Blog

  • Swiggy Drone Delivery: চাল-ডাল-তেল-নুন দিয়ে যাবে ড্রোন

    Swiggy Drone Delivery: চাল-ডাল-তেল-নুন দিয়ে যাবে ড্রোন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ড্রোনের (Drone) মাধ্যমে হোম ডেলিভারি (Home Delivery) শুরু করতে চলেছে স্যুইগি (Swiggy)।

    চলতি মাস থেকেই তার ইনস্ট্যান্ট গ্রসারি (Instant Grocery) পরিষেবা, ইনস্টামার্ট (Instamart)-এর জন্য পরীক্ষামূলক ভাবে ড্রোন ব্যবহার করার পরিকল্পনা করছে অনলাইন ফুড-ডেলিভারি (Online Food delivery) সংস্থা স্যুইগি। তবে এই ড্রোন-ডেলিভারি পরিষেবাটি একেবারে সরাসরি গ্রাহকের ঘরে পণ্য পৌঁছে দেবে না। বরং তা দোকান থেকে পণ্য নিয়ে পৌঁছবে ডার্ক স্টোরে (Dark Store)।

    কী এই ডার্ক স্টোর? ডার্ক স্টোর হল এমন এক জায়গা যা গ্রাহকের বাড়ির কাছে। সেখান থেকে পণ্য সংগ্রহ করে গ্রাহকের বাড়ি পৌঁছে দেবেন ডেলিভারি পার্সন। এক্ষেত্রে তাদের সাহায্য করবে হায়দরাবাদের সংস্থা মারুত ড্রোনটেক (Marut Dronetech)। মারুতের সঙ্গে আরও অনেক সংস্থাই এ কাজে স্যুইগিকে সাহায্য করবে।

    আপাতত রাজধানী দিল্লি (Delhi NCR) ও বেঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করছে স্যুইগি। ড্রোনের মাধ্যমে Swiggy Instamart ডেলিভারি কতটা বাস্তব সম্মত তা বুঝে নেওয়ার চেষ্টা করছে তারা। শহরগুলির জনসংখ্যা ক্রমশ বাড়তে থাকার কারণে ড্রোনের মাধ্যমে ডেলিভারির প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে Swiggy -র মতো কোম্পানি, বলে অনুমান বিশেষজ্ঞদের। এতে কোনওভাবেই কোনও ডেলিভারি পার্সনের চাকরি যাবে না, বলে একটি ব্লগ বার্তায় জানিয়েছে স্যুইগি। কারণ, বাড়ি বাড়ি পণ্য পৌঁছে দেওয়ার কাজ করবেন ডেলিভারি পার্সনরাই।

    ডেলিভারি ড্রোন হল মনুষ্যবিহীন একটি বায়বীয় যান (UAV/Unmanned Aerial Vehicles)। এধরনের যান মূলত চিকিৎসা সরঞ্জাম, খাদ্য এবং অন্য পণ্য পরিবহণে ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই উপদ্রুত এলাকায় মানুষের ত্রাণে এই ধরনের পরিবহণ করা হয়। স্যুইগির ক্ষেত্রে ড্রোনগুলি তার Instamart পরিষেবার অধীনে মুদি (Grocery) সামগ্রী সরবরাহ করতে ব্যবহার করা হবে। সংস্থাটি ইতিমধ্যেই পরীক্ষামূলক প্রয়োগের জন্য চারটি ‘ড্রোন-অ্যাজ-এ-সার্ভিস’ (Drone-as-a-service) অপারেটরের সঙ্গে চুক্তি করেছে। ডেলিভারির মধ্যস্তরে এই ড্রোন কেমন কাজ করছে তা পর্যালোচনা করে দেখবে স্যুইগি। ব্যবসায়িক ভিত্তিতে ড্রোন ওড়ানোর বিষয়ে গত বছর ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রক ২০টি সংস্থাকে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে। 

  • India’s first 5G testbed: ভারতে পরীক্ষামূলকভাবে চালু 5G পরিষেবা, শতাব্দীর শেষেই 6G, জানালেন মোদি

    India’s first 5G testbed: ভারতে পরীক্ষামূলকভাবে চালু 5G পরিষেবা, শতাব্দীর শেষেই 6G, জানালেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের প্রথম পরীক্ষামূলক ৫জি পরিষেবা (5G service) চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। মঙ্গলবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (Telecom Regulatory Authority of India) বা “ট্রাই” (TRAI)-এর এক অনুষ্ঠানে এই পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আধুনিক প্রযুক্তির দিনে এই পরিষেবা দেশকে স্বনির্ভর হতে সাহায্য করবে বলে জানান তিনি। চলতি দশকের শেষে ভারত ৬জি পরিষেবাও (6G service) চালু করতে সক্ষম হবে বলে জানান মোদি।

    দেশবাসীর ৫জি নেটওয়ার্ক সার্ভিস ব্যবহারের আশাপূরণ করতে বিগত কয়েক বছর ধরে লাগাতার জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। ৫জি-র আগমন ঘটলে ডেটা ডাউনলোডের গতি বাড়বে প্রায় ১০ গুণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রাথমিক স্তরে এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চালাতে খরচ হবে আনুমানিক ২২০ কোটি টাকা। আইআইটি মাদ্রাজের নেতৃত্বে দেশের আটটি সংস্থা এই পরিষেবা রূপায়ণে বড় ভূমিকা নেয়।

    [tw]


    [/tw]

    দেশের যুবসমাজ, গবেষক এবং তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে দেশজ এই পরিষেবা গ্রহণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মোদি বলেন, “যোগাযোগ ব্যবস্থা একটা দেশের অগ্রগতিকে নিয়ন্ত্রণ করেন। বর্তমান দিনে এই পরিষেবা প্রশাসনিক, ব্যবসায়িক এবং সামাজিক স্তরে দেশকে এগিয়ে নিয়ে যাবে।” তিনি বলেন, নয়া প্রযুক্তিকে কেন্দ্র করেই যাতে টেলিকম নেটওয়ার্কগুলি নতুন করে গড়ে ওঠে, তা নিশ্চিত করতে হবে। মোদির কথায়,” এখন টেলিকম শুধু একটা সেক্টর নয়। প্রযুক্তি প্রতিটি সেক্টরকে একে অপরের সঙ্গে যুক্ত করছে। তাই এখন সবাই কোলাবরেটিভ রেগুলেশন অর্থাৎ একে অপরের সঙ্গে মিলে মিশে কাজ করার কথাই ভাবছে।” 

    [tw]


    [/tw]

    প্রধানমন্ত্রীর আশা, এই দশকের শেষেই ভারতে চালু হয়ে যাবে ৬জি ইন্টারনেট (6G Internet) পরিষেবা। এ বিষয়ে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির উপর কাজ চলছে। একথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছিলেন, প্রয়োজনীয় অনুমতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা নয়া প্রযুক্তি নিয়ে কাজ করছেন। 

  • Smriti Irani: দেশে এই প্রথম সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী অ-মুসলিম, অতিরিক্ত দায়িত্ব স্মৃতি ইরানিকে

    Smriti Irani: দেশে এই প্রথম সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী অ-মুসলিম, অতিরিক্ত দায়িত্ব স্মৃতি ইরানিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। এতদিন ওই মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছিলেন বিজেপির (BJP) মুখতার আব্বাস নাকভি (Mukhtar Abbas Naqvi)। তিনি ইস্তফা দেওয়ায় ওই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল স্মৃতিকে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের পাশাপাশি এই মন্ত্রকটিও সামলাবেন স্মৃতি। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে ইস্পাত মন্ত্রকের দায়িত্ব।  

    ২০০৬ সালে মনমোহন সিংহের জমানায় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক ভেঙে তৈরি হয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক। তার পর থেকে ওই মন্ত্রকের দায়িত্ব সামলে আসছিলেন মুসলিম সম্প্রদায়ের কোনও প্রতিনিধি। মোদি সরকারের সময়ও ওই দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন বিজেপির মুখতার আব্বাস নাকভি। রাজ্যসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মন্ত্রিত্বে ইস্তফা দেন মুখতার। তার পরেই ওই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় স্মৃতিকে। স্মৃতিই প্রথম অমুসলিম ব্যক্তিত্ব যাঁকে দেওয়া হল এই মন্ত্রকের দায়িত্ব। স্মৃতির আগে ছিলেন মুখতার আব্বাস নাকভি। তাঁর আগে ছিলেন নাজমা হেপতুল্লা। তাঁর আগে ওই মন্ত্রক সামলেছিলেন কে রহমান খান। তাঁরও আগে ছিলেন সলমন খুরশিদ। খুরশিদের পূর্বসূরি ছিলেন আবদুল রহমান আন্তুলে। রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ায় মন্ত্রিত্ব পদে ইস্তফা দিয়েছেন আরসিপি সিং-ও। তাঁর ইস্পাত মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যোতিরাদিত্যকে।

    আরও পড়ুন : মমতার ভূমিকায় ক্ষুব্ধ হয়েই কি বাংলায় প্রচারে নারাজ যশবন্ত সিনহা?

    অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন স্মৃতি। ট্যুইটারে তিনি লিখেছেন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আন্তরিক ধন্যবাদ। আমাকে দেওয়া দায়িত্ব পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করব এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের মাধ্যমে দেশসেবার সংকল্প জারি রাখব।

    আরও পড়ুন : রাজ্যসভায় মনোনীত পিটি ঊষা- ইলাইয়ারাজা সহ ৪, অভিনন্দন প্রধানমন্ত্রীর

    প্রসঙ্গত, সংঘ্যালঘু মুখ হিসেবে পরিচিত ছিলেন মুসলিম সম্প্রদায়ের মুখতার। তিনি পদত্যাগ করায় মোদি মন্ত্রিসভায় এই সম্প্রদায়ের আর কোনও মুখ রইল না। তবে মুখতারকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হতে পারে বলে রাজনৈতিক মহল সূত্রের খবর। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিত্ব পদে ইস্তফা দেওয়ার আগে মুখতার সাক্ষাৎ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। তার পরেই তাঁর উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়া নিয়ে ছড়ায় জোর জল্পনা।

     

  • Pakistan Crisis: চিন থেকে আর ঋণ নিতে পারবে না পাকিস্তান! নিষেধাজ্ঞা আইএমএফের

    Pakistan Crisis: চিন থেকে আর ঋণ নিতে পারবে না পাকিস্তান! নিষেধাজ্ঞা আইএমএফের

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক সংকটে বিপর্যস্ত পাকিস্তান। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মতো পরিস্থিতি যাতে তৈরি না-হয়, তার জন্য চেষ্টায় শেহবাজ শরিফের সরকার। উন্নয়নের ধারা বজায় রেখে করুণ আর্থিক পরিস্থিতি সামলাতে পাকিস্তানের এখন বিপুল অঙ্কের ঋণ দরকার। আর নিজেদের সুবিধার্থে পাকিস্তানকে ঋণের ফাঁদে আটকাতে চাইছে চিন। ফাঁদে পা-ও দিতে চলেছে পাক সরকার। চিনের একাধিক ব্যাঙ্কের কনসর্টিয়াম পাকিস্তানকে ২৩০ কোটি ডলার দিচ্ছে, বলে জানিয়েছিলেন পাক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। তবে চিনের কাছ থেকে ঋণ নেওয়ায় আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (IMF)-এর কোপে পড়তে চলেছে ইসলামাবাদ। সূত্রের খবর, চিন থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে আইএমএফ। 

    আরও পড়ুন: রাজনীতি থেকে দূরে থাকুন, সেনা আধিকারিকদের নির্দেশ পাক সেনা প্রধানের

    দেশের আর্থিক পরিস্থিতি উন্নত করতে গেলে আইএমএফ থেকে ঋণ নিতেই হবে পাক সরকারকে অভিমত কূটনৈতিক মহলের। ঋণ নিশ্চিত করতে ন্যূনতম গ্যারান্টির অর্থ জমা রাখতে হবে পাকিস্তানকে। সেদেশের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে হবে। দেখাতে হবে, যে তারা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ঋণ শোধ করতে সক্ষম। এই ন্যূনতম আর্থিক সক্ষমতা অর্জন করতে ইতিমধ্যেই পেট্রোপণ্যের ওপর ভর্তুকি তুলে নিয়েছে পাকিস্তান সরকার। দাম বেড়েছে জ্বালানির। জ্বালানির এই দাম বৃদ্ধির ফলে পাকিস্তানে বিভিন্ন পণ্যের দাম আরও বাড়তে চলেছে। বারবার জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই জিনিসপত্রের দাম কয়েকগুণ বেড়ে গিয়েছে। আইএমএফর থেকে ঋণ নেওয়া প্রসঙ্গে সেখানকার প্রতিনিধির সঙ্গে পাকিস্তান সরকারের প্রাথমিক কথাও হয়েছে। এমনটাই দাবি করেছেন শরিফ।

    আরও পড়ুন: সাগরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই মহিলা, এরপর কী হল….

    পাকিস্তানের কোষাগার এখন গড়ের মাঠ। তলানিতে ঠেকেছে বিদেশি মুদ্রার ভাণ্ডার। আর এই সুযোগেই ঋণের পসরা সাজিয়ে পাকিস্তানের কাছে হাজির হয়েছে সুযোগসন্ধানী চিন। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের জেরে ইসলামাবাদের অবস্থা খুবই খারাপ। এবার চিন থেকে আরও ঋণ নিলে সমস্যায় পড়বে পাকিস্তান, মত বিশ্লেষকদের। 

  • India restricts exports on Wheat: গমের পর আটা রফতানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের

    India restricts exports on Wheat: গমের পর আটা রফতানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিদিন দেশে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। অতিরিক্ত লাভের আশায় বিদেশে খাদ্যশস্য রফতানিতে জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। যার জেরে দেশের খাদ্যপণ্যের দাম বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই কেন্দ্র সরকার গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। চিনির রফতানিতে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এবার সেই তালিকায় যুক্ত হল আরও কয়েকটি পণ্য। নয়া নির্দেশিকা অনুযায়ী, রফতানি করা যাবে না ময়দা (maida), হোলমিল আটা (wholemeal atta), রেজাল্টট্যান্ট আটা (ময়দা-সুজি তৈরির পর পরে থাকা আটা)। নতুন নির্দেশিকা কার্যকর হবে চলতি মাসের ১২ তারিখ থেকে। এই সব পণ্যের রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড (DGFT)।

    আরও পড়ুন: এদেশ থেকে কেনা গম বেচতে পারবে না আমদানিকারী দেশ, শর্ত ভারতের

    দফতর সূত্রে খবর, DGFT গত ৬ জুলাই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী, যে সব সংস্থা তালিকাভুক্ত পণ্য রফতানি করে বা তালিকাভুক্ত পণ্য বিক্রি করে, তারা বিদেশে এই সব পণ্য রফতানি করতে চাইলে ডিজিএফটির (DGFT) আগাম অনুমতি নিতে হবে। অনুমতি মিললে তবেই সেই পণ্য রফতানি করতে পারবে কোনও ভারতীয় সংস্থা।

    আরও পড়ুন: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দ্বিতীয়বার বিয়ে, এবার পাত্রী ৩২ বছরের কন্যা
     
    গত ১৪ মে ভারত সরকার গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। তবে কোনও দেশের খাদ্য সুরক্ষার (Food Security) প্রশ্নে গম পাঠানো হবে বলেও জানানো হয়েছিল ভারতের তরফে। ভারতের অভ্যন্তরীণ বাজারে গমের দাম যাতে না বাড়ে এবং প্রবল গরমে যদি গম উৎপাদন ধাক্কা খায় তা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম রফতানিকারক। ফলে এই সিদ্ধান্তে চাপে পড়েছিল বিশ্বের একাধিক দেশ, যার মধ্যে রয়েছে একাধিক প্রথম বিশ্বের উন্নত দেশও। ভারত রফতানি বন্ধ করতেই সঙ্গে সঙ্গে বিশ্ব বাজারে লাফিয়ে বেড়েছিল গমের দাম। 

     

  • West Nile Virus: নয়া ভাইরাস নিয়ে সতর্কতা জারি কেরলে, ভয় কি এখানেও?

    West Nile Virus: নয়া ভাইরাস নিয়ে সতর্কতা জারি কেরলে, ভয় কি এখানেও?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের রেশ এখনও পুরোপুরি কাটেনি, তারপর আবার টম্যাটো ফ্লু, মাঙ্কি পক্স। নয়া সংযোজন ‘ওয়েস্ট নাইল ফিভার’ (West Nile Fever)।

    রবিবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। ১৭ মে থেকে তিনি জ্বরে ভুগছিলেন। এক সপ্তাহের উপর জ্বর না কমায় তাঁকে ত্রিশূরের সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। জ্বর ছাড়াও অন্যান্য উপসর্গও তাঁর শরীরে দেখা দিয়েছিল। হাসপাতালে পরীক্ষার পর তাঁর শরীরে ওয়েস্ট নাইল ভাইরাসের (West Nile Virus) দেখা মেলে। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। ২০১৯ সালেও এই ভাইরাসের হানায় কেরলের কোকিঝোরে একটি শিশুর মৃত্যু হয়।

    এই ঘটনায় কেরলবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মশাবাহিত এই ওয়েস্ট নাইল ভাইরাসের (WNV) মোকাবিলায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কেরল প্রশাসন। কেরলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই ওয়েস্ট নাইল ভাইরাস মূলত RNA ভাইরাস। ফ্লাভিভিরিদে গোষ্ঠীর ভাইরাস এই ওয়েস্ট নাইল।  কিউলেক্স মশা এই ভাইরাস বহন করে। 

    আরও পড়ুন: আতঙ্কের নয়া নাম ওয়েস্ট নাইল! কীভাবে মানবদেহে ছড়ায় এই ভাইরাস?

    চিকিৎসকদের একাংশের অনুমান, সঠিক সময় এই রোগের চিকিৎসা না হলে তা করোনার মতো মহামারীর আকার ধারণ করতে পারে। তাই এই বিষয়ে সতর্কতা গ্রহণের জন্য আক্রান্ত ব্যক্তি যেখানে থাকতেন সেখানে একটা মেডিক্যাল টিমও পাঠিয়েছে কেরলের স্বাস্থ্য দফতর।

    জেলা ভেক্টর কন্ট্রোল বোর্ড পরীক্ষার জন্য জেলার বিভিন্ন স্থান থেকে নমুনা নিয়েছে। স্থানীয় মশার প্রজনন স্থানগুলি ধ্বংস করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেন, “সব জায়গায় মশার প্রজনন স্থানগুলি ধ্বংস করতে সচেষ্ট সরকার। সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। বাড়ির আশেপাশে ও আবাসিক এলাকাগুলি পরিষ্কার করা উচিত। কোথাও জল জমতে দেওয়া যাবে না।”

    সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (Centre For Disease Control) পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকাতেই প্রথম এই ভাইরাস মানবদেহে ছড়িয়ে পড়ে। মশার কামড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়লেও তা প্রথম বহন করে আনে পাখিরা। চক্রাকারে ছড়িয়ে দেয় এই ভাইরাস।

    এছাড়াও কেবলমাত্র মানুষ নয়, অন্য স্তন্যপায়ীরাও এই ভয়ংকর ভাইরাসে আক্রান্ত হতে পারে। মশার কামড়ের পাশাপাশি রক্ত এবং টিস্যু থেকেও ছড়িয়ে পড়ছে ওয়েস্ট নাইল ভাইরাস। এর অন্যতম কারণ, অঙ্গ প্রতিস্থাপন, রক্তদান, স্তন্যপানের দ্বারাও দেহে প্রবেশ করছে এই ভাইরাস।

    তবে একজন মানুষ থেকে অপরজনে সেটি সংক্রমিত হচ্ছে কিনা, তার কোনও প্রমাণ এখনও মেলেনি। যদিও মশাবাহিত রোগের চিকিৎসায় জড়িত অধিকাংশ ল্যাব টেকনিশিয়ানদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়েছে বলে খবর।

  • Modi@8: “আমি প্রধানমন্ত্রী নই…”, অষ্টম বর্ষপূর্তিতে বড় মন্তব্য মোদির

    Modi@8: “আমি প্রধানমন্ত্রী নই…”, অষ্টম বর্ষপূর্তিতে বড় মন্তব্য মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের অষ্টম বর্ষপূর্তিতে (Modi@8) সিমলায় গরিব কল্যাণ সম্মলনের (Garib Kalyan Sammelan) অনুষ্ঠানে যোগ দিয়ে ইউপিএ (UPA) সরকারকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। তিনি বলেন, “কোথা থেকে শুরু করেছিলাম তা মনে রাখা দরকার। তাহলে কোথায় পৌঁছেছি বোঝা যায়।”

    কংগ্রেস (Congress) জমানার ত্রুটিগুলি তুলে ধরেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “একসময় মানুষ ব্যঙ্গ করে সরকারের আটকি-লটকি-ভটকি প্রকল্পের কথা বলত। এখন পরিস্থিতি বদলেছে। এখন চর্চা হয়, সরকারি প্রকল্প থেকে পাওয়া সুবিধাগুলো নিয়ে। চর্চা হয় গরিবের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পৌঁছনো নিয়ে।” ভারতের স্টার্টআপ সংস্থাগুলির বিকাশ নিয়ে গোটা বিশ্বে আলোচনা চলে। বিশ্বব্যাঙ্কও ভারতের ব্যবসা নিয়ে চর্চা করে, বলে জানান মোদি।

    মোদির কথায়, “২০১৪-এর আগে লুঠ, দুর্নীতি (corruption), পরিবারতন্ত্র, আটকে যাওয়া প্রকল্প-এসবই ছিল খবরের হেডলাইন। তৎকালীন সরকার দুর্নীতিকে সরকারি অংশ বানিয়ে ফেলেছিল। সরকারি প্রকল্পের অর্থ মানুষের কাছে পৌঁছনোর আগেই লুঠ হয়ে যেত। গরিবেরা অর্থাভাবে চিকিৎসা করাতে পারতেন না।” বিজেপি সরকার দুর্নীতি দমনে সচেষ্ট বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এখন গরিবেরা চিকিৎসা ক্ষেত্রে আয়ুষ্মান প্রকল্পের সহায়তা পায়। 

    নিজের সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য, “নিজেকে কখনও প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে মনে করি না। যখন একাধিক ফাইলে সই করতে হয়, তখন পদে থাকার জন্য সেগুলি স্বাক্ষর করি। কিন্তু, ফাইলগুলি আমার দফতর থেকে চলে গেলেই আমি আর নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে মনে করি না। আমি প্রধানমন্ত্রী নই, ভারতের সেবক।” তাঁর আরও সংযোজন, ”১৩০ কোটি ভারতীয়র পরিবারের সদস্য আমি। প্রত্যেক ভারতীয়র মান, সম্মান, মর্যাদা রক্ষা করা আমার কাজ। তাঁদের সুরক্ষা আমার দায়িত্ব।”

    চলতি বছরের শেষে হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন (Himachal Pradesh Assembly Elections)। তার আগে এদিন হিমাচল প্রদেশের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, “তাঁর সরকার এখানকার হস্তশিল্পকে দেশ-বিদেশে পৌঁছে দিতে পেরেছে। কুলুতে তৈরি জ্যাকেট পৌঁছেছে কাশী বিশ্বনাথের মন্দিরে (Kashi Viswanath Temple), সেখানকার পুরোহিতরা তা পরছেন। বিলাসপুরে সরকার এইমস হাসপাতাল তৈরি করেছে। হিমাচলের প্রত্যন্ত অঞ্চলে ড্রোন পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী।

    এদিন সিমলার মল রোডে একটি রোড-শো (Modi roadshow) করেন প্রধানমন্ত্রী। তাঁকে দেখার জন্য রাস্তার দু’ধারে ছিল মানুষের ঢল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক কিশোরীর হাতে নিজের মায়ের ছবি দেখে বিস্মিত হয়ে যান প্রধানমন্ত্রী। গাড়ি থামিয়ে রাস্তা নেমে পড়েন মোদি। নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিকে উপেক্ষা করেই মা হীরাবেনের ছবিটি গ্রহণ করেন তিনি। ওই কিশোরীর হাতে আঁকা ছবি নিয়ে তাঁর মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী।

  • Vladimir Putin: পুতিনের  অবস্থা সঙ্কটজনক, কতদিন সময় তাঁর হাতে?

    Vladimir Putin: পুতিনের  অবস্থা সঙ্কটজনক, কতদিন সময় তাঁর হাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজয় দিবসের কুচকাওয়াজে হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, কম্বলে, মোটা জ্যাকেটে নিজেকে মুড়ে রাখা, কখনও বা ঘনঘন কাশি, নানা ভিডিওয় এইসব চিত্র ধরা পড়ছিল। জল্পনাও চলছিল যে, পুতিন (Putin) কি গুরতর অসুস্থ? এবার এক বিদেশি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট (Russian President) ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। প্রাক্তন ব্রিটিশ গুপ্তচর ক্রিস্টোফার স্টেলি (Christopher Steele) ওই সংবাদমাধ্যমকে জানান, পুতিনের শরীর ভাল নেই। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। 

    এর আগেও পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। তবে ক্রেমলিন (Kremlin) এসব দাবির বিষয়ে কিছু জানায়নি। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Former US President Donald Trump) নিয়ে বই লিখেছিলেন স্টেলি। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রুশ হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন তিনি। এবার পুতিনের স্বাস্থ্যের বিষয়ে খবর প্রকাশ করে স্টেলি বলেন, “রাশিয়া ও অন্যান্য সূত্র থেকে যা জানতে পারছি, পুতিন ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। এই রোগ নিরাময়যোগ্য কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।” তবে ইউক্রেনে (Ukraine) সামরিক অভিযান পুতিনেরই মস্তিষ্ক -প্রসূত বলে জানান স্টেলি।

    [tw]


    [/tw]

    ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই পুতিনের ভগ্নস্বাস্থ্য নিয়ে জল্পনা চলছে।  ব্লাড ক্যানসারে আক্রান্ত তিনি। দীর্ঘদিন ধরেই মৃত্যু পথযাত্রী পুতিন। সম্প্রতি প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন সেই দেশেরই এক ধনকুবের। 

    এক রুশ ধনকুবেরের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ডিং প্রকাশ করেছে একটি ব্রিটিশ ম্যাগাজিন। যেখানে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা এবং পুতিনের শারীরিক ও মানসিক অসুস্থতা নিয়ে মুখ খোলেন ওই ধনকুবের। তবে তাঁর কথা যে রেকর্ড করা হচ্ছে, সেটি সম্পর্কে তিনি জানতেন না। ১১ মিনিটের সেই কথোপকথনের রেকর্ডিং সম্প্রতি প্রকাশ করা হয়েছে। নাম না প্রকাশের শর্তে ওই ধনকুবের জানান, “রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন পুতিন। শুধু রাশিয়াই (Russia) নয়, ইউক্রেন-সহ আরও একাধিক দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। আসলে ওঁর মস্তিষ্কের বিকৃতিই গোটা পৃথিবী উল্টে দিতে পারে।” এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “আমরা চাইছি, পুতিনের মৃত্যু হোক। ওঁর ক্যানসার ওঁকে খেয়ে নিক। নইলে অভ্যুত্থান ঘটিয়ে ওঁকে ক্ষমতা থেকে সরানো হোক।”

    আরও পড়ুন: ক্যানসারের চিকিৎসার জন্য ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন পুতিন, জল্পনা বিভিন্ন মহলে

    তবে ওই ধনকুবের একা নন, এর আগে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান দাবি করেছেন, পুতিন ক্যানসারে আক্রান্ত। তাঁর দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, পুতিন যেখানেই যাচ্ছেন, তাঁর সঙ্গে তিনজন করে চিকিৎসক থাকছেন। সেই তালিকায় রয়েছেন একজন ক্যানসার স্পেশালিস্টও। 

  • Antiviral Drug on Monkeypox: অ্যান্টি ভাইরাল ওষুধের মাধ্যমে মাঙ্কিপক্সের চিকিৎসা সম্ভব, জানাল গবেষণা 

    Antiviral Drug on Monkeypox: অ্যান্টি ভাইরাল ওষুধের মাধ্যমে মাঙ্কিপক্সের চিকিৎসা সম্ভব, জানাল গবেষণা 

    মাধ্যম নিউজ ডেস্ক: এক বিরল ভাইরাল রোগ নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। রোগটির নাম মাঙ্কিপক্স (Monkeypox)। রোগটি নতুন না হলেও এই রোগ সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না। এর আগেও বহুবার আফ্রিকায় এই রোগের হদিশ মিলেছে। কিন্তু তা কখনও বাইরের কোনও দেশে ছড়ায়নি। সম্প্রতি আফ্রিকার বাইরেও ইউরোপ, আমেরিকায় এই রোগের আক্রান্তদের খোঁজ মেলায় চিন্তিত বিশেষজ্ঞরা। এই রোগই পরবর্তী মহামারী ডেকে আনবে কী? রোগের চিকিৎসাই বা কী? কতোটা বিপদ ডেকে আনবে এই বিরল রোগ? এই প্রশ্ন নিয়েই আতঙ্কিত বিশ্ব। 

    চিন্তা একটু হলেও কমবে। কারণ অ্যান্টিভাইরাল (Antiviral) ওষুধে মাঙ্কিপক্স নিয়ন্ত্রণ করা সম্ভব, জানাচ্ছে গবেষণা। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ব্রিটেনে মাঙ্কিপক্সে আক্রান্ত সাতজনের ওপর গবেষণা চালানো হয়। সম্প্রতি তার রিপোর্ট প্রকাশ করা হয়েছে একটি আন্তর্জাতিক পত্রিকায়। এই গবেষণা অনুযায়ী, এমন কিছু অ্যান্টিভাইরাল ওষুধ আছে যা প্রয়োগ করলে মাঙ্কিপক্সের উপসর্গগুলিকে প্রশমিত করা সম্ভব। এমনকি এই ওষুধগুলির প্রয়োগে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন রোগীরা বলেও দাবি করছেন গবেষকরা। এই রোগের ক্ষেত্রে দুটি ভিন্ন অ্যান্টি ভাইরাল ওষুধ প্রয়োগ করা হয়েছে রোগীদের ওপর ওই গবেষণায়। ওষুধদুটি হল,  ব্রিনসিডোফোভির এবং টেকোভিরিমাট।

    আরও পড়ুন: মাঙ্কিপক্সই কী ডেকে আনবে পরবর্তী মহামারী? কী বলছেন বিশেষজ্ঞরা?  
     
    গবেষণায় ব্রিনসিডোফোভির নামক ওষুধটির কার্যকারীতা সম্পর্কে অনেকটাই নিশ্চিত হতে পেরেছেন গবেষকরা। কিন্তু অপর ওষুধটির বিষয়ে নিশ্চিত হতে আরও খানিকটা গবেষণার প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।   

    আক্রান্তদের সংস্পর্শে এসেই ছড়াচ্ছে এই রোগ বলেই প্রাথমিক পর্যায়ে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এমন অনেক আক্রান্তরই হদিশ মিলেছে যারা অন্য কোথাও ভ্রমণেও যাননি বা আক্রান্তদের সংস্পর্শেও আসেননি। তাঁরা কীভাবে আক্রান্ত হলেন সে বিষয়টিই এখন খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। রোগটি মূলত এসেছে আফ্রিকা থেকে। আক্রান্তদের বেশিরভাগই ওই অঞ্চলে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলেন।

    এবার টমেটো ফ্লু, নয়া ভাইরাসে আক্রান্ত শিশুরা

    এই ভাইরাসে আক্রান্তদের শরীরে প্রাথমিক যে উপসর্গগুলি দেখা যায়, সেগুলির মধ্যে রয়েছে জ্বর ও গোটা শরীরে ব্যাথার লক্ষণ। কাঁপুনি ও ক্লান্তিও দেখা দিতে পারে। শরীরে র‍্যাশ দেখা যায় এই রোগে। ত্বকের সংস্পর্শে এলে এবং যৌন মিলনে এই রোগ ছড়াতে পারে। 

    আমেরিকার বিশেষজ্ঞদের মতে, স্মল পক্সের টিকার মাধ্যমেও এই রোগের চিকিৎসা সম্ভব। 

     

  • Horoscope Today, 25 May 2022: চাকরিজীবীদের জন্য কেমন কাটবে দিন? দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 25 May 2022: চাকরিজীবীদের জন্য কেমন কাটবে দিন? দেখুন আজকের রাশিফল

    মেষ রাশি: আজকের দিনটা ভাল কাটার সম্ভাবনা। মানসিক দিক দিয়ে আপনি বেশ ভাল বোধ করতে পারেন। চাকরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকতে পারে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকার সম্ভাবনা। জীবনসঙ্গীর সঙ্গে উপভোগ্য সময় কাটাতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

    বৃষ রাশি: আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল যেতে পারে। চাকরিজীবীদের অফিসে খুব পরিশ্রম করতে হতে পারে। তবে আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজ যাত্রা করতে হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটার সম্ভাবনা। স্বাস্থ্যের যত্ন নিন।

    মিথুন রাশি: আজ সরকারি চাকরিজীবীদের সমস্ত কাজ খুব সাবধানে করতে হবে। লোহা ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব লাভজনক হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। টাকা নিয়ে বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

    কর্কট রাশি: সরকারি চাকরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটতে পারে। বেসরকারি চাকরিজীবীরা নতুন সুযোগ পেতে পারেন। ঘরের পরিবেশ ভাল থাকার সম্ভাবনা। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। স্বাস্থ্য ঠিক রাখতে হলে জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।

    সিংহ রাশি: আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল না কাটার সম্ভাবনা। খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা। গুরুজনদের সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। চাকরিজীবীদের অফিসে বেশি পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীদের সামনে অগ্রগতির পথ উন্মুক্ত হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। 

    কন্যা রাশি: আজ চাকরিজীবীদের সমস্ত কাজ যথাসময়ে সম্পন্ন হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তা পেতে পারেন। ব্যবসায়ীরা আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকতে পারে। আজ আপনার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আপনি কোনও পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন।

    তুলা রাশি: আজ চাকরিজীবীদের দিনটি খুব ভাল কাটার সম্ভাবনা। অফিসে কোনও ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকার সম্ভাবনা। পরিবারের সদস্যদের সাপোর্ট পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকতে পারে।

    বৃশ্চিক রাশি: ব্যবসায়ীরা আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। চাকরিজীবীদের অফিসে উদ্যোগ নিয়ে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকার সম্ভাবনা। স্বাস্থ্যের যত্ন নিন।

    ধনু রাশি: আজ ব্যবসায় বৃদ্ধি হতে পারে এবং বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যাঁরা অনলাইনে ব্যবসা করছেন তাঁদের জন্য আজকের দিনটি লাভদায়ক হতে চলেছে। চাকরিজীবীরা বড় প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। খরচ বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকতে পারে। আজ আপনি শারীরিক ও মানসিক দিক দিয়ে বেশ ভাল বোধ করতে পারেন।

    মকর রাশি: চাকরিজীবীরা আজ অফিসে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকার সম্ভাবনা। আজ আপনি বাবা-মায়ের সঙ্গে যথেষ্ট সময় কাটানোর সুযোগ পেতে পারেন। অর্থের অবস্থা ভাল থাকতে পারে। আজ আপনার পিঠ বা কোমরের কোনও সমস্যা হতে পারে।

    কুম্ভ রাশি: যাঁরা চাকরি পরিবর্তনের জন্য কোনও কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন, আজ তাঁরা ইতিবাচক উত্তর পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা এবং একতা থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকার সম্ভাবনা। স্বাস্থ্য ভাল থাকতে পারে।

    মীন রাশি: আজ বাড়িতে হঠাৎ অতিথির আগমনের কারণে আপনার দিনের পরিকল্পনায় বাধা পড়তে পারে। চাকরিজীবীরা সতর্ক থাকুন, আজ বস আপনার আচরণে অসন্তুষ্ট হতে পারেন। ব্যবসায়ীদের অর্থের ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকার সম্ভাবনা। প্রতিকূল সময়ে তাঁর সাপোর্ট পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকতে পারে।

LinkedIn
Share