Tag: bangla news

bangla news

  • Abhishek Banerjee: এবার ‘চোর চোর’ স্লোগান শুনতে হল অভিষেককেও

    Abhishek Banerjee: এবার ‘চোর চোর’ স্লোগান শুনতে হল অভিষেককেও

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগে এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণকাণ্ডে মৃত পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মানস ভুঁইয়া, দোলা সেনসহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি। খাদিকুল গ্রামে ঢুকতেই তাঁদের ঘিরে ধরে চোর চোর স্লোগান দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জের মিটতে না মিটতেই এবার নবজোয়ারের যাত্রাপথে চোর, চোর স্লোগান শুনতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। মঙ্গলবার রাতে খাতড়া থেকে ছাতনার কমলপুরের উদ্দেশে রওনা দেয় যুবরাজের কনভয়। ইন্দপুর বাংলায় কনভয় আসতেই আচমকা ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন একদল স্থানীয় বাসিন্দা। চাকরি চোর, গরু চোর বলে চিত্কার করতে থাকেন তাঁরা। কনভয়ের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা বিড়ম্বনায় পড়ে যান। অভিষেকের কনভয় এই ঘটনায় আমল না দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। তবে, তৃণমুলের সেকেন্ড ইন কমান্ড-এর এই বিড়ম্বনায় যথেষ্ট চাপে রয়েছে জেলার তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি জেলা পুলিশের আইবির কাছে কেন আগাম খবর ছিল না, তা নিয়ে জেলাজুড়ে চর্চা শুরু হয়েছে। কীভাবে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এমন ঘটনা ঘটল তা নিয়ে জেলার পুলিশ কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ। কারণ, পাছে যুবরাজের কোপে পড়তে হয় তাঁদের।

    কুর্মিদের ঘাঘর ঘেরার মুখে অভিষেক (Abhishek Banerjee)

    জেলার জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার যাত্রার পথে দফায় দফায় কুর্মিদের ঘাঘর ঘেরার মুখেও পড়ে অভিষেকের কনভয়। মঙ্গলবার সিমলাপাল থেকে খাতড়া যাওয়ার পথে বনকাটা ও জামদা গ্রামে অভিষেকের (Abhishek Banerjee) কনভয়ের সামনে কুর্মিরা ঘাঘর ঘেরা করেন। তবে, তাঁর কনভয় থামেনি। ফের খাতড়া ঢোকার মুখে কুর্মিরা পথ অবরোধ করলে অভিষেক কনভয় থামিয়ে কুর্মি নেতাদের সঙ্গে কথা বলেন। অভিষেকের (Abhishek Banerjee) পরামর্শ “জোর জবরদস্তি করে গায়ের জোরে পথ অবরোধ নয়, দাবি আদায়ের আন্দোলন হোক সৌজন্যতা বজায় রেখে। কুর্মি নেতারা নিজেরাই বলছেন রাজ্যের সরকার মানবিক। তাই সরকারের ওপর ভরসা রাখা উচিত”। পাশাপাশি, কুর্মি নেতাদের কাছে তাঁদের দাবি দাওয়া সম্পর্কিত চিঠি চেয়ে নেন তিনি। এমনকী কলকাতায় ফিরে এই বিষয়ে কথা বলতে কুর্মি নেতার মোবাইল নম্বরও চেয়ে নেন তিনি।

    কী বললেন কুর্মি নেতারা?

    অভিষেকের (Abhishek Banerjee) কনভয় চলে যাওয়ার পর কুর্মি নেতারা সাফ জানিয়েছেন, মুখের কথায় নয়, যতদিন না তাঁদের দাবি মিটছে, তাঁরা ততদিন এই ঘাঘর ঘেরা কর্মসূচি চালিয়ে যাবেন। প্রসঙ্গত, বর্তমানে ওবিসি শ্রেণিভুক্ত কুর্মিরা তাদের তফশিলি জাতির স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। অবিলম্বে তাঁদের দাবি মেনে কেন্দ্রের কাছে সংশোধিত সিআরআই রিপোর্ট পাঠাতে হবে রাজ্য সরকারকে, একথা এদিন অভিষেকও (Abhishek Banerjee) জানালেন তাঁদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: মন্দিরে হামলা বরদাস্ত করা হবে না, অস্ট্রেলিয়ায় সাফ জানালেন মোদি

    PM Modi: মন্দিরে হামলা বরদাস্ত করা হবে না, অস্ট্রেলিয়ায় সাফ জানালেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বের পথে কাঁটা হতে পারে এমন কোনও কিছুই মেনে নেওয়া হবে না। এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যালবানিজ।” অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করেন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তার পরেই খালিস্তানপন্থীদের নাম না করে ওই হুঁশিয়ার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    অস্ট্রেলিয়ায় মোদির (PM Modi) দ্বিপাক্ষিক বৈঠক

    খালিস্তানের দাবিতে সম্প্রতি সোচ্চার হয়েছিলেন বিচ্ছিন্নতাবাদীরা। তার জেরে অস্ট্রেলিয়া এবং কানাডায় হিন্দু মন্দিরে হামলা হয়। মন্দিরের দেওয়ালের গায়ে লিখে দেওয়া হয় ভারত বিরোধী স্লোগান। বিদেশের বিভিন্ন মন্দিরে হামলা হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠকে প্রত্যাশিতভাবেই আসে মন্দিরে হামলার প্রসঙ্গ। সেখানেই অস্ট্রেলিয়ার তরফে আসে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন দুই রাষ্ট্রপ্রধান।

    বিচ্ছিন্নতাবাদীদের হুঁশিয়ারি

    যৌথ বিবৃতিতে খালিস্তানপন্থীদের নাম নেননি ভারতের প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার হিন্দু মন্দিরগুলির ওপর বিচ্ছিন্নতাবাদীদের হামলা নিয়ে অজি প্রধানমন্ত্রীর সঙ্গে আগেও আলোচনা হয়েছে। আজ ফের এই ইস্যুতে কথা হল। ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বের পথে কাঁটা হতে পারে এমন কোনও কিছুই মেনে নেওয়া হবে না। এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যালবানিজ।”

    ত্রিদেশীয় সফর শেষ করে দেশে ফিরে মঙ্গলবার প্রধানমন্ত্রী যান রাজস্থানের রাজসামান্দ জেলার নাথওয়াড়ায় শ্রীনাথজির মন্দিরে। মোদির কনভয় লক্ষ্য করে হয় পুষ্পবৃষ্টি। মোদি মোদি স্লোগানে মুখরিত হয় এলাকা।

    পরে ওই জেলায়ই এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী (PM Modi)। ওই অনুষ্ঠান থেকে রাজ্যের উন্নয়নের জন্য সাড়ে ৫ হাজার কোটিরও বেশি টাকার কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। উদয়পুর রেলস্টেশনের পুনর্নির্মাণ প্রকল্পেরও উদ্বোধন করেন মোদি। আবু রোড এলাকায় ৫০ একর জায়গাজুড়ে বহুবিধ সুবিধা মিলবে এমন একটি দাতব্য হাসপাতালেরও শিলান্যাস করেন প্রধামনন্ত্রী।

    আরও পড়ুুন: ‘‘মুখ্যমন্ত্রী গলায় গামছা দিয়ে ক্ষমা চান’’, বিস্ফোরণকাণ্ডে তোপ শুভেন্দুর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Hilsa Fish: জামাই আদর হবে কী করে? ইলিশের গা দিয়ে তো আগুন ঝরছে!

    Hilsa Fish: জামাই আদর হবে কী করে? ইলিশের গা দিয়ে তো আগুন ঝরছে!

    মাধ্যম নিউজ ডেস্ক: নানা ধরনের মাছের চাষ ও বিক্রির জন্য গোটা বাংলা জুড়ে সুপরিচিত ও বিখ্যাত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর। জামাইষষ্ঠীর আগে গঙ্গারামপুর মাছ বাজারে আগুন ইলিশের দামে। জামাইদের আদর-আপ্যায়নে কোনওরকম খামতি রাখতে নারাজ শ্বশুরবাড়ির লোকজন। তাই এই পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজারদর ভাবাচ্ছে আমবাঙালিদের। কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। পাতে মাছ না পড়লে যে কোনও অনুষ্ঠানই অপূর্ণ থেকে যায় বাঙালিদের। তবে এই উৎসবে ইলিশের (Hilsa Fish) চাহিদাটাই বেশি থাকে। চলতি বছরে সেই ইলিশের স্বাদ থেকে বঞ্চিত আমবাঙালি। তার প্রধান কারণ অতিরিক্ত দাম। বাজারে ইলিশ কিনতে গিয়ে হাতে ছেঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তকে।

    বিভিন্ন সাইজের ইলিশের (Hilsa Fish) দাম কেমন?

    মূলত, ইলিশের (Hilsa Fish) কম সরবরাহ থাকায় পাইকারি ও খুচরো বাজারে দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ইলিশের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০০ থেকে ৪০০ টাকা। বাজারে এক কেজি বা তার চেয়ে কিছুটা বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১৭০০-১৮০০ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল ১৩০০-১৪০০ টাকা। এছাড়াও ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রায় ১২০০-১৩০০ টাকা মূল্যে। যদিও সাধারণ মানুষের অভিজ্ঞতা বলছে, এই ধরনের অনুষ্ঠানের দিনগুলিতে বিক্রেতারা বাড়তি মুনাফার লোভে নিজেরাই দাম বাড়িয়ে দেন। গঙ্গারামপুরের পাশাপাশি চিত্তরঞ্জন মাছ বাজার, পান সমিতি মাছ বাজার, কালদিঘি ও ধলদিঘি মাছ বাজার সহ বিভিন্ন জায়গাতেও ইলিশ মাছের দাম রয়েছে চড়া। এছাড়াও জামাইষষ্ঠীর আগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বাজারে বিভিন্ন জিনিসেরই দাম বেড়েছে। যা কিনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকেদের হাত পুড়ছে। তবুও জামাই আদরে খামতি রাখতে চান না কেউই। তাই কৃপণতা না করেই মিষ্টি-মন্ডামিঠাই সহ বাঙালির মাছের রাজা ইলিশ কিনতে গিয়ে সকলে যে হিমসিম খাচ্ছেন, তা বলাই বাহুল্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vaibhavi Upadhyay: গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়

    Vaibhavi Upadhyay: গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: পর পর মৃত্যুর খবরে বিষাদগ্রস্ত মুম্বইয়ের বিনোদন জগৎ। টেলিভিশন দুনিয়ায় শোকের ছায়া। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল ‘সারাভাই ভার্সেস সারাভাই’ (Sarabhai Vs Sarabhai) খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের (Vaibhavi Upadhyay)। মঙ্গলবার হিমাচল প্রদেশে (Himachal Pradesh) একটি গাড়ি দুর্ঘটনায় বৈভবীর মৃত্যু হয়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে বৈভবীর সঙ্গে ছিলেন তাঁর হবু স্বামী। দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়। একদিন আগেই জনপ্রিয় টেলি অভিনেতা আদিত্য সিং রাজপুতের বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয়েছিল তাঁর নিথর দেহ। সেই শোক কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ বি-টাউনে।

    ঘুরতে গিয়েই দুর্ঘটনা

    পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার, ২৩ মে দুর্ঘটনার শিকার হন বৈভবী উপাধ্যায়। ৩২ বছরের ওই অভিনেত্রী (Vaibhavi Upadhyay) ঘুরতে যেতে ভালবাসতেন। চলতি সপ্তাহেই তিনি তাঁর হবু স্বামীর সঙ্গে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন। রাস্তায় একটি বিপজ্জনক বাঁক নেওয়ার সময়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে খবর। দুঃসংবাদটা পেয়েই চণ্ডীগড় ছোটেন অভিনেত্রীর ভাই। সোশ্যাল মিডিয়ায় এ খবর শেয়ার করেন প্রযোজক জেডি মাজেঠিয়া। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালে তিনি বৈভবীর (Vaibhavi Upadhyay) সহকর্মী ছিলেন। ইনস্টাগ্রামে একটি স্টোরিতে তিনি আবেগঘন পোস্ট করে লেখেন, ‘আমি হতভম্ব! ও ভীষণ ভাল মনের একজন মানুষ আর দুর্দান্ত অভিনেত্রী ছিল, যে ইন্ডাস্ট্রিতে নিজের প্রাপ্য সম্মানটা পেল না।’ তিনি আরো লেখেন, ‘এত জীবনীশক্তিতে পরিপূর্ণ একজন মানুষ। জীবন এতটাই অনির্দিষ্ট হতে পারে যে বিশ্বাস করা যায় না। একজন অভিনেত্রী এবং খুব ভাল বন্ধু বৈভবী, যাকে এখনো মনে রাখা হয়েছে সারাভাই ভার্সেস সারাভাই তে ওর চরিত্র জ্যাসমিনের জন্য’।

    আরও পড়ুন: বলিউডে ফের রহস্যজনক মৃত্যু! বাথরুমে মিলল অভিনেতা আদিত্য সিং রাজপুতের দেহ

    ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালে জ্যাসমিনের চরিত্রে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন বৈভবী (Vaibhavi Upadhyay)। টেলিভিশনে কাজের পাশাপাশি ওয়েব সিরিজ ও দীপিকা পাডুকোনের সঙ্গে বলিউড সিনেমা ছপকেও কাজ করেছেন বৈভবী। তাঁর অভিনয় দক্ষতা দাগ কেটেছিল দর্শকের মনে। ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ ইত্যাদি বহু সিরিয়ালের পরিচিত মুখ ছিলেন বৈভবী। বুধবার অভিনেত্রীর পরিবার তাঁর মরদেহ মুম্বই নিয়ে আসবে। সেখানেই হবে তাঁর শেষকৃত্য।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WB HS Result 2023: আজ দুপুর ১২টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?

    WB HS Result 2023: আজ দুপুর ১২টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বুধবার ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WB HS Result 2023) ফল প্রকাশ হবে। আজ দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি। তার পরে দুপুর সাড়ে বারোটা থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

    এ বছর ১৪ মার্চ পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা (WB HS Result 2023) দিয়েছেন। ওই দিনই অনলাইনে প্রাপ্ত নম্বর দেখতে পারবে ছাত্র-ছাত্রীরা। ৩১ মে থেকে শংসাপত্রের প্রতিলিপি বিলি করবে সংসদ।

    কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট?

    অনলাইনে ফল (WB HS Result 2023) দেখার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে। সংসদের নিজস্ব দু’টি ওয়েবসাইট রয়েছে। এগুলি হল, www.wbchse.wb.gov.inwww.wbresults.nic.in। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই দুই ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। এছাড়া, www.wbchse.nic.in, www.exametc.com, www.results.shiksha.comwww.indiaresults.com-এই ওয়েবসাইটগুলিতেও রেজাল্ট দেখতে পারবেন। পুরো ফলাফল পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটগুলিতে নিজেদের রোল নম্বর দিলেই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, তাও জানা যাবে।

    আরও পড়ুন: জুন মাসের ‘নেট’ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত 

    কীভাবে দেখতে হবে?

    প্রথমে ওয়েবসাইটের হোম পেজে West Bengal HS Result 2023- লিঙ্ক থাকবে। তাতে ক্লিক করলে খুলে যাবে নতুন পেজ। নির্দিষ্ট জায়গায় রোল নম্বর-সহ যাবতীয় তথ্য দিতে হবে। তারপর Submit অপশনে ক্লিক করলেই দেখা যাবে মার্কশিট। ফল দেখার পাশাপাশি মার্কশিট ডাউনলোডও করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

    এসএমএস-এও জানা যাবে ফল

    ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের (WB HS Result 2023) ফল। এসএমএস-এও ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের মেসেজ সেন্টারে গিয়ে নতুন এসএমএস তৈরি করতে হবে। তাতে প্রথমে WB12 লিখে তার পর একটা স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই এসএমএস পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ বা ৫৮৮৮৮ নম্বরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WBJEE: আগামী শুক্রবার প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

    WBJEE: আগামী শুক্রবার প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী শুক্রবার (২৬ মে) প্রকাশিত হতে চলেছে রাজ্যের ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (joint entrance result) ফলাফল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার ট্যুইটারে এ কথা জানিয়েছেন। জয়েন্ট্র এন্ট্রান্স বোর্ড সূত্রের খবর, তাদের সরকারি ওয়েবসাইট wbjeeb.nic.in-তে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

    ট্যুইট শিক্ষামন্ত্রীর 

    ট্যুইটারে ব্রাত্য লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৩-এর ফলাফল আগামী ২৬ মে শুক্রবার বেলা ২.৩০-এর সময় একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে। প্রায় ৯৮,০০০ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন এই বার। তারা তাঁদের র‌্যাঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে ডাউনলোড করতে পারবেন। সকল পরীক্ষার্থীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।’’

    আরও পড়ুন: জুন মাসের ‘নেট’ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত 

    গত ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল রাজ্যে। একমাসেরও কম সময়ের মধ্যে ফল প্রকাশিত হতে চলেছে। মূলত উচ্চমাধ্যমিক পরীক্ষার পর কোন পথে এগোবেন পড়ুয়ারা, তা নির্ণয় করে এই পরীক্ষা। তাই এই ফলাফল বহু পড়ুয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তারি পড়ার জন্য এখন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হয়। রাজ্যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। একই দিনে দু’দফায় পরীক্ষা দিয়েছিলেন পড়ুয়ারা। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল অঙ্ক, আর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা ও রসায়ন।

    আরও পড়ুন: আজ দুপুর ১২টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?

    এদিকে বুধবার প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক (H.S. Exam) পরীক্ষার ফলাফল। মাধ্যমিকের মতোই দুপুর ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের। এই পরীক্ষা শুরু হয়েছিল গত ১৪ মার্চ এবং শেষ হয়েছিল ২৭ মার্চ। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রায় আট লক্ষ ছাত্র-ছাত্রী।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: ক্যান্সার আক্রান্তের স্বপ্নপূরণ, মন্নত থেকে ভিডিওকল এল খড়দহে, কথা বললেন শাহরুখ

    Shah Rukh Khan: ক্যান্সার আক্রান্তের স্বপ্নপূরণ, মন্নত থেকে ভিডিওকল এল খড়দহে, কথা বললেন শাহরুখ

    মাধ্যম নিউজ ডেস্ক: এত তাড়াতাড়ি স্বপ্নপূরণ হবে তা কল্পনাও করতে পারেননি খড়দা দক্ষিণপল্লির বছর ষাটের শিবানী চক্রবর্তী নামে এক বৃদ্ধা। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত তিনি। মেয়ের কাছে মৃত্যুর আগে শাহরুখ খানকে (Shah Rukh Khan) দেখার শেষ ইচ্ছা জানিয়েছিলেন তিনি। অসুস্থ মায়ের শেষ ইচ্ছেপূরণ করার জন্যে তাঁর মেয়ে মরিয়া চেষ্টা চালিয়ে যান। ট্যুইটারে মায়ের ইচ্ছের কথা জানিয়ে তিনি পোস্টও করেছেন। সেটা ভাইরালও হয়। এরপরই শাহরুখ  নিজেই তাঁদের সঙ্গে যোগাযোগ করেন।

    কী বললেন শিবানীদেবীর মেয়ে?

    ভিডিও কল করে শিবানীদেবীর সঙ্গে তিনি কথা বলেন। শিবানীদেবীর মেয়ে প্রিয়া চক্রবর্তী বলেন, আমি শাহরুখ খানের (Shah Rukh Khan)  অন্ধ ফ্যান। আমার কাছে শাহরুখের কথা শুনে মা তাঁর ফ্যান হয়ে উঠেছেন। তবে, মায়ের ইচ্ছে এত তাড়াতাড়ি আমি পূরণ করতে পারব তা স্বপ্নেও ভাবিনি। শাহরুখ নিজে আমাদের ভিডিও কল করে অনেকক্ষণ ধরে কথা বলেন। কলকাতায় এলে আমাদের বাড়িতে আসার কথা বলেছেন। আর বাড়িতে এসে মায়ের কাছে কাঁটা ছাড়া মাছ খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। মায়ের চিকিত্সা সংক্রান্ত সমস্ত খোঁজখবর নেন। চিকিত্সায় সাহায্য করার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে তিনি আমি কিছু করি কি না জানতে চান। আমার বিয়েতে তিনি আসবেন বলে জানিয়েছেন। আমি জানি, সেটা কখনও সম্ভব নয়। কিন্তু, তিনি আমার অসুস্থ মায়ের সামনে এরকম কথা বলেছেন বলে খুব ভাল লাগছে।

    কী বললেন শিবানীদেবী?

    পরিবার সূত্রে জানা গিয়েছে, শিবানীদেবী বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ২০২২ সালের আগস্ট মাসেই তাঁর ক্যান্সার ধরা পড়ে। এখন তিনি চিকিত্সাধীন রয়েছেন। বেসরকারি সংস্থায় কাজ করার সময় সুযোগ পেলে শাহরুখ খানের সিনেমা দেখতে  তাঁর ভাল লাগত। পরে, মেয়ের মুখে শাহরুখের জীবনের অনেক কাহিনী শুনেছেন তিনি। বলা ভাল, শাহরুখকে তাঁর বরাবরই ভাল লাগত। কিন্তু, মেয়ের মুখে শাহরুখের গল্প শুনে নিজের অজান্তেই তিনি বলিউড বাদশার অন্ধ ভক্ত হয়ে ওঠেন। আর ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরই কিং খানকে দেখার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন। ঘরের মধ্যেই শাহরুখের (Shah Rukh Khan) ছবি দেখে তাঁর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন। কখনও ছবির সামনে গিয়ে তিনি বির বির করেন। হয়তো ছবির সামনে গিয়ে তাঁকে মনে প্রাণে দেখার একবার প্রার্থনা করেন তিনি। শিবানীদেবী বলেন, কতদিন বাঁচব আমি জানি না। তবে, মৃত্যুর আগে আমার দুটি স্বপ্ন ছিল। প্রথমত, আমার মেয়ের বিয়ে দেওয়া। আর দ্বিতীয় এবং শেষ ইচ্ছে হল, শাহরুখ খানকে (Shah Rukh Khan) একবার দেখার। আর সেই শাহরুখ নিজে আমাকে ফোন করে কথা বললেন তা ভাবতে পারিনি। ভিডিও কল করে চোখের সামনে তাঁকে আমি দেখে অভিভূত হয়ে গিয়েছি। আর আমার এই কষ্টের সময় তিনি আমার পাশে থাকার কথা বলায় তাঁর প্রতি শ্রদ্ধা আমার কয়েকগুণ বেড়ে গেল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bhangar Blast: দুবরাজপুরের পর ভাঙড়! তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, জখম ১

    Bhangar Blast: দুবরাজপুরের পর ভাঙড়! তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, জখম ১

    মাধ্যম নিউজ ডেস্ক: ধারাবাহিক বোমা বিস্ফোরণ বাংলাজুড়ে। এগরা, বজবজ, দুবরাজপুর, মালদার পর এবার ভাঙড়ে বোমা বিস্ফোরণ (Bhangar Blast)। তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণে ভেঙে পরল তৃণমূল কর্মীর বাড়ির ছাদের একাংশ। তৃণমূল কর্মীর স্ত্রী গুরুতর জখম হন। মঙ্গলবার রাতে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভার কাশিপুর থানার গানের আইট এলাকায়।  দুদিন আগেই বীরভূমের দুবরাজপুরে এক তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জের মিটতে না মিটতেই ফের তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের (Bhangar Blast)  ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটেছে?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে তৃণমূল কর্মী শরিফুল মোল্লার বাড়ি বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। পরবর্তী সময় স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন ছাদের একাংশ ভেঙে পড়েছে। বোমা বিস্ফোরণের (Bhangar Blast) ঘটনায় গুরুতরভাবে জখম হন তৃণমূল কর্মী শরিফুল মোল্লার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এদিকে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গোটা ঘটনা ঘটিয়েছে আইএসএফের কর্মীরা। এলাকায় উত্তেজনায় ছড়াতে পরিকল্পিতভাবেই পরপর তিনটি বোমা চার্জ করেছে আইএসএফ। এই প্রসঙ্গে তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, তৃণমূল কর্মী স্ত্রীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। তার সঠিক চিকিৎসা যাতে হয় তারজন্য ইতিমধ্যেই গোটা বিষয়টি আমি ভাঙড়ের অবজার্ভার শওকত মোল্লাকে জানিয়েছি। এই ঘটনার সঙ্গে আইএসএফের  প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে। তারা বোমাবাজি করেছে। তবে, গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।

    কী বললেন আইএসএফ নেতৃত্ব?

    আইএসএফ নেতৃত্বের বক্তব্য, ওই তৃণমূল কর্মীর বাড়িতেই মজুত ছিল বোমা। আর সেই বোমা বিস্ফোরণে (Bhangar Blast) গুরুতরভাবে জখম হয়েছে তৃণমূল কর্মীর স্ত্রী। এই ঘটনায় আইএসএফ কোনওভাবেই যুক্ত নয়। নিজেদের দোষ ঢাকতেই তৃণমূল কর্মী সমর্থকেরা এমন অভিযোগ তুলছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘মুখ্যমন্ত্রী গলায় গামছা দিয়ে ক্ষমা চান’’, বিস্ফোরণকাণ্ডে তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘মুখ্যমন্ত্রী গলায় গামছা দিয়ে ক্ষমা চান’’, বিস্ফোরণকাণ্ডে তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: এগরা, বজবজ, মালদায় মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রীকে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। এগরা বিস্ফোরণকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে এগরা শহরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল হয়। মিছিলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এগরা, বজবজ, মালদায় একের পর এক বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রীকে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া  তিনি আরও  বলেন, “এগরার খাদিকুল গ্রামে তৈরি বোমা পটাশপুর, খেজুরি, ময়নার বাকচা থেকে শুরু করে সারা রাজ্যে সরবরাহ করা হতো। বোমার পরীক্ষা করতে গিয়েই বিস্ফোরণে মৃত্যু হয়েছে বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের”।

    তৃণমূল পারিবারিক দলে পরিণত হবে, কেন বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

     এগরায় বিস্ফোরণের পরে কেটে গেছে বেশ কয়েকটা দিন। কিন্তু এখনও এগরায় আসেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়েও রাজ্যের প্রশাসনিক প্রধানকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন,  বীরভূমের বগটুইতে বিস্ফোরণের পরে প্রথম আমরাই পৌঁছেছিলাম। এগরায় বিস্ফোরণের পরে এতগুলো দিন কেটে গেলেও তিনি আসেননি। হেলিকপ্টারে কলকাতা থেকে এগরা আসতে ৩০ মিনিট সময় লাগতো, তাও তিনি আসেনি। শ্রাদ্ধ, শান্তিতে আর এসে লাভ নেই, একেবারে বাত্সরিকে আসবেন”। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট গড়ে তোলার পরিকল্পনা বহুদিনের। এসব করেই তো সর্বভারতীয় তৃণমূল এখন আঞ্চলিক দলে পরিণত হয়ে গিয়েছে। আগামীদিনে তৃণমূল পারিবারিক দলে পরিণত হবে”।

    অরবিন্দ কেজরিওয়াল নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মিটিং নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল দুজনেই দুর্নীতিগ্রস্ত নেতা। দুজনেরই মন্ত্রীসভার মন্ত্রীরা দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। নবান্নে সরকারী কার্যালয়কে দলীয় কার্যালয় বানানোর অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন,  “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষামন্ত্রীসহ একাধিক বিধায়ক জেলে রয়েছেন। দিল্লির উপ মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী জেলে রয়েছেন। সবাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এই দুর্নীতিগ্রস্তদের একটা জোট হয়েছে। ইডি ও সি বি আই এর বিরুদ্ধে যে নয়টি দল সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট যাদের রিজেক্ট করে দিয়েছিল এরাই তারা”।  এরপর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এক দেশ,এক পুলিশ’ বিল আনতে চলেছেন। এই আইন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা মামলা দেওয়ার ক্ষমতা থাকবে না।  তাই আতঙ্কিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দ্বিধাগ্রস্থ দিশেহারা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মিলিত হয়েছেন”।

    এগরায় থানায় শুভেন্দু (Suvendu Adhikari)

    সভা শেষে তিনি এগরায় থানায় যান বিরোধী দলনেতা (Suvendu Adhikari) । ডিউটি অফিসারের সঙ্গে দেখা করে পুলিশি নির্যাতিন বন্ধ করার তিনি নির্দেশ দেন। মূলত তদন্তের নামে এগরার খাদিকুল গ্রামে মানুষজনর ওপর পুলিশ নির্যাতন চালাচ্ছে। গোটা এলাকা পুরুষ শূন্য হয়ে রয়েছে। এলাকাবাসীর মুখে এসব কথা শুনে পুলিশকে সতর্ক করলেন বিরোধী দলনেতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UPSC 2022: ইউপিএসসি পরীক্ষায় স্ত্রী-শক্তির জয়! প্রথম চার স্থানই মেয়েদের দখলে  

    UPSC 2022: ইউপিএসসি পরীক্ষায় স্ত্রী-শক্তির জয়! প্রথম চার স্থানই মেয়েদের দখলে  

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নজির গড়ল স্ত্রী-শক্তি। ২০২২ সালের ইউপিএসসি (UPSC 2022) পরীক্ষায় প্রথম চারটি স্থানই দখল করে নিলেন চার তরুণী। ২০২১ সালে প্রথম তিনটি স্থান ছিল মেয়েদের দখলে। এবার বাড়ল আরও একটি। মঙ্গলবারই প্রকাশিত হয় ২০২২ সালের ইউপিএসসি পরীক্ষার ফল। প্রথম হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী ঈশিতা কিশোর (Ishita Kishore)। দ্বিতীয় হয়েছেন গরিমা লোহিয়া। তিনিও দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তৃতীয় স্থান দখল করেছেন উমা হারাথি এন। তিনি হায়দরাবাদের আইআইটির ছাত্রী। আর চতুর্থ হয়েছেন স্মৃতি মিশ্র। তিনিও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। ২০২১ সালে ওই পরীক্ষায় প্রথম হয়েছিলেন শ্রুতি শর্মা। দ্বিতীয় হয়েছিলেন অঙ্কিতা আগরওয়াল। আর তৃতীয় স্থান দখল করেছিলেন গামিনী সিঙ্গলা।

    ইউপিএসসি (UPSC 2022) পরীক্ষায় এগিয়ে ছেলেরা

    অবশ্য সার্বিক ফলে (UPSC 2022) এবারও এগিয়ে রয়েছেন ছেলেরাই। ইউপিএসসি জানিয়েছে, চলতি বছর উত্তীর্ণ হয়েছেন ৯৩৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৬১৩ জন ছেলে, মেয়ে ৩২০ জন। তবে মেধা তালিকায় মেয়েদেরই দাপট। প্রথম ২৫ জনের মধ্যে ১৪ জন মেয়ে, ছেলে ১১ জন। এবার যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মধ্যে ৩৪৫ জন জেনারেল ক্যাটেগরির, ৯৯ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির, ২৬৩ জন ওবিসি, ১৫৪ জন এসসি, ৭২জন এসটি। সংরক্ষিত তালিকায় রয়েছেন ১৭৮। প্রসঙ্গত, চলতি বছর ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে ১ হাজার ২২টি শূন্যপদ পূরণ করার লক্ষ্য ছিল কেন্দ্রের। যদিও পাশ করেছেন ৯৩৩ জন।

    পরীক্ষা পদ্ধতি

    প্রতি বছর তিনটি ধাপে নেওয়া হয় ইউপিএসসি পরীক্ষা-প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ। এই পরীক্ষার মাধ্যমেই আইএএস, আইএফএস এবং আইপিএসের আধিকারিক নিয়োগ করা হয়। ২০২২ সালে ইউপিএসসি (UPSC 2022) প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ৫ জুন। আবেদন করেছিলেন ১১ লক্ষ ৩৫ হাজার ৬৯৭ জন। পরীক্ষায় বসেছিলেন ৫ লক্ষ ৭৩ হাজার ৭৩৫ জন। মেইন পরীক্ষা হয়েছে সেপ্টেম্বরে। পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯০ জন। মেইন পাশ করে ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলেন ২ হাজার ৫২৯ জন।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রী মোদিকে ‘দ্য বস’ আখ্যা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, কেন জানেন?

    এবার যে মেধাতালিকা প্রকাশিত হয়েছে, তাতে প্রথম ২৫ জনের মধ্যে যেমন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী রয়েছেন, তেমনি রয়েছেন হিউম্যানিটি, সায়েন্স, মেডিক্যাল সায়েন্স এবং কমার্সের শিক্ষার্থীরাও। এঁদের মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়, আইআইটি, এনআইটি, গুজরাট ন্যাশনাল ল ইউনির্ভাসিটির পাশাপাশি রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share