Tag: bangla news

bangla news

  • Weather Update: জাঁকিয়ে শীত রাজ্যে! এক ধাক্কায় বিরাট পতন তাপমাত্রায়, কোন কোন জেলায় শৈত্যপ্রবাহ?

    Weather Update: জাঁকিয়ে শীত রাজ্যে! এক ধাক্কায় বিরাট পতন তাপমাত্রায়, কোন কোন জেলায় শৈত্যপ্রবাহ?

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার অবসান। এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে। অবশেষে রাজ্যে শৈত্যপ্রবাহ শুরু! বাধাহীন ভাবে বইছে উত্তুরে হাওয়া। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে কাঁপুনি দিয়ে পড়তে পারে শীত। শুষ্ক আবহাওয়া (Weather Update)  রাজ্যে। অবাধ উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা দিনভর পরিষ্কার আকাশ।

    কতদিন চলবে শৈত্য প্রবাহ? (Weather Update)  

    হাওয়া (Weather Update) অফিস সূত্রে জানা গিয়েছে, মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজ্যে। ১৩ ডিসেম্বর শুক্রবার থেকে ১৫ ডিসেম্বর রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে রাজ্যের পশ্চিমের জেলায়। ১৮ ডিসেম্বর পর্যন্ত চলতি শীতের প্রথম ইনিংসের দাপুটে ব্যাটিং। শুক্রবার শৈত্যপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গের চার জেলা পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কাল এবং পরশু, অর্থাৎ শনি ও রবিবারে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা পাঁচ জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ চলবে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে নামল পারদ। ১৪ ডিসেম্বর রাতেই দক্ষিণের জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। উত্তরের ৪ জেলাও পড়তে পারে শৈত্যপ্রবাহের কবলে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস।

    আরও পড়ুন: সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন! দাবায় সেরা ডি গুকেশ, কুর্নিশ সচিন-মোদি-মুর্মুদের

    কোন কোন জেলায় কুয়াশার দাপট?

    উত্তরবঙ্গে শুক্রবার কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আবহাওয়া (Weather Update) দফতর জানাচ্ছে, কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলাতে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে ধোঁয়াশা থাকবে। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সারাদিন উত্তরে হাওয়ার অবাধ বিচরণ। রাতের তাপমাত্রা শুক্রবার সামান্য নামবে। শনিবার রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manipur: মণিপুরে ১১০ একর অবৈধ আফিম চাষ নষ্ট করেছে প্রশাসন, জানালেন মুখ্যমন্ত্রী বীরেন সিং

    Manipur: মণিপুরে ১১০ একর অবৈধ আফিম চাষ নষ্ট করেছে প্রশাসন, জানালেন মুখ্যমন্ত্রী বীরেন সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরে (Manipur) যৌথ অভিযানে উখরুল জেলার ১১০ একর অবৈধ আফিম চাষের বাগান নষ্ট করে ফেলা হয়েছে। এদিন উখরুল জেলা পুলিশ, বনবিভাগ, ১৮ অসম রাইফেল এবং রাজ্যের জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে খামাসোম পাহাড়ি অঞ্চলে বেআইনি এই চাষকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister Viren Singh) নিজের এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন। এর ফলে মাদক পাচারকারীরা জোর ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।

    ৫০ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে (Manipur)

    উখরুল (Manipur) পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ আফিম বাগানের মধ্যে পাওয়া ৮টি ঝুপড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মোট ৫০ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে চাষের সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। অনেক দিন ধরেই পুলিশ এই অবৈধ আফিম চাষের উপর নজর রেখেছিল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (Chief Minister Viren Singh) নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে নিরাপত্তাকর্মীদের ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেন, “মাদক পাচার এবং অবৈধ আফিম চাষের বিরুদ্ধে তাঁদের অক্লান্ত পরিশ্রম প্রশংসার যোগ্য।”

    মাদকচক্র থেকে মুক্তি দেওয়াই লক্ষ্য

    মুখ্যমন্ত্রী বীরেন সিং (Chief Minister Viren Singh) আরও বলেন, “আমাদের রাজ্যকে (Manipur) মাদকচক্র থেকে মুক্তি দেওয়াই একমাত্র প্রধান লক্ষ্য। পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা নিরলস কঠিন পরিশ্রম করে যাচ্ছেন। রাজ্যকে ভয় মুক্ত এবং নিরাপদে রাখাই আমাদের একমাত্র কর্তব্য। এই মাদক চাষের সঙ্গে এখনও পর্যন্ত ৫০ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।” উল্লেখ্য এই জেলায় আগে ৭ ডিসেম্বর একই ভাবে আফিম চাষের উপর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের কাজ শুরু করা হয়েছে।

    মণিপুরে বেআইনি আফিম চাষের কারবার ব্যাপকহারে চলছিল। বিজেপির অভিযোগ, আগের দীর্ঘ সময় ধরে চলমান কংগ্রেস শাসিত সরকার এই অবৈধ আফিম চাষের প্রচার প্রসার ঘটেয়েছিল। অনেক নিরাপাত্তা বিশেষজ্ঞরা মনে করেন, মণিপুরে অশান্তির মূল কারণ হল এই অবৈধ আফিম চাষের উপর কর্তৃত্ব বা অধিকার এবং অবৈধ লেনদেন।  আফিম থেকে প্রাপ্ত অর্থ নাশকতামূলক কাজে ব্যবহার করা হয় বলে জানান নিরাপত্তা বিশেষজ্ঞরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Places of Worship Act: মন্দির-মসজিদের সমীক্ষা আপাতত স্থগিত, কেন্দ্রের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট

    Places of Worship Act: মন্দির-মসজিদের সমীক্ষা আপাতত স্থগিত, কেন্দ্রের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সমস্ত উপাসনালয় অর্থাৎ মন্দির-মসজিদ-গির্জায় সমীক্ষায় (Places of Worship Act) স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। মন্দির বা মসজিদ নিয়ে নতুন করে কোনও মামলাও করা যাবে না এখনই। শীর্ষ আদালত জানিয়েছে, আগে এই সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি হবে, তার পর নতুন মামলা গৃহীত হবে আদালতে।  নিম্ন আদালতগুলিতে এই সংক্রান্ত মামলায় এখনই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতে নিষেধ করেছে সুপ্রিম কোর্ট। 

    কেন স্থগিতাদেশ

    ১৯৯১ সালের ‘প্লেসেস অফ ওয়ারশিপ (স্পেশাল প্রভিশনস) অ্যাক্ট’-এর (Places of Worship Act) সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হয়েছে একাধিক আবেদন। বর্তমানে সেই সমস্ত আবেদনেরই শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে। এদিকে বর্তমান আইন বলছে কোনও মন্দির-মসজিদ বা গির্জার চরিত্র পাল্টানো যাবে না। স্বাধীনতার সময় থেকে যে মন্দির-মসজিদ-গির্জা যেখানে ছিল সেখানেই রাখতে হবে। কিন্তু আইনে বদল চেয়ে মামলা হয়। মামলাকারীদের তরফে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ২২৬ অনুযায়ী, হিন্দু ধর্মাবলম্বীরা প্রাতিষ্ঠানিক ভাবে আদালতের কাছে তাঁদের ক্ষোভ জানাতে পারছেন না। ওই আইনের জন্য ১৯৪৭ সালের ১৫ অগাস্টের আগে ‘দখলীকৃত’ হিন্দু ধর্মস্থানের ধর্মীয় চরিত্র পুনরুদ্ধার করা যাচ্ছে না। সাড়ে তিন বছর ধরে এই মামলাগুলির কোনও শুনানিই হয়নি। বৃহস্পতিবার ছিল এই সংক্রান্ত মামলার শুনানির দিন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে উপসনাস্থল আইন মামলার শুনানি হয়। 

    আরও পড়ুন: চালিয়ে খেলছে শীত! কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে পারদ, বঙ্গে তাপমাত্রা নামল ১০-এর নিচে

    কী বলল শীর্ষ আদালত

    আদালত জানিয়েছে, এই মুহূর্তে দেশে মন্দির, মসজিদ বা অন্য উপাসনাস্থল (Places of Worship Act) নিয়ে যত মামলা চলছে, যত সমীক্ষা চলছে, তা আপাতত স্থগিত থাকবে। নিম্ন আদালত, এমনকি হাইকোর্টগুলিকেও এই সংক্রান্ত মামলায় আপাতত তাৎপর্যপূর্ণ কোনও নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে। নিম্ন আদালতগুলি এই সংক্রান্ত নতুন কোনও মামলাও শুনবে না। সুপ্রিম কোর্টে উপাসনাস্থল আইন মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে। উপাসনাস্থল আইনের বিরুদ্ধে করা মামলাগুলিতে বৃহস্পতিবারও কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট আকারে তা জানাতে হবে। কেন্দ্রকে এই জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • World Chess Championship: সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন! দাবায় সেরা ডি গুকেশ, কুর্নিশ সচিন-মোদি-মুর্মুদের

    World Chess Championship: সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন! দাবায় সেরা ডি গুকেশ, কুর্নিশ সচিন-মোদি-মুর্মুদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন তিনি। মাত্র আঠেরো বছর বয়সে দাবায় বিশ্বসেরার মুকুট পরলেন চেন্নাইয়ের এই দাবাড়ু। তাঁকে অভিনন্দনে ভরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেট মাঠের কিংবদন্তী সচিন তেন্ডুলকররা।

    বিশ্ব রেকর্ড গুকেশের

    বৃহস্পতিবার চিনের ডিং লিরেনকে হারিয়ে ১৪ নম্বর ম্যাচে গুকেশ জিততেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন তিনি। এদিন কালো ঘুঁটিতে খেলা ছিল গুকেশের। সাধারণত যিনি সাদা ঘুঁটিতে খেলেন, তিনি কিছুটা এগিয়ে থাকেন। গুকেশ যদিও এর আগে লিরেনকে কালো ঘুঁটি নিয়ে হারিয়েছেন। বৃহস্পতিবার জিততেই গুকেশকে কাঁদতে দেখা যায়। আবেগ ধরে রাখতে পারেননি তিনি। গ্যারি ক্যাসপারভ ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁর রেকর্ড ভেঙে দিলেন ভারতের তরুণ দাবাড়ু। 

    অভিনন্দন বার্তা

    রাষ্ট্রপতি মুর্মু লিখেছেন, ‘গুকেশকে আন্তরিক অভিনন্দন। বিশ্বের কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু। ভারতকে গর্বিত করেছো। দাবায় ভারতের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছো। খুব ভাল করেছো গুকেশ। প্রত্যেক ভারতীয় হয়ে তোমাকে অভিনন্দন জানাচ্ছি।’

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘অবিস্মরণীয় সাফল্যের জন্য অনেক অভিনন্দন গুকেশ। প্রতিভা, পরিশ্রম আর সংকল্পের পুরস্কার পেয়েছে। ওর সাফল্য শুধু দাবায় ওর নামটা অমর করে রাখল তাই নয়, নতুন প্রজন্মকে খেলাটার প্রতি আরও আকৃষ্ট করল।’

    তবে সেরা বার্তাটা হয়তো পাঠিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন। তিনি লিখেছেন, ‘চৌষট্টি খোপের দুনিয়ায় সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিলে। অভিনন্দন গুকেশ। ১৮ বছরে ১৮তম বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য।’

    কত টাকা পেলেন গুকেশ

    বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ২৫ লক্ষ ডলার। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি ক্ল্যাসিকাল ম্যাচ জেতার জন্য পাওয়া যায় ২ লক্ষ ডলার করে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। গুকেশ মোট তিনটি ম্যাচ জেতেন। ফলে তিনি ৬ লক্ষ ডলার, অর্থাৎ, প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা জিতে নেন। অন্য দিকে, দু’টি ম্যাচ জেতেন লিরেন। ফলে তিনি পান ৩ কোটি ৩৮ লক্ষ টাকা (চার লক্ষ ডলার)। মোট পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী ১০ লক্ষ ডলার জিতে নেন। বাকি ১৫ লক্ষ ডলার তাঁদের দু’জনের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে গুকেশের মোট প্রাপ্তি ১৩.৫ লক্ষ ডলার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: আধাসেনায় ৪৬ হাজার নিয়োগে নির্দেশ দিল হাইকোর্ট, রোজগার মেলায় নিয়োগপত্র দিতে পারবেন মোদি!

    Calcutta High Court: আধাসেনায় ৪৬ হাজার নিয়োগে নির্দেশ দিল হাইকোর্ট, রোজগার মেলায় নিয়োগপত্র দিতে পারবেন মোদি!

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ জুড়ে আধাসামরিক বাহিনীতে ৪৬ হাজার ৬১৭ শূন্য পদে নিয়োগে সবুজ সঙ্কেত দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মূল মামলাকারীরা পরবর্তী কালে যোগ্য বলে বিবেচিত হলে তাঁদের মেধা তালিকায় স্থান দিতে হবে।বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, আধাসেনা বাহিনীর ওই নিয়োগের মেধাতালিকা প্রকাশ করা যাবে। ফলে, রোজগার মেলায় চাকরিপ্রার্থীদে নিয়োগপত্র দিতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।  

    মামলাকারীদের কী বক্তব্য? (Calcutta High Court)

    গত বছর দেশ জুড়ে আধাসেনার ৪৬ হাজার ৬১৭ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় স্টাফ সিলেশন কমিশন (এসএসসি)। সেই মতো সারা দেশে তিন লক্ষের বেশি আবেদন জমা পড়ে। নিয়োগ প্রক্রিয়া শুরু করে এসএসসি। পশ্চিমবঙ্গের কয়েক জন চাকরিপ্রার্থী তথা মামলাকারীদের বক্তব্য, আধাসেনার পদে চাকরি পেতে গেলে ১৭০ সেন্টিমিটার উচ্চতা হতে হবে বলে জানানো হয়। তাঁদের উচ্চতা ‘আধ সেন্টিমিটার’ কম রয়েছে, এই যুক্তিতে চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। অথচ নিয়ম অনুযায়ী, ‘আধ সেন্টিমিটার’ উচ্চতা কম হলে ওই পদের যোগ্য বলে বিবেচনা করতে হয়। এরপরই আদালতে মামলা হয়। ওই মামলায় (Calcutta High Court) প্রথমে বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং পরে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ জানায়, ৩৮ জনের বিষয়টি বিবেচনা করতে হবে। তাঁদের পুনরায় নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে। তত দিন মেধাতালিকা প্রকাশ করতে পারবে না এসএসসি। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশ পরিবর্তন করে দেয় ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতির বেঞ্চ জানায়, মেধাতালিকা প্রকাশ করা যাবে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে মামলাকারীরা উত্তীর্ণ হলে জায়গা পাবেন মেধাতালিকায়।

    আরও পড়ুন: চালিয়ে খেলছে শীত! কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে পারদ, বঙ্গে তাপমাত্রা নামল ১০-এর নিচে

    রোজগার মেলায় হবে নিয়োগ

    ২০২২ সাল থেকে কেন্দ্র রোজগার মেলার আয়োজন করে। ওই কর্মসূচিতে কেন্দ্রীয় চাকরি প্রাপকদের সরাসরি নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী। আগামী ২৩ ডিসেম্বর ওই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে আধাসামরিক বাহিনীর এই ৪৬ হাজার শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা। বাকি দেশে হলেও এ রাজ্যে মামলার জটে নিয়োগপ্রক্রিয়া থমকে গিয়েছিল। সুযোগ না-পেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন ৩৮ জন। তাঁদের মামলায় (Calcutta High Court)সিঙ্গল বেঞ্চ জানায়, মামলাকারীদের বিষয়টি বিবেচনা না-করে ওই নিয়োগপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। ১০ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে। এই অবস্থায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে যায় কেন্দ্র। তারা দ্রুত শুনানির আর্জি জানায়। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ সেনাবাহিনীর ওই নিয়োগ প্রক্রিয়ায় ছাড়পত্র দেয়।

    কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল কী বললেন?

    কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এএসজি অশোককুমার চক্রবর্তী বলেন, “সেনাবাহিনীর ওই নিয়োগের মেধাতালিকা প্রকাশ করা যাবে। আদালত (Calcutta High Court) নির্দেশ দিয়ে জানিয়েছে। এর ফলে ওই নিয়োগের আইনি জট কেটে গিয়েছে। প্রধানমন্ত্রী নিয়োগপত্র দিতে পারবেন। সব মিলিয়ে এই রায় নিয়ে আমরা খুবই খুশি। তবে কোর্টের নির্দেশ মেনে মামলাকারীদের বিষয়টি বিবেচনা করা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gujarat: সিএএ-এর মাধ্যমে ৫৬ জন পাকিস্তানি হিন্দুকে নাগরিকত্ব দিল গুজরাট সরকার

    Gujarat: সিএএ-এর মাধ্যমে ৫৬ জন পাকিস্তানি হিন্দুকে নাগরিকত্ব দিল গুজরাট সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দুই দশক ধরে গুজরাটে (Gujarat) বসবাসকারী ৫৬ জন পাকিস্তানি হিন্দুকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হল। ১১ ডিসেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে গুজরাটের  স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন। প্রাপকদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা হাসুন, এখন থেকে আপনারা ভারতের নাগরিক।” আর হাতে শংসাপত্র পেয়ে তাঁরাও স্বস্তির নিশ্বাস ফেললেন। এই দিনটার জন্য তাঁরা বছরের পর বছর অপেক্ষা করছিলেন।

    প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন হিশা কুমারী (Gujarat)

    জানা গিয়েছে, এই ৫৬ জনের মধ্যে হিশা কুমারী নামে একজনের নাগরিকত্ব পাওয়ার ঘটনা অন্যতম। ১৯৯৮ সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেন হিশা। উন্নত ভবিষ্যত এবং নিপীড়ন থেকে মুক্তির জন্য ২০১৩ সালে তাঁর পরিবারের সঙ্গে ভারতে চলে আসেন তিনি। পাকিস্তানে অষ্টম শ্রেণি পর্যন্ত পরার পর ভারতে এসে তিনি ফের পড়াশুনা শুরু করেন। ২০১৭ সালে আজমিরের একটি মেডিক্যাল কলেজে ভর্তি হন। তিনি এখন একজন ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করেছেন। এদিন তাঁর হাতেও নাগরিকত্বের (Gujarat) শংসাপত্র তুলে দেওয়া হয়। নাগরিকত্ব পাওয়ার পর উচ্ছ্বসিত হয়ে হিশা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার পরিচয় পুনরুদ্ধার করার জন্য আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে কৃতজ্ঞ। এই নাগরিকত্ব পাওয়ার পরে, আমি যে কোনও জায়গায় আবেদন করতে পারি।” তিনি গর্বভরে তাঁর নাগরিকত্বের শংসাপত্র প্রদর্শন করে বলেছিলেন।

    আরও পড়ুন: চালিয়ে খেলছে শীত! কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে পারদ, বঙ্গে তাপমাত্রা নামল ১০-এর নিচে

    রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কী বললেন?

    রাজ্যের (Gujarat) স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগে, এই ব্যক্তিদের দিল্লিতে একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল। এখন, আমরা নিশ্চিত করেছি যে তাদের সমস্যাগুলি স্থানীয় পর্যায়ে সমাধান করা হবে। ” ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত মোট ১১৬৭ জন পাকিস্তানি নাগরিক ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। এই ৫৬ জনকে অন্তর্ভুক্ত করায়, সংখ্যাটি এখন ১২২২-এ দাঁড়িয়েছে। শুধুমাত্র গুজরাতেই, ৫০ টিরও বেশি পাকিস্তানি হিন্দু গত ছয় মাসে তাদের নাগরিকত্বের শংসাপত্র পেয়েছে। এই ৫৬ জনের জন্য ভারতীয় নাগরিকত্ব প্রদান দীর্ঘ অপেক্ষার অবসান এবং তাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এটি তাদের শুধুমাত্র আইনি স্বীকৃতিই দেয় না বরং ভারতীয় সমাজে সম্পূর্ণরূপে একীভূত হওয়ার এবং তাদের স্বপ্নগুলিপূরণ করার সুযোগও দেয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 13 december 2024: অপরকে সুখী করতে গেলে স্বার্থত্যাগ করতে হবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 13 december 2024: অপরকে সুখী করতে গেলে স্বার্থত্যাগ করতে হবে এই রাশির জাতকদের

    মেষ

    ১) সকালের দিকে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ বাড়তে পারে।

    ২) কোনও আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) বিদেশযাত্রার জন্য আলোচনার সম্ভাবনা রয়েছে।

    ২) অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে।

    ৩) দিনটিতে বিবাদে জড়াবেন না।

    মিথুন

    ১) অভিনেতাদের জন্য ভালো সুযোগ আসতে পারে।

    ২) প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত।

    ৩) দিনটি প্রতিকূল।

    কর্কট

    ১) কোনও ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে।

    ২) স্ত্রীর সুবাদে কোনও বিশেষ কাজের সুযোগ পাবেন।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    সিংহ

    ১) বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে।

    ২) মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।

    ৩) ধৈর্য্য ধরতে হবে বেশি।

    কন্যা

    ১) মানসিক কষ্ট বাড়তে পারে।

    ২) কোনও ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    তুলা

    ১) অপরকে সুখী করতে গেলে স্বার্থত্যাগ করতে হবে।

    ২) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। 

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃশ্চিক

    ১) কোনও নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হতে পারেন।

    ২) ধর্ম বিষয়ক আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    ধনু

    ১) সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে।

    ৩) সংযমী হতে হবে।

    মকর

    ১) সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে।

    ২) সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ।

    কুম্ভ

    ১) ব্যবসায় তেমন লাভ হবে না।

    ২) অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    মীন

    ১) চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো।

    ২) ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে।

    ৩) ভালোই কাটবে দিন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • One Nation One Election: বার বার নির্বাচন দেশে উন্নতির পথে বাধা, ‘এক দেশ, এক নির্বাচন’ বিলে সায় মোদি মন্ত্রিসভার

    One Nation One Election: বার বার নির্বাচন দেশে উন্নতির পথে বাধা, ‘এক দেশ, এক নির্বাচন’ বিলে সায় মোদি মন্ত্রিসভার

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সভাপতিত্বে “এক দেশ, এক নির্বাচন” বিলে (One Nation One Election Bill) বৃহস্পতিবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, সংসদের চলমান শীতকালীন (Parliament Winter Session) অধিবেশনেই পেশ করা হবে এই বিল। প্রধানমন্ত্রী মোদি ধারাবাহিকভাবে একযোগে নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এই বিলকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অপরিহার্য বলে মন্তব্য করেছেন তিনি।

    ‘এক দেশ, এক ভোট’ এর পক্ষে

    ‘এক দেশ, এক ভোট’ চালু করার জন্য বুধবারও জোরদার সওয়াল করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘন ঘন নির্বাচন হওয়ার কারণে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন তিনি। তাঁর কথায়, ‘‘বার বার নির্বাচনের ফলে দেশের উন্নতির পথে বাধার সৃষ্টি হচ্ছে। দেশে কোনও না কোনও সময় কোথাও না কোথাও নির্বাচন হয়েই চলেছে। লোকসভা নির্বাচন হয়ে গেলে বিধানসভা নির্বাচন আসে। হরিয়ানা, জম্মু এবং কাশ্মীর, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। সামনেই দিল্লিতে নির্বাচন রয়েছে। বারো মাস ধরেই নির্বাচনের প্রস্তুতি চলে কোনও কোনও রাজ্যে। এর ফলে দেশের বিকাশের পথে বাধার সৃষ্টি হচ্ছে।’’

    ঐতিহাসিক সংস্কার 

    ‘এক দেশ, এক নির্বাচন’ ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেক দিন ধরেই আগ্রহী। লোকসভা ভোটের আগে বিজেপির নির্বাচনী ইস্তাহারেও এ বিষয়ে জোর দেওয়া হয়। এই নিয়ম কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা, বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। ভারতীয় জনতা পার্টি (BJP) ‘এক দেশ, এক নির্বাচন’ ধারণাকে একটি ‘ঐতিহাসিক’ সংস্কার বলে অভিহিত করেছে। দলের মতে, এই বিল এলে সাশ্রয়ী শাসন ব্যবস্থার আরও উন্নতি হবে।  

    আরও পড়ুন: অশান্ত বাংলাদেশে জোর ধাক্কা পোশাক শিল্পে! ভারত হতে পারে বিশ্বের নয়া গন্তব্য

    ‘এক দেশ, এক ভোট’ কেন

    ‘এক দেশ, এক নির্বাচন’ (One Nation One Election Bill) ব্যবস্থা চালুর ব্যাপারে মোদি সরকারের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয়, তা কমে যাবে। ভোটের আদর্শ আচরণবিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের উপর থেকেও ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমবে। একসঙ্গে বিধানসভা এবং লোকসভার ভোট হলে ভোটের হার বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে। রাজনৈতিক দলগুলিও সারা বছর ভোটপ্রচারের ঝক্কি না থাকায় মানুষের কাজে অনেক বেশি মনোনিবেশ করতে পারবে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটি ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত রিপোর্ট অনুমোদন করেছিল। বিশদে আলোচনার জন্য বিলটি যৌথ সংসদীয় কমিটি বা জেপিসিতে-ও পাঠানো হতে পারে বলে সূত্রের খবর। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার, এবার অভয়ার হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন করুণা নন্দী

    RG Kar: সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার, এবার অভয়ার হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন করুণা নন্দী

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের (RG Kar) নির্যাতিতা অভয়ার হয়ে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী। এতদিন আইনজীবী বৃন্দা গ্রোভার এই মামলা লড়ছিলেন। অভয়ার হয়ে তিনি আর সওয়াল জবাব করবেন না। এবার এই মামলায় আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তে করুণা নন্দীকেই ভরসা করছেন অভয়ার বাবা-মা।   

    কেন আইনজীবী বদল? (RG Kar)

    জানা গিয়েছে, আদালতে আইনজীবী বৃন্দা গ্রোভারের ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন অভয়ার বাবা-মা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির পর নিজেদের অসন্তোষের কথা বৃন্দা গ্রোভারকে ফোনে জানান তাঁরা। এছাড়া অভয়ার (RG Kar) বাবা-মায়ের কথা আদালতে সঠিকভাবে তুলে ধরা হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। তাতেই আইনজীবীর ওপর তাঁরা সন্তুষ্ট ছিলেন না। এর পাশাপাশি, সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেছিলেন, তদন্ত সংক্রান্ত সব তথ্য সিবিআই জানাচ্ছেন অভয়ার পরিবারকে। অথচ আরজি করের নির্যাতিতা তরুণীর বাবা-মা জানান, তাঁদের কিছুই জানানো হচ্ছে না। আদালতে যে স্টেটাস রিপোর্ট জমা পড়ছে, সেই সংক্রান্ত কোনও তথ্যও তাঁদের হাতে আসছে না। এই বিষয়টি কেন বৃন্দা গ্রোভার আইনজীবী হিসেবে তুলে ধরলেন না, তা নিয়েই প্রশ্ন তোলে অভয়ার পরিবার। এরপরই মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বৃন্দা গ্রোভার। এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’ অর্থাৎ চিকিৎসকদের তরফে আইনজীবী হিসেবে সওয়াল করছিলেন করুণা নন্দী। তাঁকেই বেছে নিলেন অভয়ার বাবা-মা।

    আরও পড়ুন: চালিয়ে খেলছে শীত! কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে পারদ, বঙ্গে তাপমাত্রা নামল ১০-এর নিচে

    কী বললেন আইনজীবী বৃন্দা গ্রোভার?

    সুপ্রিম কোর্টের পাশাপাশি শিয়ালদা আদালত, কলকাতা হাইকোর্টেও নতুন আইনজীবী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন অভয়ার (RG Kar) বাবা-মা। অন্যদিকে, বৃন্দা গ্রোভারের দফতরের তরফে মামলা ছাড়ার প্রসঙ্গে বলা হয়েছে, “কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিগত তিন মাসে যাবতীয় নিয়ম মেনেই আইনি সহায়তা প্রদান করা হয়েছে। সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladeshi Immigrants: অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরতে অভিযান দিল্লি পুলিশের, চিহ্নিত ৩২

    Bangladeshi Immigrants: অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরতে অভিযান দিল্লি পুলিশের, চিহ্নিত ৩২

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা-উত্তর জমানায় অশান্ত বাংলাদেশ। ডামাডোলের বাজারে দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছে বহু মানুষ। সেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান শুরু করল দিল্লি পুলিশ (Bangladeshi Immigrants)। বুধবারই অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। তার পরেই শুরু হয়েছে অভিযান।

    চিহ্নিত ৩২ সন্দেহভাজন (Bangladeshi Immigrants)

    কালিন্দীকুঞ্জ এলাকায় অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। অভিযান চালানো হয়েছে সীমাপুরী এলাকায়ও। সেখানে ৩২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে। এদের নথিপত্র পাঠানো হবে অভিবাসন দফতরে। শাহিনবাগ, উত্তম নগর এবং জামিয়া নগরের মতো এলাকায়ও বস্তি, ফুটপাত এবং কলোনিতে নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে বাসিন্দাদের। দিল্লি পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, “সংশ্লিষ্টদের মধ্যে যাঁদের সঠিক নথি নেই, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের থানায় তলব করা হয়েছে। যদি তাঁদের মধ্যে কেউ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হন, তাহলে সংশ্লিষ্টদের নির্বাসিত করা হবে।” তিনি বলেন, “অনুপ্রবেশকারী থাকতে পারে, এমন সন্দেহভাজন এলাকায়ই অভিযান চালানো হচ্ছে। যাঁদের নথি রয়েছে, সেক্ষেত্রেও খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি অসম বা বাংলাদেশ সীমান্তবর্তী কোনও এলাকার কিনা।”

    আরও পড়ুন: দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

    অভিযান দিল্লি পুলিশের

    জানা গিয়েছে, অবৈধ বাংলাদেশিদের (Bangladeshi Immigrants) চিহ্নিত করতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ। সীমাপুরী এলাকায় একের পর এক গড়ে ওঠা বসতিতে অভিযান চালায় পুলিশ। প্রতিটি ঘরে ঢুকে জানতে চাওয়া হয় প্রত্যেকের পরিচয়। সেখানেই চিহ্নিত করা হয় সন্দেহভাজন ৩২ জন বাংলাদেশিকে। পুলিশের একটি সূত্রের খবর, অনেকেই প্রমাণ হিসেবে পরিচয়পত্র দেখাতে পারেনি। কেউ কেউ আবার পরিচয়পত্রের প্রমাণ হিসেবে কেবল আধার কার্ড দেখিয়েছে পুলিশকে। আধার কার্ডগুলি জাল বলে অনুমান পুলিশের। পুলিশের দাবি, যে সন্দেহভাজনদের চিহ্নিত করা হয়েছে, জেরায় তারা জানিয়েছে, তাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকেই দিল্লিতে এসেছে। পুলিশ সূত্রে খবর, নথিপত্র যাচাইয়ের সময় যদি দেখা যায় সেগুলি ভুয়ো, তাহলে সন্দেহভাজনদের সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে বাংলাদেশে (Bangladeshi Immigrants)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share