Tag: Bengali news

Bengali news

  • Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডের প্রায় দুই মাস পর নির্বাচনের আগেই ওসি বদল

    Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডের প্রায় দুই মাস পর নির্বাচনের আগেই ওসি বদল

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali) প্রায় দুই মাস পর থানার ওসিকে বদল করা হল। এই সন্দেশখালিতে তৃণমূল নেতাদের অত্যাচার, জবর দখল, জমি লুট, হিন্দু বউদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ সহ একাধিক ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি, ঠিক এমনটাই জানিয়েছেন এলাকার মানুষ। এলাকার মানুষের আরও বক্তব্য, অভিযোগ করতে গেলে, পুলিশ পালটা গ্রামের মানুষকে শাহজাহান-শিবু-উত্তম-সিরাজের কাছে অনুমতি নিতে বলত। এমনকী এলাকার মানুষের নামে পুলিশ মিথ্যা মামলা দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করত। আজ সন্দেশখালির অত্যাচারী তৃণমূল নেতা সিবিআই-য়ের অধীনে রয়েছে। এই অবস্থায় থানার ওসি বদলে শোরগোল পড়েছে। নতুন ওসির দায়িত্বে এসেছেন গোপাল সরকার।

    পুলিশ সূত্রে খবর (Sandeshkhali)

    শনিবার সকালে বসিরহাট পুলিশ জেলা সুপারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই ওসি বদলের কথা জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দেশখালি থানার ওসি বিশ্বজিৎ সাঁপুইকে বদলি করা হয়েছে বসিরহাট থানায়। সন্দেশখালি (Sandeshkhali) থানার নতুন ওসি হলেন গোপাল সরকার। তিনি আগে বসিরহাট পুলিশের জেলা স্পেশাল অপারেশন গ্রুপের ওসি ছিলেন। বাদুরিয়া থানার ওসি প্রশান্ত মণ্ডলকে হেমনগর কোস্টাল থানায় পাঠানো হয়েছে। এদিকে বসিরহাট পুলিশ জেলায় আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা মোট ৪ জন সাব ইন্সপেক্টরকে সরিয়ে দেওয়া হয়েছে।

    পুলিশের বিরুদ্ধে অভিযোগ

    সন্দেশখালি (Sandeshkhali) পুলিশের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, “তৃণমূলের অত্যাচারী নেতা শেখ শাহজাহানকে নিরপাদ আশ্রয়ে রেখে দিয়েছিল পুলিশ।” ইডির উপর হামলার ৫৬ দিনের মাথায় পুলিশ শাহজাহানকে গ্রেফতার করেছিল। এরপর আইনি টানাপোড়নে অবশেষে সিবিআই হেফাজতে রয়েছেন শাহজাহান। সেই সঙ্গে বার বার দফায় দফায় শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে তাল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই ভাবে এলাকার শান্তি শৃঙ্খলা এবং দুস্কৃতীদের দৌরাত্ম্য আটকাতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। কিন্তু ভোটের মুখে এই ওসি বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বদলে মানুষের রাগ কতটা প্রশমিত হয়, সেটাই এখন দেখার।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhijit Ganguly: ‘রাজ্যে ৩৫৬ ধারা জারি হওয়া জরুরি’, মোদির সভায় যোগ দিতে এসে বিস্ফোরক অভিজিৎ

    Abhijit Ganguly: ‘রাজ্যে ৩৫৬ ধারা জারি হওয়া জরুরি’, মোদির সভায় যোগ দিতে এসে বিস্ফোরক অভিজিৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ৩৫৬ ধারা জারি হওয়া জরুরি। শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে এসে একথা বললেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই, পুলিশ সাধারণ মানুষকে হেনস্থা করছে বলে তিনি জানান।

    রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই! (Abhijit Ganguly)

    এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা ভয়ঙ্কর অবস্থায় এসে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ, রোষ সামাল দিতে পারছে না রাজ্যের তৃণমূল সরকার। সে কারণেই ওপর তলার নির্দেশে পুলিশ সাধারণ মানুষকে হেনস্থা করছে। আর সাধারণ মানুষের ক্ষোভ দুঃখের কথা সঠিকভাবে তুলে ধরার জন্য সাংবাদিকরাও হেনস্থার শিকার হচ্ছেন। সন্দেশখালির ঘটনা ফের আরও একবার প্রমাণ করে দিল রাজ্যের আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এখানে ৩৫৬ ধারা জারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

    মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গোল্লা পাবেন

    প্রাক্তন বিচারপতি বিজেপিতে যোগ দিয়েছেন। পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হিসেবে দেওয়াল লিখন শুরু হয়েছে। তিনি (Abhijit Ganguly) শুধু বলেন, দল যেভাবে আমাকে কাজে লাগাবে আমি সেভাবেই কাজ করব। তবে, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে তৃণমূল মুছে যাবে। কারণ, রাজ্যের উন্নয়নে, আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি গোল্লা পাবেন। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়েও  মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন প্রাক্তন বিচারপতি। তিনি বলেন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে শেষ যে মামলায় পেয়েছিলাম তা ছিল একটি গ্রামে জল না পাওয়া নিয়ে। তাতে আমি নির্দেশ দিয়ে নকশালবাড়ির সেই সেবদুল্লা জ্যোতে জল পৌঁছে দিতে বাধ্য করেছি। স্বাধীনতার পরও মানুষ জল পান না, এটা ভাবা যায়। এতে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা প্রকট হয়ে ওঠে। তিনি তাঁর দফতরকে দিয়ে সবার কাছে জল পৌঁছে দিতে পারছেন না। উত্তরবঙ্গের আরও অনেক উন্নয়ন দরকার। এখানে কিছুই হয়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sealdah: শিয়ালদা রানাঘাট শাখার কাঁকিনাড়ায় রেল লাইনের ধারে বোমা উদ্ধার, ব্যাপক আতঙ্ক এলাকায়

    Sealdah: শিয়ালদা রানাঘাট শাখার কাঁকিনাড়ায় রেল লাইনের ধারে বোমা উদ্ধার, ব্যাপক আতঙ্ক এলাকায়

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়ালদা (Sealdah) রানাঘাট শাখার কাঁকিনাড়া রেলস্টেশনের কাছে দুই নম্বর রেল লাইনের ধার থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রেলযাত্রী থেকে সাধারণ মানুষ। ঘটনাস্থলে জিআরপি ও আরপিএফ পৌঁছে বোমা উদ্ধার করে। যদিও জিআরপি ও আরপিএফ-এর তরফ থেকে বোমার কথা অস্বীকার করা হয়েছে। সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি তাঁরা। তবে ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে।

    কীভাবে ঘটল ঘটনা?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার শিয়ালদা (Sealdah) কাঁকিনাড়া রেল স্টেশনের দুই নম্বর লাইনের উপরে ওই বোমা উদ্ধার হয়। কিন্তু যখন বোমা পাওয়া যায়, ততক্ষণে লাইনের উপর দিয়ে ট্রেন চলে গিয়েছে। কিন্তু সৌভাগ্য যে ওই বোমা ফাটেনি। বিস্ফোরণে বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে অফিসের নিত্য যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। এমনিতেই এই লাইনে নিত্য যাত্রীদের ব্যাপক ভিড় হয় ট্রেনে। বোমার খবর ছড়িয়ে পড়তেই কিছুক্ষণের জন্য থমকে যায় রেলের পরিষেবা। এরপর বেশ কিছু ট্রেন চার নম্বর লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। স্থানীয় এক বাসিন্দা পাপ্পু সাউ জানিয়েছেন, “এলাকায় আমরা আতঙ্কে রয়েছি। একটা বড় বিপদের সম্ভাবনা ছিল। সিসিটিভিতে নজর দিলেই কারা করছে ঘটনার কথা জানা যাবে।”

    ঘটনা স্থলে পৌঁছায় রেল পুলিশ (Sealdah)

    বোমার খবর পেয়ে কাঁকিনাড়া স্টেশনে পৌঁছায় রেল পুলিশ এবং জিআরপি। এরপর বোমা উদ্ধারের জন্য ডাকা হয় বোমা বিশেষজ্ঞ দলকে। এরপর সর্তকতার সঙ্গে বোমা উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কীভাবে রেল লাইনের উপর বোমা এসেছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু যেখানে রেল দফতরের পক্ষ থেকে ২৪ ঘণ্টা নজর রাখা হয়, সেখানে কীভাবে এমন ঘটনা ঘটল, তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে রেলের তরফ থেকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CBI: শাহজাহান ঘনিষ্ঠ হাতুড়ে চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা, ভাঙা হল ঘরের তালা

    CBI: শাহজাহান ঘনিষ্ঠ হাতুড়ে চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা, ভাঙা হল ঘরের তালা

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে শাহজাহানের ডেরায় সিবিআই হানা দেয়। তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে পৌঁচ্ছে যায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এবার শাহজাহান ঘনিষ্ঠ হাতুড়ে চিকিৎসক শফিকুল মোল্লার বাড়িতে সিবিআই (CBI) হানা দেয়। সন্দেশখালির ডুগরিপাড়া গ্রামে ওই হাতুড়ে চিকিৎসকের বাড়ি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেখানে তল্লাশি চালানো হয়। বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকেরা। এর আগে ভুগরিপাড়া গ্রামের আরও একটি বাড়িতে গিয়েছিল সিবিআই। দিন আলি মোল্লা নামের ওই গ্রামবাসীর ছেলে শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মোবাইলের খোঁজ করছিলেন গোয়েন্দারা। এর পর ওই বাড়ি থেকে বেরিয়ে তাঁরা যান হাতুড়ে চিকিৎসকের বাড়িতে।

    চিকিৎসকের ভা়ড়াটেদের জিজ্ঞাসাবাদ (CBI)

    কলকাতা হাই কোর্টের নির্দেশে সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। ওই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত শাহজাহান এখন তাদের হেফাজতে রয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার দিনভর শাহজাহানকে জেরা করেছেন সিবিআই আধিকারিকেরা। তার পরেই শুক্রে তাদের দল পৌঁছে গিয়েছে সেই শাহজাহানের ডেরায়। ডুগরিপাড়ার চিকিৎসকের বাড়িতে হানা দেয় সিবিআই। তিনি পেশায় হাতুড়ে চিকিৎসক হলেও তাঁর বাড়ির দোতলায় একটি স্কুল চলে। স্কুলটির নাম সরবেড়িয়া ডুগরিপাড়া চাইল্ড অ্যাকাডেমি। এছাড়া ওই বাড়ির নীচের তলায় অনেক ভাড়াটে রয়েছেন। কেন্দ্রীয় আধিকারিকেরা তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তাঁদের কেউ মুর্শিদাবাদ, কেউ দক্ষিণ ২৪ পরগনা থেকে সন্দেশখালিতে এসেছেন। কেন্দ্রীয় বাহিনী বাইরে থেকে গোটা বাড়ি ঘিরে ফেলে। বাড়ির প্রত্যেকের পরিচয়পত্র যাচাই করা হয়। সিবিআইকে দেখে বাড়ির মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন।

    ঘরের তালা ভেঙেছে সিবিআই

    ডুগরিপাড়ার এই বাড়ির একটি ঘরের তালাও ভেঙেছে সিবিআই (CBI)। সেখানে তল্লাশি চালানো হয়। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়ির সামনে ইডির ওপর হামলার সময়ে এই বাড়ির কেউ উপস্থিত ছিলেন কি না, তা স্পষ্ট নয়। তবে, শফিকুল সিবিআইয়ের নজরে রয়েছেন। চিকিৎসকের কন্যা বলেন, হঠাৎ করে ওরা আমাদের বাড়িতে ঢুকে পড়ে। আমি জানি না কেন ওঁরা এসেছেন। বাবা এখন বাড়িতে নেই। শাহজাহানকে এলাকার নেতা হিসাবে চিনি। আমাদের বাড়িতে তাঁর যাতায়াত নেই। ৫ জানুয়ারি ঘটনার দিন আমার বাবা বাড়িতেই ছিলেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bomb Blast: তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ল ছেলের হাতের আঙুল

    Bomb Blast: তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ল ছেলের হাতের আঙুল

    মাধ্যম নিউজ ডেস্ক: দত্তপুকুরে ভয়াবহ বাজি বিস্ফোরণে (Bomb Blast) ঘটেছিল। প্রাণ হারিয়েছিলেন অনেকেই। বাজির আড়ালে বোমা তৈরি হত বলে তদন্তে নেমে পুলিশ জানতে পারে। সেই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকমাস। এবার সেই উত্তর ২৪ পরগনা জেলাতেই তৃণমূলের প্রাক্তন প্রধানের বাড়িতে বাজি বিস্ফোরণ হয়। গুরুতর আহত হয় প্রাক্তন প্রধান কৃষ্ণপদ মণ্ডলের ছেলে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর ২ নম্বর পঞ্চায়েতের ফুলতলা দাসপাড়া এলাকায়। এলাকাবাসীরা বিকট শব্দ শুনতে পেয়ে দৌড়ে যান।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন? (Bomb Blast)

    বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। শুক্রবার রাতে দাসপাড়া এলাকা তৃণমূল নেতার বাড়ির ছাদ বিস্ফোরণে ঝলসে যায়। তারস্বরে চিৎকার করতে থাকেন তৃণমূল নেতার ছেলে। স্থানীয় বাসিন্দারা বলেন, আচমকা বোমা বিস্ফোরণের (Bomb Blast) মতো আওয়াজ পাই। বাড়ির বাইরে বেরিয়ে দেখি কৃষ্ণদার বাড়ির ছাদে বিস্ফোরণ হয়েছে। আমরা ছুটে সেখানে যাই। প্রাক্তন প্রধানের বাড়ির ছাদের ওপর আহত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর ছেলে। তার বাঁ হাতের পাঁচটি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়। ছাদে শুয়ে কাতরাচ্ছিল সে। দ্রুত তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় বারাসত হাসপাতালে। তবে, এত বাজি কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। দত্তপুকুরের বাজি বিস্ফোরণের পর এলাকায় বাজি বিক্রি নিষিদ্ধ করা হলেও প্রাক্তন প্রধানের ছেলে এত বাজি কোথা থেকে নিয়ে এসেছে, তা নিয়ে ধন্দে রয়েছেন এলাকাবাসীরাও।

    পরিবারের লোকজনের কী বক্তব্য?

    প্রাক্তন প্রধান কৃষ্ণপদ মণ্ডল বলেন, এই বাজি কিনে নিয়ে এসেছিল ছেলে। সেগুলি ছাদে রোদে দেওয়া হয়েছিল। এরপরই শুক্রবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তবে, আদতে বিস্ফোরণের (Bomb Blast) কী কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাজি ছাড়াও সেখানে অন্য কিছু ছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ইডির ওপর হামলা, শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগ সিবিআই-এর

    Sandeshkhali: ইডির ওপর হামলা, শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগ সিবিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: তল্লাশি অভিযানের সময় গত জানুয়ারিতে ইডির ওপর হামলা! অবশেষে শাহজাহান শেখের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করল সিবিআই। বৃহস্পতিবার, আক্রান্ত ইডি আধিকারিকদের বয়ান দাখিল করে সিবিআই। শুক্রবার সন্দেশখালিতে (Sandeshkhali) শাহজাহানের বাড়ি সমেত বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপরই ধৃত নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা যোগ করল সিবিআই। শুক্রবার এক বিবৃতিতে সিবিআই জানিয়েছে, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে যে মামলা দায়ের হয়, তার প্রেক্ষিতেই শুক্রবার ওই স্থানে অভিযান চালানো হয়। তদন্তের সুবিধার্থে ফরেন্সিক দলের সাহায্য নেওয়া হয়েছে। পুরো অভিযানে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে।

    জেরায় কী জানাল শাহজাহান?

    বগটুইকাণ্ডে যেমনটা হয়েছিল, সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali) তদন্তেও থ্রিডি লেজার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সরবেড়িয়া থেকে সিবিআই আলি গাজি নামে শাহজাহান ঘনিষ্ঠ একজনের বাড়িতে যায় সিবিআইয়ের একটি দল। সূত্র মারফত জানা গিয়েছে, ইডিকে ভয় পেয়েই শাহজাহান এতদিন গা ঢাকা দিয়েছিলেন। সিবিআই-এর জেরায় এমনটাই জানিয়েছেন শাহজাহান। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে শাহজাহান জানান, সরবেড়িয়ার বাড়িতে থাকলে তিনি প্রতিদিনই মর্নিং ওয়াকে বের হন। সেইমতো তিনি ৫ জানুয়ারিও সকালে হাঁটতে বেরিয়েছিলেন। কিন্তু বাড়িতে ইডি এসেছে শুনে এবং ইডির ফোন পেয়েই তিনি ভয় পেয়ে যান। ইডির হাতে গ্রেফতার হতে পারেন, এই ভয়েই তিনি আর বাড়িতে ফেরেননি।

    মঙ্গলবারই তদন্তভার নেয় সিবিআই

    প্রসঙ্গত, চলতি সপ্তাহের মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালিকাণ্ডের তদন্তভার নেয় সিবিআই। গত বুধবার সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা নিয়ে মোট তিনটি এফআইআর দায়ের করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মধ্যে একটি এফআইআর হয় ইডির ওপর হামলার ঘটনায়। বাকি দু’টির মধ্যে একটি রাজ্য পুলিশের অভিযোগের ভিত্তিতে এবং অন্যটি রেশন বণ্টনে অনিয়মের অভিযোগে। প্রথমে খুনের চেষ্টার ধারা যোগ করা না হলেও তা শুক্রবারই যুক্ত করেছে সিবিআই।

    বুধবার থেকে সিবিআই হেফাজতে শাহজাহান

    এর আগে, শাহজাহান শেখের বিরুদ্ধে মোট ৩৪টি ধারায় মামলা করা হয় বলে জানা গিয়েছে। ন্যাজাট থানায় দায়ের হওয়া ওই মামলাগুলিতে ডাকাতি থেকে শুরু করে খুনের চেষ্টা ইত্যাদি রয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি সন্দেশখালির (Sandeshkhali) নেতা শাহজাহান গ্রেফতার হয় রাজ্য পুলিশের হাতে। বসিরহাট কোর্ট তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এর পরে হাইকোর্টের নির্দেশে বুধবার সন্ধ্যায় শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ০৯/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ০৯/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি আনন্দে ভরে থাকবে।

    ২) উন্নতির পথ প্রশস্ত হবে। এর প্রভাবে আমদানি বৃদ্ধি পাবে।

    ৩) কেরিয়ারের কারণে চিন্তিত থাকলে, আজ তাতে ভালো সুযোগ পেতে পারেন।

    বৃষ

    ১) শেয়ার বাজার ও বেটিংয়ে অর্থ লগ্নি করবেন না, তা না-হলে বড়সড় লোকসান হতে পারে।

    ২) বাচ্চাদের সঙ্গে হইহুল্লোড় করে নিজের দুশ্চিন্তা দূর করতে পারবেন।

    ৩) ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য বিদেশযাত্রা চিন্তাভাবনা করে থাকলে ভালো সুযোগ পেতে পারেন।

    মিথুন

    ১) জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ চললে, আলোচনার মাধ্যমে তার সমাধান করুন।

    ২) কোনও কাজ শুরু করলে তাতে ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন।

    ৩) ভালো মুনাফা অর্জন সম্ভব হবে আজ।

    কর্কট

    ১) অসম্পূর্ণ কাজ পূরণ করতে সফল হবেন।

    ২) জীবনসঙ্গীর সঙ্গে কোনও সুন্দর স্থানে যাওয়ার সুযোগ পাবেন।

    ৩) ভাই-বোনের কাছ থেক সাহায্য চাইলে তা সহজে পেয়ে যাবেন।

    সিংহ

    ১) অংশীদারীর কাজ করা শ্রেয়, ভালো লগ্নি করতে পারেন।

    ২) ব্যাঙ্কিং ক্ষেত্রে কর্মরত জাতকরা সঞ্চয় প্রকল্পে মনোনিবেশ করবেন।

    ৩) একাধিক উৎস থেকে আয় সম্ভব।

    কন্যা

    ১) কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন।

    ২) দূরে বসবাস করে এমন আত্মীয় আজ আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে।

    ৩) ভেবেচিন্তে নতুন কাজে অর্থ লগ্নি করুন।

    তুলা

    ১) আগে থেকে কোনও প্রকল্প শুরু করে থাকলে তার কাজে গতি আসবে।

    ২) ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

    ৩) কোনও সমস্যায় থাকলে বরিষ্ঠ সদস্যদের সঙ্গে আলোচনা করুন।

    বৃশ্চিক

    ১) ছাত্রছাত্রীরা বাড়ির কাজকর্ম ছেড়ে পড়াশোনায় মনোনিবেশ করুন, তখনই সাফল্য লাভ সম্ভব।

    ২) পরিবারের সদস্যদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

    ৩) নতুন প্রকল্পে লগ্নির সুযোগ পাবেন।

    ধনু

    ১) স্বাস্থ্য সমস্যা থাকলে নিজের যত্ন নিন।

    ২) বন্ধুর কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।

    ৩) ছাত্রছাত্রীরা বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করে অনেক সময় কাটিয়ে ফেলবেন।

    মকর

    ১) ব্যবসায়ীরা লাভের সুযোগ চিহ্নিত করতে পারবেন।

    ২) মান-সম্মান বাড়বে।

    ৩) বাড়িতে অতিথি আগমন হতে পারে।

    কুম্ভ

    ১) প্রপার্টি ডিলিংয়ের কাজ করেন যাঁরা, তাঁরা বড়সড় লগ্নি করতে পারেন। 

    ২) ভালো মুনাফা অর্জন করবেন আজ।

    ৩) পারিবারিক কলহ সমাপ্ত হবে।

    মীন

    ১) পরীক্ষায় ভালো পরিণাম করবেন।

    ২) বাণী মাধুর্যের জোরে সকলকে নিজের প্রতি আকৃষ্ট করবেন।

    ৩) বন্ধুর সাহায্যে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election: প্রথম পর্যায়ে ৩৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, রাহুল লড়ছেন কেরলে

    Lok Sabha Election: প্রথম পর্যায়ে ৩৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, রাহুল লড়ছেন কেরলে

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় লোকসভা ভোটের (Lok Sabha Election) প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এদিন কংগ্রেসের প্রার্থী তালিকায় ৩৯ জনের নাম রয়েছে। দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, শশী থারুর এবং ভূপেশ বাঘেলের মতো কংগ্রেস নেতাদের নাম দেখা যাচ্ছে ওই তালিকায়। ২০১৯ সালে উত্তরপ্রদেশের একমাত্র আসন রায়বেরিলি কেন্দ্র থেকে জয়ী হন সোনিয়া গান্ধী। তবে প্রথম দফার প্রার্থী তালিকায় রায়বেরিলির প্রার্থী (Lok Sabha Election) ঘোষণা করেনি কংগ্রেস। সোনিয়া গান্ধী নিজেকে বর্তমানে রাজ্যসভায় সরিয়ে নিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, পরিবারতন্ত্র বজায় থাকবেই রায়বেরিলিতে এবং সেক্ষেত্রে ২০২৪ সালের ভোটে প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থী হওয়ার সম্ভাবনা খুব বেশি।

    রাহুল গান্ধী কেরালার ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন

    কংগ্রেসের প্রকাশিত তালিকা (Lok Sabha Election) অনুযায়ী দেখা যাচ্ছে, রাহুল গান্ধী কেরালার ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রসঙ্গত, আমেথিকে কংগ্রেসের দূর্গ বলা হতো একসময়। মোদি ঝড়ে সেই দূর্গ উড়ে যায় ২০১৯ সালে। গান্ধী পরিবারের খাসতালুক বলে পরিচিত আমেথিতে পরাস্ত হন রাহুল গান্ধী। জেতেন বিজেপির স্মৃতি ইরানি। কিন্তু ২০১৯ সালের মতো তিনি এবার আমেথি থেকেও রাহুল প্রার্থী হবেন কিনা তা স্পষ্ট নয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর তিরুঅনন্তপুরম থেকে লড়বেন। একইভাবে ছত্তিশগড়ের রাজনন্দগাঁও আসন থেকে  লড়বেন সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

    কোন কোন রাজ্যের প্রার্থীর নাম রয়েছে প্রথম তালিকায়

    কংগ্রেসের প্রকাশিত তালিকায় থাকা (Lok Sabha Election) নামগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, যিনি কেরালার আলাপুজ্জা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০০৯ সালে এই কেন্দ্রেরই প্রার্থী ছিলেন ভেনুগোপাল। এছাড়াও প্রকাশিত তালিকায় নাম রয়েছে ডি কে সুরেশের। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের ভাই সুরেশ লড়বেন বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্র থেকে। জানা গিয়েছে, প্রথম দফায় প্রকাশিত তালিকায় দিল্লি, কর্নাটক, কেরল, তেলঙ্গানা, ছত্তিশগড়, লাক্ষাদ্বীপের, পাশাপাশি সিকিম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরার মতো উত্তর-পূর্বের রাজ্যগুলির প্রার্থীদের নাম রয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে বিজেপি প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। তাতে ১৯৫ জনের নাম ছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Malda: লোকসভার প্রচারে দেওয়াল লিখন শুরু, শ্রীরূপার হয়ে ময়দানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

    Malda: লোকসভার প্রচারে দেওয়াল লিখন শুরু, শ্রীরূপার হয়ে ময়দানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মালদায় (Malda) দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার সফরে দেওয়াল লিখন কর্মসূচি করলো বিজেপি নেতৃত্ব। শুক্রবার সকাল থেকেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচি গ্রহণ করে বিজেপির মালদা জেলা নেতৃত্ব। রাজ্যে লোকসভার ভোটের প্রচারে একধাপ এগিয়ে বিজেপি। মালদা উত্তরের লোকসভা প্রার্থী হয়েছেন ২০১৯ সালের বিজপির জয়ী প্রার্থী খগেন মুর্মু এবং অপরদিকে মালদা দক্ষিণ ইংরেজ বাজার লোকসভার প্রার্থী হয়েছেন শ্রীরূপা মিত্র। দুজনেই জয় বিষয়ে ভীষণ আত্মবিশ্বাসী। ২০২৪ সালের লোকসভা জন্য এখনও পর্যন্ত সারা দেশে ১৯৫ জনের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর এই রাজ্যের মোট ২০ জনের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি।   

    কী বললেন মানিক সরকার (Malda)?

    ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার মালদায় (Malda) এদিন বলেন, “আমাদের অভিভাবক হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত শক্ত করাটা সবথেকে বেশি দরকার। দেশকে শাক্তিশালী করতে হলে শক্তসবল সরকার দরকার। পার্টির নির্দেশে আমি আজ মালাদায় এসেছি। দল যা বলবে, আমাদের কাজ সেই অনুসারে প্রচার করা। আগামী লোকসভার নির্বাচনে বিজেপি ৩৭৫ টি আসনের বেশি পাবে।”

    দেওয়াল লিখন কর্ম সূচিতে মানিক সরকার

    এদিন ইংরেজবাজার (Malda) শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের গির্জা মোড়ে দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি এদিন শিবরাত্রি উপলক্ষে ইংরেজবাজার পুরসভার ঝলঝলিয়া এলাকার শিব মন্দিরে পুজো দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আবার ওই এলাকাতেই কয়েকজন দুঃস্থ মানুষের সঙ্গেও বাড়িতে গিয়ে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এদিন বিজেপির জেলা নেতৃত্ব ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার করেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, ইংরেজবাজার পুরসভার বিজেপি দলের কাউন্সিলর সুতপা মুখার্জি, দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক সভাপতি পার্থসরথি ঘোষ সহ দলের জেলা নেতৃত্ব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: শাহজাহানের আরও এক ‘সহচরে’র বাড়িতে সিবিআই-এর তল্লাশি

    Sandeshkhali: শাহজাহানের আরও এক ‘সহচরে’র বাড়িতে সিবিআই-এর তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আরও সক্রিয়। এবার তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ‘সহচরে’র বাড়িতে তাল্লাশি অভিযানে পৌঁছাল। জানা গিয়েছে, এই তৃণমূল নেতা শাহজাহানের ‘সহচর’। ইতিমধ্যে শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে সিল করা তালা খুলে তল্লাশি এবং তথ্য সংগ্রহের কাজ করেছেন তদন্তকারী অফিসারেরা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় জাওয়ান, দুই ইডি আধিকারিক এবং ফরেন্সিক টিমের সদস্যরা। শাহজাহানের চাপ আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহল মহল।

    কে এই শাহ জাহানের সহচর (Sandeshkhali)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিবিআই যে সহচরের বাড়িতে তল্লাশি করতে গিয়েছে তাঁর নাম হল আবু হোসেন মোল্লা ওরফ দুরন্ত আলি মোল্লা। সন্দেশখালির (Sandeshkhali) আকুঞ্জবেড়িয়ায় শাহজাহানের বাড়ির একদম কাছেই ডুগরি গ্রামে দুরন্ত আলি মোল্লার বাড়ি। তিনি শাহজাহানের ভীষণ অনুগত। কিন্তু শুক্রবার সন্দেশখালিতে অভিযান করলে এই দুরন্ত মোল্লা পলাতক বলে জানা যায়। আপাতত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের কাজ করছে সিবিআই। জানা গিয়েছে  শাহজাহানের সঙ্গে ফোনে খুব কথা হতো তাঁর। 

    এলাকাবাসীর বক্তব্য

    দুরন্ত শেখ শাহজাহানের কতটা কাছের, সেই সম্পর্কের কথা বলতে গিয়ে এক এলাকাবাসী বলছেন, “বছর খানেক আগে দুরন্ত আলির অনুগত্যের প্রমাণ মিলেছিল। পাঁচতলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিলেন দুরন্ত! সরবেড়িয়া (Sandeshkhali) হাইস্কুলের উলটো দিকে শাহজাহানের একটি নির্মীয়মাণ বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেন। শাহজাহান দুরন্তকে জিজ্ঞেস করেন, তুমি কি জান দিতে পারবে? কি দিতে পারবে? কথা শোনা মাত্রই এক নিমিষে ঝাঁপ দিয়ে দেন দুরন্ত। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায় দুরন্তের। এরপর প্রায় ছয়মাস বাড়িতে শয্যাশায়ী ছিলেন তিনি। এটাই আনুগত্য এবং সহচরের নমুনা।”

    গত ৫ জানুয়ারি ইডি তল্লাশি করতে গেলে দুরন্তই প্রথম ফোনে শাহজাহানকে খবর দেয় বলে জানা গিয়েছে। তদন্তকারী অফিসারেরা মোবাইলের সূত্র ধরে জানতে পারেন আক্রমণের দিন প্রথম ফোন করেছিলেন দুরন্ত।        

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share