Blog

  • Coimbatore: কোয়েম্বাতুরে মন্দিরের সামনে গাড়ি বিস্ফোরণে যুবকের মৃত্যু, নেপথ্যে জঙ্গি-যোগ?

    Coimbatore: কোয়েম্বাতুরে মন্দিরের সামনে গাড়ি বিস্ফোরণে যুবকের মৃত্যু, নেপথ্যে জঙ্গি-যোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: তামিলনাডুর (Tamil Nadu) কোয়েম্বাতুরের (Coimbatore) উক্কাদমে গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয়েছে বছর পঁচিশের এক যুবকের। মৃতের নাম জেমিশা মুবিন। ২০১৯ সালে তাঁকে জেরা করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। শ্রীলঙ্কায় (Sri Lanka) ইস্টার সানডে বিস্ফোরণে মূল চক্রী জাহারান হাসিমের সঙ্গে তাঁর যোগ নিয়ে জেরা করা হয় মুবিনকে। মন্দিরের সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জঙ্গি-যোগের সম্পর্ক থাকতে পারে বলে দাবি বিজেপির।

    পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর চারটে নাগাদ একটি গাড়িতে করে দুটি এলপিজি সিলিন্ডার ও পেরেকের মতো কিছু জিনিস যাচ্ছিলেন ওই যুবক। কোয়েম্বাতুরে (Coimbatore) একটি মন্দিরের সামনে আচমকাই কান ফাটানো আওয়াজে বিস্ফোরণ হয় গাড়িটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুবিনের। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে পটাশিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম পাউডার, সালফার ও কাঠকয়লার মতো বিস্ফোরক তৈরির উপাদান বাজেয়াপ্ত করে পুলিশ। মন্দিরে হামলার পরিকল্পনা রূপায়ণ করতে ব্যর্থ হয়েই কি বিস্ফোরণ? উঠছে প্রশ্ন। যদিও তদন্তকারী এক আধিকারিকের দাবি, এ ব্যাপারে এখনও কোনও প্রমাণ নেই। ঘটনাস্থল মন্দিরের কাছেই, শুধু এই টুকুই। তামিলনাড়ু পুলিশের ডিজি সি শৈলেন্দ্র বাবু জানান, তাঁরা সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছেন। কারণ মুবিনের বাড়ি থেকে বাজেয়াপ্ত হওয়া বিস্ফোরক তৈরির উপাদান থেকে এটা স্পষ্ট ভবিষ্যৎ কোনও পরিকল্পনা থাকলেও থাকতে পারে।

    আরও পড়ুন: সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সংযোগকারীদের খুঁজতে তল্লাশি এনআইএ-র, আইনজীবী সহ গ্রেফতার ২

    জানা গিয়েছে, শ্রীলঙ্কা ইস্টার সানডে বিস্ফোরণের পর কোয়েম্বাতুরের (Coimbatore) একটি মসজিদে তামিলনাড়ু তৌহিদ জামাতের প্রার্থনা শিবিরে যোগদানের কথা বলে যে পাঁচজনকে জিজ্ঞাসাবাস করা হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন জুবিনও। শিবিরটিতে আজহারউদ্দিনও ছিলেন। তদন্তকারী এক আধিকারিকের দাবি, প্রার্থনা শিবিরে যাওয়া নিয়ে এনআইএ তদন্ত ছাড়া মুবিনের বিরুদ্ধে আর কোনও মামলা নেই।

    এদিকে, কোয়েম্বাতুরের (Coimbatore) ওই গাড়ি বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়েম্বাতুরে মোতায়েন করা হয়েছে র‌্যাফ। তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন গাড়িতে। ঘটনার পরে পরে ট্যুইট করেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। ট্যুইটবার্তায় তিনি লেখেন, এটা স্পষ্ট সন্ত্রাস। আইএসের যোগ রয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কি প্রকাশ্যে মেনে নেবেন? তামিলনাড়ু সরকার তথ্য গোপন করছে। ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছে পদ্ম শিবির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • CAIT: উৎসবের মরশুমে কেনাকাটায় রেকর্ড! ব্যবসার পরিমাণ প্রায় ১.৫০ লক্ষ কোটি টাকা

    CAIT: উৎসবের মরশুমে কেনাকাটায় রেকর্ড! ব্যবসার পরিমাণ প্রায় ১.৫০ লক্ষ কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরশুম বলতেই কেনাকাটা। এককথায় কেনাকাটা ছাড়া কি উৎসব উদযাপন করা যায়? অবশ্যই না। এবার এই কেনাকাটাকে ঘিরেই এক চমকপ্রদ খবর সামনে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, উৎসবের মরশুমে ২৬ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ভারতে প্রায় ১.২৫ লাখ কোটি টাকারও বেশি জিনিসপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) (CAIT)। এই পরিমাণ আগের বছরের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। আগের বছর কেনাকাটা হয়েছিল প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকার। অনুমান করা হয়েছে, এবছর প্রায় ১.৫০ লাখ কোটির বেশি কেনাকাটা হয়েছে।

    এই বছর CAIT-এর আহ্বানে, ব্যবসায়ীরা ভারতীয় পণ্য বিক্রির উপর জোর দিয়ে উৎসবটিকে “আপনি দিওয়ালি – ভারতীয় দিওয়ালি” হিসাবে উদযাপন করেছে। যার ফলে ক্ষুদ্র শিল্প, স্থানীয় ব্যবসা, কারিগর, শিল্পীদের ব্যবসাও ভাল হয়েছে বলে জানানো হয়েছে। CAIT-এর সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন যে দিওয়ালি বিক্রির মোট ব্যবসা ১.৫০ লক্ষ কোটি অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে যা ভারতের খুচরো ব্যবসায়ীদের জন্য বড় ব্যাপার।

    আরও পড়ুন: হোয়াইট হাউসে দীপাবলী পালন! প্রদীপ জ্বালালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

    এছাড়াও জানা গিয়েছে, ধনতেরাসে মোট ২৫ হাজার কোটি টাকার সোনার ব্যবসা হয়েছে গত দু’দিনে। শুধুমাত্র ধনতেরাস উপলক্ষে সারা দেশে মোট ৪৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। CAIT-এর সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল আরও জানিয়েছেন, দু’বছর করোনার কারণে এই পরিমাণে কেনাকাটা হয়নি। ফলে এবার এই কেনাকাটার পরিমাণ বৃদ্ধির ফলে বিক্রেতাদের মুখে হাসি। এর ফলে তাঁদের অবস্থাও কিছুটা উন্নতি হবে বলেই আশায় বুক বেঁধেছেন তাঁরা।

    প্রসঙ্গত, গত দুবছর করোনার দাপটে ভারতীয় অর্থনীতির অনেকটাই ক্ষতি হয়েছিল। কিন্তু এবছর কেনাকাটার পরিমাণ দেখে অনুমান করা হচ্ছে, ব্যবসায়ীরা কিছুটা হলেও তার ক্ষতি পূরণ করতে পারবে। অর্থনীতিবিদরা বলছেন, বাজারে বিক্রি বাড়া যেহেতু অর্থনীতির সামনের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিতবাহী, তাই আর্থিক পুনরুজ্জীবন যে ঘটছে, তা স্পষ্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Diwali 2022: হোয়াইট হাউসে দীপাবলি পালন! প্রদীপ জ্বালালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

    Diwali 2022: হোয়াইট হাউসে দীপাবলি পালন! প্রদীপ জ্বালালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

    মাধ্যম নিউজ ডেস্ক: সমুদ্র পারেও পালিত হল দীপাবলি। হোয়াইট হাউসে ধূমধাম করে দীপাবলির  (Diwali) অনুষ্ঠানের আয়োজন করা হল। নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসে দীপাবলি পালন করা হলেও প্রথমবার এত জাঁকজমক চোখে পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট  কমলা হ্যারিস সহ বিশিষ্ট জনেরা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আতসবাজি ফাটাতেও দেখা গিয়েছে।

    আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, “গোটা বিশ্ব জুড়ে প্রায় একশো কোটি মানুষ আজ দিওয়ালির উৎসব পালন করছেন। মন্দকে পরাজিত করে ভালো-র জয় উদযাপন করতে প্রদীপ জ্বালিয়েছেন সকলে। দিওয়ালির দিনে অজ্ঞানতা আর অন্ধকারের বিনাশ ঘটে। জয়ী হয় আলো আর জ্ঞান।” ভারতীয় বংশোদ্ভূত কমলা আরও বলেছেন, “দিওয়ালির দিনে জগতের সমস্ত আলোকিত বিষয়গুলির দিকে আমাদের নজর দেওয়া উচিত। অশুভ শক্তি যতই আমাদের হিংসার দিকে ঠেলে দিক না কেন, আমরা যেন শুভবুদ্ধির আলো সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি।”

    অন্তত ২০০ জন ভারতীয়কে হোয়াইট হাউসের (White House) এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।  নাচ গানে ছিল ভারতের ছন্দ, তাল, সুর। হোয়াইট হাউসে উপস্থিত সকলেই সামিল হয়েছিলেন এই আনন্দ উৎসবে। বলিউডের গানে নাচ আর ভারতীয় সেতারবাদক ঋষভ শর্মার সুরের মূর্চ্ছনায় ভরে ওঠে সন্ধ্যা। ভারতীয় পোশাকেই সেজে উঠেছিলেন অতিথিরা। ছিল ভারতীয় ভোজনের ব্যবস্থা। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও। কোভিড পরবর্তী সময়ে আমেরিকাকে এগিয়ে নিয়ে যেতে ভারত-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির ভূমিকা অনস্বীকার্য, এমনটাই মত বাইডেনের। তিনি বলেছেন, “সকলের জন্য সমান ভাবে কাজ করে মার্কিন অর্থনীতি। আর সেই শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে দক্ষিণ এশীয় গোষ্ঠী।”

  • Surya Grahan: সূর্যগ্রহণে কী কী করণীয় ও কী কী করা যাবে না? নয়তো নেমে আসতে পারে বিপদ!

    Surya Grahan: সূর্যগ্রহণে কী কী করণীয় ও কী কী করা যাবে না? নয়তো নেমে আসতে পারে বিপদ!

    মাধ্যম নিউড ডেস্ক: দীর্ঘ ২৭ বছর পর দীপাবলিতে সূর্যগ্রহণ হতে চলেছে। বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে আজ, ২৫ অক্টোবর ২০২২ তারিখে। এটি একটি আংশিক সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী, এই সূর্যগ্রহণ চলবে দুপুর ২টা ২৯ মিনিট থেকে সন্ধ্যা ৬.৩২ মিনিট পর্যন্ত। প্রায় চার ঘণ্টার এই সূর্যগ্রহণ। ভারতে, এটি শুরু হবে বিকেল ০৪.২২ এ এবং এখানে এটি সূর্যাস্তের সঙ্গে শেষ হবে। অর্থাৎ দীপাবলির পরদিন সকালে শুরু হয়েছে সুতক কাল।

    গ্রহণ শুরু হওয়ার পাশাপাশি এটি দেখার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। বিশেষজ্ঞদের মত, কখনই খালি চোখে গ্রহণ দেখা উচিত নয়। খুব অল্প সময়ের জন্যও খালি চোখে গ্রহণে থাকা সূর্য দেখার পরামর্শ দেওয়া হয় না। এমনকি যখন চাঁদ সূর্যের বেশিরভাগ অংশকে অবরুদ্ধ করে, তবুও এটি চোখের স্থায়ী ক্ষতি করবে এবং অন্ধত্বের কারণ হতে পারে। এছাড়াও গ্রহণ চলাকালীন কী কী করণীয় ও কী কী করা উচিত নয়, জেনে নিন।

    আরও পড়ুন: আজ বছরের শেষ সূর্যগ্রহণ, কখন শুরু হবে ও কোথায় দেখা যাবে?

    কী কী করণীয়?

    • সূর্যগ্রহণ দেখার সবচেয়ে নিরাপদ উপায় হল সঠিক ফিল্টার ব্যবহার করা, যেমন অ্যালুমিনাইজড মাইলার, কালো পলিমার, ১৪ নম্বর শেডের ওয়েল্ডিং গ্লাস, অথবা একটি সাদা বোর্ডে টেলিস্কোপ ব্যবহার করে সূর্যের ছবি প্রজেক্ট করা। চোখের প্রোটেকশন নিয়ে সতর্ক করেছে মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা নাসা।
    • গ্রহণের সময় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালান।
    • বাচ্চাদের গ্রহণ দেখার জায়গা থেকে দূরে রাখুন।

    কী কী করা উচিত নয়?

    • সূর্যগ্রহণ দেখার জন্য নিয়মিত সানগ্লাস ব্যবহার করা উচিত নয়।
    • গ্রহণ রেকর্ড করতে আপনার ক্যামেরা ব্যবহার করা এড়িয়ে চলুন। আপনি যদি উপযুক্ত চশমা না পরে থাকেন তবে সূর্যের তীব্র রশ্মি আপনার চোখের ক্ষতি করার সম্ভাবনা বেড়ে যায়।

    প্রসঙ্গত, আজ সূর্যগ্রহণ ভারতের পশ্চিম ও উত্তরাঞ্চলে ভালোভাবে দেখা যাবে অর্থাৎ এটি নয়া দিল্লি, বেঙ্গালুররু, কলকাতা, চেন্নাই, উজ্জয়িনী, বারাণসী, মথুরা, জয়পুর, ইন্দোর, থানে, ভোপাল, লুধিয়ানা, আগ্রা, চণ্ডীগড় থেকে দেখা যাবে। এছাড়াও ইউরোপ, উত্তর পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের উত্তর অংশে দেখা যাবে এই বিশেষ সূর্যগ্রহণ।

  • Solar Eclipse 2022: আজ বছরের শেষ সূর্যগ্রহণ, কখন শুরু হবে ও কোথায় দেখা যাবে?

    Solar Eclipse 2022: আজ বছরের শেষ সূর্যগ্রহণ, কখন শুরু হবে ও কোথায় দেখা যাবে?

    মাধ্যম নিউড ডেস্ক: বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে আজ, ২৫ অক্টোবর ২০২২ তারিখে। এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে। আজকের সূর্যগ্রহণ নিয়ে গোটা বিশ্ব জুড়ে মানুষের কৌতূহল দেখা যাচ্ছে। কারণ এটি বছরের শেষ সূর্যগ্রহণ। আর দীর্ঘ ২৭ বছর পর দীপাবলির সময় সূর্যগ্রহণ হবে। এছাড়াও ধর্মীয় মতে ও জোত্যিষষাস্ত্রেও সূর্যগ্রহণের বিশেষ প্রভাব রয়েছে বলে মনে করা হয়। এছাড়াও এই সূর্যগ্রহণটি গুরুত্বপূর্ণ কারণ এর সুতক দীপাবলির রাত থেকে দেখা যাচ্ছে।

    কবে হবে বছরের শেষ সূর্যগ্রহণ?  

    ভারতীয় সময় অনুযায়ী, এই সূর্যগ্রহণ চলবে দুপুর ২টা ২৯ মিনিট থেকে সন্ধ্যা ৬.৩২ মিনিট পর্যন্ত। প্রায় চার ঘণ্টার এই সূর্যগ্রহণ। ভারতে, এটি শুরু হবে বিকেল ০৪.২২ এ এবং এখানে এটি সূর্যাস্তের সাথে শেষ হবে।

    আরও পড়ুন: ২৫ শে অক্টোবর ভারতে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ

    সূর্যগ্রহণ কী?

    একটি সূর্যগ্রহণ ঘটে যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একটি সরল রেখায় থাকে এবং চাঁদ সূর্য ও পৃথিবীর মধ্যে আসে।

    কোথায় কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ?

    মূলত, মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের উত্তর অংশে দেখা যাবে এই বিশেষ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ ভারতের পশ্চিম ও উত্তরাঞ্চলে ভালোভাবে দেখা যাবে অর্থাৎ এটি নয়া দিল্লি, বেঙ্গালুররু, কলকাতা, চেন্নাই, উজ্জয়িনী, বারাণসী, মথুরা, জয়পুর, ইন্দোর, থানে, ভোপাল, লুধিয়ানা, আগ্রা, চণ্ডীগড় থেকে দেখা যাবে। ভারতের বাকি শহরের তুলনায় সূর্যগ্রহণ সবচেয়ে বেশি স্থায়ী হবে গুজরাটের দ্বারকায়। সবচেয়ে কম স্থায়ী হবে কলকাতায়। এই সূর্যগ্রহণটি উত্তর-পূর্ব ভারতে দেখা যাবে না অর্থাৎ মেঘালয়ের ডানদিকে এবং আসাম রাজ্যের বাম অংশ গুয়াহাটির চারপাশে দেখা যাবে না। কারণ এই অঞ্চলে সূর্যাস্তের পর এই সূর্যগ্রহণ ঘটবে।

    ফের কবে দীপাবলির পরের দিন দেখা যাবে গ্রহণ?

    ২৭ বছর আগে ২৪ অক্টোবর ১৯৯৫ সালে সূর্যগ্রহণ হয়েছিল দীপাবলির পরের দিন। আগামী ১০ বছর পর ২০৩২ সালের ২ নভেম্বর  দীপাবলির পরের দিন সূর্যগ্রহণের পরিস্থিতি তৈরি হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: দুর্দান্ত বোলিংয়ে জয় বাংলাদেশের, নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল টাইগাররা

    T20 World Cup: দুর্দান্ত বোলিংয়ে জয় বাংলাদেশের, নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল টাইগাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ ঘিরেও ছিল টানটান উত্তেজনা। আজ এক ইতিহাস গড়ল বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) মূলপর্বে উঠে এই প্রথমবার কোনও ম্যাচ জিতল শাকিব আলা হাসানের দল। অবশেষে নেদারল্যান্ডসকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল বাংলাদেশ। টানা চারটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হারের পর অবশেষে জয় পেল বাংলা টাইগার্সরা। এদিন ৯ রানে ডাচদের হারাল বাংলাদেশ। ম্যাচের প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে শাকিব আল হাসানের দল। এর উত্তরে ১৩৫ রানে শেষ হয় নেদারল্যান্ডসের ইনিংস। তবে আজকের ম্যাচের সেরা ছিল তাসকিন আহমেদ।

    আজকের ম্যাচে (T-20 World Cup) প্রথমেই টসে হেরে ব্যাট করতে নেমে তেমন কোনও রান করতে পারেনি বাংলাদেশ। আট উইকেটে ১৪৪ রান তোলে তারা। তবে পরে বোলিং করে সেই খামতিটা কিছুটা হলেও পূরণ করতে পেরেছে তাঁরা। আর এই জয়ের ক্ষেত্রে অনেকটাই কৃতিত্ব রয়েছে তাসকিনের। আজকের ম্যাচে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও নাজিমুল হোসেন। প্রথম ওভারে ২টি চার মারেন সৌম্য। ওভারে মোট ১২ রান ওঠে। ৯ রান করেছেন সৌম্য। জুটিতে মোট ৪৩ রান করেন তাঁরা। অন্যদিকে, অধিনায়ক শাকি আল হাসান, লিটন দাস, সৌম্য সরকাররা বড় রান করতে ব্যর্থ হন। লিটন দাস ও অধিনায়ক শাকিব আল হাসান যথাক্রমে ৯ ও ৭ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। এছাড়া ২৫ রান করেন নাজিমুল ও ২০ রান করেন মোসাদ্দেক হোসেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানই করতে সক্ষম হয় শাকিব আল হাসানের দল।

    আরও পড়ুন: গাভাসকর নাচলেন, জড়িয়ে ধরলেন দ্রাবিড়! কোহলিয়ানায় ভাসলেন ক্রিকেটপ্রেমীরা

    এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম ২ বলেই পরপর ২ উইকেট নিয়ে নেন তাসকিন। এবং এরপরেও আরও দুই উইকেট হারান তাসকিনের জন্যই। দলের হয়ে অর্ধশতরান করেন কলিন আকারম্যান। ৬২ রানের ইনিংস খেললেও তিনি তাঁর দলকে জয় এনে দিতে পারেননি। ১৪ বলে ২৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের রানের কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত ২০ ওভারের শেষ দলের ১৩৫ রানে আউট হন মিকেন। আর ৯ রানে ম্যাচ জেতে বাংলাদেশ। তবে আজ তাসকিন বল হাতে দুরন্ত থাকলেও ব্যাটারদের ব্যাটিং নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। পরবর্তীতে ২৭ অক্টোবর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে (T-20 World Cup) । আর নেদারল্যান্ডস ভারতের বিপক্ষে খেলবে।

  • Diwali 2022: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, কী লিখলেন প্রধানমন্ত্রী? 

    Diwali 2022: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, কী লিখলেন প্রধানমন্ত্রী? 

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সোমবার দীপাবলি (Diwali 2022)। দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব। ট্যুইটারের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই উৎসব দেশবাসীর জীবনে আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসুক বলেও কামনা করেন মোদি। ট্যুইট-বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেককে শুভ দীপাবলির (Diwali 2022) শুভেচ্ছা জানাই। দীপাবলি উৎসব উজ্জ্বলতা ও প্রভার সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক। আমি আশা করি, পরিবার ও বন্ধুদের সঙ্গে আপনাদের দীপাবলি ভাল কাটছে।

    দীপাবলি (Diwali 2022) দেশবাসীর জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক, কামনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। ট্যুইটবার্তায় তিনি লেখেন, দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা। এই পবিত্র আলো ও আনন্দ উৎসবের দিনে চলুন চেষ্টা করা যাক যাঁদের জীবনে জ্ঞান ও শক্তির প্রদীপ জ্বালানো প্রয়োজন, তাঁদের জীবনে সুখ নিয়ে আসার। এই মহান উৎসবের দিনে প্রত্যেক দেশবাসীর জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, প্রত্যেক দেশবাসীকে জানাই শুভ দীপাবলি (Diwali 2022)। এই আলোর উৎসব প্রত্যেকের জীবনে নিয়ে আসুক সুখ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, প্রত্যেককে জানাই দীপাবলির শুভেচ্ছা। এই উৎসব আপনাদের জীবনে আনন্দ, সুস্বাস্থ্য এবং সম্পদ নিয়ে আসুক।

    আরও পড়ুন: দেশের সুরক্ষা যাদের কাঁধে, প্রথা মেনে তাঁদের সঙ্গে দীপাবলি পালন করতে কার্গিলে মোদি

    দেশবাসীকে দীপাবলির (Diwali 2022) শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সুপ্রিমো শারদ পাওয়ারও। তিনি বলেন, অন্ধকার ও জীবনের নঞর্থক দিকগুলি সরিয়ে দিওয়ালির আলোক সর্বত্র ছড়িয়ে দিক সদর্থকতার আলোক। আপনার জীবন ভরে উঠুক সাফল্য, খ্যাতি, সুখ এবং সমৃদ্ধিতে। আপনার জীবন বিকশিত হোক। প্রত্যেককে শুভ দীপাবলি ও লক্ষ্মীপুজোর অভিনন্দন জানাই। দেশবাসীকে দীপাবলির (Diwali 2022) শুভেচ্ছা জানিয়েছেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লাও। ট্যুইট বার্তায় ফারুক আবদুল্লার পুত্র লেখেন, শুভ দীপাবলি। সমস্ত প্রদীপের আলোক আপনাদের জীবন ভরে তুলুক সুখ, সুস্বাস্থ্য, শান্তি এবং সমৃদ্ধিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cyclone Sitrang: মঙ্গলবার ভোরে ল্যান্ডফল, কোথায় আছড়ে পড়ছে সিত্রাং?

    Cyclone Sitrang: মঙ্গলবার ভোরে ল্যান্ডফল, কোথায় আছড়ে পড়ছে সিত্রাং?

    মাধ্যম নিউজ ডেস্ক: আলোর উৎসবকে কি ছারখার করে দেবে ঘূর্ণিঝড়? এখন এই আতঙ্কেই দিন কাটাচ্ছে বাঙালি। রবিবার বিকেলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়তো ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে না। তবে বৃষ্টি থেকে রেহাই নেই রাজ্যবাসীর। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এবার এটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকালে বাংলাদেশের তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মধ্যবর্তী স্থানে উপকূলে আছড়ে পড়ার সম্ভবনা রয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং- এর। 

    আরও পড়ুন: সিত্রাং এর প্রবাহে দীপাবলির আলো ম্লান হবার মুখে

    মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার বিকেল সাড়ে পাঁচটায়, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের বরিশাল থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ছিল ঘূর্ণিঝড়টি। ক্রমশ এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। ২৪ তারিখ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৫ অক্টোবর সকালে তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের মধ্য দিয়ে, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে।

     


    ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে ইতিমধ্যে বাংলার জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ২৪ অক্টোবর সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, তার সঙ্গে চলছে বৃষ্টি। সিত্রাং-এর ল্যাজের ঝাপটা বঙ্গের একাধিক উপকূলে পড়বে। যার জেরে উত্তাল হবে সমুদ্র। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৬ ফুট উঁচু সমুদ্রের ঢেউ হতে পারে। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাবব পড়বে দক্ষিণবঙ্গের ৩ জেলায়। বেশি প্রভাব পড়বে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। প্রভাব পড়বে উত্তর ২৪ পরগনা জেলাতেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে রবিবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত। এরপর থেকে বাতাসের গতি ও বৃষ্টি দুটোই কমবে। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে বড় কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তবে এর সঙ্গে ভরা কোটালের কারণে বাড়তি নজরজারির কথা জানিয়ে, সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। 

    কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। সোমবার ৩০ থেকে ৪০ কিলোমিটার সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে আর মঙ্গলবার ৪০-৫০ কিলোমিটার ও সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শহরে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘাচ্ছন্ন। সঙ্গে রয়েছে হাল্কা বৃষ্টি। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

         

            

  • Gang Rape: স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই গণধর্ষণের শিকার নার্স, নাবালক সহ গ্রেফতার ৩

    Gang Rape: স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই গণধর্ষণের শিকার নার্স, নাবালক সহ গ্রেফতার ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাস্থ্যকেন্দ্রের (Health Centre) মধ্যেই গণধর্ষণের (Gang Rape) শিকার হলেন এক নার্স (Nurse)। শুক্রবার বিকেলে একা একাই স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা দিচ্ছিলেন ওই নার্স। আচমকাই স্বাস্থ্যকেন্দ্রে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে এক নাবালক সহ চারজন। হকচকিয়ে যান ওই নার্স। তার পরেই দুষ্কৃতীরা তাঁর হাত-পা বেঁধে গলা চেপে ধরেন। শুরু হয় নৃশংস অত্যাচার। ছত্তিসগড়ের মহেন্দ্রগড় জেলার ছিপাছিপি গ্রামের ঘটনা। ওই ঘটনায় রবিবার সকাল পর্যন্ত অভিযুক্ত নাবালক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। তদন্ত শুরু করেছে পুলিশ। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বিকেল তিনটে নাগাদ হাসপাতালে ডিউটিতে ছিলেন ওই নার্স। সেই সময়ই ধর্ষকদের লালসার শিকার হন তিনি। ধর্ষণের (Gang Rape) শিকার ওই নার্সের অভিযোগ, দুষ্কৃতীরা ধর্ষণের পুরো পর্ব ক্যামেরাবন্দি করে। পুলিশকে জানালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেয়। ধর্ষকদের হুমকি উপেক্ষা করে ওই তরুণী পুরো ঘটনাটি ফোন করে জানান তাঁর পরিবারকে। পরে দায়ের হয় অভিযোগ। প্রবীণ পুলিশ আধিকারিক নিমেষ বারাইয়া জানান, ওই মহিলা অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

    স্বাস্থ্যেকেন্দ্রের মধ্যেই এক নার্স ধর্ষণের (Gang Rape) শিকার হওয়ায় নিরাপত্তার অভাবের অভিযোগে সরব স্বাস্থ্যকর্মীরা। তাঁদের দাবি, তাঁদের উপযুক্ত নিরাপত্তা চাই। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে, কাজে যোগ দেবেন না তাঁরা। ঘটনায় সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপিও। ভূপেশ বাঘেল সরকারের বিরুদ্ধে বিক্ষোভেও দেখিয়েছেন গেরুয়া শিবিরের নেতা-কর্মী-সমর্থকরা।

    আরও পড়ুন: ৪ বছরের মেয়েকে ধর্ষণ! স্কুলের স্বীকৃতি বাতিল করল তেলঙ্গানা সরকার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

     

  • Rajiv Gandhi Foundation: বৈদেশিক অনুদানে অনিয়মের অভিযোগ, রাজীব গান্ধীর নামাঙ্কিত দুই সংস্থার লাইসেন্স বাতিল

    Rajiv Gandhi Foundation: বৈদেশিক অনুদানে অনিয়মের অভিযোগ, রাজীব গান্ধীর নামাঙ্কিত দুই সংস্থার লাইসেন্স বাতিল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজীব গান্ধী ফাউন্ডেশন (Rajiv Gandhi Foundation) ও রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টের (Rajiv Gandhi Charitable Trust) বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। বাতিল করে দেওয়া হল ওই দুই স্বেচ্ছাসেবী সংস্থার লাইসেন্স। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টে এই ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই দুই সংস্থার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গান্ধী (Gandhi) পরিবার। বৈদেশিক অনুদানে অনিয়মের অভিযোগে লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানান এক আধিকারিক।

    ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্রের বলি হন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তাঁর স্বপ্ন পূরণে ওই বছরই প্রতিষ্ঠিত হয় রাজীব গান্ধী ফাউন্ডেশন (Rajiv Gandhi Foundation)। এই ফাউন্ডেশনের সভাপতি প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। অন্য ট্রাস্টিদের মধ্যে রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। ২০০৯ সাল পর্যন্ত এই ফাউন্ডেশন স্বাস্থ্য, সাক্ষরতা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, প্রতিবন্ধীদের সহায়তা, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে কাজ করেছে। প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, লাইব্রেরি ও অন্য কয়েকটি বিষয় নিয়েও কাজ করেছে। এই ফাউন্ডেশনের পাশাপাশি সোনিয়া আবার রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টেরও মাথা। এই সংস্থার সদস্যদের মধ্যে অন্যতম হলেন রাহুল গান্ধী এবং রাজ্যসভার সাংসদ অশোকএস গঙ্গোপাধ্যায়।

    আরও পড়ুন: খাড়্গে হাতের পুতুল! রিমোট কন্ট্রোল থাকবে গান্ধী পরিবারের হাতে, দাবি বিজেপির

    সূত্রের খবর, রাজীব গান্ধী ফাউন্ডেশন (Rajiv Gandhi Foundation) ও রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টের বিরুদ্ধে ওঠা অনিয়মের তদন্তভার দেওয়া হতে পারে সিবিআইয়ের (CBI) হাতে। ২০২০ সালের জুন মাসে রাজীব গান্ধী ফাউন্ডেশনের (Rajiv Gandhi Foundation) বিরুদ্ধে বিদেশি ফান্ডিংয়ের অভিযোগ ওঠে। তৎকালীন আইনমন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ দাবি করেছিলেন রাজীব গান্ধী ফাউন্ডেশনে ফান্ডিং করেছে চিন। আইন অনুযায়ী, বিদেশ থেকে টাকা নিতে গেলে সরকারের অনুমতি নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে সেটা হয়েছিল কিনা, সে প্রশ্ন ওঠে। তার পরেই শুরু হয় তদন্ত।

    রাজীব গান্ধী ফাউন্ডেশনের (Rajiv Gandhi Foundation) পাশাপাশি রাজীবের নামে আরও একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে উঠেছিল ২০০২ সালে। এটি হল রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট। মূলত গ্রামীণ এলাকায় পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করতে জন্ম হয়েছিল এই সংস্থার। অনিয়মের অভিযোগ উঠেছিল ইন্দিরা গান্ধী মেমরিয়াল ট্রাস্টের বিরুদ্ধেও। যদিও এই সংস্থার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি বলেই সূত্রের খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share