Tag: Bengali news

Bengali news

  • Dussehra: ‘‘মাতৃভূমি রক্ষার জন্যই আমাদের অস্ত্র পুজো, অন্য দেশ দখল করতে নয়’’, দশেরার ভাষণে বললেন মোদি

    Dussehra: ‘‘মাতৃভূমি রক্ষার জন্যই আমাদের অস্ত্র পুজো, অন্য দেশ দখল করতে নয়’’, দশেরার ভাষণে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দশেরা উপলক্ষে দিল্লির রামলীলা ময়দানে রাবণ দহন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘ভারতবর্ষের চিরাচরিত প্রথা রয়েছে অস্ত্রকে পুজো করার। ভারতীয়রা অস্ত্রকে পুজো করে নিজেদের ভূমিকে রক্ষা করার জন্য। অন্য কোনও দেশকে দখল (Dussehra) করার জন্য নয়।’’ পাশাপাশি তাঁর আরও সংযোজন, ‘‘আমাদের শক্তি পুজো শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য নয়, উপরন্তু সারা পৃথিবীর মঙ্গল কামনায় আমরা করে থাকি।’’ 

    ইজরায়েল এবং হামাস যুদ্ধের আবহে মোদির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ

    চলতি ইজরায়েল এবং হামাস যুদ্ধের আবহে নরেন্দ্র মোদির এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই একই ধরনের মন্তব্য করেছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। তিনি বলেন, ‘‘সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে রয়েছে কারণ ভারত ভূমি (Dussehra) একটা উদাহরণ তৈরি করতে পেরেছে। এখানে কখনও হিন্দুরা অন্য ধর্মকে আক্রমণ করেনি। হিন্দুদের পরধর্ম সহিষ্ণুতার কারণেই ইজরায়েল-হামাস দ্বন্দ্বের মত কোনও রকমের যুদ্ধ ভারতবর্ষে হয়নি।

    প্রসঙ্গ রামমন্দির

    দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে উঠে আসে রাম মন্দির প্রসঙ্গও। প্রসঙ্গত, আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। দরজা খুলে যাবে সাধারণ ভক্তদের জন্য। এদিন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘‘আমরা সৌভাগ্যবান যে রাম মন্দির নির্মাণেকে আমরা প্রত্যক্ষ করতে পারছি।’’ তিনি আরও বলেন, ‘‘আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই ভগবান রাম, মন্দিরে প্রতিষ্ঠিত হবেন।’’ প্রসঙ্গত ২০১৯ সালের নভেম্বরের রাম মন্দির-বাবরি মসজিদ বিতর্কের অবসান ঘটায় সুপ্রিম কোর্ট এবং অযোধ্যায় রাম মন্দির তৈরি নির্দেশ দেয় আদালত। পরবর্তীকালে ২০২০ সালের অগাস্ট মাসের ৫ তারিখে রাম মন্দিরের ভূমি পূজন করেন প্রধানমন্ত্রী।

    বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

    মঙ্গলবার সকালে দেশবাসীকে বিজয় দশমী এবং দশেরার (Dussehra) শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘বিজয়া দশমীতে দেশ জুড়ে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানাই।’’ 

     প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন বিজয় দশমীর শুভেচ্ছা জানাতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা। অধর্মের অন্ধকার যতই গাঢ় হোক না কেন, সত্যের উপরে ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন। পাপের উপরে পুণ্যের জয়ের প্রতীক বিজয়া দশমী হল এমন একটি উৎসব যা আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। শ্রী রাম সকলকে আশীর্বাদ করুক। জয় শ্রী রাম!”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Imran Khan: দেশের গোপন নথি ফাঁস! ফাঁসি হতে পারে ইমরানের? শুনানি শুরু চলতি সপ্তাহেই

    Imran Khan: দেশের গোপন নথি ফাঁস! ফাঁসি হতে পারে ইমরানের? শুনানি শুরু চলতি সপ্তাহেই

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ফাঁসি হয়েছিল জুলফিকার আলির ভুট্টোর। এবার কি তবে পালা ইমরান খানের (Imran Khan)? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের বিভিন্ন মহলে। প্রসঙ্গত, গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় অভিযুক্ত প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহরক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ডের সাজা হতে পারে বলে সে দেশে সরকারি মহল থেকে ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত, গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলার শুনানি চলতি সপ্তাহে শুরু হবে বলে জানা গিয়েছে। এই মামলায় যদি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Imran Khan) দোষী প্রমাণিত হন তাহলে পাক আইন অনুযায়ী ফাঁসির সাজা হতে পারে বলে ইমরান খানের (Imran Khan) আইনজীবী নিজেই জানিয়েছেন।

    ২০২২ সালের প্রথমদিকে নথি পাচারের অভিযোগ

    পাকিস্তানের ‘অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট’ এর এই মামলায় অভিযুক্ত হওয়ায় ২০২৪ সালের জানুয়ারি মাসের সাধারণ নির্বাচনে অংশও নিতে পারবেন না ইমরান খান। চলতি বছরের অগাস্ট মাসেই ইমরান খানের তিন বছরের জেলের সাজার ওপর স্থগিতাদেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। তোশাখানার উপহার সামগ্রী মামলায় অভিযুক্ত ছিলেন ইমরান। ইসলামাবাদ হাইকোর্ট এই মামলায় তাঁকে জামিনও দেয়। কিন্তু গোপন তথ্য ফাঁসে অভিযুক্ত হওয়ায় জেল থেকে মুক্তি পাননি ইমরান। ইমরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০২২ সালের প্রথমদিকে আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি গোপন নথি পাঠিয়েছিলেন, সে সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এবং তাঁর তিন সহযোগী মিলে সেই তথ্য ফাঁস করেছিলেন।

    কী বলছে পাকিস্তানের রাজনৈতিক মহল

    পাকিস্তানের রাজনৈতিক মহলের একাংশের মতে, জুলফিকার আলি ভুট্টকে ১৯৭৯ সালে ফাঁসির নির্দেশ দিয়েছিলেন জেনারেল জিয়াউল হক। সে বছরই সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জিয়াউল হক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভুট্টোকে একটি খুনের মামলায় ফাঁসির নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে ইমরানের অভিযোগ তার থেকেও ভয়ঙ্কর এবং গুরুতর। এখন দেখার বিষয়, ইমরান খানের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় পাকিস্তানের আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Narendra Modi: লক্ষ্য মধ্যপ্রাচ্যে শান্তি, ইজরায়েল-হামাস দ্বন্দ্বে জর্ডনের রাজার সঙ্গে কথা মোদির

    Narendra Modi: লক্ষ্য মধ্যপ্রাচ্যে শান্তি, ইজরায়েল-হামাস দ্বন্দ্বে জর্ডনের রাজার সঙ্গে কথা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস চলতি যুদ্ধের মাঝে জর্ডনের রাজা আবদুল্লা-২ এর সঙ্গে রবিবার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রসঙ্গত এই যুদ্ধে জড়িয়ে পড়েছে জর্ডনও। লেবাননের জঙ্গি সংগঠন হেজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ যে জর্ডনের মাটিকে ব্যবহার করেই ইজরায়েলের দিকে তারা মিসাইল ছুড়ছে। ইজরায়েল-হামাস দ্বন্দ্বের মাঝেই মধ্যপ্রাচ্যের শান্তি এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা নিতে দেখা যাচ্ছে ভারতকে। ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামাসের হামলায় ১,৪০০ নিরীহ ইজারায়েলের নাগরিকের প্রাণ যায়। এই হামলার কড়া নিন্দা করে মোদি সরকার এবং ইজরায়েলের পাশে দাঁড়ায় ভারত। এর পাশাপাশি সাধারণ প্যালেস্তাইনবাসীর জন্য ২ দিন আগেই ত্রাণ পাঠায় ভারত। এর আগে প্যালেস্তাইনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথাও হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। এবার কথা হল জর্ডনের রাজার সঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে জর্ডনের রাজা সঙ্গে আলোচনার বিষয়টি পোস্টও করেছেন নরেন্দ্র মোদি।

    এক্স-হ্যান্ডেলে কী লিখলেন মোদি?

    নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী (Narendra Modi) জর্ডনের রাজার সঙ্গে কথা বলার বিষয়টি নিয়ে লিখেছেন, ‘‘সন্ত্রাসবাদ, হিংসা এবং যুদ্ধের আবহে সাধারণ নাগরিকদের প্রাণহানির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এইরকম পরিস্থিতিতে মানবতাকে রক্ষা করতে পদক্ষেপ নেওয়া খুবই জরুরি।’’

    ইজরায়েল-হামাস যুদ্ধে জর্ডন কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?

    প্রসঙ্গত, ইজরায়েল-হামাস যুদ্ধের আবহের মাঝেই গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা করেন জর্ডনের রাজা। ওই বৈঠকে মিশর এবং প্যালেস্তাইনের নেতাদেরও উপস্থিত থাকার কথা ছিল। আচমকাই গাজার হাসপাতালে বোমা বিস্ফোরণে কয়েকশো মানুষের মৃত্যু হয়। এই ঘটনার জন্য ইজরায়েলকে দায়ী করে জর্ডন। বাইডেনের সঙ্গে সেই প্রস্তাবিত বৈঠক বাতিল করেন জর্ডনের রাজা। সে সময়ে ইজরায়েল এবং জর্ডন দুই দেশের সফরের কথা থাকলেও জো বাইডেন শুধুমাত্র ইসরায়েলেই যান। জর্ডনের সঙ্গে ইজরায়েলের ১৯৯৪ সালে একটি শান্তি চুক্তি সম্পন্ন হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি ইজরায়েল-হামাস দ্বন্দ্বের মাঝে জর্ডনের ভূমিকা তাই খুব উল্লেখযোগ্য। আবার জেরুজালেমে স্থিত আল-আকসা মসজিদ রয়েছে জর্ডনের তত্ত্বাবধানেই। এই জেরুজালেমকে নিয়েই ইজরায়েল-প্যালেস্তাইনের মূল বিবাদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • RSS: ‘‘সবক্ষেত্রেই এগিয়ে চলেছে দেশ’’, মোদি সরকারের ভূয়সী প্রশংসা সঙ্ঘ প্রধানের ভাষণে

    RSS: ‘‘সবক্ষেত্রেই এগিয়ে চলেছে দেশ’’, মোদি সরকারের ভূয়সী প্রশংসা সঙ্ঘ প্রধানের ভাষণে

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘সবক্ষেত্রেই এগিয়ে চলেছে দেশ, আমরা সৌভাগ্যবান যারা দেশের এই অমৃতকাল দেখার সুযোগ পেয়েছি। এটা সম্ভব হয়েছে আমাদের বলিষ্ঠ নেতৃত্বের জন্যই’’, মঙ্গলবার সকালে ঠিক এই ভাষাতেই মোদি সরকারে প্রশংসা শোনা গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর সঙ্ঘচালক মোহন ভাগবতের ভাষণে। দশমীতে সঙ্ঘের বিজয়া সম্মেলনের এক অনুষ্ঠানে এদিন নাগপুরে উপস্থিত ছিলেন মোহন ভাগবত। বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্রে যে ভারতের গুরুত্ব ক্রমশই বাড়ছে, একথাও এদিন বলেন সঙ্ঘ প্রধান।

    কী বললেন সঙ্ঘ প্রধান?

    এদিনের বক্তব্যে মোহন ভাগবত বলেন, ‘‘প্রতিবছরই জি২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে প্রথমবার তা আমাদের দেশে অনুষ্ঠিত হল। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা হাজির হন ভারতে। জি২০ সম্মলেনে সারা বিশ্ব ভারতের আতিথেয়তার প্রশংসা (RSS) করেছে। এটা আমাদের বড় পাওনা। বিবিধতার মাঝে থাকা মহান ভারতীয় সংস্কৃতির তাঁরা উপলব্ধি করেছে রাষ্ট্র নেতারা। ভারতের অগ্রগতি সারা বিশ্ব প্রত্যক্ষ করছে। সারা বিশ্বে ভারতের স্থান প্রথম সারিতে চলে এসেছে। আমরা আগে অর্থনীতিতে অনেক পিছিয়ে ছিলাম কিন্তু বর্তমানে আমরা ৫ নম্বরে উঠে এসেছি।’’ এশিয়ান গেমসে ভারতের ১০৭টি পদক জয়ের কথাও নিজের ভাষণে উল্লেখ করেন মোহন ভাগবত। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের জন্যই কেন্দ্রীয় প্রকল্পগুলি গরিব মানুষের কাছ পর্যন্ত যে পৌঁছাচ্ছে সেকথাও বলেন সঙ্ঘপ্রধান (RSS)।

    গানের ভাষায় সঙ্ঘের কাজ বোঝালেন শঙ্কর মহাদেবন 

    এদিনের বিজয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন জনপ্রিয় গায়ক শঙ্কর মহাদেবনও। তিনি বলেন, ‘‘আমেরিকা, ব্রিটেন সমেত সমগ্র ইউরোপ আমি দিনকয়েক আগেই ঘুরে এলাম। প্রত্যক্ষ করলাম আগের থেকে ভারতীয়দের সম্মান অনেক বেশি বেড়েছে।’’ দেশগঠনে রাষ্ট্রীয় স্বয়ংসেব সঙ্ঘের ভূমিকা ঠিক কী? তা নিজের গানের ভাষাতেই বোঝান জনপ্রিয় এই গায়ক। তিনি বলেন, ‘‘স্বরলিপি যেমন গানের ভিত্তি হয়, যেকোনও গানকে তৈরি করে, তেমনই স্বয়ংসেবকরাও (RSS) হলেন দেশগঠনের ভিত্তি। যখনই দেশ বিপদে পড়েছে তখনই স্বয়ংসেবকরা এগিয়ে এসেছেন। অতীতে এমনটা বারবার দেখা গিয়েছে।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ২৪/১০/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ২৪/১০/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) আপনি আপনার জীবনসঙ্গীর সাথে খুব খুশি হবেন।

    ২) আপনার সন্তানদের জন্যও আপনি খুশি হবেন।

    বৃষ

    ১) গুরুজনের কাছ থেকে অর্থ পেতে পারেন, যার কারণে আপনি খুব খুশি হবেন।

    ২) কর্মজীবীদের কথা বললে, আপনার চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে, শুধু কঠোর পরিশ্রম করুন।

    মিথুন

    ১) আপনি কোনও কারণে আর্থিক সুবিধা পেতে পারেন। এতে খুব খুশি হবেন।

    ২) আপনি আপনার পিতামাতার কাছ থেকে সম্পূর্ণ ভালবাসা পাবেন।

    কর্কট

    ১) পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে, যার কারণে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন।

    ২) আপনি নিজেও চোখের জ্বালা বা পেটের ব্যথায় ভুগতে পারেন।
      
    সিংহ 

    ১) আজ ঝগড়াঝাঁটি হতে পারে, বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

    ২) সাবধান হোন। কথা মেপে বলুন।

    কন্যা

    ১) নতুন গাড়ি কেনার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে।

    ২) ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ যোগ।

    তুলা 

    ১) আপনার মন খারাপ হতে পারে।

    ২) পরিবারের কোনো সদস্যের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত হতে পারেন।

    বৃশ্চিক

    ১) পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎই দেখা হবে।

    ২) দাম্পত্য জীবন ভাল কাটবে।

    ধনু

    ১) স্বাস্থ্য একেবারেই ভাল যাবে না। তাই বাইরের খাবার এড়িয়ে চলুন।

    ২) পরিবারের সঙ্গে সময় কাটান। 

    মকর

    ১) আত্মবিশ্বাসের সামান্য ঘাটতি থাকবে যে কোনও কাজে।
     
    ২) গুরুত্বপূর্ণ কাজে লগ্নি করবেন না। 

    কুম্ভ

    ১) কিছু সমস্যা বাড়তে দেখা যাবে, যা সামলাতে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। 

    ২) গাড়ি চালানোর সময় সতর্ক থাকার চেষ্টা করুন।

    মীন

    ১) বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন।

    ২) পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন আজ।

     

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Train Accident in Bangladesh: মহানবমীর দুপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে, মৃত ১৩

    Train Accident in Bangladesh: মহানবমীর দুপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে, মৃত ১৩

    মাধ্যম নিউজ ডেস্ক: মহানবমীর দুপুরে বাংলাদেশের দুটি ট্রেনের সংঘর্ষে (Train Accident in Bangladesh) কমপক্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, সে দেশের কিশোরগঞ্জের ভৈরবের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। মালগাড়ির সঙ্গে বাংলাদেশের এগারোসিন্ধুর এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে জেরে এগারোসিন্ধুর এক্সপ্রেসের শেষের দিকে  কয়েকটি কামরা উল্টে যায়। সে দেশের প্রশাসনের সহায়তায় শুরু হয়েছে উদ্ধার কাজ। দুর্ঘটনাস্থলে রয়েছে প্রচুর মানুষের ভিড়। ভৈরব উপজেলা নির্বাহী আধিকারিক (ইউএনও) সাদিকুর রহমান সংবাদমাধ্যমকে এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, “আহত অনেকেই ট্রেনের নিচে চাপা পড়ে থাকতে পারেন। আমাদের প্রথম কাজ তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো। সেই কাজ করা হচ্ছে।”

    বাড়তে পারে মৃতের সংখ্যা

    দুর্ঘটনাস্থলে উপস্থিত জনতাও উদ্ধারকাজে প্রশাসনকে (Train Accident in Bangladesh) সহায়তা করছেন। যাত্রীদের বের করে আনার কাজ চলছে কামরাগুলিকে কেটে।  জানা গিয়েছে, এখনও পর্যন্ত জখম হয়েছেন প্রায় পঞ্চাশ জন। তবে মৃত ও জখমের সংখ্যা আগামীতে বাড়তে পারে বলেও আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। সোমবার দুপুর সোয়া তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এছাড়া রেললাইনের ওপর অনেকের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। সেখানে উদ্ধার কাজে হাত লাগিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

    কীভাবে ঘটল দুর্ঘটনা

    বাংলাদেশের বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মালবাহী ট্রেনটি (Train Accident in Bangladesh) অর্থাৎ মালগাড়িটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর এক্সপ্রেসের গতি ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। এই ট্রেনটি ঢাকা থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ভৈরবের আউটার পয়েন্টের কাছে প্যাসেঞ্জার ট্রেনের শেষ দুটো কামড়ায় মালবাহী ট্রেনটি ধাক্কা মারে। এরফলে শেষের দিকে বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (পূর্ব) নাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে মালবাহী ট্রেনটি সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা ঘটেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Suvendu Adhikari: অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন ইস্যুতে মহুয়ার জেল হওয়া উচিত, মত শুভেন্দুর

    Suvendu Adhikari: অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন ইস্যুতে মহুয়ার জেল হওয়া উচিত, মত শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে বেশ বেকারদায় সাংসদ মহুয়া মৈত্র। চাপে পড়েছে তাঁর দল তৃণমূল কংগ্রেসও। এখনও পর্যন্ত দলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি ওই ইস্যুতে। এরই মধ্যে মহুয়া মৈত্রকে নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    কী বললেন শুভেন্দু অধিকারী?

    শুভেন্দুর (Suvendu Adhikari) মতে, ‘‘মহুয়া মৈত্র সংসদে মোদি সরকারকে ‘আদানির এজেন্ট’ বলে আক্রমণ করেছিলেন। উনি কার এজেন্ট হয়ে এমন কথা বলেছিলেন সেটা সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। হিরানন্দানি সেটা প্রকাশ্যে এনে দিয়েছেন।’’ শুভেন্দু (Suvendu Adhikari) জানান, পার্লামেন্টের প্রিভিলেজড কমিটি এবং সিবিআই এই দুই সংস্থা এ নিয়ে তদন্ত করছে। তাঁরা তাঁদের সিদ্ধান্ত জানাবেন। অসাংসদীয় এমন কাজের জন্য তৃণমূল সাংসদের শাস্তির দাবিও তুলেছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, ‘‘ মহুয়া মৈত্রর মতো কাজের জন্য এর আগে সাংসদদের বিরুদ্ধে ঠিক যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থা তৃণমূলের এই সাংসদের বিরুদ্ধে নেওয়া হোক। এমন শাস্তি দেখতে চায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ।’’ তবে শাস্তি হিসেবে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজেই সীমাবদ্ধ থাকেননি শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘‘আমরা শুধু সাংসদ পদ খারিজ হোক এটাই দেখতে চাই না। আমরা মহুয়া মৈত্রকে জেলে দেখতে চাই।’’

    অর্থের বিনিময়ে প্রশ্ন মহুয়ার

    প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অর্থ এবং উপহারের বিনিময় সংসদে প্রশ্ন তোলা নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেনি তৃণমূল কংগ্রেস। গতকাল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, ‘‘সাংসদের বিরুদ্ধে সংসদীয় প্যানেলের তদন্ত শেষ হলে তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলের তরফে।’’ তবে মহুয়ার পাশে দাঁড়িয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর মতে,  কণ্ঠরোধ করার জন্যই নাকি ষড়যন্ত্র করা হচ্ছে মহুয়ার বিরুদ্ধে। তবে ফিরহাদের এমন মন্তব্যের যে কোনও সারবত্তা নেই তা হিরানন্দানির দেওয়া হলফনামাতেই পরিষ্কার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • RSS: ‘‘হিন্দুরা পরধর্ম সহিষ্ণু, ইজরায়েল-হামাসের মতো সংঘর্ষ কখনও ভারতে হয়নি’’, বললেন মোহন ভাগবত

    RSS: ‘‘হিন্দুরা পরধর্ম সহিষ্ণু, ইজরায়েল-হামাসের মতো সংঘর্ষ কখনও ভারতে হয়নি’’, বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস যুদ্ধের মাঝেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে শোনা গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর সঙ্ঘচালক মোহন ভাগবতকে। সঙ্ঘ প্রধানের (RSS) মতে, ‘‘হিন্দুরা পরধর্ম সহিষ্ণু তাই ইজরায়েল হামাসের মতো সংঘর্ষ কখনও ভারতে ঘটেনি।’’ প্রসঙ্গত গত ৭ অক্টোবর হামাসের জঙ্গিরা ইজারায়েলের ওপর প্রায় ৫ হাজার রকেট হামলা চালায়। এতে প্রায় ১,৪০০ সাধারণ ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়। হামাস জঙ্গিদের এই হামলার পাল্টা প্রত্যাঘাতও শুরু করে ইজরায়েল। প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও যুদ্ধ চলছে দুই দেশের।

    কী বললেন মোহন ভাগবত?

    মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সঙ্ঘ প্রধান (RSS) বলেন, “এ দেশে একটি ধর্ম ও সংস্কৃতি রয়েছে, যা সব সম্প্রদায় এবং তাদের বিশ্বাসকে সম্মান করে। এটা হিন্দুদের দেশ। তার মানে এই নয় যে আমরা বাকিদের (ধর্মগুলিকে) প্রত্যাখান করব। আপনি যখন নিজেকে হিন্দু বলছেন, তখন আর বলার দরকার নেই যে মুসলমানরাও সুরক্ষিত। কেবলমাত্র হিন্দুরাই এটা করে থাকে। ভারতেই এটা হয়। অন্যরা এভাবে ভাবেন না।”  তাঁর আরও সংযোজন, “সব জায়গায় সংঘাত চলছে। ইউক্রেনের যুদ্ধের কথা জানেন আপনারা। এবং হামাস-ইজরায়েল যুদ্ধ। ভারতের এমন ইস্যুতে কখনওই যুদ্ধ হয়নি। শিবাজী মহারাজের আমলেও আগ্রাসন ছিল। কিন্তু এই ইস্যুতে আমরা কখনও কারও সঙ্গে যুদ্ধ করিনি। এই কারণেই আমরা হিন্দু।”

    প্যালেস্তাইনের জন্য ত্রাণ পাঠাল ভারত

    প্রসঙ্গত, হামাসের প্রথম হামলার পরে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে তাবড় দেশগুলি। আমেরিকা এবং ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যে ইজারায়েলে সফরও করেছেন। হামাসের হামলা নিন্দা করেছে ভারতও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনে ত্রাণও পাঠিয়েছেন। রবিবারই বিদেশ মন্ত্রক জানিয়েছে, ত্রাণ নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমান। সেখানে পর্যাপ্ত পরিমাণে মজুদ করা হয়েছে ওষুধ থেকে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। চলতি সপ্তাহের শুরুতেই প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Murshidabad News: মহাষ্টমীর রাতে খুন মুর্শিদাবাদে, মালদায় নতুন বাইক প্রাণ কাড়ল দুই ভাইয়ের

    Murshidabad News: মহাষ্টমীর রাতে খুন মুর্শিদাবাদে, মালদায় নতুন বাইক প্রাণ কাড়ল দুই ভাইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাষ্টমীর রাতে দুর্গোৎসবের আনন্দের মাঝেই রক্ত ঝরল মুর্শিদাবাদের (Murshidabad News) ইসলামপুর থানা এলাকায়। রবিবার রাতে জেলার ইসলামপুরের শিশাপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটল। এই ঘটনায় এলাকায় আতঙ্কের ছবি ধরা পড়েছে। সোমবার মহানবমীর সকালেও ওই এলাকার আনাচে কানাচে চলছে এই আলোচনা। জানা গিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম। পুজোর মাঝেই এমন ঘটনায় এলাকার ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলাম থানার  পুলিশ। অন্যদিকে মালদায় (Murshidabad News) মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর খবর সামনে এসেছে। নতুন বাইক কিনে সারারাত ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় দুই জনের।

    ঠিক কীভাবে ঘটল এমন ঘটনা?

    জানা গিয়েছে, রবিবার রাতে সফিকুল ইসলাম নামের ওই ব্যক্তি শিশাপাড়া ক্লাবের মোড়ে একটি মুদিখানার (Murshidabad News) দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখনই টিয়ারুল ওরফে পানসু নামের এক ব্যক্তি ধারাল অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর ওপর ঝাঁপিয়ে পড়ে বলে জানা যায়। আচমকা আক্রমণে সফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। এরপরে এলোপাথারি কোপ চালাতে থাকে টিয়ারুল। মুদিখানার দোকানের সামনের রাস্তা তখন রক্তাক্ত হয়ে ওঠে। সফিকুলের চিৎকারে ওই অঞ্চলে ভিড় জমা হয়ে যায়। বাজারের লোকজন তাকে উদ্ধার করে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসকরা সফিকুলকে  মৃত বলে ঘোষণা করেন।

    পুলিশ তদন্ত করছে

    জানা গিয়েছে, খুনি এখনও পর্যন্ত পলাতক। তবে কেন এই খুনের ঘটনা ঘটল সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। ইসলামপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। আক্রমণকারী সফিকুলের (Murshidabad News) গলায় তিনটি কোপ মারে বলে খবর। তারপরেই সেখান থেকে সে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সফিকুলের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা ছিল, এসমস্ত বিষয়গুলিই খতিয়ে দেখা হচ্ছে।

    অষ্টমীতে নতুন বাইক, সারা রাত ঠাকুর দেখা, মহানবমীর ভোরে প্রাণ গেল দুই ভাইয়ের

    অষ্টমীতে নতুন বাইক কিনে সেদিন রাতেই ঠাকুর দেখতে বেরিয়েছিলেন মালদার দুই ভাই অভিষেক হালদার এবং সুজন হালদার। সারারাত ঠাকুর দেখার পরে নবমীর ভোরে মিনি বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুইজনের। মালদার হাবিবপুর থানার ছাতিয়ানগাছি এলাকার এই দুই ভাইয়ের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর রাতেই নতুন বাইক এসেছিল বাড়িতে। তা নিয়েই মামাতো ভাই সুজনের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অভিষেক। মালদার বুলবুলচণ্ডী এলাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসের সঙ্গে ধাক্কা লাগে বাইকের। ঘটনাস্থলেই মারা যান সুজন। অভিষেককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁরও মৃত্যু হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Drug Racket: খোদ কেমিক্যাল ইঞ্জিনিয়ারই মাদক মাফিয়া, গোপন ডেরায় মিলল ৫০০ কোটির নেশাদ্রব্য

    Drug Racket: খোদ কেমিক্যাল ইঞ্জিনিয়ারই মাদক মাফিয়া, গোপন ডেরায় মিলল ৫০০ কোটির নেশাদ্রব্য

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট পুলিশ এবং ডাইরেক্টরের অফ রেভিনিউ ইন্টেলিজেন্স শনিবার এক কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে। ভয়াবহ মাদক কারবার (Drug Racket) চালানোর অভিযোগ রয়েছে মহারাষ্ট্রের ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। জানা গিয়েছে ধৃতের নাম জিতেশ হিনহোরিয়া। প্রথমজীবনে ওষুধ কোম্পানিতে কর্মরত জিতেশের কেরিয়ার একেবারে চমকপ্রদ। ওষুধ কোম্পানিতে চাকরি করতে করতে মাদক নিয়ে গবেষণা। এরপর নিজের বিদ্যাকে কাজে লাগিয়ে মাদকের কারবার শুরু। পরবর্তীকালে ধীরে ধীরে ইঞ্জিনিয়ার জিতেশ হয়ে উঠল মাদক কারবারি।

    ৫০০ কোটি টাকার মাদক উদ্ধার জিতেশের কাছে

    জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে যে পরিমাণে মাদক (Drug Racket) বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলোর বাজার মূল্য ন্যূনতম ৫০০ কোটি টাকা। তার মাদক কারবারের চক্র সারাদেশ জুড়েই চলত। মুম্বই, ইন্দোর, দিল্লি, চেন্নাই, সুরাটে এই কাজে অনেকজনকে জিতেশ নামিয়েছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। চক্রের সেই সমস্ত মাথাদের হদিশ পেতে তৎপর হয়ে উঠেছে পুলিশ। জানা গিয়েছে, একাধিক বড় দরের লোককে তিনি মাদক সাপ্লাই করতেন। এমনকী বড় মাপের রেভ পার্টিতেও মাদক পাঠাতেন তিনি।

    পুলিশি অভিযান

    গোপন সূত্রে এই বিরাট মাদক চক্রের (Drug Racket) হদিশ পায় পুলিশ। তারপরেই গুজরাট পুলিশ যৌথ অভিযানের নামে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স-এর সঙ্গে। প্রথমে ছত্রপতি সম্ভজিনগর এলাকায় অভিযান শুরু হয়। এরপরে ঔরঙ্গাদাবাদের দুটো গোপন ডেরায় হানা দেয় তারা। সেখান থেকেই বিপুল পরিমাণে রাসায়নিকের উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রায় ২৩ হাজার লিটার রাসায়নিক বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে মেশানো ছিল কেটামাইন, মেফিড্রোন ও কোকেন জাতীয় মাদক (Drug Racket)। এগুলোকেই বাজেয়াপ্ত করে পুলিশ।  পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে ২৩ কেজি কোকেন, ১৭ কেজি মেফিড্রোন, ৪.৩ কেজি কেটামাইন  এগুলোকে বাজারে সাপ্লাই করা হতো বলে মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share