Blog

  • Gangasagar Mela: কুয়াশার দাপটে বন্ধ লঞ্চ-বাস, প্রশাসনের অব্যবস্থায় সমস্যায় গঙ্গাসাগর পুণ্যার্থীরা

    Gangasagar Mela: কুয়াশার দাপটে বন্ধ লঞ্চ-বাস, প্রশাসনের অব্যবস্থায় সমস্যায় গঙ্গাসাগর পুণ্যার্থীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: কুয়াশার দাপটে বন্ধ হল গঙ্গাসাগরের (Gangasagar Mela) সমস্ত বাস পরিষেবা। আর সে কারণেই মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ল না গঙ্গাসাগরের লঞ্চ। আর তার জেরে কচুবেড়িয়ার ৮ নম্বর লটেও লঞ্চ এবং ভেসেল পরিষেবা বন্ধ হয়ে যায়। বাবুঘাটেও বাস পরিষেবা বন্ধ রয়েছে। প্রশাসনের এমন অব্যবস্থায় ভয়ঙ্কর অসুবিধায় পড়লেন পুণ্যার্থীরা। লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে স্নান করার জন্য লঞ্চের অপেক্ষা করছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সেখানে পৌঁছনোর ব্যবস্থা করা হলেও, বাধ সেধেছে কুয়াশা। অন্য কোনও বিকল্প ব্যবস্থাও নেই। এই মুহূর্তে তীর্থযাত্রীদের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। 
      
    কুয়াশার জেরে কাকদ্বীপের লট নম্বর–৮ থেকে ভেসেল পরিষেবা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ ছিল লট নম্বর–৮ এবং কচুবেড়িয়ার মধ্যে ভেসেল পরিষেবা। গতকাল রাত থেকে প্রচুর পুণ্যার্থী অপেক্ষা করছেন এই এলাকায় (Gangasagar Mela)। ঘন কুয়াশার দাপটে এদিন সকাল থেকে নামখানা–বেনুবন পয়েন্টের লঞ্চ–বাস পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। মিলেনিয়াম পার্ক থেকে শনিবার সকালে ক্রুজ ছাড়ার কথা থাকায় মিলেনিয়াম পার্কের কাছে জেটি ঘাটে উপস্থিত হন কমপক্ষে ২২১ জন তীর্থযাত্রী। যদিও ঘন কুয়াশার জেরে বন্ধ ভেসেল।

    ভোর সাড়ে ৫টায় এই ক্রুজ ছাড়ার কথা ছিল মিলেনিয়াম পার্ক (Gangasagar Mela) থেকে। নির্দিষ্ট সময়ে তাঁরা সেখানে পৌঁছেও যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন, বেসরকারি সংস্থার কাউন্টার বন্ধ। কোনও কর্মী সেখানে নেই। এরইমধ্যে কারও কারও ফোনে মেসেজ আসে ঘন কুয়াশার কারণে ক্রুজ ছাড়া সম্ভব হচ্ছে না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পুণ্যার্থীরা।

    এক অভিযোগকারী জানান, গঙ্গাসাগরে (Gangasagar Mela) যাওয়ার জন্য একটি বেসরকারি সংস্থার ক্রুজ বুক করেছিলেন তাঁরা। অনলাইনে বুকিং প্রক্রিয়া চলে। ই-টিকিটও পেয়েছিলেন। সেই টিকিটের প্রিন্ট আউট সঙ্গে নিয়ে শনিবার মিলেনিয়াম পার্ক জেটি ঘাটে তাঁরা পৌঁছে যান। সকাল ৫টায় ছিল মিলেনিয়াম পার্কে পৌঁছনোর সময়। সকাল সাড়ে ৫টায় লঞ্চ ছাড়ার কথা। এদিকে নির্ধারিত সময় পার করে গেলেও কাউকে দেখতে পাননি তাঁরা।

    আরও পড়ুন: জানেন সনাতন ধর্মে মকর সংক্রান্তি এত গুরুত্বপূর্ণ কেন? 

    আজ শনিবার ভোরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচলও বন্ধ ছিল। রাত ৩টে ৪৫ মিনিটের আপ ক্যানিং–শিয়ালদা লোকাল হঠাতই চম্পাহাটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ট্রেনের ইঞ্জিনে এই সমস্যার কারণেই শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং (Gangasagar Mela) আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। পরে তা আবার স্বাভাবিক হয়। বাবুঘাট থেকে বাস পরিষেবাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। সিএসটিসি, সিটিসি, এসবিএসটিসি’‌র প্রায় ৪০টি বাস এখনও বাবুঘাট বাসস্ট্যান্ডেই রয়েছে।  

    কী জানা গিয়েছে? 

    বেলা গড়াতে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ায় আসতে আসতে ভেসেল পরিষেবা স্বাভাবিক হয়েছে। তবে এখনও লট নম্বর–৮ এর কাছে বিপুল সংখ্যক পুণ্যার্থীরা আটকে রয়েছেন। শনিবার সন্ধ্যেবেলায় শুরু হচ্ছে মকর সংক্রান্তির স্নান। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) প্রাঙ্গণ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Didir Doot: ‘দিদির সুরক্ষা কবচে’ অভিযোগ জানাতে গিয়ে জুটল তৃণমূল নেতার চড়, সঙ্গে হুমকিও  

    Didir Doot: ‘দিদির সুরক্ষা কবচে’ অভিযোগ জানাতে গিয়ে জুটল তৃণমূল নেতার চড়, সঙ্গে হুমকিও  

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘দিদির সুরক্ষা কবচে’ অভিযোগ জানাতে গেলে যে তৃণমূল নেতার চড় খেতে হবে, কশ্মিনকালেও তা ভাবেননি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের সাগর বিশ্বাস। মন্ত্রীর সামনে তৃণমূল নেতার হাতে সজোরে চড় খেয়ে অবশ্য সম্বিত ফিরল। বুঝতে পারলেন, দিদির সুরক্ষা কবচ দিতে যে দিদির দূতেরা (Didir Doot) আসছেন, তাঁরা আসলে ‘ভূত’। সাগরের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাতে অবশ্য ক্ষোভ প্রশমিত হয়নি সাগরের। তবে সাগর যাতে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না পারেন, তাই তৃণমূলের তরফে তাঁকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

    পঞ্চায়েত নির্বাচন…

    দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে জনসংযোগ বাড়াতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে জানানো হয়, এই কর্মসূচি রক্ষণাবেক্ষণে থাকবেন দিদির দূত। এও ঘোষণা করা হয়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হবে বাংলার ১০ কোটি মানুষ ও দু কোটি বাড়ির সমস্যা, অভাব, অভিযোগের কথা দলের শীর্ষ স্তরে, এমনকি নেত্রীর কাছে পৌঁছে দেওয়া। এই কর্মসূচিরই নাম দেওয়া হয়েছে দিদির সুরক্ষা কবচ।

    দলীয় কর্মসূচি পালনের নির্দেশ পেয়ে পথে নেমে পড়েন দিদির দূতেরা (Didir Doot)। বিভিন্ন জায়গায় পৌঁছে যান জন প্রতিনিধিরা। এদিন ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায় এই কর্মসূচিতে যোগ দেন রথীন। সেখানেই বেহাল রাস্তা নিয়ে অভিযোগ জানাতে এসেছিলেন স্থানীয় মন্দির কমিটির সদস্য সাগর। তাঁকেই কষিয়ে থাপ্পড় মারা হয়। ধাক্কা মারতে মারতে সেখান থেকে সরিয়েও দেওয়া হয় তাঁকে।

    আরও পড়ুুন: ‘‘নিরপেক্ষ থাকুন, না হলে পদপিষ্ট হতে হবে’’! পুলিশকে সতর্কবার্তা সুকান্তর

    এদিকে, এদিন ময়ূরেশ্বরের ষাটপলসা স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখার সময় বোলপুরের সাংসদের সামনেই স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলীয় কর্মীরা। উচপুর গ্রামেও স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ অসিত মাল। গ্রামবাসীদের অভিযোগ, কখনও সখনও এলাকায় বিধায়কের গাড়ি দেখা যায়। তবে তিনি জানালার কাচ তুলে চলে যান। এলাকার কোনও উন্নয়নে শামিল হন না।  এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, মানুষ দু্র্নীতির কথা জানলেও, ভয়ে বলত না। আমরা সাহস জোগানোয় মানুষ মুখ খুলতে শুরু করেছে। হিসেব চাইছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Recruitment Scam: চাকরি না দিয়েও মোটা টাকা নিয়েছিলেন কুন্তল! তৃণমূল নেতাকে কাঠগড়ায় তুললেন তাপস মণ্ডল  

    Recruitment Scam: চাকরি না দিয়েও মোটা টাকা নিয়েছিলেন কুন্তল! তৃণমূল নেতাকে কাঠগড়ায় তুললেন তাপস মণ্ডল  

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিকের ৩২৫ জন চাকরি প্রার্থীর কাছ থেকে হুগলির তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষ নিয়েছিলেন এক লক্ষ করে টাকা। যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের কাছ থেকে নিয়েছিলেন আরও ৫ লক্ষ টাকা। ২ হাজার ৬০০ সংগঠক শিক্ষক পদের জন্য নিয়েছিলেন ৫০ হাজার করে টাকা। আপার প্রাইমারির শিক্ষক পদের জন্য একশো জনের কাছ থেকে ২ লক্ষ করে টাকা নিয়েছিলেন তিনি। প্রতিটি লেনদেনের রশিদ দিয়েছিলেন কুন্তল। প্রতিটি রশিদে সইও রয়েছে তাঁর। সব মিলিয়ে টাকার পরিমাণ ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা। কুন্তলের বিরুদ্ধে এহেন বোমাটি (Recruitment Scam) যিনি ফাটালেন তিনি তাপস মণ্ডল। যিনি শুধু বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি নন, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত।

    তাপসের আরও দাবি…

    তাপসের দাবি, বেআইনি নিয়োগ সংক্রান্ত যে টাকা কুন্তল নিয়েছিলেন, তার যাবতীয় নথি আমার কাছে রয়েছে। তাপস বলেন, চাকরির পরীক্ষায় পাশ করিয়ে দিতে কুন্তল প্রথমে এক লক্ষ টাকা করে নিয়েছিলেন। পরে আবার ধাপে ধাপে নিয়েছেন। টাকা নেওয়ার পরে তিনি একটি ছোট ডায়েরিতে লিখে সই করে দিতেন। তিনি বলেন, বিষয়টি ইডিকে জানিয়েছি। ওই ডায়েরিটিও ইডির তদন্তকারীদের হেফাজতে রয়েছে। বুধবার কুন্তলের সঙ্গে তাপসকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ (Recruitment Scam) করা হয়। পরে ফের বৃহস্পতিবার তলব করা হয় তাপসকে। তবে ওই দিন হাজির হননি তিনি। শুক্রবার ফের আসেন সিবিআই দফতরে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা মানিকের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে তাপসকে অভিযুক্ত করেছে ইডি।

    আরও পড়ুুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচন ‘ডু অর ডাই ম্যাচ’! প্রতিটি বুথকে দুর্গ বানানোর কথা বললেন শুভেন্দু

    এদিকে, এদিন কলেজ সংগঠনের আরও এক নেতার নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে খবর। কুন্তলের মাধ্যমে ওই শিক্ষক নেতার সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল বলে তাপস সিবিআইকে জানিয়েছেন। তাপস বলেন, আমার পরিবারের কেউ (কুন্তলের সূত্রে) চাকরি পাননি। তবে দূর সম্পর্কের কয়েকজন আত্মীয় কুন্তলের সঙ্গে যোগাযোগ করে চাকরি পেয়েছেন বলে শুনেছি। তাপস বলেন, আমি এসবে জড়াতে চাইনি। ছাত্রছাত্রীরা আমার কাছে চাকরির ব্যবস্থা করে দিতে বলত। যখন জানতে পারলাম একজন ব্যাপারটা দেখছে, তখন তার কাছে সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম। পরে শুনলাম টাকা চাইছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • West Bengal Weather: মকর সংক্রান্তির আগেই বিদায় শীত? কলকাতায় পারদ উঠল ৫ ডিগ্রি

    West Bengal Weather: মকর সংক্রান্তির আগেই বিদায় শীত? কলকাতায় পারদ উঠল ৫ ডিগ্রি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামীকাল মকরসংক্রান্তি। আর তার আগেও রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত (West Bengal Weather)। শহর কলকাতায় পারদ ফের ঊর্ধ্বমুখী। শনিবার এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকর থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ। বেলা বাড়লে মেঘ কেটে পরিষ্কার হয় আকাশ। আপাতত বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। 

    শুধু কলকাতাই নয়, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা বেড়েছে। হাওয়া অফিস (West Bengal Weather) সূত্রে খবর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি করে বেড়েছে। যদিও উত্তরের জেলাগুলিতে তাপমাত্রায় কোনও হেরফের হয়নি। কয়েকটি জেলাতে তাপমাত্রা সামান্য কমলেও এখনও কার্শিয়াং এবং দার্জিলিঙের মতো জেলায় শীতের দাপট কমেনি। 

    কী জানাল হাওয়া অফিস? 

    হাওয়া অফিস (West Bengal Weather) থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পারদ আরও ঊর্ধ্বমুখী থাকবে। মৌসম ভবনের খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া ঢুকতে পারছে না রাজ্যে। পরিবর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সংক্রান্তির সময় ঠান্ডার আমেজ পাবে না বাঙালি। কমছে পিকনিকের সংখ্যাও। শীতে কাঁপতে কাঁপতে নলেন গুড়ের পায়েস এবং পিঠে খাওয়ার মজাও মাটি হতে পারে। 

    আরও পড়ুন: জানেন সনাতন ধর্মে মকর সংক্রান্তি এত গুরুত্বপূর্ণ কেন?

    উত্তরবঙ্গে (West Bengal Weather) আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। শনি ও রবিবার দার্জিলিং এবং কালিম্পং এ হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

         

  • Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ১৬-২২ জানুয়ারি

    Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ১৬-২২ জানুয়ারি

    সাপ্তাহিক রাশিফল মেষ রাশি (Aries Saptahik Rashifal): 

    এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে ভাল শুরু হবে। কারণ এই সময় আপনার স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। ফলস্বরূপ, আপনি এই সময় একটি জিমে যোগদান করার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি যদি সরকারী ক্ষেত্রে কাজ করেন, তাহলে এই সপ্তাহে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভাল হতে চলেছে। কারণ এই সময় আপনি সরকারের কাছ থেকে বেনিফিট এবং পুরষ্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে লাভের ভাল স্তর দেবে। আপনাকে বুঝতে হবে যে বিলম্ব কখনই কাউকে সাহায্য করে না। সংসারের কিছু কম গুরুত্বপূর্ণ কাজ না হলেও। কারণ এই সপ্তাহে অনেক পারিবারিক কাজ জমে যাবে, যা শেষ করা আপনাকে পরে অনেক কষ্ট দিতে পারে। এই সপ্তাহ আপনার পদোন্নতির ক্ষেত্রে অনেক বড় সুযোগ দিতে চলেছে। তবে, সঠিক চিন্তাভাবনা করে প্রতিটি সুযোগের সঠিক ব্যবহার করার চেষ্টা করুন। কারণ এটা সম্ভব যে আপনি আবেগের বশে যতটা লাভের অধিকারী, ততটা লাভ করতে পারবেন না। এই সময় শিক্ষার্থীরা প্রচুর সাফল্য পাবে। তাই যারা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, তারা তাদের পছন্দের স্কুল-কলেজে ভর্তির সুযোগ পাবেন।

    সাপ্তাহিক রাশিফল বৃষভ রাশি (Taurus Saptahik Rashifal):  

    আপনি এই সপ্তাহে পায়ের ব্যথা, মোচ, গাঁটের ব্যথা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। বিশেষ করে, এই সপ্তাহগুলি ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য শুভ প্রমাণিত হবে। আপনি যদি সরকারী সেক্টরে কাজ করেন, তাহলে এই সপ্তাহগুলি আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভাল হতে চলেছে। কারণ এই সময়ে আপনি সরকারের কাছ থেকে বেনিফিট এবং পুরষ্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে লাভের ভাল স্তর দেবে। এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন, তবে এই সময় আপনার ভাইবোনদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। যার উপর আপনার কিছু টাকা খরচ করতে হবে। তবে এই সময়ে, আপনার দ্বারা সমস্ত ধরণের পারিবারিক দায়িত্ব পালন করা আপনাকে বাড়িতেও সম্মান দেওয়ার জন্য কাজ করবে। পেশাগতভাবে, এই সপ্তাহটি আপনার রাশির জাতক/জাতিকাদের জন্য খুব ভাল প্রমাণিত হতে পারে। আপনি আপনার পেশা এবং কর্মজীবনে ভাগ্য এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। শিক্ষার্থীরা এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে ভাল ফল পাবেন। কারণ এই সময়ে আপনি আপনার পূর্বের পরিশ্রমের ফল পাবেন, যার কারণে আপনাকে পরীক্ষায় আরও ভাল করতে দেখা যাবে। যদিও, এর জন্য, আপনাকে আপনার পড়াশোনায় সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে।

    সাপ্তাহিক রাশিফল মিথুন রাশি (Gemini Saptahik Rashifal):  

    নিজেকে ফিট রাখতে, আপনাকে এই সপ্তাহে খুব বেশি পরিশ্রম করতে হবে না। কারণ এই সময়ে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। যার কারণে আপনি আপনার স্বাস্থ্য ভালো রাখতে কম চেষ্টা করবেন, তারপরও আপনি নিজেকে সুস্থ রাখতে সফল হতে পারবেন। এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে, যতক্ষণ টাকা আপনার সামনে পড়ে থাকবে, আপনার খরচ একই হারে বাড়তে থাকবে। এমন পরিস্থিতিতে, সমস্ত অর্থ ফুরিয়ে যাওয়ার আগে, আপনাকে আপনার অতিরিক্ত অর্থ একটি নিরাপদ জায়গায় রাখতে হবে যেখান থেকে তা তোলা আপনার পক্ষে সহজ নয়। এর জন্য আপনি আপনার বাবা-মাকেও সেই টাকা দিতে পারেন। কারণ আগামী সময়ে এই অর্থ ব্যবহার করে আপনি অনেক আর্থিক অসুবিধা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আপনার রাশির একাদশ ভাবে বৃহস্পতি বিরাজ করছে, যার প্রভাবে সামাজিক অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ আপনাকে সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার সুযোগ দেবে। এমতাবস্থায়, এই সমস্ত সুযোগগুলি আপনার হাতের বাইরে যেতে না দিয়ে, তাদের সর্বোত্তম সুবিধা নেওয়ার চেষ্টা করুন। এই সপ্তাহে অফিসে, প্রতিটি ধরণের পরিস্থিতি বুঝে অন্যদের সাথে আচরণ করা আপনার পক্ষে উপযুক্ত হবে। এরকম সময়, মনে রাখবেন যে যদি আপনার পক্ষে কথা বলা প্রয়োজন না হয়, তবে চুপ থাকাই আপনার পক্ষে ভাল হবে। কারণ এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে আপনি জোর করে কিছু কথা বলছেন, যার কারণে আপনি নিজেকে কিছুটা সমস্যায় ফেলতে পারেন। এই সপ্তাহে, পরিবারের কোনও সন্তানের ভাল নম্বর আপনার মনে প্রতিযোগিতার অনুভূতি তৈরি করতে পারে। এর পরে আপনি আগে বেশি টিভি দেখে বা খেলাধুলা করে যে সময় নষ্ট করছেন, আপনাকে পড়াশুনা করতে এবং সঠিক পথে রাখতে দেখা যাবে। আপনার মধ্যে এই আকস্মিক ইতিবাচক পরিবর্তন দেখে আপনার পরিবারের সদস্যরাও আনন্দ ও আনন্দ অনুভব করবেন।

    সাপ্তাহিক রাশিফল কর্কট রাশি (Cancer Saptahik Rashifal): 

    আপনি যদি আপনার শরীর সুস্থ রাখতে চান, তাহলে এই সপ্তাহে নিয়মিত ফল খাওয়া উচিত। এর পাশাপাশি, সকালে পার্কে হাঁটাও এই সময়ে আপনার স্বাস্থ্যকে ফিট রাখতে সাহায্য করতে পারে। তাই যত্ন নিন, সুস্বাস্থ্য উপভোগ করুন। আপনি এই সপ্তাহে অর্থ লাভ করবেন, কিন্তু আপনি সেই অর্থে খুশি হবেন না। আপনার প্রাপ্ত অর্থ আপনার প্রত্যাশার চেয়ে কম হবে এবং আপনি হতাশ হতে পারেন। এসময় বুঝতে হবে যে মানুষ যতই পান না কেন, তার আকাঙ্ক্ষা কমে না। এই কারণেই আপনাকে এত টাকা দিয়ে সুখী হতে শিখতে হবে। আপনার চন্দ্র রাশি অনুসারে, এই সপ্তাহে আপনাকে অন্যের সাথে তর্ক করার, মতভেদ থাকা বা অন্যের কাজের ত্রুটি খুঁজে পাওয়ার অভ্যাসটি সংশোধন করতে হবে। কারণ তবেই আপনি পারিবারিক শান্তি বজায় রাখতে পারবেন। অফিসে এই সপ্তাহে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ভাল ফলাফল পাবেন না। কারণ এটা সম্ভব যে আপনার কাছের কেউ নিজের সুবিধার জন্য আপনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে। যার কারণে আপনার কিছুটা সমস্যা হবে। আপনি যদি একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনাকে এই পুরো সপ্তাহে আপনার প্রচেষ্টা জোরদার করতে হবে। অন্যথায়, আপনি অনেক ভাল সুযোগের সদ্ব্যবহার করার সুযোগও হারাতে পারেন।

    সাপ্তাহিক রাশিফল সিংহ রাশি (Leo Saptahik Rashifal): 

    এই সপ্তাহে, আপনি পরিবারের কোনও সদস্যের অসুস্থতা সম্পর্কিত কোনও খবর পাবেন। এর কারণে আপনিও মানসিক চাপের শিকার হতে পারেন। আর্থিক জীবনে এই সপ্তাহে, আপনি নিজেকে উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতিতে খুঁজে পাবেন। এটি আপনাকে কেবলমাত্র একটি ভাল স্তরে আর্থিক সুবিধা নিয়ে আসবে না, তবে আপনার আর্থিক অবস্থাও আগের চেয়ে শক্তিশালী বলে মনে হবে। আপনি যদি দীর্ঘকাল ধরে কোনও নিকটাত্মীয়ের সাথে দেখা করার পরিকল্পনা করে থাকেন তবে এই সপ্তাহে এটি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা দৃশ্যমান। কারণ আপনি তাদের বাড়িতে যাওয়ার সুযোগ পাবেন বা তাদের পক্ষে হঠাৎ আপনার বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে। এই কারণে, আপনি ভাল এবং সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ পাবেন। এই সপ্তাহের শুরুতে কোনও পুরনো বিনিয়োগের কারণে ব্যবসায়ীদের বড় ক্ষতি হতে পারে। অতএব, আসন্ন প্রতিটি প্রতিকূল পরিস্থিতির জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করা আপনার পক্ষে ভাল হবে। এই সপ্তাহে, শিক্ষার্থীরা তাদের পাঠ বা বিষয় বুঝতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এমন পরিস্থিতিতে, আপনি না চাইলেও, আপনি আপনার অহংকারের সামনে কারও সাহায্য নেওয়া এড়াবেন। যদিও আপনার এটি করা উচিত নয়, তবে আরও ভাল ফলাফল পেতে আপনাকে বড়দের সাহায্য নিতে হবে।

    সাপ্তাহিক রাশিফল কন্যা রাশি (Virgo Saptahik Rashifal): 

    এই সপ্তাহ জুড়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। যার কারণে আপনি আপনার জীবন উপভোগ করা থেকে বঞ্চিত হতে পারেন এবং এই সপ্তাহে আপনার স্বাস্থ্য পুরোপুরি ভাল নাও হতে পারে। যার কারণে পরিবারের সদস্যদের বিশেষ করে আপনার সঙ্গীকে সমস্যায় পড়তে হবে। এই সপ্তাহে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যেতে পারে। যার কারণে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। এসময় সম্ভব হলে ব্যাঙ্ক বা ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে আপনার অসমাপ্ত কাজ শেষ করুন। এই সপ্তাহে, পরিবার এবং বাড়ির সঙ্গে সম্পর্কিত হঠাৎ নতুন দায়িত্বের কারণে, আপনার সমস্ত পরিকল্পনা ব্যাহত হতে পারে। এই সময়ে আপনি ঘরোয়া কাজে এতটাই আটকে থাকবেন যে আপনি মনে করতে পারেন যে আপনি অন্যের জন্য বেশি করছেন এবং নিজের জন্য কম করছেন। এ কারণে কিছু রাগ আপনার স্বভাবেও প্রতিফলিত হতে পারে। এই সপ্তাহে, অনেক ব্যবসায়ী তাদের ব্যবসায় নতুন দিকনির্দেশ দেওয়ার কথা ভাবতে পারেন। তবে, এখনই খুব বেশি ঝুঁকি নেওয়া আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। অতএব, যেকোনও পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অপরিহার্য হবে। এই সপ্তাহে, অনেক শিক্ষার্থীর কেরিয়ার গ্রাফ হঠাৎ করে উচ্চতায় পৌঁছাতে দেখা যাবে। যার কারণে পরিবারে আপনার সুনামও বাড়বে। এছাড়াও, বাড়ির বড়দের কাছ থেকে আশীর্বাদ হিসাবে, আপনি শিক্ষার এমন কিছু উপকরণ পেতে পারেন, যা আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন।

    সাপ্তাহিক রাশিফল তুলা রাশি (Libra Saptahik Rashifal): 

    এই সপ্তাহটি আপনার স্বাস্থ্যের জন্য স্বাভাবিকের চেয়ে কিছুটা ভাল হতে চলেছে। বিশেষ করে সপ্তাহের শুরুটা ভাল যাবে, কারণ এই সময়ে আপনি নিজেকে মানসিক এবং শারীরিকভাবে অনেক সুস্থ দেখতে পাবেন। যদিও, মজা এবং পার্টির এই সময়ে, আপনার অ্যালকোহল খাওয়া এড়িয়ে চলা উচিত, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই সময়ে, আপনি সমাজের অনেক সম্মানিত মানুষের সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন। চন্দ্র রাশিতে ষষ্ঠ ভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে, এই সময়ে আপনাকে তাদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আপনার কৌশল এবং নতুন পরিকল্পনা তৈরি করতে দেখা যাবে। যা আপনাকে ভবিষ্যতে স্মার্ট এবং বিজ্ঞতার সঙ্গে আপনার অর্থ বিনিয়োগ করতে সাহায্য করবে। এই সময়টি আপনার মায়ের স্বাস্থ্যের জন্য অনুকূল হতে পারে। কারণ এই সময়ে আপনাকে তার সাথে যোগব্যায়াম করতে দেখা যাবে, তার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এর পাশাপাশি আপনি সময়ে সময়ে ভাই-বোনদের সমর্থনও পাবেন। এই সপ্তাহটি আপনার কর্মজীবনে উন্নতি আনবে, তবে আপনাকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যে এই সময়ে আপনি যে কাজই করুন না কেন, ভালভাবে দেখুন এবং বুঝুন। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতে চাইলে নিজে করুন, কারও মাধ্যমে নয়। কারণ তবেই আপনি আপনার সেরা পারফরম্যান্স দিতে পারবেন। আপনি যদি কোনও বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছেন, তবে আপনাকে আরও অপেক্ষা করতে হবে। যাইহোক, এই সময়ে আপনাকে আরও সতর্কতার সঙ্গে আপনার প্রচেষ্টা করতে দেখা যাবে। গত বেশ কয়েকবার আপনার প্রতি আপনার জীবনসঙ্গীর কঠোর এবং অভদ্র স্বভাব এই সপ্তাহে আপনাকে অস্বস্তি বোধ করতে পারে। এর পাশাপাশি, আপনার প্রতি আপনার সঙ্গীর রাগও খাবার টেবিলে দৃশ্যমান হবে, যার কারণে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন।

    সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক রাশি (Scorpio Saptahik Rashifal): 

    এই রাশির বয়স্ক ব্যক্তিরা, যাঁরা গাঁটের ব্যথা বা কোমর ব্যথার সমস্যায় ভুগছিলেন, তারা এই সপ্তাহে সঠিক খাবার খাওয়ার ফলে আরও ভাল স্বাস্থ্য পেতে সক্ষম হবেন। এমন সময় ভাল খাবার গ্রহণের সময় নিয়মিত যোগব্যায়াম করুন। গ্রহের অবস্থানও ইঙ্গিত দিচ্ছে যে এই সময়ে কিছু অবাঞ্ছিত খরচের সম্ভাবনা রয়েছে। আপনার আয় বৃদ্ধি পাবে। আপনার জীবনে পরিবর্তন আসবে। এই খরচের প্রভাব দৃশ্যমান হবে না এবং আপনি আপনার আরামের জন্য কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন। তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে আপনাকে আপনার পরামর্শ এবং আপনার দৃষ্টিভঙ্গি বন্ধু এবং আত্মীয়দের উপর চাপিয়ে দিতে দেখা যাবে। যাইহোক, আপনাকে এটি এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এটি শুধুমাত্র আপনার ইমেজের জন্যই বিশেষ উপকারী বলে প্রমাণিত হবে না। বরং অন্যকে রাগান্বিত করে আপনি তাদের আপনার বিরুদ্ধে দাঁড় করাতে পারেন। এই রাশির জাতক/জাতিকাদের জন্য, এই সপ্তাহটি তাদের কর্মজীবনে খুব শুভ প্রমাণিত হবে। কারণ এই সময়ে আপনি কাঙ্খিত সব ফলাফল পাবেন। একই সময়ে, এই সময়টি আপনার কর্মজীবন এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিসীম দিকনির্দেশক শক্তি এবং ক্ষমতা প্রদানে সফল হবে। এই সপ্তাহে আপনি হোস্টেলে থাকতে পারবেন। বোর্ডিং স্কুলে বসবাসকারী শিক্ষার্থীদের একটু অতিরিক্ত যত্ন নেওয়ার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। কারণ তবেই আপনি শুভ ফল পাবেন। অন্যদিকে, আমরা যদি এমন ছাত্রছাত্রীদের কথা বলি যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছেন, তাহলে তারাও মধ্যম পর্বের পর কোনো নিকটাত্মীয়ের কাছ থেকে বিদেশি কলেজ বা স্কুলে ভর্তির সুসংবাদ পেতে পারেন।

    সাপ্তাহিক রাশিফল ধনু রাশি (Sagittarius Saptahik Rashifal): 

    এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভাল থাকার কারণে আপনার আত্মবিশ্বাসও বাড়বে। আপনার সুস্বাস্থ্যের কারণে, আপনি আপনার স্বাস্থ্যের পাশাপাশি আপনার পরিবারের সদস্যদেরও বিশেষ যত্ন নেবেন। এই পরিস্থিতিতে, আপনাকে নিয়মিত ভাল খাবার গ্রহণ করতে হবে, ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই সপ্তাহে, আপনি কোনও বিনিয়োগ থেকে ততটা লাভ পাবেন না যতটা আপনি ভেবেছিলেন। কিন্তু এই লাভ আপনাকে অনেকাংশে সন্তুষ্ট করবে এবং এর সাহায্যে আপনি আপনার ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারবেন। যেটিতে আপনি সঠিক কৌশল অবলম্বন করলে খুব শীঘ্রই আপনি অর্থ দ্বিগুণ করতে পারেন। বাড়ির খারাপ বা অশান্ত পরিবেশের কারণে আপনি এই সপ্তাহে কিছুটা বিষণ্ণ বোধ করতে পারেন। এই সময়ে আপনার নেওয়া ভুল পদক্ষেপ পারিবারিক পরিবেশকে আরও চাপে ফেলতে পারে। তাই আপনার পক্ষ থেকে অন্যায় কিছু করা এড়িয়ে চলুন। এই সপ্তাহে, অনেক ব্যবসায়ী ঘনিষ্ঠ বন্ধু বা বন্ধুর সাহায্যে একটি ভাল বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন। যদিও, কোথাও বিনিয়োগ করার আগে, আপনাকে এটি সম্পর্কে প্রতিটি বিস্তারিত জানতে হবে। এছাড়াও, যদি প্রয়োজন হয়, আপনি এক্ষেত্রে বিশেষজ্ঞ বা বড়দের সাহায্য নিতে পারেন। আপনার রাশির জাতক জাতিকাদের জন্য, শিক্ষা সংক্রান্ত বিষয়ে এই সপ্তাহের সময়কাল স্বাভাবিকের চেয়ে কম হবে। কারণ এই সময়ে আপনি সিলেবাস অনুশীলন করতে গিয়ে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। যার কারণে আপনার পড়াশোনায় মনোযোগ দিতেও অসুবিধা হতে পারে।

    সাপ্তাহিক রাশিফল মকর রাশি (Capricorn Saptahik Rashifal): 

    আপনি যদি এই সপ্তাহে একটি সুখী জীবনযাপন করতে চান তবে আপনাকে সম্ভবত আপনার একগুঁয়ে এবং অনড় মনোভাবকে দূরে সরিয়ে রাখতে হবে। কারণ এটি আপনার সময় নষ্ট করার পাশাপাশি অন্যদের সাথে আপনার সুসম্পর্কও নষ্ট করতে পারে। এটা সম্ভব যে আপনার পিতামাতা বা আপনার সঙ্গী কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এই সপ্তাহে আপনার কাছে অর্থ চাইতে পারেন। যার কারণে আপনাকে তাদের টাকা দিতে হবে, তবে এতে আপনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা বাড়বে। এই সপ্তাহে আপনার পারিবারিক দায়িত্ব বাড়বে, যার কারণে আপনাকে মানসিক চাপে পড়তে দেখা যাবে। এসময় আসন্ন প্রতিকূল পরিস্থিতির কথা চিন্তা করে বিচলিত না হয়ে তাদের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যান। এই সপ্তাহে কর্মজীবনের সঠিকতা নিয়ে এগিয়ে যেতে সমস্যা হতে পারে। কিন্তু নিজেকে সর্বোপরি বিবেচনা করে, আপনি এই সময়ে অন্যের সাহায্য নেওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। এ কারণে ভবিষ্যতে ব্যর্থতার মুখে পড়তে হতে পারে। এই সপ্তাহে শিক্ষার্থীদের আচরণে অনেক পরিবর্তনের সম্ভাবনা থাকবে, যার কারণে এই রাশির শিক্ষার্থীদের তাদের শিক্ষকদের সাথে তর্ক হতে পারে। যদিও, তাদের এই ধরনের মারামারি এড়াতে হবে, অন্যথায় অন্যান্য শিক্ষক এবং আপনার অন্যান্য সহপাঠীদের মধ্যে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। যার কারণে ভবিষ্যতে আপনিও তাদের সাহায্য-সহযোগিতা থেকে বঞ্চিত হবেন।

    সাপ্তাহিক রাশিফল কুম্ভ রাশি (Aquarius Saptahik Rashifal): 

    আপনার জীবন বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের কাছে চমৎকার মনে হতে পারে, কিন্তু এই সপ্তাহে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আপনি ভিতরে ভিতরে দুঃখিত এবং দুঃখিত হবেন। আপনার রাশি অনুসারে, এই সপ্তাহে অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সমস্ত ধরণের লেনদেন সম্পর্কিত বিষয়ে নিজেকে যতটা সম্ভব সতর্ক রাখুন। কারণ শুধুমাত্র এটি করার মাধ্যমেই আপনি অনেক প্রতিকূল পরিস্থিতিকে আপনার অনুকূলে নিয়ে যেতে পারেন। এই সপ্তাহে আপনার পরিবারের অনেক সদস্যের হঠাৎ অসুস্থতা আপনাকে টেনশন এবং দুশ্চিন্তায় ফেলতে পারে। তাই ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে প্রথম থেকেই খেয়াল রেখে ঘরে বেশি মশলাদার খাবার রান্না করা থেকে বিরত থাকুন। এই পুরো সপ্তাহে পেশাদারদের জন্য ভাল ফল বয়ে আনবে। যারা তাদের মূল ব্যবসা বা পরিষেবা বাদ দিয়ে একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্যও এই সময়কালটি ভাল প্রমাণিত হবে। আপনার শিক্ষাগত রাশিফল জেনে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় সাফল্য পাবে। এই সময়ে আপনার পরিবারকেও আপনাকে উত্সাহিত করতে দেখা যাবে, পাশাপাশি আপনি আপনার শিক্ষক বা গুরুদের কাছ থেকে উপহার হিসাবে একটি ভাল বই বা জ্ঞানের চাবিকাঠি পাবেন। এই সপ্তাহে আপনার বিবাহিত জীবনে শান্তি বজায় রাখার জন্য, আপনি না চাইলেও আপনাকে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে।

    সাপ্তাহিক রাশিফল মীন রাশি (Pisces Saptahik Rashifal): 

    এই সপ্তাহে, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকুন, ছোটখাটো সমস্যা নিয়েও অবহেলা করবেন না। যদি কোনো সমস্যা আপনাকে বিরক্ত করে, তবে বাড়িতে চিকিত্সা না করে, আপনাকে অবিলম্বে একজন ভাল ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। যদি আপনি অর্থনৈতিক ভবিষ্যদ্বাণী বিবেচনা করেন, তাহলে আপনার রাশির জাতক/জাতিকাদের একটি বিশেষ উপদেশ দেওয়া হচ্ছে যে এই সপ্তাহে কাউকে টাকা ধার দেবেন না বা কারও কাছ থেকে ধার নেবেন না। কারণ এই সময়টি আপনাকে আর্থিক সুবিধা পাওয়ার প্রবল সম্ভাবনা দেখাচ্ছে। যার কারণে আপনি আপনার পরিচিতদের ঋণে টাকা দেওয়ার মন তৈরি করতে পারেন। আপনি যদি পারিবারিক ব্যবসা করেন তবে এই সপ্তাহে আপনি পছন্দসই ফলাফল পেতে পারেন। এগুলি ছাড়াও, আপনি যদি সম্প্রতি আপনার পরিবারের সাথে একসাথে একটি ব্যবসা শুরু করেন, তবে আপনার একবারে বিনিয়োগ করা এড়ানো উচিত এবং ধীরে ধীরে এবং বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করতে হবে। কারণ শুধুমাত্র এটিই আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক উন্নত করতে এবং তাদের সাহায্যে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই সপ্তাহে অনেক কিছুর কারণে আপনার মন বিভ্রান্ত হতে পারে। কিন্তু সমস্ত সমস্যা সত্ত্বেও, আপনি যদি আপনার কাজে মনোনিবেশ করেন তবে অবশ্যই সাফল্য এবং প্রতিপত্তি আপনার হবে। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করুন এবং নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই সপ্তাহে, অনেক শিক্ষার্থীর ক্যারিয়ার গ্রাফ হঠাৎ করে উচ্চতায় পৌঁছাতে দেখা যাবে। যার কারণে পরিবারে আপনার সুনামও বাড়বে। এছাড়াও, বাড়ির বড়দের কাছ থেকে আশীর্বাদ হিসাবে, আপনি শিক্ষার এমন কিছু উপকরণ পেতে পারেন, যা আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন।

  • Nitin Gadkari: এবার প্রাণনাশের হুমকি নিতিন গড়কড়িকে, নেপথ্যে দাউদ ইব্রাহিম!

    Nitin Gadkari: এবার প্রাণনাশের হুমকি নিতিন গড়কড়িকে, নেপথ্যে দাউদ ইব্রাহিম!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার প্রাণনাশের হুমকি কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়িকে (Nitin Gadkari)। শনিবার সকালে মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur) তাঁর দফতরে ল্যান্ডলাইন নম্বরে হুমকি ফোন আসে তিনবার। তার মধ্যে তিনি নিজেই দুবার ফোনটি তোলেন। ফোনের অপর প্রান্ত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাঁকে প্রাণে মারার হুমকি দেয়। হুমকি দেওয়া হয়েছে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের নামে। পুরো বিষয়টি জানিয়ে গড়কড়ির অফিসের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে নাগপুর পুলিশে। শুরু হয়েছে তদন্ত। নাগপুরের ডেপুটি পুলিশ কমিশনার রাহুল মাদানে বলেন, যিনি ফোন করেছিলেন, তাঁর কণ্ঠস্বর খতিয়ে দেখা হচ্ছে।

    নীতিন গডকরী…

    নাগপুরের কমলাচক এলাকায় রয়েছে নীতিন গড়কড়ির (Nitin Gadkari) অফিস। সেখান থেকে এক কিলোমিটার দূরে বাড়ি মন্ত্রীর। এদিন সকালে ১১টা ২৫ মিনিট নাগদ অফিসের ল্যান্ডলাইনে আসে প্রথম ফোনটি। দ্বিতীয় ফোনটি আসে এর ঠিক সাত মিনিট পরে। বেলা সাড়ে ১২টা নাগাদ আসে তৃতীয় ফোন। মকর সংক্রান্তি উপলক্ষে বর্তমানে নাগপুরেই রয়েছেন মন্ত্রী। হুমকি ফোন পাওয়ার পরেই আঁটোসাঁটো করা হয়েছে তাঁর অফিস ও বাড়ির নিরাপত্তা ব্যবস্থা। নীতিনের আগে দাউদের নাম করে খুনের হুমকি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস মেসেজ এসেছিল গত ২৮ নভেম্বর। তাতে বলা হয়েছিল, দুজন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করবে। ইতিমধ্যেই সমস্ত পরিকল্পনা করা হয়ে গিয়েছে। অডিও মেসেজের পাশাপাশি ওই নম্বরে পাঠানো হয় কিছু ডকুমেন্টও। তদন্ত শুরু করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। শেষমেশ রহস্যের পর্দা ফাঁস করে গুজরাটের জঙ্গি দমন শাখা।

    আরও পড়ুুন: অভিযোগ করেছিলেন শুভেন্দু, মিড-ডে মিলের ‘পর্যালোচনা’ করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

    তারা জানায়, ভয়েস মেসেজটি পাঠিয়েছিলেন বছর আঠাশের বম্বে আইআইটির পড়ুয়া অমন সাক্সেনা। উত্তর প্রদেশের বদাউ জেলায় পৈত্রিক বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন তিনি। খবর পেয়ে তাঁকে সেখান থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এক তরুণী সহ অমনের দুই বন্ধুকেও গ্রেফতার করা হয়। সেই ঘটনার রেশ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই ফের হুমকি ফোন। এবং সেই দাউদের নামেই। যাঁদের হুমকি দেওয়া হয়েছে ঘটনাচক্রে তাঁরা দুজনেই বিজেপি নেতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Messi Ronaldo: মেসি ও রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে! জানেন কী করতে হবে?

    Messi Ronaldo: মেসি ও রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে! জানেন কী করতে হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: একটা সোনার টিকিট কাটলে মেসি-রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে ছবি তুলতে পারবেন। অনেকটা ট্র্যাভেল প্যাকেজের মতো। সেই টিকিটের নিলাম চলছে সৌদি আরবে। সৌদির এক ব্যবসায়ী ওই টিকিটের জন্য ২২ কোটি টাকা খরচ করতে রাজি, বলে খবর। ওই ব্যবসায়ীর নাম মুশরেফ আল ঘামাদ। তিনি সৌদি আরবের একটি বড় রিয়াল এস্টেট কোম্পানির মুখ্য কর্তা। 

    মেসি-রোনাল্ডোর সঙ্গে ছবি

    সৌদি আরবে প্রদর্শনী ম্যাচে কয়েক দিন পরেই মুখোমুখি হবেন লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই প্রদর্শনী ম্যাচের একটি টিকিট কাটলে শুধু সবচেয়ে ভাল জায়গায় বসে ম্যাচ দেখার সুযোগই নয়, জয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগও পাওয়া যাবে। শুধু তা-ই নয়, সাজঘরে গিয়ে দু’দলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে পারবেন। অর্থাৎ মেসি, রোনাল্ডোর সঙ্গে দেখা করার সুযোগও থাকছে। ওই টিকিটেরই নিলাম চলছে। ১৯ জানুয়ারি প্যারিস সঁ জরমঁ (পিএসজি) প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের মিলিত দলের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে কিং ফাহাদ স্টেডিয়ামে। সেখানে ৬৮ হাজার দর্শক ধরে। কিন্তু ইতিমধ্যেই ২০ লক্ষ লোক টিকিট চেয়ে আবেদন করেছেন। সৌদির আয়োজকদের নাজেহাল অবস্থা। কারা টিকিট পাবেন, সেটা বাছতেই হিমশিম খেতে হচ্ছে। ২০২০ সালের ডিসেম্বরে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল জুভেন্টাস। তার পর আর সাক্ষাৎ হয়নি সিআর সেভেন ও মেসির। রিয়াধে ১৯ জানুয়ারি যদি রোনাল্ডো-মেসির দ্বৈরথ হয়, তা হলে এই দুই মহাতারকাই যে আকর্ষণের কেন্দ্রে থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

    আরও পড়ুন: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    আল হিলালে-মেসি!

    এরই মধ্যে খবর, সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল নাসেরে (Al Nassar) রোনাল্ডো যোগ দেওয়ার পরই তাদের প্রধান প্রতিপক্ষ আল হিলাল (Al Hilal) দলে চাইছে মেসিকে। শোনা যাচ্ছে রেকর্ড অর্থে লিওনেল মেসিকে (Lionel Messi) দলে নিতে চাইছে এই ক্লাব। দরাদরি করতে ইতিমধ্যেই নাকি রিয়াধে পৌঁছে গিয়েছেন মেসির বাবা জর্জ মেসি (George Messi)। যদিও আল হিলালের তরফ থেকে এখনও এই ইস্যু নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। সৌদির এক সংবাদপত্রের দাবি, আল নাসের থেকে প্রতি মরসুমে ২০০ মিলিয়ন ইউরো করে পাবেন পর্তুগিজ মহাতারকা। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা। এদিকে স্পেনের আর এক সংবাদমাধ্যমের দাবি, মেসিকে নাকি বছরে ২৪৩৮ কোটি টাকা দেবে আল হিলাল। তেমনটা হলে মেসি তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ রোনাল্ডোর থেকে প্রায় ৭০০ কোটি টাকা বেশি পাবেন। তবে মেসি নিজে এই প্রস্তাবে আগ্রহী বলে এখনও জানা যায়নি।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Justice Rajasekhar Mantha: বিচারপতি মান্থার রুল জারির রায়, হাইকোর্টে গঠিত তিন সদস্যের বিশেষ বেঞ্চ

    Justice Rajasekhar Mantha: বিচারপতি মান্থার রুল জারির রায়, হাইকোর্টে গঠিত তিন সদস্যের বিশেষ বেঞ্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিক্ষোভ দেখিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবীদের একাংশ। তার জেরে স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। ওই ঘটনায় শুক্রবার তিন সদস্যের বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টে। এই বেঞ্চে রয়েছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাশ। এদিকে, হাইকোর্ট সূত্রে খবর, দিল্লি যাচ্ছেন বিচারপতি মান্থা। আইনজীবীদের একাংশের অনুমান, গত কয়েক দিনের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে দেখা করতে পারেন তিনি।

    বিচারপতি রাজাশেখর মান্থা…

    গত সোমবার থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিক্ষোভ শুরু করেন আইনজীবীদের একাংশ। মঙ্গলবার পরিস্থিতি চরমে ওঠে। দফায় দফায় বিক্ষোভের জেরে উত্তাল হয়েছিল হাইকোর্ট চত্বর। ডাক দেওয়া হয়েছিল বিচারপতি মান্থার এজলাসও। কিছু মামলায় তাঁর পর্যবেক্ষণ ও নির্দেশে অসন্তুষ্ট আইনজীবীদের একাংশ। তার জেরে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। মান্থার এজলাস বয়কটের পাশাপাশি পোস্টার পড়ে তাঁর বাড়ির সামনেও। আইনজীবীদের টানা বিক্ষোভের জেরেই গত বুধবার স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি মান্থা। তাঁর পর্যবেক্ষণ, আদালত কক্ষ অবরোধ করে বিচার করতে না দেওয়া অপরাধের সমতুল্য। কারণ এর ফলে বিচারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই প্রেক্ষিতেই গঠিত হয়েছে তিন সদস্যের বিশেষ বেঞ্চ। এভাবে স্বতঃপ্রণোদিতভাবে রুল জারি করা যায় কিনা, তা খতিয়ে দেখতেই গঠিত হয়েছে বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ বেঞ্চ।  

    আরও পড়ুুন: ‘‘নিরপেক্ষ থাকুন, না হলে পদপিষ্ট হতে হবে’’! পুলিশকে সতর্কবার্তা সুকান্তর

    এদিকে, কলকাতা হাইকোর্টের এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বার কাউন্সিল অফ ইন্ডিয়া। ঘটনার তদন্ত করতে বাংলায় তিন সদস্যের দল পাঠাচ্ছে তারা। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তাদের পাঠানো দল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে যাবেন। যেখানে ঘটনা ঘটেছিল, সেই জায়গাও পরিদর্শন করবেন। তাঁরা কথা বলতে পারেন বিচারপতি মান্থার সঙ্গেও। অন্যদিকে, বিক্ষোভ প্রদর্শন বন্ধ হলেও, অচল হয়ে রয়েছে বিচারপতি মান্থার ১৩ নম্বর এজলাস। হাইকোর্ট সূত্রে খবর, এখনও পর্যন্ত ৪০টি মামলায় যোগ দেননি সরকারি আইনজীবীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • TET Scam: ভুয়ো কল লেটার নিয়ে প্রাথমিকের ইন্টারভিউ! আটক চাকরিপ্রার্থী যুবক

    TET Scam: ভুয়ো কল লেটার নিয়ে প্রাথমিকের ইন্টারভিউ! আটক চাকরিপ্রার্থী যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে ভুয়ো কল লেটার নিয়ে এসে ধরা পড়ে গেলেন দক্ষিণ দিনাজপুরের এক যুবক। শনিবার সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের মূল দফতর আচার্য প্রফুল্লচন্দ্র (এপিসি) ভবনে দক্ষিণ দিনাজপুর জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ছিল। পর্ষদ সূত্রে খবর, ইন্টারভিউ চলাকালীন এক পরীক্ষার্থী ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে ইন্টারভিউ দিতে আসে। ওই প্রার্থীকে দেখেই সন্দেহ হয় পর্ষদ কর্মী সৌরভ ঘোষের। মূলত তাঁর তৎপরতাতেই আটক করা হয় ওই যুবককে। তাঁর সঙ্গে আটক করা হয়েছে আরও দু’জনকে, যাঁদের ওই যুবক আত্মীয় বলে পরিচয় দিয়েছেন। বিধাননগর পূর্ব থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম প্রীতম ঘোষ। 

    ভুয়ো কললেটার 

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই পরীক্ষার্থী পূর্ব বর্ধমানের বাসিন্দা। গোটা বিষয়টি বিধাননগর কমিশনারেটকে লিখিতভাবে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের আধিকারিকদের অনুমান, এর পিছনে কোনও চক্র থাকতে পারে। তার জন্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে গোটা বিষয়টির তদন্ত হোক। ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটের উচ্চপর্যায়ের পুলিশের আধিকারিকরাও জিজ্ঞাসাবাদ শুরু করেছে ওই পরীক্ষার্থীকে। পুলিশ সূত্রে খবর, প্রীতম ঘোষের পাড়ার পরিচিত এক কাকার কাছ থেকে তিনি ইন্টারভিউ লেটার পেয়েছিলেন। ৫০ হাজার টাকার বিনিময়ে এই কললেটার তিনি পান বলেও সূত্রের দাবি। শনিবার টেটের চতুর্থ দফার ইন্টারভিউ চলছিল পর্ষদে। প্রায় ৪৫০ জনকে এদিন ডাকা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁদের সঙ্গেই পর্ষদ অফিসে প্রবেশ করেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা প্রীতম ঘোষ। কললেটার যাচাই করে দেখা যায় সেটি ভুয়ো। 

    আরও পড়ুুন: ‘‘নিরপেক্ষ থাকুন, না হলে পদপিষ্ট হতে হবে’’! পুলিশকে সতর্কবার্তা সুকান্তর

    পর্ষদ সূত্রে খবর, প্রীতম নামে ওই যুবক ইন্টারভিউয়ের জন্য যে ‘কল লেটারে’ এনেছিলেন তাতে তাঁর স্বাক্ষর ছিল না। এমনকি ইন্টারভিউ দিতে আসা চাকরিপ্রার্থীদের নামের যে তালিকা প্রকাশিত হয়েছিল, তাতেও ওই যুবকের নাম ছিল না। প্রাথমিকে নিয়োগের জন্য ইতিমধ্যেই চতুর্থ পর্যায়ের ইন্টারভিউ শেষ হয়েছে। আগামী সপ্তাহ থেকে পঞ্চম পর্যায়ের ইন্টারভিউ শুরু হওয়ার কথা। আগামী সপ্তাহ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পঞ্চম পর্যায়ে ইন্টারভিউ। মোট ছ’টি জেলার জন্য যাঁরা আবেদন করেছেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে এই পঞ্চম পর্যায়ে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Joshimath: গোদের উপর বিষফোঁড়া! বিপজ্জনক জোশীমঠে এবার তুষারপাতের আশঙ্কা, উভয় সঙ্কটে স্থানীয়রা

    Joshimath: গোদের উপর বিষফোঁড়া! বিপজ্জনক জোশীমঠে এবার তুষারপাতের আশঙ্কা, উভয় সঙ্কটে স্থানীয়রা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিমধ্যে জোশীমঠকে ডুবতে থাকা অঞ্চল হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২ জানুয়ারি থেকে কয়েকশো বাড়িতে ফাটল দেখা দিয়েছে সেখানে। হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এরমধ্যেই আবার তুষারপাত শুরু হয়েছে সেখানে। ঠিক যেন গোদের উপর বিষের ফোঁড়া।

    আরও পড়ুন: ‘‘নিরপেক্ষ থাকুন, না হলে পদপিষ্ট হতে হবে’’! পুলিশকে সতর্কবার্তা সুকান্তর

    কোথায় হল তুষারপাত

    তুষারপাত শুরু হয়েছে আউলিতে। জোশীমঠ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত আউলি। হাওয়া অফিস সেখানে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে। বৃষ্টি ও তুষারপাত শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, এমন আশঙ্কাই করছেন জোশীমঠের (Joshimath) বাসিন্দারা।
    আউলিতে বরফপাতের ফলে সেখানকার তাপমাত্রার পারদ আরও নামছে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বাড়ছে। স্থানীয় হাওয়া অফিসের প্রধান বিক্রম সিংহ বলেন, ‘‘জোশীমঠ এবং আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমবে। রাতের পারদ ২.৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। দিনের বেলায় ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে থাকবে তাপমাত্রা। আগামী কয়েক দিন উত্তরাখণ্ডে শুষ্ক আবহাওয়া থাকবে। তার পর আবার বৃষ্টি এবং তুষারপাত হবে।’’

    ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে জোশীমঠে বিগত কয়েকদিন ধরেই। বাড়িতে ফাটল ধরায় ক্যাম্পে আশ্রয় নিয়েছে কয়েক শো পরিবার।  ঠান্ডায় প্রচন্ড কষ্ট পাচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা। তার ওপর তুষারপাতের পূর্বাভাস জারি হয়েছে, এতে আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। স্থানীয়দের মতে ফাটল বেড়েই চলেছে প্রতিদিন, এরপর বাড়িগুলোর ওপর বরফ জমলে ওজন বেড়ে আরও বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। উত্তরাখণ্ড সরকার বিপজ্জনক বাড়ি খালি করার কাজ শুরু করেছে। সমগ্র জোশীমঠকে তারা তিনটি জোনে ভাগ করেছে। ডে়ঞ্জার জোন, বাফার জোন এবং সেফ জোন। প্রতিবছর ২.৫ ইঞ্চি করে ডুবছিল জোশীমঠ, উপগ্রহ চিত্রে এমনটাই ধরা পড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share