Tag: Bengali news

Bengali news

  • Ayodhya Ram Mandir: অযোধ্যার রাম মন্দিরের জন্য ৪০০ কেজি ওজনের তালা! ভক্ত মহলে উচ্ছ্বাস

    Ayodhya Ram Mandir: অযোধ্যার রাম মন্দিরের জন্য ৪০০ কেজি ওজনের তালা! ভক্ত মহলে উচ্ছ্বাস

    মাধ্যম নিউজ ডেস্ক: আলিগড়ের একজন রাম ভক্ত সত্যপ্রকাশ শর্মা নিজের হাতে ‘বিশ্বের সবথেকে বড়’ তালা তৈরি করেছেন। এই তালা এই বছরের শেষে অযোধ্যার রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশে অর্পণ করবেন তিনি। এই নিয়ে ভক্ত মহলে তীব্র উচ্ছ্বাস।

    কেমন এই তালা (Ayodhya Ram Mandir)?

    ভগবান রামচন্দ্রের (Ayodhya Ram Mandir) জন্য নির্মিত ওই তালার ওজন ৪০০ কেজি। আগামী বছর জানুয়ারি মাসে রাম মন্দিরের শুভ উদ্বোধন হওয়ার কথা। সেই সময় এই তালা খোলা হবে বলে জানা গেছে। বেশ কয়েক মাস ধরে পরিশ্রম করে নিজের হাতে এই তালা নির্মাণ করেছেন তিনি। অনেকে বলছেন, এই তালা হল পৃথিবীর সবথেকে বড় হাতে তৈরি তালা। এই তালা লম্বায় ১০ ফুট, চওড়ায় সাড়ে ৪ ফুট এবং এটি সাড়ে ৯ ফুট পুরু। এই তালার চাবি লম্বায় ৪ ফুট এবং এর ওজন ৩০ কেজি। আলিগড়ের তালা নগরীর বিশেষ নির্মাণ হিসাবে দেখা হচ্ছে শিল্পী সত্যপ্রকাশের এই বিশালাকৃতি তালাকে।

    তালা নির্মাণে খরচ কত?

    শিল্পী সত্যপ্রকাশ শর্মা জানান, তাঁর পরিবারের মানুষ কয়েক পুরুষ ধরে তালা নির্মাণের কাজ করে আসছেন। এই বিশালাকৃতি তালা প্রথেম আলিগড়ের বিশেষ প্রদর্শনীতে রাখা হয়। এখন তার মধ্যে বেশ কিছু নকশা সংযুক্ত করে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) জন্য অর্পণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সত্যপ্রকাশ শর্মা বলেন, আমার শ্রমের প্রতি ভালবাসা রয়েছে। আর এই শ্রমকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে আমার স্ত্রী রুক্মিণী দেবীর বিশেষ ভূমিকা রয়েছে। স্ত্রী রুক্মিণী দেবী বলেন, প্রথমে আমরা ৬ ফুট লম্বা এবং ৩ ফুট চওড়া একটি বড় তালা তৈরি করেছিলাম। কিন্তু এরপর অনেকেই পরামর্শ দিলেন, তালা নিয়ে একটা বড় কিছু ভাবার। আর তাই এই হাতে নির্মিত বড় তালার পরিকল্পনা মাথায় আসে। তিনি আরও জানান, এই তালা নির্মাণে ২ লাখ টাকা খরচ হয়েছে।

    মন্দির ট্রাস্টের বক্তব্য

    শ্রী রাম জন্মভুমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট অফিস জানিয়েছে, ভক্তদের মধ্যে তীব্র উচ্ছ্বাস তৈরি হয়েছে তালাটি নিয়ে। আমরা ভেবে দেখছি হাতে নির্মিত এই বৃহৎ তালাটি কোথায় প্রদর্শনী হিসাবে ব্যবহার করা যেতে পারে। রাম মন্দির ট্রাস্টের সাধারণ (Ayodhya Ram Mandir) সম্পাদক চম্পাট রাই বলেন, আগামী জানুয়ারি মাসে ২১, ২২, ২৩ তারিখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাম মন্দিরের প্রবেশদ্বার উন্মোচন করবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Buddhadeb Bhattacharjee: ভাল আছেন বুদ্ধদেব, বুধবারে ফিরতে পারেন বাড়ি

    Buddhadeb Bhattacharjee: ভাল আছেন বুদ্ধদেব, বুধবারে ফিরতে পারেন বাড়ি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহের বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। জানা গিয়েছে, তাঁর ছুটি নিয়ে সোমবারই বৈঠকে বসেছিল মেডিক্যাল বোর্ড। এবং সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগের থেকে অনেকটাই শারীরিক উন্নতি ঘটেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Buddhadeb Bhattacharjee)। তাঁর শরীরে সংক্রমণও নেই। প্রসঙ্গত, গত ২৯ জুলাই শারীরিক অসুস্থতা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

    সংক্রমণমুক্ত বুদ্ধদেব (Buddhadeb Bhattacharjee)  

    সোমবার হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমানে সংক্রমণ মুক্ত রয়েছেন। মঙ্গলবার বুদ্ধদেবের (Buddhadeb Bhattacharjee) আরও কতগুলো রক্ত পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং সব পরিস্থিতি খতিয়ে দেখার পর যদি হাসপাতাল কর্তৃপক্ষের মনে হয়, তখনই বুদ্ধদেব ভট্টাচার্যকে ছাড়া হতে পারে। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য এখনও কঠিন খাবার খেতে পারছেন না। এবং যার ফলে রাইস টিউবেই তাঁর শরীরে খাবার প্রবেশ করছে। তিনি বর্তমানে উঠে দাঁড়াতে পারছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ি ফিরলে সেখানেও হাসপাতালের মতোই সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। এবং একজন নার্স সর্বদা দেখাশোনা করবেন বাড়িতেই। রাখা হবে বাইপ্যাপ সাপোর্ট, নেবুলাইজেশন ইত্যাদি। বর্তমানে বুদ্ধদেব তাঁর প্রিয় রবীন্দ্র সংগীত শুনছেন।  

    শনিবার থেকেই অ্যান্টিবায়োটিক বন্ধ হয় বুদ্ধদেবের

    জানা গিয়েছে, গত শনিবার থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এবং তারপর থেকে ভালই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসায় সাড়া দেওয়ায় স্বস্তি পেয়েছেন চিকিৎসকরাও। তরল খাবার সরাসরি তাঁকে মুখ দিয়ে খাওয়ানো হচ্ছে। রবিবার তিনি স্যুপ খেয়েছেন বলে জানা গিয়েছে।  বুদ্ধদেব ভট্টাচার্য বাড়িতেও বাইপ্যাপ ব্যবহার করেন। জানা গিয়েছে, বাড়িতে তিনি যে বাইপ্যাপটি ব্যবহার করেন, সেটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ভর্তির সময় বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শ্বাসনালিতে সংক্রমণ ছিল। ২৯ জুলাই ভর্তির পর থেকেই তাঁর আরোগ্য কামনায় হাসপাতালে ঢল নামে বিভিন্ন ক্ষেত্রের মানুষের। এসেছেন মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা প্রত্যেকেই। রাজ্যপাল সিভি আনন্দ বোস থেকে চলচ্চিত্র জগতের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও হাসপাতালে হাজির থেকেছেন। তাঁর আরোগ্য কামনা করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: বিজেপির জয়ী প্রার্থীর বাড়ির সামনে গুলি চালিয়ে ছেলেকে অপহরণের চেষ্টা!

    Murshidabad: বিজেপির জয়ী প্রার্থীর বাড়ির সামনে গুলি চালিয়ে ছেলেকে অপহরণের চেষ্টা!

    মাধ্যম নিউজ ডেস্ক: বহরমপুরে (Murshidabad) বিজেপির নবনির্বাচিত সদস্যের বাড়িতে গভীর রাতে হামলা করে তৃণমূলের দুষ্কৃতীরা। বহরমপুরে ১৩ নম্বর সংসদের প্রার্থী উপেন মণ্ডলের বাড়িতে হামলা করে গুলি চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। এর প্রতিবাদে, গভীর রাতে বহরমপুর থানায় বিজেপির জেলা সভাপতি শাখারাভ সরকারের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। এই নিয়ে তীব্র শোরগোল জেলায়।

    মূল অভিযোগ কী (Murshidabad)?

    মূল অভিযোগ হল, পঞ্চায়েত স্তরে তৃণমূল কংগ্রেস যেখানে পরাজিত হয়েছে, সেই সব জায়গায় জয়ী প্রার্থীদের বাড়িতে (Murshidabad) হামলা, গুলি চালানো, বাড়ির মেয়েদের শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টা করছে তৃণমূল। গতকাল রাতে বিজেপির জয়ী প্রার্থীর বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা গিয়ে ভাঙচুর চালায় এবং তাঁর ছেলেকে অপহরণ করার চেষ্টা করে। রাতে চিৎকার চেঁচামেচিতে বাড়ির বাইরে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পঞ্চায়েত বোর্ড গঠন করার জন্য ক্রমাগত তৃণমূল কংগ্রেস হিংসার পদ্ধতি অবলম্বন করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ভূপেন মণ্ডলের বাড়িতে হামলার আগে সাত নম্বর পঞ্চায়েতের চন্দনের বাড়ি এবং বিজেপির মেম্বার মামনী সাহার বাড়িতেও হামলা করে দুষ্কৃতীরা।

    নব নির্বাচিত প্রার্থীর বক্তব্য

    জয়ী বিজেপি প্রার্থী উপেন মণ্ডল বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে (Murshidabad) গিয়ে প্রথমে ভাঙচুর চালায়। বাড়ির বৃদ্ধ পিতা-মাতাকে মারধর করে, বাড়ির মহিলাদের শ্লীলতাহানি করে এবং তাঁর ছেলেকে অপহরণ করার চেষ্টাও করে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি করেন তিনি। উপেন মণ্ডলের স্ত্রী সোমা মণ্ডল জানিয়েছেন, গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে (Murshidabad) এসে হুমকি দেয় এবং বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলিও চালায়। বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে।

    জেলা বিজেপির বক্তব্য

    বিজেপির দক্ষিণ মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সভাপতি শাখারভ সরকার জানিয়েছেন, রবিবার গভীর রাতে বহরমপুর ব্লকের মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের দু’ জন বিজেপির নবনির্বাচিত সদস্যের বাড়িতে ভাঙচুর ও হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি নির্বাচিত সদস্যের ১২ বছরের ছেলেকে অপহরণের চেষ্টা করা হয়। ঘটনার খবর পেয়ে ওই রাতেই বিজেপি সদস্যের বাড়িতে পৌঁছায় জেলা নেতৃত্ব। দুষ্কৃতীদের অবিলম্বে শাস্তি দিতে, বিজেপির নির্বাচিত সদস্য ও দলের নেতা-কর্মীদের নিয়ে রাত দুটো থেকে বহরমপুর থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Yogi Adityanath: যোগী আদিত্যনাথ সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ধৃত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন

    Yogi Adityanath: যোগী আদিত্যনাথ সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ধৃত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সম্পর্কে আপত্তিকর মন্তব্য, সেই অভিযোগে গ্রেফতার করা হল এক হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনকে। শনিবার উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ সূত্রে একথা জানা গিয়েছে। কোতোয়ালি থানার আধিকারিক অজয়কুমার শেঠ জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্পর্কে করা মন্তব্যটি গত ৪ অগাস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এরপরই নড়েচড়ে বসে পুলিশ।  ওই মন্তব্য নিয়ে একাধিক অভিযোগ আসতে থাকে পুলিশের কাছে। তারপরেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়। 

    ধৃতের নাম শাহাবুদ্দিন আনসারি

    জানা গিয়েছে, ধৃতের নাম শাহাবুদ্দিন আনসারি। তবে যে ওই মন্তব্যটি হোয়াটসঅ্য়াপ গ্রুপে করেছিল, তাকে এখনও পর্যন্ত পুলিশ ধরতে পারেনি বলেই জানা গিয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে গ্রুপটির নাম ‘নগর পালিকা পরিষদ ভাদোহি’, গ্রুপটি সরকারি নামের হলেও তা সরকারের নয়। এটা স্পষ্টভাবেই জানিয়েছে পুলিশ।  তবে ওই গ্রুপে অধিকাংশই কাউন্সিলার রয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে শাহাবুদ্দিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইন এবং অপরাধমূলক আইনের (সংশোধিত) বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে (Uttar Pradesh) জানা গিয়েছে,  ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের কাজ ছিল জনগণের বিভিন্ন সমস্যার কথা শোনা এবং তার সমাধান করা। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়।

    কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের নির্বাচনে হিংসা নিয়ে সরব হন যোগী আদিত্যনাথ

    “যাঁরা বড় বড় কথা বলেন, তাঁরা দেখুন, উত্তরপ্রদেশ আর বাংলায় কীভাবে নির্বাচন হয়। ওঁরা গোটা দেশকে পশ্চিমবঙ্গ বানাতে চান!” একটি বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে কথাগুলি দিন কয়েক আগেই বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেন, “দেখুন, কীভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন করিয়েছে তৃণমূল সরকার। সবাই দেখেছে, বাংলায় কীভাবে বিরোধীদের হত্যা করা হয়েছে। কিন্তু সেই বিষয়ে কেউ কিছু বলছে না, সবাই চুপ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Railway: নতুন বছরে স্বল্প আয়ের লোকজনকে উপহার রেলের! বছরভর চলবে স্পেশাল ট্রেন, কেন জানেন?

    Indian Railway: নতুন বছরে স্বল্প আয়ের লোকজনকে উপহার রেলের! বছরভর চলবে স্পেশাল ট্রেন, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় রেলের (Indian Railway)। এবার স্বল্প আয়ের লোকজনের কথা ভেবে সাধারণ শ্রেণির নন-এসি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। সচরাচর এই বিশেষ ধরনের ট্রেন চালানো হয় গ্রীষ্মকাল এবং উৎসবের মরশুমে। তবে নয়া এই যে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে, তা চলবে বছরভর। সারা বছরই দেশের পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন।

    বিশেষ ট্রেন চালানোর কারণ

    সাধারণ ট্রেনে টিকিটের চাহিদা বেশি থাকায় তাঁদের দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়। শুধু তাই নয়, ভাড়াও গুণতে হয় বেশি। মূলত তাঁদের কথা ভেবেই সাধারণ শ্রেণির নন-এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। জানা গিয়েছে, যে সব রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, সেই সব রাজ্যগুলিকে চিহ্নিত করে চালানো হবে এই স্পেশাল ট্রেন (Indian Railway)। রেল সূত্রে খবর, এক বিশেষ সমীক্ষার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। রেল বোর্ডের এক প্রবীণ আধিকারিক জানান, নতুন বছরের শুরু থেকেই চালানো হতে পারে নয়া ট্রেনগুলি।

    স্পেশাল ট্রেনগুলির বৈশিষ্ট্য 

    জানা গিয়েছে, নতুন যে স্পেশাল ট্রেনগুলি চালানো হবে, সেগুলিতে নন-এসি এলএইচবি কোচ থাকবে এবং পরিষেবা মিলবে কেবল স্লিপার ও সাধারণ বিভাগের। তবে এই ট্রেনগুলির কী নাম হবে, তা এখনও ঠিক হয়নি। প্রসঙ্গত, করোনা অতিমারির সময় পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাতে বিশেষ ট্রেন চালিয়েছিল ভারতীয় রেল।

    আরও পড়ুুন: ‘অষ্টলক্ষ্মী’র সঙ্গে মোদির বৈঠকে হরেক রকম! জানেন কী কী রয়েছে খাদ্য তালিকায়?

    রেল সূত্রে খবর, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, অসম, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের জন্য ওই স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। রেল আধিকারিকদের মতে, এই রাজ্যগুলির বিভিন্ন পেশার মানুষ কাজের খোঁজে ভিন রাজ্যের মেট্রো ও বড় শহরগুলিতে যান। মূলত তাঁদের জন্যই চালানো হবে এই স্পেশাল ট্রেন। এই ট্রেনে কেবল স্লিপার-জেনারেল ক্লাস কোচ ব্যবহার করা হবে। স্পেশাল এই ট্রেনগুলিতে ২২ থেকে ২৬টি কোচ থাকবে। ট্রেন চলবে বছরভর, স্থায়ীভাবে। রেল (Indian Railway) সূত্রে খবর, এই ট্রেনগুলি টাইম টেবিলের অন্তর্ভুক্ত করা হবে। যাত্রীরা যাতে আগে থেকেই রিজার্ভেশন করতে পারেন, তাই এই ব্যবস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • TMC: তৃণমূলের ব্লক সভাপতিকে তাড়া করে বেধড়ক মার, ধর্না মঞ্চে শাসক দলের কোন্দল প্রকাশ্যে

    TMC: তৃণমূলের ব্লক সভাপতিকে তাড়া করে বেধড়ক মার, ধর্না মঞ্চে শাসক দলের কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের (TMC) ধর্না কর্মসূচিকে কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া এলাকায়। তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত মহাপাত্রসহ কয়েকজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। হামলার ঘটনায় তিনজন জখম হয়েছেন। আর এই হামলার ঘটনায় অভিযোগের তির তৃণমূলের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠদের বিরুদ্ধে। প্রকাশ্যে ব্লক সভাপতির উপর হামলার ঘটনা সামনে আসতেই সাধারণ মানুষ রীতিমতো হাসাহাসি শুরু করেছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপশি খাতড়া ব্লকেও ধর্না কর্মসূচির ডাক দেয় তৃণমূল (TMC)। খাতড়ার করালী মোড়ে রীতিমত মঞ্চ বেঁধে বেলা বারোটা নাগাদ শুরু হয় ধর্না। অভিযোগ, বেলা আড়াইটার আশপাশে মন্ত্রী জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠ কিছু তৃণমূল কর্মী আচমকাই ধর্না মঞ্চে চড়াও হয়। আক্রান্ত হতে পারেন বুঝতে পেরেই মঞ্চ ছেড়ে পাশের গলি দিয়ে ছুটে পালানোর চেষ্টা করেন তৃণমূলের খাতড়া ব্লকের সভাপতি সুব্রত মহাপাত্র। অভিযোগ, সেই অবস্থায় হামলাকারীরা ব্লক সভাপতিকে তাড়া করে গলির ভিতরে ঢুকে রাস্তায় ফেলে মারধর করতে শুরু করেন। আক্রান্ত হন সুব্রত মহাপাত্র ঘনিষ্ঠ আরও দুজন। পরে, ব্লক সভাপতি সহ আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্না মঞ্চ নিমেষেই চেহারা নেয় দুই গোষ্ঠীর সংঘর্ষ স্থল হিসাবে। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় ধর্না মঞ্চে অংশ নেওয়া দলেরই ব্লক সভাপতি সহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে।

    কী বললেন আক্রান্ত তৃণমূল (TMC) নেতৃত্ব?

    জখম ব্লক তৃণমূলের (TMC) সভাপতি সুব্রতবাবু বলেন, সম্প্রতি খাতড়া ব্লকের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা নিয়েই মন্ত্রী ঘনিষ্ঠদের সঙ্গে আমার দ্বন্দ্বের সূত্রপাত। তার জেরেই আমার উপর হামলা চালানো হয়েছে। গোটা ঘটনা নিয়ে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বা তাঁর ঘনিষ্ঠদের কোনও বক্তব্য মেলেনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Corona Virus: করোনায় ফের একের পর এক শিশুমৃত্যু! চিন্তার ভাঁজ চিকিৎসক মহলে!

    Corona Virus: করোনায় ফের একের পর এক শিশুমৃত্যু! চিন্তার ভাঁজ চিকিৎসক মহলে!

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের করোনা (Corona Virus) ভাইরাসের চোখ রাঙানি! পর পর শিশুমৃত্যু। তাই উদ্বিগ্ন চিকিৎসকরা। এমনিতেই রাজ্যে ডেঙ্গি ও ম্যালেরিয়ার দাপট অব্যাহত। তার মধ্যেই করোনার প্রকোপ চিন্তা বাড়াচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

    কী বলছে স্বাস্থ্য দফতরের রিপোর্ট (Corona Virus)? 

    স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে পর পর তিনজন শিশু করোনা (Corona Virus) আক্রান্ত হয়ে মারা গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগেই বর্ধমান মেডিক্যাল কলেজে সাত মাসের শিশু মারা যায়। তারপরেই আরেকটি ন’মাসের শিশুর মৃত্যু হয়। এর পরে দিন দুয়েক আগে কল্যাণীর জেএনএম হাসপাতালে আরেক শিশুর মৃত্যু হয়। এই তিনজনের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে করোনা আক্রান্তের কথা উল্লেখ করা হয়েছে। 
    স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, শিশুদের পাশপাশি ফের বয়স্কদের মধ্যে করোনা সংক্রমণ দেখা যাচ্ছে। বর্ধমান মেডিক্যাল কলেজে ইতিমধ্যেই ১০-১২ জন করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তার মধ্যে অনেকের বয়স ষাট বছরের বেশি। তবে প্রত্যেকের কোমরবিডিটি রয়েছে বলেই জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। 
    যে তিন শিশুর সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তাদের অন্যান্য শারীরিক জটিলতা ছিল বলেও দাবি করেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কিডনি ও নিউমোনিয়ার সমস্যায় ভুগছিল ওই তিন শিশু। কিন্তু রাজ্যে একদিকে ডেঙ্গি, ম্যালেরিয়ার দাপট। তার মধ্যেই করোনায় নতুন করে আক্রান্ত বৃদ্ধি বাড়তি উদ্বেগ বাড়াচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

    কাদের বাড়তি সতর্কতা (Corona Virus) জরুরি বলে পরামর্শ বিশেষজ্ঞ মহলের? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, সকলের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা জরুরি। কিন্তু পাঁচ বছরের কম বয়সিদের বিশেষ সতর্কতা জরুরি। কারণ, সম্প্রতি শিশুদের নিয়েই পরিস্থিতি উদ্বেগজনক হয়েছে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, জ্বর তিনদিনের বেশি থাকলে একেবারেই অবহেলা করা চলবে না। অনেক সময়েই জ্বর সামান্য কমলে, ফের জ্বর হচ্ছে। বার বার এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সর্দি-কাশি কিংবা বমির মতো উপসর্গ থাকলে বাড়তি নজরদারি জরুরি। তাছাড়া, যেসব শিশুদের কিডনি, হার্ট কিংবা ফুসফুসের কোনও সমস্যা রয়েছে, তাদের বাড়তি খেয়াল রাখতে হবে। কারণ, তাদের যেমন সংক্রমণের ঝুঁকি বেশি থাকে, তেমনি আক্রান্ত হলে শারীরিক জটিলতাও বেশি হতে পারে। তাই জ্বর কিংবা সর্দি হলে একেবারেই বাইরে যাওয়া চলবে না। তাতে পরিস্থিতি আরও জটিল (Corona Virus) হতে পারে। এমনই জানাচ্ছে চিকিৎসক মহল।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rape: শিশুকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার ২

    Rape: শিশুকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার ২

    মাধ্যম নিউজ ডেস্ক: চলন্ত ট্রেন থেকে শিশুকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে মহিলাকে ধর্ষণ (Rape) করার ঘটনায় তোলপাড় আলিপুরদুয়ার। অভিযুক্ত দুই ট্রেন যাত্রী যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। গ্রেফতার দুই যুবকের নাম নয়নাল আব্দুল (২৫) ও মইনুল হক (২৬)। তারা অসমের কোকরাঝাড়ের বাসিন্দা। ধৃত দুই যুবককে গ্রেফতার করে রবিবার আলিপুরদুয়ার আদালতে তোলে রেল পুলিশ। বিচারক তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত করছে রেল পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিফং এক্সপ্রেসে শনিবার রাতে  অসমের এক আত্মীয়ের বাড়ি থেকে আলিপুরদুয়ারের বাড়িতে  ফিরছিলেন নির্যাতিতা মহিলা। মহিলার কোলে আড়াই বছরের একটি শিশু ছিল। জেনারেল বগিতে ওই মহিলা আলিপুরদুয়ারের বাড়িতে ফিরছিলেন। কিন্তু, ফকিরাগ্রাম স্টেশনে ওই বগির বেশিরভাগ যাত্রী নেমে যায় বলে জানা গিয়েছে। এই সুযোগে দুই যুবক মহিলাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। মহিলা রাজি না হলে মহিলার শিশুকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীরা। তারপর শ্রীরামপুর স্টেশনের পরে এই ধর্ষণের (Rape) ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মধ্যরাতে ট্রেন আলিপুরদুয়ার জংশন স্টেশনে এসে দাঁড়ালে মহিলা জিআরপি থানায় অভিযোগ জানান। সঙ্গে সঙ্গে জিআরপি থানার পুলিশ আলিপুরদুয়ার জংশন স্টেশনেই ট্রেন থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে। তাদের রবিবার আলিপুরদুয়ার বিশেষ আদালতে তোলা হলে বিচারক যুই অভিযুক্তকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। নির্যাতিতা মহিলা লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে আসছেন না।

    রেল আধিকারিকদের কী বক্তব্য?

    এই ঘটনায় চলন্ত ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিত গৌতম বলেন, ‘আমি নতুন এই ডিভিশনে যোগ দিয়েছি। এইরকম ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এদিকে ট্রেনে ধর্ষণের (Rape) ঘটনার ২৪ ঘণ্টা পরেও রেলের আরপিএফ আধিকারিকদের ঘটনা নিয়ে তেমন সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। প্রাথমিকভাবে তারা ওই দুই যুবক অসমের ফকিরাগ্রাম স্টেশন থেকে ট্রেনে উঠেছিল বলে জানালেও অন্য আরেকটি সূত্র থেকে জানা যাচ্ছে তারা কোকরাঝাড় স্টেশন থেকে শিফং এক্সপ্রেসে ওঠে। এই ঘটনায় উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন ডিভিশনের আরপিএফের সহকারী ডিভিশনাল কমিশনার দীপক কুমার চৌধুরী বলেন,  ওই মহিলা জিআরপি থানায় অভিযোগ করলে দুই যুবককে গ্রেফতার করে জিআরপি। আমরা এই ঘটনার তদন্ত করছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Army: গত ২৪ ঘণ্টায় সেনা এনকাউন্টারে জম্মু-কাশ্মীরে খতম ২ জঙ্গি

    Indian Army: গত ২৪ ঘণ্টায় সেনা এনকাউন্টারে জম্মু-কাশ্মীরে খতম ২ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক এনকাউন্টার চলছে, জম্মু-কাশ্মীরে (Indian Army)। জঙ্গি খতমে গত ২৪ ঘণ্টায় বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার সকালেও এক জঙ্গি নিকেশের খবর মিলেছে। জানা গিয়েছে, সোমবার জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। তখনই গুলি করে বাধা দেওয়ার চেষ্টা করে ভারতের নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইতে এক জঙ্গি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও এক জঙ্গি। 

    কী বলছে ভারতীয় সেনা?

    সেনা (Indian Army) সূত্রে খবর মিলেছে, সোমবার জম্মু-কাশ্মীরের দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করে দুই জঙ্গি। এরপরেই শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীরের যৌথ পুলিশ এই অভিযানে নেতৃত্ব দেয়।  বর্তমানে ওই অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। জম্মুর প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট সুনীল বার্তওয়াল জানিয়েছেন, রাত দুটো নাগাদ ২ জঙ্গিকে নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশ করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে জবাব দিতে থাকে নিরাপত্তা বাহিনী (Indian Army)। গুলির লড়াইয়ে এক জঙ্গিকে মাটিতে পড়ে যেতে দেখা যায় এবং দ্বিতীয় জঙ্গিকে পালিয়ে যেতে দেখা যায়।

    স্বাধীনতা দিবসের আগে বড়সড় নাশকতার ছক

    সূত্রের খবর,স্বাধীনতা দিবসের আগে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গি সংগঠনগুলি। সে কারণেই পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বারংবার। তবে ভারতীয় সেনার (Indian Army) তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা কোনও ঘাটতি রাখা হচ্ছে না এবং নিরাপত্তা অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় এনিয়ে  দ্বিতীয় অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। রবিবারও নিয়ন্ত্রণ রেখা দিয়ে প্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা এবং তখনই ভারতীয় সেনার (Indian Army) নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে গুলি চালায় সেনা। সেখানেও এক জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। এবং ২ থেকে ৩ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে ফের পাকিস্তানে পালিয়েছে। নিহত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে একে ৪৭ রাইফেল, ম্যাগাজিন, ১৫ রাউন্ড একে ৪৭ গুলি, ৫টি ৯ এমএম পিস্তল, ১টি ১৫ এমএমের পিস্তল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান, ছাড়পত্র শেহবাজ সরকারের

    India vs Pakistan: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান, ছাড়পত্র শেহবাজ সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন হচ্ছে ভারতে। প্রশ্ন দেখা দিয়েছিল, ভারতে আয়োজিত বিশ্বকাপে পাকিস্তান খেলতে (India vs Pakistan) আসবে কি না! অবশেষে সবুজ সংকেত দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ভারতে খেলতে আসছে বাবর আজমদের দল। জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ছাড়পত্র দিয়েছেন। রবিবার পাকিস্তানের (India vs Pakistan) বিদেশ মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে একথা জানানো হয়েছে। বিবৃতিতে সাফ উল্লেখ করা হয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তানের ক্রিকেট দল।

    ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ

    প্রসঙ্গত, চলতি বছরের ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের আসর বসছে ভারতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ ইতিপূর্বে ঠিক ছিল ১৫ অক্টোবর হবে। কিন্তু এখন জানা গিয়েছে, সেই তারিখ একদিন এগিয়ে এসেছে। অর্থাৎ ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ হতে চলেছে ১৪ অক্টোবর। জানা গিয়েছে, পাক ক্রিকেটারদের (India vs Pakistan) নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সে দেশের বিদেশমন্ত্রক এবং এ বিষয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ভারতের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছে। ভারতের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তায় কোনও রকমের ফাঁক রাখা হবে না।

    প্রসঙ্গ এশিয়া কাপ

    প্রসঙ্গত ২০২৩ সালের এশিয়া কাপ নিয়েও সমস্যা তৈরি হয়। ইতিপূর্বে ভারত স্পষ্ট করে দিয়েছিল যে এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না। এই পরিস্থিতিতে এশিয়া কাপের কয়েকটা ম্যাচ পাকিস্তানে খেলা (India vs Pakistan) হবে, বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলা হবে। এমনটাই জানিয়েছে আইসিসি। এরপর পাকিস্তানও দাবি করতে থাকে যে ভারত যদি তাদের দেশে না খেলতে আসে, তাহলে পাকিস্তানও যাবে না ভারতে খেলতে। তবে তাদের সেই দাবি শেষ পর্যন্ত টিকল না।

     

    আরও পড়ুন: তিরন্দাজিতে ভারতের ইতিহাস, ব্যক্তিগত ভাবে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন ১৭ বছরের অদিতি স্বামী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share