Tag: Commonwealth Games

Commonwealth Games

  • Commonwealth Games 2030: শতবর্ষের কমনওয়েলথ গেমসের আসর ভারতেই! আগামী মাসে চূড়ান্ত সিদ্ধান্ত

    Commonwealth Games 2030: শতবর্ষের কমনওয়েলথ গেমসের আসর ভারতেই! আগামী মাসে চূড়ান্ত সিদ্ধান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: শতবর্ষে কমনওয়েলথ গেমস-এর (Commonwealth Games 2030) প্রস্তুতি নিচ্ছে আমেদাবাদ। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের জন্য সরকারিভাবে বিড জমা দিয়েছিল ভারত। বুধবার, কমনওয়েলথ গেমসের নির্বাহী বোর্ড ঐতিহ্যবাহী গেমের আয়োজক শহর হিসেবে আমেদাবাদকে সুপারিশ করার বিষয়টি নিশ্চিত করেছে। জানা গিয়েছে, ২৬ নভেম্বর গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের সাধারণ অধিবেশনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলিতে হবে এই অধিবেশন।

    বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো আমেদাবাদে

    কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2030) শতবর্ষপূর্তি ২০৩০ সালে। এ বার ‘Centenary Games’ আয়োজনের জন্য ভারতের আমেদাবাদকে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে কমনওয়েলথ স্পোর্টসের কার্যনির্বাহী বোর্ড। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত কমনওয়েলথের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে, এক ঐতিহাসিক আয়োজনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো আমেদাবাদ বহন করতে পারবে বলে আগেই ক্রীড়া মহলে শোনা গিয়েছিল। আমেদাবাদেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম (নরেন্দ্র মোদি স্টেডিয়াম)। এ বার ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের মতো মাল্টি স্পোর্টস ইভেন্ট আয়োজনের দায়িত্ব পায় কি না, সেটাই দেখার। আপাতত কমনওয়েলথ স্পোর্ট ইভ্যালুয়েশন কমিটি (Commonwealth Sport Evaluation Committee) আমেদাবাদের প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে। প্রযুক্তিগত অবস্থান, খেলোয়াড়দের অভিজ্ঞতা, পরিকাঠামো, সুশাসন এবং কমনওয়েলথ স্পোর্টসের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য, এই সকল মাপকাঠিতে আমেদাবাদকে যোগ্য বলে মনে করা হয়েছে।

    লড়াইয়ে ভারত ও নাইজেরিয়া

    কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030) অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং গুজরাট সরকারের প্রতিনিধিত্বকারী একটি প্রতিনিধি দল এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সরকারিভাবে দরপত্র জমা দিয়েছিল আগেই। লন্ডনে কমনওয়েলথ স্পোর্টের কাছে তারা এই বিড করেছিল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী হর্ষ সাংভি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কমনওয়েলথ গেমসের ১০০ বছর পূর্তি উপলক্ষে আমেদাবাদকে আয়োজক শহর হিসেবে স্থান দেওয়া হয়েছে। ২৭ অগাস্ট মেগা এই প্রতিযোগিতা বিড করার অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড করে ভারত। একই সঙ্গে আফ্রিকায় কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড করে নাইজেরিয়া। কমনওয়েলথ স্পোর্টের ভারপ্রাপ্ত সভাপতি ডোনাল্ড রুকরে ভারত ও নাইজেরিয়া দুই দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দুই দেশের প্রস্তাব আকর্ষণীয় ছিল।

    ক্রীড়াক্ষেত্রে বিকশিত ভারতের পথে

    কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030) অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার প্রেসিডেন্ট পিটি ঊষা বলেন, “আমেদাবাদে শতবর্ষের গেমস আয়োজন করা ভারতের কাছে দারুণ সম্মানের হবে। যা কেবল দেশের ক্রীড়া গুরুত্বকেই নয়, ২০৪৭ সালের বিকশিত ভারতের দিকেও নিয়ে যাবে। ভারতে এই গেমস আয়োজিত হলে যুবসমাজও অনুপ্রাণিত হবে।” এর আগে ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসে ৭২টি দেশ অংশ নিতে পারে মনে করা হচ্ছে। এর ফলে বিরাট সংখ্যক অ্যাথলিট, কোচ, কর্মকর্তা, সমর্থক, মিডিয়া কর্মীরা ভারতে আসবেন। এতে দেশের পর্যটন, হসপিটালিটি, বাজার, পরিবহণ খাতে অর্থনৈতিক গতি বৃদ্ধি পাবে। কমনওয়েলথ গেমস কেবল ক্রীড়া উৎসবই নয়, এতে ক্রীড়া বিজ্ঞান, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে ব্রডকাস্টিং, আইটি এবং জনসংযোগ-সহ বহু খাতে কর্মসংস্থানের নতুন দরজা খুলবে বলে মনে করা হচ্ছে।

     

  • Commonwealth Games 2030: অলিম্পিক্স-স্বপ্নের পথে দেশ, ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের দাবি জানাল ভারত

    Commonwealth Games 2030: অলিম্পিক্স-স্বপ্নের পথে দেশ, ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের দাবি জানাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে ভারতের ক্রীড়া মহলে খুশির হাওয়া। ক্রীড়াক্ষেত্রে অমৃতকালের পথে এগিয়ে চলেছে ভারত। মিলেছে কেন্দ্রীয় সরকারের অনুমতি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০ বছর পর আবার ভারতে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের আসর। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের অনুমতি মেলায় আনুষ্ঠানিক ভাবে এই প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিল ভারত। আমেদাবাদ শহরে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030) আয়োজনের পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত প্রস্তাব জমা করতে হবে ৩১ অগাস্টের মধ্যে। কমনওয়েলথ গেমসের খরচ বহন করবে কেন্দ্রের মোদি সরকার।

    ভারতের সম্ভাবনা উজ্জ্বল

    ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে আগেই। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2030) আসর ভারতে বসার সম্ভাবনা উজ্জ্বল। ২০৩০ সালের গেমস আয়োজনের দায়িত্বে ছিল কানাডার। কিন্তু তারা সরে দাঁড়ানোয় ভারতের সম্ভাবনা উজ্জ্বল। যেহেতু ২০১০ সালে ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল, তাই অভিজ্ঞতার বিচারে ভারত সুযোগ পেতে পারে। ভারতের লড়াই নাইজেরিয়ার সঙ্গে। এ ছাড়া আয়োজনের প্রস্তাব দিতে পারে দক্ষিণ আফ্রিকাও। তবে, সম্প্রতি কমনওয়েলথ স্পোর্টসের ডিরেক্টর অফ গেমস ড্যারেন হল আমেদাবাদে গিয়ে ভেন্যুগুলো ঘুরে দেখেন। এর পর গুজরাট সরকারের কর্তাদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁদের। চলতি মাসের শেষের দিকে আরও বড় দল আমেদাবাদে যেতে পারেন বলে খবর।

    দ্রুত প্রস্তুতি শুরু

    ২০৩০ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030) আয়োজন করতে আগেই আগ্রহ দেখিয়েছিল ভারত। বুধবার ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সেই প্রস্তাব পাশ হয়ে যায়। এবার গেমস আয়োজনের পুরোদস্তুর প্রস্তুতি দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন ভারতের অলিম্পিক্স কমিটির (আইওএ) যুগ্ম সচিব কল্যাণ চৌবে। ভারতে ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের আসর বসবে কি না, তা জানা যাবে নভেম্বর মাসে। কমনওয়েলথ স্পোর্টের জেনারেল অ্যাসেম্বলি গ্লাসগো থেকে ঘোষণা করবেন সে কথা। ভারতে কমনওয়েলথ গেমসের আয়োজন হলে সমস্ত খরচ বহন করতে হবে সরকারকে। সূত্রের খবর, দেশের মাটিতেই যাতে কমনওয়েলথের আসর বসে, সেই কারণে এখন থেকেই পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু করে দিয়েছে গুজরাট সরকার।

    কমনওয়েলথ দেশে হলে বেশি পদকের সম্ভাবনা

    অলিম্পিক্স কর্মসমিতির সদস্য রোহিত রাজপাল বলেছেন, “২০৩০-এর কমনওয়েলথ গেমস হবে পূর্ণাঙ্গ মাপের। আমরা যে খেলাধুলোয় ভাল সেগুলোকে অন্তর্ভুক্ত করা যাবে যাতে পদকের সংখ্যা অনেকটাই বাড়ে।” উল্লেখ্য, ২০২৬-এর গ্লাসগো গেমসে হকি, ব্যাডমিন্টন, কুস্তি এবং শুটিংয়ের মতো ইভেন্ট নেই, যেগুলো থেকে ভারত নিয়মিত পদক জিতেছে। রাজপাল আরও বলেছেন, “গেমসে তিন ধরনের খেলা থাকে। প্রথমত, কমনওয়েলথ গেমসের মূল খেলা যা প্রতি বারই হয়। দ্বিতীয় ভাগে থাকে আয়োজক দেশের পছন্দের খেলা এবং তৃতীয় ভাগে অতিরিক্ত খেলা। ২০৩০-এর কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2030) ঐতিহ্যশালী এবং স্বদেশি খেলাধুলো রাখব আমরা। শুটিং, তিরন্দাজি, কুস্তি, কবাডি, খো খো-র মতো খেলা থাকবে।”

    দুর্নীতি-মুক্ত স্বচ্ছ্ব গেমস

    এখনও পর্যন্ত ভারত এক বারই কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030) আয়োজন করেছে। সেটা ২০১০ সালে। সে বার খেলাধুলো ছাপিয়ে শিরোনামে এসেছিল অব্যবস্থা এবং আর্থিক দুর্নীতি। অ্যাথলিটস্‌ ভিলেজ, স্টেডিয়াম–সহ একাধিক পরিকাঠামো তৈরিতে অনেক দেরি হয়, বাজেট বেড়ে যায়, নেহরু স্টেডিয়ামে ফুটব্রিজ ভাঙায় অনেক শ্রমিক আহত হন। এ সব দেখে অনেক খেলোয়াড় নাম তুলে নিয়েছিলেন। এর পাশাপাশি বিপুল আর্থিক দুর্নীতি হয়েছিল সে বার। আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাডিকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। স্কটল্যান্ড, কানাডার মতো দেশ অব্যবস্থা দেখে দেরিতে ক্রীড়াবিদদের পাঠিয়েছিল। গেমস আয়োজনের জন্য যেই সরঞ্জাম আনা হয়েছিল সেগুলো বাজারের থেকে অনেক বেশি টাকার বিনিময়ে বেনামি সংস্থার মাধ্যমে কেনা হয়েছিল। শুধু তাই নয়, একদম সাধারণ জিনিস যেমন টয়লেট পেপার কিনতেও দুর্নীতি করা হয়েছিল। আলোচনায় এসেছিল পরিকাঠামোও। গেমস ভিলেজ থেকে হোটেল ছিল অনেক দূরে। পাশাপাশি গেমস ভিলেজে ন্যূনতম পরিকাঠামো ছিল না। অ্যাথলিটদের ভিলেজেও ছিল পরিকাঠামোর অভাব। দিল্লিতে যেখানে অ্যাথলিট ও তাঁদের কোচদের রাখা হয়েছিল সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ছিল। সব মিলিয়ে দুর্নীতি থেকে বিতর্ক সবকিছুতেই ২০১০ সালের কমনওয়েলথ গেমসে নাক কেটেছিল ভারতের। এ বার ভালো করে আয়োজন করে সেই ছবি বদলানোই লক্ষ্য। আর তাই খুব সাবধানে ২০৩০ সালের জন্য পা ফেলতে চাইছে ভারত।

    অলিম্পিকের পথে

    ২০৩৬ সালের অলিম্পিক্সও আয়োজন করতে চায় ভারত। সেটাও গুজরাটের আমেদাবাদে। ইতিমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সঙ্গে দেখা করেছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রতিনিধিরা। সরকারি ভাবে আবেদন করা হয়েছে। ২০২৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলস এবং ২০৩২ সালের অলিম্পিক্স হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তার পরের অলিম্পিক্স নিজেদের দেশে করতে চায় ভারত। সেই চেষ্টাই চলছে। ওয়াকিবহাল মহল মনে করছে, কমনওয়েলথ-এর দায়িত্ব পেলে অলিম্পিক্স আয়োজন করার ক্ষেত্রে ভারতের দাবি আরও জোরাল হবে।

  • Commonwealth Games 2030: ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব পেশ ভারতের, কোন শহরে হবে খেলা?

    Commonwealth Games 2030: ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব পেশ ভারতের, কোন শহরে হবে খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক আয়োজনের আবহে এ বার ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2030) জন্য বিড করল বা প্রস্তাব পেশ করল ভারত। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের সময়েই সামনে এসেছিল ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায়। অলিম্পিকের জন্য মঞ্চ প্রস্তুত করার মধ্যেই তিরিশের কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদের করতে চেয়ে সরকারিভাবে বিড জমা দিল ক্রীড়ামন্ত্রক।

    ত্রাতা নয়াদিল্লি

    বিপুল খরচের জন্য ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2030) আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। পরে সেই গেমস আয়োজনে রাজি হলেও প্রতিযোগিতায় কাটছাঁট করেছে গ্লাসগো। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ওই প্রতিযোগিতায় হবেই না। ২০৩০ কমনওয়েলথ গেমসেও একই পরিস্থিতি। ২০৩০ সালের অগাস্ট মাসে কমনওয়েলথ গেমস আয়োজনের কথা ছিল কানাডার অ্যালবার্টায়। কিন্তু খরচের ভয়ে আলবার্টাও সরে দাঁড়ায়। ফলে ২০৩০ কমনওয়েলথ গেমস আদৌ হবে কি না সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে ত্রাতা হয়ে উঠে এল নয়াদিল্লি।

    বিড জমা দিল ভারত

    ক্রীড়ামন্ত্রক সূত্রে খবর, কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ মার্চ। তার আগেই কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারতের বিড ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন জমা দিয়েছে। ২০৩০ সালে গেমস (Commonwealth Games 2030) আয়োজনের জন্য আহমেদাবাদকে বেছে নেওয়া হয়েছে। ভারত বিড জমা দেওয়ার পর এ বার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমনওয়েলথ স্পোর্টস। যদি ভারত আয়োজনের অনুমতি পায়, তা হলে ২০১০ সালের পর ফের ভারতে কমনওয়েলথ গেমসের আসর বসবে। যদি সব ঠিকঠাক থাকে তা হলে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস ও ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করবে ভারত। পরপর দুটো মেগা ইভেন্ট। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে যেই ইভেন্টগুলো বাদ দেওয়া হয়েছিল, ২০৩০ সালে সেই ইভেন্টগুলো ফেরানো হবে। এর আগে ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। সেই গেমস সফলভাবে আয়োজন করা গেলেও পরে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে কংগ্রেস সরকারের বিরুদ্ধে।

  • Achinta Sheuli Exclusive: ‘জেরেমি না আমি, সময়ই বলবে! যে যোগ্য সেই যাবে প্যারিস,’ অকপট অচিন্ত্য

    Achinta Sheuli Exclusive: ‘জেরেমি না আমি, সময়ই বলবে! যে যোগ্য সেই যাবে প্যারিস,’ অকপট অচিন্ত্য

    ঈষিকা বন্দ্যোপাধ্যায়: ফিনিশিং লাইন এখনও অনেকটা দূরে। সাফল্যের শেষ স্টপেজ কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) সোনার পোডিয়াম নয়। সেটা অতীত। চাঁদের পাহাড় অলিম্পিক্স। আসন্ন প্যারিস অলিম্পিক গেমস (Paris Olympics) এরিনায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই এখন আশু লক্ষ্য বাংলার ভারোত্তলক অচিন্ত্য শিউলির (Achinta Sheuli)। মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন বাংলার সফল ভারোত্তলক।

    চরম দারিদ্রের মধ্যে বেড়ে ওঠা অচিন্ত্য জীবনে ধীরে-চলো নীতিতেই বিশ্বাসী। তাঁর কথায়, “Slow and Steady wins the race: সোনা তো দূর-অস্ত, আগে তো যোগ্যতা অর্জন করতে হবে। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক গেমসে (2024 Paris Olympic Games) খেলতে গেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Championship) ভালো ফল করতে হবে। সেখানেই মিলবে অলিম্পিক্সের ছাড়পত্র।”

    বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে তাহলে প্রধান প্রতিপক্ষ কে? বন্ধু জেরেমি? মানতে নারাজ ২০ বছর বয়সি হাওড়ার ছেলে। তাঁর কথায়, “এটা কোনও সমস্যা নয়। বরং এই লড়াই দুজনকে আরও ভালো খেলতে উৎসাহ দেবে। বেশ মজাও হবে। আমরা একসঙ্গে অনুশীলন করব। আবার একে অপরের বিরুদ্ধে লড়াই করব। দুজনেই জিততে চাই। যে ভালো পারফরম্যান্স করবে সেই অলিম্পিক্সে সুযোগ পাবে। যোগ্যতম জায়গা করে নেবে। আমাদের বন্ধুত্ব একরকমই থাকবে।”

    এক ফ্রেমে জেরেমি ও অচিন্ত্য

    কমনওয়েলথের আসর থেকে দুজনেই সোনা এনে দিয়েছেন। দুই বন্ধুরই পাখির চোখ প্যারিস অলিম্পিক গেমস। কিন্তু নিয়মের ফাঁদে যে কোনও একজনই অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। জেরেমি (Jeremy Lalrinnunga) কমনওয়েলথ গেমসে সোনা জয় করেন পুরুষদের ৬৭ কিলোগ্রাম ওজন বিভাগে। আর অচিন্ত্য ৭৩ কিলোগ্রাম ভারোত্তলন বিভাগে।  প্রসঙ্গত যে ৬৭ কেজি বিভাগে লড়াই করেন জেরেমি সেই বিভাগটি তুলে দিচ্ছে আন্তর্জাতিক ওয়েটলিফটিং ফেডারেশন। ফলে ১৯ বছর বয়সি জেরেমিকে এবার থেকে লড়তে হবে ৭৩ কেজি বিভাগে। ফলে অলিম্পিক গেমসের জন্য ‘সম্মুখ সমরে’ দুই বন্ধু।

    নিজের লক্ষ্যে অবিচল অচিন্ত্য বলেন, “প্রতিপক্ষ যে-ই হোক আমি নিজের সর্বস্ব দিয়ে লড়াই করব। সেরাটা দেওয়ার চেষ্টা করব। কমনওয়েলথে মোট ৩১৩ কেজি ওজন তুলেছিলাম। এবার টার্গেট ৩৪০ কেজি ওজন তোলা। সে জন্যই আমেরিকায় প্রশিক্ষণ নিতে যাচ্ছি। সেখানে আমার সঙ্গে দিদি মীরাবাঈ (Mirabai Chanu), জেরেমি সকলে থাকবে। নিজের ভুল-ত্রুটিগুলি শুধরে নেওয়া যাবে।”

    আরও পড়ুন: অচিন্ত্য না জেরেমি! জানেন অলিম্পিকে ভারতের প্রতিনিধি কে

    বুধবারই ভারতের সিনিয়র ভারোত্তলকদের বিশেষ অনুশীলনের জন্য আমেরিকা পাঠানো হচ্ছে। প্রায় এক মাসের মতো স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচের তত্ত্বাবধানে শিবির হবে তাঁদের। আমেরিকার সেইন্ট লুইসে তাঁদের বিশেষ ট্রেনিং দেবেন ড.অ্যারন হরশিগ। ২০২০ থেকে তাঁর অধীনে ট্রেনিং নিয়েছেন মীরাবাঈ চানু। সেখানেই এবার নিজেদের ঝালিয়ে নেবেন অচিন্ত্য, জেরেমিরা। তাই এশিয়ান চ্যাম্পিয়নশিপে নামছেন না তাঁরা।

    হাওড়ার দেউলপুরে মাটির বাড়িতে বেড়ে ওঠা। মা জরির কাজ করে সংসার চালান কোনওক্রমে। সাপ্তাহিক রোজগার পাঁচশো টাকা। তা-ও নিয়মিত নয় সেই কাজ। দাদা এখন দমকল দফতরের অস্থায়ী কর্মী। ছোট থেকেই লড়াই করে বড় হয়েছেন অচিন্ত্য। তাঁর লড়াই সকলকে প্রেরণা যোগাবে বলে ট্যুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। অচিন্ত্য বললেন, “মোদিজি অসাধারণ। কমনওয়েলথ গেমসে নামার আগে তাঁর ফোন মনের জোর অনেকটা বাড়িয়ে দিয়েছিল। সেনার চাকরি আমাকে সাহস জুগিয়েছে। পুষ্টিকর খাবার খেতে সাহায্য করেছে। সাফল্যের জন্য পরিশ্রম যেমন জরুরি, তেমন দরকার ধৈর্যও । শুধু পরিশ্রম করলে হবে না, তার সঙ্গে ধৈর্য না থাকলে সাফল্য পাওয়া কঠিন।”

  • Commonwealth Games: পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত! কমনওয়েলথে আজ নজর ক্রিকেট, হকিতে

    Commonwealth Games: পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত! কমনওয়েলথে আজ নজর ক্রিকেট, হকিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: জমজমাট শনিবাসরীয় সন্ধ্যা। আজ চলতি কমনওয়েলথ গেমসের (cwg 2022) নবম দিন। সপ্তম দিনের পর পদক তালিকায় ভারতের স্থান ছিল সপ্তম। অষ্টমদিনে কুস্তিতে একের পর এক পদক এসেছে ভারতে (India)। এদিন এক লাফে ভারত পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে। এখনও পর্যন্ত ভারত এ বারের কমনওয়েলথ গেমস থেকে পেয়েছে মোট ২৬টি পদক। যার মধ্যে ১০টি পদক এসেছে ভারোত্তোলন থেকে। কুস্তি থেকে এসেছে ৬টি পদক। জুডো থেকে তিনটি পদক এসেছে। লন বল, স্কোয়াশ, লং জাম্প, হাই জাম্প, প্যারা পাওয়ারলিফ্টিং, টেবল টেনিস ও ব্যাডমিন্টন থেকে ১টি করে পদক এসেছে ভারতে। আজ বিশেষ নজরে থাকবেন অমিত-নিখাত-লক্ষ্য-কিদাম্বিরা। একইসঙ্গে নবম দিনে নজর রাখতে হবে ব্যাডমিন্টন, কুস্তি, লন বলের মতো একাধিক ইভেন্টেও। আজ ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে নামবেন পি ভি সিন্ধু। ক্রিকেটে সেমিফাইনালে ভারতের মুখোমুখি আয়োজক ইংল্যান্ড। হকি সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে ভারত। এক নজরে ভারতীয় ক্রীড়াবিদদের নবম দিনের সূচি —

    প্যারা অ্যাথলেটিক্স

    ভারতীয় সময় দুপুর ২.৫৭-তে মহিলাদের শটপুটের ফাইনাল (পুনম শর্মা, শর্মিলা, সন্তোষ)

    অ্যাথলেটিক্স

    মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াক ফাইনাল। শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টে।

    বক্সিং

    ৪৫-৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে মহিলাদের বক্সিংয়ে নামবেন নীতু। খেলা শুরু দুপুর ৩টে।

    ৫৭ কেজি কোয়ার্টার ফাইনালে পুরুষদের বিভাগে নামবেন রবি কুমার। 

    মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি বিভাগে নামবেন ভিনেশ ফোগাট।

    দুপুর ৩.৩০- এ ৪৮-৫১ পুরুষদের কেজি বিভাগে সেমিফাইনালে জাম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন অমিত পাঙ্ঘাল।

    ৪৮-৫০ কেজি বিভাগে সেমিফাইনালে নামবেন নিখাত জারিন।

    ক্রিকেট 

    দুপুর ৩.৩০-এ ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল

    আরও পড়ুন: কুস্তিতে কিস্তিমাত! তিনটি সোনা একটি রুপো কমনওয়েলথের আসরে দীপক, সাক্ষী, বজরংদের জয়জয়কার

    ব্যাডমিন্টন

    মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন পিভি সিন্ধু। খেলা শুরু বিকেল ৪.৩০।

    লন বলে ভারত বনাম নর্দান আয়ারল্যান্ডের মধ্যে গোল্ড মেডেল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪.৩০।

    স্কোয়াশ

    মিক্সড ডাবলসের সেমিফাইনালে দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল জুটি নামবেন সন্ধে ৬.৪৫-এ।

    প্যারা টেবিল টেনিস ইভেন্টে গোল্ড মেডেল ম্যাচে নামবেন ভারতের ভাবিনা পটেল। প্রতিপক্ষ নাইজেরিয়ার। খেলা শুরু রাত ১ টা।

    হকি 

    পুরুষদের সেমিফাইনাল – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (রাত ১০.৩০ মিনিট)

  • Commonwealth Games: দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে জানেন মোদি! জানুন কী বললেন পাক সাংবাদিক

    Commonwealth Games: দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে জানেন মোদি! জানুন কী বললেন পাক সাংবাদিক

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনা জিততে না পেরে মন ভেঙে গিয়েছিল ভারতীয় কুস্তিগিরের। দেশকে পদক উৎসর্গ করতে চেয়েছিলেন। কিন্তু সোনা হাতছাড়া হওয়ায় হতাশ পূজা গেহলট (Pooja Gehlot)। কাঁদতে কাঁদতে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে হতাশা নয়, নিজের দেশের খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে, তাঁকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অভিভাবকের মতো তাঁর মাথায় আশীর্বাদের হাত রেখেছেন। আাগমী দিনে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। গোটা ঘটনা দেখে অভিভূত এক পাক সাংবাদিক। প্রশ্ন তুলেছেন মোদি জানেন কীভাবে দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে হয় আমাদের খেলোয়াড়রাও যে পদক জিতছে, পাক রাষ্ট্রপ্রধানরা কী সেকথা জানেন?

    মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদক পেয়েছেন পূজা গেহলট (Pooja Gehlot)। তার আগে সেমিফাইনালে আগাগোড়া এগিয়ে থেকেও শেষ দশ সেকেন্ডে ম্যাচের রং বদলে যায়। পূজাকে হারিয়ে দেন কানাডার অভিজ্ঞ কুস্তিগির। সোনা জয়ের স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু মন ভেঙে গেলেও আবার কুস্তির ম্যাটে নেমে দেশের জন্য পদক জিতে নেন পূজা।

    আরও পড়ুন: বয়স বাধা নয়! টেবিল টেনিসে সোনা শরথের, কমনওয়েলথে পদক তালিকায় ৪-এ ভারত

    তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন ২৫ বছর বয়সি কুস্তিগির। তিনি বলেন, “সেমিফাইনালে উঠেও হেরে গেলাম। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম পোডিয়ামে দাঁড়িয়ে আমার দেশের জাতীয় সংগীত বাজবে।” পূজার বক্তব্য প্রকাশ্যে আসার পরেই আলাদা করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। ট্যুইটবার্তায় তিনি বলেছেন, “পূজা, তুমি পদক পেয়েছ, সেটা নিয়ে আমরা উদযাপন করব। পদক পেয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নেই। তোমার জীবন সংগ্রামের কথা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তুমি আরও অনেক সাফল্য পাবে। এগিয়ে চলো।”
    প্রধানমন্ত্রীর ট্যুইট দেখে মুগ্ধ পাকিস্তানি সাংবাদিক (Pakistani Journalist) সিরাজ হাসান। তিনি প্রধানমন্ত্রীর ট্যুইট রিট্যুইট করে লিখেছেন, “ভারতে এভাবেই খেলোয়াড়দের সমর্থন করা হয়। পূজা গেহলট সোনা জিততে পারেননি, ব্রোঞ্জ পেয়েছেন। তাকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনওদিন এভাবে টুইট করেন? আমাদের খেলোয়াড়রাও পদক জিতছেন। দেশের নেতারা কি আদৌ সেটা জানেন?”
     
     
    উল্লেখ্য, চলতি কমনওয়েলথ গেমসের প্রথম দিন থেকেই ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।  শেষ পর্যন্ত ৬১টি পদক পেয়ে পদক তালিকায় এবার চার নম্বরে শেষ করেছে ভারত। ভারত মোট ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পেয়েছে। অন্যদিকে, ১৯৬২ সালের পরে চলতি বছরেই সেরা পারফরম্যান্স করেছেন পাকিস্তানি খেলোয়াড়রা। একটি সোনা, তিনটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে পাকিস্তান। ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পদক তালিকায় পাকিস্তান রয়েছে ১৮তম স্থানে। 
  • Sourav Ganguly: সৌরভের ট্যুইট ঘিরে সমালোচনা! জানেন বিসিসিআই প্রেসিডেন্টকে কী বলছেন নেটিজেনরা?

    Sourav Ganguly: সৌরভের ট্যুইট ঘিরে সমালোচনা! জানেন বিসিসিআই প্রেসিডেন্টকে কী বলছেন নেটিজেনরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৯ রানে হেরে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে হরমনপ্রীত, স্মৃতি মন্ধানাদের। অথচ ম্যাচে একসময় জয়ের পাল্লা ভারী ছিল ভারতের পক্ষেই। সেই কথা জানিয়ে ট্যুইট করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ‘রুপো জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে অভিনন্দন। তবে ওরা হতাশ হয়েই বাড়ি ফিরবে কারণ আজ রাতে ম্যাচটা ওদেরই ছিল।’ প্রাক্তন ভারত অধিনায়কের এই ট্যুইট ঘিরে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। 

    সৌরভের মতো ক্রিকেটার বিসিসিআইয়ের দায়িত্বে থাকা সত্ত্বেও মহিলাদের আইপিএল এখনও সম্পূর্ণ রূপে চালু করা যায়নি কেন সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভারতীয় মহিলা ক্রিকেটের সিস্টেম,পরিকাঠামোও খারাপ, বলে দাবি একাংশের। হরমনপ্রীতদের হারের নেপথ্যে  সৌরভকেই কাঠগড়ায় তুলেছেন নেটিজেনদের একাংশ।


    প্রসঙ্গত, কমনওয়েলথ ফাইনালে স্নায়ু চাপে জেতা ম্যাচ হেরে এসেছে ভারত।  টসে জিতে প্রথমে ব্যাট করে ১৬১ রান করে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। রান তাড়া করার শুরুটা দুর্দান্ত হয়েছিল ভারতের। অধিনায়ক হরমনপ্রীত এবং জেমাইমা রডরিগেজের পার্টনারশিপে তর তর করে এগোচ্ছিল ভারতের ইনিংস। কিন্তু ১১৮ রানে দুই উইকেট থেকে দলের ব্যাটিং বিপর্যয় শুরু হয় এবং শেষ পর্যন্ত ১৫২ রানে অল আউট হয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ রান হরমনপ্রীতের ৬৫। দলের অন্যান্য ব্যাটাররা একটু বুঝেশুনে খেললে সোনা জিতত ভারতই। 

     

  • Commonwealth Games: নীরজও আমাদের ছেলের মতো! জানেন কী বললেন পাক জ্যাভলিন  কোচ সৈয়দ হুসেন বুখারি

    Commonwealth Games: নীরজও আমাদের ছেলের মতো! জানেন কী বললেন পাক জ্যাভলিন কোচ সৈয়দ হুসেন বুখারি

    মাধ্যম নিউজ ডেস্ক: চোটের কারণে ২০২২ কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়েছিলেন নীরজ চোপড়া। বিশ্বচ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার জ্যাভেলিন ছুড়ে রুপো জিতেছিলেন নীরজ। তাঁর লক্ষ্য ৯০ মিটারের বেশি ছোড়া জানিয়েছিলেন নীরজ। সেই স্বপ্ন এখনও পূর্ণ হয়নি। তাঁর দেখা স্বপ্নই পূরণ করলেন নীরজের বন্ধু, পাকিস্তানের আরশাদ নাদিম। কমনওয়েলথ গেমসে ৯০ মিটারের বেশি জ্যাভেলিন ছুড়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন পাকিস্তানের নাদিম। 

    জয়ের পর নাদিম জানান, গেমস ভিলেজে নীরজকে খুব মিস করেছেন তিনি। আরশাদ বলেন, ” চোট এই খেলার একটি অংশ তবে তিনি নীরজ চোপড়ার অনুপস্থিতি অনুভব করেছি।” আরশাদের জয়ের পর নীরজ তাঁকে ফোন করে পদক জয়ের জন্য অভিনন্দন জানান। চার বছর আগে এশিয়ান গেমসে নীরজের কাছে হেরেছিলেন আরশাদ। রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। তার পরে চোটের কারণে কয়েকটি প্রতিযোগিতায় নামতে পারেননি আরশাদও। বিশ্বচ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানে শেষ করেন পাকিস্তানের এই প্রতিযোগী। অথচ কয়েক সপ্তাহ পরে কমনওয়েলথে নেমে বাজিমাত করেছেন তিনি।

    কমনওয়েলথের আসরে আরশাদ নাদিম ৯০.১৮ মিটার থ্রো করে সোনা জেতেন। ৯০ মিটারের কাছাকাছি পৌঁছতে পারেননি তাঁর প্রতিপক্ষ, বিশ্বের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী অ্যান্ডারসন পিটার্স। দ্বিতীয় হয়ে রুপোর পদক জিতেছেন তিনি।

    আরও পড়ুন: দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে জানেন মোদি! জানুন কী বললেন পাক সাংবাদিক

    শুধু আরশাদই নন তাঁর কোচ  সৈয়দ হুসেন বুখারি জানিয়েছেন, নাদিম ও নীরজ খুব ভাল বন্ধু। দু’জনের মধ্যে ২০১৬ সাল থেকে বন্ধুত্ব রয়েছে। তিনি বলেন, ‘আমি লাহোর এবং ইসলামাবাদের অ্যাকশন প্যাক স্টেডিয়ামে নীরজ এবং আরশাদের প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই। নীরজও আমাদের ছেলের মতো এবং একজন পাকিস্তানি হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে নীরজ যদি বিজয় লাভ করে, আমরা ১৯৬০ সালে মিলখা সিংয়ের জয়ে যেমন খুশি হয়েছিলাম, তেমনই খুশি হব।’ এর পাশাপাশি বুখারি বলেন, ‘নীরজ চোপড়া যদি জেতে তাহলে তারাও নীরজের প্রশংসা করবেন। তিনি বলেন, নীরজ চোপড়া এবং আরশা নাদিমের বন্ধুত্ব অনেকটা আবদুল খালিক ও মিলখা সিংয়ের মতোই।’

     

  • Commonwealth Games: আজ পাঁচটি সোনার হাতছানি! কমনওয়েলথের শেষ দিনে ভারতের বাজি সিন্ধু, শরথকমলরা

    Commonwealth Games: আজ পাঁচটি সোনার হাতছানি! কমনওয়েলথের শেষ দিনে ভারতের বাজি সিন্ধু, শরথকমলরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) শেষ দিন। দেখতে দেখতে এই মাল্টি স্পোর্টস ইভেন্টের ১০ টা দিন পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত চলতি গেমসে ভারত মোট ৫৫টি পদক পেয়েছে। পদক তালিকায় পাঁচ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। রবিবার ভারতে এসেছে ১৫টি পদক। আজ  শেষ দিনে ভারতের সামনে পাঁচটি সোনা জয়ের হাতছানি। বিশেষ নজরে থাকবেন পিভি সিন্ধু-লক্ষ্য সেন-শরথকমলরা। একইসঙ্গে এ বারের কমনওয়েলথ গেমসের শেষ দিনে নজর রাখতে হবে পুরুষ হকি দলের ফাইনালে এবং ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের মতো ইভেন্টেও। একনজরে এদিন ভারতীয়দের খেলা:

    ব্যাডমিন্টন

    মহিলাদের সিঙ্গলস ফাইনাল – পিভি সিন্ধু বনাম মিশেল লি (দুপুর ১.২০)

    পুরুষদের সিঙ্গলস ফাইনাল – লক্ষ্য সেন বনাম এনজি ইয়ং জে (দুপুর ২.১০)

    পুরুষদের ডাবলস ফাইনাল – সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি বনাম লেন বেন-ভেন্ডি সিন (বিকেল ৩)

    টেবল টেনিস

    পুরুষদের সিঙ্গলস ব্রোঞ্জ পদক ম্যাচ – সাথিয়ান গণশেখরন বনাম পল ড্রিঙ্কারহল (বিকেল ৩.৩৫)

    পুরুষদের সিঙ্গলস ফাইনাল – অচিন্ত্য শরথকমল বনাম লিয়াম পিচফোর্ড (বিকেল ৪.২৫)

    হকি

    পুরুষদের ফাইনাল – ভারত বনাম অস্ট্রেলিয়া (বিকেল ৫)

    আরও পড়ুন: ট্রিপল জাম্পে সোনা-রুপো, বক্সিংয়ে জোড়া সোনা, কমনওয়েলথে ইতিহাস ভারতের

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের শেষ দিন ভারতীয় অ্যাথলিটরা নামবেন ৬টি ইভেন্টে। তার মধ্যে ৫টি পদক নিশ্চিত। আর একটি ম্যাচে ব্রোঞ্জ এলে ওই ৬টি ইভেন্টেই পদক প্রাপ্তি হবে ভারতের। আর তা হলে এ বারের কমনওয়েলথ থেকে মোট ৬১টি পদক নিয়ে দেশে ফিরবেন ভারতীয় অ্যাথলিটরা। 

    অন্যদিকে কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রুপোতেই এ বারের মতো সন্তুষ্ট থাকতে হল ভারতকে। সোনা জেতা হল না। দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা হল না। হরমনপ্রীত কৌরের দল হারল ৯ রানে। অধিনায়ক হরমন নিজে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। জেমাইমা রদ্রিগেসও ৩৩ রান করেন। কিন্তু শেষ দিকে অভিজ্ঞ কোনও ব্যাটার না থাকার ফল ভুগতে হল। অস্ট্রেলিয়ার আট উইকেটে ১৬১ রানের জবাবে ভারত করে ১৫২ রান। 

    প্রায় জেতা খেলা হেরে স্বভাবতই খুশি নন হরমনপ্রীত। পদক গ্রহণের সময় তাঁর চেহারাতে দুঃখের ছাপ ছিল স্পষ্ট। হরমনের আক্ষেপ, “আমি জানি আমরা স্বর্ণ পদক জয়ের খুব কাছাকাছি ছিলাম, একটুর জন্য সোনা হাতছাড়া হল।” পরে সেরার সেরার কাছে হার মেনে নিয়ে হরমনপ্রীত জানান, দলের লড়াইয়ে তিনি গর্বিত। পাশাপাশি এই  পদক পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি। 

  • Commonwealth Games: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    Commonwealth Games: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম গেমে হেরে গিয়েও সোনালি প্রত্যাবর্তন লক্ষ্যের (Lakshya Sen)। কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ব্যাডমিন্টনের ফাইনালে ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে বিপক্ষ মালয়েশিয়ার জে ইয়ংকে হারিয়ে সোনা জিতলেন লক্ষ্য সেন। প্রথমে পিছিয়ে পড়লেও স্নায়ুর জোরে পরের দু’টি গেমে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যপূরণ করলেন লক্ষ্য। এরই সঙ্গে কমনওয়েলথ গেমসে ২০টি সোনা হয়ে গেল ভারতের। বার্মিংহামের এনইসি অ্যারেনায় ফাইনালে বিশ্বমানের ব্যাডমিন্টন দেখতে পেলেন দর্শকরা।

    এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অল ইংল্যান্ডে পদক জিতেছেন লক্ষ্য। এ বার কমনওয়েলথেও পদক পেয়ে গেলেন। প্রথম প্রয়াসেই সোনা! তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দলগত ইভেন্টে খুব একটা ভাল না খেললেও, সিঙ্গলসে শুরু থেকেই ভাল খেলছিলেন লক্ষ্য। ফাইনালেও একই রকম ছন্দে দেখা গেল উত্তরাখণ্ডের ব্যাডমিন্টন খেলোয়াড়কে। 

    আরও পড়ুন: অধরা স্বপ্নপূরণ! কমনওয়েলথে সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

    ২০ বছর বয়সী লক্ষ্য সেন উত্তরাখণ্ডের আলমোরার বাসিন্দা। এদিন ইংয়য়ের বিরুদ্ধে প্রথম গেমে হেরে যান লক্ষ্য। ভারতের খেলোয়াড়ের কৌশল নিয়ে তখন সন্দিহান অনেকেই। এর পর দ্বিতীয় গেম থেকে তিনি ফিরে আসেন ফর্মে। তৃতীয় গেমে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লক্ষ্য সেন কামব্যাক করেন। কমনওয়েলথ গেমসের শেষদিনে ব্যাডমিন্টন সিঙ্গলস থেকে পরপর দুটো সোনার পদক এল। লক্ষ্যের আগে মহিলাদের সিঙ্গলসে কমনওয়েলথ গেমসে প্রথমবার পিভি সিন্ধু সোনা  জেতেন। এরপর লক্ষ্য  সোনা জেতায় নিউ জিল্যান্ডকে টপকে পদক তালিকায় চার  নম্বরে থাকা নিশ্চিত করল ভারত।

     

LinkedIn
Share