Tag: Bengali news

Bengali news

  • Jalpaiguri: থানার নাকের ডগায় বাজারে দোকান ভেঙে সর্বস্ব লুট, পুলিশ কী করছে?

    Jalpaiguri: থানার নাকের ডগায় বাজারে দোকান ভেঙে সর্বস্ব লুট, পুলিশ কী করছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: থানার নাকের ডগায় দোকান। সেই দোকান ভেঙে সর্বস্ব লুট করে পালাল দুষ্কৃতীরা। দশমীর গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি থানা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার দুপুর পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার পর্যন্ত করতে পারেনি। ফলে চরম আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা।

    কীভাবে দোকানে লুটপাট চালাল দুষ্কৃতীরা? (Jalpaiguri)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশমীর রাতে বিসর্জনে ব্যস্ত ছিল গোটা শহর। সেই সময়কেই কাজে লাগায় চোরের দল। ধূপগুড়ি থানা থেকে মাত্র ৫০ ফুট দূরে বাজার। থানার উল্টোদিকে বাজার হওয়ায় হামেশাই পুলিশ কর্মীদের আনাগোনা থাকে। ফলে, বাজারের ব্যবসায়ীরা অনেকটাই নিশ্চিন্তে থাকতেন। কিন্তু, তারপরও থানার উল্টোদিকের দোকান থেকে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করে পালাল চোরের দল। এভাবে দোকান ভেঙে সর্বস্ব লুট করে দুষ্কৃতীরা পালিয়ে যাবে, তা ভাবতে পারেননি ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে খবর, এলাকার ব্যবসায়ী সুকুমার ঘোষের দোকান ভেঙে সমস্ত সামগ্রী লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে।

    স্থানীয় ব্যবসায়ীদের কী বক্তব্য?

    ব্যবসায়ীদের বক্তব্য, এই এলাকায় চুরির ঘটনা নতুন নয়। এর আগে শলাপট্টি এলাকায় দুটি চুরির ঘটনা ঘটেছিল। এই নিয়ে তিনবার একই ঘটনা ঘটল। বার বার চুরির ঘটনা ঘটলেও পুলিশের কোনও হুঁশ নেই। তাঁদের আরও অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে তা নিতে অস্বীকার করে পুলিশ। এমনকী তাদের রীতিমতো হয়রানি করা হয় বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। এখানে থানার এমন অবস্থা হয়ে গেছে কেউ কোনও কাজ করছে না। এই যে তিনবার চুরি হল, পুলিশ কোনও কিনারাই করছে না। আর এখানে তো অসামাজিক কাজ প্রচুর হচ্ছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Durga Ratna Award 2023: ‘দুর্গা রত্ন’ পুরস্কার প্রদান করলেন রাজ্যপাল, তালিকায় রয়েছে কোন কোন পুজো?

    Durga Ratna Award 2023: ‘দুর্গা রত্ন’ পুরস্কার প্রদান করলেন রাজ্যপাল, তালিকায় রয়েছে কোন কোন পুজো?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবছরের ‘দুর্গা রত্ন’ (Durga Ratna Award 2023) পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা এবং জেলা মিলিয়ে রাজ্যের মোট চারটি পুজো কমিটিকে মোট ৫ লাখ টাকা পুরস্কারের কথা জানাল রাজভবন। এই ঘোষণায় পুরস্কার প্রাপ্ত পুজো কমিটিগুলির মধ্যে উৎসাহ ধরা পড়ল।

    ‘দুর্গা রত্ন’ পুরস্কারে কী থাকছে (Durga Ratna Award 2023)

    রাজভবন সূত্রে জানা গিয়েছে, মানুষের বিচারে সেরা চার পুজো কমিটিকে ‘দুর্গা রত্ন’ (Durga Ratna Award 2023) পুরস্কারে সম্মানিত করা হবে। চার কমিটিকে দেওয়া হবে মোট পাঁচ লক্ষ টাকা এবং সেই সঙ্গে থাকবে রাজবভনের বিশেষ মানপাত্র। এর আগে, সেরা দুর্গা পুজোর কমিটিগুলিকে একটা মোটা অঙ্কের টাকা প্রদানের কথা ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এবার রাজ্যপালও নির্বাচিত কিছু পুজো কমিটিকে সেরা পুজোর জন্য পুরস্কার স্বরূপ টাকা প্রদান করলেন।

    কোন কোন ক্লাবের পুজো দুর্গা রত্ন পুরস্কার পেল?

    রাজবভন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল আগেই ‘দুর্গা রত্ন’ (Durga Ratna Award 2023) পুরস্কারের কথা ঘোষণা করেছিলেন। সেই মতো ইমেলের মাধ্যমে রাজ্যবাসীকে মতামত দেওয়ার কথা জানিয়েছিলেন। আর তার উপর নির্ভর করেই চার পুজো মণ্ডপের নাম পুরস্কারের তালিকায় ঘোষণা করা হল। ‘দুর্গা রত্ন’ সম্মানে ভূষিত চারটি পুজো মণ্ডপ হল—কলকাতার টালা প্রত্যয়, নেতাজি নগর কলোনি লো-ল্যান্ড, বরানগর বন্ধু দল স্পোর্টিং এবং কল্যাণী লুমিনাস ক্লাব।

    পুজোতে দুর্নীতির বিরুদ্ধে বার্তা রাজ্যপালের

    পুজোতে রাজ্যপালকে (Durga Ratna Award 2023) প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দর্শন করতে দেখা যায়। তিনি শহরের পুজো মণ্ডপগুলি পরিদর্শন করে, রাজ্যবাসীকে দুর্নীতির অসুরের বিরুদ্ধে লড়াই করার বার্তা দেন। অষ্টমীর দিনে সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজোতে গিয়ে অঞ্জলি প্রদান করেন তিনি। মণ্ডপে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, “আজ মায়ের সামনে আসুন সবাই শপথ গ্রহণ করি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সকল হিংসার বিরুদ্ধে আমরা লড়াই করব। পুরাণ অনুযায়ী, দুর্নীতি হল রক্তবীজ এবং হিংসা হল নরকাসুর। মা কালী যেমন রক্তবীজকে বধ করেন, তেমনি মা দুর্গা মহিষাসুরকে বধ করেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন নরকাসুরকে বধ করেন, ঠিক তেমনই হিংসাকে আমাদের বধ করতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Economy: ২০২৭ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, ৫০ বছরে ছাপিয়ে যাবে আমেরিকাকেও!

    Indian Economy: ২০২৭ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, ৫০ বছরে ছাপিয়ে যাবে আমেরিকাকেও!

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় বিশ্বের পঞ্চম শক্তিশালী অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারতীয় অর্থনীতি। সম্প্রতি বিশ্ববন্দিত মূল্যায়ন সংস্থা এস অ্যান্ড পি গ্লোবাল মার্কেটের দাবি, অর্থনীতির দিক থেকে ভারত, জাপান এবং জার্মানিকেও ছাড়িয়ে যাবে। ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম (Indian Economy) অর্থনীতিতে পরিণত হবে ভারত। আবার আরেকটি আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা গোল্ডম্যান স্যাক্স-এর সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হচ্ছে, আজ থেকে অর্ধশতক পর অর্থাৎ ৫০ বছর পরে ২০৭৫ সালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় অর্থনীতিতে পরিণত হবে। তখন ভারত হবে ৫২.২ লাখ কোটি ডলারের দেশ। অর্থাৎ বর্তমান জিডিপির তুলনায় ৫০ বছর পরে ভারতের জিডিপি হতে চলেছে ১৫ গুণ বেশি। চলতি বছরের জানুয়ারি মাসেই সংসদে একটি আর্থিক সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়। এখানে বলা হয় যে মার্চের মধ্যেই ভারতের অর্থনীতি হবে ৩.৫ লাখ কোটি ডলার। সংসদের সেই আর্থিক সমীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সঠিক বলে প্রমাণিত হয়েছে।

    ২০২৭ সালেই বিশ্বের তৃতীয় বৃহত্তম (Indian Economy) অর্থনীতি

    ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড-এর রিপোর্ট বলছে, ২০২৭ সালের মধ্যে ভারত জাপান এবং জার্মানিকে পিছনে ফেলে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ওই রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০২৭ সালে জাপানের অর্থনীতি হবে ৫.২ লাখ কোটি ডলার। জার্মানির অর্থনীতি (Indian Economy) হবে ৪.৯ লাখ কোটি ডলার। ভারতের অর্থনীতি ততদিনে দাঁড়াবে ৫.৪ লাখ কোটি ডলারে।  অর্থাৎ আজ থেকে চার বছর পরে ভারতের থেকে অর্থনীতিতে এগিয়ে থাকবে শুধুমাত্র দুটি দেশ আমেরিকা এবং চিন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড-এর ওই রিপোর্ট বলছে, ২০২৭ সালে চিনের অর্থনীতি দাঁড়াবে ২৬.৪৪ লাখ কোটি ডলার, আমেরিকার অর্থনীতির পরিমাণ হবে ৩০.২ লাখ কোটি ডলার।

    মোদি জমানায় বাড়ছে অর্থনীতি

    দেখা যাচ্ছে করোনাকালীন সময়ে এবং তার পরবর্তীকালে ভারতের অর্থনীতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ সাল নাগাদ এই বৃদ্ধি শুরু হয়েছে। ২০২৩ সালেও এই ধারা বজায় রয়েছে। চলতি আর্থিক বছর শেষ হবে ২০২৪ সালের মার্চ মাসে। এই সময়ের মধ্যে ভারতের জিডিপির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে বলে খবর। সেই পরিমাণ হতে চলেছে ৬.২ থেকে ৬.৩ শতাংশ পর্যন্ত। ২০২২ সালে ভারতের (Indian Economy) জিডিপির পরিমাণ ব্রিটেন এবং ফ্রান্সের থেকে অনেকটাই বেড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Sodepur: সোদপুরে প্রকাশ্যে চলল গুলি, গুলিবিদ্ধ যুবক, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Sodepur: সোদপুরে প্রকাশ্যে চলল গুলি, গুলিবিদ্ধ যুবক, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: অপরাধ নিয়ন্ত্রণ করতে বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে পুজোর সময় কমিশনারেট এলাকায় নিরাপত্তা অনেকটাই জোরদার করা হয়েছে। কিন্তু, বাস্তবে পুলিশের নজরদারি যে কিছু নেই, দশমীর রাতে সোদপুরে (Sodepur) প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা তা আরও একবার প্রমাণ করে দিল। দশমীর রাতে একদিকে যখন প্রতিমা নিরঞ্জন চলছে, সেই সময় আবার চলল গুলি। সোদপুরের রাসমণি মোড়ে গুলিবিদ্ধ হলেন যুবক। জানা গিয়েছে, আহত যুবকের নাম শুভজিৎ ঠাকুর ওরফে বাচ্চা। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক  ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Sodepur)

    এমনিতেই দশমীর সন্ধ্যা থেকে একাধিক মণ্ডপে প্রতিমা নিরঞ্জনের জন্য প্রস্তুতি চলছিল।  অনেকে মণ্ডপে প্রতিমা নিরঞ্জন হয়নি। ফলে, সন্ধ্যা থেকেই রাস্তা লোকজনে গমগম করছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোদপুরের (Sodepur) রাসমণি নন্দনকানন এলাকা দিয়ে শুভজিৎ হেঁটে যাচ্ছিলেন। সেই সময় তিন দুষ্কৃতী এসে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন এলাকাবাসী। দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খড়দা থানার পুলিশ।

    আক্রান্ত যুবকের এক বন্ধু কী বললেন?

    শুভজিতে এক বন্ধু বলেন, পুজোর নিরঞ্জন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আচমকা আমার এক পরিচিত ফোন করে শুভজিতের বিষয়টি জানান। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শুনেই আমি দৌড়ে যাই। রাস্তার মধ্যে ও ছটফট করছিল। ওকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। কিন্তু, কে বা কারা, কেন শুভজিতকে এভাবে গুলি করেছে, তা জানি না। আমাদের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: দশমীর রাতেই দলীয় কাউন্সিলারের বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল নেতা

    Murshidabad: দশমীর রাতেই দলীয় কাউন্সিলারের বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: বহুদিন ধরেই বিবাদ চলছিল। তবে, দশমীর মাঝরাতে এভাবে প্রকাশ্যেই তৃণমূলের কাউন্সিলারের বাড়িতে হামলা চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গুরুপদ মুখোপাধ্যায়ের বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে লাঠিচার্জ করে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)

    বুধবার মাঝরাতে ঠিক যখন ঘাটে ঘাটে চলছে প্রতিমা বিসর্জন, সেই সময় আচমকা মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গুরুপদ মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা চালানো হয়। কাউন্সিলারের বাড়িতে এই হামলার ঘটনায় অভিযোগ উঠেছে আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অপর এক ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের স্বামীই এই ঘটনায় মূল অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে সামনে এল সেই শাসক দলের গোষ্ঠীকোন্দল। দুই পক্ষের অনুগামীদের হাতাহাতি এতটাই চরমে পৌঁছায় যে পুলিশকে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে হয়। বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। মাঝরাতে তৃণমূলের অপর গোষ্ঠীর তাণ্ডব দেখে আতঙ্কিত হয়ে পড়েন পাড়ার লোকজন।

    কেন হামলা?

    দলীয় সূত্রে জানা গিয়েছে, কান্দি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুকন্যা দত্ত ঘোষের স্বামী সুপ্রিয় ঘোষের নেতৃত্বে গুরুপ্রসাদের বাড়িতে এই হামলা চলে বলে অভিযোগ উঠেছে। মূলত এলাকা দখল নিয়েই এই লড়াই বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, নির্দল থেকে জয়ী হয়ে কাউন্সিলার হয়েছিলেন গুরুপ্রসাদবাবু। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এরপর থেকেই বিবাদ চলছিল বলে জানা গিয়েছে। সেই বিবাদ পুজোর মধ্যে আরও তীব্র হয়। তবে, ঠিক কী বিষয় নিয়ে এই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায় তা জানা যায়নি। সুপ্রিয় ঘোষের লোকজন এসে মাঝরাতে এলাকায় রীতিমতো তাণ্ডব চালায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দলের মধ্যে গন্ডগোল থাকতে পারে। তাই বলে এভাবে মাঝরাতে বাড়িতে এসে হামলা চালানোর ঘটনা ঠিক নয়। এই ঘটনা নিয়ে তৃণমূল নেতৃত্বের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: ‘‘অযোধ্যায় রামের মূর্তি স্থাপিত হবে আগামী ২২ জানুয়ারি’’, বড় ঘোষণা সঙ্ঘ প্রধানের

    Ram Mandir: ‘‘অযোধ্যায় রামের মূর্তি স্থাপিত হবে আগামী ২২ জানুয়ারি’’, বড় ঘোষণা সঙ্ঘ প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিজয়া সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন সর-সঙ্ঘচালক মোহন ভাগবত। আগামী বছরের জানুয়ারি মাসের ২২ তারিখে রামমন্দিরে মূর্তি স্থাপিত হবে রামলালার (Ram Mandir)। প্রসঙ্গত, কয়েকমাস আগেই ত্রিপুরাতে গিয়ে অমিত শাহ মন্তব্য করেছিলেন অযোধ্যার মন্দিরর কাজ সম্পূর্ণভাবে শেষ হবে ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে। এবার মোহন ভাগবতের কণ্ঠেও শোনা গেল একই কথা। তাৎপর্যপূর্ণভাবে গতকাল দিল্লির রামলীলা ময়দানে রাবণ দহন উৎসবে একই রকমের ঘোষণা করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

    নাগপুরে সঙ্ঘের বিজয়া সম্মেলন

    বিজয়া দশমীতে সঙ্ঘের বিজয়া সম্মেলনের এক অনুষ্ঠানে মঙ্গলবার নাগপুরে উপস্থিত ছিলেন মোহন ভাগবত। বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্রে যে ভারতের গুরুত্ব ক্রমশই বাড়ছে, একথাও এদিন বলেন সঙ্ঘ প্রধান। তাঁর বক্তব্যে এরপরই উঠে আসে রামমন্দির (Ram Mandir) প্রসঙ্গ। মোহন ভাগবত বলেন, ‘‘রাম মন্দির তৈরি হচ্ছে অযোধ্যাতে। রামলালার মূর্তি সেখানে স্থাপিত হবে আগামী বছরের ২২ জানুয়ারি। ঐদিন আমরা আমাদের ছোটখাট মন্দিরগুলিতে উৎসবের আয়োজন করতেই পারি।’’

    ২১ অক্টোবর রামজন্মভূমি পরিদর্শন যোগী আদিত্যনাথের

    প্রসঙ্গত, গত ২১ অক্টোবর রামজন্মভূমি (Ram Mandir) প্রাঙ্গণ পরিদর্শন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই দিন তিনি নির্মাণকার্য তত্ত্বাবধান করেন। সেখানেই যোগী আদিত্যনাথ বলেন, ‘‘জানুয়ারি মাসে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে। আমরা এই মন্দির নির্মাণের যাবতীয় সবকিছু দীপাবলীর আগেই শেষ করতে চেষ্টা করছি। দেশবাসীর জন্য গর্বের মুহূর্ত আসতে চলেছে ২০২৪ সালের জানুয়ারি মাসে।’’ ২০২৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরের উদ্বোধন করবেন বলেও জানান যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত, চলতি বছরেই ত্রিপুরা রাজ্যে ভোট প্রচারে গিয়ে অমিত শাহ ঘোষণা করেছিলেন, অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হবে ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে।  ২০১৯ সালের নভেম্বরে রামমন্দির নির্মাণের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। ২০২০ সালের ৫ অগাস্ট রামমন্দিরের ভূমি পুজো করেন প্রধানমন্ত্রী। এবার ২০২৪ সালে দরজা খুলে যাচ্ছে মন্দিরের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Mahua Moitra: ‘‘২ কোটি টাকা ঘুষ নিয়েছেন মহুয়া, রয়েছে প্রমাণ’’, লোকপালকে চিঠি বিজেপি সাংসদের

    Mahua Moitra: ‘‘২ কোটি টাকা ঘুষ নিয়েছেন মহুয়া, রয়েছে প্রমাণ’’, লোকপালকে চিঠি বিজেপি সাংসদের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বস্তি নেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)। এবার কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে তদন্ত চেয়ে লোকপালকে চিঠি দিলেন সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদদের অভিযোগ, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ ২ কোটি টাকা ঘুষ নিয়েছেন মহুয়া মৈত্র। প্রসঙ্গত, টাকার বিনিময়ে লোকসভায় মহুয়া মৈত্র প্রশ্ন করেছেন, এই বিতর্কে জোর শোরগোল পড়ে যায় দেশের রাজনৈতিক মহলে। শুধুমাত্র তাই নয়, সাংসদের লগ-ইন আইডিও ব্যবহার করতেন ব্যবসায়ী হীরারনন্দানি। নিজের হলফনামাতেই তা স্বীকার করেছেন দুবাইয়ের এই ব্যবসায়ী।

    মহুয়ার বিরুদ্ধে তদন্ত চেয়ে লোকপালকে চিঠি

    এরপর থেকেই নতুন নতুন তথ্য সামনে আসতে শুরু করে মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে। এবার ২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুললেন বিজেপি সাংসদ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদের দাবি, ওই চিঠিতে যে তথ্য পাওয়া গিয়েছে সেখানেই মিলেছে মহুয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার প্রমাণ। লোকপালকে পাঠানো চিঠিতে দুবে লিখেছেন, ‘‘সুপ্রিম কোর্টের আইনজীবী শ্রী দেহদ্রাই একটা বিশেষ বিবরণ দিয়েছেন এবং তাতে রয়েছে, কীভাবে, কখন এবং কোথায় সাংসদ মহুয়া মৈত্র দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়েছেন। ওখানে উল্লেখ রয়েছে, নগদ ২ কোটি টাকা পেয়েছেন মহুয়া (Mahua Moitra)। সংসদে প্রশ্ন করার জন্য। ভারতীয় এবং বিদেশি মুদ্রায় নেওয়া হয়েছে ওই টাকা।’’

    মহুয়ার বিরুদ্ধে কী অভিযোগ হিরানন্দানির?

    প্রসঙ্গত, দিন কয়েক আগেই ব্যবসায়ী দর্শন হিরানন্দানি একাধিক অভিযোগ এনেছেন মহুয়ার বিরুদ্ধে। তাঁর দাবি, মহুয়া (Mahua Moitra) অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। দ্রুত নাম করতে চেয়েছিলেন। সে জন্যই নরেন্দ্র মোদিকে ক্ষুরধার আক্রমণ করাকেই সহজ রাস্তা হিসাবে বেছে নিয়েছিলেন মহুয়া। মোদিকে নিশানা করার জন্যই গৌতম আদানি ও আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ‘হাত ধুয়ে’ লেগে পড়েন মহুয়া। স্বাক্ষর করা ‘হলফনামা’য় হিরানন্দানি কার্যত মহুয়া ও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Durga Puja 2023: পুজোয় জনজোয়ার কল্যাণীতে, ভিড়ের চাপে ৪ দিন বন্ধ রইল রেল স্টেশন!

    Durga Puja 2023: পুজোয় জনজোয়ার কল্যাণীতে, ভিড়ের চাপে ৪ দিন বন্ধ রইল রেল স্টেশন!

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের পুজোয় কলকাতার অনেক ক্লাবকে ভিড়ের দিক থেকে টক্কর দিল কল্যাণী (Durga Puja 2023)। সাধারণভাবে শারদীয়া উৎসবের দিনগুলিতে গ্রাম বা শহরতলির মানুষের গন্তব্য হয়ে থাকে শহর কলকাতা। এ বছর ঠিক যেন উল্টো স্রোত দেখা গেল হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে। সেখানে কল্যাণীগামী ট্রেনগুলিতে ভিড়ে পা রাখার জায়গা নেই। এমনিতে যে কোনও জায়গায় উৎসবকে (Durga Puja 2023) কেন্দ্র করে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে থাকে ভারতীয় রেল। তা সে কলকাতার দুর্গাপুজো হোক, অথবা নবদ্বীপের রাস কিংবা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। তবে এ বছর কল্যাণীতে এত ভিড় হবে, এটা বোধহয় ভাবতেও পারেনি ভারতীয় রেল। ভিড়ের চাপে জনস্রোতকে লাগাম দিতে স্থানীয় প্রশাসনের অনুরোধে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কোনও ট্রেনকেই দাঁড় করানো হয়নি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে।

    সবচেয়ে বেশি উন্মাদনা ‘লুমিনাস’  ক্লাবের পুজোকে কেন্দ্র করে

    কল্যাণীতে সবথেকে বেশি উন্মাদনা ‘লুমিনাস’ ক্লাবের পুজোকে কেন্দ্র করে। দর্শনার্থীদের একাংশের মতে, কলকাতার অনেক বড় ক্লাবকেও ইতিমধ্যে টক্কর দিয়েছে কমবয়সী এই পুজো (Durga Puja 2023)। খাস কলকাতার লোকেরাও ভিড় জমিয়েছেন কল্যাণীর ‘লুমিনাস’-এর পুজো দেখতে। জানা গিয়েছে, কল্যাণীর আইটিআই মোড়ের কাছে ক্লাব ‘লুমিনাস’-এর পুজো চলতি বছরে একত্রিশে পা দিয়েছে। ২০২৩ সালের দুর্গাপুজোয় এই ক্লাবের থিম চিনের বিলাসবহুল হোটেল ‘গ্রান্ড লিসবোয়া’ মূলত লুমিনাসের আকর্ষণেই গ্রাম-মফস্বলের গন্তব্য তাই কল্যাণী।

    অক্ষয় তৃতীয়া থেকে শুরু মণ্ডপ তৈরির কাজ

    পুজো মণ্ডপের উদ্যোক্তারা জানাচ্ছেন যে চতুর্থীর দিন থেকেই বিপুল জনসমাগম দেখা যাচ্ছে। কলকাতা এবং শহরতলি সমেত দূর দূরান্তের গ্রাম থেকেও সাধারণ দর্শনার্থীরা আসছেন পুজোতে। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে ক্লাব কর্তাদের। এরপরেই স্থানীয় কল্যাণী ঘোষপাড়া স্টেশনে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে তাতে অবশ্য ভিড় ঠেকানো যায়নি। ক্লাব কর্তারা জানিয়েছেন, চলতি বছরের অক্ষয় তৃতীয়ার দিন থেকে লুমিনাসের মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। ৫০ কেজি সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে দুর্গাপ্রতিমাকে (Durga Puja 2023)। এক ক্লাব সদস্যের কথায়, ‘‘শুধু নদিয়া জেলা নয়, গোটা রাজ্যের নজর কাড়া আমাদের লক্ষ্য। জেলার পুজোও যে কলকাতার ভিড় টানতে পারে, সেই নজির আমরা তৈরি করেছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Akshardham Temple: বিশ্বশান্তির লক্ষ্যে দিল্লিতে মহাযজ্ঞ, ১১১টি কুণ্ডে আহুতি দিলেন ১,৪০০ ভক্ত

    Akshardham Temple: বিশ্বশান্তির লক্ষ্যে দিল্লিতে মহাযজ্ঞ, ১১১টি কুণ্ডে আহুতি দিলেন ১,৪০০ ভক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে দিল্লির অক্ষরধাম মন্দিরে বিজয়া দশমীতে সম্পন্ন হল এক মহাযজ্ঞ (Akshardham Temple)। মোট ১১১টি যজ্ঞকুণ্ডে প্রায় ১,৪০০ ভক্ত একসঙ্গে আহুতি দিলেন বিশ্ববাসীর মঙ্গল কামনায়। ২০২২ সালে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সেই যুদ্ধের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি হামাস-ইজরায়েলের যুদ্ধে অশান্তি ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এর পাশাপাশি সন্ত্রাসবাদী হামলা তো রয়েছেই। সারা বিশ্বের এই অশান্তির আবহে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। গোটা বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকেন, তাঁদের মঙ্গল কামনায় তাই অক্ষরধাম মন্দিরে আয়োজন করা হয় এই বড়সড় যজ্ঞের।

    সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী এসেছিলেন মন্দিরে

    প্রসঙ্গত, ২০০৫ সালেই স্বামী মহারাজ এই স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের (Akshardham Temple) উদ্বোধন করেছিলেন বলে জানা যায়। ধর্মচর্চা তথা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে অক্ষরধাম মন্দিরের খ্যাতি রয়েছে সারা বিশ্বজুড়েই। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক জি২০ সম্মেলনে ভারতে যোগ দিতে এলে অক্ষরধাম মন্দির দর্শনে আসেন। অক্ষরধাম মন্দিরের নতুন একটি শাখা সম্প্রতি নির্মিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও।

    ভোর থেকেই শুরু হয় মহাযজ্ঞ

    বিজয়া দশমীর ভোর থেকেই বিশ্বশান্তি যজ্ঞকে কেন্দ্র করে অক্ষরধাম মন্দিরে সাজো সাজো রব পড়ে যায়। ভোর থেকে ভক্তরা সমবেত হতে থাকেন মন্দির প্রাজ্ঞণে। সন্ন্যাসীদের নির্দেশে ভক্তরা বিজয়া দশমীর দিন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা-বিষ্ণু মহেশ্বর ছাড়াও পার্বতী নন্দন গণেশকেও আরাধনা করেন। পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলতে থাকে যজ্ঞ। জানা গিয়েছে মোট ৩১৫টি শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে যজ্ঞে (Akshardham Temple) আহুতি দেওয়া হয়। 

    বিজয় দশমীর আয়োজিত এই যজ্ঞে ১,৪০০ ভক্তকে স্বস্তিকার আকারে বসে থাকতে দেখা যায়। মহাযজ্ঞের ঠিক পরেই অক্ষরধাম মন্দিরের এক সন্ন্যাসী বলেন, ‘‘উপনিষদ অনুসারে যজ্ঞ হল ভক্তির এক বিশেষ অনুষ্ঠান। এটা উৎসর্গের প্রতীক। এই আচারের সময় পবিত্র অগ্নিকে আহ্বান করা হয় এবং বিভিন্ন নৈবেদ্য তৈরি করা হয়। আমরা যা পেয়েছি সেই পরম সত্তাকে নিবেদন করা হয়। যজ্ঞ হল ব্যক্তিকেন্দ্রিক, অন্যদিকে মহাযজ্ঞ হল সমাজ কেন্দ্রিক।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ২৫/১০/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ২৫/১০/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) অসম্পূর্ণ কাজ পূর্ণ হওয়ায় অর্থের আগমন হবে।

    ২) আর্থিক দিক দিয়ে দিন ভালো। তবে ঋণ নেওয়ার অভ্যাস সমস্যা সৃষ্টি করতে পারে।

    বৃষ

    ১) কাজের প্রতি উৎসাহ থাকবে না, এর ফলে পূর্ব পরিকল্পিত প্রকল্প স্থগিত করতে হবে।

    ২) ব্যবসায় প্রতিযোগিতার কারণে লড়াই করতে হবে।

    মিথুন

    ১) ব্যবসার মাধ্যমে সহজে আয় করতে পারবেন।

    ২) মনের মধ্যে কোনও বিভ্রান্তি না-রেখে ব্যয় করুন।

    কর্কট

    ১) কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করবেন, তবে ভাগ্য দুর্বল হওয়ায় অধিক লড়াই করতে হবে।

    ২) পরিবারের সদস্যদের সঙ্গে বিচারধারার মতভেদ থাকবে।

    সিংহ

    ১) কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ফলাফল পাওয়ায় সন্তুষ্ট থাকবেন।

    ২) নতুন কাজে লগ্নি করতে পারেন।

    কন্যা

    ১) জমি-সংক্রান্ত কাজে কোনও তাড়াহুড়ো করবেন না, তা না-হলে পরে অনুতাপ হতে পারে।

    ২) কর্মক্ষেত্রে উন্নতি হওয়ায় স্বস্তি পাবেন।

    তুলা

    ১) বেশ কিছুদিন ধরে বাতিল হতে থাকা ইচ্ছা পূরণ হবে এবার।

    ২) ব্যবসায় নতুন চুক্তি হাতে আসবে। তবে এখনই কোনও নতুন কাজ শুরু করবেন না।

    বৃশ্চিক

    ১) অর্থ আগমন কমবে ও ব্যয় বাড়বে। আর্থিক পরিস্থিতি আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

    ২) পরোপকারের কাজ করবেন। এর ফলে দীর্ঘ সময়ের জন্য লাভান্বিত হবেন।

    ধনু

    ১) সন্ধ্যাবেলা অপ্রত্যাশিত ধন বা উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    ২) দূরের যাত্রা বাতিল করুন।

    মকর

    ১) আর্থিক সমস্যার কারণে দৈনিক জীবন প্রভাবিত হবে। বিশেষ আর্থিক লাভ হবে না।

    ২) কাজে বাধা আসতে পারে।

    কুম্ভ

    ১) সময়ের মধ্যে কাজ পূর্ণ না-হওয়ায় মান-সম্মান কমতে পারে।

    ২) পেশাগত কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল থাকতে হবে।

    মীন

    ১) বিভ্রান্তি থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ করুন। না-হলে লাভের পরিবর্তে লোকসান হবে।

    ২) উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তির সাহায্যে সরকারি ক্ষেত্রে কাজ সহজ হবে। এর জন্য তাঁদের অনৈতিক দাবি মান্য করতে হবে।

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share