Blog

  • Achinta Sheuli: মায়ের ছেঁড়া শাড়িতেই নিরাপদ সোনাজয়ীর পদক! জানেন অচিন্ত্যকে কী বললেন মা

    Achinta Sheuli: মায়ের ছেঁড়া শাড়িতেই নিরাপদ সোনাজয়ীর পদক! জানেন অচিন্ত্যকে কী বললেন মা

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ৭৩ কেজি ভারোত্তলন (Weaight Lifting) বিভাগে সোনার পদক (gold) জিতেছেন বাংলার ভারোত্তোলক অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। তাঁকে নিয়ে সারা দেশে চর্চা চলছে। দারিদ্র্যকেদূরে ঠেলে এগিয়ে গিয়েছেন তিনি। আজ প্রচারের লাইমলাইটে হাওড়ার দেউলপুরের ছেলে। ছেলের সাফল্য মায়ের আনন্দ। কিন্তু গ্রামের ভাঙা বাড়িতে ছেলের অর্জিত পদক ও ট্রফি রাখার ভাল জায়গা নেই। তাই নিজের ছেঁড়া শাড়িতেই ছেলের মহামূল্যবান পদক ও ট্রফিগুলি রেখেছেন অচিন্ত্য শিউলির মা পূর্ণিমা শিউলি। বাড়িতে আলমারি নেই, ট্রফি সাজানোর মতো জায়গাও নেই। তাই মা ছেলেকে একটি আলমারি কিনতে বলেছেন। সেখানে তিনি ছেলের পদক ও ট্রফিগুলি রাখবেন। অচিন্ত্যর  বাড়ি কলকাতা থেকে ২০ কিলোমিটার দূরে। অচিন্ত্যর মা জানান, বাড়িতে খাটের নিচে শাড়িতে জড়িয়ে অচিন্ত্যর ট্রফি ও মেডেলগুলি রাখা আছে। সেখানেই ওগুলো সব থেকে বেশি নিরাপদ বলেও জানান তিনি। 

    আরও পড়ুন: ঘরে ফিরলেন সোনার ছেলে! জানেন বাড়ি এসে কী করলেন অচিন্ত্য

    এখনও বাড়িতে ট্রফি রাখার আলাদা জায়গা করতে পারেননি সোনার ছেলে অচিন্ত্য। তবে ভবিষ্যতে নিশ্চয়ই করবেন। কমনওয়েলথ গেমসে (CWG 2022) সোনা জয়ের পর সেনাবাহিনীতেও এবার পদোন্নতির পথে বাংলার ভারোত্তোলক। সম্প্রতি দিল্লিতে সেনাবাহিনীতে কর্মরত পদকজয়ীদের সংবর্ধনা দিয়েছেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে। বাহিনীতে কর্মরত কমনওয়েলথে পদকজয়ীদের হাতে স্মারক ও নগদ পুরস্কারমূল্য তুলে দেন সেনাপ্রধান। সেখানে ছিলেন অচিন্ত্যও। কমনওয়েলথ গেমসে প্রত্যেকের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সেনাপ্রধান। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, সেনাবাহিনীর প্রথা মেনে সকলেরই পদোন্নতি হবে। তাই আপাতত দিনবদলের আশায় বাংলার ভারোত্তোলক। 

    আরও পড়ুন: জরিশিল্পীর কমনওয়েলথ সোনা উৎসর্গ দাদা ও কোচকে

    তবে যতদিন না পর্যন্ত ছেলে নিজের ঘর নতুন করে সাজাতে পারছে ততদিন তাঁর মা পূর্ণিমা শিউলি ছেলের মূল্যবান জিনিসগুলিকে রেখেছেন নিজের জিম্মায়। পূর্ণিমা বলেছেন, “আমি জানতাম অচিন্ত্য যখন আসবে তখন সবাই বাড়িতে ভিড় করবে। সেই জন্য আমি এই মেডেল-ট্রফিগুলো একটা টুলের ওপর সাজিয়ে রাখি, যাতে সবাই বুঝতে পারে আমার ছেলে কতটা প্রতিভাবান। আমি স্বপ্নেও ভাবিনি ও দেশের জন্য  সোনার পদক জিতবে। ও স্বপ্ন পূরণ করেছে।”
  • Adnan Sami: ‘অলবিদা’ লিখে ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করলেন আদনান সামি! রহস্য কী?

    Adnan Sami: ‘অলবিদা’ লিখে ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করলেন আদনান সামি! রহস্য কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: অলবিদা! সবাইকে চমকে দিয়ে বিখ্যাত গায়ক আদনান সামি (Adnan Sami) এ কী পোস্ট করলেন ইনস্টাগ্রামে? মঙ্গলবার থেকেই তিনি ফের খবরের শিরোনামে। গতকাল তিনি হঠাৎ ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে শুধুমাত্র লেখা আছে ‘অলবিদা’। এরপর থেকেই তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। কিছুদিন আগেই মালদ্বীপে ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ায়। তখন তাঁর চেহারার অস্বাভাবিক পরিবর্তন দেখা গিয়েছিল। তাঁর শরীরের এমন পরিবর্তন দেখে নেটিজেনরা অবাক হয়ে পড়েছিলেন। এখন আবার এমন রহস্যজনক পোস্টে কৌতুহলী হয়ে পড়েছে তাঁর অনুরাগীরা।

    [insta]https://www.instagram.com/tv/CgLwzDxLwMj/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: প্রয়াত প্রখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    ইনস্টাগ্রামে (Instagram) এই ভিডিও পোস্ট করে তিনি তাঁর সব ছবিও ডিলিট করে দিয়েছেন। কিন্তু অন্য কোনও সোশ্যাল মিডিয়াতে কোনও কিছু ডিলিট করেননি। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার আছে ৬ লক্ষ ৭৭ হাজার। এই পোস্টের পর থেকেই তাঁর ভিডিয়োতে ঝড়ের বেগে আসতে থাকে অসংখ্য কমেন্ট। নেটিজেনদের মধ্যে কেউ লিখেছেন, “কী হল আপনার স্যার? আশা করি এটা নতুন কিছু শুরুর ইঙ্গিত। আপনার নতুন গান বা অন্যকিছু।“  অপর এক জন লিখেছেন, “আপনি ঠিক আছেন?”  আরেকজন বলেছে, হয়তো এটি প্রয়াত ভূপিন্দর সিং-এর জন্য। আবার অনেকে মনে করেছেন, এটি হয়তো তাঁর কোনও নতুন গানের অ্যালবামের প্রচারের জন্য। অনেকে আবার এটাও ভেবেছেন যে এটা তাঁর সঙ্গীত জগত থেকে অবসরের ঘোষণা হতে পারে। 

    আরও পড়ুন: চোখের জলে শেষ বিদায়, মুম্বাইয়ের ভারসোভায় পঞ্চভূতে বিলীন কেকে

    প্রসঙ্গত কিছুদিন আগেই আদনান সামির ওজন কমানোর খবর সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। মালদ্বীপে কাটানো বিভিন্ন ছবি শেয়ার করলে সেখানে তাঁকে খুশীই দেখাচ্ছিল। আদনান তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার সন্তানের সঙ্গে সুইমিং পুলে উপভোগ করার একটি ছবিও শেয়ার করেন। এরপর সব জায়গায় শুধু তাঁর দেহের পরিবর্তন নিয়েই চর্চা করা হচ্ছিল। আদনান সামি প্রায় ১৫৫ কেজি ওজন কমিয়েছেন। ফলে তাঁর ওজন কমানো সবাইকে এক অনুপ্রেরণা দিয়েছে। কিন্তু এর কিছুদিনের মধ্যেই তিনি এমন কাজ করায় তাঁকে নিয়ে জল্পনা করা শুরু হয়েছে। তবে যে যাই বলুক, তিনি এমন কেন করলেন বা এর পেছনের আসল রহস্য কী, তা একমাত্র আদনান সামি নিজেই বলতে পারবেন।

  • Jammu & Kashmir: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সেনা এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

    Jammu & Kashmir: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সেনা এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: সেনার সঙ্গে সংঘর্ষে জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) খতম হল ২ লস্কর জঙ্গি। মঙ্গলবার ভোরে কুপওয়ারায়  (Kupwara) নিরাপত্তাবাহিনীর অভিযানে দুই সন্ত্রাসবাদীকে গুলি করে নিকেশ করা হয় বলে পুলিশ সূত্রে খবর। মৃতরা পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) সদস্য।

    কাশ্মীর জোন পুলিশের তরফে বলা হয়, জেলার চাকতারাস কান্দি (Chaktaras Kandi) এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২ জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম তুফায়েল (Tufail)। সে পাকিস্তানের নাগরিক। কাশ্মীর জোন পুলিশ (Kashmir Zone Police) ট্যুইটে করে বলেছে, “তুফায়েল নামে একজন পাকিস্তানি জঙ্গি সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার দুই জঙ্গি নিহত হয়েছে৷  এখনও তল্লাশি চলছে।”

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: পরপর হিন্দু-হত্যা কাশ্মীরে! সেনাপ্রধান, এনএসএ-র সঙ্গে বৈঠক শাহের 

    একদিন আগেই, বারামুল্লা (Baramulla) জেলার সোপোর (Sopore) শহরে একটি এনকাউন্টারে আরেক লস্কর (LeT) জঙ্গি নিহত হয়েছিল। নিহতের কাছ থেকে উদ্ধার হওয়া তথ্য অনুসারে জানা যায়, তার নাম হানজাল্লা (Hanzalla) এবং সে লাহোরের (Lahore) বাসিন্দা। তার আগে শনিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ (Anantnag ) জেলায় সেনা অভিযানে হিজবুল মুজাহিদিনের ( Hizbul Mujahideen) এক ‘কমান্ডারের মৃত্যু হয়েছিল।

    গত কয়েক সপ্তাহ ধরেই কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার (Terrorists Agttacks) বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কাশ্মীরে বসবাসকারী হিন্দুদের, বিশেষ করে পণ্ডিত সম্প্রদায়ের (Kashmiri Pandits) মানুষকে বেছে বেছে টার্গেট করছে জঙ্গিরা। গত সপ্তাহে, জম্মু ও কাশ্মীরের কুলগাম (Kulgam) জেলায় সন্ত্রাসবাদীদের হাতে এক ব্যাঙ্ক ম্যানেজারকে খুন হতে হয়। এর আগে, কুলগামেই রজনী ভাল্লা (Rajini Bhalla) নামে একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকাকে গুলি করে হত্যা করা হয়। আবার বদগামের চাদুরা (Chadoora) এলাকায় কাশ্মীরি টিভি অভিনেত্রী আমরিন ভাটও ( Amreen Bhatt) সন্ত্রাসবাদীদের কবলে পড়ে নিহত হন, এবং তার ১০ বছর বয়সী ভাইপোও এই দুর্ঘটনায় আহত হয়।

    আরও পড়ুন: ফের জঙ্গি-নিশানায় হিন্দু পণ্ডিত, কাশ্মীরে ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যা

    রবিবার, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (L-G Manoj Sinha) বলেছেন যে, “সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীকে উস্কে দেওয়ার জন্য নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্য করছে৷” তিনি আরও বলেন যে, “আমাদের বাহিনী সন্ত্রাসবাদকে শেষ করার জন্য দৃঢ়তার সঙ্গে কাজ করতে থাকবে।”

  • Jagdeep Dhankhar: “বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে”, রাজস্থানে ধনখড়

    Jagdeep Dhankhar: “বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে”, রাজস্থানে ধনখড়

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য-রাজ্যপাল সংঘাত পৌঁছল রাজস্থানে! 

    রাজস্থানে (Rajasthan) একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের (Mamata government) বিরুদ্ধে সরাসরি আক্রমণ বাংলার রাজ্যপাল। সোমবার রাজস্থানের উদয়পুরে (Udaipur) গিয়ে বাংলার পরিস্থিতি নিয়ে জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) অভিযোগ করেন, বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন চলছে। 

    রাজ্যপাল (West Bengal Governor) জগদীপ ধনখড় বলেন, ‘‌রাজ্যপাল হিসেবে শোচনীয় পরিস্থিতির সাক্ষী হতে হয়েছে। ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। বাংলায় শাসনব্যবস্থা চিন্তার বিষয়। বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন চলছে। ভোটের পর যে হিংসা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেওয়ার পরিণামে মৃত্যু দেখেছি।’‌ তিনি যোগ করেন, রাজ্যপালের কাজ সংবিধান রক্ষা করা। বাংলায় রাজ্যপালকে কাজ করতে বাঁধা দেওয়া হয়।

    অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নিন! মুখ্যসচিবকে সময় বেঁধে দিলেন রাজ্যপাল

    রাজ্যের সঙ্গে বিবাদ প্রথম থেকেই রয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের। সম্প্রতি হলদিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিচারপতিদের একাংশ তল্পিবাহক হয়ে কাজ করছেন বলে মন্তব্য করেন। এই ইস্যুতে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল।

    রবিবার দিল্লি রওনা দেওয়ার আগে, ফের অভিষেকের বিরুদ্ধে সরব হন ধনখড়। রাজ্যপাল বলেন, ‘‌সংবিধানের মৌলিক পরিকাঠামোর একটি অঙ্গ হল বিচারব্যবস্থা। গণতন্ত্রের জন্য বিচারব্যবস্থার স্বাধীনতা থাকা ভীষণ প্রয়োজন। কিন্তু যেভাবে বিচারপতিদের নিশানা করা হচ্ছে, তাতে সাংবিধানিক প্রধান হিসেবে আমি চিন্তিত। যদি কোনও বিচারপতিকে নিশানা করা হয়, তাহলে তা বিচারব্যবস্থার উপর আক্রমণের সব থেকে নিকৃষ্ট উদাহরণ। বিচারপতিরা যে মামলাগুলি দেখছেন, তার জন্য যদি তাঁদের নিশানা করা হয়, তবে বিষয়টি অত্যন্ত দুশ্চিন্তার। মানুষের কাছে যেন বার্তা দেওয়া হচ্ছে, তাঁরা বিচারব্যবস্থার তোয়াক্কা করেন না।’‌

    শর্ত সাপেক্ষে অভিষেককে দুবাই যাওয়ার অনুমতি হাইকোর্টের

    শুধু ধনখড় নন, সম্প্রতি উত্তরপ্রদেশের বিধানসভায় (UP Assembly) বাংলা শাসনব্যবস্থা নিয়ে কটাক্ষ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী (Yogi) আদিত্যনাথ। তারও কিছুদিন আগে সংসদে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলার আইন-ব্যবস্থা নিয়ে কটাক্ষ করেছিলেন। 

  • Pakistan defence:  প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান!

    Pakistan defence:  প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিরক্ষা (defence) খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান (pakistan) সরকার। আগামী অর্থবর্ষে সেনাবাহিনীর জন্য ১.৪৫৩ ট্রিলিয়ন রুপি বরাদ্দ রাখতে যাচ্ছে শেহবাজ সরকার। গত অর্থবর্ষে এই বরাদ্দের পরিমাণ ছিল ১.৩৭ ট্রিলিয়ন রুপি। পাক সংবাদ মাধ্যম সূত্রেই এ খবর মিলেছে।

    রবিবার পাকিস্তানের একটি সংবাদ প্রতিবেদনে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ যে বাড়তে চলেছে, তা জানানো হয়েছে। মাস কয়েক আগেই ইমরান খানের সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে শেহবাজ শরিফ (Shahbaz shariff )। ইমরানের অভিযোগ, তিনি ষড়যন্ত্রের শিকার। যদিও এই ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়েছে পাক সরকার।

    আরও পড়ুন : “তিন টুকরো হয়ে যাবে পাকিস্তান!” কেন এমন কথা বললেন ইমরান?

    সূত্রের খবর, শেহবাজ ক্ষমতায় এসেই নজর দেন প্রতিরক্ষা খাতের দিকে। তার পরেই সিদ্ধান্ত হয়, প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াবে শেহবাজের সরকার। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী অর্থবর্ষে সেনাবাহিনীর জন্য ১.৪৫৩ ট্রিলিয়ন রুপি বরাদ্দ রাখা হবে। গত অর্থবর্ষে ছিল ১.৩৭ ট্রিলিয়ন রূপি। অর্থাৎ নয়া অর্থবর্ষে ব্যয় বরাদ্দ বাড়ছে প্রায় ৮৩০০ কোটি রুপি। গত অর্থবর্ষের তুলনায় যা শতকরা ৬ ভাগ বেশি। সেনাবাহিনীর দাবি, মুদ্রাস্ফীতির তুলনায় বরাদ্দের যে পরিমাণ প্রয়োজন, এই অর্থ তার চেয়ে প্রায় ৫৩০০ কোটি রুপি কম। প্রতিবেদনে দাবি, বর্ধিত পরিমাণ বরাদ্দের বেশিরভাগটাই খরচ হবে সেনা কর্মীদের বেতন ও ভাতা দিতে। বরাদ্দের বাকি টাকা খরচ হবে সামরিক পরিকাঠামো উন্নয়নের কাজ এবং অস্ত্র ও গোলাবারুদ কেনায়। কর্মীদের রেশন, ট্রান্সপোর্ট, ট্রেনিং এবং চিকিৎসাখাতেও ব্যয় করা হবে ওই বরাদ্দ।  

    আরও পড়ুন : অশান্ত পাকিস্তান! ৬ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করতে শাহবাজ সরকারকে হুঁশিয়ারি ইমরানের

    চলতি বছরের এপ্রিলেই অনাস্থা ভোটের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধান মন্ত্রী ইমরান খানকে। আইএসআই গুপ্তচর সংস্থার প্রধানের নিয়োগে সিলমোহর দিতে অস্বীকার করায় সেনাবাহিনীর রোষানলে পড়েন তিনি। তার জেরেই গদি হারাতে হয় এই ক্রিকেটার-রাজনীতিবিদকে।

    সূত্রের খবর, ফি বছর পাকিস্তানের একজন সৈনিকের জন্য খরচ হয় ২.৬৫ বিলিয়ন রুপি। ভারত যা ব্যয় করে তার এক তৃতীয়াংশও নয়। প্রতিবেদন অনুযায়ী, ১১.৩ শতাংশ মুদ্রাস্ফীতির জেরে এই বরাদ্দ প্রত্যাশিতই ছিল।

     

     

  • Hindu Rituals: সন্ধ্যা দেওয়া হয় কেন? এর ঐতিহ্য, বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী?

    Hindu Rituals: সন্ধ্যা দেওয়া হয় কেন? এর ঐতিহ্য, বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু সংস্কৃতিতে সন্ধ্যা হলে গৃহস্থবাড়িতে তুলসী তলায় দেওয়া হয় সন্ধে, প্রদীপ। পুজোর অংশ হিসেবে অন্তর্ভুক্ত হতে থাকে নৈবেদ্য, বস্ত্র, ধূপ এবং প্রদীপ। এছাড়াও পুজোর সময় অন্ধকার দূর করার জন্য চারিদিকে প্রদীপ জ্বালানো হতো। সদর দরজার সামনে প্রদীপ জ্বালিয়ে রাখা হতো। কোন পথিকের প্রয়োজন হলে যেন তিনি আশ্রয় গ্রহণ করতে পারেন। বর্তমানেও গ্রামাঞ্চলের দিকে কিছু কিছু স্থানে সদর দরজায় প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে এখনও।

    সন্ধ্যা কথাটা এসেছে সন্ধি থেকে। একটি দিনকে কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে। যখন দুই কাল এর সন্ধি হয় তাই সন্ধ্যা। এটি দুই সময়ই প্রযোজ্য। যখন দিন থেকে রাত হয় আর যখন রাত থেকে দিন। এই সময়গুলিকে মানুষের জন্য গুরত্বপূর্ণ মানা হয়, কারণ তখন শক্তির পরিবর্তন ঘটে। আমাদের উপর শক্তির প্রভাব থাকেই। হিন্দু মতে ব্রহ্মাণ্ড পাঁচটি তত্ত্ব দিয়ে তৈরি, আর পাঁচটি তত্ত্বের সমন্বয়ে সবকিছু সুচারু রূপে চলে। তাই নিত্য পদ্ধতিতে কিছু উপাদান ব্যবহার হয় যা দিয়ে এই তত্ত্বগুলিকে সঞ্চারিত করা হয়। 

    ধূপকাঠি দিয়ে বায়ু তত্ত্বকে সঞ্চারিত করা হয়। প্রদীপ দিয়ে অগ্নি তত্ত্ব, জল দিয়ে জলতত্ত্ব, ফল ও ফুল দিয়ে পৃথিবী তত্ত্বকে সঞ্চারিত করা হয়। একাগ্রচিত্তে মন্ত্র উচ্চারণে বা জপ করে আকাশ তত্ত্ব সঞ্চারিত হয়। শঙ্খ ও কাঁসর বাজানো হয় কারণ এই শব্দে পরিবেশে, বাতাসে বিদ্যমান অনেক রকম জীবাণুর অবসান হয়। এই সবকিছুর সমন্বয়ে আরাধনা করতে হয়, সেই নিরাকার পরম ব্রহ্মের।

    সন্ধে দেবার সময় হচ্ছে সূর্যাস্তের ঠিক কয়েক মুহূর্ত পরে গোধূলির সময় রাতের ঠিক আগে। ‘সন্ধ্যা’কে সময় জ্ঞানে মানা হয় অর্থাৎ দুটো সময়ের সন্ধিক্ষণকে বোঝানো হয় — রাতের শেষ ও দিনের শুরুতে ‘প্রাত সন্ধ্যা’ , মধ্যাহ্নের শেষ ও অপরাহ্নের শুরুতে ‘মধ্যাহ্ন সন্ধ্যা’, দিনের শেষ ও রাতের শুরুতে ‘স্বায়ংসন্ধ‍্যা’। এই তিন সময়ে উপবিত ধারী ব্রাহ্মণগণ গায়ত্রীকে আহ্বাহন করে সন্ধ্যা আহ্নিক ক্রিয়া করে থাকেন। সনাতন পন্থীরাও এই তিন সময়ে যার যার ইষ্ট মন্ত্র জপ-ধ্যান করেন। অনেকে মন্ত্র জপ করে সন্ধ্যা দেয়।বহু দিন আগের প্রথা। এখন বর্তমান সমাজে সন্ধ্যা দেওয়ার প্রথা উঠেই গেছে।কিন্তু আমাদের ও উচিত আগের সকল প্রথাকে মেনে চলা।

     

  • NSE Phone Tapping: ফোন ট্যাপিং কাণ্ডে গ্রেফতার মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার

    NSE Phone Tapping: ফোন ট্যাপিং কাণ্ডে গ্রেফতার মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার

    মাধ্যম নিউজ ডেস্ক: এনএসই ফোন ট্যাপিং (NSE Phone Tapping) মামলায় মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডেকে (Sanjay Pandey) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বেআইনিভাবে এনএসইর কর্মচারীদের ফোন ট্যাপিং এবং রেকর্ড করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

    আরও পড়ুন: ফোনে আড়ি পাতার অভিযোগে প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে শুরু সিবিআই তদন্ত

    গত ৩০ জুন মুম্বইয়ের পুলিশ কমিশনারের পদে ইস্তফা দেন সঞ্জয় পান্ডে। ২০০৯ সাল থেকে ২০১৭ সালের মধ্যে সঞ্জয় পান্ডে নিয়মিত এনএসই (NSE) কর্মীদের ফোন রেকর্ড করেছেন বলে জানা গিয়েছে। এজন্যে তিনি মোটা টাকাও নিতেন বলে জানতে পেরেছেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, এজন্যে আইএসইসি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার থেকে তিনি ৪.৫৪ কোটি টাকা নিয়েছিলেন। বেশ কয়েকজনকে জেরা করে বিষয়টি জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সাক্ষীদের জেরা করার পরেই উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।   

    আরও পড়ুন: বাইকের নম্বর হবে ২৬/১১! বেশি টাকা দেয় উদয়পুরের হত্যাকারীরা    

    সোমবার দিল্লি আদালতে ইডি (ED) জানায়, ১৯৯৭ সাল থেকেই এনএসইর কর্মীদের ফোন ট্যাপিং চলছিল। এই সংক্রান্ত নথি এবং তথ্যও জোগাড় হয়েছে বলেও আদলতে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এর আগে সিবিআইয়ও ১০০ কোটি টাকার কেলেঙ্কারি মামলায় সঞ্জয় পান্ডেসহ আরও এক পুলিশ কমিশনার পরমবীর সিংকে দফায় দফায় জেরা করে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অমিল দেশমুখ এই মামলার অন্যতম অভিযুক্ত। 

    এনএসই-তে আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্ত করার সময় গোপনে ফোনে আড়িপাতার বেশ কিছু অভিযোগ পান ইডির তদন্তকারী আধিকারিকরা। তারপরেই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকে জানায় ইডি। সিবিআইকেমামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ফোন ট্যাপিং মামলায় সিবিআই এবং ইডি উভয়ই সঞ্জয় পান্ডের বিরুদ্ধে মামলা করে। এই মাসেই প্রাক্তন পুলিশ কর্তাকে দফায় দফায় জেরা করে সিবিআই।

    অন্যদিকে আইএসইসি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডসহ এনএসইর প্রাক্তন এমডি রবি নারায়ণ এবং সিইও চিত্রা রামকৃষ্ণার (Chitra Ramakrishna) বিরুদ্ধেও মামলা দায়ের করেছে সিবিআই (CBI)। তদন্ত চালাচ্ছে ইডিও। সিবিআইয়ের দাবি, নারায়ণ এবং রামকৃষ্ণ পুরো বিষয়টির ষড়যন্ত্র করে। প্রাক্তন আইপিএস অফিসার সঞ্জয় পান্ডে এই সংস্থাটি খুলেছিলেন বলেও জানতে পারে তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, প্রাক্তন পুলিশ কর্তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জেরা করতে পারে ইডি।

  • S Jaishankar: রাশিয়া থেকে গ্যাস কেনা কি যুদ্ধে মদত নয়? পশ্চিমকে তোপ ভারতের

    S Jaishankar: রাশিয়া থেকে গ্যাস কেনা কি যুদ্ধে মদত নয়? পশ্চিমকে তোপ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেনে (Ukraine) আগ্রাসনে অভিযুক্ত রাশিয়া (Russia)। সেই রাশিয়ার সঙ্গে সুসস্পর্ক বজায় রেখে চলেছে ভারত (India)। তা নিয়ে বিভিন্ন সময় ভারতের সমালোচনা করেছে ইউরোপের দেশগুলি। এবার সেই সমালোচনারই জবাব দিল ভারত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) শুক্রবার ইউরোপের তীব্র নিন্দা করেছেন। ইরান এবং ভেনেজুয়েলার তেল কেনার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন জয়শঙ্কর।     

    আরও পড়ুন :রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে পশ্চিমি দেশগুলিকে জবাব পীযূষ গোয়েলের

    চারদিনের স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র সফরে গিয়েছেন জয়শঙ্কর। সেখানেই তিনি বক্তৃতা দেন “গ্লোবসেক ২০২২ ব্রাতিস্লাভা” ফোরামে। এই ফোরামেই ইউরোপকে নিশানা করেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেন, আজ ইউরোপ রাশিয়া থেকে তেল, গ্যাস কিনছে। নিষেধাজ্ঞার নয়া প্যাকেজ এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে তার দেশীয় জনগণের কল্যাণকে বিবেচনা করা হয়েছে। সাধারণ মানুষকে বুঝতে হবে, আপনি যদি নিজের প্রতি বিবেচনাশীল হতে পারেন তবে অবশ্যই আপনি অন্যদের প্রতি বিবেচ্য হতে পারেন। 

    রাশিয়া থেকে অপরিশোধিতা জ্বালানি কেনা নিয়ে ক্রমাগত ভারতের সমালোচনা করে আসছে পাশ্চাত্য দেশগুলি। এমনকি, সম্প্রতি এমনও বলা হয়েছে যে, রাশিয়া থেকে তেল কিনে আদতে ভারত যুদ্ধে আর্থিক মদত দিচ্ছে। এপ্রসঙ্গে, কড়া জবাব দেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের মাঝেই রাশিয়া থেকে ইউরোপ যেখানে গ্যাস আমদানি চালু রেখেছে। শুধু ভারতের বেলায় কেন প্রশ্ন তোলা হচ্ছে।

    জয়শঙ্করের প্রশ্ন, ভারত যদি রাশিয়ার তেল আমদানির মাধ্যমে যুদ্ধে আর্থিক মদত করে থাকে, তাহলে রাশিয়া থেকে ইউরোপের গ্যাস আমদানি কেন যুদ্ধে আর্থিক মদত হিসেবে দেখা হবে না? জয়শঙ্কর বলেন, ‘অর্থের বিনিময়ে ভারতে রাশিয়ার তেল এলে তা যুদ্ধে আর্থিক মদত, আর ইউরোপে গ্যাস এলে তা যুদ্ধে মদত নয়? একটু নিরপেক্ষতা তো বজায় রাখবেন। অন্যদেরও তো স্বাধীনতা থাকা উচিত।

    আরও পড়ুন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের ভারসাম্যের নীতির প্রশংসায় মোহন ভাগবত

    ভারতকে কেন গম রফতানি নিষিদ্ধ করতে হয়েছিল, এদিন সে প্রশ্নেরও জবাব দেন বিদেশমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, গম ক্রয়কারী দেশের সরকারের অনুরোধের ভিত্তিতে কেন্দ্রের অনুমোদনের পরেই রফতানির অনুমতি দেওয়া হয়েছিল। ভারতের বিদেশ মন্ত্রী বলেন, নয়াদিল্লি চেয়েছিল দরিদ্র দেশগুলি গম সংগ্রহ করুক। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ইয়েমেন, সুদান এবং উপসাগরীয় দেশগুলির মতো দেশগুলি, ভারতীয় গমের ঐতিহ্যবাহী ক্রেতা বলেও জানান তিনি। প্রসঙ্গত, গম রফতানি বন্ধ করে দেওয়ায় ভারতের সমালোচনা করেছিল ইউরোপের বিভিন্ন দেশ। তখন ভারতের পাশে দাঁড়িয়েছিল চিন। তারা জানিয়েছিল, ভারতের জনগণের স্বার্থে তারা গম রফতানি বন্ধ করতে পারে।

  • Sena vs sena: উদ্ধবের পাশ থেকে সরে শিন্ডে শিবিরে ১২ সাংসদ!

    Sena vs sena: উদ্ধবের পাশ থেকে সরে শিন্ডে শিবিরে ১২ সাংসদ!

    মাধ্যম নিউজ ডেস্ক: একে একে নিভিছে দেউটি!

    কুর্সি গিয়েছে আগেই। এবার ক্রমেই একা হয়ে পড়ছেন মহারাষ্ট্রের (Maharasthra) প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। লোকসভায় শিবসেনার (Shiv Sena) ১৮ জন সাংসদের মধ্যে ১২ জনই শিবির বদল করে  একনাথ শিন্ডের (Eknath Shinde) দলে ভিড়ছেন। অন্তত একটি সংবাদ মাধ্যমের খবর এমনই। যদি তা হয়, তাহলে আরও বিপাকে পড়বেন উদ্ধব।

    কংগ্রেস, এনসিপি নয়, পদ্ম শিবিরের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন নিয়ে বিরোধের জেরে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বিরোধের সূত্রপাত শিবসেনারই একনাথ শিন্ডের। যার জেরে অনুগত বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাট ও পরে আসাম উড়ে যান শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। পরে বিজেপির সঙ্গে হাত মেলান শিন্ডে। পতন হয় উদ্ধব সরকারের। গেরুয়া-সঙ্গে জোট গড়ে সরকার গড়েন শিন্ডে। মুখ্যমন্ত্রী হন শিন্ডে স্বয়ং। উপমুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। শিন্ডের দাবি, তাঁর সঙ্গেই রয়েছেন প্রায় ৪০ জন বিধায়ক। মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার সদস্য সংখ্যা ৫৬। তার সিংহভাগই রয়েছেন শিন্ডে শিবিরে। বাকিরা এখনও রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দলে।   

    আরও পড়ুন : আসল শিবসেনা প্রমাণ করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন শিন্ডে? 

    সম্প্রতি উদ্ধবের গড়া এক্সিকিউটিভ কমিটি ভেঙে দিয়েছেন শিন্ডে। তিনি নিজে ন্যাশনেল এক্সিকিউটিভ কমিটির গঠন করেছেন। কমিটির মাথায় উদ্ধবকে রাখা হলেও, কমিটির প্রধান মুখপাত্র করা হয়েছে শিবসেনা বিধায়ক দীপক কেশরকরকে। নয়া গঠিত এই কমিটি সংক্রান্ত রেজলিউশন নির্বাচন কমিশনের দফতরে পেশ করতে চলেছে শিন্ডে শিবির।

    এহেন পরিস্থিতিতে আরও বিপাকে পড়তে চলেছেন উদ্ধব। সূত্রের খবর, শিবসেনার ১২ জন সাংসদ শিন্ডে শিবিরে নাম লেখাতে আগ্রহী। তাঁরা এ ব্যাপারে মনস্থিরও করে ফেলেছেন বলে খবর। এদিনই দিল্লিতে গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করার কথা শিন্ডের। সূত্রের খবর, তখনই ওই সাংসদরা ঘোষণা করতে পারেন শিন্ডে বাহিনীতে যোগদানের খবর। একটি দৈনিকের খবর অনুযায়ী, ইতিমধ্যেই ওই সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে তাঁদের পরিকল্পনার ব্যাপারে চিঠি দিয়েছেন। তাঁরা এও জানিয়েছেন, মুম্বইয়ের সাউথ সেন্ট্রালের সাংসদ রাহুল শেওয়ালের নেতৃত্ব পৃথক শিবসেনা গ্রুপ তৈরি করবেন।

    আরও পড়ুন : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লড়া উচিত মহা বিকাশ আঘাড়ি জোটের, মত পাওয়ারের

  • Rajya sabha elections: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় জয়ী ৪১ 

    Rajya sabha elections: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় জয়ী ৪১ 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভা নির্বাচনে (Rajya sabha elections) জয়ী হলেন ৪১ জন। এর মধ্যে কংগ্রেসের (congress) কয়েকজন প্রার্থী যেমন রয়েছেন, তেমনি রয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপিরও (bjp)। রয়েছেন নির্দল এবং আঞ্চলিক দলের প্রার্থীও। শুক্রবার তাঁদের নির্বাচিত হওয়ার কথা ঘোষণা করা হয়।

    আরও পড়ুন : শিয়রে রাজ্যসভা ভোট, বিধায়কদের ‘লুকিয়ে’ রাখছে আতঙ্কিত কংগ্রেস?

    ১০ জুন রাজ্যসভা নির্বাচন। দেশের ১৫টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ৫৭ আসনে হবে ওই নির্বাচন। ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের ৪১ জন। জানা গিয়েছে, উত্তর প্রদেশে ১১ জন,  তামিলনাড়ুতে ছ’জন, বিহারে পাঁচজন, অন্ধ্রপ্রদেশে চারজন, মধ্যপ্রদেশ ও ওড়িশায় তিনজন করে, ছত্তিশগড়, পাঞ্জাব, তেলঙ্গানা ও ঝাড়খণ্ডে দুজন করে এবং উত্তরাখণ্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাঁরা জয়ী হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের পি চিদম্বরম এবং রাজীব শুক্ল, বিজেপির সুমিত্রা বাল্মীকি এবং কবিতা পতিদার। সদ্য কংগ্রেস ছেড়ে আসা কপিল সিবালও জয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সমাজবাদী পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনি। আরজেডির মিশা ভারতী এবং আরএলডির জয়ন্ত চৌধুরীও জয়ী হয়েছেন। মিশা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মেয়ে।  হরিয়ানা, রাজস্থান, কর্নাটক এবং মহারাষ্ট্রে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা। কারণ প্রার্থীরা কেউই তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি৷

    আরও পড়ুন : আসন্ন রাজ্যসভা নির্বাচনে অ্যাডভান্টেজ বিজেপি, শক্তি খোয়াবে কংগ্রেস?

    রাজ্যসভার নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা দেশ জুড়ে। এই নির্বাচনের পরে রাজ্যসভায় কংগ্রেসের এক লপ্তে আসন সংখ্যা কমে যাবে অনেকখানি। শক্তি বাড়বে বিজেপির। ইতিমধ্যেই কংগ্রেসকে মাত দিতে ঝাঁপিয়ে পড়েছেন পদ্ম শিবিরের ভোট ম্যানেজারেরা। যেহেতু হরিয়ানা, রাজস্থান, কর্নাটক এবং মহারাষ্ট্র এই চার রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা, সেহেতু ওই চার রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে চার কেন্দ্রীয় মন্ত্রীকে। বিজেপি দলীয় বিধায়কদের ভাঙাতে পারে বলে আশঙ্কা কংগ্রেসের। তাই যে দুই রাজ্যে ক্ষমতায় রয়েছে সোনিয়া গান্ধীর দল, সেই রাজস্থান এবং ছত্তীশগড়ের বিধায়কদের রিসর্ট-বন্দি রাখার সিদ্ধান্তও নিয়েছে হাত শিবির। সূত্রের খবর, রাজস্থানের বিধায়কদের ছত্তিশগড় এবং ছত্তিশগড়ের বিধায়কদের রাজস্থানের উদয়পুরের কোনও হোটেলে রাখা হবে আপাতত। ভোটপর্ব সাঙ্গ হলে তবেই তাঁরা ফিরবেন স্ব স্ব রাজ্যে।

     

     

LinkedIn
Share