Tag: Bengali news

Bengali news

  • CBI: দুর্নীতির তদন্তে আলিপুরদুয়ারে ক্যাম্প করবে সিবিআই, রাজ্যকে ব্যবস্থা করার নির্দেশ দিল আদালত

    CBI: দুর্নীতির তদন্তে আলিপুরদুয়ারে ক্যাম্প করবে সিবিআই, রাজ্যকে ব্যবস্থা করার নির্দেশ দিল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: আলিপুরদুয়ার সমবায় সমিতিতে প্রায় ৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছিল। আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। এবার সমবায়ের দুর্নীতির শিকড়ে পৌঁছাতেই এবার আলিপুরদুয়ারে ক্যাম্প করতে চায় সিবিআই। বুধবার আদালতে সেই মর্মে আবেদন জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে এবিষয়ে রাজ্যকে তাঁদের থাকার ঘর ও যাতায়াতের গাড়ির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    সমবায় দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে কী আবেদন রাখল সিবিআই? (CBI)

    আলিপুরদুয়ারে ৫০ কোটি টাকা দুর্নীতির তদন্তে সিবিআই (CBI) একাধিকবার হানা দেয়। বেশ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। সমবায় থেকে রেজিস্ট্রার বাজেয়াপ্ত করে সিবিআই। ফলে, তদন্তে অনেকের জড়িত থাকার তথ্য তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে আসে। বুধবার আদালতে তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, তাঁদের অফিসাররা অন্যান্য অনেক মামলার সঙ্গে যুক্ত। বারংবার কলকাতা থেকে তদন্তের জন্য আলিপুরদুয়ারে যাওয়া-আসার কারণে সময় নষ্ট হতে পারে। সেক্ষেত্রে আদালতের কাছে সিবিআই-এর আইনজীবী সুপারিশ করেন, তদন্তের স্বার্থে উত্তরবঙ্গে গিয়ে ক্যাম্প করার জন্য ঘর ও গাড়ির ব্যবস্থা করতে রাজ্যকে নির্দেশ দেওয়া হোক। এর পাশাপাশি তদন্তে সহযোগিতা করার জন্য অস্থায়ীভাবে রাজ্যের কাছ থেকে ২ জন এসআই, ৮ জন কনস্টেবল, মহিলা কনস্টেবলও দেওয়ার আবেদন করেছে তারা।

    আদালত কী নির্দেশ দিল?

    সিবিআই-এর এই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। রাজ্যের মুখ্য সচিবের কাছে এই নির্দেশ রেজিস্ট্রার জেনারেলকে পাঠাতে হবে। ১৮ ডিসেম্বর এই মামলা ফের শুনানির জন্য এলে তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিবিআইকে(CBI)। প্রসঙ্গত, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটির বেশি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। গত ২৪ অগাস্ট ইডি এবং সিবিআই-কে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে নির্দেশ দেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Movie: এবার রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে, ফেব্রুয়ারিতে শুরু শুটিং

    Indian Movie: এবার রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে, ফেব্রুয়ারিতে শুরু শুটিং

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের কাপুর পরিবারের বর্তমান প্রজন্মের নক্ষত্র রণবীর কাপুর। বেশ একজন সফল ও জনপ্রিয় অভিনেতা হিসাবেই নামডাক তাঁর। একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন রণবীর। রণবীরকে গতানুগতিক বলিউড ছবিতে অভিনয় করতে দেখা গেলেও এবার একদম নতুন আর ভিন্ন রূপে তাঁকে দেখবেন দর্শক। কয়েক মাস ধরেই বলিউডে ‘রামায়ণ’-এর কথা উঠে আসছে। যেখানে জানা গিয়েছে, পরিচালক নীতিশ তিওয়ারি এই ছবিটি পরিচালনা করছেন। আর সেখানেই রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। যদিও অভিনেতা এই বিষয়ে নিজে কিছু জানাননি। এটাও শোনা গিয়েছে, এই ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যায়, আলিয়া তাঁর সময়ের সমস্যার জন্য এই ছবি থেকে সরে গিয়েছেন। এর পরিবর্তে গুঞ্জন ওঠে এই ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী সাঁই পল্লবী।

    বলিউডে রাম হয়ে উঠতে রণবীর মেনে চলছেন অসংখ্য নিয়ম

    ইতিমধ্যে শোনা গিয়েছে, রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। রামচন্দ্রের মতো নিজেকে শুদ্ধ করেই তিনি অভিনয় করবেন বলে জানা গিয়েছে বলিউডের অন্দরমহল সূত্রে। এই জন্য তিনি খাওয়ার তালিকা থেকে মওত-মাংস বাদ রাখছেন। জানা গিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। তাই রামচন্দ্রের ভূমিকায় ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য কঠোর প্রস্তুতির মধ্যেই নিজেকে রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের মনকে সম্পূর্ণ রূপে শুদ্ধ করেই তিনি এই অভিনয় করবেন বলে জানিয়েছেন। রামচন্দ্রের চরিত্রকে শ্রদ্ধা ও নিজের ভক্তি প্রদান করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

    ছবিটির বিষয় কী? কবে থেকেই বা শুরু হচ্ছে এর শুটিং?

    আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। একটি ট্রিলজিকাল ফর্মে ছবিটি আসতে চলেছে। এই ট্রিলজির প্রথম পর্ব ভগবান রাম ও সীতার ওপর নির্ভর করে বানানো হবে। যার শুটিং ফেব্রুয়ারি থেকে অগাস্ট ২০২৪ পর্যন্ত চলবে বলে ধরা হয়েছে। এই প্রথম পার্টের নাম দেওয়া হবে রামায়ণ পার্ট ওয়ান।  নানান ভিএফএক্স সহযোগে এই ছবিটি নির্মাণ করা হব, যার দায়িত্বে থাকবে অস্কার বিজয়ী ডিএনইজি ভিএফএক্স সংস্থা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • JP Nadda: সপ্তমীর পুজোতে আসছেন জে পি নাড্ডা, কোন কোন মণ্ডপে যাবেন জানেন কি?

    JP Nadda: সপ্তমীর পুজোতে আসছেন জে পি নাড্ডা, কোন কোন মণ্ডপে যাবেন জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তমীতে শহরে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা (JP Nadda)। কলকাতা শহরের বেশ কিছু দুর্গা পুজো মণ্ডপ ঘুরে দেখবেন। সূত্রের খবর, এই বাংলার জামাই শহরের তিনটি পুজোতে বিশেষ ভাবে উপস্থিত থাকবেন। তিনটির মধ্যে দুটি জানা গেছে, যার একটি হাওড়ার উলুবেড়িয়ার দুর্গা পুজো এবং আরেকটি সল্টলেকের বি জে ব্লকের পুজো। তাই বঙ্গ বিজেপির মধ্যে তাঁর আগমনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে।  

    পুজোতে শহরে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি (JP Nadda)

    অমিত শাহের কলকাতা ঘুরে যাওয়ার পর, জে পি নাড্ডার (JP Nadda) কলকাতা আসার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। সামনেই লোকসভার নির্বাচন। ২০১৯ সালের লোকসভার নির্বাচনে এই রাজ্যে বিজেপি ১৮ টি আসনে জয়ী হয়েছিল। এবার বিজেপির সর্ব ভারতীয় নেতা পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে, বাংলার বিজেপি নেতাদের বিশেষ বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে। একদিকে পুজো এবং অপর দিকে কেন্দ্রীয় নেতাদের আগমনকে সামনে রেখে, রাজ্য বিজেপিও জনসংযোগের করে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাইছেন, বলে মনে করছেন রাজনৈতিক মহল।

    পুজোর উদ্বোধনে এসেছিলেন অমিত শাহ

    পুজোর দ্বিতীয়ার দিনে কয়েক ঘণ্টার জন্য কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজোতে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন। সেই সঙ্গে তিনি বার্তা দিয়ে বলেছিলেন, “২০২৪ সালের জানুয়ারিতে অয্যোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে, কিন্তু কলকাতাবাসীরা বাংলায়, দুর্গাপুজোতেই রামমন্দির নির্মাণ করে উদ্বোধন করে ফেলেছেন। সবাইকে অভিনন্দন জানাই। আজকের দিনে কোনও রাজনীতির আলোচনা করবো না। বাংলা, দুর্নীতি থেকে মুক্তি লাভ করুক এটাই মায়ের কাছে কামনা করি।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “আমি বাংলায় বার বার আসবো এবং বাংলার রাজনীতির সমস্যা নিয়ে কথাও বলবো। বাংলার পরিবর্তন হওয়াটা একান্ত প্রয়োজন।” এবার আসবেন বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) তাই রাজ্য বিজেপির মধ্যে প্রস্তুতির ব্যস্ততা চলছে ব্যাপক ভাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Durga Puja Food: নবমী মানেই পাতে মটন! ভুরিভোজের সময় শরীরের কথা মাথায় রেখেছেন?

    Durga Puja Food: নবমী মানেই পাতে মটন! ভুরিভোজের সময় শরীরের কথা মাথায় রেখেছেন?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    নবমী মানেই পুজো শেষের প্রহর গোনা। বছরভর অপেক্ষার জন্য প্রস্তুতিপর্ব শুরু। নবমী মানেই উৎসবের শেষ মুহূর্তের সবটুকু উপভোগ করা। আর বাঙালির উৎসব উদযাপনের সঙ্গে ভুরিভোজ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তাই নবমীতে বাঙালির বিশেষ ভুরিভোজ। কেউ বাঙালি রেস্তরাঁয় আগে থেকেই টেবিল বুক করে রাখেন, আবার কেউ বাড়ির হেঁশেলেই জমিয়ে রান্না করেন। তবে, খাওয়া বাড়িতে হোক কিংবা রেস্তরাঁয়, বাঙালির নবমীর মেনুতে মটন থাকবেই (Durga Puja Food)। কিন্তু ষষ্ঠী থেকে উৎসবের উদযাপনে যে হারে ভুরিভোজ চলে, নবমীর মটন কারি কিংবা কষা, স্বাস্থ্যের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করে কি? চিকিৎসকরা কিন্তু বলছেন, ভুরিভোজে সাবধান! উৎসবের স্রোতে গা ভাসিয়ে বড় বিপদ ডেকে আনলে মুশকিল।

    পাতে মটন পড়লে কাদের বিপদ বেশি? (Durga Puja Food) 

    চিকিৎসকরা জানাচ্ছেন, মটনের যে কোনও পদ সহজপাচ্য হয় না। এটি চর্বিযুক্ত মাংস। তাই কিছু ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হৃদরোগীদের মটন খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। কারণ, মটনে থাকে অতিরিক্ত ফ্যাট আর এই প্রাণীজ প্রোটিন হজম করাও বেশ কঠিন। এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে। 
    পাশপাশি যাদের কোলেস্টেরল আছে, তাদের ক্ষেত্রেও মটন খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে (Durga Puja Food)। চিকিৎসকরা জানাচ্ছেন, মটন খেলে কোলেস্টেরল বেড়ে যাওয়ার ঝুঁকি আরও তৈরি হয়। তাই মটনে না হোক হাই কোলেস্টেরলে আক্রান্তদের। 
    রক্তচাপ যাদের বেশি তাদের একেবারেই মটন খাওয়া যাবে না বলে সাফ জানাচ্ছেন চিকিৎসকরা। তাঁরা বলছেন, মটনে অতিরিক্ত চর্বি থাকে। আর এই চর্বি রক্তচাপ বাড়ায়। হৃদপিণ্ড থেকে রক্ত শরীরে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে। তাই উচ্চ রক্তচাপ থাকলে মটন একেবারেই পাতে নেওয়া চলবে না। 
    স্থূলতার সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের মটন খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। কারণ, মটনে প্রোটিনের পরিমাণ বেশি। যথেষ্ট ফ্যাট থাকে। তাই স্থুলতার সমস্যায় যারা ভুগছেন, মটন খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা রাখতে হবে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। পরিমাণের দিকে নজরদারি খুবই জরুরি।

    কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসক মহল? (Durga Puja Food)

    বছরের বিশেষ দিনে অনেক সময়ই নিয়মের বাইরে খাওয়া চলে। নবমীর দিন একেবারেই মটন মেনু থেকে বাদ দেওয়াও হয়তো কঠিন। কিন্তু কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। 
    হৃদরোগ কিংবা উচ্চ রক্তচাপে আক্রান্তরা কখনই দুই পিসের বেশি মটন খাবেন না। চিকিৎসকরা জানাচ্ছেন, পরিমিত খাবার খুব জরুরি। তাই খুব সামান্য পরিমাণে খেলে অনেক ক্ষেত্রে বিপদের আশঙ্কা কমে। নবমীতে ভারী খাবার খাওয়ার পরিকল্পনা থাকলে পুজোর অন্য দিনগুলোতে সহজপাচ্য, কম ফ্যাট জাতীয় খাবারের পরিকল্পনা করা জরুরি। বিশেষত যাদের উচ্চ রক্তচাপ কিংবা ডায়বেটিস, হৃদসমস্যা রয়েছে, তাদের রাত জেগে ঠাকুর দেখা কিংবা লাগাতার বাইরের অতিরিক্ত তেলমশলা জাতীয় খাবার একেবারেই চলবে না (Durga Puja Food)। 
    স্থুলতার সমস্যায় ভুক্তভোগীরা পুজোর চার দিন যোগাভ্যাস কিংবা হাঁটাহাঁটি একেবারেই ছাড়বেন না। এমনই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, পুজোর সময়ে খাবার অনেক সময়েই মেপে খাওয়া হয় না। বাইরের খাবারের পাশপাশি বাড়ির খাবারেও অতিরিক্ত মশলা কিংবা তেল ব্যবহার হয়। তাই শারীরিক কসরত কমানো যাবে না। তাহলেই কিছুটা হলেও ভারসাম্য বজায় রাখা যেতে পারে। তবে, পরিমাণের দিকে নজর দিতেই হবে। ভালো লাগছে বলেই অতিরিক্ত পরিমাণ খাবার খেলে কিন্তু শরীর সুস্থ রাখা কঠিন হয়ে যাবে। এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Movie: দীর্ঘ ৩২ বছর পর! রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের শাহেনশা

    Indian Movie: দীর্ঘ ৩২ বছর পর! রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের শাহেনশা

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে দক্ষিণী ছবির সঙ্গে বলিউড যেন মিলেমিশে গিয়েছে। আর এই যুগলবন্দিতেই বাজিমাত ভারতীয় সিনেমার (Indian Movie)। দেশ-বিদেশের মাটিতে এখন বলিউড সিনেমার এক আলাদা মর্যাদা। দক্ষিণ-বলিউড জুটি যে সিনেমা জগতের লাভের পরিমাণ বাড়িয়ে তুলেছে, সেটি আলাদা করে বলার কোনও প্রয়োজন নেই। সম্প্রতি একাধিক বলিউড তারকাকে দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা গেছে। আবার দক্ষিণী ছবির পরিচালকদের বলিউড তারকাদের দিয়ে সিনেমা করাতেও দেখা গিয়েছে। যেখানে শাহরুখ খানের জওয়ান একটি ভালো উদাহরণ। এবার দক্ষিণী ছবির তালিকায় যুক্ত হলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। এবার তাঁকে দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা যাবে। থাকছে আরও নতুন চমক।

    কোন দক্ষিণী ছবিতে দেখা মিলবে শাহেনশা’র? (Indian Movie)

    সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে, সম্প্রতি দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Indian Movie)। দীর্ঘ ৩২ বছর পর আবার এক সঙ্গে দেখা যাবে এই জুটিকে। এর আগে মোট তিনটি ছবিতে এই জুটিকে কাজ করতে দেখা গিয়েছে, ‘অন্ধা কানুন’, ‘হাম’ ও ‘গ্রেফতার’। সেই সময় এই তিনটি ছবি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। আর সম্প্রতি জানা গিয়েছে, এই নতুন ছবিটির নাম হতে চলেছে থালাইভার 170। ছবিটি পরিচালনা করছেন “জয় ভিম” এর পরিচালক টিজে গনভেল। সোশ্যাল মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা বেড়েছে দর্শক মহলে, দীর্ঘ এত বছর পর এই দুই সুপারস্টারকে এক পর্দায় দেখা যাবে বলে। ছবিটি প্রযোজনা করেছেন সুভাষ করণ। কোনও সংস্থার তরফ থেকে এই খবরটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয় এবং ক্যাপশন লেখা হয়, “ভারতীয় চলচ্চিত্র জগতের শেহনশাহকে স্বাগত।”

    নাম নিয়ে এখনও জল্পনা (Indian Movie)

    তবে এখনও এই সিনেমার (Indian Movie) নাম নিয়ে জল্পনা আছে। রজনীকান্তের কেরিয়ারের ১৭০ তম ছবি এটি। সেই জন্যই আপাতত প্রযোজনা সংস্থার ওয়ার্কিং টাইটেলে ‘থালাইভার ১৭০’  রাখা হয়েছে। কিছু দিন আগে রজনীকান্ত তিরুবন্তপুরম থেকে চেন্নাই যাওয়ার সময় বিমানবন্দর থেকে বলেন, ‘আমি কেরিয়ারের ১৭ ০তম ছবিটি পরিচালক গনভেল এবং লাইকা প্রোডাকশনের সঙ্গে করছি, এটি পুরোটাই একটি বিনোদনমূলক ছবি। তবে এর সঙ্গে কিছু সামাজিক বার্তাও থাকবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Habra: পুজোর মধ্যে ব্যবসায়ীকে গুলি করে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Habra: পুজোর মধ্যে ব্যবসায়ীকে গুলি করে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর মুখে প্রকাশ্যে গুলি করে টাকা ভর্তি ব্যাগ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া (Habra) এলাকায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম স্বপন সাহা। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Habra)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বপনবাবু টাকা ভর্তি ব্যাগ নিয়ে হাবড়ায় (Habra) বাড়়ি ফিরছিলেন। দূর থেকে দুষ্কৃতীরা তাঁকে ফলো করছিল। রাস্তা কিছুটা নিরিবিলি হতেই আচমকাই টাকার ব্যাগ নিয়ে টানাটানি করতে শুরু করে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্যবসায়ীর পথ আটকায় চার-পাঁচজন দুষ্কৃতী।  তারা প্রথমে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী তাতে বাঁধা দেন। বাধা পেয়ে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। পায়ের নিচে গুলি লাগে ওই ব্যবসায়ীর। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। গুলির আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে আসতেই দুষ্কৃতীরা ছুটে পালায়। যদিও বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে, গুলিবিদ্ধ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে।

    স্থানীয় বাসিন্দাদের কী বক্তব্য?

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এমনিতেই পুজোর সময় রাস্তায় ঠাকুর দেখতে অনেকে বেড়িয়েছেন। ফলে, রাস্তায় ভিড়ও ছিল। এরমধ্যেই অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তার বিভিন্ন মোড়ে পুলিশি টহল চলছে। নাকাও চলছে জোরকদমে। এরপরই দুষ্কৃতীরা প্রকাশ্যে তাণ্ডব চালানোর ঘটনায় আমরা হতবাক। কারণ, প্রকাশ্যে এভাবে গুলি চালানোর ঘটনায় সকলেই আতঙ্কে রয়েছি।

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    জেলা পুলিশের এক আধিকারিক বলেন, কে বা কারা এই গুলি চালিয়েছে তা তদন্ত করে দেখা দরকার। বাইরের কোনও গ্যাং রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের কাছে পৌঁছানোর চেষ্টা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: আদালতে জামিন নামঞ্জুর, তৃণমূল যুব সভাপতির পুজো কাটবে জেলেই

    Jalpaiguri: আদালতে জামিন নামঞ্জুর, তৃণমূল যুব সভাপতির পুজো কাটবে জেলেই

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজো এবার হাজতেই কাটবে জলপাইগুড়ির (Jalpaiguri) যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের। দু’দিনের পুলিশি হেফাজত কাটিয়ে আদালতে তোলা হলে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাশ তাঁর জামিন নাকচ করে, ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ১ নভেম্বর তাঁকে আবার আদালতে তোলা হবে বলে জানা গেছে। জামিন নামঞ্জুর হওয়ার ফলে পুজোর কয়েকটা টা দিন জেলেই কাটবে। অপর দিকে জামিন নাকচ হতেই জেলে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই সঙ্গে বিচারকের সঙ্গে অভব্য আচরণের কথা বলে, তোপ দেগেছেন বিজেপি বিধায়ক।

    সরকারি আইনজীবীর বক্তব্য (Jalpaiguri)

    সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশের তদন্তে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। তাই আদালত জামিনের আবেদন খারিজ করে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তবে পুলিশ নতুন করে পুলিশি হেফাজতে রাখার আবেদন আদালতে জানায় নি।”

    অভিযোগ কী ছিল?

    সমাজসেবী দম্পতিকে আত্মহাত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত তৃণমূল যুব নেতা সৈকত চট্টোপাধ্যায়। আবার এই মৃত দম্পতি, বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নিকট আত্মীয়। গতকাল শুনানির সময় আদালতে উপাস্থিত ছিলেন এই বিধায়ক। তিনি বলেন, “শাসক দলের এই তৃণমূল নেতা এতদিন জলপাইগুড়িতে (Jalpaiguri) প্রভাব খাটিয়েছেন। মানুষকে ভয় দেখিয়ে নিজের প্রভুত্বকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন সৈকত। এমনকী বিচারকের সঙ্গে ধমকের সুরে চোখ রাঙ্গিয়ে কথা বলেন এই যুব নেতা। আমাদের আইনের উপর বিশ্বাস রয়েছে, বিচারক বিচক্ষণ ব্যক্তি। এই তৃণমূল নেতা দোষী, তাই শাস্তি হোক এটা আমরা চাই।”

    অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য

    যুব তৃণমূল নেতা অভিযুক্ত সৈকত চট্টোপাধ্যায় বলেন, “আমি আদালতের উপর ভরসা রেখেছি। বিজেপি বিধায়ক আদালতে সিন ক্রিয়েট করার চেষ্টা করছেন।” সেই সঙ্গে তাঁর আইনজীবী সঞ্জীব দত্ত জানিয়েছে যে সুপ্রিমকোর্টে আগে আবেদন করা হইয়েছিল, কিন্তু তা আগেই খারিজ হয়ে গিয়েছিল। আর সেই জন্য ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন খারিজ হয়ে যায়। আগামীকাল আমরা আবার জাজেস কোর্টে (Jalpaiguri) আবেদন করব।

    পাশাপাশি জেল হেফাজতে যাওয়ার পর সৈকত চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য বিজেপির দাবি, জামিন না পেয়ে নাটক করছেন তৃণমূল যুব নেতা।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Durga Puja 2023: সুদূর আমেরিকাতেও প্রবাসী বাঙালিদের পরিচালনায় হয় বেশ কয়েকটি দুর্গাপুজো

    Durga Puja 2023: সুদূর আমেরিকাতেও প্রবাসী বাঙালিদের পরিচালনায় হয় বেশ কয়েকটি দুর্গাপুজো

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যে শুধু আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতেই সীমাবদ্ধ, তা নয়। সাত সমুদ্র পেরিয়ে বিদেশের মাটিতেও হয় মায়ের আরাধনা। আমাদের বাঙালি জাতি গোটা বিশ্ব জুড়ে বসবাস করে। তাই যেখানে বাঙালি, সেখানে দুর্গাপুজো (Durga Puja 2023) হবে না, এটা কল্পনা করা যেতে পারে না। শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে সুদূর আমেরিকাতে প্রবাসী বাঙালিদের পরিচালনায় বেশ কয়েকটি দুর্গাপুজো হয়, যা আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর থেকে কিছু কম নয়। পুজোর এই কয়েকটা দিন প্রবাসী বাঙালি যাঁরা কাজের সূত্রে বিদেশে থাকেন, তাঁরা মেতে ওঠেন দুর্গাপুজোতে। ঠিক আমাদের পশ্চিমবঙ্গের মতোই সেজে ওঠে মণ্ডপ থেকে দুর্গাপ্রতিমা। চলে খাওয়া-দাওয়া, অফুরন্ত আনন্দ। আজ এই প্রতিবেদনে আমরা নিউ ইয়র্কের কয়েকটি প্রবাসী ভারতীয় তথা বাঙালিদের  দুর্গাপুজো সম্পর্কে জানব।

    নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি (বেলুড় মঠ)

    এটি স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বেদান্ত সোসাইটি। নিউ ইয়র্কের অন্যান্য হিন্দু সংগঠনের থেকে এটি একটু ভিন্নভাবে পুজো উদযাপন করে। এটি বর্তমানে রামকৃষ্ণ মঠের অন্তর্গত। পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশনের রীতিনীতি মেনেই এখানে পুজো (Durga Puja 2023) পরিচালনা করা হয়।

    জ্যামাইকা কালী মন্দির

    এটি ২০১০ সালের নিউ ইয়র্কের প্রবাসী বাঙালি হিন্দুদের দ্বারা প্রতিষ্ঠিত একটি মন্দির। এখানে দুর্গাপুজোর (Durga Puja 2023) আয়োজন করা হয়। শুধু তাই নয়, বাঙালিদের বেশ কয়েকটি পুজো এখানে করা হয়।

    বাফেলোর সংস্কৃতি দুর্গাপুজো

    বিদেশের মাটিতে এই সংস্কৃতি সংগঠন বাঙালি হিন্দু সংগঠনকে আরও বেশি মজবুত করেছে। এটি ১৯৭৪-৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে দুর্গাপুজোর (Durga Puja 2023) সাথে বাঙালির বেশ কয়েকটি পুজো যেমন বসন্ত উৎসব, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, বিজয়া সম্মেলন, শীতকালীন পিকনিক প্রভৃতির আয়োজন হয়ে থাকে।

    বাংলাদেশ হিন্দু মন্দির ফ্লাশিং

    এটি বাংলাদেশের হিন্দু বাঙালিদের দ্বারা প্রতিষ্ঠিত একটি মন্দির, যা  এলমহার্স্ট কুইন্সে অবস্থিত। প্রায় ৮০০০ বর্গফুট জায়গা জুড়ে এটি প্রতিষ্ঠিত। এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো (Durga Puja 2023) হয়।

    সানিসাইড 

    এটি আরও একটি বাংলাদেশি হিন্দু প্রতিষ্ঠান। বাংলাদেশি হিন্দু বাঙালিদের একটি দল নিউ ইয়র্কের সানিসাইডে ১৯৮৯ সালে একটি হিন্দু  ধর্মীয় সোসাইটি প্রতিষ্ঠা করেন। এখানে বাঙালি রীতি মেনেই প্রত্যেক বছর দুর্গাপুজোর (Durga Puja 2023) আয়োজন করা হয়।

    শ্রী মহা কালী দেবী মন্দির

    ১৯৯৮ সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়।  এখানে দেবী কালীর পুজো করা হয়। শুধু কালী নয় এছাড়াও এখানে দুর্গা, গঙ্গা, হনুমান, কৃষ্ণ, লক্ষ্মী, রাম, সরস্বতী, শিব, গণপতি, মনসা ইত্যাদি দেবদেবীদের পুজোপাঠ হয়ে থাকে। এই মন্দিরটি সারা বছর সব সময় খোলা থাকে। দুর্গাপুজোর (Durga Puja 2023) কয়েকটা দিন এখানে বাঙালিরা মেতে ওঠেন।

    দিব্য ধাম মন্দির দুর্গাপুজো

    ১৯৯৩ সালে স্বামী জগদীশ্বর নন্দজি মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন।  এটি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ হিন্দু মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Navaratri 2023: মহাষ্টমীতে পূজিতা হন মাতা মহাগৌরী, জানুন দেবীর পৌরাণিক আখ্যান

    Navaratri 2023: মহাষ্টমীতে পূজিতা হন মাতা মহাগৌরী, জানুন দেবীর পৌরাণিক আখ্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশ জুড়ে পালিত হচ্ছে নবরাত্রি (Navratri 2023), চলছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। নবরাত্রির অষ্টম দিনে পূজিতা হন মাতা মহাগৌরী। দেবী মহাগৌরী চতুর্ভূজা। উপরের ডান হাতে রয়েছে ত্রিশূল এবং উপরের বাম হাতে একটি ডমরু। নিচের হাত দুটি অভয়া এবং বরামুদ্রার ভঙ্গিমায় থাকে। মাতা মহাগৌরীর এই রূপে দেবীর বাহন হল একটি ষাঁড়। দুর্গার এই রূপটিকে তাঁর গাত্রবর্ণের কারণে মহাগৌরী বলা হয়।

    কথিত বিভিন্ন পৌরাণিক আখ্যান

    পৌরাণিক মত অনুযায়ী, দেবী শৈলপুত্রী (নবরাত্রির প্রথম দিনে এই মাতা পূজিতা হন) ১৬ বছর বয়সে অসামান্য সুন্দরী এবং গৌরবর্ণা  ছিলেন। এর ফলে তিনি দেবী মহাগৌরী হিসেবে পরিচিত হন। তাঁকে শঙ্খ, চাঁদ এবং সাদা ফুলের সাথে তুলনা করা হয়েছে। স্নিগ্ধতা, শুভ্রতার প্রতীক মানা হয় তাঁকে। আরেকটি পৌরাণিক কাহিনি অনুযায়ী, কালীরূপে মাতা পার্বতীর গাত্রবর্ণ সম্পূর্ণ কৃষ্ণবর্ণে পরিবর্তিত হয়েছিল। নিজের পূর্ববর্তী বর্ণ ফিরে পেতে মাতা পার্বতী ব্রহ্মার তপস্যায় ব্রতী হয়েছিলেন‌। একাকী গভীর অরণ্য মাঝে রোদ, ঝড়, বৃষ্টি, হিংস্র‌ জন্তুদের আক্রমণ-এ সমস্ত কিছু উপেক্ষা করেই মাতা পার্বতী তপস্যা করছিলেন। অবশেষে ব্রহ্মা প্রসন্ন হয়ে আবির্ভূত হন এবং মাতা পার্বতীকে বরদান করেন যে মানস সরোবরে স্নান করলেই তিনি পূর্বের বর্ণ ফিরে পাবেন।ব্রহ্মার কথামতো মানস সরোবরে স্নান করার পরেই মাতা পার্বতী তাঁর নিজের পূর্বের গাত্রবর্ণ ফিরে পান, অর্থাৎ পুনরায় গৌরবর্ণা হয়ে যান। এই গৌরবর্ণা মাতা পার্বতী তখন মহাগৌরী নামে প্রসিদ্ধ হন। 

    অন্য একটি পুরাণ অনুযায়ী (Navaratri 2023), হিমায়লকন্যা মাতা পার্বতী ছিলেন গৌরবর্ণা। শিবকে স্বামী রূপে, পতি রূপে পাওয়ার জন্য মহর্ষি নারদের পরামর্শ মতো তিনি গভীর তপস্যা শুরু করেন। গভীর অরণ্যে, সমস্ত আরাম, সুখ ত্যাগ করে ব্যাপক কৃচ্ছসাধনের মধ্যে দিয়ে এই তপস্যা চলতে থাকল বছরের পর বছর ধরে। সূর্যের তাপ, শীতের হিমেল হাওয়া, বৃষ্টি এবং ব্যাপক ঝড়ের মধ্যেও তপস্যায় ছেদ পড়ল না। কথিত আছে, এই সময় মাতার সমস্ত অঙ্গ ধূলিকণা, মাটি, গাছের পাতা দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল। গৌরবর্ণা মাতার সমস্ত শরীরের উপর একটি কৃষ্ণ বর্ণের আস্তরণ বা  ত্বক তৈরি হয়ে গিয়েছিল। অবশেষে ভগবান শিব দেবীর তপস্যায় প্রসন্ন হয়ে মাতা পার্বতীর সম্মুখে উপস্থিত হয়েছিলেন এবং মাতাকে আশ্বস্ত করেছিলেন যে তাঁকেই (ভগবান শিবকে) মাতা পার্বতী স্বামী রূপে, পতি রূপে লাভ করবেন। এরপর গঙ্গার পবিত্র জলরাশির দ্বারা ভগবান শিব, মাতা পার্বতীকে স্নান করিয়েছিলেন। তপস্যারত  অবস্থায় মাতার শরীরে যে ময়লার আবরণ তৈরি হয়েছিল, যার জন্য মাতা গৌরবর্ণা থেকে কৃষ্ণবর্ণা হয়ে গিয়েছিলেন। মহাদেব শিব তাঁকে স্নান করানোর পর মাতা পূর্বের মতো পুনরায় গৌরবর্ণা হয়ে ওঠেন। গৌরবর্ণা এই মাতাই মহাগৌরী নামে পরিচিত। যিনি নম্রতা, শুদ্ধতা, পবিত্রতার প্রতীক রূপে পূজিতা হন।

    মাতা মহাগৌরীর (Navaratri 2023) বিষয়ে আরও কথিত রয়েছে যে, একদিন দেবী, গৌরী রূপে আট বছরের  বালিকা সেজে শিবের সামনে নৃত্য করে তাঁকে আনন্দিত করছিলেন। এরপরে শিব তাঁর পরিচয় জানতে চাইলে দেবী পার্বতী নিজের রূপ প্রকাশ করেন।

    কীভাবে সন্তুষ্ট হন মাতা মহাগৌরী?

    ভক্তদের বিশ্বাস রয়েছে, মাতা সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেন এবং তাঁর আশীর্বাদে জীবন সম্পূর্ণভাবে সুখময় ও প্রেমময় হয়ে ওঠে। উজ্জ্বল সৌন্দর্যের প্রতীক এই দেবী অষ্টমীতে ভক্তদের দ্বারা আরাধিত হন। তাঁর নৈবেদ্যতে নারকেল রাখার রীতি রয়েছে (Navaratri 2023)। বিশ্বাস রয়েছে, মাতার আশীর্বাদ স্বরূপ ভক্তদের ভালো বিবাহ হয়। সিঁদুর, মেহেন্দি, কাজল, টিপ, চুড়ি, পায়ের আংটি, চিরুনি, আলতা, আয়না, পায়ের পাতা, সুগন্ধি, কানের দুল, নাকের পিন, নেকলেস, লাল চুনরি, মহাভার, চুলের পিন ইত্যাদি দ্বারা মায়ের পুজো সম্পন্ন হয়। সবজির তরকারি এবং হালুয়া দিয়ে মাতা মহাগৌরীকে ভোগ নিবেদন করা হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: লালবাগ ধর্ষণকাণ্ডে ৪ দোষীকে যাবজ্জীবন শাস্তির নির্দেশ, পুজোর মুখে খুশি নির্যাতিতা

    Murshidabad: লালবাগ ধর্ষণকাণ্ডে ৪ দোষীকে যাবজ্জীবন শাস্তির নির্দেশ, পুজোর মুখে খুশি নির্যাতিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ দুই বছর ধরে মামলা চলছিল। অবশেষে চার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করলেন আদালত। মুর্শিদাবাদ (Murshidabad) গণধর্ষণ মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। গত দুই বছর আগেও এমন সময় ছিল পুজোর সময়, দুষ্কৃতীরা দাঁতের আচর দিয়ে ব্যাপক নির্যাতন করে কার্যত জীবনকে অন্ধকারের মুখে ঠেলে দিয়েছিল। এই অত্যাচারে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন নির্যাতিতা। কিন্তু এতো কিছুর পরেও নির্যাতিতা কোন ভাবেই হার মানেন নি। অভিযুক্তদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছেন। বৃহস্পতিবার দিন লালাবাগ মহকুমা আদালতে বিচারেকের শুনানিতে এই শাস্তির নির্দেশ দেওয়া হয়।

    ২ বছর আগে ঘটেছিল ধর্ষণের ঘটনা (Murshidabad)

    স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের দুর্গা পুজোর আগে লালবাগ (Murshidabad) এলাকায় একটি গণধর্ষণের ঘটনা ঘটেছিল। নির্যাতনের কথা সামজিক মাধ্যমে তুলে ধরে ভাইরাল করার হুমকি পর্যন্ত দিয়েছিল এই দুষ্কৃতীরা।কিন্তু ঘটনার পরে ভয় পাননি নির্যাতিতা নারী। তিনি থানায় গিয়ে পুলিশের কাছে নির্যাতনের বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করেছিলেন। এরপর পুলিশ ৪ জন প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছিল। তারপর থেকে মামলা চলে কোর্টে। দীর্ঘদিন কোর্টে মামলার শুনানিও চলছিল। ঘটনার কথা জানিয়ে ইতিমধ্যে মোট ১২ জন সাক্ষী প্রদান করেন। অবশেষে মহকুমা আদালতের বিচারক, দোষীদের ২ লাখ টাকা করে জরিমানা এবং যাব্বজীবন শাস্তির রায় ঘোষণা করেন। সেই সঙ্গে নির্যাতিতাকে ৪ লাখ টাকা ক্ষতি পূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক।

    আইনজীবীর বক্তব্য

    এই মামলার আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, “গতকাল বৃহস্পতিবার দোষীদের আদলাত (Murshidabad) শাস্তি ঘোষণা করেছেন। তবে দোষীদের ১৪ বছর সাজা হয়নি। আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক। দোষীরা যতদিন বেঁচে থাকবেন, ঠিক ততদিনই জেলে থাকবেন। দোষীদের যে টাকা জরিমানা প্রদান করা হয়েছে, সেই টাকা নির্যাতিতাকে প্রদান করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share