Blog

  • DY Chandrachud: ‘গণতন্ত্রে  কোনও প্রতিষ্ঠানই একশো শতাংশ ত্রুটিমুক্ত নয়’, বললেন প্রধান বিচারপতি  

    DY Chandrachud: ‘গণতন্ত্রে  কোনও প্রতিষ্ঠানই একশো শতাংশ ত্রুটিমুক্ত নয়’, বললেন প্রধান বিচারপতি  

    মাধ্যম নিউজ ডেস্ক: গণতন্ত্রে (Democracy) কোনও প্রতিষ্ঠানই একশো শতাংশ ত্রুটিমুক্ত নয়। এমন কী কলেজিয়াম সিস্টেম, যারা বিচারক নিয়োগ করে, তারাও এর বাইরে নয়। শুক্রবার একথা বলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। আজ, শনিবার সংবিধান দিবস (Constitution Day)। এই উপলক্ষে শুক্রবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। এই অনুষ্ঠানে যোগ দেন দেশের প্রধান বিচারপতি। সেখানেই তিনি বলেন, এই সমস্যার সমাধান হল, যে সিস্টেম রয়েছে, তার মধ্যে থেকে কাজ করাই একমাত্র পথ।

    চন্দ্রচূড় বলেন…

    সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান বিচারপতি (DY Chandrachud) বলেন, আমি ভেবেছিলাম, আমি সেরাটাকে সংরক্ষণ করব। এর পরেই তিনি বলেন, গণতন্ত্রে কোনও প্রতিষ্ঠানই একশো শতাংশ ত্রুটিমুক্ত নয়। যে পরিকাঠামো রয়েছে, তার মধ্যে থেকেই কাজ করতে হবে। তিনি বলেন, আমরা বিশ্বস্ত সৈনিক, যারা সংবিধানকে কার্যকর করব। দেশের প্রধান বিচারপতি বলেন, আমরা যখন অপূর্ণতার কথা বলি, তখনও আমাদের সমাধান হল, যে সিস্টেম রয়েছে, তার মধ্যে থেকেই কাজ করা। চন্দ্রচূড় আরও বলেন, কেবল কলেজিয়াম সিস্টেম সংস্কার করলে কিংবা বিচারকদের বেতন বাড়িয়ে দিলেই ভাল এবং যোগ্য মানুষ বেঞ্চে যোগ দেবেন, তা নিশ্চিত হয় না।

    দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি চন্দ্রচূড় (DY Chandrachud)  বলেন, সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের প্রেসিডেন্ট ভাল মানুষের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর পরেই তিনি বলেন, ভাল মানুষদের বিচার ব্যবস্থার অন্তর্ভুক্ত করা, ভাল আইনজীবী তৈরি করেই কলেজিয়াম ব্যবস্থার সংস্কার সম্ভব নয়। টাকা কিংবা বেতন দিয়ে বিচারকের মান নির্ণয় করাও সম্ভব নয়। প্রধান বিচারপতি বলেন, একজন বিচারককে আপনি যতই বেতন দেন না কেন, তা একজন সফল আইনজীবীর দিনের শেষের উপার্জনের একটা ছোট অংশ হবে। তিনি বলেন, বিচারক হওয়া আসলে বিবেকের ডাক, পাবলিক সার্ভিসের প্রতি দায়বদ্ধতা।

    আরও পড়ুন: “দেশের সমস্ত নাগরিকদের রক্ষা করব…”, প্রধান বিচারপতি পদে শপথ নিলেন ডি ওয়াই চন্দ্রচূড়

    প্রসঙ্গত, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার। তার পরের বছর থেকে ফি বছর এই দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। আগে এই দিনটি পালিত হত আইন দিবস হিসেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weather Update: রাজ্যে পারদ পতন, উত্তুরে হাওয়ায় কলকাতায় শীতের আমেজ

    Weather Update: রাজ্যে পারদ পতন, উত্তুরে হাওয়ায় কলকাতায় শীতের আমেজ

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহের শুরু থেকেই কলকাতায় শীতের (Winter) আমেজ। তাপমাত্রায় আরও পতন সপ্তাহের শেষে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। উত্তুরে হাওয়ার কারণেই মূলত এই শীতের আমেজ। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস(Alipore Meteorological  Department)।

    কলকাতায় পারদের ওঠানামে চলছে গোটা সপ্তাহ ধরেই। চলতি সপ্তাহে সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার একধাক্কায় তাপমাত্রার পতন হল ২ ডিগ্রি। ওই দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার কলকাতায় পারদ নামে ১৬.৯ ডিগ্রিতে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

    আরও পড়ুন: লটারি দুর্নীতি নিয়ে জেরা! অনুব্রত কন্যা সুকন্যাকে ফের দিল্লিতে তলব ইডির

    বৃষ্টির সম্ভবনা নেই? 

    শীতের আমেজ গোটা রাজ্যজুড়ে। আর সে কারণেই জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না শিশু থেকে বয়স্করাও। এই আবহাওয়ায় বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অবলম্বন করতে হবে বিশেষ সাবধানতা। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নিচে নামতে পারে পারদ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরেকটু নিচের দিকে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি থাকবে বলে মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ দেখা দিয়েছিল, তা সরে যাওয়ায় আকাশ আগের তুলনায় আরও পরিষ্কার হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকায় জমিয়ে শীতের আমেজ থাকবে আরও কয়েকদিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নিচে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের সামান্য নিচে থাকবে পারদ। উত্তুরে হাওয়া বইবে, তবে তার তীব্রতা কিছুটা কমবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • CV Anand Bose: পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংশোধন বিলে স্বাক্ষর রাজ্যপালের

    CV Anand Bose: পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংশোধন বিলে স্বাক্ষর রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিলেন নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। শপথের পর তিনি জানিয়েছিলেন,মানুষের স্বার্থে কোনও আপোষ নয়। উন্নয়নের স্বার্থে রাজ্য প্রশাসনকে সঙ্গে নিয়েই তিনি কাজ করবেন। সেই কথামতোই দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংশোধন বিল ২০২২-এ সই করলেন তিনি। বিলে স্বাক্ষর করার পাশাপাশি ট্যুইট করে তা জানিয়েও দিলেন।

    আরও পড়ুন: ভারতের ইতিহাস বীরত্বের, যোদ্ধাদের! নতুন করে তা লিখতে হবে অভিমত প্রধানমন্ত্রীর

    রাজ্যপালের ট্যুইট

    বুধবারই বাংলার নতুন রাজ্যপাল (Governor) হিসেবে শপথ নিয়েছেন তিনি। আর বৃহস্পতিবারই, তফশিলি জাতি ও উপজাতি সংশোধনী বিলে সই করেন সিভি আনন্দ বোস (CV Anand Bose)। নিজেই ট্যুইট করে জানান সেকথা। ট্যুইট বার্তায় তিনি লেখেন,’সংশোধনী এই বিলে সম্মতি দিতে পেরে তিনি আনন্দিত।’  সেপ্টেম্বর মাসেই এই সংশোধনী বিল বিধানসভায় পাস হয়। তারপর থেকেই তা ছিল রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় ছিল। পরবর্তীকালে, অস্থায়ী রাজ্যপাল লা গণেশন বেশ কিছু বিলে স্বাক্ষর করলেও, এই বিলের ক্ষেত্রে সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। অবশেষে এই সংশোধনী বিলে বৃহস্পতিবার অনুমোদন দিলেন নতুন রাজ্যপাল। এদিকে, দায়িত্বগ্রহণের পর শুক্রবার বিকেলে, ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শনে যান সিভি আনন্দ বোস। ছিলেন প্রায় ৪৫ মিনিট। ঘুরে দেখেন লাইব্রেরি। হাতে তুলে নেন বহু দুষ্প্রাপ্য বই।

    বিলের সুবিধা

    এই বিলে সই হয়ে যাওয়ায় আদিবাসী মানুষদের অনেক সুবিধা হবে। উল্লেখ্য, এতদিন SC/ST শংসাপত্রের জন্য মাত্র একবার আবেদন করা যেত। উচ্চতর কর্তৃপক্ষ সেই আবেদন খারিজ করে দিলে,আর আবেদনের সুযোগ ছিল না। বিল সংশোধনের ফলে, এবার আবেদন খারিজ হলেও, ফের আবেদন জানানো যাবে। এই তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংশোধন বিলকে সামনে রেখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রচারে আসতে পারবে শাসক-বিরোধী দুই শিবিরই। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Amitabh Bachchan: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ‘বিগ বি’-র নাম-ছবি-কণ্ঠস্বর, নির্দেশ দিল্লি হাইকোর্টের

    Amitabh Bachchan: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ‘বিগ বি’-র নাম-ছবি-কণ্ঠস্বর, নির্দেশ দিল্লি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে আর বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাম, কণ্ঠস্বর, ছবি তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এমনটাই আজ দিল্লি হাইকোর্ট নির্দেশ দিল। আদালত বলেছে, অভিনেতার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করা যাবে না। তবে কী এমন হল, যার জন্য এমন নির্দেশ দেওয়া হল আদালত থেকে।

    ঘটনাটি কী?

    সূত্রের খবর অনুযায়ী, ব্যক্তিত্বের অধিকার (Personality Rights) রক্ষার জন্য দিল্লি হাইকোর্টে মামলা করেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) । শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভের আইনজীবী। সেখানে তাঁদের তরফে দাবি করা হয়, নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তাঁর অধিকার থাকবে। অন্য কারও থাকবে না। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো উত্তেজনা বিনোদন জগতে।

    অমিতাভের (Amitabh Bachchan) আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, সম্প্রতি ‘অমিতাভবচ্চন ডট কম’ নামে একটি ডোমেন বিক্রি হয়েছে। আর এটির সঙ্গে অমিতাভ বচ্চনের কোনও সম্পর্ক নেই। আবার কেউ টি-সার্টে তাঁর ছবি লাগিয়ে বিক্রি করছে, কেউ পোস্টার বানাচ্ছে। ফলে এক্ষেত্রে মেগাস্টারের নিজস্বতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আদালতে জানিয়েছেন আইনজীবী। সেই প্রসঙ্গ তুলেই দাবি করা হয়, বিগ বি-র নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তাঁর অধিকার থাকবে।

    তাঁর (Amitabh Bachchan) পক্ষে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে (Harish Salve)। বিচারপতি নবীন চাওলার (Justice Navin Chawla) এজলাসে এই মামলার শুনানি হয়। এদিন বিচারপতি বলেন, “এটা অস্বীকার করা যায় না যে অমিতাভ বচ্চন একজন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং তাঁকে অনেক বিজ্ঞাপনে দেখা গেছে। যারা তাঁর ব্যক্তিত্বকে তাঁর অনুমতি ছাড়াই তাদের ব্যবসা, পণ্য এবং পরিষেবার প্রচারের জন্য ব্যবহার করেছেন, তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন অমিতাভ বচ্চন। অভিনেতা এই ধরনের কার্যকলাপের জন্য ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই এই সমস্ত বিষয় মাথায় রেখে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে।”

    এককথায় বলতে, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) বিনোদন জগতের সব থেকে বড় নাম। বিজ্ঞাপনে এই বড় নামের গুরুত্ব অনেক। কিন্তু এই নামকে কাজে লাগিয়েই অনেকেই তাদের ব্যবসা ও সংস্থার পণ্যে সেলিব্রিটিদের অনুমতি ছাড়াই তাঁদের ছবি, কণ্ঠ ব্যবহার করে। আর এই বিষয়টিকে বন্ধ করতেই এবারে সরব হয়েছেন ‘বিগ বি’ (Amitabh Bachchan) ।

     

  • INDIA vs NEW ZEALAND: ঝড়ো ইনিংস ল্যাথামের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার ভারতের

    INDIA vs NEW ZEALAND: ঝড়ো ইনিংস ল্যাথামের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: টি২০ সিরিজে হারের বদলা নিল নিউজিল্যান্ড। অকল্যান্ড পার্কে প্ৰথম ওয়ানডেতেই ভারতকে হারাল কিউইরা। ৩০০-এর উপরে রান তুলেও হতশ্রী বোলিংয়ের ফলে হারতে হল ভারতকে। ব্যাটে আগুন ঝড়ালেন টম ল্যাথাম ১০৪ বলে ১৪৫ করে ম্যাচের সেরা তিনি। ভারতের বিশাল রান তাড়া করতে নেমে ল্যাথামকে যোগ্য সহায়তা করেন কিউই নেতা কেন উইলিয়ামসন। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৯৪ রান করে নট-আউট থাকেন উইলিয়ামসন।

    ভারতের ব্যাট

    টসে জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতেই ১২৪ রান তোলেন শিখর ধাওয়ান ও শুভমন গিল। দু’জনেই হাফসেঞ্চুরি করেন। তিন নম্বরে নেমে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলছিলেন নাইট অধিনায়ক। দলের রান বাড়াতে আক্রমণাত্মক শট খেলতে গিয়েই উইকেট খোয়ান তিনি। অন্যদিকে শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে মারমুখী ব্যাটিং করেন ওয়াশিংটন সুন্দর। তবে এদিন একেবারেই ভাল খেলতে পারেননি সূর্যকুমার যাদব। মাত্র ৪ রান করেই ফিরে যান তিনি। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে ভারত। যা ব্ল্যাক ক্যাপসদের বেগ দিতে পারত। 

    আরও পড়ুন: নয়া তারকা রির্চালিসন, চোট নেইমারের! আশা-আশঙ্কায় ব্রাজিলের সমর্থকরা

    নিউজিল্যান্ডের ইনিংস

     ভারতের ৭ উইকেটে ৩০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭ বলে বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় নিউজিল্যান্ড। টম ল্যাথাম ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারের সেরা ইনিংস খেলেন। তিনি ১৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ১৪৫ রান করে অপরাজিত থাকেন।  এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছেন অর্শদীপ সিং। এদিন তাঁর ওয়ানডে অভিষেক হল। তবে আগের দুই মেগা টুর্নামেন্টের দুরন্ত ফর্ম ধরে রাখতে পারলেন না তিনি। অর্শদীপ ৮.১ ওভারে ৬৮ রান খরচ করেন। গতির ঝড় তোলা উমরান মালিকও এদিন প্রথমবার জাতীয় দলের জার্সি পরে ওয়ানডে ম্যাচ খেললেন। দু’টি উইকেট তুলে নিয়ে ফের উজ্জ্বল হয়ে উঠলেন জম্মু-কাশ্মীরের এই বোলার। উমরান ৬৬ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেছেন। শার্দুল ৯ ওভারে ৬৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। 

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত: ৩০৬/৭ ( শ্রেয়স ৮০, শিখর ৭২, ফার্গুসন ৩/৫৯)
    নিউজিল্যান্ড: ৩০৯/৩ (ল্যাথাম ১৪৫ , উইলিয়ামসন ৯৪)
    নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। 

     

  • Suvendu Adhikari: ‘ডিসেম্বর সিনড্রোম’! ভয় পেয়েই কি বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডাকলেন মুখ্যমন্ত্রী?

    Suvendu Adhikari: ‘ডিসেম্বর সিনড্রোম’! ভয় পেয়েই কি বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডাকলেন মুখ্যমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির (BJP) শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চায়ের নেমতন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)! তার পরেই শুরু হয়েছে জল্পনা। বিরোধীদের প্রশ্ন, ‘ডিসেম্বর সিনড্রোমে’র ভয়েই কি বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডাকলেন মুখ্যমন্ত্রী?

    শুভেন্দুকে চা খেতে ডেকেছিলাম…

    বুধবার শপথ নিয়েছেন নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। সিটিং অ্যারেঞ্জমেন্ট ‘অপমানজনক’ হওয়ায় ওই অনুষ্ঠানে উপস্থিত হননি শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, বিজেপির টিকিটে জয়ী হয়ে তৃণমূলে যাওয়া দুই দলবদলু বিধায়ক বিশ্বজিৎ দাস এবং কৃষ্ণকল্যাণীর সঙ্গে এক পঙক্তিতে বসতে দেওয়া হয়েছে তাঁকে। এর পর আজ, শুক্রবার বিধানসভায় সাক্ষাৎ হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর। মমতাই চায়ের নেমতন্ন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতাকে। পরে তিনি বলেন, শুভেন্দুকে চা খেতে ডেকেছিলাম। আর শুভেন্দুর দাবি, চা খাওয়া হয়নি। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। তিনি জানান, মুখ্যমন্ত্রী তাঁদের চা খেতে বলেছিলেন। কিন্তু বিধানসভায় অধিবেশন চলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদেরও ব্যস্ততার কারণে চা খাওয়া হয়নি। প্রসঙ্গত, এদিন শুভেন্দুর সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন বিধায়ক বিজেপির অশোক লাহিড়ি, অগ্নিমিত্রা পল ও মনোজ টিগ্গা।

    এদিন ছিল সংবিধান দিবস। সেই উপলক্ষেই বক্তৃতা দিচ্ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। কিন্তু শুভেন্দুর বক্তব্য শুরু হতে না হতেই তৃণমূল বিধায়কদের বসার জায়গা থেকে গোলমাল শুরু হয়। কানে আসতেই রুখে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেউ বাধা দেবে না। সবাই চুপ করে থাক। কোনও কোনও তৃণমূল বিধায়ক টিকা-টিপ্পনীও কাটতে শুরু করেছিলেন। মমতা তাঁদেরও কড়া ভাষায় কথা বলতে নিষেধ করেন। সঙ্গে সঙ্গেই থেমে যায় গোলমাল। নির্বিঘ্নে বক্তৃতা শেষ করেন শুভেন্দু। তার পরেই আসে চায়ের নেমতন্ন। নেমতন্ন রক্ষা করতে মুখ্যমন্ত্রীর ঘরে যান বিরোধী দলনেতা।

    আরও পড়ুন: এনআইএ কাজ করছে দেশদ্রোহীরা সাবধান! শাসক দলকে হুঁশিয়ারি শুভেন্দুর

    মমতা-শুভেন্দুর এই সাক্ষাৎকার পর্ব জন্ম দিয়েছে একাধিক জল্পনার। নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। তার পর থেকে দু জনের সম্পর্ক আক্ষরিক অর্থেই অহি-নকুলের। সম্প্রতি শুভেন্দুকে বলতে শোনা যায়, এই ডিসেম্বরেই পড়ে যাবে তৃণমূল সরকার। তিনি এও জানিয়েছিলেন, জোর করে সরকার ফেলবেন না তাঁরা। সরকার পড়ে যাবে আপনা থেকেই। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই মোদির ডাকা বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা। সেই একই কারণে শুভেন্দুকে করতে হচ্ছে চায়ের নেমতন্ন। তাঁকে সম্বোধন করতে হচ্ছে ‘ভাই’ বলে!

    একেই বলে ‘ডিসেম্বর সিনড্রোম’!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Galwan: বিপাকে রিচা চাড্ডা! গালওয়ান বিতর্কের জেরে অভিযোগ দায়ের, ক্ষোভ উগরে দিলেন অক্ষয়ও

    Galwan: বিপাকে রিচা চাড্ডা! গালওয়ান বিতর্কের জেরে অভিযোগ দায়ের, ক্ষোভ উগরে দিলেন অক্ষয়ও

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার ট্যুইট (Galwan) নিয়ে গতকাল থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া। সাধারণত রিচা চাড্ডা স্পষ্টবক্তা, আর এই জন্য তাঁকে এর আগেও অনেক মন্তব্যের জন্য ট্রোলের শিকার হতে হয়েছে। আর এবারেও ভারতীয় সেনাকে নিয়ে এক মন্তব্য করায় ফের বিতর্কে জড়ালেন অভিনেত্রী। এমনকি তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের জুহু পুলিশ স্টেশনে অভিযোগও দায়ের করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত।

    অন্যদিকে ভারতীয় সেনাকে (Galwan) নিয়ে মন্তব্য ও উপহাস করায় তাঁর উপর ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। আবার নেটিজেনরা অভিনেত্রীর ক্ষমা দাবি করেছেন। এরপরই রিচা চাড্ডা তাঁর বিতর্কিত ট্যুইটের জন্য প্রকাশ্যে ক্ষমা চান। কিন্তু তিনি ক্ষমা চাইলেও এই বিতর্ক এখানেই থেমে যায়নি। এই মন্তব্যের জেরে একাধিক ব্যক্তি তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে থানায় যাচ্ছে ও ভারতীয় সেনাকে অপমান করার জন্য তাঁর শাস্তির দাবি করছে।

    ঘটনাটি কী?

    পাক অধিকৃত কাশ্মীরের ফের দখল নেওয়া হবে বলে দিন কয়েক আগেই বিবৃতি দিয়েছিলেন রাজনাথ সিং। এরপরেই সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদি বিবৃতি দেন যে, “ভারতীয় সেনা পাকিস্তানে থাকা কাশ্মীর ফেরত নেওয়ার দেশের জন্য অপেক্ষা করছে এবং তারা প্রস্তুত। আমরা সরকারের আদেশের অপেক্ষা করছি। আমরা খুব দ্রুত অপারেশন পূরণ করব।” আর এরপরেই এনার বক্তব্যের উপর নিজের প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী। তিনি ট্যুইটে লিখেছেন, ‘Galwan Says Hi’। আর এতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া (Galwan)। তাঁর প্রতিক্রিয়া ভারতীয়দের পছন্দ হয়নি এবং নেটিজেনদের একাংশ ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগে তাঁর শাস্তির দাবিতে সরব হয়েছেন ও অনেকে তাঁকে নিয়ে ট্রোল করা শুরু করেছেন।

    রিচার বিরুদ্ধে অভিযোগ দায়ের অশোক পণ্ডিতের

    ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগে অশোক পণ্ডিত রিচার বিরুদ্ধে এফআইআর (Galwan) দায়ের করার জন্য বলেন। তিনি বলেন, “আপনি একজন সেলিব্রেটি বলেই আপনি সেনা জওয়ানদের উপহাস করতে পারেন না, তাঁদের জন্যই আমরা বেঁচে আছি। তাঁরা জাতিকে রক্ষা করে। আপনি তাঁদের নিয়ে মজা করতে পারেন না। আপনি দেশকে অপমান করছেন। এটি দেশবিরোধী কাজ।” তিনি আরও জানিয়েছেন, তাঁর মনে হয়েছে শুধুমাত্র ট্যুইটে রিচার বিরুদ্ধে রাগ দেখিয়ে লাভ নেই, এসময় একজন নাগরিক হিসাবে তাঁর সৈন্যদের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য। তাই তিনি রিচার শাস্তির দাবি করেছেন।

    রিচার মন্তব্যের নিন্দা করেন অক্ষয় কুমার

    ভারতীয় সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের (Galwan) ফলে রিচার প্রতি ক্ষোভ উগরে দিলেন অক্ষয় কুমারও। তিনি লিখেছেন, “এটা দেখে খুব দুঃখ পেলাম। সেনা-জওয়ানদের প্রতি আমাদের কখনোই অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। ওঁরা আছে বলেই আমরা আছি।”

    ক্ষমা চাইলেন রিচা

    বৃহস্পতিবার সকাল থেকে এই ট্যুইট-বিতর্ক নিয়ে শোরগোল শুরু হওয়ার পর চাপে পড়ে অবশেষে রিচা চাড্ডা ট্যুইটারে ক্ষমা চান। অভিনেত্রী জানান যে তিনি অনিচ্ছাকৃতভাবে এই ভুল করেছেন রিচা তাঁর ট্যুইটে বলেন, ‌“যদিও এটা আমার উদ্দেশ্য ছিল না, তবে যেই তিনটে শব্দ নিয়ে এত বিতর্ক হচ্ছে তা যদি কারও মনে আঘাত করে থাকে, আমি ক্ষমা চাইছি।”

  • Recruitment Scam: ‘কমিশনকে বলব তৃণমূলের প্রতীক প্রত্যাহার করার জন্য?’, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

    Recruitment Scam: ‘কমিশনকে বলব তৃণমূলের প্রতীক প্রত্যাহার করার জন্য?’, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রিসভাকে পার্টি করে তৃণমূলের (TMC) প্রতীক কেড়ে নিতে বলব কি? শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gganguly)। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে গত কয়েক মাসে নজিরবিহীন বেশ কিছু পর্যবেক্ষণ জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সে সবকে ছাপিয়ে গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য। তিনি বলেন, হয় ক্যাবিনেটকে বলতে হবে যে আমরা অযোগ্যদের পাশে নেই এবং ১৯ শে মে-র বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। নাহলে এমন পদক্ষেপ করব যেটা গোটা দেশে কখনও হয়নি। তিনি বলেন, আমার সন্দেহ আছে যে, হয় গণতন্ত্র সঠিক হাতে নেই। আর নাহলে গণতন্ত্র বিকশিত হয়নি। আমি ক্যাবিনেটকে পার্টি করে দেব। সবাইকে এসে উত্তর দিতে হবে। শোকজ করতে পারি।

    সওয়াল জবাব…

    এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মণীশ জৈনের দীর্ঘ সওয়াল জবাব চলে আদালতে। এক প্রশ্নের উত্তরে মণীশ বলেন, অতিরিক্ত শূন্যপদ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশ এসেছিল। তিনিই আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছিলেন।

    প্রশ্ন: আপনি কি জানেন যে কমিশনের আইন অনুযায়ী কোন বেআইনি নিয়োগ করা যায় না?

    উত্তর: হ্যাঁ।

    প্রশ্ন: তাহলে অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হল?

    উত্তর: উপযুক্ত স্তর থেকে নির্দেশ এসেছিল। ব্রাত্য বসুর নির্দেশ এসেছিল। তিনি আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছিলেন। আমার আইনজীবী এবং অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা হয়েছিল। আইন দফতরের সঙ্গেও কথা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়। মুখ্যসচিবকে জানানো হয়। ক্যাবিনেটে নোট পাঠানো হয়।

    প্রশ্ন: অবৈধদের নিয়োগ নিয়ে পরামর্শ দিয়েছেন আইনজীবীরা?

    উত্তর: না।

    প্রশ্ন: আপনার কি মনে হয় না যে অবৈধদের বাঁচানোর জন্য এই অতিরিক্ত শূন্যপদ? অবৈধদের সরানোর কোন সিদ্ধান্ত হয়েছিল?

    উত্তর: আমরা আইন দফতরের সঙ্গে কথা বলেছি।

    প্রশ্ন: আমি বিস্মিত যে কীভাবে ক্যাবিনেটে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হল?  যেখানে আইনে এর কোন সংস্থান নেই। আপনি কি মনে করেন যে অবৈধদের চাকরি বাঁচানো দরকার?

    উত্তর: না।

    প্রশ্ন: কোন ক্যাবিনেটে এই সিদ্ধান্ত হয়?

    উত্তর:  আমরা আইন দফতরের সঙ্গে কথা বলেছি।

    প্রশ্ন: এটা কোনও রাজ্যের নীতি হতে পারে?  আবার বলা হচ্ছে, যে কারও চাকরি যাবে না। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর কাছে আবেদন দাখিল করার কোনও লিখিত নির্দেশিকা নেই। অতিরিক্ত প্রায় ২৬২ কোটি টাকা কেন প্রতি বছর ব্যয় করা হবে এই অযোগ্যদের জন্য?

    উত্তর: আমরা অ্যাডভোকেট জেনারেলের সঙ্গেও এবিষয়ে কথা বলেছিলাম।

    প্রশ্ন: আপনার কি মনে হয় না যে ক্যাবিনেট তার এই সিদ্ধান্তের মাধ্যমে সংবিধানবিরোধী কাজ করেছে? ক্যাবিনেটের সদস্যরা সই করলেন?  কেউ তাঁদের সতর্ক করলেন না?

    উত্তর: আমি সেখানে ছিলাম না।

    এর পরেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, বিধানসভায় দলনেতা মুখ্যমন্ত্রী। আর লোকসভায় দলনেতা প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি ইলেকশন কমিশনকে বলব তৃণমূল কংগ্রেসের লোগো প্রত্যাহার করার জন্য। দল হিসাবে তাদের মান্যতা প্রত্যাহার করতে বলব নির্বাচন কমিশনকে। সংবিধান নিয়ে যা ইচ্ছা করা যায় না, হুঁশিয়ারি বিচারপতির। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীর যন্ত্রণা বুঝতে পারি। কিন্তু কিছু দালাল যারা মুখপাত্র বলে পরিচিত তারা আদালতের নামে যা ইচ্ছা বলছে। বলছে, যে নিয়োগ হলেই আদালতে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসছে। আদালত কি এগরোল নাকি যে এলেই স্থগিতাদেশ পেয়ে যাবে? প্রশ্ন বিচারপতির।

    আরও পড়ুন: অভিষেকই ‘কয়লা ভাইপো’? মেনে নিচ্ছে তৃণমূল?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Jama Masjid: মহিলাদের ‘একা’ প্রবেশে নিষেধাজ্ঞা! বিতর্কিত নোটিশ প্রত্যাহারে রাজি জামা মসজিদ

    Jama Masjid: মহিলাদের ‘একা’ প্রবেশে নিষেধাজ্ঞা! বিতর্কিত নোটিশ প্রত্যাহারে রাজি জামা মসজিদ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির জামা মসজিদে (Jama Masjid) মহিলারা যেতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছিলেন মসজিদ কর্তৃপক্ষ। তার পরেই হইচই পড়ে যায় দেশজুড়ে। মসজিদ কর্তৃপক্ষকে এ নিয়ে নোটিশও পাঠায় দিল্লির (Delhi) মহিলা কমিশন। তার পরেও অবশ্য পিছু হটেননি মসজিদ কর্তৃপক্ষ। শেষমেশ জট খুলল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার হস্তক্ষেপে। তিনি কথা বলেন জামা মসজিদের শাহি ইমামের (Shahi Imam) সঙ্গে। মহিলাদের মসজিদে ঢোকার নির্দেশিকা প্রত্যাহার করতে তাঁকে অনুরোধ করেন। তার পরেই মসজিদ কর্তৃপক্ষ ওই নির্দেশিকা প্রত্যাহার করে নেন। সূত্রের খবর, ইমাম বুখারিও ওই নির্দেশিকা প্রত্যাহারে সম্মত হয়েছেন। তবে সেক্ষেত্রে একটি শর্ত আরোপ করা হয়েছে। তাতে বলা হয়েছে, দর্শনার্থীদের মসজিদের পবিত্রতা বজায় রাখতে হবে।

    জামা মসজিদের নোটিশ…

    দিল্লির জামা মসজিদ (Jama Masjid) কর্তৃপক্ষ মসজিদের প্রধান ফটকের বাইরে একটি নোটিশ টাঙায়। তাতে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়। কোনও মহিলা একাই আসুন কিংবা দলবদ্ধভাবে আসুন, তাঁরা কেউই প্রবেশ করতে পারবেন না মসজিদে। তার পরেই দেশজুড়ে শুরু হয় বিতর্ক। প্রবল বিতর্কের মুখে পড়ে মসজিদের শাহি ইমাম বৃহস্পতিবার জানিয়ে দেন, যাঁরা প্রার্থনার জন্য মসজিদে আসবেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য নয়।

    মসজিদের (Jama Masjid) মূল গেটের সামনে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে যে নোটিশ টাঙানো হয়েছিল, তাতে নোটিশ ইস্যুর কোনও তারিখ দেওয়া ছিল না। দিন কয়েক আগে তিনটি ফটকের সামনে ওই নোটিশ ঝুলতে দেখা যায়। তার পরেই শুরু হয় বিতর্ক। মসজিদ কমিটির তরফে জারি করা নোটিশে বলা হয়েছে, কোনও মহিলা যদি একা আসেন কিংবা দলবদ্ধভাবেও আসেন, তাহলেও তাঁরা মসজিদে ঢুকতে পারবেন না। প্রসঙ্গত, দিল্লির জামা মসজিদ তৈরি হয়েছি মুঘল আমলে, সপ্তদশ শতাব্দীতে। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন মসজিদ দর্শনে।

    আরও পড়ুন: জামা মসজিদে মেয়েদের ‘একা’ ঢোকায় নিষেধাজ্ঞা! ‘‘এটা ইরান নাকি?’’ তোপ মহিলা কমিশনের

    মসজিদ (Jama Masjid) কমিটির ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয় বিশ্ব হিন্দু পরিষদের তরফেও। মসজিদ কমিটির ওই সিদ্ধান্তকে ‘মহিলা বিরোধী’ বলেও দাবি করে বিশ্ব হিন্দু পরিষদ। এই বিষয়ে তারা দাবি করে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক এবং জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ। পরে মসজিদ কমিটিকে নোটিশ পাঠায় দিল্লির মহিলা কমিশনও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • FIFA World Cup: নয়া তারকা রির্চালিসন, চোট নেইমারের! আশা-আশঙ্কায় ব্রাজিলের সমর্থকরা

    FIFA World Cup: নয়া তারকা রির্চালিসন, চোট নেইমারের! আশা-আশঙ্কায় ব্রাজিলের সমর্থকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপের পঞ্চম দিনে রোনাল্ডো, নেইমারকে দেখতে বৃহস্পতিবার টিভির পর্দায় চোখ রেখেছিলেন ফুটবল প্রেমীরা। রোনাল্ডো গোল করলেও যাদু ছিল না তাঁর এদিনের খেলায়। সহজ গোলের সুযোগও নষ্ট করেন রোনাল্ডো। নেমার গোল পাননি। কিন্তু তাঁর খেলা নজর কাড়ে।  তবে এদিন ব্রাজিল-সার্বিয়ার খেলায় বাইসাইকেল কিকে হলুদ-সবুজ জার্সিধারী রিচার্লিসনের গোল বুঝিয়ে দিল কাতার বিশ্বকাপে নয়া তারকা এসে গিয়েছে। সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় ব্রাজিল।

    নেইমারের চোট

    এদিন ব্রাজিল দলকে চালনা করছিলেন নেইমারই। প্লে অ্যাক্টিংয়ের চিহ্ন ছিল না কোথাও। দু’টি গোলের ক্ষেত্রে সরাসরি না হলেও ভূমিকা ছিল নেইমারের। ৬২ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন রিচার্লিসন। তাঁর দ্বিতীয় গোল বুঝিয়ে দেয় ব্রাজিলের ফুটবল দেখতে এখনও কেন রাতের পর রাত জেগে থাকেন ফুটবলপ্রেমীরা। সহজেই ম্যাচ জেতে ব্রাজিল। তবে নেইমারের চোট শঙ্কায় রাখল ভক্তদের। চোট পেয়ে ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন নেইমার। বেঞ্চে বসে পায়ে বরফ দিতে দেখা যায় তাঁকে। সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচ ট্যাকেল করেন নেইমারকে। গোড়ালিতে চোট পান নেইমার। পা ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ব্রাজিলের অধিনায়ককে। এমন অবস্থায় বাকি বিশ্বকাপে নেইমারকে পাওয়া যাবে কি না সেই আশঙ্কায় রয়েছেন সমর্থকরা। ব্রাজিল কোচ তিতে যদিও আত্মবিশ্বাসী যে, পরের ম্যাচে খেলতে পারবেন নেইমার।  

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    রোনাল্ডোর রেকর্ড

    নিজে গোল করলেও আর্জেন্টিনাকে জেতাতে পারেননি মেসি। কিন্তু রোনাল্ডো পারলেন। তাঁর গোলেই প্রথমে এগোল পর্তুগাল। ঘানা সমতা ফেরালেও ধরে রাখতে পারল না। তিন মিনিটের ব্যবধানে পর পর দু’গোল করে এগিয়ে যায় পর্তুগাল। গোল শোধ করার অনেক চেষ্টা করে ঘানা। একটা শোধ করলেও টান টান ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেই মাঠ ছাড়ে পর্তুগাল। এদিন গোল করার সঙ্গে সঙ্গেই কেরিয়ারের পঞ্চম এবং খুব সম্ভবত শেষ বিশ্বকাপে অনবদ্য রেকর্ড গড়ে ফেলেন রোনাল্ডো। পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড এখন শুধুমাত্র রোনাল্ডোর ঝুলিতে। গ্রুপ এইচ থেকে প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী ফার্নান্দো স্যান্টোসের দল।

    এদিন গ্রুপ-জি থেকে যাত্রা শুরু করে সুইৎজারল্যান্ড ও ক্যামেরুন। ব্রেল এমবোলোর একমাত্র গোলে জেতে সুইৎজারল্যান্ড। যদিও গোলের পর সেলিব্রেশন করেননি এমবোলো। ক্যামেরুনে জন্ম তাঁর। ফুটবলে পরিচিতি দিয়েছে সুইৎজারল্যান্ড। জন্মভূমির বিরুদ্ধে গোল করে তাই সেলিব্রেশন থেকে বিরত রইলেন ফুটবলার। গ্রুপ-এইচ থেকে কাপ যাত্রা শুরু করল উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। এই ম্যাচ গোলশূন্য ড্র হয়। 

    গতকালের ম্যাচের ফলাফল:

    সুইৎজারল্যান্ড ১ : ক্যামেরুন ০  

    উরুগুয়ে ০ : দক্ষিণ কোরিয়া ০

    পর্তুগাল ৩ : ঘানা ২

    ব্রাজিল ২: সার্বিয়া ০

    আজকের ম্যাচ:

    ওয়েলস্‌ বনাম ইরান (গ্রুপ বি) (দুপুর সাড়ে ৩টে)

     কাতার বনাম সেনেগাল (গ্রুপ এ) (সন্ধ্যা সাড়ে ৬টা)

    নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর (গ্রুপ এ) (রাত সাড়ে ৯টা)

    ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (গ্রুপ বি) (রাত সাড়ে ১২টা)

     

LinkedIn
Share