Tag: KKR

KKR

  • IPL 2024: কলকাতায় এলেন মিচেল স্টার্ক, নড়বড়ে শ্রেয়স, কেকেআর-এর অনুশীলনে ঝোড়ো ব্যাটিং সল্টের

    IPL 2024: কলকাতায় এলেন মিচেল স্টার্ক, নড়বড়ে শ্রেয়স, কেকেআর-এর অনুশীলনে ঝোড়ো ব্যাটিং সল্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে এলেন আইপিএলের (IPL 2024) সব থেকে দামি পেসার, বিশ্বজয়ী মিচেল স্টার্ক। রবিবার রাতেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) শিবিরে যোগ দিলেন তিনি।  ইতিমধ্যেই কেকেআর ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছে। রবিবার অনুশীলন ম্যাচও খেলন তারা। ইডেনে খেলার সুযোগ পেয়ে খুশি ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ফিল সল্ট। অনশীলন ম্যাচে ঝোড়ো ব্যাটিং করলেন তিনি। তবে প্রস্তুতি ম্যাচে দলনেতা শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স চাপে রাখল কেকেআর কর্তৃপক্ষকে।

    নাইট শিবিরে স্টার্ক

    ন’বছর পর আইপিএলে (IPL 2024) ফিরছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসারকে এর আগে ২০১৮ সালে ৯ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছিল কলকাতা (Kolkata Knight Riders)। কিন্তু সে বার খেলেননি স্টার্ক। তিনি শেষ বার আইপিএলে খেলেছিলেন ২০১৫ সালে। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন স্টার্ক। দু’মরসুমে নিয়েছিলেন ৩৪টি উইকেট। এবার আইপিএল নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে নাইট রাইডার্স। রবিবার নাইট শিবিরে যোগ দিলেন স্টার্ক। তাঁকে পেয়ে চাঙ্গা কেকেআর শিবির। কেকেআরের প্রথম ম্যাচ ২৩ মার্চ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেনে। 

    সল্টের ঝোড়ো ব্যাটিং

    রবিবার ইডেনে একটি প্রস্তুতি ম্যাচ খেলে কেকেআর। অনুশীলন ম্যাচে কেকেআর-কে (Kolkata Knight Riders) দু’টি টিমে ভাগ করা হয়েছিল। টিম গোল্ড এবং টিম পার্পল। টিম গোল্ড ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান করে। ঝোড়ো ব্যাটিং করেন ফিল্ট সল্ট। ৭টি ছক্কার হাত ধরে ৪১ বলে ৭৪ রান করেন তিনি। এছাড়া ৩২ বলে ৫০ করেন নীতীশ রানা। রিঙ্কু সিং ১২ বলে ৩০ রান করে ফিনিশিং টাচ দেন। ২৩৮ রান তাড়া করতে নেমে ২৩২ রান করে টিম পার্পল। ৫ রানে ম্যাচটি তারা হেরে যায়।

    এদিন কেকেআরের হয়ে খেলার সুযোগ পেয়ে ইংরেজ ব্যাটার বলেন, “টপ অর্ডারে ব্যাট করে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। দলকে জেতাতে চাই। পেশাদার ক্রিকেটার হিসাবে আমার দায়িত্ব প্রত্যাশার চাপ সরিয়ে খেলা। আমি জানি এখানে সমর্থকেরা জয়ের অপেক্ষায় আছে। শহরে যে ভাবে আমাকে আহ্বান জানানো হয়েছে, তাতে আমি আপ্লুত।”

    আরও পড়ুন: রুদ্ধশ্বাস অভিযান ভারতীয় নৌসেনার, সোমালিয়ার জলদস্যুদের হারিয়ে উদ্ধার জাহাজ

    শ্রেয়সের দুর্বল ব্যাটিং

    আইপিএলে (IPL 2024) এবার কেকেআর-কে নেতৃত্ব দিতে চলেছেন শ্রেয়স আইয়ার। অথচ রবিবার প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স নিয়ে কিছুটা চাপেই থাকবে নাইটরা। এদিন শ্রেয়স নড়বড় করে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত ১৮ বলে ২২ রান করে আউট হয়ে যান। বাঁ-হাতি স্পিনার সুয়াশ শর্মার বলে ফিল সল্ট তাঁকে স্টাম্পড আউট করেন। এদিন অফ স্টাম্পের বাইরের বল একেবারেই খেলতে পারছিলেন না শ্রেয়স। স্পিনারদের বলেও নড়বড় করতে দেখা যায় তাঁকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • KKR: আসন্ন আইপিএল-এ ট্রফিই লক্ষ্য, ইডেনে উইকেট পুজো করে অনুশীলন শুরু কেকেআর-এর 

    KKR: আসন্ন আইপিএল-এ ট্রফিই লক্ষ্য, ইডেনে উইকেট পুজো করে অনুশীলন শুরু কেকেআর-এর 

    মাধ্যম নিউজ ডেস্ক: ময়দানের রীতি মেনে ইডেনের উইকেটে এবার পুজো করলেন নাইটরা। দশ বছর ধরে আইপিএল ট্রফি জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স, এবার সেই ট্রফির খরা কাটাতে বদ্ধ পরিকর কেকেআর। মেন্টর হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইটদের দুবারের চ্যাম্পিয়ন অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর কৌশলেই এবার বাজিমাত করার কথা ভাবছেন রিঙ্কুরা।

    পুজো দিয়ে অনুশীলন শুরু

    শুক্রবার অনুশীলন শুরু করার আগে উইকেটে মালা পরিয়ে, নারকেল ভাঙলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। এই সময়ে ইডেন গার্ডেন্সে মাঠে উপস্থিত ছিলেন রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সহ একাধিক খেলোয়াড়। এদিন বৃষ্টির বাধা সত্ত্বেও অনুশীলন করেন রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়াররা। শুক্রবার অনুশীলনে দলের সব ক্রিকেটার ছিলেন না। বিদেশিরা এখনও যোগ দেননি। দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীর ছিলেন অনুশীলনে। বিকাল পৌনে ৫টায় ক্রিকেটারেরা ইডেনে পৌঁছন। কিছু ক্ষণ ওয়ার্ম আপ করার পরে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন চলে কেকেআরের। অনুশীলনের মাঝে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন পণ্ডিত ও গম্ভীর। প্রথমে ফিল্ডিংয়ের অনুশীলন হয়। তার পরে ব্যাটিং ও বোলিং অনুশীলন চলে।

    নাইটদের কৌশল

    অনুশীলনে ফর্মে দেখা যায় রিঙ্কুকে। গত আইপিএল থেকেই ক্রিকেট জীবনে রিঙ্কুর সোনালি অধ্যায়ের সূচনা হয়েছে। জাতীয় দলেও এখন নিয়মিত সদস্য তিনি। এদিন পেসার ও স্পিনারদের বিরুদ্ধে বড় শট মারেন রিঙ্কু। ভাল ব্যাটিং করেন বেঙ্কটেশ, নীতীশরাও। প্রথম দিনের অনুশীলনে বেশ খোশমেজাজে দেখা যায় কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীরকে। ২৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা। জয় দিয়েই যাত্রা শুরু করতে চায় নাইট শিবির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: বৃহস্পতিবারই শহরে আসছেন নাইটরা, শুক্রবার থেকে ইডেনে অনুশীলন কেকেআর-এর

    IPL 2024: বৃহস্পতিবারই শহরে আসছেন নাইটরা, শুক্রবার থেকে ইডেনে অনুশীলন কেকেআর-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র ১০ দিন বাকি। শুরু হতে ক্রিকেট ও বিনোদনের ককটেল আইপিএল (IPL 2024)। বৃহস্পতিবার, অর্থাৎ ১৪ মার্চই শহরে চলে আসছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) ক্রিকেটারেরা। সব ঠিক থাকলে ১৫ মার্চ থেকে ইডেনে তাদের অনুশীলন শুরু হয়ে যাবে।

    কারা কারা আসছেন

    শ্রেয়স আইয়ার ছাড়া বাকি সব স্বদেশি ক্রিকেটার বৃহস্পতিবার শহরে চলে আসবেন বলে কেকেআর সূত্রে জানানো হয়েছে। শ্রেয়স মুম্বইয়ে রঞ্জি ফাইনাল খেলছেন। সেটি শেষ হলেই কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দেবেন। কেকেআরের অনেক বিদেশি ক্রিকেটারেরাই বিদেশের বিভিন্ন লিগে খেলেন। কেউ কেউ এখন খেলছেন পাকিস্তান সুপার লিগে। আবার কেউ ব্যস্ত রয়েছেন দেশের হয়ে। সেই সব দায়িত্ব মিটিয়ে তার পরে যোগ দেবেন শিবিরে। তাই তাঁরা কে কবে আসবেন তা জানায়নি কেকেআর কর্তৃপক্ষ।

    ট্রফির আশা

    ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)৷ কিন্তু নাইট ফ্যানদের হৃদয় বহু বছর ধরে খেতাবের অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত৷ এবার গৌতম গম্ভীর দলের দায়িত্ব নিয়েছেন। দুবারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে ফিরে পেয়ে ফের একবার  ট্রফি জয়ের স্বপ্ন দেখছে নাইটরা৷ স্টার্ককে প্রচুর টাকায় কেনার স্ট্র্যাটেজি থেকেই বোঝা গিয়েছিল যে এবার কেকেআর সব মাঠেই আগ্রাসী খেলা খেলবে৷

    আইপিএল ২০২৪-এ কেকেআর দল বেশ শক্তিশালী। ওপেনার স্লটে পাওয়া যাচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, ফিলিপ সল্ট, রহমানুল্লাহ গুরবাজকে৷  শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল- কাগজে কলমে, আইপিএল ২০২৪ এ কেকেআর-এর মিডল-অর্ডার শক্তিশালী। বোলারদের মধ্যে চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রাণা, সুয়শ শর্মা তো রয়েছেন। সবার উপরে রয়েছেন বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: নাইটদের অনুশীলনে মহানুভব রিঙ্কু! কেকেআর-এ ফিল সল্ট, জানেন কেন সরলেন জেসন রয়?

    IPL 2024: নাইটদের অনুশীলনে মহানুভব রিঙ্কু! কেকেআর-এ ফিল সল্ট, জানেন কেন সরলেন জেসন রয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহের শেষ থেকেই ইডেনে বসবে নাইটদের অনুশীলন শিবির। তার আগে কেকেআর-এর (IPL 2024) অনুশীলন চলছে মুম্বইতে। সহকারী কোচ অভিষেক নয়ারের তত্ত্বাবধানে অনুশীলন চালাচ্ছেন রিঙ্কু সিংরা। ডিওয়াই পাতিল টি-২০ কাপের শেষে নাইটদের প্রাথমিক প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন নীতীশ রানা, বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীরা। কেকেআর শিবির মাতিয়ে রেখেছেন টিম ইন্ডিয়ার নতুন সুপারস্টার রিঙ্কু সিং। তারই এক ভিডিও সম্প্রতি শেয়ার করেছে কেকেআর (Kolkata Knight Riders)। যা ইতিমধ্যেই ভাইরাল। 

    রিঙ্কুর ভাইরাল ভিডিও

    সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেই কেকেআরের পোস্ট করা একটি ভিডিও মন ছুঁয়ে যায় ক্রিকেটপ্রেমীদের। ভিডিও-য় দেখা যায়, অনুশীলনের সময়ে রিঙ্কুর শটে কপালে হালকা চোট পান এক খুদে। রিঙ্কু নিজে যাঁর চোট পরীক্ষা করে দেখেন তাঁকে ডেকে নিয়ে যান। নাইট রাইডার্সের সহকারী কোচ নিজের টুপি পরিয়ে দেন সেই খুদে অনুরাগীকে, যাতে সই করে দেন রিঙ্কু (Rinku Singh) এবং ক্ষমাও চেয়ে নেন অজান্তেই আঘাত করে বসার জন্য। গত আইপিএল থেকেই রিঙ্কুর ক্রিকেট কেরিয়ারে সোনালি অধ্যায়ের সূচনা হয়েছে। এখন ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত সদস্য তিনি।  ১৫টি ম্যাচে তাঁর রান ৩৫৬। গড় ৮৯.০০। ১৭৬.২৩ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ২টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ আফগানিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে অপরাজিত ৬৯ রান। এহেন রিঙ্কু এবার নাইটদের জার্সি গায়ে চাপিয়ে কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার।

    কেন সরলেন জেসন রয়

    আইপিএল (IPL 2024) শুরু হওয়ার কয়েকদিন আগেই নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছেন কেকেআর-এর (KKR) বিদেশি উইকেটকিপার-ব্যাটসম্যান জেসন রয়। গত বছর শাকিব আল হাসানের পরিবর্তে জেসন রয়কে দলে নিয়েছিল নাইটরা। ৮ ম্যাচে করেছিলেন ২৮৫ রান। এবার দল ছাড়ার কারণ জানালেন ব্রিটিশ তারকা। জেসন রয় জানিয়েছেন,”আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু সেই জানুয়ারি থেকে আমি বিভিন্ন দেশে ঘুরছি। এক বারও বাড়ি যাইনি। পরিবারের সঙ্গে বহু দিন সময় কাটাইনি। আমি কেকেআরের পাশে আছি। সতীর্থদের জন্য গলা ফাটাবো। ওদের জন্য শুভেচ্ছা রইল।”

    আরও পড়ুন: এক রাতে তাপমাত্রা বাড়ল ৬ ডিগ্রি! মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    কেকেআর-এ সল্ট

    ইতিমধ্যেই জেসন রয়ের বদলে অপর ব্রিটিশ তারকা ফিল সল্টকে দলে নিয়েছে কেকেআর। ফিল সল্ট উইকেট কিপিংয়ের পাশাপাশি মারকাটারি ব্যাটিং করতে সিদ্ধহস্ত। ফলে কেকেআরের হাতে আরও একটি ওপেনারের অপশন বাড়ল। সল্টের দাম ছিল দেড় কোটি টাকা। আগ্রাসী ব্যাটার হিসাবে তিনি পরিচিত। দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দেয়। নিলামেও অবিক্রিত ছিলেন সল্ট। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর পর শতরান করেছিলেন টি-টোয়েন্টিতে। ৪৮ বলে শতরান করেছিলেন তিনি। ইংল্যান্ডের হয় দ্রুততম শতরান ছিল সেটি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: প্রথম পর্বে মাত্র ৩টি খেলা, এপ্রিল-মে গরমে পরপর ম্যাচ! আইপিএল সূচি দেখে চিন্তায় নাইটরা

    IPL 2024: প্রথম পর্বে মাত্র ৩টি খেলা, এপ্রিল-মে গরমে পরপর ম্যাচ! আইপিএল সূচি দেখে চিন্তায় নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বেজে গিয়েছে আইপিএল-এর দামামা। দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি চলবে টি-২০ ক্রিকেটের মহাযজ্ঞ। লোকসভা নির্বাচনের জন্য ১৫ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। এরপর রয়েছে দ্বিতীয় পর্বের সূচি। প্রথম পর্বে হবে ২১টি ম্যাচ। তাতে মাত্র তিনটি খেলা রয়েছে কলকাতার। দ্বিতীয় পর্বে গ্রুপ লিগের মোট ১১টি ম্যাচ পরপর খেলতে হবে নাইটদের। অত্যধিক গরমে চোট-আঘাত-ক্লান্তি আসতে পারে ক্রিকেটারদের। তাই সূচি প্রকাশের পর খানিকটা চিন্তায় নাইট শিবির।

    গরমে ঘনঘন ম্যাচ

    দশ বছর ট্রফি হীন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২০১৪ সালের পর থেকে একবারই মাত্র ফাইনালে খেলেছে শাহরুখ খান-জুহি চাওলার দল। ২০২১ সালে ফাইনালে উঠেও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নাইটদের। গতবার প্লে অফের যোগ্যতাও অর্জন করতে পারেনি। পয়েন্ট টেবিলের সাত নম্বরে শেষ করেছিল কেকেআর। এবার ট্রফি খরা কাটাতে মরিয়া নাইট শিবির। তবে এবার আইপিএল হচ্ছে দুটি ভাগে। দ্বিতীয় পর্ব হবে এপ্রিল-মে মাসে। তখন দেশে অত্যধিক গরম। এই গরমে কেকেআরকে ১১টা ম্য়াচ খেলতে হবে। যেহেতু পরের পর্বেও ১৫ দিনের কাছাকাছি সময় থাকবে তাই প্রতিটা ম্য়াচের মাঝে কম সময় পাবে নাইটরা। একে গরম, তারউপর ঘনঘন ম্য়াচ খেলতে হবে তাদের। এটাই ভাবাচ্ছে গৌতম গম্ভীরদের। প্লে-অফে উঠলে বাড়বে ম্যাচের সংখ্যা। এই দিক থেকে ভাল জায়গায় রয়েছে চেন্নাই, গুজরাট, বেঙ্গালুরু, দিল্লি। এই দলগুলো প্রথম পর্বে সবথেকে বেশি ম্য়াচ খেলবে। ফলে দ্বিতীয় পর্বে তাদের কম ম্যাচ খেলতে হবে।

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম পর্বের ম্যাচ

    ২৩ মার্চ: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। স্থান- ইডেন গার্ডেন, কলকাতা। সময়- সন্ধে ৭টা ৩০।
    ২৯ মার্চ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স। স্থান- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু। সময়- সন্ধে ৭টা ৩০।
    ৩ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স। স্থান- ড. ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম। সময়- সন্ধে ৭টা.৩০।

    কেকেআর স্কোয়াড: নীতীশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, আংক্রিশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পাণ্ডে, মুজিবুর রহমান, দুষ্মন্ত চামেরা, সাকিব হুসেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএল-এর আংশিক সূচী ঘোষিত, ১৫ দিনে ২১টি ম্যাচ, কেকেআর-এর খেলা কবে?

    IPL 2024: আইপিএল-এর আংশিক সূচী ঘোষিত, ১৫ দিনে ২১টি ম্যাচ, কেকেআর-এর খেলা কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠিক এক মাস পরে শুরু ক্রীড়া-বিনোদনের মহাযজ্ঞ আইপিএলের ১৭তম সংস্করণ। লোকসভা নির্বাচনের কারণে বৃহস্পতিবার প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেলে বাকি সূচি ঘোষণা করা হবে। আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ।  চেন্নাই সুপার কিংস ঘরের মাঠ চিপকে প্রথম ম্যাচে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। আইপিএলের দ্বিতীয় দিনই নামবে কলকাতা। ইডেনে হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে নাইটরা।

    কবে কবে খেলা

    লোকসভা ভোটের জন্য অতীতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে। আবার ভোটের মাঝেই এদেশে আইপিএল অনুষ্ঠিত হওয়ার নজিরও রয়েছে। এবছর ভোট হলেও দেশেই নির্বিঘ্নে আইপিএল আয়োজনের কথা জানিয়েছে বিসিসিআই। ঘোষিত হয়েছে আইপিএলের আংশিক সূচি। ৭ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে । প্রথম ম্যাচেই দেখা যাবে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির লড়াই। গত বার ট্রফি জেতার সুবাদে এ বার প্রথম ম্যাচ খেলবে চেন্নাই। তার পরে শনি এবং রবিবার, দু’দিনই দু’টি করে ম্যাচ রয়েছে। ২৩ মার্চ প্রথম ম্যাচটি হবে পাঞ্জাব এবং দিল্লির। সেই ম্যাচ মোহালিতে। রাতের ম্যাচে খেলবে কলকাতা এবং হায়দ্রাবাদ। ২৪ মার্চ রবিবার দুপুরে খেলবে রাজস্থান-লখনউ। রাতের ম্যাচে গুজরাট-মুম্বই। গুজরাট বনাম মুম্বই ম্যাচ নিয়ে এবার বাড়তি উত্তেজনা রয়েছে। কারণ রোহিত শর্মাকে সরিয়ে এবার হার্দিক পান্ডিয়াকে মুম্বই ক্যাপ্টেন হিসেবে বেছেছে। 

    কলকাতার ম্যাচ

    ২৯ মার্চ কলকাতা দ্বিতীয় ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে কেকেআর। কেকেআরের তৃতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তবে সেই ম্যাচ কলকাতা বা দিল্লিতে নয়, হবে বিশাখাপত্তনমে। দিল্লি প্রথম দিকে নিজেদের ঘরের মাঠে খেলতে পারবে না। সেই কারণে আপাতত তাদের হোম ম্যাচ হবে বিশাখাপত্তনমে। সেই ম্যাচটি হবে ৩ এপ্রিল।

    আইপিএলে নেই শামি, লন্ডনে অস্ত্রোপচার 

    আইপিএল থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি। বিশ্বকাপের পরে এখনও মাঠেই নামেননি ভারতীয় তারকা। লন্ডনে গোড়ালির চোটে অস্ত্রোপচার করাবেন শামি। শামি জানুয়ারি মাসের শেষেই লন্ডনে পৌঁছে গিয়েছিলেন। সেখানে নামী অস্থি বিশেষজ্ঞ তাঁকে একটি ইঞ্জেকশনও দিয়েছিলেন। তার মেয়াদ ছিল তিন সপ্তাহ। বলা হয়েছিল, ইঞ্জেকশনের পরে ব্যথা না কমলে অস্ত্রোপচার করাতে হবে। সেই পথেই হাঁটছেন শামি। অস্ত্রোপচারের পরে কবে তিনি মাঠে ফিরবেন, সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শামিকে না পাওয়া গেলে সমস্যায় পড়বে গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়া মুম্বইতে যোগ দিয়েছেন। দলের নেতা হয়েছেন তরুণ তারকা শুভমান গিল। এবার দলের নির্ভরযোগ্য পেসারকেও পাবে না গুজরাট।

  • IPL Auction 2024: স্টার্কের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ! কী ভাবছে কেকেআর?

    IPL Auction 2024: স্টার্কের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ! কী ভাবছে কেকেআর?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল নিলামে (IPL Auction 2024) মিচেল স্টার্ককে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনা তোলপাড় ফেলেছে ক্রিকেট মহলে। কারণ, আইপিএলে এর আগে কখনও একজন ক্রিকেটারের পিছনে এত টাকা ঢালেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। তাই প্রশ্ন উঠছে, স্টার্কের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ কি সঠিক সিদ্ধান্ত? এর উত্তর দেবে সময়। তবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ একটু বেশিই আগ্রাসী হয়ে উঠেছিলেন নিলামের টেবিলে। 

    ম্যাচ উইনার স্টার্ক

    স্টার্ক একজন দক্ষ পেসার। উইকেট নিয়ে ম্যাচ ঘোরাতে পারে। বলা ভালো ম্যাচ উইনার। তাছাড়া ইডেনের পিচে যেহেতু বিগত কয়েক বছর ধরে পেসাররা সুবিধা পাচ্ছেন, তাই ঘরের মাঠে পয়েন্ট বাড়িয়ে নেওয়ায় চোখ নাইট রাইডার্সের। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতেই বাঁহাতি স্টার্ককে পেতে মরিয়া হয়ে উঠেছিল শাহরুখ খানের দল। স্টার্ক নিজেও বেশ উত্তেজিত। তিনি ভিডিও বার্তায় নাইট রাইডার্স সমর্থকদের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু অতীতে দেখা গিয়েছে, যে প্রত্যাশা নিয়ে ক্রিকেটারদের পিছনে মোটা অর্থ খরচ করা হয়, তা বাস্তবে সফল হয় না। স্টার্ক এক্ষেত্রে ব্যাতক্রমী হতে পারেন কিনা সেটাই দেখার। 

    পেস আক্রমণকে ঢেলে সাজানোই লক্ষ্য

    নিলামের টেবিলে শাহরুখ খানের দল বসেছিল ৩২ কোটি টাকা নিয়ে। যার ৮০ শতাংশই চলে গিয়েছে স্টার্ককে কিনতে। চেতন সাকারিয়া সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়েছে নাইট রাইডার্স। যা খুবই কম দামে। তবে স্টার্কের পিছনে এত অর্থ ঢালার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। আসলে, গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পরেই দলের পেস আক্রমণকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন। তাই ছেড়ে দেওয়া হয়েছিল শার্দূল ঠাকুর, টিম সাউদির মতো পেসারদের। তার বদলে ম্যাচ উইনার পেসার খুঁজছিল কেকেআর। স্টার্ককে নিয়ে সেই লক্ষ্য কিছুটা সফল। কেকেআর সিইও বেঙ্ক মাইসোরের কথায়, ‘হাতে যে টাকা থাকে তা খরচ করার লক্ষ্য থাকে সকলের। তবে সেটা কীভাবে খরচ করা হবে তা একেবারেই ফ্র্যাঞ্চাইজিদের নিজস্ব বিষয়। আমারা একটা পরিকল্পনা নিয়ে এগোচিছলাম। অনেক ক্রিকেটার টার্গেট ছিল। কিন্তু সেগুলি হয়নি। তাই স্টার্ককে আমরা হাতছাড়া করতে চাইনি। হাতে এখন ৬ কোটি আছে। আর কিছু ক্রিকেটারকে নেওয়া হবে।’

    আরও পড়ুন: রেকর্ড মূল্যে কলকাতায় স্টার্ক! আইপিএল নিলামে আর কোন দলে কে?

    পেস আক্রমণ শুধুই স্টার্ক নির্ভর

    তবে মনে রাখতে হবে কেকেআরের পেস আক্রমণ শুধুই স্টার্ক নির্ভর হয়ে পড়ল। পাশে তেমন কোনও বড় নাম নেই। যাঁরা অন্য প্রান্ত থেকে সাপোর্ট দিতে পারবেন নতুন বলে। তাই স্টার্কের উপর চাপ থাকবে। প্রবল চোট প্রবণ অজি ক্রিকেটারটি। নিলামের টেবিলে ঝড় তুলে অন্য ফ্র্যাঞ্চাইজিদের মুখে ঝামা ঘষে দিতে সফল কেকেআর। তবে আইপিএলের পর হিসাব মেলাবেন শাহরুখ খান। এর পরেও তাঁর দল খেতাব জিততে না পরেলও সেই ফাটা রেকর্ড বাজানো হবে, ‘হার কে ভি জিতনে বালো কো বাজিগর ক্যাহ তা হ্যায়।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • KKR: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    KKR: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2024) শুরুর চার মাস আগে অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর (KKR)। বেগুনি জার্সিতে আবার নেতা হয়ে ফিরছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত মরসুমে চোটের কারণে শ্রেয়স খেলতে না পারায় নাইটদের ব্যাটন ছিল নীতীশ রানার হাতে। 

    নাইট-নেতা শ্রেয়স

    বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। তিনি জানান, শ্রেয়স আগামী মরসুমে দলের অধিনায়ক হবেন। নীতীশ হবেন তাঁর সহকারী। বেঙ্কি বলেন, ‘‘চোটের কারণে ২০২৩ সালের আইপিএল (IPL 2024)  খেলতে পারেনি শ্রেয়স। এটা দুর্ভাগ্যজনক। তবে এ বার ও খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে শ্রেয়স। যে ভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়সের দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’’

    গম্ভীর-শ্রেয়স আলোচনা

    ২০২২ সালের আইপিএল (IPL) মরসুমে শ্রেয়সকেই নেতা করা হয়েছিল। কিন্তু গত মরসুমে চোটের কারণে আইপিএল থেকে সরে দাঁড়াতে হয়েছিল মুম্বইয়ের ক্রিকেটারকে। এবার শ্রেয়স ফিরতে তাঁকেই দলের অধিনায়ক করা হয়েছে। গত মরসুমের অধিনায়ক নীতীশ হয়েছেন সহ-অধিনায়ক। গম্ভীর মেন্টর হয়ে আসার পর শ্রেয়সের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনাও করেছেন। কীভাবে সাজানো হবে টিম, নিলামে কাদের দিকে নজর রাখা হবে, এই সমস্ত সিদ্ধান্তই শ্রেয়সকে সঙ্গে নিয়েই গৌতম নিয়েছেন। গম্ভীরের টার্গেট কেকেআরকে আবার ট্রফির আলোয় ফেরানো। আর সেটা যে শ্রেয়সের মতো অভিজ্ঞ এবং পরিণত ব্যাটার ও ক্যাপ্টেনই করতে পারেন, ভালোই জানেন কেকেআর মেন্টর।

    আরও পড়ুন: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে?

    শ্রেয়সের লক্ষ্য

    আইপিএলের মঞ্চে ফিরতে পেরে খুশি শ্রেয়স। বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় শ্রেয়স আইয়ারকে। নাইট (KKR) অধিপতি শ্রেয়স বলেছেন, ‘গত মরসুমে আমাদের একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। চোটের কারণে আমার ছিটকে যাওয়া তার মধ্যে একটা। আমার অবর্তমানে নীতীশ চমৎকার ক্যাপ্টেন্সি করেছে। শুধু তাই নয়, সামনে থেকে দলের নেতৃত্ব দিয়েছিল। ওকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রেখে দেওয়ায় আমি যথেষ্ট খুশি। এতে আখেরে আমাদের টিমেরই লাভ হল। আমাদের এই জুটি আগামী মরশুমে দলকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • IPL 2024: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে? 

    IPL 2024: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে? 

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে রয়েছে  ২০২৪ সালের আইপিএল-এর (IPL 2024) ‘মিনি’ নিলাম। সব দলের কাছেই সুযোগ থাকছে নিজেদের স্কোয়াডের ফাঁকফোকর মেরামত করে নেওয়ার। পছন্দের খেলোয়াড়দের দলে নিয়ে আগামী মরসুমে ট্রফির জন্য ঝাঁপাতে মরিয়া সবকটি ফ্র্যাঞ্চাইজিই। ব্যতিক্রম নয় নাইট শিবিরও। শাহরুখ খানের দল এবার মেন্টর করে ঘরের ছেলে গৌতম গম্ভীরকে ফিরিয়ে এনেছে। দল বাছাই থেকে স্ট্রাটেজি নির্মাণ গম্ভীরের মতকে গুরুত্ব দিচ্ছে নাইটরা (Kolkata Knight Riders)।

    নাইট-নেতা কে 

    চোটের কারণে ২০২৩ সালের আইপিএল (IPL 2024) থেকে ছিটকে গিয়েছিলেন কেকেআরের (Kolkata Knight Riders) ঘোষিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে গোটা টুর্নামেন্টে নেতৃত্বের ভুমিকা পালন করেন নীতীশ রানা। কিন্তু এবার দলে ফিরছেন শ্রেয়স। ২০২৩ সালে নীতীশ রানার নেতৃত্বে ১৪ ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়ে সাত নম্বরে শেষ করে কেকেআর। গম্ভীর এবং নীতীশ উভয়ের দিল্লি বলয়ের ক্রিকেটার। নাইট দ‌লনেতা হিসাবে নীতীশের পক্ষেই ভোট দিতে পারেন গম্ভীর। এই ক্ষেত্রে গম্ভীরের যুক্তি হতে পারে, দলের সেরা ব্যাটসম্যান শ্রেয়সের উপর বাড়তি চাপ না দিয়ে তাঁকে খোলা মনে খেলতে দেওয়া হোক। কিন্তু নীতীশের থেকে শ্রেয়সের ক্রিকেটীয় দক্ষতা যেমন বেশি তেমনই তিনি ভারতীয় দলের অন্যতম তারকা। ফলে শ্রেয়সের মতো একজনকে দলে রেখে তাঁকে অধিনায়ক না করাটাও কঠিন হতে পারে নাইট শিবিরের পক্ষে।

    আরও পড়ুন: ‘নিয়ম ভেঙে ছিনতাইয়ের’ অভিযোগ গুজরাট কর্তার! আইপিএলে কোন দলে শামি?

    নিলামে কতজন প্লেয়ার

    প্রায় ১১০০ জন প্লেয়ারের মধ্যে থেকে ৩৩৩ জনকে নিলামের জন্য বেছে নিয়েছে আইপিএল (IPL 2024) কর্তৃপক্ষ। এদের মধ্যে অবশ্য প্রত্যেকে নিলাম টেবিলে উঠতে পারবেন না। এদের মধ্যে থেকে ১০টা ফ্র্যাঞ্চাইজি যেই প্লেয়ারদের বেছে নেবে তাঁরাই উঠতে পারবেন। এই ৩৩৩ জনের মধ্যে বাংলা থেকে রয়েছেন ৯ জন ক্রিকেটার। তবে বাংলা থেকে ৯ জন ক্রিকেটার অংশ নিলেও প্রত্যেকে বাঙালি নন। বাঙালি হচ্ছেন মাত্র ৪ জন। বাকিরা বাংলার হয়ে খেললেও বাঙালি নন, ভিনরাজ্যের বাসিন্দা। বাংলাদেশ থেকে নিলামে ৬ জন নাম লেখালেও তাঁদের মধ্যে থেকে মাত্র ৩ জন সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এদের মধ্যে সবথেকে দামি মুস্তাফিজুর, তাঁর অভিজ্ঞতাও বেশি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gautam Gambhir: “বাংলার মানুষের ভালোবাসা ফিরিয়ে এনেছে”, এবার রিটার্ন গিফট দিত চান গম্ভীর

    Gautam Gambhir: “বাংলার মানুষের ভালোবাসা ফিরিয়ে এনেছে”, এবার রিটার্ন গিফট দিত চান গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: জন জোয়ারে ভাসতে ভাসতে ইডেনে সম্বর্ধনা নেওয়ার কথা ভুলতে পারেননি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর নেতৃত্বে ২০১২, ২০১৪ মরশুমে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ইডেনে দেওয়া হয়েছিল সংবর্ধনা। লাখো মানুষের আবেগে সেদিন ভেসে বেরিয়েছিলেন কে কে আরের ক্রিকেটাররা। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। গম্ভীর অনেক পথ পেরিয়ে মেন্টর হিসাবে ফিরে এসেছেন নাইট শিবিরে। যা নিয়ে তিনি বেশ আবেগতাড়িত। এবার নাইট সমর্থকদের রিটার্ন গিফট দিতে চান তিনি।

    কী বললেন গম্ভীর

    লক্ষ্ণৌ ছাড়ার পিছনে শুধু যে শারুখ খান কিংবা কেকেআরের ভালো অফার তা নয়, গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) অনেক বেশি টেনেছে কলকাতার ক্রিকেট প্রেম। দল পরিবর্তন করার ক্ষেত্রে বড় ফ্যাক্টরও সেটাই। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, “যেখান থেকে শুরু হয়েছিল আইপিএল যাত্রা সেখানে ফিরে আসতে পারে দারুণ লাগছে। স্মৃতিপটে ভিড় করছে অনেক ঘটনা, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা কখনও ভোলার নয়। কেকেআরের জার্সিতে নতুন করে পথ চলা শুরু। জানি এবারও সমর্থকরা বিপুল প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন। এটুকু বলতে পারি তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টার কোনো কসুর রাখা হবে না। বাংলার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, এবার ফিরিয়ে দিতে চাই।”

    আরও পড়ুন: সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট! দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত

    নাইটদের লক্ষ্য

    বিগত কয়েক বছরে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স একবারেই আশানুরূপ হয়নি। চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ করে আনা হলেও মেলেনি প্রত্যাশিত সাফল্য। তাই গম্ভীরকে (Gautam Gambhir) মেন্টর হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে। মূলত গম্ভীরের পরামর্শ মেনে নতুন করে দল সাজানোর কাজে নেমে পড়েছেন কেকেআর কর্তারা। ছেড়ে দেওয়া হয়েছে ১২ জন ক্রিকেটারকে তার মধ্যে আছেন শার্দুল ঠাকুর, লকি ফার্গুশন, টিম সাউদির মতো ক্রিকেটাররা। আগামী ১৬ই ডিসেম্বর আইপিএল নিলাম। যেখানে দলের দুর্বলতা ঢাকার জন্য উপযুক্ত ক্রিকেটার কিনতে দর হাঁকবেন নাইট রাইডার্স কর্তারা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং আরও শক্তিশালী করাই লক্ষ্য গম্ভীরের। তাই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, রাচিন রবীন্দ্রকে নেওয়ার চিন্তা ভাবনা চলছে। আসন্ন আইপিএলের আগেই দলের ওপেনিং স্লটকে শক্তিশালী করতে চাইছে কেকেআর শিবির।মায়াঙ্ক আগরওয়ালকে ট্রেডিংয়ের মাধ্যমে দলে নিতে পারে কেকেআর শিবির। পঞ্জাব দলের ওপেনার হিসেবে যথেষ্ট সফল ছিলেন, ভারতীয় দলে খেলা এই ক্রিকেটার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share