Tag: BCCI

BCCI

  • ICC World Cup: দুর্গাপুজোর সময় বিশ্বকাপ! ক্রিকেট মহাযুদ্ধের দিন ঘোষণা আইসিসির

    ICC World Cup: দুর্গাপুজোর সময় বিশ্বকাপ! ক্রিকেট মহাযুদ্ধের দিন ঘোষণা আইসিসির

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর সময় শুর হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ। আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের (ICC World Cup) মেগা আসর শুরু হবে ৫ অক্টোবর। ফাইনাল হবে ১৯ নভেম্বর। মঙ্গলবার এক দিনের বিশ্বকাপের শুরু এবং ফাইনালের সম্ভাব্য দিন ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। উদ্বোধন হতে পারে মুম্বইয়ে। ফাইনাল হওয়ার কথা আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 

    ৪৬ দিন ধরে চলবে প্রতিযোগিতা

    এক দিনের বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশিত হয়নি।  ভারতের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। ৪৬ দিন ধরে চলবে প্রতিযোগিতা। ১০ দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের তিনটি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা হবে। বিশ্বকাপের ম্যাচগুলি হবে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বইয়ে। কোন শহরে কোন দল খেলবে, সে সব এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তুতি ম্যাচের জন্য কোন দুটি বা তিনটি জায়গা বেছে নেওয়া হবে,সেটা এখনও নির্ধারিত হয়নি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সভা হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে সব রাজ্য দল যাতে সমানভাবে ম্যাচ পায় সেটি দেখতে হবে। রোটেশন প্রথায় খেলাগুলো ফেলা হবে। ইডেনে হবে দুটি কোয়ার্টার ফাইনাল ও একটি সেমি ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের এখনও সাত মাস বাকি। তার আগে দলের গ্রুপ বিন্যাস হবে।

    কর ছাড়ের আবেদন

    সাধারণত বিশ্বকাপ শুরুর এক বছর আগেই সূচি ঘোষণা করে দেয় আইসিসি। কিন্তু এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা যে সেই কাজটা করতে পারেনি, সেটার পিছনে মূলত দুটি কারণ আছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বিশ্বকাপের জন্য কর ছাড় এবং পাকিস্তান দলের ভিসায় অনুমোদনের বিষয় নিয়ে এখনও ভারত সরকারের চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষা করছে বিসিসিআই। বিশ্বকাপের আয়োজক আইসিসির হয়ে আনুমানিক ৯৬৩ কোটি টাকা কর হিসেবে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে ভারতীয় বোর্ডকেই। 

    আরও পড়ুন: আইএসএল জয়ের দিনেই পুরনো নামের মৌতাতে মোহনবাগান!

    আইসিসির নিয়মানুযায়ী, কোনও দেশ বিশ্বকাপ আয়োজন করতে চাইলে সরকারের তরফে কর ছাড়ের অনুমতি আদায় করতে হয়। যদি কর ছাড় না পাওয়া যায়, তা হলে সেই অর্থ আয়োজক দেশের ক্রিকেট বোর্ডকেই দিতে হয়। ভারতের করের নিয়মে এ ধরনের ছাড়ের কোনও উল্লেখ নেই। কেন্দ্রীয় সরকার প্রথমে জানিয়েছিল, বিশ্বকাপ থেকে আয়ের উপর ১০.৯২ শতাংশ কর দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সেই কর মকুবের জন্য আবেদন করেছিলেন বিসিসিআই কর্তারা। এখনও তা নিয়ে কিছু চূড়ান্ত হয়নি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shoaib Akhtar: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    Shoaib Akhtar: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত না খেললে এশিয়া কাপ জৌলুস হারাবে,অভিমত পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতারের (Shoaib Akhtar)। ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে দল পাঠানো হবে না। নাছোড়বান্দা পাকিস্তান ক্রিকেট বোর্ড-ও। প্রাথমিকভাবে ঠিক হয়ে গিয়েছিল চলতি বছর ৫০ ওভারের এশিয়া কাপ হবে পাকিস্তানে। কিন্তু ভারত পাক-ভূমে দল পাঠাতে নারাজ। এই প্রেক্ষিতে শোয়েবের (Shoaib Akhtar) এই মন্তব্য আগুনে ঘি ঢালল। এ হেন মন্তব্যের জেরে  শোয়েবের কপালে  জুটতে পারে দেশদ্রোহী তকমাও।

    শোয়েবের ভারত-প্রীতি

    ভারতঘেঁষা হিসেবে খ্যাতি রয়েছে শোয়েবের (Shoaib Akhtar)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতীয়দের থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। এশিয়া কাপে ভারত না খেললে ওদের অভাব অনুভব করব। এশিয়া কাপ পাকিস্তানে হোক কিংবা শ্রীলঙ্কায়, ভারতের খেলা দেখতে চাই।” প্রাক্তন জোরে বোলারের মতে, বিরাট কোহলি, রোহিত শর্মারা না খেললে প্রতিযোগিতা আকর্ষণ হারাবে। বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্যও মুখিয়ে রয়েছেন প্রাক্তন জোরে বোলার। তিনি বলেছেন, ‘‘কোহলিকে আবার আগের মতো ব্যাট করতে দেখলে আমি এক দমই অবাক হব না। ও যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার।’’

    দুই বোর্ডের লড়াই

    সম্প্রতি, দুই ক্রিকেট বোর্ডের লড়াইয়ের ফলে এশিয়া কাপ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রতিযোগিতা কোথায়, কীভাবে হবে— তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতীয় বোর্ডের অবস্থানের সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। কিন্তু তাঁদের সঙ্গে সহমত নন শোয়েব (Shoaib Akhtar)।

    আরও পড়ুন: ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ বাংলাদেশের! আইপিএলের আগে ছন্দে লিটন

    দু’দিন আগেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি। তাঁর বক্তব্য ছিল, ভারত ছাড়া কোনও দেশ-ই পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে না। যত উদ্বেগ ভারতের। মার্চ মাসেই সমস্যা সমাধানে বৈঠকে বসার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির। এর মধ্যে শোয়েবের (Shoaib Akhtar) মন্তব্যের জেরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে গোটা পাকিস্তানে। শোয়েবের কথায়, খেলা কোথায় হবে তা নিয়ে ভাবতে চান না তিনি শুধু এশিয়া কাপে ভারতীয় দলকে খেলতে দেখতে চান।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chetan Sharma: বেফাঁস মন্তব্যের জের! মুখ্য নির্বাচক পদ থেকে সরে গেলেন চেতন শর্মা

    Chetan Sharma: বেফাঁস মন্তব্যের জের! মুখ্য নির্বাচক পদ থেকে সরে গেলেন চেতন শর্মা

    মাধ্যম নিউজ ডেস্ক: পদত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মুখ্য নির্বাচক চেতন শর্মা। রঞ্জি ফাইনালের প্রথম দিন ইডেনে উপস্থিত ছিলেন চেতন। কলকাতায় বসেই বিসিসিআই সচিব জয় শাহকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। সেটা গৃহীত হয়েছে। রঞ্জি ট্রফি ফাইনালের প্রথম দিনের খেলা পুরোটাই দেখেন সদ্য প্রাক্তন হওয়া বোর্ডের মুখ্য নির্বাচক। তারপরই পদত্যাগ করেন। শুক্রবার রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিন আর চেতনকে ইডেনে দেখা যায়নি। 

    বেফাঁস মন্তব্য

    সম্প্রতি স্টিং অপারেশেনে চেতন শর্মার বেফাঁস মন্তব্য নিয়ে বিতর্কে জড়িয়েছিল বিসিসিআই। এরপর তাঁর চাকরি যাওয়া ছিল সময়ের অপেক্ষা এমনই ধারণা ক্রিকেট মহলের। যদিও বিসিসিআইয়ের কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই জাতীয় নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন চেতন শর্মা। স্টিং অপারেশনে ভারতীয় ক্রিকেটের বিতর্কিত অধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির দ্বন্দ্ব নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন চেতন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যে ইগোর লড়াইয়ের কারণেই অধিনায়কত্ব হারিয়েছিলেন বিরাট বলে মন্তব্য করেছিলেন চেতন। এছাড়া জসপ্রীত বুমরাহকে ব্যাথা কমানোর ইঞ্জেকশন দিয়ে জোর করে খেলানো হয়েছিল বলে দাবি করেন চেতন শর্মা।

    শিবসুন্দরের হাতে দায়িত্ব!

    চেতন শর্মা ইস্তফা দেওয়ায় বোর্ডের নির্বাচন কমিটির সদস্য সংখ্যা নেমে এল চারে। সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা, এস শরথ এবং এসএস দাসকে গত জানুয়ারি মাসে বিসিসিআইয়ের নির্বাচন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর পুরো সিলেকশন কমিটিকেই বদলে ফেলার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে মুখ্য নির্বাচক পদে তেমন কাউকে না পাওয়ায় চেতন শর্মাকেই ফিরিয়ে নিয়ে আসা হয়। দ্বিতীয়বার তাঁর মেয়াদ রইল মাসখানেকের মতো।

    আরও পড়ুন: সৌরভের সঙ্গে ইগোর লড়াই, নেতৃত্ব ছাড়েন বিরাট! গোপন ক্যামেরায় আর কী কী বললেন চেতন শর্মা?

    বোর্ড সূত্রে খবর, চেতনের জায়গায় নির্বাচক প্রধানের দায়িত্ব সামলাতে চলেছেন শিবসুন্দর দাস। আগামী দিনে তাঁর হাতেই মুখ্য নির্বাচকের ব্যাটন তুলে দিতে পারে বিসিসিআই। ভারতের হয়ে ২৩টি টেস্ট খেলা শিবসুন্দর কিছু দিন আগেই নির্বাচক কমিটিতে সুযোগ পান। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন আন্তর্জাতিক ম্যাচে খেলেন শিব। ওড়িশার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতেন তিনি। ভারতের হয়ে চারটি এক দিনের ম্যাচও খেলেছিলেন শিবসুন্দর। টেস্টে দু’টি শতরান-সহ ১৩২৬ রান করেছিলেন তিনি। নির্বাচক কমিটিতে থাকা বাকি সদস্যদের থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা কিছুটা বেশি শিবসুন্দরের। সেই কারণেই তাঁর উপর দায়িত্ব দেওয়া হতে পারে, বলে অনুমান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Womens IPL: প্রায় ১০০০ কোটিতে বিক্রি মহিলা আইপিএলের মিডিয়া রাইটস! কারা পেল জানেন?

    Womens IPL: প্রায় ১০০০ কোটিতে বিক্রি মহিলা আইপিএলের মিডিয়া রাইটস! কারা পেল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরেই শুরু হবে ভারতীয় মহিলাদের প্রথম আইপিএল। ২০২৩ সালের মার্চ মাসে হতে পারে মেয়েদের আইপিএল। ফলে আইপিএলের জন্য আয়োজনের প্রস্তুতিও তুঙ্গে। প্রস্তুতি পর্বের পাশাপাশি এবারে মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্সের ভায়াকম ১৮ পাঁচ বছরের জন্য ৯৫১ কোটি টাকায় মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনল। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত থাকবে এই চুক্তি। এই বেসরকারি সংস্থাটির মিডিয়া রাইটস অর্জন করার কথা সোমবার ট্যুইটারে জানান বিসিসিআই সচিব জয় শাহ।

    মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব গেল আম্বানিদের হাতে

    মহিলাদের আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার লড়াইয়ে ভায়াকমের সঙ্গে ছিল ডিজনি স্টার, সোনি ও জি। মিডিয়া রাইটস কেনার জন্যে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে সংস্থাগুলোর মধ্যে। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে ভায়াকম ১৮। টেলিভিশন ও ডিজিটাল দুটি স্বত্বই কিনেছে তারা। মোট ৯৫১ কোটি টাকাতে সম্প্রচার স্বত্ব কিনেছে ভায়াকম। অর্থাৎ ম্যাচপিছু ৭.০৯ কোটি টাকায় বিক্রি হয়েছে সম্প্রচার স্বত্ব।

    সোমবার জয় শাহ ট্যুইট করে লিখেছেন, “শুভেচ্ছা জানাই ভায়াকম ১৮-কে মহিলা আইপিএল-এর মিডিয়া রাইটস পাওয়ার জন্য। বিসিসিআই এবং বিসিসিআই মহিলা দলের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। ৯৫১ কোটি টাকার বিনিয়মে এই রাইটস অর্জন করেছে ভায়াকম যার ফলে প্রতিটি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে ৭.০৯ কোটি টাকা। এটা বিরাট ব্যাপার মহিলা ক্রিকেটের জন্য।”

    কবে হবে মহিলা আইপিএল?

    সূত্রের খবর অনুযায়ী, আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে মহিলাদের প্রথম আইপিএল। এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মোট ২২ টি ম্যাচ হবে। মহিলাদের আইপিএল বাণিজ্যিক ভাবে সফল করতে চেষ্টার ত্রুটি রাখছেন না ক্রিকেট কর্তারা। ২৫ জানুয়ারি বিসিসিআই মহিলা আইপিএলের পাঁচটি দলের নাম ঘোষণা করবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, উদ্বোধনী মহিলা আইপিএলে মোট ছ’টি দল থাকবে। পুরুষ আইপিএলের মতই শহরভিত্তিক দল হবে। সেজন্য প্রাথমিকভাবে ১০ টি শহর কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, আমদাবাদ, ধর্মশালা, গুয়াহাটি, ইন্দোর এবং লখনউ বেছে নেওয়া হয়েছে।বিসিসিআই সূত্রে খবর, মহিলাদের আইপিএলের নিলাম হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। ইতিমধ্যেই নিলাম নিয়ে জোর কদমে কাজও শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

    নিলামের জন্য কত বেসপ্রাইজ?

    রিপোর্ট অনুযায়ী, যে খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে খেলেছেন বা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তাঁরা বেস প্রাইজ হিসেবে ৩০ লক্ষ, ৪০ লক্ষ এবং ৫০ লক্ষ টাকা বেছে নিতে পারেন। যাঁরা আনক্যাপড খেলোয়াড়, তাঁদের হাতে দুটি সুযোগ থাকবে – ১০ লাখ টাকা এবং ২০ লাখ টাকা।

  • Chetan Sharma: চেয়ারম্যান চেতন শর্মাই! পাঁচ সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল বিসিসিআই

    Chetan Sharma: চেয়ারম্যান চেতন শর্মাই! পাঁচ সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল বিসিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচকদের নাম ঘোষণা করল বিসিসিআই। পাঁচজনের মধ্যে চারজনই নতুন। তবে ফের চেয়ারম্যান হলেন চেতন শর্মা (Chetan Sharma)। বরখাস্ত হওয়া কমিটিতেও তিনি একই দায়িত্বে ছিলেন। শনিবার বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিলেন ৫ নির্বাচকের নাম।

    কমিটিতে কারা

    এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই কারণেই ভেঙে দেওয়া হয়েছিল নির্বাচক কমিটি। বোর্ডের বিজ্ঞপ্তি জারির পর নতুন নির্বাচক কমিটিতে জায়গা পাওয়ার জন্য আবেদন পড়েছিল প্রায় ছ’শো। যেখানে শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ এমনকী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল-হকের নামে ভুয়ো পরিচয়পত্র দিয়ে আবেদন জমা পড়েছিল। যাবতীয় তথ্য খতিয়ে দেখার পর শেষে ৩০ জনের শর্টলিস্ট তৈরি করেছিল ক্রিকেট উপদেষ্টা কমিটি। যেখানে রয়েছেন অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক। তাঁরাই পরে ১১ জনের ইন্টারভিউ নেন। একটা সময় শোনা গিয়েছিল, প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে। কিন্তু তাঁকে ইন্টারিভিউয়ে না ডাকার মধ্যেই বোঝা যায়, বিসিসিআই কর্তারা অন্য কিছু ভাবছেন। শুধু তাই নয়, টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতা নিয়ে যে পর্যালোচনা বৈঠক হয়েছিল সেখানেই হাজির ছিলেন চেতন শর্মা (Chetan Sharma)। ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তিনি নির্বাচক পদে থেকে যেতে চলেছেন ও চেয়ারম্যান হবেন। সেটাই হল। তবে নির্বাচক কমিটির বাকি চার সদস্য নতুন। মধ্যাঞ্চল থেকে শিবসুন্দর দাস, পূর্বাঞ্চল থেকে প্রাক্তন পেসার সুব্রত ব্যানার্জি, দক্ষিণাঞ্চলের শ্রীধরন শরৎ ও পশ্চিমাঞ্চলের সলিল আঙ্কোলা।

    আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    চেতন শর্মাই যোগ্য

    তবে চেতন শর্মাকে একই পদে রেখে দিয়ে নির্বাচক কমিটি ভাঙার কারণ খুঁজে পাচ্ছেন না অনেকেই। প্রশ্ন উঠছে, তাহলে আগের কমিটি ভেঙে দেওয়ার কারণ কি? চেতেনকে রেখে বাকিদের সরিয়ে দেওয়া? তবে বিসিসিআইয়ের যুক্তি, সামনেই ভারতের নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের দল বাছবে নতুন নির্বাচক কমিটি। বোর্ড মনে করেছে চেতনের থেকে যোগ্য লোক এই মুহূর্তে কেউ নেই। ক্রিকেট উপদেষ্টা কমিটি তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তারা মনে করেছে যে, চেতন অভিজ্ঞ এবং দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। হঠাৎ তাঁকে বদলানো উচিত হবে না বলেই মনে করেছে উপদেষ্টা কমিটি। সামনে বিশ্বকাপও। চেতন জানে কী ভাবে ২০২৩ সালের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল। সেই কারণেই তাঁকে রেখে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • BCCI: ২০২৩- এর বিশ্বকাপ দলের ২০ জনের নাম ঘোষণা বিসিসিআই- এর, আইপিএল নিয়েও বড় সিদ্ধান্ত

    BCCI: ২০২৩- এর বিশ্বকাপ দলের ২০ জনের নাম ঘোষণা বিসিসিআই- এর, আইপিএল নিয়েও বড় সিদ্ধান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: এখন থেকেই ২০২৩- এর বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। ২০১১ সালের পর ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তাই এবারের ওডিআই বিশ্বকাপকে পাখির চোখ করে এগোতে চায় বিসিসিআই (BCCI)। ২০১১- এর পর কাপও আসেনি দেশে। তারও এক চাপ রয়েছে। এবার ঘরের মাঠে বিশ্বকাপ তোলার পালা। আর সেই সুযোগকে হাতছাড়া করতে চায় না বিসিসিআই। আর তাই বছরের প্রথম দিনের বৈঠকেই বিশ্বকাপের জন্য ২০ সদস্যকে বেছে নিল তারা। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২০ জনের মধ্যে থেকে বিশ্বকাপের আগে চূড়ান্ত ১৫ জনকে বেছে নেবেন নির্বাচকরা। এর অর্থ ২০ জনের উপর বিশ্বকাপ পর্যন্ত কড়া নজর থাকবে বোর্ডের।  

    প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগে পর্যন্ত সিরিজগুলোতে এই ২০ জন প্লেয়ারকে দিয়েই খেলানো হবে। যাতে বিশ্বকাপে চূড়ান্ত প্রস্তুতি নিতে পারেন তাঁরা এবং ওয়ার্কলোডও দেখা হবে। বৈঠকের পরে নাম না প্রকাশের শর্তে এক বোর্ড কর্তা বলেন, “খুব গঠনমূলক বৈঠক হল। যেখানে আমরা অতীতের পারফরমেন্স নিয়ে বিশ্লেষণ করেছি এবং আগামী লিগগুলোর জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছি। এই লিগের মধ্যে রয়েছে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আমরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রাধান্য দিচ্ছি এবং আইপিএল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও দেখতে হবে।” 

    এই বৈঠকে আলোচনা হয়েছে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরমেন্স নিয়েও। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে এনসিএ প্লেয়ারদের ফিটনেস নিয়ে আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করবে। এরসঙ্গে প্লেয়ারদের ইয়ো ইয়ো পরীক্ষা দিয়ে জাতীয় দলে প্রবেশের মত বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ইতিমধ্যেই শ্রীলঙ্কা সিরিজ়ের দল বেছে ফেলেছেন নির্বাচকরা। এক দিনের সিরিজ়ে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। হার্দিক পাণ্ডিয়া সেই সিরিজ়ে সহ-অধিনায়ক করা হয়েছে। দলে রাখা হয়েছে মহম্মদ শামিকেও। রবীন্দ্র জাডেজা এবং যশপ্রীত বুমরা এখনও পুরোপুরি সুস্থ নন। তাঁদের বাদ দিয়েই দল গঠন করা হয়েছে। সুযোগ দেওয়া হয়েছে উমরান মালিককে। মোট ১৬ জনের দল ঘোষণা করেছে ভারত।

    বোর্ডের বৈঠকে ছিলেন বিসিসিআই (BCCI) সভাপতি রজার বিন্নী, সচিব জয় শাহ, প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। 

    আইপিএল নিয়েও নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইচ্ছা করলেই যে কোনও ক্রিকেটারকে খেলানো যাবে না আইপিএলে। তার জন্য মানতে হবে নিয়ম। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা চোটপ্রবণ। প্রতি বার আইপিএল খেলতে গিয়ে চোট পান তাঁরা। ফলে দেশের হয়ে তাঁদের পা ওয়া যায় না। সেটা যাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার 

    বিসিসিআই (BCCI) জানিয়েছে, যে সব ভারতীয় ক্রিকেটার বেশি চোটপ্রবণ তাঁদের দিকে নজর রাখতে হবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজ়ি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে। তারাই ঠিক করবে, কোন ক্রিকেটারকে কটি ম্যাচে বিশ্রাম পাবেন। দেশের হয়ে যাতে তাঁদের পাওয়া যায়, সেই কথা মাথায় রেখে আইপিএলে বিশ্রাম দিতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Dexa Test: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

    Dexa Test: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার মুম্বইতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সিনিয়র দলের পর্যালোচনা বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে কোনও ক্রিকেটারকে দলে জায়গা পেতে মুখোমুখি হতে হবে কঠিন পরীক্ষার। সূত্রের খবর, ইয়ো-ইয়ো টেস্ট এবং ডেক্সা টেস্ট (Dexa Test) এখন ক্রিকেটারদের দলে নির্বাচনের মাপকাঠির অংশ হবে। যদিও ইয়ো-ইয়ো টেস্টের কথা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সবার জানা। এর আগে একাধিক ক্রিকেটার এই ইয়ো ইয়ো টেস্টে সফল হতে পারেননি। তবে বিসিসিআই এবার ফিটনেসের যোগ্যতামান হিসেবে ইয়ো-ইয়ো টেস্টের পাশাপাশি ডেক্সা টেস্টের প্রচলন করছে জাতীয় দলে। অর্থাৎ এবার টিম ইন্ডিয়ায় নির্বাচিত হলে ক্রিকেটারদের ইয়ো-ইয়ো টেস্টে পাশ করা ছাড়াও ডেক্সা টেস্টেও পাশ হতে হবে।

    বিসিসিআইয়ের পর্যালোচনা বৈঠক

    গত রবিবার, ভারতীয় ক্রিকেটারদের কথা ভেবে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়, প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা, বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সচিব জয় শাহ। এই বৈঠকেই ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আলোচনা করা হয়। অতীতে একাধিকবার খেলোয়াড়দের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ উঠে এসেছে। ফলে আঘাত পাওয়ার থেকে দূরে থাকতেই ইয়ো-ইয়ো টেস্টের পাশাপাশি ডেক্সা টেস্টও বাধ্যতামূলক করা হচ্ছে। তবে এখন প্রশ্ন উঠছে, কী এই ডেক্সা টেস্ট?

    আরও পড়ুন: লক্ষ্য বিশ্বকাপ ২০২৩! একনজরে এ বছরের ভারতীয় ক্রিকেটের সূচি

    কী এই ডেক্সা টেস্ট?

    এটি একটি বিশেষ পদ্ধতি, যার মাধ্যমে মানুষের শরীরে হাড়ের ঘনত্ব মাপা হয়। একটি স্ক্যান করা হয়, যেখানে ‘ডুয়াল এনার্জি এক্স-রে’ শরীরে প্রবেশ করে। তার মাধ্যমে হাড়ের ঘনত্ব মাপা যায়। অর্থাৎ, কোনও ক্রিকেটারের হাড়ের ঘনত্ব কতটা তা এই পরীক্ষা থেকে জানা যায়। যে ক্রিকেটারের হাড়ের ঘনত্ব কম, সেই ক্রিকেটারের চোট পাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে তাঁদের হাড়ে ঘনত্ব বাড়াতে হবে। এছাড়াও এই টেস্টের সাহায্যে বডি ফ্যাটের সঠিক পরিমাণ নির্ধারণ দুর্বল এবং চর্বিহীন মাংসপেশী চিহ্নিত করা যায়।

    কোথায়, কীভাবে এই পরীক্ষা করা হবে?

    এটি ১০ মিনিটের একটি পরীক্ষা। এই পরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্র দরকার। ইতিমধ্যেই বিসিসিআই সেই যন্ত্র আনানোর পরিকল্পনা করছে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হবে এই পরীক্ষা। প্রতিটি সিরিজের আগে পরীক্ষা করে দেখা হবে। এই পরীক্ষা করার সময় ক্রিকেটারদের শরীরে যন্ত্রণা বা অন্য কোনও শারীরিক সমস্যা হবে না বলে জানানো হয়েছে।

    এই টেস্ট কেন করা হবে ও এতে কী লাভ হবে ক্রিকেটারদের?

    সাম্প্রতিক কালে ক্রিকেটারদের চোটের যে বাড়াবাড়ি দেখা যাচ্ছে, তার কারণেই ইয়ো-ইয়ো পরীক্ষা ফেরানো তো হয়েছেই এবং এর সঙ্গে ডেক্সা পরীক্ষাও যোগ করা হয়েছে। আর ডেক্সা টেস্ট ক্রিকেটারদের আভ্যন্তরীণ গঠনের সঠিক ছবি তুলে ধরবে ট্রেনারের কাছে। ডেক্সা টেস্টের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ক্রিকেটারদের ফিটনেস লেভেল বাড়িয়ে তোলা যাবে ও আঘাত থেকে দূরে থাকতে পারবে।

  • Rishabh Pant: হরিয়ানার বাসচালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ঋষভ! কেমন আছেন পন্থ?

    Rishabh Pant: হরিয়ানার বাসচালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ঋষভ! কেমন আছেন পন্থ?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি-দেরাদূন হাইওয়ের ওপর তখন দুমড়ে মুচড়ে পড়ে ছিল বহুমূল্য গাড়িটি। দাউ দাউ করে আগুন জ্বলছে। গাড়ির ভিতরে কে? তখনও অজানা। চোখের সামনে ভোরবেলা এমন ভয়াবহ দুর্ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বাস থামান হরিয়ানা রোডওয়েজের বাসচালক সুশীল মান। বাস থেকে নেমে ছুটে যান দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির দিকে। চালকের আসনে বসে থাকা যুবককে কোনওমতে টেনে হিচড়ে বের করেন। সেই সময়ও তিনি জানতেন না যে যাকে উদ্ধার করছেন, তিনি ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ।

    কেমন আছেন পন্থ

    ঋষভ পন্থ এখন আগের থেকে ভাল রয়েছেন। তাঁর মস্তিষ্ক আর মেরুদণ্ডের এমআরআই স্ক্যান করা হয়েছিল। জানা গিয়েছে, মস্তিষ্ক ও মেরুদণ্ড স্বাভাবিক রয়েছে। গুরুতর কোনও চোট নেই। তাঁর মুখের ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি করা হয়। তবে পন্থের হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি। কারণ, দুটি জায়গাই অসম্ভব ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণাও। ফোলা ভাব কিছুটা না কমলে স্ক্যান করা যাবে না। হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, পন্থ স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে।

    মানবিক সুশীল

    সুশীলের তৎপরতাতেই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। শুক্রবার ভোরে উত্তরাখণ্ড (Uttarakhand) থেকে দিল্লি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতীয় ক্রিকেট দলের উজ্জ্বল তারকা। রুরকির কাছে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় তাঁর গাড়ি (Car Accident)। এরপরে আগুনও ধরে যায় সেই গাড়িতে। ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনার পরই ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রাণরক্ষা করেন সুশীল। যে কারণে তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘হরিয়ানার চালক সুশীল কুমার, যিতি জ্বলন্ত গাড়ি থেকে ঋষভ পন্থকে বার করে এনে বিছানার চাদরে জড়িয়ে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছিলেন, তাঁকে কৃতজ্ঞতা জানাই। আপনার নিঃস্বার্থ কাজের জন্য আমরা ঋণী’।

    আরও পড়ুন: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ! একবাক্যে পুলিশকে জানালেন কীভাবে ঘটেছে গাড়ি দুর্ঘটনা

    দুর্ঘটনার কথা

    দুর্ঘটনার বর্ণনা দিয়ে সুশীল বলেন, “গাড়িটি উল্টে যেতেই আমি রাস্তার একধারে বাস দাড় করাই এবং ডিভাইডারের দিকে ছুটে যাই। যেভাবে গাড়িটা উল্টে পাক খাচ্ছিল, আমি ভেবেছিলাম গাড়িটি উল্টে বাসের নীচে ঢুকে যাবে। গাড়ির চালক (ঋষভ পন্থ) জানালা থেকে অর্ধেক বেরিয়ে ছিল। যখন টেনে বের করার চেষ্টা করছিলাম, তখন ও আমায় জানায় যে ও ক্রিকেটার। আমি ক্রিকেট দেখি না, তাই জানতাম না কে ঋষভ পন্থ। কিন্তু আমার বাসে থাকা অন্যান্যরা ওকে চিনতে পারে।”জানা গিয়েছে, দুর্ঘটনার পরে ঋষভ পন্থ সুশীলকে তাঁর মাকে ফোন করার কথা বলেন। পন্থের ফোন থেকে তাঁর মাকে ফোন করা হলেও, তাঁর ফোন সুইচ অফ ছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে টাকার ব্যাগও উদ্ধার করেন সুশীল। হরিয়ানা রোডওয়েজের পক্ষ থেকে তাঁদের ড্রাইভার সুশীল কুমার এবং কন্ডাক্টর পরমজিতকে সম্মানিত করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সম্মানিত করা হবে এই ২ জনকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sri Lanka T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে তারুণ্যের উপর ভরসা! একদিনের দলে খুব বেশি পরিবর্তন নেই

    Sri Lanka T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে তারুণ্যের উপর ভরসা! একদিনের দলে খুব বেশি পরিবর্তন নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ (Sri Lanka T20) সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এখনও ফিট নন রোহিত শর্মা। তাই তাঁকে দলে রাখা হয়নি। তবে একদিনের সিরিজে তিনি খেলবেন, নেতৃত্বও দেবেন। ওয়ান ডে ফরম্যাটে রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিককেই। যা থেকে স্পষ্ট, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে হার্দিককেই ভাবছে বিসিসিআই (BCCI)।

    টি-২০ সিরিজের দল

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে (Sri Lanka T20) বিশ্রাম দেওয়া হয়েছে আর এক তারকা বিরাট কোহলিকেও। তবে খারাপ পারফরম্যান্সের জেরে বাদ পড়েছেন লোকেশ রাহুল। টি-২০’র পাশাপাশি একদিনের দলে ব্রাত্য ঋষভ পন্থ। আইপিএলের নিলামে ভালো দর পেয়েছিলেন বাংলার পেসার মুকেশ কুমার। তিনি টি-২০ স্কোয়াডে রয়েছেন। ধারবাহিক ভালো পারফরম্যান্সের সুফল পেলেন তিনি। একই সঙ্গে মুকেশ কৃতজ্ঞতা জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি বলেছেন, ‘বাংলায় ভিশন টোয়েন্টি-২০ চালু করেছিলেন সৌরভ। সেই সুযোগই আমাকে এতদূর আসতে সাহায্য করেছে।’

    টি-২০ বিশ্বকাপের রোডম্যাপ

    ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের রোডম্যাপ এখন থেকেই তৈরি করে ফেলতে চাইছেন জাতীয় নির্বাচকরা। এক্ষেত্রে তারুণ্যের উপরই ভরসা রাখতে চাইছে বোর্ড। সেই কারণে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে রোহিতের অনুপস্থিতিতে। আর টি-২০ সিরিজে হার্দিকের ডেপুটি হিসেবে নিয়োগ করা হয়েছে আর এক তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে।

    তবে আগামী বছর দেশের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। সেকথা মাথায় রেখে একদিনের সিরিজে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটেনি জাতীয় নির্বাচকমণ্ডলী। রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলি, লোকেশ রাহুলরা খেলবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে। তবে শিখর ধাওয়ানকে এতদিন স্ট্যান্ড ইন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে শিখর একদিনের দলে সুযোগ পাননি। যা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে ধাওয়ান নির্বাচকদের র‌্যাডারে নেই।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

  • BCCI: নতুন নির্বাচক কমিটি গঠন! আজই বৈঠকে বসছে ক্রিকেট উপদেষ্টা কমিটি

    BCCI: নতুন নির্বাচক কমিটি গঠন! আজই বৈঠকে বসছে ক্রিকেট উপদেষ্টা কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক কমিটি গঠন ঘিরে বিতর্ক তুঙ্গে। টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার জেরে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভেঙে দিয়েছিল বিসিসিআই (BCCI)। তবে ওই কমিটিকে বলা হয়েছিল, নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে। সেই মতো শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ এবং একদিনের সিরিজের দল নির্বাচন করেছে পুরনো কমিটি। রনজি ট্রফির ম্যাচেও তাঁদের দেখা যাচ্ছে। কারণ, নতুন কমিটি ঘোষণা হতে আরও কিছুদিন সময় লাগবে। শুক্রবারই বৈঠকে বসছে ক্রিকেট উপদেষ্টা কমিটির (CAC) তিন সদস্য অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক। তাঁরাই নতুন নির্বাচকদের বেছে নেবেন।

    নির্বাচক কমিটি গঠন নিয়ে বিতর্ক

    বিসিসিআই (BCCI) সূত্রে খবর, জাতীয় নির্বাচক হওয়ার জন্য প্রথমে ৬০০টি আবেদন পত্র জমা পড়েছিল। যার মধ্যে ছিল শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, ইনজামাম-উল-হকদের মতো প্রাক্তন ক্রিকেটারদের নাম। যদিও সেই সিভি তৈরি করা হয়েছিল ভুয়ো পরিচয়পত্র দিয়ে। যাবতীয় নথি খতিয়ে দেখে ক্রিকেট উপদেষ্টা কমিটি (CAC) ৬০ জনের প্রাথমিক তালিকা তৈরি করেছে। সেই তালিকায় রয়েছে বেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তন ক্রিকেটার। খুব সম্ভবত তিনিই হবেন জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান। কিন্তু মজার ব্যাপার হল, বিদায়ী নির্বাচকদের মধ্যে চেতন শর্মাও আবেদন করেছেন। তাঁরও ইন্টারভিউ হবে। আবেদন করেছেন হরবিন্দর সিংও। তবে দেবাশিস মোহান্তি এই পথ মাড়াননি।

    আরও পড়ুন: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

    জাতীয় নির্বাচক হতে পারলে বছরে ১ কোটি টাকা উপার্জনের সুযোগ রয়েছে। চেয়ারম্যান পাবেন আরও বেশি টাকা। তাই অনেকেই আবেদন করেছেন। কিন্তু বোর্ড সূত্রের খবর, যোগ্য প্রার্থী খুঁজে পেতে সমস্যা হচ্ছে। সেই কারণে পুরানো কমিটির কয়েকজনকে হয়তো রেখে দেওয়া হতে পারে। তবে চেতন শর্মা নির্বাচিত হলেও নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাঁকে উত্তরাঞ্চল থেকে সাধারণ প্রতিনিধি হিসেবেই কাজ করতে হবে। সেটা কি তিনি মেনে নেবেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকে বলছেন, সবই সাজানো ব্যাপার। বিসিসিআই (BCCI) কর্তারা আগে থেকেই সব কিছু ঠিক করে রেখেছেন। ক্রিকেট উপদেষ্টা কমিটির (CAC) ইন্টারভিউ নেওয়া পুরোপুরি লোক দেখানো।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share