Tag: Madhyom

Madhyom

  • Panchayat Vote: পুলিশকে সঙ্গে নিয়ে তাদের কর্মীকে ছাদ থেকে ফেলেছে তৃণমূল, দাবি আইএসএফ-এর

    Panchayat Vote: পুলিশকে সঙ্গে নিয়ে তাদের কর্মীকে ছাদ থেকে ফেলেছে তৃণমূল, দাবি আইএসএফ-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটকে (Panchayat Vote) ঘিরে আবার উত্তপ্ত হয়ে উঠল কুলপি থানার হটুগঞ্জের হেলেগাছি এলাকা। আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ওই অঞ্চল। এলাকায় মুড়ি মুড়কির মতো বোম পড়তে থাকে। শুধু তাই নয়, পুলিশের মদতে ছাদ থেকে ২ আইএসএফ কর্মীকে ফেলে খুনের চেষ্টার অভিযোগও ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় আহত ২ আইএসএফ কর্মী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ডায়মন্ড হারবার হাসপাতালে।

    ঠিক কী ঘটনা

    জানা গিয়েছে, এদিন সকালে হটুগঞ্জে বাজার করতে যান কয়েকজন আইএসএফ কর্মী। সেসময় তৃণমূল কর্মীরা তাদের কটূক্তি করে। এর ফলে শুরু হয় দু পক্ষের মধ্যে বচসা। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কর্মীরা একত্রিত হয়ে আইএসএফের ওপর চড়াও হয়। ব্যাপক বোমাবাজি করতে থাকে তৃণমূল। পাল্টা আইএসএফ কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সকালের এই ঘটনার পরে রাতে আবার আইএসএফ কর্মীদের বাড়িতে চড়াও হয় তৃণমূল দুষ্কৃতীরা। আবারও সন্ধ্যা নামতে উত্তপ্ত হয়ে ওঠে হটুগঞ্জের হেলেগাছিয়া। আইএসএফ কর্মীদের অভিযোগ, সন্ধ্যা নাগাদ কুলপি থানার পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আইএসএফ কর্মীদের বাড়িতে চড়াও হয়। এমনকী পুলিশের উপস্থিতিতে আরমান খান নামের এক যুবককে ছাদ থেকে ফেলে দিয়ে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। আহত হয়েছেন মেহেবুব মির নামের আরেক আইএসএফ কর্মী। একাধিক বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়। বাড়ি ছাড়া রয়েছেন আইএসএফ কর্মীরা।  

    কী বলছে আইএসএফ?

    আইএসফ সমর্থকদের দাবি, ভোটের (Panchayat Vote) সময় তৃণমূলের সন্ত্রাসে এলাকায় টেকা দায়। ঘরছাড়া হতে হচ্ছে তাদের। অন্যদিকে প্রশাসনের বিরুদ্ধেও সরব নওশাদ সিদ্দিকির দল। অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসে মদত দিচ্ছে পুলিশ।

    কী বলছে তৃণমূল? 

    এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেস কুলপির বিধায়ক যোগ রঞ্জন হালদার। তিনি বলেন, ‘‘হটুগঞ্জের এমন কোনও ঘটনা আমার জানা নেই।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Vote: দেগঙ্গায় মিছিল লক্ষ্য করে বোমা-গুলি, বাবার সামনেই খুন স্কুলপড়ুয়া

    Panchayat Vote: দেগঙ্গায় মিছিল লক্ষ্য করে বোমা-গুলি, বাবার সামনেই খুন স্কুলপড়ুয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের হিংসার বলি এবার স্কুলপড়ুয়া। তৃণমূল সমর্থক বাবার সামনেই বোমা মেরে স্কুলপড়ুয়া নাবালক ছেলেকে খুনের অভিযোগ উঠল। কাঠগড়ায় আইএসএফ ও সিপিএম। মঙ্গলবার রাতে সিপিএম-আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থীর অনুগামীরাই বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণির ছাত্র ইমরান হাসান (১৭)-কে বোমা ছুড়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সোহাই শ্বেতপুর অঞ্চল। অভিযুক্ত আইএসএফ সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর এবং খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সোহাই শ্বেতপুর অঞ্চলের গাঙগাটি গ্রামে এখনও পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে।

    ঠিক কী ঘটনা?

    জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের (Panchayat Vote) গাঙার্টি গ্রামে মিছিল করে যাচ্ছিলেন তৃণমূল সমর্থকেরা। সেই মিছিলেই ছিল একাদশ শ্রেণির ছাত্র ইমরান। একই সময়ে মিছিল চলছিল বাম ও আইএসএফ সমর্থিত নির্দলদের। অভিযোগ, বামেদের মিছিল থেকেই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তা গিয়ে লাগে ওই ছাত্রের গায়ে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে রাতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযুক্তের বাড়িতে চড়াও হন তৃণমূলের কর্মী–সমর্থকরা। তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে মৃত ছাত্র এক তৃণমূল কর্মীর ভাইপো। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার অভিযুক্তদের বারাসত আদালতে তোলা হবে। 

    দেগঙ্গাতে সংঘর্ষ চলছেই

    মঙ্গলবার তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকাও। পঞ্চায়েতের (Panchayat Vote) ২৩০ এবং ২০৯ নম্বর বুথ এলাকায় দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন বলে জানা গিয়েছে। তারপর মঙ্গলবার রাতে বোমাবাজির ঘটনায় প্রাণ গেল ১৭ বছরের এক পড়ুয়ার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘‘বিজেপি করার জন্য লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে আমাকে জানান’’, বললেন সুকান্ত

    Sukanta Majumdar: ‘‘বিজেপি করার জন্য লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে আমাকে জানান’’, বললেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুরের করণদিঘির বিধায়ক গৌতম পালের বিরুদ্ধে অভিযোগ, ভোট না দিলে লক্ষীর ভান্ডার বন্ধ করার হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে, গোয়ালপোখরের তৃণমূলের ব্লক সভাপতি তথা মন্ত্রী গোলাম রব্বানীর ভাই গোলাম রসুল সিভিক ভলান্টিয়ারদের ভোটের পর দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। এই আবহে উত্তর দিনাজপুর জেলায় দলীয় প্রচারে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তৃণমূলকে এক হাত নিলেন।

    কী বললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)?

    বিজেপিকে সমর্থন করার জন্য কোনও মহিলার যদি লক্ষ্মীর ভান্ডার থেকে নাম বাদ যায়, তাহলে তাঁদের যোগাযোগ করতে বললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর আরও সংযোজন, ‘‘আদালত যেমন থাপ্পড় মেরে মেরে সেন্ট্রাল বাহিনী দিল, সেই হাইকোর্ট থেকেই আবার থাপ্পড় মেরে মেরে আমরা রাজ্য সরকারকে দিয়ে ৫০০ টাকা, ১০০০ টাকা লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা করব।’’ সুকান্ত মজুমদার আরও বলেন, ‘‘কোনও সিভিক ভলান্টিয়ার ভাইয়ের যদি ক্ষতি হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবেন।  সেই জেলার এসপি-কে কোর্টে টেনে নিয়ে গিয়ে চাকরি আবার ফিরিয়ে দেব।’’

    উত্তর দিনাজপুরে ‘রোড শো’ সুকান্ত মজুমদারের

    মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারের নন্দনগ্রামে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে দলীয় প্রার্থী এবং কর্মী-সমর্থকদের নিয়ে একটি রোড শো-এ অংশগ্রহণ করেন তিনি। এই রোড শো-এ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতৃত্ব। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন দুটোকে আলাদা ভাবে দেখছি না। একই অঙ্গে দুই রূপ। হাইকোর্টে থাপ্পড়ের পর থাপ্পড় খেতে খেতে গাল লাল হয়ে গেছে। গালে আর জায়গা নাই। আর কোথায় কোথায় যে মারবে! আরও কয়েকটা থাপ্পড় বাকি আছে।’’

    বিহার থেকে ভাড়া করা গুন্ডা ঢুকেছে বলে অভিযোগ সুকান্তর (Sukanta Majumdar)

    পাশাপাশি উত্তর দিনাজপুরে বহিরাগত দুষ্কৃতীদের প্রবেশ প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, ‘‘বিহার থেকে দুষ্কৃতীরা এর আগেও ভোটের সময় ঢুকেছে। উত্তর দিনাজপুরের প্রশাসনের অভিজ্ঞতা তো আছে। তাদের উচিত খুব ভালো করে সেখানে প্রোটেকশনের ব্যবস্থা করা, যাতে বহিরাগতরা রাজ্যে ঢুকতে না পারে।’’ তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী তো প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী ঢুকলে বহিরাগত-বহিরাগত বলে চিৎকার করেন। আর যখন বিহার থেকে ভাড়া করা গুন্ডারা ঢুকে উত্তর দিনাজপুরে মারামারি করে, তখন তাদের বহিরাগত মনে হয় না মুখ্যমন্ত্রীর।’’ এবং পাঞ্জিপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তিনি বলেন, ‘‘এ ধরনের ঘটনা প্রমাণ করছে গোটা রাজ্য বোম-বন্দুক-কার্তুজের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। পুলিশ ধরেছে বলে যা দেখতে পাচ্ছেন, তা হিমশৈলের চূড়া মাত্র। এর থেকে অনেক বেশি তৃণমূলের নেতাদের কাছে আছে। তারা আগামী নির্বাচনে ব্যবহারও করবে, তা আমরা জানি।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Vote: বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    Panchayat Vote: বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: সুকান্ত মজুমদারের নির্বাচনী সভা থেকে ফেরার পথে বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। হামলায় ভেঙে গিয়েছে প্রার্থীর গাড়ির কাচ। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুরের পাটন মোড় এলাকায়। হামলার ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন সুকান্ত।

    আরও পড়ুন: বিজেপি প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে পোস্টার, অভিযুক্ত তৃণমূল

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ

    জানা গিয়েছে, এদিন বিকেলে গঙ্গারামপুরের সুখদেবপুর এলাকায় বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে (Panchayat Vote) আসেন দলের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন যে সভায় তিনি অংশ নিয়েছিলেন, সেখানকার জেলা পরিষদ প্রার্থী প্ৰদীপ সরকারও হাজির ছিলেন। সভা থেকে ফেরার পথে পাটন এলাকায় তৃণমূলের দুষ্কৃতীদের কবলে পড়েন তিনি। বেপরোয়া ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতে। এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানান ওই বিজেপি প্রার্থী। এদিকে এই ঘটনা নিয়ে সরাসরি জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধেই আঙুল তোলেন বিজেপির রাজ্য সভাপতি।

    কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?

    সুকান্ত মজুমদার বলেন, ‘‘দলের প্রচার সেরে বাড়ি ফেরার পথে আমাদের প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী কাল থেকে ধর্নায় বসব। খুন সহ ৩২টি কেসের আসামি যিনি, তিনি ওই এলাকায় শাসক দলের প্রার্থী হয়েছেন। হারের আশঙ্কায় এ সমস্ত করছেন।

    আরও পড়ুন: ‘‘তৃণমূল না করলে চলে যাবে সিভিকের চাকরি’! হুঁশিয়ারি ব্লক সভাপতির

    কী বলছে তৃণমূল?

    এদিকে এই ঘটনায় বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার। তিনি বলেন, ‘‘গাড়ি ভাঙচুর খুব নিন্দনীয় বিষয়। এখানে তৃণমূল কংগ্রেসের কারও হাত নেই। এটা কে বা কারা করেছেন, ওনারাই বলতে পারবেন।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ০৫/০৭/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ০৫/০৭/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা ক্ষেত্র, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য– কেমন কাটবে দিন?

    মেষ

    ১)  ব্যবসায় তেমন লাভ হবেনা আজকে। 

    ২) পারিবারিক জীবনে অসম্পূর্ণ কাজ ও দায়িত্ব পূর্ণ করতে পারেন। 

    বৃষ

    ১) কেরিয়ারে পুরনো, আটকে থাকা, অসম্পূর্ণ কাজ পুরো করতে হবে। 

    ২) আর্থিক জীবনে সংযমী হতে হবে। তা না-হলে আর্থিক লোকসানের সম্ভাবনা। 

    মিথুন

    ১) মনের মধ্যে কোনও কারণে ব্যাকুলতা থাকবে, এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা প্রভাবিত হবে। 

    ২) ব্যবসায় ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।  

    কর্কট

    ১) বড়সড় গোষ্ঠীতে অংশীদারীত্বের ফলে লাভ হবে। আর্থিক জীবনে প্রচুর ব্যয় হবে আজ।  

    ২) পারিবারিক প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় অর্থ ব্যয় করবেন।

    সিংহ 

    ১) অধিক আনন্দ সমস্যা ডেকে আনতে পারে। আপনার উন্নতি দেখে শত্রুরাও ঈর্ষান্বিত হবেন। 

    ২) অফিসের কাজে ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারবেন না।  

    কন্যা

    ১)  গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত হতাশ করতে পারে, তাই আজ কোনও বড়সড় সিদ্ধান্ত নেবেন না।  

    ২) রাগের কারণে নিজের ভাষা খারাপ করবেন না।  

    তুলা 

    ১) কোনও কাজে ভুল সিদ্ধান্তের জন্য আপনার ঘাড়ে দোষ চাপানো হতে পারে।  

    ২) পারিবারিক জীবনে সক্রিয় থাকবেন।   

    বৃশ্চিক

    ১) পরিবারে কোনও মহিলা সদস্যের স্বাস্থ্য আপনাকে চিন্তায় ফেলবে। আর্থিক জীবনে ভাগ্য আপনার সঙ্গে রয়েছে। 

    ২) দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন।  

    ধনু

    ১) অধিক ব্যয় ও কারও চালাক-চতুর আর্থিক পরিকল্পনার ফাঁদে পা দেবেন না, তা না-হলে আপনার লোকসান হতে পারে। 

    ২) জীবনসঙ্গী ও পরিবারের সদস্যের কারণে সমস্যা দেখা দিতে পারে। 

    মকর

    ১) সন্তানের তরফে আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। 

    ২) কারও কাছ থেকে উপহার পেতে পারেন।

    কুম্ভ

    ১) ব্যবসায় সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে কথাবার্তার সময়ে ভেবেচিন্তে পদক্ষেপ করতে হবে। 

    ২) প্রেম জীবনে জীবনসঙ্গীর জন্য কোনও উপহার পেতে পারেন।     

    মীন

    ১) জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। এর ফলে মনে আনন্দ থাকবে। 
     
    ২) আজ পরিবারের সদস্যদের জন্য সময় বের করবেন, তা না-হলে তাঁরা রেগে যেতে পারেন।      

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

     

  • Panchayat Poll: বাসন্তীর পর কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী, অভিযুক্ত সিপিএম

    Panchayat Poll: বাসন্তীর পর কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী, অভিযুক্ত সিপিএম

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট (Panchayat Poll) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। শুধু গুলিবিদ্ধ হয়ে একের পর এক রাজনৈতিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দুদিন আগেই যুব তৃণমূল কর্মীকে খুন করার ঘটেছিল ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। সোমবার রাতে বাসন্তীতে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। সেই ঘটনার জের মিটতে না মিটতেই মঙ্গলবার কুলতলিতে  গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের আগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    কুলতলির মেরীগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের (Panchayat Poll) প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী কুতুবুদ্দিন ঘরামি। সেই সময় দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। তৃণমূল প্রার্থীর পায়ে গুলি লাগে। হামলাকারীরা সিপিএম এবং এসইউসি আশ্রিত দুষ্কৃতী বলে তৃণমূলের অভিযোগ। মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর বুথের গ্রাম সভার তৃণমূল প্রার্থী কুতুবুদ্দিনসাহেব। কুতুবুদ্দিনকে উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে উত্তেজনা মারিগঞ্জ এলাকায়। কখনও দেওয়াল লেখাকে কেন্দ্র করে মারধর, বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এবার গুলি চালানোর ঘটনা ঘটল। ঘটনার পর পরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

    কী বললেন আক্রান্ত তৃণমূল প্রার্থী?

    তৃণমূল প্রার্থী কুতুবুদ্দিনসাহেব বলেন, এলাকায় তৃণমূলের যথেষ্ট প্রভাব রয়েছে। পঞ্চায়েত ভোটে (Panchayat Poll) আমরা ভাল ফল করব। প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক সাড়া পেয়েছি। বিরোধীরা এটা মেনে নিতে পারছে না। সিপিএম এবং এসইউসি মিলে এই হামলা চালিয়েছে। আমাকে খুন করার জন্যই ওরা হামলা চালিয়েছিল। আমি পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছি। তবে, ওদের ছোঁড়া গুলি আমার পায়ে লেগেছে।

    কী বললেন সিপিএম নেতৃত্ব?

    কুলতলি এরিয়া কমিটির সেক্রেটারি উদয় মণ্ডল বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। সিপিএম কর্মীদেরকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য মিথ্যে মামলা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বদনাম করার জন্য তারা সিপিএমের নাম বলছে। এর ঘটনার সঙ্গে সিপিএম কোনওভাবেই যুক্ত নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: “দুয়ারে দুর্নীতি! নকুলদানা, গুড়-বাতাসা! কেষ্টদা কোথায় গেল?” সং সেজে গানে প্রতিবাদ

    Birbhum: “দুয়ারে দুর্নীতি! নকুলদানা, গুড়-বাতাসা! কেষ্টদা কোথায় গেল?” সং সেজে গানে প্রতিবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: নানুর, কীর্ণাহার (Birbhum) সরগরম কেষ্ট মণ্ডলের তিহারবাস আর জেলযাত্রা নিয়ে সং-এর গানে। নানুর বিধানসভার কীর্ণাহারের দাসকল গ্রামে হরিনাম সংকীর্তনের ধূলোট উৎসবে এক অভিনব “সং”-এর দল দেখা গেল, যেখানে গানের মধ্যে উঠে এল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তথা কেষ্ট মণ্ডলের তিহার জীবনের কথা। এমনকি হাস্যরসাত্মক সুর দিয়ে “সং” শিল্পীরা তুলে ধরলেন দুর্নীতির প্রসঙ্গও। এলাকায় এই নিয়ে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে।

    কেন গান (Birbhum)?

    বাংলা শিল্প, সৃষ্টি, কৃষ্টির ভূমি। সমাজ জীবনে ঘটে চলা বিষয়কে নিয়ে বাঙালি সর্বাদা শিল্প-নাটক-নৃত্য গান ও কলমের ভাষায় প্রতিবাদ করে থাকে। ঠিক এমনটাই করল গ্রামীণ “সং” গানের শিল্পীরা। তবে এবার অনুব্রত মণ্ডল (Birbhum) আর দুয়ারে উন্নয়ন-এই দুই স্লোগান নির্বাচনী প্রচারের হাতিয়ার শাসক দলের। আর এই দুই স্লোগানকে গানের সুরে তীব্র কটাক্ষ করে গ্রামের মানুষের মনোরঞ্জন করলেন একদল গ্রামীণ শিল্পী। প্রত্যেকেই মহিলা সেজে গান পরিবেশন করেন। “দুয়ারে দুর্নীতি! নকুলদানা গুড়-বাতাসা! কেষ্টদা কোথায় গেল? “সং” সেজে গানে প্রতিবাদ দেখা গেল।

    প্রতিবাদের ভাষা “সং”

    তবে এমন একটা সময় ছিল, যখন এখনকার মতো ডিজিটাল বিনোদন আর মুঠো ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যম ছিল না। মানুষ যাত্রা, নাটকের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে হাস্যরসের বন্যা বইয়ে দিত “সং”সেজে। যেখানে তিনদিনের হরিনাম-সংকীর্তন শেষে ধূলোট উৎসবে “সং” সেজে দল বেঁধে হাস্যরসাত্মক গান শুনিয়ে সাধারণ মানুষকে আনন্দ দিলেন গ্রামেরই গৌতম মণ্ডল, পরেশ চট্টরাজ, বাপি কর্মকার, দ্রুপদ ব্যানার্জি, লালু মাঝিরা। তবে “সং” মানেই কটাক্ষ, “সং” মানেই হাস্যরস। তাই স্বাভাবিকভাবেই তাঁরা কেষ্ট মণ্ডল বা দুর্নীতির প্রসঙ্গ তুলে হাস্যরসের সৃষ্টি করলেও, “সং” পরিবেশনের বিষয়টা পুরোটাই ছিল অ-রাজনৈতিক। কিন্তু “সং” এর গানে ছিল দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার কথাই।

    শিল্পীরা কী বলেছেন?

    শিল্পীরা (Birbhum) বলেন, সমাজে যা দেখেছি আর তাই নিয়ে গান বানিয়েছি। নাম সংকীর্তনের পাশাপাশি এই গান করে থাকি। শুধুমাত্র মানুষের মুখে হাসি আনতে আমরা পরিবেশন করি। বর্তমান সমাজে হাসি আর সুখের অভাব, তাই সাময়িক বিনোদনের চেষ্টা করে থাকি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • TMC: তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি সহ দুর্নীতির পোস্টারে ছয়লাপ বারাকপুরের গ্রাম

    TMC: তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি সহ দুর্নীতির পোস্টারে ছয়লাপ বারাকপুরের গ্রাম

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই বারাকপুর-১ ব্লকের কাঁপা-চাকলা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান রবীন্দ্রনাথ নিয়োগীর (TMC) নামে দুর্নীতির পোস্টার পড়ল। পঞ্চায়েত ভোটের আগেই এরকম এক দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই পোস্টার দিয়েছে, তা জানা যায়নি। তবে, এই পোস্টারের বিষয়বস্তু নিয়ে তৃণমূলের অন্দরেই জোর চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষও এই পোস্টারের বিষয় নিয়ে আলোচনা করছেন।

    পোস্টারে ঠিক কী লেখা রয়েছে?

    পোস্টারে লেখা রয়েছে, ‘কল্যাণী রোডের বিভিন্ন হোটেল-বার থেকে তোলাবাজি, পঞ্চায়েত সদস্যদের একাধিক ঘর পাইয়ে দেওয়া, পুকুর ভরাট করে বে-আইনি ফ্ল্যাট নির্মাণ, সামান্য কাঠমিস্ত্রি থেকে তিন কোটি টাকার বাড়ি’-এরকম বিভিন্ন অভিযোগ। পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছে কাঁপা-চাকলা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।

    কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?

    তবে এই ঘটনায় বিজেপি ও সিপিআইএমের দিকেই আঙ্গুল তুলেছেন রবি নিয়োগী। এই নিয়ে জেটিয়া থানায় অভিযোগও দায়ের করেছেন রবিবাবু। তিনি বলেন, এসব বিরোধীদের কাজ। রাতের অন্ধকারে চোরের মতো এই সব পোস্টার মেরেছে। যে সব অভিযোগ এনেছে তার প্রমাণ দিতে পারবে তো। অভিযোগ যে কেউ করতেই পারে। তাতে ভোটে কোনও প্রভাব পড়়বে না। তৃণমূলের (TMC) সঙ্গে মানুষ রয়েছে। আমার বিরুদ্ধে কুৎসা করে কোনও লাভ হবে না।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    অপরদিকে, বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি রূপক ঘোষ বলেন, এটা তৃণমূলের (TMC) গোষ্ঠী কোন্দলের ফল। আসলে যাঁরা টিকিট পাননি, তাঁরা এই সব পোস্টার মেরেছেন। কারণ, দলের নেতাকর্মীরা জানেন, রবি নিয়োগী কতটা দুর্নীতিগ্রস্ত। এখন নিজের দলের কুৎসা ঢাকতে আমাদের দলের নামে অভিযোগ করছে। এসব করে কোনও লাভ হবে না। কারণ, বিজেপি কেমন দল, তা এই এলাকার মানুষ জানেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purba Bardhaman: বিজেপি প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে পোস্টার, অভিযুক্ত তৃণমূল

    Purba Bardhaman: বিজেপি প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে পোস্টার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ। প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে পড়ল পোস্টার। প্রধান অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি মানস ভট্টাচার্য। এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রায়ান গ্রামে। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় তীব্র উত্তেজনা।

    ঘটনা কী হয়েছে (Purba Bardhaman)?

    রায়ান (Purba Bardhaman) ১ নং গ্রাম পঞ্চায়েতের ২০ নং পঞ্চায়েত সমিতির আসনে এবার বিজেপি প্রার্থী কৌশিক কুণ্ডু ওরফে চাঁদ। এর আগেও তাঁর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ছিল শাসক দলের যুব নেতা মানস ভট্টাচার্যের বিরুদ্ধে। এবার সরাসরি তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থী কৌশিক কুণ্ডুর বাড়ির সামনে রাতে কে বা কারা পোস্টার মেরে যায়! পোস্টারে অশ্রাব্য ভাষায় গালাগালি দেওয়া আছে। পোস্টারে লেখা আছে, ‘১১ তারিখের পর খেলা হবে। পুড়িয়ে মারবো তোর গোটা গুষ্টিকে!’ এছাড়াও বলা আছে, রাজ্যে তৃণমূল কংগ্রেসেরই জয় হবে। 

    বিজেপি বক্তব্য

    বিজেপি প্রার্থী কৌশিক কুণ্ডু বলেন, ‘কাল রাতে আমাকে মানস ভট্টাচার্য ফোন করে হুমকি দেয়। আমার স্ত্রীকে নিয়ে তাঁর কাছে যাব কি না জানতে চায়! আজ সকালে আমার শাশুড়ি দেখতে পান কে বা কারা প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার মেরে গেছে। এটা তৃণমূল কংগ্রেসেরই কাজ’। এলাকার (Purba Bardhaman) বিজেপি নেতা সুধীরঞ্জন সাউ বলেন, এখানে কিছু খুনের আসামি আছে। এর আগেও চাঁদের বাড়িতে একাধিকবার হামলা হয়েছে। আমরা থানায় জানিয়েছি। এবার রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকেও জানাবো।

    তৃণমূলের বক্তব্য

    অভিযুক্ত মানস ভট্টাচার্য ওই একই কেন্দ্রে (Purba Bardhaman) এবারে শাসক দলের প্রার্থী। তিনি এই অভিযোগ সম্পর্কে বলেন, ‘হ্যাঁ আমি ওঁকে ফোন করেছিলাম। বেশ কিছুদিন আগেও স্ত্রীকে নিয়ে একটা বিপদে পড়ে এসেছিল, আমিই ওঁর সমস্যা মিটিয়ে দিই। তা নিয়েই ফোন করেছিলাম। পোস্টার মারা প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, এটা মিথ্যা অভিযোগ। ওঁর বাড়িতে সিসিটিভি আছে। তার ফুটেজেই দেখা যাবে কে পোস্টার মেরেছে। উনি পরাজয় নিশ্চিত জেনে প্রচারের আলোয় থাকতে চেয়ে নিজেই পোস্টার মেরেছেন।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar:  ‘পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথ ঠিক করেছেন ভাইপো,’ বিস্ফোরক অভিযোগ সুকান্তর

    Sukanta Majumdar: ‘পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথ ঠিক করেছেন ভাইপো,’ বিস্ফোরক অভিযোগ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: স্পর্শকাতর বুথ জেলা প্রশাসন ঠিক করেনি, ঠিক করেছে ভাইপো। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এই মন্তব্য করেন। তিনি বলেন, জেলা প্রশাসন থেকে যে তালিকা পাঠানো হয়েছে, ভাইপো সেখান থেকে স্পর্শকাতর বুথ ঠিক করেছে। ভাইপো এই রাজ্যের কিছু জানে নাকি! রাজ্যের কোথায় ধান, গম চাষ হয়, সেটাও ভাইপো ঠিকমতো জানে না। সে আবার স্পর্শকাতর বুথ ঠিক করছে।

    রাজ্য সভাপতির (Sukanta Majumdar) হাত ধরে তৃণমূল ছেড়ে বহু কর্মী যোগ দিলেন বিজেপিতে

    পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে বিজেপির প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে হাঁটলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মঙ্গলবার কুশমন্ডিতে বিজেপির পক্ষ থেকে একটি নির্বাচনী প্রচার মিছিল বের করা হয়। সেই প্রচারে বিজেপির প্রার্থীদের সমর্থনে তাঁদের সঙ্গে পায়ে পা মেলান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ছাড়াও প্রচারে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ দলের নেতৃত্বরা। পাশাপাশি এদিন কুশমন্ডি বিধানসভার উদয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী বিজেপিতে যোগাদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যোগদানের ফলে উদয়পুর গ্রাম পঞ্চায়েতে এবারের নির্বাচনে ভালো ফল করবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।

    রাজ্যপাল প্রসঙ্গে কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?

    রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, রাজ্যপাল নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। তিনি তৃণমূল নেতাদের বাড়িতেও যাচ্ছেন, তাঁদের পরিবারের সঙ্গে কথা বলছেন। আর নিরপেক্ষ যে কোনও সংস্থাকে তৃণমূল ভয় পায়। তাই রাজ্যপালকে ভয় পাচ্ছে তৃণমূল। ভাবছে রাজ্যপাল যদি কিছু করে দেন।

    তৃণমূলের কোন্দল নিয়ে কী বললেন বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar)?

    কেশপুরে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, মূলত ভাগবাঁটোয়ারা নিয়ে গণ্ডগোল। এটা নতুন কী। সেখানকার গাছ কেটে বিক্রি করে, নদীর বালি কেটে বিক্রি করে শাসক দল। তাই দ্বন্দ্ব হচ্ছে। সায়নী ঘোষ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, সায়নী ঘোষকে প্রয়োজনে বার বার ডাকবে। যদি আমার নামে কোনও দুর্নীতির অভিযোগ থাকে তাহলে আমাকেও ডাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share