Tag: Australia

Australia

  • Narendra Modi: চার দিনের ত্রিদেশীয় সফর প্রধানমন্ত্রী মোদির! আজ যাত্রা শুরু

    Narendra Modi: চার দিনের ত্রিদেশীয় সফর প্রধানমন্ত্রী মোদির! আজ যাত্রা শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: চারদিনের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রথমে যাবেন জাপানের হিরোশিমায়। সেখানে তিনি জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের সম্মেলনে আমন্ত্রিত দেশের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন। তারপর প্রধানমন্ত্রী যাবেন পাপুয়া নিউগিনিতে। সেখানে ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলির সহযোগিতা সম্মেলনেও উপস্থিত থাকবেন মোদি। সেখান থেকে তিনি যাবেন অস্ট্রেলিয়াতে। সিডনিতে বসছে কোয়াড সম্মেলন। যা কূটনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

    বিনিয়োগে নজর মোদির

    আজ, শুক্রবার ১৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) যাত্রা শুরু। যা চলবে ২৪ মে পর্যন্ত। বহুদিন পর প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশ নেবেন। এই সফরে বাণিজ্য, বিনিয়োগের পাশাপাশি বন্ধু দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করাই মূল লক্ষ্য নরেন্দ্র মোদির। সম্প্রতি রোজগার মেলার উদ্বাধনে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমার সঙ্গে বিভিন্ন দেশের সিইও’দের বৈঠক হবে। তাঁরা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী।’ নরেন্দ্র মোদির বক্তব্যেই স্পষ্ট, তিনি ভারতে বৈদেশিক বিনিয়োগের প্রসারে কতটা আন্তরিক। চারদিনের সফরে মোট ৪০টি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। দেখা করবেন ২৪ জনের বেশি রাষ্ট্রনেতার সঙ্গে।

    শান্তির বার্তা মোদির 

    জাপানে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের সম্মেলনে শান্তির বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কারণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারত তার অবস্থান আগেই স্পষ্ট করেছে। তবে আমেরিকা, ব্রিটেন সহ একাধিক ইউরোপের দেশ রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করবে এই মঞ্চে। তা নিয়ে তীব্র বাদানুবাদ এবং মেরুকরণের সম্ভাবনাও থাকছে। ইতিমধ্যেই ইউক্রেনকে সামরিক অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। যা দেখে বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনই থামার নয়। তবে আমেরিকা যেভাবে রাশিয়াকে বিশ্বদরবারে একঘরে করার নীতি নিয়েছে, তাতে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের সম্মলনে দুই দেশের মধ্যে তীব্র লড়াই প্রত্যাশিত। তাই মধ্যপন্থা অবলম্বন করতে পারে ভারত।

    আরও পড়ুন: বিপুল মুনাফা, ১১৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা স্টেট ব্যাঙ্কের

    একই সঙ্গে পাপুয়া নিউগিনির বৈঠকটিও ভারতের কাছে সমান গুরুত্বপূর্ণ। কারণ, এই দ্বীপরাষ্ট্রে চীনের বাড়বাড়ন্ত বহু বছর ধরেই লক্ষ্য করা যাচেছ। আর তাতেই শিকল পরাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি পাপুয়া নিউগিনির সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় করতে চান। তারজন্য পাপুয়া নিউগিনির সঙ্গে বেশ কিছু বিষয়ে ভারতের চুক্তি সই হওয়ার কথা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: ব্যাটে-বলে ভারতকে টেক্কা! ২১ রানে তৃতীয় একদিনের ম্যাচ জিতে ২-১-এ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

    India vs Australia: ব্যাটে-বলে ভারতকে টেক্কা! ২১ রানে তৃতীয় একদিনের ম্যাচ জিতে ২-১-এ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: লজ্জার হার ভারতের। ব্যাটে-বলে চেন্নাইয়ের ২২ গজে ভারতকে টেক্কা দিল অস্ট্রেলিয়া। তার সঙ্গে চলতি বছরের শেষ ভাগে একদিনের বিশ্বকাপের প্রস্তুতিও সেরে নিল পুরোদমে।  তৃতীয় একদিনের ম্যাচে ২১ রানে জিতল স্টিভ স্মিথের দল। মুম্বইয়ে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করলেও ব্যাক টু ব্যাক হারে সিরিজ ২-১ এ হারল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৬৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। পাল্টা ব্যাট করতে নেমে ২৪৮ রানে শেষ ভারতের ইনিংস। একদিনের সিরিজ জয়ের ফলে আইসিসি ক্রমতালিকায় আবার একনম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। 

    জাম্পার যাদু

    ৪০ রান করে হার্দিক পাণ্ডিয়া ফিরতেই যেন ঠিক হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২৪৮ রানে অল আউট হয়ে যায় ভারত। দু’বছর পর একদিনের ম্যাচ খেলা হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। কিন্তু উইকেট সেইভাবে ব্যাটিং সহায়ক ছিল না। তবে ভারত শুরুটা ভাল করেছিল, ম্যাচটা জেতা উচিত ছিল রোহিতদের। কিন্তু জাম্পার স্পিনে ভারতের সিরিজ জয়ের আশা শেষ হয়ে যায়। গুরুত্বপূর্ণ চার উইকেট তুলে নেন অজি স্পিনার।

    হার্দিকের তিন উইকেট

    সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৬৯ রান করে অজিরা। সিরিজ জিততে ভারতের টার্গেট দাঁড়ায় ২৭০ রান। এদিন চিদাম্বরম স্টেডিয়ামে ৮৫ রানের মধ্যে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে উজ্জ্বল মিচেল মার্শের ৪৭ বলে ৪৭ রান। সিরিজের শেষ ম্যাচ তিন স্পিনার নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ধোনির মাঠে এদিন ৪৪ রানে তিন উইকেট নেন হার্দিক পান্ডিয়া। কুলদীপ যাদবও ৫৬ রানে তিন উইকেট নেন। ম্যাচে দুটি করে উইকেট সিরাজ এবং অক্ষর প্যাটেলের।

    আরও পড়ুন: দুর্গাপুজোর সময় বিশ্বকাপ! ক্রিকেট মহাযুদ্ধের দিন ঘোষণা আইসিসির

    ছন্নছাড়া ব্যাটিং

    ভারতের ইনিংসের শুরুতে সাবলীল ছিলেন রোহিত। তাঁকে যোগ্য সঙ্গত দেন ছন্দে থাকা শুভমন গিল। দুটো চার, দুটো ছক্কা হাঁকিয়ে শুরু করলেও, ১৭ বলে ৩০ রান করে ফিরে যান রোহিত। পরপরই ফেরেন শুভমন (৩৭)। ৭৭ রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে ৬৯ রান যোগ করে বিরাট কোহলি-কেএল রাহুল জুটি। যদিও শুরুটা খুবই মন্থর গতিতে করেন রাহুল। অর্ধশতরান করেন প্রাক্তন কোহলি। তাঁরা ব্যাট করার সময় মনে হচ্ছিল অনায়াসে ম্যাচ বের করে নেবে ভারত। কিন্তু ৩২ রানে আউট হন ভারতের উইকেটকিপার ব্যাটার। ৭২ বলে ৫৪ করে বিরাট ফেরার পরই সমস্যায় পড়ে ভারত। এদিনও ব্যর্থ সূর্যকুমার যাদব। সপ্তম উইকেটে হার্দিক-জাদেজা জুটি ছিল ভারতের শেষ ভরসা। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন অ্যাডাম জাম্পা। ৪০ রান করে অজি স্পিনারের বলে স্মিথের হাতে ধরা পড়েন হার্দিক। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India vs Australia: বিশাখাপত্তনমে হারল ভারত, অনায়স জয় অস্ট্রেলিয়ার

    India vs Australia: বিশাখাপত্তনমে হারল ভারত, অনায়স জয় অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশাখাপত্তনমে হারল ভারত (India)। অনায়াস জয় অস্ট্রেলিয়ার (Australia)। মাত্র ১১ ওভারেই প্রয়োজনীয় ১১৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া (India vs Australia)। মাত্র ১১৭ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫০ ওভারের ক্রিকেট ম্যাচ শেষ হয়ে যায় মাত্রই ৩৭ ওভারে। অস্ট্রেলিয়ার তরফে ওপেন করেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। সেই সময় বল করছিলেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। যেহেতু ভারত মাত্র ১১৭ রান করে, তাই অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১১৮ রান।  প্রথম তিন ওভারেই ২৪ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

    শূন্য রানে আউট…

    এদিন ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন শামি। তাঁর উইকেটটি নিয়ে নেন অ্যাবট। তার ঠিক আগেই অ্যাবট আউট করেন কুলদীপকে। মাত্র ৪ রান করেই আউট হন কুলদীপ। জাডেজার উইকেটটি নিয়ে নেন এলিস (India vs Australia)। মাত্র ১৬ রান করেই ফিরতে হয় জাডেজাকে। বিরাট কোহলির উইকেটটিও নিয়ে নেন এলিস। ৩১ রানে আউট হন কোহলি। হার্দিকের উইকেটটি নেন অ্যাবট। ১ রান করেই ফিরতে হয় হার্দিককে। তিনটি উইকেট নিয়ে এদিন হ্যাটট্রিক করেন অ্যাবট।রাহুলের উইকেটটি নিয়ে নেন স্টার্ক। রাহুল আটউ হন মাত্র ৯ রানে। ভারতের প্রথম ৪ উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি জোরে বোলার। শূন্য রানে আউট হয়েছেন সূর্যকুমার। স্টার্কের প্রথম বলেই উইকেট খোয়ান তিনি। রোহিতকে মাত্র ১৩ রানে ফিরিয়ে দেন স্টার্ক। শুভমনের উইকেটটিও নেন স্টার্ক। শুভমন আউট হন শূন্য রানে।

    আরও পড়ুুন: ‘গণতন্ত্রের সমস্ত সীমা অতিক্রম করেছেন রাহুল গান্ধী’, আক্রমণ নাড্ডার

    টেস্ট সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও ভারতীয় দলের জয় হয়েছিল অনায়াস। প্রথম একদিনের ম্যাচে দারুণ হাফ সেঞ্চুরি করে ভারতীয় দলকে পাঁচ উইকেটে জিতিয়েছিলেন রাহুল। তাই এদিন তাঁর দিকে নজর ছিল সবার। তবে এদিন মাত্র ৯ রান করেই আউট হয়ে যান রাহুল। শুক্রবারের ম্যাচে ভারতের জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন পেস বোলাররা। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ তিনটি করে উইকেট নিয়ে মাত্র ১৮৮ রানেই বেঁধে রাখে অস্ট্রেলিয়াকে। সেদিন ১৫ ওভার বাকি থাকতেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস। মিশেল মার্শ ছাড়া ওই দিন কেউই বড় রান করতে পারেননি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • INDIA v AUSTRALIA:  ফর্মে ফিরলেন রাহুল! একদিনের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ভারতের

    INDIA v AUSTRALIA: ফর্মে ফিরলেন রাহুল! একদিনের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরুতেই ব্যাটিং বিপর্যয়। ৮৩ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। ফিরে গিয়েছেন ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়ে তখন চুপচাপ। অনেকেই ভাবছেন পরাজয় আসন্ন। একা একদিকে দাঁড়িয়ে লোকেশ রাহুল। অবশেষে আশঙ্কা উড়িয়ে তাঁর ব্যাটে ভর করেই একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল ভারত। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। 

    নায়ক রাহুল

    একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই জয় পেলেন হার্দিক পান্ডিয়া। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত।  প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৮৮। জবাবে ৩৯.‌৫ ওভারে ১৯১/‌৫ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে জয় এনে দিলেন লোকেশ রাহুল। অধিনায়কের মান রাখলেন।  আজকের ম্যাচ শুরুর আগে কে এল রাহুলকে প্রথম একাদশে দেখে ক্ষোভপ্রকাশ করেছিলেন ক্রিকেটজনতা। দিনের শেষে ত্রাতার ভূমিকায় দেখা গেলো তাঁকেই। পাঁচ নম্বরে ব্যাট করতে এসে ধুঁকতে থাকা ইনিংসের হাল ধরেন তিনি। প্রথমে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং পরে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সাথে ‘টিম ইন্ডিয়া’র ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন তিনি। হাজার চাপের সামনেও মাথা না নুইয়ে ৭টি চার ১টি ছক্কার সাহায্যে ৯৫ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে দলকে নিশ্চিত সাফল্যের দিকে নিয়ে গেলেন রাহুল। এর আগে উইকেটের পিছনেও নজর কেড়েছিলেন রাহুল। এদিন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথকে প্যাভিলিয়নের রাস্তা দেখান হার্দিক পান্ডিয়া। যদিও এই উইকেটটা হার্দিক পান্ডিয়ার নামেই নথিভুক্ত হবে, কিন্তু কেএল রাহুলের দুর্দান্ত রিফ্লেক্স ছাড়া এই উইকেট শিকার কখনওই সম্ভব হত না। বলটা স্মিথের ব্যাটের একেবারে বাইরের দিকের কানা লাগে এবং সেটা প্রথম স্লিপের দিকেই যাচ্ছিল। ইতিমধ্যে দুর্দান্ত একটা ঝাঁপ দেন কেএল রাহুল। আর সঙ্গে সঙ্গে বলটি তাঁর তালুবন্দি হয়ে যায়। দ্বিতীয় উইকেট পতন হয় অস্ট্রেলিয়ার।

    আরও পড়ুন: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    ম্যাচের সেরা জাদেজা

    এদিন অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন মিচেল মার্শ এবং ট্রাভিস হেড।  ম্যাচের প্রথমার্ধে মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের দাপটে তছনছ হয়ে যায় অস্ট্রেলিয়া। শামি ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের প্রতিরোধ ভেঙে দিয়েছে তাঁর রিভার্স সুইং। তাঁর সঙ্গে মানানসই ছিলেন সিরাজও। ২৯ রানে ৩ উইকেট তাঁর। ওয়াংখেড়ের ২২ গজ হতাশ করেনি স্পিনারদেরও। জাডেজা ৪৬ রানে ২টি এবং কুলদীপ যাদব ৪৮ রানে ১টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ভারতও শুরুতে চাপে পড়ে যায়। কিন্তু প্রবল চাপের মুখে শুক্রবার রাহুলই ঢাল হয়ে দাঁড়ালেন অস্ট্রেলিয় বোলিং আক্রমণের সামনে। দলকে জেতানোর লড়াইয়ে রাহুল যোগ্য সঙ্গী হিসাবে পেলেন জাদেজাকে। তিনি অপরাজিত থাকলেন ৬৯ বলে ৪৫ রান করে। বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট থেকে এল ৫টি চার। ব্যাটে-বলে দলকে সাহায্য করে ম্যাচের সেরাও হলেন জাদেজা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত! অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট ড্র

    World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত! অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট ড্র

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত। টানা দ্বিতীয় বার। ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। আহমেদাবাদে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ড্র হলেও,  ক্রাইস্টচার্চ থেকে সুখবর চলে আসে সকালেই। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাওয়ার দৌড়ে ভারতের সঙ্গে ছিল শ্রীলঙ্কাও। তার জন্য নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিততে হত শ্রীলঙ্কাকে। কিন্তু প্রথম টেস্টে নিউজিল্যান্ডের নাটকীয় জয় শ্রীলঙ্কাকে ছিটকে দিল। শেষ বল থ্রিলারে শ্রীলঙ্কাকে হারাল নিউজিল্যান্ড। এর ফলেই ভারতের ফাইনাল নিশ্চিত হয়ে যায়। 

    নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৫৫ রান করে। একটা সময় নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১৫১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেই সময় শ্রীলঙ্কার কাছে সুযোগ ছিল উইলিয়ামসনদের চাপে ফেলার। কিন্তু সেখান থেকেই কিউয়িরা ১৮ রানের লিড নিয়ে নেয়। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩০২ রান করে। অ্যাঞ্জেলো ম্যাথুজ ১১৫ রান করেন। নিউজিল্যান্ডের সামনে ২৮৫ রানের লক্ষ্য দেন তাঁরা। টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ড সেই রান তাড়া করে জেতে। সেই সঙ্গে শ্রীলঙ্কার ২-০ ব্যবধানে সিরিজ জয়ের আশা শেষ হয়ে যায়। ভারত চলে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

    আরও পড়ুন: প্রায় সাড়ে তিন বছর পর টেস্টে শতরান বিরাটের

    কখন কোথায় ফাইনাল

    আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন পর্যন্ত চলতে পারে খেলা। ইংল্যান্ডের কেনসিংটন ওভালে মুখোমুখি হবে দু’দল। পাঁচ দিনের ফাইনাল টেস্টের জন্য রাখা হয়েছে একটি অতিরিক্ত দিন। বৃষ্টি বা কোনও কারণে খেলার সময় কমে গেলে, অতিরিক্ত দিনে খেলা গড়াবে। ১২ জুন রাখা হয়েছে অতিরিক্ত দিন হিসাবে।

    অন্যদিকে এদিন ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট অমীমাংসিত ভাবেই শেষ হয়। ম্যাচ যে ড্র হতে চলেছে, এটা বোঝাই যাচ্ছিল। তবে ম্যাচ ড্র হলেও বর্ডার-গাভাসকর ট্রফি জিতল ভারতই। ২-১ ব্যবধানে এই সিরিজ জেতে টিম ইন্ডিয়া। তবে শেষ দিনে ভারতীয় বোলিং নিয়ে রোহিত শর্মাকে দেখা গেল পরীক্ষা-নিরীক্ষা করতে। হঠাৎই তিনি বল তুলে দিলেন শুভমন গিলের হাতে। ছ’টা বল করলেন শুভমন। তার পরের ওভারে আবার চমক। এ বার বল উঠে এল চেতেশ্বর পুজারার হাতে। তিনিও এক ওভার বল করলেন। ভারত পেয়ে গেল অতিরিক্ত দুই স্পিনার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • INDIA v AUSTRALIA: শুভমনের শতরান! চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার  বিপক্ষে বড় ইনিংস গড়ার পথে ভারত

    INDIA v AUSTRALIA: শুভমনের শতরান! চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ইনিংস গড়ার পথে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেদাবাদ টেস্টে তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত (INDIA v AUSTRALIA)।  তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত টিম ইন্ডিয়া ৯৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছে। ফর্মে থাকা শুভমন গিলের দুরন্ত শতরানে ভর করে এদিন সহজেই রান তোলে টিম ইন্ডিয়া। দিনের শেষে ৫৯ রান করে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও ১৬ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসের বিচারে অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৯১ রান পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। চতুর্থ দিনে ভারতের জন্য প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সবার নজর থাকবে বিরাটের ব্যাটের দিকে।

    ম্যাচের হাল-চাল

    এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া (INDIA v AUSTRALIA)। অজি ব্যাটার উসমান খোয়াজা এবং ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া স্কোর বোর্ডে ৪৮০ রান তুলতে সক্ষম হয়। খোয়াজা ১৮০ রান ও গ্রিন করেন ১১৪ রান। এই ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মাকে প্যাভিলিয়নের পথ দেখান কুনম্যান। ব্যক্তিগত ৩৫ রানে আউট হয়েছেন হিটম্যান। ৪২ রান করে সাজঘরে ফিরেছেন চেতেশ্বর পূজারা। মার্ফির বলে আউট হন পূজারা। এদিকে শতরান করে আউট হয়েছেন শুভমন গিল। ১২৮ রান করে সাজঘরে ফিরেছেন গিল। 

    আরও পড়ুন: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    আমদাবাদের পিচে এমনিতেই বোলাররা সে ভাবে সাহায্য পাননি এখনও। সেই পিচে ঠান্ডা মাথায় চাপ সামলে রান করলেন শুভমন। মারার বল হলে মেরেছেন। ধরে খেলার বল সতর্কতার সঙ্গে রক্ষণ করেছেন। খুচরো রান নিয়ে সচল রেখেছেন স্কোরবোর্ড। অস্ট্রেলিয়ার (INDIA v AUSTRALIA) বিরুদ্ধে ভারতকে প্রথম ইনিংসে এগিয়ে যেতে হলে কাউকে একটা বড় রান করতেই হবে। শুভমন তার শুরুটা করে দিয়ে গেলেন। গিলের কথায়,’চতুর্থ দিনে বড় স্কোর করার চেষ্টা করবে ভারত। তাঁর মতে কে জানে ম্যাচের পঞ্চম দিনে উইকেট বোলারদের সাহায্য করতে পারে। আর যদি তা হয় তাহলেই ভারতীয় দল বাজি জিততে পারে।’ তৃতীয় দিনের খেলার শেষে শুভমন বলেন, ‘এখানে সেঞ্চুরি করতে পেরে দারুণ লাগছে। এটা আমার আইপিএল হোম গ্রাউন্ড এবং এখানে আমি কিছু রান পেয়ে বেশ খুশি। ব্যাট করার জন্য পিচ বেশ ভালো ছিল।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    Narendra Modi: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের পিচে কূটনৈতিক সম্পর্ক কীভাবে মজবুত করা যায়, তা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব নতুন নয়, তবে সেটাকে আরও গাঢ় করলেন মোদি। এমনিতেই তিনি অতিথি দেশের রাষ্ট্রনেতাদের আতিথেয়তায় কখনও খামতি রাখেন না। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এবারের ভারত সফরকে ভুলতে পারবেন না সহজে। তবে এর আগেও ভারতে এসেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। পরমাণু চুক্তি, ক্রিকেটীয় সম্পর্ককে দৃঢ় করার উপর জোর দিয়েছিলেন তিনি। সরকার বদলেছে, বদলেছে রাষ্ট্রনেতাও। তবে দুই দেশের সম্পর্ক আজও অটুট। বরং নরেন্দ্র মোদি অস্ট্রেলিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও নিবিঢ় করেছেন। আসলে চারিদিক থেকে আগ্রাসন দেখাচ্ছে চিন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের বাড় বাড়ন্ত রুখতে অস্ট্রেলিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা খুবই জরুরি। তাই এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি।

    মোদিময় স্টেডিয়াম

    বৃহস্পতিবার মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হল ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। এই ম্যাচ ঘিরে এমনিতেই বাড়তি উন্মাদনা রয়েছে ক্রিকেটপ্রেমীদের। আর যেখানে নরেন্দ্র মোদির মতো জনপ্রিয় রাজনেতার উপস্থিতি, সেখানে উদ্দীপনার ঢেউ যে বইবে, সেটাই প্রত্যাশিত। সকাল সাড়ে ন’টায় খেলা শুরু হয়েছে ঠিকই, তবে তার অনেক আগে থেকেই মোতেরা হয়ে উঠেছিল মোদিময়। একই সঙ্গে মাঠে প্রবেশ করেন দুই দেশের প্রধানমন্ত্রী। তাঁদের দেখে গর্জে ওঠে গ্যালারি।

    মাঠের এক পাশে তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। সেখানে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও ক্যাঙারু বাহিনীর নেতা স্টিভ স্মিথের সঙ্গে করমর্দন করেন দুই রাষ্ট্রনেতা। তুলে দেন ক্যাপ্টেন ক্যাপ। করেন করমর্দনও। তারপর গল্ফ কারে চড়ে মাঠ প্রদক্ষিণ করেন মোদি ও অ্যান্টনি।

    আরও পড়ুন: ত্রিপুরার রায়— কীভাবে জনজাতি মানুষের মন জয় করেছে বিজেপি

    নিন্দুকেরা বলতে শুরু করেছিলেন, প্রথা ভেঙে মোদি নাকি ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে টস করবেন। তবে তেমন কিছু ঘটেনি। টস করেন দুই দলের অধিনায়ক। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৩ রান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anthony Albanese: ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, অংশ নেবেন রংয়ের উৎসবে?

    Anthony Albanese: ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, অংশ নেবেন রংয়ের উৎসবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই তিনদিনের ভারত (India) সফরে আসছেন অস্ট্রেলিয়ার (Australia) প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ (Anthony Albanese)। ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি করতেই মূলত নয়াদিল্লি আসছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন আলবানেজ। ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক সুদৃঢ় করতেই এই দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে বলেও জানা গিয়েছে। বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানেই ভারতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি একা নন, অ্যান্টনি আলবানেজের সঙ্গে ভারতে আসছেন সেনেটর ডন ফ্যারেল, বাণিজ্য ও পর্যটন মন্ত্রী এবং মিনিস্টার ফর রিসোর্স অ্যান্ড নর্দান অস্ট্রেলিয় ম্যাডেলাইন কিং। তাঁদের সঙ্গে অস্ট্রেলিয়া প্রশাসনের কয়েকজন প্রবীণ আধিকারিক ও পদস্থ বাণিজ্য প্রতিনিধিও আসবেন।

    অ্যান্টনি আলবানেজ (Anthony Albanese)…

    ২০২২ সালের মে মাসে স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মসনদে বসেছেন অ্যান্টনি আলবানেজ (Anthony Albanese)। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক যথেষ্টই মধুর। সেই কারণেই গত শনিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ক্যানবেরায় গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পরেই ট্যুইট-বার্তায় এ মাসে নয়াদিল্লি সফরে আসার কথা জানান আলবানেজ। প্রধানমন্ত্রী হিসেবে এটাই আলবানেজের প্রথম ভারত সফর। ৮ মার্চ আমেদাবাদে এসে পৌঁছবেন তিনি। এই দিনেই পড়েছে হোলি। রংয়ের উৎসবেও অংশ নিতে পারেন আলবানেজ। পরের দিন দিল্লি আসার আগে তিনি ঘুরে দেখবেন মুম্বই।

    আরও পড়ুুন: নাম না করে চিনকে কড়া বার্তা কোয়াড গোষ্ঠীর, কেন জানেন?

    চলতি সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী (Anthony Albanese) সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করবেন তাঁরা। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোদি এবং আলবানেজ বার্ষিক সম্মেলনেও যোগ দেবেন। ভারত অস্ট্রেলিয়া কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়েও আলোচনা হবে। আলোচনা হবে আঞ্চলিক ও বিশ্বজনীন নানা বিষয়েও। আমেদাবাদে হবে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বসে ওই ম্যাচ দেখবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রক সূত্রে খবর, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আসন্ন সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক ও পর্যটন ভিত্তিক চুক্তি স্বাক্ষরিত হবে। অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয় হিন্দুদের নিরাপত্তার বিষয়টি নিয়েও কথা হবে দুই দেশের মধ্যে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

     

  • Khalistan: অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাসকেও টার্গেট করেছিল খালিস্তানপন্থীরা

    Khalistan: অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাসকেও টার্গেট করেছিল খালিস্তানপন্থীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই জোরালো হচ্ছে খালিস্তানি (Khalistan) আন্দোলন। বৃহস্পতিবার পঞ্জাবের (Punjab) আজনালা থানা এলাকায় যে ঘটনা ঘটল, তাতে চোখ কপালে ওঠার জোগাড়। কেবল দেশেই নয়, বিদেশেও শক্তি সঞ্চয় করছে খালিস্তানপন্থীরা। অস্ট্রেলিয়ার (Australia) ব্রিসবেন শহরে ভারতীয় দূতাবাসকেও টার্গেট করছে তারা। দিন কয়েক আগে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি জোর দিয়েছিলেন সন্ত্রাস দমনের ওপর। যেসব বিচ্ছিন্নতাবাদী শক্তি অস্ট্রেলিয়ায় ভারতীয়দের টার্গেট করছে, কড়া হাতে তাদের মোকাবিলা করার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন বিদেশমন্ত্রী।

    খালিস্তানি…

    এর ঠিক একদিন পরে ২১ ফেব্রুয়ারি রাতে কে বা কারা অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাসের মাথায় টাঙিয়ে দেয় খালিস্তানি ঝান্ডা। পরের দিন সকালে অফিসে গিয়ে অস্ট্রেলিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত অর্চনা সিং গিয়ে দেখেন অফিসের মাথায় টাঙানো খালিস্তানি (Khalistan)  ঝান্ডা। ততক্ষণাৎ তিনি ঘটনাটি জানান কুইন্সল্যান্ড থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঝান্ডা সরিয়ে নেয়। অর্চনা বলেন, আমাদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষের ওপর আমাদের পুরো আস্থা রয়েছে।

    আরও পড়ুুন: ফের জোরালো হচ্ছে খালিস্তানের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি, কড়া নজর রাখছে কেন্দ্র

    বিভুঁয়ে খালিস্তানিদের দাপট অবশ্য এটাই প্রথম নয়। এর আগে অস্ট্রেলিয়ায় তিনটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালায় খালিস্তানপন্থীরা। চলতি বছরের ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়ায় (Khalistan) ইস্কনের মন্দিরে হামলা চালায় তারা। মেলবোর্নের অ্যালবার্ট পার্কে রয়েছে ইস্কনের মন্দির। মন্দিরটি এলাকায় হরে কৃষ্ণ মন্দির নামেও পরিচিত। রাতের অন্ধকারে কে বা কারা এই মন্দিরের দেওয়ালে হিন্দুস্তান মুর্দাবাদ লিখে দেয়। ভাঙুচর করা হয় মন্দিরের দেওয়াল। এর আগের ঘটনাটি ঘটে জানুয়ারির ১৬ তারিখে। ভিক্টোরিয়া প্রদেশের কেরাম ডাউনে রয়েছে শ্রী শিব বিষ্ণু মন্দির। রাতের অন্ধকারে এই মন্দিরেও ভাঙচুর চালিয়েছিল খালিস্তানপন্থীরা।

    এর ঠিক চারদিন আগেই ভাঙচুর চালানো হয় অস্ট্রেলিয়ার আরও একটি মন্দিরে। সেটি মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দির। সেখানেও মন্দিরের ক্ষতি করার পর দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখে দিয়েছিল দুষ্কৃতীরা। মহা শিবরাত্রির দিন হিন্দুদের দুটি মন্দিরে যখন ভক্তরা শিবরাত্রির আচার পালন করছিলেন, তখনও সে দেশের খালিস্তানপন্থীরা মন্দির কর্তৃপক্ষকে হুমকি দিয়েছিল। অস্ট্রেলিয়া সফরে থাকাকালীন এই সব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন জয়শঙ্কর ও তাঁর ডেপুটি ভি মুরলীধরণ। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি রংয়ের সঙ্গে বৈঠকে এই উদ্বেগ ব্যক্তও করেন জয়শঙ্কর। ভারতের তরফে অস্ট্রেলিয়া (Khalistan) সরকারকে ভারত বিরোধী কার্যকলাপকে কড়া হাতে দমন করার কথাও বলা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • INDIA AUSTRALIA : অশ্বিন-অক্ষর জুটির দৌলতে ম্যাচে ফিরল ভারত! দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৬২ রানে

    INDIA AUSTRALIA : অশ্বিন-অক্ষর জুটির দৌলতে ম্যাচে ফিরল ভারত! দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৬২ রানে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে ম্যাচে ফেরাল অশ্বিন-অক্ষর জুটি। দ্বিতীয় দিনের প্রথম দু’ঘণ্টার খেলা দেখে মনে হয়েছিল,আজই ম্যাচ নিজেদের হাতে নিয়ে নেবে অজিরা। ১৩৯ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। মনে হচ্ছিল, প্রথম ইনিংসে বিশাল লিড নেবে অস্ট্রেলিয়া। কিন্তু অন্য কথা ভাবছিলেন অক্ষর ও অশ্বিন। ভারতের দুই অলরাউন্ডার ভয়ডরহীন ক্রিকেট খেললেন। দেখে মনে হল সম্পূর্ণ অন্য পিচে খেলছেন তাঁরা। পাল্টা আক্রমণের নীতি নিয়েছিলেন তাঁরা। দলের রানকে ধীরে ধীরে অস্ট্রেলিয়ার রানের কাছে নিয়ে যাচ্ছিলেন দুই ব্যাটার। শতরানের জুটি গড়লেন তাঁরা। শেষপর্যন্ত দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ২৬২ রানে অল আউট হয়ে যান রোহিত শর্মারা। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করেন অক্ষর প্যাটেল (৭৪)। অজিদের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন নাথান লিয়ঁ। 

    টপ অর্ডার ব্যর্থ

    দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে শুরু হয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। নতুন বল হাতে ১টি উইকেট পান রবীন্দ্র জাদেজা। উসমান খোয়াজার উইকেট হারায় অজিরা। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬১। আপাতত ৬২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে অস্ট্রেলিয়া। দিনের শুরুতে ভারতের ওপেনিং জুটি ভরসা দিয়েছিল ভারতকে। ভাল খেলছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। কিন্তু ঠিক যে ভাবে প্রথম টেস্টে রাহুল উইকেট দিয়েছিলেন সেই একই ভাবে এই টেস্টেও ১৭ রান করে আউট হয়ে গেলেন তিনি। ৩২ রানের মাথায় নাথান লিয়ঁর সামান্য নিচু হয়ে আসা বলে লাইন মিস্‌ করে বোল্ড হয়ে গেলেন রোহিতও। নিজের শততম টেস্ট খেলতে নেমে ব্যর্থ চেতেশ্বর পুজারা।

    আরও পড়ুন: বেফাঁস মন্তব্যের জের! মুখ্য নির্বাচক পদ থেকে সরে গেলেন চেতন শর্মা

    কোহলি প্রথম থেকেই ছিলেন আক্রমণাত্মক। ঘরের মাঠে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রান করছিলেন তিনি। তাঁকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন শ্রেয়স আয়ার। কিন্তু শর্ট লেগে দাঁড়িয়ে থাকা পিটার হ্যান্ডসকম্বের দুরন্ত ক্যাচ তাঁকে সাজঘরে ফেরায়। কোহলি-জাডেজা ভাল খেলছিলেন। দু’জনে মিলে দলের রানকে ১০০ পার করান। চা বিরতির আগে বিরাট ৪৪ রানের মাথায় আউট হলে চাপে পড়ে যায় ভারত। হাল ধরেন অক্ষর ও অশ্বিন। প্রথম টেস্টের পরে দ্বিতীয় টেস্টেও অর্ধশতরান করলেন অক্ষর। ইনিংসে তিনটি ছক্কা মারেন তিনি।  ৭৪ রান করে আউট হন অক্ষর। অশ্বিন করেন ৩৭ রান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share