Blog

  • Congress Leader Arrested: ‘মোদিকে খুন করতে প্রস্তুত হোন’, মন্তব্যের জেরে গ্রেফতার কংগ্রেস নেতা

    Congress Leader Arrested: ‘মোদিকে খুন করতে প্রস্তুত হোন’, মন্তব্যের জেরে গ্রেফতার কংগ্রেস নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মোদিকে (PM Modi) খুন করতে প্রস্তুত হোন’ মন্তব্যের জেরে গ্রেফতার মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা (Congress Leader Arrested) রাজা পাতেরিয়া। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে। মধ্যপ্রদেশের দামো জেলার হাতার বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই কংগ্রেস নেতাকে। রাজা পাতেরিয়াকে তাঁর বাড়ি থেকে পুলিশের জিপে তোলার ভিডিও প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, সোমবার একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এই কংগ্রেস (Congress) নেতা। তাঁর সেই বার্তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর পরেই কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী পাতেরিয়ার বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। পরে করা হয় গ্রেফতার।

    রাজা পাতেরিয়া উবাচ…

    ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী রাজা পাতেরিয়া বলছেন, মোদি নির্বাচনকে শেষ করে দেবেন। ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে বিভাজন করবেন মোদি। দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের জীবন বিপন্ন। সংবিধান বাঁচাতে হবে মোদিকে হত্যা করতে প্রস্তুত হোন। এর পরেই এই কংগ্রেস নেতা বলেন, মোদিকে হত্যা করতে আপনারা তৈরি থাকুন। তাঁকে নির্বাচনে পরাস্ত করার অর্থে হত্যা করার কথা বলছি। মধ্যপ্রদেশের এই প্রাক্তন মন্ত্রীর এহেন সংলাপ প্রকাশ্যে আসতেই পুলিশে অভিযোগ দায়ের করে মধ্যপ্রদেশ সরকার। পান্না জেলার পাওয়ি থানায় দায়ের হয় অভিযোগ। মঙ্গলবার কাকভোরে গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রীকে (Congress Leader Arrested)।

    আরও পড়ুন: গুজরাতসহ গোটা দেশকে ধ্বংস করেছে কংগ্রেস, প্রচার মঞ্চ থেকে নরেন্দ্র মোদি

    মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিশানা করেন রাহুল গান্ধীকে। তিনি বলেন, যাঁরা ভারত জোড় যাত্রার ভান করছেন, তাঁদের প্রকৃত মুখটা বেরিয়ে আসছে। তিনি বলেন, এরকম মন্তব্য করা গুরুতর অপরাধ। এটা কংগ্রেসের নীতি কিনা, সে ব্যাপারে রাহুল গান্ধীর জবাব দেওয়া উচিত। তিনি বলেন, এর ফল বিপজ্জনক হতে পারে। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। বিবৃতি জারি করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস লড়াইয়ের ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এঁটে উঠতে পারছে না। তাই তারা প্রধানমন্ত্রীকে হত্যার কথা বলছে। এটা ঘৃণার প্রকাশ। তিনি বলেন, কংগ্রেসের প্রকৃত সত্তা বেরিয়ে আসছে। আইন ব্যবস্থা নেবে। মধ্যপ্রদেশের মন্ত্রী বিজেপির নরোত্তম মিশ্র বলেন, মাহাত্মা গান্ধীর আদর্শ ভুলে কংগ্রেস ইটালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনির পথে চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Lalan Sheikh: লালনের মৃত্যুতে অস্বস্তিতে সিবিআই, দিল্লি থেকে রিপোর্ট তলব, বাড়ানো হল কেন্দ্রীয় নিরাপত্তা

    Lalan Sheikh: লালনের মৃত্যুতে অস্বস্তিতে সিবিআই, দিল্লি থেকে রিপোর্ট তলব, বাড়ানো হল কেন্দ্রীয় নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh) মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। গতকালের ঘটনার পর বগটুই ফের খবরের শিরোনামে। লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রামপুরহাট। এদিকে পরিস্থিতি যাতে আরও শোচনীয় হয়ে না পড়ে তার জন্য সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে সিবিআই হেফাজতে থাকাকালীন লালনের মৃ্ত্যুতে অস্বস্তিতে সিবিআই। ফলে রাতেই দিল্লির সিবিআই দফতর থেকে সেই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয় বগটুই তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিকদের থেকে। এর পাশাপাশি, এই ঘটনায় বিভাগীয় তদন্তও শুরু করেছে সিবিআই।

    কড়া নিরাপত্তা রামপুরহাটে

    রামপুরহাটের যে অস্থায়ী ক্যাম্পে লালনকে (Lalan Sheikh) রাখা হয়েছিল ও যেখানে তার মৃত্যু হয়েছে, সেখানে সোমবার রাতেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যাতে কোনও অশান্তি না হয় তাই সেই জায়গা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাখা হয়েছে। এছাড়াও আজ, মঙ্গলবার সকালে রামপুরহাটে পৌঁছেছেন আরও কয়েকজন সিবিআই আধিকারিক। রামপুরহাট মেডিক্যাল কলেজেও নিরাপত্তা বাড়িয়েছে বীরভূম জেলা পরিষদ। বগটুই গ্রামেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার কিছুক্ষণের পর থেকেই এলাকা পুরো থমথমে হয়ে রয়েছে।

    আরও পড়ুন: নিরাপত্তায় ছিল রাজ্য পুলিশ! ভূমিকা খতিয়ে দেখা হোক, লালনকাণ্ডে শুভেন্দু

    অন্যদিকে বগটুইতে লালনের বাড়ির সামনে নতুন করে যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, তা নিশ্চিত করতে আলাদা করে নিরাপত্তা দেওয়া হয়েছে পরিবারকেও। আজ লালনের দেহের ময়নাতদন্ত করা হবে। তার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

    লালন শেখের মৃত্যুতে চাপে সিবিআই

    সূত্রের খবর, সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন লালনের (Lalan Sheikh) মৃত্যু হয়েছে। আর তাতেই উঠছে প্রশ্ন। যদিও সিবিআইয়ের দাবি, লালন আত্মঘাতী হয়েছে। কিন্তু পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। ফলে স্বভাবতই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিবিআই-এর অন্দরেও উঠছে প্রশ্ন। সত্যিই লালনের মৃত্যুর ঘটনায় কারও গাফিলতি রয়েছে কি না, নিজেদের অভ্যন্তরীণ তদন্তে তাও খুঁজে বের করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ঘটনার সময় যেসব সিবিআই আধিকারিক অফিসে উপস্থিত ছিলেন, তাদের বয়ান নথিভুক্ত করা হবে। সোমবার রাতেই লালন শেখের (Lalan Sheikh) মৃত্যুর ঘটনায় প্রাথমিক রিপোর্ট সিবিআই-এর পক্ষ থেকে দিল্লির সদর দফতরে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

  • Saptahik Rashifal: আপনার ভাগ্য কী বলছে? সাপ্তাহিক রাশিফল ১১-১৭ ডিসেম্বর

    Saptahik Rashifal: আপনার ভাগ্য কী বলছে? সাপ্তাহিক রাশিফল ১১-১৭ ডিসেম্বর

    সাপ্তাহিক রাশিফল মেষ রাশি (Aries Saptahik Rashifal): 

    এই রাশির জাতকদের এই সপ্তাহটি তেমন ভাল কাটবে না। এই সময়ের মধ্যে আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। চাকরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আপনার সমন্বয়ের অবনতি হতে পারে। চাকরি পরিবর্তনের জন্য তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের শুরুটা ব্যবসায়ীদের ভাল কাটবে, কিন্তু তার পরের সময়টা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। কাজে বাধা আসতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। আর্থিক দুশ্চিন্তা থাকবে। আয় কম হবে, তাই সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে। কোনও ধরনের আঘাত হতে পারে। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা খুব গুরুত্বপূর্ণ হবে, অন্যথায় আপনি বিরক্ত হবেন। ডায়াবেটিস রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা আসতে পারে। জিনিসপত্র সাবধানে রাখুন। রোমান্টিক সম্পর্কে সতর্ক থাকুন। বিদেশ যাত্রার জন্য শুভ সময়। অতীতের কোনো ঘটনা আপনাকে বিচলিত করতে পারে। ঘরের নির্মাণ কাজ করা যাবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দেবে। প্রেম জীবনের জন্য সময় ভালো যাবে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় সাফল্য পাবে।

    সাপ্তাহিক রাশিফল বৃষ রাশি (Taurus Saptahik Rashifal):  

    নিজেকে প্রাণবন্ত করে তুলুন। বিয়ের জন্য অনুকূল সময়। অংশীদারি ব্যবসায় লাভবান হতে পারেন। পারিবারিক শান্তির অভাব হবে। দাম্পত্য ও পারিবারিক জীবনে মতানৈক্য এড়িয়ে চলুন। প্রেমে আপনার সাফল্য নির্ভর আপনার মানসিক দৃষ্টিভঙ্গির ওপর। আর্থিক অবস্থা ভালো থাকবে।‌ আপনার কাজে মনোযোগ দিন। সহকর্মীদের অন্ধভাবে বিশ্বাস করবেন না। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের জন্য এই সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। এই সময়ে আপনি আপনার পিতা-মাতার কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। আর্থিক দিক দিয়ে এই সময়টি ভাল কাটতে পারে। এই সময়ে আপনাকে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক সমর্থন দেখতে পাবেন। আপনার সম্পদও বাড়তে পারে। আপনি যে কোনও ভাল স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। ব্যয় হ্রাস পাবে এবং প্রচুর আয় হবে। আপনার আয় বৃদ্ধির গতি দেখে আপনি নিজেই অবাক হবেন। বিবাহিত জীবনে কিছুটা উত্তাপ বাড়তে পারে তবে প্রেম জীবনের জন্য সময় খুব ভালো। আপনারা দুজনেই আপনাদের ভালবাসা উপভোগ করবেন এবং একসঙ্গে যে কোনও ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান-পতন থাকবে। চাকরিতে সাফল্য পাবেন। ব্যবসায়িক ব্যক্তিদের কিছু নতুন ক্ষেত্রে মনোযোগ দিতে হবে।

    সাপ্তাহিক রাশিফল মিথুন রাশি (Gemini Saptahik Rashifal):  

    সপ্তাহে চাকরির পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। চাকরিজীবীদের কাজের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বসও আপনার ওপর নজর রাখবেন। আপনি যদি ভুল করেন, তবে আপনাকে দেওয়া দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে বা আপনাকে আপনার চাকরিও হারাতে হতে পারে। ব্যবসায়ীরা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আয় ভালো হবে কিন্তু আপনার উপর অনেক কাজের চাপ থাকবে কিন্তু এটাই আপনার গুণ যে আপনি আপনার কাজের চাপও উপভোগ করবেন। হাত থেকে অর্ডার চলে যেতে পারে এবং বড় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন। কোনও আশা পূরণ হতে পারে। বন্ধুর কাছ থেকে সবরকমের সহযোগিতা পাবেন। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। যানবাহন ব্যবহারে সতর্ক থাকার চেষ্টা করবেন। নিজেদের প্রতি বেশি মনোযোগ দিতে হবে এবং আপনিও দেবেন। কীভাবে আপনার ব্যক্তিত্বকে উন্নত করা যায় এবং কীভাবে আরও ভাল এবং স্মার্ট দেখা যায় সেদিকে আপনার মনোযোগ থাকবে। বিবাহিত জীবনে সুখ থাকবে এবং আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে দূরে কোথাও চলে যাবেন। প্রেম জীবনে কিছু সমস্যা হতে পারে। আপনার অতি স্মার্টনেস আপনাকে শুধু কষ্ট দিতে পারে। ছাত্রদের পড়াশোনায় আরও মনোযোগের প্রয়োজন হবে কারণ আপনার মন ঘুরপাক খাবে। আয় হবে স্বাভাবিক। পারিবারিক জীবনে সুখ থাকবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। ঘরোয়া দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করুন। স্বাস্থ্য ভাল থাকবে না।

    সাপ্তাহিক রাশিফল কর্কট রাশি (Cancer Saptahik Rashifal): 

    সপ্তাহটি আপনার জন্য ভাল। কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। পারিবারিক কারণে টেনশনে থাকতে পারেন। অর্থনৈতিক ব্যাপারে সতর্ক থাকতে হবে। আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে সফলতা পাবেন। কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। শারীরিক ও মানসিক দিকে সুশৃঙ্খল জীবনযাপন করার চেষ্টা করুন। সপ্তাহের শুরুতে খরচ ও স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে। মানসিক চাপ বাড়বে। ঠান্ডা বা জ্বরের অভিযোগ থাকতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে, যা আপনাকে বিরক্ত করবে। আপনার উপর কাজের চাপও থাকবে এবং আপনার মন কাজে কম বোধ করতে পারে তবে আপনাকে মনোযোগ দিতে হবে, অন্যথায় চাকরিতে সমস্যা হতে পারে। এতে সফলতা আসবেই। ব্যবসায়ীদের সময়টি খুব ভাল কাটবে। সরকারি চাকরিজীবীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর কাজের চাপ বাড়তে পারে। কিছু মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে, তবে ভাগ্যের পূর্ণ সমর্থন থাকবে এবং আটকে থাকা কাজও হবে। আপনি প্রেম জীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য পাবেন। আপনি আপনার সঙ্গীর সমর্থন পাবেন। শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় ভালো সাফল্য পাবেন।  পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

    সাপ্তাহিক রাশিফল সিংহ রাশি (Leo Saptahik Rashifal): 

    আপনার ক্রমবর্ধমান আয় আপনাকে আনন্দ দেবে এবং আপনার মুখ উজ্জ্বল হবে। খরচ কম হবে কিন্তু আপনি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনবেন। পরিবারের কারও স্বাস্থ্যের অবনতি হতে পারে, যার কারণে আপনার সমস্যা হবে, তবে আপনি জমি এবং সম্পত্তির বিষয়ে সাফল্য পাবেন। কোনও সম্পত্তি অধিগ্রহণ করা যেতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেম জীবনের জন্য সময় ভালো যাবে। প্রেমে মজা থাকবে আর রোমান্সও থাকবে। বিবাহিতরা গৃহস্থ জীবনে সুখী হবেন এবং শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কও ভালো থাকবে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় কিছু বাধার সম্মুখীন হবে। সম্পর্কের জটিলতা তৈরি হতে পারে। মানসিক প্রশান্তি বজায় রাখার চেষ্টা করবেন। কর্মস্থলে আপনার সুনাম ও মর্যাদা বাড়বে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল কাটবে না। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি স্বাভাবিক কাটবে। চাকরিজীবীদের মুলতুবি কাজের বোঝা কমতে পারে। ব্যবসায়ীদের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। প্রিয়জনের সাহায্যে আপনার কোনও বড় সমস্যাও সমাধান হতে পারে। থাইরয়েডের রোগীরা সময়মতো ওষুধ খান। 

    সাপ্তাহিক রাশিফল কন্যা রাশি (Virgo Saptahik Rashifal): 

    সপ্তাহের শুরুতে মীন রাশির জাতক জাতিকাদের দারুণ সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার কাজের উপর থাকবে এবং আপনার চাকরিতে আপনার অবস্থানকে আরও শক্তিশালী করার দিকে মনোনিবেশ করবে। ব্যবসাও দ্রুত বৃদ্ধি পাবে। কিছু নতুন সংযোগ যোগ করা হবে এবং আপনি ব্যবসায় নতুন সংযোগ খুঁজে পেতে সক্ষম হবেন। খরচ কম হবে এবং আয় ভালো হবে এবং আপনার কোনও কাজই থেমে থাকবে না। বিবাহিত জীবনে রোমান্সের মুহূর্ত আসবে। প্রেম জীবনের লোকেরাও তাদের সম্পর্কের মধ্যে রোমান্স অনুভব করবে এবং একে অপরকে প্রচুর সময় দেবে। শিক্ষার্থীরা পড়াশোনার সুবিধা পাবেন। আপনি একটি টাইম টেবিল তৈরি করে পড়াশোনা করতে চান। বাড়িতে লোকজন আসা-যাওয়া করতে থাকবে। স্বাস্থ্য দুর্বল হবে। পারিবারিক জীবনে বিবাদ বাড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে, বিশেষ করে বাবার সঙ্গে। ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা কাজে মনোযোগ দিন। অর্থের দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিক কাটবে। আজ আপনার পেটের কোনও সমস্যা হতে পারে। নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে ভালো থাকবেন। পেশাগত কাজে সফলতা আসতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। এ সপ্তাহে আপনার কাজের চাপ বাড়বে। সামাজিক অগ্রগতি ও যোগাযোগ বাড়বে। উচ্চশিক্ষার জন্য বেশ সম্ভবনাময় সপ্তাহ।

    সাপ্তাহিক রাশিফল তুলা রাশি (Libra Saptahik Rashifal): 

    ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে। চাকরিজীবীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ছোটো ভাই বা বোন এই সময়ে বড় সাফল্য পেতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। এই সময়ে আপনার স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে। সপ্তাহের শুরুতে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। মানসিক চাপ দূর হবে। আত্মবিশ্বাস বাড়বে। কিছু স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করবে তবে আপনি সেগুলি থেকে বেরিয়ে আসবেন। চাকরিতে ভালো সাফল্য পাবেন। ব্যবসায় চ্যালেঞ্জ থাকবে। প্রেম জীবনের জন্য সময় খুব ভালো যাবে কিন্তু বিবাহিত জীবনে সমস্যার সম্মুখীন হতে হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় সুবর্ণ সুযোগ পাবেন। নিজের প্রতি বিশ্বাস বৃদ্ধি করুন। যোগাযোগ ও তথ্য বিভ্রাট তৈরি হতে পারে। ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহারে সতর্ক থাকুন। অর্থলেনদেন বা আদানে সতর্ক থাকুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভবনা আছে। ভ্রমণে সতর্ক থাকুন। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বিদেশিক সূত্রে লাভবান হতে পারেন।

    সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক রাশি (Scorpio Saptahik Rashifal): 

    সপ্তাহের শুরুটা দুর্বল হবে। ওষুধের ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময়ের মধ্যে তাঁরা ভাল ফল পেতে পারেন। শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। এই সময়ে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পেতে পারেন। গৃহ সংক্রান্ত বিষয়ে গোলযোগ তৈরি হতে পারে। আর্থিক বিনিয়োগে সতর্ক থাকুন। কারও অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। উচ্চশিক্ষায় ও গবেষণার সঙ্গে যুক্তদের জন্য বেশ সম্ভবনাময় সপ্তাহ। অংশীদারি ব্যবসায় সফলতা পাবেন। সবার প্রতি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। মানসিক চাপে ভুগবেন। কেউ কেউ খুব বেশি চিন্তা করবে, যা স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। অপ্রয়োজনীয় খরচ আপনার টেনশন বাড়াবে কিন্তু আয় ভালো হবে। পরীক্ষায় ভালো ফল পাবেন। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। বিবাহিতদের পারিবারিক জীবন ভালো থাকবে এবং প্রেমিকার সঙ্গে প্রচুর রোমান্স উপভোগ করবেন, প্রেমের জীবন সম্পর্কে কি বলব। চাকরিতে চ্যালেঞ্জ বাড়বে। ব্যবসায়ীরা লাভবান হবেন।

    সাপ্তাহিক রাশিফল ধনু রাশি (Sagittarius Saptahik Rashifal): 

    যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের সপ্তাহের শুরুটি খুব ভাল হতে চলেছে। টার্গেট ভিত্তিক চাকরি করা ব্যক্তিদের এই সপ্তাহটি ভাল কাটতে পারে। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। খরচ বাড়তে পারে। আর্থিক লেনদেন ও বিনিয়োগে যথেষ্ট সচেতন থাকুন। পারস্পরিক সম্পর্ক ভালো যাবে না। প্রিয়জন কেউ আপনাকে মানসিক কষ্ট দিতে পারে। কর্মপরিবেশ অনুকূল রাখতে ইতিবাচক মনোভাব বজায় রাখুন। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। ব্যবসায় ভালো সাফল্য আসবে। আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে। চাকরিতে আপনার অভিজ্ঞতার সুফল পাবেন। আয় দুর্বল হবে তবে মনের কিছু ইচ্ছা পূরণ হবে। খরচ বাড়তেই থাকবে। পারিবারিক পরিবেশ ইতিবাচক হবে। প্রেম জীবনে উত্তেজনা বাড়বে। একে অপরকে বোঝা কঠিন হবে। সপ্তাহটি স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই সময় আপনার দাঁতের সমস্যা হতে পারে। শিক্ষার্থীরা গভীরভাবে অধ্যয়ন করতে সহজ হবে।

    সাপ্তাহিক রাশিফল মকর রাশি (Capricorn Saptahik Rashifal): 

    এই সপ্তাহে ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। চাকরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল কাটতে চলেছে। অফিসে কেউ আপনাকে কষ্ট দিতে পারে, কিন্তু আপনি এই ধরনের ছোট সমস্যায় ভয় পাবেন না। এগুলো থেকে বেরিয়ে এসে বিজয়ীর মতো খুশি দেখাবে। চাকরিতে আপনার আধিপত্য বাড়বে এবং যারা ব্যবসা করেন তাদেরও সাফল্যের ভালো সম্ভাবনা রয়েছে। ছোট ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি লাভজনক হতে চলেছে। বৈদেশিক ব্যবসায় লাভ হবে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আপনাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ শুভ। শিক্ষার্থীদের জন্য অনুকূল সময়। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন। সিদ্ধান্তহীনতার কারণে জটিলতা তৈরি হতে পারে। আপনি কিছু নিয়ে একটু চিন্তিত থাকবেন। ভাগ্য আপনার সহায় হবে। ধর্মীয় কাজে আগ্রহী হবেন। বড় পুজোর আয়োজন করতে পারেন। ভাইবোন ও বন্ধুদের পূর্ণ সমর্থন থাকবে। বাড়িতে কোনও অনুষ্ঠান হতে পারে। প্রেম জীবনের জন্য সময় ভালো। বিবাহিতদের পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা থাকতে পারে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় সাফল্য পাবে।

    সাপ্তাহিক রাশিফল কুম্ভ রাশি (Aquarius Saptahik Rashifal): 

    এই সপ্তাহটি ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার প্রেম জীবনের উন্নতিতে আরও জোর দেবেন এবং রোমান্টিকও দেখাবেন। বিবাহিতদেরও পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা থাকবে। আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন।  চাকরিজীবীদের জন্য এই সময়টা উত্থান-পতনে পূর্ণ হতে চলেছে। আপনি অলস বোধ করতে পারেন এবং কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না। আপনার কিছু কাজ অসমাপ্ত থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে সতর্ক থাকুন। যারা ব্যবসা করছেন তারা বাইরে কাজ করে সফলতা পাবেন। স্বাস্থ্য উত্থান-পতনে পূর্ণ থাকবে। আয় স্বাভাবিক হবে তবে আপনি যে কোনও সঞ্চয় প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় উপকৃত হবে। পোশাক ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক বা ব্যক্তিগত কোনও সমস্যা বা ঝামেলায় অস্থিরতা দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় সতর্ক হোন। ব্যয় বাড়তে পারে। গোপন শত্রু বাড়বে। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।

    সাপ্তাহিক রাশিফল মীন রাশি (Pisces Saptahik Rashifal): 

    যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, এই সময়ে তাঁরা সাফল্য পেতে পারেন। বিদেশি কোম্পানিতে কর্মরতদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। যাঁরা লভ ম্যারেজ করতে চান, এই সময়ের মধ্যে তাঁরা পরিবারের কাছ থেকে অনুমোদন পেতে পারেন। অর্থের দিক দিয়ে এই সপ্তাহটি ভাল কাটবে। চোখের যত্ন নিন, বিশেষ করে আপনি যদি দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, তবে আপনাকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সবধরনের অস্থিরতা ও মতানৈক্য এড়িয়ে চলুন। অংশীদারি ব্যবসায় সতর্কতা প্রয়োজন। সিদ্ধান্তহীনতার জন্য কাজে সফলতা আসতে জটিলতা তৈরি হতে পারে। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। পারিবারিক বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করুন। কর্মক্ষেত্র মোটামুটি শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ। ব্যবসায় ভালো লাভ হবে। আয় বাড়বে এবং প্রচুর অর্থ আপনার কাছে আসবে। ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। ভাগ্যের কারণে আপনার হাতে কিছু বড় কাজ হতে পারে, যার কারণে আপনি ভাল আর্থিক সুবিধা পাবেন। এখানে এবং সেখানে কথা বলা এড়িয়ে চলুন। প্রেম জীবনের জন্য সময় ভালো। বিবাহিতদের ঘরোয়া জীবনও ভালো যাবে। আপনার জীবন সঙ্গী সত্যিকারের পথপ্রদর্শক হিসেবে কাজে আসবে। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পড়াশোনা করে উপকৃত হবে।

  • Mohan Bhagwat: প্রতিটি গ্রামে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি করে শাখা থাকা উচিত, দাবি ভাগবতের

    Mohan Bhagwat: প্রতিটি গ্রামে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি করে শাখা থাকা উচিত, দাবি ভাগবতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের প্রতিটি গ্রামে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি করে শাখা থাকা উচিত। প্রত্যন্ত গ্রামও যেন সংগঠনের আওতায় থাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে একথা বললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান (RSS) মোহন ভাগবত। সংগঠনের প্রতিটি সদস্যকে দেশের উন্নতির জন্য কাজ করতে হবে, বলেও জানান তিনি।

    কী বললেন সঙ্ঘ প্রধান

    অসম ইউনিটের কর্মী শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রবিবার সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেন,  “সমস্ত ভেদাভেদ ভুলে, জাতি-ধর্মের পার্থক্য না করে সকল মানুষের জন্য কাজ করতে হবে। মানুষকে অগ্রাধিকার দিতে হবে। এটিই হিন্দুত্বের মূল মন্ত্র। সমগ্র সমাজের জন্য কাজ করতে গেলে সঙ্ঘ সেবকদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তাই দেশের প্রতিটি গ্রামে সংগঠনের একটি শাখা থাকা উচিত, বলে জানান মোহন ভাগবত।”

    আরও পড়ুন: বর্ণ ও জাতিভেদ প্রথা লুপ্ত হোক, চান আরএসএস প্রধান মোহন ভাগবত

    আরএসএস-এর অসম ইউনিটের তিনদিনের রুদ্ধদ্বার শিবিরের শেষে ভাগবত বলেন, “ভারতের গর্ব এবং ঐতিহ্যের প্রতি পূর্ণ আস্থা রেখে সঙ্ঘ সেবকদের কাজ করতে হবে। দেশের আদর্শ হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তাই এই ঐক্যের কথা মাথায় রেখে দেশের সকল নাগরিকদের জন্য জাতির কল্যাণে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমাদের জাতির জন্য সবকিছু করতে প্রস্তুত থাকতে হবে। ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার ১৯২৫ সালে মানব সম্পদ বিকাশের লক্ষ্যে আরএসএস প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মতামতের পার্থক্য থাকতে পারে কিন্তু মনের নয়।” প্রসঙ্গত, ১৯২৫ সালেই আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল। মোহন ভাগবত আগেও বলেছিলেন, ভারতীয়রা এক। এখানে যাঁরা বসবাস করেন তাঁরা সবাই হিন্দু বলে জানান তিনি। যাঁরা ভারতকে তাদের ‘মাতৃভূমি’ বলে মনে করে এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতি নিয়ে বাঁচতে চায় এবং ধর্ম, সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস এবং আদর্শ যাই হোক না কেন, এই পথে এগোনোর চেষ্টা করেন, তারা সকলেই হিন্দু, বলে ঘোষণা করেছিলেন ভাগবত।

    আরও পড়ুন: সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না আরএসএস, সাফ জানালেন প্রচার প্রমুখ

    মোহন ভাগবতের কথায়, আরএসএস তার শতবর্ষ উদযাপন করতে চলেছে। প্রতি বছর তরুণ প্রজন্মকে আকর্ষণ করে এই সংগঠন। নতুন নতুন সেবকরা দেশ গঠনের কাজে ব্রতী হয়। একটা দুর্বল সমাজ কখনও রাজনৈতিক স্বাধীনতার ফল ভোগ করতে পারে না। তাই সমাজকে শক্ত করতে হবে, বলে জানান ভাগবত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: মেসিকে আলাদা করে আটকানোর কিছু নেই! দাবি ক্রোয়েশিয়ার স্ট্রাইকার পেটকোভিচের

    FIFA World Cup: মেসিকে আলাদা করে আটকানোর কিছু নেই! দাবি ক্রোয়েশিয়ার স্ট্রাইকার পেটকোভিচের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। অনেকে এই ম্যাচটাকে এল এম টেনের দ্বৈরথ হিসাবে দেখছেন। কারণ, একদিকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, অন্য দিকে লুক মড্রিচ। দুজনেই খেলেন ১০ নম্বর জার্সি পরে। তবে ধারে ভারে মেসি অনেক এগিয়ে। তিনি একাই বদলে দিতে পারেন ম্যাচের রং। শুধু গোল করা নয়, গোল করানোর ক্ষেত্রেও তাঁর জুড়ি মেল ভার। মেসির পায়ে বল মানেই বিপক্ষ ডিফেন্স আতঙ্কিত হয়ে পড়ে। আর্জেন্টাইন মহাতারকাকে আটকানোর জন্য একজন বা দুজন নয়, একাধিক ফুটবলের ব্যস্ত হয়ে পড়েন। এই দৃশ্য নতুন নয়। কিন্তু সেমি ফাইনালে মেসিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে না ক্রোয়েশিয়া।

    কী বলছেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার

    ক্রোট স্ট্রাইকার ব্রুনো পেটকোভিচের কথায়, “আমরা টিম গেমে বিশ্বাসী। কোনও একজন ফুটবলারকে আটকানোর কোনও পরিকল্পনা করিনি। পুরো আর্জেন্টিনা দলকে কীভাবে রুখে দেওয়া যায়, সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। তাহলেই মিলবে ফাইনালের টিকিট।” মেসিকে কি তাহলে আপন মনে খেলবেন, সে তো আরও বিপজ্জনক? পেটকোভিচ বলেছেন, “মেসিকে আটকানোর জন্য আমাদের আলাদা করে কাউকে রাখা হবে না। আর্জেন্টিনা দলটা খুই ভালো। আরও অনেক ফুটবলার আছে, যারা ম্যাচের রং বদলে দিতে পারে। তাই আমরা গোটা দলকে আটকানোর কথা বলছি। বাকিরা আটকে গেলে মেসি একা কিছু করতে পারবে না। আমরা যদি মেসিকে রোখার জন্য বেশি পরিকল্পনা করি তাহলে হিতে বিপরীত হতে পারে।”

    আরও পড়ুন: “তুমিই আমার কাছে সর্বকালের সেরা…”, রোনাল্ডোকে নিয়ে আবেগঘন বার্তা বিরাটের

    ব্রাজিলের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ১১৭ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফিরিয়েছিল পেটকোভিচের গোল। তার পরে পেনাল্টিতে ব্রাজিলকে হারিয়েছিলেন তাঁরা। তেকাঠির নীচে লিভাকোভিচ থাকায় তাঁরা অনেক ঠান্ডা মাথায় পেনাল্টি নিতে পারছেন বলে জানিয়েছেন পেটকোভিচ। তিনি বলেছেন, ‘‘পেনাল্টি নেওয়ার সময় মানসিক দৃঢ়তা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, সেই সময় মাথার উপর প্রচণ্ড চাপ থাকে। কিন্তু দলে লিভাকোভিচের মতো গোলরক্ষক থাকলে চাপ অনেকটাই কমে যায়।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Lalan Sheikh: আত্মঘাতী হয়েছে লালন শেখ, বগটুই কাণ্ডে মূল অভিযুক্তের মৃত্যু নিয়ে দাবি সিবিআইয়ের

    Lalan Sheikh: আত্মঘাতী হয়েছে লালন শেখ, বগটুই কাণ্ডে মূল অভিযুক্তের মৃত্যু নিয়ে দাবি সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: বগটুই কাণ্ডে ধৃত প্রধান অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh) সিবিআই হেফাজতে মৃত্যু (CBI Custody)। রামপুরহাটে সিবিআই-র অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয়েছে তার। কয়েকদিন আগেই তাকে গ্রেফতার করে সিবিআই। তাকে ৬ দিনের জেল হেফাজতের পর আবার ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এর পর আজ তার মৃত্যু হল। কিন্তু কী কারণে মৃত্যু হল তার, তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে সিবিআই সূত্রের খবর, সিবিআই দাবি করেছে, আত্মঘাতী হয়েছে লালন শেখ, অন্যদিকে লালনের পরিবার থেকে দাবি করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। ফলে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

    লালন শেখের রহস্যময় মৃত্যু

    সোমবার বিকেলে সিবিআই সূত্রে জানা যায়, রামপুরহাটের পান্থশ্রী অতিথিনিবাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয়েছে লালন শেখের। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগারে লাল রঙের গামছা গলায় জড়ানো অবস্থায় লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটে সিবিআই অস্থায়ী ক্যাম্পে জেরা চলাকালীন মৃত্যু হয় লালনের। তখন বিকেল ৪টা বেজে ৫০ মিনিট হয়েছে। এর পর তার দেহ পাঠানো হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে। ইতিমধ্যেই হাসপাতালের সামনে পৌঁছে যায় লালনের (Lalan Sheikh) পরিবারের লোকজন।

    আরও পড়ুন:”১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বেই”, হাজরার সভা থেকে ‘হুঙ্কার’ শুভেন্দুর

    সিবিআই ও লালনের পরিবারের কী দাবি?

    সিবিআই আধিকারিকরা পুলিশকে জানিয়েছেন, লালন (Lalan Sheikh) আত্মহত্যা করেছে। কিন্তু অন্যদিকে আজ সন্ধ্যায় লালনের দিদি সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কের খোঁজে লালন শেখকে বগটুইয়ের বাড়িতে নিয়ে গিয়েছিল সিবিআই। তার পর তাকে শ্বশুরবাড়ি নিয়ে যায়। তাকে এত মারধর করা হয় যে, সে নিজের পায়ে দাঁড়াতে পারছিল না। নিজের বাড়িতে পৌঁছে এক প্রতিবেশীর কাছে জল চায় লালন শেখ। অভিযোগ তাকে জল খেতে দেয়নি সিবিআই। লালনের দিদি দাবি করেন, সিবিআই ওকে পিটিয়ে মেরেছে।

    বগটুইয়ে কী ঘটেছিল?

    ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ বোমা মেরে খুন করা হয় বগটুই (Bogtui Murder) গ্রামের বাসিন্দা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেসের ভাদু শেখকে। খুনের বদলা নিতে ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরদিন সকালে সাতজনের দেহ উদ্ধার করা হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাঁরাও মারা যান। এর পর ২১ জুন সিবিআই দুটি ঘটনার চার্জশিট জমা দেয়। আর চার্জশিটে নাম ছিল মূল অভিযুক্ত লালন শেখের।

    প্রথমে সে নিখোঁজ থাকলেও ৩ ডিসেম্বর রাতের দিকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় তাকে। ৪ ডিসেম্বর রামপুরহাট আদালতে হাজির করানো হয় ও সেখানে বিচারক তাকে ৬ দিন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। হেফাজতে লালনকে বীরভূমের রামপুরহাটের অস্থায়ী ক্যাম্পে রেখেছিল সিবিআই। ১০ ডিসেম্বর আবার আদালতে পেশ করার পরে তাকে আরও তিনদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানো হয়েছিল। এর পর আজ , সোমবার বিকেলে জেরা চলাকালীন লালনের (Lalan Sheikh) মৃত্যু হয়। ফলে সিবিআই হেফাজতে লালনের রহস্যময় মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

  • Apple Stores: ভারতে অ্যাপেলের স্টোর? নেপথ্যে টাটা গ্রুপ

    Apple Stores: ভারতে অ্যাপেলের স্টোর? নেপথ্যে টাটা গ্রুপ

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে অ্যাপেলের স্টোর (Apple Stores) খুলতে চলেছে টাটা গ্রুপের মালিকানাধীন সংস্থা ইনফিনিটি রিটেল। ভারত জুড়ে মোট ১০০টি রিটেল স্টোর খুলবে টাটা। আইফোন, ম্যাকবুক সহ সব ধরনের অ্যাপেল প্রোডাক্টের জন্যে বিভিন্ন দেশে রয়েছে অ্যাপেল স্টোর। অ্যাপেল স্টোরগুলিতে চলতে থাকে বিভিন্ন অফার। এই স্টোরগুলির ডিজাইনেও বিশেষত্ব রয়েছে। ইউরোপ-আমেরিকায় থাকলেও, এতদিন এরকম স্টোর ভারতে ছিল না। ঝাঁ চকচকে এই কাঁচের দোকানগুলি তৈরি করবে টাটাদের মালিকানাধীন ইনফিনিটি রিটেল। প্রসঙ্গত, এই মুহূর্তে ইনফিনিটি কোম্পানির ইলেকট্রনিক রিটেল চেন ক্রোমা পরিচালনা করে। 

    কী বলছে রিপোর্ট? 

    গত মাসে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল, খুব তাড়াতাড়ি ভারতে আইফোন (Apple Stores) তৈরিতে গতি আনতে অ্যাপেলকে সাহায্য করতে পারে টাটারা। এই জন্য আইফোন উৎপাদন কেন্দ্রে বিপুল লগ্নি করেছে ভারতীয় সংস্থাটি।

    টাটা গ্রুপ ভারতে ৫,০০০ কোটি টাকা দিয়ে উইসট্রন- এর ম্যানুফ্যাকচারিং হাব কেনার চেষ্টা করছে। যারা ভারতে অ্যাপল প্রোডাক্ট (Apple Stores) তৈরির অন্যতম প্রধান ভেন্ডর। যদি টাটা গ্রুপের প্রস্তাব উইসট্রন ফিরিয়ে দেয় তবে তারা একসঙ্গে কাজ করতে পারে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। এমনকী ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয় যে, টাটা, উইসট্রনের সঙ্গে হাত মিলিয়ে ভারতে যৌথভাবে আইনফোন তৈরি করবে। তারা কোনও প্ল্যান্ট কেনার কথা ঘোষণা করেনি।

    আরও পড়ুন: “ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি”, কেন এমন বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?  

    উল্লেখ্য, ভারতে এই মুহূর্তে তিনটি বড় কোম্পানি আইফোন (Apple Stores) তৈরি করে। যারা হল, উইসট্রন, ফক্সকন ও পেগাট্রন। প্রথম কোম্পানিটির প্ল‌্যান্ট কর্ণাটকে এবং অন্য দুটির প্ল্যান্ট তামিলনাড়ুতে অবস্থিত।  

    যাইহোক, প্রতিটি রিপোর্ট থেকে একটি বিষয় স্পষ্ট যে, টাটা গ্রুপ অ্যাপলের (Apple Stores) সঙ্গে ব্যবসা করতে বদ্ধপরিকর। তাই তারা আইফোন অ্যাসেম্বেল প্ল্যান্ট তৈরি বা রিটেল স্টোরের মাধ্যমে এই প্রিমিয়াম ফোন বিক্রির চেষ্টা চালাচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat-Ronaldo: “তুমিই আমার কাছে সর্বকালের সেরা…”, রোনাল্ডোকে নিয়ে আবেগঘন বার্তা বিরাটের

    Virat-Ronaldo: “তুমিই আমার কাছে সর্বকালের সেরা…”, রোনাল্ডোকে নিয়ে আবেগঘন বার্তা বিরাটের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্ন পূরণ হল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। ফলে এর সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ জেতার স্বপ্নও শেষ হয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দলের হারে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন CR7। আর একরাশ দুঃখ নিয়ে মাঠ ছাড়ার কষ্ট কোথাও যেন ক্রিকেট আর ফুটবলকে এক করে দিয়েছে। কারণ রোনাল্ডোর এমন কঠিন দিনে বিশেষ বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। রোনাল্ডোকে সর্বকালের সেরা ফুটবলার বলে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন বিরাট (Virat-Ronaldo)।

    রোনাল্ডোকে নিয়ে বিরাটের আবেগঘন বার্তা

    মেসি এবং নেইমারকে পছন্দ করলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিরাট কোহলির কাছে ‘সেরা ফুটবলার’ (Virat-Ronaldo)। রোনাল্ডোর বিশ্বকাপ থেকে বিদায়ের পর চোখের জল ফেলেছেন কোটি কোটি রোনাল্ডো ভক্ত। আর তাঁদের মধ্যে বিরাট কোহলিও একজন। ফলে তিনি রোনাল্ডোর এই কঠিন সময়ে পাশে থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “তুমি এই খেলাটার জন্য যা করেছ, গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের জন্য যা করেছ, কোনও ট্রফি দিয়ে সেটা পরিমাপ করা যায় না। মানুষের উপর তোমার প্রভাব যে কতটা, তা কোনও শিরোপা দিয়ে বর্ণনা করা যায় না। আমি এবং আমার মত অজস্র মানুষ তোমায় খেলতে দেখলে কী অনুভব করি, সেটাও কোনও শিরোপা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তুমি ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় উপহার। যে মানুষটা নিজের সবটা খেলার মাঠে নিংড়ে দিতে পারে, যে মানুষটা হৃদয় দিয়ে খেলে, সেই মানুষটা বিশ্বের সব ক্রীড়াবিদের অনুপ্রেরণা, এটাই তাঁর জন্য ঈশ্বরের আশীর্বাদ।” কোহলি তাই নির্দ্বিধায় বলেছেন, “ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তুমিই আমার কাছে সর্বকালের সেরা।”

    রোনাল্ডোর ইনস্টাগ্রাম পোস্ট

    অন্যদিকে রবিবার, রোনাল্ডোও ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় লিখেছিলেন, কাতার বিশ্বকাপ থেকে পর্তুগাল বাদ পড়ার পরে স্বপ্ন শেষ হয়েছে তাঁর। তিনি আরও লিখেছেন, “পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতাটা ছিল আমার কেরিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন। পর্তুগালের জন্য অনেক আন্তর্জাতিক শিরোপা জিতেছি। কিন্তু বিশ্বকাপ জিততে পারিনি। অনেক আশা নিয়ে কাতারে এসেছিলাম। যাতে আমার শেষ বিশ্বকাপে অধরা স্বপ্ন পূরণ করতে পারি। কিন্তু তা আর হল না। একরাশ স্বপ্ন অধরা থেকেই বিদায় নিতে হল।”

    রোনাল্ডো ও বিরাট দুই’ই ফুটবল ও ক্রিকেট জগতের বিশেষ এক নাম। রোনাল্ডোর মতই বিরাটেরও আইসিসি বিশ্বকাপের স্বপ্ন অধরা থেকে গিয়েছে এবার। ফলে রোনাল্ডোর এক বড় ভক্ত হওয়ার পাশাপাশি স্বপ্ন অধরা থাকার যন্ত্রণা উপলব্ধি করতে পেরে বিরাটও তাঁর আবেগ ধরে রাখতে পারেননি। ফলে সোশ্যাল মিডিয়াতেই আবেগে ভরা ট্যুইট করে ভাসালেন তিনি (Virat-Ronaldo)।

  • Gold Smuggling: বর্ধমান স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি টাকার সোনা, গ্রেফতার ২

    Gold Smuggling: বর্ধমান স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি টাকার সোনা, গ্রেফতার ২

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার রাতে বর্ধমানে ট্রেন থেকে উদ্ধার বিপুল টাকার সোনা (Gold Smuggling)। আরপিএফ এবং ডিআরআই- এর যৌথ অভিযানে দুটি দূরপাল্লার ট্রেন থেকে মোট ১ কোটি ৭০ লক্ষ টাকার সোনা উদ্ধার হল। সোনা পাচার করার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুজনকে।

    কী ঘটেছিল? 

    কলকাতার ডিরেক্টরেট অফ রেভিনিউ এর তরফ থেকে রেল পুলিশকে জানানো হয়, দুটি দূরপাল্লার ট্রেনে করে বিপুল পরিমাণ সোনা পাচারের চেষ্টা চলছে। এরপরেই শিয়ালদহ থেকে ছাড়া আপ শিয়ালদহ-অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস বর্ধমান স্টেশনে এসে দাঁড়াতেই তাতে তল্লাশি চালাতে শুরু করেন আরপিএফ এবং ডিআরআই এর আধিকারিকরা। সেখান থেকে পিঠের ব্যাগে রাখা ১ কেজি ওজনের সোনার বাটসহ (Gold Smuggling) এক ব্যক্তিকে আটক করা হয়।

    আরও পড়ুন: সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসান

    পরে হাওড়া থেকে ছাড়া হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসেও অভিযান চালানো হয়। সেই তল্লাশিতে ১ কেজি ওজনের ২টি সোনার বাট (Gold Smuggling) উদ্ধার হয়। এই ঘটনাতেও একজনকে গ্রেফতার করা হয়েছে। আরপিফ- এর তরফে জানানো হয়েছে, কোমরে আটকানো কাপড়ের তৈরি বেল্টের ভিতর সোনার বাটগুলি লুকিয়ে রেখেছিল পাচারকারী। দুটি ট্রেন থেকে মোট তিন কেজি সোনা উদ্ধার হয়েছে, যার মূল্য প্রায় ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা। সোনার বাটগুলি সবকটিই বিদেশে তৈরি বলে জানা গিয়েছে। আটক করা দুজনকেই কলকাতায় নিয়ে এসেছে ডিআরআই-এর একটি বিশেষ দল। কোথা থেকে সোনার বাটগুলি কোথায় পাচার করার চেষ্টা চলছিল তা এখনও জানা যায়নি। 

    উল্লেখ্য, গত মাসের শেষে সোনাপাচারের (Gold Smuggling) অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতার ছেলে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলের সঙ্গে শ্যালককেও গ্রেফতার করা হয়েছিল। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের ছেলে এবং শ্যালককে গ্রেফতার করে ডিআরআই। ৪ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয় সেবার। মামলায় তৃণমূল নেতার শ্যালককেও জেরা করা হয়। রাজধানী এক্সপ্রেসে সোনা পাচারের চেষ্টা বানচাল করে পুলিশ। তৃণমূল নেতা শঙ্কর আঢ্যের ছেলে ও শ্যালকই সোনাপাচারের ‘কিং পিন’ বলে দাবি ডিআরআই- এর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
     

LinkedIn
Share