Tag: Bengali news

Bengali news

  • Howrah: পুজোর মুখে হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, ধৃত বিহারের দুই ব্যক্তি

    Howrah: পুজোর মুখে হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, ধৃত বিহারের দুই ব্যক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর মধ্যেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল হাওড়া (Howrah) স্টেশনে। আর টাকা মজুত করার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুরেন্দ্রপ্রসাদ লাহারাকা এবং সুরেশ মণ্ডল। তাঁদের একজনের বাড়ি বিহারের লক্ষ্মীসরাই এবং অন্যজনের বাড়ি জামালপুরে। লক্ষ লক্ষ টাকা কী ভাবে পেয়েছেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রেল সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তি  ঠিকঠাক উত্তর দিতে না পারায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়। পরে, ওই টাকা আয়কর দফতরের আধিকারিদের হাতে তুলে দেওয়া হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Howrah)

    রেল সূত্রে জানা গিয়েছে, এমনিতেই পুজোর সময় হাওড়া (Howrah) স্টেশন বিশেষ নজরদারি করছে পুলিশ। কোনও সন্দেহভাজন কাউকে দেখলে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশিও করা হচ্ছে। এরইমধ্যে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ৮ নম্বর প্ল্যাটফর্মে ডাউন লক্ষ্মীসরাই হাওড়া এক্সপ্রেস ঢোকে। ওই সময় দুই যাত্রীকে বেশ কিছুক্ষণ ধরে ৮ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় আরপিএফ কর্মীদের। কাছে গিয়ে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই মেলে বিপুল অঙ্কের টাকা। জানা যাচ্ছে, দু’জনের মধ্যে এক জনের পিঠে ছিল কালো রঙের একটি ব্যাগ। দু’জনকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সন্দেহ হওয়ায় তাঁদের ব্যাগ খুলে দেখেন আরপিএফ কর্মীরা। সেখানে মেলে প্রচুর টাকা। গুনে দেখা যায় মোট ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা রয়েছে তাতে। কোথা থেকে এত টাকা নিয়ে এসেছেন তার সদুত্তর দিতে পারেননি ওই দুই ব্যক্তি। এরপর তাঁদের গ্রেফতার করা হয়।

    আরপিএফের এক আধিকারিক কী বললেন?

    আরপিএফের এক আধিকারিক বলেন, বিপুল পরিমাণ টাকা নিয়ে কলকাতায় আসার কোনও উদ্দেশ্য ছিল না কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের সঙ্গে আর কেউ রয়েছে কি না তা জানার চেষ্টা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ajit Doval: ‘‘সন্ত্রাসবাদ ও মাদক পাচার আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষেত্রে বড় বাধা’’, বললেন ডোভাল

    Ajit Doval: ‘‘সন্ত্রাসবাদ ও মাদক পাচার আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষেত্রে বড় বাধা’’, বললেন ডোভাল

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদ, মাদক পাচারের মতো গুরুতর সমস্যাগুলির সমাধানে নয়া কূটনৈতিক চাল অজিত অজিত ডোভালের। চলতি সপ্তাহের, মঙ্গলবার কাজাকাস্থানে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে বসেন ভারত ও মধ্যএশিয়ার দেশগুলির নিরাপত্তার আধিকারিকরা। সূত্রের খবর, সেখানেই অজিত ডোভাল (Ajit Doval) তাঁর বক্তব্যে বলেন, ‘‘ভারত এবং মধ্য এশিয়ার প্রায় কম-বেশি প্রত্যেকটি দেশই নিরাপত্তা জনিত সমস্যায় বর্তমানে ভুগছে। এর কারণ সন্ত্রাসবাদ, মাদক পাচার সমেত সাইবার হামলা। এই সমস্যাগুলির সমাধানের জন্য যৌথ নেটওয়ার্ক তৈরির প্রয়োজন।’’

    আলোচনার মাধ্যমেই বিবাদ মেটানো সম্ভব

    এর পাশাপাশি কূটনীতির উপরেও জোর দিতে দেখা গিয়েছে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে (Ajit Doval)। তাঁর মতে, ‘‘বর্তমান সময়ে অনেকগুলি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সারা দুনিয়া। এক দেশের সঙ্গে অপর দেশের মতপার্থক্যের জন্যই বিবাদ সৃষ্টি হচ্ছে।’’ এই বিবাদগুলি আলোচনার মাধ্যমেই মিটিয়ে ফেলা সম্ভব বলেও জানিয়েছেন অজিত ডোভাল। মধ্য এশিয়ার সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক তৈরি করতে ভারত আগ্রহী বলেও জানিয়েছে ডোভাল। 

    নিশানা পাকিস্তানকে

    সন্ত্রাসবাদ ইস্যুতে অজিত ডোভালের (Ajit Doval) আরও  মন্তব্য, ‘‘বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে সন্ত্রাসবাদই সবথেকে বড় চ্যালেঞ্জ এবং এটিকে এড়িয়ে যাওয়া বা অবহেলা করা কখনও সম্ভব নয়। এর পাশাপাশি মাদক পাচারকেও বন্ধ করতে হবে। কারণেই চোরা চালানোর মাধ্যমে সন্ত্রাসবাদ মজবুত হচ্ছে।’’ প্রসঙ্গত, উচ্চ পর্যায়ের এই নিরাপত্তা আধিকারিকদের বৈঠকে অজিত ডোভাল (Ajit Doval) সব থেকে বেশি জোর দিয়েছেন সন্ত্রাসবাদ এবং মাদক পাচারকে রোখার বিষয়ে। মাদক পাচারের অর্থেই যে সন্ত্রাসবাদের ফান্ডিং হয় এ কথা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে তালিবান জঙ্গিদের আফিম চাষের মাধ্যমেই নিজেদের ফান্ডিং মজবুত করতে দেখা গিয়েছে।  পাকিস্তানকে নিশানা করে ডোভাল বলেন, ‘‘মধ্য এশিয়া এবং ভারতের মধ্যে সরাসরি সংযোগ না থাকাটা খুবই বিস্ময়ের। একটি বিশেষ দেশের ক্রমাগত নীতিগত বাধার কারণে এই সংযোগ এতদিনেও গড়ে ওঠেনি। এই বাধাদানে শুধুমাত্র ওই দেশটিই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, সামগ্রিক ভাবে এই অঞ্চলের লোকসান হচ্ছে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: হাইকোর্টের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি

    Recruitment Scam: হাইকোর্টের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা (Recruitment Scam) পর্ষদের সভাপতি গৌতম পাল। প্রসঙ্গত, বুধবারই বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে পর্ষদের সভাপতি সমেত জিজ্ঞাসাবাদ করতে হবে পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও। এ বিষয়ে সময়সীমাও বেঁধে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁদের বুধবার সন্ধ্যা ছয়টার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে (Recruitment Scam) যাওয়ার কথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    সন্ধ্যা ছয়টার আগেই পর্ষদের সভাপতি গৌতম পাল পৌঁছে যান সিবিআই দফতরে

    সন্ধ্যা ছয়টার আগেই অবশ্য পর্ষদের সভাপতি গৌতম পাল পৌঁছে যান সিবিআই দফতরে (Recruitment Scam)। ঠিক ৫টা ৫৩ মিনিটে তাঁকে ঢুকতে দেখা যায় নিজাম প্যালেসে। অর্থাৎ নির্ধারিত সময়ের ৭ মিনিট আগেই। গৌতম পালের হাজিরাকে ঘিরে আগে থেকেই সেখানে সংবাদমাধ্যম উপস্থিত ছিল কিন্তু সাংবাদিকদের তিনি কোনও প্রশ্নের জবাব দিতে চাননি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গৌতম পালের সঙ্গে হাজিরা দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারও।

    বুধবার কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

    গতকাল বুধবার কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ২০১৪ সালের ওই টেট দুর্নীতির রিপোর্ট দেখার পরেই গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। ১৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। প্রসঙ্গত ইতিমধ্যে প্রাথমিকে ওএমআর সিট দেখার দায়িত্বপ্রাপ্ত সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই অধিকর্তাকে (Recruitment Scam) সম্প্রতি গ্রেফতার করে সিবিআই। ক্রমশই তদন্তের জাল গুটিয়ে আনছে সিবিআই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: বিদেশি অনুদান পাওয়ার ক্ষেত্রে ছাড়পত্র পেল রাম মন্দির কর্তৃপক্ষ

    Ram Mandir: বিদেশি অনুদান পাওয়ার ক্ষেত্রে ছাড়পত্র পেল রাম মন্দির কর্তৃপক্ষ

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের জানুয়ারি মাসেই ভক্তদের জন্য খুলে যাচ্ছে রাম মন্দিরের (Ram Mandir) দরজা। তার আগেই, ২০১০ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন সংক্রান্ত লাইসেন্স রাম মন্দির কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে বিদেশি কোনও অনুদান পেতে রাম মন্দির কর্তৃপক্ষের আর বাধা রইল না বলে মনে করা হচ্ছে। বুধবার বিদেশি অনুদানের লাইসেন্স পাওয়ার কথা ঘোষণা করেছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই।

    কী বলছে রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট

    এ বিষয়ে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, ‘‘বিদেশি অনুদান দিল্লির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল শাখায় রাম মন্দির ট্রাস্টের ব্যাঙ্ক অকাউন্টে পাঠাতে হবে।’’ প্রসঙ্গত, বিদেশে বসবাসকারী বহু প্রবাসী ভারতীয় হিন্দুর রাম মন্দির নির্মাণ প্রকল্পে অনুদানকে নিশ্চয়তা দিতেই সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

    আগামী বছরেই খুলে যাচ্ছে রাম মন্দিরের দরজা

    ২০১৯ সালে নভেম্বরের সুপ্রিম কোর্ট রায় দেয় রাম মন্দির (Ram Mandir) নির্মাণের পক্ষে। এরপরেই তোড়জোড় শুরু হয় মন্দির নির্মাণের। ২০২০ সালের ৫ অগাস্ট মন্দিরের ভূমি পূজন করেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই আগ্রহ এবং কৌতূহল দুটোই বাড়ছিল যে কবে উদ্বোধন হবে রাম মন্দিরের! এবার নির্মিত রাম মন্দিরের উদ্বোধনের দিনক্ষণও স্থির হয়ে গেল। রাম মন্দির (Ram Mandir) কনস্ট্রাকশন কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিতর্কের অবসান আগেই করেছিল সুপ্রিম কোর্ট, রাম মন্দির নির্মাণের পক্ষে রায়দানের মাধ্যমে, এবার মন্দির উদ্বোধন হলে পূর্ণতা পাবে সুপ্রিম কোর্টের রায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, রাম মন্দির তৈরি হচ্ছে আড়াই একর জমির উপরে। মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রায় আট একর জায়গায়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার, ১৯/১০/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার, ১৯/১০/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) মধুর ব্যবহারের সাহায্যে সমস্ত কাজ সহজেই পুরো করে নিতে পারবেন।

    ২) ভেবেচিন্তে কথা বলুন। না-পারলে চুপ থাকাই শ্রেয়।

    বৃষ

    ১) অনৈতিক পথে লাভ উপার্জনের লোভ বাড়বে। কিন্তু তা এড়িয়ে যান, না-হলে ভবিষ্যতে লোকসান হতে পারে।

    ২) লাভের সুযোগ পাবেন, তবে নিজের সিদ্ধান্তহীনতার কারণে তার সুযোগ তুলতে পারবে না।

    মিথুন

    ১) কঠিন পরিশ্রম সত্ত্বেও কাজ অসম্পূর্ণ থেকে যাবে।

    ২) প্রয়োজনের সময়ে অর্থ না-পাওয়ায় হতাশ হবেন।

    কর্কট

    ১) পরিবারের সদস্যদের সঙ্গে মতভেদ হবে।

    ২) ভুল বোঝাবুঝির কারণে অধিক চিন্তিত থাকবেন।

    সিংহ 

    ১) সন্তানের জেদ আপনাকে অস্বস্তিতে ফেলে দেবে।

    ২) কর্মক্ষেত্রে প্রতিযোগিতা কমায় লাভ হবে।

    কন্যা

    ১) কাজকর্মে আর্থিক লাভ হবে, কিন্তু সেই কাজ পিছিয়ে যাবে।

    ২) ব্যয়ের কারণে আর্থিক সমস্যা হবে।

    তুলা 

    ১) আপনার সাফল্যের পিছনে বিশেষজ্ঞদের যোগদান থাকবে। তবে নিজের স্বার্থের কারণে কারও উপকার স্বীকার করবেন না।

    ২) মহিলা বন্ধুর সঙ্গে অধিক ঘনিষ্ঠতা রাখার কারণে নিন্দার পাত্র হতে পারেন।

    বৃশ্চিক

    ১) আর্থিক লাভ অর্জন করা কঠিন হবে এই রাশির জাতকদের।

    ২) দূরের কোনও আত্মীয়ের কাছ থেকে দুঃসংবাদ পেতে পারেন।

    ধনু

    ১) অফিসে নিজের সামর্থ্যের জোরে কাজ করবেন। কারও সাহায্য বা সুপারিশ গ্রহণ করবেন না।

    ২) পুরনো আটকে থাকা কাজে চমকপ্রদ গতি বাড়বে।

    মকর

    ১) সময়ের মধ্যে চুক্তির কাজ সম্পন্ন করার জন্য অধিক পরিশ্রম করতে হবে।
     
    ২) কাজের চাপ বেশি হওয়ায় মেজাজ খিটখিটে হবে।

    কুম্ভ

    ১) সরকারের তরফে লাভজনক সংবাদ শুনতে পাবেন।

    ২) বিদেশি কাজে সাফল্য সুনিশ্চিত হবে।

    মীন

    ১) অধিক আলস্যের কারণে উৎসাহ হারিয়ে ফেলবেন। তবে দুপুরের মধ্যে পরিস্থিতি উন্নত হবে।

    ২) দায়িত্ব বুঝবেন এবং কোনও বিশেষ ব্যক্তির পথ প্রদর্শনে কর্মক্ষেত্রে লাভজনক চুক্তি লাভ করবেন।

     

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: ‘দুয়ারে রেশন’ প্রকল্পে চালের মধ্যে পোকা! তুমুল বিক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Jalpaiguri: ‘দুয়ারে রেশন’ প্রকল্পে চালের মধ্যে পোকা! তুমুল বিক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: চালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে পোকা। ‘দুয়ারে রেশন’ প্রকল্পে চালের মধ্যে রয়েছে পোকা। জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট তেলিপাড়া এলাকায়। চোখের সামনে দেখে হতবাক এলাকাবাসী। রেশনের চালে এরকম অবস্থা বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। যার জেরে বন্ধ হয়ে যায় রেশন বন্টনের কাজ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Jalpaiguri)

    জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট তেলিপাড়া এলাকায় রেশন ডিলার কৃষ্ণকুমার দাস দীর্ঘদিন ধরেই নিম্নমানের চাল বণ্টন করে আসছেন। সেই চালের মধ্যে রয়েছে অসংখ্য পোকা। শুধু তাই নয়, সেই চাল খাওয়ার অযোগ্য। চাল সেদ্ধ হতেও অনেক সময় লাগছে। এরপরই অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষোভের মুখ পড়ে রেশন সামগ্রী বণ্টন বন্ধ হয়ে যায়।প্রসঙ্গত, এর আগেও এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। একাধিকবার বলার পরেও নিম্নমানের রেশন বারংবার দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দারা। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার পঞ্চায়েত সদস্য সাহিরুল ইসলাম। তিনি নিজেও স্বীকার করে নেন, রেশনে নিম্নমানের খাদ্য সামগ্রী বণ্টন করার কথা। গ্রামবাসীদের পাশে দাঁড়ান। এমনকী ডিলারের সঙ্গে তিনি কথা বলেন। ফুড ইন্সপেক্টরকে ফোন করেন এবং সমস্যার কথা জানান। বন্ধ রয়েছে রেশন বণ্টন পরিষেবা। যদিও এই বিষয়ে রেশন ডিলার কোনও মন্তব্য করতে চাননি।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রেশন সামগ্রী নিয়ে বহুদিন ধরেই অভিযোগ ছিল। তবে, এত নিম্নমানের চাল দেওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

    বানারহাট পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কী বললেন?

    জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রভা কুজুর বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে ফুড ইন্সপেক্টরের সঙ্গে কথা বলব। নিম্নমানের চাল দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Navaratri 2023: ‘কলা বৌ’ স্থাপন করা হয় গণেশের ঠিক পাশে, আসলে তিনি কার বৌ জানেন?

    Navaratri 2023: ‘কলা বৌ’ স্থাপন করা হয় গণেশের ঠিক পাশে, আসলে তিনি কার বৌ জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মা দুর্গার বড় ছেলের পাশেই তিনি দাঁড়িয়ে থাকেন। লাল পাড়ের শাড়ি পরিয়ে নারী মূর্তির আদল দেওয়া হয় তাঁকে। আসলে তিনি যে বৃক্ষ। হ্যাঁ, ঠিকই ধরেছেন-‘কলা বৌ’ (Navaratri 2023)। ঢাক-ঢোল বাজিয়ে,  ধূপ-ধুনো জ্বালিয়ে ‘কলা বৌ’ স্নান করানো হয়, তারপর তা স্থাপন করা হয় ঠিক গণেশের পাশে। বধূ বেশে, ঘোমটা টেনে গণেশের পাশে দাঁড়িয়ে থাকা ‘কলা বৌ’ কি তবে গণেশের বৌ? এ প্রশ্ন অনেকেরই মনে বাসা বাঁধে। আবার কেউ কেউ এই ধারণাটাই সঠিক মনে করেন।

    কলা বৌ আসলে কার বৌ?

    পুরাণ অনুযায়ী, গণেশের দুটি বৌ। একজন ঋদ্ধি ও অপরজন সিদ্ধি। তাঁরা দুজনেই ব্রহ্মার মানসকন্যা। শিক্ষার উদ্দেশ্যে এই দুজন গণেশের কাছে যান এবং কোনও কারণবশত গণেশ রুষ্ট হয়ে তাঁদের দুজনকে অভিশাপ দিতে উদ্যত হলে ব্রহ্মা আবির্ভূত হন এবং গণেশের সাথেই দুজনের বিবাহ দেন।

    ‘কলা বৌ’ তো তাহলে গণেশের বৌ নয়। তাহলে ‘কলা বৌ’ আসলে কার বৌ? এক কথায় উত্তর হবে, শিব-জায়া অর্থাৎ শিবের বৌ। ‘কলা বৌ’ আসলে মা দুর্গার বৃক্ষ রূপ। এ প্রসঙ্গে জানা দরকার যে, ‘কলা বৌ’ প্রচলিত নাম হলেও এটি ন’টি উদ্ভিদের সমষ্টি বা সমাহার। তাই ‘কলা বৌ’ এর আসল নাম “নবপত্রিকা” (Navaratri 2023)। এই ন’টি উদ্ভিদের বর্ণনা রয়েছে এই শ্লোকটিতে –   

    রম্ভা কচ্চী হরিদ্রাচ জয়ন্তী বিল্ব দাড়িমৌ।
    অশোক মানকশ্চৈব ধান্যঞ্চ নবপত্রিকা।

    রম্ভা (কলা), কচ্চী (কচু), হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (ডালিম), অশোক, মানকচু ও ধান গাছ‌। নবপত্রিকায়, একটি পাতাযুক্ত কলাগাছের সাথে অপর আটটি উদ্ভিদকে শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে দেওয়া হয়। কলা গাছটিকে নারী দেহের গঠন দেওয়ার জন্য বেল দুটিকে স্তনযুগলের মতো রাখা হয়।

    প্রকৃতি পুজো ভারতীয় উপ মহাদেশের রীতি

    অতি প্রাচীন কাল থেকেই প্রকৃতি পুজো ভারতীয় উপ মহাদেশের রীতি (Navaratri 2023)। অগ্নি, জল, বায়ু, মাটি, পাহাড়, গাছ, নদী সব কিছুতেই ঈশ্বর বিরাজমান, এ ধারণা থেকেই “নবপত্রিকা” বা “কলা বৌ”-এর পুজো‌। উদ্ভিদ প্রকৃতির সজীব অংশ। খাদ্যশস্য, নিঃশ্বাসের বাতাস, জীবনদায়ী ঔষধ এসব কিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদ। ভক্তদের কল্যাণকারী মা দুর্গা তাই অধিষ্ঠাত্রী দেবী নবপত্রিকার এই উদ্ভিদগুলিতে। তিনি সর্বত্র বিরাজমান। নবপত্রিকা মা দুর্গার বৃক্ষ রূপ হিসেবে পরিচিত।

    মহাসপ্তমীর সকালে “নবপত্রিকা”-র পুজোতে মন্ত্র পাঠ করা হয়-
    “নবপত্রিকাবাসিন্যৈ নবদুর্গায়ৈ নমঃ”, যার বাংলা অর্থ দাঁড়ায়-নবপত্রিকা বাসিনী নবদুর্গা।

    এবার এক নজরে দেখে নেওয়া যাক, নবপত্রিকার ন’টি গাছ দেবী দুর্গার কোন কোন রূপের প্রতীক।

    ১. রম্ভা (কলা গাছ): কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী

    ২. কচু: কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা

    ৩. হরিদ্রা (হলুদ গাছ): হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা

    ৪. জয়ন্তী: জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী

    ৫. বিল্ব (বেল গাছ): বিল্ব গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা

    ৬. দাড়িম্ব (ডালিম/বেদানা গাছ): দাড়িম্ব গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা

    ৭. অশোক: অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোকরহিতা

    ৮.মানকচু: মানকচু গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা

    ৯.ধান: ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী।

    কী বলছেন গবেষকরা?

    হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মীয় রীতিনীতির বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন ১৯৬১ সালের “অ্যাকাডেমিক পুরস্কার” প্রাপক গবেষক ডঃ শশিভূষণ দাশগুপ্ত। নবপত্রিকার পুজোর বিষয়ে তিনি তাঁর “ভারতের শক্তিসাধনা ও শাক্ত সাহিত্য গ্রন্থের” ২৫-২৬ পাতায় লিখছেন, “বলা বাহুল্য, এসবই হল পৌরাণিক দুর্গা দেবীর সাথে এই শস্য দেবীকে (পড়ুন “নবপত্রিকা”) সর্বাংশে মিলিয়ে নেওয়ার এক সচেতন চেষ্টা। এই শস্য দেবী, মাতা পৃথিবীরই রূপভেদ। সুতরাং আমাদের জ্ঞাতে অজ্ঞাতে দুর্গাপুজোর ভিতরে এখনো সেই আদিমাতা পৃথিবীর পুজো অনেক খানি মিশিয়া আছে”।

    নবপত্রিকার সাথে দুর্গাপুজোর সম্পর্ক নিয়ে পণ্ডিত মহলে নানা মত রয়েছে। মার্কন্ডেয় পুরাণে নবপত্রিকার কোনও বিধান নেই, আবার কালিকা পুরাণে সপ্তমীতে “পত্রিকা” পুজোর উল্লেখ পাওয়া যায়। কৃত্তিবাসী রামায়ণে রামচন্দ্র কর্তৃক নবপত্রিকা পুজোর কথা আছে। “বাঁধিল পত্রিকা নববৃক্ষের বিলাস”। পণ্ডিতদের মত অনুযায়ী, সম্ভবত শবর সম্প্রদায় কোনও এক সময়ে ন’টি উদ্ভিদের মাধ্যমে মা দুর্গার পুজো করতেন। সেই থেকেই হয়তো “নবপত্রিকা” বা ‘কলা বৌ’ পুজো হয়ে আসছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: চতুর্থীর দিনে পুজো দিয়ে শুরু হল হাটজনবাজারে উড়ালপুলের কাজ, খুশির আবহ সিউড়িতে

    Birbhum: চতুর্থীর দিনে পুজো দিয়ে শুরু হল হাটজনবাজারে উড়ালপুলের কাজ, খুশির আবহ সিউড়িতে

    মাধ্যম নিউজ ডেস্ক: সিউড়ি (Birbhum) হাটজনবাজারে বহু প্রতিক্ষিত উড়ালপুলের কাজ পুজো অর্চনার মধ্যে দিয়ে শুরু হল। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন রেলের ওভার ব্রিজের ঠিকাদার সহ জেলার বিজেপি কর্মীরা। এই ব্রিজের কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে বেশ উৎসাহ লক্ষ করা গেছে। তবে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি না থাকায় কটাক্ষ করেছে তৃণমূল।

    শুরু হল ব্রিজ নির্মাণের কাজ (Birbhum)

    সিউড়ির (Birbhum) হাটজনবাজারের রেল ওভারব্রিজের কাজের ক্রেডিট নিয়ে বিতর্ক কার্যত জিইয়েই রইলো। প্রায় ৭ বছর ধরে অসমাপ্ত হয়ে থাকা ওভারব্রিজের কাজ, বুধবার পুনরায় শুরু হল বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে। আর সেই পুজোতেই নারকেল ফাটিয়ে রেল ওভারব্রিজের কাজের উদ্বোধন করলেন, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।

    বিজেপির বক্তব্য

    সিউড়িতে (Birbhum) রেলের ব্রিজ তৈরি করার কাজ সূচনার পুজোতে যোগদান করতে এসে, রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “নবরাত্রির চতুর্থীর দিনে বিশ্বকর্মা পুজো করার মাধ্যমে কাজের শুভ সূচনা হল। রেল দফতর ইতিমধ্যে ১০ মাসের মধ্যে কাজ করার কথা বলেছে। কিন্তু আগামী ছয় মাসের মধ্যেই বিজেপি প্রকল্পের কাজ শেষ করবে। মানুষের কাছে কেন্দ্রের মোদি সরকার একান্তভাবে দায়বদ্ধ। এলাকার তৃণমূল সাংসদ এবং বিধায়করা সিউড়ির টোটো সমস্যা সমাধান করলে ভালো কাজ করবেন। রেলের সিঙ্গেল এন্ট্রি প্রোজেক্ট, ফলে এখানে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই। উল্লেখ্য, এখানে তিন তিনটি ঠিকাদার, স্থানীয় তৃণমূল নেতাদের তোলাবাজির কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাই রাজ্য সরকার, রেলের প্রকল্প, উড়ালপুল, বন্দে ভারত এক্সপ্রেস, বিমান পরিষেবাকে বিজেপির উপরে ছেড়ে দিলেই ভালো করবে। কন্যাশ্রী প্রকল্পে তৃণমূল সরকার রাজ্যের কোষাগার থেকে ৩৫০-৪০০ কোটি টাকা, শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য খরচ করে। বিজ্ঞাপনের জন্য খরচ করার নীতি হল তৃণমূলের সংস্কৃতি। বিজেপি এই ধরনের কাজে বিশ্বাস করে না।”

    কটাক্ষ তৃণমূলের

    ঘটনায় তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “কীভাবে কেন্দ্রীয় সরকারের একটি কাজের উদ্বোধন করেন বিজেপি নেতা? আসলে উনি নিজেকে প্রশাসনিক আধিকারিক মনে করছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IIT Kharagpur: খড়গপুর আইআইটিতে ফের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু, হোস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ!

    IIT Kharagpur: খড়গপুর আইআইটিতে ফের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু, হোস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ!

    মাধ্যম নিউজ ডেস্ক: হোস্টেলের ঘরে ফের রহস্য জনক মৃত্যু। উদ্ধার হল ঝুলন্ত ছাত্রের মৃতদেহ। বুধবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্র আইআইটি (IIT Kharagpur) এলবিএস হোস্টেলের ৫১৩ নম্বর রুমে থাকতেন বলে জানা গিয়েছে। মৃত ছাত্রের নাম কিরণ চন্দ্র। তিনি ইলেকট্রিক ইঞ্জিনারিং বিভাগে চতুর্থ বর্ষে পড়াশুনা করতেন। তাঁর বাড়ি হল, তেলেঙ্গানা রাজ্যের মেড়াক জেলার টুপরান গ্রামে। তাঁকে হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে জানিয়েদেন চিকিৎসক। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে মৃত্যু? আত্মহত্যা নাকি খুন! তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ একটি মামলা রুজু করেছে। ছাত্রের পরিবারের লোকজনকেও খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

    ছাত্র মৃত্যু বার বার কেন (IIT Kharagpur)?

    উল্লেখ্য খড়গপুর আইআইটিতে (IIT Kharagpur) ছাত্র মৃত্যুর ঘটনা বার বার ঘটে চলেছে। গতবছর অক্টোবর মাসে হোস্টেল থেকে এক ছাত্রের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই সময় এই মৃত্যুর ঘটনার মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। মৃতের পরিবারের দাবি ছিল, ছেলেকে খুন করা হয়েছে। কারণ ছেলের মৃত্যুর ৬-৭ দিন পরে পরিবারকে, কর্তৃপক্ষ খবর দিয়েছিল বলে দাবি করা হয়েছিল। উল্লেখ্য মৃত ছাত্রের দেহকে হাইকোর্টের নির্দেশে দুইবার ময়নাতদন্ত করতে হয়েছিল। যদিও ঘটনার পর আইআইটিতে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড গঠন করেছিল কর্তৃপক্ষ।

    শুধু তাই নয়, এই বছরের জুন মাসেও আবার এমন, আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল। এই পড়ুয়ার বাড়ি ছিল কেরল রাজ্যে। একটি সর্ব ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র মৃত্যুর ঘটনায় বারবার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন উঠছে। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে, এক প্রথমবর্ষের ছাত্রের মৃত্যু ঘটলে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। রাজ্যে ছাত্র মৃত্যুর ঘটনা বর্তমানে উদ্বেগের কারণ হিসাবে দাঁড়িয়েছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Tea Garden: পুজোর মুখে ফের বন্ধ হয়ে গেল একটি চা বাগান, কর্মহীন হয়ে পড়লেন ১২০০ শ্রমিক

    Tea Garden: পুজোর মুখে ফের বন্ধ হয়ে গেল একটি চা বাগান, কর্মহীন হয়ে পড়লেন ১২০০ শ্রমিক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বন্ধ হয়ে গেল একটি চা বাগান (Tea Garden)। পুজোর মুখেই কর্মহীন হয়ে পড়লেন ১২০০ শ্রমিক। ডুয়ার্সের সামসিং চা বাগানটি আর্থিক অনটনের কারণে বন্ধ হয়ে গেল। মঙ্গলবারই বন্ধ হওয়া তিনটি চা বাগান চালু হয়েছিল। পুজোর মুখে কয়েক হাজার শ্রমিকের মুখে হাসি ফুটেছিল। সেই ঘটনার জের মিটতে না মিটতেই ফের বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান।

    কেন বন্ধ? (Tea Garden)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগানের (Tea Garden) কাজের জন্য গিয়েছিলেন শ্রমিকরা। গিয়ে দেখেন গেটে তালা। কর্তৃপক্ষ বাগান বন্ধের নোটিস দিয়েছে। সেখানে লেখা রয়েছে, চা বাগান আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দিন-দিন সমস্যা বাড়ছে চা বাগানের। এরপরও বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আসছেন। কিন্তু, এখন পরিস্থিতি খারাপ। তাই বাগান বন্ধ করে দিতে বাধ্য হলেন তারা। বাগান বন্ধের নোটিশ পেয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা জলপাইগুড়ির ডিএলসি অফিসে যান। সেখানে গিয়ে তাঁদের দাবিদাওয়ার বিষয়টি জানান। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে পুজোর বোনাসের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখান চা বাগানের শ্রমিকরা। ২০ শতাংশ বোনাসের দাবি জানাতে থাকেন তাঁরা। এরপর থেকে একের পর এক চা বাগান বন্ধের খবর উঠে আসে। তবে, এক্ষেত্রে আর্থিক অনটনক দায়ী করে বাগান বন্ধ করার কথা ঘোষণা করেছে।

    শ্রমিকদের কী বক্তব্য?

    শ্রমিকদের বক্তব্য, পুজোর মুখে এভাবে বাগান (Tea Garden)বন্ধ করা ঠিক হয়নি। আমাদের কোনও কিছু না জানিয়ে আচমকা নোটিস দিয়ে বাগান বন্ধ করে দেওয়ায় আমরা পরিবার নিয়ে কোথায় যাব? কারণ, চতুর্থদিন থেকে সকলেই পুজোর আনন্দে মেতে ছিল। এরমধ্যে এভাবে শ্রমিকদের পেটে লাথি মেরে বাগান বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। আমাদের দাবি, অবিলম্বে চা বাগান খুলে সকলের কাজ ফিরিয়ে দিতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share