Tag: bangla news

bangla news

  • Reserve Bank of India: আর দিতে হবে না ‘পেনাল ইন্টারেস্ট’! ঋণগ্রহীতাদের সুরাহায় নানা নির্দেশ আরবিআইয়ের

    Reserve Bank of India: আর দিতে হবে না ‘পেনাল ইন্টারেস্ট’! ঋণগ্রহীতাদের সুরাহায় নানা নির্দেশ আরবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঋণের চুক্তি লঙ্ঘনের জেরে আর গ্রাহকদের থেকে পেনাল্টি ইন্টারেস্ট নিতে পারবে না ব্যাঙ্কগুলি। বদলে পেনাল্টি চার্জ নেওয়া যেতে পারে। এই মর্মে ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য একগুচ্ছ নির্দেশ জারি করল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, যে কোনও গ্রাহক পরিবর্তনশীল সুদে ঋণ নিয়ে থাকলেও, তাঁকে সেই ধার স্থায়ী সুদের হারে শোধের সুযোগ দিতে হবে। সে জন্য কোনও চার্জ নেওয়া হলে, শুরুতেই তা জানাতে হবে স্পষ্ট। 

    নয়া নিয়মে কী কী

    এই নয়া নিয়মের ফলে ঋণের চুক্তি লঙ্ঘন বা কোনও একটি সুদ দিতে দেরি হলে ঋণগ্রহীতাদের মোটা অঙ্কের টাকা খসবে না। আরবিআই জানিয়েছে, এরপর থেকে ঋণের সুদের হারের ওপর বাড়তি কোনও সুদ চাপাতে পারবে না ব্যাঙ্কগুলি। এদিকে আরবিআই (Reserve Bank of India) আরও জানিয়েছ, এরপর থেকে ঋণের চুক্তি লঙ্ঘনের জেরে যে পেনাল্টি চার্জ ধার্য করা হবে, তা যেন যথাযথ হয়। এদিকে ঋণগ্রহীতাদের আগেভাগেই পেনাল্টি সম্পর্কে অবগত করার জন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আরবিআই-এর তরফে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। শুধু তা-ই নয়, আগামী দিনে ধার মঞ্জুর করার সময়ে সুদ বাড়লে, গ্রাহকের উপর কতটা চাপ পড়তে পারে (মাসিক কিস্তি এবং শোধের মেয়াদের সম্ভাব্য বৃদ্ধি সম্পর্কে) তা-ও গ্রাহককে পরিষ্কার জানাতে বলা হয়েছে। জরিমানা হিসাবে বাড়তি সুদ না নিয়ে থোক টাকা নেওয়ার বিষয়টি ১ জানুয়ারি থেকে চালু করতে হবে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে। বাদবাকি নিয়ম কার্যকর করার ব্যবস্থা করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।

    আরও পড়ুন: মোদি-জিনপিং বৈঠকের আগে পূর্ব লাদাখে মেজর জেনারেল স্তরের আলোচনা শুরু

    রিজার্ভ ব্যাঙ্ক-এর পর্যবেক্ষণ

    ব্যাঙ্কিং মহলের দাবি, পরিবর্তনশীল সুদ মানে ব্যাঙ্ক তার হার বাড়ালে ঋণগ্রহীতাকে বেশি গুনতে হবে। কমালে তাঁদের আর্থিক বোঝা কমবে। স্থির সুদে ঋণ নেওয়ার অর্থ, তা কোনও পরিস্থিতিতেই বদলাবে না। বাজারে সুদ বাড়লেও বইতে হবে না তার চাপ। চড়তে থাকা সুদের জমানায় যা গ্রাহকের পক্ষে কিছুটা নিশ্চিন্তির। বর্তমানে গৃহঋণ-সহ প্রায় সব ধারই দেওয়া হয় পরিবর্তনশীল সুদে। রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) বলেছে, ঋণ শোধ নিয়ে গ্রাহকদের অনেক অভিযোগ জমা পড়ছে। একেই সুদ বাড়ায় একাংশ বিপাকে পড়েছেন, তার উপর কিছু ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, বাড়তি টাকা আদায়ের জন্য তাদের কেউ কেউ গ্রাহকের সঙ্গে আলোচনা না করেই বাড়িয়ে দিচ্ছে ঋণ শোধের মেয়াদ। অনেকে আবার ইএমআইয়ের অঙ্ক বাড়াচ্ছে, যা বহন করাই কঠিন হচ্ছে অনেকের পক্ষে। এই পরিস্থিতিতে আরবিআই-এর নয়া নির্দেশ কিছুটা স্বস্তি দেবে গ্রাহকদের, অনুমান বিশেষজ্ঞদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India-China Conflict: মোদি-জিনপিং বৈঠকের আগে পূর্ব লাদাখে মেজর জেনারেল স্তরের আলোচনা শুরু

    India-China Conflict: মোদি-জিনপিং বৈঠকের আগে পূর্ব লাদাখে মেজর জেনারেল স্তরের আলোচনা শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় চিনের (India-China Conflict) প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্চ-পর্যায়ের বৈঠকের আগে পূর্ব লাদাখের সীমান্ত সমস্যা মেটাতে চুসুল-মলডো সীমান্তবর্তী এলাকায় বৈঠকে বসলেন দু’দেশের সেনাকর্তারা। আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনের আসরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দেখা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে দু-দেশের সীমান্ত বিরোধের একটা মুখরক্ষার সমাধান সূত্র বের হোক চাইছে দুপক্ষই। দুই দেশের পরিকল্পনা, সেনা কর্তাদের বৈঠকে অগ্রগতি হলে তা সামনে রেখে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হবে। 

    দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর মোদির

    পূর্ব লাদাখে অচলাবস্থার অবসান ঘটাতে মেজর জেনারেল পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দৌলত বেগ ওল্ডি এবং চুসুলে বর্তমান অচলাবস্থার অবসান ঘটাতে ইন্দো-চিন (India-China Conflict) সেনারা মেজর-জেনারেল পর্যায়ে আলোচনা করছে। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের আগে এটিকে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। পঞ্চম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি মালামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২২ থেকে ২৪ অগাস্ট জোহানেসবার্গে থাকবেন। দক্ষিণ আফ্রিকা সফর শেষে গ্রিসের বিদেশমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের আমন্ত্রণে সরকারি সফরে গ্রিস যাবেন মোদি।

    আরও পড়ুন: আর্থিকভাবে এগিয়ে চলেছে দেশ, বেড়েছে গড় আয় ও করদাতার সংখ্যা, রিপোর্ট প্রকাশ প্রধানমন্ত্রীর

    ভারত-চিন আলোচনা

    প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে পূর্ব লাদাখে অচলাবস্থা কাটানোর জন্য মেজর জেনারেল পর্যায়ের আলোচনা চলছে। মোদি জিনপিংয়ের (India-China Conflict) মধ্যে আলোচনার আগে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় ভারতীয় পক্ষের প্রতিনিধিত্ব করেন ত্রিশূল ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল পিকে মিশ্র এবং ইউনিফর্ম ফোর্স কমান্ডার মেজর জেনারেল হরিহরণ। ১৩-১৪ অগাস্ট চুসুল-মলডো বর্ডার মিটিং পয়েন্টে দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত কোর কমান্ডার পর্যায়ের ১৯তম দফার আলোচনার ফলাফলের উপর ভিত্তি করে এই আলোচনা হয়। বৈঠকে ভারতের পক্ষ থেকে তিন বছরের আগেকার স্থিতাবস্থা অবিলম্বে বহাল রাখা ও ডেপসাং ও ডেমচক থেকে চিনা সেনাদের পিছিয়ে যাওয়ার উপরে জোর দেওয়া হয়েছে। তিন বছর আগে গলওয়ান উপত্যাকায় ভারতীয় অংশে আচমকাই ঢুকে আসে চিন সেনা। দু’পক্ষের সংঘর্ষে ক্ষয়ক্ষতি হয় উভয় শিবিরের। তারপর থেকেই সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চলছে দু’দেশের মধ্যে। যার ফল হিসাবে ২০২১ সালে গোগরা হটস্প্রিং এলাকা ও প্যাংগং লেকের বিস্তীর্ণ অংশ থেকে সেনা প্রত্যাহার করে নেয় দু’দেশই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • JU Student Death: যাদবপুরকাণ্ডে জনস্বার্থ মামলায় রাজ্যপালকে পার্টি করার অনুমতি হাইকোর্টের

    JU Student Death: যাদবপুরকাণ্ডে জনস্বার্থ মামলায় রাজ্যপালকে পার্টি করার অনুমতি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরের ছাত্র মৃত্যুর (JU Student Death) ঘটনায় যখন কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠছে, ঠিক তখনই তৃণমূল ছাত্র পরিষদ জনস্বার্থ মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল। ওয়াকিবহাল মহল বলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (JU Student Death) স্নেহমঞ্জু বসু শাসকদলের ঘনিষ্ঠ বলে সবাই জানেন। অন্যদিকে তিনি সমস্ত দায় চাপিয়েছেন ডিন অফ স্টুডেন্টস রজত রায়ের উপর। আবার রজত রায় লালবাজারে যে বয়ান দিয়েছেন, তাতে তিনি বলছেন, ‘‘ছাত্রদের বাধাতেই নাকি আইন কার্যকর করা যায় না।’’ রেজিস্ট্রার এবং ডিন মিলে সমস্ত দায় ছাত্রদের ওপরে চাপিয়েছেন। এমন অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্তৃপক্ষের দায় ঝেড়ে ফেলে তা রাজ্যপালের ওপরে চাপানোর প্রচেষ্টা করছেন। প্রসঙ্গত, গত ৯ অগাস্ট মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপের। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। যাদের সবাই যাদবপুরের প্রাক্তনী ও পড়ুয়া। ইতিমধ্যে এই ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য।

    আরও পড়ুন: যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৩

    জনস্বার্থ মামলা তৃণমূলের 

    প্রসঙ্গত, বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ খালি রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের দাবি যে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদাধিকারী। এবং উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে তাঁর নাম জোড়া হোক। এমন দাবি নিয়ে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে করা এই জনস্বার্থ মামলার (JU Student Death) আইনজীবী রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

    সক্রিয় রাজ্যপাল

    যদিও যাদবপুরের ছাত্র মৃত্যুর (JU Student Death) ঘটনায় রাজ্যপালকে অত্যন্ত সক্রিয় দেখা যাচ্ছে। তিনি নিজে বিশ্ববিদ্যালয়ে বারবার গিয়েছেন, সেখানকার পড়ুয়াদের সঙ্গে কথাও বলেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাজভবনের তলবও করা হয়েছে। বৈঠক করে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে রাজ্যপাল জানিয়েছেন।

    আরও পড়ুুন: “২০৪৭ সালের মধ্যে প্রতিটি গ্রামে উন্নয়নের দীপ জ্বালাতে হবে”, বললেন প্রধানমন্ত্রী

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: আর্থিকভাবে এগিয়ে চলেছে দেশ, বেড়েছে গড় আয় ও করদাতার সংখ্যা, রিপোর্ট প্রকাশ প্রধানমন্ত্রীর

    PM Modi: আর্থিকভাবে এগিয়ে চলেছে দেশ, বেড়েছে গড় আয় ও করদাতার সংখ্যা, রিপোর্ট প্রকাশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় দেশ এগিয়েছে এবিষয়ে অনেক রিপোর্টই বিভিন্ন মহল থেকে তথ্যসহ তুলে ধরা হয়েছে এর আগে। এবার দেশের অগ্রগতির গবেষণামূলক রিপোর্ট পেশ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর জমানায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতি যে হয়েছে এই রিপোর্টই তার সব থেকে বড় প্রমাণ, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। ওই রিপোর্ট অনুযায়ী, গত ৯ বছরে দেশের মানুষের আয় প্রায় তিনগুণ বেড়েছে। কর জমা সংক্রান্ত যে দুটি রিপোর্ট এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) উল্লেখ করেছেন তার মধ্যে একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট এবং অন্যটি হল বিশিষ্ট সাংবাদিক অনিল পদ্মনাভনের লেখা রিপোর্ট। নিজের লিঙ্কডইন অ্যাকাউন্টে ‘ইন্ডিয়া রাইসিং প্রসপারেটি’ বিষয়ে একটি লেখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুটি রিপোর্টটি তুলে ধরেন। 

    কী বললেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী (PM Modi) দেশের অগ্রগতি সংক্রান্ত এই রিপোর্টটি তুলে ধরে লেখেন, ‘‘এমন একটা বিষয়ে আলোচনা হতে চলেছে যা শুনে দেশের মানুষ খুব আনন্দ পাবে।’’ তাঁর লেখায় নরেন্দ্র মোদি ওই দুটি গবেষণাধর্মী রিপোর্ট থেকে কিছু নির্বাচিত অংশ তুলে ধরেন। এসবিআই রিপোর্টের অংশ থেকে তিনি লেখেন, ‘‘২০১৪ থেকে ২০২৩ সালের আর্থিকবর্ষে তুলনা করলে দেখা যাচ্ছে ২০১৪-তে যেখানে গড় আয় ছিল ৪.৪ লক্ষ টাকা তা বেড়ে ২০২৩ সালে হয়েছে ১৩ লাখ টাকা।

    স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট

    এসবিআই গবেষণা রিপোর্টে দেখা যাচ্ছে যে আয়কর রিটার্নের ভিত্তিতে গত ৯ বছরে গড় আয় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী এই উন্নতিকে প্রশংসনীয়বলে উল্লেখ করেন। ২০১৪ সালের থেকে ২০২৩ সালে গড় আয় প্রায় তিনগুণ বেড়েছে। অন্যদিকে এই রিপোর্টে দেখা যাচ্ছে আমাদের দেশের ছোট রাজ্যগুলি, বিশেষত উত্তর-পূর্বাঞ্চলে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে গত ৯ বছরে আয়কর দাখিলের হার ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আয়কর দাখিলের ফলে যেমন দেখা যাচ্ছে দেশের মানুষের গড় আয়ের পরিমাণ বেড়েছে তেমনি এটা সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

    অনিল পদ্মনাভনের গবেষণার রিপোর্ট

    স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো বিশিষ্ট সাংবাদিক পদ্মনাভনের রিপোর্টেও দেশের জনগণের আয় বৃদ্ধির হার দেখা গিয়েছে। এবং প্রতিটি ক্ষেত্রে কর প্রদানের হার তিন থেকে চারগুণ বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের প্রতিটি রাজ্যে এই কর বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের সবথেকে বেশি আইটিআর দাখিল হয়েছে উত্তরপ্রদেশে। ২০১৪ সালের জুন মাসে উত্তরপ্রদেশে ১ লাখ ৬৫ হাজার বাসিন্দা আইটিআর দাখিল করেছিল আর ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১.৯২ লক্ষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • 3D-Printed Post Office: ভারতে প্রথম থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিসের নির্মাণ, ‘দেশবাসী গর্বিত’, বললেন মোদি

    3D-Printed Post Office: ভারতে প্রথম থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিসের নির্মাণ, ‘দেশবাসী গর্বিত’, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: উদ্বোধন হল দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিসের (3D-Priented Post Office)। বেঙ্গালুরুর কেমব্রিজ লেআউটে অবস্থিত এই পোস্ট অফিসটির ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রেল এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই পোস্ট অফিসটিকে দেশের আপামর মানুষের কাছে উৎসর্গ করেছেন। অশ্বিনী বৈষ্ণব শুক্রবার এই পোস্ট অফিসের (3D-Printed Post Office) উদ্ধোধন করেন।

    পোস্ট অফিসের খুঁটিনাটি

    জানা গিয়েছে, মাত্র ৪৩ দিনেই মাথায় তৈরি হয়েছে দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস (3D-Printed Post Office)। নির্মাণকারী সংস্থা হল লার্সেন এন্ড টুবরো। নির্মাণ কাজে সম্পূর্ণভাবে সহায়তা করেছে আইআইটি মাদ্রাজ। জানা গিয়েছে, মাদ্রাজ আইআইটির অধ্যাপক মনু সন্থানম এই নির্মাণের অন্যতম স্থপতি। ১,০২১ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত এই পোস্ট অফিসটিতে থ্রিডি কংক্রিট প্রযুক্তি (3D-Printed Post Office) ব্যবহার করা হয়েছে এবং অটোমেটেড নির্মাণ প্রযুক্তিতে রোবটিক্স প্রিন্টার ব্যবহার করা হয়েছে। এই রোবটিক্স প্রযুক্তির জেরেই গোটা নির্মাণ পর্ব তিনদিনে সম্পন্ন হয়েছে। 

    প্রধানমন্ত্রীর ট্যুইট

    শুক্রবার প্রধানমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই পোস্ট অফিসের ছবি পোস্ট করেন এবং তিনি লেখেন, ‘‘প্রত্যেক ভারতবাসী এই থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিসের জন্য গর্বিত। যা অবস্থান করছে বেঙ্গালুরুর কেমব্রিজ আউটলেটে।  এই পোস্ট অফিস আমাদের দেশের সৃজনশীলতা এবং অগ্রগতিকে বহন করছে। এই পোস্ট অফিসের (3D-Printed Post Office) কাজ সম্পন্ন করতে যাঁরা কঠোর পরিশ্রম করেছেন তাঁদের অভিনন্দন।’’

    তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ট্যুইট

    তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই পোস্ট অফিসের একটি ভিডিও পোস্ট করে লেখেন, এটা হল আত্মনির্ভর ভারতের উদ্যম। পোস্ট অফিস উদ্বোধন করার সময় তিনি বলেন, আমাদের দেশের প্রযুক্তি এবং অগ্রগতির প্রতীক হল এই পোস্ট অফিস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার, ১৯/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার, ১৯/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা ক্ষেত্র, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য— কেমন কাটতে পারে আজকের দিন?

    মেষ

    ১) একাগ্রতা ও পরিশ্রমের জেরে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ পূর্ণ করতে পারেন। 

    ২) ধর্মীয় যাত্রার প্রসঙ্গ বাতিল হতে পারে। 

    বৃষ

    ১)  আয়ের নতুন উৎস লাভ করবেন।

    ২) পরিশ্রম করুন, ভাগ্যের ভরসায় কোনও কাজ ছেড়ে দেবেন না। 

    মিথুন

    ১) আধিকারিকরা আপনার প্রতি ক্ষুব্ধ থাকতে পারে।

    ২) ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে যেতে হবে।

    কর্কট

    ১) আইন-আদালতের মামলায় সাফল্য লাভ করবেন।

    ২) পারিবারিক সমস্যার সমাধান হবে।

    সিংহ 

    ১) লগ্নির ইচ্ছা থাকলে, তার জন্য দিন ভালো।

    ২) রাতের বেলা কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

    কন্যা

    ১)  পারিবারিক ব্যবসার উন্নতির চেষ্টা করবেন। সন্তানের তরফে কোনও সুসংবাদ পাবেন।

    ২) শ্বশুরবাড়ির কোনও ব্যক্তিকে টাকা ধার দেওয়ার পরিকল্পনা করে থাকলে ভালো ভাবে চিন্তাভাবনা করে নিন।      

    তুলা 

    ১) বরিষ্ঠ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উৎফুল্ল হবেন।

    ২) সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।
     
    বৃশ্চিক

    ১) বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে চিন্তাভাবনা করে ব্যবসায় বড়সড় সিদ্ধান্ত নেবেন।

    ২) অন্যের কথায় এসে সিদ্ধান্ত নিল, সমস্যায় জড়াবেন।

    ধনু

    ১) সন্তানের প্রয়োজনীয়তায় অর্থ ব্যয় করবেন।

    ২) সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

    মকর

    ১) ভাইদের মধ্যে বিবাদ সমাপ্ত হবে।
     
    ২) সন্ধ্যাবেলা আত্মীয়ের বাড়ি যেতে পারেন।      

    কুম্ভ

    ১) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। 

    ২) পারিবারিক জীবনে জীবনসঙ্গীর সঙ্গ ও সহযোগিতা লাভ করবেন।

    মীন

    ১) বুদ্ধির জোরে যে কোনও কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। 

    ২) সন্ধ্যাবেলা আপনার বাড়িতে অতিথি আগমন হতে পারে।
         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Jadavpur University: যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৩

    Jadavpur University: যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও তিন। শুক্রবার প্রাক্তন ও বর্তমান মিলিয়ে আরও তিন ছাত্রকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ (Jadavpur University) সূত্রে খবর, ৯ অগাস্ট ঘটনার দিন রাতে ওই হস্টেলে একাধিকবার জিবি বৈঠকে বসেন ছাত্ররা। বৈঠকে এই তিনজন ছাড়াও কয়েকজন প্রাক্তনীও উপস্থিত ছিলেন। যাদবপুরকাণ্ডে সৌরভ চৌধুরী নামে আগেই এক প্রাক্তনীকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, সেই রাতে সৌরভের নেতৃত্বেই জিবির বৈঠক হয়েছিল। এদিন যাদবপুর থানায় আসেন কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) বিদিশা কালীতা। এদিন তাঁর নেতৃত্বেই জেরা করা হয় ওই তিন ছাত্রকে। তাঁদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় করা হয় গ্রেফতার।

    ঘটনার পুনর্নির্মাণ

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়। তার পরেই তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। প্রাক্তন ও বর্তমান ছাত্র মিলিয়ে এ পর্যন্ত ৯জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। শুক্রবার এক পড়ুয়াকে নিয়ে গিয়ে সেই রাতের ঘটনার পুনর্নির্মাণ করিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে জিজ্ঞাসাবাদ করেছে লালবাজার।

    যাদবপুরে পথ অবরোধ, বচসা 

    অন্যদিকে, এদিন সন্ধ্যায় যাদবপুরে (Jadavpur University) রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীদের একাংশ। দিনের ব্যস্ত সময়ে পথ অবরোধ হওয়ায় ব্যাপক যানজট হয়। বিপাকে পড়েন অফিস ফেরত মানুষজন। বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখা হয় যাদবপুর থানার সামনের রাস্তা। সার দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি। দেখা দেয় ব্যাপক যানজট। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ হওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। অবরোধকারীদের সঙ্গে তুমুল বচসাও হয় নিত্যযাত্রীদের। বেশ কিছুক্ষণের ভোগান্তি শেষে তুলে নেওয়া হয় অবরোধ। ততক্ষণে অবশ্য যানজটে নাভিশ্বাস ওঠার জোগাড় যাত্রীদের।

    আরও পড়ুুন: “২০৪৭ সালের মধ্যে প্রতিটি গ্রামে উন্নয়নের দীপ জ্বালাতে হবে”, বললেন প্রধানমন্ত্রী

    র‍্যাগিং বন্ধে সৌরভের দাওয়াই 

    “র‍্যাগিং (Jadavpur University) বন্ধ করার জন্য তাড়াতাড়ি আইন আনা প্রয়োজন।” শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বললেন প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।র‍্যাগিং বন্ধে কড়া আইন করা উচিত।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “২০৪৭ সালের মধ্যে প্রতিটি গ্রামে উন্নয়নের দীপ জ্বালাতে হবে”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “২০৪৭ সালের মধ্যে প্রতিটি গ্রামে উন্নয়নের দীপ জ্বালাতে হবে”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “বিজেপির আসল শক্তি তার কর্মীরা।” শুক্রবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন দলীয় জেলা পঞ্চায়েত সদস্যদের সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই তিনি দলীয় কর্মীদের অবদানের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, “বিজেপির আসল শক্তি তার কর্মীরা এবং তাঁরা সব সময় আমাদের সঙ্গেই থাকেন।”

    পঞ্চায়েতে বেড়েছে বরাদ্দ

    দাদরা নগর হাভেলি এবং দমন দিউয়ে ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার ৩০ হাজারের বেশি জেলা পঞ্চায়েত ভবন তৈরি করেছে। তিনি বলেন, “আগে জেলা পঞ্চায়েতকে দেওয়া হত ৭০ হাজার কোটি টাকা। আর এখন দেওয়া হয় ৩ লক্ষ কোটি টাকা।” উন্নয়নের ক্ষেত্রে যৌথ দায়িত্ব যে খুবই গুরুত্বপূর্ণ, এদিন তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি বলেন, “আমরা সংগঠনে বিশ্বাস করি, আমরা মূল্যবোধে বিশ্বাস করি, আমরা ত্যাগে বিশ্বাস করি এবং যৌথ দায়িত্ব নিয়ে আমরা এগিয়ে চলি। আমরা প্রতিনিয়ত সক্ষমতা অর্জন করি, বাড়িয়ে চলি দক্ষতা। উন্নয়ন হওয়া উচিত ব্যক্তি মানুষের পাশাপাশি আঞ্চলিক স্তরেও।”

    উন্নয়নের দিশা

    প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে বলছি। এর মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখুন। একে অন্যকে বলুন, আপনার জেলায় কী কী উন্নয়নমূলক কাজ হচ্ছে, অন্যের জেলায় কী কাজ হচ্ছে, তাও জানুন।” তিনি বলেন, “প্রতি বছর তিনটি সামাজিক সমস্যা খুঁজে বের করুন। সেগুলি সম্পূর্ণ করতে চার মাস করে সময় দিন। এভাবে কাজ করলে আপনি দেখবেন, পাঁচ বছরে পনেরটি সামাজিক সমস্যার সমাধান আপনি করতে পেরেছেন। একশো দিনের কাজ প্রকল্পের টাকায় পুকুর খুঁড়ুন, রাস্তার কাজ করুন কিংবা বৃক্ষরোপণ অভিযান করুন।” প্রধানমন্ত্রী বলেন, “২০৪৭ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রাম, তহশিল এবং জেলায় উন্নয়নের দীপ জ্বালাতে হবে।”

    আরও পড়ুুন: নকশালপন্থী সংগঠনকে নিষিদ্ধ না করলে যাদবপুরে তালা ঝোলানোর হুঁশিয়ারি এবিভিপির

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “উন্নয়নমূলক কাজের গুরুত্ব বিচার করে কাজ সাজান। তারপর শুরু করুন।” তিনি বলেন, “যাঁরা লোকাল বডির বিভিন্ন পদে কাজ করেন তাঁরা তাঁদের গ্রাম বা জেলায় উন্নয়নমূলক কাজ করুন। কোন কাজ আগে করা প্রয়োজন, জনগণের সমর্থন নিয়ে সেই কাজ শেষ করুন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jadavpur University: নকশালপন্থী সংগঠনকে নিষিদ্ধ না করলে যাদবপুরে তালা ঝোলানোর হুঁশিয়ারি এবিভিপির

    Jadavpur University: নকশালপন্থী সংগঠনকে নিষিদ্ধ না করলে যাদবপুরে তালা ঝোলানোর হুঁশিয়ারি এবিভিপির

    মাধ্যম নিউজ ডেস্ক: “যাদবপুরে (Jadavpur University) নকশালপন্থী, মাওপন্থী যেসব ছাত্র সংগঠন রয়েছে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে।” শুক্রবার এমনই দাবি তুললেন এবিভিপির (দক্ষিণবঙ্গ) রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য। তিনি বলেন, “যে ছাত্র সংগঠনগুলির সদস্যদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠছে, তাদের নেতৃত্ব সেই অভিযুক্ত সদস্যদের নিয়ে কোনও মন্তব্য করছেন না কেন?”

    এবিভিপির হুমকি

    ইউজিসিকে আরও কড়া পদক্ষেপের জন্য আবেদন জানানো হবে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ে মাওবাদী, নকশালপন্থী ছাত্র সংগঠনগুলিকে ২১ অগাস্টের মধ্যে নিষিদ্ধ ঘোষণা না করলে বিশ্ববিদ্যালয়ে তালা ঝোলানোর হুঁশিয়ারিও দিয়েছে এবিভিপি। ২৫ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযানের ডাক দিয়েছে তারা। এদিকে, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তিন নম্বর গেটের সামনে থেকে খুলে ফেলা হয়েছে বিজেপি যুব মোর্চার মঞ্চ। বৃহস্পতিবার এই অবস্থান মঞ্চেই ভাষণ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই সংঘর্ষ বাঁধে এবিভিপির সঙ্গে আরএসএফের কর্মী-সমর্থকদের। পরে আরএসএফের বিরুদ্ধে যাদবপুর থানায় এফআইআরও দায়ের করেন শুভেন্দু।

    পুলিশের হুঁশিয়ারি ডেকরেটার্সকে 

    শুক্রবারও ওই মঞ্চেই কর্মসূচি ছিল বিজেপির যুব মোর্চার। মোর্চার অভিযোগ, পুলিশ তাদের কর্মসূচি বাতিল করে মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিয়েছে। এরই প্রতিবাদে ধর্না মঞ্চের সামনেই অবস্থান-বিক্ষোভে বসে পড়েন যুব মোর্চার কর্মীরা। তাঁদের দাবি, শনিবার পর্যন্ত কর্মসূচির কথা জানিয়ে মঞ্চ বাঁধার অনুমতি নেওয়া হয়েছিল। শুক্রবার হঠাৎই পুলিশের তরফে আধ ঘণ্টার মধ্যে মঞ্চ খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। সময়ের (Jadavpur University) মধ্যে মঞ্চ খোলা না হলে সব কিছু বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় ডেকরেটার্সদের। বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, আমাদের মঞ্চ ঘিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল। তৃণমূলও মঞ্চ বেঁধেছিল। কিন্তু সেখানে ভিড় ছিল না। ভয় পেয়েই রাজ্য সরকার পুলিশকে মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিয়েছে।

    আরও পড়ুুন: তৃণমূলের অঙ্গুলি হেলনে যাদবপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অতি বামপন্থীরা! তোপ সুকান্তর

    মঞ্চ খোলা শুরু হতেই মঞ্চের সামনে বসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। পরে যাদবপুর থানার সামনে গিয়েও বিক্ষোভ দেখান তাঁরা। ইন্দ্রনীল বলেন, “পুলিশ আমাদের কোনও কর্মসূচিতেই অনুমতি দেয় না। ওরা তৃণমূলের কথায় চলে। আমরা কর্মসূচি পালন করতে পুলিশের অনুমতির অপেক্ষা করব না। হস্টেলে যখন ছাত্রের ওপর অত্যাচার হচ্ছিল, তখন পুলিশ কোথায় ছিল?” বৃহস্পতিবার শুভেন্দু দাবি করেছিলেন, বাম এবং অতি-বামেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিজেদের ঘাঁটি বানিয়ে ফেলেছে। তাদের বিশ্ববিদ্যালয় (Jadavpur University) থেকে উপড়ে ফেলার হুমকিও দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Ragging in College: ব়্যাগিংয়ের শিকার! অন্ধ্রপ্রদেশের বিশ্ববিদ্যালয়ে বাংলার ছাত্র সৌরদীপের রহস্যমৃত্যু

    Ragging in College: ব়্যাগিংয়ের শিকার! অন্ধ্রপ্রদেশের বিশ্ববিদ্যালয়ে বাংলার ছাত্র সৌরদীপের রহস্যমৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বাংলা বিভাগের ছাত্রের মৃত্যুর খবর সামনে আসতেই ফের ছাত্র মৃত্যুর ঘটনার কথা জানা গেল। এবার অন্ধ্রপ্রদেশের বিশ্ববিদ্য়ালয়ে (AP University) রহস্যমৃত্যু হল এ রাজ্যের এক পড়ুয়ার। বিশ্ববিদ্য়ালয়ের তরফে দাবি করা হয়েছে, এগারো তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (suicide) করেছেন ওই ছাত্র। 

    র‍্যাগিং-এর অভিযোগ

    যাদবপুরের পড়ুয়ার মতোই সদ্য উচ্চমাধ্যমিক পাশ করে একরাশ স্বপ্ন নিয়ে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কে এল ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন সৌরদীপ চৌধুরী। স্বপ্নপূরণ তো হয়-ই-নি। মা-বাবা হস্টেলে রেখে আসার ৪ দিনের মাথায় বাড়িতে এসেছে ছেলের মৃত্যুসংবাদ। মৃতের বাবা জানিয়েছেন, ১৭ জুলাই, কম্পিউটার সায়েন্সে বিটেক করতে মেদিনীপুরের বাড়ি থেকে ছেলেকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কে এল ইউনিভার্সিটিতে ভর্তি করেন। ২০ জুলাই ফিরে আসেন তাঁরা। ছেলের সঙ্গে একাধিকবার কথা হওয়ার সময়, সে ভালই আছে বলে জানিয়েছিল। সূত্রের খবর, ২৪ জুলাই সৌরদীপের বাবা সুদীপ চৌধুরীর কাছে আসে ফোন। জানানো হয় ছেলের মৃত্যুর খবর। বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে থাকা হস্টেলের ১১ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সৌরদীপের। খবর পাওয়া মাত্রই অন্ধ্রপ্রদেশের উদ্দেশে পাড়ি দেয় তাঁর পরিবারের লোকজন। বাংলায় নিয়ে আসা হয় দেহ। ছেলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নামে পরিবারে।

    আরও পড়ুন: ‘‘মমতা নয়, স্বপ্নদীপের মৃত্যুর তদন্ত হোক কোর্টের নির্দেশে’’, মৃত পড়ুয়ার বাড়িতে দাবি শুভেন্দুর

    শাস্তির দাবি পরিবারের

    ছেলের মৃত্যুর কারণ র‍্যাগিং-বলেই মনে করছে সৌরদীপের পরিবার। খুন, আত্মহত্যা নাকি দুর্ঘটনা জানার জন্য সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন মৃতের বাবা। মৃত সৌরদীপের বাবার দাবি, ২৪ জুলাই অর্থাৎ ঘটনার দিন, সকাল ৬টা ও দুপুর দেড়টা নাগাদ ছেলের সঙ্গে কথা হয়। এরপর, দুপুর ৩টে ২৭-এ ছেলের মোবাইল থেকে আসা এসএমএস-এ লেখা ছিল ‘টাটা’। পরের এসএমএস ঢোকে ৩টে ৪১ মিনিটে। যেখানে লেখা ছিল- ভাল থাকবে তোমরা। তখন মেসেজটি দেখেননি তিনি। ৭ মিনিটের মাথায় অচেনা নম্বর থেকে ফোন আসে- ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে আপনাদের ছেলে। প্রসঙ্গত, চলতি বছর মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌরদীপ। পেয়েছিল ৭৫ শতাংশ নম্বর। তারপরই অন্ধপ্রদেশের কে এল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় বাংলার ছেলে। তারপরই এই ঘটনা। ছেলের মৃত্যুর বিচার পেতে শনিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন সৌরদীপের বাবা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share