Blog

  • Tata Group: আগামী ৫ বছরে ৫ লক্ষের বেশি উৎপাদন শিল্পে কর্মসংস্থানের ঘোষণা টাটা গোষ্ঠীর

    Tata Group: আগামী ৫ বছরে ৫ লক্ষের বেশি উৎপাদন শিল্পে কর্মসংস্থানের ঘোষণা টাটা গোষ্ঠীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৫ বছরে ৫০০,০০০ টির বেশি উৎপাদন শিল্পে কর্মসংস্থানের (Manufacturing Jobs) কথা জানালেন টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ। তিনি এই সম্ভাবনার কথা বলে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নতুন বছরে জন্য এই বার্তা বর্তমান কর্মী এবং যুব সমাজের কাছে বিরাট খুশির খবর বলে জানা গিয়েছে। একই সঙ্গে ভারতের বাণিজ্যে অপার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তিনি।

    ব্যাটারি, সেমি কন্ডাক্টার, বৈদ্যুতিক যান ও সৌর সরঞ্জাম নির্মাণে ব্যাপক সম্ভাবনা (Manufacturing Jobs) 

    টাটার (Tata Group) পক্ষে এন চন্দ্রশেখরণ বলেন, “আগামী প্রজন্মের জন্য বিরাট কর্মসংস্থানের কথা আমরা ভাবছি। একাধিক কারখানা এবং বিনিয়োগ ক্ষেত্রে আমাদের লক্ষ্য নির্ধারণ করব। ব্যাটারি, সেমি কন্ডাক্টার, বৈদ্যুতিক যান, সৌর সরঞ্জাম এবং আরও নানা গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার উৎপাদনের উপর নজর দেওয়া হয়েছে। আগামী দিনে এই সব ক্ষেত্র ভারতের অর্থনীতিকে ব্যাপক ভাবে প্রভাবিত করবে। একই ভাবে এইসব উৎপাদনের বাইরে প্রযুক্তি পরিষেবা, এয়ারলাইন্স, পর্যটন এবং আতিথেয়তা সহ পরিষেবা ভিত্তিক সেক্টরে বেশি বেশি পরিমাণে কর্মসংস্থান (Manufacturing Jobs) তৈরি করা হবে। একইভাবে দেশের কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিনিয়োগ এবং কর্মসংস্থানের কথাও ভাবা হয়েছে।”

    আরও পড়ুনঃ ‘সরকারের নিয়ন্ত্রণমুক্ত মন্দির চাই’, সাধু-সন্তদের নেতৃত্বে আন্দোলনে নামছে বিশ্ব হিন্দু পরিষদ

    গুজরাট-কর্নাটক-তামিলনাড়ুতে বিনিয়োগ

    এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “গুজরাটের ধলেরাতে ভারতের প্রথম সেমি কন্ডাক্টার ওএসটি প্ল্যান্ট সহ সাতটিরও বেশি নতুন উৎপাদন সুবিধার জন্য নির্মাণ শুরু হয়েছে। এই রাজ্যের সানন্দে নতুন ব্যাটারি সেল তৈরি করা হবে। আবার ভাদোদরায় সি২৯৫ ফাইনাল অ্যাসেম্বলি লাইনের উদ্বোধন করা হয়েছে। একই ভাবে আরও অতিরিক্ত প্রকল্পের মধ্যে রয়েছে কর্নাটকের নারসাপুরায় একটি ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি প্ল্যান্ট, তামিলনাড়ুর পানপাক্কামে একটি স্বয়ংচালিত কারখানা, তিরুনেলভেলিতে সোলার মডিউল উৎপাদন চালু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উৎপাদন শিল্প (Manufacturing Jobs) হল দুটি ক্ষেত্র, যা অর্থনৈতিক সামাজিক অগ্রগতির জন্য একান্ত প্রয়োজনীয়।”

    তবে ওয়াকিবহাল মহলের মতে বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধকালীন পরিস্থিতে ভারতের কাছে এখন অপার সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন বিদেশী সংস্থাগুলি বিনিয়োগে ভারতকে একটি বৃহৎ হাব বলে মনে করছেন, তেমনি দেশীয় বিলগ্নীকারী সংস্থাগুলিও দেশের বাজারকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে প্রবলভাবে উৎসাহী হয়েছেন। তাঁদের মধ্যে টাটা গোষ্ঠী (Tata Group) হল প্রধান সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • VHP: ‘সরকারের নিয়ন্ত্রণমুক্ত মন্দির চাই’, সাধু-সন্তদের নেতৃত্বে আন্দোলনে নামছে বিশ্ব হিন্দু পরিষদ

    VHP: ‘সরকারের নিয়ন্ত্রণমুক্ত মন্দির চাই’, সাধু-সন্তদের নেতৃত্বে আন্দোলনে নামছে বিশ্ব হিন্দু পরিষদ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারের নিয়ন্ত্রণমুক্ত মন্দির চাই, এই দাবিতে জনজাগরণে নামছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। নেতৃত্বে থাকবেন সাধু-সন্তরা। জানা গিয়েছে, ২০২৫ সালের ৫ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। গত সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ ২৬ ডিসেম্বর এক সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদের (VHP) এমন আন্দোলনের কথা ঘোষণা করেন সংগঠনের সর্বভারতীয় সংগঠন সম্পাদক মিলিন্দ পারান্ডে। এ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, তাদের এই আন্দোলন শুরু হবে বিজয়ওয়াড়া থেকে। সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের নেতা মিলিন্দ পারান্ডে বলেন, ‘‘হিন্দু ধর্মগুরুদের নেতৃত্বে এবং হিন্দু সমাজের বিশিষ্টদের সাহায্যে আমরা দেশজুড়ে জনজাগরণের কর্মসূচি শুরু করতে চলেছি। আমাদের দাবি থাকবে সরকারের নিয়ন্ত্রণমুক্ত হোক সমস্ত মন্দির।’’ প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর এই সাংবাদিক বৈঠক সম্পন্ন হয় দিল্লিতে।

    থিঙ্ক ট্যাঙ্ক টিম তৈরি হয়েছে (VHP)

    জানা গিয়েছে, এই নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) একটি থিঙ্ক ট্যাঙ্ক টিম তৈরি করেছে। এই দলে রয়েছেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী এবং ধর্মীয় নেতারা। মন্দির পরিচালনার ক্ষেত্রে তাঁরা নিয়মবিধি তৈরি করবেন বলে জানা যাচ্ছে।

    অ-হিন্দুদের মন্দিরের যেকোনও কাজ থেকে সরানোরও দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ

    একইসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ডাক দিয়েছে যে মন্দিরে চত্বরে যদি কোনও অ-হিন্দু কর্মচারী থাকে, তাহলে তাঁদেরকেও সরানোর ব্যবস্থা করা হোক। বিশ্ব হিন্দু পরিষদের সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতা মিলিন্দ পারান্ডে বলেন, ‘‘শুধুমাত্র হিন্দু ধর্মেই যাঁদের বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে, যাঁরা হিন্দু রীতিতে পুজো করেন, তাঁরাই মন্দিরের (Hindu Temple) যে কোনও কাজে নিয়োগ থাকুন।’’ একইসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ আরও দাবি জানিয়েছে, যে যেকোনও ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব বা যাঁরা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত, তাঁদেরকে কোনও রকমের মন্দির ব্যবস্থাপনা কমিটিতে রাখা যাবে না। মন্দির পরিচালনা করতে বিশ্ব হিন্দু পরিষদ ধার্মিক কাউন্সিল করার চিন্তা ভাবনাও শুরু করেছে। তারা জানিয়েছে, এই ধার্মিক কাউন্সিল প্রত্যেকটা জেলা স্তরে তৈরি হবে। এবং সেখান থেকেই স্থানীয় মন্দিরগুলির জন্য ট্রাস্টি তৈরি করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Suvendu Adhikari: মমতার পরের দিনই সন্দেশখালিতে শুভেন্দুর জনসংযোগ যাত্রা

    Suvendu Adhikari: মমতার পরের দিনই সন্দেশখালিতে শুভেন্দুর জনসংযোগ যাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: শাহজাহানকাণ্ডের প্রায় এক বছর পরে সন্দেশখালিতে (Sandesh Khali) পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরের মাত্র এক দিন পরেই সবন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চলতি বছর লোকসভা ভোটের আগেই উত্তাল হয়েছিল সন্দেশখালি। তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি থেকে মহিলাদের ওপর অত্যাচার, একাধিক অভিযোগ উঠেছিল। বর্তমানে জেলবন্দি শাহজাহান। তাঁকে তৃণমূল থেকেই বহিষ্কার করা হয়েছে। সেই সময় রাজ্যের তো বটেই জাতীয় সংবাদ মাধ্যমেও জায়গা করে নিয়েছিল সন্দেশখালি। বর্ষশেষে মমতা ও শুভেন্দুর সফর ঘিরে আবারও উত্তাল হতে চলেছে সন্দেশখালি। 

    শুভেন্দুর কটাক্ষ

    বছরের শুরুতে নারী নির্যাতন, জমি লুট-সহ নানা অভিযোগে তেতে উঠেছিল সন্দেশখালি (Sandesh Khali)। বছর শেষে আগামী ৩০ ডিসেম্বর সরকারি কর্মসূচিতে সেখানে যাবেন বলে বৃহস্পতিবারই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই সন্দেশখালিতে জনসংযোগ কর্মসূচিতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধাননগরে বিজেপির নতুন রাজ্য দফতরের বাইরে শুভেন্দু (Suvendu Adhikari) শুক্রবার বলেছেন, “মুখ্যমন্ত্রী যাচ্ছেন যান। আমি তার পরের দিন (৩১ ডিসেম্বর) জনসংযোগ কর্মসূচি করব। মুখ্যমন্ত্রীর মতো বড় আয়োজন হয়তো করতে পারব না। কিন্তু কঠিন সময়ে আমি সন্দেশখালির পাশে ছিলাম। এখনও সেই বার্তাই দিয়ে আসব।” তিনি এ-ও মনে করিয়ে দিয়েছেন ২০২১-এর বিধানসভা ভোটে সন্দেশখালিতে তৃণমূল বড় ব্যবধানে জিতলেও গত লোকসভা নির্বাচনে ওই এলাকায় বিজেপি সাড়ে ৭ হাজার ভোটে এগিয়ে রয়েছে। এই সূত্রেই মমতার সরকারি বিলি-বণ্টন কর্মসূচিকে কটাক্ষ করে শুভেন্দুর দাবি, “মুখ্যমন্ত্রী গিয়ে এক কোটি টাকা দিলেও জনজাতি সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দেবেন না!”

    আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর

    জমজমাট সন্দেশখালি

    সন্দেশখালির (Sandesh Khali) একদিকে রয়েছে সুন্দরবনের জঙ্গল, অন্য দিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত। তাই বর্ষশেষে মমতা ও শুভেন্দুর (Suvendu Adhikari) সফর নিয়ে সন্দেশখালিতে নিরাপত্তা কঠোর করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সন্দেশখালি সফর নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধীরা। তাদের দাবি, যখন সন্দেশখালির মানুষ মুখ্যমন্ত্রীকে পাশে চেয়েছিলেন, তখন তিনি ছিলেন না। এখন লোক-দেখানো সফর মমতার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Jimmy Carter: প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর

    Jimmy Carter: প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর

    মাধ্যম নিউজ ডেস্ক:  প্রয়াত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার (Jimmy Carter)। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের (US president) ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট পদে ছিলেন জিমি। চলতি বছরের অক্টোবর মাসেই নিজের শততম জন্মদিন পালন করেছিলেন জিমি কার্টার। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি জর্জিয়া প্রদেশের গভর্নর ছিলেন বলে জানা যায়। তার আগে জর্জিয়া স্টেট সেনেটেরও সদস্য ছিলেন তিনি। প্রসঙ্গত, গত প্রায় সাড়ে চার দশকে বিশ্বের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা জারি রেখেছিলেন। এই কারণে গত ২০০২ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিলেন।

    জিমি কার্টারের (Jimmy Carter) ছেলের বিবৃতি

    ১৯৪৬ সালে রোজালিন স্মিথের সঙ্গে বিয়ে হয়েছিল জিমি কার্টারের। ২০২৩ সালের নভেম্বরেই তাঁর স্ত্রী প্রয়াত হন। আর তার ১১ মাসের মধ্যেই প্রয়াত হলেন জিমি। এক বিবৃতিতে জিমি কার্টারের ছেলে চিপ কার্টার বলেন, ‘‘আমার বাবা একজন নায়ক ছিলেন। শুধু আমার কাছেই নন, যাঁরা শান্তি, মানবাধিকার এবং নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করেন, এমন সবার কাছেই তিনি নায়ক ছিলেন।’’ প্রসঙ্গত, প্রেসিডেন্ট থাকাকালীন ইজরায়েল এবং মিশরের মধ্যকার যুদ্ধ থামাতে পেরেছিলেন কার্টার।

    কী বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

    এদিকে জিমি কার্টারের (Jimmy Carter) প্রয়াণে প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বহু নেতাই শোক জ্ঞাপন করেছেন। জিমি কার্টারের স্বাক্ষরিত তাঁদের একটি ছবি পোস্ট করে বাইডেন লেখেন, ‘‘৬ দশক ধরে জিমি কার্টারকে বন্ধু বলে ডাকার সৌভাগ্য পেয়েছি জিল এবং আমি। তবে জিমির সবথেকে বড় কৃতিত্ব ছিল, আমেরিকা এবং গোটা বিশ্বে এমন কয়েক লাখ লোক হবে, যাঁরা কখনও জিমির সঙ্গে দেখা করেননি, তাও তাঁরা মনে করতেন জিমি তাঁদের বন্ধু।’’ প্রসঙ্গত, জিমি এক মেয়াদেই প্রেসিডেন্ট থাকতে পেরেছিলেন। প্রেসিডেন্ট পদ খোয়ানোর পরও বিশ্ব রাজনীতিতে তাঁর প্রভাব ছিল যথেষ্ঠ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 30 December 2024: অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ করবেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 30 December 2024: অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ করবেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ।

    ২) সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন।

    ২) মা-বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে।

    ২) বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে।

    ২) ঋণমুক্তির সুযোগ পাবেন।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।

    ২) প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন।

    ২) শরীরে ব্যথাবেদনা বৃদ্ধি পাবে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা।

    ২) প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ থেকে সংযত থাকুন।

    ২) শরীরে ক্ষয় বৃদ্ধি।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) বাড়তি কিছু খরচ হতে পারে।

    ২) বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে।

    ২) সকালের দিকে একই খরচ বার বার হবে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) রক্তহীনতা বাড়তে পারে।

    ২) কোনও মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে।

    ২) বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis15: অশান্ত বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার থেকে বাদ যায়নি তৃতীয় লিঙ্গরা! বেড়েছে বন্দিমৃত্যুও

    Bangladesh Crisis15: অশান্ত বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার থেকে বাদ যায়নি তৃতীয় লিঙ্গরা! বেড়েছে বন্দিমৃত্যুও

    অনেকেই বলছেন, হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ। বেছে বেছে যেমন মন্দির এবং ধর্মস্থানে অবাধে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়িতে, একই সঙ্গে মারাত্মক বেড়ে গিয়েছে গণপিটুনি এবং খুন। অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট সংখ্যালঘু হিন্দু অথবা বিরোধী রাজনৈতিক কণ্ঠ। সারা বিশ্ব দেখছে, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের স্বরূপ। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর গোটা বিশ্ব স্তম্ভিত। আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদের কী করুণ পরিণতি হয়েছে, তাও কারও অজানা নয়। প্রথম খণ্ডে আমরা ১২টি পর্বে তুলে ধরেছিলাম নানা অত্যাচারের কাহিনি। এবার সেসব নিয়েই আমাদের দ্বিতীয় খণ্ডের ধারাবাহিক প্রতিবেদন। আজ তৃতীয় পর্ব।

     

     আতঙ্কের বাংলাদেশে জঙ্গলের রাজত্ব -৩

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh Crisis15) হাসিনা সরকারের পতনের পর থেকেই শুরু হয় অরাজকতা। ইউনূসের অনাচারের রাজত্বে বাংলাদেশে বেড়েই চলে অত্যাচার। মহিলাদের ধর্ষণ-গণধর্ষণ তো রুটিন হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি বাদ যায়নি (Targeting Minority) তৃতীয় লিঙ্গের ওপরেও অত্যাচারের ঘটনা। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখানকার তৃতীয় লিঙ্গের মানুষজন বিক্ষোভে নামেন নিরাপত্তার দাবিতে। তৃতীয় লিঙ্গের মানুষজনের এই বিক্ষোভগুলির খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন আকারেও প্রকাশিত হয়। বাংলাদেশের দিনাজপুর, শেরপুর, টাঙ্গাইল, কক্সবাজার প্রভৃতি এলাকাতে চলে এই নির্যাতন। এর পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষজনকে খুন করার খবরও সামনে আসে। তাঁদেরকে নানাভাবে হেনস্তা করতে থাকে মৌলবাদীরা। তাঁদের সম্পত্তি লুট করা, ভাঙচুর করার খবরও প্রকাশিত (Bangladesh Crisis15) হয়। শুধু তাই নয়, সেখানকার মৌলবাদীরা তৃতীয় লিঙ্গের মানুষজনকে কোনও রকম অধিকার দেওয়ার বিপক্ষেই সরব হয়েছেন বারবার। মৌলবাদীদের দাবি ছিল, শিক্ষা থেকে চাকরি-কোথাও তৃতীয় লিঙ্গের মানুষদের সংরক্ষণ দেওয়া চলবে না।

    বেড়েছে বন্দিমৃত্যুর সংখ্যা

    একই সঙ্গে হাসিনা সরকারের (Bangladesh Crisis15) পতনের পর থেকেই পুলিশ ও জেল হেফাজতে একের পর এক বন্দির মৃত্যুর ঘটনা সামনে আসতে থাকে। ইউনূস সরকারের এমন অরাজকতায় প্রশ্নের মুখে পড়ে মানবাধিকার। বারবার আন্তর্জাতিক স্তরেও সমালোচিত হতে হয় ইউনূস সরকারকে। তবে তাতে কি! বন্দিমৃত্যুর তদন্ত তো দূরের কথা, সামান্য বিবৃতি পর্যন্তও দেয়নি ইউনূস সরকার। হাসিনা সরকারের পতনের ঠিক পর পরেই দুইজন জেলবন্দির মৃত্যু হয়। একজন এলাহি সিকদার এবং অপরজন আলিজ্জামান চৌধুরী। দুজনেই বন্দি ছিলেন গোপালগঞ্জের জেলা সংশোধনাগারে।

    বন্দিমৃত্যুর একাধিক ঘটনা

    প্রসঙ্গত এই বন্দিদের (Bangladesh Crisis15) বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা বাংলাদেশের সেনার ওপরে হামলা করেছেন এবং অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়েছিলেন। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গোপালগঞ্জের কারাগারের এক বন্দি গত ২৭ সেপ্টেম্বর হাসপাতালে মারা যান। অন্যদিকে, সেখানেই দুইজন বন্দিকে যখন বাংলাদেশের পুলিশ পাকড়াও করে, তখনই তাঁদের ওপর এতটাই নির্যাতন করা হয় যে তাঁরা মারা যান। অন্যদিকে, সম্প্রতি জেল হেফাজতে আরও দুই বন্দির মৃত্যুর ঘটনা সামনে আসে। একজন হলেন সোহরাব হোসেন আপেল, অন্যজন হলেন শফিকুল ইসলাম। অন্যদিকে বাংলাদেশের আর এক বন্দি শেখ আরিফুজ্জামান রুপমকে বাংলাদেশের পুলিশ গ্রেফতার করার সময়ই মৌলবাদীরা গণপিটুনি দিতে শুরু করে। এই ধরনের একাধিক ঘটনা বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলি তুলে ধরতে থাকে। সে দেশের বেশ কিছু সাহসী সংবাদমাধ্যম এগুলি এ নিয়ে খবরও করতে থাকে। আন্তর্জাতিক স্তরেও চর্চা শুরু হয় বাংলাদেশের মানবাধিকার নিয়ে।

    সেনাকে বিশেষ ক্ষমতা

    প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরেই ইউনূস সরকার সে দেশের সেনাকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেশন ক্ষমতা প্রদান করে। সরকারের এমন পদক্ষেপ কড়াভাবে সমালোচিত হয় বাংলাদেশের সর্বত্র। নানা ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের খবর সামনে আসে। যেমন চট্টগ্রামের সেনার বিরুদ্ধে অভিযোগ ওঠে, ইসকন ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানোর। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সেনাকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেশনের ক্ষমতা প্রদানের ধারণা ইউনূসের নিজের নয়। ২০০১ সালে বাংলাদেশের ক্ষমতায় ছিল বিএনপি এবং জামাতের নেতৃত্বাধীন জোট। তখনই তারা দাবি জানাত, এই স্পেশাল মিলিটারি ম্যাজিস্ট্রেশন পাওয়ারের। কিন্তু যখনই সেনার ক্ষমতা বৃদ্ধির এমন প্রস্তাব বিএনপি দিত, তখনই তার প্রতিবাদ করত আওয়ামি লিগ। কিন্তু বর্তমান বাংলাদেশে ক্ষমতায় রয়েছে বিএনপি-জামাতের বন্ধু ইউনূস সরকার। ইউনূসের প্রাণভোমরা রয়েছে খালেদা জিয়ার দলের কাছেই। মৌলবাদী সংগঠনগুলিকে (Targeting Minority) খুশি করতে তাই তাদের মতোই চলতে হচ্ছে ইউনূসকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Birbhum: ‘অভিষেক-ঘনিষ্ঠ’ পাথর ব্যবসায়ীর মেয়ের বিয়েতে ঝাঁপিয়ে পড়ল টলিউড-বলিউড!

    Birbhum: ‘অভিষেক-ঘনিষ্ঠ’ পাথর ব্যবসায়ীর মেয়ের বিয়েতে ঝাঁপিয়ে পড়ল টলিউড-বলিউড!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে জোর চর্চা বীরভূমের (Birbhum) এক পাথর ব্যবসায়ীর মেয়ের বিয়ে নিয়ে! বলিউড-টলিউডের অভিনেতা-অভিনেত্রী ছাড়াও বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ছিল সাড়ে ১২ হাজার! ভাবা যায়!  টলিউড-বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা শুধু এসেছেন, এমনটাও নয়! রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে সামাজিক মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে (Birbhum) তাঁরা হাজির হন টুলুর মেয়ের বিয়েতে! এখানেই শেষ নয়, নিমন্ত্রিতদের প্রত্যেকের জন্য ছিল দামি উপহার! অতিথিদের গাড়ি রাখার জন্য ঘিরে ফেলা হয় এক্কেবারে সাড়ে পাঁচ বিঘা জমি! সঙ্গে আধুনিক কার-কলিং সিস্টেম! ড্রাইভারদের জন্য রেস্ট রুম, সঙ্গে খাওয়ার ব্যবস্থা! ব্যবসায়ীর মেয়ে-জামাইকে আশীর্বাদ দেওয়ার জন্য ও অতিথিদের বসার জন্য প্রায় ২০ বিঘা এলাকাজুড়ে তৈরি হয় বিবাহ মণ্ডপ! প্যান্ডেল রয়েছে একেবারে দেড় কিলোমিটার রাস্তা জুড়ে! এত বিপুল আয়োজন করে কোন ব্যবসায়ীর মেয়ের বিয়ে হল? ব্যক্তির নাম টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবউদ্দিন। বীরভূমের রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যায়, টুলু (Tulu Mondal) হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও, টুলুর মাথায় হাত রয়েছে অনুব্রত মণ্ডল সমেত জেলা তৃণমূলের অন্যান্য নেতারও।

    কীভাবে হল টুলুর উত্থান?

    মহম্মদবাজার থানার (Birbhum) সোঁতশালে আদি বাড়ি এই টুলু মণ্ডলের! পাথরের ট্রাকে চেলি মেশানোই ছিল টুলু মণ্ডলের প্রথম জীবনের কাজ! রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। পাথর, বালি, সহ বিভিন্ন ট্রাকের কাছ থেকে সরকারি নির্ধারিত টোল তোলার বরাত দেওয়া হয় এই টুলু মণ্ডলকে। সেই শুরু। জেলার শাসক দলের অন্দরে শোনা যায়, নামে বেনামে কলকাতা থেকে বীরভূম একাধিক বাড়ি জমি ফ্ল্যাট বাংলো কিনে রেখেছেন এই টুলু মণ্ডল! ব্যবসায়ীর একাধিক আস্তানায় ২০২২ সালের ৩ অগাস্ট ইডি হানা দেয়। তবে তখন তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। রবীন্দ্রপল্লি, সাজানোপল্লির বাড়ি সহ একাধিক বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা! কেউ কেউ বলছেন, বেআইনি পাথর খাদানের ব্যবসাতেই বর্তমানে এই ব্যবসায়ী ফুলেফেঁপে উঠেছেন।

    টুলুর বেয়াই বারিক বিশ্বাসকে গ্রেফতার করেছিল ইডি

    একইভাবে টুলুর বেয়াই বারিক বিশ্বাসের উত্থান কাহিনিও বেশ চমকপ্রদ। এক কালে বারিক বিশ্বাস ছিলেন সামান্য ট্রাক চালক। বারিকের বিরুদ্ধে সোনা পাচারেরও অভিযোগ উঠেছিল ২০১৫ সালে। সেসময় তাঁকে গ্রেফতার করে শুল্ক দফতর। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। ২০২১ সালে গরু পাচার মামলায় সিবিআই বারিককে জিজ্ঞাসাবাদও করেছিল। ২০২২ সালে রাজ্য পুলিশের সিআইডি কয়লা পাচার মামলায় বারিককে গ্রেফতার করে। ২০২৪ সালে রেশন দুর্নীতি মামলায় ইডি বারিকের চালকলে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে। বারিক বর্তমানে জামিন পেয়ে এখন উত্তর ২৪ পরগনার বাড়িতে থাকেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 234: “মন স্থির হলে বায়ু স্থির হয়—কুম্ভক, এই কুম্ভক ভক্তিযোগেতেও হয়; ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়”

    Ramakrishna 234: “মন স্থির হলে বায়ু স্থির হয়—কুম্ভক, এই কুম্ভক ভক্তিযোগেতেও হয়; ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যে

    ত্রয়োদশ পরিচ্ছেদ

    ১৮৮৩, ১৫ই জুন

    সাধনার প্রয়োজন—গুরুবাক্যে বিশ্বাস—ব্যাসের বিশ্বাস

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগতত্ত্ব—জ্ঞানযোগ ও ভক্তিযোগ 

    ‘আমিই সেই’ ‘আমি শুদ্ধ আত্মা’—এটি জ্ঞানীদের মত। ভক্তেরা বলে, এ-সব ভগবানের ঐশ্বর্য (Ramakrishna)। ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত? তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন, ‘আমিও যা, তুইও তা’ তখন এক কথা। রাজা বসে আছেন, খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে, আর বলে, ‘রাজা তুমিও যা, আমিও তা’ লোকে পাগল বলবে। তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন, ‘ওরে, তুই আমার কাছে বোস, ওতে দোষ নাই; তুইও যা, আমিও তা!’ তখন যদি সে গিয়ে বসে, তাতে দোষ হয় না। সামান্য জীবেরা যদি বলে, ‘আমি সেই’ সেটা ভাল না। জলেরই তরঙ্গ; তরঙ্গের কি জল হয় (Kathamrita)?

    “কথাটা এই—মন স্থির না হলে যোগ হয় না, যে পথেই যাও। মন যোগীর বশ! যোগী মনের বশ নয়।

    “মন স্থির হলে বায়ু স্থির হয়—কুম্ভক হয়। এই কুম্ভক ভক্তিযোগেতেও হয়; ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়। ‘নিতাই আমার মাতা হাতি’, ‘নিতাই আমার মাতা হাতি!’ এই বলতে বলতে যখন ভাব হয়ে যায়, সব কথাগুলো বলতে (Kathamrita) পারে না, কেবল ‘হাতি’! ‘হাতি’! তারপর শুধু ‘হা’। ভাবে বায়ু স্থির হয়—কুম্ভক (Ramakrishna) হয়।

    “একজন ঝাঁট দিচ্ছে, একজন লোক এসে বললে, ‘ওগো, অমুক নেই, মারা গেছে!’ যে ঝাঁট দিচ্ছে তার যদি আপনার লোক না হয়, সে ঝাঁট দিতে থাকে, আর মাঝে মাঝে বলে, ‘আহা, তাই তো গা, লোকটা মারা গেল! বেশ ছিল!’ এদিকে ঝাঁটাও চলছে। আর যদি আপনার লোক হয়, তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায়, আর ‘এ্যাঁ’! বলে বসে পড়ে। তখন বায়ু স্থির হয়ে গেছে; কোন কাজ বা চিন্তা করতে পারে না। মেয়েদের ভিতর দেখ নাই! যদি কেউ অবাক্‌ হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শুনে, তখন অন্য মেয়েরা বলে (Kathamrita), তোর ভাব লেগেছে নাকি লো! এখানেও বায়ু স্থির (Ramakrishna) হয়েছে, তাই অবাক্‌, হাঁ করে থাকে।”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chhatrapati Shivaji: চিন সীমান্তে ১৪ হাজার ৩০০ ফুট উচ্চতায় ছত্রপতি শিবাজির মূর্তি! কড়া বার্তা ভারতের

    Chhatrapati Shivaji: চিন সীমান্তে ১৪ হাজার ৩০০ ফুট উচ্চতায় ছত্রপতি শিবাজির মূর্তি! কড়া বার্তা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন সীমান্তের কাছে প্যাংগং হ্রদের তীরে ভারতীয় সেনা ১৪ হাজার ৩০০ ফুট উঁচুতে মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজির (Chhatrapati Shivaji) মূর্তি স্থাপন করেছে। ভারত-চিন সীমান্তে ভারতীয় শৌর্য-বীর্যের প্রতীক শিবাজির এই মূর্তিটি প্রাচীন কৌশলগত বুদ্ধিমত্তারও পরিচয়বাহী। সেনাবাহিনীর (Indian Army) লে-এর ১৪ কর্পস জানিয়েছে, “এই মূর্তি প্রতিস্থাপনার মধ্যে ভারতীয় শাসনের ‘অটল চেতনা’-র প্রতিফলন দেখানো হয়েছে।”

    বীরত্ব, দূরদৃষ্টি এবং অটল ন্যায়বিচারের প্রতীক (Chhatrapati Shivaji)

    লাদাখের লে অঞ্চলের প্রকৃত সীমান্ত রেখা বরাবর ১৪ কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল (Indian Army) হিতেশ ভাল্লা মূর্তিতি উন্মোচন করেছেন। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন, “এই মূর্তিটি (Chhatrapati Shivaji) আদতে বীরত্ব, দূরদৃষ্টি এবং অটল ন্যায়বিচারের সুউচ্চ প্রতীক। ভারতীয় শাসকের দৃঢ়তা এবং জনকল্যাণের প্রতীক। আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দান করবে এই মূর্তি। প্রাচীন ভারতের ভাস্কর্য, বুদ্ধিমত্তা এবং প্রকৌশলকে বহন করবে এই ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি।”

    আরও পড়ুনঃ “তামিল বিশ্বের প্রাচীনতম ভাষা”, ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

    সীমান্তে ভারতীয় সেনা সর্বদা অটল

    উল্লেখ্য প্রায় সাড়ে চার বছরের বেশি সময়ের ভারত-চিন সীমান্তে উভয় রাষ্ট্রে এক অস্থিরতা চলছিল। প্যাংগং হ্রদে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্তের সীমার অধিকার নিয়ে দুই দেশের সেনা কর্মীদের (Indian Army) মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। ২০২০ সালের ৫ মে গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনা নিজের মাতৃভূমি রক্ষার জন্য বীরগতি প্রাপ্ত হয়েছিলেন। পাল্টা প্রত্যাঘাতে ঠিক কতজন চিনা সৈনিক প্রাণ হারিয়েছিলেন তা কমিউনিস্ট চিন সরকার প্রকাশ্যে আনেনি। যদিও পরে একাধিক সংস্থা সূত্রে জান গিয়েছিলে ৪০ জনের বেশি চিনা সৈনিকের এই সংঘর্ষে মৃত্যু হয়েছিল। কিন্তু ২০২৪ সালের ২১ শে অক্টোবর ভারত-চিনের সম্পর্কে একটি সমঝোতা হয়। তাতে দীর্ঘ সময়ের অচলাবস্থার কিছুটা পরিবর্তন হয়। এই বছর দীপাবলির সময় উভয় দেশের সেনা-কর্মীদের মধ্যে কুশল বিনিময় হয়। তবে নিরাপত্তা বিশেজ্ঞরা মনে করছেন এবার এই শিবাজি (Chhatrapati Shivaji) মূর্তি স্থাপন করে চিনকে পরোক্ষভাবে ভারত জানান দেয় যে ভারত সীমান্তের সীমা নিয়ে আগের অবস্থান থাকে এক পাও পিছনে সরে যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jasprit Bumrah: টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বুমরা, গড়লেন আরও দুই রেকর্ড

    Jasprit Bumrah: টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বুমরা, গড়লেন আরও দুই রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: টেস্টে ২০০ উইকেট মাইলফলক স্পর্শ বুমরার (Jasprit Bumrah)। মেলবোর্নে গড়লেন আরও দুই নজির। সেই সঙ্গে কপিলদেবের ৩৩ বছরের পুরানো রেকর্ড ভেঙেছেন তিনি। একাধিক দৃষ্টান্তে নজির গড়েছেন ভারতীয় এই বোলার। ক্রিকেট প্রেমীদের মধ্যে তীব্র উচ্ছ্বাস। বুমরা তাঁর ৪৪তম টেস্টে ২০০ উইকেট (200 Wicket) পেয়েছেন। রবীন্দ্র জাডেজাও ২০০ উইকেট নিয়েছিলেন তাঁর ৪৪তম টেস্ট ম্যাচে। তবে ভারতীয়দের মধ্যে এগিয়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৩৮তম টেস্টে ২০০ উইকেট পেয়েছেন।

    ২০.৩৪ গড়ে ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ (Jasprit Bumrah)

    কেন বুমরাকে (Jasprit Bumrah) বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বলা হয়, তা তিনি আরও একবার বুঝিয়ে দিলেন। বলের ক্রিকেটে এক মাইলফলক স্পর্শ করায় উইকেট পিছু রান দিয়েছেন ১৯.৫৬। উইকেট প্রতি ২০ রানও তিনি দেননি। টেস্টে ২০০ উইকেট (200 Wicket) রয়েছে এমন বোলারদের মধ্যে সব চেয়ে কম রান খরচ করার নজির গড়েছেন তিনি। বুমরাহ ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার জোয়েল গার্নারের নজির। তিনি ২০.৩৪ গড়ে ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। সব মিলিয়ে গার্নারের গড় অবশ্য ২০.৯৭। আরও দুই ক্যারেবিয়ান বোলারকে টপকে গিয়েছেন বুমরা। তাঁরা হলেন ম্যালকম মার্শাল, তাঁর গড় ২০.৯৪ এবং কার্টলে অ্যামব্রোজ, তাঁর গড় অবশ্য ২০.৯৯।

    মোট ৮৪৮৪টি বল করেছিলেন

    বুমরা (Jasprit Bumrah) টেস্টে ২০০ উইকেট (200 Wicket) পেতে মোট ৮৪৮৪টি বল করেছেন। এত কম বল করে ভারতের আর কোনও বোলার টেস্ট ২০০ উইকেট পাননি। এ ক্ষেত্রে বিশ্বে চতুর্থ স্থানে থাকলেন তিনি। বিশ্বরেকর্ড রয়েছে পাকিস্তানের ওয়াকার ইউনিসের কাছে। তিনি ২০০ টেস্টে উইকেট নিয়েছিলেন ৭৭২৫ তম বলে। দ্বিতীয় স্থানে রয়েছেন ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলারের লেগেছিল ৭৮৪৮টি বল। তৃতীয় স্থান দক্ষিণ আফ্রিকারই কাগিসো রাবাডা। তাঁর ২০০ উইকেট নিতে লেগেছিল ৮১৫৩ টি বল।

    আরও পড়ুনঃ নীতীশের শতরানে ম্যাচে ফিরল ভারত! এবার বুমরা-সিরাজদের লড়াই

    ২৫টি উইকেট নিয়েছিলেন কপিল

    রবিবারের পর বুমরার (Jasprit Bumrah) টেস্ট উইকেট সংখ্যা হল; ২০২টি (200 Wicket)। অ্যালেক্স ক্যারেকে আউট করে এবারের বর্ডার-গাওস্কর ট্রফিতে ২৯তম উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ভারতের সফলতম বোলার হলেন তিনি। সেখানে ১৯৯১-৯২ সালের টেস্ট সিরিজে ২৫টি উইকেট নিয়েছিলেন কপিল। এবার মেলবোর্নে টেস্ট প্রথম ইনিংসে কপিলের সেই রেকর্ডকে স্পর্শ করেছিলেন বুমরা। রবিবার স্যাম কনস্টাসের উইকেট নিতেই নতুন রেকর্ড গড়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share