Blog

  • T20 world cup: তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই তৈরি সূর্য কুমার! জানেন কী বললেন রবি স্যার?

    T20 world cup: তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই তৈরি সূর্য কুমার! জানেন কী বললেন রবি স্যার?

    মাধ্যম নিউজ ডেস্ক: থ্রি সিক্সটি ব্যাটসম্যানের তকমা আগেই পেয়েছিলেন সূর্য কুমার যাদব। এবার তার নামের পাশে যোগ হল আরও এক বিশেষণ। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্য কুমারকে। তিনি বলেছেন, সূর্য হল থ্রি ফরম্যাট প্লেয়ার। অর্থাৎ শুধু ওয়ানডে কিংবা টি টোয়েন্টি নয় টেস্ট খেলার উপযুক্ত ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। শাস্ত্রীর কথাতে সেটাই যেন ধরা পড়ল।

    আরও পড়ুন: ‘ভুয়ো মিস্টার বিন!’ ম্যাচের পর ট্যুইট-যুদ্ধে পাক, জিম্বাবোয়ের রাষ্ট্রপ্রধানরা

    অল্প সময়ের মধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন সূর্য কুমার যাদব। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম ম্যাচে হতাশ করেছিলেন তিনি। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ বলে অপরাজিত একান্ন রান করে সূর্য কুমার বুঝিয়ে দিয়েছেন এবারের কাপযুদ্ধে আরও বড় চমক দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে কমেন্টেটার রবি শাস্ত্রী সূর্য কুমার যাদবের উদ্দেশ্যে বলেন, ‘আগামী দিনে আমি তোমাকে দেশের হয়ে তিন ফরম্যাটে খেলতে দেখলে অবাক হব না। লাল বলের ক্রিকেটেও তুমি এরকম অনেক চমকপ্রদ ইনিংস উপহার দেওয়ার ক্ষমতা রাখো।’ যা শুনে মুচকি হাসেন সূর্য কুমার। কারণ রবি শাস্ত্রী কার্যত তাঁর মনের কথাটি বলে দিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন কোচ আরও বলেন, “আমি জানি টেস্ট দলের জন্য সূর্য কুমারকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না। বিশ্বাস করুন, ছেলেটা তিন ফরম্যাটে সমান দক্ষতায় সেরা পারফরম্যান্স মেলে ধরার ক্ষমতা রাখে। পাঁচ দিনের ক্রিকেটেও ও অনেককে চমকে দেবে। টেস্টে ওকে পাঁচ নম্বরে ব্যাট  করতে পাঠানো উচিত।”

    আরও পড়ুন: ফের দুর্দান্ত ইনিংস কোহলির, ৫৬ রানে নেদারল্যান্ডকে হারাল ভারত

    রবি শাস্ত্রী যখন ভারতীয় দলে কোচিং করছিলেন তখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সূর্য কুমার যাদবের। তাই তাঁদের সম্পর্কের রসায়ন বেশ মজবুত। প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রসঙ্গে সূর্য কুমার বলেছেন, “জীবনে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার আগে রবি স্যারের সেই কথাগুলো আমার কানে আজও বাজে। টিম হোটেলে একটা পুলের ধারে বসে ছিলেন উনি। আমাকে ডেকে বললেন, যাকে বিন্দাস দেনা। অর্থাৎ মনের খুশিতে ব্যাট করো। দারুন লেগেছিল ওই কথাগুলো। আজও তাই মনে গেঁথে রয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Chennai: চিকিৎসা করাতে এসে প্রণয়, মানসিক হাসপাতালেই সাতপাকে বাঁধা পড়লেন ২ রোগী

    Chennai: চিকিৎসা করাতে এসে প্রণয়, মানসিক হাসপাতালেই সাতপাকে বাঁধা পড়লেন ২ রোগী

    মাধ্যম নিউজ ডেস্ক: মন জুড়েছিল আগেই। এবার তা পেল সামাজিক স্বীকৃতি। চেন্নাইয়ের (Chennai) মানসিক হাসপাতালের ২২৮ বছরের ইতিহাসে এই ঘটনা এই প্রথম। বিয়ে হল দুই মানসিক রোগীর। হাসপাতালের এই দুই রোগীকে প্রায়ই দেখা যেত ফাঁকা করিডোরে দাঁড়িয়ে গল্প করতে। ৩৬ বছরের দীপা (Deepa) আর ৪২ এর মহেন্দ্রনকে (Mahendran) ক্যাফেটেরিয়াতেও আড্ডা জমাতে দেখা যেত। অবাক হয়েছিলেন হাসপাতালের কর্মীরা। নালিশ গিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তাঁদের একে অপরের থেকে দূরে রাখার চেষ্টাতেও কোনও কসুর করেনি হাসপাতালের কর্মীরা। কিন্তু সেই সব চেষ্টাতে জল ঢেলে শুক্রবার সেই দুজনই পাশাপাশি বসলেন বর-কনে হিসেবে। তাঁদের বিয়েতে উপস্থিত থেকে আশীর্বাদ দিলেন সেই হাসপাতালের কর্মীরাই, যারা একদিন এই সম্পর্কের বিরোধীতা করেছিলেন। বিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এমএ সুব্রামনিয়ান। তিনি নব বিবাহিত দম্পতিকে উপহার ভর্তি একটি থালা এবং পবিত্র সুতো উপহার দেন। এদিন অন্যান্য মন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখর বাবু এবং সাংসদ দয়ানিধি মারান। 

    বিয়ের পর তাঁদের নতুন ঠিকানা হবে ভাড়ায় নেওয়া একটি বাড়ি। অ্যাঁর মানসিক হাসপাতাল নয়, নতুন সেই বাড়িতেই নিজেদের মতো করে জগৎ গড়বেন দীপা-মহেন্দ্রন। মহেন্দ্রনকে সরকারি চাকরিও দিয়েছে তামিলনাড়ু সরকার। চেন্নাইয়ের ইনস্টিটিউট অফ মেন্টাল(IMH)  হেলথে শর্ত সাপেক্ষ কর্মী হিসেবে কাজ করবেন তিনি।

    আরও পড়ুন: রেকর্ড পারদ-পতন কলকাতায়! অক্টোবরেই তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে  

    পরিবার সাথ ছেড়েছিল অনেক আগেই। দু বছর আগে মানসিক রোগের চিকিৎসা করতে চেন্নাইয়ের ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ  হাসপাতালে এসেছিলেন দীপা এবং মহেন্দ্রন। তাঁরা নিজেরাও ভাবেননি মনের অসুখের চিকিৎসা করাতে করাতে পেয়ে যাবেন মনের মানুষ। দীপা বলেন, “মহেন্দ্রন যখন আমাকে বিয়ের কথা বলেছিলেন, আমি নিশ্চিত ছিলাম না। উত্তরও দিইনি। ওর প্রস্তাব শোনার পরও বাড়ি ফিরে গিয়েছিলাম। কিন্তু তার পর আবার হাসপাতালেই ফিরতে হল। আমি বুঝতে পারছিলাম, জীবনটা যদি অর্থবহ হয় তবে এই মানুষটার জন্যই হতে পারে। না হলে নয়।” দীপা যখন সংবাদমাধ্যমকে এই কথাগুলো বলছিলেন তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মহেন্দ্রন। গুনগুন করে গাইছিলেন এসপি বালাসুব্রহ্মণ্যমের গান। গান শেষ করে বলেন, “আমরা একটা নতুন জীবন শুরু করতে চলেছি। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, আমি যদি রেগে যাই বা কখনও বকাবকি করি, তা হলে সেটা তোমার ভালর জন্যই করছি।” মহেন্দ্রন জানান, দীপার মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন গোটা একটা পরিবার। মা, বোন, প্রিয় বন্ধু মহেন্দ্রনের কাছে সবটাই আজ দীপা।  

    চেন্নাইয়ের ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে তাঁরা যখন ভর্তি হন, তখন কেউ কাউকে চিনতেন না। কিন্তু পরবর্তী ২ বছর ধরে একটু একটু করে বদল ঘটতে থাকে তাঁদের আচরণে। দুজনের মধ্যে এক নিবিড় সম্পর্ক তৈরি হয়। মহেন্দ্রনের পারিবারিক সম্পত্তিগত কারণে আত্মীয়দের মধ্যে বিবাদ লাগে। তারপরেই ওলটপালট হয়ে যায় তাঁর জীবন। বাবার মৃত্যুশোক গভীরভাবে আঘাত করে দীপাকে। মা ও ছোট বোন থাকা সত্ত্বেও নিজেকে তিনি একা মনে করতে শুরু করেন। আজ আর দুজনেরই ফেরার কোনও জায়গা নেই। গোটা পৃথিবীতে তাঁদের একমাত্র ঠিকানা মানসিক হাসপাতাল। তবে, একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে পেয়েছেন দীপা-মহেন্দ্রন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IT Rules: তথ্যপ্রযুক্তি নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্র, জানেন কী আছে তাতে?

    IT Rules: তথ্যপ্রযুক্তি নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্র, জানেন কী আছে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: তথ্য প্রযুক্তি নিয়মে (IT Rules)  সংশোধনী প্রকাশ করল কেন্দ্র। শুক্রবার ওই সংশোধনী প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে কমিটি গড়া হবে, যারা ফেসবুক (Facebook), ট্যুইটারের (Twitter) মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া (social media) প্লাটফর্ম ব্যবহারকারীর (User) অভিযোগ শুনবে।  অভিযোগ খতিয়ে দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কমিটি ব্যবস্থাও নেবে। তিন মাসের মধ্যে তিন সদস্যের গ্রিভান্স অ্যাপিলেট কমিটি গঠন করা হবে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রকের তরফে জারি করা নোটিশ থেকেই এ খবর জানা গিয়েছে। প্রসঙ্গত, সরকার এই নোটিশটি জারি করেছিল ২০২১ সালেই। তবে এখন যেটি প্রকাশ করা হয়েছে, সেটি ওই নোটিশেরই সংশোধনী।

    ফেসবুক, ট্যুইটারের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উদ্দেশে বেশ কিছু নিয়ম (IT Rules) জারি রয়েছে সবদিনই। এবার সেই নিয়ম লঙ্ঘন করে যদি কোনও ইউজার সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেন, তাহলে সেই পোস্ট সরিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তবে কোনও সংস্থা যদি সেই পোস্ট সরিয়ে দিতে অস্বীকার করে, তাহলে সেই সংস্থার বিরুদ্ধে ওই প্যানেলের কাছে আবেদন করা যাবে। কমিটি যা নির্দেশ দেবে, তা মানতে হবে সোশ্যাল মিডিয়াগুলিকে।

    আরও পড়ুন: ফের ১৪ দিনের জেল হেফাজত! এবার সিবিআইয়ের জেরার মুখে মানিক

    জানা গিয়েছে, ভারতের ঐক্য, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিরোধী যে কোনও পোস্টকে সরিয়ে দিতে হবে সোশ্যাল মিডিয়া থেকে। অশ্লীল, অপমানজনক, জাত, বর্ণ, শিশু যৌন নির্যাতন, অন্যের গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত এবং হয়রানিমূলক কোনও পোস্ট সোশ্যাল মিডিয়ায় করা যাবে না। নয়া নিয়ম অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিকে ইউজারদের অভিযোগ শুনতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। অভিযোগের নিষ্পত্তি করতে হবে পক্ষকালের মধ্যে। বিতর্কিত ও সম্ভাব্য বিপজ্জনক কনটেন্ট সরিয়ে নিতে হবে ৭২ ঘণ্টার মধ্যেই। যে আপিল কমিটিগুলি গড়া হবে, তারা সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির কনটেন্ট নিয়ন্ত্রণ ও অন্যান্য সিদ্ধান্ত পর্যালোচনাও করতে পারবে। কমিটির  তিন সদস্যের মধ্যে একজন হবেন চেয়ারপার্সন। অন্য দুজন হবেন ওই কমিটির সদস্য। তিনজনকেই নিয়োগ করবে কেন্দ্র।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Andaman and Nicobar: যৌনতার বিনিময়ে চাকরি! অভিযুক্ত আমলাকে ৮-ঘণ্টা ধরে জেরা সিটের

    Andaman and Nicobar: যৌনতার বিনিময়ে চাকরি! অভিযুক্ত আমলাকে ৮-ঘণ্টা ধরে জেরা সিটের

    মাধ্যম নিউজ ডেস্ক: যৌনতার বিনিময়ে চাকরি কেলেঙ্কারির (Job for Sex Scam) তদন্ত শুরু। আন্দামান নিকোবর (Andaman and Nicobar) দ্বীপপুঞ্জের প্রাক্তন মুখ্য সচিব জিতেন্দ্র নারাইনের (Jitendra Narain) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মূল অভিযোগকারিণী তদন্তকারী আধিকারিকদের জানান, ২০ জনেরও বেশি মহিলাকে বাড়িতে নিয়ে এসে রেখে যৌন ব্যবসা করাতেন জিতেন্দ্র। তিনি যখন মুখ্যসচিব ছিলেন, তখন পোর্ট ব্লেয়ারের বাড়িতে ওই ব্যবসা চালাতেন। ঘটনার জেরে প্রবীণ ওই আইএএস অফিসারকে শুক্রবারের মধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

    সেই মতো, শুক্রবারই, সিটের সামনে হাজির হন অভিযুক্ত আমলা। তাঁকে ৮ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে বিশেষ তদন্তকারী দল বা সিট। বছর একুশের অভিযোগকারিণী ওই আধিকারিকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছেন। জরুরি ভিত্তিতে তদন্ত করা প্রয়োজন বলেও জানিয়েছে আদালত। আদালত এও জানিয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট সহ যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

    অভিযোগ ওঠায় এ মাসের প্রথম দিকে সাসপেন্ড করা হয় নারাইনকে। তখন তিনি দিল্লি ফাইনান্সিয়াল কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে সাসপেন্ড করা হয় তাঁকে। সেই সময় স্বরাষ্ট্র দফতর জানিয়েছিল, কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই তাঁর পদ, স্টেটাস নির্বিশেষে দ্রুত পদক্ষেপ করা হবে। বিশেষত, মহিলাদের মর্যাদার সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলির ক্ষেত্রে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পুলিশ ওই তরুণীর কাছ থেকে অভিযোগ পেয়ে স্বরাষ্ট্র দফতরকে জানায়। তার পরেই সাসপেন্ড করা হয় নারাইনকে। প্রসঙ্গত, নারাইন ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার। ২০২১ সালের মার্চে তিনি আন্দামান নিকোবর (Andaman and Nicobar) দ্বীপপুঞ্জের মুখ্য সচিব হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।

    আরও পড়ুন: সশস্ত্র ও কলমধারী দুই ধরনের নকশালকেই নির্মূল করতে হবে, জানালেন মোদি

    ওই তরুণীর অভিযোগ, তিনি যখন কাজের সন্ধান করছিলেন, তখন এক ব্যক্তি তাঁকে নারাইনের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে মদ্যপান করতে বলা হলে, তিনি তাতে রাজি হননি। এর পরেই সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ। তাঁর দাবি, চাকরি তো মেলেইনি, উল্টে ঘটনার কথা যাতে ফাঁস না হয়, সেজন্য হুমকিও দেওয়া হয় ওই তরুণীকে। অভিযোগ অস্বীকার করে নারাইনের দাবি, তাঁর বিরুদ্ধে বড়সড় চক্রান্ত করা হয়েছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Anubrata Mandal: সুকন্যাকে ফের সমন ইডির! আগামী বুধবার হাজির হতে হবে দিল্লিতে

    Anubrata Mandal: সুকন্যাকে ফের সমন ইডির! আগামী বুধবার হাজির হতে হবে দিল্লিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার মামলায় (cattle smuggling case) অনুব্রত (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলকে ফের সমন পাঠাল ইডি (Enforcement Directorate)। গত বৃহস্পতিবার, ২৭ অক্টোবর দিল্লিতে ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়ান সুকন্যা। তাই পুনরায় তলব। আগামী ২ নভেম্বর দিল্লিতেই ইডির অফিসে হাজির হতে বলা হয়েছে অনুব্রত তনয়াকে। সেই সঙ্গে অনুব্রতের হিসাবরক্ষক মনীশ কোঠারিকেও ডেকে পাঠানো হয়েছে বলে খবর। 

    আরও পড়ুন: সিবিআই-এর তলব এড়িয়ে ই-মেল করলেন কেষ্ট কন্যা, কী লিখেছেন চিঠিতে?

    দিল্লিতে ইডির হেফাজতে আছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। শুক্রবারই তাঁকে আরও ৮ দিনের জন্য হেফাজতে পেয়েছে ইডি। এরই মধ্যে দিল্লিতে তলব করা হল সুকন্যাকে। অনুব্রত মণ্ডলের কন্যার কোটি কোটি টাকার সম্পত্তি কোথা থেকে এল, সেই বিষয়টি খতিয়ে দেখতে চান ইডির তদন্তকারী। সূত্রের দাবি, এর আগে সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদে সুকন্যা বলেছিলেন, যা জানার হিসাবরক্ষক মণীশ কোঠারি বলবেন। তাই মনীশকেও ডেকে পাঠিয়েছে ইডি। গত মাসে অভিযান চালিয়ে মণীশের বাড়ি ও অফিস থেকে একাধিক নথিও উদ্ধার করেছে সিবিআই। সূত্রের খবর, সেই নথির মধ্যেই লুকিয়ে রয়েছে নতুন করে আরও সম্পত্তি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য।

    আরও পড়ুন: ফের ১৪ দিনের জেল হেফাজত! এবার সিবিআইয়ের জেরার মুখে মানিক

    প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যেই গরু পাচার মামলায় তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। একাধিকবার জামিনের আবেদন করেও কোনও কাজ হয়নি। আসানসোল সংশোধনাগারেই দিন কাটছে তাঁর। এএনএম অ্যাগ্রোকেম লিমিটেড নামে একটি সংস্থার মালিকানা রয়েছে সুকন্যার নামে। এই সংস্থার আয়ব্যয়ের হিসেব ইতিমধ্যেই রয়েছে ইডির স্ক্যানারে। সব হিসেব খতিয়ে দেখতে চান ইডির আধিকারিকরা। সিবিআইয়ের চার্জশিটে উল্লেখিত তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবর্ষে সুকন্যার আয় ছিল ৩ লাখ ১০ হাজার টাকা। ২০২০-২১ অর্থবর্ষে সেই হিসেব বেড়ে হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা। সুকন্যার নামে অন্তত ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিটেরও হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, ইডির আধিকারিকরা ইতিমধ্যেই সুকন্যার আয়-ব্যয়ের হিসেবের উপর নজর রাখছে। গরু পাচার সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত টাকা সুকন্যার সংস্থার মাধ্যমে ঘুরপথে সাদা করা হত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছে সুকন্যাকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • One Nation – One Police Uniform: দেশজুড়ে পুলিশের অভিন্ন উর্দির হয়ে সওয়াল মোদির, পরামর্শ রাজ্যগুলিকে

    One Nation – One Police Uniform: দেশজুড়ে পুলিশের অভিন্ন উর্দির হয়ে সওয়াল মোদির, পরামর্শ রাজ্যগুলিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: হরিয়ানার সুরজকুন্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবকটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ে এক চিন্তন শিবির আয়োজন করেছেন। দু দিনের এই চিন্তন শিবিরের অন্তিম দিনে অনুষ্ঠানটিতে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে বলেন,পুলিশের জন্য এক দেশ এক ইউনিফর্ম হওয়া প্রয়োজন। তিনি বলেন, সারা দেশের পুলিশকে এক ও অভিন্ন বোঝাতে একই পোশাক ব্যবহার করা যেতে পারে। তবে তিনি এই সিদ্ধান্ত রাজ্যগুলোর ওপর চাপিয়ে দিতে পারেন না বলে জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    পুলিশ মানুষকে বিপদ থেকে রক্ষা করে। দেশের যে কোনও জায়গার পুলিশকে যাতে সাধারণ মানুষ একবারে চিহ্নিত করতে পারে সেই কারণেই পুলিশের জন্য সারা দেশে এক ইউনিফর্ম হওয়া প্রয়োজন। রাজ্য বোঝায় জন্য কিছু নম্বর বা প্রতীক ইউনিফর্মে থাকতে পারে। তবে তিনি আশাবাদী যে পুলিশের এই ইউনিফর্মটি আগামী ৫,১০ বা ৫০ বছরের মধ্যেই পরিবর্তন হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে আইনশৃঙ্খলার বিষয়টি আর কোনও একটি রাজ্যে সীমাবদ্ধ নয়। অপরাধ এখন আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিকে পরিণত হচ্ছে। প্রযুক্তির সঙ্গে অপরাধীরা এখন সীমানা ছাড়িয়ে অপরাধ করার ক্ষমতা রাখছে। আর এই পরিস্থিতিতে সমস্ত রাজ্য এবং কেন্দ্রের সংস্থাগুলির মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।পুলিশ ও গোয়েন্দা সংস্থার একে অপরকে সহযোগিতা করা উচিত। বর্তমান পরিস্থিতিতে অপরাধীর থেকে দশ ধাপ এগিয়ে থাকতে হবে পুলিশ প্রশাসনকে।

    [tw]


    [/tw]

    ৪৫ মিনিটের ভাষণে তিনি একাধিক বিষয় তিনি তুলে ধরেন। কখনও তিনি মাওবাদী প্রসঙ্গে কথা বলেছেন তো কখনও তিনি দেশের যুব সমাজ সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেন, মাওবাদীরা এখন বন্দুকের বদলে হাতে তুলে নিচ্ছেন কলম। যাতে আরও বেশি করে মাওবাদীরা মূলস্রোতে ফিরতে পারেন, সেই দিকে নজর রাখতে হবে। পাশাপাশি তিনি দেশের যুব সমাজ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, দেশের যুব সমাজকে ক্রমাগত বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা চলছে। যে কোনও মূল্যে তা রোধ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

    প্রসঙ্গত, সূরজকুণ্ডে এই চিন্তন শিবিরে ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ১৬টি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরা একত্রিত হয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষিত ভিশন ২০৪৭ এবং পঞ্চ প্রাণ বাস্তবায়নের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করার লক্ষ্যে, এই চিন্তন শিবিরটি গৃহমন্ত্রীর পৌরিহিত্যে এর আয়োজন করা হয়েছিল।এই শিবিরে অনুপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Nakasipara Accident: নাকাশিপাড়ায় ভয়াবহ দুর্ঘটনা, দুই শিশুসহ মৃত পাঁচ

    Nakasipara Accident: নাকাশিপাড়ায় ভয়াবহ দুর্ঘটনা, দুই শিশুসহ মৃত পাঁচ

    মাধ্যম নিউজ ডেস্ক: নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা (Nakashipara Accident)। লরি এবং মারুতির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা, দুই শিশুসহ মোট পাঁচ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে টোল প্লাজা থেকে একটু দূরেই ঘটেছে ঘটনাটি। 

    জানা গিয়েছে, টোল প্লাজা থেকে কিছুটা দূরে একটি মারুতি আসছিল ৷ তখনই উলটো দিক থেকে যাচ্ছিল একটি ১০ চাকার লরি । দুটি গাড়িরই গতিবেগ বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সামনাসামনি ধাক্কা মারে। কার্যত পিষে যায় ওই মারুতিটি। এমনকি এভাবে বেশ কিছুটা রাস্তা মারুতিটিকে টেনে নিয়ে যায় লরিটি ৷ যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতিতে থাকা পাঁচজনের৷ 

    আরও পড়ুন: ফের দুর্দান্ত ইনিংস কোহলির, ৫৬ রানে নেদারল্যান্ডকে হারাল ভারত  

    খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ (Nakashipara Police Station) ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুই শিশু, এক মহিলা এবং দুই ব্যক্তিকে উদ্ধার করে। তারপর সেখান থেকে  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয়দের দাবি, রাস্তা তৈরির কাজ চলছে। সেই কারণে কখনও টু ওয়ে থেকে ওয়ান ওয়ে রাস্তা পারাপারের সময় অরহরহ লেগেই রয়েছে দুর্ঘটনা। এই দুর্ঘটনার কারণও সেটাই ৷    

    সকালে দুর্ঘটনা হওয়ার কারণে উদ্ধার কাজে সময় লেগে যায়। পথচারীরা উদ্ধার কাজে হাত লাগায়। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ-সহ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷ স্থানীয় এক বাসিন্দা জানান, দুটি গাড়ির সংঘর্ষে রাস্তার ধারের একটি গর্তে গিয়ে ছিটকে পড়ে ছোট গাড়িটি। সাত সকালে প্রচণ্ড জোরে আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে যান ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে দেখেন ছোট গাড়ির যাত্রীরা আহত অবস্থায় পড়ে রয়েছেন। স্থানীয় নাকাশিপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে ওই পাঁচ জনকে উদ্ধার করে বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Vladimir Putin: মোদি দেশপ্রেমিক, ওঁর নেতৃত্বে ভারতের ব্যাপক উন্নতি হয়েছে, জানালেন পুতিন

    Vladimir Putin: মোদি দেশপ্রেমিক, ওঁর নেতৃত্বে ভারতের ব্যাপক উন্নতি হয়েছে, জানালেন পুতিন

    মাধ্যম নিউজ ডেস্ক: পুতিনের (Vladimir Putin) গলায় মোদি স্তুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) আমলে ভারতের (India) যে ব্যাপক উন্নতি হয়েছে তাও মনে করিয়ে দেন রাশিয়ার প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রাশিয়ার (Russia) ভালদাই ডিসকাসন ক্লাবের বার্ষিক সভায় ভাষণ দিচ্ছিলেন পুতিন। তাঁর বক্তৃতার সিংহভাগ জুড়েই ছিল মোদি-প্রশস্তি। মোদির নেতৃত্বে ভারতের উন্নতির পাশাপাশি তিনি যে একজন দেশপ্রেমিক, তারও উল্লেখ করেন ভ্লাদিমির পুতিন। মোদির স্বাধীন বিদেশ নীতিরও প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট।

    মস্কোর ভালদাই ডিসকাসন ক্লাবের ওই বার্ষিক সভায় এদিন পুতিনের (Vladimir Putin) গলায় শুধুই মোদির প্রশংসা! পুতিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনেক কিছুই হয়েছে। তিনি একজন দেশপ্রেমিক। তাঁর মেক ইন ইন্ডিয়ার আদর্শ অর্থনীতি এবং নীতির ক্ষেত্রে ভীষণ কার্যকরী। ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে তাঁরা গর্ববোধ করতেই পারেন।

    এক সময় ব্রিটিশ শাসনে থাকা দেশটি যে বর্তমানে প্রভূত উন্নতি করেছে, তাও স্মরণ করিয়ে দেন পুতিন (Vladimir Putin)। তিনি বলেন, বিকাশের ক্ষেত্রে ভারত ব্যাপক উন্নতি করেছে। ব্রিটিশ শাসন থেকে তার উত্তরণ হয়েছে আজকের ভারতে। প্রায় ১.৫ বিলিয়ন মানুষ এবং তার উন্নয়নের কারণে ভারত বিশ্ববাসীর শ্রদ্ধা ও প্রশংসা কুড়িয়েছে।

    আরও পড়ুন:ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করতে চলেছেন পুতিন?

    এর পরেই পুতিনের (Vladimir Putin) গলায় শোনা যায় ভারত-রাশিয়া সম্পর্কের কথা। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, বহু দশকের ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক গড়ে উঠেছে উভয়ের মধ্যে। আমাদের মধ্যে কখনওই কঠিন কোনও সমস্যা হয়নি। পরস্পরকে সমর্থন করে গিয়েছি। এখনও তাই হচ্ছে। পুতিন বলেন, আমি নিশ্চিত, ভবিষ্যতেও তাই হবে। মোদির আবেদনের প্রেক্ষিতে ভারতে সারের জোগান ৭.৬ গুণ বাড়ানো হয়েছে বলেও দাবি করেন পুতিন। কৃষিক্ষেত্রে বাণিজ্য দ্বিগুণ হয়েছেন বলেও জানান তিনি।

    মোদির নেতৃত্বে ভারতের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি এদিন পুতিন (Vladimir Putin) আমেরিকা ও তার দোসরদের একহাত নিয়েছেন। তিনি বলেন, আমেরিকা ও তার সঙ্গীরা যে কাজ করছে, তার ফল ভুগতে হবে তাদেরও। তিনি বলেন, একমাত্র বিশ্বের বিভিন্ন দেশ যদি এক লক্ষ্যে জোট বাঁধে তাহলেই উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, পশ্চিমী বিশ্ব যে খেলা খেলছে, তাকে আমি নিশ্চিতভাবে বলব বিপজ্জনক, রক্তাক্ত ও নোংরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • BCCI: ঘুচল বেতন-বৈষম্য, এখন থেকে সমান পারিশ্রমিক পাবেন রোহিত-হরমনপ্রীতরা, ঘোষণা বিসিসিআই- এর

    BCCI: ঘুচল বেতন-বৈষম্য, এখন থেকে সমান পারিশ্রমিক পাবেন রোহিত-হরমনপ্রীতরা, ঘোষণা বিসিসিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: যুগান্তকারী সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর থাকবে না মহিলা ও পরুষদের বেতনের ক্ষেত্রে কোনও বৈষম্য। দুই দলের ক্রিকেটাররাই প্রতি ম্যাচে সমান টাকা পাবেন। এমনই ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)।  

    সোশ্যাল মিডিয়ায় এই ঐতিহাসিক ঘোষণাটি করেছেন জয় শাহ। তিনি জানিয়েছেন, “এখন থেকে মহিলারাও পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন।” উল্লেখ্য, এখন টেস্ট ক্রিকেটে একটি ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা পান রোহিত শর্মারা (Rohit Sharma)। যেখানে একদিনের আন্তর্জাতিকে একটি ম্যাচের জন্য তাঁরা পান ৬ লক্ষ টাকা। 

    আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটে শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে সাহায্য চেয়ে পোস্ট ৯২ বছর বয়সী প্রাক্তনীর

    জয় শাহ লিখেছেন, “এখন লিঙ্গ সমতার যুগ। তাই এখন থেকে পুরুষ ও মহিলা উভয় ক্রিকেটারের জন্য সমান ম্যাচ ফি থাকবে। বিসিসিআই এই বৈষম্য দূর করতে প্রথম পদক্ষেপ নিয়েছে বলে আনন্দিত। আমরা আমাদের চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের জন্য সমতা নীতি বাস্তবায়ন করছি।” এই মুহূর্তে পুরুষ ক্রিকেটাররা একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ৩ লক্ষ টাকা পান। এখন মহিলা ক্রিকেটারদেরও সেই পারিশ্রমিক দেওয়া হবে। তিনি আরও লেখেন, “বেতনসাম্যের ব্যাপারে আমরা মহিলা ক্রিকেটারদের কাছে দায়বদ্ধ ছিলাম। সমর্থনের জন্য অ্যাপেক্স কাউন্সিলের সব সদস্যকে ধন্যবাদ।”

     কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর বিসিসিআইকে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এরকম যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্যে অভিনন্দন জানিয়েছেন।
     


    এই সিদ্ধান্তের জন্যে জয় শাহ এবং বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কর। 

     

    উল্লেখ্য, গত জুলাই মাসে নিউজ়িল্যান্ড জানিয়ে দেয়, মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমান বেতন দিতে চলেছে তারা। অস্ট্রেলিয়াও একই ঘোষণা করে। কিন্তু এখনও পর্যন্ত সমান বেতন কার্যকর করতে পারেনি তারা। ভারতই সে ক্ষেত্রে প্রথম। এছাড়া আগামী বছর থেকে মহিলা ক্রিকেটেও আইপিএলের আয়োজন করা হবে। বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেই সে বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়।  সৌরভ গঙ্গোপাধ্যায়ই বোর্ড সভাপতি থাকাকালীন এই ঘোষণা করে গিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • UN terror meet: সন্ত্রাসবাদীদের কোনও ভালো-খারাপ হয় না, মুম্বাইয়ে রাষ্টসংঘের বৈঠকের আগে বলল ভারত

    UN terror meet: সন্ত্রাসবাদীদের কোনও ভালো-খারাপ হয় না, মুম্বাইয়ে রাষ্টসংঘের বৈঠকের আগে বলল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহেই ভারতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী কমিটির বৈঠক (UN Terror Meet) অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সন্ত্রাসে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং ড্রোন নিয়ে মূলত  আলোচনা হবে। বৈঠকটির আনুষ্ঠানিক সূচনা হবে ২৮ অক্টোবর মুম্বাইয়ের তাজ হোটেলে। ২০০৮ সালে, মুম্বাইয়ের তাজ হোটেলে পাকিস্তানের লস্কর ই তৈবা জঙ্গিদের হামলায় বহু মানুষ প্রাণ হারান।   

    সন্ত্রাসবাদবিরোধী এই বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লিভারলি, ঘানার বিদেশমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। ইউএনএসসির বর্তমান ১৫ জন সদস্য ছাড়াও তাজ হোটেলের অনুষ্ঠানে পাঁচ দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন। এই বৈঠকে ২৬/১১ হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো হবে। মুম্বাইয়ের সেই হামলায় মোট ১৬৬ জনের প্রাণ যায়। 

    এই বৈঠকে বক্তৃতা রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আদামো। মুম্বাই হামলায় নিহতদের পরিবারের লোকজনও এই অনুষ্ঠানে যোগ দেবেন। তারা সংক্ষেপে এ সম্পর্কে বলবে। এর বাইরে সন্ত্রাস দমনে স্থানীয় পর্যায়ে কী করা যেতে পারে। এ বিষয়ে আলোচনা চলবে। দ্বিতীয় দিনের বৈঠকটি দিল্লিতে অনুষ্ঠিত হবে। যেখানে সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে আলোচনা করা হবে।   

    এতে যেসব গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হবে তার মধ্যে থাকবে আধুনিক যুগে সন্ত্রাসের জন্য ব্যবহৃত যোগাযোগের মাধ্যম, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া এবং অনলাইনে সন্ত্রাসের জন্য অর্থায়ন। এফএটিএফও এই আলোচনায় যুক্ত হবে। ৯/১১ হামলার পর CTC (কাউন্টার টেররিজম কমিটি) গঠিত হয়। এ পর্যন্ত আটবার দেখা হয়েছে নিউইয়র্কে। ২০১৫ সালে এই বৈঠকটি স্পেনে অনুষ্ঠিত হয়েছিল। এরপর এই প্রথম নিউইয়র্কের বাইরে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 

    রাষ্ট্রসঙ্ঘে ভারতের রাষ্ট্রদূত রুচিরা কাম্বোজ বলেছেন, “সন্ত্রাসবাদের ব্যাপারে কোনো দ্বৈত ভূমিকা গ্রহণ করা উচিত নয়। সন্ত্রাসে ভালো বা খারাপ কোনও জঙ্গি নেই। কেউ কেউ ভালো-মন্দ করে সন্ত্রাসীদের বাঁচাতে নিয়োজিত। কাম্বোজ নাম না করে চিন ও পাকিস্তানের দিকে আঙুল তোলেন। সন্ত্রাসীদেরকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করতে ভারতের প্রস্তাবে চারবার বাধা দিয়েছে চিন।

    আরও পড়ুন: সুরজকুণ্ডে অমিত শাহের ডাকে চিন্তন বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, কেন?

    উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘে আমেরিকা ও ভারত পাকিস্তানী জঙ্গি সাহিদ মেহমুদের নাম বিশ্ব জঙ্গি বা গ্লোবাল টেররিস্টের তালিকায় রাখার আবেদন করেছিল, যা চিনের তরফে খারিজ করা হয়েছে। এই নিয়ে চতুর্থবারের মতো বিশ্ব মঞ্চে পাকিস্তানি জঙ্গিদের আড়াল করার কাজ করল চিন। 

    গত মাসে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর UNGA এর ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। সেখানেও তিনি রাষ্ট্রসংঘে জঙ্গিদের কালো তালিকাভুক্ত করার বিষয়ে চিন ও পাকিস্তান উভয়কেই নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন গোটা বিশ্ব যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা, সেখানে ভারতের প্রতিবেশী দেশগুলিরও উচিত এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া। নয়াদিল্লি আশা করে পাকিস্তান ও চিন জঙ্গিদের কালো তালিকাভুক্ত করতে একমত হবে। তবে জয়শঙ্করের বক্তব্য যে বেজিং ও ইসলামাবাদের কানে যায়নি, তা তাদের এই আচরণেই স্পষ্ট। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share