Tag: Bengali news

Bengali news

  • Udayan Guha: “এখন চাকরির সঙ্কট চলছে” মন্ত্রী উদয়ন গুহের মন্তব্যে তীব্র চাপে শাসক দল

    Udayan Guha: “এখন চাকরির সঙ্কট চলছে” মন্ত্রী উদয়ন গুহের মন্তব্যে তীব্র চাপে শাসক দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের তৃণমূলের মন্ত্রীর মন্তব্যে অস্বস্তিতে শাসক দল। গত শনিবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) বলেন, “রাজ্যে প্রতারকদের ব্যাপক দৌরাত্ম্য চলছে, জেলায় জেলায় বেকার যুবক-যুবতীদের টাকা আত্মসাত করছে প্রতারকরা।” এই মন্তব্যে রাজ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। রাজ্যে কর্মসংস্থান নিয়ে বিরোধীরা বারবার শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন। সেই সঙ্গে চাকরি দেওয়ার নাম করে গ্রুপ ডি, এসএসসি, টেট, পুরসভা ইত্যাদি নিয়োগে দুর্নীতির অভিযোগে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়কের নাম এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। এই অবস্থায় রাজ্যের মন্ত্রী চাকরি নেই, চাকরির প্রলোভন, প্রতারণা ইত্যাদি মন্তব্য করে শাসক দলকেই ফের কাঠগড়ায় তুললেন বলে মনে করছেন বিরোধীরা।

    কী বললেন মন্ত্রী (Udayan Guha)?

    উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) বলেন, “উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বেকার যুবক-যুবতীরদের টাকা আত্মসাত করা হচ্ছে। রাজ্যে চাকরির সঙ্কট চলছে। অনেকেই অভাবের কারণে প্রলোভনে পা দিচ্ছেন। আমরা সরকারের তরফ থেকে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। বিভিন্ন সমাবেশে আমরা বারবার বলি প্রলোভনে পা দেবেন না। যাঁরা টাকা দেন তাঁরা খারাপ আর যাঁরা টাকা নিচ্ছেন তাঁরাও ভীষণ খারাপ। তবে যাঁরা টাকা দিয়েছেন তাঁরা বোকামি করছেন।” মন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট যে রাজ্যের চাকরির সুযোগ অনেক কম।

    রাজ্যে চাকরির সুযোগ কম

    রাজ্যে যে চাকরির সুযোগ নেই, একথা জানিয়ে বার বার কলকাতায় বেকারদের বিক্ষোভ কর্মসূচি হতে দেখা গেছে। রাজ্যের বিধানসভায় বিরোধীরা সরকার পক্ষকে দ্রুত শূন্যপদ পূরণের দাবি জানিয়েছেন। কখনও কখনও ওয়াক ওভার, আবার রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিরোধীরা। অপর দিকে দ্রুত স্কুলে শিক্ষকের শূন্যপদ পূরণ করতে শাসক দলের বিরুদ্ধে কালীঘাট থেকে বিকাশ ভবন সর্বত্র আন্দোলন হচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সহ একাধিক তৃণমূল বিধায়কের। আর এদিন তৃণমূলের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর (Udayan Guha) মন্তব্যে সরকারের ব্যর্থতার কথাই আরও একবার স্পষ্ট হয়।

    উত্তরবঙ্গে প্রতারকদের চক্র

    মন্ত্রীর (Udayan Guha) মন্তব্যের পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এলাকায় চাকরি দেওয়ার নাম করে বেশ কিছু বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই কোম্পানিগুলি সম্প্রতি বলে যে ১৮ হাজার টাকার বিনিময়ে কম্পিউটার শিখিয়ে চাকরি দেওয়া হবে। কিন্তু টাকা দিলেও অনেকেই চাকরি থেকে বঞ্চিত হন। এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে। ফলে চাকরির সুযোগ কম এবং দুর্নীতি প্রসঙ্গে ব্যাপক সরগরম রাজ্য রাজনীতি।     

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: বাংলার শিক্ষা ব্যবস্থার এ কী হাল! ‘১০০ টাকায়’ গেস্ট লেকচারার নিয়োগ করছে কলেজ

    Dakshin Dinajpur: বাংলার শিক্ষা ব্যবস্থার এ কী হাল! ‘১০০ টাকায়’ গেস্ট লেকচারার নিয়োগ করছে কলেজ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ। আর সেই কলেজে অতিথি শিক্ষকের ক্লাস পিছু পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন নাথালিয়ান মুর্মু কলেজে। কলেজ কর্তৃপক্ষ অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অতিথি শিক্ষকের বেতন ১০০ টাকা প্রতি ক্লাস! সপ্তাহে সর্বোচ্চ ১৫টি ক্লাস করা যাবে। দেওয়া হবে না যাতায়াত ও বাড়তি কোনও খরচ। নিয়োগের বিজ্ঞপ্তিতেই একথার স্পষ্ট উল্লেখ রয়েছে। এনিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। বাংলার শিক্ষা ব্যবস্থার কী হাল, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

    কলেজে কতজন গেস্ট লেকচারার নিয়োগ করা হবে?

    ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর তপনে এই কলেজ স্থাপিত হয়। ছাত্রছাত্রীর সংখ্যা-১৮০০ জন। এ বছরও ৫৮০ জন পড়ুয়া ভর্তি হয়েছেন এ কলেজে। সরকারি সাহায্যপ্রাপ্ত এই কলেজে যত সংখ্যক পূর্ণ সময়ের অধ্যাপক আছেন তা যথেষ্ট নয়। তাই গেস্ট লেকচারার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ৬ জন অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। ২ জন বাংলা, ২ জন এডুকেশন, ১ জন রাষ্ট্রবিজ্ঞান ও ১ জন দর্শনের অতিথি অধ্যাপক নিয়োগ হবে। আগামী ২০ তারিখ ইন্টারভিউ। তার আগেই এই বিতর্ক দানা বেধেছে। বালুরঘাটের নেট পাশ যুবক অসীম বর্মন এ বিজ্ঞপ্তি প্রসঙ্গে বলেন, ‘একজন শিক্ষকের মাইনে ক্লাস প্রতি ১০০ টাকা? আবার বলছেন ১৫টির বেশি ক্লাস দেবেন না। সে হিসাবে মাসে তো ৭ হাজার টাকা হচ্ছে। এখন মনে হচ্ছে পড়াশোনার কোনও দামই নেই।’

    কলেজ কর্তৃপক্ষের কী বক্তব্য?

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রণয় নারাজিনারি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে, কলেজ পরিচালন কমিটির সভাপতি অমলকুমার রায়ের বক্তব্য, কলেজে অধ্যাপকের সংখ্যা খুবই কম। অথচ ক্লাসের চাপ বাড়ছে। তাই গেস্ট টিচার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদের জন্য ক্লাস প্রতি ১০০ টাকা খুবই কম মানছেন তিনি। তবে, একইসঙ্গে তিনি বলেন, আমাদের কিছু করার নেই। আমাদের ফান্ড থেকে এই বেতন দিতে হবে। আমাদের কলেজের অত সামর্থ্য নেই। বাধ্য হয়েই এই পারিশ্রমিক দিতে হচ্ছে।

    কী বললেন তৃণমূলের জেলা সভাপতি?

    তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, কলেজে ছাত্র সংখ্যা বাড়ছে। কিন্তু শিক্ষকের অভাব থাকায় কলেজের পরিচালন সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই বেকার রয়েছেন যাঁরা স্কুল বা কলেজে পড়াতে ইচ্ছুক। তাঁরা এখানে শিক্ষকতা করতে পারবেন। তারজন্য সামান্য কিছু সাম্মানিক দেওয়া হচ্ছে। আমার মনে হয়, এক্ষেত্রে অনেকেরই উপকার হবে। অনেকেই তো বিনা পয়সায় নানা জায়গায় পড়ান। সেক্ষেত্রে কলেজের যা সামর্থ্য, তাই দিচ্ছে। এতে বিতর্ক হওয়ার কিছু নেই।

    কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?

    এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কলেজ কর্তৃপক্ষ গেস্ট লেকচারার নিয়োগ করছে। তাকে ১০০ দিনের কাজের চেয়ে কম টাকা দেওয়া হচ্ছে, এর থেকে লজ্জার কি আছে? মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এসব দেখতে পাননা। তারা বিদেশে হারমোনিয়াম বাজাচ্ছেন। বাংলার শিক্ষা ব্যবস্থার কী হাল, এটাতেই স্পষ্ট।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pm Narendra Modi: ‘‘দেশের বিশ্বকর্মাদের খুঁজে বের করে, সাহায্য করতে হবে,’’ বললেন প্রধানমন্ত্রী

    Pm Narendra Modi: ‘‘দেশের বিশ্বকর্মাদের খুঁজে বের করে, সাহায্য করতে হবে,’’ বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ৭৪ বছরে পা রেখেছেন প্রধানমন্ত্রী (Pm Narendra Modi)। এদিন তাঁর জন্মদিন উপলক্ষ্য সেবা কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। নিজের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার’ যার পোশাকি নাম দেওয়া হয়েছে যশোভূমি। পাশাপাশি আজ বিশ্বকর্মা পুজোর দিন চালু করলেন ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’ প্রকল্প। প্রসঙ্গত, বিশ্বকর্মা যোজনা প্রকল্পের মাধ্যমে দেশ জুড়ে প্রথাগত শিল্পীরা স্বল্প সুদে ঢালাও ঋণ পাবেন। এদিন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন দিল্লি এয়ারপোর্ট মেট্রোর যা কিনা দ্বারকার যশোভূমি পর্যন্ত সংযুক্ত হয়েছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেট্রোতে সফরও করেন। তাঁকে বাচ্চাদের চকোলেট দিতে দেখা যায়। মেট্রোর যাত্রীরা তাঁর সঙ্গে সেলফিও তোলেন।

    কী বললেন প্রধানমন্ত্রী (Pm Narendra Modi)

    বিশ্বকর্মা প্রকল্প চালুর পরে প্রধানমন্ত্রী (Pm Narendra Modi) বলেন, ‘‘দেশের বিশ্বকর্মাদের খুঁজে বের করে, সাহায্য করতে হবে।’’ প্রধানমন্ত্রীর আরও সংযোজন, ‘‘আগে স্থানীয়দের কণ্ঠস্বর হতে হবে, তারপর বিশ্বভাবনা (First Be Vocal For Local, Then Go Global)।’’ প্রসঙ্গত, বিশ্বকর্মা যোজনা যে চালু হতে চলেছে, তার ঘোষণা প্রধানমন্ত্রী করেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই। মোট ১৩ হাজার কোটি টাকার এই প্রকল্পে দেশের প্রথাগত শিল্পীরা অনেকটাই লাভবান হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার যশোভূমি প্রদর্শনী, সম্মেলনের কাজে ব্যবহার করা যাবে। যশোভূমি সেন্টার তৈরিতে মোট খরচ হয়েছে ৫ হাজার ৪০০ কোটি টাকা। ১১ হাজার মানুষ এখানে বসে যে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গিয়েছে।

    স্থানীয় শিল্পীদের কাছে কেনাকাটার অনুরোধ প্রধানমন্ত্রীর (Pm Narendra Modi)

    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) এদিন বিভিন্ন প্রথাগত শিল্পীদের সঙ্গেও কথা বলেন। পুষ্পার্ঘ নিবেদন করেন বিশ্বকর্মার প্রতিকৃতিতে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনে বাণিজ্যিকভাবে চ্রেন চলা শুরু হয়েছে বিকাল ৩ টে থেকে। বিশ্বকর্মা পুজো থেকেই উৎসবের মরসুম শুরু গেল। পরপর চলতে থাকবে গণেশ চতুর্থী, দুর্গা পুজো বা নবরাত্রি, দীপাবলি ইত্যাদি। এই সময়ে স্থানীয় শিল্পীদের কাছে কেনাকাটা করতে দেশের মানুষের কাছে আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jagannath Temple: বিকেল পর্যন্ত অভুক্ত রইলেন প্রভু জগন্নাথদেব! পুরীর মন্দিরে কেন এমন ঘটল?

    Jagannath Temple: বিকেল পর্যন্ত অভুক্ত রইলেন প্রভু জগন্নাথদেব! পুরীর মন্দিরে কেন এমন ঘটল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেলা গড়িয়ে দুপুর থেকে বিকেল হলেও অভুক্ত রইলেন পুরীর ভগবান জগন্নাথদেব (Jagannath Temple )। এই ঘটনায় জগন্নাথ ভক্তদের মধ্যে তীব্র শোরগোল। কীভাবে ঘটল এই ঘটনা! কেন প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করা হল না? এই প্রশ্নই বার বার উঠছে ভক্তদের মধ্যে।

    কীভাবে ঘটল ঘটনা?

    সূত্রে জানা গেছে, নিষিদ্ধ এক সেবায়েত জোর করে মন্দিরে (Jagannath Temple) ঢুকে পড়লে এই বিপত্তি ঘটে। মন্দিরে যে সেবায়েতের প্রবেশাধিকার নেই, তিনি ঢুকে পড়লে মন্দিরের ভিতরে শুরু হয় ধস্তাধস্তি। আর এই গোলমালের ঘটনায় প্রভু জগন্নাথকে মধ্যাহ্ন ভোগ নিবেদন বাধাপ্রাপ্ত হয়। দেওয়া হয়নি প্রভুর জন্য নৈবেদ্য। ফলে অনেকটা সময় না খেয়ে থাকতে হয় প্রভু জগন্নাথকে।

    দৈনিক ভোগ নিবেদনের সময়সূচি হিসাবে জানা গেছে, প্রভু জগন্নাথকে সকাল সাড়ে ৮ টা নাগাদ প্রাতঃরাশ দেওয়া হয়। সেই সঙ্গে প্রভু বলরাম এবং মা শুভদ্রাকেও তা নিবেদন করা হয়। কিন্তু গত শুক্রবার দুপুর হয়ে বিকাল ৫ টা বেজে গেলেও দেওয়া হল না ভোগ।

    মন্দিরের সেবায়েতের বক্তব্য

    মন্দিরের (Jagannath Temple) সেবায়েত দেবব্রত মাহাপাত্র বলেন, ২০১৭ সালে অন্য জাতির মহিলাকে বিয়ে করার জন্য মন্দির কমিটি এক সেবায়েতকে (সিংহরি) নিষিদ্ধ ঘোষণা করে। মন্দিরের ভিতরে যে কোনও রকম পূজা-আচার এবং রীতি পালন করতে পারবেন না এই নিষিদ্ধ সেবায়ত। মন্দির কমিটি জারি করে তাঁর উপর নিষেধাজ্ঞা। কিন্তু গত শুক্রবার জোর করে সিংহরি সেবায়েত মন্দিরে ঢুকে পড়েন। আর এই ঘটনায় মন্দির কক্ষে ব্যাপক উত্তেজনা শুরু হয়। ফলে পূজা-অর্চনার কাজে ব্যাপক প্রভাব পড়ে। সাময়িক ভাবে সব কিছু বন্ধ হয়ে যায়। ফলে ভগবান জগন্নাথকে বেশ সময় অভুক্ত থাকতে হয়।

    অবশেষে কখন করলেন প্রাতঃরাশ

    মন্দিরের (Jagannath Temple) মধ্যে অবশেষে সমস্যা মিটলে আনুমানিক দুপুর ২ বেজে ২০ মিনিটে মন্দিরের গর্ভগৃহ পরিষ্কার করা হয়। এরপর বিকেল সাড়ে ৫ টায় জগন্নাথদেব প্রাতঃরাশ নৈবেদ্য অর্পণ করা হয়।

    নিষিদ্ধ সেবায়েতের বক্তব্য

    নিষিদ্ধ সেবায়েত বলেন, “আমি নির্দোষ, ২০২২ সালেও আমি এই মন্দিরে (Jagannath Temple) প্রবেশ করেছিলাম। জগন্নাথ ধামের বিশেষ কর্তব্য পালন করি আমি। কিন্তু মন্দিরে প্রবেশ করতে গেলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসা হয়।”

    পরিস্থিতি সামাল দিতে, শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিকরা মধ্যস্থতা করেন জগন্নাথ মন্দিরের সেবায়েতদের সংগঠনের সঙ্গে। এরপর বৈঠক করে সমস্যার সমাধান করা হয় বলে জানা গেছে।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: চেম্বারে অসুস্থ যুবতীকে শ্লীলতাহানি, অভিযুক্ত চিকিৎসক তৃণমূল নেতা

    North 24 Parganas: চেম্বারে অসুস্থ যুবতীকে শ্লীলতাহানি, অভিযুক্ত চিকিৎসক তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: অসুস্থ যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁর গাইঘাটা এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতার নাম সুব্রত সরকার। তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ছিলেন। ইতিমধ্যেই ওই নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (North 24 Parganas)  

    শনিবার সন্ধ্যায় জ্বরে আক্রান্ত এক যুবতী তাঁকে চেম্বারে দেখাতে যান। অভিযোগ, সেখানে ওই যুবতীর অসুস্থতার সুযোগ নিয়ে তাঁকে শ্লীলতাহানি করেন তৃণমূল নেতা তথা এলাকার হাতুড়ে চিকিৎসক। ওই যুবতী কোনওরকমে তাঁর চেম্বার থেকে ছুটে পালিয়ে যান। বাড়িতে এসে সকলকে তৃণমূল নেতার কুকীর্তির কথা তুলে ধরে। বিষয়টি জানাজানি হতেই স্বভাবতই এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শনিবার রাতেই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা যুবতী। খবর পেয়ে সুব্রত সরকারের চেম্বারের সামনে ভিড় করে গ্রামের লোকেরা। তাঁর শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ দেখান।

    কী বললেন  নির্যাতিতা?

    নির্যাতিতা যুবতীর অভিযোগ, কয়েকদিন ধরে মাঝে মধ্যে জ্বর আসছিল। সন্ধেয় ওই চিকিৎসকের কাছে আমি গিয়েছিলাম। সেই সময় চেম্বারে কেউ ছিল না। দেখানোর পর আমি টাকা দিতে যাই। তিনি টাকা না নিয়ে আমার সঙ্গে অভব্য আচরণ করেন। বাধা দিতে গেলে জোর করে আমার হাত ধরে নিজের দিকে টানার চেষ্টা করেন। কোনওভাবে বেরিয়ে এসে বাড়িতে সমস্ত ঘটনা জানাই।

    যুবতীর পরিবার ও প্রতিবেশীদের কী বক্তব্য?

    যুবতীর পরিবার ও প্রতিবেশীদের বক্তব্য, ‘অভিযুক্ত সুব্রত সরকার এর আগেও এমন বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন। অর্থের জোরে ক্ষমতা জোরে ঘটনাগুলো ধামাচাপা দিয়েছে। এবার তাঁর শাস্তি চাই। নাহলে আরও অনেকের তিনি এভাবে সর্বনাশ করবেন।’

    কী বললেন অভিযুক্ত চিকিৎসকের পরিবারের লোকজন?

    এদিকে অভিযুক্তের পরিবারের লোকজনের বক্তব্য, তৃণমূল নেতা বলেই তাকে ফাঁসানো হচ্ছে। এইসব ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। তাঁকে বদনাম করার জন্য এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

    এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। স্থানীয় বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ওই অভিযুক্ত এলাকায় দাপুটে তৃণমূলে নেতা হিসেবেই পরিচিত। এটাই তৃণমূলের সংস্কৃতি। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে বনগাঁর এক তৃণমূল নেতা বলেন, কারও বিরুদ্ধে শ্লীলতাহানি করার অভিযোগ উঠলে, পুলিশ তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আইন আইনের পথে চলবে। দল এই ধরনের কাজকে সমর্থন করে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Ranna Puja: ‘ভাদ্র মাসে রেঁধে আশ্বিনে খাওয়া’, কী এই রান্না পুজো? কোন দেবীর পুজো করা হয়?

    Ranna Puja: ‘ভাদ্র মাসে রেঁধে আশ্বিনে খাওয়া’, কী এই রান্না পুজো? কোন দেবীর পুজো করা হয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই ১৩ পার্বণের অন্যতম পার্বণ হল অরন্ধন উৎসব। দুর্গাপুজোর মরশুম শুরু হওয়ার আগে বাঙালির শেষ উৎসব এটিই। এই উৎসবকে একটি বিশেষ নামে সম্বোধন করা হয়, যেটি ‘ভাদ্র মাসে রেঁধে আশ্বিনে খাওয়া’ নামে পরিচিত। এই উৎসবে বিশেষত দেবী মনসার পুজো করা হয়। ঠিক বিশ্বকর্মা পুজোর আগের দিন সারা রাত জেগে চলে রান্নাবান্না (Ranna Puja)।

    কী এই অরন্ধন বা রান্নাপুজো?

    বাঙালির দুর্গাপূজোর মরশুম শুরু হওয়ার আগে এই রান্না পুজোই (Ranna Puja) শেষ উৎসব। এটি হয়ে থাকে সাধারণত বিশ্বকর্মা পুজোর আগের রাতের অমাবস্যার দিনে। এই দিন সারা রাত জেগে গৃহস্থ বাড়িতে রান্নাবান্না করে এই পার্বণ পালন করা হয়। আর এই রান্না পুজোর পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোয় বাসি খাবার খাওয়ার রীতি চলে আসছে বহু বছর ধরে। এই পার্বণে সাধারণত আমিষ ও নিরামিষ উভয় পদই রান্না করা হয়। আমিষ রান্নার মধ্যে থাকে ইলিশ ও চিংড়ি মাছ। এছাড়াও আরও অন্যান্য মাছ রান্না করা হয়। আর অপরদিকে নিরামিষ পদে নানা রকম ভাজা, ডাল, নারকেল দিয়ে কচু শাক, পান্তা ভাত, চাটনি, তালের বড়া, মালপোয়া ইত্যাদি রান্না করা হয়।

    বছরে দু’বার পালন হয় এই অরন্ধন উৎসব (Ranna Puja)

    শুধু বিশ্বকর্মা পুজোর আগের দিনই নয়, সরস্বতী পুজোর পরের দিনও এই উৎসব (Ranna Puja) পালিত হয়, যেটি শীতল ষষ্ঠী নামে পরিচিত। এই দিন অনেক বাড়িতে গোটা ও সিদ্ধ খাওয়ার রীতি চলে আসছে, এই দিনেও বাসি খাবার খাওয়ার চল আছে।

    কীভাবে ও সাধারণত কেন এই পুজো (Ranna Puja) করা হয়?

    এই উৎসব শহরাঞ্চলে অনেকটা বিলুপ্ত হলেও গ্রামাঞ্চলে এখনও পর্যন্ত প্রত্যেক বাড়িতে হয়ে থাকে। এই দিন অনেকের বাড়িতে পঞ্চ সাপের ফণা যুক্ত মনসা প্রতিমা পুজো করা হয়। এর সাথে ফনিমনসা গাছের ডালও পুজো করা হয়ে থাকে। প্রাচীনকালের এক উৎসব যা শস্য উৎসব নামে পরিচিতি, এই উৎসবেরও কিছুটা স্মৃতি বহন করে এই অরন্ধন পার্বণ। বিশেষত গ্রামাঞ্চলে বর্ষাকালে প্রচণ্ড সাপের উপদ্রব বাড়ে। তাই এই সমস্যা থেকে সবাইকে রক্ষা করার উদ্দেশ্যে দেবী মনসার পুজো করা হয় ঠিক ভাদ্র মসের শেষ দিন। আর এই মনসা দেবীর প্রতীক হিসেবে সিঁদুর ও তেল দিয়ে রান্নাঘর ও উনুনকে পুজো (Ranna Puja) করা হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Biometric Fraud: আঙুলের ছাপ নকল করে ব্যাঙ্ক থেকে টাকা চুরি! ফের প্রতারণার শিকার অভিনেত্রী

    Biometric Fraud: আঙুলের ছাপ নকল করে ব্যাঙ্ক থেকে টাকা চুরি! ফের প্রতারণার শিকার অভিনেত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আধারে বায়োমেট্রিক জালিয়াতির (Biometric Fraud) শিকার এবার টলিউড মডেল অভিনেত্রী। রাজ্যে গত কয়েক দিনের মধ্যে রায়গঞ্জ, মুর্শিদাবাদের গ্রাহকরাও আধারের আঙুল ছাপ নকল করে টাকা চুরির ঘটনার শিকার হয়েছেন। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কতটা সুরক্ষিত! এই নিয়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, যাঁরা এই প্রতারণার শিকার হচ্ছেন, তাঁরা প্রত্যেকেই প্রায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক। উল্লেখ্য প্রতারকরা গ্রাহকের মোবাইলে ওটিপি ছাড়াই টাকা চুরি করছে বলে জানা গেছে। এই ঘটনায় গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ।

    কোন অভিনেত্রী প্রতারণার শিকার হলেন (Biometric Fraud)?

    ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধারের নকল আঙুলের ছাপে টাকা জালিয়াতির (Biometric Fraud) শিকার হয়েছেন অভিনেত্রী তথা মডেল মৌসুমী সান্যাল দাশগুপ্ত। তিনি বাঁশদ্রোণী এলাকায় থাকেন। তিনি বলেন, “গত ৬ সেপ্টেম্বর আমার মোবাইলে একটি মেসেজ আসে। এটি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার মেসেজ ছিল। যদিও টাকা তোলার জন্য মোবাইলে কোনও ওটিপি আসেনি। এরপর ব্যাপারটা বুঝলাম, আমার আঙুলের ছাপ নকল করে টাকা তুলে নিয়েছে কোনও প্রতারক।” আরও জানা গেছে, তাঁর অ্যাকাউন্ট ছিল একটি বেসরকারি ব্যাঙ্কে। মোট ১০০০০ টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি। কিন্তু আধারের আঙুলের ছাপ কতটা সুরক্ষিত! এই কথা বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই প্রতারণার কথা বাঁশদ্রোণী থানায় জানিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি।

    একই রকমভাবে আঙুলের ছাপ নকল করে রায়গঞ্জের এক স্কুল শিক্ষকের ব্যাঙ্ক থেকে টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। তিনি অবশ্য অনলাইনে লেনদেন করার সময় এই বিপত্তি ঘটে। অপর দিকে কান্দিতেও এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল।

    কীভাবে হয় জালিয়াতি?

    এই ধরনের প্রতারণায় আধার এনাবেলড পেমেণ্ট সিস্টেমকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। কেউ যদি টাকা তুলতে চান, আর তাঁর কাছে যদি এটিএম কার্ড না থাকে, তাহলে নির্ধারিত কেন্দ্র থেকে টাকা তুলতে পারবেন। তবে এই ক্ষেত্রে শুধুমাত্র গ্রাহকের আঙুলের ছাপের প্রয়োজন হবে। আর আঙুল ছাপের জালিয়াতির মাধ্যমে (Biometric Fraud) প্রতারকরা টাকা চুরি করছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।  

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে তাঁর দূরদর্শিতার প্রশংসা রাষ্ট্রপতির মুখে

    Narendra Modi: প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে তাঁর দূরদর্শিতার প্রশংসা রাষ্ট্রপতির মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই ৭৪ বছরে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। বিজেপি তরফ থেকে ঘোষণা করা হয়েছে ‘সেবাপক্ষ’-এর, যা চলবে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত। এই সময়ের মধ্যে সারা দেশে নানা সেবামূলক কাজ করবে গেরুয়া শিবির। অন্যদিকে প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমেত কেন্দ্রীয় মন্ত্রীরাও। প্রসঙ্গত, রবিবার তাঁর জন্মদিনে নানা রকম অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। এদিনই পিএম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা শুরু করবেন তিনি। এই প্রকল্পে দেশের চিরাচরিত শিল্পীরা পাবেন টুল কিটস কেনার জন্য ১৫০০০ টাকা এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ।

    রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তা 

    এদিন রাষ্ট্রপতির অফিশিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘‘ভারতের প্রধানমন্ত্রীকে (Narendra Modi) জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাঁর দূরদৃষ্টি এবং সুদৃঢ় নেতৃত্বে ভারত উন্নয়নের নতুন উচ্চতা ছোঁবে।’’

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নতুন ভারতের স্থপতি আখ্যা দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। অমিত শাহ লেখেন, ‘‘মোদিজির মধ্যে নেতৃত্ব, সংবেদনশীলতা এবং কঠিন পরিশ্রমের সহাবস্থান দেখা যায়।’’

    বিজেপির সর্বভারতীয় সভাপতির শুভেচ্ছাবার্তা

    প্রধানমন্ত্রীকে (Narendra Modi) শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লেখেন, ‘‘বিশ্বের সর্বাধিক জনপ্রিয় জননেতা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ভারতের সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা এবং সর্বাঙ্গীণ বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য।’’

    প্রতিরক্ষামন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    প্রধানমন্ত্রীকে নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি লেখেন, ‘‘ভারতের যশস্বী এবং কর্মযোগী প্রধানমন্ত্রীকে (Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর নেতৃত্বে ভারত নতুন পরিচয় তৈরি করতে পেরেছে বিশ্বব্যাপী।’’

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘মা ভারতীর সুযোগ্য সন্তানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Barrackpore: জেল থেকে ফোনেই চলছে তোলাবাজি! আতঙ্কে ব্যবসায়ীরা, কী করছে পুলিশ?

    Barrackpore: জেল থেকে ফোনেই চলছে তোলাবাজি! আতঙ্কে ব্যবসায়ীরা, কী করছে পুলিশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলে বসেই বারাকপুর (Barrackpore)  শিল্পাঞ্চলে অবাধে তোলাবাজি চালায় বিচারাধীন বন্দিরা। পুজোর আগে এইসব দাগি বিচারাধীন বন্দিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন বারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা। জেল কর্তৃপক্ষকে লিখিতভাবে এই বিষয়ে অবগত করা হয়েছে। জেলে থাকা বন্দিদের হাতে মোবাইল যাতে কোনওভাবেই না পৌঁছায় তা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    জেলে বসেই বারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চলে তোলাবাজি! কী বললেন ব্যবসায়ীরা?

    কয়েক মাস আগেই বারাকপুর (Barrackpore) শহরের এক নামী বিরিয়ানি প্রস্তুতকারক সংস্থার মালিককে স্করপিও গাড়ি চেয়েছিল এক দাগি বন্দি। জেলে বসেই বিচারাধীন বন্দি সেই টাকা চেয়েছিল। বিরিয়ানির মালিক থানায় অভিযোগ করেছিলেন। পুলিশ মোবাইল ট্র্যাক করে জানতে পারে জেলখানা থেকেই এই ফোন এসেছে। এর পাশাপাশি বারাকপুর-বারাসাত রোডের উপরে আরও এক বিরিয়ানির মালিকের কাছে মোটা টাকা চায় এক বিচারাধীন বন্দি। বিরিয়ানি মালিক টাকা দিতে অস্বীকার করলে তাঁকে হুমকি দেয় ওই বন্দি। হুমকি দেওয়ার দু’দিনের মধ্যেই বিরিয়ানির দোকানে হামলা চালায় দুষ্কৃতীরা। দোকান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিও ছোঁড়া হয় বলে অভিযোগ। এছাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে বড় ব্যবসায়ী, প্রোমোটারের কাছ থেকেও তোলা দাবি করে এই সব দাগি অপরাধীরা। জেলে থেকেই চলে তোলাবাজির কারবার। ব্যবসায়ীদের বক্তব্য, জেলের ভিতরে বন্দিদের হাতে কী করে মোবাইল যায়? এর পিছনে জেল কর্তৃপক্ষের একাংশে হাত রয়েছে। জেলে বসেই বন্দিরা ব্যারাকপুর শিল্পাঞ্চলের অপরাধ জগৎ সামলাচ্ছে। পুলিশ প্রশাসন কড়া না হলে এই ধরনের ঘটনা আরও বাড়বে। এই অঞ্চলে ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবে না। জানা গিয়েছে, বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় বারাকপুর মহকুমা সংশোধনাগার ছাড়াও দমদম জেল রয়েছে। মূলত এই দুটি জেল থেকেই দাগি বিচারাধীন বন্দিরা ফোন করে তোলাবাজি চালায়। এই দুই জেল কর্তৃপক্ষকে দাগি অপরাধীদের উপর নজরদারি চালানোর জন্য বলা হয়েছে।

    কী বললেন পুলিশ কমিশনারেটের এক আধিকারিক?

    বারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, পুজোর আগে  জেল থেকে দাগি বিচারাধীন বন্দিরা তোলাবাজি করতে না পারে এই বিষয়ে জেল কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। এই ধরনের কারবারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করতে বলা হয়েছে। তাদের হাতে কোনও ভাবেই যাতে মোবাইল না যায়  তার নজরদারি করতে বলা হয়েছে। জেলে বসে কিভাবে তারা বাইরের। দুষ্কৃতীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সেই বিষয়টিও খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indi Block: ‘ইন্ডি’ জোটে অনৈক্য! বাতিল হল প্রথম জনসমাবেশ, কটাক্ষ বিজেপির

    Indi Block: ‘ইন্ডি’ জোটে অনৈক্য! বাতিল হল প্রথম জনসমাবেশ, কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: জাঁকজমকপূর্ণভাবে প্রথম জনসমাবেশের দিনক্ষণ ঘোষণা আগেই হয়েছিল। পরস্পর বিরোধী নেতারা মঞ্চে বসে ঐক্য দেখানোর চেষ্টা করলেও ‘ইন্ডি’ জোটের (Indi Block) নেতাদের অনৈক্যের ছবি ষ্পষ্ট হয়ে উঠল জনসমাবেশ বাতিল হতেই। প্রসঙ্গত, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাড়িতে ‘ইন্ডি’ জোটের প্রথম বৈঠকে স্থির হয়েছিল ভোপালের সভার কথা। অক্টোবরের প্রথম সপ্তাহে বিরোধী নেতা-নেত্রীরা নাকি জনসভা করবেন ভোপালে! সে পরিকল্পনা ভেস্তে গেল শনিবারই। কংগ্রেস নেতা কমল নাথ এই জনসমাবেশ বাতিলের কথা ঘোষণা করেন। তবে পরবর্তী জনসমাবেশ কোথা হবে! আদৌ হবে কিনা! তা নিয়ে কিছু জানাতে পারেননি জোট নেতৃত্ব। বিরোধী জোটের জনসমাবেশ বাতিল হতে কটাক্ষ করেছে বিজেপি শিবির।

    কী বলছে বিজেপি?

    মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এনিয়ে বলেন, ‘‘সনাতন ধর্মকে যারা অবমাননা করেছেন, তাঁদের জনসমাবেশ বাতিল হবে এটাই তো স্বাভাবিক। মধ্য প্রদেশের মানুষ সনাতন ধর্মের এই অপমান মেনে নেবে না। আমাদের বিশ্বাসে আঘাত এনেছে ওরা। এই আঘাত সহ্য করা হবে না। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ফলে এই জনসমাবেশ বাতিল করতে বাধ্য হয়েছে তারা। মানুষ এই ব়্যালি হতে দেবে না।’’ কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে শিবরাজ সিং চৌহান আরও বলেন, ‘‘গ্র্যান্ড ওল্ড পার্টিতে বড্ড গন্ডগোল। পোস্টারে কার ছবি থাকবে আর কার থাকবে না, তা নিয়েও ওদের মধ্যে ঝামেলা। ওরা যখন এইসবে মগ্ন (Indi Block) তখন বিজেপি প্রচারে জোর বাড়িয়ে ফেলেছে।’’

    বিরোধীদের (Indi Block) অনৈক্যর ছবি ষ্পষ্ট

    ওয়াকিবহাল মহল অবশ্য মনে করছে যে বিরোধীরা ইস্যুভিত্তিক ঐক্যবদ্ধ না হতে পারার কারণেই তাদেরকে জনসমাবেশ বাতিল ঘোষণা করতে হল। সামনেই বিধানসভা ভোট রয়েছে মধ্যপ্রদেশে। তার আগেই বিরোধী জোটের এই সমাবেশ বাতিল হল। বিজেপি কটাক্ষ করে বলছে, যাঁরা একসঙ্গে একটা জনসমাবেশ করতে পারছেন না, তাঁরা একসঙ্গে দেশ চালানোর স্বপ্ন কীভাবে দেখছেন! প্রসঙ্গত বিরোধী জোট (Indi Block) নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন শুরু হয়েছে! যে এই জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? আসন সমঝোতা কীভাবে হবে? ইত্যাদি নানা প্রশ্নের মাঝে বাতিল হল জনসমাবেশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share