াতি মামলায় আগেই গুজরাটের জেলে বন্দি ছিলেন তৃণমূলের জাতীয় স্তরের মুখপাত্র সাকেত গোখলে।  এবার তাঁর বিরুদ্ধে  ১.০৭ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ এনেছে কেন্দ্রীয় সংস্থা। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে তহবিল নয়ছয়ের অভিযোগ রয়েছে সাকেতের বিপক্ষে।

    ক্রাউড ফান্ডিং-এর অভিযোগ

    আর্থিক তছরূপের মামলায় বুধবার তৃণমূল নেতা সাকেত গোখলেকে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে একত্রিত করা লক্ষাধিক টাকার তহবিল সাকেত অপব্যবহার করেছেন। প্রসঙ্গত, সাকেতকে গত ডিসেম্বর মাসে দিল্লি থেকে অপর একটি মামলায় গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। সেই মামলায় এখনও জামিন পাননি তৃণমূল মুখপাত্র। গতকাল গুজরাট হাইকোর্ট সাকেতের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। আর এরই মধ্যে ইডি ফের গ্রেফতার করল সাকেত গোখলেকে। 

    আরও পড়ুন: আজ ফের তাপসকে জিজ্ঞাসাবাদ ইডির! দীর্ঘ ১২ ঘণ্টা জেরায় নতুন কী তথ্য মিলল?

    কী বলছেন সাকেতের আইনজীবী

    ক্রাউড ফান্ডিং বলতে বোঝায় যখন জনসাধারণের উপকারে কোনও কাজের জন্য মানুষের থেকে টাকা সংগ্রহ করা হয়। পরে সেই টাকা ব্যক্তিগত কাজে বা অন্য কোনওভাবে ব্যবহার করলে সেটি আর্থিক তছরূপের আওতায় পড়ে। ইডি যে অর্থ অপচয়ের মামলায় সাকেতকে গ্রেফতার করেছে, সেই একই মামলাতে গুজরাট পুলিশের অপরাধ দমন শাখা গ্রেফতার করেছিল সাকেতকে। সেই মামলায়, গুজরাট হাইকোর্টে সাকেতের আইনজীবী জানিয়েছিলেন, যে তাঁর মক্কেল অতীতে একজন আরটিআই কর্মী ও সমাজকর্মী হিসেবে কাজ করেছেন। যে সময়ে তিনি ক্রাউড ফান্ডিং করেছিলেন, সেই সময়ে তিনি এও জানিয়েছিলেন যে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য এবং নিজের বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন। কিন্তু কোনও টাকা তিনি নয়ছয় করেননি। তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি সেই কর্মসূচি বন্ধ করে দিয়েছিলেন। পাশাপাশি গোখলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর আয়ের যাবতীয় হিসেব রয়েছে এবং তিনি নিয়মিত আয়কর জমা করেছেন বলেও দাবি করেন সাকেতের আইনজীবী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • New Zealand: শপথ নিলেন নিউজিল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী, চোখের জলে বিদায় প্রাক্তনকে

    New Zealand: শপথ নিলেন নিউজিল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী, চোখের জলে বিদায় প্রাক্তনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের (New Zealand) নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন লেবার পার্টির (Labour Party) নেতা ক্রিস হিপকিন্স (Chris Hipkins)। গত সপ্তাহেই জাসিন্ডা আর্ডের্ন প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেবেন বলে ঘোষণা করেছিলেন। সেই মতো মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন। তার পর বুধবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ক্রিস হিপকিন্স। তিনি হলেন নিউজল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল সিন্ডি কিরো নয়া প্রধানমন্ত্রী হিসেবে হিপকিন্সকে শপথবাক্য পাঠ করান। শপথ নিয়ে নয়া প্রধানমন্ত্রী বলেন, এবার সত্যিই আমি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছি। এটা আমার জীবনের সব থেকে বড় সুযোগ এবং দায়িত্ব। আগামিদিনে আমার সামনে যা যা চ্যালেঞ্জ রয়েছে, তার সম্মুখীন হতে আমি প্রস্তুত।

    আর্ডের্ন…

    এদিকে, বুধবার আর্ডের্নকে পার্লামেন্ট (New Zealand)  ছেড়ে চলে যেতে দেখা যায়। দর্শক, সাংসদ এবং পার্লামেন্টের কর্মীরা হাততালি দিয়ে তাঁকে বিদায় জানান। মঙ্গলবার হিপকিন্সের সঙ্গে আর্ডের্ন প্রধানমন্ত্রী হিসেবে শেষবারের মতো মাওরি নামের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী থাকার সময় আমি মানুষের প্রচুর ভালবাসা, দয়া, প্রীতি ও শুভেচ্ছা পেয়েছি। এত বছর ধরে এই ভূমিকায় কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। যাঁরা আমার বিদায়কে নঞর্থক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করছেন, তাঁদের আমি ঘৃণা করি। হিপকিন্সকে উপদেশও দিয়েছেন তিনি। বলেন, তুমিই কর, তুমি। নিউজিল্যান্ডের (New Zealand)  সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, এটা এখন তাঁর সময়। নিজের জায়গা খুঁজে নেওয়ার জন্য এটাই তাঁর সময়। তিনি তাঁর নিজের মতোই নেতা হোন। তাঁকে দেওয়ার মতো কোনও উপদেশ আমার নেই। আমি তাঁকে কেবল তথ্য দিতে পারি। প্রধানমন্ত্রী হিসেবে আমি আমার অভিজ্ঞতা তাঁর সঙ্গে শেয়ার করতে পারি। কিন্তু এটা এখন তাঁর সময়। আর্ডের্ন বলেন, আমি এখন পিছনের সারির সাংসদ হতে প্রস্তুত। আমি মা এবং বোন হতেও প্রস্তুত।

    আরও পড়ুুন: মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভীষণভাবে একপেশে’, বিবিসিকে চিঠি দিলেন ব্রিটেনের সাংসদ

    প্রসঙ্গত, আর্ডের্ন প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর শাসক দল লেবার পার্টির তরফে রবিবারই হিপকিন্সকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। করোনা অতিমারির সয়ম তিনি ছিলেন কোভিড রেসপন্স ও পুলিশ মন্ত্রী। করোনা মন্ত্রী হিসেবে তাঁর কাজ উচ্চ প্রশংসিত হয়। শপথ নেওয়ার পর বছর চুয়াল্লিশের প্রধানমন্ত্রী হিপকিন্স জানান, দেশের অর্থনীতির উন্নয়নের লক্ষ্যেই কাজ করবেন তিনি। করোনার সময় অর্থনীতিতে যে মন্দা ও মূল্যবৃদ্ধি হয়েছিল, তা সামাল দিয়ে দেশের অর্থনীতিকে পুরানো অবস্থায় ফিরিয়ে আনাই তাঁর প্রধান লক্ষ্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Oscar: সত্যজিৎ-সুস্মিতের পর ফের এক বাঙালি! অস্কারে মনোনীত বঙ্গ সন্তান শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’

    Oscar: সত্যজিৎ-সুস্মিতের পর ফের এক বাঙালি! অস্কারে মনোনীত বঙ্গ সন্তান শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল। অস্কারে সেরা ফিচার তথ্যচিত্রের বিভাগে মনোনয়ন পেয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে শৌনক জানিয়েছেন, এত ভাল লাগছে যে বলার নয়। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা৷ সেই তালিকায় অরিজিনাল সং বিভাগে যেমন জায়গা করে নিয়েছে আরআরআর ছবিটির নাটু নাটু গানটি, তেমনই আরও দুটি ভারতীয় তথ্যচিত্রও স্থান পেয়েছে এবছরের অস্কারের মনোনয়ন তালিকায়৷ ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগের জন্য মনোনীত হয়েছে কার্তিকি গনসালভেসের ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ ও ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ ৷ শৌনকের এই সৃষ্টি ভারতীয় সিনেমায় সত্যি গর্বের বিষয়।

    সত্যজিৎ-সুস্মিতের পর অস্কার সফরে বাঙালি ছেলে

    ১৯৯২ সালের ৬৪তম অস্কার অ্যাওয়ার্ডে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন বাংলার সত্যজিৎ রায়। সেটিই বাংলা এবং ভারতের একটি মাত্র অস্কার পুরস্কার। তারপর ৩১ বছর কেটে গিয়েছে, ভারতে অস্কার আসেনি মনোনয়নের যাওয়ার পরও। ২০২১ সালে বঙ্গ সন্তান সুস্মিত ঘোষের তৈরি তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’ সেরা তথ্যচিত্রের লড়াইয়ে মনোনীত হয়েছিল। তবে শেষ বিচারে সেটি বিবেচিত হয়নি পুরস্কারের জন্য। ফলে বাংলা থেকেও কোনও বাঙালি অস্কার জেতেননি। তবে এবার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, এবার অস্কারের তথ্যচিত্র বিভাগে জায়গা পেয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদস’।

    তথ্যচিত্র মনোনীত হওয়ায় কী বললেন শৌনক?

    সংবাদমাধ্যমে শৌনক বলেছেন, “এত ভাল লাগছে…! এত ভাল লাগছে…! যে বলার নয়! এটা একটা অসামান্য অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা মুশকিল। অন্যরকম খুশির মুহূর্ত। আমি, আমার দল সবাই ভীষণ ভীষণ খুশি।” এরপর তিনি তাঁর টিমকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ দিলেন অ্যাকাডেমি কর্তৃপক্ষকে, তাঁর ছবিকে মনোনীত করার জন্য।

    একাধিক পুরস্কারে সম্মানিত শৌনকের এই তথ্যচিত্র

    এর আগে কান, বাফটা’র মত মঞ্চেও প্রশংসিত হয়েছে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ (All that Breathes)৷ গত বছর কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছিল এই তথ্যচিত্রটি৷ সানডান্স ফিল্ম ফেস্টিভালেও পুরস্কৃত হয়েছে এই তথ্যচিত্র৷ আবার একমাত্র ভারতীয় ছবি হিসেবে ২০২২ সালের ‘ল’ওয়েল ডি‘অর’ পুরস্কারেও ভূষিত হয়েছে শৌনকের তৈরি তথ্যচিত্র। সেই সাফল্যের ধারা বজায় রেখেই এবার অস্কারের দৌড়েও নাম লেখাল বাঙালি তরুণের এই ডকুমেন্টারি৷ এবারে যদি হলিউডের ডলবি থিয়েটরে বাঙালি শৌনকের হাতে অস্কার ওঠে, তবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হবে৷ আর বাঙালি হিসেবেও এক অনন্য নজির গড়বেন এই তরুণ৷ সত্যজিৎ রায়ের পর তিনিই হবেন সেই বঙ্গ সন্তান, যাঁর হাতে অস্কার উঠবে।

    ‘অল দ্যাট ব্রিদস’-এর গল্প

    দুই ভাইয়ের গল্প বলে এই ছবি। সেই দুই ভাইয়ের নাম নাদিম এবং সউদ, যাঁরা পাখিদের চিকিৎসা করেন। আহত পাখি, বিশেষত কালো চিল উদ্ধার করে শুশ্রূষা করেন তাঁরা। পরিবেশে মিশে থাকা বিষ এবং সামাজিক অবক্ষয়ের কথা বলে এই তথ্যচিত্র।

LinkedIn
Share