Tag: bangla news

bangla news

  • Flipkart: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ফ্লিপকার্ট! জানেন কীভাবে ব্যবহার করবেন?

    Flipkart: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ফ্লিপকার্ট! জানেন কীভাবে ব্যবহার করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট (Flipkart)। বুধবার থেকে শুরু হল ফ্লিপকার্টের নিজের পেমেন্ট অ্যাপ ‘সুপার ডট মানি’ (Super.money)। অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) সঙ্গে জোটবদ্ধ হয়ে এই ইউপিআই পেমেন্ট সার্ভিস (Flipkart UPI Service) চালু করেছে ই-কমার্স সংস্থা। আপাতত অ্যান্ড্রয়েড ইউজাররা ফ্লিপকার্ট ইউপিআই সার্ভিস ব্যবহার করতে পারবেন। অনলাইন এবং অফলাইন পেমেন্ট, উভয়ক্ষেত্রেই এই পেমেন্ট সিস্টেম ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে এই অ্যাপ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

    কীভাবে ব্যবহার করবেন

    ভারতে বিগত বেশ কয়েক বছরে দারুণভাবে জনপ্রিয় হয়েছে পেটিএম, ফোন পে, গুগল পে, অ্যামাজন পে- এইসব ইউপিআই অ্যাপ। এবার এইসব ইউপিআই পেমেন্ট সার্ভিসগুলির সঙ্গে ফ্লিপকার্ট (Flipkart) ইউপিআই পেমেন্ট সার্ভিস জোরদার প্রতিযোগিতায় নামতে চলেছে। জানা গিয়েছে, এখন থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা ফ্লিপকার্টের অ্যাপ থেকেই সরাসরি বিল পেমেন্ট করতে পারবেন। এর পাশাপাশি টাকা পাঠানোও যাবে। ফ্লিপকার্ট ইউপিআই সার্ভিসের মাধ্যমে কোনও জিনিসের দাম দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের পরিষেবার ক্ষেত্রেও পেমেন্ট করা যাবে, যেমন- রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদি। এর পাশাপাশি ফ্লিপকার্ট মার্কেটপ্লেসের বাইরে কিউআর কোড স্ক্যান করে অ্যাপের বাইরেও পেমেন্ট করা সম্ভব। সুপার ডট মানির (Super.money) প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী প্রকাশ সিকারিয়া জানিয়েছেন এই টিম আগামী সপ্তাহ থেকে গ্রাহকদের প্রতিক্রিয়া মূল্যায়ন করবে। 


    একগুচ্ছ সুবিধা

    ফ্লিপকার্ট (Flipkart) ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে ক্রেতাদের জন্য একগুচ্ছ সুবিধা এনেছে ই-কমার্স কর্তৃপক্ষ। সুপারকয়েন, ক্যাশব্যাক, ভাউচারের মতো সুবিধা দেওয়া হবে গ্রাহকদের। প্রথম ৫টি স্ক্যানের ক্ষেত্রে ইউজাররা ১০টি সুপারকয়েন পাবেন। ন্যূনতম ১০০ টাকার পেমেন্ট করলেও থাকছে এই সুপারকয়েন পাওয়ার সুযোগ। এর পাশাপাশি ওয়ালমার্ট অধিকৃত ফ্লিপকার্টে প্রথম অর্ডারের ক্ষেত্রে ফ্ল্যাট ২৫ টাকা ছাড়ও ক্রেতাদের দেবে ই-কমার্স সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: বীরভূমের পর বর্ধমান! রেললাইনের ধারে বিজেপি নেতার দেহ, শোরগোল

    BJP: বীরভূমের পর বর্ধমান! রেললাইনের ধারে বিজেপি নেতার দেহ, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: বীরভূমের নলহাটির পর এবার পূর্ব বর্ধমানের হীরাগাছি। ফের রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক বিজেপি (BJP) নেতার রক্তাক্ত দেহ। মৃত বিজেপি নেতার নাম সুভাষকুমার দত্ত (৪৪)। বুধবার রেললাইনের ধার থেকে রক্তাক্ত দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। সুভাষ আত্মহত্যা করেছেন, নাকি এটি খুনের ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, গত রবিবার বীরভূমের নলহাটি ও চাতরা স্টেশনের মাঝে পাইকপাড়া গ্রামের কাছে রেললাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় প্রদীপ মাল নামে এক বিজেপি কর্মীর দেহ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (BJP)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত বারোটা নাগাদ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুভাষ (BJP)। এরপর রাত দুটো নাগাদ পরিবারের সদস্যরা জানতে পারেন, হীরাগাছি ৪৭-সি রেলগেটের কাছে সুভাষের মৃতদেহ পড়ে রয়েছে। অত রাতে রেললাইনের ধারে কেন গিয়েছিলেন বিজেপি নেতা, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন। বিষয়টি ভাবাচ্ছে পুলিশকেও। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই রাজ্যজুড়ে তৃণমূলের টার্গেট হচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও সব অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। তবে পূর্ব বর্ধমান-সহ বেশ কয়েকটি জেলায় বহু বিজেপি কর্মী হিংসার কারণে ঘরছাড়া বলে অভিযোগ। তাঁদের বড় অংশ আশ্রয় নিয়েছেন বিজেপির জেলা কার্যালয়গুলিতে। জানা গিয়েছে, আগে মণ্ডল সভাপতি পদে থাকা সুভাষ বর্তমানে পূর্ব বর্ধমান জেলার এগজিকিউটিভ কমিটির সদস্য ছিলেন।

    তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব

    এ-বিষয়ে রাজ্য বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য সুভাষ দত্তর ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল শক্তিগড়ের আমড়া রেলগেট সংলগ্ন এলাকায়। নির্বাচনের সময় খুব সক্রিয় ভাবে কাজ করেছিলেন সুভাষ। তাঁর আত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময়ে আমরা পরিবারের পাশে আছি। কীভাবে এই মৃত্যু হল, তার তদন্ত হওয়া দরকার।’ পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা বলেন, ‘সুভাষ আমাদের জেলা কমিটির সক্রিয় সদস্য ছিলেন। এই মৃত্যুর পিছনে রহস্য থাকতে পারে বলে আমাদের অনুমান। পুলিশ সঠিক তদন্ত করে রহস্য উদ্ঘাটন করুক।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: দিল্লির রিজ এলাকায় গাছ কাটা নিয়ে ডিডিএ-কে তিরস্কার সুপ্রিম কোর্টের

    Supreme Court: দিল্লির রিজ এলাকায় গাছ কাটা নিয়ে ডিডিএ-কে তিরস্কার সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির দেখা নেই। ক্রমশ বাড়ছে রাজধানীর তাপমাত্রা। তাপপ্রবাহের জেরে মৃত্যু পর্যন্ত হচ্ছে দিল্লিতে (Delhi)। তার সঙ্গে রয়েছে তীব্র জল সঙ্কট। উষ্ণায়ন ঠেকাতে গাছ লাগানোর দাবি উঠছে নাগরিকদের বিভিন্ন অংশ থেকে। কিন্তু এরই মধ্যে দিল্লির রিজ ফরেস্ট এলাকায় কেটে ফেলা হয়েছে ১১০০ গাছ। এমন বিপুল সংখ্যায় বৃক্ষনিধনে এবার কড়া ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

    উপরাজ্যপালকে তিরস্কার সুপ্রিম কোর্টের (Supreme Court)

    সোমবার এ সংক্রান্ত মামলায় বিচারপতি এএস ওকা এবং উজ্জ্বল ভুইঞাঁর বেঞ্চে একের পর এক প্রশ্নের মুখে পড়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA)। বেঞ্চ বলেছে, ‘‘ডিডিএ’র চেয়ারম্যান দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। তিনি কী ডিডিএ’র আধিকারিকদের এই নির্দেশ দিয়েছিলেন?’’ দিল্লিতে (Delhi) বিশেষ এলাকা রয়েছে যেখানে গাছগাছালিই কেবল থাকার কথা। এই গাছ কেটে নেওয়ার বিভিন্ন ঘটনায় প্রতিবাদ ওঠায় সুপ্রিম কোর্ট আগেই নির্দেশিকা জারি করেছিল। এখন নিয়ম হলো সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না।  
    অথচ বিপুল সংখ্যায় গাছ কাটা হয়েছে যে এলাকায় সেখানে নিজে গিয়েছিলেন সাক্সেনা। জান গিয়েছে তিনি ঘুরে আসার পরই কাটা হয় একের পর এক গাছ। এ প্রসঙ্গ তুলেই এদিন বিচারপতি ওকা ডিডিএ’র আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘দুটি নথিতে স্পষ্ট যে উপরাজ্যপালই গাছ কাটার নির্দেশ দিয়েছিলেন। আপনারা কী তাঁকে আড়াল করতে চাইছেন?’’ আসলে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় উপরাজ্যপাল ভিকে সাক্সেনার ক্ষমতা প্রবল। 

    আদালত অবমাননার অভিযোগে নোটিশ সুপ্রিম কোর্টের  

    আদালত ডিডিএ’র ভাইস চেয়ারম্যানকে বলেছে, ‘‘উপরাজ্যপাল ওই এলাকায় গিয়ে কী নিয়ে আলোচনা করেছিলেন তার কোনও সরকারি নথি আছে কি? ভাইস চেয়ারম্যানের স্পষ্ট বক্তব্য দরকার।’’ বেঞ্চ আরও বলেছে, ‘‘ভাইস চেয়ারম্যানের তরফে যে হলফনামা দাখিল করা হয়েছে তা দেখে মনে হচ্ছে যেন কয়েকজন আধিকারিক ঠিক করেছেন গাছ কাটা উচিত। তাঁরাই ঠিকাদারদের নির্দেশ দিয়েছেন।’’ এই আধিকারিকদের নামেই যদিও আদালত অবমাননার অভিযোগে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। 

    আরও পড়ুন: ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে আইআইটি ক্যাম্পাস, স্বপ্নের উড়ান কৃষক পরিবারের সন্তান ইয়েশুর

    বৃক্ষরোপণ অভিযানের নির্দেশ 

    সেই সঙ্গে আদালতের নির্দেশ, বৃক্ষরোপণ অভিযান চালু করতে হবে ডিডিএ-কে। দিল্লিতে (Delhi) তাপপ্রবাহে সাতদিনের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। তাঁরা বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। আর একইসঙ্গে তাপপ্রবাহের পাশাপাশি তীব্র জলকষ্টে ভুগছে দিল্লি। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে দেশের রাজধানী শহরে। আর এরই মধ্যে এবার বিপুল সংখ্যায় বৃক্ষনিধনে কড়া ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: আফগান রূপকথায় ইতি, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    T20 World Cup: আফগান রূপকথায় ইতি, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিজ্ঞতার অভাব, বড় ম্যাচে নার্ভ ফেল, ব্যাটিং দুর্বলতা, টসে জিতে ফিল্ডিং নেওয়ার ভুল সিদ্ধান্ত কারণ যাই হোক এবারের মতো স্বপ্নের দৌড় শেষ আফগানিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে খড়-কুটোর মতো উড়ে গেল আফগানিস্তান। নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন গুরবাজরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার মানতে হল রশিদ খানদের। একপেশে সেমিফাইনালে ৯ উইকেটে জিতে কাপের কাছাকাছি পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা (South Africa vs Afghanistan)।

    টস-ভাগ্য

    বৃহস্পতিবার সকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ। অনেকে মনে করছেন, সেটাই বোধ হয় ভুল হল। দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা স্পিনারদের বিরুদ্ধে খুব স্বচ্ছন্দ নন। আফগানিস্তান প্রথমে বল করে অল্প রানে প্রোটিয়াদের আটকে দিলে, নিজেদের সামনে একটা রানের লক্ষ্য নিয়ে খেলতে নামতে পারতেন। কিন্তু রশিদের পরিকল্পনা ছিল অন্য। তিনি দলের বোলিংকে কাজে লাগাতে চেয়েছিলেন পরে। রশিদ জানেন তাঁর দলের শক্তি বোলিং। তাই পরে বল করলে ম্যাচ জেতার সুযোগ পবেশি থাকবে বলে মনে করেছিলেন তিনি। কিন্তু দলের ব্যাটিং বিপর্যয় যে এভাবে হবে তা ভাবতে পারেনি আফগান অধিনায়ক। 

    দুর্বল ব্যাটিং দাগ কাটতে পারল না

    এদিন শুরু থেকেই প্রোটিয়া পেসারদের সুইংয়ের দাপট সামলাতে পারলেন না রহমানুল্লা গুরবাজেরা। চার রানে প্রথম উইকেট পড়ে। গুরবাজ এদিন তিন বল খেলে শূন্য রানে আউট হন। অপর ওপেনার ইব্রাহিম জাদরান মাত্র দুই রান করে ফেরেন। অস্ট্রেলিয়া ম্যাচের নায়ক গুলবদিন করেন ৯ রান। আজমাতুল্লা ওমরজাই ১০ রান করে ফেরেন। পাওয়ার প্লে-র মধ্যে একটি দল যদি ৫ উইকেট হারায় তা হলে ম্যাচে ফেরা কঠিন হয়। নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেননি আফগানি ব্যাটাররা। মাত্র ১১.৫ ওভারেই গুটিয়ে যায় তারা। করে ৫৬ রান। বল হাতে তিনটে করে উইকেট নেন মার্কো জেনসন, তাবরেজ শামসি। দুটো করে উইকেট নেন কাগিসো রাবাডা ও অনরিখ নকিয়া। স্লোয়ার ও পিচের স্পিন নিয়ে বাজিমাত করে প্রোটিয়ারা।

    জয় সময়ের অপেক্ষা

    আফগানিস্তানের ইনিংস ১০০ পেরোলেও লড়াই করার জায়গায় থাকতে পারতেন রশিদরা। কিন্তু এত কম রানে আটকে যাওয়ার পর আর কিছু করার ছিল না। দক্ষিণ আফ্রিকার (South Africa vs Afghanistan) জয় ছিল সময়ের অপেক্ষা। রান তাড়া করতে নেমে তাদের খুব একটা সমস্যায় পড়তে হয়নি। ওপেনার কুইন্টন ডি কক ব্যর্থ হন। তিনি মাত্র পাঁচ রান করে ফেরেন। ফজলহক ফারুকির বলে তিনি বোল্ড হন। ৫৭ রান তাড়া করতে নেমে মাত্র ৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • William Ruto: ব্যাপক অশান্তি, কর বৃদ্ধির বিতর্কিত আর্থিক বিল প্রত্যাহার কেনিয়ার প্রেসিডেন্টের

    William Ruto: ব্যাপক অশান্তি, কর বৃদ্ধির বিতর্কিত আর্থিক বিল প্রত্যাহার কেনিয়ার প্রেসিডেন্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ পিছু হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো (William Ruto)। দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভ- সংঘর্ষের পর তিনি জানান, কর বৃদ্ধির বিতর্কিত আর্থিক বিল প্রত্যাহার করে নেওয়া হবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, “এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এই বিলে কেনিয়দের কোনও সায় নেই। আমি বশ্যতা স্বীকার করে নিচ্ছি।” বিলটিতে স্বাক্ষর করে সেটিকে তিনি আইনে পরিণত করবেন না বলেও জানান রুতো।

    কর বৃদ্ধি সংক্রান্ত আর্থিক বিল (William Ruto)

    সম্প্রতি কর বৃদ্ধি সংক্রান্ত আর্থিক বিল আনার কথা ঘোষণা করে কেনিয়া সরকার। তার পরেই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। মঙ্গলবার রাজধানী নাইরোবিতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সোচ্চার হয় জনতা (William Ruto)। বিক্ষোভকারীরা সংসদ ভবনের একাংশে আগুন লাগিয়ে দেয়। ভয়ে সংসদ ভবন ছেড়ে পালিয়ে যান সাংসদরা। গুলি ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় সেনাও। ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীর। আন্দোলনকারীদের মতে, এই বিল পাশ হলে দেশবাসীর দুর্দশা আরও বাড়বে। এদিকে, বুধবার সংসদের অধিবেশন বয়কট করেন বিরোধীরা।

    ব্যাপক বিক্ষোভ

    জানা গিয়েছে, নাইরোবিতে বিক্ষোভ শুরু হলেও, পরে তা ছড়িয়ে পড়ে গোটা দেশে। নাইরোবির পাশাপাশি বিক্ষোভ চলছে মোম্বাসা, এলডোরেটেও। রাজনৈতিক মহলের মতে, দেশজুড়ে ব্যাপক আন্দোলনের জেরে পিছু হটতে বাধ্য হন রাষ্ট্রপতি। ঘোষণা করেন, কর বৃদ্ধির বিতর্কিত আর্থিক বিল প্রত্যাহারের কথা। প্রসঙ্গত, ২০২৩ সালেও এরকমই এক আইন পাশ করে বেতন ও বাড়িভাড়ার ওপর কর বসানো হয়েছিল। কেনিয়া সরকারের দাবি, এই কর বসানো হলে অতিরিক্ত ২.৭ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় সম্ভব হত।

    আর পড়ুন: কুখ্যাত গ্যাংস্টার গোল্ডির খোঁজে ১০ লাখি ইনাম ঘোষণা এনআইএ-র

    করোনা অতিমারী, ইউক্রেন যুদ্ধ, পর পর দুবছরর দেশে খরা এবং মুদ্রার অবমূল্যায়ন-সহ নানা ধাক্কায় কার্যত বেসামাল কেনিয়ার অর্থনীতি। অর্থনীতির এই বেহাল দশা থেকে বেরতেই একের পর এক আর্থিক সংস্কারের পথে হাঁটছে কেনিয়া সরকার। তারই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দেশ। অকালে প্রাণ হারান কেনিয়ার ২২ জন নাগরিক (William Ruto)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IIT Gandhinagar: ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে আইআইটি ক্যাম্পাস, স্বপ্নের উড়ান কৃষক পরিবারের সন্তান ইয়েশুর

    IIT Gandhinagar: ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে আইআইটি ক্যাম্পাস, স্বপ্নের উড়ান কৃষক পরিবারের সন্তান ইয়েশুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে স্বপ্নের উড়ান। কৃষক পরিবারের সন্তান মেধাবী ছাত্র ইয়েশু ধুরুন্ধর পেতে চলেছেন আইআইটির ডিগ্রি (IIT Gandhinagar)। সকল বাধা টপকে তিনি হতে চলেছেন এলাকার প্রথম ছাত্র যিনি কিনা আইআইটি থেকে ডিগ্রি পাচ্ছেন। জানা গিয়েছে, ছত্তিশগড়ের বালোদাবাজার জেলায় অবস্থিত জারা নামের একটি প্রত্যন্ত গ্রামে বাড়ি ইয়েশু ধুরন্ধরের। আগামী ২৯ জুন রয়েছে আইআইটি গান্ধীনগরের ১৩ তম সমাবর্তন অনুষ্ঠান। সেখানেই প্রত্যন্ত গ্রামের এই ছেলে ডিগ্রি নেবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের।

    লকডাউনের সময় ভর্তি হন আইআইটিতে

    জানা গিয়েছে, চার বছর আগে দেশে করোনা মহামারীর সময় ইয়েশু ভর্তি হয়েছিলেন গান্ধীনগর আইআইটিতে (IIT Gandhinagar)। লকডাউনের কারণে প্রথম প্রথম তাঁকে ঘরবন্দি থাকতে হয়েছিল। সেসময় ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ইয়েশু ক্লাস করতেন। জানা গিয়েছে, ইয়েশুর এই স্বপ্নের উড়ান যাত্রা শুরু হয় রায়পুরের জওহর নবোদয় বিদ্যালয় থেকেই। এখানেই তিনি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। জানা যায়, ৩০ হাজার পরীক্ষার্থীর মধ্যে জওহর নবোদয়ে বাছা হয়েছিল মাত্র ৮০ জনকে তার মধ্যে সুযোগ পেয়েছিলেন ইয়েশু। তাঁর এই স্বপ্নের উড়ান সম্ভব হওয়ার কারণে ইয়েশু ধন্যবাদ জানিয়েছেন তাঁর বাবা-মাকে। এর পাশাপাশি নবোদয় বিদ্যালয়ের গণিতের শিক্ষক এইচকে চন্দ্রকর, বিজ্ঞানের শিক্ষিকা জয়মালা শ্রীবাস্তবদেরও নাম উল্লেখ করেন ইয়েশু।

    আবেগপ্রবণ ইয়েশু

    আইআইটি গান্ধীনগরে পড়াশোনা চলার সময় ছত্তিশগড় সরকার তাঁকে বিপুলভাবে সাহায্য করেছে বলে জানিয়েছেন ইয়েশু। সরকারের পক্ষ থেকে অসংখ্য মেধা বৃত্তি তাঁকে দেওয়া হয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই মেধাবী ছাত্র। সম্প্রতি নিজের গ্রাম জারাতে (IIT Gandhinagar) ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ইয়েশু জানান যে তাঁর অনেক সহপাঠী পড়াশুনা ছাড়তে বাধ্য হয়েছিল সংসারের চাপে। তাঁদেরকে শাকসবজি বিক্রি করতে হতো সংসার সামলাতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Goldy Brar: কুখ্যাত গ্যাংস্টার গোল্ডির খোঁজে ১০ লাখি ইনাম ঘোষণা এনআইএ-র

    Goldy Brar: কুখ্যাত গ্যাংস্টার গোল্ডির খোঁজে ১০ লাখি ইনাম ঘোষণা এনআইএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার (Goldy Brar) ও আর এক দুষ্কৃতীর মাথার দাম ১০ লাখ টাকা ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা, সংক্ষেপে এনআইএ। শুক্রবার এনআইএর তরফে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। কানাডায় ঘাঁটি গেড়ে থাকা গোল্ডির খোঁজ দিলেই মিলবে নগদ পুরস্কার।

    গোল্ডির খোঁজে পুরস্কার

    চলতি বছরের ৮ মার্চ গোল্ডি ও তার ওই সাগরেদ চণ্ডীগড়ে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করেছিল বলে অভিযোগ। তার পরেই গোল্ডি পালিয়ে যায় কানাডায়। ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয় পাঞ্জাবের আদেশনগরের বাসিন্দা গোল্ডির (Goldy Brar) বিরুদ্ধে। গোল্ডির সাগরেদ গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিঁলোর খোঁজেও হন্যে এনআইএর আধিকারিকরা। তাদের টিকি ছুঁতে না পারায় শেষমেশ ঘোষণা করা হল ১০ লাখি ইনাম।

    গোল্ডি-খালিস্তানপন্থী যোগ!

    পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনেও অভিযুক্ত গোল্ডি। মাসখানেক আগে গুজব ছড়ায় আমেরিকায় গুলি করে খুন করা হয়েছে কুখ্যাত পাঞ্জাবি গ্যাংস্টার গোল্ডিকে। যদিও পরে জানা যায়, খবরটি নিছকই ভুয়ো। এই গোল্ডির বিরুদ্ধের অভিনেতা সলমান খানকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। ভারতের অনুরোধে গোল্ডির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইন্টারপোল। কানাডার ‘মোস্ট ওয়ান্টেডে’র তালিকায়ও নাম রয়েছে গোল্ডির। ভারতের দাবি, গোল্ডির সঙ্গে যোগ রয়েছে খালিস্তানপন্থী জঙ্গিদের।

    আর পড়ুন: বিপাকে কেজরিওয়াল, তিনদিনের সিবিআই হেফাজতে আপ সুপ্রিমো

    পঞ্জাবের এক পুলিশ কর্মীর ছেলে গোল্ডির প্রকৃত নাম সতিন্দরজিৎ সিং। সে প্রথমে স্থানীয় অপরাধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ে। পরে জড়িয়ে পড়ে বড় ধরনের অপরাধ চক্রের সঙ্গে। আরও পরে নিজেই বনে যায় গ্যাংস্টার। গোয়েন্দাদের দাবি, কানাডা থেকে গোল্ডিই তোলাবাজি ও অস্ত্র পাচারের কারবার নিয়ন্ত্রণ করত। সিধু মুসেওয়ালা খুনের পর গোল্ডি দাবি করে, মুসেওয়ালাকে খুনের নির্দেশ দিয়েছিল সে-ই। কারণ মুসেওয়ালা লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী ভিকি মিদুখেরার হত্যায় জড়িত ছিল। এহেন গোল্ডির খোঁজেই ঘোষণা করা হয়েছে ইনাম।

    এনআইএর তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, যে দুজনকে গ্রেফতারে পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাদের খোঁজ যিনি দেবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে। ওই দুজনের তথ্য জানাতে হবে এনআইএর সদর দফতরের ফোন নম্বর – ০১১-২৪৩৬৮৮০০, হোয়াটসঅ্যাপ/ টেলিগ্রাম: ৯১-৮৫৮৫৯৩১১০০, ইমেল আইডি: ডিও.এনআইএ@গভ.ইন-এ (Goldy Brar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lal Krishna Advani: হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবানি, কেমন আছেন প্রাক্তন উপ প্রধানমন্ত্রী?

    Lal Krishna Advani: হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবানি, কেমন আছেন প্রাক্তন উপ প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি ভারতের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি (Lal Krishna Advani)। বুধবার রাতে তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়েই তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা রাতেই তাঁর শারীরিক পরীক্ষা করেন। তাঁকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। 

    কেমন আছেন আডবানি

    নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের (এইমস) তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘আপাতত নয়াদিল্লির এইমসে ভর্তি আছেন লালকৃষ্ণ আডবানি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ তবে ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা নিয়ে এইমস কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, হাসপাতালের জেরিয়াট্রিক বিভাগে (বয়স্ক মানুষকের চিকিৎসা সংক্রান্ত) ৯৬ বছরের আডবানির চিকিৎসা চলছে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন আডবানি।

    আরও পড়ুন: গায়ের রং-এর জন্য অপমানিত! বলিউডে এক সময় মিঠুন ছিলেন গরিবের অমিতাভ

    একাধিক নেতার সঙ্গে সাক্ষাত

    সম্প্রতি একাধিক শীর্ষনেতার সঙ্গে দেখা করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে গত ৭ জুন নয়াদিল্লিতে আডবানির (Lal Krishna Advani) বাসভবনে গিয়ে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। দু’দিন পরেই আডবানির বাসভবনে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকেই ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন হাসিনা। শনিবার (২২ জুন) কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে দেখা করেন আডবানি। লোকসভা নির্বাচনের আগে তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার কথা জানান প্রধানমন্ত্রী মোদি। তাঁর কথায়, এই প্রজন্মের রাষ্ট্রনায়ক লালকৃষ্ণ আডবানি। দেশের জন্য তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন তা প্রত্যেক ভারতবাসীর কাছে স্মরণীয়। রাম মন্দির আন্দোলনের পুরোধা ছিলেন আডবানি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kamakhya Temple: অম্বুবাচী মেলার পরে খুলল কামাখ্যা মন্দিরের মূল দরজা

    Kamakhya Temple: অম্বুবাচী মেলার পরে খুলল কামাখ্যা মন্দিরের মূল দরজা

    মাধ্যম নিউজ ডেস্ক: অম্বুবাচী মেলাকে কেন্দ্র করে জমজমাট ভিড় অসমের কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple)। বিপুল সংখ্যায় ভক্তরা হাজির হয়েছিলেন বুধবার। ৫১ সতীপীঠের অন্যতম পীঠ হল কামাখ্যা। ভারতের পাশাপাশি বিদেশ থেকেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অসমের গুয়াহাটির নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত হল কামাখ্যা মন্দির। বুধবার মন্দিরের দরজা চার দিনের পর খোলা হয়। অম্বুবাচী মেলাকে (Kamakhya Temple) কেন্দ্র করে আপাতত পা ফেলার জায়গা নেই মন্দির চত্বরে।

    কামাখ্যা মন্দিরের মূল দরজা বুধবার খোলা হয় নিবৃত্তির পরে

    কামাখ্যা মন্দিরের মূল দরজা বুধবার খোলা হয় নিবৃত্তির পরে। প্রসঙ্গত, নিবৃত্তি হল এক ধরনের ধর্মীয় আচার, যা অম্বুবাচী মেলার (Kamakhya Temple) শেষ দিনে পুরোহিতরা করে থাকেন। চলতি বছরে, অম্বুবাচী মেলা শুরু হয়েছিল গত ২২ জুন থেকে। ধর্মীয় আচার প্রবৃত্তির পরে মন্দিরের দরজা বন্ধ করার রীতি রয়েছে। প্রবৃত্তির পরে অম্বুবাচী মেলা শুরু হয়। পরবর্তীকালে যা চলে নিবৃত্তি পর্যন্ত। মধ্যপ্রদেশ থেকে আসা জনৈক ভক্ত বর্ষা শর্মা সংবাদমাধ্যমকে জানান, ‘‘আমার খুবই ভালো লাগলো মন্দির দর্শন করতে এবং আমি মাকে দর্শনের সুযোগ পেয়েছি। আমি প্রথমবারের জন্য এসেছি।’’

    ২৫ লাখ ভক্ত হাজির হয়েছিলেন অম্বুবাচী মেলায়

    অপর এক ভক্ত পুষা দুবে জানান, ‘‘মা কামাখ্যা যদি ফের আমাকে ডাকে, আমি আসব।’’ কামাখ্যা মন্দিরের প্রধান পুরোহিত কবীন্দ্র প্রসাদ শর্মা দোলুই জানান, ২৫ লাখ ভক্ত হাজির হয়েছিলেন অম্বুবাচী মেলায়। প্রসঙ্গত, কামাখ্যা মন্দির হল গুয়াহাটি শহর থেকে ৭ কিলোমিটার দূরে। দেশের তান্ত্রিক মত যাঁরা মেনে চলেন তাঁদের জন্য এক পবিত্র তীর্থস্থান হল কামাখ্যা। কামাখ্যা মন্দিরের সব সবচেয়ে বড় উৎসব হয় অম্বুবাচী মেলা এবং প্রতিবছরই তা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতি বছর (Kamakhya Temple) সেখানে আরও অন্যান্য উৎসবও হয়, যেমন মনসা পূজা, বাসন্তী পূজা ইত্যাদি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 27 June 2024: কন্যা রাশির জাতকদের আটকে থাকা কাজ ধীরে ধীরে সম্পন্ন হবে

    Daily Horoscope 27 June 2024: কন্যা রাশির জাতকদের আটকে থাকা কাজ ধীরে ধীরে সম্পন্ন হবে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে আজ।

    ২) আকস্মিক ধনলাভের যোগ রয়েছে।

    ৩) আর্থিক পরিস্থিতি মজবুত করার সমস্ত ধরনের চেষ্টা করবেন।

    বৃষ

    ১) সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

    ২) মান-সম্মান বৃদ্ধি হবে।

    ৩) নিজের কাজের জন্য গর্বিত হবেন, সকলে আপনার প্রশংসা করবে।

    মিথুন

    ১) আজকের দিনটি বিবাদে ভরপুর থাকবে।

    ২) ভাইদের সঙ্গে বিবাদ।

    ৩) বাণী নিয়ন্ত্রণে রাখুন, কটূ শব্দ সম্পর্কে তিক্ততা উৎপন্ন করবে।

    কর্কট

    ১) বড়সড় সাফল্য লাভ করতে পারেন।

    ২) ভাগ্য আপনার পাশে থাকবে।

    ৩) অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতায় কোনও মূল্যবান বস্তু পেতে পারেন।

    সিংহ

    ১) ব্যবসায়ে অধিক লাভের সম্ভাবনা রয়েছে।

    ২) ভাগ্য বৃদ্ধি হবে।

    ৩) নিজের জন্য সময় বের করবেন, এর ফলে জীবনসঙ্গী আনন্দিত হবে।

    কন্যা

    ১) শিল্প ও লেখালেখির কাজে ভালো প্রদর্শনের সুযোগ পাবেন।

    ২) আজ আপনাদের সমস্ত ধরনের হতাশার সমাধান হবে।

    ৩) আটকে থাকা কাজ ধীরে ধীরে সম্পন্ন হবে।

    তুলা

    ১) আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হাতে নেবেন।

    ২) পরিশ্রমের ফল পাবেন, এই কাজে সাফল্য লাভের সম্ভাবনা বর্তমান।

    ৩) আর্থিক পরিস্থিতি মজবুত করতে সক্ষম হবেন।

    বৃশ্চিক

    ১) নানান বিবাদ ও সমস্যা প্রকাশ্যে আসতে পারে।

    ২) কিন্তু সন্ধ্যার মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন।

    ৩) ধর্মীয় ও সামাজিক কাজে সময় কাটাবেন।

    ধনু

    ১) রাত্রিবেলায় মায়ের কষ্ট হতে পারে, স্বাস্থ্য দুর্বল হবে।

    ২) তাই সতর্ক থাকুন।

    ৩) বন্ধুদের সঙ্গে সন্ধ্যাবেলায় ভালো সময় কাটাবেন।

    মকর

    ১) কোনও বড় লাভ অর্জনের পিছনে ছুটবেন এবং তাতে সফল হবেন।

    ২) এক এক করে সমস্ত কাজ সম্পন্ন করবেন।

    ৩) পরিবারের সদস্যরাও আনন্দিত হবে।

    কুম্ভ

    ১) এক এক করে আপনাদের সমস্ত কাজ সম্পন্ন হবে।

    ২) বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে, আপনাকে বিচলিত করতে পারে তাঁরা।

    ৩) কিন্তু নিজের চতুর বুদ্ধির দ্বারা সকলকে পরাজিত করতে পারবেন।

    মীন

    ১) আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ২) জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন।

    ৩) সন্তানের ধর্মীয় কাজে রুচি বাড়বে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share