Blog

  • Sundar Pichai: উইকিপিডিয়ায় অনেক তথ্যই ভুল, নিজের স্কুলের নাম জানালেন সুন্দর পিচাই

    Sundar Pichai: উইকিপিডিয়ায় অনেক তথ্যই ভুল, নিজের স্কুলের নাম জানালেন সুন্দর পিচাই

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু স্কুলই দাবি করে তিনি তাদের ছাত্র। আবার অনেক সময় শোনা যায় তিনি নাকি কোনও স্কুলেই পড়াশোনা করেননি। প্রথাগত শিক্ষার বদলে বাড়িতে থেকেই নাকি পড়াশোনা করেছেন সুন্দর পিচাই (Sundar Pichai)। অবশেষে নিজের মুখেই সেই উত্তর দিলেন গুগলের (Google) সিইও । স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেসের (Stanford Graduate School of Business) একটি অনুষ্ঠানে, তিনি জানান উইকিপিডিয়ায় (Wikipedia) তার সম্পর্কে অনেক ভুল তথ্য রয়েছে। তিনি আসলে চেন্নাইয়ের ভানা বাণীতে  একটি স্কুলে পড়াশোনা শেষ করেছেন। স্কুলটি আইআইটি মাদ্রাজ (IIT Madras) ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত। ওই অনুষ্ঠানে একজন পিচাইকে তাঁর স্কুল সম্পর্কে প্রশ্ন করলে একথা জানান গুগল সিইও। 

    ২০১৫ সালে গুগলের সিইও হিসাবে নিযুক্ত হন সুন্দর পিচাই। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যে সপ্তাহে তিনি গুগুল সিইও নিযুক্ত হন সেই সপ্তাহেই তাঁর উইকিপিডিয়া পৃষ্ঠায় প্রায় ৩৫০ বার সংশোধন করা হয়। পরে ২০১৯ সালে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট -এর সিইও হিসেবেও নিযুক্ত হন পিচাই। তিনি শুধু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে একজনই নন।  বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও তাঁর নাম খুঁজে পাওয়া যায়।

    উইকিপিডিয়া পৃষ্ঠায় তাঁর  স্কুলগুলির একটি দীর্ঘ তালিকা দেখানো হয়েছিল পিচাইকে। জবাবে তিনি বলেন, এর মধ্যে মাত্র দুটি সত্য। তিনি জানিয়েছেন, তাঁর নাম করে অনেক স্কুলই পড়ুয়াদের আকৃষ্ট করে, সেই স্কুলে ভর্তি হওয়ার জন্য। যা কখনওই কাম্য নয়। নিজেদের অধ্যাবসায়ের জেরেই সবাই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে। পিচাই আইআইটি-খড়গপুর (IIT-Kgp) থেকে B.Tech, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) থেকে এমএস এবং পেনসিলভানিয়া (Pennsylvania) বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছিলেন।

  • Lalu Prasad Yadav: নতুন দুর্নীতি মামলায় লালু প্রসাদের বাড়িতে অভিযান সিবিআই-এর 

    Lalu Prasad Yadav: নতুন দুর্নীতি মামলায় লালু প্রসাদের বাড়িতে অভিযান সিবিআই-এর 

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক সপ্তাহ আগেই জামিনে ছাড়া পেয়েছেন জেল থেকে। ফের নতুন দুর্নীতি মামলায় জড়ালো আরজেডি প্রধান, প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) নাম। রেলমন্ত্রী থাকাকালীন জমি নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। লালু প্রসাদ যাদবের সঙ্গে সম্পর্কযুক্ত ১৭টি জায়গায় অভিযান চালাচ্ছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, পাটনা, গোপালগঞ্জ ও দিল্লিতে লালু প্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং মেয়ে মিসা ভারতীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে। রেলে চাকরি দেওয়ার নামে কম টাকায় জমি ও প্লট কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে। তদন্তের পর লালু ও তাঁর মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই।

    প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, তখন চাকরির বদলে কম টাকায় জমি নেওয়া হয়েছে এমন বহু ঘটনা সামনে এসেছে। আর তার তদন্তেই লালু, রাবড়ি এবং তাঁদের মেয়ের বাড়িতে সকাল থেকে তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)।

    মাত্র কয়েক সপ্তাহ আগেই পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত ডোরান্ডা ট্রেজারি মামলায় জামিন পেয়েছিলেন লালু প্রসাদ যাদব। ডোরান্ডা কোষাগার থেকে ১৩৯ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ১৯৯০ থেকে ১৯৯৫ সালের মধ্যে, ডোরান্ডা কোষাগার থেকে ১৩৯ কোটি টাকা সরানো হয়েছিল। প্রায় ২৭ বছর পর এই বছরের ফেব্রুয়ারিতে, আদালত এই দুর্নীতি মামলার রায়ে লালুকে দোষী সাব্যস্ত করে। পাঁচ বছরের সাজা হয় লালুর। ফের আবারও একবার এক নতুন দুর্নীতি মামলায় নাম জড়ালো তাঁর।

     

  • Kim warns: প্রয়োজনে পরমাণু শক্তি ব্যবহার করা হবে সতর্কবাণী কিমের 

    Kim warns: প্রয়োজনে পরমাণু শক্তি ব্যবহার করা হবে সতর্কবাণী কিমের 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধী শক্তির মোকাবিলায় পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, বলে ফের সতর্ক করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।  সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর প্রচারিত হয়। খবরে বলা হয়, শীর্ষ সামরিক কর্মকর্তাদের কিম বলেছেন, উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর “নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব বজায় রাখার” জন্য দেশটিকে প্রয়োজনে এ ধরনের বিপজ্জনক কর্মসূচি চালাতে হতে পারে।

    কিম আরও বলেন, পিয়ংইয়ংয়ের অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাওয়া উচিত, যাতে অন্য কেউ উত্তর কোরিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে। পরমাণু অস্ত্র উৎপাদনের বিষয়টিকে তিনি দেশের নিরাপত্তার নিশ্চয়তা প্রদানকারী জীবনরেখা হিসেবে অভিহিত করেন। এর আগে গত সোমবার একটি সামরিক কুচকাওয়াজের সময় তিনি বলেছিলেন,দেশের স্বার্থে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। সশস্ত্র বাহিনীর ৯০তম বার্ষিকীতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে এ মন্তব্য করেছিলেন কিম। সে সময় দেশটির সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছিল। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সামরিক খাতে আধুনিকীকরণের গতি দ্বিগুণ করেছে উত্তর কোরিয়া। মার্কিন আলোচনার প্রস্তাব উপেক্ষা করে এই বছর বেশ কয়েকটি নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিমের দেশ।

    ২০১৭ সালের পর গত মাসে প্রথমবারের মতো উত্তর কোরিয়া সম্পূর্ণ পরিসরে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালায়। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে এ পরীক্ষা চালায় পিয়ংইয়ং। কূটনৈতিক মহলের ধারণা, এই পরীক্ষা চালিয়ে সিওলের নতুন সরকারকে বার্তা দিতে চেয়েছিলেন কিম। 

  • Horoscope Today, 17 April 2022: শারীরিক অস্বস্তি কর্কটের, ব্যবসায় উন্নতি কুম্ভর! দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 17 April 2022: শারীরিক অস্বস্তি কর্কটের, ব্যবসায় উন্নতি কুম্ভর! দেখুন আজকের রাশিফল

    মেষ/ Aries  রাশিফল Rashifal ( March 21 – April 20 )

    নিজের ওপর আস্থা রাখুন। কাজের সময় মন দিন। আজকে আরাম করতে পারবেন। বন্ধুদের থেকে দূরে থাকা দরকার। আপনাকে অর্থ ঋণ নিয়ে কাজ করতে হবে। পরিবারে কারোর আগমন ঘটবে। উৎসবের মুহূর্ত থাকবে। প্রেমের যোগাযোগ বাড়বে। পুরনো জিনিস আজকে ফেরত পাবেন।

    বৃষ/ Taurus  রাশিফল Rashifal ( April 21 – May 21 )

    শান্ত থাকুন, উদ্বেগ দূরে সরান। অনুষ্ঠানের কারণে অর্থ ব্যয় হবে। আর্থিক অবস্থা নেতিবাচক। ঘরে পরিবর্তন করার জন্য অনেকের সম্মতি পাবেন। কিছু বিষয়ে নিশ্চিত হয়েই এগোনো দরকার। মনের উপর চাপ সৃষ্টি হবে। প্রিয়জনের থেকে বিরক্ত হবেন।

    মিথুন/ Gemini  রাশিফল Rashifal ( May 22 – June 21 )

    নিরাপত্তার অভাব থাকবে। অস্থির হবেন না। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগে আজকে লাভ পাবে। কারোর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করুন। অপরকে বিশ্বাস করতে যাবেন না। সাহায্যের হাত বাড়িয়ে দিন। নিজের জন্য সময় বের করুন। 

    কর্কট/ Cancer রাশিফল Rashifal  ( June 22 – July 23 )

    শরীর অসুস্থ হবে। পরিবারে সুখ থাকবে। টাকা তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে আসুন। বিবাহিতদের আজ অনেক অর্থ খরচ হবে। শিক্ষায় অর্থব্যয় হলে ভাল। কিছু আমন্ত্রণে উপস্থিত থাকলে অনেক কিছু জানবেন। প্রত্যাশা মাফিক ফল অনেক লাভ দেবে।

    সিংহ/ Leo রাশিফল  Rashifal  ( July 24 – August 23 )

    বন্ধুর মানসিকতা দ্বারা পরীক্ষিত হবেন। ধৈর্য হারাবেন না। আদর্শ যেন হারিয়ে না যায়। কিছু বিষয়ে সতর্ক হওয়া উচিত। আজ বেশ কিছু আত্মীয়দের থেকে প্রতারিত হবেন। অন্যকে ঋণ দেবেন না। শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। নিজেকে সামলাতে শিখুন।

    কন্যা/ Virgo রাশিফল Rashifal  ( August 24 – September 23 )

    খুশির মুহূর্তে আজকে ভাল কিছু ঘটবে। স্বাস্থ্য বিকশিত হবে। সৌভাগ্য বিকশিত হবে। সতর্কতা অবলম্বন করুন। ঋণ বিনিয়োগ করবেন না। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মুশকিলে পড়বেন। ঘরের পরিবেশে মুশকিল থাকবে। অনেকেই আজকে আপনাকে দুর্বল করতে পারে। সৃজনশীল কাজে নিযুক্ত হন।

    তুলা/ Libra রাশিফল Rashifal  ( Sept 24 – Oct 23)

    স্বাস্থ্য ভাল থাকবে। অর্থ উপার্জন হবে। খরচ বৃদ্ধির ফলে মন খারাপ করবেন না। পারিবারিক সদস্যের থেকে প্রত্যাশা না রাখলেই ভাল। অনেকেই সুনাম বিনষ্ট করতে পারে। নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন। পর্যালোচনা করে পরিকল্পনা করুন। লোকজনের থেকে দূরে থাকুন।

    বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal  ( Oct 24 – Nov 22 )

    শরীর ভাল রাখুন। নিজেকে মন থেকে শক্ত করুন। লোকের সঙ্গে ঝামেলা করবেন না। বেশি কিছু টাকা নয়ছয় হবে। আনন্দদায়ক মেজাজে থাকবে। প্রেমের থেকে দূরে থাকুন। দক্ষতা প্রদর্শনের সুযোগ। আজকের দিনে ব্যস্ত থাকবেন।

    ধনু/ Sagitarius  রাশিফল Rashifal  ( Nov 23 – Dec 22 )

    শরীরের দিকে নজর দিন। উদ্বেগ প্রকাশ করবেন না।  আর্থিক বোঝা বাড়বে। ঘরবাড়ি দেখভাল করতে হবে। কাছের মানুষটিকে সত্য বলে ভুগবেন। গোপন কথা গোপনেই রাখুন। নিজের জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটান।

    মকর/ Capricorn  রাশিফল Rashifal ( Dec 23 – Jan 20 )

    শিশুসুলভ আচরণ, আপনাকে ভাল ফল দেবে। কৌতুকের মেজাজে থাকবেন। দীর্ঘ লাভের জন্য অনেককিছু দরকার। মিউচুয়াল ফান্ড থেকে অনেককিছু পাবেন। যদি আমন্ত্রিত হন, তবে ভাল কিছু হতে পারে। ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। জটিলতার থেকে দূরে যান।

    কুম্ভ/ Aquarious  রাশিফল Rashifal ( Jan 21 – Feb  19 )

    স্বাস্থ্যের দিকে নজর দিন। আজ আত্মীয়ের সহায়তায় অনেক কিছু শিখবেন। ব্যবসায় ভাল ফল হবে। আর্থিকভাবে অনেকের থেকেই উপকৃত হবেন। ঘরে অতিথি সমাগম থাকবে। উদ্যোগ বা খরচ কমিয়ে দিন।

    মীন/ Pisces  রাশিফল  Rashifal ( Feb 20 – Mar 20 )

    উচ্চ উদ্দীপনা থাকবে তবে, অনেকের অভাব অনুভব করবেন। অনেকেই আজ আপনার ভাল হওয়ার সুযোগ নেবে। অর্থনৈতিক দিকে প্রভাব থাকবে। উৎসবের মুহূর্ত থাকবে। উল্লেখযোগ্য ভাবে নিজের কাজ করে যান।

     

  • BJP Parliamentary Board: বিজেপিতে বদল! তৈরি হল নয়া সংসদীয় বোর্ড, বাদ পড়লেন নিতিন গড়কড়ি, শিবরাজ সিং চৌহান

    BJP Parliamentary Board: বিজেপিতে বদল! তৈরি হল নয়া সংসদীয় বোর্ড, বাদ পড়লেন নিতিন গড়কড়ি, শিবরাজ সিং চৌহান

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় সড় সাংগঠনিক রদবদল ঘটল ভারতীয় জনতা পার্টিতে (BJP)। বুধবার (১৭ অগাস্ট), ১১ সদস্যের নতুন সংসদীয় বোর্ড গঠন করল বিজেপি। বাদ দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। ঠাঁই হয়নি যোগী আদিত্যনাথেরও। বোর্ডে নতুন জায়গা পেলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং প্রাক্তন আইপিএস অফিসার ইকবাল সিং লালপুরা। প্রসঙ্গত, এই সংসদীয় বোর্ডই বিজেপির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। এছাড়া এদিন একটি নির্বাচনী কমিটিও তৈরি করা হয়েছে, তাতে মোট সদস্য রয়েছেন ১৫ জন। সেই সদস্য তালিকায় সংসদীয় বোর্ডের ১০ জন রয়েছেন, শুধু সেই কমিটির বিএল সন্তোষ নেই নির্বাচনী কমিটিতে। এ ছাড়াও রয়েছেন, ভুপেন্দ্র যাদব, দেবেন্দ্র ফড়নবিশ, ওম মাথুর, বিএল সন্তোষ, বনথী শ্রীনিবাস।

    বিজেপির আভ্যন্তরীণ গঠনতন্ত্রে সংসদীয় বোর্ডের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই কমিটি সিদ্ধান্ত নেয় বিজেপি শাসিত রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন বিভিন্ন রাজ্যের বিজেপির প্রধান কে হবেন। এই কমিটি অনেক সময়ই দলের মুখ্যমন্ত্রীদের বা রাজ্য সভাপতিদের ডেকে পাঠায়, নানা নির্দেশও দিয়ে থাকে। এহেন কমিটি থেকে নিতিন গড়কড়ি ও শিবরাজ সিং চৌহানকে সরিয়ে দেওয়া যথেষ্টই চাঞ্চল্যকর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নিতিন গড়কড়ি মোদি মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী তো বটেই, তাছাড়া তিনি দলের প্রাক্তন সভাপতিও।

    আরও পড়ুন: রোহিঙ্গাদের ভারত থেকে বের করে দেওয়া উচিত, মত বিশ্ব হিন্দু পরিষদের

    নয়া বোর্ডের নেতৃত্ব দেবেন দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা। বোর্ড সচিব হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। বোর্ডে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া ১১ সদস্যের এই বোর্ডে জায়গা পেয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রাক্তন আইপিএস অফিসার ইকবাল সিং লালপুরা, প্রাক্তন সাংসদ সত্যনারায়ণ জটিয়া, বিজেপির জাতীয় ওবিসি মোর্চার সভাপতি কে লক্ষ্মণ এবং জাতীয় সম্পাদক সুধা যাদব।

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপির নয়া সংসদীয় বোর্ডে সামাজিক ও আঞ্চলিক প্রতিনিধিত্ব আরও বাড়ানোর লক্ষ্যেই প্রয়োজনীয় রদবদল করা হয়েছে। যেমন, সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের প্রথম সদস্য হিসেবে বিজেপির এই সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী বোর্ডে অন্তর্ভুক্ত করা হল ইকবাল সিং লালপুরাকে। রয়েছেন উত্তরপূর্ব ভারত (সোনোয়াল), দক্ষিণ ভারত (ইয়েদুরাপ্পা), তফসিলি উপজাতির (কে লক্ষ্মণ) প্রতিনিধিরাও।

  • Saigal Hossain: ফের সাতদিনের সিবিআই হেফাজতে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন

    Saigal Hossain: ফের সাতদিনের সিবিআই হেফাজতে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সাতদিনের সিবিআই (CBI) হেফাজতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেন (Saigal Hossain)। গরুপাচার (Cattle smuggling) মামলায় এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় তৃণমূলের (TMC) বীরভূম জেলা সভাপতির দেহরক্ষীকে। দেড় ঘণ্টা ধরে দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর এদিন সায়গল হোসেনকে ফের ৭ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

    কেন গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী, এত সম্পত্তি হল কীভাবে?

    সাতদিন সিবিআই হেফাজতে থাকার পর শুক্রবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। কলকাতা নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকরা সকালে রওনা দেন। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তাঁকে পেশ করা হয় সাড়ে ১১টা নাগাদ।

    এদিনের শুনানিতে সায়গলের পুনরায় হেফাজতের দাবি পেশ করে সিবিআই। তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, সায়গলের কাছে গরু পাচার মামলার অনেক তথ্য রয়েছে। তাঁর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। এছাড়াও আয়বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে সায়গলের কাছ থেকে। ফলে, গরুপাচার মামলায় তদন্তের অগ্রগতির জন্য তাঁকে আরও জেরা করা প্রয়োজন। 

    তদন্তকারীদের একাংশ জানাচ্ছেন, জেলে যাওয়ার আগে এনামুলের সঙ্গে সায়গলের এক বছরে শতাধিক বার টেলিফোনে কথা হয়েছে। তদন্তে দেখা গিয়েছে, এনামুলের ওই ফোনটি নেওয়া ছিল তাঁর এক ভাইয়ের নামে। তিনি স্বীকার করে নেন, তাঁর নামে ফোনটি নেওয়া হলেও সেটা ব্যবহার করতেন এনামুলই। তদন্তকারীদের আরও দাবি, নামে-বেনামে প্রচুর সম্পত্তির মালিক এই সায়গল। সম্প্রতি, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। সেই সম্পত্তির উৎস কী, তা জানতে তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন। দু’পক্ষের সওয়াল-পর্ব শেষে সায়গলকে ফের সাত দিনের সিবিআই হেফাজতে পাঠিয়ে দেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে আগামী ২৪ জুন।

    আরও পড়ুন: অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গলের বোলপুরের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি

  • Chief of Defence Staff: রাওয়াতের জায়গায় নতুন সিডিএস নিয়োগ শীঘ্রই! কী বললেন রাজনাথ?

    Chief of Defence Staff: রাওয়াতের জায়গায় নতুন সিডিএস নিয়োগ শীঘ্রই! কী বললেন রাজনাথ?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীঘ্রই নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defence Staff) নিয়োগ করা হবে। জেনারেল বিপিন রাওয়াতের (General Bipin Rawat) মৃত্যুর পর ৬ মাস ফাঁকা পড়ে ছিল এই পদ। দেশের নিরাপত্তার স্বার্থে শীঘ্রই এই পদে পুনর্নিয়োগ করা হবে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। তিনি জানিয়েছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। যাবতীয় প্রক্রিয়া চলছে। 

    আরও পড়ুন: ১১৪ যুদ্ধবিমান কেনার পথে বায়ুসেনা, ৯৬টি তৈরি হবে ভারতেই

    ২০২১ সালের ডিসেম্বর মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ সংক্ষেপে সিডিএস (CDS) জেনারেল বিপিন রাওয়াত। তাঁর মৃত্যুর পর প্রায় ৬ মাস কেটে গিয়েছে। এখনও শূন্যই রয়ে গিয়েছে সেই পদ। আবার এক নতুন সিডিএস পাবে ভারত। দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ কে হবেন, তা এখনও জানা যায়নি।   

    চলতি মাসের শুরুর দিকেই কেন্দ্র এই পদের জন্য বিজ্ঞপ্তির ঘোষণা করেছিল। সম্প্রতি কেন্দ্র প্রতিরক্ষা বিষয়ক বেশ কিছু আইনে পরিবর্তন এনেছে। পরিবর্তিত আইন অনুযায়ী, চাকরি করছেন বা অবসরপ্রাপ্ত যেকোনও লেফটেন্যান্ট জেনারেল, এয়ার মর্শাল এবং ৬২ বছরের কম হলে ভাইস অ্যাডমিরল সিডিএস পদের আবেদন করতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী সেনা, বিমান ও নৌবাহিনীর শীর্ষ স্থানীয় আধিকারিকরা এই সিডিএস পদে আবেদন করতে পারেন। 

    আরও পড়ুন: অগ্নিবীরদের জন্য অগ্নিপথ

    ২০১৯ সালের ডিসেম্বর মাসে দেশে চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস পদটি তৈরি করা হয়। ২০২০ সালের ১ জানুয়ারি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে যোগদান করেন জেনারাল বিপিন রাওয়াত। সিডিএস হওয়ার পর বিপিন রাওয়াত এয়ার ডিফেন্স কমান্ড (Air Defence Command) তৈরি করেন। অতিমারীর পর সিডিএস হিসেবে বিপিন রাওয়াত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতিরক্ষা বিষয়ক আমদানি (Defence Imports) কমিয়ে আনার ওপর জোর দিয়েছিলেন তিনি। দেশেই সামরিক সরঞ্জাম উৎপাদনের ওপর জোর দেন।  

    আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে সর্বসম্মত প্রার্থী বাছাইয়ের দায়িত্ব নাড্ডা, রাজনাথকে

    ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পর দেশের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাকে আরও জোরদার করতে একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করার সুপারিশ করা হয়। সামরিক উপদেষ্টা হিসেবে চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগের পরিকল্পনা নেয় ভারত। ২০১৯ সালের ১৫ অগাস্ট লালকেল্লায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) ফের বিষয়টিকে উত্থাপন করেন। পরবর্তীতে ২০১৯ সালের ২৩ অগাস্ট জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (NSA) অজিত ডোভালের (Ajit Doval) অধীনে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে ছিলেন মন্ত্রীপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিবসহ কেন্দ্র সরকারের শীর্ষ স্থানীয় আধিকারিকরা। এরপর ২৪ ডিসেম্বর নিরাপত্তা সংক্রান্ত কমিটি চিফ অফ ডিফেন্স স্টাফের পদ প্রতিষ্ঠা করে। 

     

  • Whatsapp Backup Tips: হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি ব্যাক-আপ চাইছেন? জেনে নিন সহজ পদ্ধতি

    Whatsapp Backup Tips: হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি ব্যাক-আপ চাইছেন? জেনে নিন সহজ পদ্ধতি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপকেই (Whatsapp) ভরসা করেন। কারণ ব্যবহারকারীদের বহু সুবিধা প্রদান করে এই সোশ্যাল মেসেজিং অ্যাপটি।

    হোয়াটসঅ্যাপ প্রদত্ত বহু সুবিধার মধ্যে অন্যতম জনপ্রিয় হল চ্যাট ব্যাক-আপ (Chat backup)। আপনার গুরুত্বপূর্ণ চ্যাট হিস্ট্রি (Chat History) আপনি সেভ করে রাখতে পারবেন গুগল ড্রাইভে (Google Drive)। নিজের ইচ্ছে মতো চ্যাটের দৈনিক, সাপ্তাহিক বা মাসিক হিস্ট্রি সেভ করে রাখতে পারবেন আপনি। ধাপে ধাপে জেনে নিন কী করে সেভ করবেন চ্যাট হিস্ট্রি।

    আরও পড়ুনঃ কী করে বুঝবেন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কি না?

    ১। প্রথমে মেইন স্ক্রিনে তিনটি ডটের আইকনটিতে ক্লিক করুন।

    ২। সেখান থেকে সেটিংস-এ যান। ‘চ্যাট’ অপশনটিতে যান। সেখান থেকে ‘চ্যাট ব্যাকআপ’ (Chat Backup)।  গুগল ড্রাইভকে ব্যাকআপ নেওয়ার জন্যে সিলেক্ট করুন। 

    ৩। ‘নেভার’ বাদে অন্য যেকোনও ব্যাকআপ ফ্রিকুয়েন্সিকে সিলেক্ট করুন। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক হিসেবে ব্যাকআপ রাখতে পারবেন আপনি। আপনি যখন চাইবেন ফোন তখনই একমাত্র ব্যাকআপ নেবে এমন সুবিধাও আছে। সেক্ষেত্রে  “Only when I tap Back up” অপশনটিতে ক্লিক করতে হবে। 

    ৪। কোন গুগল অ্যাকাউন্টে আপনি চ্যাট হিস্ট্রি রাখতে চান তা সিলেক্ট করুন। 

    ৫। আপনার যদি ইতিমধ্যেই একটি গুগল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনটিতে যান এবং লগ-ইন অপশনটিতে যান। 

    ৬। ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে কোন নেটওয়ার্কটি ব্যবহার করতে চান এবার সেটা সিলেক্ট করুন। 

    মনে রাখবেন মোবাইল ডেটায় (Mobile Data) ব্যাকআপ নিতে গেলে প্রচুর ডেটা খরচ হওয়ার সম্ভবনা রয়েছে। ওয়াই-ফাই (Wi-fi) নেটওয়ার্কে ব্যাকআপ নেওয়াই শ্রেয়। 

    যেহেতু একটি ‘থার্ড পার্টি সার্ভারে’ হিস্ট্রি রাখছেন তাই ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে কিছু সুরক্ষাও অবলম্বন করার সুবিধা রয়েছে।

    আরও পড়ুনঃ মেসেজ রিঅ্যাকশন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ, ভারতীয়দের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন

    জেনে নিন কী করবেন।

    ১। হোয়াটসঅ্যাপে গিয়ে পরপর এই অপশনগুলো ক্লিক করুন। সেটিংস> চ্যাটস> চ্যাট ব্যাকআপ> এন্ড টু এন্ড এনক্রিপটেড ব্যাকআপ 

    ২। ‘টার্ন অন’ বলে একটি অপশন পাবেন।

    ৩। পাসওয়ার্ড তৈরি করুন বা ৬৪ ডিজিটের এনক্রিপশন কি তৈরি করুন। 

    ৪। ব্যাকআপকে ‘এন্ড টু এন্ড এনক্রিপটেড’ করতে ক্রিয়েট- এ ক্লিক করুন। 

  • Steel Slag Road: নতুন চমক! ভারতে প্রথম তৈরি করা হল ইস্পাতের রাস্তা

    Steel Slag Road: নতুন চমক! ভারতে প্রথম তৈরি করা হল ইস্পাতের রাস্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: এক নতুন চমক নিয়ে আসল মোদি সরকার। আস্ত একটা রাস্তা তৈরি করা হল ইস্পাত (Steel Slag) দিয়ে। এই রাস্তাটি তৈরি হয়েছে গুজরাটের (Gujrat) সুরাটে (Surat)। ভারতে এই প্রথম ইস্পাতের রাস্তা তৈরি করা হল। রাস্তাটি (Road) ছয় লেনের। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী (Steel Minister) রামচন্দ্র প্রসাদ সিং(Ramchandra Prasad Singh) এই নবনির্মিত সড়কের উদ্বোধন করেন।

    কিন্তু কি এই স্টিল স্লাগ?

    ইস্পাত তৈরির সময় যে বর্জ্য পদার্থ তৈরি হয় তাকেই বলা হয় স্টিল স্লাগ (Steel Slag) ।

    আরও পড়ুন:৭৫ কিমি রাস্তা তৈরি মাত্র ১০৫ ঘণ্টায়! গিনেস বুকে নাম তুলল NHAI

    এদিন মন্ত্রী বলেছেন, ‘১০০ শতাংশ ইস্পাত স্ল্যাগ দিয়ে নির্মিত এই রাস্তাটি, বর্জ্যকে সম্পদে পরিণত করার  ও ইস্পাত শিল্পকে আরও উন্নত করার একটি বাস্তব উদাহরণ।‘  তিনি সুরাটে প্রথম ইস্পাত স্ল্যাগ দিয়ে তৈরি ছয় লেনের রাস্তাটি উদ্বোধন করতে গিয়ে জানান, সমস্ত বর্জ্য পদার্থকে সম্পদে রূপান্তর করে সম্পদ বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। রাস্তা তৈরির কাজে এই ধরণের পদার্থ ব্যবহার করলে রাস্তাটি অনেক বেশি মজবুত হয়। কারণ, রাস্তা তৈরিতে সাধারণত যে সব জিনিস ব্যবহার করা হয়, সেগুলির তুলনায় স্ল্যাগ নির্মিত রাস্তা তৈরির উপকরণের গুণ অনেক বেশি। এর পাশাপাশি  স্ল্যাগ বর্জ্য পদার্থ, তাই  রাস্তা তৈরির খরচও কমে যায়। আবার ভারতে স্ল্যাগ ভিত্তিক রাস্তা তৈরি করা হলে, দেশের জন্যও ভালো হবে। কারণ ভারতে রাস্তা তৈরির প্রাকৃতিক উপকরণগুলির অভাব রয়েছে। যদিও আশা করা হচ্ছে যে, ২০৩০ সালের মধ্যেই ভারতে স্টিল স্ল্যাগের পরিমাণও বাড়বে ও এতে  রাস্তা তৈরির উপকরণের অভাবের সমস্যা দূর হবে। জানা যায়, ছয় লেনের ১ কিলোমিটার রাস্তা নির্মাণে প্রায় ১ লক্ষ টন স্টিল স্ল্যাগ ব্যবহার করা হয়েছে।

    আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সুন্দর সাইক্লিং রুট! কর্নাটক সৈকতের ছবি পোস্ট নরওয়ের কূটনীতিকের

    এএমএনএস,(AMNS)(Arcelor Mittal Nippon Steel ) থেকে জানানো হয়েছে যে, এই রাস্তাটি সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট (Central Road Research Institute) ও কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের এক গবেষণাগারের (Council of Scientific and Industrial Research)যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এএমএনএস-এর সিইও(CEO) দিলীপ ওম্মেন (Dilip Oommen) জানিয়েছেন, রাস্তা নির্মাণের জন্য প্রাকৃতিক সম্পদের বিকল্প পাওয়ায় তাঁরা গর্বিত। এই রাস্তা নির্মাণ দেশবাসীর কাছে এক নজির হয়ে থাকবে।

     

  • Rahul Gandhi: ইডি-র ম্যারাথন জেরার মুখে ফের রাহুল, হাজিরা বুধেও

    Rahul Gandhi: ইডি-র ম্যারাথন জেরার মুখে ফের রাহুল, হাজিরা বুধেও

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) টানা তৃতীয় দিন ইডির (ED) জিজ্ঞাসাবাদের মুখে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোম, মঙ্গলের পর বুধবারও ফের জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। বুধবার যে তাঁকে ইডি দফতরে ফের হাজিরা দিতে হবে, মঙ্গলবারই জেরা শেষে তা জানিয়ে দিয়েছিলেন ইডির আধিকারিকরা। এদিকে, সোমের পর মঙ্গলবারও ওই ঘটনার জেরে কংগ্রেস সদর দফতরের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।পুলিশ গিয়ে কয়েকজনকে আটকও করে।

    ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে প্রথম তলব করা হয় সোমবার। সেদিন কংগ্রেস সাংসদকে দু দফায় প্রায় ১০ ঘণ্টা জেরা করা হয়। ইডি আধিকারিকরা তার জবাবে সন্তুষ্ট হতে না পেরে মঙ্গলবার ফের তলব করেন তাঁকে। এদিনও গভীর রাত পর্যন্ত জেরা করা হয় কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে। ইডি দফতর থেকে বেরিয়ে রাহুল সটান চলে যান স্যার গঙ্গারাম হাসপাতালে। সেখানেই ভর্তি রয়েছেন করোনা সংক্রমিত সোনিয়া। বুধবার সকালে ফের বোন তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে সঙ্গে নিয়ে ইডি দফতরে হাজিরা দিতে যান রাহুল।

    আরও পড়ুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা তিন ঘণ্টা ধরে জেরা রাহুলকে

    এদিকে, গত তিনদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে লাগাতার বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন কংগ্রেস কর্মীরা। গ্র্যান্ড ওল্ড পার্টির অভিযোগ, প্রতিহিংসামূলক রাজনীতির কারণেই হেনস্থা করা হচ্ছে কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে। বিপ্রতীপ পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কংগ্রেসের সদর দফতরের সিংহদ্বার। দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল ছাড়া আর কাউকেই বুধবার ঢুকতে দেওয়া হবে না সদর দফতরে।

    আরও পড়ুন : সোনিয়া, রাহুলকে সমন ইডি-র! ন্যাশনাল হেরাল্ড মামলায় বিপাকে কংগ্রেস

    ন্যাশনাল হেরাল্ড মামলায় গত ৮ জুন ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকেও। বছর পঁচাত্তরের সোনিয়া করোনা সংক্রমিত হয়ে ভর্তি হাসপাতালে। তাই হাজিরার নয়া দিন চাওয়া হয়েছিল সোনিয়ার তরফে। তার পরেই ইডি তাঁকে জানিয়ে দেয় ২৩ জুন কংগ্রেস সভানেত্রীকে উপস্থিত হতে হবে ইডি দফতরে।

     

LinkedIn
Share