Tag: bangla news

bangla news

  • Bharat Gaurav Train: এবার এক ট্রেনেই হৃষিকেশ, মথুরা থেকে বৃন্দাবন! এনজেপি থেকে ছাড়বে বিশেষ ট্রেন

    Bharat Gaurav Train: এবার এক ট্রেনেই হৃষিকেশ, মথুরা থেকে বৃন্দাবন! এনজেপি থেকে ছাড়বে বিশেষ ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার এক ট্রেনে চেপেই নিশ্চিন্তে ভ্রমণ করা যাবে একাধিক জায়গায়। বিশেষ এই ট্রেন (Bharat Gaurav Train) ছাড়বে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP Station) থেকে। ভারতীয় রেলওয়ের ক্যাটারিং ও টুরিজম বিভাগ নিয়ে এসেছে এই সুযোগ। সব প্রস্তুতি শেষ। সম্প্রতি ভাড়া থেকে রুট- সব তথ্যই জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক ভারত, শ্রেষ্ঠ ভারত নামে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার, তারই আওতায় এই ভারত গৌরব ট্রেন (Bharat Gaurav Train) যাত্রা শুরু করছে।

    কোন কোন জায়গার ওপর দিয়ে ছুটবে এই ট্রেন?

    জানা গিয়েছে মোট ন দিনের এক ভ্রমণ প্যাকেজ নিয়ে আসা হয়েছে পর্যটকদের জন্য। এই তালিকায় থাকছে জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী, উত্তর প্রদেশের মথুরা, বৃন্দাবন, অযোধ্যা। এ ছাড়াও দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বার ও ঋষিকেশও একই সঙ্গে ঘুরে দেখা যাবে এই স্পেশাল ট্রেনে চেপেই। পর্যটকদের চাহিদা মেটাতে এই ট্রেনের (Bharat Gaurav Train) যাত্রা শুরু হবে নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP Station) থেকে। এরপর একের পর এক দ্রষ্টব্য জায়গাকে ছুঁয়ে যাবে এই ট্রেন।

    আরও পড়ুন: কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! হাড় হিম করা ঘটনা মালদায়

    কবে থেকে চালু হবে এই ট্রেন? 

    আগামী ২৪ জুন নিউ জলপাইগুড়ি (NJP Station) থেকে প্রথম যাত্রা শুরু করবে এই বিশেষ ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, স্লিপার ক্লাসের ভাড়া হবে ১৭০০০ টাকা ও স্ট্যান্ডার্ড ক্লাসের ভাড়া হবে ২৯৫০০ টাকা। রেলের তরফে যে সূচি জানানো হয়েছে, তার থেকে জানা যাচ্ছে,  এনজেপি থেকে যাত্রা শুরু হওয়ার পর ট্রেন (Bharat Gaurav Train) থামবে মালদা টাউন, রামপুরহাটের মতো স্টেশনগুলিতে। এছাড়া দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল, পাটনা স্টেশন থেকে ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা।
    অতএব এই ট্রেনের মাধ্যমে পর্যটকরা অত্যন্ত সহজে ভারতের বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলি ঘুরে দেখতে পারবেন। এক্ষেত্রে ট্রেন (Bharat Gaurav Train) বদল করার দরকার নেই। একই ট্রেনেই দেখা যাবে একাধিক জায়গা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rahul Dravid: “কোচ হিসেবে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, তবে আর নয়”, স্পষ্ট বার্তা দ্রাবিড়ের

    Rahul Dravid: “কোচ হিসেবে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, তবে আর নয়”, স্পষ্ট বার্তা দ্রাবিড়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপই (T20 World Cup) কোচ হিসেবে তাঁর শেষ অ্যাসাইনমেন্ট, জানালেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। গত ওয়ান ডে বিশ্বকাপের পরে রাহুল দ্রাবিড়কেই সিনিয়র দলের হেড কোচের চেয়ারে রেখে দেয় বিসিসিআই। সেবার বোর্ডের অনুরোধ রেখেছিলেন রাহুল। এবার তাঁর দ্বিতীয় দফার মেয়াদ শেষের পথে। জুন মাসেই শেষ হচ্ছে তাঁর চুক্তি। তার আগে, নতুন করে ভারতের কোচ হতে চেয়ে আবেদন করবেন না বলে জানিয়ে দিলেন মিস্টার ডিপেন্ডেবল।

    কী বললেন দ্রাবিড়

    ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচ খেলতে নামবে বুধবার। তার আগে সোমবার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বলেন, ‘এই বিশ্বকাপেই আমি শেষবার ভারতীয় টিমের দায়িত্বে রয়েছি। যে ধরনের সূচি আগামী দিনে রয়েছে এবং আমি নিজে জীবনের যে পর্যায়ে রয়েছি, তাতে আমার মনে হয় না যে আমি আর কোচের পদের জন্য আবেদন করব।’  রাহুলের কথায়, ‘আমি এই কাজটা করতে ভালোবাসি। আমি সত্যিই ভারতের কোচিং উপভোগ করেছি। আমি মনে করি এটা একটা বিশেষ কাজ। আমি এই টিমের সঙ্গে কাজ করা প্রতিটি সময় উপভোগ করেছি। সব প্রতিযোগিতাই গুরুত্বপূর্ণ। তবে আমি বলব না এটা আমার শেষ প্রতিযোগিতা বলে এ বারের বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ। তেমনটা মোটেও নয়।’

    বিশ্বকাপই লক্ষ্য

    ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। রবি শাস্ত্রীর হাত থেকে ব্যাটন আসে তাঁর হাতে। জাতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় বেশ সফল। তিনি ভারতীয় টিমের দায়িত্বে থাকাকালীন টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। কিন্তু তাঁর কোচিংয়ে কোনও ট্রফি এখনও ভারতীয় শিবিরে আসেনি। বারবার কাপের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে তাঁকে। ঘোচেনি কাপ আর ঠোঁটের দুরত্ব। তাই এবার সেই ব্যবধান মেটাতে বদ্ধ পরিকর তিনি। বিদায় লগ্নে আমেরিকা থেকে সুখকর স্মৃতি নিয়েই দেশে ফিরতে চান দ্রাবিড়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: কেন্দ্রে ফিরছে এনডিএ সরকার, ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদিই

    Lok Sabha Elections 2024: কেন্দ্রে ফিরছে এনডিএ সরকার, ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদিই

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৯৬টি লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট (Lok Sabha Elections 2024)। বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’ রয়েছে ঢের দূরে। তারা এগিয়ে রয়েছে মাত্র ২২৭টি আসনে। লোকসভায় নির্বাচন হয়েছে ৫৪৩টি আসনে। সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসনের। গেরুয়া পার্টি যা পেতে চলেছে বলে ভোটের ফল গণনার ট্রেন্ড বলছে।

    পদ্ম-পার্টির জয়জয়কার (Lok Sabha Elections 2024)

    ৪ জুন সকালে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল গণনা। সেখানেই দেখা যাচ্ছে জয়জয়কার হতে চলেছে পদ্ম-পার্টির নেতৃত্বাধীন এনডিএ-র। প্রত্যাশিতভাবেই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য বসবেন বিজেপির নরেন্দ্র মোদি। যদিও এবার সংসদে তাঁকে দক্ষ হাতে মোকাবিলা করতে হবে শক্তিশালী বিরোধীদের। কারণ গণনার ট্রেন্ড (Lok Sabha Elections 2024) বলছে শ’খানেক আসন পেতে পারে কংগ্রেস একাই। এদিন বেলা ১টা নাগাদ পাওয়া খবরে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৯৭টি আসনে এগিয়ে রয়েছে গ্র্যান্ড ওল্ড পার্টি। উনিশের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩০৩টি আসন। সেবার কংগ্রেস পেয়েছিল মাত্র ৫২টি আসন।

    বিজেপির জয় ছিল সময়ের অপেক্ষা

    এবার লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল, ‘আব কি বার ৪০০ পার’। ৪০০ পার যে হচ্ছে না, তা জানিয়ে দিয়েছিল বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষা। তবে পদ্ম-পার্টি যে গতবারের মতো এই নির্বাচনেও তিনশোর কাছাকাছি আসন পাবে, তা বলেছিলেন ভোট কূশলী তথা জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর ওরফে পিকে। দেশের মধ্যে লোকসভার সব চেয়ে বেশি আসন রয়েছে উত্তরপ্রদেশে। সংসদে এ রাজ্যের প্রতিনিধিত্ব করেন ৮০ জন সাংসদ। গত লোকসভা নির্বাচনেও এ রাজ্যে ভালো ফল করেছিল বিজেপি। জয়ী হয়েছিল ৬২টি আসনে। এবার পদ্ম-পার্টি এগিয়ে মাত্র ৩৬টি কেন্দ্রে।

    আর পড়ুন: ফের সন্দেশখালিতে ধুন্ধুমার! পুলিশি অভিযানের বিরুদ্ধে আন্দোলনে মহিলারা

    উনিশের লোকসভা নির্বাচনের পর শক্তি বাড়িয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। তার প্রমাণ, এবার তারা এগিয়ে ৩৩টি আসনে। উনিশের ভোটে এ রাজ্যের একটি কেন্দ্রের রাশ গিয়েছিল কংগ্রেসের হাতে। এবার শক্তি বেড়েছে তাদেরও। গণনার ট্রেন্ড বলছে তারা জিততে পারে ৮টি আসনে। বারাণসী কেন্দ্রে জয়ের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ইন্ডি জোটে রয়েছে সমাজবাদী পার্টি। এই জোটেই রয়েছে তৃণমূলও। পশ্চিমবঙ্গে এই দলটি এগিয়ে রয়েছে ২৯টি আসনে। উনিশের নির্বাচনে ঘাসফুল ফুটেছিল এ রাজ্যের ২২টি কেন্দ্রে। এবার ফুটতে পারে ২৯টি কেন্দ্রে। তবে তাতেও শেষ রক্ষে হবে না। কেন্দ্রের কুর্সিতে ফিরছেন মোদিই। ছুঁয়ে ফেলবেন দেশের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেকর্ড (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: তৃতীয়বার মোদি ক্ষমতায় ফিরলে ভারত হিন্দু রাষ্ট্র হবে, চিন্তায় ভুগছে পাকিস্তান

    PM Modi: তৃতীয়বার মোদি ক্ষমতায় ফিরলে ভারত হিন্দু রাষ্ট্র হবে, চিন্তায় ভুগছে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪০০ পার হয় নি। কিন্তু ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির। কেন্দ্রে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছেন মোদি (PM Modi), এক্সিট পোলের (Exit Poll 2024) সেই ফলাফল না মিললেও ফিরছে না ইন্ডিয়া জোট(Indi Alliance)। এ কথা কার্যত পরিষ্কার। ফের ক্ষমতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মাঝে এক্সিট পোলের ফলাফল নিয়ে পাকিস্তানের (Pakistan) জোর চর্চা হয়েছে। পাকিস্তানের প্রাক্তন বিদেশ সচিব এজাজ আহমেদ চৌধুরী সেদেশের একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউতে বলেছেন, “যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফেরেন তাহলে তিনি দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবেন।

    ভারত হিন্দু রাষ্ট্র হবে মত পাকিস্তানি বিশেষজ্ঞদের  

    প্রসঙ্গত ভারতে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ৫৪৩ টি সিটের মধ্যে ২৭২ টি সিটের প্রয়োজন হয়। এনডিএ জোট ইতিমধ্যেই সেই সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে রয়েছে। এজাজ আহমেদ চৌধুরী আরও বলেন বিজেপি (BJP) নেতারা যা বলে, ক্ষমতায় এলে তা করে দেখায়। ২০১৯ এর নির্বাচনে তিনি ৩৭০ ধারা তুলে দেবেন বলে তাঁর নির্বাচনী প্রচারে বলেছিলেন। ক্ষমতায় আসার পর দেখা গেল তিনি সে কাজ করে দেখালেন। আমার মনে হয় এবার তাঁদের প্রাথমিকতা ভারতকে হিন্দু রাষ্ট্রে (Hindu Rashtra) পরিণত করা। এর জন্য তাঁরা আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে। তিনি আরও বলেন, ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হলে পাকিস্তানে কারও সমস্যা হবে না। কারণ ভারতে হিন্দুরা এমনিতেই সংখ্যাগরিষ্ঠ। ফলে তাঁরা হিন্দু রাষ্ট্র তৈরি করলে আমাদের উপর কোনও প্রভাব পড়বে না। হ্যাঁ ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হলে সেখানকার অন্য ধর্মের মানুষরা এটাকে কীভাবে নিচ্ছেন, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি মনে করি না মোদি ভোটে জেতার জন্য হিন্দু রাষ্ট্রের কথা শুধু বলেছেন। তিনি জিতে গেলে সেটা করেও দেখাতে পারেন।

    পাকিস্তান মেনে নিয়েছে মোদিই ফিরছেন (PM Modi)

    প্রসঙ্গত পাকিস্তানের ওই নেতা বিজেপির (BJP) ক্ষমতায় আশা নিয়ে কোনও সন্দেহ প্রকাশ করেননি। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে পাকিস্তানের মাথাব্যথার কারণ হবে, এ কথাও পরিষ্কার করে দেন। তিনি বলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানের প্রতি তাঁর মনোভাব যা আগে ছিল তেমনই থাকবে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের আগেভাগে তৈরি থাকা উচিত। কারণ এবারও প্রধানমন্ত্রী বলেছেন, “এটা নতুন ভারত। ঘরে ঢুকে মারবে। স্বাভাবিকভাবেই তিনি ফিরে এলে পাকিস্তানের জন্য এটা চিন্তার বিষয়।

    আরও পড়ুন: তিন মামলায় বেকসুর খালাস ইমরান খান, তবে ঘুচছে না বন্দিদশা

    এর আগেও তাঁরা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। আগামী দিনেও তাঁরা আগ্রাসী মনোভাব বজায় রাখতে পারে।” অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষজ্ঞ কমর চিমার কথা বলার বলার সময় সে দেশের আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার মুজিব আফজল পিএম মোদি  (PM Modi) সম্পর্কে বলেন, “৯০ এর দশকের পর কেউ ভাবেনি এরকম কোনও ব্যক্তি আসবে এবং খুব সহজেই হার্ড হিন্দুত্ব দেশজুড়ে ছড়িয়ে দেবে। মোদি খুব সহজভাবেই ৩৭০ ধারা, তিন তালাক প্রথা,  তুলে দিয়েছে। দেশজুড়ে হার্ড হিন্দুত্ব ছড়িয়ে দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছে। আগে এসব ভাবাও যেত না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Result 2024: গণনার দিনেই উত্তরবঙ্গের জলপাইগুড়িসহ একাধিক জেলায় বৃষ্টি, দুর্ভোগ

    Election Result 2024: গণনার দিনেই উত্তরবঙ্গের জলপাইগুড়িসহ একাধিক জেলায় বৃষ্টি, দুর্ভোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট (Election Result 2024) গণনার সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সোমবার সন্ধ্যার পর থেকে আকাশের মুখ ভার ছিল। রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। বিশেষ করে জলপাইগুড়িতে বৃষ্টি চলছে। তারই মধ্যে গণনা কেন্দ্রে ভিড় করেন বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা। ছাতা মাথায় কাউন্টিং সেন্টারে আসেন প্রার্থীরাও। মঙ্গলবার ছাতা মাথায় জলপাইগুড়ির গণনা কেন্দ্রে এজেন্ট থেকে শুরু করে পুলিশ কর্মী এবং ভোটকর্মীরা প্রবেশ করতে শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছাতা নিয়ে অস্থায়ী দলীয় ক্যাম্পে রয়েছে।  

    কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা! (Election Result 2024)

    ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা, সেই সুবাদে সোমবার রাত থেকেই জলপাইগুড়িতে চলছে বৃষ্টি। মঙ্গলবার গণনার দিনেও সকাল থেকেই আকাশের মুখ ভার, চলছে অবিরাম বৃষ্টি। ফলে, ভোট (Election Result 2024) উৎসবের শেষ পর্বে এসে বেকায়দায় সবাই। একটু হলেও সমস্যা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সকাল থেকেই ছাতা হাতে স্ট্রংরুমে প্রবেশ করবার জন্য দাঁড়িয়ে ছিলেন। এরফলে জলপাইগুড়িতে ভোট গণনা শুরু হতে দেরি হয়। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকেই দমকা ঝোড়ো হাওয়া বইছে কিছু জেলায়। এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। দুপুরের দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে কয়েকটি জেলায়। গরমের মধ্যে এই বৃষ্টিতে কিছুটা স্বস্তিও পেয়েছেন সকলে। বুধবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। এদিন সকালে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হয়। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৩০ থেকে ৪০ কিলোমিটার। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ভোট কর্মীদের বক্তব্য, এদিন বৃষ্টির কারণে চরম নাকাল হতে হয়। সকাল থেকেই বৃষ্টি হওয়ায় আমাদের মতো ভোট কর্মীদের গণনাকেন্দ্রে আসতে সমস্যা হয়েছে।

    আরও পড়ুন: গণনার আগে বারাকপুরে গণনাকেন্দ্রে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি, ভাঙড়ে বোমা বিস্ফোরণ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Malda: কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! হাড় হিম করা ঘটনা মালদায়

    Malda: কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! হাড় হিম করা ঘটনা মালদায়

    মাধ্যম নিউজ ডেস্ক: কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! রবিবার রাতে এই হাড় হিম করা ঘটনাটি ঘটেছে মালদহ (Malda) মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন জাতীয় সড়কে। স্বাভাবিকভাবেই এ দৃশ্য দেখে শিউরে ওঠেন রোগীর আত্মীয়েরা। ঘটনাটি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে উদ্ধার করে খুলিটি। ইতিমধ্যেই ময়না-তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সেটি।  

    ঠিক কী ঘটেছিল? (Dog carrying human skull) 

    মালদহ (Malda) মেডিক্যাল কলেজে এরআগে একাধিক বার সদ্যোজাতের দেহাংশ কুকুরকে খুবলে খেতে দেখা গিয়েছে। কিন্তু এ বার মেডিক্যাল কলেজে প্রবেশের সদর দরজা লাগোয়া জাতীয় সড়কের নর্দমার উপরে কুকুরকে একটি খুলি খুবলে খেতে দেখা যায়। ঘটনাটি নজরে আসতেই রোগীর আত্মীয়দের একাংশ কুকুরটিকে তাড়া করে সরিয়ে দেন। রোগীর আত্মীয়দের দাবি, খুলিটি সদ্যোজাতের হতে পারে। তবে মেডিক্যাল কলেজ লাগোয়া এলাকায় কী ভাবে খুলিটি এল তা নিয়ে প্রশ্ন উঠেছে।  

    আরও পড়ুন: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    তদন্তে নামল পুলিশ 

    অন্যদিকে খুলিটি আদেও সদ্যোজাতের কি না, তা ময়না-তদন্তে স্পষ্ট হবে দাবি পুলিশের। এছাড়াও পুলিশ জানিয়েছে, খুলির অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে। স্পষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না। মালদহের (Malda) পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেছেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।” পাশাপাশি খুলি উদ্ধারের সঙ্গে মেডিক্যালের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, মেডিক্যাল, সংলগ্ন এলাকায় একাধিক নার্সিংহোম রয়েছে। জাতীয় সড়কের পাশে রেল লাইনও রয়েছে। সেখানে প্রায়ই সদ্যোজাতের দেহ উদ্ধারের ঘটনা ঘটে। কুকুরে খুলি (Dog carrying human skull) সেখান থেকেও নিয়ে আসতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এ ঘটনায় মালদহ (Malda) মেডিক্যাল কলেজের সুপার তথা সহ-অধ্যক্ষ প্রসেনজিৎ বর বলেন, “মেডিক্যাল চত্বরে খুলি উদ্ধারের ঘটনা ঘটেনি। মেডিক্যালের বাইরে হয়েছে। তবু ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • R Pragganandhaa: ডিং লিরেনকে হারিয়ে নরওয়েতে চ্যাম্পিয়ন ভারতের বিস্ময় দাবাড়ু প্রজ্ঞানন্দ

    R Pragganandhaa: ডিং লিরেনকে হারিয়ে নরওয়েতে চ্যাম্পিয়ন ভারতের বিস্ময় দাবাড়ু প্রজ্ঞানন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের ধারা রইল অব্যাহত। সোমবার বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দিলেন ভারতের বিস্ময় দাবাড়ু আর প্রজ্ঞানন্দ (R Pragganandhaa)। নরওয়ের আর্মাগেড্ডনে বসেছে দাবা খেলার আসর। সেখানেই বিশ্ব চ্যাম্পিয়নকে মাত দেন প্রজ্ঞানন্ধা। রবিবার বিশ্বের দু’নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে বিশ্ব ক্রমতালিকার প্রথম দশে ঢুকে পড়েছিলেন প্রজ্ঞানন্দ।

    পিছিয়ে থেকেও জয় (R Pragganandhaa) 

    ক্ল্যাসিক্যাল পর্বে ম্যাচ ড্র রাখলেও, ফ্রান্সের গ্র্যান্ড মাস্টার দাবাড়ু আলিরেজার বিরুদ্ধে খেলতে নেমে শেষ রক্ষা করতে পারেননি প্রজ্ঞানন্দ (R Pragganandhaa)। ৯.৫ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে নেমে গিয়েছিলেন ভারতীয় এই দাবাড়ু। পরে তিনি বলেছিলেন, “টাইব্রেকারে কয়েকটা ভুল করায় ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়। ক্ল্যাসিক্যাল গেমে আলিরেজা বেশ চাপে ফেলে দিয়েছিল দ্রুত কয়েকটা চাল দিয়ে। আমি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। তবে এই হার নিয়ে বেশি ভাবতে চাই না। এখনও আরও চার রাউন্ডের খেলা রয়েছে। সেজন্য নিজেকে তৈরি করে রাখতে হবে।”

    ধরাশায়ী লিরেন, কার্লসেন

    যে ডিং লিরেনকে ধরাশায়ী করেছেন ভারতীয় এই বিস্ময় দাবাড়ু, সেই লিরেন হেরেছিলেন ম্যাগনাস কার্লসেনের কাছেও। এই কার্লসেনকেও পরাস্ত করেন প্রজ্ঞানন্দ। ভারতের এই বিস্ময় প্রতিভা হারিয়েছেন ফ্যাবিয়ানো কারুয়ানাকেও। একের পর এক ‘বীর’ দাবাড়ুকে পরাস্ত করে দুর্দান্ত পারফরম্যান্সের পরে শেষমেশ জয়ের তাজ মাথায় ওঠে প্রজ্ঞানন্দর। প্রথমদিকে খানিক পিছিয়ে পড়লেও, ভুল করে ফেলেন ডিং লিরেন। সেই সুযোগটাকেই কাজে লাগান প্রজ্ঞানন্দ। যার জেরে বিজয়মাল্য ওঠে তাঁর গলায়।

    আর পড়ুন: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    আর একটি হাড্ডাহাড্ডি ম্যাচে হিকারু নাকামুরা ম্যাগনাস কার্লসেনের কাছাকাছি চলে এসেছিলেন। পরে আর্মাগেডন খেলায় নিশ্চিত করেন তাঁর জয়। এভাবে কার্লসেন থেকে মাত্র অর্ধেক পয়েন্ট পিছিয়ে কমিয়ে দেন ব্যবধান (R Pragganandhaa)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sensex-Nifty: সেনসেক্সের বিরাট পতন, পড়ছে নিফটিও! শেয়ার বাজারে ভোটগণনার প্রভাব

    Sensex-Nifty: সেনসেক্সের বিরাট পতন, পড়ছে নিফটিও! শেয়ার বাজারে ভোটগণনার প্রভাব

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটগণনা (Lok Sabha Election 2024) শুরু হতেই ধস নামল শেয়ার বাজারে (Sensex-Nifty)। সোমবার শেয়ার বাজার সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল ৷ অথচ মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স আর নিফটি পড়ে যায়৷ তবে শেয়ার বিশেষজ্ঞদের দাবি, চূড়ান্ত গণনা শেষে রাজনৈতিক ধারাবাহিকতা ও স্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে বাজারের অবস্থা ভালো হবে ৷ তারপর মন্ত্রিপরিষদ গঠন ও কেন্দ্রীয় বাজেটের প্রত্যাশা অনুযায়ীও কিছু অদলবদল হবে ৷ বাজার কেমন থাকবে তা বুধবারের আগে স্পষ্ট হবে না বলেই অনুমান বিশেষজ্ঞদের।

    কত পড়ল সূচক

    এদিন বেলা যত গড়াল, ততই পতন হল সূচকের (Sensex-Nifty) । মঙ্গলবার সকালে ১০টা নাগাদ ২০০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। ১১টা ১০ মিনিটে নাগাদ ৪,০০০ পয়েন্ট পতন হয়। মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ভোটের (Lok Sabha Election 2024) যে ফলাফল প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯১টি লোকসভা আসনে এগিয়ে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জায়গায় এখনও পৌঁছয়নি। মঙ্গলবার ট্রেডিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে লগ্নিকারীরা হারিয়েছেন প্রায় ২০ লক্ষ কোটি টাকা। সকাল ১১টা ১০ মিনিটে নিফটির পতন হয়েছে ৫.০৭ শতাংশ। নিফটি সূচকে সান ফার্মা, ডিভি’স ল্যাব, নেসলে ইন্ডিয়া, সিপ্লা এবং ব্রিটানিয়ার শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ৷ অন্যদিকে শেয়ারের দর কমেছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, লারসেন অ্যান্ড টুব্রো (এলটি), কোল ইন্ডিয়া এবং ওএনজিসি-র ৷

    আরও পড়ুন: এনডিএ জোট এগিয়ে ২৯২ আসনে, দিল্লির মসনদে ফের মোদি?

    সোমবার উঠেছিল দর

    সোমবার শেয়ার বাজার (Sensex-Nifty) উঠেছিল নজিরবিহীন ভাবে। ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও নজির গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। উঠেছে ৭৩৩। দুই সূচকই তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে। লগ্নিকারীরা ঘরে তুলেছেন ১৪ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। লগ্নিকারী এবং বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, বুথফেরত সমীক্ষার প্রভাবেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি। ভোটগণনা শুরুর দিকে ফলাফল এদিক-ওদিক হওয়ায় বাজারেও তার ছায়া পড়ছিল। কিন্তু দুপুরের দিকে ফল স্পষ্ট হচ্ছে। ফের সরকার গড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রে স্থিতিশীল সরকার থাকলে শেয়ার মার্কেটও ঠিক থাকবে বলে অনুমান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    Lok Sabha Election 2024: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম। লোকসভা (Lok Sabha Election 2024) ভোটের গণনা কেন্দ্রে পরিদর্শন করে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহতো। আবার বারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং নিজের এক্স হ্যান্ডলে আই প্যাক টিমের দুজন ব্যক্তির ছবি পোস্ট করেছিলেন। সেখানে যে দুজনের ছবি পোস্ট করা হয়েছে, তাদের কার্যত পুরুলিয়ায় দেখা গিয়েছে বলে দাবি করেন জ্যোতির্ময়। যদিও তৃণমূলের দাবি, বিজেপি অপপ্রচার করছে। ঘটনায় গণনার দিনে ব্যাপক শোরগোল পড়েছে।

    কী বললেন জ্যোতির্ময় সিং মাহাতো (Lok Sabha Election 2024)?

    পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী (Lok Sabha Election 2024) জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “বিজেপি নেতা অর্জুন সিং নিজের এক্স হ্যান্ডলে দুজনের ছবি পোস্ট করেছেন। ওই দুজনকে আইপ্যাকের লোক বলে চিহ্নিত করেছেন তিনি। তাদের বারাকপুরে দেখা গিয়েছিল। এবার পুরুলিয়া গণনা কেন্দ্রের বাইরে রাস্তায় এই দুইজন সন্দেহভাজনকে দেখা গিয়েছে। দুজনের নাম সিদ্ধার্থ ও কুণাল। আমার মনে হচ্ছে ওরা কারচুপি করতে এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা পর্যবেক্ষক, নির্বাচন কমিশনকে জানাব।”

    তৃণমূলের বক্তব্য

    বিজেপির অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো অভিযোগ অস্বীকার করে বলেছেন, “কোনও আই প্যাক নেই। বিজেপি হারবে তাই অজুহাত বের করছে। আমরা জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত। বাংলায় তৃণমূল একক ভাবে জয়ী (Lok Sabha Election 2024) হবে।”

    আরও পড়ুনঃফের সন্দেশখালিতে ধুন্ধুমার! পুলিশি অভিযানের বিরুদ্ধে আন্দোলনে মহিলারা

    বিজেপি আগেই আই প্যাক নিয়ে সতর্ক করেছিল

    তৃণমূল, লোকসভা (Lok Sabha Election 2024) গণনা কেন্দ্রে আই প্যাকের লোকজনকে কাজে লাগিয়ে গণনাকে প্রভাবিত করবে বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন, “আমরা আমাদের কর্মীদের সব জায়গায় সতর্ক করেছি। সবাইকে সচেতন থাকতে বলেছি। তৃণমূল নানা রকম দুর্বুদ্ধির প্রয়োগ করবে। আই প্যাকের লোকজনদের উপর নজর রাখতে হবে। ইভিএমগুলিকে কিছু করে দিতে পারে।” ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ফলাফলকে গণনা কেন্দ্রে থেকে কারচুপি করার বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অভিযোগ তুলেছিল। ফলে এই বার লোকসভা ভোটে যাতে না হয়, তাই নিয়ে তৃণমূলের দিকে ফের আঙুল তোলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Resturant in Railway coach: অভিনব ভাবনা! রেল কোচের মধ্যেই তৈরি হল রেস্তরাঁ, কোথায়? জানুন

    Resturant in Railway coach: অভিনব ভাবনা! রেল কোচের মধ্যেই তৈরি হল রেস্তরাঁ, কোথায়? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ট্রেনে না চড়েও রেলের কামরায় বসে পেয়ে যাবেন ধোঁয়া ওঠা খাবার। সম্প্রতি নিউ কোচবিহার (New Cooch Behar) রেলওয়ে পার্কে, রেলের কোচের মধ্যেই তৈরি করা হল অত্যাধুনিক মানের রেস্টুরেন্ট। সোমবার মহাসমারহে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনের সম্মুখে থাকা পার্কে এই ধরনের রেলওয়ে কোচ রেস্টুরেন্টের (Resturant in Railway coach) উদ্বোধন করা হয়েছে। 
    এই উদ্বোধনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার দীপক রায়, নর্থ ফ্রন্ট ইয়ার রেল ওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম রনিশ গুপ্তা। উপস্থিত ছিলেন ডিসিএম অঙ্কিত গুপ্তা থেকে শুরু করে রেলওয়ের অন্যান্য আধিকারিকেরাও।

    কী কী পাওয়া যাবে এই রেস্টুরেন্টে? (Resturant in Railway coach) 

    জানা গিয়েছে এই অত্যাধুনিক মানের রেস্টুরেন্টে যেকোনো সুস্বাদু খাবার থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান খাবার যেমন পাওয়া যাবে, ঠিক তেমনই নির্দিষ্ট সময়ের জন্য ৫০ টাকার নিরামিষ ভাতও পাওয়া যাবে। 

    কী জানালেন রেস্টুরেন্টের কর্ণধার? 

    নিউ কোচবিহার (New Cooch Behar) পার্কে এই ধরনের রেস্টুরেন্ট খুলতে পেরে রেস্টুরেন্টের কর্ণধার প্রিয়ব্রত দুবে জানান, রেলওয়ের জমিতে এই ধরনের পরিষেবা শুরু হওয়ায় একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধা হবে, তেমনি অপরদিকে ভারতীয় রেলওয়েও আর্থিকভাবে অনেকটাই উপকৃত হবে।  
    অন্যদিকে এ প্রসঙ্গে নর্থ ফ্রন্ট ইয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম রনিশ গুপ্তা বলেন, “এখানকার মানুষ ও যাত্রীরা প্রায়শই আমাদের জিজ্ঞাসা করতেন এখানে কবে রেস্টুরেন্ট ওপেন হবে। এতদিন সেই কাজ চলছিল। তবে আজ অবশেষে সেই দিন এসেছে। আজ থেকে আমরা এই রেস্টুরেন্টের (Resturant in Railway coach) পরিষেবা চালু করলাম সাধারণ মানুষের জন্য।”

    আরও পড়ুন: গণনা চলছে ওড়িশা, অন্ধ্র বিধানসভা ভোটেরও, কোন রাজ্যের কুর্সিতে কে?

    যদিও এটিই প্রথম স্টেশন নয় যেখানে রেলওয়ে কোচে রেস্টুরেন্টের উদ্বোধন হল। এর আগে রাজা ভাত খাওয়া এবং কোকরাঝাড়ে এইধরনের অত্যাধুনিক মানের রেলওয়ে কোচ রেস্টুরেন্টের (Resturant in Railway coach) উদ্বোধন হয়েছিল। আর এবার আরও এক রেলওয়ে কোচ রেস্টুরেন্টের উদ্বোধন হল নিউ কোচবিহার (New Cooch Behar) রেলওয়ে পার্কে। স্বাভাবিকভাবেই এই অত্যাধুনিক মানের রেস্টুরেন্ট উদ্বোধনের পর থেকেই উচ্ছ্বসিত এলাকাবাসী ও রেলওয়ের যাত্রী সাধারন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share