Tag: Drone

Drone

  • Pakistan: ভারতকে জব্দ করতে গিয়ে চিনের থেকে অস্ত্র কিনে ডাহা ঠকল পাকিস্তান, জানুন বিশদে

    Pakistan: ভারতকে জব্দ করতে গিয়ে চিনের থেকে অস্ত্র কিনে ডাহা ঠকল পাকিস্তান, জানুন বিশদে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে (India) জব্দ করতে গিয়ে বন্ধু দেশের কাছে ডাহা ঠকল পাকিস্তান। পাকিস্তান (Pakistan) সম্প্রতি বেশ কিছু অস্ত্রশস্ত্র কেনে চিনের (China) কাছ থেকে। সেই অস্ত্রেই ধরা পড়ল ত্রুটি। দামে সস্তা হওয়ায় বাজারে চিনা পণ্যের ব্যাপক চাহিদা। তবে সেগুলির কোনওটিই বেশি দিন টেঁকে না। তবে দামে সস্তা হওয়ায় অনেকেই তা কেনেন। ঠকেনও। এই যেমন পাকিস্তান। সম্প্রতি বেজিং থেকে আননেমড এরিয়াল ভেহিক্যাল কিনেছিল ইসালামাবাদ। চিনের তরফে মানববিহীন এই ড্রোন পাকিস্তানে পাঠানোও হয়েছিল। সেই ড্রোনগুলিতেই মিলেছে মারাত্মক ত্রুটি।

    ত্রুটির পর ত্রুটি…

    কেবল ওই ড্রোনগুলিই নয়, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের বরাতও চিনকে দিয়েছিল পাকিস্তানের সরকার। সেই ক্ষেপণাস্ত্র এসেও গিয়েছে পাকিস্তানে। ত্রুটি মিলেছে তাতেও। জানা গিয়েছে, সিএইচ ৪ মানববিহীন ড্রোন তৈরি করে চিনা সংস্থা এলিট। সেই সংস্থাই পাঠিয়েছিল ড্রোনগুলি। কিন্তু সেগুলির অবস্থা দেখে মাথায় হাত পাকিস্তানের সামরিক কর্তাদের। তাঁরা দেখেছেন, চিন থেকে আমদানি করা ওই ড্রোনগুলির কোনওটির ডানা ভাঙা, তো কোনওটায় রয়েছে বড় মাপের যান্ত্রিক ত্রুটি। একটি ড্রোনের তো আবার এক্সস্ট ম্যানিফোল্ড ভাঙা। ড্রোনের ভেতরে থাকা গ্যাস নির্গমণে সাহায্য করে এই এক্সস্ট ম্যানিফোল্ড। অন্য একটি ড্রোনের টার্বোচার্জারেই রয়েছে একটি বড়সড় ফাটল। সমস্যা রয়েছে ইঞ্জিনেও। চিন থেকে আমদানি করা আকাশ থেকে ভূমিতে থাকা শত্রু সেনা ঘাঁটি ধ্বংস করতে ব্যবহৃত এআর ২ ক্ষেপণাস্ত্রেও ত্রুটি রয়েছে (Pakistan)।

    আরও পড়ুুন: ‘‘মোটা দা টুকি’’! জেলের ভিতর টিটকিরি দুই ছিঁচকের, রেগে আগুন ‘হেভিওয়েট’ পার্থ

    একটি ক্ষেপণাস্ত্রে আবার যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। সেই কারণে এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তু খুঁজে পাওয়ার ক্ষমতা হারিয়েছে। চিন থেকে কেনা ওই ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলি মেরামত করতে ফের চিনে পাঠিয়েছে পাকিস্তান। তবে সেগুলি আদৌ মেরামত করা যাবে কিনা, তা নিয়ে সন্দিহান পাক সেনার শীর্ষ কর্তাদের একাংশ। বন্ধু দেশ চিনের কাছে ঠকে গিয়ে হতাশ পাকিস্তান। সেই কারণে চিন নয়, পশ্চিমের দেশগুলি থেকে ড্রোন ও অন্যান্য অস্ত্রশস্ত্র কিনতে চাইছে শাহবাজ শরিফের দেশ। শোনা যাচ্ছে, এস ১০০ ইউএভি ড্রোন কিনতে অস্ট্রিয়ার অস্ত্র নির্মাণকারী সংস্থা স্কিবেলের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ। এজন্য ওই ড্রোনের কর্মক্ষমতা সম্পর্কে তথ্য চেয়ে পাঠিয়েছে পাক সরকার। দেশের (Pakistan) অর্থনীতির হাঁড়ির হাল। এমতাবস্থায় কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে অস্ত্র কিনতে গিয়ে ডাহা ঠকেছে পাকিস্তান। এখন দেখার, এই ঘটনা পাক-চিন সম্পর্কে ছাপ ফেলে কিনা!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Pakistan Drone: ভারত-পাক সীমান্তে ফের ড্রোন হানা, গুলি করে নামাল বিএসএফ

    Pakistan Drone: ভারত-পাক সীমান্তে ফের ড্রোন হানা, গুলি করে নামাল বিএসএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে বেড়েছে ড্রোনের (Pakistan Drone) উৎপাত। কিছুদিন আগেই এক পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামানো হয়েছিল। এরপর আবার ফের একই ঘটনা। রবিবার রাতের অন্ধকারে পাঞ্জাবের অমৃতসর অঞ্চলে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে একটি কোয়াড-কপ্টার ড্রোনকে গুলি মেরে মাটিতে নামায় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এই সীমান্তে গত তিনদিনে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।

    ড্রোনের (Pakistan Drone) মাধ্যমেই ‘কনসাইনমেন্ট’ পাকিস্তান থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। তবে বিএসএফ-এর নজরে পড়তেই গুলি করে নামানো হয় ড্রোনটিকে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা ১৫ মিনিট নাগাদ বিএসএফের ২২ নম্বর ব্যাটেলিয়ানের নজরে পড়ে এটি। ১২ কেজি ওজনের কোয়াড-কপ্টার ড্রোনটিকে ভারত-পাকিস্তান সীমান্তের অমৃতসর সেক্টরের রানিয়া বর্ডার পোস্টের কাছে দেখতে পাওয়া যায়। আরও জানা গিয়েছে, ওই ড্রোনে ২ কেজির সামগ্রী সহ একটি সবুজ রং-এর প্যাকেট উদ্ধার করা হয়েছে। প্যাকেটগুলির ভিতরে মাদকজাত দ্রব্য রয়েছে বলে সন্দেহ করা হয়েছে। বিএসএফ-এর এক সিনিয়র অফিসার সংবাদমাধ্যমে জানিয়েছেন, সীমান্তরক্ষীদের গুলিতে দুটি প্রপেলার ক্ষতিগ্রস্ত হয়েছে। কনসাইমেন্টও উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে।

    আরও পড়ুন: হিন্দিতে ডাক্তারি পড়তে পারা দেশে ইতিবাচক বদল আনবে, আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী

    প্রসঙ্গত, এর আগে ১৩ অক্টোবরের মাঝরাতেও সীমান্তরক্ষীরা পাঞ্জাবের গুরদাসপুরে গুলি করে নামায় একটি পাকিস্তানি ড্রোন (Pakistan Drone)। ওই ড্রোনটিও গতকালের উদ্ধার হওয়া ড্রোনের মতোই কোয়াড-কপ্টার ছিল। সূত্রের খবর অনুযায়ী, গত ৯ মাসে মোট ১৯১ টি ড্রোন পাশের দেশ পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের সময় নজরে এসেছে নিরাপত্তা বাহিনীর। এর মধ্যে ১৭১ টি ড্রোন ভারত-পাক সীমান্ত দিয়েই প্রবেশ করতে দেখা গিয়েছে। জম্মু সেক্টরে অনুপ্রবেশ ঘটেছে ২০টি ড্রোনের। গত ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে যেসব ড্রোনকে গুলি করে মাটিতে নামানো হয়েছে, সেগুলো সাধারণত পাঞ্জাবের অমৃতসর, ফিরোজপুর এবং আবোহার অঞ্চলে দেখা গিয়েছিল। বিএসএফ-এর আধিকারিকরা এএনআইকে জানিয়েছেন যে, পাকিস্তান থেকে জম্মু ও পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র, বিস্ফোরক এবং মাদক পরিবহনের জন্য পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এছাড়াও এইসন ড্রোন থেকে বিভিন্ন AK সিরিজের অ্যাসল্ট রাইফেল, পিস্তল, MP4 কার্বাইন, কার্বাইন ম্যাগাজিন, বিস্ফোরক গ্রেনেড এবং সেইসঙ্গে মাদকদ্রব্য জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।

    ফলে ভারতের সীমান্তবর্তী এলাকায় ক্রমেই বেড়েছে ড্রোনের অনুপ্রবেশ, আর এই ঘটনা বেশ উদ্বেগজনক। এই অনুপ্রবেশের ঘটনাগুলির তদন্তে নেমেছে ন্যাশনাল ইনভেস্টিং এজেন্সি।

LinkedIn
Share