Tag: BCCI

BCCI

  • ICC Champions Trophy: শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে অবসর জল্পনায় জল রোহিতের

    ICC Champions Trophy: শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে অবসর জল্পনায় জল রোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনই খেলা ছাড়ছেন না, বিশেষ করে একদিনের ক্রিকেট। এটাই তাঁর সবচেয়ে পছন্দের ফরম্যাট। খেলতে পারেন ২০২৭ বিশ্বকাপেও। চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জিতে অবসরের জল্পনায় জল ঢাললেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেরা ছেলেদের হাতেই রেখে যাবেন ভারতীয় ক্রিকেটের দায়িত্ব, ম্যাচ শেষে শুভমন গিলকে পাশে নিয়ে স্পষ্ট ঘোষণা কিং কোহলির (Virat Kohli)। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। রোহিত শর্মারা জেতার পরেই শুভেচ্ছাবার্তা পাঠান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।

    প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “একটা অসাধারণ খেলা। একটা অসাধারণ ফল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে নিয়ে আসায় ক্রিকেট দলকে নিয়ে গর্বিত। গোটা প্রতিযোগিতায় সকলে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। এই সাফল্যের জন্য দলের প্রত্যেককে অনেক শুভেচ্ছা।” প্রধানমন্ত্রী মোদির ক্রিকেট প্রেমের কথা আগেও চোখে পড়েছে। এবারও রোহিতদের সাফল্য উচ্ছ্বসিত মোদি।

    ভারতীয় দলের ভবিষ্যৎ উজ্জ্বল

    চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জয়ের কৃতিত্ব দলের সকলকে ভাগ করে দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি সমাজমাধ্যমে লেখেন, “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য ভারতীয় দলকে হৃদয় থেকে শুভেচ্ছা। ভারত একমাত্র দল যারা তিন বার এই প্রতিযোগিতা জিতল। এই ইতিহাস তৈরি করার জন্য দলের ক্রিকেটার, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফদের ধন্যবাদ। ভারতীয় দলের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।” আইসিসি চেয়ারম্যান জয় শাহ (Jay Shah) টুইটারে দলের এই সাফল্যকে অভিনন্দন জানিয়ে বলেন, “একটি অত্যন্ত দৃঢ়সংকল্পিত নিউজিল্যান্ড (India vs New Zealand) দলের বিরুদ্ধে ভারতের অসাধারণ পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। পুরুষদের ক্রিকেটে পরপর দুটি আইসিসি ট্রফি জয়ের জন্য অধিনায়ক রোহিত শর্মাকেও অভিনন্দন, গত বছরের টি২০ বিশ্বকাপের পর।”

    আগ্রাসী ক্রিকেটই পছন্দ রোহিতের

    সঞ্চালক ইয়ান বিশপের প্রশ্নের উত্তরে রোহিত বললেন, “দারুণ লাগছে জিততে পেরে। গোটা প্রতিযোগিতা জুড়েই আমরা ভালো খেলেছি। ফাইনালেও জেতার অনুভূতিটা বাকিগুলোর থেকে আলাদা। যে ভাবে খেলেছি সেটা বাড়তি তৃপ্তি দিচ্ছে। আগ্রাসী ক্রিকেটই পছন্দ।” এদিন এক সময় টানা উইকেট পড়লেও যে ভাবে কেএল রাহুল শেষ পর্যন্ত থেকে ম্যাচ বার করে দিয়েছেন তার প্রশংসা করেছেন রোহিত। একইসঙ্গে বোলার বরুণ চক্রবর্তীর প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে। রোহিতের কথায়, “কেএলের মানসিকতা নিয়ে কী আর বলব। চাপে পড়লে কখনও সেটা দেখাতে ভালোবাসে না। আজ একাই ম্যাচটা শেষ করে এল। চাপের মুখে ঠিক যে শটটা খেলতে হবে সেটাই খেলে। বাকিদের স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেয়। আজ যে রকম হার্দিককে খোলা মনে খেলতে দিল। আর, বরুণের মধ্যে আলাদা একটা ব্যাপার রয়েছে। এ ধরনের পিচে খেলতে গেলে ওর মতো বোলারদেরই দরকার।” কৃতজ্ঞতা জানালেন দুবাইয়ের দর্শকদেরও। রোহিত বললেন, “যাঁরা মাঠে এসে আমাদের সমর্থন করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। এখানকার দর্শকরা বরাবরই অসাধারণ। দুবাই আমাদের ঘরের মাঠ নয়। কিন্তু সমর্থকদের জন্যই এটা ঘরের মাঠ হয়ে উঠেছিল।”

    চাপের মুখে খেলার জন্য মুখিয়ে তরুণরা

    মিনি বিশ্বকাপ জেতার পর বিরাট কোহলি বলেন, “এই জয়ের অনুভূতি অসাধারণ। আমরা অস্ট্রেলিয়া সফরের পর ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। একগুচ্ছ তরুণদের সঙ্গে খেলতে পেরে দারুণ লাগছে। ওরা ভালো ছন্দে রয়েছে। টিম ইন্ডিয়াকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। এতদিন ধরে খেলার পরও চাপের মুখে খেলার জন্য মুখিয়ে থাকি। খেতাব জেতার জন্য পুরো টিম বিভিন্ন ম্যাচে নানাভাবে এগিয়ে এসেছে। এই ধরণের টুর্নামেন্ট এলে দলের সকলে জেতার কথাই ভাবে। আমাদের দলগত প্রচেষ্টার ফলে এই ট্রফি জিতলাম।” দলে একগুচ্ছ তরুণ ক্রিকেটার, এরাই ভারতের ভবিষ্যত। বিরাট বললেন, “দলের তরুণদের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা বরাবর শেয়ার করি। কীভাবে এতগুলো বছর ধরে আমি খেলেছি, কোন পরিস্থিতিতে কী করি, সবই ওদের সঙ্গে শেয়ার করি।”

    অবসরের ভাবনা জাদেজার!

    রোহিত-কোহলি (Rohit-Kohli) ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে অবসরের জল্পনা চলছিল রবীন্দ্র জাদেজাকে নিয়েও। দুবাইয়ে ১০ ওভার বল করেছেন জাডেজা। মাত্র ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। টম লাথামকে আউট করেন জাডেজা। তার পরেই দেখা যায়, কোহলি গিয়ে জাডেজাকে জড়িয়ে ধরেছেন। দু’জনের মধ্যে কিছু কথা হয়। সেই দৃশ্য নজরে পড়ে দর্শকদের। তার পরেই তা ভাইরাল হয়ে যায়। এর আগে খেলা চলাকালীন অশ্বিন ও স্মিথকেও জড়িয়ে ধরেছিলেন কোহলি। তারপরই তাঁরা অবসরের কথা জানান। তাই এদিন কোহলি-জাদেজা আলিঙ্গনেও বাড়ে জল্পনা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরের দিন আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন জাদেজা। ভারতের টেস্ট দলে নিয়মিত খেলেন তিনি।

  • ICC Champions Trophy: যত জারিজুরি সোশ্যাল মিডিয়াতেই! চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় শেষ পাকিস্তান, বাংলাদেশের

    ICC Champions Trophy: যত জারিজুরি সোশ্যাল মিডিয়াতেই! চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় শেষ পাকিস্তান, বাংলাদেশের

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) থেকে ছুটি হয়ে গেল বাংলাদেশ এবং আয়োজক দেশ পাকিস্তানের। গ্রুপ এ থেকে ভারতের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। এরপর পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ স্রেফ নিয়মরক্ষার। আর গ্রুপের শেষ ম্যাচে রবিবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

    ৬ দিনেই বিদায় আয়োজকদের

    চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) নিয়ে উত্তেজনায় ফুটছিল পাকিস্তান। আয়োজনের দায়িত্ব পেয়েছিল তারা। ২০১৭ সালে শেষ বার এই টুর্নামেন্ট হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান উদ্বোধনী ম্যাচেই হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। সেখানেই খাদের কিনারায় ছিল। এরপর দুবাইয়ে ভারতের কাছে হার। পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। এদিন রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড জিততেই সরকারিভাবে টুর্নামেন্টে ছুটি হয়ে গেল পাকিস্তান ও বাংলাদেশের। টুর্নামেন্ট শুরুর মাত্র ৬ দিনের মধ্যে আয়োজক দেশ পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ায় শোকের ছায়া পাক ক্রিকেট মহলে।

    রাচীনের যাদু

    রাওয়ালপিন্ডিতে সোমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিল কিউয়িরা। বাংলাদেশ ৫০ ওভার ব্যাট করলেও পুঁজি ছিল মাত্র ২৩৬ রান। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মন্থর ৭৭ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে অবদান রাখেন জাকের আলি ও রিশাদ হোসেন। ব্যাটিং সহায়ক পিচে ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট মাইকেল ব্রেসওয়েলের। রাওয়ালপিন্ডির পিচে ২৩৭ রানের টার্গেট নিউজিল্যান্ডের জন্য অন্তত বড় ছিল না। কিন্তু শুরুতেই ওপেনার উইল ইয়ং ও কেন উইলিয়ামসনকে ফিরিয়ে বন্য আনন্দে মেতেছিল বাংলাদেশ শিবির। ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে ক্রিজে যোগ দেন রাচিন রবীন্দ্র। বাবা-মা দু’জনেই ভারতীয় বংশোদ্ভূত। থাকতেন বেঙ্গালুরুতে। সেই শহরে এখনও থাকেন তাঁর দাদু-দিদা। সেই রাচিন রবীন্দ্রের ব্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। এক ভারতীয় বংশোদ্ভূতই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঠুকলেন। এদিন ১১২ রান করে আউট হন রাচীন। ততক্ষণে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। বাইশ গজে নয়, পাকিস্তান, বাংলাদশের যাবতীয় জারিজুরি যে সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ তা-ও এদিন ফের স্পষ্ট হয়ে গেল।

  • ICC Champions Trophy: মিলছে না ভিসা, ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে সমস্যায় পাক সমর্থকরা

    ICC Champions Trophy: মিলছে না ভিসা, ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে সমস্যায় পাক সমর্থকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট জ্বরে কাঁপছে দুবাই। ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ দেখতে ভিড় উপচে পড়ছে দুবাইয়ের হোটেলে। রবিবার, ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুবাই-এর রাস্তায় এখন নীল ঢেউ। ভারতীয় সমর্থকরা মরু শহরে ভিড় জমিয়েছেন। অন্যদিকে ভিসা সমস্যার জন্য সমর্থক কমেছে পাকিস্তানের।

    কেন ভিসা মিলছে না পাকিস্তানিদের

    সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী সহ একাধিক দেশ বারবার পাকিস্তান (ICC Champions Trophy) সরকারের কাছে চিঠি লিখেছে অধিবাসীদের না পাঠানোর জন্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভিযোগ, পাকিস্তান থেকে সেখানকার বাসিন্দারা কাজের জন্য ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষে করে সংসার চালায়। এতে মধ্যপ্রাচ্যের নাম খারাপ হচ্ছে। তাই পাকিস্তানের পাসপোর্টধারীদের জন্য ভিসার নিয়মে কড়াকড়ি করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বহু দেশ। সেই নিয়মের জাঁতাকলে পড়েছে পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা। পাকিস্তানিরা অতীতে ইউএইতে অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল। তাদের মধ্যে কিছু অপরাধ যেমন, হুল্লোড় করা, বাজে স্লোগান দেওয়া, অথবা ভিক্ষাবৃত্তি, যা ইউএই কর্তৃপক্ষের দৃষ্টিতে অগ্রহণযোগ্য। এর ফলস্বরূপ, ইউএই কর্তৃপক্ষ পাকিস্তানি সমর্থকদের ভিসা আবেদনের ক্ষেত্রে আরও কঠোর পদ্ধতি অনুসরণ করতে শুরু করেছে। গত বছর ডিসেম্বর ২০২৪-এ, পাকিস্তানি সিনেটে একটি প্যানেল জানিয়েছিল যে, ইউএইতে যাওয়ার জন্য পাকিস্তানিদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে, পাকিস্তানি সমর্থকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়েছে।

    ভারতীয় সমর্থকদের নিয়ে সমস্যা নেই

    পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি দুবাইতে আয়োজিত হতে চলা ভারত পাকিস্তান ম্যাচের জন্য পাকিস্তানের (ICC Champions Trophy) সমর্থকরা দুবাই যাওয়ার টিকিট কেটে ফেলেছে। কিন্তু দুবাইতে প্রবেশের জন্য ভিসার আবেদন করলেও তাদের আবেদনে সাড়া দিচ্ছে না সে দেশের প্রশাসন। এক্ষেত্রে বেশি সমস্যায় পড়ছে যারা প্রথমবার দুবাইতে যাবে। অনেকে দুবাইতে অতীতে একাধিকবার গিয়েছে। তাদের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। তারা দুবাইয়ের ভিসা পাচ্ছে। কিন্তু যারা প্রথমবার যাচ্ছে তাদের কড়া স্ক্রুটিনির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। অন্যদিকে, ভারতের সমর্থকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনও কঠিন নিয়ম নেই। তাদের আবেদনের দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে।

  • ICC Champions Trophy: ভুল সংশোধনে বাধ্য হল পাকিস্তান, করাচির স্টেডিয়ামে উড়ল ভারতের পতাকা

    ICC Champions Trophy: ভুল সংশোধনে বাধ্য হল পাকিস্তান, করাচির স্টেডিয়ামে উড়ল ভারতের পতাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুল শুধরে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবি ঘুরছে, তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে রয়েছে ভারতের পতাকাও। আগামী ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) মাঠে ভারতের সঙ্গে পাকিস্তানের (India vs Pakistan) মহারণ। তার আগে বিসিসিআই-এর দাবি মেনে নিতে বাধ্য হল পিসিবি।

    ভুল স্বীকার পিসিবির

    আইসিসির (ICC Champions Trophy) নিয়ম অনুযায়ী প্রতিটি আয়োজক দেশকে তাদের মাটিতে খেলা প্রতিটি দলের পতাকা ওড়ানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দু’দিন পাকিস্তানের করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা দেখা যায়নি। এই ঘটনা নিয়ে ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় পিসিবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই পরিস্থিতি ব্যাখ্যা করে বলেছিল যে দলের খেলোয়াড়রা পাকিস্তানে খেলবেন, শুধুমাত্র তাদের পতাকা উড়বে। তবে ভারতের ক্ষেত্রে যেহেতু তারা দুবাইয়ে খেলা চালিয়ে যাবে, তাই পাকিস্তানের স্টেডিয়ামে ভারতীয় পতাকা রাখা হয়নি। কিন্তু পিসিবির এই যুক্তি শেষমেশ বাস্তবে কার্যকর হয়নি। বিসিআই-এর দাবি মেনে তড়িঘড়ি উদ্যোগ নিয়ে সমস্যা মিটিয়ে ফেলতে বাধ্য হয় পিসিবি। এবার সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করা হয়েছে, তাতে ভারত সহ আট দেশের পতাকাই রয়েছে।

    পাকভূমে উড়ল ভারতের পতাকা

    বিসিসিআইয়ের ভাইস-চেয়ারম্যান রাজীব শুক্লা বিষয়টি নিয়ে সরাসরি হস্তক্ষেপ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশ্চিত করতে হবে, যাতে অন্যান্য দেশের পতাকার সঙ্গে ভারতের তেরঙ্গাও ওড়ে। রাজীব শুক্লার এই ‘হুঙ্কারে’ পিসিবি বাধ্য হয় সিদ্ধান্ত বদলাতে। মঙ্গলবার রাতেই সেই ‘ফয়সালা’ আসে এবং টুর্নামেন্ট শুরুর দিন পাকিস্তানে ভারতের পতাকা ওড়ানো হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের সঙ্গে টেক্কা নিতে গিয়ে বারবারই মুখ থুবড়ে পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট শুরুর দিনও একইভাবে নিজের ভুল শুধরে নিতে বাধ্য হল পিসিবি। পাকভূমে ভারতীয় পতাকা না রাখার যে ‘স্পর্ধা’ তারা দেখিয়েছিল, হাজারো বিতর্কের পর সেই ইস্যুতে নতিস্বীকার করে নিলেন নাকভিরা। বুধবার অন্যান্য দেশের পতাকার পাশাপাশি বাবর আজমদের দেশে উড়ল তেরঙ্গাও। এবার লড়াই বাইশ গজে। আগামী ২৩ ফেব্রুয়ারি, রবিবাসরীয় সন্ধ্যায় পাকিস্তানকে টেক্কা দেওয়ার পালা বিরাট-রোহিতদের।

  • India vs England: চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া! ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে রান চান রোহিত-বিরাট

    India vs England: চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া! ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে রান চান রোহিত-বিরাট

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া শুরু হতে চলেছে ভারতের। বৃহস্পতিবার নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) একদিনের সিরিজের প্রথম ম্যাচ। তিন ম্যাচের সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেই নিচ্ছে রোহিত-গম্ভীর জুটি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার লড়াই দু’দলের ওয়ান ডে সিরিজের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিন ম্য়াচের এই ওয়ান ডে সিরিজ দু’দলের কাছেই মিনি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। কোচ হিসেবে এই সিরিজেও সোনা ফলাতে চান গম্ভীর। যা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্টে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

    রানে ফিরতে মরিয়া রোহিত-কোহলি

    অধিনায়ক রোহিতের জন্য এটা শুধুমাত্র একটি সিরিজ নয়। নিজের হারিয়ে যাওয়া জায়গা ফিরে পাওয়ার লড়াই। ২০২৩ বিশ্বকাপ থেকে অন্য ভূমিকায় দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। প্রত্যেক ম্যাচেই শুরুটা বিধ্বংসী মেজাজে করেন। যা ভারতীয় ব্যাটিংয়ের ফাউন্ডেশন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু সম্প্রতি ছন্দে নেই রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যর্থতা কাটিয়ে রানে ফেরার চ্যালেঞ্জ হিটম্যানের সামনে। অন্যদিকে বিরাট কোহলির জন্যও চ্যাম্পিয়ন্স ট্রফি অগ্নিপরীক্ষা। তার আগে রানে ফিরতে মরিয়া থাকবেন। পরিসংখ্যান অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) সবচেয়ে সফল কোহলি। তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবেন। একদিনের সিরিজ শুরুর আগে নেটে হাই ইনটেনসিটি ট্রেনিংয়ে নিজেদের ডুবিয়ে দিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। নেটে দু’জনেরই পুরোনো ঝলক দেখা গেল। আগ্রাসী স্ট্রোক খেলতে দেখা যায় রোহিত, বিরাটকে। তাঁদের অনুশীলনের একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিসিসিআই।

    এগিয়ে ভারত

    ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (India vs England) পাল্লা অনেকটাই ভারী। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ১০৭ একদিনের ম্যাচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে ৫৮ ম্যাচে জয়লাভ করেছে ভারত। ৪৪ ম্যাচে বাজিমাত করেছে ইংল্যান্ড। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই ব্যবধান বাড়াতেই মাঠে নামবে।

    ম্যাচের খুঁটিনাটি (India vs England)

    কোথায় হবে ম্যাচ: ভারত এবং ইংল্যান্ডের মধ্য়ে প্রথম একদিনের ম্যাচটি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

    কখন থেকে শুরু হবে ম্যাচ: ওয়ানডে সিরিজের প্রত্যেকটা ম্যাচ বেলা দেড়টা থেকে শুরু হবে। আর ম্যাচ শুরুর ঠিক আধঘণ্টা আগে টস হবে।

    কোথায় দেখবেন ম্যাচ: ভারত বনাম ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচের লাইভ টেলিকাস্ট আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখবেন ডিজনি প্লাস হটস্টারে।

  • U19 Women Cricket World Cup: টি২০ বিশ্বকাপজয়ী ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে ৫ কোটি টাকা পুরস্কার বোর্ডের

    U19 Women Cricket World Cup: টি২০ বিশ্বকাপজয়ী ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে ৫ কোটি টাকা পুরস্কার বোর্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা দুবার বিশ্বজয়। দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। রবিবার, তারা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারায়। ফাইনাল ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেন গঙ্গাদি তৃষা। টিম ইন্ডিয়ার এই পারফরম্যান্সের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল। বোর্ডের তরফে জানানো হয়েছে, গোটা দলের হাতে ৫ কোটি টাকা পুরস্কার তুলে দেওয়া হবে।

    ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার

    ২০২৩ সালে প্রথমবার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলে ছিলেন রিচা ঘোষ, তিতাস সাধুর মতো ক্রিকেটাররা। দুবছর পর সেই সাফল্য ধরে রাখলেন তৃষারা। গোটা টুর্নামেন্টে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। খেতাবি লড়াইয়েও দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করলেন নিকি প্রসাদরা। দুর্ধর্ষ জয়ের পর গোটা দলকে বিশেষ বার্তা দিয়েছে বিসিসিআই। বোর্ডের তরফে বলা হয়েছে, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তাজ ধরে রাখার জন্য মহিলা ব্রিগেডকে আন্তরিক অভিনন্দন। এই সাফল্যকে সম্মান জানাতেই আর্থিক পুরস্কার ঘোষণা করছে বিসিসিআই। কোচ নুহসিন আল খাদের, প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ- গোটা দলের জন্য ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।’

    ভারতের দাপট

    প্রায় একতরফা ভাবে ফাইনাল জিতে নিল ভারতীয় দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ মহিলা দলের অধিনায়ক কায়লা রেনেকে। কিন্তু তাঁর সিদ্ধান্তের মর্যাদা দিতে পারেননি দলের ব্যাটাররা। ভারতের বোলিং আক্রমণের কোনও জবাবই দিতে পারলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। কুয়ালা লামপুরের বাইশ গজে প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন তাঁরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের সফলতম বোলার গঙ্গাদি তৃষা ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের জন্য ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুধু ওপেনার জি কমলীনির (৮) উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। অন্য ওপেনার তৃষা ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৮টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। তিন নম্বরে নামা সনিকা চালকে অপরাজিত থাকেন ২২ বলে ২৬ রান করে। ৪টি বাউন্ডারি মারেন তিনি।

    শুভেচ্ছা বার্তা

    পাশাপাশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি রজার বিনিও এই বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আমাদের দেশের মেয়েদের জন্য একরাশ শুভেচ্ছা রইল। এই অভিযান যথেষ্ট কঠিন ছিল। সেই লড়াইয়ে অপরাজিত থাকা কম বড় কথা নয়। গতকাল রাতে নমন অ্যাওয়ার্ড চলাকালীন ওদের পারফরম্যান্স নিয়ে আমরা কথা বলছিলাম। আর আজই ওরা গোটা দেশকে গৌরবান্বিত করল। ভারতীয় মহিলা ক্রিকেট যে উন্নতির পথে এগিয়ে চলেছে, সেটা এই খেতাবই স্পষ্ট করে দিচ্ছে।’

  • ICC Cricket Award: আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরা, আন্তর্জাতিক ক্রিকেটে নজির মন্ধানার

    ICC Cricket Award: আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরা, আন্তর্জাতিক ক্রিকেটে নজির মন্ধানার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ সালের সেরা টেস্ট ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছে জসপ্রীত বুমরাকে। ১৩টি টেস্টে ৭১টি উইকেট নিয়ে এই স্বীকৃতি পেয়েছেন ভারতের অন্যতম সেরা বোলার। ষষ্ঠ ভারতীয় হিসাবে SF কৃতিত্ব অর্জন করেছেন বুমরা। একমাত্র অস্ট্রেলিয়ারই ছয় ক্রিকেটার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটারে আঙিনায় ভারতের জয়গান গেয়েছেন স্মৃতি মান্ধানাও। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ সালের সেরা মহিলা এক দিনের ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছে মন্ধানাকে।

    বাজিমাত বুমরার

    আইসিসি কর্তৃপক্ষ এই নিয়ে ছ’জন ভারতীয়কে বছরের সেরা টেস্ট ক্রিকেটার হিসাবে বেছে নিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ২০০৪ সালে প্রথম বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর পর ২০০৯ সালে গৌতম গম্ভীর, ২০১০ সালে বীরেন্দ্র সেওয়াগ, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন এবং ২০১৮ সালে বিরাট কোহলি এই সম্মান পেয়েছিলেন। বুমরার সাফল্যে ভারত ছুঁয়ে ফেলল অস্ট্রেলিয়ার রেকর্ড। অস্ট্রেলিয়ারও ছয় ক্রিকেটার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন। একমাত্র স্টিভ স্মিথ দু’বার এই সম্মান পেয়েছেন। তিনি ২০১৫ এবং ২০১৭ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হন। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা দ্বিতীয় ব্যক্তি, যিনি এই সম্মান পেলেন। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়া ক্ষেত্রে বিশ্বের কোনও বোলার বুমরার ধারে কাছেও নেই। তাঁর ১৩টি ম্যাচে ৭১ উইকেটের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের গাস অ্যাক্টিনসন। তিনি ১১টি টেস্টে ৫২টি উইকেট নিয়েছিলেন।

    মান্ধানার মুকুট

    ভারতের মহিলা ক্রিকেটে ইতিহাস স্মৃতি মন্ধানার। এই নিয়ে দ্বিতীয় বার আইসিসির বর্ষসেরা এক দিনের ক্রিকেটারের সম্মান পেলেন মন্ধানা। এমন কৃতিত্ব ভারতের আরও কোনও মহিলা ক্রিকেটারের নেই। ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক ২০২৪ সালে ৫০ ওভারের ক্রিকেটে করেছেন ৭৯৪ রান। তাঁর গড় ৫৭.৪৬। মন্ধানার ব্যাট থেকে এসেছে চারটি শতরান। মহিলাদের এক দিনের ক্রিকেটে তিনিই গত ক্যালেন্ডার বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে এক ক্যালেন্ডার বছরে ৫০ ওভারের ক্রিকেটে চারটি শতরান করার কৃতিত্বও গড়েছেন মন্ধানা। মহিলাদের আসন্ন এক দিনের বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা বাঁহাতি ওপেনিং ব্যাটার।

  • BCCI: না মানলেই কড়া শাস্তি! রোহিত-বিরাটদের জন‍্য ১০ দফা নিষেধাজ্ঞা জারি বোর্ডের

    BCCI: না মানলেই কড়া শাস্তি! রোহিত-বিরাটদের জন‍্য ১০ দফা নিষেধাজ্ঞা জারি বোর্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় দলে তারকা পুজো আর হওয়ার নয়, তা আকারে ইঙ্গিতে পরিষ্কার করে দিতে চাইছে বিসিসিআই। দলে বিশৃঙ্খলতা রুখতে এবার ১০ দফা ফতোয়া জারি করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এই ১০ দফার নিষেধাজ্ঞা না মানলে ভারতীয় ক্রিকেটারদের শাস্তিও দিতে চলেছে বিসিসিআই (BCCI)। কোথাও খেলতে গেলে এই নিষেধাজ্ঞাগুলি মানতে হবে ভারতীয় ক্রিকেটারদের। এই নিয়ম চালু হলে এখন থেকে রোহিত-কোহলিদের অনেক ধরনের সুখ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। 

    ক্রিকেটারদের কী কী নির্দেশিকা বোর্ডের

    ১) ঘরোয়া ক্রিকেটে খেলা এ বার থেকে বাধ্যতামূলক। প্রত্যেক ক্রিকেটারকে এ বার থেকে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এবং বার্ষিক চুক্তিতে থাকার জন্য ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে।

    ২) কোনও সফর বা সিরিজ চলাকালীন কোনও ভারতীয় ক্রিকেটার এবার থেকে আর অ্যাড (বিজ্ঞাপন) শ্যুট করতে পারবেন না। 

    ৩) কোনও সফরে স্ত্রী বা বান্ধবীদের নিয়ে যাওয়াতে ফতোয়া জারি করেছে বোর্ড। ৪৫ দিনের কোনও সফরে ১৪ দিনের বেশি ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী বা বান্ধবীরা থাকতে পারবেন না।

    ৪) সিরিজের মাঝপথে কোনও ক্রিকেটার আগে ভাগে ঘরে ফিরতে পারবেন না। ব্যক্তিগত জরুরি অবস্থা না হলে পুরো সিরিজ ক্রিকেটারদের দলের সঙ্গে থাকতে হবে।

    ৫) কোনও ক্রিকেটার এবার থেকে ভারতীয় দলের ডিউটিতে থাকাকালীন ব্যক্তিগত ম্যানেজার বা নিজের কোনও কর্মীকে নিয়ে যাতায়াত করতে পারবেন না। যদি কেউ যান ও, সেক্ষেত্রে তাঁকে আলাদা থাকতে হবে।

    ৬) কোনও সফরে অতিরিক্ত মালপত্র নিয়ে যাওয়া যাবে না। লাগেজের ওজন ১৫০ কেজির (৩টে স্যুটকেস আর ২টো কিট ব্যাগ) বেশি হলে অতিরিক্ত অর্থ গুনতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকেই।

    ৭) কোনও ক্রিকেটারের বাড়তি ব্যাগ নেওয়ার প্রয়োজন হলে, তা প্রথমে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পাঠাতে হবে। সেখান থেকে অনুমতি পেলে তবেই তা নিয়ে যাওয়া যাবে।

    ৮) কোনও সিরিজের আগে বা মধ্যে এবার থেকে আর অনুশীলন সেশন মিস করা চলবে না। বোর্ডের অপশনাল ট্রেনিং সেশন থাকলে বিষয়টা আলাদা।

    ৯) এ বার থেকে বোর্ডের কাজে ভারতের সকল ক্রিকেটারকে উপস্থিত থাকতেই হবে। আসলে বিসিসিআইয়ের যে আনুষ্ঠানিক শুটিং হয়, বা প্রচার হয়, তাতে ভারতীয় ক্রিকেটারদের এবার থেকে হাজিরা বাধ্যতামূলক।

    ১০) কোনও সফর চলাকালীন পরিবারের সদস্যদের সঙ্গে আর আলাদা করে ভ্রমণ করতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। সে বিষয়েও বোর্ড নিষেধাজ্ঞা জারি করেছে।

    কেন এই নির্দেশিকা

    নতুন নিয়মগুলি আনার নেপথ্যে বোর্ডের কিছু উদ্দেশ্য রয়েছে। তারা চায় ক্রিকেটারেরা খেলার প্রতি আরও মনোযোগী হয়ে উঠুক। সেই সঙ্গে দলে একাগ্রতা, শৃঙ্খলা এবং ইতিবাচক মনোভাব চাইছে বোর্ড। ক্রিকেটারদের আরও পেশাদার করাই লক্ষ্য তাদের। অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকর ও বিসিসিআই সভাপতি রজার বিন্নির মধ্যে বৈঠকে ১০ দফা আচরণবিধি তৈরি হয়েছে। 

    আরও পড়ুন: শীতের শেষে কলকাতা কাঁপবে ক্রিকেট জ্বরে! ইডেনে আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল-সহ ৯টি ম্যাচ

    আচরণবিধি না মানলে শাস্তি

    সূত্রের খবর, এই সব আচরণ বিধিগুলি কোনও ক্রিকেটার যদি না মানে তবে তা শৃঙ্খলাভঙ্গ বলেই মনে করা হবে। এর ফলে শাস্তির মুখে পড়তে হতে পারে সেই ক্রিকেটারকে। যার ফলস্বরূপ ওই প্লেয়ারের আইপিএল খেলার উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। কাটা হতে পারে তাঁর বার্ষিক চুক্তি এবং ম্যাচ ফি-র টাকাও। সূত্রের খবর, বিসিসিআই জানিয়েছে, যদি ব্যক্তিগত বা অন্য কোনও সমস্যার কারণে এই আচরণ বিধি-র বাইরে গিয়ে কোনও কাজ করতে হয় তবে সেই ব্যাপারটি আগে থেকে জানিয়ে রাখতে হবে কোচ এবং প্রধান নির্বাচককে, তবেই এড়ানো যাবে শাস্তি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BCCI New Rule: কোহলির সঙ্গে মাঠে থাকবেন না অনুষ্কা! কেন এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই?

    BCCI New Rule: কোহলির সঙ্গে মাঠে থাকবেন না অনুষ্কা! কেন এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় দল (Indian Cricket Team)। ঘরের মাঠে প্রথমবার তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে রোহিতরা। অস্ট্রেলিয়ার মাটিতেও মুখ থুবড়ে পড়েছে দল। ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ বিসিসিআই (BCCI New Rule) ও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাই এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI) কড়া নিয়মকানুন পুনরায় লাগু করতে চলেছে। ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতির জন্য সফর চলাকালীন স্ত্রী-পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করছে বিসিসিআই। 

    সঙ্গে থাকবে না পরিবার

    মুম্বইয়ে নির্বাচকদের রিভিউ মিটিংয়ে নয়া নিয়ম নিয়ে কথা হয়েছে। মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগরকর। একটি রিপোর্টে জানা গিয়েছে, করোনার সময় জারি হওয়া নিয়মকেই আবার ফিরিয়ে আনছে বিসিসিআই। সম্পূর্ণ সিরিজের জন্য ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন না তাঁদের স্ত্রী বা পরিবার। বিশেষত বিদেশ সফরের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন গোটা সিরিজ জুড়েই ক্রিকেটারদের সঙ্গে ছিলেন তাঁদের পরিবার। এবার তাতেই কোপ পড়তে চলেছে। ফলে সিরিজ জুড়ে একসঙ্গে মাঠে দেখা যাবে না বিরাট-অনুষ্কাকে।

    কেন এই নিয়ম

    বিসিসিআই (BCCI New Rule) সূত্রে জানা গিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের বেশি কোনও টুর্নামেন্ট বা সিরিজ চললে, তার মধ্যে ১৪ দিন ক্রিকেটারের সঙ্গে থাকতে পারবে তাঁর স্ত্রী এবং পরিবারের সদস্যরা। কম দিনের সফরের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা নেমে আসবে ৭ দিনে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বোর্ড মনে করছে, দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে।

    আরও পড়ুন: ভোকাট্টা.. ঘুড়ি উড়িয়ে মকর সংক্রান্তি উদযাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    আর কী কী নতুন নিয়ম 

    নয়া নিয়ম (BCCI New Rule) মতো, প্রতিটি খেলোয়াড়কেই দলের সকলের সঙ্গে টিম বাসে সফর করার নিয়মও চালু করতে আগ্রহী বোর্ড। অর্থাৎ একা একা নিজের ইচ্ছামতো সফর আর করা যাবে না। দলের একতা বজায় রাখার জন্য টিম বাসে করেই প্রত্যেক ক্রিকেটারকে যাতায়াত করতে হবে। যত বড় ক্রিকেটারই হন না কেন, কাউকেই অনুমতি দেওয়া হবে না আলাদাভাবে যাওয়ার। শুধু তাই নয়। কোচ গৌতম গম্ভীরের ম্যানেজার গৌরব আরোরাকেও এবার থেকে দলের সঙ্গে এক হোটেলে রাখা হবে। বিমানযাত্রায় কোনও খেলোয়াড়ের লাগেজ ১৫০ কেজির গণ্ডি পার করলে এবার থেকে আর বিসিসিআই তাঁর ব্যয় বহন করবে না, বরং খেলোয়াড়দের নিজেদেরই এই খরচ দিতে হবে বলেও রিপোর্টে দাবি করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2025: শীতের শেষে কলকাতা কাঁপবে ক্রিকেট জ্বরে! ইডেনে আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল-সহ ৯টি ম্যাচ 

    IPL 2025: শীতের শেষে কলকাতা কাঁপবে ক্রিকেট জ্বরে! ইডেনে আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল-সহ ৯টি ম্যাচ 

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র দুই মাস, শুরু হতে চলেছে আইপিএল ২০২৫ (IPL 2025)। রবিবারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ শুরুর দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলার আইপিএল প্রেমীদের জন্য এবার সুখবর। কলকাতা নাইট রাইডার্সের সাতটি হোম ম্যাচ তো বটেই, দুটি বাড়তি ম্যাচ পাচ্ছে ক্রিকেটের নন্দনকানন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ২০২৫ সংস্করণের উদ্বোধনী ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আইপিএল ফাইনালও হবে ইডেনেই (Eden Gardens)। আইপিএল শুরু ২১ মার্চ। ফাইনাল হতে চলেছে ২৫ মে। 

    বিসিসিআই-এর নয়া সচিব দেবজিৎ

    রবিবার, ১২ জানুয়ারি মুম্বইয়ে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা (BCCI SGM)। সেখানে নির্বাচিত হলেন বোর্ডের নতুন সচিব ও কোষাধ্যক্ষ। বোর্ড সচিব হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব নিলেন অসম ক্রিকেট সংস্থার দেবজিৎ সাইকিয়া। যিনি বোর্ডের যুগ্মসচিব ছিলেন। জয় শাহর স্থলাভিষিক্ত হলেন তিনি। পাশাপাশি কোষাধ্যক্ষ হিসাবে বিনা লড়াইয়ে নির্বাচিত হলেন ছত্তিশগড় ক্রিকেট সংস্থার প্রভতেজ সিং ভাটিয়া। পাশাপাশি রবিবারের বৈঠকে আলোচনা হয় আইপিএল নিয়েও। বৈঠকে হাজির ছিলেন অভিষেক ডালমিয়া সহ আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরাও।

    আইপিএল-এর সম্ভাব্য সূচি

    বোর্ডের বৈঠকে আইপিএলের (IPL 2025) সূচি প্রাথমিকভাবে ঠিক হয়েছে। জানা গিয়েছে, পরের আইপিএল শুরু হচ্ছে ২১ মার্চ, শুক্রবার। উদ্বোধনী ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। বাড়তি ম্যাচ বলতে, প্লে অফ পর্বে ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ইডেনে (Eden Gardens)। সেই সঙ্গে প্রথা মেনে ফাইনালও হবে ইডেনেই। কেকেআর গতবার ট্রফি জিতেছিল বলেই উদ্বোধন ও ফাইনাল হবে নাইটদের ডেরায়। এদিন উইমেন্স প্রিমিয়ার লিগেরও দিন ঘোষণা করে বোর্ড। ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ। ফাইনাল ২ মার্চ। চলতি মাসের শেষেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সূচি ঘোষিত হলেই শীতের শেষে কলকাতা কাঁপবে ক্রিকেট জ্বরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share