Tag: Kashmir

Kashmir

  • Kashmir: উপত্যকায় হিন্দু শিক্ষিকা রজনী বালার হত্যায় জড়িত জঙ্গি নিহত

    Kashmir: উপত্যকায় হিন্দু শিক্ষিকা রজনী বালার হত্যায় জড়িত জঙ্গি নিহত

    মাধ্যম নিউজ ডেস্ক: কুলগামে (Kulgam) স্কুলে ঢুকে হিন্দু শিক্ষিকা রজনী বালা (Rajani Bala) হত্যার ঘটনায় জড়িত জঙ্গিদের খতম করল পুলিশ। টানা তিনদিন কুলগামে অভিযান চালিয়ে ওই দুই জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানান জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) পুলিশের আইজি বিজয় কুমার। তিনি জানান, এখনও দুই হিজবুল মুজাহিদিন (Hizbul) জঙ্গির খোঁজে অনন্তনাগে (Anantnag) অভিযান চালাচ্ছে পুলিশ।

    মঙ্গলবারই শোপিয়ানে (Shopian) অভিযান চালিয়ে রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার (Vijay Kumar) নামে কুলগামের ব্যাংক ম্যানেজার খুনে অভিযুক্ত-সহ দুই লস্কর-ই-তৈবা (Laskar-e-Taiba) জঙ্গিকে খতম করেছিল পুলিশ ও সেনার যৌথবাহিনী। এদিনের অভিযানেও সাফল্য পায় বাহিনী। জঙ্গিদের কাছ থেকে এদিন ১৫ কেজি আইইডি (IED) উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, জঙ্গিরা উপত্যকায় বড়সড় বিস্ফোরণের ছক কষছিল। বিস্ফোরক উদ্ধারে সেই ছক বানচাল করা গিয়েছে বলে জানানো হয়েছে।

    [tw]


    [/tw]

    কুলগামে গোপন ডেরায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এই খবর পেয়েই মিশিপুরা এলাকা ঘিরে ফেলে পুলিশ, সেনা ও আধা সেনার জওয়ানরা। অন্যদিকে, অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায়ও পুলিশ ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই হিজবুল জঙ্গিকে ঘিরে ফেলে পুলিশ।  নিহত দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিদের মধ্যে এক জঙ্গির নাম জুনায়েদ বাসিত ভাট। ২০১৮ সাল থেকে উপত্যকায় জঙ্গি কার্যকলাপে সক্রিয় ছিল জুনায়েদ। ২০২১ সালে উপত্যকায় খুন হন বিজেপির (BJP) গ্রাম প্রধান  জিএইচ রসুল দার ও তাঁর স্ত্রী। এই খুনের নেপথ্যে ছিল জুনায়েদ। অনন্তনাগের আর এক গ্রাম প্রধানকেও গুলি করে হত্যা করে এই জঙ্গি। তৃতীয় জঙ্গির খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

    আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সেনা এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

    প্রসঙ্গত, গত ৩১ মে জম্মুর ৩৬ বছর বয়সী মহিলা রজনী বালাকে কুলগাম জেলার গোয়ালপোরা এলাকায় সরকারি হাইস্কুলে ঢুকে  হত্যা করে জঙ্গিরা। তারপর থেকেই উপত্যকার বিভিন্ন প্রান্ত ছেড়ে জম্মুতে ফিরে আসতে চান সরকারি কর্মীরা। সেই দাবি মেনে নিয়ে নিহত শিক্ষিকা রজনী বালার স্বামীকে কুলগামের স্কুল থেকে জম্মুতে বদলি করল সরকার। রজনীর স্বামী রাজকুমার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে (Lt Governor Manoj Sinha) একথা জানান। এই বদলিকে স্বাগত জানিয়েছেন কাশ্মীরে বসবাসকারী হিন্দু পণ্ডিত ও দলিত সরকারি কর্মীরা। একইসঙ্গে তাঁরা নিরাপত্তার খাতিরে সকলেরই বদলির জন্য কেন্দ্রের কাছে আবেদন রাখেন।

  • New Weatherman:কাশ্মীরের ‘ওয়েদার-ম্যান’২১ বছরের ফইজান

    New Weatherman:কাশ্মীরের ‘ওয়েদার-ম্যান’২১ বছরের ফইজান

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির মতোই প্রতিনিয়ত পট পরিবর্তন করে সেখানকার আবহাওয়া। তাই পরিবার বা বন্ধুদের সঙ্গে পহেলগাঁও ঘুরতে যান আর মধুচন্দ্রিমার জন্য বেছে নিন গুলমার্গ, যা-ই করুন আগে থেকে কাশ্মীরের আবহাওয়া সম্পর্কে সঠিক তথ্য জেনেই টিকিট কাটুন। ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে গিয়ে কাশ্মীরের নতুন ‘ওয়েদার ম্যান’ ফইজান আরিফ কেঙ্গের পেজ ‘কাশ্মীর ওয়েদার’এ গিয়ে খোঁজ নিয়ে দেখুন সেখানকার আবহাওয়া সম্পর্কে পেয়ে যাবেন সঠিক তথ্য।
    শ্রীনগরের কাছে নোয়াকাদাল অঞ্চলের বাসিন্দা ২১ বছরের ফইজান ২০১৮ সাল থেকে আবহাওয়া নিয়ে গবেষণা চালাচ্ছে। ছোট থেকেই আকাশে মেঘ-বৃষ্টির খেলা দেখতে ভালবাসতেন ফইজান। দেখতেন বিদ্যুতের ঝলকানি, রোদ-ছায়ার লুকোচুরি। বিভিন্ন চ্যানেলে আবহাওয়ার খবর শোনা ছিল তাঁর শখ। নানা পত্র-পত্রিকায় পড়তেন আবহাওয়ার খবর।  প্রতিদিন দিনে তিন ঘণ্টা কাশ্মীরের আবহাওয়া নিয়ে গবেষণা করেন ফইজান। তাই উপত্যকার জলবায়ু সম্পর্কে তাঁর ভবিষ্যত বাণী এখন প্রায় ফলেই যায়। 
    কাশ্মীরের আবহাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর পেজের ফলোয়ার এক লাখের উপর। রাজনৈতিক নেতা, সরকারি কর্মচারী, অভিনেতা, খেলোয়াড়, সাংবাদিক সবাই রয়েছে তাঁর ফলোয়ারের তালিকায়। মোটামুটি ছয় থেকে আটদিন আগের আবহাওয়া নিয়ে সঠিক তথ্য দেন ফইজান।
    একসময় আবহাওয়া নিয়ে আগাম বার্তা দেওয়া তাঁর প্যাশন ছিল। এখন এবিষয় নিয়েই পড়াশোনা করছেন কাশ্মীরের এই যুবক। মেটেরোলজি নিয়েই এমএসসি করতে চান ফইজান। এখন লখনউয়ের অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের ছাত্র তিনি। আবহাওয়া নিয়ে আমাদের দেশে আরও বেশি করে গবেষণা হোক চান তিনি। ফইজান মনে করেন, আবহাওয়া নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে পারলে নানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা সহজ হয়ে যাবে। কিস্তওয়ারে মেঘ-ভাঙা বৃষ্টি হোক বা ২০১৮ সালে কাশ্মীরে আগাম তুষারপাত আবহাওয়া নিয়ে সচেতন হলে সবই সামলে নেওয়া যায় বলে অভিমত তাঁর। জম্মু-কাশ্মীর, লাদাখ, পশ্চিম ভারতের আবহাওয়া নিয়ে বিস্তর পড়াশোনা করাই এখন ফইজানের একমাত্র ইচ্ছে।  

LinkedIn
Share