Blog

  • Gujarat Election: গুজরাটের রশি ফের বিজেপির হাতেই, বলছে সমীক্ষা, কত আসন পাবেন জানেন?

    Gujarat Election: গুজরাটের রশি ফের বিজেপির হাতেই, বলছে সমীক্ষা, কত আসন পাবেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুয়ারে গুজরাট বিধানসভা নির্বাচন (Gujarat Election)। ফের জয়জয়কার হতে চলেছে বিজেপির (BJP)। দলের অভ্যন্তরীণ সমীক্ষা তো বটেই, বিভিন্ন সমীক্ষক দলও নরেন্দ্র মোদি (Narendra Modi)-অমিত শাহের (Amit Shah) গড়ে বিজেপিকে রেখেছে প্রথম স্থানে। গত আড়াই দশক ধরে গুজরাটের ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার ফল অন্য কিছু হচ্ছে না বলেই প্রকাশ সমীক্ষায়।

    এবিপি সি ভোটারের করা প্রাক ভোট সমীক্ষায় দেখা গিয়েছে এবারও গুজরাটের রশি থাকছে বিজেপির হাতেই। গুজরাট বিধানসভার আসন সংখ্যা ১৮২। সমীক্ষক দলের মতে, এর মধ্যে বিজেপি পাবে ১৩৫টি, কংগ্রেস ৩৫, আপ ১১টি এবং অন্যান্যরা একটি আসন। গুজরাটের ২২ হাজারেরও বেশি ভোটারের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছে ওই সমীক্ষক দল।

    প্রাক ভোট সমীক্ষা করেছে জি ২৪ কলকও। তাদের মতে, গুজরাট বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল বিজেপি পাবে ১২৪ থেকে ১৩৯টি আসন। তাদের দাবি, দু মাস ধরে চলা এই সমীক্ষায় অংশ নিয়েছেন প্রায় দু লক্ষ ভোটার। এই সমীক্ষক দলের মতে, বিজেপির পরেই রয়েছে কংগ্রেস। তারা পেতে পারে ৪২ থেকে ৫১টি আসন। গুজরাটবাসীর মনে সেভাবে ছাপ ফেলতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারা পেতে পারে শূন্য থেকে তিনটি আসন। এই সমীক্ষায় যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে ৪৫ শতাংশই চান ভূপেন্দ্র প্যাটেলই ফের মুখ্যমন্ত্রী হোন। ২৩.৬৩ শতাংশ ভোটার চাইছেন মুখ্যমন্ত্রী হোন সিআর পাটিল।

    আরও পড়ুন: গুজরাট বিধানসভা নির্বাচনের দিন ঘোষিত, ভোট হবে দুই দফায়

    টাইমস নাও-ইটিজির সমীক্ষায়ও প্রথম স্থানে রাখা হয়েছে বিজেপিকে। ফের রাজ্যের ক্ষমতা দখলে বিজেপির পথে কংগ্রেস যে কোনও কাঁটা বিছোতে পারবে না, তা স্পষ্ট হয়ে গিয়েছে এই সমীক্ষক দলের করা সমীক্ষায়ও। এই সমীক্ষক দলের মতে, বিজেপি পাবে ১২৫ থেকে ১৩০টি আসন। প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। তারা পাবে ২৯ থেকে ৩৩টি আসন। আম আদমি পার্টি পেতে পারে ২০ থেকে ২৪টি আসন। এক থেকে তিনটি আসনের রাশ যেতে পারে অন্যান্যদের হাতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশজুড়ে যে উন্নয়নের জোয়ার বইছে, গুজরাটে যে বইছে সুশাসনের পবন, এই সমীক্ষাগুলির ফলেই তা স্পষ্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Imran Khan: ‘পরিস্থিতির ওপর নজর রাখছি’, ইমরানকে গুলির ঘটনায় প্রতিক্রিয়া ভারতের বিদেশ মন্ত্রকের

    Imran Khan: ‘পরিস্থিতির ওপর নজর রাখছি’, ইমরানকে গুলির ঘটনায় প্রতিক্রিয়া ভারতের বিদেশ মন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবাদ মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তার পর থেকে অবশ্য এখনও পর্যন্ত অশান্ত হয়ে ওঠেনি ভারতের (India) প্রতিবেশী দেশটির পরিস্থিতি। তবে ঘটনার জেরে ভারত পাকিস্তানের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলেই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)।

    বৃহস্পতিবার ওই ঘটনার পর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি বলেন, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনা আমরা সবে মাত্র জেনেছি। গোটা ঘটনার ওপর আমরা নজর রাখছি। এ নিয়ে যাবতীয় খবরের দিকে আমাদের নজর রয়েছে। এখনই এনিয়ে ভারত কোনও মন্তব্য করতে চায় না।

    লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত আজাদি মার্চের ডাক দিয়েছিল ইমরানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ, সংক্ষেপে পিটিআই। ওই মিছিলে যোগ দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার-রাজনীতিক ইমরান খান (Imran Khan)। আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। গুলি লাগে ইমরানের ডান পায়ে। মাটিতে পড়ে যান প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় লাহোর হাসপাতালে। কেবল ইমরান নন, ফয়জল জাভেদ ও আহমেদ ছাত্তাহা নামে তাঁর দলের আরও দুই নেতাও গুরুতর জখম হয়েছেন। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    আরও পড়ুন: নতুন জীবন পেলাম! বললেন ইমরান, সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসছে করাচি থেকে পেশোয়ার

    পিটিআইয়ের প্রবীণ নেতা আসাদ উমর বলেন, ইমরানকে (Imran Khan) সড়ক পথে লাহোরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। তবে তাঁর গুলি লেগেছে। ঘটনার জন্য অবশ্য তিনি কাউকে দোষারোপ করেননি। জানা গিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্তও ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি কোনও গোষ্ঠী।

    ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ঘটনাটি চরম নিন্দনীয়। কড়া ভাষায় এর নিন্দে করছি। গুলি চালানোর ঘটনায় অবিলম্বে বিস্তারিত রিপোর্ট তলব করেছি। আমি ইমরান খানের (Imran Khan) দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের যাতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়, তারও নির্দেশ দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • ED Raids: শহরজুড়ে অভিযান ইডি-র!  কয়লা পাচার এবং অবৈধ খনন সংক্রান্ত নথির খোঁজেই কি তল্লাশি?

    ED Raids: শহরজুড়ে অভিযান ইডি-র! কয়লা পাচার এবং অবৈধ খনন সংক্রান্ত নথির খোঁজেই কি তল্লাশি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সকাল থেকেই শহরের নানা প্রান্তে তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সল্টলেকের ( Saltlake ) দুই জায়গায় দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে। ইডি (ED) সূত্রে খবর, তাদের ৪টি দল শহরে তল্লাশি অভিযানে বেরিয়েছে। দুটি টিম গিয়েছে সল্টলেকে। বাকি ২টি টিমের গন্তব্য কলকাতার আরও ২টি জায়গায়। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে এদিন ১২টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

    আরও পড়ুন: কয়লা-পাচারকাণ্ডে এবার পুরুলিয়ার তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব ইডির

    ইডি  সূত্রে খবর, সেনার জমি জবরদখলের অভিযোগে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে তল্লাশি অভিযানে নেমেছে তদন্তকারীরা। তবে, এর সঙ্গে কয়লা পাচার এবং অবৈধ খননেরও যোগ থাকতে পারে। তল্লাশি চলছে কলকাতার এক ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়ি ও অফিসে। মনে করা হচ্ছে, কয়লা পাচার ও অবৈধ খনন সংক্রান্ত বিশেষ কিছু নথির জন্যই সল্টলেকে ঝাড়খণ্ডের ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা।  জানা গিয়েছে, গত এক বছরে তিন বার অমিতের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। শুক্রবার সকালে ইডির ৫ আধিকারিক সল্টলেকের এইচ বি ব্লকে অমিতের বাড়িতে যান।

    আরও পড়ুন: টানা ২ দিন দিল্লিতে ইডি জেরার মুখে সুকন্যা, কলকাতায় সিবিআইয়ের সামনে কেরিম

    প্রসঙ্গত, বিগত বেশ কয়েকমাস ধরেই শহরে ইডির অভিযান অব্যাহত। অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা-কাণ্ড কিংবা এসএসসি দুর্নীতি, শহরে  ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকেরা। গত ১০ সেপ্টেম্বর একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে নেমে গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউন-সহ শহরের ছ’টি জায়গায় অভিযান শুরু করেছিল ইডি। এদিন সিজিও কমপ্লেক্স থেকে তিনটি গাড়ি বেরিয়ে শহরের আলাদা আলাদা জায়গায় তল্লাশিতে বেরোয়। এইচ বি ১৬৫-এ হাতে নোটিস নিয়ে ঢোকে ইডির একটি টিম। ইডির দ্বিতীয় টিম সেক্টর ফাইভে সেই ব্যবসায়ীর অফিসে তল্লাশি চাল্লাচ্ছে বলে খবর। সূত্রের খবর, অফিসটি মূলত মোটর পার্টস এর। তবে কোন মামলায় ইডি এই অভিযান তা এখনও স্পষ্ট জানা যায়নি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Meta India Head: জুকারবার্গের ‘মেটা’ ছাড়লেন ভারতীয় প্রধান অজিত মোহন, যোগ দিতে চলেছেন প্রতিদ্বন্দ্বী সংস্থায়!

    Meta India Head: জুকারবার্গের ‘মেটা’ ছাড়লেন ভারতীয় প্রধান অজিত মোহন, যোগ দিতে চলেছেন প্রতিদ্বন্দ্বী সংস্থায়!

    মাধ্যম নিউজ ডেস্ক: পদত্যাগ করলেন ভারতে ফেসবুক তথা মেটার প্রধান অজিত মোহন (Meta India Head)। সম্প্রতি ট্যুইটারের মালিকানা নিজের অধীনে নিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Mask)। আর এর মধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এসেছে। গতকাল মেটা-র গ্লোবাল বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নিকোল মেন্ডেলসন একটি বিবৃতিতে জানিয়েছেন, অজিত মোহন মেটা কোম্পানিতে নিজের পদ থেকে সরে আসতে চেয়েছেন। তবে শোনা গিয়েছে, শুধুমাত্র জুকারবার্গের মেটা থেকে পদত্যাগই করেননি, তিনি পরবর্তীতে মেটার কোনও প্রতিদ্বন্দ্বী সংস্থাতেই যোগ দিতে চলেছেন।

    সূত্রের খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া কোম্পানি স্ন্যাপ- এ যোগ দিতে চলেছেন অজিত মোহন (Meta India Head)। সূত্রের খবর, স্ন্যাপ- এর APAC business- এর প্রেসিডেন্টের পদে আসীন হতে চলেছেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফেসবুকে যোগ দিয়েছিলেন। এর পাশাপাশি মেটা-র ইন্ডিয়া বিজনেসের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর পদেও যুক্ত হয়েছিলেন তিনি। অর্থাৎ তাঁর ফেসবুকে যুক্ত হওয়ার ৪ বছর সম্পন্ন হওয়ার ২ মাস আগেই পদত্যাগ করলেন তিনি। তিনি থাকাকালীন ফেসবুকে একাধিক পরিবর্তন হয়েছে। এমনকি ফেসবুকের পেরেন্ট অর্গানাইজেশনও বদলে গিয়েছে। নতুন পেরেন্ট কোম্পানিই হল মেটা। নিজের কর্মকালে মেটা পরিবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। শুধু ফেসবুক নয়, অজিত মোহন নজর দিয়েছিলেন মেটা-র অন্যান্য সংস্থা যেমন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও। ভারতে ২০০ মিলিয়নের বেশি ইউজার এই দুই মাধ্যমে যুক্তও হয়েছে তাঁরই আমলে।

    আরও পড়ুন: ট্যুইটারের দায়িত্ব পেয়েই ৩৭০০ কর্মী ছাটাইয়ের পথে ইলন মাস্ক

    তবে শুধুমাত্র মেটা নয়, এই সংস্থায় যোগ দেওয়ার আগে তিনি হটস্টারেও ছিলেন। তিনি ৪ বছর হটস্টারের সিইও হিসাবে দায়িত্ব সামলেছেন। স্টার ইন্ডিয়াকে হটস্টার চালু করার জন্য তিনি রাজি করিয়েছিলেন। অর্থাৎ হটস্টারের ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর (Meta India Head) এই পদত্যাগের কথা জানিয়ে নিকোল মেন্ডেলসন অজিত মোহনের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমরা অজিতের নেতৃত্ব এবং অবদানের জন্য কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য তাঁর মঙ্গল কামনা করি।’ আবার অন্যদিকে অজিতকে নিয়ে স্ন্যাপের সিইও ইভান স্পিগেল বলেন, ‘আমি এটা জানাতে পেরে খুশি যে অজিত মোহন আমাদের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নতুন প্রেসিডেন্ট হিসেবে স্ন্যাপ-এ যোগ দেবেন। তিনি ফেব্রুয়ারিতে আমাদের সঙ্গে যোগ দেবেন। অজিত মেটা থেকে আমাদের সংস্থায় আসছেন।’

  • Mansukh Mandaviya: কৃষকদের চাপ কমাতে সারে সর্বকালের সবচেয়ে বেশি ভর্তুকির ঘোষণা কেন্দ্রের

    Mansukh Mandaviya: কৃষকদের চাপ কমাতে সারে সর্বকালের সবচেয়ে বেশি ভর্তুকির ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বাজারে সারের দামে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সেই পরিস্থিতিতে রবি ফসলের মরশুমে কৃষকদের জন্য সারে ভর্তুকির পরিমাণ প্রায় দ্বিগুণ করল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। রবি মরশুমে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এবং সালফার সারে ভর্তুকির জন্য ৫১, ৮৭৫ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় রাসায়নিক এবং সার মন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) একথা ঘোষণা করেছেন।   

    বাজেটে ২১ হাজার কোটির ভর্তুকির কথা বলা হলেও, পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্তে তা দ্বিগুণেরও বেশি হয়েছে। ববৈঠকের পরে তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সারের দাম বৃদ্ধির কথা মাথায় রেখে ভর্তুকির পরিমাণ বাড়ানো হয়েছে। যা সর্বকালের মধ্যে সর্বোচ্চ। রবি মরশুমে ইউরিয়ার ভর্তুকির পরিমাণ ৮০ হাজার কোটি ধরে সবমিলিয়ে ১,৩৮,৮৭৫ কোটি টাকা। আর রবি এবং খরিফ মরশুম ধরে ভর্তুকির পরিমাণ ২.২৫ লক্ষ কোটি টাকা। মন্ত্রী জানিয়েছেন, গত বছরে এই ভর্তুকির  পরিমাণ ছিল ১.৬৫ লক্ষ কোটি টাকা।   

     
    কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ভর্তুকি ছাড়া এক ব্যাগ ফসফেট সারের দাম ২৬৫০ টাকা। যা ভর্তুকির পরে দাঁড়াচ্ছে ১৩৫০ কোটি টাকা। অন্যদিকে ইউরিয়ায় ব্যাগ প্রতি ভর্তুকির পরিমাণ প্রায় ২৪০০ টাকা। যেখানে একব্যাগ ইউরিয়ার দাম ২৭০০ টাকা, সেখানে তা কৃষকরা পাচ্ছেন ২৬৬ টাকায়। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার দেশে ইউরিয়ার উৎপাদন বাড়ানোর ব্যাপারে পরিকল্পনা নিয়েছে। যেখানে দেশে ইউরিয়ার চাহিদা ৩৫০ লক্ষ মেট্রিক টন, সেখানে দেশে উৎপাদিত ইউরিয়ার পরিমাণ ২৫০ লক্ষ মেট্রিক টন। মন্ত্রী জানিয়েছেন, এব্যাপারে চারটি নতুন প্ল্যান্ট কাজ শুরু করবে। তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন, “দেশে প্রচুর পরিমাণে সার মজুত রয়েছে।”

    এ বিষয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভর্তুকি বৃদ্ধির ফলে সার কৃষকদের কাছে আরও সহজলভ্য হবে রবি মরশুমে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে সারের দাম ও কাঁচামাল নিয়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে সেই বিষয়টির দায়িত্বও কেন্দ্র নেবে বলে এদিন আশ্বস্ত করছে।

    কেন্দ্রীয় সারমন্ত্রী বলেছেন, “রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে রাসায়নিকের দাম এখন দ্বিগুণ। এছাড়াও রয়েছে মহামারী। সেই কারণে কেন্দ্রের তরফে ভর্তুকির পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। কেন্দ্র ভেবে দেখেছে সারের দাম বৃদ্ধির কারণে তা কৃষকদের বোঝার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। সেই কারণে কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরের ছয়মাসে কৃষকরা সারের দাম বৃদ্ধিজনিত কোনও সমস্যায় না পড়েন।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
  • Coal Scam: কয়লা-পাচারকাণ্ডে এবার পুরুলিয়ার তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব ইডির

    Coal Scam: কয়লা-পাচারকাণ্ডে এবার পুরুলিয়ার তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লাপাচার কাণ্ডে (Caol Scam) এবার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করল ইডি। আগামী ১৪ নভেম্বর তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে (TMC Leader) দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। বুধবারই এই মর্মে নোটিশ এসেছে তাঁর কাছে।  সূত্রের খবর, সুজয়ের থেকে তাঁর আর্থিক বিষয় সম্পর্কে জানতে চাওয়া হবে। তবে এ নিয়ে প্রাথমিক ভাবে মুখ খুলতে চাননি পুরুলিয়ার তৃণমূল নেতা। প্রসঙ্গত, কয়লাপাচারকাণ্ডে আগেই নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতার। নাম জড়িয়েছে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের শ্যালিকাকেও ডেকে পাঠিয়েছে ইডি।

    আরও পড়ুন: টানা ২ দিন দিল্লিতে ইডি জেরার মুখে সুকন্যা, কলকাতায় সিবিআইয়ের সামনে কেরিম

    ইডি সূত্রে খবর, কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত লালার ডায়েরিতে নাম পাওয়া গিয়েছে সুজয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সঙ্গে বেআইনি আর্থিক লেনদেনের তথ্য মিলেছে। এর ভিত্তিতেই এই তলব করা হয়েছে, বলে ইডি সূত্রে খবর। কয়লাপাচারকাণ্ডের তদন্তে নেমে রাজ্যের খনি অঞ্চলের শাসকদলের নেতা ও পুলিশ আধিকারিকদের মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছে সিবিআই। ওদিকে টাকা কী ভাবে কার কার কাছে পৌঁছেছে, তা জানতে তদন্ত শুরু করেছে ইডি। এই ঘটনায় মূল অভিযুক্ত যুব তৃণমূলের প্রাক্তন নেতা বিকাশ মিশ্র দেশ ছেড়ে পালিয়েছেন। তার ভাই বিনয় মিশ্রকে সিবিআই গ্রেফতার করলেও সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। এই মামলায় রাজ্যের একাধিক পুলিশকর্তাকেও জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

    আরও পড়ুন: দিল্লিতে ইডির দফতরে মুখোমুখি জেরা সায়গল-সুকন্যাকে! কী বললেন অনুব্রত-তনয়া?

    ইডির নোটিশের পরই সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছে পুরুলিয়া জেলার বিজেপি নেতারা। পুরুলিয়ার বিজেপি সভাপতি বিবেক রাঙার বলেছেন, ‘‘তৃণমূল সবসময় চক্রান্তের অভিযোগ তুলবে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে যে টাকা পাওয়া গিয়েছে তা কি বিজেপি রেখে এসেছে? ওরা গোটা রাজ্য এবং এই জেলাকে শেষ করেছে। যেমন কর্ম তেমন ফল।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • TET Scam: ফের পরীক্ষায় বসতে পারবে ২০১৪ ও ২০১৭ সালের টেট অনুত্তীর্ণরা, নির্দেশ কলকাতা হাইকোর্টের

    TET Scam: ফের পরীক্ষায় বসতে পারবে ২০১৪ ও ২০১৭ সালের টেট অনুত্তীর্ণরা, নির্দেশ কলকাতা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের টেট পরীক্ষা (TET Scam) নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ নির্দেশ দিয়েছেন যে ২০১৪ এবং ২০১৭-র অনুত্তীর্ণরা ফের টেট পরীক্ষা দিতে পারবেন। ২১ জন টেট অনুত্তীর্ণ চাকরি প্রার্থীকে এই সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ২০১৪ ও ২০১৭ সালের টেট অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

    কয়েকদিন আগেই ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভ অবস্থানে শহর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। চাকরি চুরির প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে গোটা রাজ্য। আর তারই মাঝে আবার নতুন করে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ। ফলে এরও প্রতিবাদে আরও আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছেন বিক্ষোভকারীরা। আর এবারে টেট পরীক্ষায় বসা নিয়ে বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ২০১৪ এবং ২০১৭-র পরীক্ষার্থীদের টেট পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    আরও পড়ুন: ডেঙ্গি ইস্যুতে বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার, আটক অগ্নিমিত্রা, সজল সহ একাধিক নেতা

    মামলাকারিদের দাবি ছিল, ২০১৭ এর টেটে এই প্রার্থীরা ১৫০ এর মধ্যে ৮২ নম্বর পেয়েছেন। ফলে এরা গড়ে ৫৪.৬৭ শতাংশ নম্বর পেয়েছেন। নিয়ম অনুসারে ৫৪.৬৭ কে ৫৫ নম্বর হিসাবে গণ্য করতে হবে। কারণ গাণিতিক নিয়ম অনুসারে, দশমিকের পরের অঙ্ক ৫-এর ওপরে থাকলেই তা পরের নম্বর হিসাবে গণ্য করা হবে। আর এদিকে ৫৫ পেলেই এরা যোগ্য প্রার্থী হিসাবে মান্যতা পাবেন। মামলাকারীদের আরও দাবি, ২০১৭ সালেও ৮ টি প্রশ্ন ভুল ছিল, যা নিয়ে মামলা বিচারাধীন।

    আর এরপরেই ১৬ জন পরীক্ষার্থীর মামলার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে, ২০১৪ সালের ৫ জন এবং ২০১৭ সালের ১৬ জন, মোট ২১ জন অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। এরা সকলেই অনুত্তীর্ণ বলে জানিয়েছিল পর্ষদ। প্রসঙ্গত, চাকরির দাবিতে তুমুল আন্দোলন চলছে রাজ্য জুড়ে। কোটি কোটি টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগে সরব হয়েছেন আন্দোলনকারীরা। কয়েকদিন আগে করুনাময়ীতে পর্ষদের অফিসের পাশে অবস্থান বিক্ষোভে বসেছিলেন তাঁরা। চাকরি না নিয়ে বাড়ি যাবেন না এই দাবিতে অনশন শুরু করেছিলেন তাঁরা। কিন্তু টানা অনশন করার পর পুলিশ তাঁদের জোর করে সেখান থেকে তুলে দেয়। এমনকি আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি করে রাতারাতি আন্দোলনকারীদের তুলে দেওয়া হয় করুনাময়ী থেকে। আবার  এরই মাঝে গুরুত্বপূর্ণ রায় দিল আদালত।

  • ITR Filing: সরল হচ্ছে আয়কর রিটার্ন প্রক্রিয়া! সকল করদাতাদের জন্য একটিই ফর্মের প্রস্তাব

    ITR Filing: সরল হচ্ছে আয়কর রিটার্ন প্রক্রিয়া! সকল করদাতাদের জন্য একটিই ফর্মের প্রস্তাব

    মাধ্যম নিউজ ডেস্ক: সব ধরনের করদাতাদের জন্য একটিই মাত্র ফর্মের প্রস্তাব দিল আয়কর দফতর। এখন যত ধরনের ফর্ম রয়েছে, সেগুলিকে জুড়ে দিয়ে একটিই মাত্র ফর্ম করার প্রস্তাব দিয়েছে আয়কর দফতর। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (ITR Filing) করতে গিয়ে জনগণকে যাতে অযথা হয়রান হতে না হয়, করদান প্রক্রিয়া যাতে অনায়াস হয় তাই এই প্রস্তাব বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)।

    বর্তমানে যে ইনকাম ট্যাক্স (Income Tax) রিটার্ন-১ এবং ইনকাম ট্যাক্স রিটার্ন-৪ রয়েছে, তা থাকবে। করদাতা যখন ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, তখন কোন ফর্ম পূরণ করবেন, তা বেছে নেওয়ার অপশন করদাতাদের দেওয়া হবে। ১ নভেম্বর থেকেই এই সুবিধা মিলবে। 

    বর্তমানে করদাতাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল (ITR Filing) করতে হয় আইটিআর-১ থেকে আইটিআর-৭ ফর্মের মধ্যে একটি বা একাধিক পূরণ করে। তাঁরা কোন শ্রেণির করদাতা, তার ভিত্তিতেই পূরণ করতে হয় আলাদা আলাদা ফর্ম। সিবিডিটি জানিয়েছে, প্রস্তাবিত নয়া ফর্মে তাঁরা যে শিডিউলে পড়েন না, তাঁদের তা দেখার প্রয়োজন হবে না। সিবিডিটিতে এও বলা হয়েছে, প্রস্তাবিত খসড়া অনুযায়ী আয়কর জমা দেওয়ার প্রক্রিয়াটিকে আন্তর্জাতিক মানের সঙ্গে সাযুজ্য করে তৈরি করা হয়েছে।  

    আরও পড়ুন: ৮ বছরে আয় বেড়েছে প্রায় ১৭৫ গুণ! অনুব্রত কন্যা সুকন্যার আয়কর রিটার্ন চমকে দেবে আপনাকেও

    ১) করদাতাদের (Tax Payers) ক্ষেত্রে প্রযোজ্য হবে বেসিক ইনফর্মেশন, টোটাল ইনকামের কম্পিউটেশনের শিডিউল, ট্যাক্সের কম্পউটেশনের শিডিউল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস এবং ট্যাক্স পেমেন্টের শিডিউল।
    ২) ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করার ক্ষেত্রে শিডিউলগুলিতে গিয়ে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিতে হবে করদাতাদের।
    ৩) প্রশ্নগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, যেসব প্রশ্নের উত্তর ‘না’ হবে, সেসব প্রশ্নের সঙ্গে সম্পর্ক থাকা প্রশ্নগুলি আর দেখাবেই না।
    ৪) ট্যাক্স ফাইল রিটার্নে সহায়তা করতে বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে। এই নির্দেশাবলী অ্যাপ্লিকেবল শিডিউলের ক্ষেত্রেও সহায়ক হবে।
    ৫) প্রস্তাবিত ইনকাম ট্যাক্স রিটার্নের খসড়াটি এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতিটি সারির আলাদা আলাদা মূল্য রয়েছে। এটা রিটার্ন ফাইলিং পদ্ধতিকে অনায়াস করে তুলবে। 
    সুতরাং, করদাতাদের প্রয়োজন কেবল সেই সব প্রশ্নের উত্তর দেওয়া যেগুলির উত্তর ‘হ্যাঁ’ হবে। এরকম একটি প্রশ্নের উত্তর দিলে, তার সঙ্গে সম্পৃক্ত প্রশ্নগুলির উত্তরও হ্যাঁ হয়ে যাবে আপনা থেকেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    T20 World Cup: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরও এখন তাঁর পিছনে। বিদেশের মাটিতে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক রান স্কোরার বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের নামে রয়েছে ৩৩৫০ আন্তর্জাতিক রান। গড় ৫৬.৭৭,যার মধ্যে ১১টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে সচিনের সংগ্রহে ৩৩০০ রান। বিদেশের মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সচিনই ছিলেন প্রথম। অস্ট্রেলিয়া ছাড়াও শ্রীলঙ্কার মাটিতে ২৬৮৬ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ইংল্যান্ডের মাটিতে ২৬২৬ রান করেছেন বান্দ্রার বাদশা। এই তালিকায় দ্রাবিড়ও রয়েছেন। ভারতের বর্তমান হেড কোচ ইংল্যান্ডের মাটিতে ২৬৪৫ রান করেছিলেন। এখন সবাইকে পিছনে ফেলে দিলেন কিং কোহলি।

    চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট ব্যাটেই দিশেহারা প্রতিপক্ষ। পুরনো মেজাজে ফিরেছেন কোহলি (Virat Kohli)। পাকিস্তানের (৫৩ বলে অপরাজিত ৮২ রান) পর নেদারল্য়ান্ডসের (৪৪ বলে অপরাজিত ৬২) বিরুদ্ধে ব্যাক-টু-ব্যাক ঝকঝকে ফিফটি প্লাস ইনিংস খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাময়িক ছন্দপতন। তবে বুধবার অ্যাডিলেড ওভালে বাংলাদেশের বিরুদ্ধে ফের ঝলসে উঠল তাঁর ব্যাট। এই ম্যাচে চতুর্থ ওভারে ব্যাট করতে নেমে ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ১৬ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থান এখন বিরাটের। এর আগে এই রেকর্ডটি ছিল মাহেলা জয়াবর্ধনের নামে। 

    আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর সিনেমা দিয়ে প্রত্যাবর্তন বলিউড বাদশার, মুক্তি পেল ‘পাঠান’- এর টিজার

    অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই ভয়ঙ্কর হয়ে ওঠেন কোহলি। এদিনের ঝকঝকে ইনিংসের পর তিনি বলেন, “যখনই জানতে পেরেছিলাম যে, বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হবে, তখনই বুঝে গিয়েছিলাম যে, ভালো ক্রিকেটীয় শটই এখানে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি জানতাম আমার অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা দলের জন্য কাজে লাগবে। আমি এখানকার মাঠে খেলতে ভালোবাসি। নেট সেশন থেকে শুরু করে ম্যাচ। অস্ট্রেলিয়ায় ঘরের মতো অনুভূতি হয়। এমসিজি-র নক হোক বা অ্যাডিলেড। আমি এখানে ব্যাটিং উপভোগ করি।” তবে এদিনের ম্যাচ যে  ক্লোজ গেম ছিল তা জানান বিরাট। 

     

  • Gujarat Assembly Elections: গুজরাট বিধানসভা নির্বাচনের দিন ঘোষিত, ভোট হবে দুই দফায়

    Gujarat Assembly Elections: গুজরাট বিধানসভা নির্বাচনের দিন ঘোষিত, ভোট হবে দুই দফায়

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট বিধানসভা (Gujarat Assembly Election) নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচন হবে দুই দফায়। আগামী ১ এবং ৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল জানা যাবে ডিসেম্বর মাসের ৮ তারিখ। সেদিনই ভোটগণনা হবে হিমাচল নির্বাচনেরও। আজ, বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার একথা জানান।

    মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন জানান, গুজরাটে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। দ্বিতীয় দফায় নির্বাচন হবে ৫ ডিসেম্বর। ভোট গণনা ৮ ডিসেম্বর। নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই, গুজরাটে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে প্রথম দফার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নভেম্বরের ৫ এবং  দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১০ নভেম্বর। প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ নভেম্বর। দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন  ১৭ নভেম্বর। প্রথম দফার নির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহার এবং মনোনয়ন যাচাই করার শেষ তারিখ ১৫ নভেম্বর। দ্বিতীয় দফার জন্য এই কাজের শেষ তারিখ ১৮ নভেম্বর।

    আরও পড়ুন: ইভিএম থেকে রাজনৈতিক দলের প্রতীক সরানোর আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

    গুজরাট বিধানসভায় মোট আসন সংখ্যা ১৮২টি। গুজরাটে মোট ভোটার ৪.৯ কোটি। তারমধ্যে যুব সম্প্রদায় ৪.৬ লক্ষ। ৫১ হাজার ৭৮২টি বুথে ভোটগ্রহণ হবে রাজ্যজুড়ে। ৫০% বুথে ওয়েবকাস্টিং-র সুবিধা থাকবে। ১২৪৭টি পোলিং স্টেশন সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে। যেসব প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারী মামলা থাকবে তাঁদেরকে অন্তত সোশ্যাল মিডিয়াতে মামলার কারণ ভোটারদের জানাতে হবে। আর নির্বাচনের সময় কোস্টগার্ডরা যাতে উপকূল বরাবর বিশেষ নজরদারি বজায় রাখে সেদিকে নজর রাখতে হবে। কড়া নজরদারিতে ভোটগ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন। কোথাও কোনও রকম অশান্তি হলে, ৬০ মিনিটের মধ্যে কমিশন তা খতিয়ে দেখে ১০০ মিনিটের মধ্যে অভিযোগের সমাধান করবে, বলে জানানো হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share