Tag: Bengali news

Bengali news

  • BJP: ঘাটালে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা, বিজেপি সমর্থকদের ক্লাবে ভাঙচুর

    BJP: ঘাটালে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা, বিজেপি সমর্থকদের ক্লাবে ভাঙচুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত। তৃণমূল এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখতে ক্রমাগত বিরোধীদের উপর হামলা চালাচ্ছে। রবিবারই বিজেপি (BJP) সমর্থিত ক্লাবে তাণ্ডব চালাল তৃণমূলের লোকজন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের কুঠিঘাট এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    ঠিক কী অভিযোগ?

    ভোটে জয়ী হওয়ার পর রবিবার বিকেলে কুঠিঘাট এলাকায় তৃণমূল কর্মীরা বিজয় মিছিল বের করেন। বিজয় মিছিল যাওয়ার রাস্তায় বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের একটি ক্লাব রয়েছে। বিজয় মিছিল থেকে তৃণমূলের লোকজন ওই ক্লাবে হামলা চালায়। ক্লাবের ভিতরে ভাঙচুর করা হয়। ক্লাবের ভিতরে থাকা ট্রফি থেকে সমস্ত সরঞ্জাম ভেঙে চুরমার করা হয়। ক্লাবে তাণ্ডব চালানোর পরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

    কী বললেন বিজেপি (BJP) বিধায়ক?

    ঘাটালের বিজেপি (BJP) বিধায়ক শীতল কপাটের বক্তব্য, বিজেপি সমর্থকরা ওই ক্লাবে ওঠাবসা করেন। সেটা তৃণমূলের লোকজনের পছন্দ হয়নি। তাই, ভোটে জেতার পর সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। ক্লাবের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আমরা পুলিশকে অভিযোগ জানিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। কারণ, এভাবে সন্ত্রাস চালিয়ে তৃণমূল আমাদের কর্মীদের মনোবল ভেঙে দিতে পারবে না।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    গোটা ঘটনায় অভিযুক্ত তৃণমূল। চরম অস্বস্তিতে পড়ে দ্রুত ঘটনাস্থলে যান ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলুই। দ্রুত সমস্যার সমাধানে আশ্বাস দেন তিনি। ক্লাব সদস্যের সঙ্গে শংকরবাবু কথা বলেন। তিনি বলেন, এই ঘটনায় কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ, দলের কেউ করলে আমরা ব্যবস্থা নেব। কেউ শান্ত এলাকায় অশান্তি পাকানোর জন্য এসব করেছে। আমরা এসব সমর্থন করি না। এমনকী আগামী দিনে এই ধরনের ঘটনা আর হবে না। আর এই বিষয় নিয়ে পুলিশ-প্রশাসনের সঙ্গে আমি কথা বলব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্টার মায়ামির হয়ে প্রথম জনসমক্ষে এলেন লিয়োনেল মেসি (Lionel Messi)। ভারতীয় সময় সোমবার ভোরে আনুষ্ঠানিক ভাবে মেসিকে হাজির করাল তাঁর ক্লাব মায়ামি। জানা গিয়েছে, শুক্রবার মাঠে নামতে পারেন তিনি।

    সমর্থকদের উল্লাস ধ্বনি ময়দানে

    ঝড়-বৃষ্টির কারণে অনুষ্ঠান কিছুটা সময় এদিন পিছিয়ে যায়। যদিও নির্ধারিত সময়েই মাঠে স্ত্রী, সন্তানদের নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন এলএম-১০। গ্যালারিও ছিল ভিড়ে ঠাসা। মাঠের একেবারে কেন্দ্রে সাজানো হয়েছিল মঞ্চ। যদিও সব কিছু আয়োজনের পরেই বাধ সাধে বৃষ্টি। বৃষ্টি থামার পর আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে (Lionel Messi) নিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। মঞ্চে তখন হাজির ইন্টার মায়ামির সহ-সভাপতি ডেভিড বেকহ্যাম-সহ অন্য কর্মকর্তারা। মেসি প্রকাশ্যে আসতেই ইন্টার মায়ামি সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আতস বাজির আলোর মালা তখন ফ্লোরিডার আকাশে। পরে মঞ্চে আসেন মেসির স্ত্রী এবং তিন সন্তান। জানা গিয়েছে, এদিন ফোর্ট লডারেবলে মেসি বরণে হাজির ছিলেন ২২ হাজার দর্শক। সেখানে মেসির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হল দলের অন্য ফুটবলারদের। পপ তারকা শাকিরার গানে নাচে মেতে ওঠেন দর্শকরা। জানা গিয়েছে, সোমবার ১৭ জুলাই ইন্টার মায়ামি বিশেষ সাংবাদিক বৈঠক করবে মেসিকে নিয়ে। আনুষ্ঠানিক ভাবে মেসির হাতে এদিন তুলে দেওয়া হল ক্লাবের জার্সি।

    কী বলছেন মেসি (Lionel Messi)?

    শনিবারই চুক্তিপত্রে সই করেছেন মেসি। জানা গিয়েছে, মেসি তাঁর প্রিয় ১০ নম্বর জার্সি পরেই খেলবেন। ইতিমধ্যে সমাজমাধ্যমে ইন্টার মায়ামি যে ভিডিয়ো দিয়েছে, তাতে দেখা যাচ্ছে মেসির (Lionel Messi) গায়ে ১০ নম্বর জার্সি। সামনে এসেছে মেসির বিবৃতি। তাতে মেসি বলেছেন, ‘‘আমেরিকা এবং ইন্টার মায়ামিতে ফুটবল জীবনের নতুন অধ্যায় শুরু করছি। দারুণ উত্তেজনা হচ্ছে। আমার কাছে এটা একটা দুর্দান্ত সুযোগ। সবাই মিলে এই সুন্দর প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যাব। এক সঙ্গে কাজ করে নতুন কিছু অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছি আমরা। এটাই এখন আমার নতুন বাড়ি। সকলকে সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছি।’’ 

    মেসির (Lionel Messi) বেতন কতো জানেন?

    মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, লিও মেসির (Lionel Messi) বার্ষিক বেতন হতে চলেছে ৫০ থেকে ৬০ মিলিয়ন। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। মানে মাসে ৫০ কোটি বেতন। তবে রোজগার যেমন বেশি, তেমনই করের টাকাও অনেকটাই গুনতে হয় আর্জেন্তাইন সুপারস্টারকে। আমেরিকা সরকার তাঁর কাছে নেয় মোটা অঙ্কের কর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Basirhat: বসিরহাট স্টেশনের কাছে চলল গুলি, মৃত্যু এক দুষ্কৃতীর, গুলিবিদ্ধ এক যুবক

    Basirhat: বসিরহাট স্টেশনের কাছে চলল গুলি, মৃত্যু এক দুষ্কৃতীর, গুলিবিদ্ধ এক যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: রাতের বেলায় দুষ্কৃতী তাণ্ডব। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) স্টেশনের কাছে শ্যুটআউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর। গুলিবিদ্ধ আরও একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তিনি গ্যাংওয়ারের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতর নাম শম্ভুনাথ গায়েন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় সূত্রের খবর, মৃত শম্ভুনাথ গায়েন এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। বসিরহাট (Basirhat) থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকা যথেষ্ট জনবহুল। পাশেই বসিরহাট স্টেশন। স্বাভাবিকভাবে ঘটনার সময় রাস্তায় লোকজন গমগম করছে। রবিবার রাত নটা নাগাদ স্থানীয় লোকজন আচমকা বেশ কয়েক রাউন্ড গুলি চলার আওয়াজ শুনতে পান। তারপরেই অনেকে সেদিকে ছুটে যান। গিয়ে দেখেন, শম্ভুনাথ গায়েন নামে ওই দুষ্কৃতী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আরও একজন গুলিবিদ্ধ হয়ে ছটফট করছেন। কিন্তু, ঠিক কী কারণে দুষ্কৃতীরা ওই এলাকায় তাণ্ডব এবং গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। শম্ভুনাথের বুকের নীচে গুলি লেগেছে বলে সূত্রের খবর। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, এলাকা দখলের লড়াই থেকেই বিরোধী পক্ষের দুষ্কৃতী দলের কেউ এই গুলি চালাতে পারে। প্রাথমিক অনুমান, হামলাকারীরা শম্ভুনাথ গায়েনের পূর্ব পরিচিত। ব্যক্তিগত কোনও কারণেই তাকে গুলি করা হয়ে থাকতে পারে। অন্য কোনও ঘটনাও ঘটতে পারে। এই ঘটনার তদন্ত করেছে পুলিশ। পাশাপাশি এই গ্যাংওয়ারের ঘটনায় আরও একজন যিনি জখম হয়েছেন, তাঁর বাড়ি দমদম লাগোয়া এলাকায়। সূত্রের খবর, কোনও একটি অনুষ্ঠানের জন্য তিনি বসিরহাট গিয়েছিলেন। ফেরার সময় গুলি চালনার মাঝে পড়ে যাওয়ায় তাঁর গায়ে গুলি লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Railways: জেনারেল বগির যাত্রীদের জন্য ২০ টাকার ‘ইকোনমি মিল’ চালু রেলের

    Indian Railways: জেনারেল বগির যাত্রীদের জন্য ২০ টাকার ‘ইকোনমি মিল’ চালু রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) হল দেশের লাইফ লাইন। উড়ানের খরচ অনেকাংশে কমলেও রেলের গুরুত্ব অটুট থেকেছে। প্রতিদিন দেশের লাখ লাখ নিত্যযাত্রী ট্রেনে করে যাতায়াত করেন। কেউ অফিস, তো কেউ গন্তব্যস্থলে যান। ভ্রমণের জন্য রেল বেশ পছন্দের। বাইরের দৃশ্য, জানলার ধার, সঙ্গে ট্রেনের খাবার। তথ্য বলছে, দেশের বহু ট্রেনেই প্যান্ট্রি কারের ব্যবস্থা আছে। এর ফলে দূরপাল্লার যাত্রীরা খাবার পান ট্রেনেই। কিন্তু জেনারেল কামরার জন্য নেই এই সুবিধা। সুবিধা মেলে শুধুমাত্র এসি এবং স্লিপার কোচের যাত্রীদের জন্য। জেনারেল কোচের যাত্রীদের জংশন স্টেশনে নেমে খুঁজতে হয় মিল। তবে আর খুঁজতে হবে না! ট্রেনের জেনারেল কামরায় ‘ইকোনমি মিল’ দিতে শুরু করেছে রেল (Indian Railways)।

    মাত্র ২০ টাকায় মিলবে খাবার

    রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের এই নতুন ব্যবস্থায় জেনারেল কোচের যাত্রীরা ২০ টাকায় খাবার পাবেন। জল কোথায় পাবেন? না স্টেশনে নেমে ভরতে হবে না। ২০০ মিলি জলও মিলবে মাত্র ৩ টাকায়। পকেট সাশ্রয়ী এই জল পেয়ে খুশি হবেন যাত্রীরা। কারণ এক বোতল এতদিন ২০ টাকায় কিনে খেতে হত। ফলে কিছুটা খরচ বাঁচবে জেনারেল কামরার যাত্রীদের। জানা গিয়েছে, ইতিমধ্যে উত্তর-পশ্চিম রেলের (Indian Railways) উদয়পুর, আজমির এবং আবু রোড স্টেশনে এই খাবার মিলছে। এই তিনটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মেই এই খাবার পাওয়া যাচ্ছে। রেলের আধিকারিকদের মতে, উদয়পুর, আজমির এবং আবু রোড স্টেশনের যেখানে জেনারেল বগি থামে, ঠিক তার সামনেই রয়েছে কাউন্টার।

    ২০ টাকার ডিশে থাকছে কী কী পদ?

    জেনারেল বগির যাত্রীদের জন্য আপ্যায়নে ত্রুটি রাখতে চাইছে না রেল। জানা গিয়েছে, ২০ টাকার এই প্লেটে থাকবে ৭টি পুরি, আলু-সবজি ও আচার। তবে ভবিষ্যতে এই স্টলে স্ন্যাকস/কম্বো খাবারও পাওয়া যাবে, যার জন্য গুনতে হবে ৫০ টাকা। রাজমা-চাল, খিচুড়ি, ছোলা-বাটুরে, ধোসা ইত্যাদি পাওয়া যাবে কম্বো খাবারে। ওয়াকিবহাল মহল বলছে, দূরপাল্লার ট্রেনে জেনারেল কামরার যাত্রীদের খাবার নিয়ে নানা সমস্যায় পড়তে হয়। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল। কারণ, জেনারেল কামরা ভিড়ে ঠাসা থাকে। কোথাও ট্রেন থামলে খাবার কিনতে গিয়ে তাড়াহুড়ো করেন যাত্রীরা, যার জেরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত! একনাগাড়ে বৃষ্টি কোন জেলাগুলিতে?

    Weather Update: বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত! একনাগাড়ে বৃষ্টি কোন জেলাগুলিতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ভারতে একনাগাড়ে অতি ভারী বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ষা বঙ্গে প্রবেশ করেছে এক মাস আগে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হলেও দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতরের আধিকারিকরা (Weather Update) জানাচ্ছেন, এবার খানিকটা বারিধারা জুটবে দক্ষিণবঙ্গের কপালে। কেরলে বর্ষা ঢোকে ১ জুন। তারপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে বাংলায়। মৌসম ভবনের রিপোর্ট বলছে, চলতি বছরে পয়লা জুনের হিসাবে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি ৪২ শতাংশ। তবে দক্ষিণবঙ্গে বর্ষায় তেমন বৃষ্টি না হলেও প্রায় বানভাসি অবস্থা উত্তরের। যদিও বঙ্গে আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস বলছে, ফের সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত। রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হতে চলেছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস মিলতেই খুশি দক্ষিণবঙ্গবাসী। এবার ভিজতে চলেছে তাদের উঠোন, বাড়ির ছাদ। মিলবে কি স্বস্তি? আপাতত সেদিকেই চেয়ে দক্ষিণবঙ্গবাসী।

    দক্ষিণবঙ্গে বৃষ্টি (Weather Update)  

    আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে সোমবারও দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত আর্দ্রতার জন্য প্যাচপ্যাচে গরমের কথাও শুনিয়েছে মৌসম ভবন। উল্লেখ্য দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য কমেছে। সোমবারও সকাল থেকে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। 

    উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া (Weather Update)?

    উত্তরবঙ্গে কয়েক সপ্তাহ ধরেই চলছে ভারী বৃষ্টিপাত (Weather Update)। একনাগাড়ে বৃষ্টিতে কার্যত বানভাসি অবস্থা উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। রবিবার থেকে সেখানে বৃষ্টি কমেছে। তবে ভারী বৃষ্টি চলতেই থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। উত্তরের বাকি পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    ঘূর্ণাবর্ত ওড়িশার দিকে যাবে

    আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত নিম্নচাপে (Weather Update) পরিণত হওয়ার পরই এগোবে ওড়িশা অভিমুখে। তাঁদের মতে, ‘‘রাজস্থান থেকে গয়া হয়ে উত্তর পূর্ব ভারতের মিজোরামের দিকে চলে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। তার জেরেই উপকূলবর্তী অঞ্চলে বাড়বে বৃষ্টি। বাংলার পাশাপাশি ওড়িশা ও ঝাড়খণ্ডেও এই ঘূর্ণাবর্তের জেরে চলবে বর্ষণ।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ১৭/০৭/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ১৭/০৭/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) ব্যবসায় প্রতিযোগিতা কম থাকায় এর পূর্ণ সুযোগ তুলবেন। 

    ২) চাকরিজীবীরা অতিরিক্ত কাজের কারণে রাগ ও অস্বস্তিতে ভরে থাকবেন। 

    বৃষ

    ১) পারিবারিক বস্তুর কেনাকাটার পাশাপাশি সুখ-সুবিধা বৃদ্ধির ফলে ব্যয় হবে। 

    ২) বাড়িতে অতিথি আগমনের ফলে ব্যস্ততা বাড়বে।       

    মিথুন

    ১) নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ দেখাতে গিয়ে অপমানিত হতে পারেন। 

    ২) পারিবারিক পরিবেশ শান্ত থাকবে, তবে কোনও না-কোনও সদস্যের মাঝে বিবাদ বাধতে পারে।     

    কর্কট

    ১) ব্যবহারে বিনম্রতা বজায় রাখুন। তা না-হলে লাভের সুযোগ হাতছাড়া হবে। 

    ২) আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি।       

    সিংহ 

    ১) পারিবারিক প্রয়োজনীয়তায় অর্থ ব্যয় হবে। 

    ২) বাড়ির সদস্যদের কর্মকাণ্ড উপেক্ষা করে যান, শান্তি বজায় থাকবে।     

    কন্যা

    ১) বেপরোয়া স্বভাবের কারণে পরিবারের সদস্যদের কথা শুনতে হবে।  
     
    ২) কর্মক্ষেত্রে অধিক সতর্ক থাকুন।       

    তুলা 

    ১)  বেশি কথা বলার কারণে বাড়ির পরিবেশ কিছুক্ষণের জন্য খারাপ হবে। 

    ২) বাড়ির বয়স্কদের ওষুধপত্রে ব্যয় করতে হবে।

    বৃশ্চিক

    ১)  আজ এমন কিছু ঘটনা ঘটবে, যে ক্ষেত্রে চুপ থাকলে, দুষ্পরিণাম থেকে বেঁচে যাবেন। 

    ২) পরিবারে সকলের পৃথক মতামতের কারণে সামঞ্জস্য বজায় রাখতে পারবেন না।      

    ধনু

    ১) চাকরিজীবীরা কোনও সুসংবাদ পেতে পারেন। এর দ্বারা শীঘ্র লাভান্বিত হবেন। 
     
    ২) প্রতিবেশীদের সঙ্গে বিনম্র ব্যবহার করুন।  

    মকর

    ১) আজ অধিকাংশ সময়ে ঘোরাফেরা ও মনোরঞ্জনে ব্যয় করবেন। 

    ২) ব্যবসায়ীরা শীঘ্র অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে পারবেন।         

    কুম্ভ

    ১) আপনার বোকামির জন্য পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে। 

    ২) অর্থাগমন কিছুটা কমবে।        

    মীন

    ১) সর্দি-কাশির কারণে কষ্ট পেতে পারেন। 
     
    ২) কোনও কাজ নিজের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, তা না-হলে হতাশাজনক পরিস্থিতি উৎপন্ন হবে।         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • North India Flood: অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি চার রাজ্যে! উত্তর ভারতে বন্যায় মৃত ৮৯

    North India Flood: অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি চার রাজ্যে! উত্তর ভারতে বন্যায় মৃত ৮৯

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতির (North India Flood) কারণে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত উত্তর ভারতে, মৃতের সংখ্যা ৮৯। হিমাচল, জম্মু কাশ্মীর, হরিয়ানা, দিল্লি সর্বত্র স্বাভাবিক জীবনে বিপর্যয় নেমে এসেছে। গত কয়েক দিন ধরে একটানা প্রবল বৃষ্টিতে দিল্লির জনজীবন কার্যত বিপর্যস্ত। যমুনার জল বিপদসীমা অতিক্রম করেছে আগেই। বন্যা পরিস্থিতি (North India Flood) এতটাই ভয়ঙ্কর যে লালকেল্লার দেওয়ালেও যমুনার জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। গোটা রাজধানী যেন নেমে এসেছে ত্রাণশিবিরে। দুর্যোগ কবলিত অনেককে উদ্ধার করে সেখানে ঠাঁই দেওয়া হয়েছে। তবে, এখনও আশার বাণী শোনাতে পারেননি হাওয়া অফিসের আধিকারিকরা। আবারও বৃষ্টি হবে বলে সতর্কবার্তা জারি করেই চলেছে মৌসম ভবন।

    কী বলছে হাওয়া অফিস?

    ইতিমধ্যে চারটি রাজ্যে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পূর্ব ভারতের ওড়িশা এবং ঝাড়খণ্ড রয়েছে তালিকায়। উত্তর ভারতের হিমাচল এবং উত্তরাখণ্ডেও ১৭ জুলাই ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছে মৌসম ভবন। হাওয়া অফিস এও বলছে, ১৮ তারিখ থেকে বৃষ্টি অবশ্য কিছুটা কমবে। কিন্তু উত্তরাখণ্ডের দেরাদুন, তেহরি সমেত বেশ কিছু স্থানে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। প্রবল ধস দেখা গিয়েছে বেশ কিছু জায়গায়। জানা গিয়েছে, ভারী বৃষ্টির (North India Flood) জেরে হিমাচলে সাতশোর বেশি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। রবিবারই পিথোরগড় জেলার সীমান্ত এলাকার জাতীয় সড়ক বন্ধ হয়েছে বৃষ্টির কারণে। শনিবারই যমুনেত্রী হাইওয়ে বন্ধের খবর মিলেছে।

    এনডিআরএফ-এর উদ্ধারকাজ

    বন্যা পরিস্থিতি (North India Flood) মোকাবিলায় দুর্গতদের উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছে এনডিআরএফ। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লি সর্বত্র চলছে উদ্ধার কাজ। প্রত্যেক রাজ্যেই খোলা হয়েছে ত্রাণ শিবির। সেখানেও কাজ চালাচ্ছে উদ্ধার কর্মীরা। সরকারি সূত্রে জানা গিয়েছে, মোট ৫৮টি টিম কাজ করছে এনডিআরএফ-এর। যার মধ্যে ১৬টি টিম মোতায়েন করা হয়েছে দিল্লিতে। ১১টি করে টিম কাজ চালাচ্ছে উত্তরাখণ্ডে এবং ১০টি করে টিম কাজ করছে পাঞ্জাব এবং হরিয়ানায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • TMC: ভোটের দিন বুথে তৃণমূলের সন্ত্রাস, হরিহরপাড়ায় ফের খুন হলেন সিপিএম কর্মী

    TMC: ভোটের দিন বুথে তৃণমূলের সন্ত্রাস, হরিহরপাড়ায় ফের খুন হলেন সিপিএম কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের দিন তৃণমূলের (TMC) সন্ত্রাসের জেরে মুর্শিদাবাদের আরও একজন রাজনৈতিক কর্মীর মৃত্যু হল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিন্টু শেখ। তাঁর বাড়ি হরিহরপাড়া ব্লকের নিয়ামতপুর গ্রামে। তিনি সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছিল?

    পঞ্চায়েত ভোটের দিন তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা বুথে ঢুকে  ভোট লুটের চেষ্টা করে। তাতে এই সিপিএম কর্মী বাধা দেন। এরপরই তাঁর উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তাঁর শারীরিক পরিস্থিতি অবনতি হলে তাঁকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে এতদিন ভর্তি ছিলেন। এদিন দুপুরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

    কী বললেন সিপিএম নেতৃত্ব?

    তৃণমূলের (TMC) হামলায় দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় রবিবার সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, ভোটে তৃণমূল লুট করেছিল। সেটা বাধা দিতে গিয়ে আমাদের আরও এক কর্মীকে প্রাণ হারাতে হল।

    দৌলতাবাদে ও বড়ঞায় উদ্ধার হল বোমা

    দৌলতাবাদ থানার গৌরীপুর এলাকায় পাটের জমিতে তিনটি সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জমিতে পাট কাটতে গিয়ে স্থানীয় লোকজন বোমাগুলি দেখতে পান। তারপর দৌলতাবাদ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে বোমা তিনটি উদ্ধার করে নিয়ে যায়। এদিন  বড়ঞায় দুই জার ভর্তি বোমা উদ্ধার হয়। জানা গিয়েছে, নিমা গ্ৰামের মাঠ থেকে এদিন সকালেই এলাকার বাসিন্দারা একটি জার দেখতে পেয়ে সন্দেহ প্রকাশ করেন, পরে পুলিশ গেলে সেটি বোমা বলে জানানো হয়। অন্যদিকে এই ঘটনার এক ঘণ্টার মধ্যেই বড়ঞার সুন্দরপুর সংলগ্ন  হাতিশালা গ্রামের মাঠেও উদ্ধার হয়েছে আরও একটি জার ভর্তি তাজা বোমা। বিরোধীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটের জন্য বোমা মজুত করেছিল। তৃণমূল (TMC) নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISF: ভাঙড়ে ঢোকার আগে পুলিশি বাধার মুখে নওশাদ, সরব আইএসএফ বিধায়ক

    ISF: ভাঙড়ে ঢোকার আগে পুলিশি বাধার মুখে নওশাদ, সরব আইএসএফ বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙড় এলাকা। মনোনয়ন পর্ব থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনের দিন, এমনকী ফলাফল প্রকাশের দিনেও অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। রাতের বেলায় বোমাবাজি হয়। একাধিক আইএসএফ (ISF) কর্মীর মৃত্যু হয়। তৃণমূলের সন্ত্রাসের জেরে বহু কর্মী, সমর্থক চরম আতঙ্কে রয়েছেন। সেই কর্মীদের পাশে দাঁড়াতে রবিবার ভাঙড় যাচ্ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ভাঙড়ে ঢোকার মুখে আটকে দেওয়া হল তাঁকে। রবিবার বিকেলে ভাঙড়ের অনেক আগেই তাঁকে লেদার কমপ্লেক্স থানা এলাকায় আটকে দেওয়া হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    শনিবার ভাঙড়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, নওশাদে আপত্তি পুলিশের

    শনিবার রাতে ভাঙড়ের উদ্দেশে যান তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব। ভাঙড় বাজারের কাছে তাঁদের আটকে দেওয়া হয়। তবে, তাঁদের বাজার এলাকা পর্যন্ত ঢুকতে দেওয়া হয়েছিল। কিন্তু, এদিন ভাঙড়ের যাওয়ার জন্য আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ রওনা হলে তাঁকে ভাঙড়ের অনেক আগেই আটকে দেওয়া হয়। এদিন হাতিশালা মোড়ের অনেক আগেই তাঁকে আটকে দেওয়া হয়। এর আগেও তাঁকে ভাঙড়ে ঢোকার আগেই বাধা দেওয়া হয়েছিল। এদিন নওশাদকে বাধা দেওয়ার প্রসঙ্গে পুলিশের তরফে বলা হয়েছে, ভাঙড় থানা এবং কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা থাকার কারণে তাঁকে আটকে দেওয়া হয়েছে।

    কী বললেন নওশাদ সিদ্দিকি?

    নওশাদ বলেন, আমাকে যেভাবে আটকানো হয়েছে, সেটা পুরো অনৈতিক। নিয়মের বাইরে গিয়ে এটা করা হচ্ছে। ১৪৪ ধারা থাকলে একসঙ্গে চার জন জমায়েত হতে পারে না। আমি একজনকে নিয়ে যাচ্ছি। আমার বিধায়ক হিসাবে কাজে ব্যাঘাত ঘটানো হচ্ছে। এখানে আইএসএফ (ISF) কর্মীদের সঙ্গে আমি দেখা করতে চাই। বিধায়ক হিসাবে আমার অনেক কাজ রয়েছে। সেই কারণেই আমি ভাঙড়ে যাওয়ার চেষ্টা করছিলাম। শাসক দলের জন্য আলাদা ভূমিকা নিচ্ছে, বিরোধীদের জন্য আলাদা ভূমিকা নেওয়া হচ্ছে। শনিবার ভাঙড় বাজার পর্যন্ত গিয়েছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ও অন্যান্যরা। এর বিরুদ্ধে তিনি আদালতে যাবেন বলেও জানান নওশাদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: তৃণমূলের সন্ত্রাস,পশ্চিম মেদিনীপুরে ঘরছাড়া শতাধিক বিজেপি কর্মী, ঠিকানা দলীয় কার্যালয়

    BJP: তৃণমূলের সন্ত্রাস,পশ্চিম মেদিনীপুরে ঘরছাড়া শতাধিক বিজেপি কর্মী, ঠিকানা দলীয় কার্যালয়

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের ৭২ ঘণ্টা পর থেকেই তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাসের কারণে জেলা জুড়ে বাড়ছে ঘরছাড়াদের সংখ্যা। ঘরছাড়া বিজেপি (BJP) কর্মীদের বর্তমানে ঠিকানা বিভিন্ন এলাকার বিজেপি কার্যালয়। পশ্চিম মেদিনীপুর জেলায় ফলপ্রকাশের পর ঘরছাড়া হতে হয়েছে ৫০০রও বেশি বিজেপি নেতাকর্মীকে। বর্তমানে মেদিনীপুর জেলা পার্টি অফিসে রয়েছেন ২৬ জন ঘরছাড়া। এদের মধ্যে কেউ পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী, কেউ পোলিং এজেন্ট কেউবা আবার এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। নিত্যদিন মেদিনীপুর জেলা পার্টি অফিসে বাড়ছে আশ্রিতদের সংখ্যা। ঘরছাড়াদের তালিকায় এমন মানুষও আছে যারা ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন, হাইকোর্টের রায়ে দীর্ঘদিন পর ঘরে ফিরেছিলেন তাঁরা। পঞ্চায়েত নির্বাচন মিটতেই ফের তৃণমূলের সন্ত্রাসের জেরে ঘর ছাড়তে হয়েছে তাঁদের।

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    জেলা বিজেপির (BJP) মুখপাত্র অরূপ দাস বলেন, ছাপ্পা মেরে, ভোট লুট করে তৃণমূল ক্ষমতা দখল করেছে। ভোট জেতার পর থেকেই শুরু হয়েছে সন্ত্রাস। ফলে, বিজেপি কর্মীরা নিজেদের এলাকায় থাকতে পারছেন না। এই ঘরছাড়া দলীয় কর্মীদের ঘরে ফেরাতে ফের হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের সঙ্গে গোটা বিষয় নিয়ে কথা হয়েছে।

    কী বললেন জেলা তৃণমূল নেতৃত্ব?

    এলাকায় সন্ত্রাসের অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে কোথাও কোনও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। বিজেপির কোনও কর্মী ঘরছাড়া থাকলে সরাসরি আমার কাছে আবেদন করলেই হবে। আবেদন পেলে আমি নিজে গিয়ে ঘরে ফিরিয়ে দিয়ে আসব। আসলে ভোটের পর বিজেপি (BJP) এসব করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। এসব করে কোনও লাভ হবে না। বরং, এসব করে মানুষের কাছে ওদের ভাবমূর্তি খারাপ হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

LinkedIn
Share