Tag: Elon Musk

Elon Musk

  • Twitter Blue: কবে ভারতে আসবে ট্যুইটার ব্লু? প্রশ্নের জবাবে কী বললেন ইলন মাস্ক?

    Twitter Blue: কবে ভারতে আসবে ট্যুইটার ব্লু? প্রশ্নের জবাবে কী বললেন ইলন মাস্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: কবে ট্যুইটার ব্লু (Twitter Blue) আসবে ভারতে? এমনই এক প্রশ্ন সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইটের নয়া মালিককে করেছিলেন এক ভারতীয়। উত্তর দিলেন ইলন মাস্ক (Elon Musk)। পাল্টা ট্যুইটে লেখেন, এক মাসের কম সময়েই ভারতে চলে আসবে ট্যুইটারের এই বিশেষ ভার্সান।   

    কিছু কিছু জায়গায় ট্যুইটারের ৮ মার্কিন ডলারের এই বিশেষ ফিচার এসেছে। এই ফিচার মূলত আইফোন ব্যবহারকারীদের জন্যে। নতুন ভেরিফিকেশন সিস্টেমের ট্যুইটার ব্লু্র সুবিধা আপাতত ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে- এর আইফোন ব্যবহারকারীরা পাচ্ছেন।

     

    আইফোনের ট্যুইটার অ্যাপের বিষয়ে একটি নোটিফিকেশনে বলা হয়েছে, ট্যুইটার ব্লুতে আরও নতুন নতুন ফিচার যুক্ত করা হবে। এখন সাবস্ক্রাইব করলে প্রতিমাসে ৭.৯৯ মার্কিন ডলারেই এই সুবিধা পাওয়া যাবে।  

    ট্যুইটার আরও জানায়, ট্যুইটার ব্লু ব্যবহারকারীদের হ্যান্ডেলে তারকাদের মতোই ব্লু টিক থাকবে। নতুন ফিচারগুলি সম্পর্কেও জানিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। জানানো হয়েছে, বিজ্ঞাপনের পরিমাণ অর্ধেক করা হবে, আরও দীর্ঘ ভিডিও পোস্ট করা যাবে, কন্টেন্ট- এর প্রায়োরিটি র‍্যাঙ্কিং করা হবে। এতে স্প্যাম, বটের পরিমাণ কমে আসবে। 

    আরও পড়ুন: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    সম্প্রতি ব্লু টিকের জন্যে ট্যুইটার মাসিক চার্জ নেওয়ার কথা ঘোষণা করেছে। এতে দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছে নেট পাড়া। অনেকেরই বক্তব্য, সাংবাদিক, লেখকরা প্রয়োজনীয় কন্টেন্ট শেয়ার করেন ট্যুইটারে। তাঁদের কাছ থেকে টাকা নেওয়া অনৈতিক। অনেকে আবার ইলন মাস্কের এই নতুন সিদ্ধান্তের প্রশংসাও করেছেন। তাঁদের বক্তব্য, এই ভেরিফিকেশন সিস্টেমের ফলে, অনেক নতুন ফিচারের সুবিধাও উপভোগ করা যাবে। 

    ইলন মাস্ক জানিয়েছেন, ট্যুইটার ব্লু- র মাসিক ভাড়া দেশের চাহিদা বিবেচনা করে নির্ধারণ করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের পর এবার ফেসবুক। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের  (Wall Street Journal) প্রতিবেদন অনুযায়ী,  খুব তাড়াতাড়ি তারা সংস্থার বহু কর্মীকে ছাঁটাই করতে পারে ফেসবুকের মালিক সংস্থা মেটা। ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে বুধবার থেকেই। সংস্থার তরফে এ সপ্তাহের শুরুতে কর্মীদের কোথাও অপ্রয়োজনীয় ভ্রমণে যেতে বারণ করা হয়েছে। সম্প্রতি ট্যুইটার (Twitter) থেকে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক (Elon Musk)। একই পথে হাঁটতে চলেছে ফেসবুকের (Facebook) প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও (Mark Zuckerberg)।

    আরও পড়ুন: ‘‘ভুল হয়েছে, ফিরে আসুন…’’! বহু সদ্যপ্রাক্তন কর্মীকে পুনরায় কাজে যোগ দেওয়ার আবেদন ট্যুইটারের

    অক্টোবর মাসে মেটার তরফে  বলা হয়েছিল, আগামী বছর স্টক মার্কেট ভ্যালু ৬৭ বিলিয়ন ডলার কমে যেতে পারে। এ বছর ইতিমধ্যেই এক ট্রিলিয়ন ডলারের অর্ধেক ভ্যালু নষ্ট হয়েছে। এই দুর্দশার কারণ দুনিয়াজুড়ে অর্থনীতি মন্থর হয়ে পড়ছে।  জুনে, মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স কর্মীদের ‘গুরুতর সময়ের’ বিষয়ে সতর্ক করেছিলেন। সেই সময়ে তিনি জানান যে কর্মীদেরকে অবশ্যই ‘ধীরগতির বৃদ্ধির পরিবেশে নির্ভুলভাবে কর্মসম্পাদনা করতে হবে’। মেটার সিইও মার্ক জুকারবার্গ একই সময়ে কর্মীদের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ‘সম্ভবত কোম্পানিতে এমন এক গুচ্ছ লোক রয়েছেন যাদের এখানে থাকা উচিত নয়’। জুকারবার্গ পরবর্তীতে সেপ্টেম্বরে নিয়োগ স্থগিত করে এবং সতর্ক করে দেন যে অদূর ভবিষ্যতে কোম্পানির আকার কমতে পারে। 

    আরও পড়ুন: কর্মী ছাঁটাই শুরু করেছে ট্যুইটার, ভয় বাড়ছে H1B ভিসাধারীদের

    প্রসঙ্গত, গত জুন মাসেই ইঞ্জিনিয়ারদের চাকরিতে নিয়োগ ৩০ শতাংশ কমিয়ে দিয়েছিল মেটা। বর্তমানে  ৮৭,০০০ এরও বেশি কর্মচারী রয়েছে মেটায়। কিন্তু এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হলে কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ কমে যাবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে এই ছাঁটাই ট্যুইটারে ব্যাপক ছাঁটাইয়ের তুলনায় মেটাকে আরও বেশি প্রভাবিত করতে পারে। ট্যুইটারের ছাঁটাই কোম্পানির ৭,৫০০ কর্মচারীর মধ্যে প্রায় অর্ধেককে প্রভাবিত করেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Twitter Down: ইলন মাস্ক দায়িত্ব নিতেই ট্যুইটার ডাউন! কর্মী ছাঁটাইয়ের সঙ্গে যোগসূত্র নিয়ে শুরু জল্পনা

    Twitter Down: ইলন মাস্ক দায়িত্ব নিতেই ট্যুইটার ডাউন! কর্মী ছাঁটাইয়ের সঙ্গে যোগসূত্র নিয়ে শুরু জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ট্যুইটারে বিপত্তি (Twitter Down)! ইলন মাস্ক (Elon Musk) দায়িত্ব নিতেই ট্যুইটারে সমস্যা! অন্তত কিছু ব্যবহারকারীদের এমনটাই অভিযোগ। দেশজুড়ে অনেকেই ট্যুইটার ডাউন বলে অভিযোগ করছেন। অনেকেই বলছেন, ট্যুইটারে লগ ইনই করা যাচ্ছে না। আবার অনেকে বলছেন, ট্যুইটার ফিডে আসছে না নতুন কোনও পোস্ট। ওয়েব ও অ্যাপ দুটোতেই একই সমস্যা হচ্ছে। আবার ইলন মাস্ক দায়িত্ব নিতেই শুরু করেছে কর্মী ছাঁটাই। তাই এর ফলেই মাইক্রো ব্লগিং সাইটে এমন গোলোযাগ দেখা গিয়েছে নাকি তা নিয়েও চলছে জোর জল্পনা।

    উল্লেখ্য কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপে যে সমস্যা হয়েছিল, সেই একই সমস্যা শুরু হয়েছে ট্যুইটারেও। রিয়েল-টাইম সার্ভিস ট্র্যাকার ডাউন ডিটেক্টর অনুসারে, ভোর-রাত ৩টার থেকেই সমস্যা দেখা যাচ্ছিল ট্যুইটারে। পরে শুক্রবার সকাল ৭টার  থেকেই বেশি করে সমস্যা তৈরি করছে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম (Twitter Down)।

    আরও পড়ুন: ট্যুইটারের দায়িত্ব পেয়েই ৩৭০০ কর্মী ছাটাইয়ের পথে ইলন মাস্ক

    অনেক ব্যবহারকারীর অভিযোগ, যখন ব্যবহারকারীরা তাদের ট্যুইটার ফিড লোড করার চেষ্টা করছেন, তখনই Error message চলে আসছে। ১৩০ জনেরও বেশি ব্যবহারকারী প্ল্যাটফর্মের সমস্যা হচ্ছে বলে রিপোর্ট করেছেন। সকাল ১০ টার পর থেকে সমস্যা কমেছে, এমন মেসেজও পোস্ট হয়েছে। ডাউন ডিটেক্টরের বিভ্রাটের মানচিত্র অনুসারে, ভারতের দিল্লি, কলকাতা, নাগপুর, হায়দ্রাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর মতো শহরে সবচেয়ে বেশি ইউজার সমস্যার সম্মুখীন হয়েছেন (Twitter Down)।

    প্রসঙ্গত, ২৮ অক্টোবর ট্যুইটার কিনেছেন টেসলা সিইও ইলন মাস্ক। দায়িত্ব নেওয়ার পর প্রথমেই তিনি পুরনো শীর্ষ কর্তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করেন। সেই তালিকায় ছিলেন সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল ও সিএফও নেদ সেগাল। এছাড়াও কর্মী ছাঁটাইও শুরু করেছেন তিনি। প্রায় ৩,৭০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছেন, সূত্রের খবর। জানা গিয়েছে, আজ শুক্রবারই সংস্থার কর্মীদের ট্যুইটার জানিয়ে দেবে কাদের রাখা হবে এবং কাদের নয়৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা থেকেই ইমেল পেতে শুরু করবেন কর্মীরা৷ ফলে এরই মাঝে এমন ঘটনা ঘটায় অনেকেই মনে করছেন যে, ট্যুইটার বিভ্রাটের সঙ্গে কর্মী ছাঁটাই-এর সম্পর্ক নেই তো!

  • Twitter Layoffs: ‘‘অফিসের পথে? বাড়ি ফিরে যান…’’, কর্মীদের বার্তা মাস্কের, আজ থেকেই ছাঁটাই ট্যুইটারে?

    Twitter Layoffs: ‘‘অফিসের পথে? বাড়ি ফিরে যান…’’, কর্মীদের বার্তা মাস্কের, আজ থেকেই ছাঁটাই ট্যুইটারে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকেই কর্মী ছাঁটাই শুরু ট্যুইটারে (Twitter Layoffs)। এমনকি কর্মীরা অফিসে যাওয়ার পথেই চাকরি চলে যাওয়ার ইমেল পেতে পারেন। এমনটাই জানা গিয়েছে।  ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একে একে ছাঁটাই করেছেন শীর্ষ কর্তাদের। সিইও পরাগ আগরওয়াল-সহ ৪ শীর্ষকর্তার পর এবার কাদের চাকরি থেকে ছাঁটাই করবেন ইলন মাস্ক, তা আজই জানা যাবে। শুক্রবার থেকেই কর্মীরা তাঁদের ইমেলের মাধ্যমে জানতে পারবেন যে, তাদের চাকরি আছে কি নেই। শুক্রবার সকাল ৯টা অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে এই ছাঁটাই-প্রক্রিয়া শুরু করবেন ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক।

    সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার ট্যুইটার কর্মীদের ইমেল করে বলা হয়েছে (Twitter Layoffs), ‘‘আপনি যদি অফিসে থাকেন বা অফিসের পথে, তবে দয়া করে বাড়ি ফিরে যান।’’ শুক্রবার থেকে ট্যুইটারে যে কর্মী ছাঁটাই শুরু হবে, তা ওই ইমেলে তাঁদের জানানো হয়েছে। ওই ইমেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ‘‘ট্যুইটারকে ঠিক পথে নিয়ে যেতেই এই প্রচেষ্টা করা হচ্ছে। সে জন্য শুক্রবার থেকে বিশ্ব জুড়ে কর্মীসংখ্যা কমানোর কঠিন পথে যেতে হবে আমাদের।’’

    আরও পড়ুন: ইলন মাস্ক দায়িত্ব নিতেই ট্যুইটার ডাউন! কর্মী ছাঁটাইয়ের সঙ্গে যোগসূত্র নিয়ে শুরু জল্পনা

    এদিন আরও জানানো হয়েছে, এই মুহূর্তে যাঁদের ছাঁটাই করা হবে, তাঁদের প্রথমে মেল করা হবে। তারপর কী করতে হবে, সে বিষয়ে ক্রমাগত নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয় ট্যুইটারের তরফে। আবার বলা হয়েছে, কোনও কর্মী যদি স্থানীয় সময় বিকেল ৫ টার মধ্যে কোনও মেল না পান, তাঁদের পাল্টা মেল পাঠাতে বলেছেন। তবে ট্যুইটার অধিগ্রহণ করার আগে থেকেই কর্মী ছাঁটাই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আর এখন সেটাই হতে চলেছে। ট্যুইটারের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক নিয়মও বদল করছেন ইলন মাস্ক। এরই মাঝে ভেরিফায়েড অ্যাকাউন্টের- ব্লু টিকের জন্য মাসে প্রায় ৮ ডলারের নিদান দেওয়ার পর এবার কর্মী ছাঁটায়েই পথে হাঁটতে চলেছেন ট্যুইটারের নতুন মালিক। এছাড়াও আজই সকালে ট্যুইটার আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় সারা বিশ্ব জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। ট্যুইটার ডাউন হওয়ার সঙ্গে কর্মী ছাঁটাইয়ের (Twitter Layoffs) যোগসূত্র রয়েছে এমনটা অনুমান করেও জল্পনা শুরু হয়েছে।

  • Elon Musk: ট্যুইটার কিনেই ৭৫% কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্ক-এর!

    Elon Musk: ট্যুইটার কিনেই ৭৫% কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্ক-এর!

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ জটিলতার পর ট্যুইটার অধিগ্রহণ করেছেন টেসলা সিইও ইলন মাস্ক (Tesla CEO Elon Musk)। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ট্যুইটারের পুরনো শীর্ষ কর্তাদের ছেঁটে ফেলার পাশাপাশি এখন ট্যুইটারের পুরনো কর্মীদের ছাঁটাই করার পরিকল্পনা করেছেন। কয়েকদিন আগেই ছাঁটাই করা হয়েছে সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়ালকে (Twitter CEO Parag Agarwal)। পরাগ সহ বেশ কয়েকজন শীর্ষ কর্তাকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক (Elon Musk)। পরাগের পাশাপাশি এই জনপ্রিয় মাইক্রো-ব্লগিং সাইটের চিফ ফিনান্সিয়াল অফিসার বা সিএফও নেদ সিগালকেও (Ned Segal) ছাঁটাই করা হয়েছে। এছাড়াও বরখাস্ত করেছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত কর্তা বিজয়া গাড্ডেকে।

    আরও পড়ুন: ট্যুইটার অধিগ্রহণ করলেন ইলন মাস্ক, প্রথমেই ছাঁটলেন পরাগ আগরওয়ালকে

    আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। কারণ ইলনের (Elon Musk) ট্যুইটার অধিগ্রহণের আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, তিনি ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরেই কর্মীদের ছাঁটাই করবেন, আর সেটিই এখন সত্যি হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, আগের থেকেই শোরগোল পড়ে গিয়ছিল যে, ইলন ট্যুইটার কেনার পরেই তিনি প্রায় ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন। আর এখনও এটিই বাস্তবে হতে চলেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে, গতকাল, শনিবার থেকেই ইলন মাস্ক ট্যুইটারের কর্মীদের ছাঁটাই শুরু করার পরিকল্পনা করেছেন।

    শুধুমাত্র পরিকল্পনাই নয়, ম্যানেজারদের কাছে যেসব কর্মীদের ছাঁটাই করা হবে তাঁদের তালিকা বানানোর কথাও বলা হয়েছে। আর জানা গিয়েছে যে, ট্যুইটারের ৭৫শতাংশ কর্মী ছাঁটাই করা অর্থাৎ প্রায় ৭৫০০ জন কর্মীদের ছাঁটাই করা হবে। রিপোর্ট অনুযায়ী, ১ নভেম্বরের মধ্যেই ছাঁটাই করা কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে স্টক অনুদান দেওয়ার কথা ছিল। প্রসঙ্গত, বৃহস্পতিবার মাস্ক (Elon Musk) বিবৃতি দিয়ে জানান যে, তিনি ট্যুইটার অধিগ্রহণ করছেন। ‘মানবতার স্বার্থেই’ তাঁর এই পদক্ষেপ বলে বার্তা দেন তিনি। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘‘আরও অর্থ উপার্জনের জন্য কিনিনি। মানবতার জন্য কিনেছি। মানবতার ভবিষ্যৎ এমন হওয়া উচিত যেখানে সমস্ত পক্ষের স্বাধীন মতামত প্রকাশের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে। সুস্থ পরিবেশে বিতর্ক হবে।’’

  • Elon Musk: মাস্কের বিরুদ্ধে আদালতে ট্যুইটার! পাল্টা কটাক্ষ টেসলার কর্তার

    Elon Musk: মাস্কের বিরুদ্ধে আদালতে ট্যুইটার! পাল্টা কটাক্ষ টেসলার কর্তার

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটার ইনকর্পোরেটেড (Twitter) মঙ্গলবার ইলন মাস্কের (Elon Mask) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেনার জন্য তার ৪৪ বিলিয়ন ডলার চুক্তি লঙ্ঘনের অভিযোগে একটি মামলা করল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের আদালতে (Delaware’s Court) সংস্থার তরফে মামলাটি দায়ের করা হয়। সংস্থার করা মামলার প্রেক্ষিতে পাল্টা ট্যুইট করেন মাস্ক। ট্যুইটবার্তায় তিনি জানান, “ওহ, দ্যা আয়রনি, লল”। সরাসরি ট্যুইটারের সঙ্গে চুক্তি বাতিলের কথা উল্লেখ না করলেও, মাইক্রো ব্লগিং সাইটের আইনি লড়াইয়ের সিদ্ধান্তকেই কটাক্ষ করে বলেছেন তা বোঝাই যায়। ট্যুইটারের হাতছাড়া হল চার হাজার ৪০০ কোটি ডলার তাই হাসি পাচ্ছে মাস্কের। টেসলার কর্তার (Tesla CEO) ট্যুইট দেখে নেটিজেনদের এমনই ধারণা।

    গত শুক্রবারই ট্যুইটারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান মাস্ক। এরপরই মাস্কের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে মাইক্রোব্লগিং সাইট। যদিও কিছুদিন আগেই মাস্ক দাবি করেন স্প্যাম ও ভুয়ো অ্যাকাউন্টের ব্যাপারে বারবার তথ্য জানতে চাওয়া হলেও ট্যুইটারের তরফে তার কোনও উত্তর দেওয়া হয়নি। এ প্রসঙ্গে ইলন মাস্কের আইনজীবী জানিয়েছেন, ”স্বচ্ছতাই ব্যবসার ভিত্তি। সেখানে বার বার ভুয়ো অ্যাকাউন্টের সম্পর্কে জানতে চাওয়া হলেও ট্যুইটারের তরফে তার কোন উত্তর দেওয়া হয়নি”। এখন চুক্তি বাবদ এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে যাবেন মাস্ক। 

    আরও পড়ুন: কেন্দ্র-ট্যুইটার তরজা! কী হতে চলেছে ভবিষ্যৎ

    অন্যদিকে, ডেলাওয়্যারের আদালতের কাছে ট্যুইটারের আর্জি, চুক্তিমাফিক লেনদেন সম্পূর্ণ করুন ইলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার করে দেওয়ার আদেশ দেওয়ার আর্জি জানিয়েছে তারা। তাদের কথায়, ‘মাস্ক ভাবছেন ডেলাওয়্যার চুক্তি আইন তাঁকে ছুঁতে পারবে না। যখন ইচ্ছা মন বদলে, সংস্থার ক্ষতি করে, কাজকর্মে ব্যাঘাত ঘটিয়ে, স্টকের দাম বানচাল করে বেরিয়ে যেতে পারবেন।’ মামলায় বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক টেসলার সিইও-র বিরুদ্ধে ট্যুইটারের কার্যপ্রণালী ও ব্যবসায় প্রভাব ফেলার অভিযোগ করা হয়েছে। সংস্থার দাবি, এই টালমাটাল, অনিশ্চিত পরিস্থিতির কারণে সংস্থা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বহু কর্মী।

    মাস্কের সমস্ত অভিযোগকে স্রেফ অজুহাত বলেই উল্লেখ করা হয়েছে ট্যুইটারের তরফে। মঙ্গলবার সংস্থার কর্মীদের উদ্দেশ্যে , ট্যুইটারের প্রধান পরাগ আগরওয়াল ভবিষ্যতের বিষয়ে কর্মীদের আশ্বস্ত করে বলেন, “আমরা আদালতে আমাদের অবস্থান প্রমাণ করব এবং আমরা বিশ্বাস করি আমরাই এই লড়াইয়ে জয়ী হব”।

  • Twitter Circle: ট্যুইটারে আসতে চলেছে এই নতুন ফিচার! জানেন কি?

    Twitter Circle: ট্যুইটারে আসতে চলেছে এই নতুন ফিচার! জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম নামেই বেশি পরিচিত ট্যুইটার (Twitter)। তবে এর মধ্যেই ট্যুইটারে নতুন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যার নাম ট্যুইটার সার্কেল (Twitter Circle)।

    তবে এই বৈশিষ্ট্যটি নিয়ে এখনও পরীক্ষা করা হচ্ছে। এই বৈশিষ্ট্যটি অনেকটা ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ড (Instagram’s Close Friends) -এর বৈশিষ্ট্যের মত করা হয়েছে, যেখানে আপনার পছন্দের মত আপনার কাছের বন্ধুদের নিয়ে একটি সার্কেল তৈরি করতে পারবেন এবং শুধুমাত্র তাঁরাই আপনার সেই পোস্টটি দেখতে পারবেন। সুতরাং কারা আপনার সেই ব্যক্তিগত পোস্টটি দেখতে পারবেন তা আপনি বাছাই করে একটি সার্কেল তৈরি করে নিতে পারবেন। যদিও এই বৈশিষ্ট্যটি সমস্ত ট্যুইটার ব্যবহারকারীদের কাছে পৌঁছতে পারেনি।

    ট্যুইটার কোম্পানির স্পিকার জোসেফ নুনেজ (Joseph Nunez) জানিয়েছেন, এই ফিচারটিকে নিয়ে এখনও পরীক্ষা করা হচ্ছে, সকল ব্যবহারকারীদের কাছে এখনও এই ফিচারটি ট্যুইটার আনেনি। অ্যানড্রয়েড (Android), আইওএস (IOS), ওয়েব সাইটে এই ফিচারটিকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে ও ট্যুইটার ব্যবহারকারীদের থেকে ফিডব্যাক নেওয়া হচ্ছে।

    এই ফিচারটিকে আপনার ট্যুইটারে পেতে গেলে প্রথমে আপনার ট্যুইটার আপডেট করুন, তারপর একটি নতুন ট্যুইট লিখুন এবং এটি পোস্ট করার সময় ‘Everyone’ বলে অপশন আসলে ‘Circle Option’ –এ ক্লিক করুন। এখানে আপনার Circle Option –এ এডিটের অপশনও রয়েছে, ফলে আপনি আপনার পোস্ট অনুযায়ী  Contacts পরিবর্তন করতে পারবেন।

    এর আরেকটি সুবিধা হল ট্যুইটার সার্কেলে কাউকে Add করার পর কারোর কাছে কোনও নোটিফিকেশন যায় না। আরেকটি বিষয় হল আপনার সেই পোস্টে ‘Circle Only’ এই ট্যাগটি থাকবে। এখনও পর্যন্ত কোনও একটি ট্যুইটার সার্কেলে আপনি আপনার বন্ধুদের মধ্যে মাত্র ১৫০ জনকে রাখতে পারবেন।

    বর্তমানে ট্যুইটারে অনেক রকমের বৈশিষ্ট্যই অন্তর্ভুক্ত করতে দেখা যাচ্ছে। এলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরেই অনেক রকমের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। ভবিষ্যতে ট্যুইটারে আর কী কী পরিবর্তন আসতে চলেছে সেটিই এখন দেখার।

  • Elon Musk: “‘ট্যুইটার কিনেছেন এবার…”, ইলন মাস্ককে কোন পরামর্শ দিলেন আদর পুনাওয়ালা?

    Elon Musk: “‘ট্যুইটার কিনেছেন এবার…”, ইলন মাস্ককে কোন পরামর্শ দিলেন আদর পুনাওয়ালা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার (Twitter) কিনে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk) ৷ টেসলা (Tesla) প্রধানের পরের পদক্ষেপ কী হবে, সকলের নজর এখন সেই দিকে ৷ ভারতে কী বিনিয়োগ করবেন মাস্ক, তা জানতেও কৌতূহলের শেষ নেই ৷ এমতাবস্থায় এবার মাস্ককে ভারতে বিনিয়োগ করতে আবেদন জানালেন সেরাম ইনস্টিটিউটের (Serum Institute) সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla) ৷ ভারতে তাঁর বিনিয়োগ যে সেরা বিনিয়োগ হতে পারে তাও ইলন মাস্ককে মনে করিয়ে দিয়েছেন সেরাম প্রধান ৷    

    ট্যুইটে ইলন মাস্ককে ট্যাগ করে আদর পুনাওয়ালা (Serum Institute CEO Adar Poonawalla) লেখেন, “আপনি যদি টুইটার কিনেই থামতে না চান তাহলে ভারতেও কিছু অর্থ বিনিয়োগ করে এখানে টেসলার  (Tesla) গাড়ি তৈরি করতে পারেন ৷ আমি কথা দিতে পারি এই বিনিয়োগ এখন অবধি করা আপনার সেরা বিনিয়োগ হবে ৷” যদিও এর কোনও উত্তর এখনও দেননি ইলন মাস্ক ৷   

    [tw]


    [/tw]

    তবে আদর পুনাওয়ালার এই টুইটের পর তাঁর প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান আকর প্যাটেল ৷ পাল্টা ট্যুইটে পরিসংখ্যান দিয়ে তাঁর প্রশ্ন,  “টেসলার এক একটি গাড়ির নূন্যতম মূল্য ৩৫ লক্ষ টাকা ৷ ভারতে ৩৫ লক্ষের উপরে মাত্র ৩৫ হাজার গাড়ি বিক্রি হয়েছে ৷ চিনে তা ৩০ লক্ষের উপরে ৷ টেসলা কেন এমন একটা জায়গায় বিনিয়োগ করতে যাবে ফোর্ড, জেনারেল মোটরস যেখান থেকে চলে গিয়েছে?”    

    কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি গতমাসে বলেছিলেন, টেসলা যদি ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ি বানাতে চায় তাহলে কোনও সমস্যা নেই ৷ কিন্তু চিন থেকে এদেশে গাড়ি আমদানি করা যাবে না ৷ এর আগে ইলন মাস্ক বলেছিলেন, যদি বাইরে থেকে আমদানি করে নিয়ে গিয়ে ভারতে তাদের গাড়ি ব্যবসা সফল হয় তাহলে টেসলা ভারতে কারখানা করতে পারে।

  • Twitter: ক্ষমতা হস্তান্তর হলেই পরাগকে ট্যুইটার সিইও-র পদ থেকে সরাবেন ইলন মাস্ক, দাবি

    Twitter: ক্ষমতা হস্তান্তর হলেই পরাগকে ট্যুইটার সিইও-র পদ থেকে সরাবেন ইলন মাস্ক, দাবি

     মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ৪৪০ কোটি মার্কিন ডলারে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার (Twitter) কিনেছেন টেসলা এবং স্পেসএক্সের মালিক ইলন মাস্ক (Elon Musk)। বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হলেই ট্যুইটারের বর্তমান মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (CEO) পরাগ আগরওয়ালকে (Parag Agarwal) সরিয়ে দেওয়া হবে তাঁর পদ থেকে। এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম। সেই পদে আনা হবে নতুন কাউকে।  যদিও কাকে সেই পদে আনা হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।  তবে, সূত্রের খবর, পদে কাকে বসানো হবে, তা ইতিমধ্য়েই বাছাই করে ফেলেছেন টেসলা-কর্তা।

    ট্যুইটারের কর্ণধার ব্রেট ট্রেলরকে (Bret Taylor) গতমাসে মাস্ক বলেছিলেন যে, সংস্থার বর্তমান ব্যবস্থাপনার প্রতি আস্থা নেই তাঁর। ট্যুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে পদত্যাগ করায় গত নভেম্বরেই সিইও-র পদে বসেন পরাগ আগরওয়াল। ট্যুইটারের বিক্রির প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই সেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে তাঁকে। এক আন্তর্জাতিক রিসার্চ ফার্মের মতে, ক্ষমতা হস্তান্তরের ১২ মাসের মধ্যে পরাগকে পদচ্যুত করা হলে তিনি কোম্পানির তরফ থেকে ৪.২ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ পাবেন।   
     
    যদিও কোম্পানিতে নিজের অবস্থানের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী পরাগ আগরওয়াল। 

    [tw]


    [/tw]

     

    [tw]


    [/tw]

    কীভাবে এই বিশাল কোম্পানির ক্ষমতা হস্তান্তর হবে, শুক্রবার একটি বৈঠকে এই বিষয়ে চিন্তিত কর্মচারীরা ক্ষোভপ্রকাশ করলে তা প্রশমিত করার চেষ্টা করেন বর্তমান সিইও। মাস্ক বারবার ট্যুইটার কর্তৃপক্ষের নীতি নির্ধারণের শিথিলতার দিকে আঙুল তোলায় কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভবিষ্যতেও একইভাবে কর্মচারীদের সুবিধা-অসুবিধার খেয়াল রাখবে কোম্পানি। কিন্তু  একইসঙ্গে এত কর্মচারীর হস্তান্তর কীভাবে হবে সে বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তরের আগে কর্মী ছাটাইয়ের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না ইলন মাস্ক। 

    পরাগকে এক কর্মচারী জিজ্ঞেস করেন, “ক্ষমতা হস্তান্তরের পর বহু মানুষ কাজ হারাবেন। এ বিষয়ে আপনি কী ভাবছেন?” পরাগের উত্তর, এর আগেও টুইটার তার কর্মচারীদের খেয়াল রেখেছে, ভবিষ্যতেও রাখবে। তিনি আরও বলেন, “আমার কথা ভাবার প্রয়োজন নেই। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও ট্যুইটার সংস্থা বিশ্ব এবং গ্রাহকদের প্রতি আগের মতোই যত্নশীল থাকবে।”

    মিটিং চলাকালীন পরাগ কর্মীদের ভবিষ্যৎ নেতৃত্বের নিয়মে আনা বদলগুলি মেনে নেওয়ার পরামর্শ দেন এবং বিগত বছরগুলিতে ট্যুইটার চাইলে আরও ভাল কাজ করতে পারত সে কথাও মনে করিয়ে দেন। তিনি বলেন, “আমি সবসময় ভাবি। চাইলেই আমরা আরও অন্যরকম এবং উন্নত মানের কাজ করতে পারতাম।”

     

  • Elon Musk Twitter: ভুয়ো অ্যাকাউন্টের জের! ট্যুইটার কেনা আপাতত স্থগিত, জানালেন ইলন মাস্ক

    Elon Musk Twitter: ভুয়ো অ্যাকাউন্টের জের! ট্যুইটার কেনা আপাতত স্থগিত, জানালেন ইলন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: গুনে শেষ করা যাচ্ছে না। প্রচুর ভুয়ো অ্য়াকাউন্ট (Fake accounts) ঘুরছে ট্যুইটারে (Twitter)। স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা কত তার গণনা শুরু হয়েছে। এই গোনা শেষ না হওয়া পর্যন্ত টুইটার কিনবেন না টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। শুক্রবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একথা জানিয়েছেন তিনি। স্পেস-এক্সের প্রতিষ্ঠাতা জানান, ট্যুইটার কেনা আপাতত স্থগিত রাখছেন তিনি। মাস্ক ট্যুইটারে লেখেন, ‘স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা সত্যিই ট্যুইটারের মোট ব্যবহারকারীর পাঁচ শতাংশের কম, সেটা গণনার স্বপক্ষে নথি না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে ট্যুইটার কেনার চুক্তি স্থগিত থাকবে।’ 

    [tw]


    [/tw]

    ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে প্রথম থেকেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আসছেন মাস্ক। ট্যুইটারে অজস্র ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। যা থেকে নানা ভুয়ো কিংবা উস্কানিমূলক খবর ছড়িয়ে পড়ছে। ফলে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তাই মাস্ক প্রথমেই জানিয়ে দিয়েছিলেন, সমস্ত স্প্যাম এবং ভুয়ো অ্য়াকাউন্ট সরিয়ে ফেলার পরই ট্যুইটারের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। নয়া ত্রৈমাসিকে ১ কোটি ৩০ লক্ষ নতুন ট্যুইটার ব্যবহারকারী বেড়েছে। যা অতিমারি করোনার পর সর্বোচ্চ বলে জানাচ্ছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তার মধ্যে মাস্কের ট্যুইটার কেনার আগে পর্যন্ত সংস্থাটি বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন হয়। যেমন, মাস্ক টুইটার কেনার পর বিজ্ঞাপনদাতারা আর ট্যুইটারে ব্যয় করবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দেয়।

    আরও পড়ুন: টুইটার অধিপতি মার্কিন ধনকুবের মাস্ক,সরতে হতে পারে সিইও পরাগকে

    যদিও গত ২৫ এপ্রিল ট্যুইটারের মালিকানা পান ইলন মাস্ক। প্রায় ৪,৪০০ কোটি ডলারে এই সংস্থাটি কেনেন তিনি। ট্যুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের অর্থ ঋণ নিয়েছেন মাস্ক। তা শোধ করার জন্য শেষ পর্যন্ত তাঁকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকার ধনকুবের। পাশাপাশি, খরচ কমানোর উদ্দেশ্যে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলিকে জানিয়েছিলেন তিনি। মাস্কের এই নয়া ঘোষণার পর শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার আগেই টুইটারের দাম ২৫% পড়ে গিয়েছে, বলে খবর।

LinkedIn
Share