Blog

  • Jammu Kashmir High Court: ২০,০০০ টাকা জরিমানা! ডিভোর্সি শব্দের ব্যবহার নিয়ে কঠোর মন্তব্য কাশ্মীর হাইকোর্টের

    Jammu Kashmir High Court: ২০,০০০ টাকা জরিমানা! ডিভোর্সি শব্দের ব্যবহার নিয়ে কঠোর মন্তব্য কাশ্মীর হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিভোর্সি কারুর পদবী নয়, তাহলে কেন বিবাহবিচ্ছেদের পর মহিলাদের নামের সঙ্গে বারবার ডিভোর্সি শব্দটি উচ্চারিত হবে, প্রশ্ন তুলল কাশ্মীর হাইকোর্ট। সম্প্রতি একটি শিশুর অভিভাবকত্ব মামলা সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা আবেদন খারিজ করে এই মত দেয় কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট। আদালত ডিভোর্সি শব্দটি আইনগত প্রক্রিয়ায় ব্যবহার করাকে কঠোরভাবে নিন্দা করেছে এবং এর ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছে।

    হাইকোর্টের পর্যবেক্ষণ

    পারভেজ আহমদ খান ও তার প্রাক্তন স্ত্রী আরীবের মধ্যে সন্তানদের অভিভাবকত্ব নিয়ে একটি দীর্ঘকালীন বিতর্ক চলছিল। আরীবই তাদের ছোট ছেলের মূল অভিভাবক, বলে জানিয়েছেন বিচারপতি বিনোদ চট্টোপাধ্যায়। পারভেজ খানকে ২০,০০০ টাকা জরিমানাও করেছে আদালত। পারভেজ খান তার পর্যালোচনা আবেদনপত্রে দাবি করেছিলেন যে, পূর্ববর্তী রায়টি তার আবেদনটির অধিকারিতা সম্পর্কে কোনও সিদ্ধান্ত না নিয়ে সরাসরি মূল বিষয়ে রায় দিয়েছে। তিনি আরও দাবি করেন, তার মামলা শুধুমাত্র আবেদনটির গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির জন্য রেখেছিল, কিন্তু মূল বিষয়ের উপর কোনও আলোচনা হয়নি। তবে আদালত এই দাবি খারিজ করে দিয়ে জানায় যে, আবেদনটি শুনানি শেষে ২০২২ সালের ১ জুন রিজার্ভ করা হয়েছিল এবং আদালত ঠিকমতো মূল বিষয়টির উপরই রায় দিয়েছিল। বিচারপতি কৌল তার ৩৩ পৃষ্ঠার রায়ে উল্লেখ করেন, “মামলার মূল বিষয়টি খোলামেলা শুনানি হয়েছিল এবং আদালত অবশ্যই তার সিদ্ধান্তে স্বচ্ছ ছিল।”

    ডিভোর্সি শব্দটা অপমানজনক

    একই সাথে আদালত সাফ জানায়, যে কোনও মামলায় “তালাকপ্রাপ্তা” শব্দ ব্যবহার একটি অত্যন্ত অবমাননাকর আচরণ। আদালত বলেন, “একজন নারীর নামের সঙ্গে তালাকপ্রাপ্তি শব্দ যুক্ত করা যেন তার পদবী বা জাতির অংশ হয়ে দাঁড়ায়—এটি অত্যন্ত দুঃখজনক এবং অসঙ্গতিপূর্ণ। যদি একে সঠিক মনে করা হয়, তবে তালাক দেওয়া পুরুষের নামেও ‘তালাকদাতা’ শব্দ যুক্ত করা উচিত, যা অবশ্যই অশোভন হবে।” এই রায়ের পর আদালত নির্দেশ দেয় যে, কোনও আইনি নথিতে “তালাকপ্রাপ্তা” শব্দ ব্যবহার করা হলে সেই নথি নিবন্ধন বা ডায়রি করা যাবে না।

  • Devendra Fadnavis: লাভ জিহাদ রুখতে আইন আনছে ফড়ণবীশ সরকার, তৈরি হল কমিটি

    Devendra Fadnavis: লাভ জিহাদ রুখতে আইন আনছে ফড়ণবীশ সরকার, তৈরি হল কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল শুক্রবার দেবেন্দ্র ফড়ণবীশের (Devendra Fadnavis) নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার ৭ সদস্যের একটি বিশেষ কমিটি তৈরি করল। এই কমিটি লাভ জিহাদের (Love Jihad) বিরুদ্ধে আইনের খসড়া তৈরি করবে বলে জানা গিয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন মহারাষ্ট্র পুলিশের ডিজি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মহারাষ্ট্রের ডিজিপি জানিয়েছেন যে ওই প্যানেল আলোচনা করবে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক, আইন মন্ত্রক, সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের সঙ্গে।

    কী বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis)

    একইসঙ্গে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের সঙ্গেও আলোচনা চালাবে ওই কমিটি। জানা গিয়েছে, তারপরেই লাভ জিহাদের বিরুদ্ধে কিরকম আইন আনা যেতে পারে সেরকম খসড়া তৈরি করা হবে। এ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis) বলেন, এ ধরনের পরিকল্পনা আমরা আগেই নিয়েছিলাম। বিশেষত সেই ধরনের কেসগুলিতে যেখানে জোরপূর্বক ধর্মান্তকরণ করানো হয়, লাভ জিহাদের মাধ্যমে। প্রসঙ্গত, ধর্মান্তকরণ করানোর অনেক অভিযোগই সামনে আসে দেশের একাধিক রাজ্যে। এ নিয়ে উত্তরপ্রদেশে সহ অন্যান্য রাজ্যে আইন চালু রয়েছে।

    এমন আইন আসতে পারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন ফড়ণবীশ (Devendra Fadnavis)

    লাভ জিহাদ রুখতে যে কমিটি তৈরি করা হয়েছে মহারাষ্ট্রে। তারা বর্তমান স্থিতিকে পর্যবেক্ষণ করবে এবং সেই মতোই আইনের খসড়া তৈরি করবে। এই নথি গুলি নিয়ে আলোচনা করা হবে বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সঙ্গে। এর পাশাপাশি নাগরিক সমাজকেও লাভ জিহাদ এবং জোরপূর্বক ধর্মান্তকরণের বিষয়ে অবগত করানো হবে। ২০২৩ সালেই দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis) এনিয়ে বলেছিলেন। প্রসঙ্গত, সেসময় তিনি ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। সেসময় তিনি বলেছিলেন, যে অনেক ঘটনাই সামনে আসছে। যেখানে দেখা যাচ্ছে যে মেয়েদের বিয়ে করে তাঁদেরকে ধর্মান্তকরণ করে নেওয়া হয়েছে। তাই চারিদিক থেকে দাবি উঠছে এর বিরুদ্ধে আইন তৈরির জন্য। ২০২৩ সালে তিনি যে ইঙ্গিত দিয়েছিলেন, তাতে সিলমোহর পড়ল ২০২৫ সালে।

  • Indian Migrants: আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে দ্বিতীয় বিমান ভারতে আসবে শনিবার

    Indian Migrants: আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে দ্বিতীয় বিমান ভারতে আসবে শনিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা থেকে বেআইনি ভারতীয় অভিবাসীদের (Indian Migrants) নিয়ে দ্বিতীয় বিমানটি শনিবার পাঞ্জাবে অবতরণ করবে। দ্বিতীয় দফায় ১১৯ জন অবৈধ অভিবাসী নিয়ে মার্কিন বিমান অবতরণ করবে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে৷ এর আগে গত ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় মার্কিন সেনাবাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার বিমানে অমৃতসর বিমানবন্দরে নামেন ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসী৷ এই অবৈধ অভিবাসীদের মধ্যে গুজরাট ও হরিয়ানার ৩৩ জন এবং পাঞ্জাবের ৩০ জন বাসিন্দা ছিলেন৷

    কখন আসবে বিমান

    সরকারি সূত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ বিমানটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতে পারে ৷ এই ১১৯ জন অবৈধ ভারতীয় অভিবাসীদের (Indian Migrants) মধ্যে ৬৭ জন পঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৪ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর পাশাপাশি গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে ২ জন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীর থেকে একজন বাসিন্দা রয়েছেন ৷ এরপর ১৬ ফেব্রুয়ারি তৃতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে আরও একটি বিমান আমেরিকা থেকে ভারতে আসবে বলে জানা গিয়েছে ৷ ভালোভাবে বাঁচার জন্য আমেরিকায় গিয়েছিলেন এই অবৈধ অভিবাসীরা ৷ আমেরিকার সীমান্তে তাঁরা প্রশাসনের হাতে ধরা পড়েন এবং তাঁদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় ৷

    অবৈধ অভিবাসীদের নিয়ে সমস্যা

    এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বেআইনি ভারতীয় অভিবাসীদের (Indian Migrants) মোট তিন দফায় ফেরত পাঠাতে চলেছে আমেরিকা। প্রথম বিমানটি এসেছে ৫ ফেব্রুয়ারি। ১৫ তারিখ আসার কথা দ্বিতীয় বিমানের। আগের বারের মতো এ বারেও সেটি অমৃতসর বিমানবন্দরেই নামবে। পঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল চিমা অবশ্য এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, আমেরিকার প্রশাসন ভারতকে বলেই সব কিছু করছে। আমেরিকায় নতুন সরকার ক্ষমতায় আসার পরে এ পর্যন্ত মোট ৪৮৭ জন ভারতীয়কে বেআইনি অভিবাসী বলে চিহ্নিত করেছে এবং বিতাড়নের নির্দেশিকাও জারি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়ে পরিষ্কার জানিয়েছেন, শুধু ভারত নয়, অবৈধ অভিবাসীদের সমস্যা সারা বিশ্বে ৷ মার্কিন মুলুকে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত নেবে ভারত ৷ তিনি আরও জানান, এই অবৈধ অভিবাসীদের অধিকাংশই মানব পাচারের শিকার৷ উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাঁদের কাছ থেকে বিপুল টাকা নেয় দালালরা৷ এরপর ওই অভিবাসীদের বেআইনি পথে আমেরিকা নিয়ে যাওয়া হয়৷

  • NIA: পাঞ্জাবে হিন্দুত্ববাদী নেতা খুনের ঘটনায় চার্জশিট জমা এনআইয়ের, নাম ২ খালিস্তানি জঙ্গির

    NIA: পাঞ্জাবে হিন্দুত্ববাদী নেতা খুনের ঘটনায় চার্জশিট জমা এনআইয়ের, নাম ২ খালিস্তানি জঙ্গির

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল শুক্রবার পাঞ্জাবে বিশ্ব হিন্দু পরিষদের (VHP) এক নেতার খুনের ঘটনায় চার্জশিট পেশ করল এনআইএ (NIA)। পাঞ্জাবের বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকর ওরফে বিকাশ বাগ্গার নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে খালিস্তানপন্থী জঙ্গি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল বা বিকেআইয়ের দুই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে এই চার্জশিট জমা করা হয়েছে। এই দুই সন্ত্রাসবাদীদের মধ্যে একজনের নাম ধর্মিন্দার কুমার ওরফে কুনাল এবং অপরজন হলেন পলাতক আসামী হরবিন্দর কুমার। এই জঙ্গি বর্তমানে দুবাইয়ে রয়েছেন বলে এনআইএ (NIA) সূত্রে খবর। এই দুজনের বিরুদ্ধেই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ভারতীয় দণ্ডবিধি আইপিসির বিভিন্ন ধারা এবং অস্ত্র আইনে অভিযুক্ত করা হয়েছে। এক বিবৃতিতে এনআইএ একথা জানিয়েছে।

    ২০২৪ সালের ১৩ এপ্রিলের ঘটনা (NIA)

    জানা গিয়েছে, প্রায় এক বছর আগে ২০২৪ সালে ১৩ এপ্রিল পাঞ্জাবের রূপনগর জেলায় অন্য দিনের মতোই নিজের মিষ্টির দোকানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকর। সেই সময়ে ওই দুই খালিস্থানপন্থী জঙ্গি তাঁকে গুলি করে হত্যা করে। জানা গিয়েছে, বাব্বর খালসা ইন্টারন্যাশনাল নামের এই খালিস্থানপন্থী জঙ্গি সংগঠনের প্রধানের নাম হল ওয়াধাওয়া সিং। তিনি বর্তমানে পাকিস্তানে রয়েছেন। তাঁরই নির্দেশে এই ঘটনা ঘটানো হয় বলে জানিয়েছে এনআইএ (NIA)। অন্যদিকে এই ঘটনায় আরও একজন সন্ত্রাসবাদীর নাম উঠে এসেছে। জানা গিয়েছে, ওই খালিস্তানপন্থী জঙ্গি সংগঠনের নেতার নাম হারজিত সিং ওরফে লাড্ডি। তিনি বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন।

    ২০২৪ সালের ৯ মে তদন্তভার নেয় এনআইএ (NIA)

    গত বছরের অর্থাৎ ২০২৪ সালের ৯ মে পাঞ্জাব পুলিশের কাছ থেকে এই মামলার তদন্তভার নেয় এনআইএ। এরপরে এই চার্জশিট পেশ করা হল গতকাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। এনআইএ-র তরফ থেকে জানানো হয়েছে যে লাড্ডি বা হারজিত সিংয়ের কাজ হল এই সংগঠনে জঙ্গি নিয়োগ করা এবং তহবিল সংগ্রহ করা। এর পাশাপাশি অস্ত্র সরবরাহের কাজও তিনি করতেন। জার্মানিতে বসেই লাড্ডি এই কাজগুলো করে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। জানা গিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের নেতা খুনে অভিযুক্ত ধর্মিন্দার কুমার ওরফে কুনাল আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। এই অভিযুক্ত মধ্যপ্রদেশের একজনের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেছিল। এনআইএ এই তদন্তে অভিযুক্ত ব্যক্তিদের বিদেশি যোগ এবং এই মামলায় এক অস্ত্র ব্যবসায়ীর ভূমিকাও সামনে এনেছে।

  • Dalai Lama: প্রাণঘাতী হামলার আশঙ্কা, দলাই লামাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা

    Dalai Lama: প্রাণঘাতী হামলার আশঙ্কা, দলাই লামাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামাকে (Dalai Lama) জেড-ক্য়াটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। গোয়েন্দা সূত্রের দাবি, প্রাণঘাতী হামলা হতে পারে ৮৯ বছরের বৌদ্ধ ধর্মগুরুর উপরে। এরপরই নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ করা হয়। এবার থেকে দলাই লামার নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩৩ জন নিরাপত্তা কর্মী। যার মধ্যে রয়েছে হিমাচলপ্রদেশের ধরমশালায় তাঁর বাসভবনে সশস্ত্র রক্ষী (Dalai Lama Granted With CRPF) ও এসকর্ট কমান্ডো বাহিনী। এছাড়াও সর্বক্ষণের জন্য থাকবেন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক।

    স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, জেড ক্যাটাগরির আওতায় দলাই লামার (Dalai Lama) নিরাপত্তার জন্য সশস্ত্র রক্ষীসহ মোট ৩৩ জন সিকিউরিটি মোতায়েন করা হবে। তাঁরা ২৪ ঘণ্টা পাহারার কাজে নিযুক্ত থাকবেন। এছাড়াও, তিনটি শিফটে ১২ জন কমান্ডো তাঁকে নিরাপত্তা দেবেন। আপৎকালীন পরিস্থিতির জন্য ২৪ ঘণ্টা থাকবে প্রশিক্ষিত চালকও। উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই জনসমক্ষে আসেননি দলাই লামা। এমনকী ভক্তদের সঙ্গেও দেখাসাক্ষাৎ করেননি। ফলে স্বাভাবিক ভাবেই তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিল গোটা বৌদ্ধ সমাজ। এরইমধ্যে আইবি-র ইনপুটে হামলার আশঙ্কা ঘিরে বেড়েছিল উদ্বেগ। যার জেরে জেড ক্যাটাগরি নিরাপত্তায় সবুজ সঙ্কেত দিল কেন্দ্র।

    দলাই লামার (Dalai Lama) উপরে হামলার আশঙ্কা অবশ্য নতুন নয়। এর আগেও অনেকবারই নানা সূত্রে তাঁর উপরে হামলার নানা চক্রান্তের কথা জানা গিয়েছে। ফলে আগাগোড়াই তাঁর নিরাপত্তার দিকটি কেন্দ্রের অগ্রাধিকার পেয়ে এসেছে। এবার নতুন করে হামলার আশঙ্কা দেখা দিতেই বাড়ানো হল নিরাপত্তা। আগামী জুলাইয়ে ৯০ বছরে পা দেবেন দলাই লামা। ১৯৫৯ সালে চিনা হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে তিব্বত থেকে দলবল সমেত পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করে বেজিং। সূত্রের খবর,সম্প্রতি দলাই লামার উপর হামলা হতে পারে বলে আইবি (Intellegence Bureau)-র পেশ করা এক রিপোর্টের ভিত্তিতেই স্বরাষ্ট্র মন্ত্রকের এমন সিদ্ধান্ত।

  • Calcutta High Court: পূর্ব বর্ধমানে মোহন ভাগবতের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

    Calcutta High Court: পূর্ব বর্ধমানে মোহন ভাগবতের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমানে আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সাই কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে চলা আরএসএস প্রধান মোহন ভাগবতের সভায় শর্তসাপেক্ষে অনুমতি দিল উচ্চ আদালত। প্রসঙ্গত আগামীকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) ওই সভা রয়েছে। রবিবার স্কুল খোলা থাকবে না। পরীক্ষাও নেই। ঠিক এই কারণে শর্তসাপেক্ষে ওই সভার অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তবে বিচারপতি এও নির্দেশ দিয়েছেন, কোনও মাধ্যমিক পরীক্ষার্থীর যাতে সমস্যা না হয়, সেটা দেখার দায়িত্ব মামলাকারীর। এদিন দুটি শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রথমত, ৪৫ ডেসিবেলের ওপর আওয়াজ যেন না যায়। দ্বিতীয়ত, সভা চলবে সর্বোচ্চ ৭৫ মিনিট।

    কী বললেন মামলাকারীর আইনজীবী?

    মামলাকারীর আইনজীবী (Calcutta High Court) এদিন বলেন, “সাই কমপ্লেক্সের মাঠ ৫০ বিঘা জমি জুড়ে। ১-২ কিমির মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই কোনও অনুমতি চাওয়ার দরকার নেই। মোহন ভাগবত আসবেন। এসডিও-কে চিঠি দিয়ে জানানো হয়, লাউড স্পিকার ব্যবহার করা হবে। গতকাল জানানো হয়েছে, কোনও সাউন্ড বক্স ব্যবহার করলে সভার অনুমতি বাতিল হবে। অথচ কিছু লিখিত দেওয়া হয়নি। কোনও সাইলেন্স জোন নেই সেখানে। আমরা পরে জানাই, কোনও লাউড স্পিকার ব্যবহার করব না।”

    কী বললেন বিচারপতি?

    এরপরেই বিচারপতি (Calcutta High Court) অমৃতা সিনহা জানতে চান, “কতজন আসবেন ওই সভায়। যেখানে সভা হচ্ছে, সেটা কি মার্ক করা হয়েছে?” তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের একটি নির্দেশের কথা উল্লেখ করেন। যেখানে বলা হয়েছিল, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় মাইক ব্যবহার করা যাবে না। মোহন ভাগবতের সভার বিরোধিতা করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, দুটি স্কুল আছে ওই চত্বরের দুই কিমির মধ্যে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আরও বলেন, “৪৫টি মাইক ব্যবহার করা হচ্ছে ওই সভায়। শব্দ নিয়ন্ত্রণ করবে কে?” বিচারপতি (Calcutta High Court) অমৃতা সিনহা তখন বলেন, “আমি সেই জন্যই জানতে চাইছি, কত বড় সভা। মাইকে কত ডেসিবল ব্যবহার করা হচ্ছে, সেটা দেখার দায়িত্ব কার? কে প্রয়োগ করবে? দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেখা উচিত। রেগুলেট করে দিন। যাতে শব্দ সীমার বাইরে না যায়।”

  • President Murmu: “সাহসী হও, নিজেদের স্বপ্নপূরণে এগিয়ে চলো” নারীশক্তিকে দেশগঠনের আহ্বান রাষ্ট্রপতির

    President Murmu: “সাহসী হও, নিজেদের স্বপ্নপূরণে এগিয়ে চলো” নারীশক্তিকে দেশগঠনের আহ্বান রাষ্ট্রপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে শিখরে পৌঁছেছে। ‘মিসাইল থেকে মিউজিক’- সমস্ত ক্ষেত্রেই মহিলারা প্রতিবন্ধকতা জয় করেছে। দেশ গঠনে মহিলাদের ভূমিকা অনস্বীকার্য। শুক্রবার বেঙ্গালুরুতে আন্তর্জাতিক নারী সম্মেলন অফ দ্য আর্ট অফ লিভিং-এর উদ্বোধনী অধিবেশনে এমনই মত প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের মেয়েদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান, “সাহসী হও, নিজেদের স্বপ্নপূরণে এগিয়ে চলো। স্বপ্ন দেখো, তবেই তা পূরণ করার শক্তি পাবে।”

    উন্নত পৃথিবীর লক্ষ্যে নারী শক্তি

    এদিনের অনুষ্ঠানে সমাজ ও দেশে ‘নারী শক্তি’-র অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “আগে বলা হত, প্রত্যেক সফল ব্যক্তির পিছনে এক মহিলা রয়েছে। কিন্তু, আজ বলা উচিত, প্রত্যেক সফল ব্যক্তির পাশে এক মহিলা রয়েছে।” তাঁর কথায়, “ভারতের ‘নারী শক্তি’ আজ উজ্জীবিত, তারা উচ্চাকাঙ্ক্ষী, সফল। বিজ্ঞান, ক্রীড়া, রাজনীতি, শিল্প বা সংস্কৃতির ক্ষেত্রে, আমাদের বোনেরা ও মেয়েরা মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। তারা তাদের পরিবার, প্রতিষ্ঠান এবং দেশকে গর্বিত করছে।” তাঁর বার্তা, “সীমাবদ্ধতা ভাঙা এবং স্টেরিওটাইপের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো সম্ভব হয় না মনোবল ছাড়া। আমি প্রতিটি মহিলাকে আহ্বান জানাই, সাহসী হন, বড় স্বপ্ন দেখুন এবং আপনার সমস্ত শক্তি ও সম্ভাবনা কাজে লাগিয়ে স্বপ্ন পূর্ণ করুন। প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই প্রতিটি পদক্ষেপই উন্নত ভারত এবং উন্নত পৃথিবীর দিকে একু একটু করে এগিয়ে চলা।”

    নেতৃত্বে নারী শক্তি

    রাষ্ট্রপতি মুর্মু বলেন, “আমরা প্রযুক্তিগত বিপর্যয়ের যুগে আছি। প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনযাত্রার মান উন্নত করেছে। এই প্রতিযোগিতামূলক বিশ্বে, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমাদের মানবিক মূল্যবোধ অক্ষুণ্ণ রয়েছে। প্রকৃতপক্ষে, প্রতিটি মানুষকে করুণা, ভালোবাসা এবং ঐক্যের মানবিক মূল্যবোধ প্রচারের জন্য সচেতনভাবে অতিরিক্ত প্রচেষ্টা করা উচিত। এখানেই নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নারীদের করুণার মাধ্যমে নেতৃত্ব দেওয়ার একটি বিশেষ ক্ষমতা রয়েছে। তারা ব্যক্তিত্বের বাইরে গিয়ে পরিবার, সম্প্রদায় এমনকি বিশ্বব্যাপী সম্পর্কের কল্যাণের জন্য কাজ করার ক্ষমতা রাখে।”

  • Gamai: অন্য বন্ধন! উমেশ রাও এবং তার গাভী ‘গাইমাই’র অবিচ্ছেদ্য ২৩ বছরের বন্ধুত্ব

    Gamai: অন্য বন্ধন! উমেশ রাও এবং তার গাভী ‘গাইমাই’র অবিচ্ছেদ্য ২৩ বছরের বন্ধুত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: ভালোবাসা এবং আনুগত্য সময়ের সাথে পরিবর্তিত হয় না। নিলেশ্বরমের ছোট্ট এক গ্রামের বাসিন্দা কৃষক উমেশ রাও এবং তাঁর গাভী ‘গাইমাই’ এর বন্ধন তার প্রমাণ। ৮৬ বছর বয়সী উমেশ ৩০ বছর আগে, গাভী কেনার জন্য চেরুভথুরে যান। সেখান থেকে গাইমাইয়ের মাকে নিয়ে আসেন উমেশ।

    মধুর সম্পর্কের সূচনা

    এই মুহূর্ত থেকেই এক আজীবন সম্পর্কের সূচনা হয়। বছরগুলি পেরিয়ে গাইমাই জন্ম নিলে, উমেশের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে, এবং তিনি গাইমাইয়ের মাকে আলাদা করার সিদ্ধান্ত নেন, যাতে গাইমাই তার খামারে থেকে যায়। আজ, গাইমাই শুধু এক গাভী নয়, উমেশের পরিবারে প্রিয় একজন সদস্য।

    গাইমাই-এর পরিবার

    বছরের পর বছর, গাইমাই এখন কয়েকটি বাচ্চা জন্ম দিয়েছে, এবং উমেশ তার মেয়েদের রাখতে প্রতিজ্ঞা করেছেন, যাতে গাইমাইয়ের বংশধারা তার খামারে অব্যাহত থাকে। বর্তমানে, গাইমাইয়ের বংশধারা পাঁচ প্রজন্মে বিস্তৃত হয়েছে, যার কেন্দ্রে রয়েছে গাইমাই। তার পরিবার উমেশের যত্ন এবং প্রতিশ্রুতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যদিও গাইমাই আজকাল বুড়ো হয়ে গেছে এবং তার স্বাস্থ্যও বয়সের প্রভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও উমেশের ভালোবাসা ও যত্নের কোনো ঘাটতি নেই। তার শক্তিশালী গড়ন আর নেই, তার দাঁতও নেই, কিন্তু উমেশ তাকে তেমনি যত্নের সাথে সেবা করেন, যেমনটি তিনি তাকে বাচ্চা অবস্থায় পালন করেছিলেন।

    আনন্দময় মুহূর্ত

    উমেশ প্রায়ই মজা করে বলেন, “আমাদের আর দাঁত নেই,” যা তাদের মধ্যে এক আনন্দময় মুহূর্ত তৈরি করে। সময় পেরিয়ে যাওয়ার পরেও, তাদের সম্পর্ক অপরিবর্তিত রয়ে গেছে।বছরের পর বছর, অনেকেই গাইমাইকে কিনতে এসে উমেশকে প্রস্তাব দিয়েছে, কিন্তু তিনি কখনোই রাজি হননি। উমেশের জন্য এটি কোনো লাভের বিষয় নয়, এটি তার গাইমাইয়ের সাথে গড়ে ওঠা এক গভীর আবেগময় সম্পর্ক। তিনি দেখেছেন গাইমাইয়ের পরিবারের পাঁচটি প্রজন্ম বেড়ে ওঠতে এবং তার জন্য, এটি এক অমূল্য অ ভিজ্ঞতা, যা তিনি কখনোই পরিবর্তন করবেন না।

  • Dowry: দাবি মতো পণ না পেয়ে তরুণীকে এইচআইভি ইনজেকশন, কাঠগড়ায় শ্বশুরবাড়ির লোকজন

    Dowry: দাবি মতো পণ না পেয়ে তরুণীকে এইচআইভি ইনজেকশন, কাঠগড়ায় শ্বশুরবাড়ির লোকজন

    মাধ্যম নিউজ ডেস্ক: দাবি মতো পণের (Dowry) টাকা ও গাড়ি না পেয়ে এক মহিলাকে এইচআইভি (এডস রোগ) (HIV) ইনজেকশন দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাহারানপুরে। স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা। মামলা দায়ের করা হয়েছে গাঙ্গোহ থানায়। জেলা পুলিশ সুপার সাগর জৈন জানান, আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

    মোটা অঙ্কের পণের দাবি (Dowry)

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে হরিদ্বারের এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন গাঙ্গোহ এলাকার এক ব্যক্তি। পণ বাবদ দিয়েছিলেন একটি গাড়ি, নগদ ১৫ লাখ টাকা এবং বেশ কয়েক লাখ টাকার গয়না। এতে অবশ্য সন্তুষ্ট হয়নি ওই ব্যক্তির মেয়ের শ্বশুরবাড়ির লোকজন। তারা একটি স্করপিও গাড়ি এবং নগদ ২৫ লাখ টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ।

    তরুণীকে এইচআইভি ইনজেকশন

    পণ বাবদ এত দাবি আর মেটাতে পারবেন না বলে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে সাফ জানিয়ে দিয়েছিলেন ওই তরুণীর বাবা। অভিযোগ, এর পরেই শুরু হয় ওই তরুণীর ওপর নিত্য অত্যাচার। প্রতিদিন মারধর করার পাশাপাশি একদিন ওই তরুণীকে বাড়ি থেকে বেরও করে দেওয়া হয়। নির্যাতিতার পরিবারের দাবি, স্থানীয় পঞ্চায়েত ও গ্রামের লোকজন বসে সমস্যা মিটিয়ে দেন। বিষয়টি তখনকার মতো ধামাচাপা পড়ে যায়। অভিযোগ, এর পরেই ওই তরুণীকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন এইচআইভি ইনজেকশন দিয়ে দেয়। নির্যাতিতাকে জোর করে কিছু ওষুধও খাওয়ানো হয়। ওষুধ এবং ইনজেকশনের চোটে অসুস্থ হয়ে পড়েন ওই বধূ।

    ঘটনাটি জানতে পেরে মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটেন ওই তরুণীর পরিবার (Dowry)। সেখানেই ধরা পড়ে নির্যাতিতার এইচআইভি সংক্রমণ। পরীক্ষা করা হয় ওই তরুণীর স্বামীকেও। রিপোর্ট আসে নেগেটিভ। এর পরেই আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। আদালতের নির্দেশে, গাঙ্গোহ থানা (Uttar Pradesh) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শুরু করেছে তদন্ত (Dowry)।

  • NIA: সন্ত্রাসবাদী রানাকে দেশে ফেরাতে শীঘ্রই আমেরিকা পাড়ি দেবে এনআইএ-র বিশেষ দল

    NIA: সন্ত্রাসবাদী রানাকে দেশে ফেরাতে শীঘ্রই আমেরিকা পাড়ি দেবে এনআইএ-র বিশেষ দল

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত সন্ত্রাসবাদী রানাকে প্রত্যর্পণের করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের পরে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জানা গিয়েছে মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের পরেই জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA) খুব শীঘ্রই রানাকে ফিরিয়ে আনতে আমেরিকা সফর করবে। এরপরেই ভারতবর্ষে তাঁর বিচার প্রক্রিয়া শুরু হবে।

    ৫ সদস্যের টিম তৈরি করেছে এনআইএ

    এনআইএ সূত্রে জানা গিয়েছে, এই তদন্ত প্রক্রিয়া চালাতে ইতিমধ্যেই একটি ৫ সদস্যের টিম তৈরি করেছে তারা। এনআইয়ের (NIA) এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে তদন্তকারী সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশ মন্ত্রকের কাছ থেকে এ বিষয়ে অনুমোদন পেয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের এক গোয়েন্দা আধিকারিক যশোবর্ধন ঝা আজাদ জানিয়েছেন, যে তাহাবুর রানাকে ভারতে ফিরিয়ে আনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই গোয়েন্দা কর্তা সংবাদমাধ্যমকে আরও বলেন যে সন্ত্রাসবাদী হামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন রানা, তাঁকে ফিরিয়ে আনা ভারতের জন্য অত্যন্ত বড় সাফল্য এবং কারণ এখানেই তাঁর বিচারপর্ব (NIA) সম্পন্ন হবে।

    ট্রাম্প-মোদি বৈঠকের পর ঘোষণা

    বর্তমানে আমেরিকার উচ্চ সুরক্ষা সম্পন্ন জেলে রয়েছেন রানা (Tahawwur Rana)। গত কয়েক বছর ধরে বারবার তাঁর প্রত্যর্পণের আর্জি জানিয়েছে ভারত। দীর্ঘ আইনি লড়াই লড়েছেন রানাও। তাই মোদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প যে ঘোষণা করেছেন, তা ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন, “২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত, এক দুষ্কৃতীকে আমরা ভারতে প্রত্যর্পণ করছি। আমরা এক ভয়ঙ্কর অপরাধীকে ভারতের হাতে তুলে দিচ্ছি।” এদিন ট্রাম্প যে ঘোষণা করেছেন তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি। মুম্বই হামলার অভিযুক্তকে প্রত্যর্পণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রশংসা করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাকিস্তানের নাগরিক তাহাউর রানা পেশায় ব্যবসায়ী বলেই জানা যায়। ২০০৮ সালে তাজ হোটেলে যে জঙ্গি হামলায় ১৬৪ জনের মৃত্যু হয়, সেই ঘটনায় জড়িত হিসেবে রানার নাম উঠে আসে। এবার সেই রানাকে ভারতে এনে জেরা করতে পারবেন গোয়েন্দারা।

LinkedIn
Share