Tag: BCCI
BCCI
-
T20 World Cup: এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড! অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত
মাধ্যম নিউজ ডেস্ক: টি ২০ বিশ্বকাপে দুরন্ত সূচনা করেছে ভারত। রোমাঞ্চকর ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (India vs Pakistan) চার উইকেটে উড়িয়ে দিয়েছে রোহিত বাহিনী। সেই সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে ভারত গড়ে ফেলেছে এক অনন্য রেকর্ড। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড এখন ভারতের ঝুলিতে। বিরাট কোহলিরা, টপকে গিয়েছেন গতবারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। চলতি বছরের মেন ইন ব্লু ৫৭ টি ম্যাচ খেলে, জয় ছিনিয়ে নিয়েছে ৩৯ টি। ২০০৩ সালে ৪৭ টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া জিতেছিল ৩৮ টি।টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করে বছর শুরু করেছিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। এবছর কুড়ি-বিশের ফরম্যাটে বড় সাফল্য আসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ক্যারিবিয়ান ব্রিগেডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। সাফল্যের সেই ধারা অব্যাহত থাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে। টি-টোয়েন্টি সিরিজে দ্বীপ রাষ্ট্রকে দ্রাবিড়ের ছেলেরা হারিয়েছিলেন তিন শূন্য ব্যবধানে। আর টেস্ট সিরিজের ২-০ ব্যবধানে জিতেছিল ভারত। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফের দেশের মাটিতেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল রোহিত বাহিনী। তবে এই সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়। কারণ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল পঞ্চম ম্যাচটি।এরপর ভারতীয় দল পাড়ি দিয়েছিল। ইংল্যান্ডে। একমাত্র টেস্ট ম্যাচটি সুখের না হলেও, টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ দুই-এক ব্যবধানে জিতেছিল ভারত। বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডের টেস্ট খেলতে ব্যস্ত ছিলেন তখন ভিভিএস লক্ষণের প্রশিক্ষণে ভারতের দ্বিতীয় দলটি আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল। জয় এসেছিল প্রত্যাশিত পথেই (২-০)। ভারতীয় দল গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। আর একদিনে সিরিজে মেন ইন ব্লু ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। জিম্বাবোয়ের বিরুদ্ধেও সিরিজ জেতে ভারত। -
Ind vs Bang: দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট টিম, দেখে নিন সূচি
মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ সাত বছর পর চলতি বছরেই প্রতিবেশী রাজ্য বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট টিম (Indian Cricket Team)। চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে ভারতীয় ক্রিকেট টিম যাবে বাংলাদেশে (Ind vs Bang)। বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া ৩টি ওডিআই ম্যাচ ও ২টি টেস্ট ম্যাচের সিরিজ (Ind vs Bang) খেলবে। বৃহস্পতিবার ভারতের এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। এর আগে শেষবার ২০১৫ সালে বাংলাদেশ সফরে গিয়েছিল ভারতীয় দল।
গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এবং বিসিসিআই (BCCI) পারস্পারিক আলোচনার পর এই সিরিজের সূচিও চূড়ান্ত করে ফেলেছে। সিরিজের তিনটি ওয়ানডেই হবে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে। তারপর ঢাকা থেকে চট্টগ্রাম যাবে দুই দল। সেখানে খেলা হবে সিরিজের প্রথম টেস্ট। কিন্তু আবার সিরিজের দ্বিতীয় টেস্ট হবে মিরপুরেই। ফলে তাঁদের আবার মিরপুরে ফিরে আসতে হবে। টি-২০ বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-২০ খেলার কথা ভারতের। এরপরই বাংলাদেশে চলে যাবে টিম ইন্ডিয়া (Ind vs Bang)। ফলে টি-২০ বিশ্বকাপের পরে বিশ্রাম নেই মেন ইন ব্লু-দের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেন, ‘অতীতে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেক স্মরণীয় ম্যাচ হয়েছে।’ তিনি বলেন, ‘দুই দেশের ক্রিকেট ভক্তরা এই সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’ আবার বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “ভারতের সঙ্গে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমার শুভেচ্ছা জানাই। ভারত-বাংলাদেশ প্রতিযোগীতা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে, এটি উভয় দলের সমর্থকদের জন্য উপভোগ করার একটি দুর্দান্ত সুযোগ হবে।”
ওয়ান ডে সিরিজের সূচি
প্রথম ওয়ান ডে ম্যাচ, ৪ ডিসেম্বর, মিরপুর
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ, ৭ ডিসেম্বর, মিরপুর
তৃতীয় ওয়ান ডে ম্যাচ, ১০ ডিসেম্বর, মিরপুর
টেস্ট সিরিজের সূচি
প্রথম টেস্ট ম্যাচ, ১৪-১৮ ডিসেম্বর, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট ম্যাচ, ২২-২৬ ডিসেম্বর, মিরপুর
এরপর ২৭ ডিসেম্বর সফর শেষ করে দেশে ফিরবে ভারতীয় দল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
-
Sourav Ganguly: নয়া কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে! বিনিকে শুভেচ্ছা সৌরভের
মাধ্যম নিউজ ডেস্ক: নিঃশব্দেই হাত বদল। ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাটন গেল অন্য হাতে। নব নির্বাচিত সভাপতি রজার বিনি (Roger Biny) বিনা প্রতিদ্বান্দ্বিতায় মসনদে বসলেন। আর বিদায় নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সবার নজর ছিল সৌরভের দিকে। কিন্তু তিনি ছিলেন নির্লিপ্ত, শান্ত ও স্থিতধি। দেখে বোঝার উপায় ছিল না, গত কয়েক দিনে তাঁর উপর দিয়ে বয়ে গিয়েছে বিশাল ঝড়। বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) থেকে তাঁর সরে যাওয়া নিয়ে রাজনীতির কারবারিরা ময়দানে নেমে পড়েছিলেন। তবে সৌরভকে দেখে মনে হয়নি, তিনি এই বিষয়গুলিকে খুব একটা পাত্তা দিচেছন। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বোর্ডের বার্ষিক সভায় একাই প্রবেশ করেন মহারাজ। তাঁর হাতে ছিল কিছু দলিল দস্তাবেজ। গত তিন বছর ধরে তাঁর জামানায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সাফল্যের পরিসংখ্যান তিনি তুলে ধরেন ভরা সভায়। প্রশংসীত হয়েছেন। সভা শেষে সৌরভ অবশ্য সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হননি। নিজের বক্তব্য জানিয়ে হোটেল ছাড়েন মহারাজ। যাওয়ার আগে বলেন, ‘রজার বিনিকে শুভেচ্ছা। আশা করব, নতুন কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আরও সাফল্য আসবে।’
আরও পড়ুন: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার
২০১৯ সালে বিসিসিআই সভাপতি হয়েছিলেন সৌরভ। লোধা কমিটির নিয়ম অনুযায়ী তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পর আরও তিন বছর বোর্ড সভাপতি থাকতে পারতেন মহারাজ। ইচ্ছাও ছিল। কিন্তু বিসিসিআইয়ে এমন নজির নেই। অতীতে কোনও সভাপতি পর পর দু’টি টার্ম পাননি। তাই দ্বিতীয়বার বোর্ড সভাপতি হতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই হতাশ সৌরভ ও তাঁর অনুগামীরা। তবে প্রাক্তন ভারত অধিনায়ক, আগামী দিনে আরও বড় কিছু করার বার্তা দিয়েছেন। তাই অনেকের মনে প্রশ্ন, সৌরভ কি তাহলে আইসিসি চেয়ারম্যান হবেন? কিন্তু বোর্ডের সভায় এই বিষয়ে কোনও আলোচনাই হয়নি। ২০ অক্টোবর আইসিসি’র (ICC) চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সব কিছু দেখে মনে হচেছ ভারতীয় বোর্ড হয়তো এবার কাউকে প্রার্থী করবে না। সেক্ষেত্র পূর্ব ঘোষণা মতো ফের সিএবি সভাপতি (CAB President) পদেই দেখা যাবে সৌরভকে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
-
Asia Cup 2023: পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত, সাফ জানালেন বোর্ড সচিব জয় শাহ
মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup) খেলতে পাকিস্তানে (Pakistan) যাবে না ভারত (India)। টুর্নামেন্ট হবে নিরপেক্ষ ভেন্যুতে। সাফ জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। তাঁর এই বক্তব্যে বেজায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেটাই প্রত্যাশিত। কারণ, এই টুর্নামেন্ট আয়োজন করে মোটা মুনাফা ঘরের তোলার পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু রামিজ রাজাদের সেই পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। কারণ, জয় শাহ শুধু বোর্ড সচিব নন, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রসিডেন্টও। স্বাভাবতই তাঁর বক্তব্য যে ফেলে দেওয়ার মতো নয়, তা ভালোই জানে পাকিস্তান। তাই ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।
আরও পড়ুন: তীক্ষ্ণ নজর! মহারণের আগে একে অপরের শক্তি-দুর্বলতা বিশ্লেষণে ব্যস্ত ভারত-পাকিস্তান
২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ। এই প্রসঙ্গে মঙ্গলবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেন, ‘ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কিনা সেটা সরকার সিদ্ধান্ত নেয়। এই ব্যাপারে আমাদের কিছু করার নেই। তবে বিসিসিআইয়ের সিদ্ধান্ত, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠানো হবে না। টুর্নামেন্ট হবে নিরপেক্ষ ভেন্যুতে।’ ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরকারের অবস্থান বুঝেই এই মন্তব্য করেছেন জয় শাহ। কারণ, পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়নি। সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ সহ নানা কারণে ক্রিকেটীয় সম্পর্কে চিড় ধরেছে দুই প্রতিবেশী দেশের। যা সহজে মেটার নয়। তাই পাকিস্তানের মাটিতে ভারত যে এশিয়া কাপ খেলতে যাবে না, সেটা প্রত্যাশিতই ছিল। জয় শাহ শুধু বাস্তব চিত্রটা তুলে ধরেছেন।
আরও পড়ুন: ক্রিকেট ঘোচায় দূরত্ব! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শাহিনকে কী পরামর্শ দিলেন শামি?
বিসিসিআই সচিবের বক্তব্যের পরেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। আগামী বছর ভারতে হবে একদিনের বিশ্বকাপ (World Cup)। এই মেগা টুর্নামেন্ট বয়কটের হুমকিও দিচ্ছে পিসিবি (PCB)। কিন্তু মনে রাখতে হবে, এশিয়া কাপ আর বিশ্বকাপের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বিশ্বকাপে যদি পাকিস্তান না খেলে তাহলে আইসিসি’র (ICC) নির্বাসনের মুখে পড়তে হবে তাদের। তাই যতই হুমকি দিক, শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তানকে আসতেই হবে বলে মত বিসিসিআই কর্তাদের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
-
Mohammed Shami: অভিজ্ঞতায় ভরসা! বুমরাহর পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শামি
মাধ্যম নিউজ ডেস্ক: প্রশ্ন ছিল তারুণ্য না অভিজ্ঞতা? উত্তর মিলল। শেষ পর্যন্ত অভিজ্ঞতাকেই প্রাধান্য দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। টি-২০ বিশ্বকাপে জশপ্রীত বুমরাহর পরিবর্তে মহম্মদ শামিকে (Mohammed Shami)মূল স্কোয়াডে নিল বিসিসিআই । ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022)। ভারত অভিযান শুরু করবে ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। টি-২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া রওনা দেওয়া ঠিক আগে চোট পান ভারতীয় দলের মুখ্য পেসার জশপ্রীত বুমরাহ। বিশ্বকাপ দলে পরিবর্তনের শেষ তারিখ ১৫ অক্টোবর। তার আগে শুক্রবার বুমরাহর পরিবর্তে শামির নাম ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। সেইসঙ্গে জানান হয়েছে, ব্যাকআপ পেসার হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়েছেন মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।
🚨 NEWS 🚨: Shami replaces Bumrah In India’s ICC Men’s T20 World Cup Squad. #TeamIndia | #T20WorldCup
Details 🔽https://t.co/nVovMwmWpI
— BCCI (@BCCI) October 14, 2022
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে বলা হয়েছে, ‘পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে জশপ্রীত বুমরাহের পরিবর্ত হিসেবে মহম্মদ শামির নাম ঘোষণা করেছে নির্বাচক কমিটি। ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন শামি এবং ওয়ার্ম-আপ ম্যাচের আগে ব্রিসবেনে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।’ উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারত। দু’দিন পর (১৯ অক্টোবর) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচ আছে রোহিত শর্মাদের।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
চোট পেয়ে ছিটকে যাওয়া বুমরাহর জায়গায় বিশ্বকাপের দলে এসেছেন মহম্মদ শামি। বাংলার বোলারকে নিয়ে দলনায়ক রোহিত বলেছেন, “মহম্মদ শামিকে ইদানীং খেলতে দেখিনি। তবে শুনেছি ও ভাল ছন্দে রয়েছে। রবিবার ব্রিসবেনে আমাদের অনুশীলন রয়েছে। সেখানে শামিকে দেখার জন্যে মুখিয়ে রয়েছি।” দীর্ঘদিন পর টি-২০ ফরম্যাটে ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন মহম্মদ শামি। শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২১ টি-২০ বিশ্বকাপে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
-
Jasprit Bumrah: টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর বিকল্প কে? শামি না সিরাজ দ্বিধাবিভক্ত নির্বাচকরা
মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে ভারতীয় দল। প্রথম প্রস্তুতি ম্যাচে পারথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারানোয় রোহিত শর্মাদের মনোবল তুঙ্গে। তবে জাতীয় নির্বাচকদের ঘুম উড়ে গিয়েছে যশপ্রীত বুমরাহর পরিবর্ত খুঁজতে গিয়ে। একটা সময় লড়াইয়ে ছিলেন মহম্মদ শামি, দীপক চাহার, মহম্মদ সিরাজ। যদিও চোট পাওয়ায় দীপক চাহারের বিশ্বকাপ খেলার আর কোনও সম্ভাবনা নেই। এখন শামি ও সিরাজের মধ্যে একজনকে বেছে নিতে হবে নির্বাচকদের।
শামি ও সিরাজের মধ্যে কোনও একজনকে বেছে নেওয়া সহজ কাজ নয়। একদিকে সামির অভিজ্ঞতা। অন্যদিকে সিরাজের তারুণ্য। দু’টোই বিশ্বকাপের মতো মঞ্চে খুবই গুরুত্বপূর্ণ। অতীতে শামি অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ বল করেছেন। সেই অভিজ্ঞতা কাজে দিতে পারে টিম ইন্ডিয়ার। আবার সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ একদিনের সিরিজে বল হাতে কার্যত আগুন ঝরিয়েছেন সিরাজ। তাঁর গতি অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে দারুণ কার্যকর হতে পারে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। স্বাভাবিকভাবেই দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়া সহজ নয়। তাই বুমরাহর বিকল্প খুঁজতে গিয়ে ঘুম উড়ে গিয়েছে চেতন শর্মাদের।
আরও পড়ুন: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি
পাল্লা কিছুটা হলেও ভারী শামিরই। করোনা মুক্ত হওয়ার পর তিনি কোনও ম্যাচ খেলেননি। তবে ফিট। তাই অস্ট্রলিয়া উড়ে যাচ্ছেন। বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচে তাঁকে খেলানোর পর নির্বাচকরা হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছন সিরাজও। তবে যে রকম ফর্মে তিনি আছেন, তাতে বিশ্বকাপের চূড়ান্ত দলে তাঁকে না দেখার কোনও কারণ নেই। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরও ব্যাট ধরেছেন সিরাজের হয়ে। তাঁর যুক্তি, ‘শামি অনেকদিন খেলার বাইরে। হঠাৎ করে ওকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামিয়ে দেওয়া ঠিক হবে না। তার চাইতে ফর্মে থাকা সিরাজকে খেলানো উচিত। ১৫ জনের দলে এখনও কেউ নির্বাচিত হননি। দেখা যাক নির্বাচকরা কাকে বেছে নেয়।’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
-
Jasprit Bumrah: টি২০ বিশ্বকাপ খেলছেন না বুমরাহ, ‘খলনায়ক’ স্ট্রেস ফ্র্যাকচার
মাধ্যম নিউজ ডেস্ক: টি২০ বিশ্বকাপের দল (T20 World Cup 2022) থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এমনটাই খবর বিসিসিআই সূত্রে। যদিও বিসিসিআই-এর (BCCI) তরফে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?
মুলত পিঠের চোটের কারণেই দল থেকে সরে দাঁড়াতে হল বুমরাহকে। এশিয়া কাপেও (Asia Cup) পিঠের চোটে ভুগেছেন এই খেলোয়াড়। আবারও পিঠের চোট বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এর আগে এই চোটের কারণে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলতে পারেননি বুমরাহ। চোট সারিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দলে ফেরেন বুমরাহ। তবে সেই কামব্যাক বেশিদিন স্থায়ী হল না। ফের ছিটকে গেলেন দলের এক নম্বর বোলার। টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই, এর আগে বুমরাহর চোটের জেরে বিপদে টিম ইন্ডিয়া (Team India)।
Jasprit Bumrah out of T20 World Cup with back stress fracture: BCCI sources
— Press Trust of India (@PTI_News) September 29, 2022
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ২টি টি-২০ ম্যাচে মাঠে নামেন জসপ্রীত। নাগপুরের ৮ ওভারের ম্যাচে বুমরাহ ২ ওভার বল করেন। ২৩ রানে ১টি উইকেট নেন তিনি। পরে হায়দরাবাদে ৪ ওভার বল করে ৫০ রান দিয়েও কোনও উইকেট নিতে পারেননি তিনি।
চোট সারিয়ে ফেরার পরেও বুমরাহ পিঠে ব্যাথা অনুভব করায় চিন্তায় ছিল ভারতীয় ক্রিকেটমহল। সত্যি হল সেই আশঙ্কাই। বোর্ডের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, বুমরাহর পিঠে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। তাই বিশ্বকাপে তাঁর মাঠে নামা সম্ভব নয়। তাঁর কথায়, “এটা নিশ্চিত যে, বুমরাহর পক্ষে টি-২০ বিশ্বকাপ খেলা সম্ভব নয়। ওর পিঠের অবস্থা বেশ গুরুতর। ওর স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। ফলে অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে জসপ্রীতকে।”
দলের অন্যতম সেরা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার পর চোটের জন্যে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ভারতের আরও এক তারকা ক্রিকেটার।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
-
India vs Pakistan: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?
মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে ফের টেস্ট সিরিজ খেলা হবে! সম্প্রতি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পর থেকেই বিশ্ব জুড়ে এই দুই দেশের মধ্যে খেলা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
১৪ বছর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ টেস্ট সিরিজ খেলা হয়েছিল। ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ শেষবার খেলা হয়েছিল ২০০৮ সালে। যেই সিরিজটি ভারত জিতেছিল। ২০১৩ সালের পর থেকে কোনও ফরম্যাটেই এই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এরপর থেকেই প্রতিবেশি দেশ পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের কারণে, ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। আর এখনও পর্যন্ত এই সিদ্ধান্তেই অটল আছে ভারত। কিন্তু এরই মধ্যে ভারত বনাম পাকিস্তানের টেস্ট সিরিজ খেলার জন্য ইংল্যান্ড বোর্ড থেকে প্রস্তাব দেওয়া হলে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?
সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডেপুটি চেয়ারম্যান মার্টিন ডার্লো পাকিস্তানে চলতি টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে আলোচনা করেছেন এবং ভবিষ্যতে ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। গত বছর পাকিস্তান সফর শেষ মুহূর্তে বাতিল করেছিল ইসিবি। এবার ভারতের সঙ্গে পাকিস্তানের সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়ে পিসিবির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চাইছে ইসিবি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
জানা গিয়েছে, পাকিস্তানও ভারতের সঙ্গে খেলতে চায় কিন্তু এই মুহূর্তে প্রস্তাব মেনে নিতে পারবে না। অন্যদিকে মনে করা হয়েছে, ভারতকে এর জন্য রাজি করানো কঠিন। বিসিসিআই এই প্রস্তাবে সম্মতি জানায়নি। এছাড়াও দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়টি নির্ভর করে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর। এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে, পাকিস্তানের বিরুদ্ধে শুধুমাত্র বহুদেশীয় টুর্নামেন্টে খেলবে ভারত।
অন্যদিকে, ইংল্যান্ডের টি২০ দলের অধিনায়ক মঈন আলি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ যদি চালু হয় তা দুই দেশের পক্ষেই দারুণ ব্যাপার হবে। ফলে এই দুই দেশ টেস্টে মুখোমুখি হলে ক্রিকেটপ্রেমীরাও তাতে খুশি হবে।
-
Women’s Asia Cup 2022: পুজোর পরেই ভারত-পাকিস্তান! মেয়েদের এশিয়া কাপে ৭ অক্টোবর হরমনপ্রীতদের মুখোমুখি মিসবারা
মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উৎসব। রাত পোহালেই বেজে উঠবে আগমনী গান। তার মধ্যেই জারি রয়েছে ক্রিকেট উৎসবও। ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ। ১৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women team)। শ্রীলঙ্কার মুখোমুখি হবেন হরমনপ্রীত কৌররা। ছেলেদের মতো মেয়েদের এশিয়া কাপেও (Women Asia Cup Cricket 2022) মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। আগামী ৭ অক্টোবর হবে সেই ম্যাচ।
I am extremely delighted to announce the schedule for the 8th edition of the #WomensAsiaCup 2022 @ACCMedia1
Get set for some amazing matches & watch the women create history starting 1st October, with the final showdown on 15th October#PlayBeyondBoundaries #ACC #GetReadyForEpic pic.twitter.com/ifj43xzBs0— Jay Shah (@JayShah) September 20, 2022
বিসিসিয়াইয়ের সম্পাদক জয় শাহ ইতিমধ্যেই নিজের সোশ্যাল অ্যাকাউন্টে আসন্ন মহিলা এশিয়া কাপের সম্পূর্ণ সূচি জানিয়ে দিয়েছেন। থাইল্যান্ড এবং বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের এশিয়া কাপ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। ১১ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব। এশিয়া কাপের সেমিফাইনাল আয়োজিত হবে ১৩ অক্টোবর। ১৫ তারিখে অনুষ্ঠিত হবে ফাইনাল। এশিয়া কাপের জন্য ভারতীয় মহিলা দলও ঘোষিত হয়েছে। এই নিয়ে আট বার আয়োজিত হতে চলেছে মহিলা এশিয়া কাপ। এর মধ্যে ৬ বারই খেতাব জিতেছে ভারত।
🚨 NEWS 🚨: Team India (Senior Women) squad for ACC Women’s T20 Championship announced. #TeamIndia | #WomensAsiaCup | #AsiaCup2022
More Details 🔽 https://t.co/iQBZGVo5SK pic.twitter.com/k6VJyRlRar
— BCCI Women (@BCCIWomen) September 21, 2022
দেখে নিন মহিলাদের এশিয়া কাপে ভারতের সূচি:
১ অক্টোবর – ভারত বনাম শ্রীলঙ্কা
৩ অক্টোবর – ভারত বনাম মালয়েশিয়া
৪ অক্টোবর – ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত
৭ অক্টোবর – ভারত বনাম পাকিস্তান
৮ অক্টোবর – ভারত বনাম বাংলাদেশ
১০ অক্টোবর – ভারত বনাম থাইল্যান্ড
১৩ অক্টোবর – প্রথম সেমিফাইনাল
১৩ অক্টোবর – দ্বিতীয় সেমিফাইনাল
১৫ অক্টোবর – ফাইনাল
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
-
Women’s IPL: ফেব্রুয়ারি-মার্চেই দেশের মাটিতে মহিলাদের আইপিএল! ইঙ্গিত বিসিসিআই সভাপতির
মাধম্য নিউজ ডেস্ক: দাবি অনেকদিনের। কিন্তু বার বার নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। অবশেষে আশার আলো দেখা গেল। আগামী বছরের শুরুতে মহিলাদের আইপিএল (Women’s IPL) আয়োজন করতে চেয়ে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি দিল বিসিসিআই (BCCI)। খুব সম্ভবত ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতেই বসবে মহিলাদের আইপিএলের প্রথম আসর। সেই ইঙ্গিত মিলেছিল কয়েকদিন আগে বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কথায়। শহরে এক অনুষ্ঠানে, তিনি ভারতীয় মহিলা দলের ভূয়সী প্রশংসা করেন। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজ জিতে নজির গড়েছে। তাই মেয়েদের প্রশংসা শোনা গেল বিসিসিআই সভাপতির মুখে।
আরও পড়ুন: পুজোর পরেই ভারত-পাকিস্তান! মেয়েদের এশিয়া কাপে ৭ অক্টোবর হরমনপ্রীতদের মুখোমুখি মিসবারা
প্রসঙ্গত, ২০০৮ সালে শুরু হয়েছিল ভারতীয় প্রিমিয়ার লিগ (Indian Premeire legue)। আইপিএল ভারতীয় ক্রিকেটকে আমূল বদলে দিয়েছে। শুধু আথির্ক দিক থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শক্তিশালী হয়নি, একই সঙ্গে মজবুত হয়েছে ভারতীয় দলের সাপ্লাই লাইন। তাই বিসিসিআই কর্তারা মনে করছেন, আইপিএল শুরু হলে দেশের মহিলা ক্রিকেটেও জোয়ার আসবে।
আরও পড়ুন: ঝুলন সকলের কাছে অনুপ্রেরণা! বঙ্গকন্যাকে নিয়ে আবেগে ভাসলেন সৌরভ
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দেশগুলিতে পুরুষদের মতো সম্মান পান মহিলা ক্রিকেটাররা। বেতনের ক্ষেত্রেও তেমন কোনও তারতম্য চোখে পড়ে না। তবে এক্ষেত্রে বিসিসিআই ব্যতিক্রমী। বিরাট কোহলি, রোহিত শর্মারা বোর্ডের সঙেগ চুক্তির ফলে যে অর্থ পান, তার থেকে অনেক কম পান স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররা। এই বৈষম্য দ্রুত মেটানোর দাবিও তুলেছেন মহিলা ক্রিকেটাররা। কিন্তু তাতে বিসিসিআই কর্তারা কর্ণপাত করেননি। তবে সময় বদলেছে। দেশের মহিলা ক্রিকেটের কাঠামোকে আরও উন্নত করার চেষ্টা শুরু করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা। এই মরশুম থেকেই শুরু হয়েছে অনুর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। যেখান থেকে বহু ক্রিকেটার আগামী দিনে ভারতীয় মহিলা দলে সুযোগ পাবেন বলে মত প্রাক্তনদের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।