Tag: Bengali news

Bengali news

  • Jadavpur University: টানা ৩ ঘণ্টা পুলিশি জেরার মুখে ডিন কি দায় এড়ালেন?

    Jadavpur University: টানা ৩ ঘণ্টা পুলিশি জেরার মুখে ডিন কি দায় এড়ালেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ছাত্রদের বাধাতেই আইন প্রয়োগ করা যায় না, বৃহস্পতিবার বিকালে লালবাজারে পুলিশি জিজ্ঞাসাবাদে ঠিক এমন কথাই বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ডিন অফ স্টুডেন্ট রজত রায়। বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গিয়েছে। বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রজত রায়কে। বিকাল ৩টে নাগাদ তিনি লালবাজারে হাজিরা দেন, সন্ধ্যা ছটা নাগাদ বেরিয়েছেন বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ডিন কি নিজের কাঁধ থেকে যাবতীয় দায় ঝেড়ে ফেলে সবটা ছাত্রদের উপর চাপিয়ে দিতে চাইলেন? আইন কার্যকর করার দায়িত্ব দিয়েই তো সরকার তাঁদের মতো আধিকারিকদের গুরুত্বপূর্ণ পদে বসায়। মোটা টাকা বেতন দেয়। অথচ বিপাকে পড়লে তাঁরা এই ধরনের দায় এড়ানো মন্তব্য করেন। তাই ডিনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

    কোন কোন প্রশ্নের উত্তর দিলেন ডিন?

    পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের সময় একাধিক প্রশ্ন করা হয় রজত রায়কে (Jadavpur University)। যেমন ডিন অফ স্টুডেন্টস এর কাজ কী, তাঁর ভূমিকা কী, এর পাশাপাশি ক্যাম্পাসে সিসি ক্যামেরা রয়েছে কিনা, হস্টেল সুপারের (Jadavpur University) ভূমিকা কী ইত্যাদি। ঘটনার দিন রাতে হস্টেলে ঠিক কী হয়েছিল? এ সমস্ত কিছুই জানতে চাওয়া হয় ডিন অফ স্টুডেন্ট এর কাছে। তাঁর কাছেও জানতে চাওয়া হয় যাদবপুরে কোনও অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড আছে কিনা? এদিন কার্যত তিনি স্বীকার করে নেন যে অ্যান্টি স্কোয়াড থাকলেও তা কার্যকরী নয়, সেখানে অনেক খামতি রয়েছে। 

    সেদিনের ঘটনা

    জানা গিয়েছে, সেদিন ঘটনার সম্পর্কে (Jadavpur University) রজত রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, গত ৯ অগাস্ট রাত ঠিক ১০টা ০৫ মিনিটে হস্টেল থেকে তাঁর কাছে ফোন আসে এবং তাঁকে বলা হয় এক ছাত্রকে পলিটিসাইজ করা হচ্ছে। ফোন পেয়ে ১০টা ০৮ মিনিটে ডিন হস্টেলের সুপারকে ফোন করেন এবং বিষয়টি জানান। কিন্তু সুপার তারপর আর কিছু জানাননি। ডিন এও বলেন, রাত ১২টা ০৮ মিনিটে হস্টেল সুপার আবার তাঁকে ঘুরিয়ে ফোন করেন এবং গোটা বিষয়টি জানান। লালবাজার সূত্রে খবর, ডিনের বয়ানে পুলিশের মনে হয়েছে বিশ্ববিদ্যালয় (Jadavpur University) এবং হস্টেলে আইন-শৃঙ্খলার ঘাটতি রয়েছে। এবং ডিনও কার্যত তা স্বীকার করে নিয়েছেন। ডিনের বয়ানের পরে হস্টেল সুপারকেও লালবাজারে তলব করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ ডিনের অনেক কথার মধ্যেই চরম অসঙ্গতি খুঁজে পাওয়া যাচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ১৮/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ১৮/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন। 

    ২) দান-পুণ্যের কাজে অর্থ ব্যয় হবে।

    বৃষ

    ১) উচ্চাধিকারিকদের সাহায্যে কর্মক্ষেত্রে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন।

    ২) সন্ধ্যা নাগাদ অতিথি আগমনের ফলে বাড়িতে কাজ বাড়তে পারে।

    মিথুন

    ১) বহুদিন ধরে দেখা করার ইচ্ছা রয়েছে এমন কোনও বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। 

    ২) মায়ের স্নেহ ও আশীর্বাদ পাবেন।

    কর্কট

    ১) সন্ধ্যাবেলা পরিবারের ছোট্ট বাচ্চাদের সঙ্গে আনন্দ করবেন।

    ২) দূরে বসবাসকারী আত্মীয়ের সঙ্গে কথা বলে আনন্দিত হবেন।

    সিংহ 

    ১)  সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন।

    ২) দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ায় আনন্দিত হবেন।

    কন্যা

    ১) পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে।

    ২) বিপরীত পরিস্থিতিতে রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে।

    তুলা 

    ১) শরীরের বিষয়ে কোনও ঝুঁকি নেবেন না।

    ২) জীবনসঙ্গীর সঙ্গ ও সাহায্য লাভ করবেন।

    বৃশ্চিক

    ১) বন্ধুদের সঙ্গে পিকনিকে যেতে পারেন।

    ২) গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন।

    ধনু

    ১)  আজ প্রয়োজনীয় বস্তুর কেনাকাটায় অর্থ ব্যয় করবেন।

    ২) নিজের আয় মাথায় রেখে ব্যয় করবেন।

    মকর

    ১) জীবনসঙ্গীর সাহায্যে আনন্দে থাকবেন।
     
    ২) প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে।

    কুম্ভ

    ১) মায়ের শারীরিক কষ্ট বাড়বে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

    ২) ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন, তা না-হলে লোকসান হতে পারে।

    মীন

    ১) যে কোনও কাজে কঠোর পরিশ্রম করবেন।

    ২) ভাগ্যের ভরসায় কাজ ছাড়বেন না, সাফল্য লাভ করবেন।
         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Partha Chatterjee: পার্থর নাকতলার বাড়িতেই বিক্রি হতো চাকরি! আদালতে বিস্ফোরক সিবিআই

    Partha Chatterjee: পার্থর নাকতলার বাড়িতেই বিক্রি হতো চাকরি! আদালতে বিস্ফোরক সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিজের বাড়িতে বসে এসএসসির গ্রুপসি পদের চাকরি বিক্রি করতেন বলে আদালতে চাঞ্চল্যকর অভিযোগ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টাকা নিয়ে বেআইনি চাকরির লিস্ট তৈরি করা হত এই বাড়িতেই। নিত্য যাতায়েত ছিল প্রসন্ন রায় এবং প্রদীপ সিংহের মতন ব্যক্তিদের। সিবিআই-এর এই অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল শিক্ষক নিয়োগের দুর্নীতি কাণ্ডে। 

    সিবিআই আদালতে কী বলেছেন (Partha Chatterjee)?

    স্কুল শিক্ষক নিয়োগের দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার ফের আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। কোর্টে সিবিআই দাবি করেন, তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যর প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee) নাকতলার বাড়িতেই একটি অফিস ছিল। আর সেই অফিসেই চাকরি বিক্রেতাদের নিত্য আনাগোনা ছিল। এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরেই ছিল চাকরি বিক্রির অফিস। এখানেই প্রথমে লিস্ট তৈরি হত এবং এরপর সেই লিস্ট চলে যেত কমিশনের চেয়ারম্যান, সুবীরেশ ভট্টাচার্যের অফিসে। এই বাড়িতে টাকা নেওয়া হত এবং নামের তালিকা তৈরি করা হত। সিবিআই আরও বলেন যে কিছু লোক থাকত, যারা জেলা থেকে টাকা নিত এবং এরপর সেই টাকা এবং প্রার্থীদের নাম এখানেই নিয়ে আসতো। প্রসন্ন, প্রদীপদের মতন লোকেরা জেলা থেকে টাকা সংগ্রহ করত। এই নিয়োগের পুরো প্রক্রিয়াটাই একটা ‘পরিকল্পিত অপরাধ’।

    আদালতে পার্থ কী বলেন?

    আদলাতে এই দিন জামিনের আবেদন করে পার্থ (Partha Chatterjee) বলেন, আমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমার একজন জেলের মধ্যে সহকারী দরকার, যদি আপনি মঞ্জুর করেন। তিনি আরও বলেন, বাগ কমিটির রিপোর্ট অনুযায়ী তদন্ত করা উচিত। আমার বয়স বাড়ছে। তিনি আরও দাবি করেন, শিক্ষক নিয়োগে শিক্ষামন্ত্রীর ভূমিকা থাকে না, আমার বিরুদ্ধে বিশেষ ষড়যন্ত্র করা হয়েছে। এই দিনেও বিচারক পার্থর জামিনের আবেদন খারিজ করে দেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Salboni: শালবনিতে বোর্ডে ক্ষমতা দখলের পরও পঞ্চায়েতে কেন তালা দিলেন বিজেপি কর্মীরা ?

    Salboni: শালবনিতে বোর্ডে ক্ষমতা দখলের পরও পঞ্চায়েতে কেন তালা দিলেন বিজেপি কর্মীরা ?

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রাম পঞ্চায়েতের গেটে পড়ল তালা। তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় বিজেপির কর্মী, সমর্থকরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনির লালগেড়িয়া এলাকায়। এই পঞ্চায়েত এবার বিজেপির দখলে এসেছে। প্রধান, উপপ্রধান নির্বাচন হয়ে গিয়েছে। বুধবার তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু, তা দেওয়া হয়নি বলেই প্রতিবাদে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এদিন না হলেও শীঘ্রই নবনির্বাচিত প্রধান, উপপ্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    তালা ঝুলিয়ে দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস। তিনি বলেন, তৃণমূল একটা নোংরা খেলায় নেমেছে। শালবনির লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড বিজেপি দখল করেছে। কিন্তু, প্রধান, উপপ্রধান এবং আমাদের পঞ্চায়েত সদস্যদের তৃণমূল প্রশাসনের সাহায্যে আমাদেরকে হেনস্তা করছে। পুরানো বোর্ডের যে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটা থাকে সেটা তৃণমূল বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত করা হয়নি। এইসব করার জন্য  আমাদের পঞ্চায়েত এবং অঞ্চলের যেসব নেতা কর্মীরা রয়েছেন তারা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে দিয়েছে। আমরা এসব মেনে নেব না। আমরা তৃণমূলের অসহযোগিতার বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামব। 

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, এবারের লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতে আমরা দুটো আসনে মাত্র দু ভোটে হেরে গিয়েছিলাম। আমরা মানুষের রায় মাথা পেতে মেনে নিয়েছি। আগামী ১৮ই অগাস্ট  নির্ধারণ করা হয়েছে ক্ষমতা হস্তান্তকরণের। কিন্তু, বিজেপি এমন একটি বিশৃংখল দল কোনও কর্মী কোনও নেতৃত্বের সঙ্গে কোনও যোগাযোগ নেই। ফলে, যা হওয়ার তাই হয়েছে। পঞ্চায়েতে গিয়ে বলা হয়েছে যে আজকেই ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে। নাহলে পঞ্চায়েতের কাজ করতে দেব না। পঞ্চায়েতের সমস্ত কর্মীদেরকে বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Taliban: তালিবানি শাসনে নিষিদ্ধ রাজনৈতিক দল, শরিয়ত মেনেই সিদ্ধান্ত, জানালেন আইনমন্ত্রী

    Taliban: তালিবানি শাসনে নিষিদ্ধ রাজনৈতিক দল, শরিয়ত মেনেই সিদ্ধান্ত, জানালেন আইনমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: তালিবান (Taliban) মানেই যেন ফতোয়া! আমরা যাকে বলি কোনও কিছুকে নিষিদ্ধ করা বা ব্যান করা। নারী অধিকার, নারী শিক্ষা তো সে দেশে নিষিদ্ধ হয়েছে, এবার যে কোনও রকমের রাজনৈতিক কার্যকলাপও নিষিদ্ধ হল আফগানিস্তানে। তালিবান (Taliban) সরকারের আইনমন্ত্রী শাইখ মৌলবি আবদুল হাকিম শারি একথা নিজে ঘোষণা করেছেন।

    আরও পড়ুুন: এই প্রথম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উড়ল ছত্তিশগড়ের আটটি গ্রামে

    তালিবানি (Taliban) ফতোয়া 

    জনপ্রিয় সংবাদ সংস্থা দ্য ডন পত্রিকাতে এই নিয়ে রিপোর্ট বেরিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, বুধবার তালিবানে আইনমন্ত্রী শাইখ মৌলবি আবদুল হাকিম শারি কাবুলে তার মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সেময় তিনি বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা হল। কারণ শরিয়ত আইন অনুযায়ী, তাদের কোনও স্থান নেই। এসব দলের সঙ্গে কোনও জাতীয় স্বার্থও জড়িত নয় ও দেশের সাধারণ মানুষ তাদের পছন্দও করে না। গত ১৬ অগাস্ট এ বিষয়ে জারি করা হয় নিষেধাজ্ঞা। বিশেষজ্ঞ মহলের ধারণা, আফগানিস্তানে একচ্ছত্র আধিপত্য কায়েম করতেই তালিবান এমন সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক চাপের কাছেও তালিবান (Taliban) যে নতি স্বীকার করবে না সে কথাও সাফ ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

    ২০২১ সালে ক্ষমতা দখল তালিবানের 

    ২০২১ সালের ১৫ অগাস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবানরা। যদিও এখনও পর্যন্ত কোনও দেশই তালিবান (Taliban) সরকারকে স্বীকৃতি দেয়নি।
    ক্ষমতায় এসেই ঠিক আগের রূপেই ফিরে যায় তারা। ২০ বছর আগের আফিগানিস্তান যেন ফিরে এসেছে। নারীদের শিক্ষা ও একাকী চলাফেরায় বিধি নিষেধ আরোপ করে তালিবান। সম্প্রতি আফগানিস্তানের মহিলাদের বিউটি পার্লারেও নিষেধাজ্ঞা জারি করে তালিবানরা (Taliban)। এবার বন্ধ হল রাজনৈতিক কার্যকলাপ।

     

    আরও পড়ুন: কোচবিহারে বাড়ি সংস্কার করতে হলেও দিতে হবে নতুন হারে পুরকর, আন্দোলনে বিজেপি

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: তৃণমূলকে হারিয়ে পঞ্চায়েতে বোর্ড গঠন বিজেপির, বিজয় মিছিলে পা মেলালেন সুকান্ত

    Sukanta Majumdar: তৃণমূলকে হারিয়ে পঞ্চায়েতে বোর্ড গঠন বিজেপির, বিজয় মিছিলে পা মেলালেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত  মজুমদারের (Sukanta Majumdar) খাসতালুক হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ভাটপাড়া পঞ্চায়েত এলাকা। এই গ্রাম পঞ্চায়েতে এবার তৃণমূলকে হারিয়ে প়়ঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি। রাজ্য সভাপতির খাসতালুকেই বোর্ড গঠন করায় বিজেপি কর্মীরা উচ্ছ্বসিত।

    পঞ্চায়েতে কীভাবে বোর্ড গঠন করল বিজেপি?

    ভারত -বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভাটপাড়া পঞ্চায়েতে তফশিলি জাতি ও উপজাতি মানুষের সংখ্যায় বেশি। দীর্ঘ বাম জমানাতেও ওই পঞ্চায়েতকে দখল করতে পারেনি বামেরা। বালুরঘাট মহকুমার অধিকাংশ পঞ্চায়েতে যখন বামেরা জিতত, তখন এই একটি পঞ্চায়েতেই কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকতো। বিধানসভা ও লোকসভা নির্বাচনেও বাম প্রার্থীরা জিতলেও  কংগ্রেসের প্রার্থী লিড নিত ওই পঞ্চায়েতে। এখনও ওই ট্রাডিশন বজায় রেখেছে ভাটপাড়া। ভাটপাড়়া গ্রাম পঞ্চায়েতে মোট ২২টি আসন রয়েছে। তৃণমূল এবং বিজেপি ১১টি করে আসন পেয়েছিল। ফলে, এই গ্রাম পঞ্চায়েতে কার দখলে আসে তা নিয়ে দলের অন্দরে জোর চর্চা ছিল। এই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রথমে এক তৃণমূলের নির্বাচিত সদস্য ভোট দিতে ভুল হওয়ার কারণে প্রধান পদে জয়লাভ করে বিজেপির জয়ী সদস্য নীলিমা বর্মন। ওই তৃণমূল সদস্যের ভোট বাতিল হতেই  বিজেপি প্রার্থী এগারো -দশ ব্যবধানে প্রধান পদে জয় লাভ করেন। পরে, উপপ্রধান পদে টসের মাধ্যমে ফল বের হয়। আর তাতে জিতেছেন বিজেপির জয়ী সদস্য শিবু সরকার। এই পঞ্চায়েত দখল করতেই বিজেপির নেতাকর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়। সকলেই গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) ভাটপাড়া পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে  মিছিল করেন।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    এই বিষয়ে বালুরঘাটে তৃণমূলের ব্লক সভাপতি স্বপন বর্মন বলেন,ভাটপাড়া পঞ্চায়েত আমাদের দখলে ছিল। কিন্তু, এবারের নির্বাচনে আমরা জয়ী হওয়ার জায়গায় ছিলাম। আমাদের এক সদস্য ভুলবশত ভোটটা নষ্ট করে দেয়। ভোটটা কী কারণে নষ্ট করে তা আমরা দলীয়ভাবে তদন্ত করছি। এই বিষয়ে দল ব্যাবস্থা নেবে। আমরা লড়াইয়ের ময়দানে আছি।

    কী বললেন বিজেপির রাজ্য সভাপতি? (Sukanta Majumdar)  

    এই বিষয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, আমরা ভাটপাড়া পঞ্চায়েতে জিতেছি। সেই আনন্দে বিজেপির কর্মীরা আজ ভাটপাড়া পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় বিজয় মিছিল বের করেন। আসলে বালুরঘাটের বিডিও ইচ্ছাকৃতভাবে এই ভাটপাড়া পঞ্চায়েতে তৃণমূলকে জেতানোর চেষ্টা করছিল। বিজেপির আন্দোলনের চাপে গ্রাম পঞ্চায়েতের ফলাফল সমান সমান হয়ে যায়। অবশেষে ভাটপাড়া পঞ্চায়েত বিজেপি দখল করে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Pilot: গত দু’দিনে দু’জন ভারতীয় বিমান চালকের আকস্মিক মৃত্যু

    Indian Pilot: গত দু’দিনে দু’জন ভারতীয় বিমান চালকের আকস্মিক মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দু’ দিনে দু’ জন বিমান চালকের (Indian Pilot) মৃত্যুর ঘটনা ঘটল। এক জনের মৃত্যু হল বিমানবন্দরে বিমান পৌঁছানোর পর, অপর জনের মৃত্যু হয়েছে বিমানের মধ্যেই। ইন্ডিগো বিমানের চালক ছিলেন একজন। অপরজন ছিলেন কাতার এয়ারওয়েজের চালক। 

    কীভাবে মৃত্যু হল (Indian Pilot)?

    সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ইন্ডিগো বিমানটি নাগপুর থেকে পুণে যাচ্ছিল। বিমান পৌঁছানোর পর হঠাৎ চালক অজ্ঞান হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই বিমানের চালকের (Indian Pilot) যাত্রাপথ ছিল তিরুবনন্তপুরম থেকে পুণে হয়ে নাগপুর পর্যন্ত। বিমানটি ছাড়ার সময় ছিল গতকাল ভোর ৩ টেয় এবং পৌঁছানোর সময় ছিল সকাল ৭ টায়। জানা যায়, এই চালকের আজ দুপুর ১ টার সময় বিমানবন্দরে ফের রিপোর্ট করারও কথা ছিল কিন্তু তাঁর আগেই এই মৃত্যুর ঘটনা ঘটে যায়।

    ইন্ডিগো কর্তৃপক্ষের বক্তব্য

    ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, আজ নাগপুরে আকস্মিক ভাবে আমাদের এক বিমান চালকের (Indian Pilot) মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। পরিবারের প্রতি সমবেদনা জানাই।

    আরেক বিমান চালকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

    অপর দিকে কাতার এয়ারওয়েজের এক চালকের (Indian Pilot) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বুধবার। এই চালক বিমানের যাত্রী কক্ষে বসে ছিলেন। তাঁর বিমানটি দিল্লি থেকে দোহার অভিমুখে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বুকে ব্যথা এবং তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে। তাঁর মৃত্যুর বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন প্রথম জানিয়েছে। এই বিমান চালক এর আগে স্পাইস জেট, অ্যালায়েন্স এয়ার এবং সাহারাতে কাজ করেছেন। আর আগেও মিয়ামি থেকে চিলিগামী একটি ২৭১ জন যাত্রীবাহী বিমানের বাথরুমে এক চালকের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Donald Trump: নির্বাচনে দুর্নীতির অভিযোগ! আদালতে আত্মসমর্পণের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পকে

    Donald Trump: নির্বাচনে দুর্নীতির অভিযোগ! আদালতে আত্মসমর্পণের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পকে

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনে কারচুপি করায় অভিযুক্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর এই কারণে জর্জিয়ার আদালত তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে। ট্রাম্প অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে একে বিরোধীদের অপপ্রচার বলে দাবি করেছেন। আত্মসমর্পণের জন্য আগামী ২৫ অগাস্ট পর্যন্ত সময় দিয়েছে আদালত। 

    অভিযোগ কী (Donald Trump)?

    প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) আমেরিকার নির্বাচনে দুর্নীতি করার অভিযোগে অভিযুক্ত করেছে বিচার বিভাগ। এছাড়াও তাঁর বিরুদ্ধে শপথ অমান্য করা এবং জালিয়াতির ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। ট্রাম্প নিজে জর্জিয়ার নির্বাচনী এক আধিকারিককে ১১৭৮০ টি ভোটের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ দায়ের হয়। আর তারপর জর্জিয়া গুন্ডামি-বিরোধী র‍্যাকেটিয়ারিং আইন ভাঙার অভিযোগ উঠেছে এই প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে। জানা গেছে, সব মিলিয়ে এখনও পর্যন্ত চারটি মামলায় অভিযুক্ত ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের তৎকালীন চিফ অফ স্টাফ মার্ক মেডোস এবং আইনজীবী রুডি জুলিয়ান নামে আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে এই মামলায়। নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে নির্দেশ এদিন পড়ে শোনানো হয় আদালতেই।   

    ট্রাম্পের বক্তব্য

    আদালতের নির্দেশের বিরুদ্ধে ট্রাম্প (Donald Trump) বলেন, আগামী নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, তত আমার বিরোধী পক্ষ অপদস্থ করবার জন্য উঠেপড়ে লেগেছে। এইসব অভিযোগ ভিত্তিহীন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, এই ঘটনা আড়াই বছরের পুরাতন। আমার ভাবমূর্তির উপর কলঙ্ক লাগানোর চেষ্টা করা হচ্ছে।  

    ২০২০ সালে ট্রাম্প জর্জিয়া প্রদেশের রিপাবলিকান দলের প্রার্থী ছিলেন। উল্টো দিকে ডেমোক্র্যাট দলের প্রার্থী ছিলেন জো বাইডেন। নির্বাচনের ফলাফল অনেকটা সময় পরে ঘোষণা হয়। বাইডেনের কাছে ট্রাম্প ১২ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন। ঠিক তার পর থেকেই ট্রাম্প নির্বাচনী গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Khardah: তৃণমূলের মঞ্চে খড়দা থানার আইসি, কাউন্সিলারদের তোলাবাজি না করার হুঁশিয়ারি, বিতর্ক

    Khardah: তৃণমূলের মঞ্চে খড়দা থানার আইসি, কাউন্সিলারদের তোলাবাজি না করার হুঁশিয়ারি, বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের জন্মদিনে দলীয় কার্যালয়ে গিয়ে কেক খাইয়েছিলেন থানার আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায়। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক চলছে। এই ঘটনার জের মিটতে না মিটতেই খড়দায় (Khardah) তৃণমূলের দলীয় মঞ্চে পুলিশের পোশাক পরে হাজির খোদ খড়দা থানার আইসি রাজকুমার সরকার। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়়েছে।

    তৃণমূলের মঞ্চে উঠে কী করলেন খড়দা থানার আইসি? (Khardah)

    খেলা দিবস উপলক্ষ্যে খড়দা থানার কাছে টিটাগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় টিটাগড় পুরসভার তৃণমূলের একাধিক কাউন্সিলারের সঙ্গে বিধায়ক রাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন। সেই মঞ্চেই খড়দা (Khardah) থানার আইসি রাজকুমার সরকার পোশাক পরে হাজির হন। মঞ্চের মধ্যেই দলের অন্যান্য নেতাদের মতো খড়দা থানার আইসি পোশাক পরে বসেছিলেন। অন্যান্য নেতাদের সঙ্গে তাঁকেও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে, তিনি তৃণমূল নেতাদের সামনে মঞ্চে বক্তব্য রাখেন। তোলাবাজির বিরুদ্ধে তিনি সরব হন।

    তৃণমূল কাউন্সিলারদের কী হুঁশিয়ারি দিলেন আইসি?

    খেলা হবে দিবসের মঞ্চ থেকে বিধায়ক রাজ চক্রবর্তীকে পাশে বসিয়ে তৃণমূলের কাউন্সিলারদের হুঁশিয়ারি দিলেন খড়দহ (Khardah) থানার আইসি রাজকুমার সরকার। তিনি বলেন, তোমরা দলের কাউন্সিলার। যেমন কাজ করবে বিধায়কের ইমেজ ওরকমই হবে। সেই সন্মানটা তোমরা রাখবে। আমি তো আছি। বার বার বলছি সামাজিক কাজ করুন। সামনে পুজো আসছে। আমরা সরকারের মুখ। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মানুষের জন্য কাজ করার। পাড়ায় গিয়ে কাজ কর। অসামাজিক কাজ করবে না। তোলাবাজি করবে না। এটা যেন কোনওভাবেই না হয়। আপনাদের নিরাপত্তা যদি আমি না দিতে পারি ওই জায়গাটায় আমার থাকার কোনও যোগ্যতা নেই। সোজাসুজি বিধায়ককে জানাবেন। এই লোকটা কাজ করে না, একে রাখবেন না।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপি নেতা কিশোর কর বলেন, তৃণমূল দলটা এখন পুলিশ নিয়ন্ত্রণ করছে। বিরোধীদের শায়েস্তা করছে পুলিশ। আর দলের কাউন্সিলারদের তোলাবাজি না করার বার্তা দিচ্ছে পুলিশ। শাসক দলের নেতাদের সুরে খড়দা (Khardah) থানার আইসি কথা বলছে।  ফলে, বোঝাই যাচ্ছে, দলটার কী অবস্থা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Banana Tree: বিজেপির জয়ী সদস্যের বাগানে অধিকাংশ কলা গাছ কাটার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল

    Banana Tree: বিজেপির জয়ী সদস্যের বাগানে অধিকাংশ কলা গাছ কাটার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির টিকিটের জয়লাভ করার পর থেকেই আসছিল শাসকদলের হুমকি। বোর্ড গঠনের পর জয়ী প্রার্থীর ফল ধরা প্রায় ৩০০ টি কলা গাছ (Banana Tree) রাতের অন্ধকারে কেটে নষ্ট করার অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। চরম অমানবিক রাজনৈতিক প্রতিহিংসামূলক এই জঘন্য ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদার তাতলা- ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ইটাপুকুর গ্রামে বিজেপির জয়ী সদস্য সুলেখা চৌধুরীর কলাবাগানে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Banana Tree) 

    বিজেপির জয়ী সদস্য সুলেখা চৌধুরীর দেড় বিঘা জমিতে কলার বাগান রয়েছে। দেড়বিঘে জমিতে লাগানো কলা গাছের মধ্যে ৩০০ টি গাছ (Banana Tree) কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষয় বিক্রির পরিমাণ প্রায় ৫০-৬০ হাজার টাকা। বৃহস্পতিবার সকাল বাগানে গিয়ে দেখেন বাগানের অধিকাংশ কলা গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীও প্রতিবাদ জানিয়েছেন। এলাকাবাসীর বক্তব্য, বিজেপির জয়ী সদস্য বলেই এভাবে কারও কলা বাগান নষ্ট করা ঠিক নয়। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

    কী বললেন বিজেপির জয়ী সদস্য?

    বিজেপির পঞ্চায়েত সদস্য সুলেখা দেবী বলেন, বিজেপির টিকিটে ভোটে জয় লাভের কারণে ফল প্রকাশের পরের দিন হঠাৎ রাতের অন্ধকারে আমার বাড়িতে বেশ কিছু শব্দবাজি একত্রিত করে ফাটানো হয়। সুলেখা দেবীর স্বামী হরিশচন্দ্র চৌধুরী এই ঘটনার সঙ্গে সরাসরি স্থানীয় তৃণমূল নেতৃত্ব  প্রীতম মল্লিক ও তাঁর সহযোগী বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্বের  বিরুদ্ধে চাকদা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, এর আগে বাড়িতে প্রচুর পরিমাণে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেছিলাম বলে এলাকার তৃণমূল নেতা পাপ্পু মল্লিক এসে শাসিয়ে গিয়েছিলেন। তিনি হুমকি দিয়ে বলেছিলেন, আমরা বাজি ফোটাতে যাবো কেনো ! ক্ষতি করার হলে পুরো কলা গাছের (Banana Tree) বাগান কেটে সর্বনাশ করে দিতাম। ঘটনার পরিপ্রেক্ষিতে চাকদা থানায় লিখিত অভিযোগ জমা করলেও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ব্যক্তিগত অথবা পারিবারিক শত্রুতাও হতে পারে বলে মনে করছেন তারা। তৃণমূলের অঞ্চল সভাপতি শেখর কুমার কর বলেন, এই ধরনের ঘটনায় কোনও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যুক্ত থাকতে পারেনা। তবে, প্রকৃত দোষীদের খুঁজে বের করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share