Tag: Bengali news

Bengali news

  • Dilip Ghosh: ‘‘ভারতে কোনও ইন্ডিয়া থাকবে না, পছন্দ না হলে দেশের বাইরে যাবেন’’, হুঁশিয়ারি দিলীপের

    Dilip Ghosh: ‘‘ভারতে কোনও ইন্ডিয়া থাকবে না, পছন্দ না হলে দেশের বাইরে যাবেন’’, হুঁশিয়ারি দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি ক্ষমতায় এলে সব উপড়ে ফেলবে। রাস্তাঘাটে কোনও গোলামির চিহ্ন রাখা যাবে না। কলকাতার রাস্তায় এখনও কিছু ব্রিটিশদের মূর্তি রয়েছে। সবই সরিয়ে দেওয়া হবে। দেশের নাম বদলে ইন্ডিয়া থেকে ভারত করা প্রসঙ্গে বলতে গিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, দেশকে যারা পরাধীন করে রেখেছিল, তাদের কোনও চিহ্ন দেশে থাকবে না। আর তাই ভারতে কোনও ইন্ডিয়া থাকবে না। ভারতে ভারত থাকবে। আর যাঁদের তা পছন্দ হবে না, তাঁরা ভারতের বাইরে যাবেন।

    বামেদের নিয়ে কী বললেন বিজেপি সাংসদ? (Dilip Ghosh)

    এদিন বামেদের একহাত নিয়ে দিলীপ (Dilip Ghosh) বলেন, সিপিএমের লোকেদের খুব কষ্ট, যাঁরা চিরদিন বিদেশের তাঁবেদারি করেছেন। চামচাগিরি করতে গিয়ে বলছেন চিন আমার বাপ। বিভিন্ন শহরের নাম পালটেছে, বিদেশিরা বলতে পারত না বলে। সব পালটে দেব আমরা। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখার। ইন্ডিয়া পালটে ভারত হবে । যার পছন্দ হবে না সে বাইরে যাবে। খড়্গপুর শহরের ডিভিসি মার্কেটে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে চা চক্রে যোগ দিয়ে একের পর এক হুঙ্কার দেন সাংসদ দিলীপ ঘোষ। চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো বহু রাজ্য ও শহর ব্রিটিশদের দেওয়া নাম পরিবর্তন করেছে বলে তিনি বলেন, এখানকার শাসক দলের বন্ধুরা জানেই না ভারত কী, ইন্ডিয়া কেন বলছে, এর পিছনে ইতিহাস কী রয়েছে?

    রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নিয়ে কী বললেন দিলীপ? (Dilip Ghosh)

    কলকাতার রাস্তায় ব্রিটিশদের মূর্তির প্রসঙ্গে বিজেপি সাংসদ (Dilip Ghosh) বলেন, কলকাতার বহু রাস্তাঘাটে ব্রিটিশদের বহু মূর্তি ছিল, কোথায় সব এখন। সেগুলি তুলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউজে রাখা হয়েছে। এখনও বেশ কয়েকটা রয়ে গিয়েছে । বিজেপি ক্ষমতায় এলে সব উপড়ে ফেলব আমরা। মিউজিয়ামের রাখার জিনিস মিউজিয়ামে থাকবে, রাস্তাঘাটে থাকবে না। সকালে উঠে আমাদের ছেলেপুলেরা দেখবে বিদেশিদের মুখ, এ চলবে না। এ দিন রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যপাল তাঁর যেটা দায়িত্ব সেটাই করছেন। যারা ভয় পেয়ে যাচ্ছে, চুরি করছে তারা গালাগালি করছে। তিনি সাংবিধানিক প্রধান। সংবিধান মেনে চললেই হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: এক টাকার সুস্বাদু শিঙাড়ায় মজেছেন নদিয়াবাসী

    Nadia: এক টাকার সুস্বাদু শিঙাড়ায় মজেছেন নদিয়াবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমান দুর্মূল্যের বাজারে এক টাকায় কী পাওয়া যায়? এই প্রশ্ন করলে প্রত্যেককেই মাথা চুলকাতে হবে। অনেকক্ষণ অপেক্ষা করেও কিছুই মাথায় আসবে না। উত্তরে হয়তো অনেকেই বলবেন, এক টাকায় এখন আর কিছুই পাওয়া যায় না। কিন্তু, সেই উত্তর যে ভুল, তা প্রমাণ করেছেন নদিয়ার (Nadia) শিবনিবাসের গোপালচন্দ্র রায়। তাঁর দোকানের শিঙাড়া এখনও এক টাকায় পাওয়া যায়।

    আগে এই শিঙাড়ার কত দাম ছিল? (Nadia)

    ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি, বর্তমানে যেখানে জিনিসের দাম আকাশছোঁয়া, সেখানে এক টাকায় শিঙাড়া পাওয়া সত্যিই অদ্ভুত ব্যাপার। যদিও এখন শিঙাড়ার দাম এক টাকা হলেও আগে তা পাওয়া যেত মাত্র কুড়ি পয়সায়। পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে দাম বেড়েছে। ৪০ পয়সা, ৫০ পয়সা থেকে এখন এক টাকায় বিক্রি হচ্ছে। দীর্ঘ ৫০ বছর ধরে গোপালবাবু এই শিঙাড়া বিক্রি করে আসছেন নদিয়ার (Nadia) শিবনিবাস মন্দিরের কাছেই। যেহেতু শিবনিবাস মন্দির বহু প্রাচীন এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত, তাই মন্দির চত্বরে কোনওরকম আমিষ খাবার বিক্রির প্রচলন নেই। তাই নিরামিষভাবে তৈরি করেন এই শিঙাড়া। ৫০ বছর ধরে তা বিক্রি করে আসছেন। ক্রেতারা বলেন, গোপালবাবুর শিঙাড়া খুবই সুস্বাদু এবং খুব পরিষ্কার। আর দামেও সস্তা।

    কী বললেন এই শিঙাড়া তৈরির কারিগর?

    গোপালবাবু জানান, যতদিন তিনি বাঁচবেন, ততদিনই এই শিঙাড়া এক টাকাতেই বিক্রি করবেন। এই শিঙাড়ার চাহিদা প্রচুর, তাই দোকান খুললেই শিঙাড়ার জন্য লাইন পড়ে যায়। নদিয়া (Nadia) জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই শিঙাড়া খাওয়ার জন্য এখানে আসেন। তিনি বলেন, আট থেকে আশি, সবাই আমার এই এক টাকার শিঙাড়া খাওয়ার জন্য মুখিয়ে থাকে প্রতিদিন। কীভাবে ১ টাকায় শিঙাড়া বিক্রি করছেন? লাভের অংশই বা কী? এই প্রশ্ন করলে দোকানদার গোপালবাবু জানাচ্ছেন, তাঁর লাভ বিক্রির উপরে। বিক্রির পরিমাণ বেশি হলে লাভ হয় বেশি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘‘লেনিনের সঙ্গে যোগ নেই ভারতের’’, মূর্তি সরানোর সওয়াল সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘লেনিনের সঙ্গে যোগ নেই ভারতের’’, মূর্তি সরানোর সওয়াল সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার লেনিনের মূর্তি সরানোর পক্ষে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পরাধীনতার চিহ্ন মুছে ফেলা উচিত, এ কথা আগেই বলেছিলেন দিলীপ ঘোষ। এবার সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কণ্ঠে শোনা গেল সেই একই কথা। 

    কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?

    সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) রবিবার বলেন, ‘‘ব্রিটিশদের স্মৃতি সৌধ ভেঙেছিলেন সুভাষচন্দ্র বসু। লেনিনের যে এত মূর্তি রয়েছে কী অবদান আছে লেনিনের? লেনিনের সঙ্গে ভারতের আত্মার কোনও যোগ নেই। তার চেয়ে আমরা রবি ঠাকুরের মূর্তি বানাবো, বিবেকানন্দের মূর্তি বানাবো, রাজা রামমোহন রায়ের মূর্তি বানাবো। দিলীপ ঘোষকে সরাসরি সমর্থন করে সুকান্ত বলেন, ‘‘বিজেপি বা দিলীপ ঘোষকে দোষী করছেন, সেই দোষে কি নেতাজিও দোষী? পরাধীনতার চিহ্ন মুছে ফেলতে সিঙ্গাপুরে নেতাজি ইংরেজদের একটি স্মৃতিসৌধ ভেঙে ফেলেছিলেন। তাহলে কি নেতাজি ভুল কাজ করেছিলেন? ভারতবাসীর জীবনে লেনিনের কি অবদান রয়েছে? আমার জীবনে তো কোনও অবদানই নেই লেনিনের, আমার পূর্বপুরুষের জীবনেও লেনিনের কোনও অবদান ছিল না। তাই এগুলো রাখার কোন দরকার নেই।’’ 

    সুকান্তর আগে দিলীপ ঘোষও একই সওয়াল করেছিলেন

    প্রসঙ্গত, সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) আগে এই একই সওয়াল করতে শোনা গিয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষকেও। তিনি বলেছিলেন, ‘‘কোথাও ব্রিটিশ, কোথাও মোঘল যারা আমাদের দেশকে এক হাজার বছর ধরে পরাধীন করে রেখেছিল, তাদের কোনও স্মৃতি সৌধ ভারতে থাকবে না। কোনও বাপের বেটার হিম্মত থাকলে তারা রুখে দেখাক। কলকাতার রাস্তাঘাটে ব্রিটিশের বহু মূর্তি রয়েছে। বিজেপি একবার ক্ষমতায় এলে গোলামীর কোন চিহ্ন রাখা হবে না।’’ প্রসঙ্গত আমার দেশ আমার মাটি কর্মসূচিতে রবিবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মাটি সংগ্রহ করেন বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) সেখানেই তিনি এই মন্তব্য করেন। সারা দেশ জুড়েই চলছে এই বিজেপির কর্মসূচি। এই কর্মসূচিতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, ছাড়াও শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি, কালীঘাটের মন্দির থেকে মাটি সংগ্রহ করে দিল্লি পাঠানো হবে। সেখানে তৈরি হবে অমৃত বাটিকা। স্বাধীনতার অমৃত মহোৎসবে এই অমৃত উদ্যান তৈরি করার জন্য সারা দেশের বিভিন্ন গ্রাম, শহর এবং পবিত্র স্থানগুলির মাটি সংগ্রহের কাজ চলছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrababu Naidu: দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর

    Chandrababu Naidu: দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবারই গ্রেফতার হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। রবিবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল বিজয়ওয়াড়া দুর্নীতি বিরোধী আদালত। প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্ট মামলায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। শনিবার গ্রেফতারের পর মধ্যরাত পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন অন্ধ্রপ্রদেশের সিআইডি এবং পুলিশের আধিকারিকরা। রবিবার সকালে চন্দ্রবাবু নাইডুকে (Chandrababu Naidu) পেশ করা হয় আদালতে। রবিবার সন্ধ্যায় বিচারক তাঁকে (Chandrababu Naidu) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, আদালত চত্বর থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বিজয়ওয়াড়ার সিটের অফিসে, পরবর্তীকালে সোমবার ভোরে তাঁকে পাঠানো হয় রাজামুন্দ্রির জেলে।

    দুর্নীতির অভিযোগে গ্রেফতার চন্দ্রবাবু (Chandrababu Naidu) 

    অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতির তদন্ত করছে বর্তমানে সিআইডি। জানা গিয়েছে, তদন্তে প্রমাণ মিলেছে চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) দুর্নীতির। শুক্রবারই অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলাতে দলীয় কর্মসূচিতে ছিলেন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। এবং সেখানে ভ্যানিটি ভ্যানে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। শনিবার ভোরে বিরাট পুলিশ বাহিনী এবং সিআইডি আধিকারিকরা গিয়ে ঘিরে ফেলে ওই ভ্যানিটি ভ্যান। সেসময় বিক্ষোভ দেখাতে থাকেন টিডিপি সমর্থকরা, পরে শনিবারে সকাল ৬টা নাগাদ গ্রেফতার করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (Chandrababu Naidu)।

    ৩৭১ কোটি টাকার দুর্নীতি

    দুর্নীতি মামলায় চন্দ্রবাবু নাইডুকে (Chandrababu Naidu) গ্রেফতার করার দাবিতে সাংবাদিক সম্মেলন করেন অন্ধ্রপ্রদেশের সমাজকল্যাণ মন্ত্রী নাগার্জুন। সে সময় চন্দ্রবাবু নাইডুও (Chandrababu Naidu) আশঙ্কা প্রকাশ করেন তিনি গ্রেফতার হতে পারেন। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সিআইডি আধিকারিকরা তাঁকে ২০টি প্রশ্ন করেন। কিন্তু তার একটিরও জবাব দিতে পারেননি অন্ধপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Chandrababu Naidu)। ৩৭১ কোটি টাকার এই দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ হিসেবে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটও চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) সামনে তুলে ধরেন তদন্তকারীরা। জানা গিয়েছে, দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে অন্তত ১০ বছরের জেল হতে পারে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। অন্যদিকে, চন্দ্রবাবুর (Chandrababu Naidu) গ্রেফতারির প্রতিবাদে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে তাঁর দল টিডিপি। তাঁদের বক্তব্য, জগনমোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তোলার জন্য রাজনৈতিক প্রতিহিংসার শিকার চন্দ্রবাবু। যাবতীয় অভিযোগ অবশ্য অস্বীকার করেছে ওয়াইএসআর কংগ্রেস।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: ইন্ডি জোটের বৈঠকের দিনই ইডির তলব অভিষেককে

    Abhishek Banerjee: ইন্ডি জোটের বৈঠকের দিনই ইডির তলব অভিষেককে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস পাঠাল ইডি। ১৩ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে ওই নোটিসে। প্রসঙ্গত ১৩ সেপ্টেম্বর ইন্ডি জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই কমিটিতে রয়েছেন। রবিবার সন্ধ্যা নাগাদ এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, ‘‘১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। ওই কমিটির আমি একজন সদস্য। অথচ একটু আগেই আমাকে ইডির তরফে নোটিস পাঠানো হল। ওইদিনই আমাকে তলব করেছে ওরা।’’

    বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ 

    প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। ধৃত কুন্তল ঘোষের একটি চিঠির পরিপ্রেক্ষিতে তাঁকে ডেকে পাঠায় ইডি। পরবর্তীকালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। কালীঘাটের কাকুর মারফত সন্ধান মেলে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার। সেখানে তল্লাশি চালিয়ে ইডি জানতে পারে এক সময় এই সংস্থার সিইও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যদি ওই সংস্থার সিইও থাকেন, তাহলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি কোনও পদক্ষেপ কেন নিচ্ছে না?’’ বিচারপতি অমৃতা সিনহা সেদিন নির্দেশ দেন, এসংক্রান্ত তথ্য ১৪ সেপ্টেম্বর জমা দিতে হবে হাইকোর্টে। ওয়াকিবহাল মহলের ধারণা, নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করতে তাই ১৩ সেপ্টেম্বর ডেকে পাঠানো হল ডায়মন্ডহারবারের সাংসদকে।  প্রসঙ্গত, ১২ সেপ্টেম্বর স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক তার পরের দিনই ডেকে পাঠানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে (Abhishek Banerjee) তলব করা হয়েছিল পঞ্চায়েত ভোটের আগে।

    কী বলছে বিজেপি

    অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) তলব নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‘ইডি, সিবিআই নিয়ে যে রাজনৈতিক প্রতিহিংসার কথা তৃণমূল বলছে, এসব শুনে মানুষ ক্লান্ত। তদন্তকারী সংস্থা কখন, কাকে ডাকবে, সেটা তো তাদেরই বিষয়। আর আমরা তো চাই ইন্ডি জোট আরও শক্তিশালী হোক। ভারতবর্ষের কোথায় কী জোট হচ্ছে, আমাদের জানার দরকার নেই। আমরা চাই বাংলা থেকে এই জোট আরও শক্তিশালী হোক।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ১১/০৯/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ১১/০৯/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) ব্যবসায়ীরা বড়সড় মুনাফা পাবেন।

    ২) কোথাও লগ্নি করে থাকলে তা থেকে ভালো রিটার্ন পাবেন।

    বৃষ

    ১) আত্মীয়রা আপনার সাহায্য় চাইতে আসতে পারেন।

    ২) ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগত বাধা দূর করার জন্য শিক্ষকের পরামর্শ নেবেন।

    মিথুন

    ১) স্থান পরিবর্তনের কথা চিন্তাভাবনা করে থাকলে দিন ভালো।

    ২) ভেবেচিন্তে ঋণ দেবেন। কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম।

    কর্কট

    ১) ছোটখাট সংঘাত বাধতে পারে। তাই শান্ত থাকুন। তা না-হলে আধিকারিকদের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

    ২) সন্ধ্যাবেলা মা-বাবার সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।

    সিংহ

    ১) মা-বাবার আশীর্বাদে যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন।

    ২) দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা এবার ফিরে পেতে পারেন।

    কন্যা

    ১) কঠিন পরিশ্রম করলে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    ২) ব্যবসার জন্য বরিষ্ঠ সদস্যের পরামর্শ নিতে পারেন। এর ফলে লাভের সুযোগ পাবেন।

    তুলা

    ১) বন্ধুর সংখ্যা, জনসমর্থন বাড়তে পারে। এর দ্বারা লাভান্বিত হবেন।

    ২) আর্থিক দিক দিয়ে আজকের দিন ভালো।

    বৃশ্চিক

    ১) আয় মাথায় রেখে কাজ করতে হবে, তা না-হলে আর্থিক পরিস্থিতি নষ্ট হতে পারে।

    ২) কোনও কোর্সে সন্তানকে ভরতি করার পরিকল্পনা করে থাকলে, তার জন্য দিন ভালো।

    ধনু

    ১) সন্ধ্যাবেলা অতিথি আগমন হবে ও এতে অর্থ ব্যয় হতে পারে।

    ২) শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ হবে।

    মকর

    ১) কোনও বিশেষ বস্তু পাবেন। যা দেখে মন আনন্দিত হবে।
     
    ২) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। বড়সড় সাফল্য লাভ করতে পারবেন।

    কুম্ভ

    ১) জীবনসঙ্গীকে বাইরে কোথাও নিয়ে যেতে পারেন ও তাঁর জন্য় উপহার কিনতে পারেন।

    ২) আকস্মিক অর্থ লাভ সম্ভব।

    মীন

    ১) পরিবারের সদস্যরা আপনার জন্য কোনও সারপ্রাইজ পার্টি প্ল্যান করতে পারেন।

    ২) শ্বশুরবাড়ির তরফে সমস্যার মুখোমুখি হবেন। এ ক্ষেত্রে জীবনসঙ্গীর সাহায্য পাবেন।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Pandua: পান্ডুয়ায় তরুণীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানি, অভিযুক্ত যুব তৃণমূল নেতা

    Pandua: পান্ডুয়ায় তরুণীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানি, অভিযুক্ত যুব তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাস্তা দিয়ে চলা অচেনা তরুণীকে জোর জবরদস্তি গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠল যুব তৃণমূলের নেতার বিরুদ্ধে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ায় (Pandua)। অভিযুক্ত তৃণমূল নেতার নাম সেখ মোমিন। সে পান্ডুয়ার কোটালপুকুর এলাকার তৃণমূল যুব নেতা। খীরকুন্ডি নিয়ালা নামাজ গ্রাম অঞ্চল সভাপতি সে।  তরুণীর অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Pandua)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,শনিবার রাতে হুগলির পান্ডুয়ার (Pandua) জয়পুরের জিটি রোডের ধার থেকে ১৯ বছরের এক তরুণীকে নিজের গাড়িতে জোর করে তুলে নেন অভিযুক্ত যুব তৃণমূল নেতা। প্রায় ছয় কিলোমিটার দূরে সিমলাগড়ে গাড়ি দাঁড় করিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা পৌঁছে যায়। তাঁকে উদ্ধার করে পুলিশ ডাকে। কাছেই টহল দিচ্ছিল পান্ডুয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জয়পুর এলাকায় বাড়ি তরুণীর।মোমিনকে গ্রেফতার করে গাড়িটিকে আটক করেছে পুলিশ।

    পরিবারের লোকজনের কী অভিযোগ?

    তরুণীর দাদু বলেন,আমি বাড়িতে ছিলাম। পাড়ার একটি ছেলে এসে ডেকে বলল থানায় যেতে। থানায় গিয়ে দেখি নাতনি বসে আছে। আমার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সেখ মোমিনকে গ্রেফতার করে পান্ডুয়া (Pandua) থানার পুলিশ। আমরা দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

    কী বললেন তৃণমূলের ব্লক সভাপতি?

    তৃণমূলের পান্ডুয়া (Pandua) ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, কেউ যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। মোমিন বছরখানেক আগে যুব সভাপতি হয়েছে। ওকে দল বহিষ্কার করবে। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, তিনি নির্দোষ তাকে ফাসানো হয়েছে। আর এই কাজ করেছেন আমজাদ হোসেন।

    পান্ডুয়ার প্রাক্তন সিপিএম বিধায়ক কী বললেন?

    পান্ডুয়ার প্রাক্তন সিপিএম বিধায়ক আমজাদ হোসেন বলেন,ওরা সারা রাত মেয়েটির পরিবারকে অভিযোগ করা থেকে বিরত করতে চেষ্টা করেছে। ভয় দেখিয়েও তা পারেনি। তরুণীর পরিবার অভিযোগ করেছে। পুলিশ গ্রেফতার করেছে। এখন বাঁচার জন্য এসব বলছে। আসলে দুষ্কৃতীরা এখন তৃণমূল নেতা হয়েছে। সভাপতি হওয়ার পরই মোমিন খীরকুন্ডির এক ব্যাক্তির দোকান জোর করে দখল করে পার্টি অফিস করেছিল বলে অভিযোগ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Raiganj: রায়গঞ্জে তৃণমূল নেত্রীর উপর হামলা চালাল দলেরই কর্মী, কোন্দল প্রকাশ্যে

    Raiganj: রায়গঞ্জে তৃণমূল নেত্রীর উপর হামলা চালাল দলেরই কর্মী, কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত এলাকা। এবারে তৃণমূলের জেলা মহিলা সভানেত্রীর ওপর হামলার অভিযোগ এলাকার তৃণমূলেরই কিছু যুবকদের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ (Raiganj) শহরের বন্দর এলাকার ১৭ নং ওয়ার্ডে। ঘটনায় জখম হন তৃণমূলের জেলা মহিলা সভানেত্রী তথা ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর চৈতালি ঘোষ সাহা। তাঁকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের তির ওয়ার্ডের তৃণমূল কর্মী প্রসেনজিৎ সাহা, ছোটন সাহা সহ বেশ কিছু যুবকদের বিরুদ্ধে। তারা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অনুগামী বলেই পরিচিত এলাকায়। গোটা ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    কী বললেন আক্রান্ত তৃণমূল নেত্রী?

    আহত তৃণমূলের জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহার অভিযোগ,বাড়িতে থাকাকালীন পরিকল্পনামাফিক ইচ্ছাকৃতভাবে আমার বাড়ির সামনে এসে গন্ডগোল বাধায় কিছু যুবক। তা থামাতে গেলে আমার উপরেই চড়াও হয় তারা। মারধরের পাশাপাশি আমার বাড়ি ভাঙচুরও করা হয়। তিনি আরও বলেন, যারা আমার ওপরে হামলা চালিয়েছে তারা সদ্য তৃণমূলে যোগদান করেছে। তারা কেন আমার ওপরে এমন আক্রমণ করল তা জানি না। বিষয়টি রায়গঞ্জ (Raiganj) থানার পুলিশকে জানিয়েছি।

    কী বললেন অভিযুক্ত তৃণমূল কর্মী?

     যদিও এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল কর্মী প্রসেনজিৎ সাহা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা চৈতালি ঘোষ সাহা সহ তার অনুগামীরা তার ওপরে চরাও হয় বলে অভিযোগ প্রসেনজিৎ বাবুর। তিনি বলেন, আমি একজন তৃণমূল কর্মী। চৈতালি দেবী ও তার অনুগামীরা ওই ওয়ার্ডে বাড়ি দেওয়ার নামে টাকা নেওয়া এবং বিভিন্ন জমি সংক্রান্ত দুর্নীতি করেছেন। ওই এলাকায় মানুষ চৈতালি দেবীকে পছন্দ করেন না। আমি রায়গঞ্জ (Raiganj) এলাকায় সাধারণ মানুষের কাজ করি, তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা আমার কাজে সন্তুষ্ট বলে চৈতালি দেবী ইচ্ছা করে আমাকে বদনাম করার চেষ্টা করছেন। আমার অনুগামীদের মারধর করেছে।

    কী বললেন তৃণমূলের জেলা সভাপতি?

    যদিও এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, গোটা বিষয়টি শুনেছি। দোষীরা যেই হোক না কেন পুলিশকে ত অবিলম্বে গ্রেফতারের কথা বলেছি। যদিও গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajasthan’s Jaisalmer: জয়সলমেরে রেকর্ড তাপামাত্রা, গত ৭৪ বছরে এই প্রথম ৪৩.৫ ডিগ্রি!

    Rajasthan’s Jaisalmer: জয়সলমেরে রেকর্ড তাপামাত্রা, গত ৭৪ বছরে এই প্রথম ৪৩.৫ ডিগ্রি!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের জয়সলমেরে (Rajasthan’s Jaisalmer) এই বছর সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ যেন নিজের রেকর্ড নিজেই ভাঙল রাজস্থান। তীব্র গরমে জনজীবন নাজেহাল। গরমে হাঁসফাঁস করছে গোটা রাজস্থান। গত ৭৪ বছরে সবথেকে বেশি গরম পড়েছে এই বছরের সেপ্টেম্বর মাসেই। তাপমাত্রা রেকর্ড হয়েছে সবথেকে বেশি ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদদের কপালে চিন্তার ভাঁজ। আগামী কয়েকদিন অবস্থার তেমন বদল হবে না বলে জানা গেছে।

    তাপমাত্রা কতটা বেশি (Rajasthan’s Jaisalmer)?

    আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এই বছরের সেপ্টেম্বর মাসে রাজস্থানে (Rajasthan’s Jaisalmer) সবথেকে বেশি গরম পড়েছে। তা সাধারণ তাপমাত্রার থেকে ৬ দশমিক ৯ ডিগ্রি বেশি বলে জানা গেছে। এই বছরে জয়সলমেরে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে, তা গত ৭৪ বছরের মধ্যে সবথেকে বেশি। ১৯৪৯ সালের ১০ সেপ্টেম্বর সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের একটা বড় অংশ, বিশেষ করে রয়েছে পাশ্চিম ভাগ মরুভূমি। তাই স্বাভাবিক ভাবেই অন্য রাজ্যের তুলনায় গরম বেশি থাকে। কিন্তু এই বছর রাজস্থানের তাপমাত্রার রেকর্ড স্বাভাবিকের থেকে অনেক বেশি।

    অন্যন্য অঞ্চলের তাপমাত্রা

    রাজস্থানের জয়সলমেরের (Rajasthan’s Jaisalmer) পরে দ্বিতীয় উষ্ণতম স্থান হল বারমের। বারমেরের তাপমাত্রা হল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এরপর বিকানেরে তাপমাত্রা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তারপরে যোধপুরে তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঝালোরে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং গঙ্গানগরে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি। রাজস্থানের রাজধানী জয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি একই রকম থাকবে। ফলে মরু রাজ্যে এখনই তাপমাত্রা কমছে না বলে জানা গেছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • G20 Summit: চিনকে বার্তা দিতে লাদাখে উঁচু বিমানঘাঁটি নির্মাণ, জি২০-তে ঘোষণা মোদির

    G20 Summit: চিনকে বার্তা দিতে লাদাখে উঁচু বিমানঘাঁটি নির্মাণ, জি২০-তে ঘোষণা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনের সঙ্গে সীমান্ত সংঘাত চলছেই ভারতের। ইতিমধ্যে ভারত-চিন সম্পর্কে বেশ খানিকটা অবনতি হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারনা, এ কারণেই জি২০ শীর্ষ (G20 Summit) সম্মেলনে ভারতে আসেননি চিনা প্রেসিডেন্ট। যদিও চিন এই দাবিকে অস্বীকার করেছে। রবিবার জি২০ (G20 Summit)  সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চিনকে টেক্কা দিতে লাদাখে সরকারিভাবে বিমান ঘাঁটি তৈরীর কথা ঘোষণা করল মোদি সরকার। 

    ২১৮ কোটি টাকা ব্যয়ে লাদাখে নির্মাণ হচ্ছে বিমান ঘাঁটি (G20 Summit) 

    এই বিমান ঘাঁটির দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থা ‘বর্ডার রোডস অর্গানাইজেশন’কে। জানা গিয়েছে, পূর্ব লাদাখের নিয়োমায় এই উঁচু বিমান ঘাঁটি তৈরি করবে ভারত। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে ১২ সেপ্টেম্বর জম্মু থেকেই ওই বিমান ঘাঁটির শিলান্যাস করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।   প্রসঙ্গত ১২ সেপ্টেম্বর আরও ৯০টি পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেগুলি তৈরিতে খরচ হয়েছে মোট ২,৯৪১ কোটি টাকা (G20 Summit) । জানা গিয়েছে, এই ঘাঁটি তৈরিতে ভারতের ব্যয় হবে ২১৮ কোটি টাকা। নিয়োমার এই উঁচুস্থানে সৈন্য এবং রসদ সরবরাহের কাজ বরাবরই চলে আসছে। ইতিপূর্বে এখানে চিনুক হেলিকপ্টার এবং  যুদ্ধবিমানকে ওঠানামা করতে দেখা গিয়েছে। এবার এই অঞ্চলেই বিমান ঘাঁটির তৈরি সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। বিশেষজ্ঞদের ধারনা, এর ফলে লাদাখের ওই অঞ্চলে ভারতীয় সেনার শক্তি অনেকটাই বাড়বে। 

    ২০২৪ সালে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)  অনুষ্ঠিত হবে ব্রাজিলে

    এদিনের অধিবেশন শেষে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদাকে সিলভাকে পরবর্তী জি২০ শীর্ষ সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী মোদি। ২০২৪ সালে জি২০ সম্মেলন (G20 Summit)  অনুষ্ঠিত হবে ব্রাজিলে। সম্মেলন শেষে ফের একবার বিশ্বশান্তির বার্তা দেন প্রধানমন্ত্রী মোদি। আগামী নভেম্বর মাসে সব রাষ্ট্রনেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করার পরামর্শ শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। সম্মেলন শেষে নরেন্দ্র মোদি বলেন, ‘‘এবারের জি-২০ সম্মেলন (G20 Summit)  এখানেই শেষ হল। আশা করি এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যতের (ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার) ভাবনা আপনাদের ভাল লেগেছে। সকলকে ধন্যবাদ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share