Tag: Madhyom

Madhyom

  • Gas Leak in Ludhiana Factory: লুধিয়ানায় গ্যাস লিক! এখনও অবধি মৃত ১১, অসুস্থ বহু

    Gas Leak in Ludhiana Factory: লুধিয়ানায় গ্যাস লিক! এখনও অবধি মৃত ১১, অসুস্থ বহু

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকার একটি কারখানায় গ্যাস লিক (Gas Leak in Ludhiana Factory) মারা গেলেন অন্তত ১১জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অসংখ্য। এখনও চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), চিকিৎসক, অ্যাম্বুল্যান্স, দমকল বাহিনীও পৌঁছে গিয়েছে। কারখানা এবং আশপাশের এলাকা ঘেরাও করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, একটি ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম থেকে ওই বিষাক্ত গ্যাস লিক করা শুরু হয় রবিবার সকাল ৭টা ১৫ নাগাদ। ওই গ্যাস কারখানার আশেপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অসুস্থ বোধ করা শুরু করেন। বেশ কয়েকজন জ্ঞান হারান। এদের মধ্যে একাধিক শিশুও ছিল।

    কী বলছে প্রশাসন?

    লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলেন, ‘‘গ্যাস লিক (Gas Leak in Ludhiana Factory) করে এই কাণ্ড ঘটেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। ন’জন মারা গিয়েছেন। ১১ জন অসুস্থ হয়ে পড়েছেন।’’ তিনি আরও জানিয়েছেন, গ্যাসের উৎস কী, কী ধরনের গ্যাস কারখানায় ছড়িয়েছে, তা এখনও জানা যায়নি। বিপর্যয় মোকাবিলা বাহিনী সেই নিয়ে তদন্ত করছে। তিওয়ানা জানিয়েছেন, ওই এলাকা খুব জনবহুল। তাই তা খালি করা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনায় সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। ট্যুইটারে তিনি জানিয়েছেন, লুধিয়ানার গিয়াসপুরার কারখানায় গ্যাস লিকের ঘটন দুঃখজনক। পুলিশ, সরকার, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arms Factory: পঞ্চায়েত ভোটের আগে হদিশ মিলল অস্ত্র কারখানার, বাজেয়াপ্ত প্রচুর অস্ত্র, গ্রেফতার ২

    Arms Factory: পঞ্চায়েত ভোটের আগে হদিশ মিলল অস্ত্র কারখানার, বাজেয়াপ্ত প্রচুর অস্ত্র, গ্রেফতার ২

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র কারখানার (Arms Factory) হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার রামচন্দ্রখালি পঞ্চায়েতের ছোটকলাহাজরা তেঁতুলতলা এলাকায়। পুরানো অস্ত্র মেরামতি করার পাশাপাশি নতুন অস্ত্র তৈরি করা হত সেখানে। একটি বাড়ির মধ্যেই চলত অস্ত্র কারখানা (Arms Factory)। পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করে। একইসঙ্গে এই অস্ত্র কারবার (Arms Factory) চালানোর অভিযোগে মূল অভিযুক্তসহ দুজনকে পুলিশ গ্রেফতার করে। পঞ্চায়েত ভোটের আগে যেভাবে একের পর এক অস্ত্র কারখানা আর অস্ত্র ভাণ্ডার উদ্ধার হচ্ছে, তাতে সিঁদুরে মেঘ দেখছেন জেলাবাসী।

    জরির কাজের আড়ালেই চলত অস্ত্রের কারখানা (Arms Factory)

    বাসন্তীর রামচন্দ্রখালির তেঁতুলতলা এলাকায়|পুকুরের পাড়ে খড়ের ছাউনির ঘরেই এই অস্ত্র তৈরির কারখানা (Arms Factory) ছিল। মহিলারা বাড়ির মধ্যে জরির কাজ করতেন। আর তার আড়ালেই চলত অস্ত্রের কারবার। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাস ও বাসন্তী থানার এস আই সোমনাথ দাসের নেতৃত্বে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ সূত্রের খবর, বাইকে করে পুলিশের বিশেষ টিম মোতালেবের ডেরায় যায়।  তারপর ক্রেতা সেজে তারা ওই বাড়িতে যায়। অস্ত্র নিয়ে দামদর করতেই একদল পুলিশ তার বাড়িতে ঢুকে পড়ে। ঘটনাস্থল থেকে সাতটি ইম্প্রোভাইজ লং আর্মস, ড্রিল মেশিনসহ অস্ত্র তৈরির সরঞ্জাম পুলিশ বাজেয়াপ্ত করে। আর এই কারবারে জড়িত থাকার অভিযোগে মোতালেব পুরকাইত এবং জয়নাল মোল্লাকে পুলিশ গ্রেফতার করে। বাসন্তী, ক্যানিং, গোসাবায়  মোটা টাকায় অস্ত্র বিক্রি করা হত বলে পুলিশ জানতে পেরেছে। ওয়ান শাটারের দাম ১২ হাজার টাকা এবং  একনলা সিঙ্গেল ব্যারেল পাইপগান ৬৫ হাজার টাকায় বিক্রি হত।

    কী বললেন জেলা পুলিশ সুপার?

    বারুইপুর পুলিশ জেলার সুপার মিস পুষ্পা বলেন, সকলের চোখে ধূলো দিতে ওই বাড়িতে মহিলারা জরির কাজ করত। এই কারবারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মোতালেব পুরকাইতকে ২০১৯ সালের ২৭ মার্চ অস্ত্র কারখানা (Arms Factory) চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় উদ্ধার হয়েছিল ৬ টি আর্মস। এবারও সেই একই অভিযোগে তাকে গ্রেফতার করা হল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu and Kashmir: রবিবার ভোরে দুলে উঠল জম্মু ও কাশ্মীর! রিখটার স্কেলে মাত্রা কত?

    Jammu and Kashmir: রবিবার ভোরে দুলে উঠল জম্মু ও কাশ্মীর! রিখটার স্কেলে মাত্রা কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সাত সকালে দুলে উঠল জম্মু এবং কাশ্মীর (Jammu and Kashmir)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Centre for Seismology) তথ্য অনুসারে, রবিবার ভোর ৫:১৫ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু কাশ্মীরে। কম্পনের গভীরতা ছিল ৫ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে।

    আরও পড়ুন:‘বিজয়া দশমীর মতো উৎসবে পরিণত হয়েছে মন কি বাত’, বললেন প্রধানমন্ত্রী

    প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় গঠিত হচ্ছে এমারজেন্সি অপারেশন সেন্টার

    জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) প্রশাসনের তরফে আগেই ঘোষণা করা হয়েছে, যে সেখানকার ২০টি জেলা নিয়ে গঠিত হবে এমারজেন্সি অপারেশন সেন্টার। যেকোনও প্রাকৃতিক বিপর্যয়ে মানুষকে আশ্রয় দিতেই এই প্রকল্প গড়ে উঠছে কেন্দ্র সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের সহায়তায়।

    দুদিন আগেও কম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরে

    প্রসঙ্গত, এর আগে ২৮ এপ্রিল মাঝরাতে পর পর দু’বার কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল, সেদিন প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৮ এবং দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল নেপালের বাজুরা জেলার দাহাকোট। নেপালের স্থানীয় সময় অনুযায়ী, ওই দিন প্রথম কম্পন অনুভূত হয়েছিল রাত ১২টায়। দ্বিতীয় কম্পন হয় রাত দেড়টা নাগাদ।

    আরও পড়ুুন: রেড রোডে দলের সংখ্যালঘু সেলের সভা থেকে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু! কী বললেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda Murder: শ্বশুরবাড়িতে কুড়ুল দিয়ে হত্যালীলা জামাইয়ের, প্রাণ গেল কিশোরীসহ ৩ জনের

    Malda Murder: শ্বশুরবাড়িতে কুড়ুল দিয়ে হত্যালীলা জামাইয়ের, প্রাণ গেল কিশোরীসহ ৩ জনের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্ত্রীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে বচসা। আর তার জেরেই কুড়ুল দিয়ে হত্যালীলা চালাল স্বামী টুবাই মণ্ডল। স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজনকে এলোপাথারি কোপানোর (Malda Murder) অভিযোগ উঠল তার বিরুদ্ধে। আর তার এই নৃশংস এই হামলা জেরে মৃত্যু হল কিশোরী সহ দুজনের। আর ঘটনার পর নিজে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে তারও মৃত্যু হয়।  শনিবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকল মালদহের (Malda Murder) ইংরেজবাজারের কমলাবাড়ি বাঁধাপুকুর এলাকা। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম লক্ষ্মী মণ্ডল (১৪), দীপ্তি সিংহ মণ্ডল (২৪) এবং টুবাই মণ্ডল (৩৫)। লক্ষ্মী মণ্ডল হচ্ছে টুবাইয়ের শালীর মেয়ে। দীপ্তি সিংহ মণ্ডল হচ্ছে টুবাইয়ের শ্যালকের স্ত্রী। আর হামলায় গুরুতর জখম হন টুবাইয়ের স্ত্রী নির্মলা মণ্ডল। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত টুবাই মণ্ডল ভিন রাজ্যে কাজ করত। গত কয়েক মাস ধরে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার ঝামেলা চলছিল। সম্প্রতি সে ভিন রাজ্য থেকে বাড়িতে ফেরে। তার স্ত্রী নির্মলাদবী বাপের বাড়িতে ছিলেন। শনিবার টুবাই স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যায়। অভিযোগ, স্ত্রী তার সঙ্গে শ্বশুরবাড়ি ফিরতে রাজি হননি। এরপরই দুজনের মধ্যে বচসা হয়। হাতের সামনে কুড়ুল নিয়ে সে তার স্ত্রীকে এলোপাথারি কোপ (Malda Murder) মারে। মাসিকে কোপাতে দেখে চোদ্দ বছরের লক্ষ্মী মেশোমশাইকে বাধা দিতে যায়। তাকেও টুবাই এলাপাথারি কোপায়। পরে, শ্যালকের স্ত্রীও টুবাইকে বাধা দিতে যান। তাঁকেও সে কুড়ুল দিয়ে এলোপাথারি কোপায়। ঘরের ভিতর যখন এরকম নৃশংস তাণ্ডবলীলা চলছে, সেই সময় বাইরে প্রতিবেশীরা ভিড় করতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে কুড়ুল ফেলে সে ছাদ থেকে লাফ দেয়। সেখান থেকে নীচে পড়ে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

    কী বললেন মৃতের বাড়ির লোকজন?

    টুবাইয়ের শ্যালক মৃদুল মণ্ডল বলেন, শনিবার সন্ধ্যায় আমরা কেউ বাড়িতে ছিলাম না। জামাইবাবু সন্ধ্যার সময় আমাদের বাড়িতে আসে।   বাড়ির দরজা লাগিয়ে দিয়ে এই তাণ্ডব চালায় সে। হামলার জেরে আমার স্ত্রী আর বোনঝির মৃত্যু হয়েছে। আর আমার বোন গুরুতর জখম। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও আমার বোনকে ও মেরে পা ভেঙে দিয়েছিল। ওর অত্যাচারের জন্যই আমার বোন শ্বশুরবাড়ি যেতে রাজি হয়নি। তারজন্য এভাবে ও হত্যালীলা (Malda Murder) চালাবে তা ভাবতে পারিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • MRI: এমআরআই করাতে গিয়ে মৃত্যু পদার্থবিদ্যার ছাত্রীর! কোথায় ঘটল?

    MRI: এমআরআই করাতে গিয়ে মৃত্যু পদার্থবিদ্যার ছাত্রীর! কোথায় ঘটল?

    মাধ্যম নিউজ ডেস্ক: এমআরআই (MRI) করাতে এসে বাড়ি ফেরা হল না ছাত্রীর। ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার পরেও শেষরক্ষা করা গেলনা। তবে পরিবারের দাবি, বড় কোনও অসুস্থতা ছিল না তার। আঁকার সময় হাতটা ইদানিং কাঁপছিল। স্নায়ুর কোনও সমস্যা হচ্ছিল। কিন্তু তার পরিণতি যে এমন হবে তা ভাবতে পারেননি আত্মীয় থেকে বন্ধু মহল। পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন। মৃত ছাত্রীর নাম শ্রীপর্ণা দত্ত (২০)। বাড়ি আসানসোলে হলেও, পড়াশোনার জন্য থাকতেন কলকাতায়। জানা গেছে, ওই তরুণী পদার্থবিদ্যার ছাত্রী ছিলেন।

    ঠিক কী হয়েছিল ঘটনাটি?

    বেসরকারি হাসপাতালে এমআরআই (MRI) করার জন্য এসেছিল লেডি ব্রেবোর্ন কলেজের ওই মেধাবী ছাত্রী। স্নায়ুর কিছুটা সমস্যা ছিল। সেকারণেই চিকিৎসক বলেছিলেন তাঁর এমআরআই (MRI) করার জন্য। সেই মতো পরিবারের লোকজন তাঁর এমআরআই করার জন্য নিয়ে গিয়েছিলেন। শুরু হয়েছিল এমআরআই (MRI)। কিন্তু এমআরআই করার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন ওই তরুণী। তবে পরিবারের দাবি, হাসপাতালের গাফিলতিতেই এই কাণ্ড হল। কোনও চিকিৎসক ছিলেন না বলে পরিবারের দাবি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের কাছে গাফিলতির অভিযোগ মানতে চায়নি।

    কী বলছেন আত্মীয়-স্বজনরা?

    মৃত তরুণীর পরিবারের সদস্যরা বলছেন, কিছুই তো বুঝতে পারলাম না। আমরা বার বার বলতে চেয়েছিলাম। কিন্তু ওরা কিছু করতেই চাইল না। আমাদের প্রশ্ন করছিল আপনারা কে! যা করার পুলিশ করবে। আসলে জুনিয়ররা তার এমআরআই করতে গিয়েছিল। তখনই ওরা সমস্যা করে ফেলে। আমরা এনিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাব। তাঁদের আরও দাবি, কোথাও কোনও সমস্যা ছিল না। একেবারে সুস্থ। শুধু হাতটা মাঝেমধ্যে কাঁপছিল। কিন্তু হঠাৎ করেই সব শেষ হয়ে গেল। এটা পুরোপুরি হাসপাতালের গাফিলতি। শ্রীপর্ণার এক বান্ধবীর মতে, এমআরআই (MRI) করাতে এসে একজন সুস্থ মানুষ এভাবে মারা যাবে এটা মানা যায় না। ওই ছাত্রীর আরও দাবি, স্টাফদের জামায় রক্তের দাগ লেগেছিল। তারা ছোটাছুটি করছিল। শ্রীপর্ণার বুকে পাম্পও করছিল। কিন্তু তারপরেই সব শেষ। এমআরআই করার পরে ওর খিঁচুনি হয়েছিল। তারপরেই শেষ। এদিকে তার সিপিআর করা হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। গোটা ঘটনায় চাপান উতোর শুরু হয়েছে। কীভাবে ওই ছাত্রীর মৃ্ত্যু হল তা নিয়ে রহস্য চরমে উঠেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: স্ত্রীকে খুন করতে সুপারি দিয়েছিল স্বামী, কেন জানেন?

    Malda: স্ত্রীকে খুন করতে সুপারি দিয়েছিল স্বামী, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহ করে পরিবারে নিত্য অশান্তি লেগেই থাকত। অশান্তি মেটানোর জন্য পরিবারের লোকজন হস্তক্ষেপও করেছিলেন। কিন্তু, স্বামী মাসু সেখের  মন থেকে সন্দেহ দূর হয়নি। বরং, যতদিন গিয়েছে সন্দেহ আরও বেড়েছে। তাই, নিজের স্ত্রীকে খুন করার সিদ্ধান্ত নেন তিনি। নিজেই স্ত্রীকে খুন করার জন্য দুজন যুবককে সুপারি দেন। তাঁর দেওয়া সুপারি মতো দিনের বেলায় প্রকাশ্যে রাস্তার মধ্যে স্ত্রীকে খুন করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) শিমূলধাপ এলাকায়। তদন্তে নেমে পুলিশ স্বামী সহ তিনজনকে গ্রেফতার করেছে।

    ঠিক কী ঘটেছিল?

    ২৫ এপ্রিল  মালদহ (Malda) থানার রায়পুর থেকে মোটরবাইকে করে নিজের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতে রাহামাটনগর গ্রামে যাচ্ছিলেন মাসু সেখ। রায়পুর গ্রামে মাসু সেখের শ্বশুরবাড়ি। আর রাহামাটনগর গ্রামে তাঁর বাড়ি। বাইকে করে বাড়ি ফেরার পথে নীল রঙের একটি বাইক তাঁদের পিছু নেয়। বাইকে দুজন ছিল। শিমূলধাপ এলাকায় খুব কাছে থেকে  দুষ্কৃতীরা মাসু সেখের স্ত্রী আইনুল বিবিকে গুলি করে। এরপরই স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ আইনুল বিবিকে মালদহ (Malda) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। মাসু শেখ সেই সময় বলেছিলেন, আমরা বাইকে করে বাড়ি যাচ্ছিলাম। দুজন যুবক এসে স্ত্রীকে গুলি চালিয়ে দিয়ে চলে যায়। কেন আমার স্ত্রীকে খুন করা হল তা বুঝতে পারছি না।

    কী বললেন জেলা পুলিশ সুপার?

    মালদহের (Malda) জেলা পুলিশ সুপার সাউ অমিত কুমার বলেন, ২৫ তারিখের ঘটনার পর আমরা তদন্ত শুরু করি। বিভিন্ন সূত্র থেকে আমরা মাসু সেখের সঙ্গে স্ত্রীর গণ্ডগোলের বিষয়টি জানতে পারি। পরে, মাসু সেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পরে, জানতে পারি, মাসু সেখ উজির সেখ  ও হজরত সেখ নামে দুজনকে সুপারি দিয়েছিল। মাসু টাওয়ারের কাজ করে। সেই সূত্রে এদের সঙ্গে তার পরিচয়। তবে, এই খুন করার জন্য কত টাকা সে দিয়েছিল তা জানতে পারিনি। যে আগ্নেয়াস্ত্র দিয়ে ওই বধূকে খুন করা হয়েছিল তা এখনও উদ্ধার হয়নি। তার খোঁজে তল্লাশি চলছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ৩০ এপ্রিল থেকে ৬ মে

    Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ৩০ এপ্রিল থেকে ৬ মে

    মেষ রাশি

    এই রাশির বয়স্ক ব্যক্তি বা গর্ভবতী মহিলাদের এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। অভ্যন্তরীণ শান্তির জন্য, শ্রী হনুমান চালিসা পাঠ করুন বা শুনুন। এর মাধ্যমে আপনার মনেও ইতিবাচক শক্তির সঞ্চার হবে। আপনার চন্দ্র রাশি অনুসারে শুভ গ্রহ বৃহস্পতি নবম ভাবের অধিপতি হিসেবে প্রথম ভাবে বিরাজ করছে এবং তারপরও যারা এখন পর্যন্ত চিন্তা না করে অর্থ ব্যয় করছিলেন, তাদের এই সপ্তাহে অর্থের খুব প্রয়োজন হতে পারে। যার কারণে আপনি এই সময়ে বুঝতে পারবেন যে জীবনে অর্থের গুরুত্ব কত। সুতরাং, আপনার ব্যয়ের উপর নজর রাখার সময় একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করুন। এই সপ্তাহে, কোনও আত্মীয়ের দ্বারা কোনও শুভ ঘটনা আপনার পরিবারের মনোযোগের প্রধান কেন্দ্রবিন্দু হবে। অশুভ গ্রহ কেতু আপনার চন্দ্র রাশিতে সপ্তম ভাবে উপস্থিত রয়েছে এবং তাই এটি সম্ভব যে এই সময় কোনও দূরবর্তী আত্মীয়ের কাছ থেকে হঠাৎ সুসংবাদ আপনার পুরো পরিবারের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। কর্মক্ষেত্রে, সহকর্মীদের কাছ থেকে প্রতারণা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনার কর্মজীবনেও ব্রেক হতে দেখা যাবে। এমতাবস্থায়, আপনাকে এই সপ্তাহের প্রথম থেকেই মিথ্যাবাদী এবং প্রতারকদের সঙ্গ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার চন্দ্র রাশিতে, বুধ ষষ্ঠ ঘরের অধিপতি হিসাবে প্রথম ঘরে বিরাজ করছে এবং আপনার শিক্ষার রাশিফল ​​অনুযায়ী, এই সপ্তাহে আপনার রাশির শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে অনেক সুযোগ হাতছাড়া করতে হতে পারে। এর কারণে আপনার স্বভাবের আগ্রাসন বৃদ্ধির সাথে সাথে বিরক্তিরও সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে, আপনার আবেগের উপর নজর রেখে আপনাকে অতিরিক্ত চিন্তাভাবনা এড়াতে হবে।

    বৃষভ রাশি

    আপনার রাশিতে, রাহু এবং বৃহস্পতি দ্বাদশ ভাবে একসাথে অবস্থান করছে এবং ফলস্বরূপ, আপনি এই সপ্তাহে মানসিক শান্তির অভাব অনুভব করবেন, যার কারণে আপনার মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা যাবে। এসময় মানসিক প্রশান্তি লাভের জন্য নিজেকে আরও দুশ্চিন্তা না করে, ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণ করে নিজের বিশ্বাস অনুযায়ী যতটা সম্ভব দাতব্য কাজে অংশ নিন। কারণ এতে শুধু সমাজে আপনার মর্যাদাই বাড়বে না, আপনি মানসিক চাপ থেকেও নিজেকে অনেকাংশে দূরে রাখতে পারবেন। আপনি যদি এখন পর্যন্ত কোনও আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে এই সপ্তাহে এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনার আয় বাড়াবে। এর জন্য, আপনি আপনার বন্ধু, নিকটজন বা বড়দের সাথে পরামর্শ করেও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আপনার নতুন প্রকল্পের জন্য, আপনার পিতামাতাকে আস্থায় নেওয়ার এটাই সঠিক সময়। এর জন্য, আপনাকে শুরুতে আপনার প্রতিটি পরিকল্পনা সম্পর্কে আপনার পিতামাতাকে সবকিছু বলতে হবে এবং তাদের মতামত জানতে হবে। এই পুরো সপ্তাহে, আপনি আপনার পেশাগত জীবনে দুর্দান্ত অর্জন করতে সক্ষম হবেন। শনি আপনার চন্দ্র রাশির দশম ভাবে উপস্থিত থাকবে এবং এর পাশাপাশি আপনার রাশিতে সর্বাধিক গ্রহের উপস্থিতিও দেখায় যে আপনি আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমী, আরও বেশি ফলপ্রসূ এবং দক্ষ হয়ে উঠবেন এবং আপনার এই কূটনৈতিক এবং কৌশলী আচরণ হবে। সহজে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে, সেইসাথে সিনিয়র ম্যানেজমেন্টের কাছ থেকে প্রশংসা পেতে। যারা কঠোর পরিশ্রম করছে তারা এই সপ্তাহে তাদের স্কুল বা কলেজে বৃত্তি পেতে পারে। এতে আপনার সম্মান যেমন বাড়বে, তেমনি আপনার পরিশ্রম দেখে আপনার পরিবারও গর্ববোধ করবে।

    মিথুন রাশি

    এই সপ্তাহে আপনার জীবনে এমন অনেক বড় পরিবর্তন আসতে পারে, যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। এই কারণে, জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কিছুটা অন্ধকার দেখাবে এবং আপনি না চাইলেও নেতিবাচকতায় ঘেরা অনুভব করবেন। আপনার চন্দ্র রাশিতে, বৃহস্পতি এবং রাহু একাদশ ভাবে একসাথে উপস্থিত রয়েছে, তাই এই সপ্তাহে আপনার করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে, আপনার টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরুন। কারণ আপনার হৃদয় ও মন যখন শান্ত থাকবে, তখনই আপনি নিজের জন্য সঠিক ও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। এই সপ্তাহে আপনাকে বাস্তবসম্মত মনোভাব অবলম্বন করতে হবে। এই জন্য, আপনি যদি সমস্যায় পড়েন, তবে অন্যরা সাহায্যের হাত বাড়ালে তাদের কাছ থেকে কোনও অলৌকিক ঘটনা আশা করা থেকে বিরত থাকতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে অন্যরা আপনার সাথে দাঁড়িয়ে আছে তাদের কারণে আপনি সমস্যায় পড়েননি। শনি আপনার চন্দ্র রাশিতে নবম ভাবে উপস্থিত এবং আপনার কর্মজীবনের রাশিফল ​​দ্বারা নির্দেশিত, আপনি যদি পেশাদার ক্ষেত্রে থাকেন এবং একটি ভাল চাকরিতে নিযুক্ত হন, তবে এই সপ্তাহটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সময় আপনি আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধ আপনার চন্দ্র রাশিতে একাদশ ভাবে বিরাজ করছে এবং এই সময়টি উচ্চশিক্ষার জন্য খুব ভালো হতে পারে এবং এই সময়ে আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য পেতে পারেন। কারণ আপনার রাশিচক্রে অনেক শুভ গ্রহের স্থানান্তর এবং তাদের অনুকূল দিক আপনার কোম্পানির উন্নতি করার সময় আপনাকে আপনার বন্ধু এবং পরিবারের সমর্থন দিতে কাজ করবে।

    কর্কট রাশি

    এই সপ্তাহে আপনার শারীরিক ও মানসিক সুবিধা পেতে ধ্যান এবং যোগ-ব্যায়ামের সাহায্য নেওয়া উচিত। এ জন্য প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্যও নিতে পারেন। কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে, কিন্তু ঘুমিয়ে এই সময় নষ্ট না করে, এর সঠিক ব্যবহার করুন। বৃহস্পতি এবং রাহু আপনার চন্দ্র রাশিতে দশম ভাবে একসাথে উপস্থিত রয়েছে এবং আপনি যদি আপনার অর্থ অনুমান বা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন তবে এই সপ্তাহে আপনার প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটি সম্ভাবনা রয়েছে যে আপনি সেই অর্থ ফেরত পেতে ভুল উপায়ে আপনার আরও বেশি অর্থ বিনিয়োগ করতে পারেন। অতএব, এই সপ্তাহে যতটা সম্ভব বাজি ধরার মতো খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে রাখাই আপনার জন্য ভালো হবে। আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে এই সপ্তাহে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। এর পাশাপাশি, বাড়ির কোনও সদস্য যদি বিবাহের যোগ্য হন তবে এই সপ্তাহে তাদের বিবাহ ঠিক হওয়ার কারণে বাড়ির পরিবেশ অনুকূল বলে মনে হচ্ছে। কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য ভালো যাচ্ছে। কারণ এই সময় আপনি আপনার যে কোনও ব্যাধি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন, যার কারণে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আপনার কর্মক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি চেষ্টা করতে দেখা যাবে। চন্দ্র রাশিতে, বুধ দ্বাদশ ভাবের অধিপতি হিসাবে দশম ভাবে উপস্থিত রয়েছে এবং এর কারণে, অনেক ছাত্রকে সপ্তাহে অপ্রয়োজনীয় ভ্রমণ করতে হবে। যার কারণে তারা পড়াশুনার জন্য সঠিক সময় পাবে না। এমন পরিস্থিতিতে, এই সপ্তাহে যতটা সম্ভব অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন, অন্যথায় সমস্যা হতে পারে।

    সিংহ রাশি

    শনি আপনার চন্দ্র রাশিতে সপ্তম ভাবে বিরাজ করছে এবং ফলস্বরূপ, এই সপ্তাহে আপনার জীবনসাথীর স্বাস্থ্যের যথাযথ যত্ন নিন। কারণ এটা সম্ভব যে তার হঠাৎ অসুস্থ হয়ে পড়া পারিবারিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি ভালো খাবার ও পানীয় থেকেও বঞ্চিত করতে পারে। এই সপ্তাহে আপনাকে আপনার পারিবারিক ভাবমূর্তি উন্নত করতে আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করতে দেখা যাবে। এই কারণে, আপনি সদস্যদের মধ্যে আপনার ইমেজ উন্নত করতে সক্ষম হবেন, কিন্তু পরিকল্পনা ছাড়া অর্থ ব্যয় ভবিষ্যতের জন্য আপনার জীবনে আর্থিক সংকট তৈরি করতে পারে। এই সপ্তাহে, বাড়ির বাচ্চারা আপনাকে অনেক গৃহস্থালির কাজ সামলাতে অনেক সাহায্য করতে পারে। কিন্তু এর জন্য আপনাকে ধনী দেখাতে গিয়ে তাদের সাহায্য চাইতে হবে। এছাড়াও সমাজে, আপনি আপনার আকর্ষণ এবং ব্যক্তিত্বের মাধ্যমে কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। কর্মজীবনের রাশিফল ​​দ্বারা নির্দেশিত, আপনি যদি পেশাদার ক্ষেত্রের সাথে যুক্ত হন এবং একটি ভাল চাকরিতে কাজ করেন তবে এই সপ্তাহটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সময়ে আপনি আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার চন্দ্র রাশিতে, বুধ নবম ভাবে দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি হিসাবে উপস্থিত রয়েছে, তাই আপনার রাশির জাতক/জাতিকাদের এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য তাদের লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। অন্যথায়, আপনার আগের সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে। তাই এই সময়ে যেকোনো পদক্ষেপ নিন, শুধুমাত্র আপনার লক্ষ্যের কথা চিন্তা করে।

    কন্যা রাশি

    আপনি এবং আপনার চারপাশের লোকেরা এটি খুব ভালভাবে বোঝেন যে, আপনি এতটাই আত্মবিশ্বাসী এবং দ্রুত যে আপনাকে কারও উৎসাহের প্রয়োজন নেই। তাই আপনার এই দক্ষতার সঠিক ব্যবহার করুন, এটিকে পূর্ণরূপে ব্যবহার করুন এবং নিজেকে আরও বেশি করে সবুজ শাক-সবজি খেতে উৎসাহিত করুন। অশুভ গ্রহ রাহু আপনার চন্দ্র রাশিতে অষ্টম ভাবে বিরাজ করছে এবং এই সপ্তাহে আপনার কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা কেউ আপনার আস্থা ভেঙ্গে তা হস্তগত করতে পারে, তাই যতটা সম্ভব আস্থা রাখুন। প্রথম থেকেই সাবধান কাউকে অন্ধভাবে বিশ্বাস করা থেকে বিরত থাকুন। এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। যার কারণে আপনি পুরো পরিবার নিয়ে কোনও ধর্মীয় স্থান বা কোনও আত্মীয়ের জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার চন্দ্র রাশিতে, শনি ষষ্ঠ ভাবে উপস্থিত এবং পেশাদার দৃষ্টিকোণ থেকে, এই সপ্তাহটি আপনার রাশির জাতকদের জন্য খুব ভাল প্রমাণিত হতে পারে। কারণ তারকারা এবার পুরোপুরি আপনার পক্ষে। যার কারণে আপনি আপনার পেশা এবং কর্মজীবনে ভাগ্য এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এই সপ্তাহের শুরুতে আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে, তবে মধ্যভাগের পরে আপনি প্রতিটি বিষয়ে নিজেই সাফল্য দেখতে পাবেন। এমতাবস্থায় ইন্টারনেট ব্যবহার করে আপনার জ্ঞান বৃদ্ধির পাশাপাশি বিষয়গুলো বোঝারও চেষ্টা করতে পারেন।

    তুলা রাশি

    আপনার রাশিফল ​​নির্দেশ করে যে আপনার বেশি চর্বিযুক্ত খাবার এড়ানো এবং আপনার সুষম রুটিনের প্রভাব এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচকভাবে দেখা যাবে এবং এটি আপনার স্থূলতাও কমিয়ে দেবে। আপনার চন্দ্র রাশিতে শনি পঞ্চম ভাবে উপস্থিত রয়েছে। আপনার পরিচিত বা আপনার কাছের কেউ বড় পরিকল্পনা এবং ধারণার মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে। এমন পরিস্থিতিতে, আপনার জন্য এটি সবচেয়ে ভাল হবে যে কোনও ধরণের বিনিয়োগ করার আগে, সেই ব্যক্তির সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুন। এই সপ্তাহে, আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব উপলব্ধি করে, আপনি পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেবেন। এমন পরিস্থিতিতে, তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়া আপনার পক্ষে ভাল হবে, যাতে তারা অনুভব করে যে আপনি সত্যিই তাদের যত্ন নেন এবং তারা তাদের জিনিসগুলি আপনার সামনে খোলা রাখতে পারে। আপনার চন্দ্র রাশিতে, অশুভ গ্রহ রাহু সপ্তম ভাবে বিরাজ করছে এবং ফলস্বরূপ, এই রাশির ব্যবসায়ীদের কাছের বন্ধুর ভুল পরামর্শের কারণে সমস্যায় পড়তে হতে পারে। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন, কারো পরামর্শে অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন। এই সপ্তাহে আপনি অনেক বিষয় বুঝতে কিছুটা অসুবিধা বোধ করতে পারেন এবং আপনি সেগুলি বোঝার জন্য কোনও প্রাচীন বা আপনার শিক্ষকের সাহায্য নিতেও কিছুটা দ্বিধা বোধ করবেন। যদিও, আপনার এই প্রকৃতি পরিবর্তন করার জন্য আপনাকে নির্দ্বিধায় তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে। অন্যথায় আপনি আসন্ন কোনো পরীক্ষায় ফেল করতে পারেন।

    বৃশ্চিক রাশি

    এই সময়ে, আপনার পরিবারের সদস্যের অবনতিশীল স্বাস্থ্যের উন্নতি দেখে, আপনি নিজেই মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব তাদের যত্ন নিন এবং তাদের সঙ্গে নিয়মিত যোগ,ব্যায়াম করুন। রাহু এবং বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে ষষ্ঠ ভাবে অবস্থান করছে এবং আপনার আর্থিক রাশিফল ​​অনুসারে এই সপ্তাহটি আপনার অর্থ উপার্জনের প্রচুর সম্ভাবনা নিয়ে আসবে। কিন্তু এই সম্ভাবনাগুলো চিনতে হলে আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে। অন্যথায়, আপনি তাদের সঠিক সুবিধা নেওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে পারেন। শনি আপনার চন্দ্র রাশিতে চতুর্থ ভাবে অবস্থান করছে এবং ফলস্বরূপ, আপনি এই সপ্তাহে আপনার আত্মীয়দের সাথে আপনার সম্পর্ককে চাঙ্গা করতে বিশেষ সাফল্য পাবেন। এছাড়াও, এই সময়টি দীর্ঘকাল ধরে অমীমাংসিত ঘরোয়া বিষয় এবং গৃহস্থালী কাজের জন্য একটি ভাল সপ্তাহ প্রমাণিত হবে। আগের দিন কাজে যে সামান্য অসুবিধা আসছিল, এই সপ্তাহে তা পুরোপুরি কাটিয়ে উঠতে পারে। এর পরে আপনি আপনার অতীতের সমস্ত অসমাপ্ত কাজগুলি সফলভাবে সম্পন্ন করতে দেখা যাবে। এই সময়ে আপনার উপর কাজের চাপ কিছুটা বাড়তে পারে, তবে আপনি সঠিক কৌশল এবং আপনার বোঝাপড়ার পরিচয় দিয়ে কাজের প্রতি আপনার সমস্ত দায়িত্ব খুব ভালভাবে পালন করতে সক্ষম হবেন। আপনার চন্দ্র রাশি অনুসারে, বুধ ষষ্ঠ ভাবে অবস্থান করছে এবং ফলস্বরূপ, এই সপ্তাহে অনেক শিক্ষার্থী তাদের কিছু বিষয় বুঝতে অসুবিধা বোধ করবে, তবে তা সত্ত্বেও তারা সেগুলি থেকে মুক্তি পেতে এবং সাফল্য অর্জন করতে সক্ষম হবে। এই সময়ে তাদের নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে এবং তাদের লক্ষ্য সম্পর্কে সচেতন হতে হবে।

    ধনু রাশি

    এই সময়, আপনি আপনার জীবনধারা উন্নত করতে ক্রমাগত পরিবর্তন করবেন। এর জন্য, আপনি আরও ভাল স্বাস্থ্য জীবনের জন্য যোগ,ব্যায়াম করার, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করার সিদ্ধান্ত নিতে পারেন, নিজেকে আপনার কমফোর্ট জোনের বাইরে নিয়ে যেতে পারেন। যাইহোক, এই সময়ে আপনার নিজের উপর অতিরিক্ত কাজের চাপ নেওয়া থেকে বিরত থাকা উচিত। এই সপ্তাহে আপনার পথে আসা সমস্ত স্কিমগুলিতে বিনিয়োগ করার আগে আপনাকে দুবার ভাবতে হবে। কারণ সামনে থেকে সুযোগ আসার পেছনে কোনো গোপন ষড়যন্ত্র থাকতে পারে, যার খেসারত আপনাকে ভবিষ্যতে ভোগ করতে হবে। এই সপ্তাহে, পরিবারের সন্তানদের আপনার সামনে তৃতীয় বা বাইরের কোনও সদস্যের সাথে অপমানিত বা অতিরিক্ত আচরণ করতে দেখা যাবে। যার কারণে অন্যের সামনে অপমানিত হতে হতে পারে। এই সময়ে বাচ্চাদের শাস্তি দেওয়ার পরিবর্তে, তাদের সাথে বসে তাদের বোঝানোর চেষ্টা করা এই সময়ে আপনার জন্য ভাল হতে চলেছে। আপনার চন্দ্র রাশি অনুসারে, শনি তৃতীয় ভাবে উপস্থিত এবং এই পুরো সপ্তাহে, আপনি কর্মক্ষেত্রে প্রতিটি কাজে আরও দায়িত্বশীল, মনোযোগী, সংগঠিত হবেন। যার সাহায্যে আপনি কর্মক্ষেত্রে আপনার আরও ভাল পারফরম্যান্স দিতে সক্ষম হবেন। এছাড়াও এই সময়ে আপনার রাশির কিছু জাতক/জাতিকারা বিদেশী কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারে। এই সপ্তাহে, কর্মজীবনের বিষয়ে পরিবার এবং আত্মীয়দের কাছ থেকে অনেক শিক্ষার্থীর উপর অতিরিক্ত চাপ থাকবে। যার কারণে তারা পড়ালেখায় মন দিতে পারবে না। এমতাবস্থায়, আপনাকে বুঝতে হবে যে আপনার ক্যারিয়ারের পছন্দটি যদি আপনিই করতে চান তবে আপনার কোনও ধরণের চাপে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সেজন্য আপনি নিজেই বিষয়টি বুঝুন এবং প্রয়োজনে আপনার পরিবারের সদস্যদের সাথে বসে এ বিষয়ে কথা বলুন।        

    মকর রাশি

    এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো হতে পারে। এই সময় আপনি প্রতিটি কাজ পূর্ণ শক্তির সাথে করার চেষ্টা করবেন এবং একটি সুস্বাস্থ্য উপভোগ করবেন। এ ছাড়া যদি আগে থেকেই কোনো রোগ চলছে, তবে এই সময় আপনি তা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। আপনার চন্দ্র রাশির চতুর্থ ভাবে অশুভ গ্রহ রাহু বিরাজ করছে এবং এর ফলে এই রাশির ব্যবসায়ীরা এই সপ্তাহে উপস্থিত থাকবেন। , বিনিয়োগের কথা ভাবতে থাকবেন। তবে আপনাকে কোনো ঝুঁকিপূর্ণ বা অবৈধ বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় আপনি নিজেই একটি বড় বিশৃঙ্খলায় পড়ে যাবেন। এর পাশাপাশি অংশীদারি ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদেরও এই সময়ে ভাল আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে খুব ভালো ফল পাবেন বলে আশা করা হচ্ছে। কারণ পরিবারে নতুন বা ছোট অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে, যা পারিবারিক পরিবেশে সুখ বয়ে আনবে।শনি আপনার চন্দ্র রাশিতে দ্বিতীয় ভাবে অবস্থান করছে এবং এর প্রভাবে ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালবাসাও থাকবে এই সময় তা স্পষ্ট দেখা হবে। এই সপ্তাহে আপনি তাড়াহুড়ো করে আসতে পারেন, আপনার কাজ শেষ হয়েছে তা বুঝতে ভুলে যেতে পারেন। এমন পরিস্থিতিতে, আপনি যদি সন্তুষ্ট না হন যে সমস্ত কাজ শেষ হয়েছে, আপনাকে আপনার নথিগুলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দেওয়া এড়াতে হবে। এই জন্য, প্রতিটি নথি পুনরায় পরীক্ষা করা ভাল হবে। বুধ আপনার চন্দ্র রাশিতে চতুর্থ ভাবে উপস্থিত রয়েছে এবং এর প্রভাবের কারণে, এই সপ্তাহে যে সমস্ত শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে থাকবে, তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার উন্নতি হবে, বাকিগুলি ছাড়াও এটি থেকে, অন্যান্য শিক্ষার্থীরা তাদের ক্ষমতা হ্রাস সহ অনেক ক্ষতিকারক পরিণতির মুখোমুখি হতে পারে।

    কুম্ভ রাশি

    এই সপ্তাহে, বিশেষ করে গর্ভবতী মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া দরকার। তা না হলে যেকোনো ধরনের সংক্রমণের কারণে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আপনার চন্দ্র রাশি অনুসারে, বৃহস্পতি তৃতীয় ভাবে বিরাজ করছে এবং এই কারণে এই সপ্তাহে আপনার আর্থিক জীবনের অবস্থা ভাল বলা যাবে না, আপনাকে এই সপ্তাহ জুড়ে অর্থ সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়াও, আপনি এই সময় সংরক্ষণ করতে অক্ষম হবেন, যার কারণে মানসিক চাপ বাড়বে। আপনার চারপাশের মানুষদের, বিশেষ করে পরিবারের সদস্যদের আচরণের কারণে আপনি এই সপ্তাহে কিছুটা বিরক্ত বোধ করবেন। এতে আপনার মানসিক চাপও বাড়বে, সেই সঙ্গে তাদের সঙ্গে আপনার বিবাদও হতে পারে। এই পুরো সপ্তাহে আপনার রাশিতে অনেক গ্রহের উপস্থিতি পেশাদারদের জন্য ভাল ফল বয়ে আনবে। এছাড়াও যারা তাদের মূল ব্যবসা বা পরিষেবা বাদ দিয়ে একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্যও এই সময়কালটি ভাল প্রমাণিত হবে। বুধ আপনার চন্দ্র রাশিতে তৃতীয় ভাবে বিরাজ করছে এবং আপনার শিক্ষাগত রাশিফল ​​অনুসারে, এই সপ্তাহটি বিশেষত এমন ছাত্রদের জন্য ভাল হতে চলেছে যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন। এছাড়াও, ফ্যাশন বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সময়টি সেরা হবে। কারণ এই সময়ে তারা তাদের শিক্ষায় সাফল্যের অনেক সুযোগ পাবে।

    মীন রাশি

    আপনার চন্দ্র রাশি অনুসারে, প্রথম ভাবের অধিপতি বৃহস্পতি দ্বিতীয় ভাবে বিরাজ করছে এবং এই কারণে এই সময়টি আপনার জন্য স্বাস্থ্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হবে না, কিন্তু তা সত্ত্বেও নিজেকে সুস্থ রাখতে আপনার দৈনন্দিন রুটিনে যোগ এবং ব্যায়াম অন্তর্ভুক্ত করতে দেখা যাবে। এই সপ্তাহে, আপনাকে বুঝতে হবে যে অন্যের সামনে আপনার হাত খোলা এবং আপনার ক্ষমতার চেয়ে বেশি ব্যয় করা বুদ্ধিমানের কাজ নয়, এটি একটি বোকামি। এই জিনিসটি বুঝুন এবং এটি করা এড়িয়ে চলুন, তবেই আপনি আপনার অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটি আমন্ত্রণ আপনার এবং পরিবারের জন্য একটি আনন্দের অনুভূতি হবে। তিনি আপনার প্রত্যাশা পূরণ করবেন এবং আপনি তার মাধ্যমে আপনার স্বপ্নগুলিকে সত্য হতে দেখবেন, যা আপনার চোখের আর্দ্রতা স্পষ্টভাবে দেখতে পাবে। এই সপ্তাহে আপনি কিছুটা অলস বা শিকার-জটিলতার শিকার বোধ করতে পারেন, তবে তা সত্ত্বেও, আপনি যা করেন তার জন্য প্রশংসা পেতেও আগ্রহী হবেন। যার কারণে আপনি আপনার কর্মজীবনে অগ্রগতির কিছু শুভ সুযোগ পেতে সক্ষম হবেন। বুধ আপনার চন্দ্র রাশিতে দ্বিতীয় ভাবে বিরাজ করছে এবং ফলস্বরূপ এই রাশির সমস্ত শিক্ষার্থী যারা বিদেশে যাওয়ার কথা ভাবছে, তারা এই সপ্তাহের মাঝামাঝি কিছু সুখবর পেতে পারে। যাইহোক, এর জন্য আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিজেকে ফোকাস করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ   

  • Supreme Court: চিঠি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে, সমলিঙ্গ বিবাহ মামলা থেকে প্রধান বিচারপতিকে সরানোর আবেদন

    Supreme Court: চিঠি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে, সমলিঙ্গ বিবাহ মামলা থেকে প্রধান বিচারপতিকে সরানোর আবেদন

    মাধ্যম নিউজ ডেস্ক: সমলিঙ্গ বিবাহের বৈধতা বিষয়ক মামলাগুলির শুনানি থেকে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতিকে সরানোর আবেদন জানিয়ে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অভিযোগপত্র পাঠাল ‘Supreme Court & High Courts Litigants’ Asscociation of India’ নামের একটি সংগঠন। সংগঠনের অভিযোগ, সমলিঙ্গ বিবাহ ইস্যুতে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শুধু তাই নয়, অভিযোগকারীদের দাবি, সমকামীদের অধিকারের পক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান বিচারপতি। রেখেছেন সভা-সমিতিতে বক্তব্যও। একজন বিচারপতি এধরনের কাজ করতে পারেন না বলেও অভিযোগ ওই সংগঠনের। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে গত বছরের ৩১ অগাস্ট দিল্লির ব্রিটিশ হাইকমিশনে সমকামীদের অধিকারের পক্ষে সওয়াল করেছিলেন বর্তমান প্রধান বিচারপতি। যদিও তিনি তখন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ছিলেন। অভিযোগকারীদের মতে, ভারতীয় সংবিধান সমান অধিকারের কথা বলে, সেখানে একজন বিচারপতি শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠীকে কীভাবে সমর্থন করতে পারেন?

    কেন্দ্র আগেই হলফনামা দিয়ে জানিয়েছে সমলিঙ্গ বিবাহ ভারতের সামাজিক নৈতিকতার পরিপন্থী 

    প্রসঙ্গত, সমলিঙ্গ বিবাহের বৈধতা সংক্রান্ত মামলা চলছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কাউল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পি এস নরসিমার বেঞ্চে। চলতি সপ্তাহের বৃহস্পতিবারও ছিল শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তোলেন, সরকার সমলিঙ্গ বিবাহ নিয়ে কী করতে চায়? এই ধরনের সম্পর্ক যাতে বিচ্ছিন্ন না হয় তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা ও সামাজিক কল্যাণের দিকটি কি নিশ্চিত করা যায়?” প্রসঙ্গত, সমলিঙ্গ বিবাহ ভারতের সামাজিক নৈতিকতার পরিপন্থী, সুপ্রিম কোর্টে (Supreme Court) এমন হলফনামা আগেই দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের সেই আপত্তি খারিজ করে দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আগেই জানিয়েছিলেন, ভালবাসার অধিকার, সহবাসের অধিকার, নিজের পছন্দের সঙ্গীকে বেছে নেওয়া ও লিঙ্গ বাছাইয়ের অধিকার মৌলিক অধিকার। কিন্তু সেই সম্পর্ককে বিয়ে অথবা অন্য কোনও নাম দেওয়াটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Titagar Shootout: টিটাগড় শুটআউটে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৩, কেন খুন করা হল তৃণমূল কর্মীকে?

    Titagar Shootout: টিটাগড় শুটআউটে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৩, কেন খুন করা হল তৃণমূল কর্মীকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বকেয়া টাকা চাওয়ার জন্যই টিটাগড়ে তৃণমূল কর্মী আনোয়ার আলিকে খুন (Titagar Shootout) করা হয়েছে। তদন্তে নেমে পুলিশের হাতে প্রাথমিকভাবে এই তথ্য সামনে এসেছে। ইতিমধ্যে প্রকাশ্য দিবালোকে শুটআউটের (Titagar Shootout) ঘটনায় মূল অভিযুক্ত ও তার স্ত্রীসহ তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম  মহম্মদ সানি, মহম্মদ আরিফ এবং সানির স্ত্রী শবনম বানু। তিনজনকেই পূর্ব বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন করা হয়।

    ৪ লক্ষ ৬২ হাজার টাকার জন্যই কী ব্যবসায়ীকে খুন?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সানির বাড়ি টিটাগড়ের উড়ানপাড়া এলাকায়। বছর পাঁচেক আগে সানির বিরুদ্ধে একটি খুনের অভিযোগও ছিল। তাতে সে জেলও খেটেছে। পরে, জেল থেকে ছাড়া পেয়ে মোবাইল কেনাবেচার কাজ করা শুরু করেছিল। আনোয়ারসাহেব তৃণমূল কর্মীর পাশাপাশি এলাকায় তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। টিটাগড় এলাকায় তাঁর মোবাইলের দোকান রয়েছে। তিনি জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি পরিবহণের তাঁর ব্যবসা ছিল। আনোয়ারের মোবাইল দোকান থেকে ধারে মোবাইল নিত সানি। পরে, তা বিক্রি করে টাকা ফেরত দিত সে। এইভাবে কারবার দুজনের মধ্যে ঠিকঠাক চলছিল। তবে, কয়েকমাস আগে আনোয়ারের দোকান থেকে সানি বেশ কয়েকটি মোবাইল ধারে নিয়েছিল। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৬২ হাজার টাকা। সেই টাকা দীর্ঘদিন ধরে ফেরত দিচ্ছিল না বলে অভিযোগ। আনোয়ার আলি ও তার ছেলে সোহেল বার বার সানির কাছে বকেয়া টাকা চেয়েছিলেন। কিন্তু, সানি সেই বকেয়া টাকা ফেরত দেয়নি বলে অভিযোগ। যার জেরে সোহেলের সঙ্গে সানির একবার ঝামেলা হয়েছিল। আনোয়ারের সঙ্গে তুমুল বচসাও হয়। আনোয়ার বকেয়া টাকা ফেরত না দেওয়া পর্যন্ত সানির উপর চাপ দিয়েছিলেন। নতুন করে আর সানিকে মোবাইল তিনি আর ধার দেননি। ফলে, সানি চরম বিপাকে পড়ে যায়। এরপরই সানি তার বন্ধু আরিফকে সমস্ত বিষয়টি বলে। আরিফ নৈহাটি থেকে একজন শার্প শুটারকে নিয়ে আসে। আনোয়ারকে খতম করার তারা ছক কষে।

    এই ঘটনা নিয়ে কী বললেন বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক?

    বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) আশিস মৌর্য বলেন, সানির সঙ্গে আনোয়ার আলির আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যা ছিল। এনিয়ে বচসাও হয়েছিল। এরপরই তাকে খুন করা হল। ঘটনাস্থল থেকে একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার সকাল থেকে আনোয়ারের গতিবিধির উপর সানি ও তার দলবল নজর রাখছিল। এমনকী সানির স্ত্রী শবনম আনোয়ারকে ফোন করে তাঁর অবস্থান জানার চেষ্টা করে। আনোয়ার খুন হওয়ার কিছুক্ষণ আগে তাঁকে শবনম ফোন করে বকেয়া টাকা নিয়ে যাওয়ার কথা বলেছিল। সেই টাকা আনতে গিয়েই সানি ও তাদের গ্যাংয়ের হাতে আনোয়ারসাহেব খুন (Titagar Shootout) হন। তবে, ঘটনার সময় সানি আরিফ ছাড়়াও আরও একজন ছিল। তার খোঁজে তল্লাশি চলছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Covid 19: তিন ধাক্কার পরেও করোনা মোকাবিলায় পরিকাঠামোর অভাব রাজ্যে, বাড়ছে ভোগান্তি! 

    Covid 19: তিন ধাক্কার পরেও করোনা মোকাবিলায় পরিকাঠামোর অভাব রাজ্যে, বাড়ছে ভোগান্তি! 

     

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    করোনার (Covid 19) নতুন প্রজাতি শক্তি বাড়িয়েছে। আর তাতেই ফের প্রশ্নের মুখে সরকারি পরিকাঠামো! দিন দুয়েক আগে উত্তর চব্বিশ পরগনার কামারহাটির এক সত্তরোর্ধ্ব নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। নানান শারীরিক জটিলতা থাকায় তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু পরিবারের অভিযোগ, সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে তাঁদের জানানো হয়, ওখানে চিকিৎসা হবে না। তাঁদের বেলেঘাটা আইডি-তে নিয়ে যাওয়ার কথা বলা হয়। তারপরে রোগীকে বেলেঘাটা আইডি-তে নিয়ে গেলে জানানো হয়, আসন নেই। অপেক্ষা করতে হবে। করোনা আক্রান্তকে গাড়িতে বসিয়েই দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে অপেক্ষা করে রোগীর পরিবার। দিনভর ভোগান্তির পরে করোনা রোগীকে ভর্তি নেওয়া হয়।

    কী জানাচ্ছে চিকিৎসক মহল?

    এই ঘটনায় চিকিৎসক মহল জানাচ্ছে, মহামারির একের পর এক ঢেউ পেরিয়েও পরিকাঠামো গড়তে পারল না রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত দেড় সপ্তাহে করোনা (Covid 19) অ্যাক্টিভ রোগী কয়েকগুণ বেড়ে গিয়েছে। দু’সপ্তাহ আগে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ছিল ১৩ জন। কিন্তু গত চব্বিশ ঘণ্টায় করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা হয়েছে ৩০৬ জন। করোনার জন্য নির্দিষ্ট বিভাগ সপ্তাহ দুয়েক আগে ফাঁকা থাকলেও, এই কদিন প্রায় শ’খানেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    সমস্যা কোথায়? 

    স্বাস্থ্য দফতরের কর্তাদের একাংশ জানাচ্ছে, করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত শয্যা নেই হাসপাতালে। অন্য রোগের চিকিৎসা করাতে হাসপাতালে থাকা রোগীর করোনা হলে, কোথায় তার চিকিৎসা হবে, সে নিয়েও নানান জটিলতা হয়। কীভাবে তা সমাধান করা যাবে, সে উত্তর এখনও স্পষ্ট নয়। করোনা (Covid 19) সংক্রমণ বাড়লেই প্রশাসনের শীর্ষ মহল জানায়, বেড বাড়ানো হল। কিন্তু সরকারি হাসপাতালের যে পরিকাঠামো, তাতে অন্যান্য পরিষেবা স্বাভাবিক রেখে কীভাবে বেড বাড়ানো হবে, সেই পরিকল্পনা অধিকাংশ ক্ষেত্রেই অস্বচ্ছ থাকে। তার ফলে একদিকে যেমন হাসপাতালের নিয়মিত স্বাভাবিক পরিষেবায় সমস্যা হয়, আরেক দিকে করোনা রোগীদের ভর্তি নিয়েও জটিলতা তৈরি হয়। 

    রোগীর পরিজনদের অভিজ্ঞতা কী?

    করোনা রোগীর ভর্তি নিয়ে একাধিক ভোগান্তির অভিযোগ তুলেছেন রোগীর (Covid 19) পরিজনেরা। মহামারির তিনটি ঢেউ পেরিয়েও ভোগান্তির অভিযোগ অব্যাহত। করোনা আক্রান্তকে কোন সরকারি হাসপাতালে ভর্তি করা যাবে, সে সম্পর্কে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে তথ্য থাকে। কিন্তু রোগীর পরিজনদের অভিজ্ঞতা বলছে সম্পূর্ণ অন্য কথা। তাঁরা জানাচ্ছেন, ওয়েবসাইটে যে হাসপাতালে যত সংখ্যক কোভিড আসন ফাঁকা দেখায়, হাসপাতালে গিয়ে কিন্তু জানা যায়, বেড নেই। তাই অন্য হাসপাতালে যেতে হবে। করোনা আক্রান্ত রোগীকে নিয়েই এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়। করোনা সংক্রমণ বাড়তেই সেই প্রবণতা শুরু হয়ে গিয়েছে। 

    বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কতখানি প্রস্তুত? 

    এ রাজ্যে চিকিৎসা পরিষেবার জন্য একটা বড় অংশ বেসরকারি হাসপাতালের উপরই নির্ভর করে। শহরের একাধিক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে, তারা করোনা (Covid 19) মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। আমরি হাসপাতালের সিইও রূপক বড়ুয়া জানান, বহু রোগীই অন্য রোগের চিকিৎসা করাতে হাসপাতালে আসছেন। তারপরে করোনা পরীক্ষা করে জানা যাচ্ছে, তিনি সংক্রমিত। ফলে, উপসর্গহীন রোগী যে বাড়ছে, সেই আন্দাজ করা যাচ্ছে। সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে। মনিপাল হাসপাতালের অধিকর্তা অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলছেন, “কয়েক সপ্তাহ আগেও একজনও করোনা রোগী ছিলেন না। এখন কিন্তু কয়েকজন ভর্তি আছেন। সেই মতো আমরা প্রস্তুতি রাখছি, রোগী পরিষেবা যাতে ঠিকমতো দেওয়া যায়।”

    স্বাস্থ্যভবনের কর্তারা কী বলছেন? 

    স্বাস্থ্যভবনের কর্তারা অবশ্য আশ্বাস দিয়েছেন। তাঁরা জানাচ্ছেন, সরকারি ওয়েবসাইট নিয়মিত আপডেট (Covid 19) করা হবে। যাতে মানুষ কোন হাসপাতালে গেলে পরিষেবা পাবে, সে বিষয়ে জানতে পারেন। কোনও বিভ্রান্তি যাতে না ছড়ায়, সে দিকেও নজর দেওয়া হবে। তারপরেও কোথাও পরিষেবা নিয়ে কোনও অভিযোগ উঠলে, তা খতিয়ে দেখা হবে। তবে সরকারি হাসপাতাল প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share