Tag: Bengali news

Bengali news

  • BJP: তৃণমূলের সন্ত্রাস! বোর্ড গঠনের আগে নিরাপদ আশ্রয়ে বিজেপির জয়ী প্রার্থীরা

    BJP: তৃণমূলের সন্ত্রাস! বোর্ড গঠনের আগে নিরাপদ আশ্রয়ে বিজেপির জয়ী প্রার্থীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইকের খাসতালুক কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি শাসকদল। সেখানে বিজেপিই (BJP) কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত ক্ষমতা দখলের চ্যালেঞ্জ ছুঁড়েছে শাসকদলকে। ওই গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যদের বোর্ড গঠনের আগে পর্যন্ত ঠিকানা দলের জেলা কার্যালয়। দলের কোনও সদস্যকেই ভয়-ভীতি দেখিয়ে বা কোনও প্রলোভন দিয়ে শাসক দল তাদের দিকে টানতে না পারে তারজন্যই পঞ্চায়েত সদস্যদের বোর্ড গঠনের অনেক আগেই রবিবার রাত থেকে দলের জেলা কার্যালয়ে সেভ জোনে রাখা হয়েছে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপির (BJP) জেলা সভাপতি মনোজ টিগ্গা বলেন, কুমারগ্রামে জয়ী সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সদস্যরা বিজেপির সঙ্গে রয়েছেন। এখানে নির্বাচিত সদস্যরা নির্দিষ্ট সময়ে বোর্ড গঠন করতে যেতে পারলে বিজেপির দখলেই আসবে ওই গ্রাম পঞ্চায়েত। তৃণমূলের সন্ত্রাস তো চলছে। তারা প্রভাব খাটিয়ে প্রলোভন দিয়ে যাতে দলের কোনও সদস্যকেই ভাঙ্গাতে না পারে তারজন্যই আমরা দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিরাপদ জায়গায় রেখেছি।

    কুমারগ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা কত?

    কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২২। এখানে তৃণমূল কংগ্রেস ৯টি, বিজেপি-৮টি, সিপিএম ২টি, নির্দল-১টি এবং কেপিপি ২টি আসনে জয়ী হয়েছে। জানা গিয়েছে, বোর্ড গঠনে সিপিএম অংশগ্রহণ করবে না। নির্দল জয়ী প্রার্থী বিক্ষুব্ধ তৃণমূল কর্মী। স্বাভাবিকভাবে নির্দল প্রার্থী এবং কেপিপি-র জয়ী প্রার্থী তৃণমূলের দিকে রয়েছে। ফলে, বোর্ড গঠনে বিজেপির (BJP) পাল্লা ভারী। গেরুয়া শিবিরের নেতাদের দাবি, বিরোধী শিবিরের অন্যান্য নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের সমর্থন তাদের পক্ষেই রয়েছে। তারা গেরুয়া শিবিরকেই বোর্ড গঠনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামী ১৪ আগস্ট কুমারগ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হবে। তার আগে দলের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যরা দলের জেলা কার্যালয়ে আশ্রয় নেওয়ায় তাদের সঙ্গে দেখা করেন দলের জেলা সভাপতি মনোজ টিগ্গা।  কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত কে বিজেপি পাখির চোখ করেছে। ওই গ্রাম পঞ্চায়েতটি দখল করে গেরুয়া শিবির তৃণমূলের জেলা সভাপতিকেই কার্যত রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ ছুঁড়তে চাইছে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    যদিও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক  বড়াইক দাবি করেছেন, কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতে কোনও প্রভাব প্রতিপত্তি না খাটিয়েই শেষ পর্যন্ত শাসক দল সেখানে পঞ্চায়েত বোর্ড গঠন করবে। ওই গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের স্বার্থেই সেখানে নব নির্বাচিত জনপ্রতিনিধিরাও তৃণমূলকে বোর্ড গঠন করতে সহযোগিতা করবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Bangladesh Trade: আগরতলা থেকে বাংলাদেশে ছুটবে ট্রেন, উন্নতি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে

    India-Bangladesh Trade: আগরতলা থেকে বাংলাদেশে ছুটবে ট্রেন, উন্নতি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত সপ্তাহেই ভারত ও বাংলাদেশের মধ্যে রুপিতে বাণিজ্য শুরু হয়েছে। এবার বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক (India-Bangladesh Trade) আরও নিবিড় করতে উদ্যোগ নিয়েছে দুই দেশই। সম্প্রতি, আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান পরিষেবা চালু হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে আগরতলা থেকে ঢাকা পর্যন্ত ট্রেনও চলতি বছরে চালানো হবে বলে জানা গিয়েছে। এর ফলে কলকাতা থেকে ত্রিপুরা সহজে পৌঁছানো যাবে। এছাড়াও বাংলাদেশ সীমানা লাগোয়া ত্রিপুরার সাব্রুম পর্যন্ত ডবল লাইন রেলপথও তৈরি করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারতের উত্তর-পূর্বের রাজ্য গুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক (India-Bangladesh Trade) আরও মজবুত করার কথা জানিয়েছে বাংলাদেশের সরকার। সফলভাবে বাণিজ্য যাতে চালু হয় সেজন্য চারটি রুট আপাতত খুলেছে বাংলাদেশ সরকার। এগুলি হল,চট্টগ্রাম বন্দর-আখাউরা-আগরতলা, মংলা বন্দর-আখাউরা-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর।

    কী বলছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী? 

    এ বিষয়ে বাংলাদেশের শিল্পমন্ত্রী সান্তনা চাকমা বলেন, ‘‘ভারতের বাণিজ্যিক পণ্য যাতে সহজে আমদানি করা যায়, সেজন্য চারটি রুট চালু করা হল।’’ তাঁর আরও সংযোজন, ‘‘বাংলাদেশের পণ্য পরিবহনের (India-Bangladesh Trade) জন্য ভারতীয় ব্যবসায়ীরা চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করতে পারবেন।’’ এই দুটি বন্দরের ব্যবহার এবং প্রবেশ করার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানা গিয়েছে।  এর পাশাপাশি দু’দেশের বাণিজ্যিক (India-Bangladesh Trade) সম্পর্ককে দৃঢ় করতে বাংলাদেশের সীমান্ত লাগোয়া অনেক স্থানে সীমান্ত হাট গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়েছে। ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তের জিরো পয়েন্টে ওই হাটগুলি নির্মিত হবে বলে জানা গিয়েছে।

    চলতি বছরেই শুরু হচ্ছে আগরতলা-বাংলাদেশ রেল যোগাযোগ 

    অন্যদিকে চলতি বছরেই  আগরতলা-বাংলাদেশ (India-Bangladesh Trade) রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রসঙ্গত, ৫০৮টি রেলওয়ে স্টেশনকে আধুনিকীকরণের জন্য রবিবার ভার্চুয়ালিভাবে ভিত্তিপ্রস্থ স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে হাজির থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন,  ‘‘প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় রেল যোগাযোগের ক্ষেত্রে প্রভুত উন্নতি হয়েছে ত্রিপুরায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও রেল যোগাযোগ সম্প্রসারিত হচ্ছে। চলতি বছরেই আগরতলা হয়ে বাংলাদেশ রেল যোগাযোগ চালু হবে।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘এখন আগরতলা উদয়পুর হয়ে সাব্রুম পর্যন্ত রেল চালু হয়েছে। রেলওয়ে লাইন এখন আগরতলা হয়ে বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে। চলতি বছরেই আগরতলা থেকে বাংলাদেশ পর্যন্ত রেল যোগাযোগ চালু হবে। এতে মাত্র ১০ ঘণ্টায় বাংলাদেশ হয়ে কলকাতা পৌঁছানো যাবে, যা কোনওদিন ভাবা যায়নি। আর এটা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনার কারণে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi Service Bill: লোকসভার পরে রাজ্যসভাতেও ১৩১-১০২ ভোটে পাশ হল দিল্লি অর্ডিন্যান্স বিল

    Delhi Service Bill: লোকসভার পরে রাজ্যসভাতেও ১৩১-১০২ ভোটে পাশ হল দিল্লি অর্ডিন্যান্স বিল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভাতে আগেই পাশ হয়ে গিয়েছিল। এবার রাজ্যসভাতেও সহজে পাশ হয়ে গেল দিল্লি অর্ডিন্যান্স বিল (Delhi Service Bill) ২০২৩। সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ রাজ্যসভায় এই ভোটাভুটি হয়। প্রসঙ্গত, দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সোমবার এই একই দাবি রাজ্যসভায় করতে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। গত ৩ অগাস্ট লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হয় এই অর্ডিন্যান্স বিল। এবার  রাজ্যসভাতেও নির্বিঘ্নেই পাশ হয়ে গেল এই বিল।

    বিলের পক্ষে ১৩১ ভোট, বিপক্ষে ১০২ ভোট

    দেখা যাচ্ছে, বিলের (Delhi Service Bill) পক্ষে ভোট দিয়েছেন ১৩১ জন সাংসদ। অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে ১০২টি। রাজ্যসভায় মোট সাংসদের আসন ২৪৫। তার মধ্যে বর্তমানে ৮ আসন ফাঁকা রয়েছে। তাই এই মুহূর্তে রাজ্যসভায় মোট সাংসদ সংখ্যা ২৩৭। প্রসঙ্গত, এই বিলটি পাস হওয়ার জন্য রাজ্যসভায় প্রয়োজন ছিল ১১৯ জন সাংসদের। রাজ্যসভায় এই ইস্যুতে কেন্দ্রের পাশেই ছিল নবীন পট্টনায়েক এবং জগমোহন রেড্ডির দল। সোমবার রাতে রাজ্যসভায় বিল পাস (Delhi Service Bill) হওয়ার পরে পশ্চিম দিল্লির সাংসদ প্রবেশ সাহেব সিং বলেন, ‘‘এটি দিল্লি সাধারণ মানুষের জয়। প্রশাসনিক কর্তাদের উপর অরবিন্দ কেজরিওয়াল যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন, এবার তা দূর হল।  দিল্লি অর্ডিন্যান্স বিল পাশের পর এদিন শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

    কী বললেন অমিত শাহ?

    রাজ্যসভায় সোমবার অমিত শাহ বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করবে না এই বিল (Delhi Service Bill)। দুর্নীতিমুক্ত শাসনের লক্ষ্যে আনা হয়েছে এই অর্ডিন্যান্স বিল। কিছু লোক বলেছিলেন যে কেন্দ্র তার নিজের হাতে ক্ষমতা নিতে চায়। ভারতের জনগণ আমাদের ক্ষমতা এবং অধিকার দিয়েছে। আর তাই কেন্দ্রের তা করার দরকার নেই।’’ পাশাপাশি এদিন কংগ্রেসকেও খোঁচা দিতে ছাড়েননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘এই বিলে ইমার্জেন্সি লাগু করার মতো কোনও বিষয় নেই, যা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেবে।’’  অন্যদিকে আম আদমি পার্টিকে খোঁচা দিয়ে অমিত শাহ আরও বলেন, ‘‘পরেরবার যখন আপনারা দিল্লিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, শুধু মনে রাখবেন এটি একটি রাজ্য নয়, একটি কেন্দ্রশাসিত অঞ্চল। অরবিন্দ কেজরিওয়ালকে উদ্দেশ্য করে অমিত শাহের সংযোজন, ‘‘আপনি যদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, তবে আপনাকে এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UPSC: ইউপিএসসি পরীক্ষায় ইঞ্জিনিয়ারদের সাফল্যের হার সবথেকে বেশি, বলছে রিপোর্ট

    UPSC: ইউপিএসসি পরীক্ষায় ইঞ্জিনিয়ারদের সাফল্যের হার সবথেকে বেশি, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত ১০ বছরে ইউপিএসসি পরীক্ষায় ইঞ্জিনিয়ারদের সাফল্যের হার সবথেকে বেশি। দেখা যাচ্ছে, বর্তমান প্যানেলের ৭০ শতাংশেরও বেশি প্রার্থী বাছাই হয়েছেন সিভিল সার্ভিসে যাঁরা টেকনিক্যাল অথবা মেডিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছাত্র বা ছাত্রী। ইউপিএসসি (UPSC) কর্তারা বলছেন যে বেশিরভাগ ইঞ্জিনিয়ার এবং ডাক্তাররা ইউপিএসসিকে পছন্দের তালিকায় রাখছেন। এর ফলে দেশে  ভাল ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের অভাব বাড়তে থাকবে। ইউপিএসসির (UPSC) কর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে আগামী দিনে অন্যান্য ক্ষেত্রে মেধাকে হারিয়ে ফেলবে আমাদের দেশ।

    ইঞ্জিনিয়ারদের সাফল্যের হার বেশি

    ওয়াকিবহাল মহলের মতে, ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের মধ্যে  থেকে যদি বেশি সংখ্যায় ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভেন্ট পাওয়া যায়, তবে সেক্ষেত্রে চিকিৎসা শাস্ত্র অথবা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রগুলিতে মেধার অভাব দেখা দেবে। সম্প্রতি, এই ডেটা প্রস্তুত করা হয়েছে ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত ইউপিএসসি (UPSC) পরীক্ষায় যারা সফল হয়েছেন তাঁদের  পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার উপর। এবং সেখানে দেখা যাচ্ছে, ২০১১ সালে ৪৬ শতাংশ ইঞ্জিনিয়ার ইউপিএসসি (UPSC) পরীক্ষার সফল হয়েছিলেন, ২০২০ সালের ইউপিএসসি পরীক্ষার সফল হয়েছেন ৬৫ শতাংশ ইঞ্জিনিয়ার ছাত্র-ছাত্রী।  অন্যদিকে দেখা যাচ্ছে ২০১১ সালে মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের সাফল্যের হার ১৪ শতাংশ ছিল, ২০২০ সালে তা নেমে এসেছে ৪ শতাংশে। অন্যদিকে হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করেছেন এমন পড়ুয়ারা ২০১১ সালের ইউপিএসসি-তে সফল হয়েছিলেন ২৩ শতাংশ। এবং ২০২০ তে সেই সাফল্যের হার ২৮ শতাংশ। মাঝখানে হিউম্যানিটিসের ছাত্র-ছাত্রীদের সাফল্যের হার বেড়ে গিয়েছিল ২০১২ সালে। সেবার ৪০ শতাংশের বেশি ছাত্র-ছাত্রী সফল হন ইউপিএসসি-তে (UPSC)। 

    কমিটির প্রস্তাব

    ইতিমধ্যে  কমিটি আর্জি জানিয়েছে, ইউপিএসসির সমস্ত পর্ব যাতে ছয় মাসের মধ্যে সম্পন্ন হয়। কমিটির মতে, সাধারণ মানুষের সঙ্গে সরকারের যোগসূত্র গড়ে তোলেন সিভিল সার্ভেন্টরা। তাই একজন দক্ষ এবং পেশাদার সিভিল সার্ভেন্ট (UPSC) গড়ে তুলতে ভাল মানের প্রশিক্ষণের কথা বলা হয়েছে ঐ রিপোর্টে। কমিটির পরামর্শ,  আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হলে কীভাবে সিভিল সার্ভেন্টরা তা নিয়ন্ত্রণ করবেন, এ বিষয়ে সব থেকে জোর দিতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan-3: চন্দ্রপৃষ্ঠের ১০০ কিমি উচ্চতা থেকেই শুরু হবে মিশনের সবচেয়ে কঠিন পর্ব, জানালেন ইসরো প্রধান

    Chandrayaan-3: চন্দ্রপৃষ্ঠের ১০০ কিমি উচ্চতা থেকেই শুরু হবে মিশনের সবচেয়ে কঠিন পর্ব, জানালেন ইসরো প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর প্রাথমিক গন্তব্য হল চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। এরপরেই সব থেকে কঠিনতম পর্ব অপেক্ষা করছে। সোমবার একথা জানান ইসরো প্রধান এস সোমনাথ। চন্দ্রপৃষ্ঠের ১০০ কিলোমিটার উপরে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) থেকে নেমে আসবে ল্যান্ডার বিক্রম। ঠিক পাখির পালকের মতো। চন্দ্রপৃষ্ঠে তা অবতরণ করার পরে ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। অন্যদিকে, চাঁদের কক্ষপথে ঢোকার পর প্রথম ছবিও পাঠিয়েছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। গত ১৪ জুলাই উৎক্ষেপণের পর, ২২ দিনের মাথায় ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান ৩, রবিবারই চাঁদের দেশের ছবি পাঠায় চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এবং তা ট্যুইটও করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

    ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭মিনিটে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁবে 

    ইসরো সুত্রে জানা গিয়েছে, চন্দ্রযান-৩ (Chandrayaan-3), চাঁদের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করবে ৯ থেকে ১৭ অগাস্টের মধ্যে।  সোমবার ইসরো প্রধান আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছে এবং চন্দ্রযান মিশন সফল হবে এ ব্যাপারে তিনি।  গত মাসের ১৪ জুলাই সফল ভাবেই উৎক্ষেপণ হয় চন্দ্রযান-৩, যত চাঁদের কাছে যাবে চন্দ্রযান-৩ ততই,  জটিল হতে থাকবে মিশন। এখনও পর্যন্ত ইসরোর ধারনা, ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭মিনিটে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁবে।

    মিশনের কঠিন পর্ব 

    এস সোমনাথ জানিয়েছেন, ১০০ কিমি গন্তব্য পর্যন্ত আমরা কোনও রকম কঠিন পর্ব দেখছি না। কিন্তু তারপর থেকে পৃথিবীতে বসে ল্যান্ডারের অবস্থান নির্ণয় করাটা সঠিকভাবে খুব কঠিন হয়ে দাঁড়াবে। এবং এই পরিমাপ যদি সঠিক হয় তখনই সফলভাবে বিক্রম ল্যান্ডার ল্যান্ড করতে পারবে চাঁদের দেশে। এ প্রসঙ্গে এস সোমনাথ আরও জানিয়েছেন, ২০১৯ সালে চন্দ্রযান-২ মিশনও আংশিকভাবে সফল হয়েছিল। তিনি আরও জানান, চন্দ্রযান-২ এর পাঠানো ছবিগুলো চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এও ব্যবহার করা হচ্ছে, একদম সঠিক ল্যান্ডিং এরিয়া পরিমাপ করার জন্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ০৮/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ০৮/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) মানসিক অবসাদ কমবে।

    ২) কোনও পরিচিত ব্যক্তির শুভ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন।   
         
    বৃষ

    ১) কাজ ও ব্যবসায় আপনার রণনীতি কাজ দেবে।

    ২) প্রত্যাশার চেয়ে কম হলেও আর্থিক লাভ

    মিথুন

    ১)  কর্মক্ষেত্র ও অন্যান্য মাধ্যমের দ্বারা আকস্মিক ধন লাভ সম্ভব।

    ২) নতুন কাজ শুরুর জন্য দিন প্রতিকূল নয়।
      
    কর্কট

    ১) চেষ্টা সত্ত্বেও কাজ পূর্ণ না-হওয়ায় মানসিক দিক দিয়ে চিন্তিত থাকবেন।

    ২) রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে।  
                 
    সিংহ 

    ১) প্রতিযোগীদের পরাজিত করতে সফল হবেন।

    ২) বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে।          

    কন্যা

    ১) কারও কথায় কান দেবেন না।
     
    ২) পরিবারের পরিবেশ প্রত্যাশার বিপরীত থাকবে।         

    তুলা 

    ১) জমি, বাড়ি, গাড়ির দলিলপত্র যত্নে রাখুন, প্রতারণার আশঙ্কা রয়েছে।

    ২) জলাশয় বা উচ্চস্থানে যাবেন না।
     
    বৃশ্চিক

    ১) আপনার বাণীতে কোনও নিয়ন্ত্রণ থাকবে না।

    ২) যেকোনও কাজের ক্ষেত্রে মনে বিভ্রান্তি থাকবে         

    ধনু

    ১) গৃহস্থ জীবনে আনন্দ থাকবে।

    ২) ধন লাভ ও পদোন্নতির যোগ রয়েছে।

    মকর

    ১) নতুন ও পুরনো কাজের দ্বারা ধন লাভ করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকেও ভাল আজকের দিন।
     
    ২) দূরবর্তী প্রিয়জনদের সংবাদ আপনাকে আনন্দিত করে তুলবে।        

    কুম্ভ

    ১) শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বাইরে যেতে পারেন।

    ২) বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন।
             

    মীন

    ১) প্রতিযোগীরা নিজের কৌশলে সফল হবেন।

    ২) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে যান।     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • BJP: হুগলির বিজেপি নেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি পরিবারের

    BJP: হুগলির বিজেপি নেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি পরিবারের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি (BJP) নেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানালেন স্ত্রী। মৃত বিজেপি নেতার নাম সুদীপ ঘোষ। তাঁর বাড়ি হুগলির গুড়াপে। ধনেখালি-২ মণ্ডলের সভাপতি ছিলেন তিনি। ৫ অগাস্ট নদিয়ার কল্যাণীর একটি হোটেল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কী বললেন মৃতের পরিবারের লোকজন?

    গত ৪ অগাস্ট চুঁচুড়ায় বিজেপির (BJP) হুগলি জেলা কার্যালয়ে নতুন মণ্ডল সভাপতিদের নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন না সুদীপ। ৩ অগাস্ট বিকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। পরিবারের লোকজনকে ফোনে ওই বিজেপি নেতা জানিয়েছিলেন মগরায় রয়েছি। ৫ অগাস্ট বাড়ি ফিরব। সেদিনই পরিবারের লোকজনের কাছে তাঁর মৃত্যুর খবর আসে। সুদীপের দুই সন্তান আছে। সুদীপের স্ত্রী অঞ্জলি ঘোষ বলেন, ‘যারা আমার স্বামীকে খুন করেছে, তারা শাস্তি পাক। প্রয়োজনে সিবিআই তদন্ত করুক। শ্বশুর-শাশুড়ি সহ আমি অনেকবার বলেছিলাম পার্টি ছেড়ে দিতে। শুধু দলকে ভালবাসত বলে বিজেপি করত। দলকে ভালবাসতে গিয়ে নিজের প্রাণটাই চলে গেল। প্রশাসনের কাছে আমার দাবি, আমার স্বামীকে যারা হত্যা করেছে তারা যেই হোক না কেন, যেন শাস্তি পায়। সুদীপের বাবা সুফল ঘোষ বলেন, ‘ছেলে বিজেপি দলের সক্রিয় কর্মী। এলাকায় ভাল সংগঠন তৈরি করেছিল। আর তার এই উত্থানে শাসকদল বিপদে পড়ে যাচ্ছিল। তাদের সংগঠনের লোক কমে যাচ্ছিল। তাই ছেলেকে সরিয়ে দিতে পারলে শাসকদলের সংগঠন চাঙ্গা হয়ে উঠবে বলে আমার ধারণা। ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।’

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    হুগলি জেলা বিজেপির (BJP) সভাপতি তুষার মজুমদার বলেন, ‘পুলিশকে না জানিয়ে হোটেল কর্তৃপক্ষ মৃতদেহ নামিয়েছে। ময়নাতদন্তের পরেও তার মাথায় একটি দাগ ছিল, পায়েতেও কালশিটে দাগ। তাই আমরা কোনওভাবে মনে করছি না এটা স্বাভাবিক মৃত্যু। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে দলের রাজ্য নেতৃত্বেকে বিষয়টি জানিয়েছি। ওই রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে হবে।’

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন বলেন, ‘এই ঘটনার তদন্ত করছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন আসেনি যে বিজেপির (BJP) কোনও মণ্ডল সভাপতিকে মারতে যাবে। এসব ফালতু কথা। পুলিশ তদন্ত করে দেখছে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: বেহালাকাণ্ডের জের! রাস্তায় বেআইনি কাটআউট রোধে বড় নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: বেহালাকাণ্ডের জের! রাস্তায় বেআইনি কাটআউট রোধে বড় নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় সড়কে যত্রতত্র অপরিকল্পিত-বেআইনি কাট আউটের জন্য বাড়ছে পথ দুর্ঘটনা, এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। সোমবার এই সংক্রান্ত মামলায় এই পর্যবেক্ষণ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এই সমস্ত কাট-আউট অবিলম্বে বন্ধ করারও নির্দেশ এদিন দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। নতুনভাবে বেআইনি কাট-আউট যেন তৈরি না হয়, এবিষয়ে প্রশাসনকে কড়া নজরদারিও রাখতে বলেছে কোর্ট। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যে থাকা জাতীয় সড়কগুলির হাল বেশ খারাপ। কোথাও বেআইনি জবরদখল, কোথাও আবার ট্রাফিক বিধি মানা হচ্ছে না। এতেই বাড়ছে দুর্ঘটনা। জানা গিয়েছে, যান চলাচলের জন্য রয়েছে অসংখ্য ‘মেডিয়ান কাট’। কিন্তু তারপরেও রাস্তার উপর বেশ কিছু বেআইনি কাট বানানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন কারখানার সামনেও তৈরি করা হয়েছে বেআইনি কাট। অন্যদিকে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাগামী লরিগুলি যাতে সহজেই বাঁক নিতে পারে সেই কারণে মালিকদের একাংশের মদতেই ওই কাট তৈরি করা হয়েছে।

    বেহালায় নিহত খুদে পড়ুয়া সৌরনীলের প্রসঙ্গও ওঠে 

    প্রসঙ্গত, সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) উত্তর দিনাজপুরে ডালখোলায় জাতীয় সড়ক সম্প্রসারণ সংক্রান্ত একটি মামলা ওঠে ডিভিশন বেঞ্চে। এই মামলায় উঠে আসে বেহালায় নিহত খুদে পড়ুয়া সৌরনীলের প্রসঙ্গ। কীভাবে বেপরোয়া লরি পিষে দিল ছোট্ট শিশুকে সে কথা উত্থাপন করেন মামলাকারী। তা শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, “আমাদের সকলকে আরও অনেক বেশি সচেতন হতে হবে।”

    মামলাকারীদের বক্তব্য

    সোমবার ডালখোলায় জাতীয় সড়ক সম্প্রসারণ সংক্রান্ত মামলায় মামলাকারীর মূল বক্তব্য ছিল, ‘‘৩৪ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনা।’’ এই মামলার আইনজীবী কল্যাণ চক্রবর্তী বলেন, ‘‘বারাসত থেকে আলিপুরদুয়ার পর্যন্ত জাতীয় সড়কে প্রশাসন এক-দু কিলোমিটার অন্তর অন্তর ব্যারিকেড দিচ্ছে। এটা জাতীয় সড়কের ক্ষেত্রে করা যায় না।’’ মামলাকারী এদিন প্রশাসনকে কাঠগড়ায় তুলে বলেন, ‘‘সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার ক্ষেত্রে প্রশাসন যা করছে, তা দুর্ঘটনা বাড়বে।’’ এরপরেই ডিভিশন বেঞ্চ সাফ জানায়, জাতীয় সড়কে ব্যারিকেড দেওয়া যাবে না। সাধারণ মানুষ যাতে আন্ডারপাস ব্যবহার করে সেজন্য মানুষকে উৎসাহিত করার ক্ষেত্রে প্রশাসনকেও পরামর্শ দেন বিচারপতি। ডিভিশন বেঞ্চের (Calcutta High Court) আরও বক্তব্য, রাস্তার দু’প্রান্তে একাধিক ক্ষেত্রে অপরিকল্পিত কাট আউট লাগানো হচ্ছে। এই কারণেই বাড়ছে দুর্ঘটনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Barasat: ফের বারাসতে ডেঙ্গিতে মৃত্যু যুবকের, কাউন্সিলার দায়ী করলেন পরিবারকে

    Barasat: ফের বারাসতে ডেঙ্গিতে মৃত্যু যুবকের, কাউন্সিলার দায়ী করলেন পরিবারকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বারাসতে (Barasat) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হল। কয়েক সপ্তাহ আগে মৃত্যু হয় বারাসত পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রমোদনগরের বছর ১৩ বাসিন্দা সায়নিকা হালদারের। সেই ঘটনার কয়েক সপ্তাহ পার হতে না হতেই ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১৯ বছরের এক যুবকের মৃত্যু হল। তাঁর নাম রহমত আলি। বাড়়ি বারাসত পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের চন্দনহাটি এলাকায়।

    ঠিক কী ঘটেছিল?

    বারাসত (Barasat) পুরসভার ২২ ওয়ার্ডের পুর পরিষেবা নিয়ে বাসিন্দারা আগেই একাধিক অভিযোগ করেছিলেন। যদিও স্থানীয় কাউন্সিলার পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছিলেন। পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। এই মুহূর্তে এখানে আক্রান্তের সংখ্যা ৫ জন। যার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। পুরসভা এলাকায় অনেকে আক্রান্ত। ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে এলাকাবাসীর। পুরসভা সহ স্থানীয় কাউন্সিলারকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে, রহমত আলির গত কয়েকদিন ধরেই জ্বর ছিল। তাঁকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। রবিবারই মৃত্যু হয় তাঁর। এলাকায় নর্দমা থাকলেও তা আবর্জনায় ভরাট, নর্দমা আছে বলে কেউ বুঝতে পারবে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

    কী বললেন স্থানীয় কাউন্সিলার?

    বিষয়টি নিয়ে বারাসত (Barasat) পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কৃষ্ণা সাহা  রহমতের পরিবারের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি বিষয়টি জানি। আমি নিজেও ওই এলাকায় গিয়েছিলাম। গত সাতদিন ধরে ছেলেটির জ্বর ছিল। কিন্তু পরিবারের তরফ থেকে বিষয়টি চেপে গিয়েছে বলে আমি জানতে পেরেছি। আশাকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন খোঁজ নিতে। কেন এই বিষয়টি চেপে যাচ্ছে অনেক পরিবার তা বলতে পারব না।’ তিনি আরও বলেন, ‘যদি কোনও পরিবার রক্ত পরীক্ষা করতে না পারে তাহলে আমাকে জানালে পুরসভার উদ্যোগে রক্ত পরীক্ষা করে দেওয়া যেতে পারে। ছেলেটির মৃত্যুর জন্য ওই পরিবার দায়ী।’

    মৃতের প্রতিবেশীদের কী বক্তব্য?

    যদিও এই বিষয়ে মৃতের এক প্রতিবেশী বলেন, কয়েকদিন সে জ্বরে আক্রান্ত ছিল। কিন্তু মাঝে রহমত কিছুটা ঠিক হয়ে গিয়েছিল। এভাবে আচমকাই তার মৃত্যু হবে তা ভাবতে পারিনি। আমরা চরম আতঙ্কে রয়েছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • TMC: জয়ী নির্দল প্রার্থীকে পুলিশ দিয়ে আটক, তৃণমূলকে কাঠগড়ায় তুলে বিক্ষোভ অনুগামীদের

    TMC: জয়ী নির্দল প্রার্থীকে পুলিশ দিয়ে আটক, তৃণমূলকে কাঠগড়ায় তুলে বিক্ষোভ অনুগামীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েতে তৃণমূলের (TMC) বোর্ড গঠন করতে হলে একজন বিরোধী প্রার্থীর সমর্থন প্রয়োজন। সেই কারণে বিনা অপরাধে নির্দল প্রার্থীকে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার হবিবপুর গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হবিবপুর গ্রাম পঞ্চায়েতে নির্দলের জয়ী প্রার্থী গোপাল ঘোষ। ওই এলাকার এর আগে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৫ বছর ধরে তৃণমূলের (TMC) গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং পাঁচ বছরের জন্য প্রধান ছিলেন তিনি। এবারের পঞ্চায়েত নির্বাচনে দল টিকিট দেয়নি তাঁকে। সেই কারণে তিনি নির্দলের হয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন। ভোট গণনার পর দেখা যায় প্রচুর ভোটে তিনি জয়লাভ করেন। হবিবপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২২ টি। এবার তৃণমূলের দখলে গিয়েছে ১১ টি আসন, ৮ টি আসনে বিজেপি জয়লাভ করেছে এবং ৩টি নির্দল প্রার্থীরা জয়লাভ করেছে। সংখ্যাগরিষ্ঠ হতে গেলে এখনও একটি আসন প্রয়োজন তৃণমূলের। অভিযোগ রবিবার গোপাল ঘোষ তাঁর পরিবারের এক ব্যক্তির অসুস্থতার কারণে কলকাতায় একটি হাসপাতালে গিয়েছিলেন। তিনি যখন বাড়িতে ফিরছিলেন রানাঘাটে তাঁর গাড়ি আটকায় পুলিশ। তাঁর গাড়ি সহ তাঁকে থানায় নিয়ে যায়। তিন দিন থানায় থাকতে হবে এমনটাই তাঁকে জানানো হয় বলে পরিবার সূত্রে জানা যায়। তবে, তাঁকে আটকে রাখার কারণ হিসেবে কিছুই জানায়নি পুলিশ বলে অভিযোগ।

    কী বললেন নির্দল প্রার্থীর পরিবারের লোকজন?

    বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ তুলে এলাকাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন নির্দল কর্মী-সমর্থকরা। তাঁদের বক্তব্য, অবিলম্বে তাঁকে ছেড়ে না দিলে এবং বোর্ড গঠনের দিন তাঁকে অংশগ্রহণ করতে না দিলে পথ অবরোধ করে আরও বড়সড় বিক্ষোভে নামব। এ বিষয়ে নির্দল প্রার্থীর পরিবারের এক সদস্য অপর্ণা ঘোষ বলেন, যেহেতু দুদিন পরেই পঞ্চায়েতের বোর্ড গঠন, সেই কারণে তাঁকে শাসকদলের (TMC) নির্দেশে তুলে নিয়ে গিয়েছে পুলিশ প্রশাসন। অবিলম্বে হয় তাঁকে ছেড়ে দিতে হবে, না হলে বোর্ড গঠনের দিন পুলিশকে পঞ্চায়েত অফিসে তাঁকে নিয়ে আসতে হবে। বোর্ড গঠনের ভোটাভুটিতে তিনি যেন অংশগ্রহণ করতে পারেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share