Blog

  • Vice President Elections: উপরাষ্ট্রপতি পদে জয়ী জগদীপ ধনখড়, জানেন তিনি কত ভোট পেলেন?

    Vice President Elections: উপরাষ্ট্রপতি পদে জয়ী জগদীপ ধনখড়, জানেন তিনি কত ভোট পেলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশা মতোই উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Elections) পদে জয়ী হলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল এনডিএর (NDA) প্রার্থী  বিজেপির (BJP) জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বিপুল ব্যবধানে তিনি হারালেন বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে (Margaret Alva)। ৭২৫টি প্রদত্ত ভোটের মধ্যে যেখানে ধনখড় পেয়েছেন ৫২৮ ভোট, সেখানে বিরোধী প্রার্থীর ঘরে পড়েছে মাত্র ১৮২ ভোট। প্রদত্ত ভোটের ৭২.৮২% ভোট পেয়ে জিতলেন জগদীপ ধনখড়। 

    পেশায় আইনজীবী ধনখড়ের জন্ম ১৯৫১ সালের ১৮ মে, রাজস্থানের ঝুনঝুন জেলার কিথানায়। স্কুলের পাঠ শেষে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৭৮-৭৯ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন ধনখড়। আইনজীবী হিসেবে দীর্ঘদিন রাজস্থান হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন তিনি। পরে আসেন রাজনীতিতে। ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুন লোকসভায় জনতা দলের প্রার্থী হন ধনখড়। জয়ীও হন। তার পরের বছরই হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন রাজস্থানের কিষণগড়ের বিধায়ক। ২০০৩ সালে তিনি যোগ দেন বিজেপিতে।

    আরও পড়ুন : উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পথে এগিয়ে ধনখড়, কেন জানেন?

    এর পর থেকে রাজনীতির পাশাপাশি চলতে থাকে সুপ্রিম কোর্টে প্র্যাকটিসও। ২০১৯ সালের ৩০ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নেন ধনখড়। তার পর থেকে বারবার সংবাদের শিরোনামে এসেছেন তিনি। সম্প্রতি তাঁকে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় এনডিএ। নাম ঘোষণা হতেই রাজ্যপাল পদে ইস্তফা দিয়ে মনোনয়নপত্র পেশ করেন ধনখড়। বিপুল ভোটে জয়ী হয়ে এখন তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী।

    এদিন সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যরা। ভোটে অংশ নেয়নি তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতে থাকা সত্ত্বেও এদিন ভোটদানে বিরত ছিল তৃণমূল। যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই ধারণা রাজনৈতিক মহলের। যদিও, দলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী এদিনের ভোটগ্রহণে অংশ নিয়েছিলেন, যা সমান তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

    এদিকে, ধনখড়ের জয়ে খুশির হাওয়া গেরুয়া শিবিরে। ধনখড়কে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে বিরোধী প্রার্থী মার্গারেট আলভার হারে শোকের ছায়া বিরোধী শিবিরে।

    আরও পড়ুন : সুপ্রিম কোর্টে বরাদ্দ চেম্বার ছাড়লেন জগদীপ ধনখড়, কেন জানেন?

  • DRDO Recruitment 2022: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত 

    DRDO Recruitment 2022: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organization) বা সংক্ষেপে (DRDO)। টেকনিক্যাল ক্যাডার (ডিআরটিসি) এর অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি এবং টেকনিশিয়ান এ- এর বিভিন্ন শূন্যপদ ঘোষণা করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৩রা সেপ্টেম্বর, আবেদনের শেষ তারিখ ২৩শে সেপ্টেম্বর। 

    DRDO CEPTAM 10 নিয়োগ ২০২২ সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য জেনে নিন।

    আরও পড়ুন: অগ্নিবীর পরীক্ষার ফল প্রকাশ করল বায়ুসেনা, দেখবেন কী করে?

    পরিচালনা কর্তৃপক্ষ: প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা কারিগরি ক্যাডার (DRTC)
    পোস্টের নাম: সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি, টেকনিশিয়ান এ
    শূন্যপদের সংখ্যা: ১৯০১ 
    বিজ্ঞাপন নম্বর: CEPTAM-10 (DRTC)
    আবেদন করার তারিখ: ৩রা সেপ্টেম্বর- ২৩শে সেপ্টেম্বর 
    চাকরির স্থান: সারা ভারত
    সরকারী ওয়েবসাইট: www.drdoitgov.in
    আবেদন ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণীর কোনও ফি লাগবে না।  

    সরকারি ওয়েবসাইটটিতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাবেন চাকরি প্রার্থীরা। 

    আরও পড়ুন: কর ছাড়ের প্রমাণপত্র জোগাড় করে রেখেছেন তো? সাবধান ২০০% জরিমানা হতে পারে

    পরীক্ষার ধরণ 

    • লিখিত পরীক্ষা
    • ট্রেড টেস্ট (প্র্যাক্টিক্যাল) 
    • নথি যাচাই
    • মেডিক্যাল টেস্ট 


    কীভাবে আবেদন করবেন? 

    • সবার আগে দেখে নিতে হবে যোগ্যতা সংক্রান্ত কলাম। যোগ্য প্রার্থীদের আবেদনই কেবল গ্রহণ করা হবে। 
    • প্রথমে www.drdoitgov.in – এই ওয়েবসাইটটিতে যান। 
    • সেখানে ‘CEPTAM 10 Recruitment 2022 Apply Page’ এই ট্যাবটিতে যান।
    • সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিলআপ করুন।
    • অনলাইন আবেদন করার আগে সমস্ত নথি এবং তাদের স্ক্যানড কপি প্রস্তুত রাখতে হবে |
    • প্রার্থীদের পেমেন্ট গেটওয়েতে গিয়ে অনলাইন পেমেন্ট করতে হবে। 
    • চূড়ান্ত জমা দেওয়ার আগে অবশ্যই আবেদনটি ভালো করে পড়ে নিন।
    • এবার ‘Submit’ – এ ক্লিক করলেই আপনার আবেদনপত্র জমা হয়ে যাবে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Bihar Politics: অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন নীতীশ

    Bihar Politics: অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন নীতীশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন মঙ্গলবার। বুধবার ফের অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন জনতা দল ইউনাইটেড (JDU) সুপ্রিমো নীতীশ কুমার (Nitish Kumar)। অটল বিহারী বাজপেয়ীর জমানায় সামলেছেন কৃষি, রেল সহ একাধিক মন্ত্রক। বিজেপির সমর্থনে পরে বসেন বিহারের (Bihar) তখতে। এবার ফের বসলেন। তবে এবার পাশে পেয়েছেন আরজেডি (RJD) এবং বাম-কংগ্রেসকে। মুখ্যমন্ত্রী নীতীশ বসলেও, উপমুখ্যমন্ত্রী হয়েছেন আরজেডির তেজস্বী যাদব (Tejashwi Yadav)। এদিন দুপুর দুটোয় রাজভবনে শপথ নেন তাঁরা।  

    এদিন একটি গাড়িতে করে নীতীশ এবং তেজস্বী যান রাজভবনে। বিহার বিধানসভায় বৃহত্তম দল আরজেডির ৭৯ বিধায়কের সঙ্গে যোগ হল নীতীশ কুমারের দলের ৪৫ জন। এর সঙ্গে যুক্ত হল কংগ্রেসের (Congress) ১৯ জন এবং বামেদের ১৬ জনও। প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাজির দলের চারজন এবং একজন নির্দলও সমর্থন করেন নীতীশকে। সব মিলিয়ে এদিন ১৬৪ জন বিধায়কের সমর্থনের চিঠি রাজ্যপালের হাতে তুলে দেন নীতীশ।

    আরও পড়ুন :পাটনায় পালাবদল! নীতীশ মুখ্যমন্ত্রী হলেও বেশি ক্ষমতা থাকবে লালু-পুত্রর হাতে?

    বিহার বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩। ম্যাজিক ফিগার ১২২। নীতীশের সঙ্গে রয়েছে তার চেয়েও ঢের বেশি বিধায়কের সমর্থন। আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, বিহারের রাজনীতি আজ থেকে নতুন পথে যাত্রা শুরু করল। একে শুধু দুজনের শপথ ভাবলে ভুল হবে। এদিকে, এদিন নীতীশকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতৃত্ব। দলের নেতা সুশীল মোদি বলেন, নীতীশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের জনগণকে অপমান করেছেন, যাঁরা এনডিএর দিকে তাকিয়ে তাঁকে ভোট দিয়েছিলেন। নীতীশের শপথের দিনটিকে বিশ্বাসঘাতকতা দিবস হিসেবে পালন করছে বিজেপি।

    এদিন শপথ নেওয়ার আগে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে ফোন করেছিলেন নীতীশ। জেল থেকেই তাঁকে শুভেচ্ছা জানান লালু। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, উপমুখ্যমন্ত্রী তজস্বীর স্ত্রী রাজশ্রী এবং আরজেডি নেতা তেজপ্রতাপরা। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই এদিন নীতীশকে প্রণাম করতে এগিয়ে যান তেজস্বী। শপথ গ্রহণের পর নীতীশ বলেন, দলের সবাই মিলে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নিয়েছি। তিনি যে প্রধানমন্ত্রী পদের দাবিদার নন, এদিন তাও জানান বিহারের মুখ্যমন্ত্রী। নীতিশ বলেন, কে বলেছে ২০১৪ সালে যারা জিতেছে, ২০১৪ সালেও তারা ভোটে জিতবে? আমি চাই বিরোধীরা একজোট হোক। তিনি বলেন, তবে আমি প্রধানমন্ত্রিত্বের দাবিদার নই।  

    আরও পড়ুন : নীতীশ ‘পরজীবী’, তোপ বিহার বিজেপির

  • Achanta Sharath Kamal: ‘স্বর্ণ’-কমল! ভারতের কিংবদন্তী টেবিল টেনিস তারকার ঝুলিতে চারটি পদক

    Achanta Sharath Kamal: ‘স্বর্ণ’-কমল! ভারতের কিংবদন্তী টেবিল টেনিস তারকার ঝুলিতে চারটি পদক

    মাধ্যম নিউজ ডেস্ক: মনে আছে মেলবোর্ন কমনওয়েলথ গেমস ২০০৬। অভিষেকেই চমকে দিয়েছিলেন কপালে ফেট্টি বাঁধা একহারা চেহারার ছেলেটি। পরের ১৬টা বছর ইতিহাস। কমনওয়েলথ গেমসের ভারতীয় দলের নিয়মিত সদস্যের নাম অচিন্ত্য শরথ কমল। দেশের টেবিল টেনিসের পোস্টার বয় শরথ দেখতে দেখতে পার করে ফেলেছেন ৪০টা বসন্ত। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে অভিজ্ঞতায় ভরপুর শরথ সাফল্যের পতাকা বহন করে চলেছেন। ১৬ বছর আগের ঝকঝকে তরুণ যে উদ্যম নিয়ে টিটি বোর্ডে নেমেছিলেন, আজও সেই জেদ বজায় রয়েছে। কিছু করে দেখানোর জেদ, জেতার খিদে আজও একইরকম। তেমনই ধরে রেখেছেন ফিটনেস।

    ছেলেদের সিঙ্গলস ম্যাচের ফাইনালে শরথ কমলের (Sharath kamal) প্রতিপক্ষ ইংল্যান্ড লিয়াম পিচফোর্ড ২৯ বছরের। কৌশলগত বা অভিজ্ঞতার দিক থেকে না হোক, গতির দিক থেকে চল্লিশ বছরের শরথকে পিছনে ফেলতেই পারতেন। কিন্তু পারেননি। রিফ্লেক্স নিখুঁত, টাইমিং সঠিক। দিশেহারা প্রতিপক্ষ। মিক্সড ডাবলসে (Mixed Doubles) সোনা জিতলেন সৃজা আকুলাকে নিয়ে। ২৪ বছরের তরুণীর সঙ্গে গতিতে সমানভাবে তাল মিলিয়ে চললেন। একটিবারের জন্যও মনে হল না জুটির একজন তেইশ বছরের অন্যজন চল্লিশের।  শরথের সাফল্যে ভাষাহারা ক্রীড়ামহল।

    কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত তাঁর সেরা সাফল্য।  শরথের কথায়, “আমার ৪০ বছরের জীবনের সেরা দুটো সপ্তাহ কাটালাম। এর থেকে ভালো কিছু হতে পারে না। মেনস ডাবলসে সোনা হতে পারত। যা হয়েছে তাতেই আমি খুশি। এর থেকে বেশি আশা করি না।” চারটির মধ্যে কোন মেডেলটা সবথেকে প্রিয়? একটুও না ভেবে শরথ বলে দিলেন, “ছেলেদের টিম ইভেন্টের সোনার পদক। প্রথম মেডেলটার গুরুত্ব অনেক। এটা আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা দুটোই দেয়। না জিতলে বিষয়টা এত সহজ হত না।” হতে পারে শরথের এটাই শেষ কমনওয়েলথ গেমস। ২০২৬ ভিক্টোরিয়া কমনওয়েলথের সময় তাঁর বয়স দাঁড়াবে ৪৪ বছর।

    ২০০৬ থেকে ২০২২ কমনওয়েলথ গেমসের ১৩টি পদক নিয়ে সিঙ্গপুরের ফেং তিয়ানওয়েইর সঙ্গে একাসনে ভারতের তারকা প্যাডলার। কেমন লাগছে দেশের সেরা টেবল টেনিস খেলোয়াড় হয়ে। শুনে শরথ বললেন, “গর্বিত মনে হয় নিজেকে। শুনতে ভালো লাগে। আমরা এখন খেলার গুরুত্বটা বুঝতে পেরেছি এবং এর উন্নতি হচ্ছে। আমাদের পারফরম্যান্স তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

    আরও পড়ুন: সামি বাদ পড়ায় ক্ষুব্ধ শ্রীকান্ত! বিশ্বকাপের দলে সামি ফিরলে অবাক হবেন না মোরে

    সমাপ্তি অনুষ্ঠানে দেশের তেরঙাও ছিল তাঁর হাতেই। বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে দেশের পতাকা হাতে প্রবেশ করেন টেবিল টেনিস ও বক্সিংয়ে সোনা জয়ী শরথ কমল ও নিখাত জারিন। ২৮ জুলাই হয়েছিল উদ্বোধীন অনুষ্ঠান। ১২ দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াবিদ একাধিক খেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে। অবশেষে ৮ অগাস্ট শেষ হল বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ (Birminghum Commonwealth Games 2022)। উদ্বোধনের মতই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল এবারের গেমসের আসর (Closing Ceremony)। অপেক্ষা আরও ৪ বছরের। ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে। 

  • Weather Forecast: অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের পশ্চিমাঞ্চল, নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডের দিকে

    Weather Forecast: অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের পশ্চিমাঞ্চল, নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডের দিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ (West Bengal) এবং উত্তর ওড়িশার (Odisha) উপকুলবর্তী অঞ্চলে (Coastal Area) নিম্নচাপের (Depression) সৃষ্টি হয়েছে। গত ছ ঘণ্টা ধরে এই অঞ্চলে রয়েছে নিম্নচাপটি। ২২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে এই নিম্নচাপ। হাওয়া অফিস জানাচ্ছে, ঝাড়খণ্ডের দিকে সরছে নিম্নচাপ। আর সেই কারণে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলে। বাকুড়া, পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। 

    আরও পড়ুন: নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিচ্ছে সাইক্লোনের, আপনার জেলাতেও কি আছড়ে পড়বে ঝড়? 

     

    ভারতীয় আবহাওয়া দফতর (IMD) নিম্নচাপের জেরে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এর আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ওড়িশার চার জেলাকে ভারী বৃষ্টিপাতের জন্যে সতর্ক থাকার অনুরোধ করেছিলেন। রেড অ্যালার্ট রয়েছে ওড়িশার বেশ কিছু জায়গায়। 

    উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকুলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। দক্ষিণ ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এছাড়া সকাল থেকেই এই নিম্নচাপের জেরে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বৃষ্টিপাত হয়েছে। 

    উত্তর ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশে আজ সারাদিনই ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়া অতি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে উত্তর-পশ্চিম ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিধর্ভতে। 

    আগামীকাল এই সব এলাকাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পূর্ব মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে ছত্তিশগড়, বিধর্ভতে।  

    ওড়িশা সরকারের তরফে বন্যা মোকাবিলায় সবরকমের চেষ্টার কথা বলা হয়েছে। 

    রাঁচির আবহাওয়া দফতরের তরফে ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সরাইকেলা-খারসওয়ান, পূর্ব ও পশ্চিম সিংভূম জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিম ও মধ্য ঝাড়খণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
     

  • Andre Russell: লক্ষ্য দেশের হয়ে দুটো বিশ্বকাপ! জানেন কী বললেন কেকেআর তারকা আন্দ্রে রাসেল

    Andre Russell: লক্ষ্য দেশের হয়ে দুটো বিশ্বকাপ! জানেন কী বললেন কেকেআর তারকা আন্দ্রে রাসেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। জিততে চান বিশ্বকাপ। দেশের জার্সিতেই শতরান সবচেয়ে বেশি তৃপ্তি দেয় জানালেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। দেশের হয়ে শেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছিলেন তিনি। তারপর আর খয়েরি-হলুদ জার্সি গায়ে বাইশ গজে নামা হয়নি রাসেলের। সম্প্রতি জাতীয় দলের কোচ ফিল সিমন্সের সঙ্গে মনোমালিন্যের জেরে রাসেলের জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেয়। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে আইপিএলে কলকাতার হয়ে খেলা তারকা অলরাউন্ডার রাসেল নিজেই জানিয়ে দেন, জাতীয় দলে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।  

    সম্প্রতি ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স বলেছিলেন, “দেশের হয়ে খেলার জন্য আমি দ্বারে দ্বারে গিয়ে সকলকে বলতে পারব না”। টি–টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল সম্পর্কে বলতে গিয়ে এভাবেই বিরক্তি প্রকাশ করেছিলেন সিমন্স। আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের মতো যাঁরা দেশের হয়ে না খেলে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান, মূলত তাঁদের দিকেই ইঙ্গিত করে এ কথা বলেছিলেন কোচ। তবে, কোচের কথার জবাব দিতে খুব বেশি দেরি করেননি রাসেল।

    সোশ্যাল মিডিয়ায় ক্যারিবিয়ান অলরাউন্ডার লিখেছিলেন, ‘জানতাম এ রকম কিছুই আসবে, তবে আমি চুপ থাকব।’ তার এই কথার পাশে ছিল রাগের চারটি ইমোজি। পরে অবশ্য সেই পোস্ট মুছে ফেলেন রাসেল। পোস্ট মুছে ফেললেও কোচের সঙ্গে মনোমালিন্যের গুঞ্জন মাথাচাড়া দিচ্ছিল। তার মধ্যেই রাসেলের এই কথা, ফের বিতর্ক উসকে দিল। 

    আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়নশিপে ব্রাত্য কেরলের মহিলা ফুটবল দল! প্রধানমন্ত্রীকে আবেদন

    রাসেল এখন খেলছেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’-এ। সেখানেই একটি ম্যাচের আগে ধারাভাষ্যকার ড্যারেন স্যামির সঙ্গে কথা বতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন রাসেল। তিনি বলেন, “অহেতুক সমালোচনা করা হচ্ছে। আমাদের মধ্যে একটি পরিষ্কার আলোচনা হয়েছিল। তারপরও এ ধরনের কথা। তবে, আমি চুপই থাকব, ড্যারেন।”

    ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্যামির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বসেরার খেতাব জিতেছিল। সে দুই বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের গুরত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন রাসেল। প্রাক্তন অধিনায়ককে রাসেল মনের কথা বলেন। তিনি জানান, “এমন নয় যে আমাকে নতুন করে শুরু করতে হবে। বয়স ৩৪ হয়ে গেছে, আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে অন্তত আরও একটি কিংবা দুটি বিশ্বকাপ জিততে চাই।”

  • Anubrata and ED-CBI: বালি-পাথরের ‘নবগ্রহ’ ইডি-সিবিআইয়ের নজরে, কেষ্টর পর কে কে?

    Anubrata and ED-CBI: বালি-পাথরের ‘নবগ্রহ’ ইডি-সিবিআইয়ের নজরে, কেষ্টর পর কে কে?

     

    মাধ্যম নিউজ ডেস্কঃ অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন কিংবা টুলু মণ্ডলই নয় বীরভূমের গরু, কয়লা, পাথর-বালির কারবারে যুক্ত আরও নয় ব্যক্তির সন্ধান পেয়েছে ইডি-সিবিআই। সেই ‘নবগ্রহ’-র মাধ্যমেই হাজার হাজার কোটি টাকা গত কয়েক বছরে বীরভূম থেকে লুট হয়েছে বলে তদন্তকারী সংস্থা জানতে পেরেছে। এঁদের মাধ্যমেই যে তৃণমূল নেতাদের টাকা বিভিন্ন স্থানে বিনিয়োগ হয়েছে তাও তদন্তকারীরা জানতে পেরেছেন। সায়গল গ্রেফতার হওয়া এবং টুলুর বাড়িতে তল্লাশি অভিযানের পর ওই নবগ্রহের অনেকেই এখন গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছেন। কিন্তু ইডি-সিবিআইয়ের হাতে তাঁদের যাবতীয় তথ্য চলে এসেছে। এক এক করে তাঁদের তদন্ত প্রক্রিয়ায় সামিল করে গরু, কয়লা, বালি, পাথরের সিন্ডিকেট সাম্রাজ্যে আঘাত হানা হবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে।

    কলকাতার পিজি হাসপাতাল অনুব্রতর চিকিৎসা করতে রাজি হয়নি। তাঁকে পরীক্ষা-নিরীক্ষার পর ফেরত পাঠিয়ে দিয়েছে সরকার। অতীতে সিবিআই-ইডির হাত থেকে বাঁচতে তৃণমূল নেতারা এসএসকেএমেই ঢুকে পড়তেন। নতুন ঘটনাক্রমে সিবিআইয়ের কাছে যেতেই হবে কেষ্টকে। তার পরেই বীরভূমের নবগ্রহের পালা।

    তদন্তকারী সংস্থা সূত্রের খবর, পাচারের কারবারে পরোক্ষ যোগ পাওয়া গিয়েছে স্থানীয় এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের। তিনিই বীরভূমের চার মক্কেলের (সবচেয়ে প্রভাবশালী ৪ তৃণমূল নেতা) সমস্ত লগ্নির হদিশ জানেন। নানা ভুয়ো সংস্থা তৈরি করে জমিজমা থেকে বিভিন্ন ব্যবসায় কীভাবে তৃণমূল নেতাদের লুটের টাকা কোথায় লুকিয়ে রাখা হয়েছে, তাও জানা রয়েছে ওই ব্যক্তির। তদন্তকারীর সংস্থা ইতিমধ্যেই তাঁকে কয়েকবার ডেকে পাঠিয়েছে। তদন্তে আরও সহযোগিতা না করলে তাঁকেই তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে চায় ইডি-সিবিআই (ED-CBI)।

    দিদি’ ফোন ধরছেন না, সিবিআই ডাকে বিচলিত কেষ্টর চোখে ঘুম নেই

    হিসাবপরীক্ষক ছাড়া বাকি আটজনই অবশ্য সাধারণ ব্যবসায়ী বা দালাল গোত্রের ব্যক্তি। কিন্তু গত সাত-আট বছরে তারা সকলেই আঙুল ফুলে কলাগাছ হয়েছে। সিবিআই-ইডির তদন্তকারীদের একাংশ জানাচ্ছেন, সিউড়ি শহরের পুলিশ সুপারের অফিসের কাছাকাছি স্থানে বসবাসকারী এক ব্যক্তি ইদানীং বালি-পাথর-কয়লার ডাক মাস্টার হিসাবে কাজ করছেন। বালি এবং পাথর ব্যবসায়ীদের থেকে টাকা তুলে তিনিই এখন তৃণমূল নেতাদের ঘরে পৌঁছে দিয়ে আসছেন। এই চক্রে সাঁইথিয়াতেও মিলেছে এক অভিষেকের সন্ধান। কে এই নতুন অভিষেক, তাও নজরে রেখেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এছাড়া আরও দুই ‘মণ্ডল’ বীরভূমের বালি-পাথরের কারবারে সক্রিয় রয়েছেন। এঁদের কাছেই খাটছে বীরভূমের বিভিন্নস্তরের তৃণমূল নেতাদের কোটি কোটি টাকা। এক ‘বোস’ এবং এক  ‘রাজ’-র সন্ধানও তদন্তকারীরা পেয়েছেন। এছাড়াও আছেন দুমকার এক ‘পাঠক’ এবং এক ‘তিওয়ারি’।

    তদন্তকারীরা জানাচ্ছেন, বীরভূমের তৃণমূল নেতাদের লুট, কাটমানি, তোলাবাজির অধিকাংশ টাকা এই নবগ্রহের কাছেই গচ্ছিত রয়েছে। ফলে তদন্ত প্রক্রিয়ায় এঁরা সহযোগিতা করে নেতাদের টাকার হদিস দিলে ভাল, নইলে বীরভূমের লুটের টাকা ও সম্পত্তি উদ্ধারের অভিযানে আরও বড় জাল নিয়ে নামতে চলেছে ইডি-সিবিআই।

    পরিস্থিতি বেগতিক বুঝে উত্তর বীরভূমের এক জনপ্রতিনিধি ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন বলে খবর। তিনি নিজেও বালি-পাথরের কারবারে রয়েছেন। প্রয়োজন হলে তিনি জোড়াফুল ছেড়ে পদ্মফুল ধরতে প্রস্তুত বলে বার্তা পাঠাতে শুরু করেছেন বলে জানা গিয়েছে। যদিও বিজেপি দুর্নীতিতে যুক্ত কোনও নেতা-নেত্রীকে স্থান দেবে না বলেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে।    

  • Jagdeep Dhankhar: কৃষক-পুত্র জগদীপ ধনখড়কে শুভেচ্ছা নরেন্দ্র মোদি সহ অন্যান্য নেতা-নেত্রীদের

    Jagdeep Dhankhar: কৃষক-পুত্র জগদীপ ধনখড়কে শুভেচ্ছা নরেন্দ্র মোদি সহ অন্যান্য নেতা-নেত্রীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং এনডিএ মনোনীত প্রার্থী জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সদ্যনির্বাচিত উপরাষ্ট্রপতি জগদীপ ধনগড়ের জয়ের পরেই শুভেচ্ছা বার্তা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা। তিনি ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি (Vice President) নির্বাচিত হলেন। ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট যা মোট ভোটের ৭০ শতাংশ। শনিবার তিনি ইউপিএ প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে জয়ী হয়েছেন। এদিন বিকেলে ফল ঘোষণার পর থেকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু (M Venkaiah Naidu), কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi), দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (rahul Gandhi)-সহ বহু নেতানেত্রী।

    রাষ্ট্রপতি দৌপদী মুর্মু (Draupadi Murmu) টুইট করে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    [tw]


    [/tw]

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন ও তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান। মোদি টুইট করে বলেছেন, “আমি সেই সমস্ত সাংসদদের ধন্যবাদ জানাই যাঁরা শ্রী জগদীপ ধনখড়কে ভোট দিয়েছেন ৷  যখন ভারত আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে, তখন আমরা একজন কৃষক পুত্রকে উপরাষ্ট্রপতি হিসাবে পেয়ে গর্বিত।“

    [tw]


    [/tw]

    বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা টুইট করে লিখেছেন যে, একজন কৃষক পুত্রকে উপ-রাষ্ট্রপতি হিসেবে পেয়ে দেশ গর্বিত।

    [tw]


    [/tw]

    জগদীপ ধনখড়কে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেন, “আমি নিশ্চিত যে উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে ধনখড়জি সংবিধানের একজন আদর্শ অভিভাবক হিসেবে প্রমাণিত হবেন। আমি তাঁকে এই বিজয়ের জন্য অভিনন্দন জানাই।“  

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদে জয়ী জগদীপ ধনখড়, জানেন তিনি কত ভোট পেলেন?

    কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও এদিন জগদীপ ধনখড়কে অভিনন্দন জানিয়েছেন। রাহুল ধনকড়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আলভাকেও ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলের হয়ে লড়াই করার জন্য।

    [tw]


    [/tw]

    দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    আবার বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা (Margarate Alva) ধনখড়কে শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা তাঁকে নির্বাচনে ভোট  দিয়েছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    এছাড়াও এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন টুইটে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

     

  • ED: জবাব সন্তোষজনক নয়, সোনিয়া-রাহুলকে ফের জেরা করতে পারে ইডি

    ED: জবাব সন্তোষজনক নয়, সোনিয়া-রাহুলকে ফের জেরা করতে পারে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁদের দেওয়া জবাবে সন্তুষ্ট নন ইডির (ED) আধিকারিকরা। তাই ফের ইডির জেরার মুখে পড়তে পারেন কংগ্রেসের (Congress) অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) তাঁদের ফের জেরা করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। তবে ঠিক কবে গান্ধী পরিবারের এই দুই সদস্যকে ফের ইডির মুখোমুখি হতে হবে, তা এখনও ঠিক হয়নি।

    ন্যাশনাল হেরাল্ড মামলায় নাম জড়িয়েছে কংগ্রেসের। ওই মামলায় জেরা করার জন্য রাহুলকে তলব করেছিল ইডি। রাহুল বিদেশে থাকায় নির্ধারিত সময়ে হাজিরা দিতে পারেননি। দেশে ফিরেই অবশ্য ইডি দফতরে হাজিরা দেন রাহুল। ছ দিন ধরে পঞ্চাশ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাহুলকে। রেকর্ড করা হয় তাঁর বয়ান। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় সোনিয়াকেও। তবে করোনা সংক্রমিত হওয়ায় নির্দিষ্ট দিনে হাজিরা দিতে পারেননি কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টও। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিছুটা সুস্থ হয়ে হাজিরা দেন ইডি দফতরে। মোট তিন দফায় ন ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয় সোনিয়াকে। ওই মামলায় দিন কয়েক আগে ন্যাশনাল হেরাল্ডের অফিস সহ দেশের ১২টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে চালানো হয় তল্লাশিও।

    আরও পড়ুন :ন্যাশনাল হেরাল্ড মামলায় ইয়ং ইন্ডিয়ার অফিস সিল করল ইডি

    ইডি সূত্রে খবর, সোনিয়া, রাহুল সহ কংগ্রেসের যাঁদের ওই মামলায় জেরা করা হয়েছে, তাঁরা জানিয়েছেন কোষাধ্যক্ষ থাকায় অর্থনীতি সংক্রান্ত যা কিছু সিদ্ধান্ত তা নিতেন দলের কোষাধ্যক্ষ প্রয়াত মতিলাল ভোরা। প্রসঙ্গত, সোনিয়া এবং রাহুল ছাড়াও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, পবন বনশল এবং সুমন দুবেকে এখনও পর্যন্ত জেরা করেছে ইডি। এঁরাও প্রত্যেকেই ভোরার নাম নিয়েছেন। তবে এখনও অব্দি তার স্বপক্ষে কোনও প্রমাণ পায়নি ইডি। সোনিয়া এবং রাহুলের জবাবেও সন্তুষ্ট নন ইডির আধিকারিকরা। সেই কারণেই ফের করা হতে পারে জেরা। ইডি সূত্রে খবর, ইয়ং ইন্ডিয়া ও অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড যে বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছিল, তার যথেষ্ট প্রমাণ রয়েছে। সেটাও গান্ধীদের ফের জেরা করার একটা কারণ।

    আরও পড়ুন :ইডির দফতরে হাজির সোনিয়া, কংগ্রেস কর্মীদের বিক্ষোভে উত্তাল সংসদ থেকে রাস্তা

  • Partha-Arpita: জেলে খাট পেলেন পার্থ! কেমন কাটছে পার্থ- অর্পিতার জেলের জীবন, জানেন কী?

    Partha-Arpita: জেলে খাট পেলেন পার্থ! কেমন কাটছে পার্থ- অর্পিতার জেলের জীবন, জানেন কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে ঘুমোনোর জন্য জেলে খাট পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুক্রবার পার্থ – অর্পিতাকে (Arpita Mukherjee) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তারপর কেটে গেল দ্বিতীয় রাতও। প্রেসিডেন্সি জেলের ২ নম্বর সেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর জন্য জেলে আনা হয়েছে খাট। জেলে প্রথম রাতে শোয়ার জন্য কম্বল দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু তিনি মাটিতে অর্থাৎ মেঝেতে শুয়ে ঘুমোতে পারেননি। তাই তাঁকে খাট দেওয়ার জন্য বিশেষভাবে জানানো হয়েছিল। এরপরেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে একটা খাট দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে। এত কিছু ঘটে যাওয়ার পরেও তাঁকে কীভাবে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

    আরও পড়ুন: ডাল-রুটি খেয়ে মেঝেয় কম্বল পেতে শুয়ে পড়লেন পার্থ, খাবার মুখেই তুললেন না অর্পিতা

    শুধু খাটই নয়, তাঁর জন্য রয়েছে খাবারের বিশেষ সুবিধাও। শুক্রবার রাতে তাঁর জন্যে খাবারের মধ্যে ছিল রুটি, ডাল, সবজি। শনিবার সকালে জলখাবারে খেয়েছেন মুড়ি, চা, বিস্কুট। আর দুপুরে খেয়েছেন ভাত, ডাল, মাছ, সবজি। তবে কেন তাঁকে খাট দিয়েছে, এই নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সূত্রের খবরে জানা গিয়েছে, ভারী চেহারার কারণেই মেঝেতে বসা, শোওয়া তাঁর পক্ষে কষ্টকর। ফলে চিকিৎসকের পরামর্শে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে যেন একটা চেয়ার বা খাট দেওয়া হয়, এই নিয়ে আবেদন করা হয়। এরপর তাঁকে জেল কর্তৃপক্ষের তরফে খাট দেওয়া হয়। এমনকি জেল সূত্রে জানা গিয়েছে, সেলের শৌচাগারে ছিল কমোড। তাই মাটিতে বসতে না পারায় শুক্রবার রাতে সেই কমোডের উপরে বসেই কাটাতে হয় মন্ত্রীকে। এরপরেই গতাকাল তাঁকে খাট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

    আরও পড়ুন: প্রাণনাশের আশঙ্কা রয়েছে অর্পিতার! কী বিশেষ নির্দেশ দিলেন বিচারক?

    অন্যদিকে অর্পিতাকে আলিপুর মহিলা সংশোধনাগারের ২ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁকে শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ জেলে আনা হয়েছে। আদালতের নির্দেশে তাঁকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। জেল সূত্রে জানা গিয়েছে, খুবই মনখারাপ করে বসে থাকছে অর্পিতা। মাঝে মাঝে কান্নাকাটিও করছে। অর্পিতার প্রাণহানির আশঙ্কা আছে বলে জানায় ইডি। তাই জেলের মধ্যেও তাঁর জন্য বিশেষ নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করা হয়েছে ও কোনও খাবার দেওয়ার আগেও সেটি চেক করে নেওয়া হচ্ছে।

     

LinkedIn
Share