Tag: Bengali news

Bengali news

  • Asia Cup 2023: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচ ভেস্তে গেলে রিজার্ভ ডে’তে খেলা

    Asia Cup 2023: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচ ভেস্তে গেলে রিজার্ভ ডে’তে খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত পাকিস্তান আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। যার জেরে হতাশ হয়েছিলেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। এরপরে রবিবার ১০ সেপ্টেম্বর রয়েছে  ফের ভারত পাকিস্তানের ম্যাচ (Asia Cup 2023)। এই অবশ্য সমর্থকদের আশার কথাই শুনিয়েছে এশিয়ার ক্রিকেট কাউন্সিল। তারা জানিয়েছে যে বৃষ্টির কারণে যদি ম্যাচ বন্ধ হয়ে যায়, তাহলে যেখান থেকে ম্যাচ বন্ধ হয়ে যাবে, সেখান থেকে আবার সোমবার নতুন করে শুরু হবে ম্যাচ। কিন্তু এটা শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচের (Asia Cup 2023) ক্ষেত্রে প্রযোজ্য। সুপার ফোরের অন্য ম্যাচগুলির জন্য এই ব্যবস্থা রাখা হয়নি। অন্যান্য কোনও ম্যাচেরই (Asia Cup 2023) এখনও রিজার্ভ ডে ঘোষণা করা হয়নি। আবার ২০২৩ সালের এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনাল রয়েছে ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাশা স্টেডিয়ামে। এই দিন অবশ্য বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। আর যদিও বা বৃষ্টি হয় তবে যুগ্ম ভাবে টুর্নামেন্টে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

    দলে ফিরলেন লোকেশ রাহুল (Asia Cup 2023)

    লোকেশ রাহুলের চোট থাকায়  তিনি শ্রীলঙ্কায় যেতে পারেননি কিন্তু বর্তমানে ফিট হয়ে যাওয়ায় সঞ্জু স্যামসনকে দেশে ফিরতে হল। সঞ্জু স্যামসনকে কিপার ব্যাটার হিসেবে এশিয়া কাপে (Asia Cup 2023) ভারতীয় দলে রাখা হয়েছিল। তবে মূল ১৭ জনের স্কোয়াডে তিনি স্থান পাননি। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন। এদিন ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করতেও দেখা যায় লোকেশ রাহুলকে (Asia Cup 2023)। টানা ৪৫ মিনিট তিনি কিপিং প্র্যাকটিস করেন। 

    সুপার ফোরে কোন কোন দিন খেলা রয়েছে

    সুপার ফোরে ২০২৩ এশিয়া কাপে (Asia Cup 2023) খেলছে চারটি দেশ- ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সুপার ফোরের ক্রীড়াসূচি ঠিক এরকম-

    ৬ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম বাংলাদেশ (Asia Cup 2023), শারজাহ, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে 

    ৯ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

    ১০ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম ভারত, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

    ১২ সেপ্টেম্বর, ভারত বনাম শ্রীলঙ্কা, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

    ১৪ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (Asia Cup 2023), কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

    ১৫ সেপ্টেম্বর, ভারত বনাম বাংলাদেশ, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

    ১৭ সেপ্টেম্বর, এশিয়া কাপের ফাইনাল, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gram Panchayat Election: খেজুরিতে পঞ্চায়েত বোর্ড গঠনে এবার কেন্দ্রীয় বাহিনী! নির্দেশ আদালতের

    Gram Panchayat Election: খেজুরিতে পঞ্চায়েত বোর্ড গঠনে এবার কেন্দ্রীয় বাহিনী! নির্দেশ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পঞ্চায়েতের (Gram Panchayat Election) বোর্ড গঠনে বোমাবাজির অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ঘটনার তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। একই সঙ্গে আদালতের নির্দেশ, পরবর্তী বোর্ড গঠনের সময় কেন্দ্রীয় বাহিনীর  নিরাপত্তায় করতে হবে বোর্ড গঠন প্রক্রিয়া। রাজ্য অবিলম্বে এর জন্য কেন্দ্রের কাছে সাহায্য চাইবে। আদালতের আরও নির্দেশ, নিরাপত্তার দায়িত্বে থাকবেন ওই জেলার পুলিশ সুপার। আগের দিনের চাইতে বেশি সংখ্যায় রাজ্য পুলিশের কর্মী মোতায়েন করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ওই বোর্ড গঠনের কাজ হবে বিডিও অফিসের পরিবর্তে জেলাশাসকের দফতরে।

    কী নির্দেশ দিল আদলত?

    ৫ সেপ্টেম্বর খেজুরিতে পঞ্চায়েতের (Gram Panchayat Election) স্থায়ী সমিতি গঠন নিয়ে যে ঘটনা ঘটেছে, তাতে তিনটি মামলা হয় হাইকোর্টে। কাঁথির সাংসদ শিশির অধিকারী সেদিন বিডিও অফিসে ভোট দিতে গিয়েছিলেন। তখনই শিশিরের গাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের হয় হাইকোর্টে। শিশিরের গাড়িতে যথেচ্ছ বোমাবাজি হয় বলে অভিযোগ। এবার ওই মামলায় বিস্ফোরক আইন যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। মামলার শুনানিতে শিশিরের আইনজীবীর মোবাইল ফোনে বোমাবাজির ফুটেজ দেখেন বিচারপতি। এরপরই রাজ্যের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কি মনে হয় না যে, আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে? এখানে তো আদালত মামলাকারীদের নিরাপত্তার নির্দেশ দিয়েছিল। মামলাকারীরা যদি এফআইআর দায়েরের ক্ষেত্রে কোনও ভুল করেও থাকেন, তবে পুলিশ কী করছিল? তিনি আরও বলেন, ‘আদালতকে বোকা ভাবার কোনও কারণ নেই। যেখানে মানুষের প্রাণ সংশয়ে আছে, সেখানে পুলিশের এই ভূমিকা কেন?’ রাজ্যের পক্ষ থেকে জানানা হয়, ঘটনার দিন ২৫০ জন পুলিশ কর্মী মোতায়েন ছিল। তবে, তারা বাইরে ছিল। বিডিও অফিসের ভিতরে গন্ডগোল হয়েছে। বিচারকের প্রশ্ন, পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও ঘটনার মোকাবিলা করা গেল না কেন? তাহলে তাদের বাইরের বাহিনীর সাহায্য প্রয়োজন।

    খেজুরিকাণ্ডে গ্রেফতারি নিয়ে আদালতে কী জানাল রাজ্য?

    শিশিরের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (Gram Panchayat Election) সময় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী খুকুমণি মণ্ডল। যেহেতু বিস্ফোরণ হয়েছে, সেই কারণে এই মামলার তদন্তের অধিকার রাজ্যের নেই বলে দাবি করেন কেন্দ্রের আইনজীবী। রাজ্য জানায়, মোট ৯ জন গ্রেফতার হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Earthquake in Morocco: ভয়ঙ্কর ভূমিকম্প মরক্কোয়, মৃত ২৯৬, শোকপ্রকাশ মোদির

    Earthquake in Morocco: ভয়ঙ্কর ভূমিকম্প মরক্কোয়, মৃত ২৯৬, শোকপ্রকাশ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আফ্রিকার মরক্কো (Earthquake in Morocco)। জানা গিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৮। সেদেশের সরকারি হিসাব বলছে, ভূমিকম্পে মারা গিয়েছেন ২৯৬ জন মানুষ। মার্কিন জিওলজিক্যাল সার্ভের মতে, শুক্রবার মরক্কোর স্থানীয় সময় রাত্রি ১১টা নাগাদ  মারাকেশ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। জানা গেছে ভূপৃষ্ঠের (Earthquake in Morocco) থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস। চলিত বছরের ফেব্রুয়ারিতেই তুরস্কে ঘটেছিল ভয়াবহ ভূমিকম্প। তারপর এবার মরক্কোতে। 

    কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?

    সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে শুক্রবার রাত ১১ টা নাগাদ মারাকেশে বহুতলগুলি (Earthquake in Morocco) কাঁপতে শুরু করে। এবং রাস্তাতে ফাটল দেখা যায়। আতঙ্কে সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এর মধ্যে কয়েকটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে। ধ্বংসস্তূপে চাপা পড়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সেভাবে জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলবর্তী অঞ্চলের রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাউরা। চারিদিকে শুধুমাত্র আর্তনাদ এবং হাহাকার (Earthquake in Morocco) শোনা যাচ্ছে। ভূমিকম্পের পরে দুর্গতদের রাস্তাতে ঘুমিয়ে পড়তেও দেখা গিয়েছে। প্রসঙ্গত, মারাকেশ মদিনা (Earthquake in Morocco) হিসেবে পরিচিত। এখানকার লাল রঙের দেওয়ালের খ্যাতি সারা বিশ্বে। শুধুমাত্র তাই নয় ইউনেস্কো হেরিটেজ হিসেবেও ইতিমধ্যে ঘোষণা করেছে ওই দেওয়ালগুলিকে। ভূমিকম্পের ফলে সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। এর আগে ২০০৪ সালে সব থেকে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। সেবার মারা গিয়েছিলেন প্রায় ৬০০ জন মানুষ। কিন্তু তীব্রতার দিক থেকে ২০২৩ সালের ভূমিকম্প ২০০৪ কেও ছাপিয়ে গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে বলছে গত ১২০ বছরে এত তীব্র ভূমিকম্প (Earthquake in Morocco) হয়নি মরক্কোতে।

    শোকপ্রকাশ করলেন নরেন্দ্র মোদি

    শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, মরক্কোর এই ভূমিকম্পে ভারতের প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, ‘‘মৃত্যুর খবরে আমি ব্যথিত। এই দুঃসময়ে মরক্কোর (Earthquake in Morocco) মানুষকে সমবেদনা জানাই। ভারত সব রকমের সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NDA: মোদির পাশেই দেবগৌড়ার দল, কর্নাটকে কতগুলো আসনে সমঝোতা?

    NDA: মোদির পাশেই দেবগৌড়ার দল, কর্নাটকে কতগুলো আসনে সমঝোতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগেই জল্পনা তৈরি হয়েছিল কর্নাটকের জনতা দল সেকুলার ভিড়তে চলেছে এনডিএ শিবিরে (NDA)। শুক্রবার সেই খবরে সিলমোহর দিলেন কর্নাটকের বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। সূত্রের খবর দিন কয়েক আগেই  কর্নাটকে আসন রফা নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলাদাভাবে বৈঠকও করেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া (NDA)। লোকসভা ভোটে এমনিতেই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির, অন্তত বিভিন্ন সমীক্ষা তাই বলছে। এর মাঝে জেডিএস এর যোগদান যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    কতগুলি আসনে রফা হল জেডিএস এর সঙ্গে

    জানা গিয়েছে, কর্নাটক রাজ্যে মোট আসন রয়েছে লোকসভার ২৮টি। তবে গেরুয়া শিবির সূত্রে খবর যে আসনগুলিতে বিজেপি জিতে (NDA) রয়েছে সেগুলি ছাড়া হবে না যে জেডিএসকে। ইয়েদুরাপ্পা জানিয়েছেন যে জিডিএস অমিত শাহের কাছে, ৫টি আসনের(NDA) দাবি জানিয়েছিল এগুলি হল, মান্ডা, হাসান, তুমাকুরু, চিকবল্লাপুর এবং বেঙ্গালুরু গ্রামীণ। এরমধ্যে চারটি আসনে রফা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ইয়েদুরাপ্পা। তবে পাঁচটির মধ্যে এগুলি কোন চারটি আসন তা নিয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি। গত জুলাই মাসেই লোকসভা নির্বাচনে (NDA) বিজেপির সঙ্গে জোটে যাওয়ার প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া। কিন্তু সেপ্টেম্বরেই চূড়ান্ত হয়ে গেল জোট। 

    ২০১৯ সালে গেরুয়া ঝড়ে কর্নাটকে মুছে যায় বিরোধীরা (NDA)

    প্রসঙ্গত, বিগত বিধানসভা নির্বাচনে জেডিএস এর সঙ্গে বিজেপির সম্পর্কের অত্যন্ত অবনতি হয়। তারপরেও কীভাবে এই জোট হতে চলেছে তা নিয়ে প্রশ্ন করা হলে ইয়েদুরাপ্পা বলেন, ‘‘রাজনীতিতে এমনটা চলতেই থাকে। এই ধরনের পরিস্থিতি হয়। তবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন সেটা আমরা সকলে মেনে চলব।’’ ২০১৯ সালে কর্নাটকে গেরুয়া ঝড়ে ধুলিস্যাৎ হয়ে যায় বিরোধীরা। ২৮টি আসনের মধ্যে ২৬টি তেই (NDA) যেতে বিজেপি। কংগ্রেস এবং জেডিএস একটি করে আসন পায়। জেডিএস যেতে হাসান কেন্দ্রে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: ‘‘আমি একজন গর্বিত হিন্দু’’, ভারতে এসে মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর

    G20 Summit: ‘‘আমি একজন গর্বিত হিন্দু’’, ভারতে এসে মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। তার আগে শুক্রবারই ভারতে পা রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। এদিন বিভিন্ন সংবাদ সংস্থাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনদিন তাঁর ভারত সফরে বেশ কতগুলি মন্দির দর্শনে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। নিজেকে গর্বিত হিন্দুও বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিমানবন্দরের ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ভাগবত গীতা, রুদ্রাক্ষ এবং হনুমান চল্লিশা। তাঁকে ‘জয় সিয়া রাম’ বলে সম্বোধনও করা হয়।

    আমি একজন গর্বিত হিন্দু

    ঋষি সুনক (G20 Summit) বলেন, ‘‘আমি এক জন গর্বিত হিন্দু। সে ভাবেই বড় হয়েছি। আমি সে রকমই রয়েছি। পরের ক’দিন এখানে থাকার সময় আশা করি কয়েকটি মন্দির দর্শন করতে পারব।’’

     ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী এও জানিয়েছেন যে চলতি বছরের রাখিবন্ধন উৎসবে তিনি শামিল হয়েছিলেন নিজের পরিবারের সঙ্গে। যদিও কর্মসূচিতে ব্যস্ত থাকায় জন্মাষ্টমী সেভাবে পালন করতে পারেননি তিনি। তাঁর নিজের ভাষায়, ‘‘কয়েক দিন আগেই রাখীবন্ধন পালন করেছি। আমার বোন, তুতো বোনেরা রাখী পরিয়েছে। সব রাখী এখনও রয়েছে আমার কাছে। যদিও জন্মাষ্ঠমী পালনের সময় হয়নি। তবে আশা রয়েছে, এ বার কিছু মন্দির দর্শনে যেতে পারব।’’ কেন ধর্ম পালন গুরুত্বপূর্ণ তারও ব্যাখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি বলেন, ‘‘যাঁরা জীবনে বিশ্বাস করেন, তাঁদের সকলকে সাহায্য করে ধর্মবিশ্বাস। বিশেষত আমার মতো যাঁদের কাজের চাপ খুব বেশি। সহনশীলতা, শক্তি জোগানোর জন্য বিশ্বাস থাকা জরুরি।’’

    জি২০ শীর্ষ সম্মেলন ঘিরে সেজে উঠেছে দিল্লি 

    ৯ এবং ১০ সেপ্টেম্বর জি২০ সম্মেলনকে (G20 Summit) ঘিরে সাজো সাজো রব দিল্লিতে (G20 Summit)। সম্মেলন স্থলে ইতিমধ্যে বসানো হয়েছে ২৭ ফুটের অষ্টধাতুর তৈরি নটরাজের মূর্তি। তিন দিন ধরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ১৫টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ভারতে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। শুক্রবার আমেরিকা থেকে এসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট জো  বাইডেন। দ্বিপাক্ষিক বৈঠকের (G20 Summit) কথা রয়েছে মরিশাস, বাংলাদেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও। শনিবার ব্রিটেন, জাপান, জার্মানি, ইতালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী (G20 Summit)। ১০ সেপ্টেম্বর তাঁর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার, ০৯/০৯/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার, ০৯/০৯/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় মনে আনন্দ থাকবে।

    ২) জীবনসঙ্গীর সঙ্গ ও সহযোগিতা লাভ করবেন।

    বৃষ

    ১) পরিবার সদস্যদের জন্য সময় বের করতে পারবেন না। জীবনসঙ্গী ক্ষুব্ধ হবে।

    ২) কাজের কারণে যাত্রায় যাওয়ার পরিকল্পনা করে থাকলে তা বাতিল করুন।   

    মিথুন

    ১) আয় মাথায় রেখে ব্যয় করলে অভাব দেখা দেবে না।

    ২) স্বাস্থ্য বিশেষ ভালো থাকবে না।

    কর্কট

    ১) সন্তান পরীক্ষায় সফল হবে। তাঁদের প্রতি আপনার বিশ্বাস মজবুত হবে।

    ২) মায়ের স্বাস্থ্য সমস্য়া বাড়তে পারে।

    সিংহ 

    ১) ব্যবসায়িক সিদ্ধান্তের দ্বারা লোকসান হতে পারে। বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে সিদ্ধান্ত নিন।

    ২) পরিবারের সদস্যের বিয়ের পাকা কথা হতে পারে।

    কন্যা

    ১) মা-বাবার আশীর্বাদে যে কাজ করবেন, তাতে সফল হবেন।

    ২) বিদেশে বসবাসকারী আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।

    তুলা 

    ১) ছাত্রছাত্রীরা শিক্ষক ও বরিষ্ঠদের আশীর্বাদ চাইবেন।

    ২) নতুন ব্যবসায় লগ্নির পরিকল্পনা আপাতত বাতিল করুন। তা না-হলে ভবিষ্যতে বড়সড় লোকসান হতে পারে।

    বৃশ্চিক

    ১) ভাইয়ের সাহায্যে ধন লাভ করতে পারেন এই রাশির জাতক।

    ২) সম্পত্তি বিবাদে সাফল্য লাভ করতে পারেন। এর ফলে মন প্রসন্ন হবে।

    ধনু

    ১) ধর্মীয় কাজে রুচি বাড়বে। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করবেন।

    ২) ভাগ্যের সাহায্যে প্রচুর ধন লাভ হতে পারে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    মকর

    ১) অনাবশ্যক ব্যয় বহন করতে হবে।
     
    ২) নতুন কাজে মন খুলে লগ্নি করুন। কারণ এর ফলে ভবিষ্যতে লাভ অর্জন করতে পারবে।   

    কুম্ভ

    ১) প্রিয় মানুষের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। তা না-হলে সমস্যায় জড়াতে পারেন।

    ২) পরিবারের সদস্যদের সঙ্গে কাছের বা দূরের যাত্রা করতে পারেন। এর দ্বারা লাভ হবে।

    মীন

    ১) কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে কাজ হাসিল করলে সফল হবেন। এর দ্বারা লাভান্বিত হবেন।

    ২) খোশমেজাজ ব্যক্তিত্ব হওয়ার কারণে সকলে আপনার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইবেন। এর ফলে বন্ধু সংখ্যা বাড়বে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • PM Modi and Hasina Meeting: ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ বললেন মোদি

    PM Modi and Hasina Meeting: ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ নতুন দিল্লিতে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা (PM Modi and Hasina Meeting) অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৯ বছরে ভারত-বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি অত্যন্ত ইতিবাচক। যোগাযোগ এবং বাণিজ্য প্রসারে উভয় দেশ, অত্যন্ত গঠন মূলক প্রয়াস রাখতে পেরে আনন্দিত বলে মন্তব্য করেন মোদি।

    মোদি এবং হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক (PM Modi and Hasina Meeting)

    শনিবার থেকে দেশের রাজধানী দিল্লিতে জি ২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জি ২০ গোষ্ঠী ভুক্ত দেশের রাষ্ট্র প্রধান এবং প্রতিনিধি মণ্ডলের সদস্যরা যোগদান করবেন। দিল্লির প্রগতি ময়দান এবং ভারত মণ্ডপমে সাজোসজো রব। এই সম্মলেনের ঠিক একদিন আগেই ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা দ্বিপাক্ষিক আলোচনায় (PM Modi and Hasina Meeting) বসেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অপর দিকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে।

    বৈঠকের বিষয়

    যদিও এই বৈঠকের বিষয় নিয়ে ভারত এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রক এখনও কিছুই স্পষ্ট করে জানায় নি, তবে বৈঠকের ছবি বিনিময়ে বেশ উৎফুল্লতা দেখা গেছে উভয় দেশের নেতাদের মুখে। সূত্রের খবর, উভয় দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য এবং যোগাযোগ বিষয়ের উপর আলোচনা (PM Modi and Hasina Meeting) হওয়ার সম্ভাবনা ছিল। অবশ্য এই বৈঠকের আগে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গত বৃহস্পতি বার, বাংলাদেশের সাংবাদিকদের বলেছিলেন, দুই দেশের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। উভয় দেশের মধ্যে তিনটি মউ স্বাক্ষর হওয়ার কথাও উল্লেখ করেন। দুই দেশের কৃষি ব্যবস্থা এবং গবেষণা, সাংস্কৃতিক আদান প্রদান এবং উভয় দেশের টাকা এবং রুপি লেনদেনকে সুগম করার মউ স্বাক্ষর হওয়ার বিষয় আলোচানায় থাকার কথা জানিয়ে ছিলেন।

    মোদি কি বললেন ট্যুইটারে?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা (PM Modi and Hasina Meeting) হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই আনন্দদায়ক। তিনি আরও বলেন, দুই দেশের যোগাযোগ, বাণিজ্য সংযোগের মতন আরও অনেক বিষয় আলোচনার মধ্যে এসেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • JU Student Death: যাদবপুরের মৃত ছাত্র নাবালক ছিলেন! অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা

    JU Student Death: যাদবপুরের মৃত ছাত্র নাবালক ছিলেন! অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরের মৃত পড়ুয়া নাবালক (JU Student Death) ছিলেন। পুলিশ তাই প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারা যোগ করল। হস্টেলে র‍্যাগিংয়ের কারণে ইতিমধ্যে পুলিশ মামলা দায়ের করেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্তে অভিযুক্তদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। ধৃতদের প্রত্যেককেই ১১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবার যোগ করা হল নতুন ধারা।

    ভারতীয় দণ্ডবিধির কত নম্বর ধারায় মামলা দায়ের হল?

    গত ৯ই অগাস্ট বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের এ টু ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু (JU Student Death) হয়েছিল প্রথম বর্ষের ছাত্রের। পুলিশ জানিয়েছিল, হস্টেলের নিচে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায় ওই ছাত্রকে। ফলে কীভাবে মৃত্যু হল, বিবস্ত্র কেন ছিলেন, ঘরের মধ্যে তাঁর সঙ্গে কী ঘটেছে ইত্যাদি বিষয়ে জানার জন্য পুলিশ পকসো ধারায় মামলা দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির ১২ নম্বর ধারায় ওই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের বয়স ১৮ হয়নি। এই মৃত্যুর তদন্তে যাদবপুর থানার পাশাপাশি তদন্ত করছেন লালাবাজারের গোয়েন্দারা। তদন্তের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশপাশি তদন্ত করছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা।

    প্রধান অভিযুক্ত (JU Student Death)

    ছাত্রমৃত্যুর (JU Student Death) ঘটনায় ক্যাম্পাসের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। অভিযুক্তদের শাস্তির দাবিতে সর্বত্র জোরালো আওয়াজ ওঠে। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং এখনও পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে গ্রেফতার করা হয় হস্টেলের পাশ-আউট ছাত্র সৌরভ চৌধুরি। এরপর একে একে দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ, অসিত সর্দার, সুমন নস্কর, সপ্তক কামিল্যা, মহম্মদ আরিফ, আসিফ আফজাল আনসারি, অঙ্কন সরকার এবং জয়দীপ ঘোষ গ্রেফতার হয়। আগামী ১১ সেপ্টেম্বর পকসো আদালতে এদের তোলা হবে বলে জানা গেছে।  

    উল্লেখ্য মৃত ছাত্রের বাবা-মা কয়েকদিন আগেই নবান্নে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মৃত ছাত্রের বাবা-মাকে সাহায্যের আশ্বাস দেন। নগরপালকে সঠিক ভাবে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন।

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • South 24 Parganas: বিজেপি করা যেন ‘অপরাধ’! সমস্ত রাস্তায় বেড়া দিয়ে পথ আটকে দিল তৃণমূল!

    South 24 Parganas: বিজেপি করা যেন ‘অপরাধ’! সমস্ত রাস্তায় বেড়া দিয়ে পথ আটকে দিল তৃণমূল!

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার মথুরাপুর দু’নম্বর ব্লকের দক্ষিণ কনকনদিঘির ডাক্তারঘেরি। এখানকার মুন্ডাপাড়া এলাকায় ছটি পরিবারকে গত তিনদিন ধরে চলার রাস্তায় বেড়া দিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ২০১৫ সাল নাগাদ মণি নদীর ভাঙন রোধে সরকার একটি আইলা বাঁধ তৈরি করার কাজ হাত দেয়। তার জন্য প্রায় ২৫ টি পরিবারকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে উঠে যেতে হয়। ১০ টি পরিবারের নিজস্ব জায়গা থাকায় তাদের সরকার থেকে ঘর করে দেওয়া হয়। অন্যদিকে ১৫ টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করে সরকার। ৯টি পরিবার ভালোভাবে থাকতে পারলেও ৬টি পরিবারকে ওই আইলাবাঁধের ঢিল ছোঁড়া দূরত্বে পাট্টা দেওয়া হয় ২০১৭ সালে। ২০২০ সালে সরকারি টাকায় ঘর করে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঘর ও জায়গা পেলেও চলাচলের  রাস্তার ব্যবস্থা করা হয়নি। ছটি পরিবারের মধ্যে একটি পরিবার সরকারি রাস্তার ধারে থাকায় তার কোনও অসুবিধা না হলেও পাঁচটি পরিবার মহা বিপদে। ঘরের সামনে অন্যের জায়গার ওপর দিয়ে জল পেরিয়ে বাঁধে উঠে চলাচল শুরু করে তারা।

    কীভাবে ঘনিয়ে এল বিপদ (South 24 Parganas)?

    ২০২২ সালের দিকে হঠাৎ করে তাদের যাতায়াতে বাধা আসে। অসহায় পরিবারগুলি বিভিন্ন প্রশাসনিক দফতরে জানায়। আশ্বাস দেওয়া হলেও কোনওরূপ রাস্তার ব্যবস্থা করা হয়নি। পঞ্চায়েত ভোটে এই পরিবারগুলো বিজেপিকে সমর্থন করায় শাসক দলের লোকজন তাঁদের উপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ। এমনকি মাঝে মাঝে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হঠাৎ করে দেখা যায়, তাদের চলাচলের সমস্ত রাস্তায় কাঁটা বেড়া দেওয়া হয়েছে। এমনকি ওই ছটি পরিবারের মধ্যে রাস্তার কাছে যে পরিবার ছিল, তাদেরও রাস্তা (South 24 Parganas) বন্ধ করে দেওয়া হয়। পরিবারগুলি মহা বিপদে পদে পড়ে। বাড়িতে অসুস্থ লোকজন, ছোট ছোট ছেলেমেয়েদের লেখাপড়া, নলকূপের জল আনা, বাজারে যাওয়া বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে বাড়ির গৃহবধূরা অসুস্থ শিশু নিয়ে এমনকি জল আনার জন্য কলসি নিয়ে এক গোলা জলে নেমে পারাপার, যাতায়াত শুরু করে। সেখানেও তাদেরকে বাধা দেওয়া হয়, এমনকি আজ তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়, ঘর ছেড়ে চলে যেতে হবে। যদি ঘরে থাকে তাদের আর বার হতে দেওয়া হবে না।

    কী বললেন তৃণমূলের কর্মকর্তারা (South 24 Parganas)?

    তবে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের দাবি, এমন যদি ঘটনা হয়ে থাকে, তাহলে তার তদন্ত হওয়া প্রয়োজন। তবে এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস (South 24 Parganas) কোনওভাবেই যুক্ত নয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: আর্থিক অনটন, যেতে পারছে না তাসখন্দের চ্যাম্পিয়নশিপে, ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ দুই ছাত্র

    Nadia: আর্থিক অনটন, যেতে পারছে না তাসখন্দের চ্যাম্পিয়নশিপে, ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ দুই ছাত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সুযোগ পেয়েও টাকার অভাবে তাসখন্দে এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে যাওয়া নিয়ে সংশয়ে নবদ্বীপের (Nadia) দুই স্কুলছাত্র। পারিবারের অভাবের কাছে কি হার মানবে মেধাবী খেলাপ্রিয় ছাত্ররা? বাধ্য হয়ে তারা দ্বারস্থ হয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর। কারণ, আর্থিক সাহায্য পেলে তবেই তারা যেতে পারবে তাসখন্দের চ্যাম্পিয়নশিপে।

    বাইরে যেতে কত টাকার প্রযোজন (Nadia)?

    আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর আফগানিস্তানের তাসখন্দে এশিয়ান জিমন্যাস্টিকের আসর বসতে চলেছে। তাতে ডাক পেয়েছে নদিয়ার (Nadia) নবদ্বীপ হিন্দু স্কুলের একাদশ শ্রেণির ছাত্র অঙ্কুশ কর্মকার এবং নবদ্বীপ তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রাইনা মজুমদার। রাইনার বাবা পেশায় নিরাপত্তারক্ষী, অঙ্কুশের বাবা মেশিন মেকানিক, সেলাইয়ের কাজ করেন। তাসখন্দে যেতে হলে ভাড়া এবং অন্যান্য খরচ বাবদ একেক জনের যেতে-আসতে দেড় লক্ষ করে, মোট তিন লক্ষ টাকা করে প্রয়োজন। পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা কোনও মতেই সম্ভব নয়। আর তাই তারা দ্বারস্থ হয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। আফগানিস্তানের তাসখন্দে আয়োজিত জুনিয়র ও সিনিয়র অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিকস এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে তারা মিক্সড পেয়ার ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটাই এখন সংশয়ের।

    খেলোয়াড়দের বক্তব্য

    সাংবাদিকদের সামনে নদিয়ার (Nadia) এই দুই পারদর্শী মেধাবী ছাত্র বলে, আমাদের পারিবারের আর্থিক অভাবের কারণে আমরা তাসখন্দে যেতে পারব কি না, এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই জিমন্যাস্টিকস এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা পশ্চিমবঙ্গ থেকে দুজনই সুযোগ পেয়েছি। আমরা রাজ্যের মন্ত্রীকে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করেছি। ইতিমধ্যে নবদ্বীপ পৌরসভা থেকে তারা ৫০ হাজার করে আর্থিক সাহায্য পেয়েছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর বিষয়ে আমরা ভীষণ আশাবাদী। কারণ সরকার পাশে দাঁড়ালে তবেই দেশের হয়ে খেলতে যেতে পারবে তারা।

    পরিবারের বক্তব্য

    অবিভাবক অঞ্জনা মজুমদার (Nadia) বলেন, আমাদের আর্থিক সামর্থ তেমন নেই যে আমরা আমাদের ছেলেকে খেলতে যেতে পাঠাতে পারবো। তিনি আরও বলেন, অঙ্কুশের বাবা নিজে সেলাইয়ের কাজ করেন। কোনও রকমে সংসার চলে আমাদের। তাই সকলের কাছে সাহায্যের আবেদন করেছি। সরকারের কাছেও আমরা সাহায্যের কথা জানিয়েছি।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share