Blog

  • Nepal Plane Crash: বাবাকে দেওয়া কথা রাখতে পারলেন না মেয়ে! কী বলেছিলেন বিমান দুর্ঘটনায় মৃত ওশিন?

    Nepal Plane Crash: বাবাকে দেওয়া কথা রাখতে পারলেন না মেয়ে! কী বলেছিলেন বিমান দুর্ঘটনায় মৃত ওশিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার নেপালের পোখরা বিমানবন্দরে অবতরণের ঠিক কয়েক সেকেন্ড আগে ভেঙে পরে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের বিমান। সেই ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই দেখা গিয়েছে ভারতীয় যুবক সোনুর ফেসবুক লাইফ থেকে। সেদিন ইয়েতি এয়ারলাইন্সের ওই বিমানে ছিলেন বিমান সেবিকা ওশিন আলে মাগার। সেদিন ২৪ বছরের এই তরুণীও প্রাণ হারিয়েছেন ভয়াবহ দুর্ঘটনায়। জানা গিয়েছে, তাঁকে ওইদিন তাঁর বাবা বলেছিলেন, সেদিনের মত কাজে না গিয়ে বাড়ির উৎসবে অংশ নিতে। কিন্তু ওশিন বলেছিলেন, ফ্লাইটটি শেষ করেই তিনি ফিরে আসবেন। কিন্তু বাবাকে দেওয়া কথা রাখতে পারলেন না তিনি।

    মেয়েকে সেদিন আটকাতে না পেরে আক্ষেপ বাবার

    রবিবার ছিল মাঘে সংক্রান্তি উৎসব। মকর সংক্রান্তির দিনটিকে এই নামেই উদযাপন করেন নেপালের মানুষ। উৎসবের দিনে মেয়েকে কাজে যেতে নিষেধ করেছিলেন ওশিনের বাবা মোহন। ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মী মোহন আলে মাগার। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, রবিবার তাঁর কেমন যেন মনে হয়েছিল। তাই তিনি তাঁর মেয়ে ওশিনকে খুব সকালে বলেছিলেন, কাজে যাওয়ার দরকার নেই। বরং সে যেন বাড়ির অনুষ্ঠানে আসে। কিন্তু ওশিন বলেছিলেন, দুটি ফ্লাইট শেষ করেই তিনি উৎসবে যোগ দেবেন। বাবার কথা না রাখতে পারলেও বাবাকে ওশিন কথা দিয়েছিলেন, তিনি ফিরে এসে মাঘে সংক্রান্তি উদযাপন করবেন। কিন্তু নিয়তি তা হতে দিল না।

    ওশিনের বাবা আরও জানিয়েছেন, বাড়িতে যখন উৎসবের আয়োজন চলছিল, ঠিক সেই সময় এই বিমান দুর্ঘটনার খবর পান তাঁরা। ফলে সেদিন তাঁর মেয়েকে আটকাতে না পারার আক্ষেপ তো রয়েছেই, সঙ্গে মেয়েকে হারিয়ে শোকে আকুল তিনি। ওশিনের বাবা-মায়ের শুধু মনে হচ্ছে, সেদিন ছুটি নিলে তাঁদের মেয়ে আজ বেঁচে থাকত।

    মৃত্যুর আগের টিকটক ভিডিও ভাইরাল

    প্রকাশ্যে এসেছে বিমানসেবিকা ওশিনের টিকটক ভিডিও। গতকাল থেকেই তাঁর মৃত্যুর আগে করা ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল। সেদিন বিমানযাত্রা শুরুর আগেই বিমানের ভিতর থেকে ভিডিও বানিয়ে নিজেকে ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। সেখানে তাঁকে হাসিমুখে ভিডিও করতে দেখা যায়। ভিডিওটি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল, যা দেখে চোখে জল নেটিজেনদের।

    চিতওয়ানের মাদির বাসিন্দা তাঁরা। ওশিন কাঠমাণ্ডুতে থেকে পড়াশোনা করেছেন। নেপালের অক্সফোর্ড কলেজ থেকে পড়াশোনা করেন তিনি। তাঁর উচ্চশিক্ষা ভারতে। স্নাতক হয়ে সাহারা এয়ার হোস্টেস অ্যাকাডেমি থেকে পাশ করেন। দু’বছর হল বিয়ে হয়েছে ওশিনের। তাঁর স্বামী কর্মসূত্রে ব্রিটেনে থাকেন। দুই বোন এবং এক ভাই আছে ওশিনের। মোহন জানিয়েছেন, মেয়ের অনেক স্বপ্ন ছিল। কেরিয়ারে অনেক এগিয়ে যেতে চেয়েছিলেন ওশিন। সব শেষ হয়ে গেল। দুর্ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েছে ওশিনের পরিবার। তাঁর বাবা এবং মা গিয়ে মেয়ের মৃতদেহ শনাক্ত করে এসেছেন।

  • Justice Rajasekhar Mantha: ‘দোষী’ আইনজীবীদের চিহ্নিত করে মামলা, বিচারপতি মান্থা বিক্ষোভকাণ্ডে বলল হাইকোর্ট

    Justice Rajasekhar Mantha: ‘দোষী’ আইনজীবীদের চিহ্নিত করে মামলা, বিচারপতি মান্থা বিক্ষোভকাণ্ডে বলল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন, সেই আইনজীবীদের চিহ্নিত করে বিচার করা হবে। মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) বিরুদ্ধে আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনার মামলার শুনানি ছিল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। সেই বেঞ্চেই এ বিষয়ে মন্তব্য করেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি বলেন, আমরা প্রথমে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখব। কোন কোন আইনজীবী ওই দিনের ঘটনায় যুক্ত ছিলেন, তা চিহ্নিত করা হবে। নির্দিষ্ট করে তাঁদের বিরুদ্ধেই আদালত অবমাননার মামলা করা হবে। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, নির্দিষ্ট করে কোনও আইনজীবীকে এখনও পর্যন্ত শনাক্ত করা হয়নি। ওই আইনজীবীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ দেখা হবে।

    নেপথ্য কথন…

    প্রসঙ্গত, গত সোমবার থেকে বিচারপতি মান্থার (Justice Rajasekhar Mantha) বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আইনীজীবীদের একাংশ। পরে বার কাউন্সিলের একাংশও বিচারপতি মান্থার এজলাস বয়কটের ডাক দেন। এই সোমবারও মান্থার এজলাসে উপস্থিত হননি আইনজীবীদের একাংশ। তাই থমকে গিয়েছে বহু মামলার শুনানি। অথচ বিচারপতি মান্থার এজলাসেই রয়েছে রাজ্যের বিচারাধীন বেশ কয়েকটি মামলা। তার অনেকগুলি বেশ গুরুত্বপূর্ণও। এমতাবস্থায় আদালত চত্বরে বিচারপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর বিচারপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে জানিয়ে গত মঙ্গলবার আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি মান্থা। তার জেরে মামলা দায়ের হয় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে।

    এদিকে, এদিন রেজিস্ট্রার জেনারেলকে এজলাসে ডেকে পাঠায় বিশেষ বেঞ্চ। তাঁকে সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, পুলিশের অ্যাসিস্টান্ট কমিশনার সিসিটিভির ফুটেজ দিয়েছেন মুখবন্ধ খামে। তবে তথ্য প্রযুক্তি আইন মেনে তা দেওয়া হয়নি। এদিন বিচারপতি মুখোপাধ্যায় বলেন, যা হয়েছে খুবই খারাপ ঘটনা। আমাদের সবাইকে চিহ্নিত করা দরকার। তবে কোনও ভুল ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। এদিনই অবশ্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এসে রিপোর্ট জমা দেন। এদিকে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল কলকাতা হাইকোর্ট ও যোধপুর পার্কে বিচারপতি মান্থার (Justice Rajasekhar Mantha) বাড়ির আশপাশের এলাকা পরিদর্শন করে গিয়েছেন বলে সূত্রের খবর।

     

  • Babar Azam: সতীর্থের বান্ধবীর সঙ্গে ‘সেক্স চ্যাট’! বিতর্কে পাক অধিনায়ক বাবর আজম

    Babar Azam: সতীর্থের বান্ধবীর সঙ্গে ‘সেক্স চ্যাট’! বিতর্কে পাক অধিনায়ক বাবর আজম

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডে পালাবদলের পর তাঁর নেতৃত্ব প্রশ্নের মুখে। এর মধ্যে বিতর্কে জড়িয়ে পড়লেন বাবর আজম। এক মহিলার সঙ্গে তাঁর গোপন চ্যাট ও ভিডিও কলের ফুটেজ সামনে এসেছে। যা তোলপাড় ফেলে দিয়েছে পাকিস্তান ক্রিকেটে। কারণ বাবর যে মহিলার সঙ্গে অন্তরঙ্গ চ্যাট করেছেন তিনি আর কেউ নন, খোদ পাকিস্তান দলের এক ক্রিকেটারের বান্ধবী। উত্তেজক চ্যাটে বাবর ওই মহিলাকে বোঝাতে চেয়েছেন, তাকে খুশি রাখলে তার প্রেমিক তথা পাক দলের ক্রিকেটারের জায়গা সুরক্ষিত। এই চ্যাট নিয়ে রীতিমত বিপাকে বাবর আজম। যদিও তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

    কী ঘটেছিল

    সোশ্যাল মিডিয়ায় অনেকে যেমন পাকিস্তান অধিনায়কের সমালোচনায় মুখর, তেমনি অনেকে আবার এটা চক্রান্ত বলে দাবি করেছেন। এর আগেও এক মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠেছিল বাবরের বিরুদ্ধে। কিছু দিন আগে সাংবাদিক সম্মেলনেও মেজাজ হারিয়েছিলন তিনি। ক্রিকেট পণ্ডিতরা মনে করছেন আর হয়তো পাকিস্তান দলের ক্যাপ্টেন্সি ধরে রাখা সম্ভব হবে না বাবরের। ঘরে বাইরে প্রবল চাপে তিনি। 

    আরও পড়ুন: পাকিস্তানে ফের বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম! এনআইএ-কে জানালেন ভাগ্নে

    সোমবার ‘Dr Nimo Yadav’ নামে এক ট্যুইটার ব্যবহারকারী দাবি করেন, সতীর্থের বান্ধবীর সঙ্গে নাকি সেক্সচ্যাট করছেন বাবর। যদিও মঙ্গলবার তিনি জানান, ‘বিদ্রুপাত্মক’ ওই ট্যুইট নিয়ে যেভাবে বাবরের বিরুদ্ধে ‘জঘন্য’ অভিযোগ তোলা হচ্ছে, তা একেবারেই কাম্য নয়। তিনি বলেন, ‘আমিই ওই বিষয়টি শুরু করেছিলাম। ওটা ভুয়ো ছিল। বাবরের কাছে ক্ষমা চাইছি।’ পরে তিনি জানান, বাবরের বিরুদ্ধে যে ‘বিদ্রুপাত্মক’ ট্যুইট (সেক্সচ্যাটের ট্যুইট) করেছিলেন, তা মুছে দিয়েছেন তিনি।

    ভুয়ো ট্যুইট

    এই স্বীকারোক্তির পরে ওই ‘বিদ্রুপাত্মক’ ট্যুইটের জন্য তুমুল তোপের মুখে পড়েন ‘Dr Nimo Yadav’। যদিও ওই ব্যক্তি নিজের অবস্থানে অনড় থাকেন। তিনি বলেন, ‘যাঁরা বলছেন যে আমার এরকম করা উচিত হয়নি, (তাঁদের কয়েকটা কথা বলতে চাই)। আমি যখন আপনার অপছন্দের লোক বা দলকে নিয়ে এরকম করব, তখন উপভোগ করবেন না। দ্বিতীয়ত, আমি কাউকে গিয়ে বলিনি যে আমার ট্যুইটের রিট্যুইট করুন বা আমার ট্যুইটে লাইক করুন। মিডিয়া কী খবর করছে, সেটা আমায় দায়িত্ব নয়। চতুর্থত, আমি মজার জন্য ট্যুইটার ব্যবহার করি।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • BJP National Executive: মোদিকে ব্যক্তিগত আক্রমণ করছেন বিরোধীরা, দাবি বিজেপির গৃহীত প্রস্তাবে

    BJP National Executive: মোদিকে ব্যক্তিগত আক্রমণ করছেন বিরোধীরা, দাবি বিজেপির গৃহীত প্রস্তাবে

    মাধ্যম নিউজ ডেস্ক: নানা বিষয়ে সরকারের বিরুদ্ধে নঞর্থক প্রচার করছেন বিরোধীরা। ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)। সোমবার বিজেপির জাতীয় কর্মসমিতির (BJP National Executive) বৈঠকে যে প্রস্তাব গৃহীত হয়েছে, তাতে আক্রমণ করা হয়েছে বিরোধীদের। সোমবার দিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুদিন ব্যাপী দলের জাতীয় কর্মসমিতির বৈঠক। প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নিতিন গড়কড়ি, জেপি নাড্ডা প্রমুখ। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যোগ দিয়েছিলেন এদিনের বৈঠকে। সূত্রের খবর, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে যে প্রস্তাব গৃহীত হয়েছে, তাতে আক্রমণ করা হয়েছে বিরোধীদের। নানা বিষয়ে বিরোধী দলগুলি ভুল প্রচার করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করছে বলে এদিনের প্রস্তাবে বলা হয়েছে। বিজেপির দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু রায়েও বিরোধীদের এই কর্মকাণ্ড ধরা পড়েছে।

    জাতীয় কর্মসমিতির বৈঠক…

    এদিন জাতীয় কর্মসমিতির (BJP National Executive) বৈঠকে এই প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সংবাদ মাধ্যমকে জানান কেন্দ্রীয় আইনমন্ত্রীর এই প্রস্তাব সমর্থন করে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং কর্নাটকের মন্ত্রী গোবিন্দ কারজল। রিজিজু উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি। আর মৌর্য পিছিয়ে পড়া শ্রেণির। তিনি শিডিউল কাস্ট সম্প্রদায়ের প্রতিনিধি।

    এদিনের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানান, বিরোধীরা সরকারের বিরুদ্ধে নানা নঞর্থক প্রচার করেছে। এর মধ্যে রয়েছে রাফাল যুদ্ধবিমান, পেগাসাস, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট, ডিমনিটাইজেশন এবং ইডব্লুএস (EWS)। এগুলি সম্পর্কে জনগণকে ভুল বুঝিয়েছেন বিরোধীরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গায়ে কেউ কলঙ্কের কালি ছিটোতে পারবেন না। তিনি দেশের স্বার্থেই কাজ করে চলেছেন। তাঁর নেতৃত্ব বিশ্বব্যাপী সমাদৃতও হয়েছে। নির্মলা বলেন, মোদির নেতৃত্বে ভারতের মুখ উজ্জ্বল হয়েছে। প্রস্তাবে (BJP National Executive) গুজরাট বিধানসভা নির্বাচনে দলের ব্যাপক জয় নিয়েও প্রশংসা করা হয়েছে। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি হারলেও, সেখানে তারা বিজয়ী দল কংগ্রেসের চেয়ে মাত্র এক শতাংশ ভোট কম পেয়েছে।

     

  • Ram Mandir: চলতি বছরের অক্টোবরেই সম্পন্ন হবে রাম মন্দিরের প্রথম তলার নির্মাণ!

    Ram Mandir: চলতি বছরের অক্টোবরেই সম্পন্ন হবে রাম মন্দিরের প্রথম তলার নির্মাণ!

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাসেই রাম মন্দিরের (Ram Mandir) প্রথম তলার নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। এমনটাই জানালেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়। তিনি আরও বলেন যে নির্মাণ কাজ যেভাবে চলছে সেটা যথেষ্ট সন্তোষজনক। শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের মকর সংক্রান্তির মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যেই কাজ করে চলেছে ট্রাস্ট। রাম- জন্ম ভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক শুক্রবার সাংবাদিকদের বলেন যে মন্দিরের নির্মাণ কাজ অতি দ্রুততার সঙ্গে চলছে, এক কথায় বলতে পারেন যুদ্ধকালীন প্রস্তুতিতে আমরা এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 
    ২০২৩ সালের অক্টোবর মাসেই প্রথম তল নির্মাণ কাজ সম্পূর্ণ হবে, ২০২৪ সালের মকর সংক্রান্তিতে মন্দিরের (Ram Mandir)  গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

    মন্দিরে শ্রীরামের মূর্তি কেমন হবে ?

     রামলালার মূর্তি ৫ বছর থেকে ৭ বছরের বালকের স্বরূপে থাকবে। অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)  রামের পুজো বালক রামের রূপেই সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন যে মূর্তির জন্য এমন পাথর বাছা হয়েছে যেটি আকাশী বর্ণের হবে। জানা যাচ্ছে, মহারাষ্ট্র এবং ওড়িশার  শিল্পীরা বলেছেন যে এই পাথর তাঁদের সংগ্রহে রয়েছে।

    কারা তৈরি করছেন রামলালার মূর্তি

    রাম জন্মভূমি ট্রাস্ট সূত্রে জানা গেছে ওড়িশার শিল্পী সুদর্শন সাহু, বাসুদেব কামাত এবং কর্নাটকের শিল্পী রমেয়া বাদেকর রামলালার এই মূর্তি তৈরি করবেন। শিল্পীদের মূর্তির স্কেচ তৈরি করতে বলা হয়েছে। সাধারণ সম্পাদক আরও বলেন যে গর্ভগৃহের যে দেওয়াল সেখানে মার্বেল লাগানো হবে। মন্দিরের (Ram Mandir) প্রথম তলায় পাঁচটি মন্ডপ তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • C V Ananda Bose: আজ উপাচার্যদের সঙ্গে বৈঠকে আচার্য্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস! কী নিয়ে আলোচনা?

    C V Ananda Bose: আজ উপাচার্যদের সঙ্গে বৈঠকে আচার্য্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস! কী নিয়ে আলোচনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ কিছুক্ষণের মধ্যেই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজভবনে রাজ্যপাল এবং উপাচার্যদের বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত থাকবেন। রাজ্যের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বৈঠকে বসার আগ্রহ আগেই প্রকাশ করেছিলেন রাজ্যপাল। উচ্চশিক্ষা দফতরের আইন মেনে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে উপাচার্যদের বৈঠকে আমন্ত্রণ জানান রাজ্যপাল। ইতিমধ্যে উচ্চশিক্ষা দফতরের তরফে ই-মেইল করে সব উপাচার্যদের একথা জানানো হয়েছে।

    আইন মেনে বৈঠক

    রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কাজকর্ম নিয়েও রাজভবনের সঙ্গে বারে বারে সংঘাতে জড়িয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর তথা রাজ্য।তবে এবার উপাচার্যদের বৈঠকে ডাকা নিয়ে আইন মেনে চলায় রাজভবনের তরফে আর কোন বিতর্ক থাকছে না। এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “উচ্চশিক্ষা দফতর মারফত ই-মেল এসেছে বৈঠকে যোগ দেওয়ার জন্য। অবশ্যই আমরা যাব। নিয়ম মেনেই তো বৈঠক ডাকা হয়েছে।” 

    আরও পড়ুন: কলেজিয়ামে সরকারি প্রতিনিধি রাখতে চায় কেন্দ্র, প্রধান বিচারপতিকে চিঠি রিজিজুর

    রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা। এমনকী এই নিয়ে সদ্য রাজ্যপালের কাছে নালিশ ঠুকে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বৈঠকে বসার আগ্রহ দেখালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি গোটা বিষয়টি সরেজমিনে বুঝে নিতে চান। তাও শান্তিপূর্ণ আবহে। সংঘাতের আবহ ত্যাগ করে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী তিনি। তাই আইন মেনে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে উপাচার্যদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর বিশ্ববিদ্যালয় গুলি সম্পর্কে রাজ্যপাল পরিচিত হতে চাইবেন এই বৈঠকে। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নেই। সার্চ কমিটির মাধ্যমে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য ফের তৎপরতা শুরু করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। একাধিক বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য ইতিমধ্যে সার্চ কমিটি গঠনও হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weather Forecast: রাত থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

    Weather Forecast: রাত থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ রাত থেকেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ (Weather Forecast)। দুই মেদিনীপুর-সহ দক্ষিণ ২৪ পরগণায় ১৭ এবং ১৮ জানুয়ারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ১৭, ১৮, ১৯ জানুয়ারি দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। ১৮ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙে। পাহাড় ছাড়া উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

    কী জানাচ্ছে হাওয়া অফিস? 

    আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Forecast)। 

    আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে রাতের তাপমাত্রা। কালিম্পং, আলিপুরদুয়ার, মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা কুয়াশা (Weather Forecast) থাকবে। গাঙ্গেও পশ্চিমবঙ্গে তাপমাত্রায় খুব একটা পার্থক্য হবে না। 

    আগামী ১৮ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সকালের আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন (Weather Forecast)। এরপর ১৯  এবং ২০ জানুয়ারিতেও সর্বনিম্ন তাপমাত্রায় কোনও হেরফের হবে না। এই দুই দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।  

    আগামী ২১ জানুয়ারি শহর কলকাতায় পারদ চড়তে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Weather Forecast) বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেইদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। ২২ জানুয়ারি রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২৮ ডিগ্রির কাছে। আগামী ১৯ থেকে ২২  জানুয়ারি কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে।

    আরও পড়ুন: মুম্বই হামলার অন্যতম চক্রী! আবদুল রহমান মাক্কিকে ‘গ্লোবাল টেরোরিস্ট’ ঘোষণা রাষ্ট্রসংঘের

    কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে মঙ্গলবার সকালে আকাশ কুয়াশাচ্ছন্ন (Weather Forecast) থকাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪ ডিগ্রির কাছাকাছি। আগেরদিন অর্থাৎ সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিনমাণ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ ৫০ শতাংশ ছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

         

  • Covid New Symptoms: নাক বন্ধ? হতে পারে করোনা! নতুন কোভিড উপসর্গগুলো জানেন?

    Covid New Symptoms: নাক বন্ধ? হতে পারে করোনা! নতুন কোভিড উপসর্গগুলো জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার দাপটে চিনে এখন ভয়াবহ অবস্থা চলছে। সে দেশে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ সেভেনের সংক্রমণে প্রতিদিন গড়ে দশ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন এবং পাঁচ হাজার করে মানুষের মৃত্যু ঘটছে। এমত অবস্থায় চিনে আবার সেই ২০১৯-২০২০ এর ছবি ফিরে আসছে। সে দেশে সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে তথ্য গোপন করার অভিযোগ তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, যে চিন নাকি সঠিক তথ্য দিচ্ছেনা এবং করোনাতে মৃত্যুর হার চিনে অনেকটাই বেশি, সরকারি রিপোর্টের থেকে। দেশের একটি গবেষণাতে দেখা যাচ্ছে যে  নতুন এই বিএফ সেভেন এর সংক্রমনের হার অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে অনেকটাই বেশি। অর্থাৎ করোনার এই ভ্যারিয়েন্টে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। বিএফ সেভেন আক্রান্ত ব্যক্তি ১০ থেকে ১৮ জনকে আক্রান্ত করতে পারে বলে জানা যাচ্ছে। 

    করোনার তিনটি উপসর্গ

    করোনার ভ্যাকসিন মূলত দেওয়া হয়েছে যাতে শরীরে প্রতিরোধ করার মত ইমিউনিটি শক্তি গড়ে ওঠে। করোনার নতুন কী কী উপসর্গ (Covid New Symptoms) দেখা যাচ্ছে সেগুলো আমরা একটু আলোচনা করব।

    ১) গলা ব্যথা

    করোনা সংক্রমনের সমস্ত লক্ষণগুলির মধ্যে সবথেকে একটি বড় লক্ষণ হলো গলায় ব্যথা। কোন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন এটি বোঝা যায় তার গলায় ব্যথা দেখে। এটি মূলত যে কারণে হয় যে ভাইরাসটি শ্বাসযন্ত্রকে আক্রান্ত করে। নাক, গলা, ফুসফুস দিয়ে গঠিত শ্বাসযন্ত্র কে প্রভাবিত করে।

    ৩) নাক দিয়ে জল পড়া

    গলায় ব্যথা ছাড়া করোনা সংক্রমিত ব্যক্তির মধ্যে অপর যে লক্ষণটি দেখা যায় সেটি হল নাক দিয়ে জল পড়া। একটি সমীক্ষাতে দেখা গেছে যে বেশিরভাগ করোনা আক্রান্ত ব্যক্তি এই উপসর্গের কথাটাই বলেন।

    ৩) নাক বন্ধ হওয়া

    উপরের দুটি লক্ষণ ছাড়াও করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে অপর আরেকটি লক্ষণ দেখা যায় সেটি হল নাক বন্ধ হয়ে যাওয়া। যেটিকে চিকিৎসার ভাষায় বলে Nasal congestion.

    করোনার অপর লক্ষণগুলি হল

    শুকনো কাশি

    অনেকক্ষণ ধরে মাথা ব্যথা

    শুকনো কাশি ছাড়াও কাশিতে কফ উঠতে পারে

    গলা বসে যাওয়া

    পেশির ব্যথা এবং তার সঙ্গে শরীরের অন্যান্য অংশে ব্যথা

    জিভের স্বাদ এবং নাকের গন্ধ হারানো

    তীব্র জ্বর

    চরম ক্লান্তি ভাব

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • AP Sona: মহিলাদের অশ্লীল ভিডিও তোলার অভিযোগে দল থেকে বহিষ্কৃত কেরল সিপিএম নেতা

    AP Sona: মহিলাদের অশ্লীল ভিডিও তোলার অভিযোগে দল থেকে বহিষ্কৃত কেরল সিপিএম নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইল ফোনে মহিলাদের অশ্লীল ছবি তোলার অভিযোগে সিপিআই(এম) আলাপ্পুঝার সদস্য এপি সোনাকে (AP Sona) দল থেকে বহিষ্কার করল সিপিআইএম৷ দলীয় শালীনতা লঙ্ঘনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে ওই নেতাকে।  

    কী জানা গেল?        

    কেরল সিপিএমের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দনের পরামর্শে জেলা কমিটির সদস্য এ মহেন্দ্রন এবং জি রাজম্মার একটি কমিশন মামলাটির তদন্ত করে। সেই কমিশনের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে দল।  

    শনিবার রাজ্য নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে জেলা কমিটির কয়েকজন সদস্য এপি সোনার (AP Sona) বিরুদ্ধে অভিযোগ তোলেন। পরবর্তীতে, অভিযোগকারীরা ওই জেলা সদস্যের তোলা অশ্লীল ভিডিও প্রমাণ হিসেবে জমা দেন। জেলা সম্পাদক আর নাজার, জেলা কমিটির সদস্য জি ভেনুগোপাল, জি হরিশঙ্কর, কেএইচ বাবুজান এবং বিধায়ক পি চিত্তরঞ্জন ভিডিওগুলি পরীক্ষা করে দেখেন। এরপরই নেতারা অভিযুক্তদের অবিলম্বে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। 

    সিপিআইএম- এর তরফে প্রেস রিলিজে বলা হয়, “এই সমাজে থাকা অনেক মানুষই ভুল পথ অবলম্বন করেন। কিন্তু কমিউনিস্ট পার্টির হয়ে যারা কাজ করছেন তাঁদের এটা করলে চলবে না। সবার সম্মতি নিয়েই সিদ্ধান্ত এই নেওয়া হয়েছে।”   

    জেলা নেতৃত্বের বক্তব্য, অভিযুক্ত নেতারা দলের মহিলাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের অজান্তেই ভিডিও করেন। পার্টি অফিসে বসেই মহিলাদের নগ্ন দৃশ্য এবং যৌন উত্তেজক কথাবার্তারও ভিডিও করা হয়। 

    আরও পড়ুন: রাতভর নদীর চড়ায় আটকে গঙ্গাসাগর ফেরত ভেসেল, ভোগান্তি পুণ্যার্থীদের   

    তদন্ত কমিশন ৩০ জনের কাছ থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং ৩৪টি ভিডিও পেয়েছে। আর তাতেই সবার সামনে আসে এই ঘটনা৷ উপকূলীয় এলাকায় এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে এপি সোনার (AP Sona) বিরুদ্ধে। তারপরেই মোবাইল ফোনের অশ্লীল ভিডিওর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই নাবালিকার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা তাঁকে পাকড়াও করে এবং মোবাইলটি পরীক্ষা করলেই ভিডিওগুলি পাওয়া যায়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ের দিনে কী কী রেকর্ড গড়ল ভারত?

    India Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ের দিনে কী কী রেকর্ড গড়ল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। তবুও খিদে বিন্দুমাত্র কমেনি বিরাট কোহলিদের। সেটা দেখা গেলো শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে। টিম ইন্ডিয়া শুধু জিতল না, গড়লো একাধিক রেকর্ড। বিরাট কোহলির অপারাজিত ১৬৬ এবং শুভমন গিলের ১১৬ রানের সুবাদে ভারত প্রথমে বাট করে তোলে ৫ উইকেটে ৩৯০ রান। জবাবে শ্রীলঙ্কা ৭৩ রানে অল আউট হয়ে যায়। টিম ইন্ডিয়া ৩১৭ রানে ম্যাচ যেতে। যা একদিনের ক্রিকেট সবচেয়ে বড় ব্যবধানে জয়।

    সবচেয়ে বড় জয়

    টি-টোয়েন্টি সিরিজে কিছুটা লড়াই করেছিল শ্রীলঙ্কা। এমনকি ওডিআই সিরিজে দ্বিতীয় ম্যাচেও। গ্রিনফিল্ডে অসহায় আত্মসমর্পণ। মহম্মদ সিরাজ এই ম্যাচে ঝড় তুললেন। ৩৯১ রানের লক্ষ্যে ব্য়াট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা দেন সিরাজ। মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। হারের ব্য়বধান কতটা কমানো যায়, নজর ছিল সেদিকেই। ২০ ওভার ব্য়াট করাই দায় হয়ে পড়েছিল শ্রীলঙ্কার। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ইনিংস শেষ ৭৩ রানেই। ভারত জিতল ৩১৭ রানের ব্য়বধানে। নতুন রেকর্ড ভারতের দখলে। সিরাজ ৪ উইকেট এবং কুলদীপ ও সামি ২টি করে উইকেট নেন। এর আগে নিউজিল্যান্ড ২৯০ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। ১৪ বছর পর রোহিত শর্মার দলের হাতে কিউয়িদের সেই রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল। এর আগে ভারতের একদিনের ম্যাচে সবচেয়ে বড় জয় এসেছিল ২০০৭ সালে স্পোর্ট অফ স্পেনে বারমুডার বিরুদ্ধে। সেই ম্যাচে ভারত জিতেছিল ২৫৭ রানে।  এই ম্যাচে ভারতের নেতৃত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। আর রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বরেকর্ডের দিনে তিনি দলের কোচের ভূমিকায়। কাকতালীয়ভাবে তিনি দুটি রেকর্ডের সঙ্গেই জড়িয়ে গেলেন। 

    আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    বিরাট-রেকর্ড

    বিরাট কোহলি এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান করার তালিকায় উঠে এলেন পঞ্চম স্থানে। তিনি টপকে গেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে। শুধু তাই নয় একদিনের ক্রিকেট শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সবচেয়ে বেশি রানের তালিকায় মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন কোহলি। এখন তাঁর সামনে শুধুই শচীন তেন্ডুলকার। যিনি ৮৪টি ম্যাচে করেছেন ৩১১৩ রান। সেখানে কোহলি ২৩৮৭ করেছেন ৫০টি ম্যাচে। ধোনির ৬৭টি ম্যাচে ২৩৮৩ রান। একটি দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান এখন কোহলির ঝুলিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি করলেন ঘরের মাঠে ৯টি শতরান। যার মধ্যে এই সিরিজেই দুটি। প্রথম ম্যাচে গুয়াহাটিতে এবং রবিবার তিরুবনন্তপুরমেও সেঞ্চুরি করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতীয় দলের ওপেনার শুভমন গিলও দারুন ফর্মে। তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন টিম ইন্ডিয়ার রেকর্ড জয়ে। এক দিনের ক্রিকেটে প্রথম কুড়িটি ইনিংসে সবচেয়ে বেশি রান করে ফেললেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share